Author

Topic: বাংলা (Bengali) - page 155. (Read 5304549 times)

full member
Activity: 490
Merit: 119
September 07, 2023, 09:34:10 AM
বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ।

আমি আপনার মতামতের সাথে একশভাগ সহমত পোষণ করছি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে আপনি বিটকয়েন টকের পুরান ইউজার। যাই হোক, আপনার পোস্টটা একটা প্রতিবাদ মূলক পোস্ট। আপনি যদি পুরান বিটকয়েনটক ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে এটা আপনার নতুন কোন আইডি। যাই হোক ভাই, আপনার এই পোস্টটি পড়ে আমার ভালো লাগছে। আশাকরি বিটকয়েনটক ফোরামের (বাংলাদেশ) সবারই ভালো লাগবে। এই সমস্যাগুলো ওভারকাম করে চলার চেষ্টা করি। আর একটা কথা হ্যাঁ ভাই, আপনার প্রতি অনুরোধ রইলো। আপনি নিজেও এই রুলসটা ফলো করবেন।

Newbies - Read before posting
Unofficial list of (official) Bitcointalk.org rules, guidelines, FAQ
BTCtalk Activity times
FAQ: Everything you need to know about forum 'activity, account ranks and merit
Merit & new rank requirements

যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল, "এই পোস্টগুলা একটু ভালো করে পড়ে নিবেন" বিশেষ করে @Little Mouse, @Shasan, @Cripto Libery, @LDL, @Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলা করার চেষ্টা করবেন।
jr. member
Activity: 448
Merit: 2
September 07, 2023, 09:04:54 AM
সবাই মনে করে মেরিট বাড়ানো খুব কঠিন কাজ কিন্তু আসলে সেটা খুবই সহজ। কিছু কিছু মেম্বার আছে যাদের বিটকয়েনটক আইডির বয়স ২ থেকে ৩ বছর তবুও তাদের কোনো মেরিট নেই। তাদের রেঙ্ক আপ করতে খুবই কষ্ট হয়। তাদের মধ্যে কিছু কিছু মেম্বার আছে যারা রেঙ্ক আপ করার জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। দিন শেষে তাদের খালি হাতেই ফিরে যেতে হয়। মেরিট না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে বান্টি ক্যাম্পেইন এ কাজ করা। যারা বান্টি ক্যাম্পেইনে কাজ করে তারা মেরিট পাওয়ার জন্য চেষ্টাও করে না। কারণ তারা মেরিট বাড়ানোর সময়ই পান না। বাঙালি জাতির মানুষেরা মনে করে সবাই যেন শিক্ষক, কেউ কারও থেকে শিখতে চায় না, সবাই শুধু শেখাতে চাই কিন্তু কাউকে শেখাতে হলে নিজেকে আগে শিখতে হবে। এটাও মেরিট না পাওয়ার অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে কেউ কারো পোস্ট পড়তে চায় না। না পড়েই পোস্ট করে ফেলে। এর ফলে তার পোষ্টের গুণগত মান কমে যায়। এটাও একটা কারণ। এইসব সমস্যা দূর করতে পারলে সবাই সবার আইডির র‍্যাঙ্ক আপ করতে পারবে। পোস্টের গুনগতমান উন্নত হবে এবং বাঙালি মেম্বারদের উন্নতি হবে। এর সাথে বাংলাদেশ থ্রেডও উন্নত হবে। আমার আশা বাংলাদেশ যেন আগামীতে নিজস্ব বোর্ড পায়।
full member
Activity: 490
Merit: 119
September 07, 2023, 08:10:26 AM
আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।


সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। বিটকয়েনটক বাংলাদেশ ফোরামে নতুন একজন ফুল মেম্বার পাওয়াতে আমরা সবাই আন্তরিকভাবে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রেট তাকে ভুলে যাবেন না।
legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
September 07, 2023, 07:03:20 AM
[...]

আরেকটা দারুন প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ Learn Bitcoin! আবার, আপনি আবারো সুন্দর কাজ করেছেন! এবং আমি এটা জেনে বেশি খুশি যে বাঙালিরা বেচারা জুলিয়ান অ্যাসাঞ্জের পরিস্থিতি সম্পর্কে আরও সচেতন হবে।

এই টপিকটা এই সাইফারপাঙ্কের প্রতি উৎসর্গ করলাম, মুক্ত সাংবাদিকতার জন্য, এবং একই সাথে কন্টেন্টটি অ্যাসাঞ্জকে যে অন্যায় বিচারের মুখোমুখি হতে হয়েছিল সে সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করে। এবং এর সবকিছু শুধুমাত্র সত্য বলতে চাওয়ার জন্য, সম্পূর্ণ সত্য এবং সত্য ছাড়া কিছুই না।

রস উলব্রিখটের মতো, অ্যাসাঞ্জকে মার্কিন সরকার উদাহরণ হিসাবে ধরে রেখেছে। একই সময়ে, তার সাথে সহযোগিতা করা অন্য সাংবাদিকদের কেউই এরকম অভিযোগের শিকার হয় নি। নিউইয়র্ক টাইমসের কোনো সাংবাদিকের বিরুদ্ধে গোপন এজেন্সি গুলো বিচার হয়নি। ডের স্পিগেলের কোনো সাংবাদিককে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেনি। গারডিয়ানের কোনো সাংবাদিককে ধরা হয়নি। আর এরাই হলেন প্রেসের সবচেয়ে বড় নাম যারা অ্যাসাঞ্জের সাথে সহযোগিতা করেছেন। পরিবর্তে, তাকেই শুধু রোল মডেল হিসাবে ধরে রাখা হলো।

আমরা শুধু আশা করতে পারি যে তিনি অবশেষে আবার মুক্ত হবেন...
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 07, 2023, 06:27:08 AM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it




অনেকেই হয়তো জুলিয়ান অ্যাসাঞ্জের নাম শুনেছেন, কিন্তু খুব কম মানুষ ই জানে যে তিনি কে, উনি কি করেছিলেন বা এখন উনি কি করেন। এর থেকেও কম জানেন, কেন তিনি ক্রিপ্টো স্পেসে একজন আইডল ব্যক্তিত্ব।

এই টপিকটা একটা সাহায্যের আবেদন, এজন্যই আমি এটা বিগিনার এবং হেল্প বোর্ডে পোস্ট করছি৷ এটা জুলিয়ানকে সাহায্য করার জন্য একটা আবেদন!

আমি অনেকদিন ধরেই এই টপিকটা লেখার প্ল্যান করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে (সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সময়ের অভাব) আমি দেড়ি করেছি। যাইহোক, ইদানিং প্রেসের প্রতি এক আরেকটা অপমান (একভাবে বা অন্যভাবে) আমাকে এই থ্রেড টা লিখতে অনুপ্রানিত করেছে। এর পিছনের কারণ যদিও কম গুরুত্বপূর্ণ। বেশি গুরুত্বপূর্ণ হল জুলিয়ানের সাহায্য প্রয়োজন।



এই টপিকের শেষ অংশ একটা সতর্কতা মূলক বাক্য আছে: "আমাদের সকলের সাইফারপাংকসের কাজ চালিয়ে যাওয়া উচিত এবং স্বাধীনতার জন্য লড়াই করা উচিত!"

সাইফারপাংকস গ্রুপ টা প্রাথমিকভাবে ১৯৯২ সালে "দ্য সাইফারপাঙ্ক ম্যানিফেস্টো" এর লেখক এরিক হিউজেস, জন গিলমোর এবং "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো" এর লেখক টিমোথি মে দের নিয়ে তৈরী হয়েছিল। গিলমোরের অফিসে একটা পুরাতন মিটিং থেকে সাইফারপাংকস মেইলিং লিস্ট নামে একটা মেইলিং লিস্টের উত্থ্যান হয়েছিল।

কিছু দিনের মধ্যে, যে রাষ্ট্র নাগরিকদের উপর নজরদারি করে আসছে, তাদের বিরুদ্ধে সাইফারপাংকস এর লড়াইয়ে অনেক মানুষ যোগ দেয়। একসময়ে তারা ১০০০ জনেরও বেশি কনট্রিবিউটরে পৌছায়।

জুলিয়ান অ্যাসাঞ্জ ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত গ্রুপের অংশ ছিলেন। তার ব্রিলিয়েন্ট মন অন্যরা সহজেই খেয়াল করেছিল। যদিও মে, হিউজ বা গিলমোর "মানুষের জন্য বানানো অ্যালগরিদম", ডিজিটাল ক্যাশ এবং ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অ্যাক্সেসের উপর বেশি মনোযোগ দিতেন (এমন একটা যুগে যখন এনএসএ তার বিরুদ্ধে সমস্ত ক্ষমতা দিয়ে লড়াই করছে), অ্যাসাঞ্জের একটা ভিন্ন নীতি ছিল: "তথ্যের স্বাধীনতা হলো সম্মানিত মূল্য"

দ্যা উইকিলিকস ম্যানিফেস্টো, একটা অল্প পরিচিত ডকুমেন্ট, দুর্ভাগ্যক্রমে, এটাতে জুলিয়ানের জ্ঞানের অন্যান্য বিস্তারিত কথাও আছে: "শুধুমাত্র প্রকাশিত অন্যায়ের উত্তর দেওয়া যায়; মানুষকে বুদ্ধিমান কিছু হতে হলে আসলে কী ঘটছে, তা জানতে হবে"।

১৪৪৮ সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেসের উত্থানের পর থেকে, যেটা প্রিন্টিং রেভুলেশন নিয়ে এসছিলো, ক্লাসিফাইড ডকুমেন্ট এর উপর ধনীদের ক্ষমতা আস্তে আস্তে কমতে শুরু করে। এটা তথ্য ডিসেন্ট্রালাইজেশনের প্রথম রূপগুলোর মধ্যে একটা ছিল। জুলিয়ান অ্যাসাঞ্জ এটাকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছেন।

এবং ২০০৬ সালে উইকিলিকস চালু হওয়ার পরেই এটা ঘটে।

"আমি এটা মনে করে বড় হয়েছি যে আমি যে বিশ্বে বাস করেছি যেখানে মানুষ একে অপরের সাথে গোপনীয়তার সাথে যোগাযোগ করার এক ধরণের স্বাধীনতা উপভোগ করেছে, কোনো মনিটরিং করা ছাড়াই, কোনো বিবেচনা করা বা বিশ্লেষণ করা ছাড়াই বা ঐসব কুখ্যাত পরিসংখ্যান বা সিস্টেম দিয়ে বিচার করা হয় না , যে কোন সময় তারা এমন কিছু বলে যা পাবলিকলি ছড়িয়ে পড়ে।" - এডওয়ার্ড স্নোডেন

প্রশাসনের সাথে বিশ্বাসঘাতকতা করার পরে স্নোডেন কোথায় স্থায়ী হবে এবং কোথায় স্থায়ী হবে না তা সুপারিশ করে তাকে সাহায্য করার চেষ্টা করছেন; স্নোডেনের সাথে একইরকম চিন্তা শেয়ার করে, অ্যাসাঞ্জ বিশ্বের বিভিন্ন যায়গা থেকে হাজার হাজার ক্লাসিফাইড ইনফরমেশন প্রকাশ করেছেন।

কেউ কেউ জিজ্ঞাসা করতে পারে, বিটকয়েনের সাথে তার সম্পর্ক কি?

মার্কিন সরকার উইকিলিকসের অ্যাকাউন্টগুলোর উপর একটা ফিনান্সিয়াল রিস্ট্রাইকশন দেয়ার পর, জুলিয়ান বিটকয়েনের সম্ভাবনা বুঝতে শুরু করেন এবং ডোনেশনের জন্য একটা মেথড হিসাবে নতুন ক্রিপ্টোকারেন্সি একসেপ্ট করার কথা জানান। আইডিয়াটা সেই সময়ে বিটকয়েনটকে আগুন ধরিয়ে দেয়:

"ব্রিং ইট অন", RHorning জোর দিয়েছিলেন।

যাইহোক, অ্যাসাঞ্জ তার কাজে অব্যাহত ছিলেন, বিটকয়েনের ছদ্মনামী আবিস্কারক, ""সাতোশি নাকামোতো,” বলেছেন: “নো, ডোন্ট ব্রিং ইট অন"। প্রজেক্ট টা আস্তে আস্তে বড় করতে হবে যেনো সফ্টওয়্যারটাকে এই পথে শক্তিশালী করা যায়। আমি উইকিলিকসের কাছে এই আবেদন করছি তারা যেনো বিটকয়েন ব্যাবহার করার চেষ্টা না করে। বিটকয়েন এখন এটার শুরুর দিকে এবং কমিউনিটি টা খুব ছোট। আপনি পকেট মানি এর চেয়ে বেশি কিছু পাওয়ার আশা করতে পারেন না এবং আপনি যে হিট নিয়ে আসবেন, তা সম্ভবত এই পর্যায়ে আমাদেরকে ধ্বংস করে দিবে।” [...] ছয় দিন পরে, ১২ ডিসেম্বর ২০১০-এ, ফেমাস ভাবে সাতোশি বিটকয়েন কমিউনিটি থেকে উধাও হয়ে যায়, কিন্তু যাওয়ার আগে এই মেসেজটি পোস্ট করেছেন: “অন্য কোনো প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ভালো হতো। উইকিলিকস ভিমরুলের বাসায় লাথি মেরেছে, এবং সেই ঝাঁকটি আমাদের দিকে তেড়ে আসছে।”"

সাতোশির প্রতি এবং তার কাজের প্রতি সম্মানের গভীর নিদর্শন হিসাবে, অ্যাসাঞ্জ যেমন বলেছেন (আগের মেনশন করা লিংকে), "উইকিলিকস সাতোশির এনালাইসিস পড়েছে এবং তার সাথে একমত হয়েছে, এবং কারেন্সিটা আরো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিটকয়েন ডোনেশন চ্যানেল চালু না করার সিদ্ধান্ত নিয়েছে। উইকিলিকসের বিটকয়েন ডোনেশনের এড্রেস বিটকয়েনের প্রথম চালু করা হয়েছিল ১৪ জুন ২০১১ তে বড় একটা পাম্প এর পরে।"

এটা একটা সম্মানের প্রকাশ যা আজকাল খুব দূর্লভ

কিন্তু জুলিয়ানের বিটকয়েনের উপর ভরশা করা শুধুমাত্র উইকিলিকসকে সাহায্য করেনি: বরং বিটকয়েনকে আরও জনপ্রিয় হতে সাহায্য করেছে; এটা সাতোশির সৃষ্টি সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে; এটা সাতোশির তৈরী করা রাস্তায় আরও বেশি মানুষকে নিয়ে এসেছে।

এরপর যা ঘটেছিল তা উল্লেখ করা ইতিহাসের চেয়ে ভালো জানে সবাই। মার্কিন সরকার ২০১১ সালে অ্যাসাঞ্জকে খুঁজতে শুরু করে, এবং প্রতিক্রিয়া হিসাবে, জুলিয়ান লন্ডন থেকে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় চেয়ে নিজেকে সাহায্য করেন। তার অনুরোধ ২০১২ সালে অনুমোদন করা হয়েছিল। তবে, দূতাবাসে থাকা তার জন্য সহজ ছিল না - অন্যদের মধ্যে, তিনি ২০১৯ (!) পর্যন্ত দূতাবাসের বাইরে তার পা রাখেনি, প্রায় একজন বন্দী হিসাবে জীবনযাপন করেছেন। যৌন হয়রানির একটা মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছিলো, যা সুইডিশ সরকার বছরের পর বছর বাদ দিয়েছিল এবং উইকিলিকসের জন্য তার ক্রমাগত কাজ করার মধ্যেও অ্যাসাঞ্জ তার নৈতিকতা বজায় রাখার চেষ্টা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে তার যথাসাধ্য চেষ্টা করেছিল, তিনি ভালভাবে সচেতন ছিলেন নয়তো সচেতন না হওয়ার অর্থ হবে মৃত্যুদণ্ড না হলে অন্তত ১৭৫ বছর জেল

দুর্ভাগ্যবশত, ২০১৯ সালে ইকুয়েডর তাকে আশ্রয় দেয়া বন্ধ করে দেয়, কমবেশি হাস্যকর কারণে, তবে এটা প্রায় স্পষ্ট যে সিদ্ধান্তটা নিতে অন্য কোনো গোপন সংস্থা বা অন্যান্য দেশের সরকার থেকে কোন ভাবে বাধ্য করা হয়েছিল।

এই থ্রেডটা লেখার সময়, জুলিয়ানের প্রত্যর্পণের জন্য বিচার শুরু হয়েছে। বিচার চলাকালে তিনি কারাগারে অবস্থান করছেন।

যেমনটা আমি ইদানিং বলছিলাম, আগের একটা টপিকে,

বাকস্বাধীনতার জন্য যুদ্ধ, গোপনীয়তার জন্য এবং শাসনব্যবস্থাকে অপ্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের লড়াই অনেক আগে শুরু হয়েছিল। এটা এখন আমাদের হাতে।

জুলিয়ানকে সাহায্য করাও আমাদের হাতে। আর তাকে সাহায্য করা মানে তথ্যের স্বাধীনতায় সাহায্য করা!

এই সাহায্য কিভাবে অফার করবেন আমি সেটা বলতে চাচ্ছি না। আমি নিশ্চিত সবাই জানে, বা, অন্তত, এই সম্পর্কে একটা ধারনা আছে।

বিতর্ক এবং কিছু করার সময় আছে। বিতর্ক এখন শেষ।



উল্লেখ্য বিষয়:

আমি উল্লেখিত টপিকগুলো পড়ার পরামর্শ দিচ্ছি:
- নিলস মেলজারের দ্য ট্রায়াল অফ জুলিয়ান অ্যাসাঞ্জ: নির্যাতনের গল্প - উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের আইনি নির্যাতনের মর্মান্তিক গল্প এবং ভবিষ্যতের হুইসেলব্লোয়ারদের জন্য বিপজ্জনক প্রভাব
- রবার্ট ম্যানের আর্ট দ্য সাইফারপাঙ্ক রেভুলোশনারি জুলিয়ান অ্যাসাঞ্জ
- দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইন দ্য ওয়ার্ল্ড: দ্য ইনসাইড স্টোরি অন জুলিয়ান অ্যাসাঞ্জ অ্যান্ড উইকিলিকস, লিখেছেন অ্যান্ড্রু ফাউলার
- জুলিয়ান অ্যাসাঞ্জের লেখা, সাইফারপাঙ্কস: ফ্রিডম অ্যান্ড দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট। বইটা জুলিয়ান, জ্যাকব অ্যাপেলবাম (টর ডেভেলপার) এবং জেরেমি জিমারম্যান (লা কোয়াড্রেচার ডু নেট-এর সহ-প্রতিষ্ঠাতা) মধ্যে একটি আলোচনা সম্পর্কে
- সুয়েলেট ড্রেফাস এবং জুলিয়ান অ্যাসাঞ্জ এর, আন্ডারগ্রাউন্ড। এটি ১৯৮০-এর দশক থেকে অস্ট্রেলিয়ান হ্যাকার এবং ফ্রেকারদের উত্থান সম্পর্কে একটাআকর্ষণীয় বই, যার মধ্যে জুলিয়ান অ্যাসাঞ্জের প্রথম দিকের একটিভিটি আছে, তিনি সেই সময়ে মেন্ডাক্স নামে পরিচিত ছিল
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, হোয়েন গুগল মিট উইকিলিকস
- জুলিয়ান অ্যাসাঞ্জ এর, দ্যা আনঅথোরাইজ্ড অটোবায়োগ্রাফি

পাশাপাশি, উল্লেখিত মুভিগুলো অবশ্যই দেখার বিষয় ক্যাটাগরির একটা অংশ:

ইথাকা - মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ থেকে বাচতে জুলিয়ানের সংগ্রাম দেখানো একটা তথ্যচিত্র
মিডিয়াস্তান: এ্যা উইকিলিকস রোড মুভি - উইকিলিকসের একটা নিজস্ব ডকুমেন্টারি - সম্পূর্ণ চলচ্চিত্র
রিস্ক - একটি উইকিলিকস ডকুমেন্টারি, লরা পোইট্রাস (জুলিয়ান অ্যাসাঞ্জের একজন বন্ধু) এর পরিচালিত - সম্পূর্ণ চলচ্চিত্র
দ্য ফিফথ এস্টেট - উইকিলিকস সম্পর্কে একটা দুর্দান্ত চলচ্চিত্র
উই স্টিল সিক্রেটস: দ্য স্টোরি অফ উইকিলিকস - উইকিলিকস নিয়ে আরেকটা ডকুমেন্টারি
আন্ডারগ্রাউন্ড: দ্য জুলিয়ান অ্যাসাঞ্জ স্টোরি - জুলিয়ানকে নিয়ে আরেকটা মুভি, যা তার ক্যরিয়ারের প্রথম দিকটা ফুটিয়ে তোলে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 07, 2023, 06:10:25 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৭ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-527th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5465518

ধন্যবাদ শেয়ার করার জন্যে, অংশগ্রহন করলাম।

আসলে ভাই সাকসেস নির্ভর করে সবার প্রচেষ্টা উপর অন্যের দয়া নিয়ে খুব বেশিদূর যাওয়া যায় না। আপনি কঠোর পরিশ্রম করছেন তাই সাকসেস হইছেন,  অনেকে আছে যারা বছরের পর বছরে চেষ্টা করে Full Member পর্যন্ত তো দুরের কথা Membar ও হতে পারে না। আবার যারা কঠোর পরিশ্রম করে আর যার মেধা আছে তারা খুব দ্রুতই তার Rank বাড়াতে পারে। মেরিট পাওয়া খুব সহজ তাদের জন্য যারা জ্ঞানী। এখানে অনেকের Rank আপ হতে দেখা যায় প্রতিনিয়ত বাংগালী এখন অনেক জ্ঞানী। আপনাকে অভিনন্দন Full Member র‍্যাংক অতিক্রম করার জন্য৷ চেষ্টা করেন আরো বড় র‍্যাংক অর্জন করতে পারবেন।

আপনার কথা সত্য কিন্ত আসলে, ক্ষেত্র বিশেষে আমরা সবাই জ্ঞ্যানি এখানে আমাদের শুধুমাত্র পরিশ্রমের বা কাজের যায়গা বিশেষে পার্থক্য রয়েছে। কিছুদিন আগে যারা ৪০তম বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে অনেকেই খুব বেশি পরিশ্রম না করেও ক্যাডার হয়েছে এবং সেটা শেষ বার ছিলো এবং সখের বশত এক্সাম দিয়েই  টিকে গ্যাছেন, আবার অনেকেই প্রচুর পরিশ্রম করেও টিকতে পারেন নি, এখানে সবথেকে মুল কথা হচ্ছে আপনি কতোটুকো জ্ঞানী এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনি কতোটুকো ভালোভাবে উপস্থাপন করতে পারেন সেটাই সবথেকে বড়, উপস্থাপন যে যতো ভালো করতে পারে ফলাফল সেটার উপরে ভিত্তি করেই মানুষ পায়।  
sr. member
Activity: 518
Merit: 268
September 07, 2023, 04:29:41 AM
আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।
পরিশ্রম সৌভাগ্যবানদের জন্য চাবিকাঠি। আপনি পরিশ্রম করেছেন সেজন্য আপনি আপনার পরিশ্রমের ফসল পেয়েছেন। যদিও আমি সবেমাত্র এই লোকালে আসলাম , আপনাদের মতো পরিশ্রম করে সফলতা পেতে চাই।

sr. member
Activity: 546
Merit: 309
September 07, 2023, 12:10:18 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৭ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-527th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5465518

আমি প্রথম দিনই করছি। এটা এক ধরনের লটারি তাই যতই চিন্তাভাবনা করে এন্ট্রি নেই ভাগ্যে উইন থাকে না। তারপরেও সবার এপ্লাই করে রাখা ভালো যদি ভাগ্য ভালো থাকে তাহলে জিততে পারে। আমি দেখছি যে LDL একবার জিতছিলো।

আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।
আসলে ভাই সাকসেস নির্ভর করে সবার প্রচেষ্টা উপর অন্যের দয়া নিয়ে খুব বেশিদূর যাওয়া যায় না। আপনি কঠোর পরিশ্রম করছেন তাই সাকসেস হইছেন,  অনেকে আছে যারা বছরের পর বছরে চেষ্টা করে Full Member পর্যন্ত তো দুরের কথা Membar ও হতে পারে না। আবার যারা কঠোর পরিশ্রম করে আর যার মেধা আছে তারা খুব দ্রুতই তার Rank বাড়াতে পারে। মেরিট পাওয়া খুব সহজ তাদের জন্য যারা জ্ঞানী। এখানে অনেকের Rank আপ হতে দেখা যায় প্রতিনিয়ত বাংগালী এখন অনেক জ্ঞানী। আপনাকে অভিনন্দন Full Member র‍্যাংক অতিক্রম করার জন্য৷ চেষ্টা করেন আরো বড় র‍্যাংক অর্জন করতে পারবেন।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
September 06, 2023, 11:45:34 PM
আমি প্রথমে এই কমিউনিটির প্রত্যেক সদস্যকে জানাই কৃতজ্ঞতা কেননা আপনাদের সহযোগিতা না পেলে আমি হয়তো এতদূর আসতে পারতাম না। আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের প্রত্যেকের সাহায্য সহযোগিতা করার নিমিত্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। আশা করছি আমরা এখানে প্রত্যেকে সহযোগিতার মনোভাব নিয়ে বাংলা কমিউনিটির উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করে যাব। একে অন্যের বিপদে সাহায্য সহযোগিতা করবো।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 06, 2023, 09:24:17 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৭ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-527th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5465518
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!





sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 06, 2023, 03:02:03 PM
পিজ্জাভাই Grin

নেন ভাই ১০১ করে দিলাম। আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি বাংলা ফোরামে আরো সময় দিবেন। আর আপনার কাছে একটা ট্রিট পাওনা রইলো কিন্তু ভাই। যদি কখনো ভাগ্যক্রমে দেখা হয়ে যায় তাহলে পিজ্জা খাওয়াইয়েন।  Grin

আর আমার জন্যও দোয়া কইরেন আমিও যেনো খুব তাড়াতাড়ি ফুল মেম্বার হতে পারি।

Best of luck for your journey ahead.
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 06, 2023, 12:21:24 PM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে


Congratulation @2Pizza410000BTC



অনেক ভালো লাগছে যে আপনি ফুল মেম্বার হয়ে গেছে, ইনশাআল্লাহ আরো অনেকেই ফুল মেম্বার হবার অপেক্ষা করছে হয়তো, আপনাদের সবার  সহযোগীতা পেলে আমিও হয়তো সামনে ফুল মেম্বার হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার জন্যেও দোয়া কোরবেন সবাই। 
full member
Activity: 532
Merit: 163
September 06, 2023, 12:09:28 PM
@2Pizza410000BTC ভাই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন নিঃসন্দেহে আপনার এই জার্নিটা শুরুর দিকে খুব একটা সহজ ছিল না আপনাকে অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে এই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন  করতে সক্ষম হয়েছেন আমরা অবশ্যই আপনার কাছ থেকে আশা রাখবো আপনি আমাদের বাংলা সেকশনে অনেক ভালো ভালো পোস্ট দিবেন এর মাধ্যমে আমরা যারা ছোট ইউজার আছি অবশ্যই আপনার পোষ্টের মাধ্যমে আমরা উপকৃত হব এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল আপনি ভবিষ্যতে আপনি আরো ভালো যোগ্যতা অর্জন করুন। আমরা আশা রাখবো আপনার কাছে থেকে আপনি আমাদের বাংলা সেকশনে একটু সময় দিবেন যদি সিনিয়ররা একটু সময় দেয় তাহলে নতুনরা তাদের কাছ থেকে অনেক শিক্ষনীয় বিষয় শিখতে পারে
full member
Activity: 448
Merit: 130
September 06, 2023, 12:01:32 PM
@2Pizza410000BTC ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফুল মেম্বারের মত র‍্যাংক অর্জন করার জন্য। আপনি এই বাংলা লোকাল থ্রেডে অনেক পরিশ্রম অনেক সময় দিয়েছেন এবং আপনার পোস্ট কোয়ালিটিও অনেক ভাল যার কারণে আপনি এই ফুল মেম্বারের র‍্যাংক অর্জন করেছেন। ভবিষ্যতেও এর থেকে বড় র‍্যাংক অর্জন করবেন এই দুয়া করি। আবারও আপনাকে অভিনন্দন ভাইয়া।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
September 06, 2023, 11:53:03 AM

@2Pizza410000BTC ভাইকে অভিনন্দন। সত্যিই অনেক আনন্দ লাগে আমাদের লোকাল কমিউনিটির যখন কোন সদস্যের রেঙ্ক আপ হয়। এভাবে ব্যাংক আপ করলে আমাদের লোকাল থ্রেড অনেক উন্নত হবে। কিন্তু একটা বিষয়ে আপনার মাথায় রাখতে হবে। আপনি আমাদের এই লোকাল কমিউনিটির সদস্যের সাহায্য সহযোগিতার জন্য আজকে এতদূর আসতে পেরেছেন। অনেকেরই দেখা যায় রেংক আপ করে আমাদের লোকাল কমিউনিটিতে আসে না। আশা করি আপনি রেঙ্ক আপ করার আগে যেভাবে কমিউনিটিতে একটিভ ছিলেন, এখনো আপনি সেভাবে আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকবেন। আমাদের লোকাল কমিউনিটি ভুলে যাবেন না। আপনি যেভাবে কমিউনিটি থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন, আপনিও পরবর্তী কোন সসদস্যর যদি সাহায্যের প্রয়োজন হয়। আপনিও তাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করবেন।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
September 06, 2023, 11:50:44 AM
Congratulations


@2Pizza410000BTC অভিনন্দন,
অনেক কষ্ট ও পরিশ্রমের পর ফুল মেম্বার পদমর্যাদায় অর্জন করতে সক্ষম হয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইলো। এগিয়ে যান!
sr. member
Activity: 490
Merit: 294
September 06, 2023, 11:44:11 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

আমাদের এই লোকাল সেকশন থেকে আরো এক ভাই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন করেছে। ভাই আপনাকে বাংলা সেকশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। @2Pizza410000BTC ভাই আপনি একদম শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু কঠিন অধ্যবসায় এবং ফোরামে নিয়মিত সময় আপনাকে এমন একটি অর্জনে সহায়তা করেছে। আমাদের প্রত্যাশার থেকেও বেশি তাড়াতাড়ি আপনি এতটা সফলতা অর্জন করেছেন ‌ আশা করছি ফুল মেম্বার হওয়ার পরও আপনি আমাদের এই বাংলা সেকশনে রেগুলার একটিভ থাকবেন এবং ফুল মেম্বারের রেঙ্ক অর্জনের পূর্বে আপনি বাংলায় যে রকম সময় দিয়েছেন আশা করছি সে রকম সময় দিবেন। আবারো আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
hero member
Activity: 770
Merit: 482
September 06, 2023, 11:33:09 AM
--

১০০ তম মেরিটের টাচ টা আমি দিলাম! আপনাকে নতুন র‍্যাংক এর জন্য অভিনন্দন। যদিও ওপরে কথাগুলো একবার বলা হয়েছে, তবুও আমি নিজের পক্ষ থেকে বলতে চাই যে, দয়া করে এরকম পাবলিকভাবে পোস্ট এ মেরিট চাইবেন না। আমি কয়েকদিন আগে আমার লোকাল থ্রেড এর একটা পোস্ট এ হুট করেই ১১ টা মেরিট পেয়েছি। আর এতে করে যা বুঝতে পেরেছি যে, গ্লোবাল মেম্বার রা আমাদের থ্রেড এ এসে পোস্ট গুলো ট্রান্সলেট করে করে পড়ে। যিনি মেরিট দিয়েছেন, ওনার হয়তো আমার পোস্ট ভালো লেগেছে তাই মেরিট দিয়েছেন। এখানে কিন্তু উলটো হতে পারতো, যদি পোস্ট টা কপি পোস্ট হতো, তাহলে রিপোর্ট করে দিতো। আপনার এই পোস্ট টি সরাসরি মেরিট চাওয়া ফোরামে এলাউ না। সবাই এটাকে খারাপ চোখে দেখে। বাংলাদেশের লোকাল কেউ হয়তো রিপোর্ট করবে না। কিন্তু যদি বাইরের কারো নজরে আসে, বিপদে পড়েও যেতে পারেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 06, 2023, 10:49:35 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

@পিজজা ভাই আপনি আমাকে সাহায্য সহযোগিতা কামনা করে পার্সোনাল বার্তা দিয়েছিলেন যাহোক আমি আপনাকে যতদূর পারি সাহায্য সহযোগিতা করেছি। আশা করি আপনার পরেও যারা এরকম সামান্য কিছু মেরিটের জন্য ‍্যাঙ্ক আপ করতে পারবে না তাদের জন্য সাহায্য সহযোগিতা করব। যদিও আমার কাছে যদি মেরিট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল মেসেজ না দিলেও মেরিট দিয়ে দিতাম। যা হোক আপনাকে অগ্রিম ফুল মেম্বার হওয়ার শুভেচ্ছা দিলাম। যদিও আপনি কিঞ্চিত দু একটি মেরিটের জন্য এখনো ফুল মেম্বার হতে পারেননি তবু আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম।
অন্য ভাই বেরাদার এর মত ভবিষ্যতেও আপনি এই বাংলা কমিউনিটিতে সর্বদা সাহায্য সহযোগিতা করার নিমিত্তে কাজ করে যাবেন এবং বাংলা কমিউনিটির জন্য নিজেকে নিয়োজিত রাখিবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 06, 2023, 10:09:12 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

এইভাবে সরাসরি মেরিট চাওয়া ভাই চক্ষুশুল লাগে তারপরেও  আপনাকে বলব আমি  আপনার কিছু ভালো পোস্ট বা টপিক যেগুলোতে মেরিট পাওয়ার সম্ভাবনা রয়েছে  সেগুলো একত্র করে একটি পোস্ট তৈরি করে LoyceV   একটা টপিক রয়েছে সেখানে  পোস্ট করতে পারেন।
তারপরেও বিগিনার বোর্ডে গেলে দেখতে পাবেন  এরকম কয়েকটি বোর্ড রয়েছে যারা অল্পের জন্য  পরবর্তী র‍্যাঙ্ক অর্জন করতে পারছে না  তাদেরকে সেখানে হেল্প করা হয়.  তারপরও আমি আশা করি আমাদের বাংলাদেশের  কমিউনিটির লোকজন আপনাকে হেল্প করবে। 
আর ধৈর্য ধরুন  এ পর্যন্ত যেহেতু আসতে পারছেন  পিছনের দিকে আর তাকাতে থাকবে না এমনি আগাতে থাকবেন ,  অধৈর্য হওয়াও অবশ্য স্বাভাবিক  পরবর্তী ‍ পরবর্তী বলে কথা  আর সার্ভিস  থ্রেড  সরগরম রয়েছে।  যাই হোক আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল।
আর কমিউনিটির  সবার নিকট অনুরোধ রইল আমরা এ অপরের হেল্প করব।
Jump to: