Author

Topic: বাংলা (Bengali) - page 155. (Read 5719438 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 18, 2023, 12:13:56 PM
কোন আলোচনাগুলোর কথা বলছেন একটু নির্দিষ্টভাবে বলবেন?
এ ব্যাপারে আসলে আমিও অবগত ছিলাম না আমাদের লোকাল থ্রেডের  টপিকটা  আমি ট্র্যাক করে রেখেছি আপনার এই  পোস্ট পড়ে একটু ডিটেইলস যাচাই করলাম।

গ্লোবাল বোর্ডে আলোচনা  বলতে Learn Bitcoin  ভাই যেটি হয়তো বুঝিয়েছেন সেটি রেপুটেশন চাইল্ড বোর্ডে গিয়ে দেখতে পারবেন, মোটামুটি বলতে গেলে অনেকটা হট টপিকের মতনই হয়েছিল। লিংক সঠিক তাই উল্লেখ করেছি কিনা সেটা একটু কনফার্ম করে দিয়েন Learn Bitcoin ভাই.
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
September 18, 2023, 11:49:46 AM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
কোন আলোচনাগুলোর কথা বলছেন একটু নির্দিষ্টভাবে বলবেন?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 18, 2023, 09:17:43 AM
এরা প্রথমে টারগেট করেছেলো স্টুডেন্টদেরকে বিশেষ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের" স্টুডেন্টদের এখানে তারা সফলতা অর্যন করে, এভাবে আসেপাসের সব জায়গাতে এজেন্ট দেয় (তবে মজার ব্যাপার হচ্ছে এদের এজেন্ট বেশিরভাগ ছিলো "মেয়ে বা মহিলা"), যে কারনে  তারা দ্রুত সফলতা অর্জন করে, এভাবেই আসে পাসের গ্রাম পর্যায়ের সকলকে আকৃষ্ট করে ফেলে।
ব্যাপারটা যদি আসলেই এমন হয় যে তারা এইভাবে স্ক্যাম করেছে তাহলে অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত । কারন আমি নিজেও শুরুর দিকে কিছু কয়েনে ইনভেস্ট করে স্ক্যামের শিকার হয়েছি, জানি ফিলিংস টা কেমন।
যাইহোক 300 কোটি টাকা এটা কিন্তু কম নয় এইভাবে যে তারা এটা একটা অনেক বড় এমাউন্ট এইভাবে আশেপাশের লোকজন থেকে এত টাকা কিভাবে তারা সংগ্রহ করল এটাই তো আমি বুঝতেছি না। যাইহোক বাংলাদেশের আইন ব্যবস্থার ওপর থেকে ভরসা অনেক আগে থেকেই নেই স্ক্যামার রয়েছে অনেক স্ক্যামার রয়েছে কিছুদিন আগেই তো একটা বড় স্ক্যাম ঘটে গেল।
যাইহোক কিছু হলেই যারা বিটকয়েনের সাথে জড়িত তাদেরকে নানান ভাবে ফাঁসানো হচ্ছে বর্তমানে, আমার তো বর্তমানে এটা নিয়েও সন্দেহ এবং ভয় হয় যে আমার দুই একটা বন্ধু আমার আরনিং সম্পর্কে কিছু জানে তাদের সাথে কোনদিন কোন তর্কাতর্কি হলে মামলা করে বসলে না হয়, করি সিগনেচার আর্নিং আউট ট্রেডিং দিয়ে দিবে স্ক্যামারের খেতাব।
তবে যদি সত্যি এ ধরনের ঘটনা ঘটে থাকে তারা মানুষজনদের ঠকিয়ে টাকা নিয়ে থাকে তাহলে অবশ্যই তাদের উচিত শাস্তি হওয়া উচিত আর পয়েন্ট আউট করা উচিত কোন কোন কারণে বা কিভাবে এগুলো হচ্ছে। এইসব যখন আমাদের আইন সংস্থার নিকট বোধগম্য হবে তখনই হয়তো আমাদের দেশেও বৈধতা পাবে। তবে আমার মনে হয় এখানে আমাদের দেশে অতি উৎসাহিত আইন সংস্থার লোকজন এই বিটকয়েন কে মূলত বৈধতা যেন না দেওয়া হয় এজন্যই এভাবে উপস্থাপন করেন আর সাংবাদিকদের কথা কি বলব অলরেডি উপরে Little Mouse ভাই বলে গিয়েছেন।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 18, 2023, 08:33:39 AM
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।

এরা প্রথমে টারগেট করেছেলো স্টুডেন্টদেরকে বিশেষ করে "রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের" স্টুডেন্টদের এখানে তারা সফলতা অর্যন করে, এভাবে আসেপাসের সব জায়গাতে এজেন্ট দেয় (তবে মজার ব্যাপার হচ্ছে এদের এজেন্ট বেশিরভাগ ছিলো "মেয়ে বা মহিলা"), যে কারনে  তারা দ্রুত সফলতা অর্জন করে, এভাবেই আসে পাসের গ্রাম পর্যায়ের সকলকে আকৃষ্ট করে ফেলে।
...........
স্টেশন রোড "শিরোইল,বোয়ালিয়া, রাজশাহী" এখানে তাদের একটা এজেন্ট দেয়া হয় যে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে ডিপোজিট করে দিতো, যখন এ্যাপটি বন্ধ হয়ে যায় তখন বিকাশের এজেন্ট পালিয়ে যান, তার কিছুদিন পরে ডিবি পুলিশ তারেদ ২-৩ জনকে ধরেছিলো, (এই ঘটনাটি কয়েকমাস আগের।)।
........
পুলিশ যেহেতু এটার সমাধান করতে পারছিলেন না, এর পরে শুরু আরো জটিলতা, এর পরে ডিবি রাজশাহী মেট্রোপলিটন, র‍্যাব-৫, ও এনএসআই, সবার যৌথ অভিজানে এগুলা ধরা হয়েছে, আরো কয়েকটা স্ক্যামার গ্রুপ আছে যাদেরকে নজরদারীতে রাখা হয়েছে।

এর আগেও কোনো একটা পত্রিকা এটার নিউজ করছিলো সেটা আমি এখন খুজে পাচ্ছিনা।

সোর্সঃ তথ্য স্থানীয় প্রশাসন রাজশাহী মেট্রো ও আমার নিজের মতো করে লিখা, (কেউ কোনো তথ্য মিল পেলে বা সোর্স পেলে জানাবেন আমি সেটার সোর্স লিং দিয়ে দেবো)।


এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।
এইটা তো আমারও কথা। আমি জানি আমার থেকে অনেকে এইখানে জ্ঞানী আছেন তারা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সেইখানে আমার স্পাম পোস্ট করার দরকার কি? যদি দেখি কেউ হেল্প করতে পারছে না বা ওই টপিক এ কারো ইন্টারেস্ট নাই তখন নিজের মত অনলাইন ঘেটে এবং নিজে আগে ট্রাই করে নিজে এক্সপেরিয়েন্স করে তারপর হেল্প করার ট্রাই করি। সেইখানেও মাঝে মাঝে আমার ভূল হয় যা অন্যরা ধরিয়ে দেন বা সঠিক তথ্য টা শেয়ার করেন।

এই জন্য আমি সাইলেন্ট থাকার ট্রাই করি। যখন আপনি সাইলেন্ট থাকার স্কিল টা নিজের করে নিতে পারবেন তখনই আপনি বেশি শিখতে পারবেন। এইটা আমি বিশ্বাস করি। তাই চেস্টা করি যেইটুক পারি সাহায্য করতে এবং অন্য দের থেকে শিখতে। ট্রাই করে দেখেতে পারেন।

ভাই যদি বর্তমানের পরিবেশ এর কথা চিন্তা করে বলেন তাহলে ঠিক আছে, আমিও  একমত।
প্রতিটা জায়গাতে ভালো বা মন্ধ সকল কে নিয়েই কাজ করতে হবে এগুলা প্রকিতির নিয়ম, বাস্তব জীবনের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন ভালো কিছু কখোনোই দ্রুত আসেনা, আপ্নারা বা আমরা সবাই যদি চুপ হয়ে যায় অনেকেই বুঝবেনা, যে তারা আশলে ভুল নাকী সঠিক, আর আমরা যদি কম আলোচনা করি তাহলে অনেকেই শিখতেও পারবে কম। যখন বাংলাদেশ নামে লোকাল বোর্ড আমরা পেয়ে যাবো সেদিন হয়তো সবাই আনান্দ পাবো, আর এখানেই আমাদের সার্থকতা।

উদাহরণঃ
বাংলাদেশের প্রতিবছরে বিসিএস এর জন্য আবেদন করে প্রায় কয়েক লক্ষ মানুষ, কিন্তু বছর শেষে সুপারিশ প্রাপ্ত হয় ১০০০ বা তার কিছু বেশি মানুষজন, এখন আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখেন সফলতার হার কত কম এখন প্রতিটা ক্ষেত্রেই এমন হয়ে থাকে।

এখন যদি মনে করেন যে যারা পড়াশোনা কম করে বা পড়াশোনা করে না, তাদেরকে আপনি সুযোগ দেবেন না কম করে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রাখবেন, তাহলে দেখবেন যে অনেকেই সুযোগ থেকে বঞ্চিত হবে আবার অনেকে অনেক কষ্ট করে যে পড়াশোনা করে তারাও পিছিয়ে যাবে।

যদিও কোটা সংস্কার আন্দোলনের পর থেকে প্রথম শ্রেণীতে কোটা তুলে নেওয়া হয়েছে, তারপরেও অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে কোটা দেওয়া হয়ে থাকে এবং বাংলাদেশের পিছিয়ে পরা গুষ্টি বা অন্যান্য আদিবাসী আছেন তাদের ক্ষেত্রে অনেক সুযোগ দেওয়া হয়ে থাকে, একটা কোটা দেওয়া হয়ে থাকে এবং প্রত্যন্ত অঞ্চল যেখানে সুযোগ সুবিধা কম এবং তেমন একটা আধুনিক হয়ে ওঠেনি সেই সকল জেলাগুলো একটু বেশি কোটা পেয়ে থাকে তার কারণ সবাই চায় তারা যেন উঠে আসতে পারে এবং তাদেরকে তুলে নেওয়ার চেষ্টা করে।

আমিও ঠিক এমনটাই বলতে চাচ্ছি যে অনেকেই এখন ভুল করবে এবং সেটা সংশোধন করে দিতে হবে, আর যারা বোঝে এবং সঠিক টা জানে তাদেরকে সেটা বলতে হবে, তাহলে দেখবেন যারা ভুল করছে তারা ভুল কম করবে বা ভুল করবে না, তখন তারা ভালো কিছু করতে পারবে, যারা হচ্ছে উল্টাপাল্টা কাজকর্ম করার জন্য আসছেন, তারা দেখবেন যে খুব দ্রুত এখান থেকে ঝরে গেছে ভালো কিছু তো দূরে থাক।
 
সোর্সঃ পাবলিক সার্ভিস কমিশন-বাংলাদেশ, ও নিজের মতো করে লিখা।
hero member
Activity: 840
Merit: 522
September 18, 2023, 08:08:07 AM
বাংলাদেশ লোকাল থ্রেড দিনে দিনে এগিয়ে যাচ্ছে। এই থ্রেডে অনেক এসেছেন আবার চলে গেছেন। তাই আমি ভাবলাম বাংলা লোকাল থ্রেডে বর্তমানে অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পোস্টদাতার একটা তালিকা তৈরি করি।

এই যে এই পোষ্ট টা করলেন, এটার কি কোনো দরকার ছিলো?
প্রতি মাস শেষে এমনিতেই তো সেরা ১০ জন পোষ্ট কারীর তালিকা প্রকাশ করা হয়। তাছাড়া কেউ এসব তথ্য দেখতে চাইলে থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়েও দেখতে পারে। সবচাইতে বড় কথা হলো আপনি যদি কোনো এন্যালাইসিস বা অন্য কোনো দরকারি পোষ্ট এর সাথে এই তালিকা দিতেন, তাহলে বুঝতাম যে না কোনো একটা কাজে এটা পোষ্ট করেছেন। এই যে দরকার ছাড়া হুদাই একটা জিনিস পোষ্ট করে দিলেন যেটা আদতে কারো কোনো কাজে আসলো না, এগুলোকেই মূলত স্প্যাম হিসাবে ধরা হয়। এমন কোনো ডিসকাশনে জড়ান যেটা থেকে কিছু শিখতে পারেন অথবা কাউকে কিছু শিখাতে পারেন। শক্ত কথা একটু তেতো লাগে, কিন্তু আশা করি কথাটা কাজে লাগবে কোনো একদিন।
sr. member
Activity: 1008
Merit: 366
September 18, 2023, 07:02:05 AM
এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।
এইটা তো আমারও কথা। আমি জানি আমার থেকে অনেকে এইখানে জ্ঞানী আছেন তারা প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছেন। সেইখানে আমার স্পাম পোস্ট করার দরকার কি? যদি দেখি কেউ হেল্প করতে পারছে না বা ওই টপিক এ কারো ইন্টারেস্ট নাই তখন নিজের মত অনলাইন ঘেটে এবং নিজে আগে ট্রাই করে নিজে এক্সপেরিয়েন্স করে তারপর হেল্প করার ট্রাই করি। সেইখানেও মাঝে মাঝে আমার ভূল হয় যা অন্যরা ধরিয়ে দেন বা সঠিক তথ্য টা শেয়ার করেন।

এই জন্য আমি সাইলেন্ট থাকার ট্রাই করি। যখন আপনি সাইলেন্ট থাকার স্কিল টা নিজের করে নিতে পারবেন তখনই আপনি বেশি শিখতে পারবেন। এইটা আমি বিশ্বাস করি। তাই চেস্টা করি যেইটুক পারি সাহায্য করতে এবং অন্য দের থেকে শিখতে। ট্রাই করে দেখেতে পারেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 18, 2023, 05:04:25 AM
নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিউজটাতে বিস্তারিত কিছুই আসলে শেয়ার করা হয় নি। কিভাবে তারা এতগুলো টাকা বিটকয়েনে বিনিয়োগের নাম করে মানুষ থেকে নিয়েছে কিংবা মানুষই কি বিশ্বাসে দিয়েছে। কোন প্রতিষ্ঠান ছিল কি না, এইসবের কোন বিস্তারিত নাই। সবচেয়ে বড় কথা এই দেশের হলুদ মিডিয়া কখনো এইটা তুলে ধরে না যে যাদের গ্রেফতার করা হয় তাদের থেকে যদি কোন কয়েন উদ্ধার হয়ে থাকে সেগুলোর শেষ ঠিকানা আসলে কোথায়। এই ব্যাপারে কোন মিডিয়া অতীতের কোন ঘটনাতেও কিছু লিখতে দেখলাম না।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
September 18, 2023, 03:12:54 AM
বাংলাদেশ লোকাল থ্রেড দিনে দিনে এগিয়ে যাচ্ছে। এই থ্রেডে অনেক এসেছেন আবার চলে গেছেন। তাই আমি ভাবলাম বাংলা লোকাল থ্রেডে বর্তমানে অ্যাক্টিভ মেম্বারদের মধ্যে এ পর্যন্ত সর্বোচ্চ পোস্টদাতার একটা তালিকা তৈরি করি।

1. Little Mouse [460]
2. Learn Bitcoin [258]
3. Crypto Library [242]
4. LDL [185]
5. shasan [166]
6. roksana.hee [155]
7. Bitcoin_people [125]
8. Bd officer [120]
9. tjtonmoy [107]
10. 2Pizza410000BTC [76]

Source
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 18, 2023, 12:20:55 AM
আমার কাছে সবথেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে "বাংলাদেশ (Bengali)" টপিক থেকে সবথেকে বেশি মেরিট পেয়েছে এবং র‍্যাংক আপ করেছেন, এর পরে কোনো একটা সিগনেসার এ জয়েন করার পরে ২৪ঘন্টাতে একটা  পোস্ট ও করেনা, কিন্তু অন্য টপিক গুলাতে রেগুলার পোস্ট করে, এটা মোটেও ভালো লাগার বিষয় না। 

এটা খারাপ লাগার মতো কোনো বিষয় ও না। কেউ যদি কমিউনিটি তে না পোষ্ট করে সেটার জন্য আমরা কাউকে জোর করতে পারবো না। আমাদের কমিউনিটি তে পোষ্ট করলে কারো মান সম্মান বাড়ে না। আরো কমে। ইদানিং সেটাই বুঝা যাচ্ছে। কাউকে প্রতিদিন পোষ্ট করতে হবে এমন কোনো ধরা বাধা নিয়ম নেই। প্রতিদিন স্পাম পোষ্ট করার চাইতে সপ্তাহে ১ টা বা ২ টা দরকারি পোষ্ট করব সেটাই আরো ভালো।

একদম ধুয়ে দিলো। একদম ওপেনলি ফার্মিং করলে সবার চোখে পড়বে এটাই স্বাভাবিক। অন্ততপক্ষে ফার্মিক করলেও ভালো ভালো মেরিটযোগ্য পোস্টে মেরিট দেয়া উচিত ছিল। বাট না, উড়াধুরা সব পোস্টে মেরিট দেয়া নেয়া শুরু হয়।

আমি এটার সাথে একমত না। আপনি ফার্মিং বলতে কি বুঝিয়েছেন আমি জানি না। তবে দুইটা একাউন্ট এর মালিক যদি একই ব্যাক্তি হয়, সে যদি এক একাউন্ট থেকে অন্য একাউন্ট এ ১ টা মেরিট ও সেন্ড করে, সেটাই ট্যাগ খাওয়ার মতো অফেন্স। কেউ যদি না জেনে আগে করে থাকে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বর্তমানে আমাদের থ্রেড এ যারা একটিভ আছে, সবাই এই ব্যাপারে অবগত যে এসব কাজ এলাউ না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 17, 2023, 11:22:06 PM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।

একদম ধুয়ে দিলো। একদম ওপেনলি ফার্মিং করলে সবার চোখে পড়বে এটাই স্বাভাবিক। অন্ততপক্ষে ফার্মিক করলেও ভালো ভালো মেরিটযোগ্য পোস্টে মেরিট দেয়া উচিত ছিল। বাট না, উড়াধুরা সব পোস্টে মেরিট দেয়া নেয়া শুরু হয়।

আবার কিছু মেম্বার দেখলাম, ফটোশপ এক্সপার্ট, আবার অনেকে কপি পোস্টও মারতেছে, সোর্স যোগ না করে। আগেও যে আমাদের বোর্ডের অনেক রেপুটেশন ছিল তাও না। আগে থেকেই সব খানে বদনাম আমাদের বাঙালিদের নিয়ে। জাস্ট এই দুই মাসে আমাদের বোর্ডে যত সব উন্নয়ন হইছে, যত পোস্ট কাউন্ট, যত এক্টিভিটি বাড়ছিল, যত আ্যাচিভমেন্ট হইছিল, তা এক পলকে ধুলায় মিলে গেলো। হা হা হা।

বাংলা আর পাকিস্তান বোর্ডে সবথেকে বেশি এমনটা ঘটে। এজন্য এ দুটি বোর্ড Spambusters দের জন্য স্বর্গ বলা যায়। এখানে তারা রেগুলার পোস্টগুলো চেক করে, গ্রুপে হানা দেয় ইত্যাদি।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 17, 2023, 10:09:17 PM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।

আমার কাছে সবথেকে খারাপ লাগার ব্যাপার হচ্ছে "বাংলাদেশ (Bengali)" টপিক থেকে সবথেকে বেশি মেরিট পেয়েছে এবং র‍্যাংক আপ করেছেন, এর পরে কোনো একটা সিগনেসার এ জয়েন করার পরে ২৪ঘন্টাতে একটা  পোস্ট ও করেনা, কিন্তু অন্য টপিক গুলাতে রেগুলার পোস্ট করে, এটা মোটেও ভালো লাগার বিষয় না। 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 17, 2023, 09:49:41 PM
তারপর বলেন, আমাদের লোকাল থ্রেড নিয়ে গ্লোবালের আলোচনা গুলো আপনারা কেমন এনজয় করছেন? আমরা তো আসলে চাই না কেউ কারো সাথে খারাপ সম্পর্ক তৈরী করুক যে কারনে অনেকেই কিছু করছেন যেনেও কেউ কাউকে কিছু বলে না। আমি অতীতে একজন কে পি এম করে বলেছিলাম যে আপনার একটিভিটি খুবই সন্দেহজনক মনে হচ্ছে। জানি না তিনি এখনো এগুলো করে বেড়াচ্ছেন নাকি। সবাই লোকাল থ্রেড এ যেমন সময় দেন, যেরকম পোষ্ট করেন, আপনারা গ্লোবাল বোর্ড গুলোতে শুধু পোষ্ট কাউন্ট এর জন্য পোষ্ট না করে ভ্যালুয়েবল কিছু এড করেন। যেগুলো দেখলে কেউ বলবে না যে এটা সিগন্যাচার স্প্যাম। ব্যাস্ততার কারনে আমার নিজের একটিভিটিই তেমন ভালো না। তবে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, লোকালে গ্রুপিং করা বন্ধ করেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
September 17, 2023, 09:05:37 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫২৯ তম)। যারা পহেলা জুলাই এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-529th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5467117
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!

   Please read here>>>>  https://bitcointalksearch.org/topic/m.62793953




sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 17, 2023, 12:01:04 PM
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এদের মত কিছু অমানুষ রয়েছে যারা লোকেদের অর্থ আত্মসাৎ করে না খেলে তাদের পেটের ভাত হজম হয় না। এই সকল লোকদের মায়া মমতা বলতে কিছু নেই তারা লোকদের কিভাবে ঠকাবে সেই চিন্তা নিয়েই বড় হয় এবং ভবিষ্যতে তারা এভাবে বেড়ে ওঠে। তবে এটা দেখে অনেকটা ভালো লাগলো যে এরকম প্রতারকদের পুলিশ ধরেছে এবং তাদের জন্য শাস্তির ব্যবস্থা যেন করা হয় এটা আমরা সকলেই চাই। দেশের যে পরিস্থিতি বর্তমানে সেই অনুসারে লোকেরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করবে সেই বিষয়েই সবচেয়ে বেশি নজর দিচ্ছে। এরাও একই ভাবে গরিব লোকেদের অথবা যারা বোঝে না তাদের কিভাবে ঠকিয়ে অর্থ হাতে নেওয়া যায় সেই পরিকল্পনা করেছে এবং ৩০০ কোটি টাকা আত্মসাৎ করেছি যা সত্যিই আশ্চর্য হওয়ার বিষয়। এরকম কিছু প্রতারকদের অবশ্যই বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন যাতে করে এদের শাস্তি দেখে অন্য প্রতারকেরা ভয় পায় এবং এই কাজ করতে গেলে কয়েকবার ভেবে করবে।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 17, 2023, 10:18:34 AM
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


এগুলা ছাড়াও আরো বেশ কিছু প্রোজেক্ট আছে তাদের এবং আস্তে ধীরে সবগুলাই ধরা খেয়ে যাবে সময় মতো, ইন্টেলিজেন্সির লোকজন সব খেপে আছে বোঝাই যাচ্ছে MTFE এর ঘটনার পরে থেকে। সামনে যা পাবে সমান তালে  সবকিছু ধরবে ।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 17, 2023, 06:04:42 AM
অনাধিকৃত এক্সটেনশন ব্যবহার করার সময় সাবধান হন। যাতে আপনার হ্যাক করা এবং হারিয়ে যাওয়া অ্যাকাউন্টের জন্য পরে দু:খ না হয়। এই অ্যাপ্লিকেশনের লেখক 2018 সালের পরে ফোরামে দেখা যায়নি। এই এক্সটেনশনের টোপিক Bitcointalk Mobile Friendly App for Android
কারো কোন সন্দেহ থাকলে বা কারো প্রোগ্রামিং নলেজ থাকলে সোর্স কোড দেখে নিতে পারেন। আমি পার্সেনালি অনেকদিন ধরে এটা ইউজ করি, কোন রকম হ্যাক বা সমস্যার পড়িনি।

If you have any doubts or if you have programming knowledge, you can check the source code. I have personally used it for a long time, never encountered any hacks or problems.

Source Code: https://github.com/ewwink/bitcointalk-mobile
staff
Activity: 2436
Merit: 2347
September 17, 2023, 06:00:34 AM

Bitcointalk Extension/Addon

আমাদের মাঝে অনেকেই আছি যারা বিটকয়েনটক মোবাইলে বা ট্যাবে ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি বিটকয়েনটক মোবাইল বা ট্যাবের জন্য ঐ ভাবে অপটিমাইজেশন করা না। এতে করে মোবাইলে লেখাগুলো অনেক ছোট ছোট দেখায়। যার ফলে মেসেজ, পোস্ট, কমেন্ট করার মতো সাধারণ কাজগুলো করাও কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আপনারা যারা এই সমস্যায় ভোগেন তারা নিচে দেয়া Extension টা ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে আপনি আপনার সুবিধা মতো বিটকয়েনটকের ইন্টারফেস রিসাইজ করে নিতে পারবেন। আশা করি যারা নতুন মেম্বার তাদের এটা অনেক কাজে দিবে। এটা ব্যবহার করতে চাইলে Extension সাপোট করে এমন ব্রাউজার ইউজ করতে হবে। যেমন: Kiwi Browser, Mises Browser। আমার পার্সোনাল ফেভারিট Mises browser কারণ এটি ক্রিপ্টো ফ্রেন্ডলি। এই ব্রাউজারে আপনি বিভিন্ন Web3 আপ্লিকেশন, Extension,wallet ইউজ করতে পারবেন। যেমন: Metamask, Venom, Uniswap, Pancake, zkbridge ইত্যাদি।

Extension: https://chrome.google.com/webstore/detail/bitcointalk-mobile/fmhjiiegclklmfdmnnlbbehhpdpekomk?hl=en

( Extension টায় শুধুমাত্র একটা বাগ আছে, যা আমার চোঁখে পড়ছে, মাঝে মাঝে কিছু কিছু Inbox/Outbox এর মেসেজ সো করেনা, মানে প্রথম তিনটা মেসেজ সো করে বাট চার নম্বর মেসেজ এর জায়গা ব্লাঙ্ক, আসলে এমনটা হয় রিসাইজ করার কারণে)

অনাধিকৃত এক্সটেনশন ব্যবহার করার সময় সাবধান হন। যাতে আপনার হ্যাক করা এবং হারিয়ে যাওয়া অ্যাকাউন্টের জন্য পরে দু:খ না হয়। এই অ্যাপ্লিকেশনের লেখক 2018 সালের পরে ফোরামে দেখা যায়নি। এই এক্সটেনশনের টোপিক Bitcointalk Mobile Friendly App for Android

Be careful about using unofficial extensions. So that you don't regret your hacked and lost account later. The author of this application has not appeared on the forum since 2018. The topic of this extension Bitcointalk Mobile Friendly App for Android.
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 17, 2023, 05:37:15 AM

Bitcointalk Extension/Addon

আমাদের মাঝে অনেকেই আছি যারা বিটকয়েনটক মোবাইলে বা ট্যাবে ব্যবহার করে থাকি। আমরা সবাই জানি বিটকয়েনটক মোবাইল বা ট্যাবের জন্য ঐ ভাবে অপটিমাইজেশন করা না। এতে করে মোবাইলে লেখাগুলো অনেক ছোট ছোট দেখায়। যার ফলে মেসেজ, পোস্ট, কমেন্ট করার মতো সাধারণ কাজগুলো করাও কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আপনারা যারা এই সমস্যায় ভোগেন তারা নিচে দেয়া Extension টা ব্যবহার করতে পারেন। এটির মাধ্যমে আপনি আপনার সুবিধা মতো বিটকয়েনটকের ইন্টারফেস রিসাইজ করে নিতে পারবেন। আশা করি যারা নতুন মেম্বার তাদের এটা অনেক কাজে দিবে। এটা ব্যবহার করতে চাইলে Extension সাপোট করে এমন ব্রাউজার ইউজ করতে হবে। যেমন: Kiwi Browser, Mises Browser। আমার পার্সোনাল ফেভারিট Mises browser কারণ এটি ক্রিপ্টো ফ্রেন্ডলি। এই ব্রাউজারে আপনি বিভিন্ন Web3 আপ্লিকেশন, Extension,wallet ইউজ করতে পারবেন। যেমন: Metamask, Venom, Uniswap, Pancake, zkbridge ইত্যাদি।

Extension: https://chrome.google.com/webstore/detail/bitcointalk-mobile/fmhjiiegclklmfdmnnlbbehhpdpekomk?hl=en

( Extension টায় শুধুমাত্র একটা বাগ আছে, যা আমার চোঁখে পড়ছে, মাঝে মাঝে কিছু কিছু Inbox/Outbox এর মেসেজ সো করেনা, মানে প্রথম তিনটা মেসেজ সো করে বাট চার নম্বর মেসেজ এর জায়গা ব্লাঙ্ক, আসলে এমনটা হয় রিসাইজ করার কারণে)
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 17, 2023, 04:55:01 AM
বিটকয়েনের নামে ৩০০ কোটি টাকা আত্মসাৎ

নিউজটি আমি ঢাকা টাইমস নিউজে থেকে পেয়েছি, আমাদের এখানে হয়তো অনেকেই নিউজ টি দেখেন নি নিউজটি বিটকয়েন সম্পর্কে নিয়ে তাই এখানে শেয়ার করলাম। নিউজ টি দেখে আমি অবাক হয়েছি আমাদের বাংলাদেশে বিটকয়েন অবৈধ বিটকয়েন নিয়ে কেউ সমালোচনা করতে ভয় পায়। কিন্তু নুরনবী পলাশ ও মিনহারুল হক মিঠু এবং তার সহচারী নিয়ে রাজশাহী ও চাপাইনবয়াবগঞ্জ বেশ কিছু লোক জনের কাছে থেকে বিটকয়েন ব্যবসা নামে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। সেই ভুক্তভোগীরা লোকজন ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। পলাশ ও মিঠু কে পুলিশ যৌথভাবে অভিযান করে গ্রেপ্তার করেন। শুক্রবারে তাদের কারাগারে পাঠানো হয়।

নিউজটি ঢাকা টাইমস থেকে মুল বিষয়টুকু পোস্ট করেছি : বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
full member
Activity: 490
Merit: 119
September 17, 2023, 03:01:57 AM


সত্যি এটা ভাবতে অনেক কষ্ট হচ্ছে যে, @Joeri Pross ভাই, আর আমাদের এ পৃথিবীতে নাই। তার স্ত্রী সন্তানদের রেখে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। নিচে তার সংক্ষিপ্তসার তুলে ধরা হলো।

#বিটকয়েনটক সদস্য জোয়েরি (জোরি প্রস) একজন স্ত্রী এবং 2 ছোট বাচ্চা রেখে মারা গেছেন।
#তিনি ফোরামের পুরোনো ব্যবহারকারী ছিলেন এবং ফ্যাক্টমের মতো অনেক প্রকল্পের কমিউনিটি ম্যানেজার ছিলেন।
#তিনি ৩০শে আগস্ট নিখোঁজ হন এবং ২রা সেপ্টেম্বর তার লাশ পাওয়া যায়।
#তার স্ত্রী এবং বাচ্চাদের জন্য একটি "GoFundMe" শুরু হয়েছে এবং ইতিমধ্যে 585টি দান করা হয়েছে এবং €18,315 তোলা হয়েছে।


কেউ চাইলে তার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন। তার সম্পর্কে আরো জানতে, নিচে লিংক গুলো ভিজিট করুন।

https://hypercube-agency.com/in-memory-of-joeri-pross/

https://www.noordhollandsdagblad.nl/cnt/dmf20230902_29844675

https://www.noordhollandsdagblad.nl/cnt/dmf20230904_76160519
Jump to: