Author

Topic: বাংলা (Bengali) - page 164. (Read 5722171 times)

full member
Activity: 546
Merit: 164
September 06, 2023, 12:09:28 PM
@2Pizza410000BTC ভাই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন করার জন্য আপনাকে অভিনন্দন নিঃসন্দেহে আপনার এই জার্নিটা শুরুর দিকে খুব একটা সহজ ছিল না আপনাকে অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে এই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন  করতে সক্ষম হয়েছেন আমরা অবশ্যই আপনার কাছ থেকে আশা রাখবো আপনি আমাদের বাংলা সেকশনে অনেক ভালো ভালো পোস্ট দিবেন এর মাধ্যমে আমরা যারা ছোট ইউজার আছি অবশ্যই আপনার পোষ্টের মাধ্যমে আমরা উপকৃত হব এবং আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল আপনি ভবিষ্যতে আপনি আরো ভালো যোগ্যতা অর্জন করুন। আমরা আশা রাখবো আপনার কাছে থেকে আপনি আমাদের বাংলা সেকশনে একটু সময় দিবেন যদি সিনিয়ররা একটু সময় দেয় তাহলে নতুনরা তাদের কাছ থেকে অনেক শিক্ষনীয় বিষয় শিখতে পারে
full member
Activity: 448
Merit: 130
September 06, 2023, 12:01:32 PM
@2Pizza410000BTC ভাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফুল মেম্বারের মত র‍্যাংক অর্জন করার জন্য। আপনি এই বাংলা লোকাল থ্রেডে অনেক পরিশ্রম অনেক সময় দিয়েছেন এবং আপনার পোস্ট কোয়ালিটিও অনেক ভাল যার কারণে আপনি এই ফুল মেম্বারের র‍্যাংক অর্জন করেছেন। ভবিষ্যতেও এর থেকে বড় র‍্যাংক অর্জন করবেন এই দুয়া করি। আবারও আপনাকে অভিনন্দন ভাইয়া।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 06, 2023, 11:53:03 AM

@2Pizza410000BTC ভাইকে অভিনন্দন। সত্যিই অনেক আনন্দ লাগে আমাদের লোকাল কমিউনিটির যখন কোন সদস্যের রেঙ্ক আপ হয়। এভাবে ব্যাংক আপ করলে আমাদের লোকাল থ্রেড অনেক উন্নত হবে। কিন্তু একটা বিষয়ে আপনার মাথায় রাখতে হবে। আপনি আমাদের এই লোকাল কমিউনিটির সদস্যের সাহায্য সহযোগিতার জন্য আজকে এতদূর আসতে পেরেছেন। অনেকেরই দেখা যায় রেংক আপ করে আমাদের লোকাল কমিউনিটিতে আসে না। আশা করি আপনি রেঙ্ক আপ করার আগে যেভাবে কমিউনিটিতে একটিভ ছিলেন, এখনো আপনি সেভাবে আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকবেন। আমাদের লোকাল কমিউনিটি ভুলে যাবেন না। আপনি যেভাবে কমিউনিটি থেকে সাহায্য সহযোগিতা পেয়েছেন, আপনিও পরবর্তী কোন সসদস্যর যদি সাহায্যের প্রয়োজন হয়। আপনিও তাদেরকে সেভাবে সাহায্য সহযোগিতা করবেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 06, 2023, 11:50:44 AM
Congratulations


@2Pizza410000BTC অভিনন্দন,
অনেক কষ্ট ও পরিশ্রমের পর ফুল মেম্বার পদমর্যাদায় অর্জন করতে সক্ষম হয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইলো। এগিয়ে যান!
sr. member
Activity: 490
Merit: 294
September 06, 2023, 11:44:11 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

আমাদের এই লোকাল সেকশন থেকে আরো এক ভাই ফুল মেম্বারের যোগ্যতা অর্জন করেছে। ভাই আপনাকে বাংলা সেকশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। @2Pizza410000BTC ভাই আপনি একদম শূন্য থেকে শুরু করেছিলেন কিন্তু কঠিন অধ্যবসায় এবং ফোরামে নিয়মিত সময় আপনাকে এমন একটি অর্জনে সহায়তা করেছে। আমাদের প্রত্যাশার থেকেও বেশি তাড়াতাড়ি আপনি এতটা সফলতা অর্জন করেছেন ‌ আশা করছি ফুল মেম্বার হওয়ার পরও আপনি আমাদের এই বাংলা সেকশনে রেগুলার একটিভ থাকবেন এবং ফুল মেম্বারের রেঙ্ক অর্জনের পূর্বে আপনি বাংলায় যে রকম সময় দিয়েছেন আশা করছি সে রকম সময় দিবেন। আবারো আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।
hero member
Activity: 840
Merit: 522
September 06, 2023, 11:33:09 AM
--

১০০ তম মেরিটের টাচ টা আমি দিলাম! আপনাকে নতুন র‍্যাংক এর জন্য অভিনন্দন। যদিও ওপরে কথাগুলো একবার বলা হয়েছে, তবুও আমি নিজের পক্ষ থেকে বলতে চাই যে, দয়া করে এরকম পাবলিকভাবে পোস্ট এ মেরিট চাইবেন না। আমি কয়েকদিন আগে আমার লোকাল থ্রেড এর একটা পোস্ট এ হুট করেই ১১ টা মেরিট পেয়েছি। আর এতে করে যা বুঝতে পেরেছি যে, গ্লোবাল মেম্বার রা আমাদের থ্রেড এ এসে পোস্ট গুলো ট্রান্সলেট করে করে পড়ে। যিনি মেরিট দিয়েছেন, ওনার হয়তো আমার পোস্ট ভালো লেগেছে তাই মেরিট দিয়েছেন। এখানে কিন্তু উলটো হতে পারতো, যদি পোস্ট টা কপি পোস্ট হতো, তাহলে রিপোর্ট করে দিতো। আপনার এই পোস্ট টি সরাসরি মেরিট চাওয়া ফোরামে এলাউ না। সবাই এটাকে খারাপ চোখে দেখে। বাংলাদেশের লোকাল কেউ হয়তো রিপোর্ট করবে না। কিন্তু যদি বাইরের কারো নজরে আসে, বিপদে পড়েও যেতে পারেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
September 06, 2023, 10:49:35 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

@পিজজা ভাই আপনি আমাকে সাহায্য সহযোগিতা কামনা করে পার্সোনাল বার্তা দিয়েছিলেন যাহোক আমি আপনাকে যতদূর পারি সাহায্য সহযোগিতা করেছি। আশা করি আপনার পরেও যারা এরকম সামান্য কিছু মেরিটের জন্য ‍্যাঙ্ক আপ করতে পারবে না তাদের জন্য সাহায্য সহযোগিতা করব। যদিও আমার কাছে যদি মেরিট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা পার্সোনাল মেসেজ না দিলেও মেরিট দিয়ে দিতাম। যা হোক আপনাকে অগ্রিম ফুল মেম্বার হওয়ার শুভেচ্ছা দিলাম। যদিও আপনি কিঞ্চিত দু একটি মেরিটের জন্য এখনো ফুল মেম্বার হতে পারেননি তবু আপনাকে শুভেচ্ছা জানিয়ে গেলাম।
অন্য ভাই বেরাদার এর মত ভবিষ্যতেও আপনি এই বাংলা কমিউনিটিতে সর্বদা সাহায্য সহযোগিতা করার নিমিত্তে কাজ করে যাবেন এবং বাংলা কমিউনিটির জন্য নিজেকে নিয়োজিত রাখিবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 06, 2023, 10:09:12 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

এইভাবে সরাসরি মেরিট চাওয়া ভাই চক্ষুশুল লাগে তারপরেও  আপনাকে বলব আমি  আপনার কিছু ভালো পোস্ট বা টপিক যেগুলোতে মেরিট পাওয়ার সম্ভাবনা রয়েছে  সেগুলো একত্র করে একটি পোস্ট তৈরি করে LoyceV   একটা টপিক রয়েছে সেখানে  পোস্ট করতে পারেন।
তারপরেও বিগিনার বোর্ডে গেলে দেখতে পাবেন  এরকম কয়েকটি বোর্ড রয়েছে যারা অল্পের জন্য  পরবর্তী র‍্যাঙ্ক অর্জন করতে পারছে না  তাদেরকে সেখানে হেল্প করা হয়.  তারপরও আমি আশা করি আমাদের বাংলাদেশের  কমিউনিটির লোকজন আপনাকে হেল্প করবে। 
আর ধৈর্য ধরুন  এ পর্যন্ত যেহেতু আসতে পারছেন  পিছনের দিকে আর তাকাতে থাকবে না এমনি আগাতে থাকবেন ,  অধৈর্য হওয়াও অবশ্য স্বাভাবিক  পরবর্তী ‍ পরবর্তী বলে কথা  আর সার্ভিস  থ্রেড  সরগরম রয়েছে।  যাই হোক আপনার জন্য অগ্রিম শুভকামনা রইল।
আর কমিউনিটির  সবার নিকট অনুরোধ রইল আমরা এ অপরের হেল্প করব।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
September 06, 2023, 09:51:26 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে

আশা করি আপনি আজকে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারবেন, আমরা লক্ষ্য করেছি যে বাংলা লোকাল বোর্ডে আপনি অনেক সময় ব্যয় করেছেন এবং পর্যাপ্ত পরিমাণ পোস্ট করেছেন ও ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করার কারণে আপনি অনেক এগিয়ে গিয়েছেন।
যাইহোক আপনি ফুল মেম্বার হওয়ার পর যাতে বাংলা লোকাল বোর্ডে থেকে চলে না যান এই প্রার্থনাই করি আপনার কাছ থেকে। অবশ্যই এখন যেভাবে সময় দিচ্ছেন পরবর্তীতে যেন এভাবে সময় দেন এবং বাংলা লোকাল বোর্ডকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলেই একসাথে কাজ করব।
আপনাকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখি।


যাইহোক দীর্ঘ ৪/৫ যাবত আমি পর্যাপ্ত পরিমাণ অসুস্থতার কারণে বাংলা লোকালে আসেনি এবং কি ফোরামে অনেক কম সময় দিয়েছি শরীর ভালো না থাকলে আসলে কোন কাজে মন বসে না। ঠান্ডা জ্বর সাথে মাথা ব্যথা এর মত কষ্ট হয়তো আর নেই অসুস্থ থাকলে কখনোই কোনো কিছু ভালো লাগে না।
যাইহোক অনেক চিকিৎসা নেওয়ার পর আল্লাহতালার রহমতে এখন মোটামুটি সুস্থ আছি। আমার ফোরামের সকল ভাইদের কাছে দোয়া চাচ্ছি যাতে আমি দ্রুত সুস্থ হতে পারি এবং আপনাদের মাঝে সুস্থ শরীর নিয়ে থাকতে পারি।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 06, 2023, 09:39:21 AM
আসসালামু আলাইকুম বাংলা কমিউনিটির সম্মানিত সদস্যদের কাছে আমার বিনীত অনুরোধ আমি মাত্র ৮টি মেরিটের জন্য ফুল মেম্বার সদস্য পদ অর্জন করতে পারছিনা। দয়া করে আপনারা যদি আমাকে উক্ত মেরিট দিয়ে সহযোগিতা করেন তাহলে আমি ফুল মেম্বার সদস্যপদ অর্জন করতে পারব।

আমার প্রোফাইলে ঢুকে আমার পোস্ট রিভিউ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা  সেই পোস্টে মেরিট দিয়েন

ধন্যবাদ সবাইকে
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 06, 2023, 12:01:20 AM
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ ছেরে চলে যাবেন এইটার অনুমতি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবেই দেবেনা, আর আপনি ১২হাজার ডলারের বেশি থাকলেও নিয়ে যেতে পারবেন না কারন ১২ হাজার ডলারের বেশি ব্যাবহার করতে হলে বাংলাদেশ সরকারের গ্যাজেটেট ব্যাক্তি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির গুরুত্তপুর্ন প্রশাসক, ব্যাসিস এর সদস্য, দিদেশি দাতা সংস্থার কেউ(মানে UN মিশনের সাথে কাজ করে এমন কেউ) আরো কিছু রয়েছে যা বিশেষ ভাবে বিবেচনা করে দেয়া হয়ে থাকে , এসব ক্ষেত্রে আপনি ১২হাজারের বেশি ডলার ব্যাবহার করতে পারবেন ট্রাভেল,ব্যাবসা,শিক্ষা এইসব ক্ষেত্রে এছাড়া আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। ঢাকাতে এমন অনেক বাড়ির মালিক আছে যাদের গুলশান এলাকাতে বাড়ি কিন্তু বিক্রি করে যেতে পারছেনা।

বিদ্রঃ সোর্সঃ  কিছু বিষয় আমি বাংলাদেশ ব্যংকের মুদ্রা নীতি ও অন্যান্য সোর্স থেকে নেয়া তবে আমার নিজের মত করে লিখার, কেউ কোনো অংশের পুরো মিল বা সোর্স পেয়ে থাকলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো।  

ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য। যদিও দেশ ছেড়ে একবারে চলে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নাই। একটা দেশের অর্থনীতির জন্য এসব আইন অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। কিন্তু নিজের দিক থেকে চিন্তা করে দেখেন তো? আপনি নিজের কামাই করা টাকা নিয়ে দেশের বাইরে কোথাও সেটেল হতে পারবেন না। বাংলাদেশের এমন অকে সেক্টর আর সরকারি সার্ভিস আছে যেগুলোতে মানুষ হয়রানির স্বীকার হতে হতে পাগল হয়ে যায়। বাংলাদেশের এমন অনেক এলাকা আছে যেখানে মানুষ একদম জিম্মি হয়ে আছে। স্বাধীন বাংলাদেশে এখনো ভূমিদস্যু আছে। মানুষ নিজের জমিতে নিজেরা যেতে পারে না। সরকার রাস্তা করার সময় যেসব জমী অধীগ্রহন করে, সেসব জমি একজনের টা আরেকজন লিখে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়কে এই ঘটনা দারুন আলোচনার জন্ম দিয়েছে। সেই দেশ থেকে কেউ চলে যেতে চাইলে সে পারবে না। এখানেই বিটকয়েনের প্রযোজনীয়তা! এখানেই সাতোশির আবিস্কার আমাদের হেল্প করছে!
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 05, 2023, 11:38:28 PM
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশ ছেরে চলে যাবেন এইটার অনুমতি বাংলাদেশ সরকার আপনাকে কোনোভাবেই দেবেনা, আর আপনি ১২হাজার ডলারের বেশি থাকলেও নিয়ে যেতে পারবেন না কারন ১২ হাজার ডলারের বেশি ব্যাবহার করতে হলে বাংলাদেশ সরকারের গ্যাজেটেট ব্যাক্তি, কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির গুরুত্তপুর্ন প্রশাসক, ব্যাসিস এর সদস্য, দিদেশি দাতা সংস্থার কেউ(মানে UN মিশনের সাথে কাজ করে এমন কেউ) আরো কিছু রয়েছে যা বিশেষ ভাবে বিবেচনা করে দেয়া হয়ে থাকে , এসব ক্ষেত্রে আপনি ১২হাজারের বেশি ডলার ব্যাবহার করতে পারবেন ট্রাভেল,ব্যাবসা,শিক্ষা এইসব ক্ষেত্রে এছাড়া আপনি সম্পদ নিয়ে যেতে পারবেন না। ঢাকাতে এমন অনেক বাড়ির মালিক আছে যাদের গুলশান এলাকাতে বাড়ি কিন্তু বিক্রি করে যেতে পারছেনা।

বিদ্রঃ সোর্সঃ  কিছু বিষয় আমি বাংলাদেশ ব্যংকের মুদ্রা নীতি ও অন্যান্য সোর্স থেকে নেয়া তবে আমার নিজের মত করে লিখার, কেউ কোনো অংশের পুরো মিল বা সোর্স পেয়ে থাকলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো।  

বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।

শুভ কামনা রইলো @LDL ভাই আপনার জন্যে, তবে কিছু ব্যাক্তিগত তথ্য হাইড করে রাখাই ভালো ছিলো, কারন আমার জানা মতে, বাংলাদেশ সাইবার সিকিউরিটি এবং গোয়েন্দা সন্থার অনেকেই হয়তো এই ফোরামেও আছে, আর সতর্ক থাকাই ভালো।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 05, 2023, 11:18:44 PM
বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
কেউ কোনদিন এই ধরনের সমস্যায় পরছে কিনা তা জানিনা। কিন্তু আমি নিজে কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই নি। আমার মনে হয় যারা পি টু পি লেনদেনে ডলার কিনে থাকেন (বায়ার যারা) তারা কখনোই এ ধরনের কাজ করতে যাবে না। কারণ তারা যদি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে আমার নাম্বার দিয়ে, যদি বলে ওনি বিটকয়েন এর সাথে জড়িত আছে। তাহলে কিন্তু সেই বায়ার ও ফেঁসে যাবে। এখন বলি কেমনে ফেঁসে যাবে, ধরে নিন আমাকে পুলিশে ধরে নিল, তখন আমিও কিন্তু বলবো এই নাম্বার থেকে আমাকে টাকা দেওয়া হয়েছে। নগদে বা বিকাশে টাকা দিলে কিন্তু অবশ্যই কিন্তু উদ্যোক্তার নাম্বার থাকে, কোন নাম্বার থেকে টাকা রিসিভ হল । তখন কিন্তু উদ্যোক্তার তথ্য ফাঁস হয়ে যাবে। একজনকে ফাঁসাতে গিয়ে বায়ার সহ সেলারও দুজনেই ফেসে যাবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 05, 2023, 10:22:41 AM
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি।
এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন।
সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।
শুনতে ভাই অড না ভালই লাগে, যত যাই বলেন এই সিগনেচার ক্যাম্পেইন গুলোর জন্যই  ফোরামের  প্রতি মেম্বার অ্যাট্রাকশন রয়েছে।  এই সিগনেচার ক্যাম্পেইন গুলো মূলত  ভালো ভালো পোস্টারদের  আরো ভালো পোস্ট করার জন্য মোটিভেশন দেয় ।   কথায় আছে মানি ইজ দা বিগ মোটিভেশন,   তবে আপনার কথাটা  যদি বলি  ম্যানেজাররা যদি তাদের করা দায়িত্বে থাকে  তাহলে  আমি মনে করি না এই সিগনেচার ক্যাম্পেইনের জন্য ফোরামের মান কমে যাবে বরং  এই দিক থেকে পোস্ট কোয়ালিটি বিবেচনা করে  পার্টিসিপেন্ট যদি বাছাই করে তাহলে প্রতিটা পার্টিসিপেন্টে চাইবে  তার পোস্ট কোয়ালিটি ভালো করার, নতুন নতুন আইডিয়া বের করবে  মেরিট পাবে  র‍্যাঙ্ক বাড়াবে।

আমার ফুল মেম্বার হওয়া থেকে শুরু করে আজকের এই পর্যন্ত   সিগনেচারের এই মোটিভেশন টাও কিন্তু আমার অনেকটা কাজে দিয়েছে  পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য,  কারণ Royse777   স্ত্রিক্লি   ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করে  তাতে আমার একটা প্রেসারও ছিল যে আমার ভালো পোস্ট করতে হবে।  আমি আসলে ভাই সত্যটা বলে দিলাম কারণ  আমি নিজেও মনে করি মান ইজ দা বিগ মোটিভেশন। শুরুতে যখন মোটিভেশনটা পেলাম তারপরে কাজ করার স্পৃহা  মেম্বারদের নতুন কিছু শেয়ার করার স্পৃহা  ট্রিক্স অ্যান্ড টিপস  দেওয়া শুরু  এখনো চলতেছে  সামনে আশা করি আরো  এভাবেই চালিয়ে যাব

ফোরামটা মূলত বিটকয়েন এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে ডিসকাশন এর জন্য  মেম্বার গুলো একে অপরকে হেল্প করবে  আর মেম্বারদের এই কাজগুলো আরো বেশি ভালো করে করার জন্য এই সিগনেচার ক্যাম্পেন গুলো মোটিভেশন করবে।  তবে এই ক্ষেত্রে ম্যানেজারদের ভূমিকা ও রয়েছে তারা কিভাবে তাদের কাজগুলো সম্পন্ন করছে।
hero member
Activity: 840
Merit: 522
September 05, 2023, 10:21:41 AM
বিটকয়েনের টাকায় অপারেশন

ভাই, ইন্টারনেট ফোরামে ব্যাক্তিগত তথ্য শেয়ারের ব্যাপারে আরেকটু সতর্ক থাকার জন্য আপনাকে অনুরোধ রইলো। কিছু কিছু তথ্য এডিট করে মুছে বা ব্লার করে দিবেন যেনো সেগুলো পড়া না যায়। মানুষের সকল তথ্যই গুরুত্বপূর্ণ। সেটা যেকোনো ব্যাক্তিগত তথ্যই হোক না কেনো। ইন্টারনেট এ তথ্য শেয়ার করা অত্যান্ত ঝুকিপূর্ণ। আর ব্যাপারটা যদি হয় বাংলাদেশ রিলেটেড, তাহলে সেগুলো আরো খারাপ হতে পারে।

বাইনান্সে যারা পি টু পি তে লেনদেন করেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সতর্ক থাকার জন্য। ধরেন আপনি যার কাছে ডলার সেল করলেন, সেই ব্যাক্তিই যদি অন্য নাম্বার থেকে আপনাকে ফোন দিয়ে বলে, দেখেন ভাই, আপনি যে বিটকয়েন ইউজ করেন, আমি সেটা জানি। আমাকে আপনি কিছু টাকা দেন, নইলে আপনার ফোন নাম্বার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়ে বলবো আমি দেখেছি উনি বিটকয়েন লেনদেন করে। এরকম হওয়ার সম্ভাবনা কম থাকলেও, এরকম টা হলে একটা ফাপরে পড়ে যাবেন। অনলাইনে নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 05, 2023, 06:33:37 AM
আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।
আপনাকে ধন্যবাদ। সোর্স গুলোর ভেতর থেকে আমার পড়ার প্রয়োজন হয়নি। আপনার এখানের পোষ্ট টা পড়েই বুঝতে পেরেছি। আমার কাছে সেন্ড করার মতো মেরিট নেই। আপনার পোষ্ট টা তথ্য বহুল এবং সেটা মেরিট ডিজার্ভ করে। আমার কাছে মেরিট হলে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ! আসলেই নিয়ম টা দেখতে অদ্ভুত মনে হলেও আসলে সরকার এ ধরনের নিয়ম করতে বাধ্য। নচেৎ দেশে ইনকাম করা টাকা বিদেশে নিয়ে মানুষ ঐসব দেশের উন্নয়নে ভুমিকা রাখবে। যেটা বাংলাদেশের অর্থনীতি ভেঙ্গে দিবে। এজন্যই হয়তো সরকার এরকম কিছু আইন পাশ করে রেখেছে যেনো মানুষ বিদেশে টাকা নিয়ে যেতে না পারে। এখন চিন্তার বিষয় হচ্ছে, কেউ যদি চায় দেশ ছেড়ে চলে যাবে এবং তার সম্পত্তির পরিমাল ১২ হাজার ডলারের বেশি, সেই ক্ষেত্রে সরকার তার জন্য কি সুবিধা রেখেছে?

বিটকয়েনের টাকায় অপারেশন
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।


দোয়া করি অপারেশন ঠিকঠাক ভাবে হোক এবং আল্লাহ তালা আপনাদের সহায় হোন!
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
September 05, 2023, 06:27:34 AM
বিটকয়েনের টাকায় অপারেশন
বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
প্রথমে আপনার স্ত্রীর জন্য দোয়া করি, আপনার স্ত্রী যেন এই কঠিন রোগ থেকে অতি শীঘ্রই সুস্থ হয়ে ওঠেন। সত্যিই বিটকয়েন ফরমে সিংনেচার করে অনেকেই তাদের সংসার চালাচ্ছেন। আবার শোনা যায় অনেকেই বাউন্টি করে গাড়ি বাড়ি করেছেন, কিন্তু বর্তমানে কাউন্টির অবস্থা ভালো নয়। শুধু যে সিগনেচার বা বাউন্টি করছেন এমন নয় অনকেই বিটকয়েনে বিনিয়োগ করে দীর্ঘদিন হোল্ড করে অনেক লাভবান হয়েছেন। আমি নিজেও বিটকয়েনে বিনিয়োগ করে হোল্ড করে রেখেছি ভালো প্রফিট এর আশায়। কিন্তু যারা সিগনেচার বা যেভাবে হোক বিটকয়েনের সাথে জড়িত আছে কেউ প্রকাশ্য ব্যবহার করতে পারছে না। আমাদের দেশে বিটকয়েন অবৈধ থাকার কারনে। জানি না কবে আমাদের দেশে বিটকয়েন বৈধ করবে আমরা প্রকাশ্যেই বিটকয়েন ব্যবহার করতে পারবো।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 05, 2023, 05:57:34 AM
বিটকয়েনের টাকায় অপারেশন




বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার এই মুল্যবান মতামত এখানে শেয়ার করার জন্য। আসলেই Bitcoin ফোরামে আমাদের জন্য একটি উপার্জনের সুযোগ করে দিয়েছে। এখান থেকে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সার্ভিস সেকশনে যতগুলো সিগনেচার ক্যাম্পেইন চলে তার উপর ভিত্তি করে হাজারো মানুষের পরিবারের সদস্যদের সাপোর্ট হচ্ছে।আমরা শুধু সিগনেচার ক্যাম্পেইনের কথা বল্লাম আরেকটি বিষয় হলো বাউন্টি ক্যাম্পেইন যেখানে হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করতে পারছে।
আপনার কথাটি আজকে বিবেচনা করা যাক যেখানে আপনি বিটকয়েনের বিক্রি করা টাকা দিয়ে আপনার বউয়ের চিকিৎসা করছেন। আপনার যদি এই বিটকয়েন ফোরামে না থাকতো তাহলে আল্লাহ পাক হয়তো টাকা ব্যবস্থা করে দিতেন কিন্তু বিটকয়েন ফোরাম আছে বলেই আজ সেই কাজটি অনেক সহজ হয়েছে।
দোয়া করি আপনার স্ত্রী অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।

আপনি খাজা ইউনুস আলী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসছেন।এটা আমার বাড়ি কড্ডার মোর হতো 45 মিনিটের রাস্তা।যাহোক অতিশীঘ্রই আল্লাহ আপনাকে উত্তম সাহায্য করবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 05, 2023, 05:38:47 AM
বিটকয়েনের টাকায় অপারেশন




বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।

শুনে আসলেই ভালো লাগলো ভাই। আসলেই মন থেকে বলতেছি। বিটকয়েন বা ক্রিপ্টো যাই বলেননা কেনো এগুলো যে আমাদের কি পরিমাণ সাহায্য করেছে তা হাতে গোনার বাহিরে। বলে শেষ করা যাবে না। আপনার তো করোনার কথা অবশ্যই মনে আছে! তখন কি ই না খারাপ অবস্থা চলছিল সবার, চাকরি নাই, টাকা নাই, চিকিৎসা করাতে পারেনা আরো কত কি! ফ্যামিলিতে কারোর জবও ছিলনা তখন। কেমন একটা অবস্থা। পরে বিটকয়েনের বৈদলতে সব ঘুরে দাড়ায়। আমার এক বড় ভাই আছে তারও এমন অবস্থা ছিল। করোনা সময়। শুধুমাত্র ক্রিপ্টের জোড়ে এতদূর চলে আসছে। সে মাএ অনার্স শেষ করা ছাএ। নিজের টাকায় ২ তালা ভিটের ছাদের বাড়ি বানাইছে, সম্পূর্ন নিজের খরচে কল বসাইছে, জমি কিনছে, খামার করতেছে, মোটরসাইকেল কিনার চেষ্টা করতেছে, বিয়ে সাদিও করে ফেলেছে। একাই সব সামাল দিতে সক্ষম। একেবাকে ঘুরে দাড়ানো অবস্থা। কি আর বলবো ভাই। আপনার জন্য শুভ কামনা আর ভাবী যেন তাগাতাড়ি সুস্থ হন এই চাই। আর আমাদের জন্যও দোয়া রাইখেন আমরাও যেন এই লাইনে এগোতে পারি। বিশেষ করে স্টুডেন্ট যারা, যারা মেসে থেকে পড়াশোনা করে, ৩ বেলার জায়গায় ২ বেলা খায়, ৫ টাকা বাচানোর জন্য ২০ মিনিট হাটে তারা যেন কোনো ভালো লাইন করতে পারে। (স্টুডেন্ট এর বিষয়টা তোলার কারণ এটি আমার সাথে ঘটিত, কলেজে যখন পড়তাম তখন অনেক কষ্ট হতো, তারপরেও অনেক কষ্ট করে পড়ালেখা করছি, আর মধ্যবিত্ত পরিবার বোঝেনইতো ইচ্ছা করেও জোর করতে পারিনা টাকার বিষয়ে, নিজের কাছে অপরাধী লাগতো টাকা চাইলে)। দিনশেষে একটাই কথা সবাই ভালো থাকুক।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 05, 2023, 05:20:12 AM
বিটকয়েনের টাকায় অপারেশন
শুনতে অড লাগলেও বাস্তবেই এই ফোরাম অনেক মানুষের জীবনে কতটা সহায়ক হয়েছে আমরা হয়ত চিন্তাও করতে পারছি না। সিগ্নেচার ক্যাম্পেইন অনেক মানুষের ভাগ্য বদলে দিয়েছে। অনেক স্টুডেন্ট তাদের পড়াশুনার ফি দিয়েছে এই সিগ্নেচার ক্যাম্পেইন থেকে। কয়েকদিন আগে একজন বলল। আমার নিজের ক্ষেত্রেও একই। আমি যখন এমবিএ করছিলাম তখন আমি একটা প্রাইভেট কম্পানিতে জব করি। তারা যে স্যালারি দিত সেটা দিয়েই আমার নিজের খরচও ঠিক মত হত না। সিগ্নেচার ক্যাম্পেইন এ পুরো মনোযোগ দিয়ে জব ছেড়ে দিয়েছিলাম। এমবিএ শেষ করা পর্যন্ত আর জবে জয়েন করি নি।
এইরকম হাজারও মানুষ আছে যাদের ভাগ্যই বদলে দিয়েছে এই ফোরামের সিগ্নেচার ক্যাম্পেইন।
সিগ্নেচার ক্যাম্পেইন এর জন্য ফোরামের মান কমে যাচ্ছে এইটা ঠিক, কিন্তু আমার মনে হয় এডমিন থিমস শুধু মানুষের কথা ভেবেই সিগ্নেচার অফ করছে না। না হলে হয়তবা অনেক আগেই বন্ধ করে দিত।
Jump to: