Author

Topic: বাংলা (Bengali) - page 164. (Read 5306955 times)

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 24, 2023, 12:10:03 AM
নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে?
কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।

এটা আসলে আপনি একা না। আমরা সবাই কিছু কিছু ইংরেজি বাংলাতে লিখে থাকি। আর এতে কোনো সমস্যা থাকার কথা নয়। ধরেন ফোরামে যে মেরিট সিস্টেম আছে, এটাকে যদি আমি বলি আপনি এতটি মেধা পেয়েছেন, এটা অনেকেই বুঝবে না। এমন অনেক কিছুই আছে যেটার বাংলার চাইতে ইংরেজি বেশি প্রচলিত এবং আমরা প্রায় সকলেই সেটাতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করি। আমি মনে করি এতে করে কারো সমস্যা হচ্ছে না। উল্টা কিছু ইংরেজির বাংলা লিখতে গেলে নিজেকে কবি কবি মনে হয়।

ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব  বোর্ড চলবে।

হতে পারে। তবে কি হবে আমরা জানি না। একটা বোর্ড দিতে হলে সেখানে মোডারেটর ও দিতে হবে। অন্যান্য মোডারেটরদের লোকাল বোর্ড বা থ্রেড গুলো মোডারেট করা কষ্টকর হয়ে যায়। আমাদের তো হাতে গোনা কয়েকজন রেপুটেড মেম্বার আছে যারা মোডারেটর/মেরিট সোর্স হতে পারে। তবে সময় সব বলে দিবে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 23, 2023, 11:56:55 PM

ভাই আমাদের জন্য হয়তো চাইল্ড বোর্ড নাও দিতে পারে। আমাদের চেয়ে অনেক কম ইউজার নিয়ে অনেক লোকাল বোর্ড আছে যেগুলোতে কিছু কিছু চাইল্ড বোর্ডে মাসে একটি পোস্টও হয়না তাদেরও তো নিজস্ব লোকাল বোর্ড রয়েছে। তো আমাদেরও কোন চিন্তা নেই আমরা যদি নিজস্ব লোকাল বোর্ড পেয়ে যাই তাহলে আমাদেরও নিজস্ব  বোর্ড চলবে।
তবে নাইজেরিয়ার মত আমাদের শুধুমাত্র বোর্ড দেওয়া হবে এতে কোন চাইল্ড বোর্ড দেওয়া হবে না খুব সম্ভবত। তাই আমাদের বোর্ডের অধীনে থ্রেড খুলে পোস্ট দিতে হবে। যেমনটি নিচের নিজস্ব লোকাল বোর্ড গুলো চলছে।

עברית (Hebrew)
Nigeria (Naija)
Skandinavisk
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 23, 2023, 11:53:18 PM
আমাদের বোর্ড থাকা উচিৎ এটা আমিও মানি। আমাদের থেকে কম একটিভ মেম্বার এমন দেশের ও লোকাল বোর্ড আছে। এমনো বোর্ড আছে যেখানে মাসে ২-৩ টা পোষ্ট হয়। এমন নয় যে সে দেশের লোকজন ফোরামে নাই। ফেরামে আছে, কিন্তু তারা তাদের লোকাল বোর্ড এ তেমন একটিভ না। এটা ঠিক আমাদের বোর্ড হলে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সাজানো গুছানো থাকতো আর গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো অন্য পোষ্ট এর ভিরে হারিয়ে যেতো না।

কিন্তু যদি বোর্ড পাওয়ার পরে দেখেন সেখেন সেটা আর একটিভ নাই, তখন কেমন হবে? বোর্ড পেলে সবাইকে ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করতে হবে। মাইনিং এ গিয়ে রাজনৈতিক পোষ্ট করতে পারবেন না। মেইন সমস্যা হলো আমাদের লোকাল থ্রেড এর লোকজন হারিয়ে যায়। সবাই একটিভ থাকলে বোর্ড পেলে ভালো হবে।

হ্যাঁ আপনার এই কথার সাথে আমিও সহমত। বোর্ড পাওয়ার পর যদি এটিকে আমরা ঠিকঠাক পরিচালনা না করি বা ঠিকমতো চালাতে অক্ষম হই তখন উল্টা আমাদেরই বদনাম হবে। এজন্য আমাদের আগে দক্ষ পাকাপোক্ত একটা কমিউনিটি নিশ্চিত করতে হবে। আমাদের সমস্যা হলো আমাদের এক্টিভ মেম্বার সংখ্যা অনেক কম। হ্যা হয়তো ফোরামে অনেক বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে, বাট তাদের বেশিরভাগই বাংলা ফোরামে আসে না, পোস্ট করে না, এদের বেশিরভাগ বাউন্টি হান্টার, ও সিগনেচার করতে আসে এবং কিছু কিছু আছে যারা স্ক্যামে জড়িত। আমরা যারা বাংলা বোর্ডে এক্টিভ আছি সবই হাতেগোনা কিছু সংখ্যাক। আমাদের কমিউনিটি যদি আরো বড় করা যেতো, আরো পোস্ট, এক্টিভিটি, ইন্টারেক্টিভ বাড়ানো যেতো তাহলে আমরা উপরের সমস্যাগুলেই পড়তাম না।

নোট: আমি মাঝে মাঝে অনেক ইংরেজি শব্দ অর্থ না করে ইংরেজিতেই লিখি। যেমন: এক্টিভিটি, ইন্টারেক্টিভ ইত্যাদি। এতে কি কোনো সমস্যা আছে?
কিছু কিছু শব্দ বাংলার থেকে ইংরেজিতেই আমরা বেশি অভ্যস্ত, এজন্যই আরকি আমি ইংরেজি লিখি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 23, 2023, 11:29:40 PM
sr. member
Activity: 784
Merit: 372
August 23, 2023, 11:07:21 AM
মেরিট সোর্স এর বিষয়ে আবেদন করতে পারেন আমাদের এই বাংলা বোর্ড থেকে সুনামধন্য ইউজার (ব্যক্তিরা)। কারণ @Bitcoindream আমাদের এই বাংলা লোকাল বোর্ডের Op তিনি ২০২০ সালে অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু তারপর, পরবর্তী সময়ের ইউজারগুলো আর আবেদন (Application) করেনি।


Photo Source: https://bitcointalksearch.org/topic/m.52938022

তাই নতুন করে সুনামধন্য ব্যক্তিদের আমি বলতে চাই আপনারা অ্যাপ্লিকেশন করেন যদি আমাদের বাংলা বোর্ড একটু নজরে আসলে অবশ্যই আমাদের বাংলা বোর্ডের মেরিট সোর্স গণ্য হলে অবশ্যই আমাদের উপকার হবে।
আমি দেখেছি অনেক বোর্ড থেকেই একের অধিক ব্যক্তি অ্যাপ্লিকেশন করেছে তাই দ্রুতই স্বনামধন্য ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি।



Photo Source: https://bitcointalksearch.org/topic/m.62733073

বাংলা বোর্ড থেকে মাত্র একজন ব্যক্তি আবেদন করেছে তাই যদি একের অধিক ব্যক্তি আবেদন করে তাহলে অবশ্যই সফলতা হবে। কারণ আমাদের বাংলা বোর্ডে বর্তমান সময়ে প্রায় অনেক ইউজার একটিভ এবং অনেক ভালো ভালো মানসম্মত পোস্ট হয়। যা মেরিট সোর্স হিসেবে অ্যাপ্লিকেশন করার জন্য যথেষ্ট।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 23, 2023, 10:33:16 AM
ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো।
আসলে বিষয়টাকে টেনশন বলা হয়তো ভুল হবে। এজন্য আমি সন্দেহ শব্দটি ব্যবহার করছি। ভাই আপনি মানেন আর না মানেন, মাঝে মাঝে মনে হয় বাঙালি হওয়াটা অভিশাপ (Cursed)। বাঙালি শুনলেই বেশিরভাগ একটা নেগেটিভ ইমপ্রেশনস নিয়ে বসে, হয়তো সবাই না, বাট বেশিরভাগ। সব জায়গায় সব দেশেই ভালো খারাপ দুর্নীতি ইত্যাতি আছে, বাট বাঙালিরা এ বিষয়ে নাম্বার ওয়ান বলে আমার কাছে মনে হয়। একেবারে পাক্কা খেলোয়াড়। হয়তো আজ বাদে কাল অবশ্যই নিজত্ব বোর্ড পাবো, আশা করি। বাট আগামী ৬ মাসে বা ১ বছরে পাবো কিনা সন্দেহ জাগে। দোয়া করি আল্লাহ যদি সহায় হন তাহলে ইনশাআল্লাহ্ নিজস্ব বোর্ড পাবো।

অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই  আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব।

@DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।। Cheesy
ধন্যবাদ ভাই। আমি মনে করছিলাম এটা কারোর চোখে পড়বে না। আমি যে এতো তাড়াতাড়ি মেম্বার হয়ে যাবো আমি নিজেও জানতাম না। আসলে আমি অনেক বছর ধরেই Bitcointalk এই ফোরামটাকে চিনতাম( ২০২০-২১)। তখন সবেমাত্র আমার এক বড়ভাই এটার সাথে যুক্ত হয়। তিনি এখন অনেক বড় মেম্বার। কিন্তু দুঃখের বিষয় হলো ঐসময় আমি পড়াশোনার চাপে এসবে তেমন গুরুত্ব দেই নাই।  Smiley

আমার আর একটা প্রশ্ন ছিলো। বাংলা বোর্ডে যারা ভালো মেম্বার ও এক্টিভ মেম্বার তদের আমি কমবেশি  পোস্ট দেখি। আর আমাদের মাঝে Little Mouse ভাইই Legendary রাঙ্কের। (আরো হয়তো আছে বাট আমার চোঁখে পড়েনি)। ভাই দেখি অনেক রেপুটেড একজন মেম্বার, অনেক ট্রাস্টেট। সততার সাথে তিনি অনেক Bounty campaign  ম্যানেজ করেছেন। তাকে সব দিক থেকেই ভালো লেগেছে আমার। আমার প্রশ্নটা হলো তিনি বা তার মতো একজন এখনো কেনো মেরিট সোর্স হলো না/হতে পারলো না? বা ভবিষ্যৎে কি এর কোনো সম্ভাবন আছে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 23, 2023, 10:08:31 AM
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।

ভালো পোস্ট দেখে মেরিট দিছিলাম ভাই। তখন এটা বুঝতে পারিনাই যে সে এমন কার্যকলাপ করবে। এখানে অনেক নতুন ইউজার আছে তারা সবাই কম বেশি ভালো এক্টিভ এবং বাংলাদেশ বোর্ডের জন্য অনেক কিছু করতেছেন তবে এর মধ্যে ২/১ টা খারাপ লোক থাকলে এটা ট্রাক করা কষ্টকর। এর এমন কর্মকাণ্ড সত্যিই বাংলাদেশের জন্য লজ্জাজনক  এমনিতেই বাংগালীকে অন্য দেশের মানুষেরা দেখতে পারে না। আরো এমন কর্মকাণ্ড বাংলা বোর্ডকে খারাপ হিসেবে অন্যদের মাঝে প্রেজেন্ট করে। এখন যেমন বাংলা বোর্ড একটি হইছে এমন চলতে থাকলে আমরা লোকাল বোর্ডের জন্য আবেদন করতে পারবো কিন্তু কিছু কিছু কর্মকাণ্ড দেখে মনে হয় বাংলাদেশ কখনই লোকাল বোর্ড এর জন্য গ্রহনযোগ্য হবে না। আমি এই বিষয়টা মাথায় রাখবো মেরিট দেওয়ার সময়। এমন কিছু এখানে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 23, 2023, 10:01:44 AM
আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
অবশ্যই আমাদের লোকাল বোর্ড প্রয়োজন। একটি ট্রপিকে আমরা সব ধরনের আলোচনা করছি, লোকাল বোর্ড থাকলে আমরা ট্রপিক অনুযায়ী আলোচনা করতে পারতাম। হয়তো আমাদের লোকাল বোর্ড একজন মেরিট সোর্স পেতাম। হয়তো ইনশাল্লাহ খুব শীঘ্রই  আমরা আমাদের সফলতা অর্জন করতে পারব।

@DYING_S0UL ভাইকে বিশেষভাবে অভিনন্দন জুনিয়র মেম্বার থেকে মেম্বার পদমর্যাদা অর্জন করেছেন।। Cheesy

এই পিছে থাকার পিছনে যে কারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা নতুনে মেরিট পাওয়ার জন্য আসে মেরিট পাওয়ার পর আর একটিভ থাকে না।
আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই এখানে একটিভ থেকে নিজস্ব লোকাল বোর্ড পাওয়ার জন্য চেষ্টা করব।
তাদের উদ্দেশ্যটাই হচ্ছে ২-১ টা মেরিট অর্জন করা, ২-১ টা মেরিট অর্জন করে জুনিয়র মেম্বার হয়ে বাউন্টি ক্যাম্পাইন আনতে শুরু করে। তাদের কথা বাদ দেন, বর্তমানে আমরা যারা এক্টিব আছি আমাদেরকেই আপ্রাণ চেষ্টা করতে হবে।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 23, 2023, 09:36:25 AM

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
ধুর ভাই টেনশন করেন কেন? একদিন না একদিন আমরা নিজস্ব বোর্ড পাবই পাবো। আমরা যদি ইসলামের অনুসারী হয়ে থাকি তাহলে একথা অনস্বীকার্য যে আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাত দান করবেন।যদি অন্তরে জাররা পরিমাণ নেকি করে থাকি তাহলে আল্লাহ তায়ালা অবশ্যই আমাদের জান্নাত দান করবেন। কিন্তু তার আগে অবশ্যই আল্লাহ তায়ালা পাপের শাস্তি দিয়ে নেবেন।
একথা বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই খেয়াল করি যে অতীতে বাংলাদেশ, পাকিস্তান, ও নাইজেরিয়া নিয়ে তিনটি দেশের নাম উল্লেখ করেছেন। কিন্তু খুব সম্ভবত ডিসেম্বর মাসে নাইজেরিয়া নিজস্ব বোর্ড পেয়ে যায়।

Communities marked with * (Pakistan, Nigerian and Bangladesh) don't have their own local boards yet. I am happy to remove "*" next to Nigeria as they finally got their own local board. Congratulations once again, and I hope that Pakistan is the next in line.

এখন শুধু বাংলাদেশ ও পাকিস্তান রয়েছে তাদের পরবর্তী লিস্টে। একসময় পাকিস্তান নিজস্ব বোর্ড পেয়ে যাবে শুধুমাত্র বাদ থাকবে বাংলাদেশ । তাই বাংলাদেশ ও একসময় নিজস্ব বোর্ড পাবই পাবে।

Its time for a yet another brief monthly overview of local boards activity, this time a little bit later than in previous months as I was busy with yearly overviews. All charts and table are made with the help of @DdmrDdmr Merit Dashboard and @TryNinja Ninjastic.space.

Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards yet but hopefully that changes soon.

তবে বাংলাদেশের থেকে পাকিস্তান অনেক বেশি এগিয়েছে। তাদের বেশ কয়েকজন এক্টিভ মেম্বার আছে যারা প্রতিনিয়ত কনস্ট্রাক্টিভ পোস্ট করে থাকে। তাদের মেম্বাররা সব সময় লোকাল বোর্ডের প্রতি গুরুত্ব দিয়ে থাকে। যদিও বাংলাদেশ তাদের একটিভ মেম্বার এর চেয়ে সংখ্যায় বেশি কিন্তু পোস্টের দিক থেকে আমরা তাদের চেয়ে তুলনামূলকভাবে পিছিয়ে আছি। এই পিছে থাকার পিছনে যে কারণটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে যারা নতুনে মেরিট পাওয়ার জন্য আসে মেরিট পাওয়ার পর আর একটিভ থাকে না।
আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সবাই এখানে একটিভ থেকে নিজস্ব লোকাল বোর্ড পাওয়ার জন্য চেষ্টা করব।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 23, 2023, 08:31:18 AM
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে।
Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.

যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।

আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই।

আমি মনে করি আমাদেরও একটি নিজস্ব বোর্ড থাকা উচিত। হ্যা অনেকের জন্য আমাদের থ্রেডের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদের কাছে। কিন্তু এটাও সত্য যে, কিছু কিছু ইউজার আছে যারা জেনুইনলি এই থ্রেডের উন্নতি চায়। তারা প্রতিনিয়ত এই থ্রেডে পোস্ট করে, মেরিট যোগ্য পোস্টে মেরিট দেয়। যদি আমরা আমাদের নিজস্ব বোর্ড পাইতাম তাহলে আমাদেরই সুবিধা হতো। কারণ Learn Bitcoin ভাইয়ের কথাই বলি, আমার জানা মতে তিনি, বেশ ইনফরমেটিভ পোস্ট করেন, এছাড়া এই থ্রেডে Gazeta নামক ভদ্রলোকের অনেকগুলো গুরুত্বপূর্ন পোস্ট বাংলা ভাষায় অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। আমি নিজেও তার দুটি টপিক অনুবাদ করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পোস্টগুলো অনেক উপরে মাটিচাপা পড়ে গেছে। কজনইবা উপরের পোস্ট গুলো চেক করে? নিজেদের নিজস্ব থ্রেড থাকলে এই পোস্টগুলো টপিক আকারে হাইলাইট হয়ে থাকতে। কষ্টের কথা যারা নিউবাই বা যারা অনেকদিন পর থ্রেডে আসে তাদের চোঁখে এসব পোস্ট পড়েই না। যারা নিয়মিত থ্রেডে আসেন তারাই শুধু জানেন, দেখেন। এতে করে সবার কাছে এসব গুরুত্বপূর্ন তথ্য পৌছায় না। এমনও অনেক আছে যারা (১) নম্বর লাইনে যে অনেকগুলো রুলস আছে তা পড়েই না। তারা সরাসরি (৪৫০+) পেজে এসে হাই হ্যালো মারে। সব পোস্ট গুলো যদি টপিক আকারে হাইলাইট থাকতো তাহলে কেমন হতো? সবার কাছে বিষয়টা কি মনে হয়?

আমরা নিজস্ব বোর্ড পাবো কিনা এ নিয়ে মাঝে মাঝে সন্দেহ হয় আমার। কারণ আগেই অনেক ইউজাররা আমাদের নামে অনেক দুর্নাম করে বসে আছে। কারো এই বিষয়ে মত আছে?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 23, 2023, 05:49:33 AM
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে।
Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.

যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।

আমার তো মাঝে মাঝে মনে হয় আমাদের আসলে লোকাল বোর্ডেএর কোনো দরকার নাই। কারন এখানে খুব কম মানুষ নিজের স্বার্থ ছাড়া পোষ্ট করে। দেখেন অনেকেই আছে রেংক আপ করার অোগে নিয়মিত পোষ্ট করতো, আর এখন রেংক আপ হওয়ার পর আর নেই। এখন যারা আছে তারাও যে ভবিষ্যতে থাকবে তার ও কোনো গ্যারান্টি আমরা দিতে পারবো না। লোকাল বোর্ড হলে তো এর ভেতরে কয়েকটা সাব বোর্ড থাকবে। মাইনিং থাকতে পারে, স্পেকুলেশন থাকতে পারে, রেপুটেশন থাকতে পারে, মারকেট প্লেস থাকতে পারে। তখন আপনার বোর্ড এ মাইনিং এই বা কে পোষ্ট করবে, আর মারকেট প্লেস এই বা কে পোষ্ট করবে? এখন তো সবাই একটা থ্রেড এ পোষ্ট করি সবাই সবার পোষ্ট করি। তখন বিভিন্ন আনাচে কানাতে পোষ্ট পড়ে থাকবে কেউ পড়তেও আসবে না। আরো অনেক কারনেই মনেয় হয় আমরা লোকাল থ্রেড এ ভালো আছি। অবশ্য খারাপ দিক তো আছেই।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 23, 2023, 05:20:35 AM
এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
ভাই আসলে কিছু বাউন্টি হান্টার আছে যারা শুধুমাত্র জুনিয়র মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ লোকালে আসে। আপনি বিশ্বাস করেন বা না করেন তারা একটি বা দুটি মেরিট পাওয়ার পর আল্লাহ হাফেজ বলে সেই যে চলে যায় তার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায় না।
অনেকেই আছে এখানে তাদের প্রথম পোস্ট শুরু করে কিভাবে মেরিট পাওয়া যাবে, আমি কিভাবে মেরিট পেতে পারি, জুনিয়র মেম্বার হতে হলে কি করতে হয়, এরকম নানা অর্থহীন প্রশ্ন করে । যদিও কোন কারনে এরা দুই একটা মেরিট পেয়ে যায় তারপর থেকেই এরা স্ক্যামিং শুরু করে দেয়।
বাংলাদেশি বেশিরভাগ বাউন্টি হান্টাররা নেগেটিভ ট্রাস্ট খেয়ে একাউন্ট নষ্ট করে বসে ফলে গ্লোবাল সেকশনে আমাদের জন্য একপ্রকার ঋণাত্মক ইমেজ সৃষ্টি হয়েছে। ফলে আমাদের জন্য আলাদা লোকাল বোর্ডের অনুমোদন পাওয়া খুব কঠিন হয়ে যাবে।
Communities marked with * (Pakistan and Bangladesh) don't have their own local boards as of yet but I do hope that will change in the near future as these guys definitely deserve it based on their numbers.

যদিও এই লাইনটা আমাদের অনেকদিন ধরে আশার আলো দেখাচ্ছে তবুও কবে যে আমরা নিজস্ব বোর্ড পাব সেই প্রত্যাশা নিয়েই আমরা এখানে কাজ করে যাচ্ছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 23, 2023, 04:51:54 AM
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।

এই ব্যাপার টা নিয়ে আমি কিছুদিন আগে মেটা বোর্ড এবং বাংলাদেশ থ্রেড এ ও পোষ্ট করেছিলাম। আমি কেনো নতুন একাউন্ট থেকে ভালো পোষট হলেও সেটাতে মেরিট দেই না, সেটার কারন ব্যাখ্যা করেছিলাম আমার সেই পোষ্ট এ। এখন সেটার রেজাল্ট আপনারা চোখের সামনেও দেখতে পাচ্ছেন। আসলে স্ক্যামারদের কোনো জাত বা ধর্ম নেই। আমরাই তাদেরকে আসলে সুযোগ করে দেই। আমি অবশ্যই দেখবো আগে কেউ গ্লোবাল বোর্ড থেকে কযেকটা মেরিট নিয়ে আসুক, তখন বুঝবো যে না, তার পোষ্ট এর কোয়ালিটি আছে সেজন্য সে গ্লোবাল বোর্ড গুলো থেকে মেরিট আর্ন করতে পেরেছে। লোকাল থ্রেড এ এসে একটা দুইটা মেরিট পেয়ে সেটার এডভান্টেজ নিতে শুরু করে। এখন আপনি এদরকে বোকা বলবেন নাকি অতি চালাক বলবেন?
hero member
Activity: 770
Merit: 482
August 23, 2023, 04:43:35 AM
~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।

ভাই আমার এখানে একটা প্রশ্ন আছে!
আপনি কি ওনাকে এভাবে পোষ্ট না করার জন্য বলতে পারেন? বাংলাদেশ লোকাল থ্রেড এর জন্য কি আলাদা কোনো রুলস আছে? বাংলাদেশ নামে যদি কোনো বোর্ড থাকতো, তাহলে সেটার আলাদা লোকাল রুলস থাকতো এবং সেখানে বাংলায় পোষ্ট করার জন্য রাজনৈতিক নামে আরেকটা সাব বোর্ড ও থাকতো। সেই ক্ষেত্রে আপনি ওনাকে অনুরোধ করতে পারতেন যেনো উনি ক্যাটাগরি অনুযায়ি পোষ্ট করেন। উনি যেনো অফ টপিক পোষ্ট না করেন। যেহেতু সবাই বাংলাদেশ নামে একটা থ্রেড এর মাঝে সীমাবদ্ধ, এখানে কোনো কিছুই অফটপিক না। এটা একটা পাবলিক ফোরাম এবং এখানে সকলের মতামত শেয়ার করার স্বাধীনতা আছে। হতে পারে এটা একটা ক্রিপ্টো রিলেটেড ফোরাম, কিন্তু এই ফোরামে অন্য যে কোনো কিছু নিয়ে আপনি আলোচনা করতে পারেন। তাতে কোনো প্রকার বাধা নেই।

সব চাইতে মজার ব্যাপার হলো ফোরামে স্ক্যাম অব্দি মোডারেটেড না। সেখানে আপনি অনুরোধ এর পরিবর্তে রীতিমত ওনাকে অপমান করছেন। যেখানে থেমোস নিজেই ফ্রি-স্পিচ এর পক্ষে এবং ফোরাম কে কোনো সেন্সর করতে চান না, সেখানে আপনি আপনার একজন সিনিয়র কে এক প্রকার ধবল ধোলাই দিচ্ছেন। আমার অনুরোধ থাকবে এখানে এগ্রেসিভ ভাবে না বলার। বিশেষ করে এটা ইন্টারনেট ফোরাম। আমরা কেউ কাউকে চিনি না। যেটা আশা করতে পারি, সেটা হলো এক অন্যের প্রতি সম্মান। আমি যে ওনার পোষ্ট টা পছন্দ করেছি এমন কোনো ব্যাপার নেই। আমিও একটা দল সাপোর্ট করি আর সেটা বর্তমান সরকার দল। তবে তার মানে এই নয় যে আমি সরকারের ভুল গুলি চোখে দেখবো না। হেলদি ক্রিটিসিজম যদি কেউ করে, সেটা আমি পড়বো এবং মেনেও নেবো।

sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 23, 2023, 04:41:58 AM
~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।
আসলে ভাই রাজনীতি রিলেটেড হয়ে গিয়েছে কিন্তু যদি আপনি বাংলাদেশের এই সমস্ত কেলেঙ্কারিগুলো দেখেন তাহলে আপনার চোখে উপরে উঠে যাবে। যেখানে সবচেয়ে বেশি কেলেঙ্কারি হয়েছে হাজার হাজার কোটি টাকা এই ১৫ বছরের মধ্যে তবুও সরকারের বিরুদ্ধে কোন অ্যাকশন নেয় না। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়



Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।

আসলে এই স্ক্যামারদের জন্যই আমাদের বাংলা লোকাল বোর্ডের এতটা দুর্নাম হয়ে থাকে। এদের যতই অ্যাকাউন্টে রেট মারুক না কেন তবুও পরবর্তীতে আবার নতুন করে আরো অ্যাকাউন্ট নিয়ে বাউন্টি প্রচালনা করবে। তারা বাউন্টিগুলো দীর্ঘদিন চালানোর পরে হান্টারদের পেমেন্ট না করে স্কাম করে তারা নিয়ে সব কিছু লুটেপুটে খেয়ে নেয়।
এই সকল ব্যক্তিরা কখনোই ভালো হবে না ভাই এদের বলে লাভ নেই যতই বলবেন ততই তারা এরকমটাই করবে। আসলে আমরা দেখতে পাই কয়েক দিন পর পর নতুন একাউন্টে নিয়ে আসে আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকদিন ভালোই একটিভ থাকে এবং পরবর্তীতে দেখা যায় তারা ভবিষ্যতে অনেক অকামা করেছে যার কারণে চারপাশটা একাউন্ট কানেক্ট থাকে পরবর্তীতে ব্যান ও রেড মেরে দেয় তাদের একাউন্টে।
আর বিশেষ করে যখন একজন নিউ বাই এসে পোস্ট করে মেরে জন্য তখন অবশ্যই তার অতীতে কি ধরনের পোস্ট করেছে সেগুলো লক্ষ্য করা উচিত এবং পরবর্তীতে মেরিট দেওয়ার জায়গা থাকলে তবে মেরিট দেওয়া উচিত তাছাড়া মেরিট দিয়ে নিজের নষ্ট রিপোটেশন করার কোন প্রয়োজন নেই।
তাই এই বিষয়ে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যখনই একজন বাউন্টি হান্টার এসে পোস্ট করে মেরিটের জন্য তাকে কখনোই মেরিট সঙ্গে সঙ্গে দেওয়া উচিত নয় বরং সে যদি ভালো কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করতে পারে তবে তাকে মেরিট দেওয়া উচিত তাছাড়া মেরিট দিয়ে বিপদে পড়া লাগতে পারে নিজের।
sr. member
Activity: 546
Merit: 309
August 23, 2023, 04:22:47 AM
Crypto_Dotar মেরিট পাইছিলো Little Mouse আর Crypto Library এর কাছ থিকা আর jr Member হইয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে এবং স্কাম করে এর পরে আবার আরেকটা নতুন একাউন্ট খোলে নাম ahmim এই একাউন্ট দিয়াও স্কাম করে ধরা খায় একাউন্টে রেড ট্যাগ খায় আবার আরেকটা একাউন্ট খোলে Crypto Bountyes আর মেরিট নেয় ahmim একাউন্ট থিকা আবার এই একাউন্ট দিয়া বাউন্টি ম্যানেজমেন্ট শুরু করে আবার স্কাম করে। এই ৩ একাউন্টে মেরিট লেনদেন হইছে বাংলাদেশ কমিউনিটি থেকেই।
বাংগালী কখনো ভালো হইবো না। এইভাবেই বাংলাদেশের সুনাম ছড়াইতেছে বিশ্বজুড়ে। তাই সবাই নতুন একাউন্টে মেরিট দেওয়ার আগে সেই একাউন্টের পূর্ববর্তী পোস্ট গুলা দেইখা যদি সন্দেহবাচন কিছু না পাওয়া যায় তাহলে দিবেন নয়লে এইভাবে ২/১ জন আকাম করবো আর পুরা বাংলাদেশ এর দুন্নাম হইবো। এই বিষয়টা সকল সিনিয়র সদস্যরা মাথায় রাখবেন।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 23, 2023, 02:53:50 AM

ভাই অফ করেন। কোন ফায়দা নেই। আমাদের এখানে নিঃস পরিবারের জন্য পাকা বাড়ি তৈরি করে দিয়েছে সরকার। ঐ বাসায় সিমেন্ট ও বালু এমনভাবে দিয়েছে যে হাত দিয়ে ঘষা দিলে এড়িয়ে যায় । এগুলো নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য একজন সমাজসেবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এতে তার পরিবার বর্তমানে নিঃস। তাই আপাতত যাই বলুন না কেন দেখে শুনে বুঝে বলবেন।
আবরার ভাইয়ের কথা কিন্তু আমরা ভুলে যাই নি।
আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করুক।
তাছাড়া আপনি তো একজন বিটকয়েন ইউজার তাই আপনি আপনার টাকা পয়সা ব্যাংকে রাখবেন না। আপনি আপনার টাকা পয়সা ব্যাংকে জমা না রেখে বিটকয়েন বানিয়ে আপনার ইচ্ছে মতো বিশ্বস্ত ওয়ালেটে জমা রাখুন। তাতে সরকারের কোন হাত থাকবে না।
sr. member
Activity: 546
Merit: 309
August 23, 2023, 02:10:34 AM
~snip~
ভাই এখানে পলেটিক্স এর সাথে রিলেটেড এমন কিছু পোস্ট করবেন না। এমন off topic কিছু পোস্ট করতে পারে যারা নতুন তারা আপনাকে দ্বারা এমন পোস্ট আশা করা যায় না। এরকম পোস্ট একে অপরের বিরধীতার জন্ম দেয়। কারন এখানে অনেক সদস্য আছে এক এক জন এক এক দল সাপর্ট করতে পারে তাই এরকম পোস্ট এখানে বিশৃঙ্খলার জন্ম দেবে। সামনে নির্বাচন দেশের অবস্থা এমনিদেই অনেক উত্তাল এখন। এটা যেহেতু একটা ক্রিপ্টো ফোরাম তাই এখানে ক্রিপ্টোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আর যদি পলেটিক্স নিয়ে কথা বলার আপনার অতিব আগ্রহ হয় তাহলে Politics & Society তে গিয়ে পোস্ট করেন এখানে না। এমন কিছু পোস্ট কইরেন না এখানে যা বাংলা কমিউনিটিকে নষ্ট করতে পারে।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 22, 2023, 11:52:56 PM
আওয়ামী লীগ আমলে বাংলাদেশের বৃহৎ সব অর্থনৈতিক কেলেঙ্কারি

স্বাধীনতার ৪৭বছরে দেশের আর্থিক খাত অনেক দূর এগিয়ে গেলেও এ খাতে দেশে-বিদেশে আলোচিত অনেক কেলেঙ্কারির ঘটনাও ঘটেছে এ সময়ের মধ্যে। স্বাধীনতার পর প্রায় দেড় দশক পর্যন্ত ব্যাংক খাতের কেলেঙ্কারির ঘটনাগুলো ছিল মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংককেন্দ্রিক। ব্যাংক খাতের বাইরে দেশের অর্থনীতির আরেকটি বড় ক্ষেত্র শেয়ারবাজার। সেই শেয়ারবাজারেও ১৫ বছরের ব্যবধানে বড় দুটি কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। আর এই দুটি কেলেঙ্কারির ঘটনার সময়ই দেশের রাষ্ট্রক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।

১৯৯৬ (হাসিনা সরকার) ১ম দফা শেয়ারবাজার কেলেঙ্কারি:

১৯৯৬ সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মত ক্ষমতায় আসে তখন ঐ বছরের শেয়ার বাজারে ঘটে মহা র্দূনীতি। যেখানে ৪০ থেকে ৬০ হাজার কোটি টাকা লুটপাট করা হয়। নভেম্বর-ডিসেম্বরে এই ঘটনা ঘটে। এই কেলেঙ্কারিতে যাদের নাম আলোচনায় আসে এবং যাদের নামে মামলা করা হয় তাদের মধ্য অন্যতম বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও আসিফ এফ রহমান। এছাড়াও রয়েছে, অলিম্পিক গ্রুপের মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই, টি কে গ্রুপের আবু তৈয়ব, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুর রহমান, ডিএসইর সাবেক পরিচালক মুসতাক আহমেদ সাদেক প্রমুখ। এ ছাড়া ’৯৬ সালের মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। স্থায়ীভাবে দেশের বাইরে চলে গেছেন বেশ কয়েকজন।

২০১০ (হাসিনা সরকার) ২য় দফা শেয়ারবাজার কেলেঙ্কারি:
৮ ডিসেম্বর ২০১০, বুধবার সকাল ১১টা থেকে ১২টা ২৩ মিনিট পর্যন্ত সোয়া ঘণ্টায় শেয়ারবাজার থেকে কত টাকা হাওয়ায় মিলিয়ে গিয়েছিল তার পরিসংখ্যানে কেউ বলেছে ১৮ হাজার কোটি টাকা, কেউ বলেছে ২২ হাজার কোটি টাকা। আবার কারো কারো মতে ৮৬ হাজার কোটি টাকা। ডিসেম্বর মাসের ৮ তারিখের হিসাবের সঙ্গে এর আগের অন্তত ১৫ দিনের হিসাব মিলালে ৮৬ হাজার কোটি টাকা হাওয়া হয়ে যাওয়া বাস্তব ভিত্তি পায়। তবে সে ৮৬ হাজার কোটি টাকা, পরবর্তী সময়ে যাঁরা অভিযুক্ত হয়েছেন তাঁরা একা নিতে পারেননি। সে টাকা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছেও গিয়েছে। ফর্মুলাটি ছিল নেই-দেই, নেই-দেই, নেই-দেই, নেই আর-দেই না। ৮ ডিসেম্বর এসে দেওয়ার কাজ শেষ হয়েছে। একবারে নিয়ে যাওয়া হয়েছে ২২ হাজার কোটি টাকা।

৩০ লাখ বিনিয়োগকারী সে টাকা নেয়নি, নিয়েছে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি। যাদের ছবি প্রকাশিত হয়েছে পত্রিকায়। তদন্ত প্রতিবেদনে তাদের নাম উঠে এসেছে। ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে শুরু করে ডিএসই, সিএসই, এসইসি, সরকারের গোয়েন্দা সংস্থা সবাই নিশ্চিত হয়েছে পাঁচ-ছয়জন দুরাচারের বিষয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অর্থমন্ত্রী তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরও বলেছিলেন, তাদের নাম প্রকাশ করা যাবে না; করলে অসুবিধা আছে। কী সেই অসুবিধা তা অর্থমন্ত্রী আজও বলেননি।
এদিকে ২০১০ সালে শেয়ারাবাজারে কেলেঙ্কারিতে ক্ষত তৈরি হয়েছিল দেশের অর্থনীতিতে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পর্যবেক্ষণ অনুযায়ী ২০১২ সালের অক্টোবর সময়ের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসেবে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২ লাখ কোটি টাকার বেশি।

হলমার্ক গ্রুপ ঋণ কেলেংকারি:
আওয়ামী সরকারের পৌনে চার বছরের শাসনামলে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক শুধু হলমার্ক গ্রুপকে নয়, আওয়ামী প্রভাবে আরো অনেক অখ্যাত প্রতিষ্ঠানকে কমিশন, ঘুষ ও জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এ ধরনের অপরাধকর্মে কেবল ব্যাংকটির রূপসী বাংলা শাখাই নয়, অন্যান্য শাখাও নিয়োজিত থাকার খবর সংবাদপত্রসমূহে প্রকাশিত হচ্ছে। প্রকাশিত খবরে জানা যায়, রূপসী বাংলা শাখার পর সবচেয়ে বেশি অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে এই ব্যাংকটির গুলশান শাখায়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সোনালী ব্যাংকের ঐ শাখায় এক বিশেষ নিরীক্ষা চালানো হয়। ঐ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী গুলশান শাখায় ৫১টি প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে ২৮১ কোটি ৪১ লাখ টাকা দেয়া হয়। শুধু সোনালী ব্যাংকই নয়, অন্যান্য ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেও এ ধরনের টাকা ডাকাতির ঘটনা এখন ফাঁস হচ্ছে। আওয়ামী সরকারের পৌনে চার বছরে ক্ষমতাসীন লুটেরা চক্র রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। পত্র-পত্রিকায়ও লুটপাটের ফিরিস্তি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এসব অর্থের একটি বড় অংশ গেছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালীদের পকেটে। বাকি টাকা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে বলে আশংকা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে এসব অর্থের বেশিরভাগই আর ফেরত পাওয়া যাবে না বলে সংশয় প্রকাশ করা হয়েছে।

পদ্মা সেতু পরামর্শক নিয়োগ কেলেঙ্কারি:
বাংলাদেশে বৃহত্তম অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর তদারকির কাজ পেতে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমানসহ বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী, রাজনীতিক ও প্রকল্পের সঙ্গে জড়িত কয়েক কর্মকর্তাকে ঘুষ দেয়ার প্রস্তাব দেয় কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিন। এই অভিযোগ প্রমাণ হওয়ার পর ৩০০ কোটি ডলার ব্যয় সাপেক্ষ পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দিতে অস্বীকৃতি জানায় বিশ্বব্যাংক। এরপর অন্যান্য দাতা সংস্থা পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করে।

সোনালী ব্যাংকে সুরঙ্গপথে চুরি ও অর্থ কেলেঙ্কারি:
সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে একই পদ্ধতিতে দুইবার চুরির ঘটনা ঘটেছে। প্রথম চুরির পরিমান ১৬ কোটি ৪০ লাখ টাকা। পরবর্তীতে চুরি হয় ৩২ লাখ ৫১ হাজার ৮৮৪ টাকা। সংশ্লিষ্টরা বলছে, ব্যাংক ব্যবস্থাপনায় দুর্বলতা, শৃঙ্খলা না থাকা, ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি, কর্মচারী কর্মকর্তাদের অদক্ষতা এবং সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া, রাজনৈতিক হস্তক্ষেপ, নিরাপত্তায় ঘাটতি, সর্বোপরি ব্যাংক পরিচালনায় কোনো মনিটরিং না থাকায় বার বার অর্থ কেলেঙ্কারিতে পড়তে হচ্ছে রাষ্ট্রীয় এই ব্যাংকটিকে। এ ছাড়া ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা। প্রতিটি লুটের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা- কর্মচারীদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। সোনালী ব্যাংকের দুর্নীতি আর অনিয়ম এমন একপর্যায়ে পৌঁছেছে যে, বেশ কয়েকটি ঘটনা দুর্নীতি দমন কমিশন এখনও তদন্ত করছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি:
২০১৬ সালে অজ্ঞাতপরিচয় হ্যাকাররা ভুয়া ট্রান্সফার ব্যবহার করে নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে সুইফটের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লক্ষ ডলার অর্থ হাতিয়ে নেয়।। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং ৮ কোটি ১০ লক্ষ ডলার চলে যায় ফিলিপিনের জুয়ার আসরে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঐ ঘটনাকে এই মূহুর্তে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক তহবিল চুরির একটি বলে ধরা হয়। ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা অবহেলা অথবা ইচ্ছাকৃত যোগসাজশেই এই ভয়াবহ কেলেঙ্কারির ঘটনা ঘটে বলেও পর্যবেক্ষণে প্রমানিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সোনা কেলেঙ্কারি:
বাংলাদেশ ব্যাংকে জমা রাখা ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের সোনার চাকতি ও আংটি, তা হয়ে আছে মিশ্র বা সংকর ধাতু। ছিল ২২ ক্যারেট সোনা, হয়ে গেছে ১৮ ক্যারেট। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক অনুসন্ধান প্রতিবেদনে এ ভয়ংকর অনিয়মের তথ্য উঠে এসেছে। দৈবচয়ন ভিত্তিতে নির্বাচন করা বাংলাদেশ ব্যাংকের ভল্টে রক্ষিত ৯৬৩ কেজি সোনা পরীক্ষা করে বেশির ভাগের ক্ষেত্রে এ অনিয়ম ধরা পড়ে। এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সোনার হেরফের হয়নি। সোনা ঠিকই আছে। তবে তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।

জনতা ব্যাংক ঋণকেলেঙ্কারি:
দুই প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে ডুবতে বসেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো—ক্রিসেন্ট গ্রুপ ও অ্যানন টেক্স গ্রুপ। ক্রিসেন্ট গ্রুপের ঋণ কেলেঙ্কারির কারণে ইতোমধ্যে ব্যাংকটির পুরান ঢাকার ইমামগঞ্জ ও মোহাম্মদপুর করপোরেট শাখার বৈদেশিক ব্যবসার লাইসেন্স (এডি লাইসেন্স) বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এই দুই শাখায় এলসি খোলাসহ বৈদেশিক বাণিজ্য কার্যক্রম বন্ধ হওয়ার কারণে সংকটে পড়েছে পুরো ব্যাংকটি। এরফলে টাকা ধার করে ও মূলধন ভেঙেই এখন দৈনন্দিন কার্যক্রম চালাতে হচ্ছে ব্যাংকটির।
এদিকে, ক্রিসেন্ট গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাংকটির দুই পরিচালককে অপসারণ করেছে সরকার। তারা হলেন—আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মানিক চন্দ্র দে ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আবদুল হক। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, ক্রিসেন্ট গ্রুপ ও অ্যানন টেক্স গ্রুপ জনতা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ সুবিধা পেয়েছে। অথচ তারা ঋণের টাকা ফেরত দিচ্ছে না। উপরন্তু, অ্যাননটেক্স গ্রুপ ব্যাংকটি থেকে আরও টাকা চেয়ে আবেদন করেছে। টাকার জন্য প্রতিষ্ঠানটির মালিক ইউনূস বাদল সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সচিবালয়ে বৈঠকও করেছেন।
অ্যাননটেক্স গ্রুপের কাছে ব্যাংকটির ঋণ দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৬০০ কোটি টাকার ঋণকে খেলাপি তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ক্রিসেন্ট গ্রুপের সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ খেলাপি তালিকাভুক্ত হয়ে গেছে। একই সময়ে ব্যাংকটির লোকসান হয়েছে ১ হাজার ৬০০ কোটি টাকা। এছাড়া ব্যাংকটির মূলধন ঘাটতি দাড়িয়েছে দুই হাজার ১৯৫ কোটি টাকা।

আমাদের বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে খেয়েছে এই সরকারের আমলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বর্তমান আওয়ামী লীগ সরকারের।

তথ্য সূত্র: যুগান্তর, প্রথমআলো, আমাদেরসময়, সাপ্তাহিক সোনার বাংলা ও অন্যান্য।
https://www.bdanalysis.com/archives/11812
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 22, 2023, 11:33:29 PM



বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর কেটে গেছে সাত বছর। ২০১৬ সালের ফেব্রুয়ারির ঐ ঘটনা এবার উঠে এসেছে হলিউডের প্রামাণ্যচিত্রে।

অনেক দেশ বাংলাদেশের পেছোনে যেভাবে লাগছে আর আমাদের দেশের গোড়াতেই যে অনেক ধরনের সমস্যা তাতে করে মনে হচ্ছে আগামিতে বাংলাদেশ হয়তো অনেক বড় একটা ধাক্কা খেতে চলেছে সেটা বিভিন্য দিক দিয়ে ।  বিশেষ করে সাইবার নিয়ে প্রশ্ন বেশি উঠছে। 
তাহলে একটু ভেবে দেখুন ভাই আমরা বাংলাদেশ নামক বেহেস্তে কিরকম নিরাপত্তা নিয়ে জীবন যাপন করছি। যদি আমরা অতীতের ঘটে যাওয়া সাইবার কেলেঙ্কারির ইতিহাস পর্যবেক্ষণ করলে এরকম আরো ডজন খানেক ঘটনা দেখতে পাব যেটার এখন পর্যন্ত কোন সুষ্ঠু তদন্ত হয়নি। এগুলোর তদন্ত কোনদিন হবে না ভাই কেননা এর সাথে সরকার দলীয় বড় বড় আমলারা জড়িত আছে। বেশ কয়েকদিন আগে ৫ কোটি গ্রাহকের information চুরি, তারপর সপ্তাহখানেক আগে দেশের ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যাবতীয় ইনফরমেশন চুরি ইত্যাদি আরো অনেক বিষয় নিয়ে সাইবার হ্যাকিং হয়েছে অথচ এর কোন তদন্ত হচ্ছে না। ইচ্ছে না বলতে ভুল হবে বরং এগুলার তদন্ত করার মত সাহস বাংলাদেশের নেই। আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো যেখানে পাঁচ বছরে একটি হ্যাকিং হওয়ার মত কোন ঘটনা নেই অথচ আমার সোনার বাংলাদেশে মাসে মাসে দু-চারটি এরকম হ্যাকিং এর ঘটনা জন্ম হচ্ছে।
একটি বিষয় হচ্ছে এরকম ঘটনা হবেই কেন ? বাংলাদেশ কি যারা নিরাপত্তার বিষয়টি নিয়ে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা বেতন দিয়ে রাখি না। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যারা দায়িত্বে রয়েছে তারা মাসে লক্ষ লক্ষ টাকা বেতন নিচ্ছে অথচ তাদের এই দায়িত্বের নমুনা। তাদের সিকিউরিটি এতটাই নড়ে ভরে যে কোন দেশের হ্যাকাররা ইচ্ছে করলেই আমাদের সাইবার হ্যাকিং করতে পারে।
আমাদের দেশে রাজনীতির প্রেক্ষাপট সবাই জানে, রাজনীতির মহল টা ঠিক রাখতে হলে এ সকল ছোটখাট বিষয় নিয়ে মাথা ঘামানোর মত সময় উপরের বড় বড় আমলা দের নেই। তাই আমরা শত শতবার এই সকল বিষয় নিয়ে চিল্লাচিল্লি করলেও কোন লাভ হবে না ।
Jump to: