Author

Topic: বাংলা (Bengali) - page 163. (Read 5306568 times)

sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 26, 2023, 02:11:56 AM
বাংলাদেশ লোকাল কমিউনিটির সকল সদস্যের কাছে অনুরোধ। যদিও এই বিষয়টি এভাবে বলা উচিত নয়। আমার ফুল মেম্বার হওয়ার জন্য যথেষ্ট অ্যাক্টিভিটি হয়েছে, কিন্তু মেরিটের অভাবে ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে পারছি না। আপনারা যদি লোকাল কমিউনিটির সকল সদস্য মিলে যদি আমাকে সাহায্য করেন, তাহলে আমি ফুল মেম্বার পদ মর্যাদা অর্জন করতে সক্ষম হব। আমার কাউন্ট ডাউন পোস্ট লিংক।
প্লিজ সবাইকে আমার প্রোফাইল দেখার অনুরোধ রইল।।
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 25, 2023, 11:18:30 PM
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা


🇧🇩 Bangladesh: 4.7%

Source

আমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।

ভাই আমি এটা কখনো বিশ্বাস করব না যে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে একটি চক্র হতে পারে।

আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এতে বেশিরভাগ লোকেরাই বেকারত্ব জীবনযাপন করে যারা পড়ালেখা শেষ করে অযথা বসে আছে তাদের চাকরি হচ্ছে না সে ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে ৫০% বেকারত্ব হার রয়েছে।

  আমিও এটা বিশ্বাস করতে পারছি না। আমি ঠিক জানিনা তারা কি কি বিষয় বিবেচনায় নিয়ে এই পরিসংখ্যান টা করেছে। তবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই পরিসংখ্যান টা আদৌও সঠিক নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। সুত্র - উইকিপিডিয়া যেহেতু  বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০১৬-১৭ জরিপ মতে, বেকার সংখ্যা ৪ কোটি ৮২ লক্ষ ৮০ হাজার। কারন আমরা জানি যে বাংলাদেশে প্রায় ১০ কোটি লোক প্রাপ্তবয়স্ক, সুতারাং ১০ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি ৮২ লাখ মানে প্রায় ৫০% ই বেকার। এবং আমাদের শিক্ষিত বেকার এর সংখ্যা অনেক। লেখা পড়া শেষ করেও বেকার থাকতে হয় বেশির ভাগ যুবকের। তাই আমি মনেকরি ঐ রিপোর্টটি কোন ভাবে সঠিক নয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 25, 2023, 11:07:31 PM
কোট
আপনার লেখাগুলো স্বাভাবিক মনে হচ্ছে না, বাঙালি হয়েও আপনার লেখা বাংলা পড়তে কষ্ট হচ্ছে। আপনি যদি Google Translator বা যেকোন AI Translator ব্যবহার করে থাকেন তাহলে এসব পরিহার করুন। ফোরামে এসব translator ব্যবহৃত পোস্ট সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও কোনো রকম copy paste পোস্টও করা যাবেনা। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আর যদি বাংলা থ্রেডের রুলস্ না জানেন তাহলে নিচের লিংকগুলো ফলো করুন।

Quote from: BitCoinDream
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 25, 2023, 09:32:08 PM
কোট

https://www.facebook.com/kalbelanewsonline/videos/1366226543985982/?app=fbl

এই নিউজটা কেউ দেখছেন? সব দেখি Ponzi Scheme। MTFE এর মতো সিমিলার স্ক্যাম প্রজেক্ট। আশা করি এ নিয়ে বিস্তারিত লিখবেন।

এগুলো সবই স্ক্যাম আর ভাওতাবাজি। আমি তো নিউজ টা দেখে বিচলিত হয়ে গেলাম। এরকম ভাবে যদি স্ক্যাম বিস্তার করতে থাকে আর মানুষ তাদের কষ্টের ইনকামের টাকা এদের ফাদে দেয়, তাহলে আমাদের ভবিষ্যত খুব খারাপ দিকে এগুচ্ছে। মানুষ কতটা খারাপ হলে একই সাথে দুনিয়া এবং আখিরাতের শান্তির অফার করে। একে তো মানুষকে স্ক্যাম করছে, সেই সাথে তাদের কে পরকালের মিথ্যা আশ্বাস দিয়ে তাদের বিশ্বাস অর্জন করতে চাইছে।

কতো খারাপ। এমন ভাবে মানুষকে অফার করছে যেনো মানুষ এখানে ইনভেষ্ট করলে জান্নাতের টিকিট পেয়ে যাচ্ছে। অনেকটা ২০১৪-১৫ সালের দিকে যেমন ফেইসবুকে পোষ্ট করতো যে জান্নাতে যেতে চাইলে এই পোষ্ট টি শেয়ার করুন, ঠিক সেরকম। সবাই এগুলো থেকে দূরে থাকবেন আশা করি।

--

আপনার দেয়া ইমেজ সোর্স কাজ করছে না। এডিট করে পোষ্ট এর নিচে পোষ্ট এর সোর্স টা এড করে দিন।

https://dailyinqilab.com/bangladesh/news/597361

এক সাথে দুইটি পোষ্ট করবেন না। এতে ফোরামের রুলস ভায়োলেট করছেন। কোনো কিছু পোষ্ট করার প্রয়োজন হলে আগের পোষ্ট এডিট করে যোগ করে দিবেন।
jr. member
Activity: 31
Merit: 2
Sinbad Mixer: Mix Your BTC Quickly
August 25, 2023, 08:44:17 PM


গতকাল বৃহস্পতিবার এলাকা ঘুরে জানাগেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের শতকরা ৮০ ভাগ নারী পুরুষ লাখপতি বা কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে বিদেশি অ্যাপসের ফাঁদে অনলাইনে বিনিয়োগ করেন বিপুল অংকের টাকা। তারা ফেসবুকে বিদেশি অ্যাপসের লোভনীয় মুনাফার বিজ্ঞাপন দেখে এবং কোম্পানীর স্থানীয় প্রতিনিধিদের চটকদার অফারে অ্যাপস’র মাধ্যমে একাউন্ট খুলেন। কেউ কেউ কিছু টাকা পেলেও বাঁকীরা সর্বশান্ত হয়েছেন। শুধু দৌলতপুরই নয় এমনকান্ড ঘটেছে জেলা শহরসহ কুষ্টিয়ার সর্বত্র। ভুক্তভোগীরা টাকা ফেরত পেতে কোম্পানীর স্থানীয় কার্যালয় ও প্রতিনিধিদের কাছে গিয়ে অফিস তালাবদ্ধ ও প্রতিনিধিদের না পেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। সফিউল ইসলাম হানিফসহ ভূক্তভোগীদের অভিযোগ ফিলিপনগর এলাকার ফিরোজ ইকবাল ওরফে দুখু নামে এক প্রতারক ফিলিপনগর ও মরিচা ইউনিয়নের সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে ভুল বুঝিয়ে এ ফাঁদে পা ফেলতে বাধ্য করেন। এই দুই ইউনিয়নের মধ্যে ফিলিপনগর ইউনিয়নের ৬টি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে কমপক্ষে ২০ থেকে ২২ কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা লাপাত্তা হয়েছেন বলে ভূক্তভোগী নারী পুরুষের অভিযোগ।


সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বিপুল অংকের টাকা নিয়ে যারা লাপাত্তা হয়েছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী স্থানীয় জনপ্রতিনিধি ফিলিপনগর ইউপি চেয়ারম্যান মো. নঈমুদ্দিন সেন্টু ও সুশীল সমাজের প্রতিনিধি শরিফুল কবীর স্বপনের।
তবে লাভ দেখলেই লাফালাফি করে সেখানে হুমড়ি খেয়ে পড়তে হবে, অর্থ বিনিয়োগ করতে হবে এমনটি করা ঠিক না বলে ভূক্তভোগী জনসাধারণকে আইনের আশ্রয় নেওয়ার আহŸান জানিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

সহজে যা পাওয়া যায় সবসময় তা গ্রহণ করা ঠিক নয়, ভেবে চিন্তে যাচাই করে সিদ্ধান্ত নিলে এমনিভাবে প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। এমনটি মনে করে সচেতন মহল।
jr. member
Activity: 31
Merit: 2
Sinbad Mixer: Mix Your BTC Quickly
August 25, 2023, 08:37:45 PM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 25, 2023, 06:45:23 AM
আমি অনেক চেষ্টা করেছি চাকরির জন্য কিন্তু কোন চাকরি পাইনি বরং সরকারি চাকরির জন্য গেলে 10 লাখ 12 লাখ টাকার মতো ঘুষ দিতে হয় তাছাড়া কোন লোকের চাকরি হয় না।
আপনি যদি ভালোভাবে দেশের বিভিন্ন স্থানের লোকজন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশে কত পার্সেন্ট বেকারত্ব দের হার রয়েছে।
আমিও বাংলাদেশের বেকারত্ব সম্পর্কে কিছু কথা বলি। সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের যে বেকারত্বের হার তুলে ধরা হয়েছে, তা আমারও মনে হয় সঠিক নয়। বাংলাদেশে সরকারি চাকরি পাওয়ার জন্য অনেকেই দেখি ১০-১২ লাখ টাকার বিনিময়েও পাচ্ছে না। কারণ শুধু টাকা হলেই যে আপনি চাকরি পাবেন এমন না, সাথে মামা খালুর প্রয়োজন। বর্তমানে যার টাকা ও মামা খালু আছে তারাই সরকারি চাকরি পেয়ে যাচ্ছে ।

এখন কোম্পানি চাকরির ক্ষেত্রে কোন এক কোম্পানিতে কোন সার্কুলার দিলে সেখানে উল্লেখ করে দেয় কমপক্ষে এক অথবা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে কম্পিউটার টাইপিং অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে ১০-১২ বছর পড়ালেখা করে আমাদের দাম কোথায়? আমরা পড়ালেখা করা অবস্থায় কিভাবে কোম্পানি চাকরি করার জন্য অভিজ্ঞতা অর্জন করব? আদো কি কোন স্কুলে কম্পিউটার শিক্ষা দেওয়া হয়?

এলাকার বড় ভাইদের কাছ থেকে শোনা যায় আগে যখন পরীক্ষা নেওয়া হতো পরীক্ষা দিয়ে পাস করা অনেক কঠিন হতো। কিন্তু বর্তমানে পড়ালেখা ব্যবস্থা অনেকটাই দুর্বল হয়েছে। এখন এসএসসি এইচএসসি পরিক্ষায় দেখাদেখি করতে দেয়, এবং টিক চিহ্ন গুলোও বলে দেওয়া হয়। তাহলে এই পড়ালেখা করে আমাদের কি উন্নতি আশা করা যায়।

আগে পরিক্ষা দিয়ে পাশ করাও অনেক কঠিন ছিলো, চাকরি নেওয়ার ক্ষেত্রে তাদের কোন ধরনের ঘুষ দেওয়া হতো না সহজেই পেয়ে যেত। বর্তমানে পাস করাও সহজ হয়েছে চাকরি নেওয়ার ক্ষেত্রে ঘুষ তো লাগবেই।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 25, 2023, 06:12:55 AM
ধন্যবাদ জানাই সকল বান্টি ইউজার দের মডারেটর এবং সকল বান্টি ম্যানেজারদের  যারা প্রতিনিওত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি আগামি দিনগুলোতে আরো ভালো ভালো কাজ আমাদের মাঝে উপস্থাপন করবেন। এবং দয়া করে কেও স্ক্যামার হবেন না
,,,, আসসালামু আলাইকুম,,,,,,



ওয়ালাইকুম আসসালাম। আপনাকে বাংলা লোকাল থ্রেডে স্বাগতম। আপনার আইডিটা ঘুরে দেখলাম আপনি একজন নিয়মিত বান্টি হান্টার। এটাই আপনার প্রথম পোস্ট। আমার মনে হয় বিটকয়েনটক সম্পর্কে আপনার বেশ অভিজ্ঞতা আছে। আপনাকে এই ফোরামে উন্নতি করতে হলে সর্বপ্রথম আপনাকে এই ফোরামের সমস্ত নিয়ম মেনে চলতে হবে। সমস্ত রুলস গুলো দেওয়া আছে এই ফোরামের সর্বপ্রথম পোস্টে দেওয়া আছে।যেমন:

১. আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

২. বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব

৩. ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!

৪. মেরিট সংক্রান্ত ধারণা

৫. বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন
newbie
Activity: 560
Merit: 0
August 25, 2023, 05:54:05 AM
ধন্যবাদ জানাই সকল বান্টি ইউজার দের মডারেটর এবং সকল বান্টি ম্যানেজারদের  যারা প্রতিনিওত আমাদের জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি আগামি দিনগুলোতে আরো ভালো ভালো কাজ আমাদের মাঝে উপস্থাপন করবেন। এবং দয়া করে কেও স্ক্যামার হবেন না
,,,, আসসালামু আলাইকুম,,,,,,
hero member
Activity: 770
Merit: 482
August 25, 2023, 05:36:29 AM
MTFE দুবাই চক্র প্রতিনিয়ত প্রতারণার জাল বুনছে। তারা বাংলাদেশ থেকে ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করার পরও থেমে থাকেন তাদের প্রতারণার জাল। আপনাদের কারো কারো মেসেঞ্জারে দেখবেন MTFE বিশেষ এক প্রকার এড নিয়ে এসেছে যা আপনাকে ডলার দেওয়া নেওয়া নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে পরিশেষে আপনার কাছ থেকে ডলার নিয়ে নেবে। আপনারা কেউ ভুলেও এই মেসেঞ্জার চক্রে পা দেবেন না।
MTFE চক্রটি বিভিন্ন কৌশলে অবলম্বন করে জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে নেবে। তারা যারা ভুক্তভোগী আছে তারা টাকা ফিরে পাওয়ার জন্য এই প্রতারণা চক্রের অধীনে পা দিতে পারে। এই প্রতারণা চক্রটি টাকা দেওয়ার নাম করে অনেক প্রতিশ্রুতি দেবে এবং পরিশেষে আপনার কাছে কিছু ডলার দাবি করবে এবং বলবে আপনি যদি 50 ডলার দেন তাহলে আপনাকে আমরা ৫০০ ডলার দিব ফিরিয়ে দেব। হৃদয় ভাঙ্গা ভুক্তভোগী আছে যারা তারা অতি শীঘ্রই টাকা ফিরে পাওয়ার জন্যই কারো সাথে যোগাযোগ না করেই ডলার দিয়ে দেবে। এরকম প্রতারণা থেকে সকলকে দূরে থাকার পরামর্শ রইল।

এই এড গুলো মনে হয় যারা ক্রিপ্টো তে ইন্টারেষ্টেড, তাদের সবার কাছেই আসছে। আমি বেশ কয়েকদিন যাবৎ এরকম কিছু এড দেখতে পাচ্ছি যেখানে একটা ছেলে দাড়িয়ে কানের কাছে মাইক্রোফোন লাগিয়ে তাদের সার্ভিস সম্পর্কে বলছে। আর শেষে বলছে যে ব্যাংক এর মাধ্যমে লেনদেন করুন আর নিরাপদ থাকুন। এটা নিয়ে আমাদের থ্রেড এই মনে হয় পোষ্ট দেখেছিলাম। মজার ব্যাপার হলো এই একই এড বিভিন্ন পেইজ থেকে দেখতে পাচ্ছি। একজন ব্যাক্তি অবশ্যই এতোগুলো পেইজ চালায় না। এগুলো যে স্ক্যাম সেটা বুঝার বাকি নেই। তবে MTFE এখানে জড়িত বলে আমার মনে হয় না। এগুলো হচ্ছে টিপিক্যাল স্ক্যামার যারা সব যায়গাতেই স্ক্যাম করতে চায়। যেখানে বাইনান্সে ১১৬-১১৭ টাকা করে ডলার সেল করা যায়, সেখানে তারা ১০৯-১০৮ টাকা করে কেনো সেল করবে? এগুলো অবশ্যই স্ক্যাম। এদের ফাদে কেউ পা দিবেন না।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 25, 2023, 05:30:38 AM
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা


🇧🇩 Bangladesh: 4.7%

Source

আমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।

ভাই আমি এটা কখনো বিশ্বাস করব না যে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে একটি চক্র হতে পারে।
কেননা আমরা যারা বর্তমানে বাংলাদেশে বসবাস করি এবং রয়েছি শহরাঞ্চল ও গ্রাম অঞ্চল সব জায়গায় যুবকেরা তাদের লেখাপড়া শেষ করি চাকরির খোঁজে দৌড়াদৌড়ি করছে কিন্তু কোন চাকরি হচ্ছে না তাদের।
আপনি যদি আপনার এলাকার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আপনাদের যারা সিনিয়র পারসন রয়েছে তারা চাকরির খোঁজে শত চেষ্টা করেছে কিন্তু তাদের চাকরি হচ্ছে না তাহলে কিভাবে বাংলাদেশের বেকারত্বের হার এতটা কম।
আমি অনেক চেষ্টা করেছি চাকরির জন্য কিন্তু কোন চাকরি পাইনি বরং সরকারি চাকরির জন্য গেলে 10 লাখ 12 লাখ টাকার মতো ঘুষ দিতে হয় তাছাড়া কোন লোকের চাকরি হয় না।
আপনি যদি ভালোভাবে দেশের বিভিন্ন স্থানের লোকজন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশে কত পার্সেন্ট বেকারত্ব দের হার রয়েছে।
আমি মনে করি বাংলাদেশের যে পরিস্থিতি এতে বেশিরভাগ লোকেরাই বেকারত্ব জীবনযাপন করে যারা পড়ালেখা শেষ করে অযথা বসে আছে তাদের চাকরি হচ্ছে না সে ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে ৫০% বেকারত্ব হার রয়েছে।
আর এরকম সোশ্যাল মিডিয়াগুলোতে বেশিরভাগও মিথ্যা প্রচলন করে থাকে তাই আমি এরকম সংবাদকে কখনো মেনে নেব না কেননা আমরা আমাদের দেশে বসবাস করি এবং আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি দেশের লোক কতটা অভাব অনটনের মধ্যে রয়েছে।
full member
Activity: 532
Merit: 163
August 25, 2023, 05:05:47 AM
আমরা যখন বাহিরে চলাফেরা করি বা কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তখন আমরা দেখতে পাই রাস্তায় অনেক শিশুরা বিভিন্ন পেশায় নিয়োজিত  আছে কিন্তু এই বয়সে তাদের পড়ালেখার করার কথা কিন্তু দুর্ভাগ্যবশত তারা তাদের ফ্যামিলির কারণে এ ধরনের কাজ করে বেড়ায় কেউবা চায়ের দোকানে কাজ করে কেউ বা ঝাল মুড়ি বিক্রি করে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন লক্ষ্য করি যদি সেখানে দেখতে পাবো অনেক বাচ্চারা  কাজ করে ওদেরকে দেখে আমার মনে হয় ওদের জন্য আমাদের কিছু করা দরকার আমাদের দেশের সরকারও যথেষ্ট পরিমাণ চেষ্টা করে কিন্তু তার একক চেষ্টা কোন কিছু হবে না যদি আমরা সরকারকে একটু সহযোগিতা করি তাহলে আমাদের  এ সমাজে যারা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন গুলা আছে আমরা যদি একটু সহযোগিতা করি বা এ পথ শিশুদের জন্য আমরা কিছু কিছু করে অর্থ সহযোগিতা করে যদি একটা ফান্ড তৈরি করা যায় সেখান থেকে যদি কিছু কিছু শিশুদেরকে আমরা স্কুলে পাঠানোর মাধ্যমে তাদের কিছু সহযোগিতা করতে পারে তাহলে মনে হয় এতে করে ওদের ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদের দেশ জাতি গঠনেও সহায়ক হবে তাই আমার মনে হয় আমাদের সকলেরই উচিত যারা শিশুদের জন্য কাজ করবে তাদের সহযোগিতা করা।
newbie
Activity: 28
Merit: 1
August 25, 2023, 12:42:18 AM
https://www.talkimg.com/images/2023/08/25/MjVSD.jpeg

এমটিএফই'র প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহীর মোহনপুর উপজেলার বিষহরা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃত দীপেন্দ্রনাথ সাহা MTFE এর রাজশাহী জোনের সিইও। আর লতিফুল বারি তার সহযোগী।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 25, 2023, 12:11:46 AM



MTFE দুবাই চক্র প্রতিনিয়ত প্রতারণার জাল বুনছে। তারা বাংলাদেশ থেকে ১১ হাজার কোটি টাকা আত্মসাৎ করার পরও থেমে থাকেন তাদের প্রতারণার জাল। আপনাদের কারো কারো মেসেঞ্জারে দেখবেন MTFE বিশেষ এক প্রকার এড নিয়ে এসেছে যা আপনাকে ডলার দেওয়া নেওয়া নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়ে পরিশেষে আপনার কাছ থেকে ডলার নিয়ে নেবে। আপনারা কেউ ভুলেও এই মেসেঞ্জার চক্রে পা দেবেন না।
MTFE চক্রটি বিভিন্ন কৌশলে অবলম্বন করে জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে নেবে। তারা যারা ভুক্তভোগী আছে তারা টাকা ফিরে পাওয়ার জন্য এই প্রতারণা চক্রের অধীনে পা দিতে পারে। এই প্রতারণা চক্রটি টাকা দেওয়ার নাম করে অনেক প্রতিশ্রুতি দেবে এবং পরিশেষে আপনার কাছে কিছু ডলার দাবি করবে এবং বলবে আপনি যদি 50 ডলার দেন তাহলে আপনাকে আমরা ৫০০ ডলার দিব ফিরিয়ে দেব। হৃদয় ভাঙ্গা ভুক্তভোগী আছে যারা তারা অতি শীঘ্রই টাকা ফিরে পাওয়ার জন্যই কারো সাথে যোগাযোগ না করেই ডলার দিয়ে দেবে। এরকম প্রতারণা থেকে সকলকে দূরে থাকার পরামর্শ রইল।
newbie
Activity: 28
Merit: 1
August 24, 2023, 12:55:26 PM
বিশ্বব্যাপী বেকারত্বের হারের তালিকা

🇳🇬 Nigeria: 33.3%
🇿🇦 South Africa: 32.6%
🇮🇶 Iraq: 15.55%
🇧🇦 Bosnia and Herzegovina: 13.3%
🇦🇫 Afghanistan: 13.3%
🇪🇸 Spain: 11.6%
🇬🇷 Greece: 11.1%
🇺🇦 Ukraine: 10.5%
🇮🇷 Iran: 9.7%
🇹🇷 Turkey: 9.6%
🇨🇴 Colombia: 9.34%
🇸🇪 Sweden: 9.2%
🇨🇱 Chile: 8.53%
🇺🇾 Uruguay: 8.2%
🇧🇷 Brazil: 8%
🇮🇳 India: 8%
🇮🇹 Italy: 7.4%
🇫🇮 Finland: 7.2%
🇫🇷 France: 7.2%
🇪🇬 Egypt: 7.1%
🇦🇷 Argentina: 6.9%
🇵🇾 Paraguay: 6.5%
🇪🇺 Euro area: 6.4%
🇻🇪 Venezuela: 6.4%
🇵🇰 Pakistan: 6.3%
🇵🇹 Portugal: 6.1%
🇦🇹 Austria: 5.9%
🇧🇪 Belgium: 5.7%
🇩🇪 Germany: 5.6%
🇨🇦 Canada: 5.5%
🇮🇩 Indonesia: 5.45%
🇨🇳 China: 5.3%
🇸🇦 Saudi Arabia: 5.1%
🇵🇱 Poland: 5%
🇧🇩 Bangladesh: 4.7%
🇵🇭 Philippines: 4.5%
🇬🇧 UK: 4.2%
🇮🇪 Ireland: 4.1%
🇭🇺 Hungary: 3.9%
🇦🇺 Australia: 3.7%
🇳🇿 New Zealand: 3.6%
🇳🇱 Netherlands: 3.6%
🇺🇸 US: 3.5%  
🇨🇿 Czechia: 3.5%
🇳🇴 Norway: 3.4%
🇷🇺 Russia: 3.1%
🇰🇵 North Korea: 3%
🇰🇷 South Korea: 2.8%
🇦🇪 UAE: 2.75%
🇲🇽 Mexico: 2.7%
🇯🇵 Japan: 2.5%
🇩🇰 Denmark: 2.4%
🇻🇳 Vietnam: 2.3%
🇨🇭 Switzerland: 1.9%
🇸🇬 Singapore: 1.9%
🇹🇭 Thailand: 1.06%
🇳🇪 Niger: 0.5%
🇰🇭 Cambodia: 0.36%
🇶🇦 Qatar: 0.1%

Source

আমি মনে করি বাংলাদেশের অবস্থা বেশ ভালো আছে। কারণ বাংলাদেশে বেকারত্বের হার অনন্যা দেশের তুলনায় কম। বাংলাদেশ সরকারের উচিৎ আরও কিছু উদ্যোগ গ্রহণ করা এবং বাংলাদেশের বেকারত্বের হার আরও কমিয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমি আশা করি বাংলাদেশ একদিন অনেক উন্নত দেশে পরিণত হবে।
sr. member
Activity: 490
Merit: 294
August 24, 2023, 09:24:09 AM
কোট~
লেখাপড়া করার প্রধান উদ্দেশ্য হচ্ছে চাকরি করা, ছোটবেলা থেকে যখন বাবা-মা আমাদের লেখাপড়া করার জন্য প্রেশার দিয়ে থাকে তখন থেকেই আমাদেরকে বলে থাকে যে যদি আমরা ভালোভাবে লেখাপড়া না করি তাহলে কখনোই ভালো চাকরি করতে পারবো না এবং কখনোই ভালো পরিমাণ অর্থ ইনকাম করতে পারবো না। আজ পর্যন্ত কোন গার্জিয়ান কে দেখলাম না যে সে তার সন্তানকে বলছে নিজের জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া কর বরং তাদের উদ্দেশ্যই থাকে ছেলে লেখাপড়া করবে এবং লেখাপড়া করে বড় ধরনের একটা চাকরি করবে। আমাদের দেশে উদ্যোক্তাকে তেমন মূল্যায়ন করা হয় না। ‌ গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ব্যক্তি যখন গ্রামে এসে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে তখন মানুষ তাকে বিভিন্ন কটু কথা বলবে এবং তার গার্জিয়ান কে বলবে এত কষ্ট করে সন্তান লেখাপড়া করিয়েছেন এই কৃষি কাজ করানোর জন্য। নিজের এলাকার বাইরে গিয়ে যদি রান্নার কাজ করতে হয় তারপরও মানুষ তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে কিন্তু একজন ব্যক্তি যখন নিজের এলাকায় যদি আর ১০ জন মানুষের কর্মসংস্থান তৈরি করে তারপরও মানুষ তাকে ভালো চোখে দেখবে না। একজন চাকরিজীবী মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে না কিন্তু একজন উদ্যোক্তা চাইলে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারবে। শিক্ষা হচ্ছে নিজের জন্য আপনি উদ্যোক্ত হন অথবা চাকরি করেন আপনার যদি শিক্ষা থাকে তাহলে সেই শিক্ষা আপনার প্রত্যেকটা কর্মক্ষেত্রে কাজে লাগবে তাই শিক্ষার সাথে কখনোই চাকরি অথবা নিজের ব্যবসার তুলনা করা উচিত নয়।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 24, 2023, 06:59:20 AM
কোট
কোট
কোট
কোট
https://www.facebook.com/kalbelanewsonline/videos/1366226543985982/?app=fbl

এই নিউজটা কেউ দেখছেন? সব দেখি Ponzi Scheme। MTFE এর মতো সিমিলার স্ক্যাম প্রজেক্ট। আশা করি এ নিয়ে বিস্তারিত লিখবেন।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 24, 2023, 04:19:02 AM
hero member
Activity: 770
Merit: 482
August 24, 2023, 01:35:31 AM
--

আপনার লেখা এবং চিন্তা আমার ভালো লেগেছে। কিন্তু বাংলাদেশের বর্তমান পেক্ষাপটে কি এটা আসলে সম্ভব? আমি একটা ইন্ডিয়ান মুভি দেখেছিলাম যেখানে কৃষক রা তাদের জমি ছাড়তে নারাজা আর মুভির হিরো কৃষকদের পাশে দাড়িয়েছিলো। বাংলাদেশে যদি কেউ কৃষি নিয়ে উচ্চ শিক্ষা লাভ করে গ্রামে এসে কৃষি কাজে লাগে, বাংলার মানুষ তাকে বলবে ভোদাই। সবাই যদি শিক্ষিত হয়ে বিদেশ চলে যায় বা বড় বড় চাকরি করে, তবে জমিতে চাষ করবে কে? খাবার আসবে কেথা থেকে?

জব সেক্টরে গেলেও একাডেমিক সার্টিফিকেট ছাড়া মূল্যায়ন করা হয় না। আপনার সিজিপিএ খারাপ হলে আপনি জব পাবেন না। আমি এমন অনেক কেই দেখেছি যাদের সিজিপিএ ভালো কিন্তু প্র্যাকটিক্যালি কাজে ভালো না। আবার সিজিপিএ খারাপ মানুষরাও প্র্যাকটিক্যাল কাজে ভালো হতে পারে।
member
Activity: 112
Merit: 34
August 24, 2023, 12:31:48 AM
উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা উদ্যোক্তা হওয়ার জন্য কতটুকু সহায়ক? উদ্যোক্তা শুধু ব্যবসায়িক কর্মকান্ডের সাথে জড়িত না,যে ব্যক্তি একটি গান কিংবা কবিতা লিখেন,পাঠদানের নতুন নতুন পন্থা উন্মোচন করেন কিংবা নতুন কিছু বৈজ্ঞানিক বিষয় আবিষ্কার করেন তিনিও একজন উদ্যোক্তা। শুরু থেকেই পাঠ্যপুস্তক এ উদ্যোক্তা হওয়ার জন্যে জোর দিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রে কবিতার ভাবার্থ,বিলাসির/হৈমন্তীর চরিত্র, এ সব বিষয় জানতে না চেয়ে প্রশ্ন করা হবে একই ভাবার্থ এর একটা কবিতা নিজে থেকে লিখুন। বর্ষায় ও শীতে কোন সবজি পাওয়া যায় সেটা না জেনে কিভাবে আপনি চাষ করবেন লিখুন। যেকোন বিষয়ের পরীক্ষা হবে- ৫০% ব্যবহারিক, ৫০% লিখিত। পরীক্ষা কেন্দ্রে প্রতিটি বিষয়ের সরাসরি মৌখিক পরীক্ষা নেয়া উচিৎ। দ্বাদশ শ্রেণি পর্যন্ত কোন বিভাগ থাকবে না সবাই মানবিক, বানিজ্য, বিজ্ঞান বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয় ভর্তিতে মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে পড়তে নয় গবেষণা করতে দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ে যে যে বিষয়ে গবেষণা করেছেন তাকে সেই ক্ষেত্রের বাহিরে কোন চাকুরীর আবেদনের সুযোগ দেয়া হবে না প্রয়োজনে অধ্যয়নকালীন বিষয় পরিবর্তন করতে পারবেন। সমাজে একজন বিসিএস ক্যাডারের থেকে একজন কৃষক উদ্যোক্তাকে সম্মান বেশি দিতে হবে। মেয়ের পরিবার চাকুরিজীবীর থেকে একজন উদ্যোক্তার কাছে মেয়ে বিয়ে দিতে আগ্রহী হতে হবে। সরকারকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি একজন উদ্যোক্তাকেও তার নতুন উদ্ভোবনের জন্য আলাদা ভাবে সম্মানিত করতে হবে। কারণ দেশ স্বাধীন করছে মুক্তিযোদ্ধারা দেশকে উন্নত করবে উদ্যোক্তারা। মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ তখনি হবে যখন এ দেশের মানুষ সত্যিকার অর্থে চাকুরীর পিছনে না ছুটে উদ্যোক্তা হবেন। এটা দেশের সরকার জানেন, কিন্তু পরিতাপের বিষয় উপায় কি তা জানলেও প্রয়োগ করেন না। যদিও উন্নত দেশের পূর্বশর্ত উদ্যোক্তা বাড়ানো। অনেক উদ্যোক্তা তাদের সম্প্রদায়ের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে এবং সুবিধা বঞ্চিত এলাকায় খাদ্য সরবরাহ করে এবং পরিবেশ-বান্ধব পণ্য বিকাশের মাধ্যমে তাদের মঙ্গল উন্নত করে।নোবেল বিজয়ী ড.মোহাম্মদ ইউনুস, স্যার ফজলে হাসান আবেদ তাদেরও চাকরি দিয়েই জীবন শুরু হলেও পরবর্তীতে তারা হয়েছেন সফল উদ্যোক্তা। আপনি যদি সক্রিয় হন, তাহলে আপনার সাথে সেগুলি ঘটার জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনি জিনিসগুলিকে ঘটতে বাধ্য করেন। সাফল্যের আরও অনেক রাস্তা রয়েছে। সেই রাস্তা গুলো খুঁজে পেতে হয় নিজের বিচার-বিবেচনা দ্বারা। তাই কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্বে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে বিশ্বাস করেন তাহলে আপনার বিবেক আপনাকে ভুল নির্দেশনা দিবে না। নিজেকে সম্পূর্ণ বিশ্বাস না করলে আপনারা সিদ্ধান্তগুলো যথার্থ হবে না।
Jump to: