Author

Topic: বাংলা (Bengali) - page 165. (Read 5306955 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 22, 2023, 11:15:39 PM
MTFE Embarrassed

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
এদেরকে ব্লক করে কোন লাভ নাই কারণ যারা এই কোন পঞ্জি স্কিমে বিনিয়োগ করে তারা শুরুতে জেনে বুঝেই বিনিয়োগ করে। আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি কিছুদিন থাকলেই টাকা উঠে যাবে আর আমি তো বেশি টাকা বিনিয়োগ করতেছি না। অল্প টাকা বিনিয়োগ করতেছি আসলে আসলো গেলে গেল। কিন্তু তারাই যখন টাকা পেতে থাকে এবং একটু দীর্ঘ সময় ধরে পেতে থাকে। তখন তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের সর্বস্ব তখন বিনিয়োগ করে আর হয়ে যায় পথের ফকির।
অ্যাপস বন্ধ, এমটিএফই’র সিইওরা ওমরা হজে!
ঠিক বলেছেন ভাই,  আসলে অনেক মানুষের টাকা মেরে দিয়ে তারা ওমরা হজে গিয়েছেন, বাংলাদেশে তারা অন্যতম নজির হয়ে থাকবে সারাজীবন । যারা ধরা খাবার তারা সবসময় ধরা খাবে।  Cheesy

মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে যদি হজ করে তাহলে তাদের হজ যদি হতো তাহলে সবাই এরকমই করত। তারা যদি সারা জীবন মক্কা শরীফে পড়ে পড়ে মরে যায় তাও তাদের হজ কবুল হবে না। তাদের এরকম ওমরা হজ করার কোন মানেই হয় না মানুষের টাকা লুটপাট করে খেয়ে মানুষের সাথে বাটপারি করে আল্লাহর রাস্তায় গেলে সেটা আল্লাহতালা কখনোই কবুল করবে না। লক্ষ লক্ষ মানুষের বদ দোয়া রয়েছে তাদের ওপর কেউ তাদেরকে ক্ষমা করবে না।

হুম ভাই অনেক ক্ষেত্রেই এগুলা এখন আমাদের দেশের কালচার হয়ে গেছে অনেকে সময় আমাদের দেশের উচ্চ পর্যায়ের লোকজনদেরকে দেখলে এগুলা দেখা যায়, যে তারা অন্যদের হক নষ্ট করে বা অন্যের টাকা মেরে হজ পালন করতে যায়।



বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর কেটে গেছে সাত বছর। ২০১৬ সালের ফেব্রুয়ারির ঐ ঘটনা এবার উঠে এসেছে হলিউডের প্রামাণ্যচিত্রে।

অনেক দেশ বাংলাদেশের পেছোনে যেভাবে লাগছে আর আমাদের দেশের গোড়াতেই যে অনেক ধরনের সমস্যা তাতে করে মনে হচ্ছে আগামিতে বাংলাদেশ হয়তো অনেক বড় একটা ধাক্কা খেতে চলেছে সেটা বিভিন্য দিক দিয়ে ।  বিশেষ করে সাইবার নিয়ে প্রশ্ন বেশি উঠছে। 
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 22, 2023, 09:44:20 PM
কাট,~~

স্ক্যাম প্রজেক্টগুলো অনেক সময় দেখে বোঝা যায় না যে স্কাম। MTFE সম্পর্কে আমি তেমন কিছু জানি না কিন্তু আমি যে Catly এর ফাঁদে পা দিয়ে ধরা খাব এটা কখনো ভাবিনি। শুধু আমি যে ধরা খেয়েছি তা না সাথে তিনজন বন্ধু মিলেই ধরা খেয়েছি। আমি ১২ ডলার দিয়ে Catly কিনে বন্ধুদের উৎসাহ দেই বিনিয়োগ করার জন্য। লোভে মোহে পড়ে তারাও আমার কথায় বিনিয়োগ করে ফেলে যদিও তাদের বিনিয়োগের মাত্রা ছিল খুবই অল্প তবুও টাকা পয়সা ধরা খেলে বন্ধুদের মধ্যে আর ভালো সম্পর্ক থাকে না। আমি হয়তো নিজেকে বোঝাতে পারবো কিন্তু ওই বন্ধুদের বোঝাতে যেয়ে উল্টা টিটকারি শুনতে হয়। যেহেতু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এরকম একটি পরিস্থিতিতে এসেছি তাই আমি এখানকার সকলকে সব সময় নিষেধ করব এরকম আজেবাজে প্রজেক্ট দেখে অতিরিক্ত লোভে পড়ে কেউ বিনিয়োগ করবেন না। এগুলা মূলত জনগণের টাকা নিয়েই জনগণকে বোঝায় এবং তাদের টার্গেট পূরণ হলে এরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মার্কেট থেকে উধাও হয়। Catly তারা ৮ বিলিয়ন টোকেন মিনটেট করবে এই প্রতিশ্রুতি দিয়ে তাদের সকল যোগাযোগের মাধ্যম গুলো ইন একটিভ করে চলে গেছে। তাদের ওয়েবসাইটে প্রতিদিন টোকেন স্ট্যাকিং দিচ্ছে অথচ সে টোকেন ওয়ালেটে যোগ হচ্ছে না। এটা কোন ধরনের ছলচাতুরি।

যাইহোক আমি আর এই ধরনের সাইডে কখনো বিনিয়োগ করবো না। আপনাকে খুশি হয়ে আপনার পোস্টটি ভালো লাগার কারনে ১+ করতে গিয়ে ভুলে ৫+ হয়েগেছে। আমি কখনো ১+ উপরে কারো পোস্টে মেরিট সেন্ড করি নাই।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 22, 2023, 09:28:54 PM
MTFE Embarrassed

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
এদেরকে ব্লক করে কোন লাভ নাই কারণ যারা এই কোন পঞ্জি স্কিমে বিনিয়োগ করে তারা শুরুতে জেনে বুঝেই বিনিয়োগ করে। আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি কিছুদিন থাকলেই টাকা উঠে যাবে আর আমি তো বেশি টাকা বিনিয়োগ করতেছি না। অল্প টাকা বিনিয়োগ করতেছি আসলে আসলো গেলে গেল। কিন্তু তারাই যখন টাকা পেতে থাকে এবং একটু দীর্ঘ সময় ধরে পেতে থাকে। তখন তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের সর্বস্ব তখন বিনিয়োগ করে আর হয়ে যায় পথের ফকির।


অ্যাপস বন্ধ, এমটিএফই’র সিইওরা ওমরা হজে!
ঠিক বলেছেন ভাই,  আসলে অনেক মানুষের টাকা মেরে দিয়ে তারা ওমরা হজে গিয়েছেন, বাংলাদেশে তারা অন্যতম নজির হয়ে থাকবে সারাজীবন । যারা ধরা খাবার তারা সবসময় ধরা খাবে।  Cheesy

মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়ে যদি হজ করে তাহলে তাদের হজ যদি হতো তাহলে সবাই এরকমই করত। তারা যদি সারা জীবন মক্কা শরীফে পড়ে পড়ে মরে যায় তাও তাদের হজ কবুল হবে না। তাদের এরকম ওমরা হজ করার কোন মানেই হয় না মানুষের টাকা লুটপাট করে খেয়ে মানুষের সাথে বাটপারি করে আল্লাহর রাস্তায় গেলে সেটা আল্লাহতালা কখনোই কবুল করবে না। লক্ষ লক্ষ মানুষের বদ দোয়া রয়েছে তাদের ওপর কেউ তাদেরকে ক্ষমা করবে না।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 22, 2023, 04:55:17 AM
মেরিট সেন্ডার ও রিসিভার:
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই কেননা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের এটাই সবচেয়ে দুঃখজনক অধ্যায়। আমাদের এখানে আমরা যে পরিমাণ মেরিট আদান প্রদান করি তাতে করে আমরা এই পরিসংখ্যানে সহজে প্রবেশ করতে পারবো না। আমাদের মেরিট সেন্ড করার মত যথেষ্ট মেরিট আমরা অর্জন করতে পারিনা। আমাদের কোন মেরিট সোর্স নেই যেখান থেকে আমরা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই ক্যাটাগরি থেকে বাংলাদেশ জুলাই মাসে বঞ্চিত আছে। সামনের মাসগুলোতে আশা করি আমরা এই ক্যাটাগরিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ।

লেখার সাথে চার্ট এর একটু অমিল আছে, ওপরের চার্ট টা নিচে হবে মনে হয় আর নিচের টা ওপরে। আর মেরিট সেন্ডার এবং রিসিভারের লিষ্ট এ শুধু বাংলাদেশ নাই এমন নয়, পাকিস্তানের নাম ও নেই। কারন আমাদের কোনো লোকাল বোর্ড নেই। শুধু জুলাই মাসের জন্য না। কোনো মাসেই এই চার্ট এ বাংলাদেশের নাম ছিলো না (১-২ মাস ছিলো মনে হয়, তবে সেগুলো অনেক আগের) আর শুধু মাত্র থ্রেড লিংক দিয়ে মেরিট ড্যাশবোর্ড এ থেকে এই তথ্য কালেক্ট করা যায় না। এটা নিয়ে লিটল মাউস ভাই কয়েক মাস আগে রিকাফিপ কে প্রশ্ন করেছিলো, সে বলেছিলো যদি কেউ ম্যানুয়ালি গুনে গুনে তাকে প্রতি মাসে এই তথ্যটা দিতে পারে, তাহলে উনি এই তথ্য চার্ট এ এড করবে। আর গুনে গুনে এগুলা এড করলেও ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 22, 2023, 02:25:21 AM

মেরিট সেন্ডার ও রিসিভার:
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই কেননা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের এটাই সবচেয়ে দুঃখজনক অধ্যায়। আমাদের এখানে আমরা যে পরিমাণ মেরিট আদান প্রদান করি তাতে করে আমরা এই পরিসংখ্যানে সহজে প্রবেশ করতে পারবো না। আমাদের মেরিট সেন্ড করার মত যথেষ্ট মেরিট আমরা অর্জন করতে পারিনা। আমাদের কোন মেরিট সোর্স নেই যেখান থেকে আমরা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই ক্যাটাগরি থেকে বাংলাদেশ জুলাই মাসে বঞ্চিত আছে। সামনের মাসগুলোতে আশা করি আমরা এই ক্যাটাগরিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ।

হ্যা আমার কাছেও এই জনিসটা একটু খারাপ লেগেছে। যদি মেম্বার আর পোস্টের সংখ্যা তুলনা করা হয় তাহলে আমরা বেশ এগিয়ে আছি।

প্রথমত আমাদের অন্যান্য থ্রেডের মতো অনেক একটিভ মেম্বার নাই। বাট যতটুকুই আছে সেগুলো যথেষ্ট বলে আমি মনে করি। কারণ তারা প্রচুর একটিভ। এসব মেম্বার যদি ডেইলি ২-৩ টাও ভালো পোস্ট লেখে তাহলেও আমাদের লোকাল থ্রেড অনেক এগিয়ে যাবে।

২য়, এই থ্রেডে অনেক কম মেরিট আদান প্রদান হয়। হ্যা সবাই হয়তো এক না। অনেক সিনিয়ররা আছে যারা রেগুলার তাদের লোকাল থ্রেডে মেরিট সেন্ট করে আসছে। কিন্তু এ সত্ত্বেত্ত অনেকেই আছেন যারা তেমন মেরিট সেন্ট করে না, বিশেষ করে নিজেদের থ্রেডে। যারা এই থ্রেডের অনেক পুরানো মেম্বার বা যারা বেশ পরিচিতি লাভ করেছেন এই থ্রেডে শুধু তাদের মধ্যেই মেরিট বেশি আদান প্রদান হতে দেখিছি আমি। আমার মনে হয় অন্যদেরও এখানে সুযোগ দেয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায়, নিজের লোকাল থ্রেডের তুলনায় গ্লোবাল থ্রেড গুলোতে তারা বেশি মেরিট পায়। এতে করে তারা বাংলা থ্রেডে পোস্ট না করে অন্য থ্রেডগুলোতে সময় দেয়। আমি বলিনি যে পোস্ট করলেই মেরিট দিতে হবে। বাট যদি পোস্টটি আসলেই ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই দেয়া উচিত। এতে করে এসব নতুন মেম্বাররা বাংলা থ্রেডে পোস্ট করার উৎসাহ পাবে। ফলে আমাদের থ্রেডের একটিভিটি আরো বৃদ্ধি পাবে। সিনিয়ররা এই বিষয়টা নজরে আনবেন এবং অন্যদের পোস্ট আরো বেশি মূল্যায়ন করবেন বলে আমি আশা করি।

হ্যা একথা সত্য আমাদের কোনো নিজস্ব মেরিট সোর্স নাই। এটা আমাদের জন্য একটা ডিসআ্যাডভ্যানটেজ। যেসব থ্রেড অনেক এগিয়ে তাদের অনেকেরই মেরিট সোর্স আছে। তাই তাদের আদান প্রদানও বেশি, কিন্তু আমরা যদি নিজেদের মাঝে আদান প্রদান বেশি করি তাহলে আমরাও অনেকদূর এগিয়ে যাবো বলে আমার কাছে মনে হয়।
sr. member
Activity: 490
Merit: 294
August 22, 2023, 01:11:46 AM
আচ্ছা, এমটিএ্ফই এর মতো এরকম একটা ওয়েবসাইট বানাতে তো মাত্র ৭০০-৮০০ ডলার হলেই যথেষ্ট, অনেক ক্ষেত্রে এতো টাকা লাগেও না। অনলাইনেই বিভিন্ন ফোরামে এগুলোর ক্র্যাক ভার্শন ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, আজকে যদি আমি একটা ওয়েবসাইট খুলি আপনারা কি ইনভেষ্ট করবেন? একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, এমটিএ্ফই চলে যাওয়ার পর বড় বড় পাবলিক ফিগার রা, সোহাগ ৩৬০ এর মতো ইউটিউবার রা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছে। ওনারা আগে কোথায় ছিলো? ওনারা একজন পাবলিক ফিগার হিসাবে আগেই কেনো মানুষকে সতর্ক করলো না?

আমরা সাধারন মানুষ। আমরা বিভিন্ন যায়গায় লেখালেখি করলেও আমাদের লেখা মানুষ পড়ে না। পড়লেও আমাদের কথা কেউ বিশ্বাস করে না। টেক রিলেটেড ইউটিউবার, পাবলিক ফিগার, ওনারা আগে থেকেই কেনো এসব ব্যাপারে সতর্ক করে না? নিউজ বের হবার পর ওনারা সবাই পোষ্ট করা শুরু করে।
বাঙালির নেগেটিভ জিনিসকে প্রচার করতে বেশি ভালোবাসে এবং কনটেন্ট ক্রিয়েটরসরা সবসময় চিন্তা করে কোন টপিক নিয়ে ভিডিও বানালে তাদের ভিডিওতে বেশি ভিউ হবে তখন যদি তারা  MTFE স্কাম এটি বলে কোনো ভিডিও ভানাতো তাইলে যারা MTFE তে ইনভেস্ট করছিলো তারা সেই চ্যানেলে রিপোর্ট করতো কারন বাংগালী বাশ খাবার আগে কিছু বিশ্বাস করবার চায় না। আর একটা চ্যানেলের বিরুদ্ধে বেশি পরিমানে রিপোর্ট হলে সেই চ্যানেলের ঝামেলা হয় ইউটিউবে তার ভিডিও গুলা র‍্যাংক করে না ভিউ ড্রপ হয়। তাই তখন কোনো ইউটিবার এটা নিয়া কথা বলেনাই এখন যখন দেখছে যে এটা এখন সবাই জানে যে MTFE স্কাম হইছে তাই এখন ভিডিও বানাইয়া  সময় কাজে লাগাইতাইছে। আসলে অন্যে কি বললো না বললো সেই তালে না থাইকা নিজেগো সতর্ক হওয়াটাই আগে জরুরি। নিজেরা হাইপে কান না দিয়া সতর্ক থাকতে হবে আর সবকিছু একটি লজিক দিয়া চিন্তা করলেই ভালো মন্ধ এমনিতেই বোঝা যাবে
এই মুহূর্তে বড় দুইটা বিনিয়োগ সাইট সরাসরি স্কাম। এমটিএ্ফই এবং $Catly এর কথা বলছি আমি, এই দুইটা বিনিয়োগ সাইডে মানুষ অনেক বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল। এই দুইটা সাইটে অন্যান্য দেশের মানুষের তুলনায় বাংলাদেশ এবং ভারতের মানুষ বেশি বিনিয়োগ করেছিল। ফেসবুকের নিউজ ফিড ঘোরাঘুরি করলে দেখা যায় অনেকেই এই সমস্ত বিনিয়োগ প্ল্যাটফর্মে বিনিয়োগ করে সর্বশান্ত হওয়ার গল্প শেয়ার করছেন। একই মধ্যবিত্ত পরিবারের পাঁচজন সদস্য এমটিএ্ফই তে বিনিয়োগ করেছিল, বিনিয়োগ করার জন্য তারা যে অর্থ ব্যবহার করেছে সেই অর্থ তারা জমি বন্ধক রেখে এবং গরু ছাগল বিক্রয় করে তারা রাতারাতি ধনী হওয়ার জন্য এই সমস্ত সাইটে বিনিয়োগ করেছিল আজ তারা সর্বসান্ত। কিছুদিন আগে বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বাঙালিরা প্রতারিত হয়েছিল তারপর আবারো সেই সমস্ত প্লাটফর্মে বাঙালিরা বহু অর্থ বিনিয়োগ করেছে তাহলে কি বাঙালিরা অতি সহজ সরল নাকি বাঙালিরা অনেক বেশি লোভী? প্রত্যেকবার এমন আচরণে এটা স্পষ্ট হয় যে বাঙালিরা সহজ সরল নয় বরং বাঙালিরা লোভী। বাঙালি যদি সহজ সরল হতো তাহলে একাধিকবার প্রতারিত হওয়ার পরও তারা আবারও ওই সমস্ত বিনিয়োগ সাইডে কখনোই অর্থ বিনিয়োগ করত না। ‌ বাংলাদেশী টাকায় ১১ হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়েছে এমটিএ্ফই, কিছুদিন হয়তো বিভিন্ন সংবাদ মাধ্যম এই ধরনের নিউজ প্রচারিত করবে কিন্তু কিছুদিন পর ওই মানুষ আবারও এই কেলেঙ্কারের কথা ভুলে যাবে এবং দেখা যাবে আবারও নতুন কোন বিনিয়োগ সাইটে বিনিয়োগ করছে বাঙালিরা।

$Catly সম্পর্কে ইউটিউব এবং tiktok এ অনেক বেশি প্রচারণা করতে দেখেছি, শুধুমাত্র কিছু রেফার কমিশন পাওয়ার জন্য বিভিন্ন ইউটিউবার এই এয়ার্ড্রপ প্রজেক্ট সম্পর্কে অনেক বেশি পজেটিভ তথ্য দিয়েছে যার ফলে অনেক মানুষ ইউটিউবারদের কথার কোনরকম সত্যতা যাচাই না করেই $Catly তে বিনিয়োগ করেছেন। আর যখন ইউটিউবারদের কথা অনুসরণ করে সাধারণ পাবলিক বিনিয়োগ করে ধরা খেয়েছে তখন সেই দায়ভার ইউটিউবাররা কিন্তু নিচ্ছে না। আমার মনে হয় এই সমস্ত সস্তা ইউটিউবারদের অনুসরণ করা উচিত নয়, কারণ এই সমস্ত সস্তা ইউটিউবারদের কথামতো বিনিয়োগ করলে নিজের অর্থ নিশ্চিতভাবে হারাতে হবে।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 21, 2023, 01:11:45 PM
MTFE Embarrassed

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
এদেরকে ব্লক করে কোন লাভ নাই কারণ যারা এই কোন পঞ্জি স্কিমে বিনিয়োগ করে তারা শুরুতে জেনে বুঝেই বিনিয়োগ করে। আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি কিছুদিন থাকলেই টাকা উঠে যাবে আর আমি তো বেশি টাকা বিনিয়োগ করতেছি না। অল্প টাকা বিনিয়োগ করতেছি আসলে আসলো গেলে গেল। কিন্তু তারাই যখন টাকা পেতে থাকে এবং একটু দীর্ঘ সময় ধরে পেতে থাকে। তখন তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের সর্বস্ব তখন বিনিয়োগ করে আর হয়ে যায় পথের ফকির।


অ্যাপস বন্ধ, এমটিএফই’র সিইওরা ওমরা হজে!
ঠিক বলেছেন ভাই,  আসলে অনেক মানুষের টাকা মেরে দিয়ে তারা ওমরা হজে গিয়েছেন, বাংলাদেশে তারা অন্যতম নজির হয়ে থাকবে সারাজীবন । যারা ধরা খাবার তারা সবসময় ধরা খাবে।  Cheesy
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 21, 2023, 01:10:03 PM
আচ্ছা, এমটিএ্ফই এর মতো এরকম একটা ওয়েবসাইট বানাতে তো মাত্র ৭০০-৮০০ ডলার হলেই যথেষ্ট, অনেক ক্ষেত্রে এতো টাকা লাগেও না। অনলাইনেই বিভিন্ন ফোরামে এগুলোর ক্র্যাক ভার্শন ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, আজকে যদি আমি একটা ওয়েবসাইট খুলি আপনারা কি ইনভেষ্ট করবেন? একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, এমটিএ্ফই চলে যাওয়ার পর বড় বড় পাবলিক ফিগার রা, সোহাগ ৩৬০ এর মতো ইউটিউবার রা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছে। ওনারা আগে কোথায় ছিলো? ওনারা একজন পাবলিক ফিগার হিসাবে আগেই কেনো মানুষকে সতর্ক করলো না?

আমরা সাধারন মানুষ। আমরা বিভিন্ন যায়গায় লেখালেখি করলেও আমাদের লেখা মানুষ পড়ে না। পড়লেও আমাদের কথা কেউ বিশ্বাস করে না। টেক রিলেটেড ইউটিউবার, পাবলিক ফিগার, ওনারা আগে থেকেই কেনো এসব ব্যাপারে সতর্ক করে না? নিউজ বের হবার পর ওনারা সবাই পোষ্ট করা শুরু করে।
বাঙালির নেগেটিভ জিনিসকে প্রচার করতে বেশি ভালোবাসে এবং কনটেন্ট ক্রিয়েটরসরা সবসময় চিন্তা করে কোন টপিক নিয়ে ভিডিও বানালে তাদের ভিডিওতে বেশি ভিউ হবে তখন যদি তারা  MTFE স্কাম এটি বলে কোনো ভিডিও ভানাতো তাইলে যারা MTFE তে ইনভেস্ট করছিলো তারা সেই চ্যানেলে রিপোর্ট করতো কারন বাংগালী বাশ খাবার আগে কিছু বিশ্বাস করবার চায় না। আর একটা চ্যানেলের বিরুদ্ধে বেশি পরিমানে রিপোর্ট হলে সেই চ্যানেলের ঝামেলা হয় ইউটিউবে তার ভিডিও গুলা র‍্যাংক করে না ভিউ ড্রপ হয়। তাই তখন কোনো ইউটিবার এটা নিয়া কথা বলেনাই এখন যখন দেখছে যে এটা এখন সবাই জানে যে MTFE স্কাম হইছে তাই এখন ভিডিও বানাইয়া  সময় কাজে লাগাইতাইছে। আসলে অন্যে কি বললো না বললো সেই তালে না থাইকা নিজেগো সতর্ক হওয়াটাই আগে জরুরি। নিজেরা হাইপে কান না দিয়া সতর্ক থাকতে হবে আর সবকিছু একটি লজিক দিয়া চিন্তা করলেই ভালো মন্ধ এমনিতেই বোঝা যাবে
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 21, 2023, 12:28:04 PM
MTFE Embarrassed



যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
এদেরকে ব্লক করে কোন লাভ নাই কারণ যারা এই কোন পঞ্জি স্কিমে বিনিয়োগ করে তারা শুরুতে জেনে বুঝেই বিনিয়োগ করে। আমি বিভিন্ন লোকের মুখে শুনেছি কিছুদিন থাকলেই টাকা উঠে যাবে আর আমি তো বেশি টাকা বিনিয়োগ করতেছি না। অল্প টাকা বিনিয়োগ করতেছি আসলে আসলো গেলে গেল। কিন্তু তারাই যখন টাকা পেতে থাকে এবং একটু দীর্ঘ সময় ধরে পেতে থাকে। তখন তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের সর্বস্ব তখন বিনিয়োগ করে আর হয়ে যায় পথের ফকির।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
August 21, 2023, 12:07:45 PM
~snip~
@Bd Officer
তথ্যগুলো দেখে অনেকটাই ভালো লাগলো আমাদের লোকাল থ্রেডের অন্যান্য লোকাল বোর্ডের থেকে ভালো পজিশনে দেখতে পাচ্ছি। পোস্ট করার দিক দিয়েও আমরা কিছু কিছু লোকাল বোর্ডের থেকে এগিয়ে আছি। এক্টিভিটির দিক দিয়েও আমরা কিছু কিছু লোকাল বোর্ড এর থেকে এগিয়ে আছি। মেরিট শেয়ার এর দিক দিয়েও কিছু লোকাল বোর্ডের থেকে এগিয়ে। আমাদের প্রায় দিক দিয়ে উন্নতি হয়েছে। জানি না কবে আমাদের বাংলা নামন লোকাল বোর্ড কবে দেখতে পাবো, আমরা হয়তো খুব শীঘ্রই লোকাল বোর্ড পাওয়ার আশা করতে পারি। আমাদের লোকাল থ্রেড কে লোকাল বোর্ডে পরিনত করারা জন্য আমরা যারা এক্টিব মেম্বার আছি আমাদের সকলের চেষ্টা করতে হবে। আমাদের লোকাল থ্রেডে প্রতিনিয়ত ভালো ভালো পোষ্ট করে সক্রিয় রাখতে হবে। ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করলে একদিন আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাব।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
August 21, 2023, 11:10:13 AM
প্রত্যেক মাসে আমাদের বিটকয়েন ফোরামে বিভিন্ন ভাষাভাষী ইউজারদের লোকাল বোর্ডকে কেন্দ্র করে Rikafiq একটি লোকাল বোর্ড ভিত্তিক প্রতিবেদন দাখিল করে থাকে যেখানে আমাদের বাংলাদেশ ও পাকিস্তান আলাদা লোকাল বোর্ডের স্বীকৃতি না পেলেও এই দুটি দেশের সার্বিক পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়। আমি ঐ সকল লোকাল বোর্ডের পরিসংখ্যানের চিত্রগুলো তুলে ধরার পাশাপাশি এখানে আমাদের বাংলাদেশ কতটুকু ভাল পারফরম্যান্স করেছে তার তুলনামূলক বিশ্লেষণ করব।

লোকাল বোর্ডের পোস্ট:
বিটকয়েন ফোরামের 18 টি লোকাল বোর্ডের মোট 15864 পোষ্টের মধ্যে বেশিরভাগ পোস্টগুলো রাশিয়ান, তুর্কি স্থান, জার্মানি, ইন্দোনেশিয়া ইত্যাদি লোকাল বোর্ডগুলোতে হয়ে থাকে। এখানে আমার বাংলাদেশ গত জুলাই মাসে মোট পোস্ট করেছিল ২৮৬টি যা জুন মাসের তুলনায় তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তবে চলতি মাসে জুলাই মাসের তুলনায় পোস্ট বেশি হবে বলে আমরা আশাবাদী।



লোকাল বোর্ডের সক্রিয় মেম্বার সংখ্যা:
লোকাল বোর্ডের সক্রিয় মেম্বার সংখ্যার দিক দিয়ে আলোচনা করলে বাংলাদেশ অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ড গুলোর চেয়ে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ জার্মানি, ইতালি, স্প্যানিশ, রোমানিয়ান, পর্তুগিজ, পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ গত জুলাই মাসে সক্রিয় মেম্বার সংখ্যা ৫২ জন ছিল যার রীতিমতো প্রশংসনীয়। একটি বিষয় হচ্ছে গত জুলাই মাসের তুলনায় এই মাসে সক্রিয় মেম্বার সংখ্যা সম্ভবত কমে যাবে কেননা আমাদের এখানে সক্রিয় মেম্বার মেম্বারদের পোস্ট সংখ্যা কমে গেছে পাশাপাশি তাদের এই লোকালবোর্ডে আনাগোনা কমে গেছে। আমি প্রত্যেক সক্রিয় মেম্বারকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের একটিভ থাকার আহ্বান জানাচ্ছি।



লোকাল বোর্ডের মেম্বাদের প্রতি মেম্বার পোস্টের পরিমাণ:
গত জুলাই মাসে বাংলাদেশের ইজারদের পোস্ট সংখ্যা তুলনামূলকভাবে ক্যাটাগরি ভিত্তিক খারাপ নয়। আরেকটু ভালো করলে হয়তো আমরা পরবর্তীতে আরো ভালো পজিশনে যেতে পারবো। যেখানে অন্যান্য লোকাল বোর্ড আমাদের চাইতে অনেক পিছিয়ে সেখানে আমরা তুলনামূলকভাবে অনেক ভালো করেছি যা আপনারা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন।

১০+ পোস্ট (৮জন) ১৫%
২-৯ পোস্ট (২৯ জন) ৫৫%
১ পোস্ট (১৫ জন) ৩০%



মেরিট সেন্ডার ও রিসিভার:
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই কেননা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের এটাই সবচেয়ে দুঃখজনক অধ্যায়। আমাদের এখানে আমরা যে পরিমাণ মেরিট আদান প্রদান করি তাতে করে আমরা এই পরিসংখ্যানে সহজে প্রবেশ করতে পারবো না। আমাদের মেরিট সেন্ড করার মত যথেষ্ট মেরিট আমরা অর্জন করতে পারিনা। আমাদের কোন মেরিট সোর্স নেই যেখান থেকে আমরা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই ক্যাটাগরি থেকে বাংলাদেশ জুলাই মাসে বঞ্চিত আছে। সামনের মাসগুলোতে আশা করি আমরা এই ক্যাটাগরিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ।



মেরিট/পোস্ট লোকাল বোর্ড:
এই ক্যাটাগরি সাজানো হয়েছে গত জুলাই মাসে কি পরিমাণ মেরিট প্রতি পোস্টে পেয়েছে এবং ১২ মাসে গড়ে প্রতি পোস্টে কি পরিমান মেরিট পেয়েছে তার একটি এভারেজ রেশিও।
বাংলাদেশ এখানে অন্যান্য লোকাল বোর্ডের তুলনায় পিছিয়ে নেই। বাংলাদেশ ১২ মাসের এভারেজ পার পোস্ট ও মেরিট রেশিও হচ্ছে ০.৪৯ এবং জুলাই মাসে মেরিট পারপোস্ট রেশিও ০.৩২ । তবে আমাদের বাংলাদেশে যদি অন্যান্য লোকালবোর্ড গুলোর মত সুবিধা থাকতো তাহলে আমরা আরো ভালো করতে পারতাম যা আমাদের স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে অনেক বেশি সুবিধা হতো।




পরিশেষে আমি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সক্রিয় ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মাসে অন্তত হলেও একটি বা দুইটি পোস্ট দিয়ে একটিভ থাকবে। আপনাদের একটি বা দুইটি পোস্ট আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের অনেক বেশি উপকারে আসে। আপনারা আপনাদের দু চার মিনিট সময় এখানে দিলে খুব একটা বেশি অপচয় হবে না অথচ আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি সুবিধা হবে যা আপনারা এই চ্যাট গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কতিপয় মেম্বার রয়েছে যারা সব সময় আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সার্বিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে তাদের নাম যদি আমি মিস করি তাহলে তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

@Learn Bitcoin
@Bd Officer
@BD Crypto
@Crypto Library
@Little Mouse
@Shasan
@DYING_S0UL
@Bitcoin_people
@Popkon6
@Z_MBFM
@Negotiation
@Dimitri94
@roksana.hee
@LDL
@Tiger420
@Shishir99
@RewFrew
@Gulttam2a2
@Mr.corol
@synchronym
@Offline33




পোস্টটি এই থ্রেড থেকে সাহায্য নেওয়া হয়েছে: https://bitcointalksearch.org/topic/m.62719470
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 21, 2023, 10:54:18 AM
আচ্ছা, এমটিএ্ফই এর মতো এরকম একটা ওয়েবসাইট বানাতে তো মাত্র ৭০০-৮০০ ডলার হলেই যথেষ্ট, অনেক ক্ষেত্রে এতো টাকা লাগেও না। অনলাইনেই বিভিন্ন ফোরামে এগুলোর ক্র্যাক ভার্শন ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, আজকে যদি আমি একটা ওয়েবসাইট খুলি আপনারা কি ইনভেষ্ট করবেন? একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, এমটিএ্ফই চলে যাওয়ার পর বড় বড় পাবলিক ফিগার রা, সোহাগ ৩৬০ এর মতো ইউটিউবার রা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছে। ওনারা আগে কোথায় ছিলো? ওনারা একজন পাবলিক ফিগার হিসাবে আগেই কেনো মানুষকে সতর্ক করলো না?
ভাই ওরা যদি টাকা পায় তাহলে ওরাও এইটা নিয়ে ভালো রিভিউ করবে। যেখানে মাশরাফির মত পাবলিক ফিগার ইওরেঞ্জ এর সাথে কাজ করতে পারে সেখানে এইসব সাধারন ইউটিউবার না করবে কেন? বাংলাদেশে এইটাই হয়ে আসছে। যাই হোক, কথা হচ্ছে আমরা যদি পাবলিক ফিগার থেকে ভালো ইপদেশ পাই, সেটাও গ্রহণ করবো না। অতীতে আমি অনেক দেখেছি এইরকম।
আমি ২০১৮ সাল থেকে একটা ফেসবুক গ্রুপে এডমিন আছি। সেখানে আমি রেগুলার মানুষকে বোঝানোর চেষ্টা করতাম "নট ইউর কী, নট ইউর কয়েন।" কিন্তু উলটো মনে হয় হাসির পাত্র হতাম। কারণ তারা বলত বাইন্যান্স এতবড় এক্সচেঞ্জ হেনতেন, ওরা কখনো টাকা নিয়ে ভাগবে না ইত্যাদি। কিন্তু আসল কথা হল টাকা নিয়ে কেউ ভাগে না। কিন্তু যখন এইসব এক্সচেঞ্জ দেউলিয়া হয়ে যাবে, তখন কারোই কিছু করার থাকবে না। অনেকেই বাইন্যান্স টপ এক্সচেঞ্জ হওয়ায় ভাবছেন তাদের কিছু হবে না, কিন্তু সত্য হল হতেও পারে। সিজি অনেক চালাক মানুষ বলেই এখনো টিকে আছে বাইন্যান্স।
hero member
Activity: 770
Merit: 482
August 21, 2023, 08:51:31 AM
আচ্ছা, এমটিএ্ফই এর মতো এরকম একটা ওয়েবসাইট বানাতে তো মাত্র ৭০০-৮০০ ডলার হলেই যথেষ্ট, অনেক ক্ষেত্রে এতো টাকা লাগেও না। অনলাইনেই বিভিন্ন ফোরামে এগুলোর ক্র্যাক ভার্শন ফ্রি স্ক্রিপ্ট পাওয়া যায়, আজকে যদি আমি একটা ওয়েবসাইট খুলি আপনারা কি ইনভেষ্ট করবেন? একটা ব্যাপার দেখে অবাক হচ্ছি, এমটিএ্ফই চলে যাওয়ার পর বড় বড় পাবলিক ফিগার রা, সোহাগ ৩৬০ এর মতো ইউটিউবার রা সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু করেছে। ওনারা আগে কোথায় ছিলো? ওনারা একজন পাবলিক ফিগার হিসাবে আগেই কেনো মানুষকে সতর্ক করলো না?

আমরা সাধারন মানুষ। আমরা বিভিন্ন যায়গায় লেখালেখি করলেও আমাদের লেখা মানুষ পড়ে না। পড়লেও আমাদের কথা কেউ বিশ্বাস করে না। টেক রিলেটেড ইউটিউবার, পাবলিক ফিগার, ওনারা আগে থেকেই কেনো এসব ব্যাপারে সতর্ক করে না? নিউজ বের হবার পর ওনারা সবাই পোষ্ট করা শুরু করে।
newbie
Activity: 10
Merit: 2
August 21, 2023, 08:49:11 AM
MTFE Embarrassed

https://talkimg.com/images/2023/08/21/MthL8.jpeg

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

ভাই ইউটিউবারদের দোষ দিয়ে কোন লাভ হবে না কেননা তারা আপনাকে বলেনি যে আপনি অ্যাকাউন্ট করুন এবং বিনিয়োগ করুন।

আপনি হয়তো কোথাও MTFE নিয়ে আলোচনা শুনেছেন অথবা কারো কাছে শুনেছেন যে এখানে বিনিয়োগ করলে প্রচুর বেনিফিট পাওয়া যায় তাই আপনি লোভে উদ্বুদ্ধ হয়ে এখানে এসব ইউটিউবারদের ভিডিও দেখে অ্যাকাউন্ট করেছেন। তারা কিন্তু এটাও বলেনি যে আপনি ডলার নিয়ে সেখানে ডিপোজিট করুন এবং হোল্ড করে রাখুন। আপনি নিজের ইচ্ছায় এসব করেছেন এবং ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটার দায়ভার আপনার নিজেকেই নিতে হবে।

এখন এসব ইউটিউবারদের দোষ দিয়ে এবং তাদের আনফলো দিয়ে কোন লাভ হবে না। কেননা একটা কথা চিরন্তন সত্য যে "লোভে পাপ, পাপে মৃত্যু"।

তাই সকলেরই এসব স্কাম সাইট গুলো থেকে বিরত থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে আরো ক্ষতির সম্মুখীন হতে পারেন।
sr. member
Activity: 784
Merit: 372
August 21, 2023, 05:19:57 AM
MTFE Embarrassed



যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।

কেন আমি ইউটিউবারদের উপর দোষ দিব।
আপনি তো জেনে, বুঝে, আলোচনা করে, ওয়েবসাইট দেখে বিনিয়োগ করেছেন তারা তো সরাসরি (বিনিয়োগের শুরুতে) আপনার ওয়ালেট থেকে ডলার নেয়নি। অপরিচিত একটি জায়গা বিনিয়োগ করার পূর্বে মুহূর্তে অবশ্যই চিন্তা করা উচিত সাইটটি কিভাবে আপনাকে এত অর্থ বেনিফিট দিচ্ছে। তার কাজ কি এবং লক্ষণ গুলো দেখে আপনাকে সতর্ক হতে হবে অন্যথায় এসব ইউটিউবারদের কখনো দোষ দেওয়া উচিত না।

ইউটিউবারগুলো লাইক কমেন্ট এবং শেয়ারের আশায় তারা বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে তাই তাদেরক ভিডিও দেখে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এবং বিভিন্ন মানুষ কমেন্ট করেছে তাদেরকে ফলো করতে হবে পজেটিভ অথবা নেগেটিভ কোন পর্যায়ের কমেন্ট বেশি হচ্ছে। আমি কমেন্টগুলো দেখেছি অনেকেই অনেক ধরনের মতবাদ সৃষ্টি করেছে তাই এরকম জায়গায় কখনো ভিডিও দেখে বিনিয়োগ করা উচিত নয়।
newbie
Activity: 28
Merit: 2
August 21, 2023, 04:54:42 AM
MTFE Embarrassed

https://talkimg.com/images/2023/08/21/MthL8.jpeg

যেসকল ইউটিউবার MTFE নিয়ে ভিডিও দিছে, যাদের কারনে আমার ভাইদের কষ্টের টাকা নষ্ট হইছে ! সে সকল ইউটিউবার কে আনফলো করেন এবং তাদের রিপোর্ট দেন।
এমন ইউটিউবারদের জন্য মানুষ নিস্ব হয়ে গছে। এদের মাফ করবেন না। লোভী + অসাধু লোকদের কে এড়িয়ে চলেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 21, 2023, 01:05:38 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।

ভাই যারা বুঝেনা তারা তো বুঝেনা। কিন্তু যাদের আগে এই এক্সপেরিয়েন্স হয়েছে, তারা কেনো আবারো এগুলো তে পা দিচ্ছে সেটা যদি ইনভেষ্টিগেশন করেন, তাহলে প্রথম কারন চলে আসে কমিশন আয় করা। আর ২য় কারন হলো অনেকে ভাবে যে এটা একটা নির্দিষ্ট সময় অব্দি চলবে আর আমি এরা স্ক্যাম করার আগেই টাকা উইথড্র করে চলে আসবো। একটা পত্রিকার রিপোর্ট অনুযায়ী, যারা এমটিএফই তে জয়েনকরছে, তারা মোটামোটি সবাই জানে যে এটা যে কোনো সময় স্ক্যাম করবে। কিন্তু তারা সেখানে ইনভেষ্ট করেছে এবং আরো মানুষকে জয়েন করিয়েছে কারন তারা অন্যকে জয়েন করালে কমিশন পাচ্ছে। নিজে লাভ করার জন্য অন্যকে কোরবানি করে দেয়ার মতো একটা ব্যাপার। ওনারা মনে করছে এটা স্ক্যাম করার আগেই ওনারা টাকা তুলে নিয়ে বের হয়ে যাবে।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
August 21, 2023, 12:52:39 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।

প্রতারকরা কখনোই বিশ্বস্ত লোক হতে পারেনা এটা আমাদেরকে জানতে হবে। আমরা প্রায় দেখতে পাই অনেক প্রজেক্ট বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে এবং একসময় তারা লোকেদের কে তাদের প্রজেক্ট সম্পর্কে বিশ্বাস করার জন্য বিভিন্ন ধরনের লোভনীয় কাজ করে, আর আমরা বাঙালি যারা আছি তারাই এই প্রতারকদের ফাঁদে পা দিয়ে অবশেষে দেখা যায় তেল মাখা বাঁশ পিছন দিয়ে যায়। আমরা এর আগেও অনেকগুলো স্ক্যাম প্রজেক্ট দেখেছি যারা বিভিন্নভাবে লোকেদের অর্থ মেরে চলে গিয়েছে সেগুলো দেখেও আমাদের শিক্ষা হয় না, আসলে আমাদের ভেতরের লোভ সামলাতে পাড়িনা আমরা যার জন্য আমাদের এই ধরনের প্রতারণার শিকার হতে হচ্ছে।
যদিও আমি খুব একটা বেশি অর্থ হারাইনি তবে আমার কাছে এটাই অনেক পরিমাণ, তবে যারা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছিল তারা যেভাবে ধোকা খেয়েছে সত্যিই সেটা দুঃখজনক আবার মাঝে মাঝে হাস্যকর মনে হয়  Grin। আসলে আমরা বাঙালি জাতি জেনেশুনেই এরকম প্রতারকদের ফাঁদে পা দেয় আর অবশেষে প্রতারকদের দোষ দিয়ে থাকি মূলত দোষ আমাদের কেননা আমরা যদি ইনভেস্ট না করি তাহলে আমাদের কোন ক্ষতি হবে না, তবুও আমাদের নিজেদের পায়ে নিজেরা কুড়াল না মারলে আমাদের পেটের ভাত হজম হয় না। Cheesy
যাইহোক এই রকম লোকদের শিক্ষা হওয়া উচিত যারা লোভ সামলাতে না পারে, তবে আমি জীবনে বেঁচে থাকতে এই ধরনের স্কাম প্রজেক্টে বিনিয়োগ করবো না আমার শিক্ষা হয়েছে  Grin
আমাদের বাঙালি জাতিকে এটা বুঝতে হবেরে ভাই
প্রতারক is প্রতারক
প্রতারকরা কখনোই বিশ্বস্ত ব্যক্তি হতে পারে না Sad Grin
full member
Activity: 742
Merit: 157
August 21, 2023, 12:04:20 AM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।
ভাই এই ধরনের কাজ গুলো কিন্তু বিশ্বের অন্য দেশগুলোতে বেশি হয় না। এশিয়ার কয়েকটি দেশে সবচেয়ে বেশি হয়। তাদের মধ্যে বাংলাদেশে সবচেয়ে এগিয়ে। জানা গেছে যে গত কয়েনদিন আগে এম টি এফ স্ক্যামিং এ সবচেয়ে বেশি প্রতারনার স্বীকার হয়েছে বাংলাদেশ যেখানে 90 ভাগ বিনিয়োগকারী প্রতারীত হয়েছে। এই প্রতিষ্ঠানটি যে স্ক্যাম করবে তা অনেকেরই জানা ছিল এমকি যারা বিনিয়োগ করেছিল তাদেরও। তাহলে প্রশ্ন হল কেন তারা বিনিয়োগ করেছিল? এর উত্তরে তারা বলেছিল যে তারা মাত্র আড়াই মাসের মধ্যে তাদের টাকা উঠিয়ে ফেলতে সক্ষম হবেন। তারা মনে করেছিল যেহেতু কোম্পানিটি এক বছরের বেশি সময় যাবৎ পেমেন্ট দিয়ে আসছে আর 2-3 মাস কি দিতে পারবে না? অবশেষে দীর্ঘদিন চলা কম্পানিটি চলে গেল। দুঃখ লাগে সেই সব বিনিয়োগকারীদের দেখে যারা তাদের বাড়ীর দলিল, গোবাfদি পশু সহ স্বর্নালংকার নানা কিছু বিক্রি এবং বন্ধক রেখে সেখানে বিনিয়োগ করেছিলেন।

আমি এখানে দুটি বিষয় উবলব্দি করলাম যে আমাদের দেশের মানুষ কেন বার বার প্রতারিত হয় ?
প্রথমত এই দেশের মানুষের স্বল্প সময়ে অধিক অর্থ পাওয়ার লোভ কাজ করে এবং দ্বিতীয়ত যে বিষয়টি কাজ করে তাহল কাজ না করে কিভাবে অর্থ ইনকাম করা যায়। এই ধরনের ধারনা থেকে আমাদের দেশের মানুষ যখন বেরিয়ে আসতে পারবে তখন তারা এই ধরনের প্রতারনার স্বিকার হওয়া থেকে মুক্ত হতে পারবে। কিছু মানুষ এখানে 30 লাখ টাকার মতও বিনিয়োগ করেছে তারা যদি বিটকয়েন বা অন্য কোন ক্রিপ্টোতে বিনিয়োগ করত তহালে অত্যন্ত তাদের নিস্ব হতে হত না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
August 20, 2023, 09:43:22 PM
আর কতবার ঠকলে আমরা বুঝতে শিখবো এত সুন্দর ভাবে উপস্থাপনা করেছে যেন বারবার দেখতে মন চায়। যারা আমার মত এভাবে বারবার দেখতে চান বা শুনতে চান তারা বারবার লিংকটি ভিজিট করে দেখতে পারেন। আর এই বিষয়টা যারা বুঝতে পারবেন তারা তো বেঁচেই গেলেন। আর যারা বুঝবেন না তারা বাঁশ যদি নাও নিয়ে থাকেন তবে খুব শীঘ্রই নিবেন অন্য কোন প্রজেক্ট এর মাধ্যমে।
Jump to: