Author

Topic: বাংলা (Bengali) - page 165. (Read 5722171 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
September 05, 2023, 04:58:46 AM
বিটকয়েনের টাকায় অপারেশন




বিটকয়েন পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে কিন্তু আমার বাংলাদেশে বিটকয়েন প্রকাশ্যে ব্যবহার করার কোন উপায় নেই কিন্তু আজকে এই মূল্যবান কারেন্সি আছে বলেই আমি আমার স্ত্রীর পিত্তথলির অপারেশনের টাকা ম্যানেজ করতে পারলাম। বেশ কয়েকদিন যাবত হাসপাতালের এদিক-ওদিক দৌড়াতে দৌড়াতে আজ সিদ্ধান্ত হইলো অপারেশন করতেই হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে সিগনেচার ক্যাম্পেইনের টাকা সঞ্চয় করে আজ ডাক্তার অপারেশন করার সিদ্ধান্ত জানিয়ে দিবে এবং আগামী শুক্রবারে অপারেশন হতেই হবে। তো আজ যদি এই সিগনেচার ক্যাম্পেইনের বিটকয়েন না থাকতো তাহলে হয়তো আমার জন্য কষ্ট হতো অপারেশনের টাকা ম্যানেজ করতে। ৪৫ হাজার টাকা লাগবে অপারেশন করতে যেটা আমি সিগনেচার ক্যাম্পেইনের সন্ঞয় করা বিটকয়েন বিক্রি করে দিয়ে ম্যানেজ করে ফেলেছি।
আজ আমি এই বিটকয়েন ফোরাম আছে বলেই হয়তো এই ব্যাকআপ টুকু পেলাম।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 04, 2023, 10:21:48 PM
আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো।
পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।

আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়।

একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে?
দেশে মানি লন্ডারিং অপরাধ কত ধরনের।-prothomalo

এখান থেকে হয়তো আপনি কিছুটা ধারনা পাবনে যে বাংলাদেশে মানি লন্ডারিং এর ধরন গুলা,

মনে করেন আপনি একজন বাংলাদেশের সাধারন নাগরিক আপনার পাস্পোর্ট আছে এবং আপনি তা এন্ডোর্সমেন্ট করেছেন যেকোনো একটা ব্যাংক থেকে সেখানে আপনি সর্বোচ্ছ ১২হাজার ডলার ব্যাবহার করতে পারবেন যদিনা আপনি বাংলাদেশের সরকারের কাছে গুরুত্তপুর্ন কোনো ব্যাক্তি না হয়ে থাকেন। এখন আপনি যদি কোনোভাবে ১২হাজার ডলারের বেশি খরস করেন তাহলে বাংলাদেশ সরকার মনে করবে আপনি অর্থ পাচার করেছেন, বাংলাদেশের সম্পদ যদি আপনি অন্য কোনো দেশে নিয়ে যান সেটাই একটা অপরাধ বলে ধরা হয়ে থাকে।

এইটাই আযব একটা আইন যে আপনার সম্পদ আপনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন না ।

মানি লন্ডারিং-উইকিপিডিয়া

মানিলন্ডারিং-প্রতিরোধ-আইন-acc.org.bd

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২

আশা করি আপনি একটা সচ্ছ ধারনা পাবেন উপরের সোর্স গুলোথেকে।

বিদ্রঃ সোর্সঃ  উপরের আলোচনার কিছু অংশ হুবুহু মিলে যেতে পারে, যেহেতু আমি কিছুটা নিজের মতো করে লিখেছি তাই নির্দিষ্ট সোর্স দিতে পারছিনা।  কেউ মিল পেলে জানাবেন আমি সোর্স লিংক দিয়ে দেবো।




এগুলো নিয়ে আপনি ও আমি যতই লেখালেখি করি না কেন কোন ফায়দা হবে না বরং উল্টো আমার ও আপনার নামে এই সকল সোনা পাচারের মামলা হতে পারে। তাছাড়া আমি ও আপনি যেহেতু এই বিটকয়েন ফোরামের সদস্য সেহেতু এই তথ্য যদি তারা পায় তাহলে আমাদের মানিলন্ডারিং মামলা দিয়ে আমাদের বকরবকর করা বন্ধ করে দেবে।
খবর প্রকাশ: https://www.prothomalo.com/bangladesh/c1a8kffdos

যত সব পারে ক্ষমতা দেখাবে জন সাধারনের উপরে সব।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 04, 2023, 08:33:14 PM
আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো।
পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।

আমি আসলে বাংলাদেশ এর আইন তেমন জানি না। বিদেশ এ টাকা পাঠাতে হলে কিভাবে পাঠাতে হয় তা নিয়ে আমার কোনো ধারনা নেই। তবে এই নিউজে যেটা বলা হচ্ছে হাওয়া, সেটা কি আসলেই হাওয়া? ব্যাপারটা তেমন না ও হতে পারে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকগুলো পন্য রপ্তানির যে ডলার গুলো দেশে আসে, সেগুলোর রেট খুব ১০৬-১০৭ টাকা করে দিয়ে থাকে। কিছু কিছু কোম্পানি অন্য চ্যানেলেও পেমেন্ট নিয়ে থাকতে পারে যেটা বাংলাদেশে বৈধ নয়।

একটা ব্যাপার আমার জানার আগ্রহ আছে। ধরেন আমি প্রোডাক্ট তৈরী করেছি এবং আমি সেগুলো বিদেশে বিক্রি করে আমি সেখানেই জমি কিনবো বা ইনভেষ্ট করবো। সেটা পাচার হবে কেনো? সেগুলো তো আমার নিজের টাকা। বাংলাদেশের আইন এটা নিয়ে কি বলে?
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
September 04, 2023, 08:22:14 PM
দেখুন আমাদের বাংলাদেশ কতটা খারাপ হলে এরকমটি হতে পারে। প্রতিনিয়ত এরকম শত শত ঘটনার জন্ম দিচ্ছে যেখানে অন্যান্য উন্নত দেশ পাঁচ বছরে এরকম একটি ঘটনার জন্ম দেয় না অথচ আমার সোনার বাংলা এরকম শত শত ঘটনা গর্ভে ধারণ করে প্রতিনিয়ত জন্ম দিয়ে যাচ্ছে।
বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি সোনা গায়েব হয়েছে। এই যে সোনা গায়েব হওয়া এটা কি মেনে নেওয়া যায় যেখানে 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় থাকা লকার থেকে কিভাবে ৫৫ কেজি শোনা গায়েব হবে।
তাও গায়েব হয়েছে তিন চারদিন আগে অথচ সে খবর প্রকাশ পায় রবিবারে চারদিন পরে। বাংলাদেশ যে সকল ঘটনা জন্ম দিচ্ছে এই প্রত্যেকটি ঘটনার জন্ম দাতাকে প্রকাশ্যে ধরেও বিচারের আওতায় আনা হয় না। তাইলে আমার দেশে শত কোটি টাকা পাচার করলেও ওই পাচারকারী ও সংস্থাকে কখনো বিচারের আওতায় আনা হবে না।


এগুলো নিয়ে আপনি ও আমি যতই লেখালেখি করি না কেন কোন ফায়দা হবে না বরং উল্টো আমার ও আপনার নামে এই সকল সোনা পাচারের মামলা হতে পারে। তাছাড়া আমি ও আপনি যেহেতু এই বিটকয়েন ফোরামের সদস্য সেহেতু এই তথ্য যদি তারা পায় তাহলে আমাদের মানিলন্ডারিং মামলা দিয়ে আমাদের বকরবকর করা বন্ধ করে দেবে।

খবর প্রকাশ: https://www.prothomalo.com/bangladesh/c1a8kffdos
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 04, 2023, 08:01:47 PM
@Crypto Library

আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।

ধন্যবাদ
ভাই আমরা বাংলাদেশে থাকি যেখানে আইন থাকলেও প্রয়োগ নাই আবার আইনে না থাকলেও টাকা খাওয়ার জন্য পুলিশ নিজেদের আইন বানায়। আর কালেক্টিভগুলো যদি হয় বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টো কয়েন তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবার কথা না আবার ঝামেলা একেবারেই হবে না এটাও বলা যায় না। এখন বাংলাদেশে ক্রিপ্টোর জন্য অনেক অভিজান চালাচ্ছে প্রশাসন কারন MTFE বাংলাদেশ থেকে শতকোটি টাকা স্কাম করছে তাই বাংলাদেশ প্রশাসন অনেক খেপা। তাই একটি সাবধান থাকাই ভালো কারন এইসব সাধারণ বিষয়গুলোর জন্যও তারা ঝামেলা করতে দ্বিদাবোধ করবো না যদি সুযোগ পায়। তাই এখন এটা আপনার ব্যাক্তিগত বিষয় যে রিস্ক নিয়া সেগুলো  আনবেন কি না। আমি বিষয়টির ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র

ভাই আমাদের দেশের আইন যেহেতু নড়ভরে সেখানে অজথাই নিজেদের ঝামেলাই ফেলবার কোনো দরকার নেই, ঝামেলা থেকে দূরে থাকাই অনেক ভালো।
গতো কালকে 'ডাচ বাংলা' ব্যংকে গিয়েছিলাম আমার পরিচিত একজনের সাথে, MTFE এর কারন দেখিয়ে তারা প্রতিদিনের লেনদেনের পরিমান অনেক কমায়ে দিছে, কিছুদিন আগেও  'ডাচ বাংলা' এর ATM বুথ থেকে 
যে কোনো কার্ড দিয়ে ১ লাখ টাকা উঠানো যেতো, এখন তা বেশিরভাগ কার্ডে ৪০-৫০ হাজার টাকা করে দিয়েছে। আর নতুন নিয়ম করতে যাচ্ছে ৫০ হাজার বা তার বেশি টাকা পাঠাতে গেলে এনআইডি কার্ড, পারপাস এবং কেনো পাঠাচ্ছে তার কাগজ পত্র লাগবে।

আর এদিকে পোশাকের বিপরিতে শত কোটি টাকা হাওয়া । নিচে পুরো খবরের লিংক দেয়া হলো।

পোশাক রপ্তানির আড়ালে ১০ কোম্পানির ৩০০ কোটি টাকা ‘পাচার’।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
September 04, 2023, 09:47:09 AM
@Crypto Library

আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।

ধন্যবাদ
ভাই আমরা বাংলাদেশে থাকি যেখানে আইন থাকলেও প্রয়োগ নাই আবার আইনে না থাকলেও টাকা খাওয়ার জন্য পুলিশ নিজেদের আইন বানায়। আর কালেক্টিভগুলো যদি হয় বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টো কয়েন তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবার কথা না আবার ঝামেলা একেবারেই হবে না এটাও বলা যায় না। এখন বাংলাদেশে ক্রিপ্টোর জন্য অনেক অভিজান চালাচ্ছে প্রশাসন কারন MTFE বাংলাদেশ থেকে শতকোটি টাকা স্কাম করছে তাই বাংলাদেশ প্রশাসন অনেক খেপা। তাই একটি সাবধান থাকাই ভালো কারন এইসব সাধারণ বিষয়গুলোর জন্যও তারা ঝামেলা করতে দ্বিদাবোধ করবো না যদি সুযোগ পায়। তাই এখন এটা আপনার ব্যাক্তিগত বিষয় যে রিস্ক নিয়া সেগুলো  আনবেন কি না। আমি বিষয়টির ধারণা দেওয়ার চেষ্টা করলাম মাত্র
sr. member
Activity: 1008
Merit: 366
September 04, 2023, 06:41:04 AM
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।
কনসেপ্ট টা অনেক ইন্টারেস্টিং। তবে শিওরিটি কম থাকলেও রিস্ক ও কম। ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন না বানাতে পারলেও আশাকরি এই বুলরানের আগে অনেকে ভালো একটা প্রফিট গেইন করতে পারবে এই ট্রিক্স টা ফলো করলে।

সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন।
এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে?
তা অবশ্য ঠিক। যে কেউ হুট করে কাউকে কাজে নিবে না। আর বাউন্টি সেকশন এ ডাটা এত বেশি যে তার মধ্যে ৩/৪ টা ডাটা ম্যানুপুলেট করলে কেউ বুঝতে পারে না এবং পরবর্তীতে ম্যানেজারদের কে প্যারা পোহাতে হয়। ফোরামে ভালো রেপুটেশন বা অ্যাাকাউন্ট এর ভালো র‍্যাঙ্ক থাকলে বিষয় টা আলাদা ভাবে দেখা যেত।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।  Cheesy
ওয়ালাইকুম আসসালাম।
ভাই আপনি এই লিঙ্ক টি আপনার ব্রাউজার এ বুকমার্ক করে রাখতে পারেন। অথবা সর্টকাট এ সেভ করে রাখতে পারেন।

যদি না পারেন তাহলে নিচের পিক ফলো করুন। সামনে থাকা সর্টকাট কে প্রেস করে ধরে রাখলে এডিট অপশন পাবেন। উপরে লিঙ্ক দিন এবং নিচে নাম দিয়ে সেভ করেন। ওইটাতে চাপ দিলে আপনাকে এই লোকাল কমিউনিটি তে নিয়ে আসবে।

   
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 04, 2023, 03:31:22 AM
কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।  Cheesy

আপনাকে বাংলাদেশ থ্রেড এবং বিটকয়েনটক এ স্বাগতম!
যেহেতু আপনি বাংলাদেশ থ্রেড এ পোষ্ট করেছেন, এখন থেকে যখনই এই থ্রেড এর কোনো আন সিন পোষ্ট থাকবে, তখন আপনি Show new replies to your posts. এই লিংক এ গেলেই আপনি আগে পোষ্ট করেছেন এমন থ্রেড গুলো দেখতে পাবেন। আবার আপনার প্রোফাইলে গিয়ে Show the last posts of this person. এ গিয়েও আপনার করা পোষ্ট গুলো দেখতে পারবেন এবং বাংলাদেশ এ সেখান থেকেও আসতে পারবেন।

আরো একটা উপায় হলো ফোরামের একদম ফুটারের দিকে (নিচে) স্ক্রল করে গিয়ে দেখবেন Other languages/locations নামে একটা বোর্ড আছে, সেটাতে ঢোকার পর বাংলাদেশ থ্রেড টি পেয়ে যাবেন। আরো অনেক উপায় আছে। তবে সেগুলো এখনো আপনার জন্য প্রযোজ্য না।
jr. member
Activity: 462
Merit: 2
September 04, 2023, 03:11:50 AM
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু

আমি বিটকয়েনটকে নতুন। গতকাল আমি গুগলে একটু ঘাটাঘাটি করছিলাম। তখন আমার সামনে Bitcointalk.org নামে ওয়েবসাইট আসল। তখন কী আগ্রহ করে সেখানে ঢুকে একটা একাউন্ট খুললাম। তারপর তার নিয়মগুলো পড়লাম। আমি জানতে পারলাম বাংলাদেশ নামে একটা থ্রেডও আছে। তখন আমার খুব আনন্দ লাগল। থ্রেডে এসে দেখলাম অনেক সিনিয়র এবং জুনিয়র মেম্বাররা আছেন। তারপর আমি সকল নিয়মকানুন পড়ে বুঝলাম এখানে অনেক সাবধানে কাজ করতে হবে। অনেকের লেখাগুলোও পড়লাম। দেখলাম অনেকের আইডি ব্যানও হয়ে গেছে। আমার কাছে সবচেয়ে ভালো লাগল Learn Bitcoin ভাইয়ের পোস্টগুলো। তিনি অনেক সুন্দর করে সবাইকে বোঝান। তার প্রত্যেকটা পোস্ট তথ্যমূলক। তার পোস্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম।

কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে : আমাকে প্রত্যেকবার এই থ্রেডে আসতে হলে প্রথমে গুগলে সার্চ করে অনেক সময় নষ্ট করে আসতে হচ্ছে। যদি এইখানে অনেক দ্রুত আসার কোনো শর্টকাট উপায় থাকে তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ।  Cheesy
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 04, 2023, 01:43:31 AM
আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।

এগুলো নিয়ে কাষ্টম্সে সমস্যা হবে কি না বলতে পারছি না। তবে আমার কয়েকদিন আগের পোষ্ট টা দেখেছেন মনে হয়। না দেখে থাকলে একবার দেখে আসবে এখান থেকে। এটার নাম কিন্তু ভাই বাংলাদেশ। বিদেশ থেকে কোনো পন্য আমদানি করলে আপনি যদি এ ব্যাপারে তেমন কিছু না বুঝেন, তাহলে ৫০০ টাকার মালের জন্য আপনার কাছে ৫ হাজার টাকা চাইবে। সুতরাং কোনো এক্সপ্রেস ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট আনতে হবে এবং তারাই যেনো সকল খরচ বহন করে সেটাও খেয়াল রাখতে হবে। নয়তো গানের চেয়ে বাজনা বেশি হয়ে যাবে।

আমার পার্সেল এর এখনো কোনো আপডেট পাইনি। যদিও ডি এইচ এল বলেছিলো ২-৩ কর্মদিবসের মধ্যে রিলিজ হয়ে যাবে। যেহেতু আমার আর কাজ নেই, তাই আমি আর তাদের এ ব্যপারে জালাইতে চাই না। তারা আস্তে আস্তে রিলিজ করে আমার কাছে পাঠাক।
full member
Activity: 798
Merit: 104
🎄 Allah is The Best Planner 🥀
September 03, 2023, 10:55:15 PM
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 03, 2023, 09:47:19 PM
টাইটেল পড়ে অনেকেই অবাক হচ্ছেন? ১০০ ডলারকে কিভাবে ১.৬ মিলিয়ন ডলারে রুপান্তর করা যায়? আসুন আজকে সে ব্যাপারে কথা বলি।

এইখানে যারা সিগ্নেচার ক্যাম্পেইনে কাজ করেন তাদের কাছে ১০০ ডলার খুব বেশি হওয়ার কথা না। যাই হোক, বেশি হলেও সেটা আপনার সম্ভাব্য রিটার্নের কাছে অতি নগণ্য। তাহলে কিভাবে আমরা ১০০ ডলারকে ১.৬ মিলিয়ন ডলার করতে পারি।

যারা ক্রিপ্টোকারেন্সিতে অনেকদিন আছেন তারা নিশ্চয়ই জানেন এইখানে বুলরানের সময় কোন বিনিয়োগে মাত্র দ্বিগুন রিটার্ন পাওয়া কতটা সহজ। অনেক ক্ষেত্রে দেখা যায় ২/৩ দিনের মাথায় আপনার বিনিয়োগ দ্বিগুণ। ওয়েল, এই আইডিয়াটা আমি একটা ফেসবুক পেইজে পেয়েছি।
আমাদেরকে শুধু ১০০ ডলার বিনিয়োগ করে সেটাকে ১৪ বার দ্বিগুণ করতে হবে। শুনতে কঠিন কিংবা সহজ যেটাই লাগুক এইটা রিস্কি। তবে আমরা শুধুই ১০০ ডলারের রিস্ক নিব। হতে পারে সেটা পরবর্তীতে বৃদ্ধি পাবে কিন্তু আমাদের রিস্ক শুধুই ১০০ ডলারের।
১০০*২=২০০
২০০*২=৪০০
৪০০*২=৮০০
৮০০*২=১৬০০
১৬০০*২=৩২০০
৩২০০*২=৬৪০০
৬৪০০*২=১২৮০০
১২৮০০*২=২৫৬০০
২৫৬০০*২=৫১২০০
৫১২০০*২=১০২৪০০
১০২৪০০*২=২০৪৮০০
২০৪৮০০*২=৪০৯৬০০
৪০৯৬০০*২=৮১৯২০০
৮১৯২০০*২=১৬৩৮৪০০
এইভাবে আরো ৬ বার বিনিয়োগ করতে হবে। ১৪ তম বিনিয়োগ দ্বিগুণ হলেই আপনার রিটার্ন আসবে ১৬৩৮৪০০ ডলার। মিলিয়ন ডলারের মালিক? কেউ কি আগ্রহী আছেন? থাকলে জানাবেন। একসাথে বেশ কয়েকজন হলে ভালো ভাবে রিসার্চ করা যায়। বুল মার্কেটে আসলে ধরতে পারলে ১৪ বার বিনিয়োগকে দ্বিগুণ করা কোন ব্যাপার না। কেউ আগ্রহী থাকলে জানাবেন। আমাকে টেলিগ্রামে নক দিবেন। সবাই মিলে একটা গ্রুপ করবো আলোচনার জন্য। আমার টেলিগ্রাম- @LT_Mouse


আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে?
ফিজিক্যাল ক্রিপ্টো কালেক্টীবল তো আর ক্রিপ্টোকারেন্সি না। এইটা হতে পারে একটা কয়েন কিংবা শো পিচ। এইগুলা নিয়ে অবশ্যই কোন ঝামেলায় পরবেন না আশা করি। কি নিতে যাচ্ছেন বাই দ্য ওয়ে?

সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন।
এইভাবে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ এইখানে অনেকগুলো বিশ্বস্ততার ব্যাপার রয়েছে। কোন বাউন্টি ম্যানেজার উনাকে কেন বিশ্বাস করবে?

Quote
লোকাল কমিউনিটি তে আমার জানা মতে Little Mouse ভাই CM/BM তবে উনি নিজে করেন কি না বা কাউকে দিয়ে করিয়ে নেন তা জানা নেই।
আমি বেশিরভাগ সময়ই নিজে করি যদিও আমার তেমন একটা বাউন্টি ক্যাম্পেইন থাকেই না। যার কারনে আমার তেমন চাপ থাকে না। আমার সাথে কেউ সহকারী হিসেবে কাজ করলে নিশ্চিত সে কয়েকদিন পর ভাগবে। কারণ, ওই যে আমার বাউন্টি ক্যাম্পেইনের কাজ পাওয়া হয় না বললেই চলে।
মাঝে মধ্যে অবশ্য আমি ব্যস্ত হলে আমার ওয়াইফ আমাকে কিছু কাজ করে দেয়। আওয়ারলি পেমেন্ট নেয়। আর আমিও আসলে চাইনা বাইরের কাউকে দিয়ে কাজ করাতে। কারণ তারা চাইলেই তাদের একাউন্ট ঢুকাতে পারবে বাউন্টিতে এবং কোন কাজ না করেই পেমেন্ট নিতে পারবে। এছাড়া তাদের কাছে পুরো স্প্রেডশীটের দায়িত্ব না দিলে কাজের কাজ কিছুই হবে না। আবার দায়িত্ব দিলে একটা ভয় থেকে যায় বেশিরভাগ এড্রেস পরিবর্তন হয়ে যাওয়ার। তখন অবশ্যই আমার রেপুটেশনের বারোটা বাজবে।

Quote
অনেক দিন পর লোকাল কমিউনিটিতে আসলাম।
ওয়েলকাম ব্যাক। আরো কয়েনজন পুরাতন মেম্বার এক্টিভ হচ্ছেন না। @DVlog ভাই দেখলাম গ্লোবালে এক্টিভ কিন্তু এইখানে না।
sr. member
Activity: 1008
Merit: 366
September 03, 2023, 01:43:35 PM
~কাট
যেহেতু এইগুলা ক্রিপ্ট কারেন্সি এর সাথে জড়িত, সেহেতু এগুলা বাইরে থেকে না আনাই ভালো। হয়ত এইটার সুত্র ধরে আপনার ক্রিপ্টকারেন্সি এর সাথে সম্পর্ক এইটা বের করে ফেলতে পারে। তবে বাইরে থেকে কেউ আসলে তাদের দ্বারা আপনি দেশ এ নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে রিস্ক কম। তবে বাইরে থেকে পারসেল হিসেবে আনলে কাস্টমস এ আটকায় দিতে পারে এবং পরে সমস্যায় পরতে পারেন।
বাইরে থেকে কেউ ওইভাবে নিয়ে আসছে কি না তারা ভালো বলতে পারবে। তবে এত রিস্ক নিয়ে ওইটা না আনাই ভালো।

আমি বাউন্টি ম্যানেজার এর সহকারী হিসাবে কাজ করতে চাই ।
আমি গুগল সিট আপডেট করতে পারবো । আমি অনেক সময় দিতে পারবো । আমি কাজটা কোথায় পাবো । বড় ভাইয়েরা বলবেন প্লিজ ।
সার্ভিস সেকশন এ আপনি এই বিষয়ে পোস্ট করতে পারেন। লোকাল কমিউনিটি তে আমার জানা মতে Little Mouse ভাই CM/BM তবে উনি নিজে করেন কি না বা কাউকে দিয়ে করিয়ে নেন তা জানা নেই। আপনি ওনার সাথে কথা বলে দেখতে পারেন। তবে বেশি ভালো হয় গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই বিষয়ে কথা বলা। ওই সকল জায়গায় আপনার বেশি কাজ পাওয়ার চান্স আছে।

অনেক দিন পর লোকাল কমিউনিটিতে আসলাম। জ্বরে পরে ছিলাম বিছানায়। আশাকরি এখন থেকে রেগুলার আপনাদের সময় দিতে পারব ইনশাআল্লাহ।
newbie
Activity: 286
Merit: 0
September 03, 2023, 12:53:52 PM
আমি বাউন্টি ম্যানেজার এর সহকারী হিসাবে কাজ করতে চাই ।
আমি গুগল সিট আপডেট করতে পারবো । আমি অনেক সময় দিতে পারবো । আমি কাজটা কোথায় পাবো । বড় ভাইয়েরা বলবেন প্লিজ ।
sr. member
Activity: 616
Merit: 322
September 03, 2023, 11:58:46 AM
@Learn Bitcoin
@Little Mouse
@Crypto Library
@shasan

আপনাদের কাছে একটা পরামর্শ চাচ্ছি আমি যদি বিদেশ থেকে কোনো physical crypto Collectib আনি মানে কেউ আমার ঠিকানায় পাঠায় যেমন Collectib হতে পারে একটা Bitcoin, Ethereum এগুলার কয়েন। তাহলে কি কোনো ঝামেলা হবার সম্ভাবনা আছে? যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না তাই এই বিষয় নিয়া ভয় পাইতেছি। আপনারা একটু বিষয়টা বলবেন আপনাদের থেকে পরামর্শ চাইতেছি।

ধন্যবাদ
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
September 03, 2023, 04:15:51 AM
সর্বদা আমাদের বাংলা কমিউনিটি এরকম বাউন্টি হান্টারদের মাল্টিপল একাউন্টের আনাগোনা বেড়েই চলেছে। অন্যান্য কমিউনিটিতে এত মাল্টিপল একাউন্টের আনাগোনা এতটা চোখে পড়ে না। এখানে কিছু বাউন্টি হান্টাররা জাস্ট দু চারটা মেরিটের জন্য আসে এবং এসে একাউন্টগুলো কানেক্টেড প্রমাণিত হয়ে বোনাস হিসাবে নামের পাশে নেগেটিভ ফিডব্যাক খেয়ে যায়।
@Learn Bitcoin ভাই আপনি এদেরকে একটু বোঝান আমি ভাই অনেক বলেছি। আমরা যারা এখানে নিরন্তর ধারায় কাজ করে যাচ্ছি তারা বেলাশেষে শূন্য হাতে ফিরতে হবে।
এই ব্যাড reputation হচ্ছে এটা এক সময় আমাদের জন্য ডিমেরিটস পয়েন্ট হিসেবে ধরা দেবে কেননা আমরা যতই ভালো পারফরম্যান্স করি না কেন বেলা শেষে এই সমস্ত ভাই সকলের জন্য আমরা স্বতন্ত্র লোকালবোর্ড নাও পেতে পারি।
বিশেষ করে যারা মাল্টিপল একাউন্ট নিয়ে আসে তাদেরকে যতদিন পর্যন্ত এখানে আনাগোনা না কমানো হবে ততদিন পর্যন্ত আমাদের লোকালের কোন উন্নতি হবে না বরং ব্যাড রেপুটেশন বেড়েই যাচ্ছে।

@lovesmayfamilis ,Thank you very much for bringing all these bad users to justice.

আসলে নিয়ম মানার ক্ষেত্রে কখনো ভুল হয়ে যেতে পারে। নতুন অবস্থায় সবাই সব কিছু জানে না। অনেকে রুলস সম্পর্কে অবগত না। কিন্তু এই যে চিটিং করার একটা মনোভাব, এটা আসলে দূর হচ্ছে না। এর পেছনে ইউটিউব চ্যানেল, কিছু ফেইসবুক গ্রুপের হাত আছে। এরা এদর গ্রুপে, চ্যানেলে ভিডিও দেয় কিভাবে একটা এয়ারড্রপ থেকে আনলিমিটেড ইনকাম করা যায় (মাল্টিপল একাউন্ট খুলে), এরা আসলে হারামকেও জায়েজ বানিয়ে দিচ্ছে।

এই যে চিটিং করার একটা প্রবনতা, যেটা অনেক ইনফ্লুয়েন্সার রা শিখাচ্ছে, মানুষ এটা থেকে বের হতে সময় লাগবে। কেউ যদি ফোরামে ঘটে যাওয়া কেস গুলো থেকে শিক্ষা না নেয়, আপনি আসলে কি করতে পারবেন? আসলে ফোরাম ব্রাউজ করার কোনো বিকল্প নেই। সারাদিনে ২ টা পোষ্ট লেখার আগে আরো ৪০-৫০ টা পোষ্ট পড়া জরুরী। আপনি যতো বেশি পোষ্ট পড়বেন, ফোরাম সম্পর্কে ততোবেশি শিখতে পারবেন। মানুষকে চিটিং করার মন মানষিকতা থেকে বের হয়ে আসতে হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 03, 2023, 12:38:24 AM
কোট
কপি পেস্ট তথ্য চুরি এসব কিভাবে রিটোর্ট করতে হয় যদি একটি বিন্তারিত জানেতেন। কোথায় কি কোন ফরমাটে রিপোট করতে হবে?
সাধারণ স্পাম পোস্ট যেভাবে রিপোর্ট করেন সেভাবেই করতে পারেন। শুধু রিপোর্টের কমেন্টে লিখবেন কপিড ফ্রম- সোর্স। ব্যস, এইটুকুই যথেষ্ট। এছারাও আপনি চাইলে LoyceV এর এই টপিকে রিপোর্ট করতে পারেন- https://bitcointalksearch.org/topic/report-plagiarism-copypaste-here-mods-please-give-temp-or-permban-as-needed-1926895
কিভাবে রিপোর্ট করবেন সে সমস্ত ফরম্যাট এইখানে দেয়া আছে। অথবা অন্যরা কিভাবে রিপোর্ট করছে সেটাও অনুসরণ করতে পারেন।

ইদানিং অনেকেই চ্যাটজিপিটি কিংবা অন্যান্য এ.আই এর মাধ্যমে পোস্ট তৈরী করে ফোরামে পোস্ট করছে। আমাদের লোকাল থেকেও একজন মনে হচ্ছে একই কাজ করছে। দয়া করে এইসব করবেন না। এইগুলো যে কেউ পড়লে সহজেই বুঝতে পারবে। ব্যান খাবেন সে ব্যাপারে ভুল নাই। এখন না হোক পরবর্তীতে হলেও ব্যান খাবেন।
full member
Activity: 490
Merit: 119
September 03, 2023, 12:37:33 AM
~

এই তথ্য থেকেই বোঝা যায় যে, মানুষ যত বড় অন্যায় করুক আর অপরাধী হোক না কেন? সে একটা না একটা ভুল করেই ফেলে বা একটা সূত্র রেখেই দেয়। এখানে এই দুইটা একাউন্টের টেলিগ্রাম একাউন্ট একই, তার মানে হচ্ছে যে, সে কিন্তু চালাকি করে কাজটা করছে কিন্তু সে ভুল করেই ফেলছে। এই জন্য অনুরোধ সবার প্রতি যে আপনারা সৎ থাকার চেষ্টা করবেন।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
September 02, 2023, 11:19:35 AM
কোট
কপি পেস্ট তথ্য চুরি এসব কিভাবে রিটোর্ট করতে হয় যদি একটি বিন্তারিত জানেতেন। কোথায় কি কোন ফরমাটে রিপোট করতে হবে?
hero member
Activity: 840
Merit: 522
September 02, 2023, 09:03:15 AM
আসলে অতি লোভে তাতি নষ্ট একটা আছে না? সেরকম হচ্ছে আমাদের লোকাল লোকজন। ফোরামে একজনের আনলিমিটেড একাউন্ট থাকেতে পারে তাতে কোনো বাধা নেই। কিন্তু সমস্যা হলো যখন মানুষ একাধিক একাউন্ট ব্যাবহার করে নিজেই নিজেকে রিপ্লাই দেয়, নিজেই নিজেকে মেরিট দেয়ার চিন্তা করে, আবার একই ক্যাম্পেইনে একাধিক একাউন্ট দিয়ে জয়েন করে অনেক বেশি টাকা কামানোর জন্য। ক্যাম্পেইনের রুলস ভায়োলেট করে।

এগুলো যখন এক্সপোজ হয়ে যায়, মানুষের কেমন লজ্জা কাজ করে ভেতরে। তবে নতুন অবস্থায় মানুষ ভুল করতে পারে। কিন্তু আপনারা কি অন্যের ভুল গুলো থেকে শিখতে পারেন না? নাকি নিজেকেই ভুল করে শিখতে হবে? যাই হোক, আমি মনে করি এটা ওনার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে।
Jump to: