প্রত্যেক মাসে আমাদের বিটকয়েন ফোরামে বিভিন্ন ভাষাভাষী ইউজারদের লোকাল বোর্ডকে কেন্দ্র করে Rikafiq একটি লোকাল বোর্ড ভিত্তিক প্রতিবেদন দাখিল করে থাকে যেখানে আমাদের বাংলাদেশ ও পাকিস্তান আলাদা লোকাল বোর্ডের স্বীকৃতি না পেলেও এই দুটি দেশের সার্বিক পরিসংখ্যান এখানে তুলে ধরা হয়। আমি ঐ সকল লোকাল বোর্ডের পরিসংখ্যানের চিত্রগুলো তুলে ধরার পাশাপাশি এখানে আমাদের বাংলাদেশ কতটুকু ভাল পারফরম্যান্স করেছে তার তুলনামূলক বিশ্লেষণ করব।
লোকাল বোর্ডের পোস্ট:বিটকয়েন ফোরামের 18 টি লোকাল বোর্ডের মোট 15864 পোষ্টের মধ্যে বেশিরভাগ পোস্টগুলো রাশিয়ান, তুর্কি স্থান, জার্মানি, ইন্দোনেশিয়া ইত্যাদি লোকাল বোর্ডগুলোতে হয়ে থাকে। এখানে আমার বাংলাদেশ গত জুলাই মাসে মোট পোস্ট করেছিল ২৮৬টি যা জুন মাসের তুলনায় তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তবে চলতি মাসে জুলাই মাসের তুলনায় পোস্ট বেশি হবে বলে আমরা আশাবাদী।
লোকাল বোর্ডের সক্রিয় মেম্বার সংখ্যা:লোকাল বোর্ডের সক্রিয় মেম্বার সংখ্যার দিক দিয়ে আলোচনা করলে বাংলাদেশ অন্যান্য স্বতন্ত্র লোকাল বোর্ড গুলোর চেয়ে অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ জার্মানি, ইতালি, স্প্যানিশ, রোমানিয়ান, পর্তুগিজ, পাকিস্তানের তুলনায় অনেক বেশি এগিয়ে। বাংলাদেশ গত জুলাই মাসে সক্রিয় মেম্বার সংখ্যা ৫২ জন ছিল যার রীতিমতো প্রশংসনীয়। একটি বিষয় হচ্ছে গত জুলাই মাসের তুলনায় এই মাসে সক্রিয় মেম্বার সংখ্যা সম্ভবত কমে যাবে কেননা আমাদের এখানে সক্রিয় মেম্বার মেম্বারদের পোস্ট সংখ্যা কমে গেছে পাশাপাশি তাদের এই লোকালবোর্ডে আনাগোনা কমে গেছে। আমি প্রত্যেক সক্রিয় মেম্বারকে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের একটিভ থাকার আহ্বান জানাচ্ছি।
লোকাল বোর্ডের মেম্বাদের প্রতি মেম্বার পোস্টের পরিমাণ:গত জুলাই মাসে বাংলাদেশের ইজারদের পোস্ট সংখ্যা তুলনামূলকভাবে ক্যাটাগরি ভিত্তিক খারাপ নয়। আরেকটু ভালো করলে হয়তো আমরা পরবর্তীতে আরো ভালো পজিশনে যেতে পারবো। যেখানে অন্যান্য লোকাল বোর্ড আমাদের চাইতে অনেক পিছিয়ে সেখানে আমরা তুলনামূলকভাবে অনেক ভালো করেছি যা আপনারা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন।
১০+ পোস্ট (৮জন) ১৫%
২-৯ পোস্ট (২৯ জন) ৫৫%
১ পোস্ট (১৫ জন) ৩০%
মেরিট সেন্ডার ও রিসিভার:অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হওয়ার কোন সুযোগ নেই কেননা আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের এটাই সবচেয়ে দুঃখজনক অধ্যায়। আমাদের এখানে আমরা যে পরিমাণ মেরিট আদান প্রদান করি তাতে করে আমরা এই পরিসংখ্যানে সহজে প্রবেশ করতে পারবো না। আমাদের মেরিট সেন্ড করার মত যথেষ্ট মেরিট আমরা অর্জন করতে পারিনা। আমাদের কোন মেরিট সোর্স নেই যেখান থেকে আমরা মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত এই ক্যাটাগরি থেকে বাংলাদেশ জুলাই মাসে বঞ্চিত আছে। সামনের মাসগুলোতে আশা করি আমরা এই ক্যাটাগরিতে ঢুকতে পারবো ইনশাআল্লাহ।
মেরিট/পোস্ট লোকাল বোর্ড:এই ক্যাটাগরি সাজানো হয়েছে গত জুলাই মাসে কি পরিমাণ মেরিট প্রতি পোস্টে পেয়েছে এবং ১২ মাসে গড়ে প্রতি পোস্টে কি পরিমান মেরিট পেয়েছে তার একটি এভারেজ রেশিও।
বাংলাদেশ এখানে অন্যান্য লোকাল বোর্ডের তুলনায় পিছিয়ে নেই। বাংলাদেশ ১২ মাসের এভারেজ পার পোস্ট ও মেরিট রেশিও হচ্ছে ০.৪৯ এবং জুলাই মাসে মেরিট পারপোস্ট রেশিও ০.৩২ । তবে আমাদের বাংলাদেশে যদি অন্যান্য লোকালবোর্ড গুলোর মত সুবিধা থাকতো তাহলে আমরা আরো ভালো করতে পারতাম যা আমাদের স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে অনেক বেশি সুবিধা হতো।
পরিশেষে আমি আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সক্রিয় ইউজারদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা মাসে অন্তত হলেও একটি বা দুইটি পোস্ট দিয়ে একটিভ থাকবে। আপনাদের একটি বা দুইটি পোস্ট আমাদের এই বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের অনেক বেশি উপকারে আসে। আপনারা আপনাদের দু চার মিনিট সময় এখানে দিলে খুব একটা বেশি অপচয় হবে না অথচ আমাদের বাংলাদেশের জন্য অনেক বেশি সুবিধা হবে যা আপনারা এই চ্যাট গুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কতিপয় মেম্বার রয়েছে যারা সব সময় আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের সার্বিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে তাদের নাম যদি আমি মিস করি তাহলে তাদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
@Learn Bitcoin
@Bd Officer
@BD Crypto
@Crypto Library
@Little Mouse
@Shasan
@DYING_S0UL
@Bitcoin_people
@Popkon6
@Z_MBFM
@Negotiation
@Dimitri94
@roksana.hee
@LDL
@Tiger420
@Shishir99
@RewFrew
@Gulttam2a2
@Mr.corol
@synchronym
@Offline33
পোস্টটি এই থ্রেড থেকে সাহায্য নেওয়া হয়েছে:
https://bitcointalksearch.org/topic/m.62719470