ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই
, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।
ভাই ওইসব ডিটি মেম্বারদের নিয়ে না কথা বলি, নামটা মুখে নিয়ে আবার নাম বললে চাকরি থাকবে না এমন হবে।
যাই হোক পার্সোনাল নোট এর বিষয়টা এটা আমি Royse777 কে অনেক আগে ব্যবহার করতে দেখেছিলাম। যেমন ধরুন কোন ইউজারকে সে তার ক্যাম্পেইন গুলো থেকে ব্যান করে রাখছে এরকম।
তাছাড়া ধরনের তো অনেক ইউজার এক একজন এক এক কাজের সাথে জড়িত কে কোন কাজের সাথে জড়িত এর জন্য ছোট্ট করে একটা পার্সোনাল দিয়ে রাখলে পরবর্তীতে তাকে চিনতে সুবিধা হবে, প্রোফাইল পোস্ট ঘেঁটে আর ডিটেলস জানতে হবে না। যাই হোক আপনাকেও ধন্যবাদ।
ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে এর আগেও আপনার কয়েকটি ইউজফুল এইসব টেকনিক দেখেছি।
যদিও বর্তমানে এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো।
আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু ট্রিকস পাবো।
আমার এইসব পোস্টের সার্থকতা এটাই ভাই।
আর বলে রাখি শুধু সার্ভিস না এটা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন উপরে অলরেডি একটু ডিটেলস বলে দিয়েছি।
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ? এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার , এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ
এটা কোন কথা কইলেন ভাই এডিট কিভাবে করবেন? পোস্ট যেহেতু করতে পারছেন তাছাড়া কোট করতে পেরেছেন এডিট করতে পারবেন না?
আচ্ছা যাই হোক তারপরেও বলে দেই- জাস্ট এডিট অপশনে চাপ দিবেন আর যে সব টেক্সট নিয়ে আপনার প্রশ্ন সেটাকে রেখে বাকি সব টেক্সগুলো রিমুভ করে দিবেন নিজে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম-
[quote author=Crypto Library link=topic=631891.msg62574742#msg62574742 date=1689803058]
[center][u][b]কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট[/b][/u][/center]
[/quote]
চাইলেও উপরের টেক্সট গুলো কপি করে পেস্ট করে দিতে পারেন Edit অপশনে ক্লিক করার পর ।