Author

Topic: বাংলা (Bengali) - page 181. (Read 5310024 times)

newbie
Activity: 12
Merit: 1
July 23, 2023, 01:59:08 AM
সেরা পাঁচটি লোকাল থ্রেডের তালিকা

1. পাকিস্তান

প্রতিষ্ঠাতা : Abdussamad

2. বাংলাদেশ

প্রতিষ্ঠাতা : BitCoinDream

3. ভিয়েতনামা

প্রতিষ্ঠাতা : baby_ghost

4. ইউক্রেন

প্রতিষ্ঠাতা : Coinoid

5. সার্বিয়ান

প্রতিষ্ঠাতা : Danilo
full member
Activity: 490
Merit: 119
July 23, 2023, 12:46:20 AM
২০১৮ সালে আমি ১০০০ ডোজ কয়েন দিয়ে ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন কিনেছিলাম। তখন এর ভ্যালু আস্তে আস্তে বাড়ছিল। আমি প্রায় এক দেড় মাস যাবত সেটাকে ফলো করতেছিলাম। যখনই আমি ডোজ কয়েন দিয়ে পাই কয়েনটা কিনে ফেললাম। প্রায় দুই মাস যাবত সেটাকে অবজারভ করতেছিলাম। দেখলাম এর ভ্যালু আমার কেনা ভ্যালু থেকে ডাবল হয়ে গিয়েছে। যখনই আমি ওইটাকে আবার ডোজ কয়েনে কনভার্ট করতে গেলাম। ওরে বাবা! দেখি কি অবস্থা জানেন? আমার ২ লাখ ৬৯ হাজার পাই কয়েন মাত্র ২৬৯ পাই কয়েন এ পরিণত হয়েছে। আমার ২৬৯ পরে যে শূন্য ছিল সেই শুন্য কোথায় চলে গেল? আমি বুঝলাম না, ভাই। দেখলাম আমার ২৬৯ এরপরে দশমিক বিন্দুটা রয়েছে তারপরে দুইটা শূন্য রয়েছে। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে, এই দশমিক বিন্দুটা ছিল ২৬৯ এর পরে তিনটা শূন্য তারপরে ছিল কিন্তু হঠাৎ করে এই দশমিক বিন্দুটা কিভাবে লাফাই লাফায় তিনটে শূন্যের আগে চলে আসলো, আমি সেটাই বুঝলাম না। তারপর থেকে নতুন যে কয়েনগুলো মার্কেট লঞ্চ হয় সেগুলোতে ইনভেস্ট করতে খুব ভয় করে।

যাই হোক ভাই, আপনারা যারা যেখানেই ইনভেস্ট করেন না কেন? চিন্তা-ভাবনা করে এবং সিনিয়র ভাইদের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন।

কারণ জীবনের একটা ভুল, সারা জীবনের কান্নায় পরিণত হইতে বেশি সময় লাগে না ভাই। সব থেকে বড় কথা, আল্লাহ দিলে সব হয়। ইনশাল্লাহ সত্যের জয় হবেই। আমি বিশ্বাস করি, আমি যদি কারো সাথে প্রতারণা না করি আমার সাথেও কেউ প্রতারণা করবে না। হয়তো আমার না জানা কিছু ভুল ছিল যার কারণে আমি সেখানে কিছু অর্থ লস করেছি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 22, 2023, 03:23:51 PM
আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।
এত দ্বিধাদন্তে থাকার দরকার নেই ভাই চোখ বন্ধ করে এটা থেকে দৌড় মারুন ভুলেও যেন ইনভেস্ট না করেন।  ক্রিপ্ত কারেন্সিতে স্ক্যামিং এর কথা তো আর নতুন করে বলতে হবে না ওয়ান কয়েন আরো কি কি যেন ছিল ভুলে গেছি যাই হোক 2019 সালে এটি যখন স্টার্ট হয় মানে পাই এপ্লিকেশনটি যখন ডেভেলপমেন্ট করা হয় তখন একটা হাইপের মধ্য দিয়ে এটা কোটি কোটি মানুষের একটা কমিউনিটি গড়ে তুলেছে।
যদিও এখন এর মাইনিং কম আগের মতন নেই তারপরও আমি একটা সাধারন জিনিস বলে যাই দেখেন কোটি কোটি মানুষের হাতে এই অ্যাপ্লিকেশনটি আছে বা ছিল এবং তারা বেশিরভাগই কিছু না কিছু মাইনিং করেছে তো এক্ষেত্রে মাইনিংহওয়া কয়েন এর সংখ্যা কিন্তু কম নয়, আর এর বেশিরভাগ মানুষই কিন্তু ওয়েট করতেছে কখন এই কয়েনটার একটা ভ্যালু এড হবে এবং সেটা সেল করে কিছু ইনকাম করবে, এখন এটা যদি লিস্টেড হয় বা এপ্সে থাকা কয়েন গুলো কখনো সেল করা যায় যদিও আদৌ এটা হবে কিনা জানিনা তারপরেও যখন এটা লিস্টেড হবে তখন বেশিরভাগ মানুষই এটা সেল করা শুরু করে দিবে এবং তখনই সাথে সাথে ঘটবে এটার ধর পতন। লুনার কথা হয়তো আমরা ভুলে যাইনি তাই না ভাই Grin
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 22, 2023, 12:16:23 PM
~~
~~
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্ক
পাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
এই টোকেনের কথা কি বলব  Grin ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin

আসলে পাই টোকেন নিয়ে আমিও চরম দ্বিধা দ্বন্দ্বে আছি। এটার বর্তমান মূল্য xt.com এ প্রায় $৩০০ হলেও বাইরে এর মূল্য অনেক কম। এটি মার্কেটপ্লেস এর বাইরে মাত্র $.৩৫-$৪০ এ কেনা বেচা চলছে। এবং এটি এক্সচেঞ্জারে ডিপোজিট বা উড্রো করা যায় না। সব মিলে পাই নেটওয়ার্ক এর টোকেন নিয়ে আমি প্রচন্ড ধোয়াসার মধ্যে আছি। এবং আমি দীর্ঘদিন ধরে পাই টোকেন মাইনিং করে যাচ্ছি যা নিয়েও আমি দূরচিন্তার মধ্যে আছি।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 22, 2023, 10:00:09 AM
বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin

স্ক্যাম কয়েন তা ঠিক তবে আপনি জেনে শুনেই বিনিয়োগ করেছেন। যতগুলো এক্সচেঞ্জই পাই কয়েন তালিকাভুক্ত করেছে, আমি যতদুর জানি, তারা সবাই এইটাকে স্পষ্টভাবে IOU কয়েন হিসেবে উল্লেখ করেছে। সুতরাং, তাদের দোষ আসলে নেই। আপনি যদি তাদের এনাউন্সমেন্ট পড়তেন, তাহলে নিশ্চয়ই জানতেন যে আপনি এই কয়েন উইথড্র করতে পারবেন না। যাই হোক, এইটা একটা অভিজ্ঞতা। আশা করি পরবর্তীতে আপনার এই অভিজ্ঞতা আপনাকে অনেক বড় লস থেকে বাচাবে।
ক্রিপ্টোকারেন্সি জগতে অনেক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। যেগুলো একজন নন-ক্রিপ্টো ব্যবহারকারীর পক্ষে সহ্য করা খুবই কঠিন। কিন্তু, এইগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে। আরো শিখতেছি। সব ভুলকেই বাংলাদেশ ক্রিকেট দলের হারের মত অভিজ্ঞতা হিসেবেই নিচ্ছি  Grin

এটা আপনাকে প্রাইভেট ভাবে বলবো। এমনিতে নাম বললে চাকরি থাকবে না। হুদাই ডিসট্রাস্ট লিষ্টে এড করে দিবে। কিছু করার থাকবে না।

ওদের ডিস্ট্রাস্ট লিস্ট দেখলেই বোঝা যায় ওরা আসলে ফোরামের ট্রাস্ট সিস্টেম সম্পর্কে কম বুঝে  Grin হুদাই হাবিজাবি দুনিয়ার সবাইরে ডিস্ট্রাস্ট লিস্টে ফালাই রাখে, যারা জীবনে কোনদিন কাউকে ফিডব্যাক দেয়নাই, তাদেরকেও ডিস্ট্রাস্ট লিস্টে রাখে। ফোরামে এইরকম আজাইরা কিছু পাবলিক আছে। এইগুলার কামই হইছে নিজেকে জাহির করার চেষ্টা। এইগুলাকে ইগ্নোর করে রাখবেন। সেটাই ভালো আমার মতে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 22, 2023, 01:55:21 AM
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্ক
পাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
এই টোকেনের কথা কি বলব  Grin ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin

ভাই এটা কে বলে অতি লোভে তাতি নষ্ট হওয়ার মতো অবস্থা। আমরা অনেকেই এসব আকাম করেছি মনে হয়। টেরা লুনা যখন ক্রাশ করে, ভাবি নাই যে এটা আর কখনো রিকোভার করবে না। যখন স্ট্যাবল কয়েন টা ডিপেগ হলো, অনেকগুলা কয়েন কিনেছিলাম এটা ভেবে যে আরে এটা তো আবার রিকোবার করে ফেলবে। তারপর কি হয়েছে এটা তো সবাই জানেন। পাই নেটওয়্যার্ক এর কোনো ব্লকচেইন ই নাই, তবুও অনেকে কিছু এক্সচেন্জ এ এটা কিনেছে মানে হয়। আমার প্রশ্ন হলো এটা কি একই এক্সচেন্জ এ আর সেল করা যায় নি? আমি যেহেতু কিনি নাই, এজন্য বলতে পারছি না।

এইটা কার সম্পর্কে বলছেন? জানা দরকার। নিউট্রাল ট্যাগ আসলে খুব ভালো কাজে দেয় যদি কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু কিছু অতি চালাক যারা ফোরামে একটা কিছু হওয়ার পায়তারা করতেছে তারা এইটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে।
এটা আপনাকে প্রাইভেট ভাবে বলবো। এমনিতে নাম বললে চাকরি থাকবে না। হুদাই ডিসট্রাস্ট লিষ্টে এড করে দিবে। কিছু করার থাকবে না।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
July 21, 2023, 12:45:08 PM
~~
~~
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্ক
পাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
এই টোকেনের কথা কি বলব  Grin ভাই আমি XT Exchange থেকে ৩ টা Pi Token কিনেছিলাম যখন এর দাম $25/$26 করে ছিল। অন্য অন্য এক্সচেঞ্জ এ $70/80 করে ছিল দাম আমার মূলত লোভ ছিল XT Exchange থেকে কিনে অন্য এক্সচেঞ্জ এ সেল করবো। কিন্তু যখন উদ্র করতে গেলাম তখনই দেখি সাসপেন্ড করা। বিশাল বড় ধরনের বা* খেয়েছি এই স্কাম টোকেনে বিনিয়োগ করে  Grin
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 21, 2023, 12:04:29 PM
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  Roll Eyes, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো?
এইটা কার সম্পর্কে বলছেন? জানা দরকার। নিউট্রাল ট্যাগ আসলে খুব ভালো কাজে দেয় যদি কেউ সেটাকে সঠিকভাবে ব্যবহার করে। কিন্তু কিছু অতি চালাক যারা ফোরামে একটা কিছু হওয়ার পায়তারা করতেছে তারা এইটাকে খুব খারাপ পর্যায়ে নিয়ে গেছে।

আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
পাই নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেল দেখুন- পাই নেটওয়ার্ক
পাই নেটওয়ার্ক এখনো কোন এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় নি। তাই এর কোন দাম নাই বলা চলে। তবে পাই কয়েনের IOU (I owe you) ভার্সন অনেকেই তালিকাভুক্ত করেছে। এই কয়েন শুধু আপনি এক্সচেঞ্জে ট্রেড করতে পারবেন। এক এক্সচেঞ্জ থেকে অন্য এক্সচেঞ্জে নিতে পারবেন না কিংবা কোন ওয়ালেটে নিতে পারবেন না। কারন, ব্লকচেইনে এর কোন অস্তিত্বই নেই।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
July 21, 2023, 11:29:00 AM
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
ভাই এটা আসলে কেউ বলতে পারবে না সঠিকভাবে এর আগে আমি একটি টেলিগ্রাম গ্রুপে দেখেছি তাঁরা PI Token Buy & Sell করা নিয়ে কথা বলছে। সেখানে একজন ব্যক্তি প্রতিটি PI এর মূল্য $0.30 করে কেনার জন্য খুবই আগ্রহী হয়েছিল।
আমি মনে করি এটা এখনো সেল করা যায় না তাদের রোডম্যাপ অনেক বড় হয়তো 2026 সালে এর এক্সচেঞ্জ আনার সম্ভাবনা রয়েছে।
তবে আপনি শুধু শুধু এর পেছনে সময় নষ্ট না করে অন্য কাজে মনোযোগ দিন এটা বিক্রি করা যায় না।
তবে mainnet যারা করেছে তাদের কিছু টোকেন হয়তো বিক্রি করতে পেরেছেন আমি সঠিক বলতে পারলাম না দুঃখিত।
আপনি এটি মাইনিং করতে থাকেন যখন এক্সচেঞ্জ আসবে তখন বিক্রি করার মত সুযোগ থাকতে পারে পারলে কেওয়াইসি করে রাখেন।


একটি PI বর্তমানে এক্সচেঞ্জ এ লিস্ট করা আছে আপনি কোনটির কথা বলেছেন??
newbie
Activity: 12
Merit: 1
July 21, 2023, 10:52:19 AM
আপনারা কেউ কি জানেন 1 পাই সমান কত USD?
আপনারা যদি এই সম্পর্কে জেনে থাকেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 21, 2023, 07:38:26 AM
আমার মতো অনেক নতুন মেম্বার Bitcointalk থেকে আয় করতে এবং শিখতে চাই। তবে আমাদের সিনিয়রদের কাছ থেকে সঠিক গাইড দরকার। কিভাবে ব্যান থেকে আমাদের একাউন্ট বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো?
এ সম্পর্কে সিনিয়ররা কিছু উপদেশ দিলে অনেক উপকৃত হবো।
আপনাকে গতকাল ফোরামে কিভাবে নিজেকে গ্রো করবেন এবং সঠিক ব্যবহার করবেন এই বিষয়ে উপদেশ ও কিছু গুরুত্বপূর্ণ লিংক সংযুক্ত করে দেয়া হয়েছিল। আপনি কি ওই পোস্টগুলো পড়েছেন?
যদি পড়ে না থাকেন তাহলে আবার পড়ে নিন এবং ফোরামের রুলস গুলো সম্পর্কে আগে ভালোভাবে জানুন । আগের পোস্টটি: https://bitcointalksearch.org/topic/m.62577208

কিভাবে ফোরাম থেকে আয় করবেন:

১. আপনি কি ফোরামের বাউন্টি সেকশন সম্পর্কে অবগত আছেন? এখানে বিভিন্ন প্রজেক্ট এর প্রমোশনাল ক্যাম্পেন শেয়ার করা হয় এবং ক্যাম্পিং গুলোতে অংশগ্রহণ করলে তাদের নিজস্ব টোকেন বা কিছু কিছু ক্যাম্পেইনে স্টেবল টোকেন রেওয়ার্ড হিসেবে দেওয়া হয়। এর মাধ্যমে খুব দ্রুত ফোরাম থেকে আর্নিং করা যায় এবং এটা খুব জনপ্রিয় একটি উপায়। রানিং ক্যাম্পেইন গুলো দেখতে ও অংশগ্রহণ করতে Bounties (Altcoins) বোর্ডটি ভিজিট করুন। এখানে আপনার social account গুলো যেমন টুইটার, ফেসবুক ইত্যাদিতে যত বেশি ফলোয়ার থাকবে তত বেশি শেয়ার পাবেন। টেলিগ্রাম ও ব্লগ ইত্যাদি অন্যান্য ক্যাম্পেইন এ জয়েন হতে পারবেন। প্রতিরাত ক্যাম্পেইনে জয়েন হওয়ার আগে অবশ্যই রুলস গুলো পড়ে নিবেন। সবগুলো ক্যাম্পেইন থেকেই আপনি পেমেন্ট পাবেন না বা ভালো পরিমাণে আয় করতে পারবেন না তাই জয়েন করার আগে অবশ্যই ভালো ক্যাম্পেইন গুলো নির্বাচন করবেন।

কিভাবে ব্যান থেকে বাঁচাবো ও অ্যাকাউন্টে মেরিট বাড়াবো?

ব্যাংক থেকে বাঁচানোর একটাই উপায় সেটা হচ্ছে ফোরামের রুলস গুলো যথাযথভাবে ফলো করা। রুশ সম্পর্কিত বেশ কয়েকটি লিংক আপনাকে আগের মেসেজে দেয়া হয়েছে। আর একাউন্টে মেরিট পাওয়ার জন্য কিছু দিকনির্দেশনা সম্বলিত লিংক ও আগের মেসেজে দেয়া হয়েছে। আগে সেগুলো ভালোভাবে পড়ুন। খুব সংক্ষেপে বলতে গেলে ফোরামে সময় দিবেন ভালো ভালো পোস্ট করবেন অন্যদের হেল্প করবেন এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করবেন। অর্থাৎ আপনার প্রতিটা পোস্টি যেন গুরুত্বপূর্ণ অর্থ বহন করে এই চেষ্টা করবেন তাহলে খুব সহজেই ফোরামে মেরিট পাবেন।

newbie
Activity: 12
Merit: 1
July 21, 2023, 07:04:39 AM
আমার মতো অনেক নতুন মেম্বার Bitcointalk থেকে আয় করতে এবং শিখতে চাই। তবে আমাদের সিনিয়রদের কাছ থেকে সঠিক গাইড দরকার। কিভাবে ব্যান থেকে আমাদের একাউন্ট বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো?
এ সম্পর্কে সিনিয়ররা কিছু উপদেশ দিলে অনেক উপকৃত হবো।
member
Activity: 168
Merit: 58
July 20, 2023, 10:01:40 PM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 20, 2023, 04:48:08 PM
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
Crypto Library ভাই আপনাকে সুন্দর করে বুঝিয়েছেন আমিও আপনাকে একটু বুঝানোর চেষ্টা করি। প্রথমে আপনি এডিট অপশনে ক্লিক করবেন আপনাকে বুঝানোর সাপেক্ষে আমি একটা স্কিনশট দিচ্ছি দেখে নিতে পারেন।


এর পরবর্তীতে আপনি আপনি যে পোস্টে এডিট করবেন, সেই পোস্টে যে লেখাগুলো বাদ দিতে চান দেই লেখা গুলো কেটে দিবেন।


সর্বশেষ আপনাকে টেক্সট এডিট করা হলে আপনাকে সেব অপশনে ক্লিক করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন।

বিশেষ দ্রষ্টব্য, পিকচার গুলি বিটকয়েনটক ফরম থেকে স্কিনশট নেওয়া


ভাই বাংলাদেশ ট্রেড হবে নাকি বাংলাদেশ থ্রেড হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 20, 2023, 04:36:21 PM
ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।
আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  Roll Eyes, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।
ভাই ওইসব ডিটি মেম্বারদের নিয়ে  না কথা বলি,  নামটা মুখে নিয়ে আবার  নাম বললে চাকরি থাকবে না এমন হবে।
যাই হোক  পার্সোনাল নোট এর বিষয়টা এটা আমি Royse777  কে  অনেক আগে ব্যবহার করতে দেখেছিলাম।  যেমন ধরুন কোন ইউজারকে সে তার ক্যাম্পেইন গুলো থেকে ব্যান করে রাখছে  এরকম।
তাছাড়া ধরনের  তো অনেক ইউজার  এক একজন এক এক কাজের সাথে জড়িত  কে কোন কাজের সাথে জড়িত  এর জন্য ছোট্ট করে একটা পার্সোনাল দিয়ে রাখলে পরবর্তীতে তাকে চিনতে সুবিধা হবে,  প্রোফাইল  পোস্ট ঘেঁটে আর ডিটেলস জানতে হবে না।  যাই হোক আপনাকেও ধন্যবাদ।

ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে  এর আগেও আপনার কয়েকটি  ইউজফুল  এইসব টেকনিক দেখেছি।
যদিও বর্তমানে  এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো।
আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু  ট্রিকস পাবো।
আমার এইসব পোস্টের সার্থকতা এটাই  ভাই।
আর বলে রাখি শুধু সার্ভিস না এটা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন  উপরে অলরেডি একটু ডিটেলস বলে দিয়েছি।

আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
এটা কোন কথা কইলেন ভাই  এডিট কিভাবে করবেন?  পোস্ট যেহেতু করতে পারছেন তাছাড়া কোট করতে পেরেছেন  এডিট করতে পারবেন না?
আচ্ছা যাই হোক তারপরেও বলে দেই-  জাস্ট এডিট অপশনে চাপ দিবেন  আর যে সব টেক্সট নিয়ে আপনার প্রশ্ন  সেটাকে রেখে বাকি সব টেক্সগুলো  রিমুভ করে দিবেন  নিজে একটু উদাহরণস্বরূপ দেখিয়ে দিলাম-
Code:
[quote author=Crypto Library link=topic=631891.msg62574742#msg62574742 date=1689803058]
[center][u][b]কাস্টম ইউজার নোট এবং কোড গুলোকে ক্লিক বোর্ডে কপি করার ইউজার স্ক্রিপ্ট[/b][/u][/center]
[/quote]
চাইলেও উপরের টেক্সট গুলো কপি করে পেস্ট করে দিতে পারেন Edit অপশনে ক্লিক করার পর ।

newbie
Activity: 6
Merit: 1
July 20, 2023, 04:28:17 PM
আচ্ছা Crypto Library ভাই এডিট কিভাবে করব ?  এডিট অপশনে ক্লিক করলে তো এগুলোই চলে আসে আবার ,  এ বিষয়টি আসলে ভাই আমি বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন?  ধন্যবাদ
member
Activity: 108
Merit: 46
July 20, 2023, 04:10:04 PM
...
ধন্যবাদ Crypto Library, ভাই আপনাকে  এর আগেও আপনার কয়েকটি  ইউজফুল  এইসব টেকনিক দেখেছি।
যদিও বর্তমানে  এগুলো ব্যবহার করার জন্য আমার কোন সার্ভিস নেই তারপরে আশা করি ভবিষ্যতে এবং অনেক আমার অনেক কাজের জন্য ব্যবহার করতে পারবো।
আর আপনার থেকে এরকম এগুলা আর কিছু  ট্রিকস পাবো
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 20, 2023, 02:31:43 PM
jr. member
Activity: 64
Merit: 1
July 20, 2023, 02:21:51 PM
আমার প্রশ্ন হল: এই টোকেন গুলো ফেক নাকি আসল কিভাবে বুঝব..?
যারা এই বিষয়ে জানেন তারা যদি একটু বিস্তারিত বলতেন এবং এটা কিভাবে চেক করব এই বিষয়ে বিস্তারিত বলতেন , তাহলে আমার মনে হয় এই প্রতারণা থেকে অনেকেই উপকৃত হতো.
প্রথমত আমি বলব মেঘ না চাইতে জল টাইপের টোকেনগুলো অর্থাৎ যেগুলো আপনার ওয়ালেটে মাগনা মাগনা এসেছে এবং যখন এটা এক্সচেঞ্জ করতে গিয়ে দেখতেছেন অনেক ভালো দেখাচ্ছে কেন ওপেন বুঝার প্রথম স্টেপি হল এটা।
তাছাড়া অনেক সময় স্ক্যামাররা ফেক নাম দিয়ে অনেক ভালো ভালো টোকেনের ডুপ্লিকেট করে স্ক্যাম করে থাকে, সো এই ক্ষেত্রে আপনি কয়েন মার্কেট বা কয়েনগীকো থেকে অরজিনাল স্মার্ট কন্ট্রাক্ট এর সাথে আপনার ওয়ালেটে আসা স্মার্ট কনট্রাক মিলিয়ে নিতে পারেন।
তাছাড়া মোট সাপ্লাই কত যেমন ধরুন মোট সাপ্লাই বিশ হাজার এবং আপনার নিকট টোকেন রয়েছে ১৮ হাজার কিংবা এর আশেপাশে আর এর সাথে যদি দেখেন একটা বিশাল পরিমাণ হোল্ডার রয়েছে তাহলেও বুঝতে পারবেন যে এটি স্ক্যামার।
বিস্তারিত ভালোভাবে দেখতে এই টপিকটি ভিজিট করতে পারেন- How to check a Scam token on BSC. এখানে স্ক্রিনশট দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
তাছাড়া এসব লিংকে গিয়েও টোকেন ভেরিফাই করতে পারবেন- https://honeypot.is/
সবচেয়ে ভালো উপায় হলো https://tokensniffer.com/ এ স্ক্যান করে দেখা। এতে একদম সবকিছু ক্লিয়ার ভাবে দেখা আর বোঝা যায়
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 20, 2023, 10:25:27 AM
বিটকয়েন টক ফোরামের জন্য কাস্টম ইউজার নোট
প্রথম এর ব্যবহার বলে নেই,
এটির ব্যবহার মূলত আপনি  বিটকয়েন টক ফোরামের যে কোন ইউজারকে  বা ইউজারের প্রোফাইলে কাস্টম ভাবে নিজের মতন করে নোট দিয়ে রাখতে পারবেন,  যারা বিভিন্ন সার্ভিসের সাথে জড়িত তাদের নিকট এটা বেশি কার্যকরী।
মূলত এটাকে সহজ ভাষায় বলবো  নিজের পার্সোনাল ট্যাগিং।

ধন্যবাদ এটা শেয়ার করার জন্য। এই জিনিস টা আসলে কিছু ডিটি মেম্বারের দরকার। আমি নাম বলতে চাই না। ফোরামে কিছু ডিটি মেম্বার আছে যারা হুদাই নিউট্রাল ট্যাগ দিয়ে বসে থাকে আর বলে এটা তার পারসোনাল নোট। তোমার পারসোনাল নোট তো আর কমিউনিটির জানার দরকার নাই। নিউট্রাল ট্যাগ তখনই দেওয়া উচিৎ যেটা কমিউনিটির জানা দরকার। যেমন শিট পোষ্টার, লোন নিয়েছে বা অন্যান্য নোট যেগুলো কমিউনিটির জানা উচিৎ।

আমি এমন ও নিউট্রাল দেখেছি যেখানে লেখা আমি তাকে এটা রিকোয়েষ্ট করেছি, সে আমার রিকোয়েষ্ট রাখে নাই  Roll Eyes, ভাই এইটা কোনো নিউট্রাল ট্যাগ হইলো? এইটা কমিউনিটির জানার দরকার? আরো অনেক ইউজলেস নিউট্রাল ট্যাগ আছে। যেহেতু নিউট্র্যাল ট্যাগ এ কোনো ইফেক্ট পরে না, তাই এটা নিয়ে কথা হয় না।
Jump to: