Author

Topic: বাংলা (Bengali) - page 182. (Read 5726445 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 07, 2023, 10:37:03 AM
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।



এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
আচ্ছা ভাই উপরের ছবিগুলোতে বেশিরভাগ মানুষগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে টুপি পাঞ্জাবি ফতুয়া পড়ুয়া। সিরাজগঞ্জে বসবাস করায় আমি এই সকল টুপি দারিয়ালা লোকদের সম্পর্কে জানি। আমি সাধারণত সরকার বিরোধী রাজনীতি দলের সাথে যুক্ত। বাড়িতে অর্ধেক লোক জামাত-শিবিরের রাজনীতি করে তাই সাধারণত এই টুপি দাড়িওয়ালা লোকদের দুঃখ সম্পর্কে কিছুটা হলেও বুঝি।
বেশিরভাগ টুপি দাড়িওয়ালা লোকেরা উপরের সেমিনারে অংশগ্রহণ করেছে অথচ প্রশাসনের লোকেরা এই সকল লোকদের গতি প্রকৃতি সম্পর্কে জানেনা এটা আপনারা বিশ্বাস করেন। এইটা যদি কোন ইসলামিক শিক্ষামূলক সেমিনার হতো তাহলে এদেরকে জামাত শিবির বিএনপির লোক বলে চালিয়ে দিত। অথচ কিভাবে বর্ণিল পরিবেশে সেমিনার করছে অথচ এদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। মানে কি, প্রশাসনকে আগে পেট ভরিয়েছে তারপর সেমিনারের ব্যবস্থা করেছে। ধন্যবাদ আর কিছু লিখলাম না।

রাজনৈতিক কিছু কথা চলে আসায় আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 07, 2023, 10:25:34 AM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 07, 2023, 10:20:10 AM
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।

অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
ভাই বাংলাদেশের নাগরিক হিসাবে কোন কিছু না পেলেও একটা শিক্ষা অর্জন করেছি যে এই দেশে আপনি পজিটিভ কোন কিছুর মূল্যায়ন পাবেন না। বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আপনি কোনদিনও সৎ বিচার পাবেন না। আপনি কি মনে করেছেন এদেশে প্রশাসনের লোকদের না কিনে তারা এত বড় বিজনেস চালাচ্ছে? অবশ্যই আপনি খতিয়ে দেখুন না কেন প্রশাসনের লোক তো অবশ্যই আছে সাথে রাজনীতি মহলের বড় বড় রাগোভ বোয়াল এখানে জড়িত আছে। আপনি সৎভাবে এটার যতই প্রতিবাদ করুন না কেন এখানে অসৎ ভাবে বসে আছে বড় মহলের বিশিষ্টজনেরা।
বাংলাদেশে কোন বিজনেস আইনের লোকদের ফাঁকি দিয়ে করা সম্ভব না অথচ MTFE এর মত একটি এমএলএস বিজনেস প্রতিষ্ঠান কিভাবে শত শত মানুষ কে নিয়ে পার্টি করে সংবাদ সম্মেলন করে। ভালো করে খোঁজ নিয়ে দেখেন না কেন আইনে।র লোকরা এসব পার্টির তত্ত্বাবধায় করে। এবং দিনশেষে লক্ষ লক্ষ টাকা পকেটে পুষিয়ে নেয়।
আমার রাজশাহী বিভাগে এই সকল এমএলএস বিজনেস কোম্পানির ভক্ত বেশি কিন্তু আমার আশেপাশে এই সমস্ত ভক্ত দেখতে পাচ্ছি না। আর পাইলেও কি করব নিজের টাকা সে ইনভেস্ট করবে এতে আমার কি। আমি যদি তাদেরকে নিষেধ করতে যাই তাহলে উল্টো তারা আমার সাথে ফাপর নেবে। তাই তাদের নিজের খেয়ে পরামর্শ দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না।

@learn bitcoin বড় ভাই আপনাকে পরামর্শ দেওয়ার কোন যোগ্যতা আমার নেই কিন্তু একটা বিষয় বলি যেটা আপনি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিলিয়ে দেখতে পারেন।
আপনি যখন এগুলো নিয়ে আইনের লোকের কাছে ডায়েরি করতে যাবেন তখন আইনের লোকেরা আপনাকে বাহবা দিলেও পরবর্তীতে তারা এসব বিষয় নিয়ে ঊর্ধ্বতন মহলে আলাপ আলোচনা করবে এবং পরবর্তীতে তারা পদক্ষেপের পরিবর্তে উল্টো আপনার সাথে অন্যরকম কিছু করতে পারে। বাংলাদেশে আইনের লোকদের সাথে এসব বিষয়ে কোন কিছু শেয়ার করতে যাবেন না। আমি আপনি যেভাবে আছি সেভাবেই থাকি না কেন অহেতুক এসব বিষয় নিয়ে আমার আপনার মূল্যবান সময় নষ্ট করতে যাব কেন। যেহেতু আমি আর আপনি বিনিয়োগ তো করছি না, বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে আপনার বিনিয়োগ সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে এক্ষেত্রে লোকসানের সম্মুখীন হলে কেউ দায়ী থাকবে না। সুতারা আমি আর আপনি ভালো থাকলেই দুনিয়া ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 07, 2023, 08:15:43 AM
এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।

অবশ্যই আছে। তবে তার জন্য আপনাকে ব্যাপারটা প্রশাসন কে জানাতে হবে। প্রশাসনের কাছে কেউ যদি অভিযোগ না করে বা প্রশাসন তাদের কার্যক্রম সম্পর্কে না জানে, তাহলে প্রশাসন কিভাবে ব্যাবস্থা নিবে বলেন? আমার এলাকায় এটার বিস্তার এখনো শুরু হয়নি। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সি-আই ডি তে অভিযোগ করবো। যে কোনো ধরনের এম এল এম বিজনেস বাংলাদেশে অবৈধ। মানুষকে ধোকা দিয়ে হাজার কোটি টাকা নিয়ে পালাবে এরা। আমরা কেনো এসব বুঝতে পারি না? আমরা কেনো এসবে ইনভেষ্ট করি? লোভ কন্ট্রোল করা আসলেই কষ্টসাধ্য ব্যাপার। তবে যারা এসবে ইনভেষ্ট করে ধোকা খাবে, তাদের জন্য আমার কোনো সহানুভুতি থাকবে না। কেউ যদি একবার ধোকা খেয়ে শিক্ষা না নেয়, সে হাজারবার ধোকা খেলেও শিক্ষা নিবে না।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 07, 2023, 08:07:20 AM
MTFE ১০০০% স্ক্যাম করবে, আমি এই ফোরামে লিখে দিলাম যেটা পোষ্ট করার সাথে সাথে আরকাইভ হয়ে যাবে। সেদিন আমি আবার আমার এই পোষট টি কোট করে আপনাদের বলবো। ভাই, দুনিয়ায় কেউ আপনাকে এমনি এমনি টাকা দিবে না। কোনো কাজ ছাড়া শুধু ইনভেষ্ট করে ইনকাম করা গেলে তো ভালোই ছিলো।



এইযে ভাই দেখেন এরা একেবারে ওপেনলি সভা সমাবেশ করে যাচ্ছে। এর বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ করার কি কোনো লিগালিটি নাই? দেখেই বোঝা যাচ্ছে সবই Ponzi স্কিম। E-Orange, E Movie Ticket এসব এমএলএম সাইট থেকে কবে শিক্ষা নিবে এরা?

ছবিটা আমার এক পরিচিত বড় ভাইয়ের ফেসবুক থেকে নেয়া। তাকে এর সম্পর্কে জানালাম, সবরকম তথ্য প্রমান লিংক দেখালাম। কে শোনে কার কথা। বলদটা নিজের পায়েই নিজে কুড়াল মারবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 07, 2023, 04:34:17 AM
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 06, 2023, 04:14:32 PM
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ‍ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে।
ভাই দুটোই একই থিওরির উপর ভিত্তি করে পরিচালিত হয় অর্থাৎ গ্রাহকের টাকা দিয়েই গ্রাহককে সেবা দেওয়া বা প্রফিট দেওয়া। অর্থাৎ ১০ জনের ইনভেস্ট করা টাকা দিয়ে তিন জনকে প্রফিট দেয়া হচ্ছে ই-কমার্স রিলেটেড এমএলএম সাইট গুলোর কাজ। অন্যদিকে প্রথমদিকের সবাইকেই কিছুটা রিটার্ন দিয়ে একটা সময় পুরো টাকা নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে MTFE সাইটের পরিকল্পনা। অর্থাৎ দুটি ক্ষেত্রেই গ্রাহক ভুক্তভোগী হবে। তবে যদি কোম্পানির লাভের চিন্তা করেন সে ক্ষেত্রে ই-কমার্স রিলেটেড সাইটের থেকে সরাসরি ইনভেস্টমেন্ট স্কিম সাইটগুলো বেশি লাভ করে থাকে। কেননা তারা রেফার বোনাস এর লোভে ফেলে সবাইকে ইনভেস্ট করাতে উদ্বুদ্ধ করে এবং খুব অল্প পরিমানে রিটার্ন দিয়ে একটা বড় এমাউন্ট নিয়ে তারা পালিয়ে যেতে পারে।
আমার ব্যক্তিগত মতামত হচ্ছে হয়তো ই-কমার্স সাইটগুলো একটা সুষ্ঠু পরিকল্পনার অভাবে দিনে দিনে এই ফাঁদে জড়িয়ে পড়েছে যদিও তাদের নিজেদের পরিকল্পনা থাকতেও পারে ভবিষ্যতে টাকা মেরে দিয়ে দেশ ছেড়ে পালাবার যেমনটা ইওরেঞ্জ করার চেষ্টা করেছে।

যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
আমার জানামতে কোন অথরিটি বা সরকার এ ধরনের পারমিশন দিবে না। কেননা তারা কোনভাবেই তাদের আয়ের উৎস দেখাতে পারবে না। আর আমি আপনার দেয়া ইনফরমেশন এর উপর আস্থা রাখতে পারছিনা। আমার মনে হয়না তারা কোন ধরনের সার্টিফিকেট বা পারমিশন পেয়েছে। আর MTFE যদি ১/২ বছরের গ্যারান্টিও থাকত তাহলে তাদের কর্মচারীরাই সবার আগে সমস্ত জমি জমা বিক্রি করে MTFE বা এইধরনের প্লাটফর্ম এ টাকা ইনভেস্ট করে দ্বিগুয়ের বেশি প্রফিট করে বের হয়ে যেত। এমনকি বিশ্বের বড় বড় ধনকুবের  তাদের র‍্যাংকিং বাড়ানোর জন্য বড় এমাউন্ট এখানে ইনভেস্ট করত। যেহেতু তাদের আয়ের কোন যথাযথ ও যুক্তিযুক্ত উৎস নেই তাই তারা অবশ্যই ভবিষ্যৎ স্ক্যাম করবে এটা নিশ্চিত আর এটা যেকোন সময় হতে পরে। এমন না যে যতদিন তাদের লাইসেন্স আছে ততদিন নিশ্চিন্তে চলবে।
full member
Activity: 770
Merit: 184
August 06, 2023, 02:00:34 PM
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।
যে সব প্রতিষ্ঠান টাকার বিনিময়ে পন্য সরবরাহ করছে তাদের চেয়ে আমার কাছে বেশি ‍ঝুকিপুর্ণ মনে হয় যে সব প্রতিষ্ঠান শুধুমাত্র বিনিয়োগের স্কিম চালু করেছে। আমাদের দেশে সাম্প্রতি সময়ে MTFE খুব জনপ্রিয়তা পেয়েছে। কয়েকদিন আগেও আমি এই বিষয়টি নিয়ে একটি পোস্ট তৈরী করেছিলাম। মানুষকে নানাভাবে প্রতিষ্ঠানটি প্রলুব্ধ করছে তাদের আকর্ষনীয় প্যাকেজে অনেকেই উৎসাহ নিয়ে লক্ষ্য লক্ষ্য টাকা বিনিয়োগও করছে। যাদের কাছে টাকা আছে তারা সেখানে খুব সহজেই ডাইভার্ট হয়ে যাচ্ছে। বাইনারী সিস্টেমে একটি সাধারন বিষয় থাকে তাহল যারা শেষে আসবে তারাই ক্ষতিগ্রস্থ হবে। যতদ্রুর জানি এই প্রতিষ্ঠানটি আগামি 2024 সাল পর্যন্ত পারমিশন নিয়ে রেখেছে। তাহলে 2025 সালে কি হবে? অবশ্যই সেখানে এমন কিছু ঘটবে যা বিনিয়োগকারীদেরকে হতাশ করবে। কেউ কেউ বলছেন যে MTFE কানাডিয়ান MSB লাইসেন্স প্রাপ্ত আবার অস্ট্রেলিয়াতেও ASIC লাইসেন্স প্রাপ্ত। যতদুর জানি যে এই ধরনের লাইসেন্স বাইন্যান্সের মত বড় বড় প্রতিষ্ঠান গুলোতে থাকে। তবে সর্বপরী এই লাইসেন্স গুলো থাকলেও এর মেয়াদ শেষ হয়ে গেলে যে কোন সময়ই এই ধরনের প্রতিষ্ঠান চলে যেতেই পারে। একমাত্র বিনিয়োগকারীদের সচেতনা বৃদ্ধিই এই ধরনের অবস্থা থেকে তাদের নিজেদেরকে রক্ষা করতে পারে। সত্যিকার অর্থে কিছু কিছু প্রতিষ্ঠানের অসামঞ্জস্যপুর্ণ একটিভিটিস দেখলেই ভয় হয়। যারা বেশি প্রফিঠ দিবে তারাই লসে পরবে এবং তাদের মধ্যেই স্ক্যাম করার প্রবনতা থাকে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 06, 2023, 10:44:10 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



ই অরেঞ্জের Brand Ambassador ছিলেন মাশরাফি বিন মর্তুজা

প্রথম কথা হলো, যতো নামী দামি সেলিব্রেটির কথাই বলেন না কেনো, একটা প্রোজেক্ট কখনোই লসে বেশি দিন রান করতে পারবে না।
তাছাড়া মাশরাফি কেনো, কোনো সেলিব্রেটিই জানে না যে কোন কোম্পানি স্ক্যাম করবে আর কোনটা করবে না। সাধারন মানুষকে স্ক্যাম কোম্পানির কাজের প্যাটার্ন বুঝতে হবে। যে কোনো অফার দেখে যদি মনে হয় যে এতা কমে কিভাবে দিচ্ছে, ধরে নিবেন যে এটাই স্ক্যাম। আমি নেট এ ইভ্যালির কাজের প্যাটার্ন নিয়ে পড়েছিলাম। ধরেন তারা একদিনে ১০০ টি ইয়ামাহা বাইকের অর্ডার পেলো। প্রতিটা ইয়ামাহা বাইকের দাম ২ লাখ ৫০ হাজার। কিন্তু ইভ্যালি থেকে কিনলে পাচ্ছেন ২ লাখ টাকায়। দারুন অফার, তাই না?

এটাই তাদের ট্র্যাপ। ২ লাখ টাকা করে ১০০ টা বাইকের অর্ডার পেলো ১ টা ব্ল্যাক ফ্রাইডে তে। তারা মোট ক্যাশ পেলো ২ কোটি টাকা। এবার তারা ইয়ামাহা কোম্পানি থেকে ২০ টা বাইক নিলো ৫০ লাখ টাকায়। এখানে ইয়ামাহায় পরিশোধ করলো ৩০ লাখ আর বাকি রাখলো ২০ লাখ। তাদের মোট খরচ কতো হলো? শুধু ৩০ লাখ টাকা। তারা এই ২০ টা বাইক ডেলিভারি দিবে। বাকি ৮০ টা ডেলিভারি পেন্ডিং থাকবে। পরের শুক্রবার আবারো ১০০ বাইকের অর্ডার পেলো, এবারো একই কাজ করলো। প্রতি ব্যাচ অর্ডার থেকে ২০% পন্য ডেলিভারি দিবে। গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছে, আবার বাইক কোম্পানির কাছেও বাকিতে মাল নিচ্ছে। এভাবে কোম্পানির দায় হবে কয়েক হাজার কোটি টাকা। এদিকে ডেলিভারি দেয়ার জন্য গ্রাহক রা অভিযোগ করতে থাকবে আর ওরা কপি পেষ্ট রেসপন্স করতে থাকবে। একদিন হুট করে কোম্পানি গায়েব।

সাধারন মানুষের বোঝা উচিৎ, যেখানে যারা উৎপাদন করে, তারা ২ লাখ ২০ হাজারে দিতে পারে না, অন্য কোম্পানি ২ লাখে দেয় কিভাবে? নিজের কাছে প্রশ্ন করতে হবে। যদি সঠিক উত্তর থাকে, তাহলে টাকা দিবেন, না থাকলে দিবেন না।

আবারে এসব স্ক্যাম আসবে, অন্য কোনো নামে, অন্য কোনো মোড়কে! আর আমরা বোকা জাতি আবারো ঝাপিয়ে পড়বো! দোষ সাকিব আল হাসানের বা মাশরাফির!
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 06, 2023, 10:35:19 AM
ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
ওই সময় বিভিন্ন অনলাইন মিডিয়াগুলোতে ই অরেঞ্জ এর ব্যাপারে মাশরাফির এই এম্বাসিডরের বিষয়গুলো প্রচার করেছিল। তবে ভিতরে ভিতরে কি ঘটেছে জানিনা তবে মাশরাফি e orange ব্যাপারে যথেষ্ট আগ্রহি ছিলেন। এই সকল বিষয় নিয়ে মাশরাফি অনেক কথাবার্তা বলেছে যা নথিপত্রে এখন আপনারা অনলাইনে পাবেন। ই অরেন্জজের অনেক গ্রাহকেরা মাশরাফির বাড়ি পর্যন্ত ঘেরাও করতে প্লান করেছিল। অবশ্য মাশরাফি বিন মর্তুজা এই ব্যাপারটা বুঝে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যদি এই বিষয়ে সার্চ দিতে যান তাহলে হাজার হাজার প্রমাণপত্র পেয়ে যাবেন। একটি প্রমাণ আপাতত আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিলাম।
https://fb.watch/mftylnfrpl/?mibextid=Nif5oz

https://www.tbsnews.net/bangladesh/mashrafe-assures-help-e-orange-customers-getting-pending-deliveries-289324
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 06, 2023, 10:26:33 AM

আমি কখনো কোন রেফারেল প্রোগ্রাম অথবা MLS এর প্রতারণার ফাঁদে পা দেইনি। আমরা সাধারণত যারা একটু কম বুঝি তারা মাগনা আলকাতরা লুঙ্গি পেতে নেই এই অবস্থার মত শুধুমাত্র ফ্রিতে যদি কিছু পাই সেখানেই কেবল কাজ করি কোন বিনিয়োগ করিনা। আমি বেশ কয়েকদিন হল Catly নামক একটি airdrop করেছিলাম সেখানে তারা ৫০০ Catly দিয়েছিল এবং সাথে সাথে স্টাকিং হয়ে ১৫ টা করে টোকেন প্রতিদিন হয়।
এই প্রজেক্ট কেমন হবে সেটা বলতে পারবো না তবে যতদিন এভাবে বোনাস দেয় ততদিন পেতে থাকি। তবে আমি এই প্রজেক্টটি নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সেখানে কিছু রিভিউ তাদের পক্ষে এবং কিছু রিভিউ তাদের বিপরীতে কথা বলেছে। অনেকেই প্রজেক্টটি ভালো বলেছে আবার অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে খারাপ বলেছে। তবে কোন দ্বিধা দ্বন্দ্বের কারণ নেই ইনভেস্ট না করলে হয়। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে গবেষণা ও বিস্তারিত জেনে শুনেই নিজের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন।
$CATLY এই প্রজেক্টটি ভালো হবে বলে আমাকে একজনে বিনিয়োগ করার কথা বলেছে এবং আমিও কিছু বিস্তারিত গবেষণা করেছি দেখে ভালই মনে হচ্ছে তবে আমার মনের মধ্যে একটু খটকা আছে। তবে আমি যেহেতু বিনিয়োগ করেছি তাই এখনো ভয়ের মধ্যে রয়েছি যদি প্রজেক্ট স্কাম হয়ে যায় তাহলে কিছু করার থাকবে না ১৫ দিন পর পর অটো স্টার্টিং ছাড়ে তাছাড়া স্টাকিং ছাড়ানো সম্ভব নয়। যদিও এই এয়ারডপ শুধুমাত্র বিনান্স ইউজারদের জন্য তাই অনেক লোকে এই প্রোজেক্টি বিশ্বস্ত মনে করে বিনিয়োগ করছে। আমিও কিছু রিভিউ দেখেছি তার মধ্যে কয়েকটি ভালো রিভিউ দেখলাম দেখে ভালো লাগলো কিন্তু পরবর্তীতে যে প্রজেক্ট টিম কি করে সেটা বলা কঠিন। যদি প্রজেক্ট ভালো হয় তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য ভালো আর যদি স্ক্যাম করে তাহলে যারা বিনিয়োগ করেছে তাদের জন্য খুবই খারাপ হবে। তবে এই মুহূর্তে যেহেতু প্রজেক্ট টিম ভালো সার্ভিস দিচ্ছে সেই অনুযায়ী যদি তারা পরবর্তীতে এগিয়ে যায় তাহলে হয়তো প্রজেক্ট সাকসেস হতে পারে, আবার যদি তারা সবগুলো অর্থ মেনে নিয়ে চলে যায় তাহলে কিছুই করার থাকবে না আমাদের শুধু খালি হাতে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে হবে। Grin
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 06, 2023, 10:21:43 AM
যদিও আমি এ ধরনের সাইট সম্পর্কে সচেতন ছিলাম এবং ইভেলিকে আমি আগে থেকেই খুবই রিস্কি ভাবতাম।

ইভালির কথা আর বইলেননা ভাই। মনটাই খারাপ হয়ে গেলো। ইভালির মতো এতো নামকরা ব্রান্ড যে স্ক্যাম করে বসবে কেই বা জানতো। ইভালিতে আমার ১৫-২০ হাজার টাকার অর্ডার ছিল। সব জলে গেছে। আপনার কতো টাকার ক্ষতি হয়?
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 06, 2023, 10:18:01 AM

আমি কখনো কোন রেফারেল প্রোগ্রাম অথবা MLS এর প্রতারণার ফাঁদে পা দেইনি। আমরা সাধারণত যারা একটু কম বুঝি তারা মাগনা আলকাতরা লুঙ্গি পেতে নেই এই অবস্থার মত শুধুমাত্র ফ্রিতে যদি কিছু পাই সেখানেই কেবল কাজ করি কোন বিনিয়োগ করিনা। আমি বেশ কয়েকদিন হল Catly নামক একটি airdrop করেছিলাম সেখানে তারা ৫০০ Catly দিয়েছিল এবং সাথে সাথে স্টাকিং হয়ে ১৫ টা করে টোকেন প্রতিদিন হয়।
এই প্রজেক্ট কেমন হবে সেটা বলতে পারবো না তবে যতদিন এভাবে বোনাস দেয় ততদিন পেতে থাকি। তবে আমি এই প্রজেক্টটি নিয়ে ইউটিউবে সার্চ দিয়েছিলাম সেখানে কিছু রিভিউ তাদের পক্ষে এবং কিছু রিভিউ তাদের বিপরীতে কথা বলেছে। অনেকেই প্রজেক্টটি ভালো বলেছে আবার অনেকেই এই প্রজেক্ট সম্পর্কে খারাপ বলেছে। তবে কোন দ্বিধা দ্বন্দ্বের কারণ নেই ইনভেস্ট না করলে হয়। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই ভালোভাবে গবেষণা ও বিস্তারিত জেনে শুনেই নিজের ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন।

ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।
হ্যাঁ ভাই তবে আগেভাগে যারা বিনিয়োগ করবে তারা হয়তো লাভে থাকবেন। এজন্য আমি ১৪ হাজারের মতো টোকেন ক্রয় করেছি । ৫০ ডলারের মধ্যে এখন পর্যন্ত সাড়ে7 ডলার পেয়েছি। প্রতিদিন যে আমাকে দেড় ডলার পরিমাণ স্ট্যাকিং দেয় তা আমি সাথে সাথে সেল দিয়ে দিই। এভাবে যতদিন থাকে ততদিন যদি বিনিয়োগ করা ৫০ ডলার পরিমাণ উঠে আসে তাতে খারাপ হবে না। অবস্থা বেগতিক দেখে সাথে সাথে আমার সকল টোকেন বিক্রি করে দেব। ১৫ দিনে যদি ২০ ডলার পরিমান উঠে আসে তাতে কিছুটা লাভই থাকবে। যাহোক স্ক্যাম প্রজেক্ট সম্পর্কে বেশি লেকচার না দেওয়াই ভালো।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 06, 2023, 10:12:30 AM
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।
এটাও এক প্রকার Ponzi Sceme । কতো সহজে তারা মানুষের বিশ্বাস অর্জন করে ফেলে। প্রথমে সবাইকে ফ্রিতে পেমেন্ট দেয়া শুরু করলো, এখন অনেক মানুষ এটা ধুমসে ইনভেষ্ট করছে, আমার মনে হয়না এটা খুব বেশি দিন রান করবে। তবে যারা আগে ইনভেষ্ট করেছে, তারা প্রফিট এই থাকবে। কিন্তু যারা অন্যদের পেমেন্ট দেখে নতুন করে ইনভেষ্ট করছে, তারা লস করবে বলে মনে হচ্ছে।

@Learn Bitcoin ভাই আপনার হয়তো তারিখের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিটকানেক্ট খুব সম্ভবত 2016-2018 সালে তাদের অপরাধের বিস্তার করেছিল। ১৬ই জানুয়ারি ২০১৮ সালে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জনগণের মেরে দেওয়া টাকা রিফান্ড করার জন্য বাধ্য করা হয়।
এখানে হয়তো আপনার সালের উল্লেখ ভুল হয়েছে।
বিটকানেক্ট উইকিপিডিয়া: https://en.m.wikipedia.org/wiki/Bitconnect
এবার আমি অসলেই কনফিউজ্ড হয়ে গেলাম। আমাকে কি অন্য কোনো প্রজেক্ট এর কথা বললো? আমাকে উনি যেটার কথা বললো, বিটকানেক্ট বলেই মনে হলো। অনেক দিন আগের কথা, তাই সঠিক মনে করতে পারছি না। তবে যেটাই হোক, সে প্রজেক্ট স্ক্যাম করেছে।

তবে মাশরাফি মিন মুর্তজা এই কাজটা আসলে টাকার লোভে করেছিলেন। অথবা এমনও তো হতে পারে যে মাশরাফি মনে করেছিলেন যে প্রজেক্ট জেনুইন এবং মার্কেট থেকে উধাও হবে না। এই ভরসা থেকেও হয়তো সে প্রমোট করতে পারে। যেটা জানি না সেটা এভাবে না বলাই ভালো।
ই-অরেন্জ এর ব্যাপার টা সঠিক জানি না। তবে এস পি সি যে কোম্পানি টা মাশরাফির সাথে চুক্তি করেছিলো, তারা মাশরাফিকে কোনো টাকা দেয় নি। তারা বলেছিলো মাশরাফির নড়াইল এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগিয়ে দেবে। আর এতেই মাশরাফি রাজি হয়েছে ব্রান্ড এম্বাসেডর হতে। মাশরাফি কি ই-অরেন্জ এর ব্রান্ড এম্বাসেডর ছিলো?
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 06, 2023, 09:53:03 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
আমি নিজেও ইওরেঞ্জের একজন ভুক্তভোগী। নিজের শখের ল্যাপটপটি ইঅরেঞ্জ এ অর্ডার করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিলাম। যদিও আমি এ ধরনের সাইট সম্পর্কে সচেতন ছিলাম এবং ইভেলিকে আমি আগে থেকেই খুবই রিস্কি ভাবতাম। কিন্তু শুধুমাত্র মাশরাফির বিজ্ঞাপনের জন্য এবং তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আমাকে বেশি প্রলোভিত করেছে। তখন তিনি রানিং সংসদ সদস্য ছিলেন তাই এমনটা কখনো আশা করিনি যদিও তারপরও অনেকটা সন্দেহ ছিল প্লাটফর্ম টি নিয়ে। আর সরকারের একটি ব্রাঞ্চ করা উচিত এইসব ভাইরাল স্ক্যাম প্ল্যাটফর্ম গুলোকে শুরু থেকেই চিহ্নিত করে জনগণকে সচেতন করে দেয়ার বা আইনের আওতায় আনার যাতে সাধারণ মানুষ নিশ্চিত ক্ষতির হাত থেকে বেঁচে যায় আর একযোগে এত ভাইরাল না হয়।

তাই আমার মতে ক্রিপ্টো তে বা যে কোন ইনভেস্টমেন্ট সেক্টরে কারোর দ্বারা উদ্বুদ্ধ হয়ে কখনোই একটা সন্দেহজনক ডিসিশন নেয়া ঠিক নয়। যখন আপনি কোম্পানি সম্পর্কে পুরোপুরি জানবেন এবং তাদের আয়ের উৎস ও আপনার প্রফিট জেনারেট করার পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন তখন হয়তো ভেবে দেখতে পারেন। আরেকজন সংসদ সদস্য ও শিক্ষিত ব্যক্তিদের এই ধরনের প্রোমোশনে জড়ানোটা সত্যিই দুঃখজনক। এ থেকে একটা শিক্ষা পেলাম তা হল প্রলুব্ধ হয়ে শুধু আমরা সাধারণরা না অনেক উচ্চ ব্যক্তিরাও ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই এখন আমাদের সময় আমাদের শিক্ষাগুলোকে বাস্তবে কাজে লাগানোর।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 06, 2023, 08:39:18 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
কিন্তু, ভিটালিকের কথা যে বললেন? উনি কিভাবে বিটকানেক্ট এর সাথে জড়িত ছিল? যতদুর মনে পরে ভিটালিক বিটকানেক্ট প্রজেক্টকে স্ক্যাম বলে টুইটারে পোস্ট করেছিল। সে কি এই কোম্পানির সাথে জড়িত ছিল? যদি রেফারেন্স সহ জানাতেন ভালো হত।
@Little Mouse ভাই আমার বুঝতে ভুল হয়েছিল সেজন্য বোধহয় আমি উপস্থাপন করতে ভুল করেছি।
Vitalik Buterin বিটকানেক্টের সাথে যুক্ত ছিলেন না।
আমি সরি ভাই।
তবে মাশরাফি মিন মুর্তজা এই কাজটা আসলে টাকার লোভে করেছিলেন। অথবা এমনও তো হতে পারে যে মাশরাফি মনে করেছিলেন যে প্রজেক্ট জেনুইন এবং মার্কেট থেকে উধাও হবে না। এই ভরসা থেকেও হয়তো সে প্রমোট করতে পারে। যেটা জানি না সেটা এভাবে না বলাই ভালো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 06, 2023, 08:29:31 AM

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।


আসলে আমিও এই একাউন্টটি করেছি এবং এখানে $100 ডলার সমপরিমাণ আমি বিনিয়োগ করেছি প্রতিদিন আমার $2.54 করে পাই এবং সেটি সঙ্গে সঙ্গে উইদ্র দেই সেটি Binance এ সরাসরি চলে আসে। এটি মূলত রেফার কমিশন পাওয়া যায় যদি আপনার রেফার থেকে কাউকে রেফার দেন সে যদি বিনিয়োগ করে তবেই আপনি কমিশন পাবেন তাছাড়া পাবেন না। আর এই টোকেনটি বাই ব্যাক করে যেহেতু স্টাকিং করলে প্রতিদিন যে পরিমাণ আপনি এখানে বিনিয়োগ করবেন সেই অনুযায়ী আপনাকে স্টাকিং বোনাস দিবে। তবে আমরা যখন এই টোকেনটি সেল করি তখন এর দাম আমাদেরকে কমিয়ে দেয় , যেখানে আমরা বাই করলে $0.004 করে কিনতে হয় কিন্তু যখন বিক্রি করি তখন তারা $0.0033 করে দেয়। এই টোকেনটি তাদের 70% Earn করা হলে হয়তো এক্সচেঞ্জ লিস্ট করবে তবে বর্তমানে 35% এর কাছাকাছি হয়েছে। যদিও এটি বর্তমানে অনেক লোকের এখানে স্ট্যাকিং করছে এবং প্রতিদিন ভালো পরিমাণ টোকেন বিনিয়োগ করা হচ্ছে দেখা যাক তারা তাদের প্রজেক্টে কত দূর নিয়ে যেতে পারে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 06, 2023, 07:52:40 AM
বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা (ই অরেঞ্জ), ইথিয়ামের সহ প্রতিষ্ঠাতা বিটালিক বুটেরিন , এই সমস্ত পপুলার লোক যদি কোন প্রজেক্ট এর সাথে জড়িত থাকে তাহলে সেই প্রজেক্টে ইনভেস্ট করতে ভয় কিসের। এখানেই প্রতারক চক্রের একটি গুরুত্বপূর্ণ কৌশল যা সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মাশরাফির ব্যাপারটা ঠিক আছে। টাকার লোভে কোনরকম জাস্টিফিকেশন/অনুসন্ধান ছাড়াই সে এইরকম একটা ভন্ড কোম্পানির সাথে যুক্ত হয়েছে যেটা মোটেও মুচিত হয় নি। সাধারন মানুষ তাদের ভরসা করে আর সেটাকেই পুজি করে সে ফ্রড একটা কোম্পানি প্রমোট করেছে।
কিন্তু, ভিটালিকের কথা যে বললেন? উনি কিভাবে বিটকানেক্ট এর সাথে জড়িত ছিল? যতদুর মনে পরে ভিটালিক বিটকানেক্ট প্রজেক্টকে স্ক্যাম বলে টুইটারে পোস্ট করেছিল। সে কি এই কোম্পানির সাথে জড়িত ছিল? যদি রেফারেন্স সহ জানাতেন ভালো হত।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 05, 2023, 08:20:24 PM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 05, 2023, 07:27:22 PM

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।
ভাইয়া আমার রেফার লিংক থেকে হয়তো বেশ কয়েকজন একাউন্ট করেছে এবং তারা হয়তো কিছু টোকেন ক্রয় করেছে ফলে আমি কিছু কমিশন পেয়েছি এবং ৪৪ ডলার দিয়ে আমিও বিনিয়োগ করেছি। আমি বেশ কয়েকবার আমার বিনান্স (Binance) একাউন্টে উইড্র করেছি। প্রতিদিন একটি স্টাকিং বোনাস দেয় এবং সেই বোনাস টোকেন গুলো ০.০০৩৩ প্রাইস রেটে তারা ক্রয় করে এবং কিছু সময় পর তারা বাইনান্স একাউন্টে বিক্রি করা ডলার দিয়ে দেয়। জানিনা এটা কতদিন চলবে তবু যদি ইনভেস্টমেন্ট করা টাকা উঠে আসে তাহলে স্টেকিং শেষ হলে আমি ক্রয় করা টোকেন বিক্রি করে দেব।

Jump to: