Author

Topic: বাংলা (Bengali) - page 183. (Read 5310441 times)

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 18, 2023, 02:14:56 PM
Shasan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
ভাই হয়তোবা আমি নোটিফিকেশন পাই নাই তাই পোস্ট করি নাই আর আবেদন ও করিনাই। ইদানিং খুব বেস্ত সময় পার করতেছি। তাই ফরামে তেমন সময় দিতে পারি নাই/পারতেচি নাহ। তবে এখন থেকে নিউ পোস্ট গুল নিয়মিত দেখব তাহলে আর এমন হবে নাহ। নিজেও অংশগ্রহন করতে পারব অন্যরাও অংশগ্রহণ করার সুজগ পাবে। ধন্যবাদ ভাই আমাকে ম্যানশন করার জন্য।
full member
Activity: 742
Merit: 157
July 18, 2023, 12:46:41 PM
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব। কিন্তু দুঃখের বিষয় নিঃস্বার্থভাবে চেষ্টা করা হয়তোবা সম্ভব হবে না। কারণ সবাই কোন না কোন কোন ভাবে ব্যস্ত থাকে। আমি নিজেও কোন প্রয়োজন ছাড়া বা একেবারে ফ্রি সময় ছাড়া এই টপিকে পোস্ট করতে পারি না। এজন্য নিজেকে স্বার্থপর বলতে বা স্বার্থপর ভাবতে কোন কারপণ্য নেই।
ভাই আপনাদের মত অভিজ্ঞ এবং জ্ঞান সম্পন্ন ব্যেক্তিরা যদি এখানে মাঝে মাঝেও আসেন সেটিও কম হবে না। তাছাড়া আপনি এখানে নিয়মিতদের মধ্যে একজন। বাংলা ফোরামে সবাই যদি একসাথে একটিভ হয় আমার মনে হয় এই লোকাল বোর্ডে অনেক বেশি আলোচনা হতে পারে। কিন্তু পড়াশুনা,কর্ম ব্যস্ততা,পরিবার সবমিলিয়ে সবার পক্ষ্যেই একই সাথে ফোরামে যুক্ত হওয়া যায় না। যাই হোক পুর্বের অবস্থান এবং বর্তমান অবস্থান যদি আমরা বিবেচনা করি তাহলে বাংলা লোকাল বোর্ডটি এখন একটিভ বোর্ড গুলোর মধ্যে একটি। তাছাড়া পুর্বে এই লোকাল বোর্ডে যেভাবে আলোচনা হত তার চেয়ে এখন অনেক গঠনমুলক আলোচনা হচ্ছে এর কারন হিসেবে আমি মনে করি আপনাদের মত একটিভ মেম্বারদের সার্বক্ষনিক পর্যবেক্ষন এবং দ্রুত সাড়া দেওয়ার ফলে এটি সম্ভব হয়েছে। সর্বপরী বাংলা লোকাল বোর্ডের 400 তম পেজে পদার্পনের জন্য বাংলা লোকালবোর্ড কমিউনিটির সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি @Little Mouse ভাইকে যিনি সার্বক্ষনিক ফোরামে মেম্বারদের পাশে থেকে সহযোগীতা করছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 18, 2023, 12:42:52 PM
~~
জিনিসটা সম্পর্কে আমি আমার এক বন্ধুর কাছে শুনেছিলাম  যে ও নাকি ভালো প্রফিট করতেছে এর মাধ্যমে।  তবে মজার কথা  ও কখনো এইসব জিনিস আমার কাছে শেয়ার করত না।
আর আমার  ফিউচার ট্রেডিং এর ওপর আমার তেমন ইন্টারেস্ট না থাকায় আমিও কখনো এ বিষয়ে ঘেঁটে দেখিনি।  যাইহোক আপনার  পোস্টে এ জিনিসটা আবার সামনে আসলো এবং খুঁটিনাটি স্ক্রিনশট এর সাহায্যে দেখিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাকে,  যদিও আমি ফিউচার ট্রেডিং দেখে ভয় পাই  তারপরেও একটু এই টেকনিকটা ট্রাই করে দেখব।

৪০০ তম পেজ 💪
আপনার এই পোস্টটা না দেখলে হয়তো  আজকে যে ৪০০টা  পেজ কমপ্লিট হয়েছে এটা খেয়ালী রাখতাম না।  যাইহোক অভিনন্দন আপনাকে ফোরামের অলটাইম পোস্ট সংখ্যার দিক থেকে মানে ডেডিকেশনের দিক থেকে  সবার উপরে অবস্থান করতেছেন আপনি।

আমি তো পোস্ট ই করি না তবু আমার র‍্যাঙ্ক টপ টেনে দেখে খুব আনন্দিত হইলাম। এত কষ্ট করে টপ টোয়েন্টি লিস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু তাই নয় আপনি টপ টুয়েন্টিতে আছেন এজন্য আমার খুব ভালো লাগলো এবং এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি সবাই মিলে এই টপিকটা একটিভ রাখলে একদিন আমরা অবশ্যই একটা লোকাল বোর্ড পাব।
এ ভাই  মিছা কতা কইয়া লাভ আছে, পোস্ট না করলে বলে আবার টপ টেনে জায়গা দখল করতে পারে।  যাই হোক ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক সকলের নিকটই ব্যস্ততা রয়েছে আমি নিজেও মাঝখানে একদম প্রায়  অফ হয়ে গিয়েছিলাম, তারপরেও আশা করি  এর মধ্যেই  আমরা যদি ফ্রি সময় পেয়ে থাকি তাহলে একটু সময় দিব।
আর মেইন কথা কি হলো  আপনাদের মতন মেম্বাররা যদি  লোকাল থ্রেডে পোস্ট করে থ্রেডেটা একটু হরভরা থাকে।

যাইহোক  ৪০০ টি পেজ কিন্তু কম নয়,  এই অ্যাচিভমেন্ট অর্জনে  শুধু যে এই টপ টুয়েন্টি  মেম্বারগণ অবদান রেখেছেন তা নয়  আপনারা প্রত্যেককেই  এই অবদানের অংশীদারী  এর জন্য সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি।
তবে এর সাথে বলতে চাচ্ছে আমাদের কোয়ালিটি ফুল পোস্ট এর সংখ্যা আরো বাড়াতে হবে,  কেননা আমরা যদি দেখি পাকিস্তান কিন্তু বর্তমানে 729 টা পেজ নিয়েও  লোকাল বোর্ড পাইনি।  আমি পাকিস্তানকে হেও করছি না  আমি বলতে চাচ্ছি যে  পোস্টের কোয়ান্টিটি এর সাথে কোয়ালিটিও বাড়াতে হবে আমাদের। Cheesy Wink



copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 18, 2023, 12:03:01 PM
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
আমরা সবাই যদি নিঃস্বার্থভাবে চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব শীঘ্রই আমরা আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব। কিন্তু দুঃখের বিষয় নিঃস্বার্থভাবে চেষ্টা করা হয়তোবা সম্ভব হবে না। কারণ সবাই কোন না কোন কোন ভাবে ব্যস্ত থাকে। আমি নিজেও কোন প্রয়োজন ছাড়া বা একেবারে ফ্রি সময় ছাড়া এই টপিকে পোস্ট করতে পারি না। এজন্য নিজেকে স্বার্থপর বলতে বা স্বার্থপর ভাবতে কোন কারপণ্য নেই।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
July 18, 2023, 11:59:04 AM
৪০০ তম পেজ 💪

[পিকচারটি গুগল থেকে ডাইনলোড করে এডিট করা হয়েছে]

আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
1. Little Mouse [431]
2. Review Master [289]
3. Crypto Library [213]
4. Learn Bitcoin [166]
5. LDL [161]
6. sammikhan [158]
7. shasan [149]
8. roksana.hee [142]
9. Mr.corol [107]
10. tjtonmoy [100]
11. Bitcoin_people [86]
12. naim027 [79]
13. wtsimis [79]
14. Bd officer [74]
15. Gripson [70]
16. BitCoinDream [66]
17. DTalk [65]
18. Fatemablabla [64]
19. Ariyan420 [62]
20. Pffrt [62]

ইনফরমেশনটি এখান থেকে নেওয়া হয়েছে
বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ৪০০ তম পেজে আমরা আসতে সক্ষম হয়েছি।
সত্যিই দেখা ভালো লাগছে সকলেই অনেক সময় ব্যয় করেছেন যার ফলে এত দূর পর্যন্ত আমরা অতিক্রম করতে পেরেছি।
আমাদের সকলের উচিত আরও সময় বেশি দেওয়া তাহলে হয়তো আমাদের পরবর্তী টার্গেট স্পর্শ করতে পারব।
৪০০ তম পেজের জন্য সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। 🥰🥳
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 18, 2023, 11:56:43 AM
আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
আমি তো পোস্ট ই করি না তবু আমার র‍্যাঙ্ক টপ টেনে দেখে খুব আনন্দিত হইলাম। এত কষ্ট করে টপ টোয়েন্টি লিস্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। শুধু তাই নয় আপনি টপ টুয়েন্টিতে আছেন এজন্য আমার খুব ভালো লাগলো এবং এজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি সবাই মিলে এই টপিকটা একটিভ রাখলে একদিন আমরা অবশ্যই একটা লোকাল বোর্ড পাব।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 18, 2023, 11:47:28 AM
৪০০ তম পেজ 💪

[পিকচারটি গুগল থেকে ডাইনলোড করে এডিট করা হয়েছে]

আমাদের বাংলা লোকাল থ্রেড ২০১৪ সালে তৈরি করা হয়েছিল। এখন পর্যন্ত মোট পোস্ট করা হয়েছে ১০৫১৫ টি, এবং মোট পেজ হইছে ৪০০। এই ৪০০ পেজে সর্বোচ্চ পোস্ট করেছে ১ নাম্বারে আছেন Little Mouse ভাই মোট ৪৩১ টা পোস্ট করেছেন। আমি প্রথম ২০ জন পোস্ট দাতার নাম উল্লেখ করলাম।
1. Little Mouse [431]
2. Review Master [289]
3. Crypto Library [213]
4. Learn Bitcoin [166]
5. LDL [161]
6. sammikhan [158]
7. shasan [149]
8. roksana.hee [142]
9. Mr.corol [107]
10. tjtonmoy [100]
11. Bitcoin_people [86]
12. naim027 [79]
13. wtsimis [79]
14. Bd officer [74]
15. Gripson [70]
16. BitCoinDream [66]
17. DTalk [65]
18. Fatemablabla [64]
19. Ariyan420 [62]
20. Pffrt [62]

ইনফরমেশনটি এখান থেকে নেওয়া হয়েছে
sr. member
Activity: 1008
Merit: 366
July 18, 2023, 10:58:43 AM
~snip
বিষয় টা আমার জানা ছিলো না। এইরকম একটা ট্রিক শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই। সাকসেস চান্স অনেক বেড়েযাবে এইটা ফলো করলে। তবে একটা বিষয় আমি এখনও কনফিউজড। লিডারবোর্ড এ কি ট্রেডিং ভলিউম এর উপর ১/২/৩ এইভাবে দেওয়া থাকে নাকি তাদের ট্রেডিং প্রফিট এর উপর দেওয়া থাকে? কারন মান্থলি ROI এবং PNL এ তাদের রেড অর্থাৎ লস দেখাচ্ছে। তবে ডেইলি এবং উইকলি তে ভালোই লাভ আছে। এখন তাদের লেভারেজ এবং ওপেন ট্রেড এর সম্পর্কে ধারনা না পাইলে সঠিক ভাবে ফলো করা সম্ভব না।

এক্ষেত্রে নিজের এনালাইসিস কাজে লাগিয়ে তাদের সাথে মিলিয়ে ট্রেড করতে পারলে ভালো হবে আশা করি। কারন প্রোফেশনাল ট্রেডাররা ও লস খায়। তবে আইডিয়া টা অনেক ভালো।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 18, 2023, 10:45:37 AM
৪০০ তম পেজ 💪
sr. member
Activity: 546
Merit: 309
July 18, 2023, 07:30:35 AM
প্রথমে Future অপশনে জান এরপর Leaderboard এ গিয়ে Top Future Trader list থেকে টপারদের প্রফাইল ভিউ করুন তারপর তার প্রফাইল থেকে Position অপসনে গেলে দেখতে পাবেন সে বর্তমানে কোন টোকেনটি ফিউচারে কিনেছেন কত দামে  Entry নিয়েছে এবং Short এ নিয়েছে নাকি Long এ নিয়েছে। তবে এখানে দেখা যাবে না যে সে কত x Leverage নিয়েছে এক্ষেত্রে আপনি ৩-৫ গুন ব্যবহার করুন। এবং দীর্ঘসময় এটি ধরে না রেখে ৫-৬$ এর মতো প্রফিট হলেই ছেড়ে দিন। এভাবে প্যানিক না হয়ে প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করুন। আশা করি বড় দলের রসের সম্মুখীন হতে হবে না। তবে ফিউচার ট্রেনিং যেহেতু অনেক রিস্কি তাই সবসময় এটি থেকে সতর্ক থাকুন।
ইনটারেস্টিং! আমি কখনো এটিা খেয়ালই করিনি। যেহেতু আমি ট্রেডিং তেমন একটা করি না বললেই চলে, এসব খেয়াল করা হয় না। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে মেথড টা শেয়ার করলেন, আপনি কি এটা ট্রাই করেছেন? মানে একই ভাবে আপনি নিজে ট্রেড করে দেখেছেন? হতো পারে লিডারবোর্ড এর লোকগুলো বাইনান্স এর ভেতরের লোক, যে কোনো সময় অনেক বড় লস ও করতে পারে। নিজের ট্রেডিং করার ধারনা না থাকলে অন্যের টা ফলো করতে গিয়ে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি।

কোনো একটা মেথড শেয়ার করার আগে নিজে যদি ট্রিাই করে সাকসেস হোন, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি ট্রাই করে থাকেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স মেয়ার করতে পারেন। আমি জানতে আগ্রহী !
হ্যাঁ এটি আমি নিজে ট্রাই করেছি এবং আমি এটি থেকে সফলতা পেয়েছিলাম। আমি ফিউচার ট্রেনিং থেকে অনেক বড় ধরনের লস করার পর ফিউচার ট্রেডিং ছেড়ে দিয়েছিলাম কিন্তু যখন এই লিডারবোর্ড অপশনটি দেখতে পাই তখন আমি এটি ট্রাই করি এবং আমি এখান থেকে ৪ দিনে আমার মূল টাকাকে ডাবল করতে পেরেছিলাম। যদিও আমি অনেকটা প্যানিক ছিলাম কিন্তু আমি উপদেশ দেবো যে যেই ফিউচার ট্রেনিং করুক না কেন সে যেন রিলাক্স ভাবে এবং অনেক চিন্তা ভাবনা করে তারপর করেন। কারণ এটি অনেক ডেঞ্জারাস একটি জিনিস। আমি দীর্ঘদিন এই ফিউচার ট্রেডিং করেছি এবং এর ভয়ংকর দিক সম্পর্কে আমি জানি। এই লিডারবোর্ড অপশনটি আমার অনেক ভালো লাগছে এবং আমি পরীক্ষা করে দেখছি যে এটা অনেকটাই কার্যকরী। তাই এটা আমি এই জায়গায় শেয়ার করলাম। তবে এটা কখনো গ্যারান্টি দিব না যে এটা ফলো করলে অবশ্যই প্রোফিট পাওয়া যাবে । তবে অনেকটা সম্ভাব্য। এটি ফলো করার পাশাপাশি নিজেরও কিছু কৌশল অবলম্বন করা উচিত তাহলে আমি আশা করি এটি ভালো কাজে দেবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 18, 2023, 07:12:46 AM
প্রথমে Future অপশনে জান এরপর Leaderboard এ গিয়ে Top Future Trader list থেকে টপারদের প্রফাইল ভিউ করুন তারপর তার প্রফাইল থেকে Position অপসনে গেলে দেখতে পাবেন সে বর্তমানে কোন টোকেনটি ফিউচারে কিনেছেন কত দামে  Entry নিয়েছে এবং Short এ নিয়েছে নাকি Long এ নিয়েছে। তবে এখানে দেখা যাবে না যে সে কত x Leverage নিয়েছে এক্ষেত্রে আপনি ৩-৫ গুন ব্যবহার করুন। এবং দীর্ঘসময় এটি ধরে না রেখে ৫-৬$ এর মতো প্রফিট হলেই ছেড়ে দিন। এভাবে প্যানিক না হয়ে প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করুন। আশা করি বড় দলের রসের সম্মুখীন হতে হবে না। তবে ফিউচার ট্রেনিং যেহেতু অনেক রিস্কি তাই সবসময় এটি থেকে সতর্ক থাকুন।
ইনটারেস্টিং! আমি কখনো এটিা খেয়ালই করিনি। যেহেতু আমি ট্রেডিং তেমন একটা করি না বললেই চলে, এসব খেয়াল করা হয় না। আমার একটা প্রশ্ন আছে, আপনি যে মেথড টা শেয়ার করলেন, আপনি কি এটা ট্রাই করেছেন? মানে একই ভাবে আপনি নিজে ট্রেড করে দেখেছেন? হতে পারে লিডারবোর্ড এর লোকগুলো বাইনান্স এর ভেতরের লোক, যে কোনো সময় অনেক বড় লস ও করতে পারে। নিজের ট্রেডিং করার ধারনা না থাকলে অন্যের টা ফলো করতে গিয়ে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি।

কোনো একটা মেথড শেয়ার করার আগে নিজে যদি ট্রাই করে সাকসেস হোন, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি ট্রাই করে থাকেন, তাহলে আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারেন। আমি জানতে আগ্রহী !
newbie
Activity: 1
Merit: 0
July 18, 2023, 06:57:53 AM
Hi
sr. member
Activity: 546
Merit: 309
July 18, 2023, 06:54:19 AM
আমরা জানি যে ফিউচার ট্রেডিং অনেক রিস্কি তবুও বেশি লাভের লোভ আমাদের ফিউচার ট্রেডিং করতে আগ্রহী করে তোলে। আমি নিজেও অনেক টাকা লস করেছি ফিউচার ট্রেডিং করে যা মনে করলে আমার নিজেরি অনেক খারাপ লাগে। যাইহোক আমি কাউকে ফিউচার ট্রেডিং করার জন্য উৎসাহিত করছিলে। তবে যারা এটি করে থাকেন তাদেরকে কিছুটা পরামর্শ দিচ্ছি যেন তারা খুব বেশি লসের সম্মুখীন না হন। আমি গ্যারান্টি দিতে পারবো না যে এসব স্টেপ ফলো করলে আপনারা অনেক বড় কিছু হয়ে যাবেন এবং অনেক অনেক টাকা প্রফিট করতে পারবেন। তবে আমি একটি উপদেশ দিচ্ছি যে যদি আপনারা Binance Future অপশন থেকে Leaderboard টপ ১,২,৩ এদের ট্রেডিং ফলো করেন সেক্ষেত্রে প্রফিট করার কিছুটা সম্ভাবনা এবং কনফিডেন্স পাবেন। আমি নিচের স্ক্রিনশট এর মাধ্যমে এগুলো বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিডারবোর্ড থেকে টপ ট্রেডারদের ফলো করবেন।

Step 1


Step 2


Step 3
 

step 4


প্রথমে Future অপশনে জান এরপর Leaderboard এ গিয়ে Top Future Trader list থেকে টপারদের প্রফাইল ভিউ করুন তারপর তার প্রফাইল থেকে Position অপসনে গেলে দেখতে পাবেন সে বর্তমানে কোন টোকেনটি ফিউচারে কিনেছেন কত দামে  Entry নিয়েছে এবং Short এ নিয়েছে নাকি Long এ নিয়েছে। তবে এখানে দেখা যাবে না যে সে কত x Leverage নিয়েছে এক্ষেত্রে আপনি ৩-৫ গুন ব্যবহার করুন। এবং দীর্ঘসময় এটি ধরে না রেখে ৫-৬$ এর মতো প্রফিট হলেই ছেড়ে দিন। এভাবে প্যানিক না হয়ে প্রতিদিন অল্প অল্প করে ট্রেড করুন। আশা করি বড় দলের রসের সম্মুখীন হতে হবে না। তবে ফিউচার ট্রেনিং যেহেতু অনেক রিস্কি তাই সবসময় এটি থেকে সতর্ক থাকুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 18, 2023, 06:27:57 AM
তবে যে যাই বলুক না কেন  আমি মনে করি না যে হালভিং এরপর  উল্টো ঘটনা আমরা দেখতে পাবো।  কেননা  ওই যে এর ব্যবহার আর চাহিদা,  টাকার মান কমে কারণ টাকা প্রতিনিয়ত প্রিন্টিং করা হচ্ছে  এর কোন লিমিটেশন নাই আর অন্যদিকে  বিটকয়েন সীমিত  আর এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
উল্টো যে হবে না সেটা বলা যাচ্ছে না। সাধারনত ১০০০ বিটকয়েন সেল অর্ডার একসাথে আসলেই মারকেট ৩-৪% ডাউন হয়ে যায়। চিন্তা করেন যারা অনেক দিন যাবৎ হাভিং এর আশায় বিটকয়েন হোল্ড করে রেখেছে, তারা কিন্তু হাভিংয়ের পর তাদের প্রফিট ক্যাশ করার আশায় থাকবে। হাভিং এর পর যে পরিমান সেল অর্ডার মারকেট এ থাকবে, সেই তুলনায় যদি বায় অর্ডার না থাকে, তখন কিন্তু মারকেট ডাউন হয়ে যাবে। ৪ বছর আগে মানুষ বিটকয়েন নিয়ে এতা কিছু জানতো না। আগে এতোটা স্পেকুলেশন হয়নি। আগে সবাই প্রফিটের আসায় বিটকয়েন হোল্ড করতো না। এখন প্রায় সবাই প্রফিট করার আশায় হোল্ড করে। তো সবাই যদি হাভিংয়ের পর প্রফিট ক্যাশ করা শুরু করে, মারকেট এ কি হতে পারে? সবই প্রেডিকশন! আমি বলছি না যে এমন টা হবে। তবে পসিবিলিটি ফেলা দেয়ার মতো নয়!
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
July 18, 2023, 06:18:25 AM
এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে।
বিটকয়েন হালভিং ২০০৯ সাল থেকে শুরু হয়েছে ২০২৪ সাল ও তারও পরবর্তী ২১৩৬ সাল পর্যন্ত হালভিং সময়সূচি শেয়ার করলাম। প্রত্যেকটা হালভিং ইভেন্ট এর পরে বিটকয়েনের দাম বেড়ে যায়। তাই যারা বিটকয়েনে বিনিয়োগ করতে যাচ্ছেন তাদের বিটকয়েন হালভিং ইভেন্ট আসার আগেই বিনিয়োগ করা উচিত।
Source

Source


২১৪০ সালে কি বিটকয়েন মাইনিং রিওয়ার্ড ভেঙ্গে অর্ধেক হয়ে ০ হবে?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 18, 2023, 04:08:22 AM
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।
মাই মিসটেক,  শূন্য গণনা করতে গিয়ে একটি বেশি করে ফেলেছি। Tongue  হ্যাঁ ভাই মাইনিং রেওয়ার্ড  বলতে গিয়েই  পুল বলে ফেলেছি।
আর হ্যাঁ  এজন্যই আপনাকে আপনাকে মেনশন,  বিস্তারিত আরো সঠিক তথ্য সামনে আসা। Grin
তবে এটা সত্য যে  প্রতিটা  হালভিং এই যে ,  বিটকয়েনের প্রাইস  ঊর্ধ্বগতি হবে  এটা কোন  বিশ্লেষকই  গ্যারান্টি দিয়ে দেয় না।  কারণ তাদের মতে  হালভিং সম্পর্কিত  ডাটা এখনো আমাদের নিকট কম  কারণ এখনো পর্যন্ত হালভিং  মাত্র চারটি সংগঠিত হয়েছে।
তবে যে যাই বলুক না কেন  আমি মনে করি না যে হালভিং এরপর  উল্টো ঘটনা আমরা দেখতে পাবো।  কেননা  ওই যে এর ব্যবহার আর চাহিদা,  টাকার মান কমে কারণ টাকা প্রতিনিয়ত প্রিন্টিং করা হচ্ছে  এর কোন লিমিটেশন নাই আর অন্যদিকে  বিটকয়েন সীমিত  আর এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 18, 2023, 03:23:18 AM
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
আশা করি উপরের ভাইদের আলোচনায় এখন বিষয়টা বুঝতে পেরেছেন আসলে বিটকয়েন হেলভিং এর সময় কি ঘটে। অর্থাৎ তখন মাইনিং রিওয়ার্ড অর্ধেক হয়ে যায়। আর যখন মাইনিং রিওয়ার্ড কমে যাবে তখন বিটকয়েন এর সার্কুলেটিং সাপ্লাই এ আগের হ্যালভিং এর থেকে অর্ধেক যোগ হবে। তখন স্বাভাবিকভাবে মার্কেটে বিটকয়েন এর যোগান ও কমে যাবে অন্যদিকে চাহিদা বৃদ্ধি পাবে। যখন চাহিদা ক্রমান্বয়ে প্রতিবছরই বৃদ্ধি পাচ্ছে কিন্তু যোগান একটা নির্দিষ্ট সময় পরপর কমে যাচ্ছে তখন স্বাভাবিকভাবেই বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।

তবে ইতিহাস ঘাটলে দেখা যায় বিটকয়েনের মূল্য হ্যালভিং এর সময় বা পর পরই বৃদ্ধি পায় না বরং এটা হ্যালভিং এর পর ৬ থেকে ১২ মাস এর মধ্যে বৃদ্ধি পেতে দেখা যায়। আবারো হ্যালভিং এর আগে প্রাইস কিছুটা পাম্প করে। এ পর্যন্ত তিনটি হ্যালভিং হয়েছে যথাক্রমে ২০১২, ২০১৬ ও ২০২০ সালে এবং পরবর্তী হ্যালভিং ইভেন্ট ২০২৪ সালের এপ্রিল বা মে মাসে আশা করা যাচ্ছে। ২০১২ সালে হ্যালভিং এ মাইনিং রিওয়ার্ড ৫০ BTC থেকে ২৫ BTC হয়। এরপর ২০১৬ সালে ২৫ থেকে ১২.৫ BTC এবং সর্বশেষ ২০২০ সালে হ্যালভিং ইভেন্টে তার অর্ধেক ৬.২৫ BTC হয় মাইনিং রিওয়ার্ড। আশা করি এখন নিজেই বের করতে পারবেন ২০২৪ সাল বা তার পরবর্তীতে কত হবে। আর কিছুটা হাইপ ও তৈরি হয় হ্যালভিং এর পরে তাই মার্কেট অস্বাভাবিক পাম্প লক্ষ্য করা যায় আবার বুল সিজন শেষে মোটামুটি একটা স্ট্যাবল প্রাইসে কিছুদিন থাকতে লক্ষ্য করা যায়। তাই সঠিক সময়ে মার্কেটে অবস্থান নেয়ার জন্য অবশ্যই হ্যাভিং এর আগেই ইনভেস্ট করাটাই সঠিক সিদ্ধান্ত। সব থেকে ভালো হয় যদি বিয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 17, 2023, 06:35:27 PM
আর প্রতিটি ব্লক মাইনিং হতে  ১০ মিনিট করে  সময় লাগে  আর এভাবে  ২১ লক্ষ মাইনিং ব্লক পরপর  একটি বিটকয়েন হালবিং  সংগঠিত হয়,  আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য  মাইনাররা  মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে,  নিচের ছবিটা  তে দেখতে পাবেন  প্রতিটি হালবিং  এ  ব্লক রেওয়ার্ড   অর্ধেকে নেমে যায়।
বিটকয়েন এর ব্লক টাইম গড়ে ১০ মিনিট। আরে প্রতি ২১০০০০ ব্লক পর হাভিং হয়, ২১ লক্ষ নয়। আপনি এইখানে মাইনিং পুল কেন বলছেন। মাইনিং রিওয়ার্ড বুঝাচ্ছেন?
বিটকয়েন হাভিং এর সাথে দাম বৃদ্ধির সম্পর্ক অবশ্যই আছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৯০০ বিটকয়েন সার্কুলেশন এ যোগ হচ্ছে। মাইনাররা তাদের খরচ মেইন্টেইন করতে বিটকয়েন বিক্রয় করছে। হাভিং এর পর প্রতিদিন ৪৫০ বিটকয়েন যোগ হবে। আমরা যদি চাহিদাকে কন্সটেন্ট ধরি, তবুও বিটকয়েন এর দাম দ্বিগুণ হওয়ার কথা সাধারণ যুক্তি অনুযায়ী। কিন্তু চাহিদাটা আসলে কন্সটেন্ট না, সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে নিয়মিত।
যাই হোক, এইগুলো সব কাগজে কলমে হিসেব। এইরকমই যে হবে তার নিশ্চয়তা নেই। বরং, উল্টোও হতে পারে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2023, 04:16:39 PM
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট।  
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
প্রথমে আপনাকে আমাদের  বাংলাদেশ থ্রেডে  স্বাগতম জানাচ্ছি।
এবার আসি আপনার বিটকয়েন হালবিং নিয়ে,  বিটকয়েন হালবিং নিয়ে কথা বলার আগে আপনাকে এটা জানতে হবে, ব্লক কি এবং   এর সময় সম্পর্কে ধারণা-
ব্লক কি এই বিষয়টি বোঝার জন্য কয়েন আলাপ থেকে  এই আর্টিকেলটি পড়তে পারেন।
ব্লক হল একটি রেকর্ড বইয়ের বিভিন্ন পৃষ্ঠার মত। একটি রেকর্ড বইয়ে ১০০ জন মানুষের রেকর্ড থাকতে পারে। যদি বলি উক্ত বইয়ের ৫০ তম ব্যক্তি, তাহলে ৫০তম ব্যক্তির রেকর্ডের পৃষ্ঠায় গিয়ে তার সম্পর্কে সব রেকর্ড দেখে নিতে পারেন। তেমনি, বিটকয়েন ব্লক হল কিছু লেনদেনের সব তথ্য ধারণ করে রাখা। প্রতিটা ব্লকে উক্ত ব্লকের সব লেনদেনের সকল তথ্য থাকে। একটি ব্লকে সর্বোচ্চ ১ মেগাবাইট কিংবা ৪ ভার্চুয়াল মেগাবাইট পর্যন্ত লেনদেনের তথ্য থাকতে পারে। source
আর প্রতিটি ব্লক মাইনিং হতে  ১০ মিনিট করে  সময় লাগে  আর এভাবে ২১০০০০ মাইনিং ব্লক পরপর  একটি বিটকয়েন হালবিং  সংগঠিত হয়,  আর সময় ধরলে প্রতি চার বছর পর পর সংঘটিত হয়। এইসব ব্লক মাইনিং এর জন্য  মাইনাররা  মাইনিং পুল হিসেবে বিটকয়েন পেয়ে থাকে,  নিচের ছবিটা  তে দেখতে পাবেন  প্রতিটি হালবিং  এ  ব্লক রেওয়ার্ড   অর্ধেকে নেমে যায়।

আর আমি মনে করি এই মাইনিং পুল  কমে যাওয়া  পাশাপাশি এর ব্যবহার ব্যাপক বৃদ্ধি পাওয়াই  হয়তো  প্রতিটি  বিটকয়েন হালবিইং  এর দাম কে আকাশচুম্বি করে তোলে।
তারপরও বিস্তারিত আরো ভালো ভাবে বুঝানোর জন্য Little Mouse  ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি,
newbie
Activity: 6
Merit: 1
July 17, 2023, 03:42:37 PM
আসসালামু আলাইকুম ভাইয়েরা ,  আশা করি সবাই ভাল আছেন।  এটা  আমার  বাংলাদেশ কমিউনিটিতে প্রথম পোস্ট। 
আমি মূলত  এই ক্রিপ্টো  জগতে একদমই নতুন।  শখের বসে একাউন্ট খোলা হয়েছিল এক বন্ধুর কাছ থেকে ইনফরমেশন পেয়ে,  এখন কিছুটা খালি সময় কাটতেছে তাই ভাবলাম এখান থেকে  নতুন কিছু শেখা যাক।
যাইহোক আজকে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি যে,  ফোরামে দেখতেছি বেশিরভাগ  ক্ষেত্রেই মানুষ বিটকয়েন হালবিং নিয়ে কথা বলছে,  আর বেশিরভাগই  এটা বলছে যে বিটকয়েন এর প্রাইস পরবর্তী  হালবিং এ  আকাশচুম্বি হবে।  বিটকয়েন হালবিং বিষয়টা কি?   আর এই সময় কেন  বিটকয়েন এর দাম  বাড়বে?
Jump to: