Author

Topic: বাংলা (Bengali) - page 183. (Read 5726580 times)

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 05, 2023, 05:03:40 PM
Welcome to me.
i am new here,BTC
আপনাকে বিটকয়েন ফোরামের বাংলা থ্রেডে স্বাগতম। আমাদের লোকালে আরো একজন নতুন ইউজার পেয়ে আমরা আনন্দিত। আর আপনি এই থ্রেডে ইংরেজিতে পোস্ট না করে বাংলায় লিখলে বিষয়টা সামঞ্জস্যপূর্ণ হবে। আর অবশ্যই এই ধরনের দুই তিন ওয়ার্ডের ছোট ছোট পোস্ট করা থেকে বিরত থাকবেন যেগুলো মিনিংফুল না। যেমন ধরুন আপনি এখানে কোন কিছু জিজ্ঞাসা করতে পারতেন বা আপনার মতামত বা অভিজ্ঞতা শেয়ার করতে পারতেন তা না করে আপনি যে নতুন শুধু এটা জানানোর জন্য পোস্ট না করলেও চলত। পোস্টটি আমার কাছে Hi, Hello , Good Morning এই টাইপের লেগেছে।

আশা করি আপনি ফোরামের রুলস গুলো সম্পর্কে পড়েছেন যেগুলো সবাইকেই মানতে হয় এবং এগুলো না ভাঙ্গে আপনার অ্যাকাউন্ট ব্যান বা রেস্ট্রিক্ট হয়ে যাবে। না পড়ে থাকলে নিচে পড়ে নিন:


এছাড়া DYING_S0UL ভাই বাংলায় কিছু গুরুত্বপূর্ণ টপ িক শেয়ার করেছে যেগুলো নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পোস্টগুলো পড়ে আপনার সুন্দর একটি ফোরাম জার্নি শুরু করবেন। আর কোন কিছু না বুঝলে বা কনফিউশন থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কিন্তু দয়া করে মিনিংলেস পোস্ট করবেন না। আপনার জন্য শুভকামনা রইল।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 05, 2023, 12:38:25 PM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো। উনি আমাকে বললো এটার দাম এখন কম, একটা তারিখের পর এই কয়েন কতো ডলার করে যেনো হবে বলেছিলো। উনি বিভিন্ন যায়গা থেকে ডলার কিনে কিনে সেখানে মোট ১২০০ ডলারের মতো ইনভেষ্ট করে। তো উনার দেয়া তারিখে চলে যাওয়ার পর জিগােইলাম ভাই কি অবস্থা আপনার কয়েনের? উনি আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। বা কি বলেছিলো আমার সঠিক মনে নাই। আজ অব্দি ওনাকে এই ব্যাপারে আর জিগাই নাই। আজকে এটার নাম দেখে জানলাম যে এটা স্ক্যাম।

আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।
@Learn Bitcoin ভাই আপনার হয়তো তারিখের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। বিটকানেক্ট খুব সম্ভবত 2016-2018 সালে তাদের অপরাধের বিস্তার করেছিল। ১৬ই জানুয়ারি ২০১৮ সালে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং জনগণের মেরে দেওয়া টাকা রিফান্ড করার জন্য বাধ্য করা হয়।
এখানে হয়তো আপনার সালের উল্লেখ ভুল হয়েছে।
বিটকানেক্ট উইকিপিডিয়া: https://en.m.wikipedia.org/wiki/Bitconnect
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 05, 2023, 12:28:18 PM
newbie
Activity: 2
Merit: 0
August 05, 2023, 11:06:12 AM
Welcome to me.
i am new here,BTC
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2023, 09:35:19 AM
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।
এটা অনেকটা ডিপেন্ড করে থাকে মানুষটা কি কারনে ট্যাগ খেয়েছে। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো আসলে ফোরামের অনেক মেম্বার রা রিভার্স করে না। আবার কিছু ফোরাম মেম্বার ই আছে সিলি মেটার এ ট্যাগ মেরে বসে থাকে। আপনি তাকে কোনো ভাবেই কনভিন্স করতে পারবেন না। তবে এটা সত্যি আমরা কাউকে পোষ্ট না করার জন্য বলতে পারি না।

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।
সেই বড় ভাই তখন মাত্র নতুন ক্রিপ্টোতে ঢুকেছে। তবে বেশি টাকা পয়সা ওয়ালা মানুষ নতুন নতুন মার্কেট এ ঢুকলে যে অনেক বিপদে পড়ে, সেটা ওনাকে দেখেই বুঝেছি। ধনি মানুষ, মিরপুরে বাড়ি আছে, এরকম কয়েক হাজার ডলার গেলে ওনার কিছুই হবে না। আর সময়ের ব্যাপারটা বলবো, আমি এর আগে বিটকানেক্ট এর নাম ই শুনি নাই। উনি আমাকে বললো যে উনি ইনভেষ্ট করছে, আমি করবো কি না। যেহেতু আমার কাছে ডলার নাই, আমি এই প্রজেক্ট নিয়ে ঘেটেও দেখি নাই।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 05, 2023, 09:26:40 AM
আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
আপনি কাউকে এইভাবে পোস্ট না করার জন্য বলতে পারেন না। তাছাড়া একজন মানুষ যদি এইখানে নেগেটিভ ট্রাস্ট খায়, তাহলে সেটা তোলার জন্য হলেও তার উচিত ফোরামে অবদান রাখা। তাহলে যারা নেগেটিভ ট্রাস্ট দিবে তারা ক্ষমা করে ট্রাস্ট উইথড্র করতে পারে।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল?
এইটা অনেক বিতর্কিত একটা বিষয়। একটা বিটকয়েন সম্পর্কিত গ্রুপে এডমিন হওয়ার সুবাধে প্রায়ই এই ধরনের পোস্ট পেয়ে থাকি।
যাই হোক, জাকির নায়েককে আমরা অনেকেই চিনি এবং তার ধর্মীয় জ্ঞান কতটা উচু লেভেলের সে কথাও আমরা মোটামুটি জানি। জাকির নায়েক বলেছেন, স্পট ট্রেডিং হালাল কিন্তু ফিউচার ট্রেডিং হারাম। কেন? সেটার জন্য অনেক আলোচনা রয়েছে। দেখে নিতে পারেন- https://www.youtube.com/watch?v=ROPivnxOXSU
এইটা ফরেক্সের আলোকে কিন্তু একই ব্যাপার।

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো।
বিটকানেক্ট ২০১৮ সালের দিকে ফল করছে। এইটা স্ক্যাম প্রজেক্ট ছিল কিন্তু লোভের বশবর্তী হয়ে অনেকেই বিনিয়োগ করছে। ২০২১/২২ সালে তো এইটাতে বিনিয়োগ পাগলেও করবে না ভাই। এইটার অস্তিত্ব আছে কিনা সেটাই তো সন্দিহান।

আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
ওরা যতদিন অন্যান্য মানুষের টাকা দিয়ে ট্রেডিং করে কিংবা অন্য যে কোন মাধ্যমে লাভবান হয়ে পারবে ততদিন মানুষকে লাভ দিবে। যখনই দেখবে তারা লাভ করতে পারছে না তখনই সময় বুঝে তারা কেটে পরবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2023, 09:00:29 AM
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
আপনাকে কি বলবো ভাই, আমার এলাকায় কেউ এসব সাইটে ইনভেষ্ট করার আগে মোটামোটি ৮০% লোক আমার সাথে পরামর্শ করে নেয়। এমন অনেক হইছে যে আমি না করার পর অনেকে ইনভেষ্ট করে ধরা খাইছে। আবার এমন হইছে যে আমি না করার পর আর ইনভেষ্ট করে নাই, পরে যখন স্ক্যাম হয় তখন বেলে ওর কথা শুনে বেচে গেছি। রিং আইডি নিয়া আমার এলাকায় অনেক মাতামাতি হইছিলো। সব চাইতে কষ্টের ব্যপার হলো, যেখানে আমি সবাইকে নিষেধ করি এসব যায়গায় ইনভেষ্ট করার জন্য, সেখানে আমার আপন ছোট ভাই এসব সাইটে ইনভেষ্ট করে কয়েকবার ধরা খাইছে। আমার সাথে বলে না ভয়ে। কিন্তু আমার ওয়াইফ এগুলা আমার সাথে শেয়ার করে থাকে।

যদিও এখানে কোন রেফারেল লিংক বা এয়ারড্রোব লিংক শেয়ার করা উচিত হচ্ছে না তবুও এই এয়ার্ডপের সত্যতা ঠিক আছে কিনা সেটা জানতে আমি এই অ্যায়ারডোবটি শেয়ার করছি। আজকে একটি গ্রুপে আমি এই এয়ার্ডোপের লিংক পাই এবং সেখান থেকে আমি ক্লিক করে নিজে নিজেই একাউন্টটি করার চেষ্টা করেছি এবং সফল হয়েছি। একাউন্ট করার পর আমাকে তারা ৫১৫ টি টোকেন দিয়েছে যেখানে ৫০০ টোকেন স্ট্যাকিং করা আছে। আপনারা বিষয়টি একটু যাচাই করে দেখুন।

আমি সাধারনত এসব এয়ারড্রপে জয়েন করি না। তবে গতকাল দেখলাম এই এয়ারড্রপ টা পেমেন্ট দিচ্ছে। কেউ যদি জয়েন করে থাকেন, তাহলে ফান্ড উইথড্র দিতে পারবেন। ফ্রি মানি পেতে তো সবারই ভালো লাগে। হাজারে ২-৪ টা এয়ারড্রপ পেমেন্ট করে। এটাও পেমেন্ট করতেছে আপাতত, তবে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।

member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
August 05, 2023, 08:54:27 AM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।


আমার পরামর্শ হচ্ছে যতোটা দ্রুত সম্ভব আপনি , ডলার উইথড্রো করে নেন কারন বিভিন্ন্য প্লাটফর্ম এর অনেকেই এটা নিয়ে সতর্ক করছেন, এই মাস হয়তো পুরোপুরি নাও যেতে পারে তারা পালিয়ে যেতে পারে ।

Quote
MTFE একটি প্রতারণার নাম। এরা ইনভেস্টের নাম করে স্রেফ প্রতারণার একটা ব্যবসা করছে। ৫০ ডলার ইনভেস্ট করে মাসে ১৫০ ডলার ইনকাম, তার বেশি দিলে আরও ইনকাম এটা একটা প্রতারণার মডেল।
এই সাইটের বৈশিষ্ট টিপিক্যাল এমএলএম সাইটের মতই। মানে প্রথম দিকের ইউজার টাকা পায়, তারা প্রচারণা করে যে টাকা পেয়েছে, মাঝের দিকের ইউজাররাও মোটা অংকের প্রফিট করে এবং শেষের দিকের ইউজাররা লোভে পড়ে ধরা খায়।
এইসব প্রতারণার কথা আমাদের কথিত ইনফ্লুয়েন্সাররা মুখেও আনেন না। তারা পাবলিকলি এসব বলতে লজ্জা পান। কিন্তু এসব প্রতারণার কথা আলোচনা না হওয়ার কারনে বিদেশি এসব বিভিন্ন এপসের ফাঁদে পড়ে মানুষ অনেক টাকা-পয়সা হারাচ্ছেন। এদের টার্গেটেড ইউজার হল এমবি কিনে ভিডিও দেখা পাবলিক, এদের মধ্যে রিকশাচালক, শ্রমিক, ছাত্র, চাকুরীজীবি রয়েছেন।
মানুষেরও দোষ আছে, কিন্তু আমাদেরও এগুলা নিয়ে কথা বলা উচিত। তাহলে প্রতারণা করার সুযোগই পাবেনা এরা। আমাদের ফ্রিল্যান্সার/আইটি বিভিন্ন সংগঠন/ফেসবুক গ্রুপসহ বিভিন্ন কমিউনিটি হয়েছে যাদের এগুলা নিয়ে কথা বলা উচিত। দেশে বিভিন্ন ইভেন্ট হচ্ছে এখন, সেখানেও এসব প্রতারণা ধরা নিয়ে সেশন হওয়া উচিত। যেহেতু এদের প্যাটার্ন একই তাই কারও নাম উল্লেখ না করেও এদের প্রতারণা সম্পর্কে মানুষকে সাবধান করা যায়।
দিনশেষে সবাইকে সাবধান হতে হবে। মানুষকে ইন্টারনেট-শিক্ষিত করতে হবে। বেসিক কমনসেন্স শেখাতে হবে।
স্ট্যাটাসটি শেয়ার করে আপনার ফ্রেন্ডলিস্টের সবাইকে সাবধান করুন।


Source


যেকোনো সময় ডলার আটকে দিতে পারে, এইসব থেকে আমাদের বিরত থাকাই ভালো।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
August 05, 2023, 07:05:47 AM
আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।

ভাই প্রথমত ওদের টার্গেট ই হচ্ছে একটা বড় এমাউন্ট নিয়ে ভেগে যাওয়া এটাকে সার্ভিস না বলে বলতে পারেন সাময়িক সান্তনা দিবে যতদিন তাদের এই ফাঁদে মানুষ পা দিতে থাকবে। আপনি জাস্ট ভাবুন আজকেই মানুষ নতুন ইনভেস্টমেন্ট করা বাদ দিয়ে দিল, তাহলে তো আমি মনে করি কালকেই আর কেউ পেমেন্ট পাবে না। যেহেতু এটা খুব ভাইরাল হয়ে গেছে এবং সবাই প্রতিনিয়ত এটাতে ইনভেস্ট করছে তাই এটা হয়তো আর কিছুদিন থাকতে পারে তবে খুব দ্রুতই মানুষ তাদের সর্বস্ব হারাবে এটা এক প্রকার নিশ্চিত।
আমাদের যেকোনো ইনভেসমেন্ট এর আগে অবশ্যই ভাবা উচিত:

১. আমরা কেন ইনভেস্ট করে প্লান কিনব?
২. আমাদের ইনভেস্ট করা টাকা দিয়ে কোম্পানি কি করবে?
৩. আমাদের যে প্রোফিকটা দিবে সেটা কিভাবে কোম্পানি জেনারেট করবে?
৪. আমাদের প্রোফিট দেয়ার পরেও কোম্পানির লাভ কি থাকবে?
৫. এত পরিমানে রেফার বোনাস কোম্পানি কিভাবে জেনারেট করবে?

এইসব প্রশ্নগুলো চিন্তা করলেই আপনি বের করতে পারবেন আপনার ইনভেস্ট করা উচিত কিনা। সব সময় বেশি লাভের আশায় বোকার মত ইনভেস্ট করা উচিত না। এটা আমি নতুন যারা তাদের উদ্দেশ্য করে বলছি। আশা করি সবাই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন এবং নিজের কষ্টে অর্জিত টাকা ফাঁদে পরে বা নিজের পায়ে কুড়াল মেরে নষ্ট করবেন না।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 05, 2023, 06:33:20 AM
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
আপনার ব্যাপারটি খুবই দুঃখজনক, আপনি একজন বাংলা থ্রেডের জ্ঞানীগুণী সদস্য আপনিও লোভে পরে ভুল কাজ করে ফেলেছেন। আপনি যদি উইথড্র দিতে পারেন তাহলে অতি শিগ্রই উইথড্র করে ফেলুন। হয়তো সাইডটি উধাও হলে আপনি আপনার সব ডলার হাড়িয়ে বসতে পারেন।

আমরা অনেকেই আছি বিনা পারিশ্রমিকে টাকা ইনকাম করতে চাই। বিনা কাজে যে সাইড গুলো অর্থ দেওয়ার অফার করে থাকে সেই সাইড গুলোই স্কাম হয়ে থাকে। প্রকৃতপক্ষে কেউ স্বার্থ ছাড়া কাউকে কোন কিছু দেয় না। তাই কেউ আজেবাজে কোন সাইডে ইনভেস্ট করে অর্থ হারাবেন না। অতি লোভে তাঁতি নষ্ট কেউ বেশি লোভ করতে যাবেন না

উদাহরণস্বরূপ আমি যেভাবে মনে করি কিছু কোম্পানি আছে  একটা সাইড লঞ্চ করে অফার দিয়ে থাকে এভাবে কিছু ইনভেস্ট করলে প্রতিদিন এত এত টাকা পাবেন। পরবর্তীতে অনেকেই লোভে পড়ে ইনভেস্ট করে ফেলে। ৫০০০ করে যদি ২০ জনে ইনভেস্ট করে তাহলে ১ লাখ টাকা হয়। প্রথমে কোম্পানি বুদ্ধি খাটিয়ে লস দিয়ে থাকে। যারা ৫০০০ ইনভেস্ট করেছিলো তারা তাদের মূলধন রিটার্ন পেয়ে লাভ পেতে শুরু করে। কিছু দিন পাওয়ার পর সেই ২০ জন লোককে দেখে আরো ১০০ জনে ইনভেস্ট করে কোম্পানি ১০লাখ টাকা পায় কোম্পানি কিছু টাকা লস দিয়ে ১০ লাখ লাভ পায়।  এভাবে তারা হয়তো স্কাম করে টাকা হাতিয়ে নেয়। আমার এই অনুমান হয়তো ভুল হতে পারে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
August 05, 2023, 04:52:37 AM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স
আমরা আমাদের আদি পুরুষ আদম হাওয়ার ইতিহাস সবাই জানি। আমাদের ভিতরে এক প্রকার লুকায়িত শয়তানি শক্তি থাকে যা সামান্য একটু নাড়াচাড়া পেলেই শয়তানের প্ররোচনায় ভুল করে বসি। আমি সাধারণ এইসব মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম বিশ্বাস করিনা কিন্তু আগস্ট মাসের ১ তারিখে Shasan ভাইয়ের কাছ থেকে ২১০ ডলার ঋণ নিয়ে ২০১ ডলারের প্যাকেজ নেই। অবশ্যই পর্যন্ত আমাকে ১৫ ডলার পরিমাণ প্রফিট দিয়েছে। আমার বিশ্বাস MTFE (Multilateral Trading Facilities Europe) তাদের একটা নির্দিষ্ট টার্গেট পূরণ হওয়া পর্যন্ত মার্কেটে সার্ভিস দিয়ে যাবে এবং তাদের টার্গেট পূর্ণ হলেই অন্যান্য মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেমগুলোর মত উড়াল দিবে। যদিও আমি এই সমস্ত সাইডে ইনভেস্ট করতে রাজি ছিলাম না তবুও কেমন জানি একটি অদৃশ্য লোভের কারণে একাউন্ট করে ফেলেছি। যাহোক আমি এই মাসটি দেখব তারপর আমার সমস্ত ডলার উইথড্রো করে নেব।
আমি MTFE অ্যাকাউন্ট করার আগে অবশ্য Little Mouse ভাইয়ের পরামর্শ গ্রহণ করেছিলাম তিনি আমাকে বারবার এই প্রজেক্ট স্ক্যাম এই প্রজেক্ট যে কোন সময় ভেগে যেতে পারে এই ব্যাপারে সতর্ক করে দিয়েছিলে কিন্তু আমার নিজের পক্ষ থেকে রিক্স নিয়েই একাউন্ট করে ফেলেছি দেখি কতদূর থাকে আর কি। বাকিটা আল্লাহ ভালো জানে।
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 05, 2023, 04:12:14 AM

ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে একই স্ক্যামার দল বার বার বিভিন্ন্য নামে এই ধরনের স্ক্যাম প্রোজেক্ট চালু করে থাকে, একটা দিয়ে স্ক্যাম করে কিছুদিন পরে আবার আরেকটা নামে বিজনেস এর মাধ্যমে স্ক্যাম শুরু করে। অনেকেই আবার এইসব স্ক্যাম প্রোজেক্টের জন্যে ডিলার ও নিচ্ছে, সবাই যদি সচেতন না হয় তাহলে বাংলাদেশের যারা নতুন অনলাইনে আসতে চাচ্ছে তাদের জন্যে অনেক খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে ।


হ্যা ভাই আমার কাছেও এমনটাই মনে হয়। ঘুরে ফিরে একই স্ক্যাম কোম্পানিগুলো নতুন নামে মার্কেটে আসে আর স্ক্যাম করে চলে যায়।

এই কিছুদিন আগেই বন্ধুমহল, সোসিয়াল মিডিয়ায় E-Movie Ticket নামক স্ক্যাম নিয়ে সেই মাতামাতি দেখলাম। সামান্য মুভির টিকিট কিনে কিভাবে আয় হয় এই লজিক আমি বুঝতামনা। অনেক বন্ধুদের আবার দেখতাম ধুমায়ে ইনভেস্টও করতেছে। পরে তো শুনলাম স্ক্যাম করে ভেগে গেছে, সাইট ডাউন। অন্যান্য দেশের কথা জানি না বাট আমাদের মতো দেশে এইসব স্ক্যাম মরণ ব্যাধিতে পরিণত হইছে। আর মানুষ এ থেকে শিক্ষাও নেয়না হাজার হাজার লাখ লাখ টাকা লস খাওয়ার পরেও। পরবর্তীতে আবার কোনো নতুন কোম্পানি আসে আবার সেটায় ইনভেস্ট করে। স্ক্যাম কোম্পানিগুলোর টার্গেটই থাকে মূলত আমাদের মতো দেশগুলো।

নিউজ লিংক : https://m.youtube.com/watch?v=6rLikJMEXdI

নোট: লিংকটা শেয়ার করা যাবে কিনা আমার জানা নাই, যদি রুলস এর বাহিরে হয় কেউ বইলেন, লিংক সরায় দিবোনি, ধন্যবাদ।
full member
Activity: 504
Merit: 212
August 05, 2023, 03:56:26 AM
]

হ্যাঁ, সত্যিই একটি মজার পরীক্ষা Smiley আমি মনে করি গুগল বাংলায় অনুবাদ করার সেরা কাজটি করেছে। নাকি আমি ভুল? সাধারণভাবে, আমি আপনার ভাষায় অনুবাদ করার জন্য বেশ কিছু অনুবাদক ব্যবহার করি, কারণ সমস্ত অনুবাদক নির্দিষ্ট বাক্যাংশ এবং শব্দগুলি সঠিকভাবে অনুবাদ করে না। এআই সহ সর্বদা অনুবাদের সাথে মানিয়ে নিতে সক্ষম হয় না। আপনার উদাহরণ তার প্রমাণ।

আপনি এই অনুবাদ কিভাবে পছন্দ করেন?

Yes, a really fun experiment Smiley I think Google did the best job of translating into Bengali. Or am I wrong? And in general, I use several translators to translate into your language, because not all translators translate certain phrases and words correctly. Including AIs do not always cope with the translation. Your example is proof of that.

What do you think of this translation?

আমি বাংলা জানি কিন্তু আপনার জন্যে ইংলিশে উত্তর দিচ্ছি।
 


Using google translate or some kind of AI tools to translate to bengali is a very bad idea. I am not saying their response is always wrong but the translation you will get in bengali by using tools sometime sounds really funny and immature in our language. Most of the time AI and google translate  made mistake when arranging the structure of the sentence. Let me give you an example. In your first sentence you wrote: " হ্যাঁ, সত্যিই একটি মজার পরীক্ষা " but if i wrote this sentence in bengali i would say " হ্যাঁ, পরীক্ষাটি মজার ছিলো। " . They have the same meaning but it sounds different and matured. I am not blaming you i know you are not a native speaker instead i am just trying to show the limitation of translation tools. But i really happy to see a non native speaker in our local board.
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 05, 2023, 03:51:26 AM
আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।

ট্রেড করে ডলার কামানো যদি এতোটাই সহজ হতো তাহলে রাস্তাঘাটের বাচ্চা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরাও ট্রেড করতো। এর জন্য অনেক জ্ঞান আর অভিজ্ঞতার প্রয়োজন হয়। এমনকি বড় বড় ট্রেডাররাও লস করে যতই ফুল প্রুফ প্লান হোক না কেনো। তাই এইসবে না বুঝেশুনে ইনভেস্ট না করাই বেটার।

এমন অনেক বড়ভাই দেখছি। প্রতিদিন সো অফ করতো দেখ দেখ উমুক ট্রেড থেকে উকুম ডলার কমাইছি আরো কতো কি! আর এখন তাদের দেখাই পাওয়া যায়। এইসব ছোট-বড় লাভ মুনাফা সবই ক্ষণস্থায়ী। পরবর্তীতে একটা বড়সড় লস সব নিঃস্ব করে দিয়ে চলে যায়।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 05, 2023, 03:02:21 AM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো। উনি আমাকে বললো এটার দাম এখন কম, একটা তারিখের পর এই কয়েন কতো ডলার করে যেনো হবে বলেছিলো। উনি বিভিন্ন যায়গা থেকে ডলার কিনে কিনে সেখানে মোট ১২০০ ডলারের মতো ইনভেষ্ট করে। তো উনার দেয়া তারিখে চলে যাওয়ার পর জিগােইলাম ভাই কি অবস্থা আপনার কয়েনের? উনি আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। বা কি বলেছিলো আমার সঠিক মনে নাই। আজ অব্দি ওনাকে এই ব্যাপারে আর জিগাই নাই। আজকে এটার নাম দেখে জানলাম যে এটা স্ক্যাম।

আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।

ঘুরে ফিরে আমার কাছে মনে হয় যে একই স্ক্যামার দল বার বার বিভিন্ন্য নামে এই ধরনের স্ক্যাম প্রোজেক্ট চালু করে থাকে, একটা দিয়ে স্ক্যাম করে কিছুদিন পরে আবার আরেকটা নামে বিজনেস এর মাধ্যমে স্ক্যাম শুরু করে। অনেকেই আবার এইসব স্ক্যাম প্রোজেক্টের জন্যে ডিলার ও নিচ্ছে, সবাই যদি সচেতন না হয় তাহলে বাংলাদেশের যারা নতুন অনলাইনে আসতে চাচ্ছে তাদের জন্যে অনেক খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে ।

copper member
Activity: 588
Merit: 926
August 05, 2023, 03:01:04 AM
P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.
No problem. Just as a fun experiment, I thought of translating your post from English to Bengali with three different translator. Result is as follows. I'll leave it to the community to decide, which one worked best. May be, you can use that next time for communication in Bengali...

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

Google Translate
Quote
ব্যাপারটা হল, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP-এ এই সত্যটি পরীক্ষা করতে পারেন। সুতরাং Queen707 অ্যাকাউন্টটি আর Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা এড়াচ্ছেন। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও ব্যান করা হবে।

Google Bard
Quote
আসলে, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP এ এই তথ্যটি যাচাই করতে পারেন। সুতরাং, Queen707 অ্যাকাউন্ট আর কেবল Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্টটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও নিষিদ্ধ হবে।

OpenAI ChatGPT 3.5
Quote
বিষয়টি হল, Kraps712 ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আপনি BPIP এ এই তথ্য যাচাই করতে পারেন। তাহলে Queen707 অ্যাকাউন্ট আরও কেবল একটি আল্ট নয় Kraps712 এর। Queen707 এর অ্যাকাউন্ট বের করা গেছে যে তিনি ইতিমধ্যে নিষিদ্ধ এসেছেন। তাহলে আমি মনে করি এই অ্যাকাউন্টও বন্ধ করা হবে।

হ্যাঁ, সত্যিই একটি মজার পরীক্ষা Smiley আমি মনে করি গুগল বাংলায় অনুবাদ করার সেরা কাজটি করেছে। নাকি আমি ভুল? সাধারণভাবে, আমি আপনার ভাষায় অনুবাদ করার জন্য বেশ কিছু অনুবাদক ব্যবহার করি, কারণ সমস্ত অনুবাদক নির্দিষ্ট বাক্যাংশ এবং শব্দগুলি সঠিকভাবে অনুবাদ করে না। এআই সহ সর্বদা অনুবাদের সাথে মানিয়ে নিতে সক্ষম হয় না। আপনার উদাহরণ তার প্রমাণ।

আপনি এই অনুবাদ কিভাবে পছন্দ করেন?

Yes, a really fun experiment Smiley I think Google did the best job of translating into Bengali. Or am I wrong? And in general, I use several translators to translate into your language, because not all translators translate certain phrases and words correctly. Including AIs do not always cope with the translation. Your example is proof of that.

What do you think of this translation?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 05, 2023, 02:32:52 AM
MTFE, SPC, RINGID এরা সবাই পিরামিড স্ক্যাম নামে এক ধরনের পদ্ধোতি ব্যবহার করে যেখানে রেফারের ওপরের স্তরের ব্যবহারকারীরা সবচাইতে বেশি লাভবান হয়। মূলত সচেতনতার ওভাবেই বার বার মানুষেরা এই সব স্ক্যাম এর দিকে ধাবিত হচ্ছে।  আমি ঠিক করেছি বর্তমানে বাজারে চলমান যেসব এই ধরণের সাইট আছে সেগুলো নিয়ে তথ্য প্রমান সহ ধারাবাহিক পোস্ট করবো। আবার আরেকটা বিষয় মনে রাখতে হবে এই ধরণের স্ক্যাম ক্রিপ্টো এর ভিতরেও থাকতে পারে। এরকম কিছু ক্রিপ্টো প্রজেক্ট হলো : Onecoin, PlusToken, Bitconnect  ইত্যাদি।  

সোর্স

২০২১ সালের শেষ এ অথবা ২০২২ এর দিকে আমার এক পরিচিত বড় ভাই বিটকানেক্ট এ ইনভেষ্ট করার জন্য বলেছিলো। উনি আমাকে বললো এটার দাম এখন কম, একটা তারিখের পর এই কয়েন কতো ডলার করে যেনো হবে বলেছিলো। উনি বিভিন্ন যায়গা থেকে ডলার কিনে কিনে সেখানে মোট ১২০০ ডলারের মতো ইনভেষ্ট করে। তো উনার দেয়া তারিখে চলে যাওয়ার পর জিগােইলাম ভাই কি অবস্থা আপনার কয়েনের? উনি আমাকে কোনো সঠিক উত্তর দিতে পারে নাই। বা কি বলেছিলো আমার সঠিক মনে নাই। আজ অব্দি ওনাকে এই ব্যাপারে আর জিগাই নাই। আজকে এটার নাম দেখে জানলাম যে এটা স্ক্যাম।

আমার কাছে তখন কোনো যলার ছিলো না ইনভেষ্ট করার মতো। যদি থাকতো, আমিও হয়তো ইনভেষ্ট করে ফেলাতাম। অই ভাই দেখতাম কয়দিন পর পর ডলার কিনতো। জিগাইলেই বলতো উনি ট্রেড করে লস করছে, তাই আরো ডলার লাগবে।
full member
Activity: 504
Merit: 212
August 05, 2023, 02:22:47 AM
sr. member
Activity: 322
Merit: 318
The Alliance Of Bitcointalk Translators - ENG>BAN
August 05, 2023, 01:49:24 AM

নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড

ভাই এইসব সম্পূর্ণ স্ক্যাম সাইট, এসব সাইটে আপনার টাকাই আপনাকে দেয়া হয়। সাইটগুলো পিরামিড স্কিম এর মতো অনেকটা। আপনি টাকা ভরবেন, তারপর আয় বাড়ানোর জন্য রেফার করবেন, আবার যাকে রেফার করছেন সে আবার টাকা ভরবে, সেও রেফার করবে তার পরিচিতদের। এভাবে চেইনবিক্রিয়ার মতো এটা ঘটতেই থাকবে ঘটতেই থাকবে যতদিন না এই কোম্পানি যথেষ্ট মুনাফা না করে। তারপর হঠাৎ একদিন দেখবেন সাইট নাই। তারপর কিছুদিন পর আবার নতুন নামে নতুন সাইট আনবে।

আবার এক পরিচিত লোক MTFE নামক সাইটে কাজ করে। বেশ মোটা অংকের টাকা সে ইনভেস্ট করেছে। প্রায়ই দেখি সে ফেসবুকে ডে/স্টরি দেয় তাদের বিভিন্ন মিটিং/সভা। নানা ভাবে প্রমোট করে সবাই কে দেখায়। তাকে অনেকবার মানা করার পরেও সে এটা নিয়ে পরে আসে। যাই হোক মারা যখন খাবে তখন আমার কথা মনে পরবে।

অনলাইনে টাকা কামানো যদি এতো সহজ হতো তাহলে যেকোনো কেউ হাজার হাজার টাকা কামাতো। একটা সাইটে টাকা ভরবো, শ খানেক রেফার করবো, কমিশন পাবো আর লাখপতি হবো তাহলে হলেই হতো। কিন্তু এমন চিন্তা করাটাই বোকামি। যেখানেই দেখবেন অনেক মুনাফা অনেক প্রমোশন সেখানেই কিছু একটা ঘাবলা আছে।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
August 04, 2023, 02:13:36 PM
P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.
No problem. Just as a fun experiment, I thought of translating your post from English to Bengali with three different translator. Result is as follows. I'll leave it to the community to decide, which one worked best. May be, you can use that next time for communication in Bengali...

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

Google Translate
Quote
ব্যাপারটা হল, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP-এ এই সত্যটি পরীক্ষা করতে পারেন। সুতরাং Queen707 অ্যাকাউন্টটি আর Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে তিনি ইতিমধ্যেই নিষেধাজ্ঞা এড়াচ্ছেন। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও ব্যান করা হবে।

Google Bard
Quote
আসলে, Kraps712 ইতিমধ্যেই নিষিদ্ধ। আপনি BPIP এ এই তথ্যটি যাচাই করতে পারেন। সুতরাং, Queen707 অ্যাকাউন্ট আর কেবল Kraps712 এর একটি বিকল্প নয়। Queen707 এর অ্যাকাউন্টটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। তাই আমি মনে করি এই অ্যাকাউন্টটিও নিষিদ্ধ হবে।

OpenAI ChatGPT 3.5
Quote
বিষয়টি হল, Kraps712 ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। আপনি BPIP এ এই তথ্য যাচাই করতে পারেন। তাহলে Queen707 অ্যাকাউন্ট আরও কেবল একটি আল্ট নয় Kraps712 এর। Queen707 এর অ্যাকাউন্ট বের করা গেছে যে তিনি ইতিমধ্যে নিষিদ্ধ এসেছেন। তাহলে আমি মনে করি এই অ্যাকাউন্টও বন্ধ করা হবে।
Jump to: