Author

Topic: বাংলা (Bengali) - page 184. (Read 5310544 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 17, 2023, 01:36:08 AM
জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
ভাই আমি নিজেই সেম আলসেমি থেকে জয়েন করতে অনেক দেড়ি করেছি। নেট কেমন টানে এগুলা আমি খেয়াল করি নাই। আপনার আই এস পি যদি বিডিআইএক্স সার্ভার সাপোর্ট করে বা বিডিআইএক্স এর জন্য বেশি স্পিড দেয়, সেটাকে আপনি গ্লোবাল স্পিড এ কনভার্ট করে নিতে পারেন। দারুন স্পিড পাবেন। তখন কোনটা কতো নেট কনজিউম করলো, এসব মাথায় আসবে না।
নেট কত কনজিউম করল এটা আমার নিকট ফ্যাক্ট না কারণ আমার যে ইন্টারনেট স্পিড এতে আমারও কোন সমস্যা হয় না। কিন্তু একবার শিক্ষা পাওয়ার পর থেকে এখন সবকিছু করতে গিয়ে ভয় করে। এই সফটওয়্যারটি ইন্সটল করেছিলাম ওপেন করার সাথে সাথে আমার ইন্টারনেট  এর আপলোড এবং ডাউনলোড স্পিড সব সময় 2 এমবি পার সেকেন্ড বা এর উপরে থাকে। যদিও আমি যতদূর জানি প্রজেক্টটা ভালোই খারাপ কোন রেকর্ড নেই তাদের তারপরেও জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে।
আই মিন আমার ডাটা সব আপলোড হচ্ছে না তো  Roll Eyes । যাইহোক এই প্রজেক্টটি এখনো আমি পুরোপুরি ভালোভাবে এক্সপ্লোর করিনি হয়তোবা কোন সেটিং অন করা রয়েছে এজন্য এমন হচ্ছে আই ডোন্ট নো। আমার কথায় যেন আবার কেউ এটাকে স্ক্যাম ভেবে না বসে ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 16, 2023, 11:36:21 PM
@Learn Bitcoin ভাই @Shasan ভাই হবে, টাইপ মিস্টেক করে Sashan হয়েছে।

হ্যা ভাই, টাইপিং মিসটেক না, ওনার নামের বানান ভুলে গিয়েছিলাম। কনফিউজ্ড ছিলাম Shasan হবে নাকি Sashan হবে। আলসেমি করে চেক ও করি নাই। যাই হোক, মিসটেক টা ধরে দেয়ার জন্য ধন্যবাদ। তবে আমার মনে হয় এই ভূলটা অনেকেই করে থাকে।

আসসালামুয়ালাইকুম.........
@BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই কোনো সদস্যের সমস্যা হলে খুব দ্রুত আপনারা সাড়া দিচ্ছেন....
বিশেষ করে @BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া. তিনি যেন আপনাদেরকে সর্বদা সুস্থতা ও সফলতা দান করেন এবং আমাদের পাশে সব সময় এমন ভাবে থাকার তৌফিক দান করেন... 🤲🤲🤲[আমিন]

ওয়ালা্ইকুম আস্সালাম!
ফোরামে যারা একটু বেশি সময় একটিভ থাকে, ওনারা এমনিতেই উত্তর দেয়ার মতো পোষ্ট দেখলে উত্তর দিয়ে থাকে। আমার ক্ষেত্রেও এর ব্যাতিক্রম না। অনেক সময় দেখবেন অনেক প্রশ্ন থাকে, আমি একটিভ থাকি তবুও উত্তর দেই না। এর কারণ হলো হয়তো আমি সেটার উত্তর জানি না। বা জানলেও কনফিউজ্ড থাকি। তবে আপনাকে ধন্যবাদ।

জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
ভাই আমি নিজেই সেম আলসেমি থেকে জয়েন করতে অনেক দেড়ি করেছি। নেট কেমন টানে এগুলা আমি খেয়াল করি নাই। আপনার আই এস পি যদি বিডিআইএক্স সার্ভার সাপোর্ট করে বা বিডিআইএক্স এর জন্য বেশি স্পিড দেয়, সেটাকে আপনি গ্লোবাল স্পিড এ কনভার্ট করে নিতে পারেন। দারুন স্পিড পাবেন। তখন কোনটা কতো নেট কনজিউম করলো, এসব মাথায় আসবে না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 16, 2023, 03:53:42 PM
Shasan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
জয়েন করার ইচ্ছা পোষণ করেছিলাম অনেক আগে কিন্তু  ওদের সফটওয়্যার ইন্সটল করতে হয় দেখে একটু ভেজাল লাগে।  বহু তাকে সফটওয়্যার ইন্সটল করেছিলাম  তা  সফটওয়্যার টি রান করার সাথে সাথে  প্রচুর ইন্টারনেট স্পিড টানতে থাকে  এজন্য  আর বেশি  আগ্রহ পায়নি।
তবে তাদের  এইসব প্রমোশনাল  রাফেল  এ জয়েন করতে গিয়ে  তাদের মেইন ফোকাসগুলো আমার ভালই লাগছে,  এই যেমন ধরুন  আপনার ইমেইল টিমেল কিছু লাগছে না  তাদের নেটওয়ার্কে যুক্ত হতে  কমপ্লিটলি আলাদা লেগেছে তাদেরকে। দেখা যাক সামনে জয়েন হব ইনশাল্লাহ  Tongue
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
July 16, 2023, 12:57:30 PM
আসসালামুয়ালাইকুম.........
আমাদের এই বাংলাদেশ লোকাল বোর্ডের সদস্যদের মধ্যে একটি বিষয় খেয়াল করে দেখতেছি
@BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই কোনো সদস্যের সমস্যা হলে খুব দ্রুত আপনারা সাড়া দিচ্ছেন. এমন অনেক সদস্য আছে যারা খুব দ্রুত সাড়া দিয়ে থাকে. তারমধ্যে আপনারা একটু বেশি সাড়া দিচ্ছেন. আসলে এই বিষয়গুলো দেখলে খুব ভালো লাগে. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সদস্যরা একে অপরকে এভাবে সহযোগিতা করে থাকে যার কারণে মডারেটর সাহেবের পোস্টগুলো খুব কম দেখা যায়. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল সিনিয়র ও জুনিয়র মেম্বারদের জন্য রইল আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন.
বিশেষ করে @BD Crypto ভাই ও @Learn Bitcoin ভাই আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া. তিনি যেন আপনাদেরকে সর্বদা সুস্থতা ও সফলতা দান করেন এবং আমাদের পাশে সব সময় এমন ভাবে থাকার তৌফিক দান করেন... 🤲🤲🤲[আমিন]



newbie
Activity: 770
Merit: 0
July 16, 2023, 08:58:27 AM
ধন্যবাদ ভাই।

হয়ছে। 🥰🥰
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 16, 2023, 08:45:49 AM
আমি আজকে একটি নতুন Account খুলছি এবং এই account এ btc pay করে কপার মেম্বারসিপ buy করেছি, কিন্তু আমার একাউন্ট এ এখনো bran new Lekha ace. Coper হয়নি।
এটা কতদিন পর বা কখন হতে পারে, বা আইডিতে অন্য কোনো কাজ করতে হবে কিনা। একটু জানাবেন কেউ প্লিজ।
আশা করি আপনি সঠিক এমাউন্ট সেন্ড করে কপার মেম্বারশিপ buy করেছেন এবং আপনার ট্রানজেকশনটি কি ন্যূনতম ১টি কনফার্মেশন হয়েছে?। এখন আপনাকে আবার ওই লিংকে গিয়ে(যেখানে আপনি কিনেছেন) আপনার কপার মেম্বারশিপ এক্টিভেট করতে হবে। লিংকটি: https://bitcointalk.org/index.php?action=credit;promote

ওইখানে নির্দেশনা অনুযায়ী আপনাকে একটি ফরম সাবমিট করতে হবে যেটা উল্লেখ করা আছে। আশা করি ফরম সাবমিটের পরে সর্বোচ্চ এক ঘণ্টার মধ্যে আপনার একাউন্ট কপার মেম্বারশিপ এ আপগ্রেড হয়ে যাবে।
ছবিতে আপনি এই বিষয়ে দিকনির্দেনা দেখতে পাবেন:


তাছাড়া এমনিতেও ফোরামে কোন রাঙ্ক এ আপগ্রেড এর সময় ও সর্বোচ্চ ১ ঘন্টা লাগে । যেমন ধরুন আপনার পর্যাপ্ত এক্টিভিটি আছে এবং মেরিট পেয়েছেন তারপরে সর্বোচ্চ এক ঘন্টা লাগবে আপনার পরবর্তী রাঙ্ক শো করতে।
newbie
Activity: 770
Merit: 0
July 16, 2023, 08:31:27 AM
আমি আজকে একটি নতুন Account খুলছি এবং এই account এ btc pay করে কপার মেম্বারসিপ buy করেছি, কিন্তু আমার একাউন্ট এ এখনো bran new Lekha ace. Coper হয়নি।
এটা কতদিন পর বা কখন হতে পারে, বা আইডিতে অন্য কোনো কাজ করতে হবে কিনা। একটু জানাবেন কেউ প্লিজ।
jr. member
Activity: 35
Merit: 3
July 16, 2023, 08:10:12 AM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
July 16, 2023, 04:21:08 AM
Sashan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
@Learn Bitcoin ভাই @Shasan ভাই হবে, টাইপ মিস্টেক করে Sashan হয়েছে। সম্ভবত ভাই হয়তো কাজের চাপে বিষয়টি ভুলে গেছে। যা হোক আপনার মাধ্যমে আমরা রেফেল ড্র সম্পর্কে জানতে পারলাম। যারা অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে তারা অতি দ্রুত অংশগ্রহণ করুন।
তবে একটি বিষয় Shasan ভাই প্রায়ই প্অংশগ্রহণ করে থাকে । মনে হয় ভাই অনেকবার রেফেল ড্র জিতেছে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 16, 2023, 01:25:03 AM
Shasan ভুলে গেছেন কি না জানি না। সব সময় আপনি পোষ্ট করেন। এই সপ্তাহে পোষ্ট করবেন ভেবে আমিও আর শেয়ার করি নাই। এ সপ্তাহে দেখলাম আপনি পারটিসিপেট ও করেন নাই। আবারো Joeperry Etopia ২০ তম রেফেল নিয়ে এসেছে। https://bitcointalksearch.org/topic/re-raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-20-5459307

আমি এই নিয়ে ৩-৪ বার পারসিপেট করলাম। এখনো একবারো জিততে পারি নাই। তবে অনেকেই দেখলাম কয়েকবার করে জিতেছে। আমার জানার ইচ্ছা Sashan ভাই কি একবারো এখানে থেকে প্রাইজ জিতেছেন? আমাদের থ্রেড থেকে আর কেউ কি পারটিসিপেট করছে? আমি গেমস এন্ড রাউন্স বোর্ড এ তেমন একটিভ না। যার কারনে প্রায়ই এসব রেফেল আসলেও আমি মিস করি।
jr. member
Activity: 107
Merit: 2
July 15, 2023, 09:06:02 PM
হ্যালো বন্ধুরা আমাদের মাঝে একটি গুড নিউজ নিয়ে এসেছেন। @twitter তিনি টুইটারে একটি পোস্ট করেছেন যে, আমরা টুইটারে পোস্ট করে বা টুইটারে পোস্টে য়ে কমেন্ট করে টাকা ইনকাম করতে পারব। এবং সেই পোস্ট Elon Musk Tweets করেছেন নিজের প্রোফাইলে...

বিস্তারিত জানানো হলো

আশ্চর্য!  আজ আমরা আমাদের ক্রিয়েটর অ্যাড রেভিনিউ শেয়ারিং প্রোগ্রাম চালু করেছি।

 আমরা ক্রিয়েটরদের জন্য বিজ্ঞাপনের আয় ভাগাভাগি অন্তর্ভুক্ত করার জন্য আমাদের ক্রিয়েটর মনিটাইজেশন অফারটি প্রসারিত করছি।  এর মানে হল যে নির্মাতারা তাদের পোস্টের উত্তর থেকে শুরু করে বিজ্ঞাপনের আয়ের একটি অংশ পেতে পারেন।  টুইটারে সরাসরি জীবিকা অর্জনে সাহায্য করার জন্য এটি আমাদের প্রচেষ্টার অংশ।

 আমরা এই মাসের শেষের দিকে প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে চালু করছি এবং সমস্ত যোগ্য নির্মাতারা আবেদন করতে সক্ষম হবেন।

 নিজেকে সুন্দর কিছু পেতে যান!

 এখানে প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য

এবং আরো কিছু বিস্তারিত জানানো হয়েছে। আপনারা দেখে আসবেন...
 
আপনাদের সুবিধার্থে আমি এই পোস্টের লিংক দিয়ে দিলাম।
https://twitter.com/Twitter/status/1679572360695824384?t=Eutn9Mvt7yetXt6C_3VHtg&s=19

ধন্যবাদ
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
July 15, 2023, 09:28:53 AM
আসসালামুয়ালাইকুম...
The New York Times
@nytimes নামে একটি টুইটার একাউন্টে একটি টুইট বার্তার মাধ্যমে জানানো হয় যে,
গত শুক্রবার 14/07/2023 ভারতের শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-৩ রোবোটিক ল্যান্ডার ও রোভারকে চাঁদের দিকে নিয়ে যাওয়া একটি রকেট যাত্রা করেছে। যদি এটি সফলভাবে অক্ষত অবস্থায় অবতরণ করে তবে এটি একটি কৃতিত্ব হবে যা এই শতাব্দীতে চীন ছাড়া অন্য কোন দেশ টেনে আনেনি।

টুইট লিংক: https://twitter.com/nytimes/status/1679914930471079936?s=20

 
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 15, 2023, 03:52:56 AM
আমি মনেকরি XRP আরো অনেক ভালো করবে এবং এর মূল্য আরো বৃদ্ধি পাবে।

আমি বলছি না যে XRP আরো ভালো করবে না, কিন্তু এই যে একটা ধারণা যে যেহেতু এটা ভালো করেছে বা করছে, তার মানে এটা আরো ভালো করবে। এটা আসালে একটা ভূল ধারনা। হতে পারে লং রানে আরো ভালো করতে পারে। কিন্তু শর্ট টার্ম এ এখন ভালো করেছে মানে এই নয় যে এটা ভালো করতেই থাকবে। যে কোনো একটা কয়েন পাম্প করার পর অবশ্যই এটা কারকেশন করবে। সবাই কিন্তু হোল্ড করার জন্য কয়েন কিনে না। সবার একটা টারগেট থাকে যে এটার দাম এতা হলে আমি সেল করে দিবো।

মারকেট এ যখন বায় অর্ডার বেশি থাকে, কয়েন তখন পাম্প করে। সেল অর্ডার বেশি থাকলে কয়েন প্রাইস কমে যায়। তো একটা কয়েন পাম্প করার পর কিন্তু সেল অর্ডার ও বাড়বে। সুতরাং, কোনো একটা কয়েন পাম্প করার পর যতক্ষন এটা কারেকশন না হচ্ছে, সেই কয়েন বায় করা বুদ্ধিমানের কাজ হবে না। বিটকয়েন ৭০ হাজার ডলারে যাওয়ার পরেও অনেকে কয়েন কিনেছে কারন তারা মনে করেছে এটা আরো বাড়বে। তারপর বিটকয়েন মারকেট আবার ১৬ হাজার ডলারেও এসছে।
full member
Activity: 602
Merit: 144
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 15, 2023, 03:43:29 AM
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
হ্যা XRP আজকে হিউজ পাম্প করেছে এবং পুরো ক্রিপ্টো মার্কেট আজকে গ্রিন হয়ে গেছে। মার্কেট এই সুযোগে কতটা ভালো হবে তা সঠিক জানিনা কারণ মার্কেট এনালাইসিস করার পূর্ন জ্ঞান এখনো আমার হয়নি। এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোন কিছু গ্যারান্টিও দেওয়া যাবে না। তবে যেহেতু xrp এর জন্য একটি সুখবর আছে তাই XRP অনেকটা পাম্প করতে পারে। তবে আমি কাউকে উৎসাহিত করবো না যে XRP তে ইনভেস্ট করুন। সবাই যার যার ব্যক্তিগত রিসার্চ এর উপর ভিত্তি করে ইনভেস্ট করুন এটাই আমি বলবো।

Quote
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।
এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
হ্যাঁ এটা একটি ভালো কৌশল হতে পারে মার্কেট থেকে কিছু প্রফিট সংগ্রহ করার জন্য। কারন লং টার্ম হোল্ড করলে XRP কতটা প্রফিট দিতে পারবে এতে কোন গ্যারান্টি নেই। কারণ XRP কে সচারচর পাম্প করতে দেখা যায় না ও এটির দাম অধিক হারে বৃদ্ধিও পায় না। তবে এখন তারা মামলায় জিততে পারেছে এই কারণে তাদের ওপর একটি হাইপ চলছে এটা কতদিন চলবে তা আমাদের অজানা।
XRP গত ২৪ ঘন্টায় প্রচুর পাম্প করছে। এর মূল কারণ SEC এর করা মামলায় xrp জয়লাভ করেছে। এই ভালো সংবাদের কারনে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। তাছাড়া  অনেক ভালো একটা কয়েন। আগে থেকে এর জনপ্রিয়তা রয়েছে। যার কারনে ভালো সংবাদের সাথে সাথে বিনিয়োগকারীরা xrp কেনা শুরু করেছে। আমি মনেকরি XRP আরো অনেক ভালো করবে এবং এর মূল্য আরো বৃদ্ধি পাবে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 14, 2023, 11:31:50 AM
আসসালামুয়ালাইকুম
আমার একটা প্রশ্ন ছিল....?
কোন লোকাল বোর্ড থেকে যেমন ইন্ডিয়ান,পাকিস্তানি, কানাডিয়ান, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ইত্যাদি লোকাল বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট বা আমি নিজেই যে পোস্ট করেছিলাম সেই পোস্টটি অন্য কোন লোকাল বোর্ডে কপি করে পোস্ট করতে পারবো.
ধরেন আমি একটি বাংলাদেশ লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং বিষয়ে একটি পোস্ট করেছিলাম. এখন এই পোস্টটি কপি করে অন্য ভাষায় রূপান্তরিত করে অন্য যে কোন লোকাল বোর্ডে কি পোস্ট করতে পারবো.
এই বিষয়ে সবাই যদি একটু আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম.
যদি লেখাটি আপনার নিজের হয় তাহলে আপনি যেকোনো জায়গায় ট্রান্সলেট করে পোস্ট করতে পারবেন। তবে যেহেতু আপনি অন্য বোর্ডের ভাষা জানেন না তখন আপনার ট্রান্সলেশন শুদ্ধ হবে না। আর গুগল ট্রান্সলেশন ব্যবহার করে পোস্ট করা যাবে না।
আর যদি অন্যান্য বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট আপনার লোকাল বোর্ডে ট্রান্সলেশন করে পোস্ট করেন তাহলে অবশ্যই আপনাকে সোর্স লিংক সংযুক্ত করে দিতে হবে। কেননা সেটা না করলে আপনি Plagiarism এর আওতাভুক্ত হবেন এবং ব্যান খেতে পারেন। আর আপনি যেই ভাষা জানেন না সেই ভাষায় ট্রান্সলেশন করতে যাবেন না এবং google translation ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকবেন।

আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে।   আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
ফোরামের বাউন্টি ছাড়া অন্য যে কোন কাজ করতে গেলে আপনার স্কিল থাকতে হবে এমনকি ফোরামের সিগনেচার ক্যাম্পেইন জয়েন হতে ও নিজের যোগ্যতায় রেংক আপ করতে হবে। তবে ফোরামের বাইরে আপনি কিছু কাজ করতে পারেন যা প্যাসিভ আর্নিং এর জন্য ভালো সুযোগ। যেমন কিছু কিছু Retroactive Airdrop ও Testnet এয়ার ড্রপ রয়েছে যেগুলো ভালো প্রফিট দিতে পারে। কিছু কিছু ভালো প্রজেক্টের Airdrop বের হয় যেগুলো থেকে আপনি ভালো এমাউন্ট পেতে পারেন বিশেষ করে নতুন Exchange সাইটের এয়ারড্রপগুলো। তাই নিজে রিসার্চ করে ভাল ভাল প্রজেক্ট এ জয়েন করলে আশাকরি ভাল একটা অ্যামাউন্ট আয় করতে পারবেন। আপনার জন্য শুভকামনা।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
July 14, 2023, 11:17:25 AM
আসসালামুয়ালাইকুম
আমার একটা প্রশ্ন ছিল....?
কোন লোকাল বোর্ড থেকে যেমন ইন্ডিয়ান,পাকিস্তানি, কানাডিয়ান, মালয়েশিয়ান, সিঙ্গাপুর ইত্যাদি লোকাল বোর্ড থেকে কোন ব্যক্তির পোস্ট বা আমি নিজেই যে পোস্ট করেছিলাম সেই পোস্টটি অন্য কোন লোকাল বোর্ডে কপি করে পোস্ট করতে পারবো.
ধরেন আমি একটি বাংলাদেশ লোকাল বোর্ডে ক্রিপ্টোকারেন্সির ট্রেডিং বিষয়ে একটি পোস্ট করেছিলাম. এখন এই পোস্টটি কপি করে অন্য ভাষায় রূপান্তরিত করে অন্য যে কোন লোকাল বোর্ডে কি পোস্ট করতে পারবো.
এই বিষয়ে সবাই যদি একটু আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকৃত হতাম.
jr. member
Activity: 107
Merit: 2
July 14, 2023, 04:54:31 AM
ট্রেডিং বিটকয়েন আপডেট :
বিটকয়েন সাপ্তাহিক চার্টে প্রধান রেজিশট্যান্স জোন টেস্ট করে! মার্কেট উপরে যেতে হলে বা নতুন রেলি শুরু করতে হলে বিটকয়েনকে ৩২০০০$ এর উপরে সাপ্তাহিক ক্যান্ডেল ক্লোজ করতে হবে। তবে যি এটা করতে না পারে তাহলে মার্কেট কিন্তু আবার ২৫০০০০$ সাপোর্ট জোন এ আসতে পারে। তাই সব ট্রেড এ স্টপ লস ব্যবহার করেন।
sr. member
Activity: 546
Merit: 309
July 14, 2023, 04:37:08 AM
আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।
হ্যা XRP আজকে হিউজ পাম্প করেছে এবং পুরো ক্রিপ্টো মার্কেট আজকে গ্রিন হয়ে গেছে। মার্কেট এই সুযোগে কতটা ভালো হবে তা সঠিক জানিনা কারণ মার্কেট এনালাইসিস করার পূর্ন জ্ঞান এখনো আমার হয়নি। এবং ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোন কিছু গ্যারান্টিও দেওয়া যাবে না। তবে যেহেতু xrp এর জন্য একটি সুখবর আছে তাই XRP অনেকটা পাম্প করতে পারে। তবে আমি কাউকে উৎসাহিত করবো না যে XRP তে ইনভেস্ট করুন। সবাই যার যার ব্যক্তিগত রিসার্চ এর উপর ভিত্তি করে ইনভেস্ট করুন এটাই আমি বলবো।

Quote
তাই এখন করনীয় কি ?
এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।
এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
হ্যাঁ এটা একটি ভালো কৌশল হতে পারে মার্কেট থেকে কিছু প্রফিট সংগ্রহ করার জন্য। কারন লং টার্ম হোল্ড করলে XRP কতটা প্রফিট দিতে পারবে এতে কোন গ্যারান্টি নেই। কারণ XRP কে সচারচর পাম্প করতে দেখা যায় না ও এটির দাম অধিক হারে বৃদ্ধিও পায় না। তবে এখন তারা মামলায় জিততে পারেছে এই কারণে তাদের ওপর একটি হাইপ চলছে এটা কতদিন চলবে তা আমাদের অজানা।
jr. member
Activity: 107
Merit: 2
July 14, 2023, 04:01:49 AM
আমরা যারা ট্রেডিং  করি তাদের জন্য একটি নিউজ। আপনাদের মাঝে শেয়ার করলাম,  আশা করছি বুঝতে পারবেন।

Market🔴 Update :

আলহামদুলিল্লাহ আমরা মার্কেট কে ভাল পজিশন এ দেখতে পাচ্ছি কারন হল XRP কয়েন SEC এর করা মামলায় জয়ী লাভ করে যার কারনে XRP কয়েন ভাল পাম্প করছে।  তার সাথে সাথে টোটাল ক্রিপ্টো মার্কেট পজিটিভ দেখাচ্ছে। তাই FMO তে পড়ে কোনো কয়েন কিনবেন না। মার্কেট কে স্থিতিশীল হতে দিন।

আর একটা পজিটিভ দিক হল Btc dominence 48.7 মানে ডাম্প করছে এটাও ভাল দিক Alts  coin এর জন্য।

তাই এখন করনীয় কি ?

এখন করনীয় হচ্ছে আপনি শর্ট ট্রেডিং এর জন্য যে কয়েন কিনছিলেন আশা করি লাভ এ আছেন!!  সেগুলা সেল না দিয়ে স্টপ লিমিট বসিয়ে রাখেন, যত উপরে যাবে স্টপ লিমিট ও উপরে নিয়ে যাবেন। আর স্টপ লিমিট হিট করলে ও তো ভাল লাভ হবে।  আশা করি বুঝতে পারছেন।

এই তথ্যটি এক বড় ভাইয়ের থেকে নেওয়া।
sr. member
Activity: 546
Merit: 309
July 14, 2023, 04:01:29 AM
আমি একজন বান্টি ইউজার আমি প্রকৃতপক্ষে বান্টি ক্যাম্পেয়ানে কাজ করি। আপনাদের জানা মতে বান্টি ছাড়াও কি কোন কাজ করা যায় ফ্রিতে।   আপনাদের জানা মতে যদি কোন ওয়েবসাইট থাকে ফ্রিতে ইনকাম করার তাহলে আমাকে বলবেন প্লিজ আমি কাজ করতে চাই ।
আমি একজন বেকার মানুষ  কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই।
প্লিজ আমাকে জানাবেন
ধন্যবাদ
বান্টি নাকি বাউন্টি  Huh

আপনার একাউন্টের যে র‍্যাংক তাতে বাউন্টি ক্যাম্পেনে কাজ করা ছাড়া অন্য কোনো উপায়ে এই ফোরাম থেকে টাকা ইনকাম করা সম্ভব না। তবে আপনার যদি Full member + র‍্যাংকের কোন অ্যাকাউন্ট থাকত সে ক্ষেত্রে আপনার সিগনেচার ক্যাম্পেনে জয়েন হতে পারতেন এবং সেখান থেকে সপ্তাহিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি এই ফোরামের বাইরে কোথাও থেকে টাকা ইনকাম করতে চান সে ক্ষেত্রে আপনাকে যে কোন একটি Skill ডেভেলপ করতে হবে এবং বিভিন্ন মার্কেট প্লেসে কাজের সন্ধান করতে হবে। বর্তমানে ওয়েব ডেভলপার, ওয়েব ডিজাইনার,  UI/UX ডিজাইন, ডিজিটাল মার্কেটিং  এগুলোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে আপনি যদি এগুলো থেকে যে কোন একটির ওপর এক্সপার্ট হতে পারেন তাহলে আপনি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে ভালো কাজ পাবেন এবং ইনকামও ভালো করতে পারবেন। তবে newbie একাউন্ট নিয়ে ফোরামে বাউন্টি ছাড়া অন্য কোন কাজ করে ইনকাম করার সুযোগ পাবেন না।
Jump to: