Author

Topic: বাংলা (Bengali) - page 184. (Read 5726601 times)

copper member
Activity: 588
Merit: 926
August 04, 2023, 01:16:52 PM
আসলে ভাই এদের জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডের অনেক বদনাম হয় এবং আমরাও কোন জায়গায় কোনভাবে সম্মান পাই না এবং আমাদেরকে সব সময় ঝুঁকির মধ্যেই থাকতে হয় শুধুমাত্র এই সকল মাল্টি ইউজারদের জন্য।

আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া করছেন. আপনি একটি জাতিকে অসম্মান করতে পারবেন না কারণ কয়েকটি পাগল যারা শালীন সমাজে কীভাবে আচরণ করতে জানে না. যে কোন দেশে এই ধরনের পাগল যথেষ্ট আছে. কেউ বাঙালিদের সম্মান করা বন্ধ করবে না কারণ আপনার কিছু দেশবাসী খারাপ আচরণ করে. আমি তাই মনে করি.

পি. এস. আমি আপনার ভাষায় এটি অনুবাদ করার চেষ্টা করেছি. যাতে মডারেটর এবং বাঙালি সম্প্রদায়ের রাগ না হয়. আমি আশা করি এটি কার্যকর হয়েছে Wink


You're too over the top. You can't disrespect a nation because of a few freaks who don't know how to behave in decent society. There are plenty of such freaks in every nation. So now we must disrespect the whole nation because of a few assholes? No, that's wrong. No one will disrespect the Bengalis because of a few freaks. I think so.

P.S. I tried to translate it into your language. So as not to piss off the moderators and the Bengali community. Hope it worked Wink
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 04, 2023, 08:37:43 AM
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।
একাউন্ট কানেক্টেড থাকলেই নেগেটিভ ট্যাগ খাবে ব্যাপার টা এমন নয়। ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ রয়েছে। কিন্তু কোনো বাউন্টি ক্যাম্পেইনে বা অন্যান্য ক্যোম্পেইনে একর অধিক একাউন্ট দিয়ে পার্টিসিপেট করা নিয়মের বাইরে যা চিটিং বলে গন্য করা হয়। কেউ যদি একর অধিক একাউন্ট ব্যাবহার করে একই ক্যাম্পেইনে পারটিসিপেট করে থাকে, তবেই শুধুমাত্র তাকে নেগেটি ট্যাগ দেয়া যাবে। আমি Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর একটিও চেক করে দেখিনি যে এই একাউন্ট গুলো একই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করেছে কি না। যদি করে থাকে, তবে আজ বা কাল দুইটিা একাউন্ট ই নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে।

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.

You are right. As I said before, I didn't check their profile. I didn't know that Kraps712 were banned already. As I said in my previous post, they will be tagged/banned today or tomorrow if they get caught doing anything out of forum rules. Sometimes i let them go as I always do not check the profiles and give them benefit of doubt.

এটার কথাই বলা হচ্ছিলো। আজ অথবা কাল এক সময় ঠিকই ধরা পড়বে এবং হয়তো ট্যাগ খাবে, নয়তো ব্যান খাবে। নতুন অনেকেই ফোরামে আসছেন, দয়া করে এসব ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহন করেন এবং নিজেকে এসব কাজ থেকে বিরত রাখুন।
আসলে ভাই তাদের অ্যাকাউন্ট ব্যান করাই উচিত। আমাদের বাঙালিরা এই ফোরামে সবচেয়ে বেশি মাল্টি অ্যাকাউন্ট চালায় এবং তারা বাউন্টি করতে গিয়ে তাদের সবগুলো অ্যাকাউন্ট এক করে নেয় ফলে একটা সময় সবগুলো একাউন্টটি নেগেটিভ টাস্ট অথবা অ্যাকাউন্ট ব্যান্ড করে দেওয়া হয়। আমি আজ পর্যন্ত যতগুলো একাউন্ট ব্যান করেছি তার মধ্যে সবচেয়ে বেশি বাঙ্গালীদের অ্যাকাউন্ট রয়েছে। বিশেষ করে যারা বাউনটি করে তারা একের অধ িক অ্যাকাউন্ট একটি ক্যাম্পেইনেই পার্টিসিপেন্ট করে এক সময় ধরা খেয়ে যায়। আমি আরো লক্ষ্য করলাম আমাদের বাংলা লোকাল বোর্ডে যতগুলো নতুন একাউন্ট এসেছিল তারা সবাই মাল্টি অ্যাকাউন্ট চালাই তো এবং একসময় তারা ধরা খেয়েছে। বিশেষ করে আমি গতকালকে আমাদের বাংলা বোর্ডের কয়েকজন জুনিয়র মেম্বার এবং নিউবাই সদস্য তারা এসেই এআই পোস্ট করে এবং দেখা যায় তাদের একাউন্টগুলো নিষিদ্ধ করে দেওয়া হয়।
আসলে ভাই এদের জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডের অনেক বদনাম হয় এবং আমরাও কোন জায়গায় কোনভাবে সম্মান পাই না এবং আমাদেরকে সব সময় ঝুঁকির মধ্যেই থাকতে হয় শুধুমাত্র এই সকল মাল্টি ইউজারদের জন্য।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 04, 2023, 08:24:09 AM
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।
একাউন্ট কানেক্টেড থাকলেই নেগেটিভ ট্যাগ খাবে ব্যাপার টা এমন নয়। ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ রয়েছে। কিন্তু কোনো বাউন্টি ক্যাম্পেইনে বা অন্যান্য ক্যোম্পেইনে একর অধিক একাউন্ট দিয়ে পার্টিসিপেট করা নিয়মের বাইরে যা চিটিং বলে গন্য করা হয়। কেউ যদি একর অধিক একাউন্ট ব্যাবহার করে একই ক্যাম্পেইনে পারটিসিপেট করে থাকে, তবেই শুধুমাত্র তাকে নেগেটি ট্যাগ দেয়া যাবে। আমি Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর একটিও চেক করে দেখিনি যে এই একাউন্ট গুলো একই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করেছে কি না। যদি করে থাকে, তবে আজ বা কাল দুইটিা একাউন্ট ই নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে।

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.

You are right. As I said before, I didn't check their profile. I didn't know that Kraps712 were banned already. As I said in my previous post, they will be tagged/banned today or tomorrow if they get caught doing anything out of forum rules. Sometimes i let them go as I always do not check the profiles and give them benefit of doubt.

এটার কথাই বলা হচ্ছিলো। আজ অথবা কাল এক সময় ঠিকই ধরা পড়বে এবং হয়তো ট্যাগ খাবে, নয়তো ব্যান খাবে। নতুন অনেকেই ফোরামে আসছেন, দয়া করে এসব ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহন করেন এবং নিজেকে এসব কাজ থেকে বিরত রাখুন।
copper member
Activity: 588
Merit: 926
August 04, 2023, 08:11:51 AM
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।
একাউন্ট কানেক্টেড থাকলেই নেগেটিভ ট্যাগ খাবে ব্যাপার টা এমন নয়। ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ রয়েছে। কিন্তু কোনো বাউন্টি ক্যাম্পেইনে বা অন্যান্য ক্যোম্পেইনে একর অধিক একাউন্ট দিয়ে পার্টিসিপেট করা নিয়মের বাইরে যা চিটিং বলে গন্য করা হয়। কেউ যদি একর অধিক একাউন্ট ব্যাবহার করে একই ক্যাম্পেইনে পারটিসিপেট করে থাকে, তবেই শুধুমাত্র তাকে নেগেটি ট্যাগ দেয়া যাবে। আমি Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর একটিও চেক করে দেখিনি যে এই একাউন্ট গুলো একই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করেছে কি না। যদি করে থাকে, তবে আজ বা কাল দুইটিা একাউন্ট ই নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে।

The thing is, Kraps712 is already banned. You can check this fact in BPIP. So the Queen707 account is no longer just an alt of Kraps712. Queen707's account turns out that he is already evading the ban. So I think this account will be banned as well.

P.S. I apologize for writing in English. I hope that the moderators will forgive me for one post. I just don't want to use a translator. I hope you will understand me.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 04, 2023, 07:42:33 AM
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।
একাউন্ট কানেক্টেড থাকলেই নেগেটিভ ট্যাগ খাবে ব্যাপার টা এমন নয়। ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ রয়েছে। কিন্তু কোনো বাউন্টি ক্যাম্পেইনে বা অন্যান্য ক্যোম্পেইনে একর অধিক একাউন্ট দিয়ে পার্টিসিপেট করা নিয়মের বাইরে যা চিটিং বলে গন্য করা হয়। কেউ যদি একর অধিক একাউন্ট ব্যাবহার করে একই ক্যাম্পেইনে পারটিসিপেট করে থাকে, তবেই শুধুমাত্র তাকে নেগেটি ট্যাগ দেয়া যাবে। আমি Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর একটিও চেক করে দেখিনি যে এই একাউন্ট গুলো একই বাউন্টি ক্যাম্পেইনে জয়েন করেছে কি না। যদি করে থাকে, তবে আজ বা কাল দুইটিা একাউন্ট ই নেগেটিভ ট্যাগ খেয়ে যাবে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 04, 2023, 06:43:36 AM
কাট~
আপনি উপরে পোস্টটিতে লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন sj13 একাউন্ট কানেক্টেড হওয়ার কারনে নেগেটিভ ট্যাগ খেয়েছেন। আপনার একাউন্ট এর সেম একি অবস্থা আপনার Queen707 ও Kraps712 এই দুই একাউন্ট এর সাথে কানেক্টেড রয়েছেন। আপনি ২ একাউন্টে একই এড্রেস ব্যবহার করেছেন। আপনি এই বাংলা থ্রেডে পোস্ট করলে হয়তো কেউ সহজে রিপোর্ট করবে না নেগেটিভ ট্যাগ সহজে খাবেন না, কিন্তু আপনি আপনার এই একাউন্টটি নিয়ে যখনই গ্লোবালে যাবেন তখনই আপনার অ্যাকাউন্ট গ্লোবালে সিনিয়র সদস্যরা সার্চ করে দেখবে। তখনি এই তথ্য পেয়ে যাবে এবং নেগেটিভ ট্যাগ দিয়ে দিবে।

ninjastic.space

এমনিতেই আমাদের বাঙালি কোন ইউজারকে গ্লোবালে কেউ দেখতে পারে না। আর আমাদের তো বাংলা থ্রেডের দুর্নাম ছড়িয়ে আছে। ভাই কেনো এই ধরনের ভুল করেন। আপনি বাউন্টি করেন বাউন্টি সেকশনে থাকতেন। কোন সিনিয়র ইউজারের নজরে পড়লে আপনাকে নেগেটিভ ট্যাগ দিয়ে দিবেন।
newbie
Activity: 12
Merit: 0
August 04, 2023, 06:03:41 AM
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী? ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল? কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?
এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন।


ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী?

ট্রেডিং এর বাংলা অর্থ কেনাবেচা বা ব্যবসা করা। মুনাফা অর্জনের জন্য কোনো রকম কোনো পণ্য অথবা কোনো সার্ভিস বা কোনো সেবা ক্রয় বিক্রয় করাকে ট্রেডিং বলা হয়ে থাকে। আমি যদি আরও ভালো করে বলি তাহলে ব্যবসা করার উদ্দেশ্যে কোনো জিনিস অল্প দামে কিনে বেশি দামে বিক্রয় করাকে ট্রেডিং বলে। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বলতে বোঝায় অল্প দামে ক্রিপ্টোকারেন্সি কিনে বেশি দামে বিক্রয় করাকে।

কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?

ট্রেডিং করার জন্য আমরা যখন অনলাইন প্লাটফর্মে আসার পরে অনেকগুলো ট্রেডিং এর বিজ্ঞাপন দেখতে পারি। যেমন : Binomo, Binary, Expert Option. আসলে এগুলো কিন্তু ট্রেডিং না, এগুলো কিন্তু জুয়া সাইট। আর আপনি যদি খুব সহজে ট্রেডিং করে আর্ন করতে চান আহলে আপনি Binance, Kucoin এই ধরনের সাইট থেকে ট্রেডিং করবেন।

ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল?

আপনি যদি শরীয়তের কোনো নিয়ম ভঙ্গ না করেন। যদি আপনি শরিয়তের সমস্ত নিয়ম মেনে চলেন এবং যতদূর আপনি ব্যবসায়িক নিয়মের মধ্যে থাকেন তাহলে ট্রেডিং হালাল।
jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
August 04, 2023, 05:55:35 AM
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কী? ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কি হালাল? কোন কোন সাইটে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করা লাভজনক?
এ সম্পর্কে কারও জানা থাকলে আমাকে জানাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 04, 2023, 05:01:57 AM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
August 03, 2023, 07:49:44 PM



লিংক: https://bitcointalksearch.org/topic/m.62641351
আরে ভাই আপনারে না নেগেটিভ ট্রাস্ট মেরে দিয়েছে। আপনি একাধিক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড হয়েছেন। যারা বাউনটি করে থাকেন তারা আপাতত নিজেদেরকে বিরত রাখুন এবং ওই বাওনটির মধ্যে সীমাবদ্ধ থাকুন। অহেতুক কানেক্টেড একাউন্ট এখানে নিয়ে এসে আমাদের বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম বাড়াবেন না। যারা বড় বড় ইউজার আছে এবং ডিটি রয়েছে তারা সব সময় মনে করে বাংলাদেশের সবাই হয়তো অ্যাকাউন্ট ফার্ম করে। তাদের সন্দেহ করার পিছনে একাধিক যুক্তিও অবশ্যই রয়েছে। বেশিরভাগ বাউন্টি account আমাদের বাংলাদেশের। একজন বাউন্টি হান্টার একাধিক একাউন্ট ক্রিয়েট করে বাউনটি কাজ অংশগ্রহণ করে থাকে এবং নিজের একাউন্টগুলোর মধ্যে টোকেন টেনেস্পার করে একাউন্ট কানেক্টেড করে নেয়। অনেক বাংলাদেশী বাউন্টি হান্টার বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এসে মেরিট পাওয়ার জন্য উঠেপড়ে লেগে যায়। এখানেই সীমাবদ্ধ থাকে না বরং বিভিন্ন গ্লোবাল সেকশনে মেরিট এর জন্য ব্যস্ত হয়ে পড়ে ফলে অ্যাকাউন্টগুলো ডিটি মেম্বারদের ইনভেস্টিগেশনে পড়ে যায়। এবং রিসার্চের ফলে একাউন্ট কানেকটেড প্রমাণিত হয়। এই সমস্ত কাজে বেশিরভাগ বাংলাদেশী বাউন্টি হান্টাররা জড়িত থাকা আমাদের বাংলাদেশী ইউজারদের দুর্নাম হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় আমাদের অ্যাকাউন্ট ফার্মিং ও মেরিট ফার্মিং হিসেবে দোষী সাব্যস্ত করা হয়।
আমি আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে এরকম কানেক্টেড একাউন্ট নিয়ে এসে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।
jr. member
Activity: 107
Merit: 2
August 03, 2023, 06:51:16 AM



হ্যালো বন্ধুরা আমরা যারা ট্রেডিং  করি তাদের জন্য Bitcoin মান্থলি  রিটার্ন চাট  একটি। এই মাসের যদি হিস্টোরিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন August  September মোস্ট অফ দ্যা টাইম এখানে প্রতিবছরে এই মাসে মার্কেট ডাউনে থাকে বা নিচে থাকে। আপনি দুই মাসেই দেখতে পারছেন চ্যাটে  (-) বেশি দেখা যাচ্ছে । সে ক্ষেত্রে আমাদের যে করণীয়  Bitcoin সব সময় হিস্টোরিটাই দেখে। সে ক্ষেত্রে আমাদের এই দুইটা মাসে দেখেশুনে   ট্রেড করতে হবে,,
তা না হলে আপনারা যারা নতুন আছেন ট্রেডিং য়ে হুট  করে বুঝে না বুঝে শুনে ট্রেড করে লস খেয়ে যাবেন ।
এখন বর্তমানে Bitcoin  যে পর্যায়ে আছে 29,108.40
এই Bitcoin  টি এ পর্যায়ে থাকবে না হয়তো। উপরে 🚀 উড়াল দিবে, না হয়তো নিচে ডাউন হয়ে যাবে। তাই দেখে শুনে বুঝে ট্রেনিং করবেন ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 03, 2023, 05:03:40 AM
বিটকয়েনের বুলরান vs বিয়ার মার্কেট নিয়ে একটা ওয়েবসাইট করতে চাচ্ছি যেখানে বিশেষ করে বড় বড় দরপতনগুলোকে বাবল(ডট) আকারে শেয়ার করা হবে এবং সেগুলোর পিছনের সম্ভাব্য কারণগুলোকে ইনভেস্টিগেশন এর মাধ্যমে বের করে একটা এনালাইসিস আকারে পোস্ট করব। এই প্রজেক্টটা করতে খরচ তেমন একটা নেই বললেই চলে। শুধু নিজেদের সময় দেয়া লাগবে। তবে একজন ভালো ওয়েব ডিজাইনার এবং ডেভ লাগবে। আমি অতীতে এইটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি, টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিলাম কিন্তু খরচ আসলে অতিরিক্ত মনে হয়েছে। তাই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি নি। কেউ যদি প্রজেক্ট পার্টনার হিসেবে আলোচনা করতে চান, তাহলে আমাকে নক দিতে পারেন।

প্রজেক্ট প্ল্যান টা ভালো। কাজের প্রতি পেশনেট হলে শুরু করতে পারেন। প্ল্যান শুনে মনে হচ্ছে নন-প্রফিটেবল ইনফরমেশন রিলেটেড ওয়েবসাইট হতে যাচ্ছে। ভবিষ্যতে কে এড থেকে রেভিনিউ ইনকাম করার প্ল্যান আছে? এসব প্রজেক্ট পেশনেট না হলে কন্টিনিউ করা মুশকিল। আমার এমন অনেক হয়েছে যে আমি নিজেই এক্সচেন্জার ওয়েবসাইট খুলেছি, ব্লগ খুলেছি, পিটিসি সাইট বানিয়েছি, কিন্ত কন্টিনিউ করতে পারিনি আলসেমির কারনে।

কাজ করার প্রবল মন মানসিকতা থেকেই এগিয়ে যাওয়া সম্ভব। আপনি তো এমনিতেই অনেক বিজি থাকেন। নতুন প্রজেক্ট এ পর্যাপ্ত সময় লাগবে কিন্তু ভাই। আমি এসব ব্যাপারে তেমন বুঝি না। তবে কেউ ইন্টারেষ্টেড থাকলে জয়েন করতে পারেন। প্রজেক্ট প্ল্যান ভালো লেগেছে আমার।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
August 03, 2023, 01:54:04 AM
বিটকয়েনের বুলরান vs বিয়ার মার্কেট নিয়ে একটা ওয়েবসাইট করতে চাচ্ছি যেখানে বিশেষ করে বড় বড় দরপতনগুলোকে বাবল(ডট) আকারে শেয়ার করা হবে এবং সেগুলোর পিছনের সম্ভাব্য কারণগুলোকে ইনভেস্টিগেশন এর মাধ্যমে বের করে একটা এনালাইসিস আকারে পোস্ট করব। এই প্রজেক্টটা করতে খরচ তেমন একটা নেই বললেই চলে। শুধু নিজেদের সময় দেয়া লাগবে। তবে একজন ভালো ওয়েব ডিজাইনার এবং ডেভ লাগবে। আমি অতীতে এইটা নিয়ে অনেকের সাথেই কথা বলেছি, টাকা দিয়ে কাজ করাতে চেয়েছিলাম কিন্তু খরচ আসলে অতিরিক্ত মনে হয়েছে। তাই সামনে এগিয়ে যাওয়ার চিন্তা করি নি। কেউ যদি প্রজেক্ট পার্টনার হিসেবে আলোচনা করতে চান, তাহলে আমাকে নক দিতে পারেন।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 03, 2023, 12:10:25 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 02, 2023, 09:44:57 PM
Learn Bitcoin পর পর দুই মাসে সবার উপরে রয়েছেন এডা হইলো মিয়া ,  যেভাবে  গিয়ার আপ করছেন,  এতে বুঝা যাইতেছে যে  আমাকে তিন নম্বর জায়গা থেকে খুব শীঘ্রই হাঠিয়ে দিবেন।  যাই হোক  সামনের মাসের হ্যাটট্রিক করে নিন ,  আর অভিনন্দন   অলরেডি ৩০০+  মেরিট কমিউনিটিতে  পা দিয়ে ফেলেছেন।  যোগ্য লোকদের স্থান অবশ্যই উপরে হওয়া উচিত ,  Wink Grin

প্রথমে দোয়া রইলো আগে সুস্থ হোন, তারপর না হয় চার্ট তৈরী করা যাবে।
আপনাকে ধন্যবাদ ভাই সুন্দর কথাগুলোর জন্য। গিয়ার আপ তো না, আসলে পোষ্ট করার প্যাড়া থাকতে এমনিতেই হয়ে যায়। আমি কিন্তু কখনো চেক করি না যে এই মাসে কয়টা পোষ্ট করলাম। নরমালি পোষ্ট করতে থাকি, পরে দেখা যায় এতাগুলো পোষ্ট হয়ে গেছে। যাই হোক, মেরিট এর ব্যাপারে বলবো, আপাতত পরের পজিশনের এর জন্য অপেক্ষা করছি। একটিভিটি টা এমন একটা যায়গায় এসে থামে, তখন আফসোস লাগে। যাই হোক, নেক্সট একভিটি ডিসট্রিবিউশন ডেট ৯ তারিখে পড়েছে। আশা করছি সব ঠিক থাকলে ৯ তারিখ কিংবা ১০ তারিখ সিনিয়র মেম্বার হতে পারবো।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
August 02, 2023, 06:39:11 PM
]
প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি  যে আপডেট সময় মত না দিতে পারার জন্য,  অবশ্য এর পেছনে কারণও রয়েছে ,  বিগত কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা এবং  জ্বর।  এখনো শরীরে জ্বর  রয়েছে,  আর এজন্যই আমার আগের ফরমেটই  একটিভিটি এনালাইসিস  করে দিলাম, নতুন এনালাইসিসে নতুন কিছু সংযোজন করতে চেয়েছিলাম  শরীর একটু সুস্থ হলে ইনশাল্লাহ এটা করে ফেলব।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি অনেক কষ্ট করে আপনি চার্ট গুলো তৈরি করেছেন। আর আমি আপনার সুস্থ কামনা করি, অতি শীঘ্রই আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুক।

যাইহোক এবারে আসি  আমাদের অ্যাক্টিভিটি নিয়ে,  অ্যাক্টিভিটি বলতে পোস্ট একটিভিটি এবং মেরিট অ্যাক্টিভিটি এর দিক থেকে  এ মাসে আমরা বিগত কয়েক মাস থেকে অনেকটাই পিছিয়ে যা আপনারা অলরেডি নিচে চার্টে দেখতে পাচ্ছেন একটা হিউজ ব্যবধান এসে গেছে।  আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না এটার কারণ কি !   ডেঙ্গুর প্রভাব কি আমাদের এই বাংলাদেশি থ্রেডেও  পরতেছে নাকি।
যাইহোক হাল ছাড়লে চলবে না  এই মাস থেকে পুনরায় কাম ব্যাক চাই  মাসের আজ মাত্র দুই তারিখ আর ২৮  দিন রয়েছে।  সবার জন্য শুভকামনা রইল-
প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [19]
ভাই এই মাসে অনেক কমে গেছে পোস্ট সংখ্যা। এই মাসে একটা বিষয় দেখলাম প্রথম ১০ জন পোস্ট দাতার লিস্টে ৩ জন সিনিয়র সদস্য। আমাদের এই লোকাল থ্রেডে সিনিয়র সদস্যরা পোস্ট করা কমিয়ে দিয়েছে। এভাবে থাকলে আমাদের লোকাল থ্রেডের উন্নতি আশা করা যাবে না। লোকাল বোর্ড ঘরে তুলতে হলে আমাদের প্রত্যেকেরই অনেক পরিশ্রম করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে। যাইহোক আমাদের এই মাসে আমরা সকলেই ৩০ টা করে পোস্ট করার চেষ্টা করবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
August 02, 2023, 12:13:57 PM
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
প্রথমেই ক্ষমা প্রার্থনা করছি  যে আপডেট সময় মত না দিতে পারার জন্য,  অবশ্য এর পেছনে কারণও রয়েছে ,  বিগত কয়েকদিন যাবত প্রচন্ড ঠান্ডা এবং  জ্বর।  এখনো শরীরে জ্বর  রয়েছে,  আর এজন্যই আমার আগের ফরমেটই  একটিভিটি এনালাইসিস  করে দিলাম, নতুন এনালাইসিসে নতুন কিছু সংযোজন করতে চেয়েছিলাম  শরীর একটু সুস্থ হলে ইনশাল্লাহ এটা করে ফেলব।
যাইহোক এবারে আসি  আমাদের অ্যাক্টিভিটি নিয়ে,  অ্যাক্টিভিটি বলতে পোস্ট একটিভিটি এবং মেরিট অ্যাক্টিভিটি এর দিক থেকে  এ মাসে আমরা বিগত কয়েক মাস থেকে অনেকটাই পিছিয়ে যা আপনারা অলরেডি নিচে চার্টে দেখতে পাচ্ছেন একটা হিউজ ব্যবধান এসে গেছে।  আমি আসলে সঠিক বুঝতে পারতেছি না এটার কারণ কি !   ডেঙ্গুর প্রভাব কি আমাদের এই বাংলাদেশি থ্রেডেও  পরতেছে নাকি।
যাইহোক হাল ছাড়লে চলবে না  এই মাস থেকে পুনরায় কাম ব্যাক চাই  মাসের আজ মাত্র দুই তারিখ আর ২৮  দিন রয়েছে।  সবার জন্য শুভকামনা রইল-

জুলাই মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ২৮৬টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে                = ৫২টি



জুন মাসের  টোটাল পোস্ট হয়েছে            = ৪৯০টি

এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে              = ২২০টি




প্রথম দশজন পোস্টদাতা
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [19]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩
মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুন মাসের অ্যাক্টিভিটি ২০২৩
জুলাই মাসের অ্যাক্টিভিটি ২০২৩
আগস্ট মাসের  পোস্ট একটিভিটি
সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি ২০২৩
এনাদের ক্রেডিট না দিলেই নয়
Ninjastic.Space -> TryNinja
Merit Dashboard -> DdmrDdmr  





Learn Bitcoin পর পর দুই মাসে সবার উপরে রয়েছেন এডা হইলো মিয়া ,  যেভাবে  গিয়ার আপ করছেন,  এতে বুঝা যাইতেছে যে  আমাকে তিন নম্বর জায়গা থেকে খুব শীঘ্রই হাঠিয়ে দিবেন।  যাই হোক  সামনের মাসের হ্যাটট্রিক করে নিন ,  আর অভিনন্দন   অলরেডি ৩০০+  মেরিট কমিউনিটিতে  পা দিয়ে ফেলেছেন।  যোগ্য লোকদের স্থান অবশ্যই উপরে হওয়া উচিত ,  Wink Grin
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 01, 2023, 11:16:11 PM
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

ভাই আপনি যদি একটাও পোষ্ট করতে না পারেন, আপনাকে কেউ কিন্তু জোর করতে পারবে না। ৫ টি পোষ্ট করেছেন মানে এটা লজ্জাজনক নয়। এটা লজ্জার হবে কেনো ভাই? থবুও আপনি তো ৫ টা পোষ্ট করেছেন। এই ফোরামে এমন অনেক বাংলাদেশী আছে যারা নিজেরাই নিজেদের কে বাংলাদেশী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তারা কখনো বাংলাদেশ থ্রেড এ পোষ্ট ই করেনি। আপনি সামনের মাসে এগিয়ে থাকার জন্য পোষ্ট করবেন যেনে ভালো লাগলো। আর আপনার সুস্থতা কামনা করছি।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে। Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।

ধন্যবাদ ভাই। আমি একটিভিটির জন্য অপেক্ষা করছি আপাতত। ৩০০ নাম্বার মেরিট পেয়ে গেছি অলরেডি। এই মাসের ৯ তারিখে বা ১০ তারিখে সব ঠিক থাকলে রেংক আপ হয়ে যাবে। আমি একজন সাধারন ইউজার। টেকনিক্যাল কিছু নলেজ নাই আমার। লেখার মতো ইচ্ছা আছে, কিন্তু তেমন কিছু জানি না যে কি শেয়ার করবো।

এটা অবশ্যই সত্য কথা ভাই একটা পোস্ট না করলেও কেউ জোর করবে না তবে আগে অনেক পোস্ট করতাম কিন্তু এখন এত পোস্ট করতে পারি না তাই এটা আমার জন্য লজ্জার জনক বলে মনে করি। তবে এমন অনেক ব্যক্তি আছে যারা বাংলা বোর্ডে পোস্ট করব তো দূরের কথা তারা বাংলা বোর্ডের দিকে তাকায় না তারা বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা বোধ করে।
অবশ্যই ভাই এই মাসে বেশি পোস্ট করার চেষ্টা করব এবং সময় দেওয়ার জন্য চেষ্টা করব বাংলা বোর্ডে।

আপনার জন্য দোয়া করি যাতে আপনি সঠিকভাবে রেঙ্ক আপ করতে সক্ষম হন অবশ্যই একটিভিটি এর কারণে এখনো ফুল মেম্বার পদমর্যাদায় রয়েছেন।
আপনি দ্রুত এগিয়ে যান এবং যেহেতু আপনার ৩০০ টি যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে সে ক্ষেত্রে আপনি আপনার পরবর্তী টার্গেট পূরণ করতে অবশ্যই পারবেন আল্লাহতালা যাতে আপনাকে এই তৌফিকটি দান করে। এবং আপনি হিরো মেম্বার এর একটিভিটি না হওয়ার আগেই হিরো মেম্বারের মেরিট যাতে অর্জন করতে পারেন। আর আপনার মত একজন জ্ঞানী ওজার অবশ্যই আমাদের বাংলাদেশ বোর্ডের জন্য প্রশংসনীয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
August 01, 2023, 10:49:29 PM
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

ভাই আপনি যদি একটাও পোষ্ট করতে না পারেন, আপনাকে কেউ কিন্তু জোর করতে পারবে না। ৫ টি পোষ্ট করেছেন মানে এটা লজ্জাজনক নয়। এটা লজ্জার হবে কেনো ভাই? থবুও আপনি তো ৫ টা পোষ্ট করেছেন। এই ফোরামে এমন অনেক বাংলাদেশী আছে যারা নিজেরাই নিজেদের কে বাংলাদেশী বলে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তারা কখনো বাংলাদেশ থ্রেড এ পোষ্ট ই করেনি। আপনি সামনের মাসে এগিয়ে থাকার জন্য পোষ্ট করবেন যেনে ভালো লাগলো। আর আপনার সুস্থতা কামনা করছি।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে। Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।

ধন্যবাদ ভাই। আমি একটিভিটির জন্য অপেক্ষা করছি আপাতত। ৩০০ নাম্বার মেরিট পেয়ে গেছি অলরেডি। এই মাসের ৯ তারিখে বা ১০ তারিখে সব ঠিক থাকলে রেংক আপ হয়ে যাবে। আমি একজন সাধারন ইউজার। টেকনিক্যাল কিছু নলেজ নাই আমার। লেখার মতো ইচ্ছা আছে, কিন্তু তেমন কিছু জানি না যে কি শেয়ার করবো।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
August 01, 2023, 10:20:10 PM
জুলাই মাসের মোট পোস্ট হয়েছে=280 টি। জুলাই মাসে এক্টিব মেম্বার ৫১ জন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক উন্নতি হয়েছে দেখা যাচ্ছে। আগের কয়েকটি মাসের তুলনায় এই জুলাই মাসে পোস্ট সংখ্যা অনেক কম হয়েছে। প্র‍থম ২০ জন পোস্ট দাতার নাম ও পোস্ট সহ উল্লেখ করা হলো। @Learn বিতচইন ভাই সর্বোচ্চ পোস্ট করে ১ নাম্বারে রয়েছে।
1. Learn Bitcoin [41]
2. Crypto Library [23]
3. BD Crypto [18]
4. 2Pizza410000BTC [13]
5. Bd officer [13]
6. King333 [13]
7. sj13 [11]
8. Dorimon45 [10]
9. Poorman2 [8]
10. Z_MBFM [8]
11. Dimitri94 [7]
12. Little Mouse [7]
13. LDL [6]
14. RewFrew [6]
15. SuparCat [6]
16. roksana.hee [6]
17. shasan [6]
18. Bitcoin_people [5]
19. Mijanur_Rahman [5]
20. Tiger420 [5]

ইনফরমেশন এখান থেকে নেওয়া।।
Crypto Library ভাই এর কাছে থেকে আরো সুন্দর করে চার্টের মাধ্যমে দেখতে পাবো আশা করছি।
বাংলায় আমি খুব একটা বেশি এই মাসে পোস্ট করিনি যার কারণে অনেক পিছিয়ে গিয়েছি। তবে অন্যান্য মাসে তুলনায় এই মাসে খুব একটা বেশি পোস্ট হয়নি আমার মাত্র ৫ টা পোস্ট করেছি এক মাসের মধ্যে সত্যি এটা আমার জন্য লজ্জাজনক। তবে এই মাসে আমি অবশ্যই পোস্ট আরো বেশি করার চেষ্টা করব আসলে আমার অসুস্থতার কারণে বাংলা বোর্ডে আসা হয়না। তবে এখন থেকে চেষ্টা করব এই মাসে যাতে আমি ৫ নাম্বার পজিশন পর্যন্ত থাকতে পারি সেই চেষ্টা চালাবো।

আর প্রথম অবস্থানে Learn Bitcoin ভাই সর্বোচ্চ পোস্টদাতা এই মাসে এবং অন্যান্য মাসেও তিনি সর্বোচ্চ সময় দিয়ে থাকে আমাদের এই বাংলা লোকাল বোর্ডে। আমাদের বাংলা লোকাল বোর্ড মূলত তার অধিক পোস্টের কারণে এতগুলো পোস্ট প্রতি মাসে আমরা দেখতে পারি। তিনি পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন শেয়ার করেন আমাদের এই বাংলা বোর্ডে।
Learn Bitcoin ভাইয়ের জন্য অগ্রিম অভিনন্দন তিনি অতি শীঘ্রই আমাদের বাংলা বোর্ড থেকে সিনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করবেন।
Jump to: