দিন যাবে ক্রমাগতভাবে বিটকয়েনে বিনিয়োগকারী সংখ্যা বেড়ে যাবে।
এটা যে শুধু ডলারের ক্ষেত্রে হচ্ছে এমনটি নয় বরং সকল কারেন্সির ক্ষেত্রে এরকমটি হচ্ছে। অন্য সকল দেশের কারেন্সির ব্যাপারে কিছু বলতে পারব না কিন্তু বাংলাদেশি টাকার ক্ষেত্রে একটু বিশ্লেষণ করা যায়। ধরেন কয়েকদিন হল বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে ১০৯ টাকা দরে তাহলে বুঝে নিন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি টাকা ধরে ডলার বিক্রি করার রেকর্ড হয়ে গেছে। এখানেই যে রেকর্ড হবে এমনটি নয় বরং সামনের দিনগুলোতে আরো বেশি ধরে ডলার বিক্রি করতে হবে। আমরা বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, অনেকেই হয়তো ভেবে নিচ্ছেন বেশি ধরে ডলার বিক্রি করা মানেই তো বাংলা টাকার লাভ কিন্তু না ভাই বিষয়টি উল্টো। কোন দেশের টাকার মানদণ্ড কল্পনা করা হয় ডলারের সাথে তুলনা করে। যখন কোন দেশের কারেন্সির মান ডলারের মানের সাথে তুলনা করলে বৃদ্ধি পায় তখন মনে রাখতে হবে ওই কারেন্সির মান কমে গেছে অর্থাৎ মূল্যস্ফিতি হয়েছে যেমনটি ঘটেছে বাংলা টাকার ক্ষেত্রে। অর্থাৎ ডলারের সাথে টাকার মান বেড়েছে মানেই হচ্ছে বাংলা টাকা মান কমে গেছে দেশে প্রচুর পরিমাণে মুদ্রাস্ফীতি বজায় রয়েছে। এক্ষেত্রে জনসাধারণের কি ক্ষতি হচ্ছে বিষয়টি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলে সহজ হয়ে যাবে। ধরেন আমার বাড়িতে টাংকের মধ্যে বাবা-মায়ের গরু বেচা কিছু জমানো টাকা ছিল, মোটামুটি দেড় বছর আগে বিক্রি করে টাকা গচ্ছিত রাখা ছিল। আগে মোটামুটি একটু বড় মাপের গরু বিক্রি করে ৭৫ হাজার টাকা টাংকে গচ্ছিত রাখা আছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়াতে অর্থাৎ মুদ্রাস্ফিতি হওয়াতে এই ৭৫ হাজার টাকার মূল্য অটোমেটিকভাবে হ্রাস পেয়েছে সেটা আমরা কেউ বুঝতেই পারি নাই। অনেকই বলবে হয়তো ৭৫ হাজার টাকা তো ৭৫ হাজার টাকায় রয়েছে কিন্তু না দেড় বছর আগে আপনি যে গুরু বিক্রি করেছেন সেই আকারে গরু বর্তমানে কিনতে গেলে আপনাকে ১৫০০০০ টাকার উপরে গুনতে হবে। তাহলে বিষয়টি দাড়াইলো যে প্রতিনিয়ত টাকার মান কমে যাচ্ছে এবং ডলারের মান বৃদ্ধি পাচ্ছে ফলে এক সময় আমরা অন্যান্য সস্তা দেশের মত ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যাব এবং হাতে করে হাট সদাই নিয়ে আসব।
ঠিক পৃথিবীর মানুষগুলো বিটকয়েনের উপর একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলো অটোমেটিকভাবে বিটকয়েনের উপর বিনিয়োগ করে ফেলেছে।
এক্ষেত্রে আমাদের বাংলাদেশীরা পিছিয়ে রয়েছে এমনটি নয় বরং আমরাও তো চুপিসারে বিটকয়েনের উপর বিনিয়োগ করে ফেলছি। আমি এর পর একটি পোস্ট লিখব যেখানে পৃথিবীর অন্যান্য দেশের মতোই বাংলাদেশ ে চুপিসারে বিটকয়েনের উপর বিনিয়োগ করছে তার একটি সংখ্যা প্রকাশ করতে। আমি ইন্টারনেট ঘেটে অবশ্যই সেই তথ্যগুলো যাচাই করেছি এবং একটি সুন্দর পোস্ট আকারে উপস্থাপন করার চেষ্টা করছি।