Author

Topic: বাংলা (Bengali) - page 187. (Read 5727171 times)

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 27, 2023, 03:47:59 PM
টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
টুইটারে আপনি খুব সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং ফলোয়ার গুলো একটিভ ফলোয়ার হবে মনে বট নয়।
এরজন্য কয়েকটি কার্যকারী উপায় আছে যেমন : কিছু ওয়েবসাইট আছে দেখবেন YoulikeHits সহ আরো অন্যান্য এগুলোতে পয়েন্ট কালেক্ট করে আপনার প্রোফাইল এর এড দিতে হয় তখন আপনাকেও অন্যরা ফলো করবে তবে ফলোয়ার গুলো টিকবে কিনা এটা নিশ্চিত না। তবে সবচেয়ে কার্যকরী যে উপায় টা হচ্ছে আপনি টুইটারে #FollowHelp বা #FollowBack ইত্যাদি লিখে সার্চ করবেন। দেন রিসেন্ট যেই টুইট গুলো আসবে ওইখানে যারা লাইক বা রিপ্লাই দিবে তাদের ফলো করবেন। দেখবেন তারাও ব্যাক করছে। আরেকটা বিষয় হল এমন  ফলোহেল্প এর  একটিভ টুইট গুলো আরো পেতে যারা রিটুইট বা রিপ্লাই করছে তাদের টাইমলাইন ভিজিট করবেন। এভাবে খুব সহজেই প্রতিদিন ১৫০-২০০ ফলোয়ার বা তারও বেশি বাড়াতে পারবেন। তবে আপনাকে একটানা ফলো দেয়া থেকে বিরত থাকতে হবে এবং মাঝে মাঝে কিছুটা ব্রেক নিতে হবে। আপনি মিনিটে ৪/৫ টা করে ফলো করলে আশাকরি একাউন্ট রেস্ট্রিকটেড হবেনা।
full member
Activity: 672
Merit: 158
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 27, 2023, 02:53:17 PM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh

টুইটারে ঢুকে নতুন যে পোস্টগুলো দেখবেন সেই পোস্টগুলোতে লাইক আর রিটুইট করবেন।
তাহলে আপনার টুইটার আইডির ফলোয়ার বাড়বে।
এভাবে টুইটারে ভালো ফলোয়ার বাড়ানো সম্ভব। এছাড়া কিছু ফলো গেইন এর একাউন্ট আছে যেখানে পোস্ট করার সাথে সাথে অনেক লোকজন লাইক রিটুইট করে ওখানে সবাই সবাইকে ফলো করে এরকম ২/৩ টা একাউন্ট এ লাইক রিটুইট করলে প্রতিদিন ১০০-২০০ ফলোয়ার বাড়ানো সম্ভব।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 27, 2023, 11:33:02 AM

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
বাউন্টি করার জন্য? তাহলে টুইয়েন্ডস সর্বোত্তম। যদিও এই ফলোয়ারগুলো কোন কাজের হয় না, তারা একদম ইন্টারেক্টিভ না। https://twiends.com/
তবে, যদি কোন প্রজেক্টের জন্য ফলোয়ার দরকার হয়, তাহলে উচিত ন্যাচারালি গ্রো করা। অন্যথায়, ফলোয়ার অনেক পাবেন কিন্তু আপনার পোস্টে কোন ইন্টারেকশন পাবেন না।

যারা এইখান থেকে আয় করার উদ্দেশ্য নিয়ে জয়েন করছেন তাদের উচিত আসলে এই ফোরাম সম্পর্কে জানা, এই ফোরামের সঠিক ব্যবহার জানা। তাহলে আয় করা খুবই সহজ হয়ে যাবে। পক্ষান্তরে, এই ফোরামে যদি আয় করার পিছনেই ছুটতে থাকেন, তাহলে লাভের বেলায় শুন্য। কিছুই করতে পারবেন না।
newbie
Activity: 12
Merit: 0
July 27, 2023, 11:25:28 AM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh

টুইটারে ঢুকে নতুন যে পোস্টগুলো দেখবেন সেই পোস্টগুলোতে লাইক আর রিটুইট করবেন।
তাহলে আপনার টুইটার আইডির ফলোয়ার বাড়বে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 27, 2023, 10:51:24 AM
এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই।
আপনাকে বাংলাদেশ লোকাল থ্রেডে স্বাগতম। আপনি bounty থেকে আয় করতে পারবেন। এর জন্য আপনাকে সোশ্যাল মিডিয়ার টুইটার, ফেসবুক ইত্যাদি মাধ্যমে কাজ করে আয় করতে পারবেন। service থেকে সিগনেচার ক্যাম্পাইনে জয়েন হয়ে কাজ করে আয় করতে পারবেন, এর জন্য একাউন্ট কমপক্ষে  ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করতে হবে। আপনি ফরমে নিয়মিত একটিভ থাকবেন ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ একদিন আপনিও আপনার একাউন্টের রেংক আপ করাতে পারবেন।

উপরে উল্লেখিত নিয়ম কারণগুলি ভালোভাবে পড়ে নিবেন আশা করি এখান থেকে আপনার সকল প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবেন।
newbie
Activity: 4
Merit: 0
July 27, 2023, 10:50:17 AM
আমি এই ফোরামের নতুন তাই সবার কাছ থেকে একটা হেল্প চাই

আমার টুইটারে ফলোয়ার অনেক কম আমি কিভাবে টুইটারে ফলোয়ার বাড়াতে পারিHuh
newbie
Activity: 12
Merit: 0
July 27, 2023, 10:33:06 AM
এই বাংলা লোকাল থ্রেডে এটাই আমার সর্বপ্রথম পোষ্ট। তবে এই থ্রেডে বেশ কয়েকদিন আগেই এসেছি। অনেকে অনেক পোষ্ট করেছে, সেগুলো পড়েছি । আমার সর্বপ্রথম লক্ষ্য হচ্ছে, আমি বিটকয়েনটক থেকে আয় করতে এবং শিখতে চাই। যারা আমার মতো নতুন, তাদের জন্য সিনিয়র বড় ভাইদের কাছে কোনো উপদেশ আছে ? যে উপদেশগুলো পেলে নতুন মেম্বারদের উন্নতি হবে।

বর্তমানে দেখছি অনেক বিটকয়েনটক আইডি ব্যান হয়ে যাচ্ছে। কিভাবে ব্যান হওয়ার হাত থেকে আমাদের বিটকয়েনটক একাউন্টটি বাচাবো, কিভাবে আমাদের একাউন্ট এর মেরিট বাড়াবো? এ সম্পর্কে জানতে হলে আমাদের সিনিয়র বড় ভাইদের কাছ থেকে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। তাই বড় ভাইদের কাছ থেকে এ সম্পর্কে সকল তথ্য জানতে চাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 27, 2023, 07:18:30 AM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৮ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-22-5460878

ভাই এটা ২২তম রেফেল ছিলো। আপনি পোষ্ট করছেন না দেখে Crypto Library ভাই গতকালকে পোষ্ট করেছিলো। হয়তো আপনি খেয়াল করেন নি।

তবে ফোরামে আমি মুলত MTFE বিষয়টি নিয়ে পোস্ট করেছিলাম কারন সেখানে ট্রেডিং কথা বলা হয়। তারা ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর মত কথা বলে গ্রাহকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং আমি পছন্দ করি কিন্তু তারা প্রফিটের গ্যারান্টি কিভাবে দেয়? যে যাই বলুক এগুলো হল লোক দেখানো আড়ালে যা চলে তা হল এম এল এম বিজনেস।
আমিও MTFE তে জয়েন করার ইনভাইটেশন পেয়েছি খুব কাছের একজনের কাছ থেকে। আর সে একজন মেয়ে ইউটিউবার, যার ফেসবুকে ১ মিলিয়নের বেশি ফলোয়ার আছে। ফ্রি-ফায়ার গেম নিয়ে ভিডিও এবং লাইভ ষ্ট্রিম করে থাকে। যেহেতু সে একজন পাবলিক ফিগার, তাই নাম প্রকাশ করছি না। আমার সাথে ভালো সম্পর্ক থাকার কারনে আমাকে ফোন করে প্রায় ২০ মিনিট অনেক কিছু বুঝালো। তারপর যখন আমি তাকে বুঝালাম, তবুও সে নাছোড় বান্দা।

সর্বশেষ তাকে বুঝালাম, দেখো তুমি একজন ষ্ট্রিমার, তোমাকে অনেকে ফলো করে। হয়তো তুমি এটা করে অনেক টাকা কামিয়ে নিতে পারবা, কিন্তু তোমার ফলোয়ার গুলো সব বিপদে পড়ে যাবে। আর তোমার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে। অনেক বুঝানোর পড়ে সে সিদ্ধান্ত নেয় যে তার ফলোয়ারদের এসব বলবে না। কিন্তু সে নিজে ঠিকই ইনভেষ্ট করেছে।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
July 27, 2023, 12:11:27 AM
বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি ২০২৩ সাল পর্যন্ত
দিন যাচ্ছে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি ব্যাবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। ২০২৩ সাল পর্যন্ত ৪২০ মিলিয়ন এর বেশি মানুষ  ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে আসছেন গড়ে ৪.২% অনুমান করা হয়েছে।

আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি কিপ্টোকারেন্সি ব্যবহারকারী রয়েছেন ২৬০ মিলিয়ন।  

শীর্ষ দেশ
১. ইউ এস এ (৪৬ মিলিয়ন)
২. ইইন্ডিয়া (২৭ মিলিয়ন)
৩. পাকিস্তান (২৬ মিলিয়ন) ব্যান করা হয়েছে,
৪. নাইজেরিয়া (২২ মিলিয়ন)
৫. ভিয়েতনাম (২০ মিলিয়ন)

মহিলা ব্যবহার কারী সংখ্যা ৩৭%, পুরুষ ব্যবহারকারী ৬৩%, ৩৪ বছরের কম বয়সী ৭২%।
বিস্তারিত নিউজ টি triple A থেকে নেওয়া হয়েছে।

বাংলাদেশেও ৪ মিলিয়ন এর বেশি মানুষ কিপ্টোকারেন্সি ব্যবহারকারী সংখ্যা রয়েছে। জনসংখ্যা হাড়ে শতকরা ২.৪% মানুষ কিপ্টোকারেন্সি ব্যবহারকারী রয়েছেন। সঠিক ভাবে হিসাব করলে আমাদের বাংলাদেশে আরো ব্যবহারকারী সংখ্যা বাড়বে।
নিউজ.


copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 26, 2023, 12:15:53 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৮ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-22-5460878 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।

full member
Activity: 770
Merit: 184
July 26, 2023, 12:06:37 PM
অনেকে দেখলাম এই সাইটটিকে সম্পূর্ণ ডিসেন্টালাইজড ব্লকচেইন সাইট আরো এই সেই কত কিছু বলে প্রমোট করছে কিন্তু তাদের প্রমোশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের রেফার আর্ন করা বা গ্রুপ বাড়ানো। আপনি নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড। কিন্তু এটা আদৌ ডিসেন্টালাইজড না।
আমার এখনও মনে আছে যে 2012 সালের দিকে আমি বেশ কয়েকটি এম এল এম সাইটে টাকা দিয়ে যুক্ত হয়েছিলাম। তখন আমি এই বিষয়গুলো বুঝতে পারিনি। সেখানে কাজ হিসেবে সেই সাইট গুলোতে ক্লিক করে ভিউ করতে হত বিনিময়ে তারা আমাদের কে কয়েক সেন্ট হিসেবে পেমেন্ট দিত। কিন্তু সেখানে রেফার বোনাস চলত ব্যাপক আকারে। মুলত প্রধান ব্যবসায় ছিল রেফার বোনাস। কিন্তু সরকার যখন ধরা শুরু করল তখন কাউকে পাওয়া যায় নি। সবাই চলে গিয়েছিল যারা বিনিয়োগকারী তারা প্রত্যেকেই হারিয়েছিল। তবে ফোরামে আমি মুলত MTFE বিষয়টি নিয়ে পোস্ট করেছিলাম কারন সেখানে ট্রেডিং কথা বলা হয়। তারা ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর মত কথা বলে গ্রাহকদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। ক্রিপ্টো এবং ফরেক্স ট্রেডিং আমি পছন্দ করি কিন্তু তারা প্রফিটের গ্যারান্টি কিভাবে দেয়? যে যাই বলুক এগুলো হল লোক দেখানো আড়ালে যা চলে তা হল এম এল এম বিজনেস।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
July 26, 2023, 11:33:52 AM
তবে Destiny 2000 ltd উধাও হলেও তাদের দেখানো পথে পরবর্তীতে আরো কয়েক ডজন এরকম প্রতারক প্রোগ্রাম চালু হয়েছিল এবং জনগণের টাকা নিয়ে তারাও উধাও হয়ে গেছে। যুগে যুগে এরকম প্রতারণা চলবেই এটা সুনিশ্চিত কিন্তু প্রতারণার ধরনটা হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম।এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে নিজেদেরকে সব সময় সতর্ক থাকার অনুরোধ রইলো।
ডেসটিনি
রিং আইবি
জিকা বাজার
ই- অরেঞ্জ
Boom Boom
Dhamaka
সিরাজগঞ্জ সপ
QCOM
আলাদিনের প্রদীপ
Bajaj Collection
এই সমস্ত ই-কমার্স ভিত্তিক প্রতারণামূলক লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান জন  সাধারনের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে।এক সময় পর্যাপ্ত পরিমাণ মূলধন হলে গায়েবী কায়দায় গায়েব হয়ে যায়। অবশ্যই এক্ষেত্রে সরকারদলীয় নেতাদের হাত রয়েছে বলে পরবর্তীতে প্রমাণ হয়। যদিও বিভিন্ন আইনী কায়দায় আত্মসাৎ করা টাকা আদায় করার প্রক্রিয়া চললে বিশেষ মহল আইনের আওতায় আনার সম্ভাবনা রয়েছে বলে পরবর্তীতে এগুলো আর কোন ব্যবস্থায় আনা হয় নাই।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 26, 2023, 10:57:30 AM


হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। এই বিষয়টি এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কি'না আদৌ তা জানি'না ভুল হলে ক্ষমা করবেন।  আমি ইদানিং দেখতে পারছি যে সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। Trust Wallet এই Forsage.io ওয়েবসাইটা নিয়ে।  বিশেষ করে Tik Tok  facebook এই সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক পোস্ট আমি দেখতে পারছি আসলে জানিনা এই ওয়েবসাইট টা কেমন। এটা কি আদৌ রিয়েল সাইট নাকি  ফেক  যদি আপনারা জানেন বা এ বিষয়টি করে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
এই বিষয়টি নিয়ে আমাকে অনেক মানুষই প্রশ্ন করছে বা মেসেজ করছে।  তাই আমি আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করলাম।
আশা করছি উত্তর  পাবো

ধন্যবাদ ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। এই সাইটটা সম্পর্কে আমি এর আগেও দুই একবার শুনেছি এবং আজ ঘাটাঘাটি করে যা জানতে পারলাম এটা হচ্ছে একটি নতুন স্ক্যামের ফাঁদ। আমি কেন এটা বলছি সেটা বিস্তারিত নিচে বলব।

অনেকে দেখলাম এই সাইটটিকে সম্পূর্ণ ডিসেন্টালাইজড ব্লকচেইন সাইট আরো এই সেই কত কিছু বলে প্রমোট করছে কিন্তু তাদের প্রমোশনের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে তাদের রেফার আর্ন করা বা গ্রুপ বাড়ানো। আপনি নিশ্চয়ই MTFE সম্পর্কে শুনেছেন যেটা একটি এমএলএম সাইট অর্থাৎ একজনের পেমেন্ট আর একজনকে দিবে এভাবে রেফারের মাধ্যমে সংখ্যা বাড়াবে আর অদূর ভবিষ্যতে স্ক্যাম করবে। ঠিক তেমনি কিন্তু নতুন উপায়ে স্ক্যামার রা তৈরি করেছে আরো একটি এমএলএম সাইট কিন্তু নাম দিয়েছে ডিসেন্ট্রালাইজড। কিন্তু এটা আদৌ ডিসেন্টালাইজড না। এখন আমার কিছু প্রশ্ন:

১. কেন এখান থেকে আর্ন করতে গেলে ইনভেস্টমেন্ট করে প্ল্যান কিনতে হবে?

২. এই ইনভেস্টমেন্টের টাকা গুলো কোথায় যাবে বা আমাদের প্রোফিট কোথা থেকে জেনারেট হবে?

৩. আমার রেফার বোনাসের উৎস কি?

উত্তরগুলো যেকোন ইনভেস্টমেন্ট প্রজেক্ট এর সময়েই ভাবা উচিত। আপনি যদি এগুলো না জেনে লোভে পড়ে টাকা ইনভেস্ট করেন তাহলে ধরা খাবেন আপনার নিজের ভুলেই।

স্ক্যামার রা দিনে দিনে অনেক নতুন টেকনিক নিয়ে বাজারে আসবে এটা স্বাভাবিক কিন্তু আমরা কোথায় ইনভেস্ট করছি বা কোথায় কাজ করছি সেই সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা অতি জরুরী। এই সাইট টা দেখলাম ফেসবুক ইউটিউব ও অনন্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর তারা ভাইরাল করছে শুধুমাত্র রেফার বোনাসের জন্য। তাহলে এটা কিভাবে ডিসেন্টালাইজড হয় এবং রিয়েল সাইট হয়?

আরেকটি সাবধানতা হচ্ছে এই সাইটে কাজ করতে গেলে ট্রাস্ট ওয়ালেটের সাথে একাউন্ট কানেক্ট করতে হয় যা একাউন্টে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। তাই আশা করবো এই সব নতুন মোড়কে আসা প্রতিটি স্ক্যাম এর ফাঁদ থেকে নিজেদের সাবধান ও সতর্ক রাখবেন।

আরেকটা বিষয়: আপনি ইনডিরেক্টলি আপনার স্ক্রিনশট এর মাধ্যমে নিজের রেফারেল লিংক ও প্রমোট করে ফেলছেন। এগুলো থেকে বিরত থাকবেন এবং নিজের ফান্ডকে সিকিউর রাখবেন।
jr. member
Activity: 107
Merit: 2
July 26, 2023, 08:55:53 AM


হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। এই বিষয়টি এখানে শেয়ার করা ঠিক হচ্ছে কি'না আদৌ তা জানি'না ভুল হলে ক্ষমা করবেন।  আমি ইদানিং দেখতে পারছি যে সোশ্যাল মিডিয়া অনেক তোলপাড় শুরু হয়ে গিয়েছে। Trust Wallet এই Forsage.io ওয়েবসাইটা নিয়ে।  বিশেষ করে Tik Tok  facebook এই সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে অনেক পোস্ট আমি দেখতে পারছি আসলে জানিনা এই ওয়েবসাইট টা কেমন। এটা কি আদৌ রিয়েল সাইট নাকি  ফেক  যদি আপনারা জানেন বা এ বিষয়টি করে থাকেন তাহলে আমাকে জানাবেন প্লিজ।
এই বিষয়টি নিয়ে আমাকে অনেক মানুষই প্রশ্ন করছে বা মেসেজ করছে।  তাই আমি আপনাদের মাঝে এই বিষয়টি শেয়ার করলাম।
আশা করছি উত্তর  পাবো
LDL
hero member
Activity: 742
Merit: 671
July 26, 2023, 08:41:11 AM
আসলে এই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই যে আমাদের দেশে এখন অনেকেই অন্ধভাবে এই সব এ্যাপ গুলোতে বিশ্বাস রাখছে এবং তারা প্রচুর অর্থ সেখানে জমা করছে। ফলে যে কোন সময় তারা তাদের অর্থ হারিয়ে ফেলতে পারে। যদি এই কাজটি না করে তারা যদি বিটকয়েনে বিনিয়োগ করত তাদের অর্থ নিরাপদ থাকত এবং তারা দীর্ঘ মেয়াদে বেশি পরিমান অর্থ প্রফিট করার সুযোগ পেত। এই বিষয়ে যদি আপনাদের তোন অভিজ্ঞতা থাকে তাহলে আসুন আলোচনা করি। অত্যন্ত যারা এখানো এই ধরনের ফাঁদে পা দেয়নি তারা রেহায় পেতে পারে।   
আমার কাছে যারা এসব সাইট বা এপ নিয়ে রেফার করতে আসে। আল্লাহর ওয়াস্তে ওয়াজ শুরু করে দেই কতোক্ষন পর আর আমার সামনে আর কেউ থাকে না। মানুষ কি ডেসটিনির কথা ভুলে গেছে? মানুষ কি কিছুদিন আগের এস পি সি এর কথা ভুলে গেছে যেটার ব্রৗান্ড এম্বাসেডর ছিলেন মাশরাফি বিন মর্তুজা? মানুষ কি রিং আইডির কথা ভুলে গেছে? মানুষ কি জিকা বাজারের কথা ভুলে গেছে? মানুষ কি আরো নাম না জানা হাজারো স্ক্যামারদের কথা ভুলে গেছে? এই এমটিএফই ট্রেডিং সাইটের মোড়কে নতুন এক এমএলএম বিজনেস। যা হঠাৎ করেই একদিন সকলের টাকা নিয়ে ভেগে যাবে। মানুষ যতোদিন নিজেদের কে সংযত করতে পারবে না, ততোদিন এরা লস করতে থাকবে। দুনিয়া জুড়ে মানুষকে আমি এসব বলে বেড়াই, আর আমার ঘরেই আমার ছোট ভাই এসবে ইনভেষ্ট করে পুং মারা খেয়ে বসে আছে।
এই পোস্টের রিপ্লে না দিয়ে থাকতে পারলাম না। ঘটনাটি আজ থেকে প্রায় 14 বছর আগে যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই। ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমি আমার এক কলেজের প্রভাষকের বাসায় থেকে পরীক্ষা দেই। যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকায় বাধ্য হয়ে প্রভাষকের বাসায় একটা রুম ভাড়া নিয়ে তিনজন বন্ধু মিলে পরীক্ষা দেই। সম্ভবত জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষার দিন এই ঘটনাটি ঘটেছিল। তখন পরীক্ষার আগে সাধারণত আমরা খাওয়া দাওয়া করে যেতাম না কারন পরীক্ষার আগে বিভিন্ন টেনশনের কারণে খাওয়া দাওয়া করার মন-মানসিকতা থাকতো না। না খেয়ে পরীক্ষা দিয়ে পরীক্ষা শেষে ক্ষুধা প্রায় চার গুণ বৃদ্ধি পেত। পরীক্ষা শেষে রুমে এসে দেখি দুজন মানুষ একজন প্রভাষকের দূর সম্পর্কের শালা বাবু লাগে এবং আরেকজন ওই শালকের বন্ধু। রুমে ঢুকে দেখি দাঁত বের করে হেসে পরীক্ষা কেমন দিয়েছি জানতে চাইলো। সৌজন্যবোধের দিক থেকে ভালো হয়েছে বললাম। ভাইরে ভাই, দুইজন লোক প্রায় দুই ঘন্টা লেকচারের পর আমাদের অন্য জগতে নিয়ে গেল। তখন আমি একজন কৃষকের ছেলে নয় বরং আমি প্লাটিনাম মেম্বার পদমর্যাদা লাভ করেছি এবং ওই সময় বাংলাদেশে আমার কয়েকটা ফ্লাইটসহ সিঙ্গাপুরে বউ-বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি ইত্যাদি লেকচারের মধ্যে কখন যে ২ ঘন্টা পার হয়েছে জানতেই পারলাম না।
তবে আমার এক বন্ধু ডেসটিনি বিরোধী ছিল ওই মাঝে মধ্যে আমাদের ডাক দিত আয় খেয়ে যা আমরা এই আসছি বলে দুজন বন্ধু ২ ঘন্টা পর দেখি ও সমস্ত ভাত খেয়ে পেট ঢোল বানিয়ে শুয়ে আছে।
ওই শালার দুইজন লেকচারার এর জন্য আমরা ঐদিন সম্পূর্ণ না খেয়ে ছিলাম যা আমি আজও ভুলতে পারিনি। তবে দুজন বন্ধু ডেসটিনিতে ভর্তি হয়েছিলাম না কিন্তু দশ হাজার টাকা দিয়েছিলাম। লেকচারার দুই বন্ধু সেই টাকা অবশ্য পরে ফেরত দিয়েছিল।
Destiny 2000 LTD ট্রি প্লান্টেশনের একটি প্রকল্প শাখায় ভর্তি করানোর জন্য ৫+৫-১০ হাজার টাকা দুই বন্ধুর কাছ থেকে নিয়েছিল ২০০৯ সালে কিন্তু তারা সম্ভবত কোন কিছু একটা বুঝে আমাদের টাকাগুলো ফেরত দিয়েছিল। যাহোক ডেসটিনি পরবর্তীতে ২০১২ সালে জনগণের হাজার কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়।
তবে Destiny 2000 ltd উধাও হলেও তাদের দেখানো পথে পরবর্তীতে আরো কয়েক ডজন এরকম প্রতারক প্রোগ্রাম চালু হয়েছিল এবং জনগণের টাকা নিয়ে তারাও উধাও হয়ে গেছে। যুগে যুগে এরকম প্রতারণা চলবেই এটা সুনিশ্চিত কিন্তু প্রতারণার ধরনটা হবে বিভিন্ন সময় বিভিন্ন রকম।এই সমস্ত প্রতারণার ফাঁদ থেকে নিজেদেরকে সব সময় সতর্ক থাকার অনুরোধ রইলো।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
July 26, 2023, 04:43:56 AM
আসলে এই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই যে আমাদের দেশে এখন অনেকেই অন্ধভাবে এই সব এ্যাপ গুলোতে বিশ্বাস রাখছে এবং তারা প্রচুর অর্থ সেখানে জমা করছে। ফলে যে কোন সময় তারা তাদের অর্থ হারিয়ে ফেলতে পারে। যদি এই কাজটি না করে তারা যদি বিটকয়েনে বিনিয়োগ করত তাদের অর্থ নিরাপদ থাকত এবং তারা দীর্ঘ মেয়াদে বেশি পরিমান অর্থ প্রফিট করার সুযোগ পেত। এই বিষয়ে যদি আপনাদের তোন অভিজ্ঞতা থাকে তাহলে আসুন আলোচনা করি। অত্যন্ত যারা এখানো এই ধরনের ফাঁদে পা দেয়নি তারা রেহায় পেতে পারে।   
আমার কাছে যারা এসব সাইট বা এপ নিয়ে রেফার করতে আসে। আল্লাহর ওয়াস্তে ওয়াজ শুরু করে দেই কতোক্ষন পর আর আমার সামনে আর কেউ থাকে না। মানুষ কি ডেসটিনির কথা ভুলে গেছে? মানুষ কি কিছুদিন আগের এস পি সি এর কথা ভুলে গেছে যেটার ব্রৗান্ড এম্বাসেডর ছিলেন মাশরাফি বিন মর্তুজা? মানুষ কি রিং আইডির কথা ভুলে গেছে? মানুষ কি জিকা বাজারের কথা ভুলে গেছে? মানুষ কি আরো নাম না জানা হাজারো স্ক্যামারদের কথা ভুলে গেছে? এই এমটিএফই ট্রেডিং সাইটের মোড়কে নতুন এক এমএলএম বিজনেস। যা হঠাৎ করেই একদিন সকলের টাকা নিয়ে ভেগে যাবে। মানুষ যতোদিন নিজেদের কে সংযত করতে পারবে না, ততোদিন এরা লস করতে থাকবে। দুনিয়া জুড়ে মানুষকে আমি এসব বলে বেড়াই, আর আমার ঘরেই আমার ছোট ভাই এসবে ইনভেষ্ট করে পুং মারা খেয়ে বসে আছে।
full member
Activity: 770
Merit: 184
July 26, 2023, 02:53:38 AM


গত কয়েকদিন যাবৎ আমি একটি অনলাইন ভিত্তিক এ্যাপ MTFE এর কথা শুনছি। এর মাধ্যমে মানুষ নাকি অর্থ জমা করার মাধ্যমে তারা লাভ পেয়ে থাকে। আমি এই ধরনের কোন কিছুতে কখনই কর্নপাত করি না কিন্তু যখন এই এ্যাপ ব্যবহারকারীর একজন কে জিজ্ঞাসা করলাম যে তারা আপনাকে কিসের ভিত্তিতে প্রতিদিন আপনাকে লাভ প্রদান করছে তাদের আয়ের উৎস কি তখন তারা বলল যে সেখানে ট্রেড করা হয় এবং সেই ট্রেড থেকে লাভের একটি অংশ দেওয়া হয়। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম কি ট্রেড করা হয় তখন তিনি বিস্তারিত না বলতে পারলেও আমি সেই এ্যাপটি দেখি সেখানে ক্রিপ্টোকারেন্সি এবং ফরেক্স ট্রেডিং এর মত বিষয় গুলো জরিত। তখন বিষয়টি আমি ভালভাবে বোঝার চেস্টা্ করলাম সেই সাথে আমি আমার এক ভাইয়ের কাছে থেকে পরামর্শ নিলাম। আমি শুরু থেকেই এই ধরনের এ্যাপে বিশ্বসী ছিলাম না এবং যখন আমার সেই ভাই একই কথা বলল তখন আমিও সেই ব্যবহাকারীকে বোঝানোর চেস্টা করলাম।

আমি কিছু প্রশ্ন করেছিলাম যিনি আমাকে রেফার করার জন্য উৎসুক ছিলেন।

1. এই সাইটের সময় সীমা কত? উত্তরে তিনি বলেছিলেন: তিনি জানেন না এবং কতদিন থাকবে তাও তার জানা নেই।

2. এর কোন এজেন্ট বা অফিস আসে কি না? তিনি বললেন অফিসিয়ালি নেই আনওফিসিয়ালি আছে। অর্থাৎ যার কোন ভিত্তি নেই।

3. তাকে জিজ্ঞাসা করলাম আপনি যদি অর্থ সেখানে রাখেন কত দিন সময় লাগতে পারে? তিনি উত্তরে জানালেন প্রায় 3 মাসের মত।

4. তাকে জিজ্ঞাসা করলাম তারা কিভাবে আপনাকে লাভ দেয়? তিনি বললেন তারা ট্রেড করে তখন আমি তাকে বললা আপনি করতে পারেন না তখন তিনি বললেন যে বটের মাধ্যেমে তারা ট্রেড করে অর্থাৎ এ আই ব্যবহার করে তারা প্রফিট করে যা মানুষের দ্বারা করা কঠিন।

5. আমি বললাম ট্রেডিং এ লাভ এবং লস দুটোই হতে পারে তাহলে আপনার কি লস হয়? তখন বলল যে তারও লস হয়ে থাকে তবে বেশির ভাগ সময়ই লাভ হয়। মান্থলি হয়তো 4-5 দিনের মত লসও হতে পারে।

6. শেষ প্রশ্ন ছিল যদি এই সাইটি বন্ধ হয়ে যায় তখন কি হবে? তখন উত্তর দিলেন কিছু করার নেই।

আসলে এই বিষয়টি নিয়ে আমি এখানে আলোচনা করতে চাই যে আমাদের দেশে এখন অনেকেই অন্ধভাবে এই সব এ্যাপ গুলোতে বিশ্বাস রাখছে এবং তারা প্রচুর অর্থ সেখানে জমা করছে। ফলে যে কোন সময় তারা তাদের অর্থ হারিয়ে ফেলতে পারে। যদি এই কাজটি না করে তারা যদি বিটকয়েনে বিনিয়োগ করত তাদের অর্থ নিরাপদ থাকত এবং তারা দীর্ঘ মেয়াদে বেশি পরিমান অর্থ প্রফিট করার সুযোগ পেত। এই বিষয়ে যদি আপনাদের তোন অভিজ্ঞতা থাকে তাহলে আসুন আলোচনা করি। অত্যন্ত যারা এখানো এই ধরনের ফাঁদে পা দেয়নি তারা রেহায় পেতে পারে।   
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
July 25, 2023, 11:22:10 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫১৬ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-521st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5460903
ভাই মনে হয় এবারো ইউটুপিয়া এর রাফেল ড্র এর কথা ভুলে গিয়েছেন তাই আমি এটা কোট করে দিলাম। Wink
ইউটোপিয়া টিম এবার তাদের ২২ নম্বর রাউন্ডের ফ্রি রাসেল ড্র ক্যাম্পেইন নিয়ে এসেছে , যারা যারা জয়েন করতে চান তারা ইটোপিয়া প্রজেক্ট এর ওয়েবসাইট এ গিয়ে ডেক্সটপ সফটওয়্যার ইনস্টল দিয়ে ইটোপিয়াচ্যাট লবি চ্যানেলে একটি মেসেজ দিয়ে মেসেজটির ডিপ লিংক কপি করে জাস্ট এপ্লাই করার সময় লিংক বসিয়ে দিবেন সাথে সাথে ইউটিপিয়া পাবলিক অ্যাড্রেস এবং বিটকয়েন এড্রেস।
মনে রাখবেন এখানে প্রথম পুরস্কার ৬০ ডলার দ্বিতীয় পুরস্কার 40 ডলার এবং তৃতীয় পুরস্কার ২০ ডলার সমপরিমাণ বিটকয়েন

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
July 25, 2023, 06:09:14 PM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫১৬ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। উৎসঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-521st-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-ballet-5460903
WHAT CRASH?Huh  WHAT CORRECTION??!? WHAT BEAR MARKET?Huh? Roll Eyes Roll Eyes Roll Eyes
Now for something completely new!  A custom ballet Cypher Hodl card with part of my companys copyrighted logo!



 
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
July 25, 2023, 02:13:32 PM
নতুন এরা কেন যে  নিয়ম-নীতি  এর থেকে একটু প্রথমে  চোখ বুলায় না  এটা আসলে আমার বোধগম্য হয় না।   প্লাগোরিজম  বা কপি পেস্ট  নিয়ে কোন চিন্তাই ,  কপি পেস্ট  করেন সমস্যা নাই   কিন্তু   জাস্ট  সোর্স লিংকটা তো দিয়ে দিতে পারেন।
আমার মতে নতুনদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ফোরামে কোন লক্ষ্য থাকে না। বরং অনেকের মধ্যে থাকে বাউনটি ক্যাম্পেইন গুলোতে জয়েন করার ইচ্ছা। তাই তারা হয়তো ফোরামের রুলস গুলো সম্পর্কে অবগত হয় না। যদিও এটা খুবই দুঃখের বিষয় কেননা এই লোকাল থ্রেডের প্রথম পোস্টেই খুব সুন্দরভাবে ও সাজানো গুছানো উপায়ে নিয়মকানুন গুলো ও নির্দেশনা গুলো সম্বলিত পোস্টের লিঙ্ক দেওয়া আছে। খুব অল্প সময়ে এগুলো পড়ে নেওয়া যায়।
আরেকটি বিষয় হতে পারে নতুনরা অনেকে ফোরামকে সোশ্যাল মিডিয়া মনে করে বা তারা সোশ্যাল মিডিয়ায় কপি পেস্ট করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাই হয়ত অভ্যাসটা এখানেও প্রয়োগ করে।

অগ্রগতির আশা না করাই ভালো। আমাদের মান সম্মান এখন নেই বললেই চলে। বাংলাদেশী হলেই সবাই কেমন জানি আচরন করে। কয়েকজন ডিটি মেম্বার ও আছে যারা বাংলাদেশি দেখলেই সবার আগে ডিসট্রাষ্ট লিষ্টে নাম দিবে, তারপর আপনার একউন্ট এর পোষ্ট হিস্টোরি খোজা শুরু করবে। কিছু পেলে তো ট্যাগ মেরেই দিবে। কিছু না পেলেও ডিসট্রাষ্ট লিষ্টে এড করে রাখবে।
যতদূর জানি আমাদের বাংলাদেশের সুনামি ফোরামে নষ্ট করেছে কতিপয় অসাধু বাউন্টি স্ক্যামার ও শীট পোস্টার। বাউনটিতে স্ক্যামিং এর শীর্ষে আমাদের বাংলাদেশী ভাইয়েরা, এরা কপি করতে করতে এমন হয়ে গেছে যে অন্যের বাউন্টি টাস্ক গুলোও কপি করে। আর কিছু আছে ফোরামকে সোশ্যাল মিডিয়া বানিয়ে ফেলেছে। অনেককে দেখবেন অফটপিকে পোস্ট করছে, অনেকে হাই হ্যালো পোস্ট করে বা পোস্ট না বুঝেই রিপ্লাই দিচ্ছে। এদের জন্যই আসলে আমাদের সবার বদনাম। আমরা সবাই যদি ফোরামে সঠিক উপায়ে অবদান রাখি এবং নিয়মগুলো ভঙ্গ না করি তাহলে আশা করি আবার সুনাম ফিরে আসা সময়ের ব্যাপার। এজন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই কতিপয় সিনিয়র মেম্বারদের যারা নিজেদের সর্বোচ্চ কন্ট্রিবিউশনের মাধ্যমে এখনো বাংলাদেশের মান রেখে চলেছেন।
Jump to: