Author

Topic: বাংলা (Bengali) - page 201. (Read 5730685 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 27, 2023, 07:22:44 AM
কিছু গুরুত্বপূর্ণ শব্দ ও এদের পরিচিতি
আমরা যারা এক্কেবারে নতুন তারা মাঝে মধ্যে এমন সব শব্দের সম্মুখীন হই যার অর্থ বোঝা সম্ভব হয় না। মাঝেমধ্যে সিনিয়র ভাইদের পোস্ট করলে ওই সকল শব্দের সম্মুখীন হতে হয়। আজকে একটি শব্দ সার্চ করতে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ বা প্রবাদের মত কিছুর সাথে পরিচিত হলাম। অবশ্য এই সকল শব্দ ফোরামের সিনিয়র ভাইয়েরা অনেক আগেই জেনেছে তবুও আপনাদের সাথে নতুন করে শেয়ার করলাম। যদিও এ সকল শব্দ বিনিয়োগ করার ক্ষেত্রে ও ট্রেডিং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ উৎসাহ প্রদান করে।

HODL
Hold on for Dear Life এই শব্দটি মূলত বিনিয়োগকারী তাদের ক্রিপটো কারেন্সি দীর্ঘমেয়াদী সময়ের জন্য বিনিয়োগ করে রেখে দেয় তাদেরকে বোঝানোর জন্য এই প্রবাদটি ব্যবহার করা হয়। অর্থাৎ আপনার প্রিয় জীবনের জন্য রেখে যান এরকম উৎসাহ মূলক কতগুলো শব্দ থেকেই HODL শব্দটি পরিচিতি লাভ করেছে।

FUD
Fear, Uncertainty &  Doubt এই শব্দটি বিনিয়োগ করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কেননা একজন বিনিয়োগকারী কখনো বিনিয়োগ করতে ভয় পাবে না, বিনিয়োগ করার জন্য সে অনিশ্চিত কোন কন্ডিশনের মধ্যে পড়বে না, এবং বিনিয়োগ করবে কি করবে না এ নিয়ে কোন দ্বিধাদ্বন্দে পড়বে না। এই সমস্ত কন্ডিশন থেকে বের হয়ে আসার জন্য FUD এই উৎসাহ মূলক শব্দটি ব্যবহার করা হয়।

FOMO
Fear Of Missing Out এই শব্দটি দ্বারা একটি গুরুত্বপূর্ণ সাজেশন ব্যাখ্যা করা হয়। যখন কোন বিনিয়োগকারী তার বিনিয়োগ করা টোকেন বা কয়েন হঠাৎ করে অনেকাংশে বৃদ্ধি পায় তখন সে মনে করে হয়তো সে আর এটি ধরতে পারবে না অথবা সে হয়তো আর বিনিয়োগ করতে পারবে না। এরকম একটি দ্বিধা দ্বন্দ্বমূলক পরিস্থিতি বোঝাতে FOMO শব্দটি ব্যবহার করা হয়।

Going to The Moon
এই কথাটি দ্বারা কোন টোকেনের ভবিষ্যতে ভালো দাম বৃদ্ধি পাবে এরূপ সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়।

Diamond Hands or Paper Hands
ডায়মন্ডস হ্যান্ড শব্দটি দ্বারা সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বোঝানো হয় যারা অনেক বেশি প্রতিকূল পরিস্থিতিতেও তাদের বিনিয়োগ করা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে না।
পেপার হ্যান্ডস দ্বারা সেই সকল ব্যাক্তিদের বোঝানো হয় যারা সামান্য প্রতিকূল পরিস্থিতিতেও তাদের বিনিয়োগ করা ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দেয়।

Whales
ক্রিপ্টো কারেন্সিতে তিমি তাদেরই বলা হয় যাদের বিনিয়োগ করা পোর্টফোলিওতে 1000 উপরে বিটকয়েন জমা থাকে। ক্রিপ্টো কারেন্সি জগতে এরকম তিমিদের সংখ্যা কত সেটা আমার জানা নেই।

সোর্স:Click
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 27, 2023, 05:39:10 AM
---

কি দরকার ছিলো এতা চালাকি করার? এখন ব্যান খেয়ে গেলেন। সব সময় শর্ট কাট রাস্তা খোজা ভালো না। শর্টকাট রাস্তায় কেউ কানোদিন এগিয়ে যেতে পারেনি। চিটিং না করে ফোরামের রুলস মেনে চললে আজকে আপনাকে ব্যান হতে হতো না। যারা কপি পেষ্ট করছেন, অটো ট্রান্সলেট ব্যাবহার করছেন এবং অন্যান্য রুলস ভায়োলেট করছেন, তারা সাবধান হয়ে যান। নইলে আপনাদের পরিনতি এনার মতোই হবে।

স্পামিং সদস্যদের নিয়ে কিছু কথা,
বাংলা থ্রেডে সবাই আসে শুধু হাই , হ্যালো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে, তা হলে বাংলা থ্রেড ধলে পরবে। কেও আর বাংলা থ্রেডে আসতে চাইবে না। আমরা চেষ্টা করব আমাদের বাংলা থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমরা স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের সাহায্য করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মূল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব।
আপনি যদি কোন স্প্যাম পোস্ট লক্ষ্য করেন সেই ক্ষেত্রে সেটিকে কোট করে আপনি এই উপদেশটি দিতে পারতেন। কোন কারণ ছাড়াই এ ধরনের পোস্টও মিনিংলেস পোস্টের মধ্যে পড়ে। আর এই বিষয়ে সাধারণত সব সময়ই সচেতন করা হয় যখনই কোন স্প্যাম পোস্ট দেখা যায়।
আইরোনিক্যালি উনি নিজেই ফোরাম রুলস ভায়োলেট করে কিছুক্ষন আগে ব্যান খেয়ে গেছেন। যদিও উনি অন্যদেরকে সাজেশন দিতে চাচ্ছিলেন যে স্প্যাম পোষ্ট করা যাবে না। উনি নিজেই এমন কিছু করে বসে আছে যেটা ফোরাম রুলস এর বাইরে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 27, 2023, 04:54:14 AM
ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই বিটকয়েন যদি নাজায়েজ হয়ে থাকে, আপনি কেন বিটকয়েন উপার্জন করছেন? তাহলে আপনি হালাল রাস্তা অনুসরণ করুন হারাম রাস্তা থেকে সরে যান।
আমি বিটকয়েন কে একবারও সরাসরি হারাম বলিনি। সত্যি বলতে ইসলামে কোনটা হারাম ও কোনটা হালাল এটা বিচার করার যোগ্যতা আপনারও নেই আমারও নেই। আমি বলার চেষ্টা করেছি ইসলামে যে বিষয়গুলো সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি উল্লেখ নেই সেইগুলো সম্পর্কে কিভাবে ফতোয়া দেয়া হয়। অর্থাৎ ইজমা ও কিয়াসের ভিত্তিতে ফতোয়া দেয়া হয়। ইজমা হচ্ছে মতামতের ভিত্তিতে যেমন ১০০০ মানুষের মধ্যে 600 মানুষ মনে করে এটা হালাল আর ৪০০ মানুষ মনে করে হারাম তবে সেটা হালাল বিবেচিত হবে। তবে এগুলো বিবেচনার হয়তো কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমার জানা নেই।

বিটকয়েন সম্পর্কে এখনো যেহেতু সবাই একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তাই আমরা হালাল বা হারাম কিছুই বলতে পারব না। তাই আমি আবার উল্লেখ করেছি যে মানুষের বিবেক হচ্ছে সবচাইতে বড় আদালত। কিন্তু আপনি আমি আলেম-ওলামাদের বা ফতোয়া প্রদানকারীদের সমালোচনা করতে পারিনা। এ বিষয়ে কয়েকটি আয়াত এর সোর্স দিয়েও বুঝিয়ে দিয়েছি। তাই আশা করি এই বিষয়টা এখনো জটিল যে বিটকয়েন দিয়ে অর্থ উপার্জন হালাল নাকি হারাম এবং অনেক মত পার্থক্য রয়েছে, তাই এ বিষয়ে আরো আলোচনা করা যেতে পারে কিন্তু ফলপ্রসু হবে কিনা তা সন্দেহাতীত।

member
Activity: 168
Merit: 58
June 27, 2023, 03:24:20 AM
আমি এই জন্যই উপরে বর্ণনায় লিখেছি কিভাবে ফতোয়া প্রদান করা হয় এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করা হয়। মনে করুন গাজা ইসলামে হারাম, এখন যদি কেউ গাঁজা চাষ করেন যেটা বিটকয়েন মাইনিং এর মত বা কেউ যদি গাঁজা বেচাকেনা করে যেটা ট্রেডিং এর মত এক্ষেত্রে দুটোই হারাম হবে। তাই আমি খুব গভীর থেকে ইসলামের ফতোয়া সম্পর্কে উল্লেখ করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যেহেতু এটা নিয়ে এখনো মত পার্থক্য আছে তাই আমি বিশেষ কিছু বলতে চাই না তবে এমন কিছু বলা অনুচিত যেটা ইসলামী বিশেষজ্ঞদের অবমাননা করা হয়। কারণ স্বয়ং কুরআনে বর্ণিত আছে ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বসম্পন্ন (ন্যায়পরায়ণ শাসক ও আলেম) তাদের।’ (সুরা : নিসা, আয়াত : ৫৯)
আমি আবারও বলছি সব আলেমই যে কোরআন-সুন্নাহ পন্থী এবং শুদ্ধ এমনটা নয় তবে যেখানে স্বয়ং মহান আল্লাহ তায়ালা তাদের সম্মান দিয়েছেন সেখানে আমরা কিছুই নই।

ভাই আপনাকে একটা আমি প্রশ্ন করতে চাই বিটকয়েন যদি নাজায়েজ হয়ে থাকে, আপনি কেন বিটকয়েন উপার্জন করছেন? তাহলে আপনি হালাল রাস্তা অনুসরণ করুন হারাম রাস্তা থেকে সরে যান। আপনি শুধু এই একটা নিউজ এর উপর ভিত্তি করে হারাম  বলে যাচ্ছেন। আপনার ওই নিউজ টি প্রকাশিত হয়েছে ২০১৮ সালে। আরো অনেক বিটকয়েন নিয়ে যুক্তি দিয়াছেন। আপনি সেগুলি দেখেন। আমি বলছি না বিটকয়েন হারাম বা হালাল,,,,আপনি আরো  ইসলামি বিষয়ে জ্ঞান আছে তাদের কাছ থেকে জেনে নিন।
তাই ভাই এই সকল বিষয় বাদ দিন আপনি তো আর চুরি করে বিটকয়েন ইনকাম করতেছেন না। কাজ করছেন কাজের বিনিময়ে বিটকয়েন পাচ্ছেন।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 27, 2023, 03:07:38 AM
আশা করি উপরের আলোচনায় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবং কিভাবে ফতোয়াটি এসেছে এই বিষয়েও যথেষ্ট ধারণা হয়ে গেছে। তাই মুফতি ও ফতোয়া প্রদানকারীদের এইরকম দৃষ্টিকটু ভাবে দোষারোপ না করে নিজেও কিছুটা বোঝার চেষ্টা করা উচিত। পরিশেষে একটা কথাই বলবো নিজের বিবেক সবচাইতে বড় আদালত। হয়তো মহান আল্লাহ তায়ালা আপনার বিবেককেই গ্রহণ করতে পারেন। আর আল্লাহ চাইলে শিরক ব্যতীত যেকোনো গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আপনি আপনার বিবেকের কাছে পরিষ্কার থেকে বিটকয়েন ব্যবহার করুন এটাই আমাদের জন্য ভালো সমাধান হতে পারে।
বিষয়টা হচ্ছে কি  এখানে শুধু কথা বলা হচ্ছে বিটকয়েনের অর্থ  হালাল না হারাম নিয়ে,  আমি মনে করি মেইন বিষয়ের কথা বলা উচিত,   বিটকয়েনতো একটা  কারেন্সি মাত্র  তবে হ্যাঁ বাংলাদেশ  সরকার বর্তমানে এটিকে   বৈধতা দান করেনি এই ব্যাপারে কিছুটা প্রশ্ন তোলা যায় .
তবে আমি দেখতেছি  এখানে মেইন বিষয়টা যে  কোথা থেকে  এই বিটকয়েন আপনি উপার্জন করছেন  উপার্জনের  উৎসটা  এ বিষয়টা নিয়ে কথাই হচ্ছে না।
ভাই আমি বুঝতে পারছি এখানে বিটকয়েনের অর্থ হালাল না হারাম এ নিয়ে কথা হচ্ছে। তবে এখানে বিষয়টা পরিষ্কার হওয়া উচিত যে অধিকাংশ ফতোয়া প্রদানকারী সংস্থা বিটকয়েন কে হারাম ঘোষণা করেছে। আর আমার উপরের পোস্টটি তে বিস্তারিত বলার কারণ roksana.hee ভাই ডিরেক্ট আলেমদের দোষারোপ করেছে এবং বলেছে তারা কেন বিভ্রান্তি সৃষ্টি করে মানুষের ঈমান নষ্ট করবে। আমাদের বুঝতে হবে দু একজন আলেম তাদের মনগড়া বক্তব্য দিতে পারে তবে সবাই নয়।

@Little Mouse ভাই, আপনি যথার্থই ভালো একটা বক্তব্য দিয়েছেন, এই আলেমদের বিরুদ্ধে। এদেরকে এক কথায় বলা হয় ভাই, "চোরের মায়ের বড় গলা"! এরা চুরিও করবে, আবার ধরা পড়লে বিভিন্ন ধরনের বড় বড় ওসিহত দেবে। বিটকয়েন ব্যবহার করে যদি মানুষ ইনকাম করে তার ফ্যামিলিকে স্বনির্ভর করতে পারে, তাহলে বিটকয়েনে উপার্জিত টাকা দিয়ে কেন কুরবানী হবে না বা কেন আলেমরাই এই ধরনের বাজে বক্তব্য পেশ করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে? এই অধিকার কি আলেমদের দেয়া হয়েছে, ভাই?

আমি এই জন্যই উপরে বর্ণনায় লিখেছি কিভাবে ফতোয়া প্রদান করা হয় এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে ফতোয়া প্রদান করা হয়। মনে করুন গাজা ইসলামে হারাম, এখন যদি কেউ গাঁজা চাষ করেন যেটা বিটকয়েন মাইনিং এর মত বা কেউ যদি গাঁজা বেচাকেনা করে যেটা ট্রেডিং এর মত এক্ষেত্রে দুটোই হারাম হবে। তাই আমি খুব গভীর থেকে ইসলামের ফতোয়া সম্পর্কে উল্লেখ করেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। যেহেতু এটা নিয়ে এখনো মত পার্থক্য আছে তাই আমি বিশেষ কিছু বলতে চাই না তবে এমন কিছু বলা অনুচিত যেটা ইসলামী বিশেষজ্ঞদের অবমাননা করা হয়। কারণ স্বয়ং কুরআনে বর্ণিত আছে ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো, অনুসরণ করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বসম্পন্ন (ন্যায়পরায়ণ শাসক ও আলেম) তাদের।’ (সুরা : নিসা, আয়াত : ৫৯)
আমি আবারও বলছি সব আলেমই যে কোরআন-সুন্নাহ পন্থী এবং শুদ্ধ এমনটা নয় তবে যেখানে স্বয়ং মহান আল্লাহ তায়ালা তাদের সম্মান দিয়েছেন সেখানে আমরা কিছুই নই।

স্পামিং সদস্যদের নিয়ে কিছু কথা,
বাংলা থ্রেডে সবাই আসে শুধু হাই , হ্যালো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে, তা হলে বাংলা থ্রেড ধলে পরবে। কেও আর বাংলা থ্রেডে আসতে চাইবে না। আমরা চেষ্টা করব আমাদের বাংলা থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমরা স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের সাহায্য করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মূল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব।
আপনি যদি কোন স্প্যাম পোস্ট লক্ষ্য করেন সেই ক্ষেত্রে সেটিকে কোট করে আপনি এই উপদেশটি দিতে পারতেন। কোন কারণ ছাড়াই এ ধরনের পোস্টও মিনিংলেস পোস্টের মধ্যে পড়ে। আর এই বিষয়ে সাধারণত সব সময়ই সচেতন করা হয় যখনই কোন স্প্যাম পোস্ট দেখা যায়।
member
Activity: 168
Merit: 58
June 27, 2023, 02:45:48 AM
cut~
এই কুরবানীর ও বিটকয়েন সম্পর্কে আমিও দুচারটি কথা বলি। আমাদের সমাজে বর্তমানে এমন অনেক লোক আছে যাদের দেখা যায় সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানী করছে। এখন এটাকে আমরা কি বলবো?
আর এখানে অনেকেই আছেন সিগনেচার ক্যাম্পাইনে প্রমোট করে বিটকয়েন উপার্জন করছেন। এখানে অনেক পরিশ্রম করতে হয় সপ্তাহে ২৫ প্লাস পোস্ট করতে হয়। এবং আরো অনেকে আছেন যারা বাউন্টি করেন তারা অনেক পরিশ্রম করে ফেসবুক টুইটারের মাধ্যমে শেয়ার পোস্ট করে, বাউন্টি ক্যাম্পিয়ান প্রমোট করে কিছুটা টোকেন উপার্জন করেন। সবাই কাজ করার পারিশ্রমিক হিসেবে  বিটকয়েন পেয়ে থাকেন। আর অনেকেই মনে করেন বিটকয়েনে বিনিয়োগ করা এবং জুয়া খেলা একই কথা। আমি মনে করি বিটকয়েনে বিনিয়োগ করা ব্যাবসায়ের মতো পন্য ক্রয় করা। কেননা বিটকয়েনে বিনিয়োগ  করলে লাভ এবং ক্ষতির দুদিক রয়েছে। আমাদের দেশে যারা সুদ ঘুষের ইনকাম দিয়ে কুরবানী করছেন। আমি মনে করি তাদের থেকে আমরা যারা বিটকয়েনের টাকা দিয়ে কুরবানী করব তাদেরটাই উত্তম।

আসছে ২৯ শে জুলাই পবিত্র ঈদুল আযহা আমার পক্ষ থেকে সকলকে জানাই ঈদ মোবারক। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা,,
newbie
Activity: 126
Merit: 0
June 27, 2023, 01:04:07 AM
আসসালামু আলাইকুম। আমরা চ্যাট জিপিটি এআই এর নাম সবাই শুনেছি এবং সবাই এর কাজ সম্পর্কে জানি। এটি যে কত দ্রুত মানুষের পরিচিতিতে এসেছে সেটাও সবাই জানি। এটি যে কত পাওয়ারফুল এআই  টুলস্ সেটাও সবাই জানি। কিন্তু কিছুদিন আগে চ্যাট জিপিটিকে টক্কর দেয়ার জন্য google তাদের এআই বার্ড লঞ্চ করেছে। বার্ড এর জন্য কোন আলাদা একাউন্ট খুলতে হয় না। google account দিয়েই এটা ব্যবহার করা যায়। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি যার যার প্রয়োজন আছে ইউজ করে দেখতে পারেন।
https://bard.google.com/

ধন্যবাদ সবাইকে

bard হল একটি কথোপকথনমূলক জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট যা Google দ্বারা তৈরি করা হয়েছে, প্রাথমিকভাবে LaMDA পরিবারের বড় ভাষা মডেল (LLMs) এবং পরে PaLM LLM-এর উপর ভিত্তি করে। এটি OpenAI-এর ChatGPT-এর উত্থানের প্রত্যক্ষ প্রতিক্রিয়া হিসাবে তৈরি করা হয়েছিল, এবং মে মাসে অন্যান্য দেশে বিস্তৃত হওয়ার আগে, উষ্ণ প্রতিক্রিয়ার জন্য মার্চ 2023 সালে সীমিত ক্ষমতায় মুক্তি দেওয়া হয়েছিল।

নভেম্বর 2022-এ, OpenAI ChatGPT চালু করেছে, GPT-3 ফ্যামিলি অফ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (LLM) উপর ভিত্তি করে একটি চ্যাটবট। ChatGPT এর প্রকাশের পর বিশ্বব্যাপী নজর কেড়েছে, একটি ভাইরাল ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে। গুগল সার্চে ChatGPT-এর সম্ভাব্য হুমকির আশঙ্কায়, Google নির্বাহীরা একটি "কোড রেড" সতর্কতা জারি করেছে, কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রচেষ্টায় সহায়তা করার জন্য বেশ কয়েকটি দলকে পুনরায় নিয়োগ দিয়েছে। সুন্দর পিচাই, গুগল এবং মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও, ব্যাপকভাবে সতর্কতা জারি করেছেন বলে জানা গেছে, কিন্তু পিচাই পরবর্তীতে দ্য নিউ ইয়র্ক টাইমসকে এটি অস্বীকার করেছেন।  একটি বিরল এবং নজিরবিহীন পদক্ষেপে, Google সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, যারা 2019 সালে Alphabet-এর সহ-CEO-এর ভূমিকা থেকে সরে এসেছিলেন, তাদের ChatGPT-এর প্রতি Google-এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য কোম্পানির নির্বাহীদের সঙ্গে জরুরি বৈঠকে ডাকা হয়েছিল। সেই বছরের শুরুর দিকে, কোম্পানি LaMDA, একটি প্রোটোটাইপ LLM, উন্মোচন করেছিল, কিন্তু এটি জনসাধারণের কাছে প্রকাশ করেনি। একটি অল-হ্যান্ড মিটিংয়ে কর্মীদের দ্বারা যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে LaMDA ChatGPT-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য Google এর জন্য একটি হাতছাড়া সুযোগ ছিল কিনা, পিচাই এবং Google AI প্রধান জেফ ডিন বলেছিলেন যে কোম্পানির ChatGPT-এর মতো একই ক্ষমতা থাকলেও, সেই অঙ্গনে খুব দ্রুত এগিয়ে যাওয়া হবে। একটি প্রধান প্রতিনিধিত্বওপেনএআই-এর চেয়ে গুগল যথেষ্ট বড় হওয়ার কারণে "খ্যাতিমূলক ঝুঁকি"। জানুয়ারী 2023 সালে, ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস একটি চ্যাটজিপিটি প্রতিদ্বন্দ্বীর জন্য পরিকল্পনা টিজ করেছিলেন, এবং Google কর্মচারীদের একটি চ্যাটজিপিটি প্রতিযোগীর অগ্রগতি ত্বরান্বিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, নিবিড়ভাবে "অ্যাপ্রেন্টিস বার্ড" এবং অন্যান্য চ্যাটবট পরীক্ষা করে।  পিচাই ফেব্রুয়ারিতে Google-এর ত্রৈমাসিক আয় বিনিয়োগকারী কলের সময় বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন যে কোম্পানির LaMDA-এর প্রাপ্যতা এবং অ্যাপ্লিকেশনগুলি প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
jr. member
Activity: 31
Merit: 2
Sinbad Mixer: Mix Your BTC Quickly
June 27, 2023, 12:52:26 AM
আসসালামু আলাইকুম। আমরা চ্যাট জিপিটি এআই এর নাম সবাই শুনেছি এবং সবাই এর কাজ সম্পর্কে জানি। এটি যে কত দ্রুত মানুষের পরিচিতিতে এসেছে সেটাও সবাই জানি। এটি যে কত পাওয়ারফুল এআই  টুলস্ সেটাও সবাই জানি। কিন্তু কিছুদিন আগে চ্যাট জিপিটিকে টক্কর দেয়ার জন্য google তাদের এআই বার্ড লঞ্চ করেছে। বার্ড এর জন্য কোন আলাদা একাউন্ট খুলতে হয় না। google account দিয়েই এটা ব্যবহার করা যায়। আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি যার যার প্রয়োজন আছে ইউজ করে দেখতে পারেন।
https://bard.google.com/

ধন্যবাদ সবাইকে
newbie
Activity: 126
Merit: 0
June 26, 2023, 11:19:03 PM
স্পামিং সদস্যদের নিয়ে কিছু কথা,
বাংলা থ্রেডে সবাই আসে শুধু হাই , হ্যালো করতে। কিন্তু যদি এই ভাবে চলতে থাকে, তা হলে বাংলা থ্রেড ধলে পরবে। কেও আর বাংলা থ্রেডে আসতে চাইবে না। আমরা চেষ্টা করব আমাদের বাংলা থ্রেডকে সারা জীবন ধরে রাখতে এবং আমরা স্পামিং পোস্ট করা বন্ধ করব। একে অপরের সাহায্য করব। স্পামিং পোস্ট বাদ দিয়ে মূল যে বিষয় জানা দরকার সেটা লিখে পোস্ট করব।
full member
Activity: 367
Merit: 136
June 26, 2023, 04:02:47 PM
Layer 0

Layer 0 হচ্ছে Layer 1 আর Layer 2 গুলোর এর মধ্যে interoperability অর্থাৎ আন্তঃকার্যক্ষমতা বা কমুনিকেশন করতে সাহায্য করে। Layer 0 ধারনাটির মধ্যে হ্যাডওয়ার, ইন্টারনেট কানেকশন ব্যাপারগুলোও রয়েছে যা Layer 1 আর Layer 2 কে বিভিন্ন ধরণের কাজ করতে সাহায্য করে।
Layer 0 মেকানিজমটি Layer 1, 2 এর অনেক সমস্যা সমাধান করতে পারে। সাধারনত Web3 ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ৩ টি ব্যাপারে খেয়াল রাকতে হয়,
ডিসেন্ট্রাইজেসশন, স্কেলেবিলিটি আর সিকিউরিটি;
এই বেসিক ৩ টি ব্যপার ঠিক রেখে অন-চেইন পারফেক্ট প্লাটফর্ম তোৈরিতে Layer 0 ব্লকচেইন গুলো ভালো কাজে আসতে পারে। বর্তমানে বেশ কিছু Layer 0 চেইন ইকোসিস্টেমে রয়েছে, তাদের মধে Polkadot, Cosmos, Horizon অন্যতম। এদের চেইনে আপনি প্লাটফর্ম তোৈরি করলে, তাদের নোডস আর সিকুরিটি জন্য ব্যবহার করতে পারবেন।
যারা এয়ারড্রপে কাজ করেন তারা অনেকে নতুন ব্লকচেইন Venom Foundation এর ব্যাপারে শুনে থাকবেন, এটি লেয়ার 0 মাস্টারচেইনকে লেয়ার 1 এবং লেয়ার 2 এর সাথে কানেক্টেড করে । অন্যদিকে, Layerzero তাদের কম্পানির নাম ই Layer 0 এর সাথে মিল রেখে রেখেছে। অনেক সময় দেখি ফান্ড ব্রিজ করার সময় নিচে লেখা থাকে Powered by layerzero, এর অর্থ হলো এরা Layerzero এর প্রযুক্তি ব্যবহার করতেছে, যার মুল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন চেইনের মধ্যে সহজে ফান্ড ব্রিজ করা। বর্তমানে অনেক ব্রিজিং প্লাটর্ফম ওদের প্রযুক্তি ব্যবহার করচ্ছে ফান্ড এক চেইন থেকে অন্য চেইনে সরানোর জন্য।






(বিগত আর্টিক্যালের জন্য আমি আসলেই দুঃখিত, আশা করি এমন ভুল আর হবে না।)

উপরের এসবই ছিলো শুধুমাত্র বেসিক ধারনা, যা বিভিন্ন অনলাইন পোর্টাল, ইউটিউব চ্যানেল আর চ্যাটজিপিটি থেকে নেয়া। আপনারা চাইলেই এসব জায়গা থেকে দেখতে পারেন। আমি শুধু চেয়েছি, এই ব্যপারগুলো বাংলাতে ইক্টু তুলে ধরতে (যদিও বেশ কিছু জায়গায় বাংলা, ইংরেজি মিলে গেছে)। ব্লকচেইন সম্পর্কে আরও জানতে আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন। আর যারা web3 ডেভেলপার বা কোর ব্লকচেইন ডেভেলপার হতে চাইলে এই লেয়ার প্রযুক্তির ব্যাপারে জানা অবশ্যক। কিছু রেফারেন্স নিচে দেওয়া হলো;

Various Articles from Binance Academy
Crypto Patrika | क्रिप्टो पत्रिका

Learn with Whiteboard

And ChatGPT
Images get from Various Online Portal

full member
Activity: 367
Merit: 136
June 26, 2023, 03:51:58 PM
দিন দিন ব্লকচেইন পরিধি বড় হচ্ছে, বিভিন্ন ধরণের প্রজেক্ট এই ইকোসিস্টেমে আসতেছে। কিন্ত অনেক সময়ে দেখা যায়, প্রজেক্ট এর ব্যপারে জানতে গেলে দেখা যায়, এরা layer 1 , layer 2 , layer 3 আথবা layer 0 ব্লকচেইন মাধ্যমে কাজ করে। এই ফোরামে অনেকেই জানেন layer 1 আর layer 2 ব্যাপারে কিন্ত অন্যান্য layer সম্পর্কে ওই রকম আলোচনা করা হয় না।
আজকে ব্লকচেইন layers সম্পর্কে বাংলাতে কিছু বলার চেষ্টা করবো। প্রথমে শুরু করার আগে, আমাদের জানার প্রয়োজন ব্লকচেইন কি?

ব্লকচেইন কি?

ব্লকচেইন কি এই ব্যাপার এখানে আমরা কম বেশি সবাই জানি, ব্লকচেইন হচ্ছে একটি ডিস্ট্রিবিউটেড টেকনোলজি যা ট্রানজেকশনের ডেটা সংরক্ষণ করা এবং সেই ডেটা প্রয়োজনুসারে লেনদেন করতে সক্ষম। অনেকটা অনলাইন হিসাবের খাতার মতো, যেখানে আপনি আপনার ইচ্ছামত ডেটা রাখা, লেনদেন করা এবং ডেটা ট্রাক করতে পারবেন, যার এসব কিছু জমা রাখা হয় একটি সিকিউওর ডেটা নেটওয়ার্ক এর মধ্যে।
অনেক ধরণের টেকনোলজি একসাথে কাজ করে ব্লকচেইন ভালোমতো কাজ করার জন্য, যেমন ; Mathmetical theories, Cryptography, Peer-to-Peer system, Validation protocol, এসবই মিলে একটি ব্লকচেইন কাজ করতে সাহায্য করে।
ব্লকচেইন কোনো নিদির্ষ্ট সার্ভার বা মালিকাধিন নয়,

ব্লকচেইনের একটি layered architecture নেটওয়ার্ক পদ্ধতিতে কাজ করে যার জন্য ব্লকচেইন সিওকিউর এবং ডিস্ট্রিবিউটেড ledger এ অপারেট করতে পারে।
সাধারনত ব্লকচেইন layered architecture ৫ টি লেয়ারে হয়ে থাকে।

১। Hardware Infrastructure Layer



ব্লকচেইন একটি ডেটা নেটওয়ার্ক এ নির্ভর করে, যখন আমরা ওয়েব ব্রাউজ করি বা ব্লকচেইন এপ ব্যবহার করি, আমাদের কম্পিউটার, ব্লকচেইন ডেটা সার্ভার থেকে নির্দিষ্ট ডাটার জন্য রিকুয়েস্ট করে। এই ফ্রেম ওয়ার্কটি client-server architecture বলা হয়।
 একটি ব্লকচেইন হলো peer-to-peer নেটওয়ার্ক যেখানে একসাথে অনেক কম্পিউটার মেশিন এভাবে ডাটা রিকুয়েস্টিং এর মাধ্যমে কানেক্টেড আছে, যার মাধ্যমে আমরা সহজে এবং কম সময়ের মধ্যে ডাটা লেনদেন করতে পারি, আর এভাবেই একটা ডিস্ট্রিবিউটেড ledger তৈরি হয়। ব্লকচেইন peer-to-peer নেটওয়ার্ক এর প্রতিটি কম্পিউটার মেশিনকে node বলে যা ডাটা ভেরিফাই করার কাজও করে থাকে।


২। Data Layer



ব্লকচেইন কে আপাতত দৃষ্টি তে দেখলে বলা যায় একটা বড় ডাটা চেইন, যেখানে ট্রানজেকশন ডাটা গুলো ব্লক আকারে জমা থাকে। এক এক একটি node ট্রানজেকশন ভেরিফাই করে, ডাটা গুলোকে ব্লক আকারে জমা করে, পরবর্তীতে ব্লকচেইনে এড হয়। নতুন ব্লকগুলো Genesis Block(চেইনের প্রথম ব্লক বলা হয়, যার পুর্বে কোনো ব্লক থাকে না ) এর সাথে লিংকড হয়ে থাকে, যা পরে একের পর এক ব্লক একাধারে যুক্ত হতে থাকে। এ সময়ে ডাটা ইনক্রিপ্টেড থাকে যা শুধুমাত্র প্রেরনকারি ও প্রাপক-কারি ডাটা সংগ্রহ করতে পারে।


৩। Network Layer



নেটওয়ার্ক লেয়ার node মধ্যে যোগাযোগ বা লেনদেন সহজতর করে এবং নেটওয়ার্ক সংযোগ ঠিক রাখে। ব্লক তৈরি বা যোগ করা এই layer এ হয়ে থাকে।
Network Layer এর কিছু দিক যেমন;
•   Node Communication (নোডগুলোর মধ্যে যোগাযোগ বজায় রাখা)
•   Peer-to-Peer (P2P) Networking (একটি node ডাইরেক্টলি অন্য node এর সাথে কানেক্ট হতে পারে)
•   Data Propagation (ব্লক তৈরি বা যোগ করা এই layer এ হয়ে থাকে)
•   Network Scalability(ব্লকচেইনের ভলিউম বা সাইজ বাড়া বা কমা অনেকটা Network Layer এর নির্ভর হয়ে থাকে)


৪। Consensus Layer


এই লেয়ারটি সব থেকে গুরুত্বপুর্ন যা ব্লকচেইনের ডিসেন্ট্রাইলেশন পুরোপুরি বজায় রাখে। এই লেয়ারটি ট্রানজেকশন ভ্যালিটিডি নিশ্চিত করে। এই লেয়ারটি ভালো ভাবে কাজ করার জন্য নিদির্ষ্ট সাইজের বা পরিমাণের node প্রয়োজন যেনো প্রতিটি ট্রানজেকশন ভেরিফাই করতে পারে। একটি ট্রানজেকশন সফল করার জন্য অনেক গুলো node এক সাথে ভেরিফাই করে, এতে করে ব্লকচেইন এর ডাটা কোনো এক মেশিনের কাছে নির্ভর থাকে না, যা ডিসেন্ট্রাইলেশন এর মুল চাবি কাঠি হিসেবে ধরা হয়।
ব্যাপারটা আরও সহজভাবে করে বলতে গেলে; Consensus Layer হলো একটি রেফারির মতো যা নির্ধারন করে, কম্পিউটার মেশিন বা node গুলো একসাথে একটি ট্রানজেকশন ভেরিফাই করবে বা করবে কিনা। এটি লেয়ার নিশ্চিত করে যে সমস্ত অংশগ্রহণকারী node একই নিয়ম অনুসরণ করে এবং এর ধারাবাহিকভাবে লেনদেন বজায় রাখে।
উদাহরণস্বরূপ, বিটকয়েন Proof of Work (PoW) Consensus অ্যালগরিদম ব্যবহার করে, যেখানে মাইনাররা ট্রানজেকশন যাচাই করে আর অন্য দিকে Ethereum PoW থেকে Proof of Stake (PoS) তে যাচ্ছে, যেখানে তারা বিশাল পরিমাণে ক্রিপ্টোকারেন্সি stake করে এবং তার উপর ভিত্তি করে ট্রানজেকশন ভেরিফাই করা হয়।


৫। Application Layer



এই লেয়ারে ডিসেন্ট্রাইলেশন এপ (DAPPs) এবং smart contract চালানো হয়।ওয়েব ব্রাউজার, ইমেল পাঠানো, ভিডিও স্ট্রিমিং, এবং ফাইল শেয়ারিং, এসব ব্যাপারগুলো যা ইউজাররা প্রায়সই ব্লকচেইন ইকোসিস্টেমে ব্যাবহার করে, এমন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলি এই লেয়ার সাধারণত হয়ে থাকে। মুল কথা হচ্ছে,
Application হচ্ছে ওয়েব পেজের ইউজার ফ্রট-এন্ড এবং ব্লকচেইন হচ্ছে কানেক্টেড ব্যাক-ইন্ড, এদুয়ের সমন্বয়ে হচ্ছে Application Layer।


এই হচ্ছে ব্লকচেইনের Layer বেসিক ধরনা, এই মেইন ৫ টা লেয়ার এর উপর ভিত্তি করেই ব্লকচেইন architecture গড়ে উঠেছে।
এখন যেহুতু বেসিক ব্লকচেইন Layer সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছেন, এখন আসা যাক layer 0,1,2,3 সম্পর্কে;



Layer 1

লেয়ার 1 কোর (core) নেটওয়ার্ক লেয়ার,যা একটি ভিত্তি বা বেস প্রোটোকল কে বোঝায়। Bitcoin, Ethereum, BNB, Solana এসবই হচ্ছে Layer 1 নেটওয়ার্ক। আমরা এদের লেয়ার-1 হিসাবে বলি কারণ তারা তাদের ইকোসিস্টেমের মধ্যেই গড়ে উঠা প্রধান নেটওয়ার্ক। তাদের নিজেদের আলাদা নেটওয়ার্ক ইকোসিস্টেম রয়েছে, এই নেটওয়ার্ক,  উপরের ৫ architecture লেয়ার এর উপর ভিত্তি করে তৈরি করা হয়। (যদিও কিছু ব্লকচেইন আলাদা আলাদা ল্যাংগুয়েজ ব্যবহার করে তৈরি করা)।
কিপ্টো জগতে অধিক ব্যবহারযোগ্যতা বা মার্কেটক্যাপ দিক দিয়ে যা ই বলেন না কেনো সবক্ষেত্রে এই Layer 1 নেটওয়ার্ক ই এগিয়ে রয়েছে। কেনোনা Layer 1 এর উপর ভিত্তি করেই অন্যান্য Layer 2 বা Layer 3 নেটওয়ার্ক বিল্ড করা হয়।
কিন্ত এই Layer 1 এর বেশ কিছু লিমিটেশন রয়েছে, যার জন্যই মুলত পরবর্তীতে Layer 2 এর ধরণা আসে। কিছু লিমিটেশন,যেমন;
•   লিমিডেট ব্লক সাইজ
•   গ্যাস প্রাইজ বেশি
•   স্ক্যালবিলিটি কম (অর্থাৎ, যদি হঠাত করে নেটওয়ার্ক এ যদি ট্রানজেকশনের পরিমান বেড়ে যায়, পুরো নেটওয়ার্কটি স্লো হয়ে পরে আর গ্যাস প্রাইজ আকাশ সমান হয়ে পরে)

এর জন্যই কিছু দিন যখন দেখেছি, যখন মিমস কয়েন সিজন শুরু হয়েছিলো ইথেরিয়াম এর গ্যাস প্রাইজ ৭০/৮০ GWEI এর কমে নামছিলো ই না। এর মুল কারন হচ্ছে নেটওয়ার্ক এ ট্রানজেকশন এর পরিমান বেড়ে গিয়েছিলো।  অনেক ট্রানজেকশন ভেরিফাই হওয়ার জন্য ওয়েটিং এ ছিলো যার জন্য আলটিমেডলি দেখা যায় গ্যাস প্রাইস বেড়ে গেছে। এই রকমই হয়ে থাকে অন্যান্য ব্লকচেইন এর ক্ষেত্রেও, ট্রানজেকশন এর চাপ বেড়ে গেলে চেইন ঠিক মতো কাজ করতে সমস্যা হয়।

চলেন একটা উদাহরন দিয়ে বলি;
ধরুন একটি শহরে হাইওয়ে নির্মান হচ্ছে। হাইওয়ে দিয়ে যানবাহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ফলস্বরুপ দেখা যাবে যে, যানজট বেড়ে যাবে – বিশেষ করে অফিসের সময়। এতে করে দেখা যাবে, A থেকে B স্থানে যাওয়ার গড় সময় বৃদ্ধি পেতে পারে। এখন, এই রুট দিয়ে আরও যাত্রী যাতায়াত করলে কর্তৃপক্ষ কী করতে পারে?
একটি সমাধান হতে পারে যে হাইওয়েকে আরও উন্নত করা বা রাস্তার প্রতি পাশে আরও লেন যুক্ত করা। বাস্তবভাবে ভাবতে গেলে, সব থেকে ভালো বিকল্প হবে সৃজনশীল হওয়া। কেনোনা, থিওরিটিক্যাল্লি যা ভাবা যায়, প্যাট্টিক্যাল তা করা দুষ্কর।

স্বরুপ সমস্যা সমাধানের জন্য Layer 2 এর ধরনা আসে, যা নেটওয়ার্ক স্কেবিলিটিকে অন্য পর্যায়ে নিয়ে গেছে।

Layer 2

লেয়ার-২ বলতে এমন একটি নেটওয়ার্ক বোঝায় যা একটি ব্লকচেইন নেটওয়ার্ক প্রোটোকলের উপরে কাজ করে, যাতে মুল চেইনের দক্ষতা এবং স্কেল বাড়ে।
ব্লকচেইন প্রোটোকল এর লেনদেনের ডাটার একটি অংশকে একটি বেস বা মেইন প্রোটোকল নেটওয়ার্ক তে স্থানান্তরিত করে, এবং পরবর্তীতে ডাটা সব ফলাফল এবং হিস্টোরি মূল ব্লকচেইনে রিপোর্ট বা জমা করে। নেটওয়ার্ক আর্কিটেকচারে বেশিরভাগ ডেটা প্রসেসিং করার মাধ্যমে বেস লেয়ার ব্লকচেইনের উপর কম চাপ পরে।
আরও সহজ করে বলতে গেলে,ধরেন আপনি একটা জ্যামপুর্ন নির্দিষ্ট রাস্তা এর উপর ফ্লাইওভার তৈরি করেন, এতে করে অব্যশই মেইন বা আসল সড়ক এর উপর চাপ কমে যাবে। ক্রিপ্টো জগতে এর যথার্থ একটি উদাহরন হচ্ছে Polygon, যা ইথেরিয়াম এর নেটওয়ার্ক তে নিদির্ষ্ট সময় পর পর ডাটা আপডেট করে, যা ইথেরিয়াম স্কেলিং ক্ষেত্রে ভালো ভুমিকা পালন করে।
বর্তমানে কয়েক ধরনের mechanism এর Layer 2 নেটওয়ার্ক ক্রিপ্টো ইকোসিস্টেমে দেখা যায়। এদের কিছু mechanism সম্পর্কে আজকে বলার চেষ্টা করবো;

•   State channel
•   Sidechains
•   Optimistic Rollups and Zero knowledge Rollups

State channel
State channel হল এক ধরনের লেয়ার 2 সোলুশন যা দুই বা ততোধিক পার্টির মধ্যে একাধিক লেনদেন কে বোঝায় যা অফ-চেইনে পরিচালনা হয়ে থাকে, এর প্রতিটি লেনদেন সমগ্র নেটওয়ার্কে আপডেট করা ছাড়াই এটি ট্রানজেকশন করতে পারে।


এটি মেইন লেয়ার ১ নেটওয়ার্ন উপর লেনদেনের সংখ্যা হ্রাস করে এবং পাশাপাশি ফি কমিয়ে ব্লকচেইনের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে।
State channel ব্যবহার করার একটি উদাহরণ হল Lightning Network, যা একটি লেয়ার 2 প্রোটোকল যা বিটকয়েন ব্লকচেইনের উপরে কাজ করে। Lightning Network ব্যবহারকারীদের একাধিক লেনদেন অফ-চেইনে পরিচালনা করে। বর্তমানে অনেক এক্সজেঞ্জ বিটকয়েন Lightning Network ডিপোজিট সাপোর্ট করে; তার মধ্যে Kraken, OKX, and Bitfinex অন্যতম।


Sidechains
Sidechains হল পুরোপুরি আলাদা ব্লকচেইন যা একটি প্রধান Layer 1 চেইনের সাথে যুক্ত হয়ে থাকে়, Sidechains অনেকটা সমন্তরাল ভাবে যুক্ত হয়ে থাকে। এটি বিভিন্ন ব্লকচেইনকে পারস্পরিক আদান-প্রদান এবং এসেট লেনদেন করতে সক্ষম, যা ব্লকচেইনের নেটওয়ার্ক মধ্যেকার আন্তঃকার্যক্ষমতা উন্নত করতে পারে।


সাইডচেইনে প্রধানর অসুবিধা হল যে এগুলি প্রধান লেয়ার 1 চেইন দ্বারা সিকিউর নয়, তাদের (POS) বাক (POW) এর মত পদ্ধতির মাধ্যমে তাদের নিজস্ব সিকুরিটির ব্যবস্থা করা দরকার পরে। অর্থাৎ Layer 1 নেটওয়ার্ক যে সিকুরিটি বা পদদ্ধতি দ্বারা নিজের প্রোটকল সিকিউর করে, সেটি এই Sidechains পায় না, তাদের নিজদের আলাদা সিকুরিটি লেয়ার তৈরি করতে হয়। Sidechains এর ভালো উদাহরন হতে পারে Antimatter finance এর নেটওয়ার্ক পদদ্ধতি। এটি BAS ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করা একটি BNB সাইডচেইন। এটি লেনদেনের চাপ এবং কম গ্যাস ফি কাটার মাধ্যমে নেটওয়ার্ক স্কেলেবিলিটি সমস্যার সমাধান করে।


Rollups হলো শক্তিশালী ব্লকচেইন স্কেলিং সলুশোন যা বিগত কয়েক বছরে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণতভাবে, যেকোনো লেয়ার 1 নেটওয়ার্ক লেনদেনের দক্ষতা বাড়াতে রোলআপ প্রযুক্তি প্রয়োগ করতে পারে।
দুই ধরনের রোলআপ চেইন দেখা যায়: zero-knowledge rollups (ZK-rollups) আর Optimistic rollups, যা একই উদ্দেশ্যে কাজ করে কিন্তু ভিন্নভাবে।

Optimistic rollup হল এমন প্রোটোকল যা একাধিক লেনদেনকে ব্যাচে বান্ডিল আকারে লেনদেন করে থাকে, যেগুলি অফ-চেইনে লেনদেন হয়। এর পরে, লেনদেননের ডেটাগুলো মূল চেইনের সাথে রেকর্ড করা হয় যা, লেনদেন এর খরচ কমায় এবং গতি বাড়াতে সহায়তা করে। Ethereum এর দিকে, Optimistic rollup এ ট্রানজেকশন এর গতি 10 থেকে 100 গুণ বৃদ্ধি করতে পারে।

Zero-Knowledge Rollups (ZK-rollups) আলাদা ক্রিপ্টোগ্রাফিক প্রুফ তৈরি করে যা লেনদেনের ব্যালিডিটি প্রমাণ করতে পারে। প্রতিটি লেনদেনের ব্যাচে তাদের নিজেদের আলাদা ‘validity proof’ থাকে, যা পরে মূল চেইনে জমা হয়।
এই আলাদা ক্রিপ্টোগ্রাফিক প্রুফের ওপর নির্ভর করেই লেনদেনের ব্যালিডিটি হয়ে থাকে, যা চেইনের আরও কার্যকারীতা বাড়িতে তোলে।
আমরা যারা এখন এয়ারড্রেপ এ কাজ করতেছি অনেকে জানি যে zksync আর starknet এর সম্পর্কে, এই ২ চেইন ই zero-knowledge rollups (ZK-rollups) মেকানিসম এর উপর ভিত্তি করে বিল্ড করা।




jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
June 26, 2023, 11:39:47 AM
আসসালামুয়ালাইকুম ...
@Tiger420 ভাই আপনি বাংলাদেশ লোকাল বোর্ডের একজন নতুন সদস্য. কিন্তু আপনার প্রোফাইল থেকে দেখলাম যে আপনি বানটি ক্যাম্পেইনের কাজ করে থাকেন. আপনি এখনো এই বোর্ডের সকল নিয়মকানুন জানেন না. যদি জানতেন তাহলে এমন পোস্ট গুলো করতেন না. বোর্ডের সকল নিয়ম কানুন জেনেই পোস্ট করা ভালো নয়তো বা আপনাকে মডারেটর সাহেব যখন তখনই সতর্কবার্তা দিতে পারে. বাংলাদেশ লোকাল বোর্ডের সকল নিয়মকানুন সম্পর্কে অনেকে পোস্ট করেছেন তবুও আমি আবার এই পোস্টগুলোর লিংক গুলো দিয়ে দিলাম. তাই বোর্ডের সকল নিয়ম কানুন জানার জন্য নিচের লিঙ্কগুলো অনুসরণ করুন,

বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন: https://bitcointalksearch.org/topic/m.55551271

বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর : https://bitcointalksearch.org/topic/m.54670086

বিটকয়েনটক নতুনদের করণীয় কি : https://bitcointalksearch.org/topic/m.54068442

আশাকরি পোস্টগুলো পড়ে আপনি উপকৃত হবেন এবং বোর্ডের সকল নিয়ম-কানুন অনুসরণ করবে
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 26, 2023, 10:57:49 AM
কিছু ক্রিপ্টো টোকেনের বর্তমান মূল্য

https://i.imgur.com/rHgVTdM.jpg
বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি

https://i.imgur.com/ebb5mal.jpg
আপনার হয়তো জানেন না imgur থেকে কোন ছবির পিকচার আপলোড করে পোস্ট করলে সেই ছবি শো করবে না।
https://www.talkimg.com/
এটি ব্যবহার করুন তাহলে আপনার ছবি কেউ যদি কোড করে দেখা যাবে।

বিটকয়েন এই বছর 25 জুন সাপ্তাহিক বন্ধ প্রতিশ্রুত অস্থিরতা হিসাবে তৃতীয়বারের জন্য $31,000 ট্যাপ করেছে।

https://i.imgur.com/q8ataBW.jpg


আমার Bitcointalk আইডিতে আমি কীভাবে Text, Picture আর Signature লাগাবো?
ভাই আপনার উদ্দেশ্যে কিছু কথা বলি হয়তো আপনি অনেক আগে থেকেই ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পর্কিত রয়েছেন অবশ্যই এই সম্পর্কে আপনার কিছুটা জ্ঞান ধারণা রয়েছে।
বাউন্টি সেকশনে আপনি অনেক পোস্ট করেছেন অনেকদিন যাবত ফোরামে সময় দিয়েছেন কিন্তু আপনি সুই পরিমান দক্ষতা অর্জন করতে পারেননি। আপনি এমনভাবে পোস্ট করেছেন মনে হচ্ছে আপনি কিছু বোঝেন না যে পোস্টগুলো করেছেন সবগুলো স্পামিং বলে গণ্য করা হয়। আর আমাদের লোকাল বোর্ডে নতুন মডারেটর রয়েছে তিনি অবশ্যই আপনাকে ওয়ার্নিং দেবে। আপনার পোস্টগুলো এক লাইন ও হয়নি যে চারটি পোস্ট করেছেন সবগুলো মিলিয়েও এক লাইন হবে বলে মনে হয় না। আপনি চারটি পোষ্ট এক জায়গায় করে একটি পোস্ট ও করতে পারবেন কিন্তু তা না করে স্পামিং করেছে। আর আপনি যদি এভাবে স্পামিং করতে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে সেহেতু আপনি আগে থেকে সতর্ক হয়ে যান।
এবং ফোরামের বিভিন্ন নিয়ম কানুন আছে সেগুলো লক্ষ্য করুন, হয়তো আপনি যদি এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 26, 2023, 10:55:25 AM
কোরবানি আর বিটকয়েন নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমিও আমার মতামত দিতে চাই। কয়েক বছর আগে জুনায়েদ আহমেদ পলক সাহেব একটা প্রেস কনফারেন্স এ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন যে “এটা মূলত একটা কারেন্সি বা মুদ্রা ব্যাবস্থা। এটা দিয়ে অপরাধ করা হয় বলে আপনি এটা কে দোষারোপ করতে পারেন না। এটা দিয়ে যেমন ভালো কাজ করা যায়, তেমনি খারাপ কাজ ও করা যায়। এটা ডিপেন্ড করছে এটা কে ব্যাবহার করছে। সুতরাং একটা মুদ্রা বা কারেন্সি কে দোষ না দিয়ে, এটা কে ব্যাবহার করছে এবং কি কাজে ব্যাবহার করছে, সেটা মনিটরিং করা উচিৎ। আপনাদের কি মনে হয় না যে টাকা দিয়ে মাদক কেনা হয়, টাকা দিয়ে জুয়া খেলা হয়, টাকা দিয়ে মানুষ খুন করা হয়, তার মানে কি টাকা কে আপনারা নাজায়েজ বলবেন? প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দিক আছে।

দুনিয়াতে অস্র তৈরী করা হয়েছে মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য। শত্রুর মোকাবেলা করার জন্য। এই একই অস্র ব্যাবহার করে মানুষ খুন করা হচ্ছে। অবৈধ কাজ করা হচ্ছে। এখানে আপনি অস্রর দোষ দিবেন? নাকি এটা কে এবং কি কাজে ব্যাবহার হচ্ছে সেটার দোষ দিবেন? বিটকয়েন যদি নাজায়েজ হয়, তবে টাকা বা অস্র কেনো নাজায়েজ হবে না, আমাকে সেটার ব্যাখ্যা দিবেন দয়া করে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 26, 2023, 10:47:22 AM
আশা করি উপরের আলোচনায় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবং কিভাবে ফতোয়াটি এসেছে এই বিষয়েও যথেষ্ট ধারণা হয়ে গেছে। তাই মুফতি ও ফতোয়া প্রদানকারীদের এইরকম দৃষ্টিকটু ভাবে দোষারোপ না করে নিজেও কিছুটা বোঝার চেষ্টা করা উচিত। পরিশেষে একটা কথাই বলবো নিজের বিবেক সবচাইতে বড় আদালত। হয়তো মহান আল্লাহ তায়ালা আপনার বিবেককেই গ্রহণ করতে পারেন। আর আল্লাহ চাইলে শিরক ব্যতীত যেকোনো গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আপনি আপনার বিবেকের কাছে পরিষ্কার থেকে বিটকয়েন ব্যবহার করুন এটাই আমাদের জন্য ভালো সমাধান হতে পারে।
বিষয়টা হচ্ছে কি  এখানে শুধু কথা বলা হচ্ছে বিটকয়েনের অর্থ  হালাল না হারাম নিয়ে,  আমি মনে করি মেইন বিষয়ের কথা বলা উচিত,   বিটকয়েনতো একটা  কারেন্সি মাত্র  তবে হ্যাঁ বাংলাদেশ  সরকার বর্তমানে এটিকে   বৈধতা দান করেনি এই ব্যাপারে কিছুটা প্রশ্ন তোলা যায় .
তবে আমি দেখতেছি  এখানে মেইন বিষয়টা যে  কোথা থেকে  এই বিটকয়েন আপনি উপার্জন করছেন  উপার্জনের  উৎসটা  এ বিষয়টা নিয়ে কথাই হচ্ছে না।  উৎস যদি খারাপ হয় তাহলে  সোনা  বা  প্রচলিত ফিয়াট কারেন্সি  যত পবিত্র কারেন্সি ব্যবহার করা হোক না কেন সেটা অবৈধ বা হারাম হবে,  এক্ষেত্রে সুদ , ঘুষ , চাঁদাবাজি  ইত্যাদি সবগুলোই এর ভিতরে পড়বে।
কোন কিছুকে হারাম বা হালাল বলা এত সহজ নয় এর পিছনে অনেক দলিল লাগে,হারামকে হালাল বলা বা হালালকে হারাম বলা এ দুটোই কুফরির মধ্যে পড়ে এখানে  তাই আমি এখানে এটি হারাম কি হালাল কোনটিই বলবো না এখানে আমি  ভূমিকা পালন করব।

আমার Bitcointalk আইডিতে আমি কীভাবে Text, Picture আর Signature লাগাবো?
বর্তমানে আপনি নিউবি রাঙ্কে রয়েছেন   আপনার আইডিতে পিকচার,  এভাটার বা সিগনেচার লাগানোর জন্য  আপনাকে মেরিট পেয়ে রাঙ্ক  অ্যাপ করতে হবে।  তাছাড়া আপনি চাইলে আপনার পোস্টে  ইমেজ এড করার জন্য  কপার মেম্বারশিপ কিনতে পারেন।
আর পরপর এতগুলো পোস্ট একত্র করবেন না  মডারেটরগণ এগুলো দেখলে মার্য অথবা স্প্যাম হিসেবে  ডিলিট করে দিতে পারে।  আর ভাই imgur  এর কোন ছবি ফোরামে সাপোর্ট করবে না  এটার আইপি অলরেডি  ব্যান্ড রয়েছে ,  তাই পরবর্তীতে  অন্য ইমেজ গুলো ব্যবহার করবেন.
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 26, 2023, 08:17:41 AM
কিছু ক্রিপ্টো টোকেনের বর্তমান মূল্য
https://i.imgur.com/rHgVTdM.jpg


বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি
https://i.imgur.com/ebb5mal.jpg

বিটকয়েন এই বছর 25 জুন সাপ্তাহিক বন্ধ প্রতিশ্রুত অস্থিরতা হিসাবে তৃতীয়বারের জন্য $31,000 ট্যাপ করেছে।
https://i.imgur.com/q8ataBW.jpg

প্রথম কথা এভাবে পোস্ট করলে পোস্টগুলো স্পাম হিসেবে ধরা হয়, আপনি যেকোনো পোস্টে অধিক তথ্য যুক্ত করতে চাইলে পোস্ট এডিট অপশন থেকে এডিট করতে পারেন এবং আরো বেশি তথ্য যুক্ত করতে পারেন।

আমার Bitcointalk আইডিতে আমি কীভাবে Text, Picture আর Signature লাগাবো?

Newbies - Read before posting এই টপিক টা একটু ভালো ভাবে পড়েন তাহলে সবকিছু সাধারন ভাবে জানতে পারবেন। এর পরেও সমস্যা মনে হলে বিস্তারিত লিখে পোস্ট করবেন আশা করি অনেকেই উত্তর দিয়ে সহোজোগিতা করবে। 
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 26, 2023, 06:08:23 AM
বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
এটা বিটকয়েন কে নাজায়েজ ঘোষণা করার অনেকগুলো কারণের মধ্যে একটি। মিশরের ইসলামী ফতোয়া প্রদানকারী সংস্থা দারুল ইফতা জানায় , বিটকয়েন দেশের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং এটা দেশের জাতীয় নিরাপত্তা এবং কেন্দ্রীয় আর্থিক ব্যবস্থা ভেঙে দিতে পারে। আরো বলা হয় এই মুদ্রা নিয়ম-শৃঙ্খলা বহির্ভূত যা ইসলামে চুক্তি বিনষ্ট করা বিবেচিত হয়। এ বিষয়ে আরো জানতে নিচের সোর্স টি দেখতে পারেন:

সোর্স: https://www.banglatribune.com/foreign/africa/278843

আর ইসলামে ফতোয়া দেয়া হয় চারটি বিষয়ের ভিত্তিতে: ১) কুরআন ২) সুন্নাহ ৩)ইজমা ৪) কিয়াস ।
যে বিষয়গুলো সম্পর্কে কুরআন ও হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে সে বিষয়গুলো অবশ্যই নাজায়েজ। আর দিনে দিনে দুনিয়াতে অনেক কিছুই আসবে এবং অনেক কিছুরই মানুষ সম্মুখীন হবে যেগুলো সম্পর্কে কোরআন ও হাদিসে সরাসরি নিষেধ বলা থাকবে না। তখন আমাদের ইজমা ও কিয়াস এর ভিত্তিতে ফতোয়া প্রদান করা হবে। কুরআনে উল্লেখ আছে, “তোমরা কোনো কিছু না জানলে জ্ঞানী ব্যক্তির কাছে থেকে জেনে নিও।”[সূরা: আম্বিয়া, আয়াত নং-২৩] ।ইজমা হচ্ছে অধিকাংশ মুসলমানের মতামতের ভিত্তিতে নেওয়া কোন সিদ্ধান্ত। আর আর যখন কুরআন ও হাদিসে কোন বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায় না তখন কিয়াস বা অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যে কিছু সিদ্ধান্ত সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে তাই আমি মনে করি আস্তে আস্তে বিটকয়েন সম্পর্কে বিশেষজ্ঞদের ধারণা ও ফতোয়া প্রদানকারী সংস্থাদের সিদ্ধান্তের পরিবর্তন হয়তো আসতেও পারে। তবে একজন মুসলমান হিসেবে আমাদের অবশ্যই কুরআন সুন্নাহ ইজমা ও কিয়াস মেনে জীবন পরিচালনা করতে হবে।

বিটকয়েন ব্যবহার করে যদি মানুষ ইনকাম করে তার ফ্যামিলিকে স্বনির্ভর করতে পারে, তাহলে বিটকয়েনে উপার্জিত টাকা দিয়ে কেন কুরবানী হবে না বা কেন আলেমরাই এই ধরনের বাজে বক্তব্য পেশ করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে? এই অধিকার কি আলেমদের দেয়া হয়েছে, ভাই?
আশা করি উপরের আলোচনায় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। এবং কিভাবে ফতোয়াটি এসেছে এই বিষয়েও যথেষ্ট ধারণা হয়ে গেছে। তাই মুফতি ও ফতোয়া প্রদানকারীদের এইরকম দৃষ্টিকটু ভাবে দোষারোপ না করে নিজেও কিছুটা বোঝার চেষ্টা করা উচিত। পরিশেষে একটা কথাই বলবো নিজের বিবেক সবচাইতে বড় আদালত। হয়তো মহান আল্লাহ তায়ালা আপনার বিবেককেই গ্রহণ করতে পারেন। আর আল্লাহ চাইলে শিরক ব্যতীত যেকোনো গুনাহ মাফ করে দিতে পারেন। তাই আপনি আপনার বিবেকের কাছে পরিষ্কার থেকে বিটকয়েন ব্যবহার করুন এটাই আমাদের জন্য ভালো সমাধান হতে পারে।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 25, 2023, 08:48:56 PM
বিটকয়েন এর অর্থ দিয়ে কোরবানি করলে কোরবানি হালাল হবে নাকি হারাম হবে এ সম্পর্কে অনেকেই যুক্তি দিয়েছেন।
তবে আমি অনেক জায়গায় সার্চ করে দেখেছি যদি এটি এমনভাবে মনে করেন যে বিটকয়েন ব্যবহার করে কোরবানি করলে হারাম হবে তাহলে এটা নিঃসন্দেহে ভুল হবে।
বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা আর এটি বিভিন্ন দেশে অনুমোদন দিয়েছে আনুষ্ঠানিকভাবে এবং তারা বিটকয়েন কে মুদ্রা হিসেবে গ্রহণ করেছি এবং সকল প্রকার পণ্য বিক্রয় ও ক্রয় করে থাকে। যদি বিটকয়েন দ্বারা বিভিন্ন পণ্য কেনা যায় তাহলে অবশ্যই বিটকয়েন হালাল হবে কেননা আমরা টাকা দিয়েও সকল প্রকার পণ্য কিনে থাকি যদি একজন ব্যবসায়ী বিটকয়েন দ্বারা তার পণ্য বিক্রি করে তাহলে অবশ্যই এটি হালাল হবে ক্রেতার জন্য।
যদিও আমাদের দেশে বিটকয়েন অবৈধ তবুও কিন্তু আমরা আমাদের দৈনিক জীবনের জন্য এখান থেকে অর্থ উপার্জন করে জীবন পরিচালনা করতেছি।
আমি একটি ভিডিওতে দেখেছি বিটকয়েন হারাম নয় একটি হালাল চাইলে দেখতে পারেন যাদের মনে সন্দেহ আছে।
https://youtu.be/GFzfiHcahag

হাদিসে বলা আছে,
 মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ-সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী! আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে, আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (সূরা হজ, আয়াত ৩৭-৩৮)

যদিও আমার এ সম্পর্কে এত ধারণা নেই বিটকয়েন হালাল নাকি হারাম তবে আমি বিশ্বাস করি যে বিটকয়েন যেহেতু একটি ডিজিটাল মুদ্রা তাই বিটকয়েন ব্যবহার করা অবশ্যই হালাল।

full member
Activity: 490
Merit: 119
June 25, 2023, 01:40:17 PM
বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
১। অনলাইন ক্যাসিনো? টাকা, ডলার, ইউরো দিয়েও জুয়া খেলা যায়।
২। আন্তর্জাতিক চোরাচালান? টাকা, ডলার, ইউরো দিয়েও হয়।
৩। অস্ত্র কেনাবেচা? ২০০৯ সালের আগে কি অস্ত্র বেচাকেনা বন্ধ ছিল?
৪। নারী পাচার? ২০০৯ সালের আগে কি নারী পাচার হয় নি?

এইসব অপরাধে এখনো যদি হিসেব করা হয় তাহলে ইতিহাসের বড় বড় অপরাধগুলো বিটকয়েন এর সাহায্যে হয় নি নিশ্চয়ই। তাহলে উক্ত বড় বড় আলেম ওলামারা কেন টাকা কিংবা ডলার কিংবা ইউরো ব্যবহার করছেন? বাই দ্য ওয়ে, স্বর্ণ বর্তমানে হুন্ডি ব্যবসার প্রধান হাতিয়ার। তারা কি স্বর্ণ ব্যবহার বন্ধ করেছে? এইসব আলেম ওলামার কাতারে যাবে না যদি তারা এইসব উদ্ভট কথা বলে। এইটা কোন যুক্তি হতেই পারে না আসলে।

@Little Mouse ভাই, আপনি যথার্থই ভালো একটা বক্তব্য দিয়েছেন, এই আলেমদের বিরুদ্ধে। এদেরকে এক কথায় বলা হয় ভাই, "চোরের মায়ের বড় গলা"! এরা চুরিও করবে, আবার ধরা পড়লে বিভিন্ন ধরনের বড় বড় ওসিহত দেবে। বিটকয়েন ব্যবহার করে যদি মানুষ ইনকাম করে তার ফ্যামিলিকে স্বনির্ভর করতে পারে, তাহলে বিটকয়েনে উপার্জিত টাকা দিয়ে কেন কুরবানী হবে না বা কেন আলেমরাই এই ধরনের বাজে বক্তব্য পেশ করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে এবং মানুষের ঈমান নষ্ট করবে? এই অধিকার কি আলেমদের দেয়া হয়েছে, ভাই?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 25, 2023, 01:28:00 PM
শুধুমাত্র ব্ল্যাকরক এর মারকেট ক্যাপ দেখলাম ১০১ মিলিয়ন। আর এই ছবিতে দাবি করা হচ্ছে ৯ ট্রিলিয়ন  Huh
এইখানে মার্কেট ক্যাপিটাল বোঝানো হয় নি। ব্ল্যাকরক একটা এসেট ম্যানেজমেন্ট কম্পানি। বর্তমানে তাদের আন্ডারে প্রায় ৯ ট্রিলিয়ন এসেট ম্যানেজমেন্টে আছে।

বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
১। অনলাইন ক্যাসিনো? টাকা, ডলার, ইউরো দিয়েও জুয়া খেলা যায়।
২। আন্তর্জাতিক চোরাচালান? টাকা, ডলার, ইউরো দিয়েও হয়।
৩। অস্ত্র কেনাবেচা? ২০০৯ সালের আগে কি অস্ত্র বেচাকেনা বন্ধ ছিল?
৪। নারী পাচার? ২০০৯ সালের আগে কি নারী পাচার হয় নি?

এইসব অপরাধে এখনো যদি হিসেব করা হয় তাহলে ইতিহাসের বড় বড় অপরাধগুলো বিটকয়েন এর সাহায্যে হয় নি নিশ্চয়ই। তাহলে উক্ত বড় বড় আলেম ওলামারা কেন টাকা কিংবা ডলার কিংবা ইউরো ব্যবহার করছেন? বাই দ্য ওয়ে, স্বর্ণ বর্তমানে হুন্ডি ব্যবসার প্রধান হাতিয়ার। তারা কি স্বর্ণ ব্যবহার বন্ধ করেছে? এইসব আলেম ওলামার কাতারে যাবে না যদি তারা এইসব উদ্ভট কথা বলে। এইটা কোন যুক্তি হতেই পারে না আসলে।
Jump to: