Author

Topic: বাংলা (Bengali) - page 201. (Read 5313618 times)

sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
June 12, 2023, 09:05:10 PM
sr. member
Activity: 784
Merit: 372
June 12, 2023, 08:34:09 PM
 

Snip


@shasan কাছে সবাই মেরিট চাইতো এটা মানা যায়। তিনি আমাদের বাংলা ফোরামে সেটা তুলে ধরেছেন এবং এটা যুক্তিসঙ্গত এবং সঠিক।
কিন্তু@sj13 এই ভাইয়ের একটি সম্পূর্ণ বানোয়াট গল্প সাজিয়েছে। কিন্তু ভাই আমরাও বাঙালি তাই বাঙালি হয়ে বাঙালির উপর টেক্কা খেলা এত সহজ না। আপনি নিজেই কথোপকথন করে আমাদের মাঝে হাস্যকর (LOL) গল্প সাজিয়েছেন যা এটা নাটকীয়।

ইদানিং দেখতে পারছি  অনেক মেম্বার টাকার বিনিময়ে মেরিট সেল দিচ্ছে। আমাকে অনেক মেম্বার মেরিট দেওয়ার জন্য টেলিগ্রাম এ এসএমএস দিচ্ছে। এই ভাইদের কে কি করা উচিত। যারা টাকার বিনিময় মেরিট সেল দিচ্ছে?  এই বাংলা কমিউনিটি বোর্ডের নতুন মেম্বাররা তারা একটু সাবধান থাকবেন এ ধরনের প্রতার কের জালে পা দিবেন  না । এরা টাকা নেওয়ার পর আপনার টাকা মেরে দিবে । এদের থেকে দূরে থাকুন.. এবং এ ধরনের মেরিট নেওয়ার আশা  থেকে বেরিয়ে আসুন ।

আপনার দেওয়া ছবি থেকে ইনফরমেশন এর মাধ্যমে যা জানতে পারলাম, এটি CryptoE@rn804 এর প্রোফাইল।

টেলিগ্রাম বাউন্টি গ্রুপ থেকে পাওয়া নাম এর ভিত্তিতে।


এবং বাউন্টি স্প্রেডসিট থেকে নেওয়া।


মেরিট কেনা বেচা এই ফোরাম এ নিষিদ্ধ। এই কাজ করলে আপনি অপরাধী। তবে মজার বিষয় হচ্ছে, cryptoearn89 এর নিজের প্রোফাইল এই একটা মেরিট নেই। আপনাকে উনি কিভবে মেরিট বিক্রি করবে।  Cheesy

তবে তার অল্ট আক্যাউন্ট থাকতে পারে যা আমরা জানি না। চিন্তার বিষয়। ইনি লোকাল থ্রেড এ পুর্বে পোস্ট করেছেন। তবে এনার থেকে এইটা আশা করি নাই।
Little Mouse, LDL, Crypto Library, shasan ভাই, বলেন কি করা যায়? ট্যাগ করে দিবো? দিলে হয়ত আমাদের লোকাল কমিউনিটির বদনাম হবে। কিন্তু না করলে অন্যান্য গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই কাজ করলে তখন বিষয় টা আরও খারাপ হয়ে যাবে।
তাকে খুজে বের করতে কিন্তু ৫ মিনিট এর বেশি সময় লাগে নি। সুতরাং এটিকে ওভারলুক করলে পরবর্তী তে আমাদেরই রেপুটেশন খারাপ হবে। আপডেট জানাবেন।

আসলেই তার এই নাটকীয় গল্প সাজানো শাস্তি হওয়া উচিত। এবং আমি তার প্রোফাইল সম্পূর্ণ যাচাই-বাছাই করে দেখেছি তিনি একজন বাউন্টি সেকশন থেকে উঠে আসা লোক। তার পক্ষে এ ধরনের সাজানো নাটক করা সম্ভব। @sj13 তিনি আমাদের মাঝে সৎ লোকের মুখোশ পরার চেষ্টা করছেন।
@sj13 তিনি যখন বাংলা লোকাল বোর্ডে প্রবেশ করেন তখন ১টি মেরিট জন্য পাগল ছিলেন কিভাবে সংগ্রহ করা যায়। কিন্তু একটি মেরিট সংগ্রহের পর থেকে তার রূপ পরিবর্তন হয়ে যায়। এবং আস্তে আস্তে গভীর জলে প্রবেশ করতে চেয়েছেন সৎ লোকের মুখোশ পরিধান করে।
তাই আমি মনে করি অবশ্যই এই অপরাধ শাস্তির যোগ্য।
full member
Activity: 420
Merit: 130
June 12, 2023, 06:06:02 PM
সাতোশি নাকামোতোনামা

আজকে টুইটারে কিছু ইনফরমেশন খুঁজতে গিয়ে এই বিষয়টি চোখে পড়ল। তাই আপাতত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়টি আপনাদের খুব ভালো লাগবে। বিষয়টি অন্যরা কি নাম দেবে সেটা ভিন্ন কথা কিন্তু আমি সাতোশি নাকামোতোর এই বিষয়টিকে সাতোশি নাকামোতো নামা হিসেবে আখ্যায়িত করলাম।
























সোর্স: tweet
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 12, 2023, 05:10:56 PM
~~
১. যেহেতু আপনি পরিচয় বের করেছেন এবং এটাও বের করেছেন যে তার প্রোফাইল ঘেটে দেখেছেন কোন সেন্ডেবল মেরিট নেই। তাহলে বিষয়টি কি দাঁড়ালো। একজন মেরিট বিক্রেতা অথচ তার কোন মেরিট নেই।
২. এটা আলোচিত সাজানো ঘটনা হতে পারে। নিজেকে সৎ প্রমাণ করার জন্য হয়তো তার অন্য একটি টেলিগ্রাম একাউন্ট থেকে মেসেজ করে কয়েকদিন পর তার রিপ্লাই দিয়ে সেটার স্ক্রিনশট আমাদেরকে দেখিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছে। আপনি যেহেতু পরিচয় বের করেছেন সেও তো আপনার উচিত শাস্তির আওতায় আনা।
sr. member
Activity: 1008
Merit: 366
June 12, 2023, 02:10:12 PM
ইদানিং দেখতে পারছি  অনেক মেম্বার টাকার বিনিময়ে মেরিট সেল দিচ্ছে। আমাকে অনেক মেম্বার মেরিট দেওয়ার জন্য টেলিগ্রাম এ এসএমএস দিচ্ছে। এই ভাইদের কে কি করা উচিত। যারা টাকার বিনিময় মেরিট সেল দিচ্ছে?  এই বাংলা কমিউনিটি বোর্ডের নতুন মেম্বাররা তারা একটু সাবধান থাকবেন এ ধরনের প্রতার কের জালে পা দিবেন  না । এরা টাকা নেওয়ার পর আপনার টাকা মেরে দিবে । এদের থেকে দূরে থাকুন.. এবং এ ধরনের মেরিট নেওয়ার আশা  থেকে বেরিয়ে আসুন ।

আপনার দেওয়া ছবি থেকে ইনফরমেশন এর মাধ্যমে যা জানতে পারলাম, এটি CryptoE@rn804 এর প্রোফাইল।

টেলিগ্রাম বাউন্টি গ্রুপ থেকে পাওয়া নাম এর ভিত্তিতে।


এবং বাউন্টি স্প্রেডসিট থেকে নেওয়া।


মেরিট কেনা বেচা এই ফোরাম এ নিষিদ্ধ। এই কাজ করলে আপনি অপরাধী। তবে মজার বিষয় হচ্ছে, cryptoearn89 এর নিজের প্রোফাইল এই একটা মেরিট নেই। আপনাকে উনি কিভবে মেরিট বিক্রি করবে।  Cheesy

তবে তার অল্ট আক্যাউন্ট থাকতে পারে যা আমরা জানি না। চিন্তার বিষয়। ইনি লোকাল থ্রেড এ পুর্বে পোস্ট করেছেন। তবে এনার থেকে এইটা আশা করি নাই।
Little Mouse, LDL, Crypto Library, shasan ভাই, বলেন কি করা যায়? ট্যাগ করে দিবো? দিলে হয়ত আমাদের লোকাল কমিউনিটির বদনাম হবে। কিন্তু না করলে অন্যান্য গ্লোবাল কমিউনিটি তে যেয়ে এই কাজ করলে তখন বিষয় টা আরও খারাপ হয়ে যাবে।
তাকে খুজে বের করতে কিন্তু ৫ মিনিট এর বেশি সময় লাগে নি। সুতরাং এটিকে ওভারলুক করলে পরবর্তী তে আমাদেরই রেপুটেশন খারাপ হবে। আপডেট জানাবেন।



~Snip
কষ্টের ফল এর স্বাদ অনেক মিষ্টি। এইভাবে এগোতে থাকেন, আশা করি ভবিষ্যতে অনেক উচ্চ পর্যায়ে যেতে পারবেন। অনেক শুভকামনা আপনার জন্য।
sr. member
Activity: 546
Merit: 309
June 12, 2023, 12:58:28 PM
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমি খুবই আনন্দিত।অবশেষে আমি আমার বহুপ্রতীক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ফোরামের দেশি ভাইয়েরা পাশে ছিলেন বিধায় আমার ফুল Full Member হওয়ার যাত্রাটা আরেকটু সহজ হয়ে গিয়েছিল। আশা রাখবো এভাবেই সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। সবাই ধৈর্য ধরে লেগে থাকুন এবং ফোরামে অবদান রাখুন ইনশাআল্লাহ আপনাদের ফোরামের জার্নি ও খুব সহজ হবে। একটা বিষয় না বললেই নয় আমাদের লোকাল সেকশনের বড় ভাইয়েরা যে এতটা হেল্পফুল তা লিখে বর্ণনা করা যাবেনা। বিশেষ করে যাদের না উল্লেখ করতেই হয় @Learn Bitcoin @Little Mouse @Crypto Library বিশেষ ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের ফোরামের আরো একজন মেম্বার ইনশাল্লাহ খুব দ্রুতই Full Member হয়ে যাবেন @Fuso.hp তার জন্য শুভকামনা। সবশেষে বলতে চাই , আমাদের ফোরামের নতুন ও পুরাতন অভিজ্ঞ ভাইয়েরা বড় বড় রাঙ্ক অর্জন করুক আর আমাদের দ্রুত একটি লোকাল বোর্ড হোক। সবার জন্য শুভকামনা রইল।
আপনাকে অভিনন্দন, আসলে সফলতা অনেক বড় জিনিস তবে এটা পাওয়ার জন্য অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন যা আপনি করতে পেরেছেন এবং এর কারনেই আপনি Full Member হতে পেরেছেন তবে এখানেই শেষ না আপনাকে আরো ভালো করতে হবে এবং Legendary হতে হবে সেই আশা রাখতে হবে। Full Member একটি ক্ষুদ্র র‍্যাংক আপনি অন্যান্য লোকাল বোর্ড খেয়াল করেন সেখেনে কতোগুলো করে Hero/Legendary রয়েছে এবং অনেক DT সদস্যও রয়েছে এবং সেখেনে কোনো নতুন ইউজার গেলে তাকে সাপর্ট দিয়ে দ্রুত একটা ভালো পজিশনে নেওয়া হচ্ছে৷ আমাদের বাংলা বোর্ড প্রায় মারা গিয়েছিলো তবে কয়েকজন সদস্যের উদ্যোগে আবারো প্রান ফিরে পেয়েছে এবং এখানে অনেকে এখন দ্রুত বড় হচ্ছে। তাই আমাদের বাংলা বোর্ডও সামনের দিনগুলোতে অনেক বড় হবে ও Hero/Legend দিয়ে ভরে যাবে ইনশাআল্লাহ।

আমাদের মধ্যে এখনো কিছু সমস্যা রয়েছে যা শোধরানো প্রয়োজন
- মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু নতুন একাউন্ট এখানে আসতেছে এটা আমাদের জন্য খুশির খবর। কিন্তু এসেই কোনো কিছু না বুঝে উলটা পালটা পোস্ট করে যাচ্ছে এগুলো প্রত্যাহার অতিব জরুরি এগুলোর জন্য বোর্ডের রেপুটেশন নষ্ট হয়।

- আমরা বাংগালী তো তাই  আমাদের মধ্যে এখনো একটা চিন্তাধারা কাজ করে যে আমার থেকে অন্য জনকে বড় হতে দিবো না যার কারনে আমরা অন্য কারো ভালো পোস্টেও মেরিট দিতে চাই না এটা প্রত্যাহার অতিব জরুরি

- এখানে অনেকে আছেন যারা আল্ট ব্যবহার করেন, আল্ট ব্যবহার করা কোনো সমস্যা না এটি করতেই পারেন তবে নিজেই নিজের একাউন্টে লো-কোয়ালিটি পোস্টে মেরিট এক্সচেঞ্জ করে একাউন্ট দ্রুত বড় করার চেষ্টা করে যাচ্ছেন যা আপনাদের পরবর্তীতে ঝামেলায় ফেলতে পারে তাই এটি থেকেও বিরত থাকুন

- আমদের বাংলা বোর্ডে বড় একাউন্টের সংখ্যা অনেক কম এবং কিছু বড় একাউন্ট থাকলেও এখানে আনছেন না অনেকে তাই আমাদের শুধুমাত্র বাংলা বোর্ডে পরে থাকলে উন্নতি করা সম্ভব না কারন বড় একাউন্ট কম মানে মেরিট দেওয়ার মতন লোক কম এর কারন হচ্ছে প্রতি ২ মেরিট পেলে ১ টি Smerit হয় যা অন্যকে দেওয়া যায় তাই আমরা যদি শুধু এখানে পরে থাকি তাহলে অল্পদিনের মধ্যেই সবার সেন্ডাবল মেরিট ফুরিয়ে  যাবে এতে আমাদের বোর্ডের উন্নতি বাধাগ্রস্ত হবে তাই সবাই নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে অন্য যায়গা থেকে মেরিট পাওয়ার চেষ্টা করুন এতে নিজেও ভালো কিছু করতে পারবেন পাশাপাশি বাংলা বোর্ডের ও উপকারে আসবে

- আমাদের এখানকার মোডারেটরের দায়িত্বে আছেন Xal0lex এবং Cyrus তারা কেউই আমাদের বাংলাদেশের  না তবে Xal0lex ট্রান্সলেটর ব্যবহার করে এখানে এক্টিভ থাকার চেষ্টা করেন ও আমাদেদ হেল্প করার চেষ্টা করে তাই কেউ এমন কোনো কার্যকলাপ করবেন না যার জন্য তাকে কষ্ট পেতে হয় এবং সে ভাবতে শুরু করে যে বাংলাদেশ বোর্ডে আবর্জনায় ভর্তি। কারন তারা শুধুমাত্র বাংলাদেশ বোর্ডে মোডারেটর না তারা পুরো Other languages/locations এর মধ্যে যতগুলো দেশের টপিক আছে সবগুলোই মোডারেট করেন

আরো অনেক সমস্যা রয়েছে আমাদের মধ্যে যা এক পোস্টে উল্লেখ করলে পোস্ট অনেক বড় হয়ে যাবে এতে পোস্ট পড়তে বিরক্তিকর মনে হতে পারে এবং পোস্ট না পড়েই রেখে চলে যাবেন তাই বাকি সমস্যাগুলো উল্লেখ করার প্রয়োজন হলে আবারো এই বিষয় নিয়ে কিছু লেখবো তবে সেগুলো বর্তমানে তরটাও গুরুত্বপূর্ণ না তাই উল্লেখ করছি না। আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পেড়েছে এবং মেনে চলবে।
member
Activity: 184
Merit: 65
June 12, 2023, 12:43:19 PM

প্রতিনিয়ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে খারাপ সংবাদ আসছে, আজকে একটা সংবাদ
দেখলাম রবিনহুড এক্সচেঞ্জ ADA,MATIC,SOL ডি-লিস্ট করবে।

ক্রিপ্টো সম্পদ ADA, MATIC, এবং SOL  27 জুন রবিনহুড থেকে বাদ দেওয়া হবে।
যে সমস্ত ব্যবহারকারীদের এসব সম্পদ 27 জুন পর্যন্ত রাখবে তাদের রবিনহুড অ্যাকাউন্টের, MATIC বা SOL আছে,  সেই সম্পদগুলি স্বয়ংক্রিয়ভাবে বাজারে বিক্রি হয়ে যাবে।





এই নিউজের কারণে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক দরপতন হয়েছে।
full member
Activity: 742
Merit: 157
June 12, 2023, 12:26:13 PM
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমি খুবই আনন্দিত।অবশেষে আমি আমার বহুপ্রতীক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ফোরামের দেশি ভাইয়েরা পাশে ছিলেন বিধায় আমার ফুল Full Member হওয়ার যাত্রাটা আরেকটু সহজ হয়ে গিয়েছিল। আশা রাখবো এভাবেই সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। সবাই ধৈর্য ধরে লেগে থাকুন এবং ফোরামে অবদান রাখুন ইনশাআল্লাহ আপনাদের ফোরামের জার্নি ও খুব সহজ হবে। একটা বিষয় না বললেই নয় আমাদের লোকাল সেকশনের বড় ভাইয়েরা যে এতটা হেল্পফুল তা লিখে বর্ণনা করা যাবেনা। বিশেষ করে যাদের না উল্লেখ করতেই হয় @Learn Bitcoin @Little Mouse @Crypto Library বিশেষ ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের ফোরামের আরো একজন মেম্বার ইনশাল্লাহ খুব দ্রুতই Full Member হয়ে যাবেন @Fuso.hp তার জন্য শুভকামনা। সবশেষে বলতে চাই , আমাদের ফোরামের নতুন ও পুরাতন অভিজ্ঞ ভাইয়েরা বড় বড় রাঙ্ক অর্জন করুক আর আমাদের দ্রুত একটি লোকাল বোর্ড হোক। সবার জন্য শুভকামনা রইল।
অভিনন্দন @BD Crypto
আপনার অক্লান্ত পরিশ্রম এবং মেধার মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত লক্ষ্য পুরন করতে পেরেছেন। যেভাবে একটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আগামিতেও আশা করি সেই ধারাবাহিকতা থাকবে। বাংলা লোকাল বোর্ডে আপনার কিছু পোস্ট পড়েছি যা ছিল তথ্য সমৃদ্ধ। আশা করি আপনি আরও মেধার বিকাশ ঘটিয়ে আমাদের মাঝে আরও তথ্যবুহুল আলোচনাতে সহযোগী হবেন।  সর্বপরী আপনার সুসাস্থ কামনা করছি।

বাংলা ফোরামে এখন ফুল মেম্বারের সংখ্যা বাড়ছে এবং আগামিতে আমরা আরও কয়েকজন কে শিগরই দেখতে পাব। বিশেষ করে @Fuso.hp এবং @Z_MBFM এই দুজন খুব শিগরই ফুল মেম্বার হয়ে আমাদের মাঝে তাদের আনন্দ উচ্ছাস প্রকাশ করবেন। আমাদের বাংলা ফোরাম সিনিয়র ভাইদের লক্ষ্য অনুযায়ি এগিয়ে যাচ্ছে। এভাবে এগিয়ে গেলে আমরা আশা করতে পারি বাংলা কে আমরা আলাদা একটি বোর্ড হিসেবে পাব।  
newbie
Activity: 169
Merit: 0
June 12, 2023, 10:02:13 AM
নিঃসন্দেহে, এটি বড় তিমিদের দ্বারা করা কিছু বাজারের কারসাজি হতে পারে।  কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তা হল বর্তমানে বিটকয়েন 25,824$ এ রয়েছে।  গত সপ্তাহের সাথে তুলনা করলে দাম কমেছে।  কিন্তু এর মানে এই নয় যে বিটকয়েন এখন পুরোপুরি ভেঙে পড়বে।  আমরা জানি যে কোন বড় উত্থানের আগে, একটি ছোট বিপত্তি বা পতন আছে।  তাই এই একই হতে পারে.  তাছাড়া আমরা যদি OP-এর সন্দেহ দেখি, তাহলে আমি স্পষ্ট করে দিই যে, মুদ্রার চাহিদা বাড়লে দাম প্রধানত বৃদ্ধি পায়।  তাই বেশি চাহিদা শেষ পর্যন্ত দাম বাড়ার দিকে নিয়ে যাবে।  তাই সৎ হতে যে কোন কিছুই সম্ভব।
newbie
Activity: 12
Merit: 0
June 12, 2023, 09:27:03 AM
কানাডার সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় রিপলের সাথে নতুন অংশীদারিত্বে XRP যাচাইকারী শুরু করেছে

তালিকাভুক্তির মাধ্যমে কানাডার বৃহত্তম বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয়, একটি স্বাধীন XRP খাতা যাচাইকারী শুরু করার পরিকল্পনা করেছে, যা প্রাথমিকভাবে অর্থপ্রদান প্রক্রিয়া করে, Ripple এর সাথে একটি নতুন অংশীদারিত্বের মধ্যে কারণ এটি ক্রিপ্টো শিল্পের পরবর্তী প্রজন্মকে সমর্থন করতে চায়।

এই পদক্ষেপটি কানাডার রিপলস ইউনিভার্সিটি ব্লকচেইন রিসার্চ ইনিশিয়েটিভ (ইউবিআরআই) এর অংশ, যার অধীনে ফার্মটি ইতিমধ্যে পাঁচ বছরে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে $2 মিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে, একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

"এই নতুন UBRI অংশীদারিত্ব একটি বৃদ্ধি করতে সাহায্য করে

নিউজ লিংক : https://www.binance.com/en/feed/post/632737?ref=527648310&utm_campaign=app_share_link
full member
Activity: 420
Merit: 130
June 12, 2023, 08:01:35 AM



BD Crypto আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আজকে ফুল মেম্বার Rank লাভ করতে পেরেছেন। আপনার ভবিষ্যৎ যাত্রা সুখের হোক সেই প্রত্যাশা কামনা করছি।
jr. member
Activity: 48
Merit: 7
June 12, 2023, 07:57:34 AM
আমার প্রোফাইল আরো গ্রো করতে পারি কিভাবে যদি কেউ পরামর্শ দিতেন?
আপনি আপনার প্রোফাইল গ্রো করতে চাইলে @BD Crypto এর এই পোষ্টটি দেখুন। এবং বাংলাদেশ বোর্ডের প্রথম পেজে সকল নির্দেশনা দেয়া আছে সেগুলো অনুসরণ করে পোস্ট করতে থাকেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন।


অভিনন্দন প্রিয় ভাই @BD Crypto আপনি আপনার নিজ যোগ্যতায় Full Member রেঙ্ক অর্জন করেছেন। দোয়া ও ভালোবাসা রইল আরো এগিয়ে যান।
full member
Activity: 367
Merit: 136
June 12, 2023, 07:31:13 AM
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমি খুবই আনন্দিত।অবশেষে আমি আমার বহুপ্রতীক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ফোরামের দেশি ভাইয়েরা পাশে ছিলেন বিধায় আমার ফুল Full Member হওয়ার যাত্রাটা আরেকটু সহজ হয়ে গিয়েছিল। আশা রাখবো এভাবেই সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। সবাই ধৈর্য ধরে লেগে থাকুন এবং ফোরামে অবদান রাখুন ইনশাআল্লাহ আপনাদের ফোরামের জার্নি ও খুব সহজ হবে। একটা বিষয় না বললেই নয় আমাদের লোকাল সেকশনের বড় ভাইয়েরা যে এতটা হেল্পফুল তা লিখে বর্ণনা করা যাবেনা। বিশেষ করে যাদের না উল্লেখ করতেই হয় @Learn Bitcoin @Little Mouse @Crypto Library বিশেষ ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের ফোরামের আরো একজন মেম্বার ইনশাল্লাহ খুব দ্রুতই Full Member হয়ে যাবেন @Fuso.hp তার জন্য শুভকামনা। সবশেষে বলতে চাই , আমাদের ফোরামের নতুন ও পুরাতন অভিজ্ঞ ভাইয়েরা বড় বড় রাঙ্ক অর্জন করুক আর আমাদের দ্রুত একটি লোকাল বোর্ড হোক। সবার জন্য শুভকামনা রইল।
আপনি আসলেই অনেক ভাগ্যবান ভাই। আপনার প্রচেষ্টা এবং বুদ্ধিমত্তা সবকিছু মিলে আপনার সফলতা এনে দিয়েছে। ফোরামে ভালো কিছু পেতে হলে অবশ্যই বড় ভাইদের সহযোগিতা এবং নিজের সর্বোচ্চ মেধাটুকু দিয়ে চেষ্টা করে গেলে অবশ্যই ভালো কিছু হওয়া সম্ভব। অবশেষে আপনার দীর্ঘ পথ চলার কিছু অংশ শেষ হয়ে আপনি Full Member রেঙ্ক অর্জন করলেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো সামনে সুন্দর ভাবে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের জন্য দোয়া ও সহানুভূতি রাখবেন ভাই।❤️❤️
jr. member
Activity: 48
Merit: 7
June 12, 2023, 07:26:03 AM
(Binance)বাইনান্স এক্সচেঞ্জ থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) কেমনে করবেন?

(Binance) বাইনান্স থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) করার পদ্ধতি হয়তো অনেকেই জানে। যারা জানে না তারা হয়তো উপকৃত হবে তাই বিষয়টি শেয়ার করলাম।
কিছুদিন আগে বাইনান্স থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি নিয়ে একটি পোস্ট করেছিলাম। তখন newbie থাকার কারণে ছবি গুলো দৃশ্যমান হয়নি। ছবিগুলো imgur থেকে লিংক নিয়ে ব্যবহার করার কারণে এখনো সেগুলো দেখা যায় না তাই  আবার দিলাম :
Step: 1

Step: 2

Step: 3

newbie
Activity: 132
Merit: 0
June 12, 2023, 07:21:04 AM
আমার প্রোফাইল আরো গ্রো করতে পারি কিভাবে যদি কেউ পরামর্শ দিতেন?
member
Activity: 112
Merit: 34
June 12, 2023, 05:52:26 AM
ক্রিপ্টোকারেন্সি কি তা আমাদের সকলের জানা আছে। বিটকয়েন,ইথেরিয়াম,ট্রোন,পলিগন আরও অনেক কিছু আছে যা সবই ক্রিপ্টোকারেন্সির মধ্যেই পরে। এগুলোতে বিভিন্ন ভাবে ট্রেড করে বা ইনভেস্ট করে অর্থ উপার্জন করা যায়। অনেক ট্রেডাররা এগুলো হোল্ড করে রাখেন। যখন এগুলোর দাম বাড়ে তখন তারা এটি বিক্রি করে থাকেন। এগুলো হোল্ড,ইনভেস্ট এবং ট্রেড করার জন্য অবশ্যই আমাদের একটি ওয়ালেট দরকার হয়,কিন্তু আমাদের এইগুলো রাখার জন্য সব ওয়ালেট কি নিরাপদ? আমি অনেক জায়গায় দেখছি বা কিছু লোকের লেখা পরেছি তারা সেখানে বিভিন্ন ধরনের ওয়ালেটের কথা বলে থাকেন যেমন কয়েনবেজ,বাইন্যান্স,ট্রাস্ট ওয়ালেট। ক্রিপ্টোকারেন্সি এবং জুয়া এই দুইটি কি পরস্পর একই ধরনের? জুয়াতে টাকা বাজি ধরে  তারপর টাকা পাওয়া যায় কিন্তু অনেক সময় টাকা হারাতেও হয়,অনেকে আবার জুয়া মজার জন্য খেলে থাকেন, ক্রিপ্টোকারেন্সিতেও টাকা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কি এই দুইটি একই ধরনের?
newbie
Activity: 22
Merit: 0
June 12, 2023, 04:46:43 AM
@BD Crypto  অভিনন্দন ভাই ফুল মেম্বার র‍্যাঙ্ক পাওয়ার জন্য। আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের বাংলাদেশ লোকাল বোর্ড থেকে। ইতিমধ্যে অনেকেরই র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে। তারমধ্যে সিনিয়র ভাইদের সহায়তা ধরতে গেলে অনেকটাই দামি।  কারণ তারা ছোটদেরকে  সহায়তা করে এভাবে র‍্যাঙ্ক উপহার দিচ্ছে । তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
full member
Activity: 490
Merit: 119
June 12, 2023, 04:42:13 AM
@BD Crypto ভাই আপনাকে আমার ও বিটকয়েনটক ফোরামের সকল ব্যবহারকারীদের পক্ষ থেকে অভিনন্দন ফুল মেম্বার হওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আগামী দিনগুলোর সৎ, সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।


sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 12, 2023, 03:28:42 AM
Z_MBFM ভাই এর meta বোর্ডে একটা ট্রপিক দেখলাম। তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

পাসওয়ার্ড খুব সহজ এমন পাসওয়ার্ড ইউজ না করা। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। শুধু নাম্বার বা লেটার বা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড না দেওয়া। লেটার, নাম্বার, সংখ্যা মিশ্রিত করে পাসওয়ার্ড সেট করা।
অপরিচিত কারো দেওয়া লিংকে ক্লিক না করা, অনেকে দেখা যায় ভুল জিমেইল দিয়ে একাউন্ট খুলেছে তাদের উচিত পাসওয়ার্ড ভুলে না যাওয়া। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু তাদের আর একাউন্ট ফিরে পওয়া যাবে না।

বিটকয়েন টক একাউন্টের ক্ষেত্রে জিমেইল কোন ব্যাপার না ,আপনি একাউন্ট করার সময় টেম্পোরারি জিমেইল অথবা অব্যাবহৃত যে কোন জিমেইল ব্যবহার করতে পারবে। যেহেতু জিমেইলে কোনো কোড বা সংকেত যায় না সেহেতু জিমেইলে কোনো প্রবলেম হয় না।
পাসওয়ার্ড নির্বাচনে এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে। পাসওয়ার্ড অনেক ধরনের  উপস্থাপনায় দিতে পারবেন। তবে অনেকেই নিজের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে।
নিচের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করলে সিকিউরিটি সম্পন্ন হয় না। অনেকেই আবার নিজের নামটা ইংরেজি করে ব্যবহার করে এক্ষেত্রেও এক ধরনের হয়ে যায়। এরকম পাসওয়ার্ড ব্যবহার করলে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে জগাখিচুড়িযুক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। জাগাখিচুড়ি বলতে বিভিন্ন প্রকার লেটার সংকেত নাম্বার ছোট হাতের ও বড় হাতের মিলে একটা সংমিশ্রণ তৈরি করতে হবে।
বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করার জন্য চেষ্টা করলাম।
লেটার(Upper+lower)+Number+ symbol
Ban+735498+¥€¢§π
Password হবে Ban735498¥€¢§π

আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তাহা অবশ্যই আপনি গোপন কোথাও লিখে রাখবেন।
অনেকেই আমরা এরকম পাসওয়ার্ড দিয়ে থাকি যাহা মোটেই সিকিউরিটি সম্পন্ন না।

01712345678
অথবা
1234567890
অথবা
0987654321
অথবা
Qwertyuiop
অথবা
poiuytrewq
প্রত্যেক ক্ষেত্রেই পাসওয়ার্ড কিন্তু একই শ্রেণীর হয়েছে অর্থাৎ শুধুমাত্র নাম্বার হয়েছে না হয় শুধুমাত্র লেটার হয়েছে। এই শ্রেণীর পাসওয়ার্ডগুলো অনেক দুর্বল হয় এবং হ্যাকাররা অতি সহজে হ্যাক করে নিতে পারে।
তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পাসওয়ার্ড ব্যবহার করলেন সে ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড এর ক্যারেক্টার সংখ্যা একটু বেশি করতে হবে। অল্প ক্যারেক্টার এর পাসওয়ার্ড গুলো দুর্বল হয় এবং সহজে হ্যাক করা যায় কিন্তু পাসওয়ার্ড যদি 12 ডিজিটের/ সংখ্যার উপরে চলে যায় সেক্ষেত্রে পাসওয়ার্ড শক্তিশালী হয় এবং হ্যাকার হ্যাক করতে পারে না। যদি আপনার পাসওয়ার্ড কেউ দেখে ফেলে অথবা জেনে যায় তাহলে সে ক্ষেত্রে ভিন্ন কথা।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
June 12, 2023, 03:27:46 AM
অভিনন্দন @BD Crypto


@BD Crypto আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই অনেক কষ্টের পর অনেক পরিশ্রম করার পরিবর্তে আপনি ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছে। আপনার এই ‍্যাঙ্ক পরিবর্তনটি আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ও আনন্দের। বর্তমানে আমাদের লোকাল বোর্ডে যেভাবে rank পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা কয়েক দিন পর পর। অবশ্যই এইভাবে যদি প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল বোর্ডে একটিভ মেম্বার এবং উচ্চপদমর্যাদা লাভ করতে থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আরো কয়েকজন সদস্য রয়েছে যারা ফুল মেম্বার হওয়ার পথে এবং অনেকেই আছে সিনিয়র মেম্বার হওয়ার পথে তারা যদি আরো পরিশ্রম দেয় ফোরামের পিছনে অবশ্যই তারা সফল হতে পারবে। আর আমরা যদি এভাবে Rank অর্জন করতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে এই বিটকয়েনটল্ক ফোরাম এর মধ্যে একটি স্থানীয় বোর্ড পেতে পারি।
Jump to: