Author

Topic: বাংলা (Bengali) - page 202. (Read 5730620 times)

full member
Activity: 490
Merit: 119
June 25, 2023, 01:24:28 PM

তিনি মানুষকে আবার মুক্ত হতে সাহায্য করতে চেয়েছেন। আর এটা সম্ভব হয়েছে বিটকয়েনের মাধ্যমে। কোনো ব্যাংক বা কোনো সরকার কমবেশি অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে জনগণকে তাদের টাকা থেকে আর "দুধ" দোয়াতে পারবে না, যেমন তাদের টাকা ট্রান্সফার করার জন্য টেক্স, তাদের মালামাল বিক্রির জন্য টেক্স, তাদের কর্মক্ষমতা বিক্রি করার জন্য টেক্স। বিটকয়েন যে কারো জন্য ফ্রি এবং স্বাধীনতা এর মধ্যেই আছে; আপনি যদি আপনার গোপনীয়তার এবং টাকার উপর নিয়ন্ত্রণ রাখতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল বিটকয়েনকে গ্রহন করতে হবে।

আসলে বর্তমান পৃথিবীতে যা কিছু চলছে সবকিছু এই চুরি-চামারি করে চলছে। আসলে কেউ নিজের থেকে কোন কিছু উপার্জন করে না বা ইনকাম করে খেতে চায় না। সবাই অন্যের উপার্জিত সম্পত্তিতে ভাগ বসাতে চাই শুধু। প্রচলিত একটা কথা আছে "পরের বাড়ির পিঠা, খেতে লাগে মিঠা"। মানে পরের সম্পদ চুরি করে খাওয়ার মাঝে যে কি মজা আছে? সেটা বিভিন্ন দেশ সহ আমাদের নিজেদের দেশেও এই কাজগুলো হয়, ভাই। একে তো দ্রব্যমূল্যের যে পরিমাণ ঊর্ধ্বগতি তারপরও এই ট্যাক্স, সেই ট্যাক্স, এই জায়গা খরচ, ওই জায়গায় খরচ, আর ফ্রিল্যান্সারদের কথা তো বলার অপেক্ষা রাখে না। ফ্রিল্যান্সাররা যে কত কষ্ট করে ইনকাম করে, বা তাদের ইনকাম করা টাকা, সরকার মনে করে যে এটা তাদের, "সরকারের বাপের ঘরের সম্পত্তি"।

তাইতো একটি গান নকল করে গাইলাম, "আমরা সবাই চোর, আমাদের এই চোরের রাজত্বে! মিলেমিশে করবো চুরি, লজ্জা কি তাতে?" আমরা সবাই চোর।

-কোন ভুল ত্রুটি করে থাকলে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

@Learn Bitcoin, @GazetaBitcoin ভাইকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান তথ্যটি শেয়ার করার জন্য। ব্যক্তিগতভাবে আমি নিজেও বিটকয়েন কে এখন একটা মৌলিক মাধ্যম হিসেবে মনে করি। আমি মনে করি, আমাদের বাংলাদেশ সরকারের উচিত বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে বাংলাদেশে বৈধতা দেয়া।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 25, 2023, 12:31:52 PM
sr. member
Activity: 1008
Merit: 366
June 25, 2023, 12:29:29 PM
সূরা বাকারার ২৭৫-২৭৯ নং আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘যারা সুদ খায় তারা জিনে ধরা পাগল ব্যক্তির মতো হাশরের মাঠে দাঁড়াবে। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছে, ব্যবসা তো সুদের মতোই।
অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।

[Source]
বিনিময়, অর্থাৎ কোনো কিছু দিয়ে কোনো কিছু ক্রয় করা। এটি ব্যাবসার মধ্যে অর্ন্তভূক্ত। আমারা হয়ত কাজ এর বিনিময় এ বিটকয়েন পেয়ে থাকি অথবা টাকার বিনিময়ে ক্রয় করে থাকি। এখানে সুদ এর কোনো কাজ কারবার নাই। আর বিটকয়েন কে যদি ব্যাবসা হিসেবে নেন, তাহলে আমার মত এ স্পট ট্রেডিং ছাড়া বাকি গুলা হারাম। মজুদ করা জিনিস আপনি দাম বাড়ার পর লাভ করে বিক্রি করতেছেন। এখানে সুদ নাই, পুরোটাই ব্যাবসা।

তবে ইসলামে বলা আছে, যা চোখে দেখা যায় না বা তার উপস্থিতি নেই তা দ্বারা ব্যাবসা করা হারাম।
আধুনিককালের শেয়ার ব্যবসাও এ পর্যায়ে পড়ে। কেননা এতে দ্রব্যের উপস্থিতি ছাড়া দ্রব্যের বেচা-কেনা হয়। ক্রেতার অনেক সময় সম্যক জ্ঞান থাকে না যে, কি বস্তুর শেয়ার তিনি ক্রয় করেছেন। যে বস্তুর শেয়ার কেনা-বেচা হয়, তা দেখা ও জানার কোন সুযোগ থাকে না। রাসূলুল্লাহ (ছাঃ) এমন ক্রয়-বিক্রয়কে ধোঁকা বলেছেন।[26]

রাসূলুল্লাহ (ছাঃ) বায়‘উল ঈনার ব্যাপারে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, إِذَا ضَنَّ النَّاسُ بِالدِّيْنَارِ وَالدِّرْهَمِ وَتَبَايَعُوْا بِالْعَيْنِ وَاتَّبَعُوْا أَذْنَابَ الْبَقَرِ وَتَرَكُوا الْجِهَادَ فِىْ سَبِيْلِ اللهِ أَنْزَلَ اللهُ بِهِمْ بَلاَءً فَلَمْ يَرْفَعْهُ عَنْهُمْ حَتَّى يُرَاجِعُوْا دِيْنَهُمْ ‘মানুষ যখন দীনার ও দিরহাম আকড়ে ধরে রাখবে, ‘ঈনা’ তথা পাতানো ক্রয়-বিক্রয় করবে, গরুর লেজ ধরে রাখবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা ছেড়ে দিবে তখন আল্লাহ তাদের উপর বালা-মুছীবত নাযিল করবেন। এ বালা-মুছীবত তাদের হ’তে দূর করবেন না, যতক্ষণ না তারা তাদের দ্বীনের দিকে ফিরে আসবে’।

[Source]

তবে আমরা বিটকয়েন কি এবং এর উপস্থিতি জানি এবং ক্রয় বিক্রয় এর সময় এর পরিমাপ জেনেই লেনদেন করে থাকি। এবং একে অপরের সম্মতিতে নির্ধারিত মুল্যে ক্রয় বিক্রয় সম্পন্ন হয়। আমার জানা মতে এবং এই সকল তথ্যের ভিত্তিতে মনে হয় বিটকয়েন হালাল ব্যাবসা যদি হালাল ভাবে করতে পারেন। হালাল ব্যাবসা থেকে হালাল উপায়ে অর্জিত অর্থের দ্বারা করা কোরবানী অবশ্যই হালাল ই হবে। তবে এই বিষয়ে কারো ভিন্ন মত থাকলে অবশ্যই শেয়ার করবেন। কারণ জানার কোনো শেষ নেই।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 25, 2023, 11:42:14 AM
আচ্ছা সহজ কথায় বুঝিয়ে দেই, আমরা পরিশ্রম করে কিছু বিটকয়েন উপার্জন করি এবং সেই বিটকয়েন বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে কুরবানী করলে আমার মনে হয় না সেটা নাজায়েজ হবে বরং একটি সৎ উপায়ে উপার্জিত টাকায় কুরবানী হবে ।
বিটকয়েন আমার মনে হয় এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে আছে ভবিষ্যতে লিগ্যাল হওয়ার জন্য। এটিকে ভালো খারাপ দুই ভাবেই ব্যবহার করা যায় যা সাধারণ টাকার ক্ষেত্রেও প্রযোজ্য। যুগে যুগে মুদ্রা প্রচলনে নতুন নতুন প্রযুক্তি যুক্ত হবে এটাই স্বাভাবিক। আর তারই একটি অংশ হলো বিটকয়েন। যেহেতু এখনো বিটকয়েন জায়েজ বা নাজায়েজ নিয়ে দুই ধরনের মতামত আছে তাই আমি মনে করি অন্যান্য সরকার বিটকয়েন কে বৈধতা দিলে হয়তো  বিটকয়েন কে অধিকাংশ রাই জায়েজ ফতোয়া দিতে পারে। সরকার এটাকে লিগ্যাল করার পক্ষে নয় কারণ তখন সরকার বিটকয়েন ব্যবহারের জন্য ট্যাক্স রেগুলেশনস প্রয়োগ করতে পারবে না আবার ব্যাংকগুলো এমনিতেই নাজায়েজ আর তাদের প্রতি বিরূপ প্রভাব পড়বে যদি বিটকয়েন লিগ্যাল করা হয়।

এখন আমরা ধরে নিয়েছি এটি একটি ভার্চুয়াল মুদ্রা এবং এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজড তাই আমরা স্বাভাবিক মুদ্রার মত এটি যদি উপার্জন করি তাহলে এটা নাজায়েজ হওয়ার কথা নয় যদি না আমরা নাজায়েজ কাজের মাধ্যমে এটি উপার্জন করি যেমন : জুয়া প্রমোট করা, সুদে ধার নেয়া ও দেয়া, ফিউচার ট্রেড করা ও অন্যান্য। এটা শুধুমাত্র আমার মতামত আমি ইসলামিক বিষয়ে অতটা পারদর্শী নই যে সরাসরি কিছু বলবো। তাই যেহেতু এটি আমাদের কাছে একটি মুদ্রা ব্যবস্থা ও সম্পদ আমরা আশা করতে পারি অদূর ভবিষ্যতে বিটকয়েন সরকার দ্বারা বৈধতা পাবে এবং অধিকাংশ ফতোয়ায় বিটকয়েন জায়েজ ঘোষিত হবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 25, 2023, 02:08:39 AM

বিটকয়েন নাজায়েজ হলে বিটকয়েনের টাকায় কুরবানী নাজায়েজ হবে কি?
~××

××~

নিজের বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। এত সকল বুঝিনা শুধুমাত্র একটাই কথা বলতে চাই অন্যের হক মেরে, ঘুষের টাকায় কুরবানি করার চেয়ে না করাই ভালো। ওই সকল কুরবানী শুধুমাত্র লোক দেখানোর জন্য। আর লোক দেখানো কুরবানী আল্লাহর দরবারে পৌঁছাবে না।।
আল্লাহ তাআলা বলেছেন আমার কাছে কুরবানীর গোস্ত মাংস চামড়া কিছুই পৌঁছায় না, আমার কাছে শুধু পৌঁছায় তোমাদের তাকওয়া।

বিটকয়েন বাংলাদেশে লেনদেন অবৈধ কিন্তু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে বিটকয়েনের বৈধতা পেয়েছে। তাহলে কি আমরা তাদের ফতোয়াকে উড়িয়ে দিতে পারব। সে দেশেও তো কুরবানি হবে। তারাও তো আল্লাহর দেওয়া হালাল-হারাম ভালোভাবেই বোঝে।
আচ্ছা সহজ কথায় বুঝিয়ে দেই, আমরা পরিশ্রম করে কিছু বিটকয়েন উপার্জন করি এবং সেই বিটকয়েন বিক্রি করে যে টাকা পাই তা দিয়ে কুরবানী করলে আমার মনে হয় না সেটা নাজায়েজ হবে বরং একটি সৎ উপায়ে উপার্জিত টাকায় কুরবানী হবে ।
আমরা যারা বাংলাদেশে বেশ কয়েকবার চাকরি ইন্টারভিউ বোর্ডে থেকে শুধুমাত্র ঘুষ দিতে না পেরে চাকরি হয়নি তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন কোনগুলা সৎ উপার্জন এবং কোনগুলা নাজায়েজ উপার্জন। আপনি বাংলাদেশ থেকে বুকে হাত দিয়ে বলতে পারবেন বাংলাদেশের কয়জন চাকরিজীবী সত উপায়ে উপার্জন করে কুরবানী দিতে পারবে। হয়তো মুষ্টিমেয় কিছু মানুষ আছে যারা যারা সৎ উপায় উপার্জন করে সৎ পথে খরচ করে।

তবে বিভিন্ন মহাদ্দিস ও শায়েখ রয়েছেন যারা অনেক ভালো বোঝেন হালাল-হারাম সম্পর্কে। তাদের কেউ কেউ বিটকয়েনকে নাজায়েজ  বলেছেন আবার কেউ কেউ বিটকয়েনকে হালাল বলেছেন। তবে আপনারা আমরা সৎ ভাবে জীবন যাপন করলেই ভেতরে আত্মতুষ্টি থেকে এর সদ উত্তর পাবেন কোনটি নাজায়েজ এবং কোনটি জায়েজ।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 25, 2023, 12:02:34 AM
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 24, 2023, 11:01:40 PM


বিটকয়েন নাজায়েজ হলে বিটকয়েনের টাকায় কুরবানী নাজায়েজ হবে কি?

বিশ্বব্যাপী বিটকয়েনের খবর জানে না এরকম দেশ খুঁজে পাওয়া অসম্ভব। বিটকয়েন এমন একটি গোপনীয় কারেন্সি যার আবিষ্কারক গোপনীয় হয়ে আছেন, কিন্তু বিটকয়েন এমন একটি পরিচিত কারেন্সি হয়ে উঠেছে যা আগামী ভবিষ্যতে সারা পৃথিবীতে একচেটিয়া বাণিজ্য করবে এটা নিঃসন্দেহে বলা যায়। সময় যত গড়াচ্ছে বিটকয়েনের জনপ্রিয়তা ততই বাড়ছে। কিন্তু আমরা বাংলাদেশি সহ বিশ্বের অনেক দেশে এখন পর্যন্ত বিটকয়েনের বৈধতা নিয়ে সরকারের কঠোর অবস্থান রয়েছে।
আমার একটি জিজ্ঞাসা হল আমরা যারা মুসলিম দেশে বসবাস করি তারা বিটকয়েনকে একটি হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করেছে।
https://www.kalerkantho.com/print-edition/islamic-life/2019/04/29/763953

বিশ্বের বড় বড় ওলামাকেরাম বিভিন্ন মন্তব্য করেন যে বিটকয়েন সাধারণত অপরাধমূলক প্রবণতায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেমন বিটকয়েন দিয়ে অনলাইন কেসিনো, অনলাইন জুয়া, আন্তর্জাতিক চোরাচালান , অস্ত্র কেনাবেচা, নারী পাচার ইত্যাদি অপরাধমূলক কার্যসম্পন্ন হয় বলে একে হারাম কারেন্সি হিসেবে আখ্যায়িত করা হয়।
তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের ইসলামী ফেডারেশন, মিশরের আন্তর্জাতিক ফতোয়া বিভাগ, ফিলিস্তিনের কেন্দ্রীয় ফতোয়া বিভাগ, বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইসলামিক ফাউন্ডেশন বিটকয়েনকে নাজায়েজ কারেন্সি বলে আখ্যায়িত করেছে।

যদি নাজায়েস কারেন্সি হয়ে থাকে তাহলে বিটকয়েনের টাকা দিয়ে কি কুরবানী করা জায়েজ হবে?
কুরবানী এমন একটি আত্মত্যাগ বা উৎসর্গ যেখানে কোন নাজায়েস এর স্পর্শ থাকতে পারবে না থাকলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে না। তাই আমরা যারা কুরবানি করার জন্য আল্লাহর কাছে নিয়ত করেছি তারা ভালোভাবে জেনে ও শুনে কুরবানী দিয়ে থাকবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 24, 2023, 03:21:42 PM
পাবলিক প্লেসে  নাম হাইড করার পদ্ধতি

টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন কোন বিষয় সম্পর্কে  পোস্টটি করতেছি।  ফোরাম এক্সপ্লোর করতে ছিলাম হঠাৎ করে চোখে বিষয়টি পড়লো তাই  ভাবলাম যে আমাদের কমিউনিটিতে শেয়ার করি।
অনেক সময় আমরা পাবলিক  প্লেসে থাকি বা আমাদের বন্ধু-বান্ধবদের  সাহায্য করার সময়ও ফোরামে ঢুকতে হয়  সে ক্ষেত্রে যদি লগইন করা থাকে  তাহলে  অন্য কেউ আপনার একাউন্টের নাম দেখে যেতে পারে ,  আর এটা  আমি মনে করি  আপনার সিকিউরিটি এর জন্য  ক্ষতিকর. এই পদ্ধতি ফলো করে আপনি আপনার  নাম  এবং এভাটার হাইড করতে পারবেন।

আশা করি  নিচের এই ছোট্ট স্ক্রিপ্টটি আপনাদের  সাহায্য করবেঃ

১. এর জন্য প্রাথমিকভাবে আপনাদের যা করতে হবে Tampermonkey  নামের এই এক্সটেনশন টি আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে হবে.
২. তারপর এক্সটেনশনটিতে ক্লিক করে Creat a new Script  এ ক্লিক করে নিচের কোড গুলো পেস্ট করে   দিয়ে  সেভ করলেই কাজ কমপ্লিট।


৩। যিনি  স্ক্রিপ্টটি  তৈরি করেছেন তার অরজিনাল পোস্ট কোট করে দিলামঃ
Code:
// ==UserScript==
// @name     Hide BitcoinTalk Username and Avatar
// @include   https://bitcointalk.org/*
// @version  1
// @grant    none
// ==/UserScript==

try {
    document.getElementById("smfheader").style.visibility = "hidden";
    document.getElementById("hellomember").style.visibility = "hidden";
    document.getElementsByClassName("avatar")[0].style.visibility = "hidden";
} catch { }



আর যারা মোবাইল ইউজার তারা Kiwi  ব্রাউজার ব্যবহার করে Tampermonkey  এক্সটেনশন টি আপনার মোবাইলে এড করে সেমভাবে মোবাইলেও  এর ফায়দাটি নিতে পারবেন

legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
June 24, 2023, 01:49:34 PM
প্রিয় Learn Bitcoin, আপনার ভাষায় অনুবাদিত ফোরামে আমার ১০০০ তম পোস্ট দেখে আমি খুব খুশি। এই বিষয়টি আমার জন্য খুব স্পেশাল ছিল (এবং এখনও আছে), কারণ এটি ছিল আমার ১০০০ তম পোস্ট। তাই আমি কঠোর পরিশ্রম করেছি, এই ১০০০ তম পোস্টের সাথে একটা স্মরণীয় আর্টিকেল তৈরি করার চেষ্টা করেছি, তাই আমি বিটকয়েন এবং এর পূর্বপুরুষদের সম্পর্কে এই আর্টিকেল টা লেখার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করি যে সমস্ত বাঙালি ইউজার রা ইতিহাসের এই অংশটি পড়ে উপভোগ করবেন যে কীভাবে ওয়েই দাই, অ্যাডাম ব্যাক, নিক সাজাবো এবং ডেভিড চাউম কয়েক দশক আগে সাতোশির পথ বানিয়েছিলেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2023, 01:21:07 PM
Gazeta এর তথ্য অনুসারে, এটা বিটকয়েন এবং এর পূর্বপুরুষদের মধ্যে এক ধরনের কম্পারিজন।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2023, 01:18:09 PM


সাতোশী, সর্বশেষ (?) সাইফারপাঙ্ক

দ্যা টাইমস, ৩ জানুয়ারী, ২০০৯, লন্ডন ইস্যু, সকালের ইডিশন || ছবির সোর্স: TheTimes03Jan2009.com

"প্রচলিত মুদ্রার মূল সমস্যা হল এটিকে কার্যকর করার জন্য প্রয়োজন বিশ্বাস।  কেন্দ্রীয় ব্যাঙ্ককে অবশ্যই বিশ্বস্ত হতে হবে যাতে মুদ্রার অবমাননা না হয়, তবে ফিয়াট মুদ্রার ইতিহাস সেই বিশ্বাসের নষ্ট করায় পরিপূর্ণ।  আমাদের টাকা রাখার জন্য ব্যাংকগুলিকে বিশ্বস্ত হতে হবে এবং ইলেকট্রনিকভাবে তা স্থানান্তর করার জন্য, কিন্তু তারা তা রিজার্ভের সামান্য অংশের সাথে ক্রেডিট বাবল ওয়েভ করে লোন দেয়। আমাদের প্রাইভেসি দিয়ে তাদেরকে বিশ্বাস করতে হবে, তাদেরকে বিশ্বাস করতে হবে যে আইডেন্টিটি চোরেরা আমাদের একাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলবে না" -- সাতোশী নাকামতো

রা জানুয়ারী, ২০০৯-এর সকালে সাতোশি নাকামোতোর ছবি। তিনি নীচের কিয়স্ক থেকে দ্য টাইমস পত্রিকাটি কিনেছিলেন। তার বাড়িতে ফিরে, তিনি একটি গরম কফি পান করছেন এবং মূল শিরোনাম পড়ছেন: "চ্যান্সেলর অন ব্রিঙ্ক অফ সেকেন্ড বেলআউট ফর ব্যাংকস"। তখনও জেনেসিস ব্লক খুঁজে পাওয়ার অপেক্ষায়। তার কি চিন্তা থাকতে পারে? হয়তো তিনি নিজের জন্য ফিসফিস করে বলেছিলেন "এটা এখন অতিরিক্ত হচ্ছে! সরকার যে কোনও সম্ভাব্য সীমা অতিক্রম করেছে! কিন্তু বিটকয়েন এখন এখানে..."।

কেউ জানে না সেদিন তিনি কি ভাবছিলেন। কিন্তু এটা নিশ্চিত যে ৩রা জানুয়ারী, ২০০৯-এ, বিটকয়েনের জেনেসিস ব্লক মাইনিং করা হয়েছিল। এবং টাইমস থেকে মূল আর্টিকেলের শিরোনাম দিয়ে স্ট্যাম্প করা হয়েছিল।

বিটকয়েনের কাজ প্রায় ২ বছর আগে, ২০০৭ সালে শুরু হয়েছিল। সাতোশি, যিনি সাইফারপাঙ্কস মেইলিং তালিকাতেও যোগ দিয়েছে, ই-গোল্ড এবং এর মালিকদের সাথে যা ঘটেছে তা অবশ্যই তাকে সহায়তা করেছে। রাষ্ট্র তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ছিল প্রাইভেট মানির ব্যাপারে। অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট খারাপ ছিল, কারণ বিশ্ব একটি বিশাল সংকটের মুখোমুখি হয়েছিল। হতে পারে বিটকয়েন সাতোশির ব্যক্তিগত স্বপ্ন ছিল। অথবা হয়তো বিশ্ব প্রেক্ষাপট তাকে তার আবিস্কারে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ করেছে। সত্য যাই হোক না কেন, সত্য হল যে তিনি সাইফারপাঙ্কসের এই স্বপ্ন অনুসরণ করেছিলেন, এ স্বপ্ন স্বাধীনতাবাদী পূর্বসূরিরা ভাগ করেছিলো।

একটি স্বাধীনতাবাদী এবং ক্রিপ্টো-অরাজক মতাদর্শের উপর ভিত্তি করে, তার পূর্বসূরিদের ধারণা অনুসরণ করে, সাতোশি নাকামোতো "একটি নতুন ইলেকট্রনিক ক্যাশ ব্যবস্থা তৈরি করেন যা সম্পূর্ণরূপে পিয়ার-টু-পিয়ার, কোন বিশ্বস্ত থার্ড পার্টি ছাড়াই"। এই সিস্টেমটি "অনলাইন পেমেন্ট কোনো আর্থিক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যাওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি একজনের কাছ থেকে অন্যজনের কাছে পাঠানোর একসেস দেবে৷ ডিজিটাল সিগনেচার সমাধানের অংশ প্রদান করে, তবে মূল সুবিধাগুলি হারিয়ে যায় যদি একটি বিশ্বস্ত পক্ষের ডাবল-স্পেন্ডিং রোধ করার জন্য প্রয়োজন হয়।"

অন্য কথায়, বিটকয়েন ছিল প্রাইভেট মানির প্রথম ইলেট্রনিক রূপ, যা অবশেষে মানুষকে সরকারী নজরদারি থেকে মুক্ত করতে সক্ষম হয়েছিল, কারণ টাকা সরাসরি ব্যক্তির মধ্যে স্থানান্তর করা যেতে পারে, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই - যেমন ব্যাংকগুলো, যারা সরকারের লম্বা হাত হিসাবে কাজ করে।

বিটকয়েন জেনেসিস ব্লক || ছবি সোর্স: রেডিট

সাতোশির স্বাধীনতাবাদ তার অনেক কথায় বিদ্যমান।

“প্রথাগত ব্যাংকিং সিস্টেম গ্রাহকের এবং তৃতীয় পক্ষের তথ্যের অ্যাক্সেস সীমিত করে প্রাইভেসির একটি স্তর অর্জন করে থাকে। সমস্ত লেনদেন ঘোষণা করার প্রয়োজনীয়তা এই পদ্ধতিকে বাদ দেয়, তবে পাবলিক কীগুলি এননিমাস রেখে প্রাইভেসি এখনো অন্য জায়গায় তথ্যের প্রবাহকে ভেঙে দিয়ে বজায় রাখা যেতে পারে। জনসাধারণ দেখতে পারে যে কেউ অন্য কাউকে একটি পরিমাণ পাঠাচ্ছে, কিন্তু তথ্য ছাড়াই লেনদেনটি কারও সাথে লিঙ্ক করছে। এটা স্টক এক্সচেঞ্জ এর প্রকাশিত তথ্যের স্তরের মতো, যেখানে পৃথক ট্রেডের সময় এবং আকার, 'টেপ', পাবলিক করা হয়, তবে পার্টিগুলো কে ছিল বলা হয় না।"

এই বিষয়ে আরেকটি ভাল উদাহরণ দ্য ভার্জ থেকে ২০১৫ সালের একটি আর্টিকেলে দেওয়া হয়েছে, যা মার্টি মালমির সাথে তার প্রথম আলোচনাকে তুলে ধরা হয়, যিনি পরে BitcoinTalk-এর এডমিনিষ্ট্রেটর হবে। মার্টিও নৈরাজ্যবাদী মতামতের একজন ব্যক্তি ছিলেন, কারণ তিনি রাষ্ট্রবিরোধী anti-state.org ফোরামের সদস্য ছিলেন। আর্টিকেলে ছিলো:

"সাতোশি নাকামোতোকে তার প্রথম ইমেইলে, ২০০৯ সালের মে মাসে, মার্টি তার সার্ভিসগুলো অফার করেছিলেন: তিনি লিখেছেন "আমি বিটকয়েনের সাথে সাহায্য করতে চাই, যদি আমি কিছু করতে পারি,"।

সাতোশির সাথে যোগাযোগের আগে, মার্টি বিটকয়েন সম্পর্কে anti-state.org-এ লিখেছিলেন, একটি ডেডিকেটেড ফোরাম যা নৈরাজ্যবাদী সমাজের সম্ভাবনার জন্য শুধুমাত্র মারকেট অরগানাইজ করেছে। স্ক্রিন নাম ট্রিকস্টার ব্যবহার করে, মার্টি বিটকয়েন ধারণার একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন এবং চিন্তা করার জন্য বলেছেন: "এ বিষয়ে আপনি কী মনে করেন? আমি বাস্তবিক কিছুর চিন্তাভাবনা নিয়ে সত্যিই উত্তেজিত যেটা সত্যিই আমাদের জীবনে স্বাধীনতার কাছাকাছি নিয়ে যেতে পারে। :-)"

মার্টি সাতোশিকে তার প্রথম ইমেইলে এই পোস্টের একটি লিঙ্ক পাঠিয়েচিলো এবং সাতোশি দ্রুত সেটা পড়ে এবং রেসপন্স করে।

"বিটকয়েন সম্পর্কে আপনার আন্ডারস্টান্ডিং রয়েছে," সাতোশি ফিরতি লিখেছিলেন।"

নিচের অংশটি বিটকয়েনের ডেভেলপমেন্ট এর প্রথম সাইন দেখায় (n.b. -- সাইগানকে এই অংশটুকুর জন্য ধন্যবাদ!) -- সাতোশি এবং অ্যাডাম ব্যাকের মধ্যে ৫ টি ইমেইল দেয়া নেয়া হয়েছে৷ যদি এই ৫ টি ই-মেইল বিশ্বাস করা হয় (এবং এটা সহজে করার কোন উপায় নেই), আগস্ট ২০০৮ সাল থেকে সাতোশি নাকামোতো এবং অ্যাডাম ব্যাকের মধ্যে যোগাযোগ ছিলো, যখন সাতোশি হোয়াইট পেপারের ব্যাপারে অ্যাডামের মতামত জানতে চেয়েছিল। এই ৫ টি গুরুত্বপূর্ণ 'ডকুমেন্ট' দিয়ে আমরা আবারও একটি নির্দিষ্ট সময়ের ম্যাপ করতে পারি এবং বুঝতে পারি যে সাতোশি কিছু সাইফারফাঙ্কের সাথে যোগাযোগ করেছে।


সাতোশির উত্তর তার ভিশন সম্পর্কে একদম স্পষ্ট। এবং তার দেয়া শিক্ষা কখনই ভুলে যাওয়া উচিত নয়।

তার সম্পর্কেও একই কথা সত্য যখন আমরা সাইফারপাঙ্কের ইন্টারেষ্টের বিষয়গুলি শেয়ার করার কথা বলি - তিনি বিটকয়েনের দেওয়া প্রাইভেসি মানুষকে বিনামূল্যে অ্যাক্সেস দিয়েছেন। তার প্রোটোকল ব্যাবহার করে বিনামূল্যে এবং সহজভাবে ক্রিপ্টোগ্রাফিক কীগুলির অ্যাক্সেস করা যায়। বিটকয়েন ফ্রি মারকেট কে পুরোপুরি পরিবর্তন করার কথা ছিল (এবং সেটা সফল হয়েছে)। শেষ পর্যন্ত, এটা একটা নাগরিক অবাধ্যতা ছিল। সরকারি টাকার যায়গায় নিয়ে নেওয়ার একটি পদ্ধতি - ট্রেসেবল মানি, ইনফ্লাটেড মানি, টাকা যা দিনে দিনে তার মূল্য কমে, কারণ সরকারি প্রিন্টাররা অবিরত নতুন টাকা বানাচ্ছে।

তিনি মানুষকে আবার মুক্ত হতে সাহায্য করতে চেয়েছেন। আর এটা সম্ভব হয়েছে বিটকয়েনের মাধ্যমে। কোনো ব্যাংক বা কোনো সরকার কমবেশি অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে জনগণকে তাদের টাকা থেকে আর "দুধ" দোয়াতে পারবে না, যেমন তাদের টাকা ট্রান্সফার করার জন্য টেক্স, তাদের মালামাল বিক্রির জন্য টেক্স, তাদের কর্মক্ষমতা বিক্রি করার জন্য টেক্স। বিটকয়েন যে কারো জন্য ফ্রি এবং স্বাধীনতা এর মধ্যেই আছে; আপনি যদি আপনার গোপনীয়তার এবং টাকার উপর নিয়ন্ত্রণ রাখতে চান তবে আপনাকে যা করতে হবে তা হল বিটকয়েনকে গ্রহন করতে হবে।

বিটকয়েন বহু বছর ধরে, একাধিক অকেশনে, টিম মে পূর্বাভাস দিয়েচিলেন। উদাহরণস্বরূপ, তার ১৯৯৪ আর্টিকেলে ক্রিপ্টো নৈরাজ্য এবং ভার্চুয়াল কমিউনিটিতে তিনি বলেছিলেন "প্রযুক্তি জিনকে বোতল থেকে বের করে দিয়েছে৷ ক্রিপ্টো নৈরাজ্য মানুষের তাদের ফিজিক্যাল প্রতিবেশীদের এবং সরকারের জুলুম থেকে মুক্ত করছে—যারা জানে না তারা ইন্টারনেট-এ তারা কে। স্বাধীনতাবাদীদের জন্য, শক্তিশালী ক্রিপ্টো এমন উপায় দিয়েছে যার মাধ্যমে সরকারকে এভয়েড করা হবে"।

বিটকয়েন সত্য এবং এটােএখানে থাকবে। আকাশ ভেঙ্গে পড়তে শুরু করে ১৯৭৯ সাল থেকে এবং তখন থেকে ক্রমাগত ভেঙ্গে পড়ছে। সরকার যুদ্ধে হেরে গেছে। স্বাধীনতা এখন আমাদের হাতে



এটা আমার ১০০০তম পোষ্ট।

এবং এটি সাইফারপাঙ্কস, ইতিহাস এবং ক্রিপ্টো-নৈরাজ্য সম্পর্কিত আমার আগের লেখার একটি সিক্যুয়াল। সাইফারপাঙ্কের উদ্দীপনা আমাদের অনেকের মধ্যেই বেঁচে আছে। এটাকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়া আমাদের কর্তব্য!

রেফারেন্স:
- 12 years later and people still don't know to use Bitcoin nor what it's good for
- Governs are coming for traders!
- Cryptocurrency vs digital money issued by the state
- The Crypto Anarchist Manifesto - We all should read it
- শাসকরা যুগ যুগ ধরে তথ্য ও স্বাধীনতায় জনসাধারণের এক্সেস লিমিট করতে চাইছে
- Phil Zimmermann's thoughts about PGP - We all should read them
- When the govern wants to hold your private keys
- The call for Julian Assange || The WikiLeaks Manifesto - We all should read it



hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2023, 01:17:47 PM
"সাইফারপাঙ্কস কোড লেখে", এরিক হিউজের "এ সাইফারপাঙ্কস ম্যানিফেস্টো" এ জোর দিয়ে লেখেন, আরেকটি বিশেষ লেখা যা ইতিহাসের একটি অংশকে উপস্থাপন করে। এবং কোডের মাধ্যমে, তারা মানুষের প্রাইভেসি দিতে চেয়েছিল। তারা চেয়েছিল ক্রিপ্টোগ্রাফিতে জনসাধারণের অবাধ অ্যাক্সেস থাকুক। আগ্রহের অন্যান্য বিষয় ছিল অনলাইন এনোনিমিটি, গেম থিওরি, নিরাপদ ফাইল শেয়ারিং, রেপুটেশন সিস্টেম, ফ্রি মারকেট এবং নাগরিক অবাধ্যতা। স্টিভেন লেভি, উপরে উল্লেখ ওয়্যার্ড আর্টিকেলের লেখক, তাদের একটি বিদেশী ভাষায় অনুবাদ করা অসম্ভব একটি শব্দ দিয়ে বলেছেন: "টেকি-কাম-সিভিল লিবার্টারিয়ানস"।

সাইফারপাঙ্কদের আরেকটি বড় ইচ্ছা ছিল ইলেকট্রনিক ক্যাশ তৈরি করা। এক প্রকার আনট্রেসবল টাকা যা মানুষের আর্থিক জীবনের উপর সরকারি নজরদারি বন্ধ করতে পারে।

সময়ের সাথে সাথে, এই মতাদর্শ ভাগ করে নেওয়া অনেক উদ্যমী ব্যাক্তি এই কমিউনিটিকে মেনে চলে। সবচেয়ে উল্লেখযোগ্যদের মধ্যে, আমরা পিজিপির উদ্ভাবক ফিলিপ জিমারম্যান, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, টর এর ডেভেলপার ডেভেলপার জ্যাকব অ্যাপেলবাম, এবং হাল ফিনি, পিজিপি 2.0 এর ডেভেলপার এবং রিইউজেবল প্রুফ-অফ-ওয়ার্কের কথা উল্লেখ করতে পারি। অন্যান্য উল্লেখযোগ্য সাইফারপাঙ্কগুলু এখানে পাওয়া যাবে।

ডিজিক্যাশ
এই ক্রিপ্টোগ্রাফারদের মধ্যে কিছু তাদের এই স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিল: ইলেকট্রনিক ক্যাশ। এবং তাদের একজন আদর্শ ছিল: ডঃ ডেভিড চাউমের ডিজিক্যাশ। ডেভিড চাউমের কাজ সাইফারপাঙ্কস কমিউনিটির জন্য একটি অনুপ্রেরণার প্রতিনিধিত্ব করে এবং তাকে সাইফারপাঙ্কসের দাদা বলা যেতে পারে। তার লেখাগুলি (যেমন "আনট্রেস যোগ্য ইলেকট্রনিক মেইল, রিটার্ন অ্যাড্রেসেস এবং ডিজিটাল ছদ্মনাম", "আনট্রেসযোগ্য পেমেন্ট এর জন্য ব্লাইন্ড সিগনেচার" বা "বিগ ব্রাদার অবসোলেট করার জন্য আইডেন্টিফিকেশন কার্ড কম্পিউটার ছাড়া নিরাপত্তা") প্রমাণ করে যে তিনি তার সময়ের চেয়ে এগিয়ে চিন্তা করছেন। ১৯৮৯ সালে তিনি ইতিমধ্যেই ইলেকট্রনিক মানি কোম্পানি ডিজিক্যাশ ইনকর্পোরেটেড চালু করে ফেলেছিলেন। কোম্পানিটি জনসাধারণের কাছে ইক্যাশ পেমেন্ট সিস্টেম এবং সাইবারবাক্স কয়েন অফার করেছিল, যা ব্লাইন্ড সিগনেচার বেইস্ড ছিল। প্রস্তাবটি প্রকৃতপক্ষে বাস্তব বিশ্বের পেমেন্ট এ প্রয়োগ করা হয়েছিল, যা সেন্ট লুইস, ডয়েচে ব্যাংক, ক্রেডিট সুইস, নর্স্ক ব্যাংক এবং ব্যাংক অস্ট্রিয়ার মার্ক টোয়েন ব্যাংকের মতো বেশ কয়েকটি ব্যাংক একসেপ্ট করেছিলো। অন্যান্য বড় প্লেয়াররা চাউমের সৃষ্টিতে আগ্রহী হয়ে ওঠে: ভিসা, নেটস্কেপ, এবিএন আমরো ব্যাংক, সিটিব্যাঙ্ক এবং আইএনজি ব্যাংক। এমনকি বিল গেটস Windows '95 এ ডিজিক্যাশ এম্বেড করার চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যবশত, এই সর্বশেষ উল্লিখিত প্লেয়াররা কখনই চাউমের সাথে চুক্তিতে স্বাক্ষর করেননি। শেষ পর্যন্ত, ১৯৯৮ সালে, ডিজিক্যাশ ইনস. দেউলিয়া হয়ে যায়। মানুষ সিস্টেম ব্যবহার করার জন্য আকৃষ্ট ছিল না। চাউমের প্রস্তাবও তার সময়ের চেয়ে এগিয়ে ছিল।

সাইফারপাঙ্কস আরও ভেবেছিল যে ডিজিক্যাশ ইনক এর ব্যর্থতার কারন নির্ধারিত হয়েছিল যে এটি একটি সেন্ট্রাল অথরিটি পরিচালনা করে। সাফল্যের চাবিকাঠি ছিল টাকার সম্পূর্ণ ডিসেন্টালাইজ্ড রূপ।

ই-গোল্ড
গোল্ড অ্যান্ড সিলভার রিজার্ভ ইনকর্পোরেটেড কোম্পানি ১৯৯৬-২০০৯-এর মধ্যে একই ধরনের ব্যবসা গড়ে তুলেছিল। এই কোম্পানিটি ই-গোল্ড লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি চালু করেছিল ইলেকট্রনিক গোল্ড পরিচালনার জন্য। ব্যবহারকারীরা গ্রাম বা ট্রয় আউন্স ইউনিটে তাদের মধ্যে দূরবর্তীভাবে স্বর্ণ স্থানান্তর করতে পারতো। প্রায় ৫ মিলিয়ন ব্যবহারকারীর শীর্ষে থাকা ব্যবসাটি উন্নতি লাভ করছিল। অনেক এক্সচেঞ্জ এই ইলেকট্রনিক স্বর্ণ গ্রহণ করেছে এবং ইউজার রা তাদের ফোনের মাধ্যমেও এটা ট্রান্সপার করতে পারে। যাইহোক, ২০০৭ সালে মালিকদের লাইসেন্স ছাড়াই অর্থ পরিচালনার জন্য মার্কিন সরকার অভিযুক্ত করেছিল। মালিকরা দোষ স্বীকার করেছে এবং তারা দোষী সাব্যস্ত হয়েছে (২০০৮ সালে); লেনদেন বন্ধ ছিল। তারা সহজ শাস্তি পেয়েছে স্বীকার করার জন্য যে তারা আইন ভঙ্গ করেছে এবং তাদের একটি মানি অপারেটিং লাইসেন্স প্রয়োজন। যাইহোক, মার্কিন আইন অনুসারে, তারা দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এই ধরনের লাইসেন্স পাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং ই-গোল্ডের অস্তিত্ব বন্ধ হয়ে গেছে।

হ্যাশক্যাশ

ছবি সোর্স: সাইফারপাঙ্কস মেইলিং লিস্ট

১৯৯৭ সালে, ডাঃ অ্যাডাম ব্যাক হ্যাশক্যাশ নামে মেইলিং তালিকায় একটি প্রস্তাব নিয়ে আসেন। এটি একটি যুগ ছিল যখন ইন্টারনেট স্প্যাম (বিশেষ করে ইমেল স্প্যাম) একটি গুরুতর সমস্যা হতে শুরু করেছিল। সমস্যাটি বড় কোম্পানির রাডারে এসেছিল, ১৯৯২ সালে IBM প্রথম স্টেপ গ্রহন করেছিলো একটা প্রস্তাবের মাধমে যেটার নাম প্রাইসিং ভায়া প্রসেসিং অথবা কমবাটিং জাংক মেইল । আইবিএম গবেষকদের প্রস্তাবের নাম ভবিষ্যতে কোথাও প্রুফ-অফ-ওয়ার্ক হিসেবে রাখা হবে।

অ্যাডাম ব্যাক এর আবিস্কার আইবিএম প্রস্তাবের উপর ভিত্তি করে ছিল না; যাইহোক, এটার মধ্যে অনেক জিনিস কমন ছিলো। হ্যাশক্যাশ এর কনসেপ্ট টি প্রতিটি ইমেইলে খরচের উপর ভিত্তি করে যা ইমে্ইল স্প্যাম এবং DDos আক্রমণগুলিকে সীমিত করার জন্য একটি প্রুফ-অফ-ওয়ার্ক পদ্ধতি তৈরী করে যা শেষ পর্যন্ত স্প্যামটিকে ব্যবহার করার জন্য খুব ব্যয়বহুল করে তুলবে। পরবর্তীতে, হ্যাশক্যাশ বিটকয়েনের ইঞ্জিনের একটি অংশ হয়ে উঠবে, এটি বিটকয়েনের হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, অ্যাডাম ব্যাক তাদের ইলেকট্রনিক মানি প্রস্তাবের মধ্যে মিল খুঁজে পাওয়ার পর, সাতোশি নাকামোতোকে ওয়েই দাইকেে উপদেশ করার জন্য পরিচিত। বিটকয়েনের ব্যাপারে সাতোশির সাথে ব্যক্তিগতভাবে মাত্র দু'জন ব্যক্তি যোগাযোগ করেছিলেন: প্রথমজন হলেন অ্যাডাম ব্যাক; দ্বিতীয়টি হল ওয়েই দাই।

বি-মানি

ওয়েই দাই এর রেয়ার ছবি, যেটা হয়তো (অথবা না) তার ছবি; WeiDai.com এর ষ্টেটমেন্ট অনুযায়ী, "দয়া করে নোট করবেন এটা লেখা অব্দি, ইন্টারনেটে আমার যে কোনো কথিত ছবি আসলে ওয়েই ডাই নামে অন্য লোকজনের" || ছবির সোর্স: steemit.com

১৯৯৮ সালে, আরেকটি উল্লেখযোগ্য সাইফারপাঙ্ক একটি ইলেকট্রনিক মানির প্রস্তাব নিয়ে এসেছিল: ওয়েই দাই বি-মানি চালু করেছিল। খসড়াটিও প্রুফ-অফ-ওয়ার্কের উপর ভিত্তি করে এবং এটি দুটি সংস্করণে উপস্থাপিত করা হয়েচিল। দুর্ভাগ্যবশত, বি-মানি সিবিল আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এবং ওয়েই দাই তার কাজ শেষ করেনি। প্রস্তাবটি কখনই বাস্তবায়িত হয়নি।

এবং তিনি কখনই তার উদ্ভাবন শেষ করেননি কারণ তিনি আর বি-মানির উপযোগিতা বা ক্রিপ্টো-নৈরাজ্যের মতাদর্শকে বিশ্বাস করেন নি। LessWrong ফোরামে পরবর্তী আলোচনায়, তিনি স্বীকার করেছেন: "আমি বি-মানি কোড আপ করার জন্য কোনো পদক্ষেপ নিইনি। এর একটি অংশ ছিল কারণ বি-মানি তখনও সম্পূর্ণ ব্যবহারিক নকশা ছিল না, কিন্তু আমি ডিজাইনের কাজ করা চালিয়ে যাইনি কারণ আমি বি-মানি লেখা শেষ করার সময় ক্রিপ্টোঅ্যানার্কিতে কিছুটা মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম, এবং আমি আন্দাজ করিনি যে এটির মতো একটি সিস্টেম, একবার বাস্তবায়িত হলে, এত মনোযোগ আকর্ষণ করতে পারে এবং হার্ডকোর সাইফারপাঙ্কগুলির একটি ছোট গ্রুপের বাইরে ব্যবহার করতে পারে"। তিনি অ্যাডাম ব্যাক এবং অন্য সাইফারপাঙ্কদের কাছে পাঠানো একটি আলোচনায় এই অভিযোগটি দ্বিগুণ হয়েছিল, প্রমাণ করে যে তিনি বি-মানির ব্যবহারিক প্রয়োগে বিশ্বাস করেন না: "আমি মনে করি বি-মানি সর্বাধিক একটি বিশেষ মুদ্রা/চুক্তি প্রয়োগের ব্যবস্থা হবে, যারা সরকারী স্পনসরকৃতদের ব্যবহার করতে চায় না বা করতে পারে না তাদের সেবা করবে"।

যাইহোক, যদিও ওয়েই দাই তার আবিষ্কারকে খুব বেশি বিশ্বাস করেননি, অন্য কেউ করেছিলেন। এক দশক পরে, অ্যাডাম ব্যাকের পরামর্শ অনুসরণ করে, সাতোশি নাকামোতো বিটকয়েন নামে তার ইলেকট্রনিক ক্যাশ প্রস্তাবটি দেখার জন্য তার সাথে যোগাযোগ করেন। তারা তিনটি ইমে্ইল বিনিময় করেছে। প্রথমটিতে, ২২শে আগস্ট, ২০০৮, সাতোশি লিখেছেন:

"আমি আপনার বি-মানি পেজটি পড়তে খুব আগ্রহী ছিলাম।  আমি একটি পেপার প্রকাশ করার জন্য প্রস্তুত হচ্ছি যা আপনার ধারণাগুলিকে একটি সম্পূর্ণ কাজের সিস্টেমে প্রসারিত করবে।  অ্যাডাম ব্যাক (hashcash.org) মিলগুলি লক্ষ্য করেছে এবং আমাকে আপনার সাইট দেখিয়েছে।

আমার পেপারে উদ্ধৃতির জন্য আপনার বি-মানি পেপার প্রকাশনার বছরটি আমাকে খুঁজে বের করতে হবে।  এটা দেখতে হবে:
[১] W. Dai, "বি-মানি," http://www.weidai.com/bmoney.txt, (২০০৬?)।

আপনি http://www.upload.ae/file/6157/ecash-pdf.html থেকে একটি প্রি-রিলিজ ড্রাফ্ট ডাউনলোড করতে পারেন৷  আপনি আগ্রহী বলে মনে করেন এমন অন্য কাউকে এটি ফরোয়ার্ড করতে পারেন নির্দ্বিধায়।"

ওয়েই দাই এই ইমেলের উত্তর দিয়েছেন। সে লিখেছিলো:

"হাই সাতোশি। ১৯৯৮ সালে সাইফারপাঙ্কস মেইলিং লিস্টে বি-মানি ঘোষণা করা হয়েছিল। এখানে আর্কাইভ করা পোস্ট: http://cypherpunks.venona.com/date/1998/11/msg00941.html

http://cypherpunks.venona.com/date/1998/12/msg00194.html এ এটির কিছু আলোচনা রয়েছে।

আপনার পেপার সম্পর্কে আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আমি এটা দেখবো এবং আমার কোন মন্তব্য বা প্রশ্ন থাকলে আপনাকে জানাব।"

কিন্তু ওয়েই দাই সাতোশির খসড়া বিশ্লেষণ করেননি বা তিনি সাতোশির কাছে কোনো রেসপন্স নিয়ে ফিরে আসেননি। তিনি ১০শে জানুয়ারী, ২০০৯-এ সাতোশির কাছ থেকে আরেকটি ইমেইল পেয়েছিলেন, তাকে জানিয়েছিলেন যে বিটকয়েন পুরোপুরি কাজ করছে:

"আমি আপনাকে জানাতে চেয়েছিলাম, আমি কয়েক মাস আগে আপনাকে যে কাগজটি পাঠিয়েছিলাম তার সম্পূর্ণ বাস্তবায়ন প্রকাশ করেছি, বিটকয়েন v0.1।  বিস্তারিত, ডাউনলোড এবং স্ক্রিনশটগুলি www.bitcoin.org এ রয়েছে

আমি মনে করি এটি আপনার বি-মানি পেপারে সমাধান করার জন্য সেট করা প্রায় সমস্ত লক্ষ্য অর্জন করেছে।

সিস্টেমটি সম্পূর্ন ডিসেন্ট্রালাইজড, কোনো প্রকার সার্ভার অথবা বিশ্বস্ত পার্টি ছাড়াই।  নেটওয়ার্ক অবকাঠামো এসক্রো লেনদেন এবং চুক্তির সম্পূর্ণ পরিসরকে সাপোর্ট করতে পারে, তবে আপাতত টাকা এবং লেনদেনের মূল বিষয়গুলির উপর ফোকাস করা হচ্ছে।"

ওয়েই দাই সাতোশির সাথে যোগাযোগ রাখেননি যার কারণ শুধু তিনিই জানতেন। হতে পারে তিনি বিটকয়েনের পোটেনশিয়ালের উপর আস্থা রাখেননি বা হয়ত তিনি একটি স্থিতিশীল মান ছাড়া একটি মুদ্রার সাথে একমত না। এটা নিশ্চিত যে কয়েক বছর পরে তিনি তার কাজের জন্য অনুশোচনা করেছিলেন:

"আমি বিটকয়েনকে তার আর্থিক নীতির ক্ষেত্রে ব্যর্থ বলে বিবেচনা করব (কারণ এটা উচ্চ দামের ভলাটিলিটি তৈরী করে যা এর ইউজারদের উপর একটি বড় খরচ চাপিয়ে দেয়, যাদের হয়তো অবাঞ্ছিত ঝুঁকি নিতে হয় বা মুদ্রা ব্যবহার করার জন্য ব্যয়বহুল হেজিং করতে হয়) (এটি আংশিকভাবে আমার দোষ হতে পারে কারণ যখন সাতোশি আমাকে তার খসড়া পেপারে মন্তব্য জানতে চেয়েছিল, আমি কখনই তাকে উত্তর দেইনি। অন্যথায় সম্ভবত আমি তাকে (বা তাদের) "অর্থের নির্দিষ্ট সরবরাহ" ধারণা থেকে নিরুৎসাহিত করতে পারতাম। )"

যদিও সেই সময়ে না জেনেও, ওয়েই দাই বিটকয়েন চালু করার আগে ব্যক্তিগতভাবে সাতোশি নাকামোতোর সাথে যোগাযোগ করা দুজন ব্যক্তির একজন হিসাবে ইতিহাসে রয়ে গেছে।

বিট গোল্ড
আরেকজন বিশিষ্ট সাইফারপাঙ্ক যিনি ইলেকট্রনিক মানির একটি ব্যক্তিগত ফর্মের জন্য একটি সমাধানের চেষ্টা করেছিল তিনি হলেন নিক সাজাবো। তিনি এই ধারণার সাথে পরিচিত ছিলেন, তিনি অতীতে ডিজিক্যাশে ডাঃ চাউমের সাথে কাজ করেছিলেন। ২০০৫ সালে, তিনি বিট গোল্ড নামে একটি প্রপোজাল নিয়ে জনসমক্ষে আসেন। কিন্তু তিনি ১৯৯৮ সাল থেকে প্রস্তাবটি তৈরি করেছিলেন। হোয়ইট পেপার অনুযায়ী, তার আবিস্কারের জন্য "বেঞ্চমার্ক ফাংশন, পাশাপাশি ক্রিপ্টোগ্রাফি এবং প্রতিলিপির কৌশলগুলি ব্যবহার করার কথা ছিল, একটি অভিনব আর্থিক ব্যবস্থা, বিট গোল্ড, যা শুধুমাত্র অর্থপ্রদান হিসাবে কাজ করে না, বরং আরো বিশ্বস্ত কর্তৃপক্ষের থেকে স্বাধীন মূল্যের দীর্ঘমেয়াদী স্টোর হিসেবেও কাজ করে।" এই প্রপোজাল সম্পর্কে আরো বিস্তারিত সাজাবো এর ব্লগে পাওয়া যাবে।

বিট গোল্ড পুনঃব্যবহারযোগ্য প্রুফ-অফ-ওয়ার্ক ব্যবহার করছিল কিন্তু এটাও বি-মানির মতো সিবিল আক্রমণের জন্যও ঝুঁকিপূর্ণ ছিল। কনসেপ্টটি কখনই একটি বাস্তব অ্যাপ্লিকেশন হিসাবে চালু হয়নি এবং এটা একটি ব্লগ পোস্ট হিসাবে ইতিহাসে রয়ে গেছে, কারণ এটা বাস্তব পরিবেশে কাজ করার জন্য অনেক প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছিল। যাইহোক, বিট গোল্ডের পিছনের মূল ধারণাগুলি সাতোশিকে তার মাস্টারপিস - বিটকয়েনের জন্য আরও বেশি অনুপ্রাণিত করেছিল।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2023, 01:16:31 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Bitcoin: The dream of Cypherpunks, libertarians and crypto-anarchists




ছবিটি রোমানরা টেক্স পে করার উদাহারন|| ছবি সোর্স: historyhit.com

শাসকরা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের উপর অত্যাচার করে আসছে। ২০০০ বছর আগে রোমান সাম্রাজ্যের সময় এই ধরনের নিপীড়নের প্রথম উত্থ্যান হয়েছিল। সেই সময় চলে গেছে, কিন্তু এই অভ্যাস রয়ে গেছে। পদ্ধতি গুলো বিভিন্ন রকম, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, মুদ্রাস্ফীতি, তথ্য একসেস এ সেন্সরিং, ​​অভিযোগ, নিষেধাজ্ঞা, দাসত্ব, অন্যায্য বিচার, ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং সৎ লোকদের বিরুদ্ধে ব্যবহার। যাইহোক, এগুলি সবই একটি লক্ষ করে: ক্ষমতা ধনীদের হাতে থাকতে হবে, অন্যদিকে গরীবদের ধনীদের সুবিধার জন্য কাজ করতে হবে। মানুষ পাল্টা লড়াই করেছিল, তবে বেশিরভাগ সময় খালি হাতে ফেরতে এসেছিল। প্রাচীনকাল থেকে চলে আসা এই মহাকাব্যিক যুদ্ধটি Murray Rothbard "স্বাধীনতা এবং ক্ষমতার মধ্যে চিরন্তন যুদ্ধ" হিসাবে বর্ণনা করেছেন।

স্বাধীনতা ও মুক্তি অর্জনের একটি উপায় ছিল ব্যক্তিগত অর্থের মাধ্যমে, কিন্তু শাসকরা এই ধরনের প্রতিযোগিতার সাথে একমত নয়। এবং রোমান সাম্রাজ্যের সময় থেকেই মুদ্রা তৈরির উপর শাসকদের একচেটিয়া আধিপত্য রয়েছে। যাইহোক, ব্যক্তিগত অর্থের জন্য মানুষের আকাঙ্ক্ষা কয়েক শতাব্দী আগে শুরু হয়েছিল এবং ইতিহাস আমাদের বলে যে অনেক সময়ে ব্যক্তিগত অর্থ বিভিন্ন আকারে বিদ্যমান ছিল।

প্রখ্যাত অর্থনীতিবিদ এবং দার্শনিক ফ্রেডরিখ অগাস্ট ফন হায়েক, ১৯৭৪ সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল বিজয়ী, তার মাস্টারপিস টাকার অব্যক্তকরণ: দ্য আর্গুমেন্ট রিফাইন্ড-এ একটি বৈধ বিতর্ক উত্থাপন করেছিলেন: "[...] ভেবে পাই না মানুষকে কেন এতদিন ধরে সরকারগুলো দুই হাজার বছরেরও বেশি সময় ধরে একচেটিয়া ক্ষমতা প্রয়োগ করে যা তাদের শোষণ ও প্রতারণার জন্য নিয়মিত ব্যবহার করা হতো।" আরেকজন প্রতীকী ব্যক্তিত্ব যিনি ব্যক্তিগত টাকার প্রয়োজন বজায় রেখেছিল তিনি হলেন মারে রথবার্ড।

১৭০০ থেকে ১৯০০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন ব্যক্তিগত মুদ্রা প্রচারিত হয়েছিল। মার্কিন ইতিহাসের প্রথম ব্যক্তিগত মুদ্রা হল হিগলি কপার মুদ্রা, যা হিগলি পরিবারের দ্বারা ১৭৩৭ সালে তৈরি করা হয়েছিল। সম্ভবত সবচেয়ে জনপ্রিয় হল বেচটলার স্বর্ণমুদ্রা (প্রথম ১৮৩১ সালে জারি করা হয়েছিল), যা রাষ্ট্র কর্তৃক জারি করা মুদ্রার চেয়ে বেশি বিশুদ্ধতার জন্য পরিচিত। সান ফ্রান্সিসকো কোম্পানি মোফ্যাট অ্যান্ড কোও সোনার ভিড়ের সময় ইতিহাসের একটি পৃষ্ঠা লিখেছিল, তার টাকশাল মুদ্রা দিয়ে। সবচেয়ে কাঙ্খিত মুদ্রাগুলির মধ্যে একটি ছিল ব্রাশার ডবলুন, যা ১৭৮৭ সালে ইফ্রাইম ব্রাশার দিয়ে তৈরি করা হয়েছিল। উল্লেখ করার মতো অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিগত টাকশাল মুদ্রা: মর্গান ডলার, সেন্ট-গাউডেন্স ডাবল ঈগল, বারবার কোয়ার্টার। অবশ্যই, সরকার ব্যক্তিগত টাকশালগুলির সাথে একমত ছিল না তবে যা নিশ্চিত, তা হল বিভিন্ন সময়ে ব্যক্তিগত টাকশাল অর্থের অস্তিত্ব ছিল। এই মুদ্রাগুলি ব্যাপক পরিসরে ব্যবহার করা হয়েছিল, সেগুলি বন্ধ করার জন্য রাষ্ট্রের চেষ্টা যাই হোক না কেন।



স্বাধীনতাবাদ এবং নৈরাজ্যবাদ

মারে রথবার্ড || ছবি সোর্স: fee.org

আমি নৈরাজ্যবাদী সমাজকে এমন এক হিসাবে সংজ্ঞায়িত করি যেখানে কোনও ব্যক্তি বা ব্যক্তির সম্পত্তির বিরুদ্ধে জোরপূর্বক আগ্রাসনের কোনও আইনি সম্ভাবনা নেই” -- মারে রথবার্ড

বছরের পর বছর পার হয়ে গেছে এবং রাষ্ট্র যে কোনও ভাবে ব্যক্তিগত মুদ্রা ব্যান করে চলেছে। নিপীড়ন আরও জোরালো হয়েছে। কিন্তু স্বাধীনতার জন্য মানুষের আকাঙ্ক্ষাও শক্তিশালী হয়ে ওঠেছে। অতীতে, তারা এই ধারণাগুলি উদারনীতির মাধ্যমে প্রকাশ করতেন, যা পরবর্তীতে উদারতাবাদে বিকশিত হয়। ১৮তম এবং ১৯তম শতকের মধ্যে স্বাধীনতাবাদের প্রথম স্তর গুলো দেখা দেয়। আধুনিক স্বাধীনতাবাদ, ১৯৫০ সাল থেকে শুরু হয়েছিল যা মারে রথবার্ড, মিল্টন ফ্রাইডম্যান বা হায়েক র মতো মহান মানুষদের মাধ্যমে শুরু হয়েছিল। রথবার্ড এর মতে, "স্বাধীনতাবাদী একটি কেন্দ্রীয় স্বতঃসিদ্ধের উপর নির্ভর করে: যা কোনও মানুষ বা দল অন্য কারও ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে আগ্রাসন করতে পারে না। এটিকে "অনাগ্রাসন স্বতঃসিদ্ধ" বলা যেতে পারে। অন্য কারোর ব্যক্তি বা সম্পত্তির বিরুদ্ধে শারীরিক সহিংসতার ব্যবহার বা হুমকি কে "আগ্রাসন" হিসাবে বলা হয় । আগ্রাসন তাই আক্রমণের সমার্থক"। সর্বোপরি, আমরা বলতে পারি যে স্বাধীনতাবাদ ব্যক্তি অধিকার, শাসনের সীমাবদ্ধতা, ফ্রি মারকেট এ উৎসাহ এবং শান্তির উপর ফোকাস করে।

স্বাধীনতাবাদের একটি বিশেষ দিক হল নৈরাজ্যবাদ। যদিও এই আন্দোলনটি আরও উগ্র, তবুও এটি ব্যক্তিমুখী। মূলত, নৈরাজ্যবাদ একটি শাসন-মুক্ত সমাজ, স্বাধীন ব্যক্তি, যা আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত নয়, মুক্ত চুক্তি দ্বারা পরিচালিত হয়। "নৈরাজ্য" শব্দটির অর্থ "সরকারের অনুপস্থিতি"। যাইহোক, নৈরাজ্যবাদকে সহিংসতার সাথে যুক্ত করা উচিত না: এটা কখনই সহিংসতার বিষয়ে ছিল না এবং হবেও না। এই বিষয়ে একটি দুর্দান্ত ব্যাখ্যা দিয়েছেন কানাডিয়ান তাত্ত্বিক এ এল সাসান ব্রাউন: "যদিও নৈরাজ্যবাদের জনপ্রিয় মিনিং হচ্ছে একটি সহিংস, রাষ্ট্রবিরোধী আন্দোলনের। নৈরাজ্যবাদ সরকারী ক্ষমতার সরল বিরোধিতার চেয়ে অনেক বেশি সূক্ষ্ম। নৈরাজ্যবাদীরা এই ধারণার বিরোধিতা করে যে ক্ষমতা এবং আধিপত্য সমাজের জন্য প্রয়োজনীয়। পরিবর্তে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠনের আরও সমবায়, বিরোধী স্তরবিন্যাস এর পক্ষে”।



ক্রিপ্টো যুদ্ধ

ইউএস আইন অনুসারে মিনিশন টি-শার্ট, যা অ্যাডাম ব্যাক বানিয়েছেন || ছবির সোর্স: টুইটার

"যদি প্রাইভেসি বেআইনি করা হয় তবে শুধুমাত্র বেয়াইনিদেরই প্রাইভেসি থাকবে" -- ফিল জিমারম্যান

আমরা ১৯৫০ সালকে পিছনে ফেলে প্রযুক্তি যুগে প্রবেশ করেছি: ইন্টারনেটের পূর্বপুরুষ আরপানেটের জন্ম ১৯৬৭ সালে; মাইক্রোপ্রসেসরগুলি মোর এর সূত্রের উপর ভিত্তি করে বিকশিত হচ্ছে; ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ১৯৭৫ সালে চালু হয়; ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ১৯৮৯ সালে চালু হয়। Friedman এর ব্রিলিয়ান্ট মাথা থেকেই ক্রিপ্টোগ্রাফি বিকাশ লাভ করেছিল। কিন্তু এই সমস্ত প্রযুক্তিগত উন্নয়ন জনসাধারণের জন্য ছিল না (এখনও): রাষ্ট্র অত্যাচারের জন্য একটি নতুন উপায় পেয়েছে, সম্ভবত সবচেয়ে বিপজ্জনক হলো - নজরদারি। যা ছিল মানুষের গোপনীয়তা হানী করার জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া। যদি কোনো ব্যক্তি জানালা দিয়ে তার প্রতিবেশীর ওপর নজরদারী করে তাহলে সে আদালতের মুখোমুখি হতে পারে; যদি সরকার গোটা জাতির ওপর গুপ্তচরবৃত্তি করে তাহলে কোন সমস্যা নেই। যদি একজন সাধারণ ব্যক্তি অন্য কারো আর্থিক লেনদেন খুঁজে বের করার চেষ্টা করেন তবে তার বিরুদ্ধে মামলা হতে পারে; রাষ্ট্র যদি প্রত্যেক ব্যক্তির সমস্ত আর্থিক লেনদেন খুঁজে বের করতে চায় তবে কোন সমস্যা নেই।

প্রযুক্তি সরকারকে একটি দুর্দান্ত অস্ত্র সরবরাহ করেছে এবং তারা সর্বোচ্চ ক্যাপাসিটিতে ব্যাবহার শুরু করে, প্রধানত NSA এর মতো সংস্থাগুলির মাধ্যমে সম্পূর্ণ ক্ষমতায় এটি ব্যবহার করা শুরু করে। নাগরিক সম্পর্কে তথ্যের জন্য স্থায়ী ক্ষুধা সরকারের বড় ডেটার জন্য ক্ষুধায় পরিণত হয়েছে: প্রতিটি ব্যক্তি সরকারের জারি করা নথি দ্বারা শর্তযুক্ত। আপনি গভর্নমেন্ট-ইস্যু করা আইডি ছাড়া জন্ম দিতে পারবেন না, আপনি গভর্নমেন্ট-ইস্যু করা আইডি ছাড়া বিয়ে করতে পারবেন না, গভর্নমেন্ট-ইস্যু করা আইডি ছাড়া আপনি মরতেও পারবেন না, আপনি গভর্নমেন্ট-ইস্যু করা আইডি ছাড়া আপনার পরিচয় প্রমাণ করতে পারবেন না, গভর্নমেন্ট-ইস্যু করা আইডি ছাড়া হাসপাতালে প্রবেশ করতে পারবেন না ইত্যাদি। এবং এই সমস্ত তথ্য ডেটাবেসে রেকর্ড করা হয়, যা রাষ্ট্রের বিভিন্ন হাত দিয়ে নিয়ন্ত্রিত হয়; শেষ পর্যন্ত, সকলেই রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

এই কঠিন সময়ে, ১৯৭৫ সালে, হুইটফিল্ড ডিফি পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি আবিস্কার করেন, যা জনসাধারণের কাছে অসাধারন হাতিয়ার নিয়ে আসে। জনগণের ব্যক্তিগত কী গুলিকে "নিরাপদ রাখতে" সহায়তার প্রস্তাব দেয় সরকার। যা কখনোই হয়নি এবং তখন থেকেই ক্রিপ্টো যুদ্ধ শুরু হয়েছে। ১৯৭৭ সালে RSA এনক্রিপশন অ্যালগরিদম উদ্ভাবন করেছিলেন রন রিভেস্ট, আদি শামির এবং লিওনার্ড অ্যাডলেম্যান; অ্যালগরিদম টি পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করছিল। এনএসএর পরবর্তী পদক্ষেপ ছিল ডিফির উদ্ভাবন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এনক্রিপশন অ্যালগরিদম রপ্তানিতে পাবলিক অ্যাক্সেস নিষিদ্ধ করা। NSA পরিচালক ববি ইনম্যান উদ্বিগ্ন হয়ে পড়েন কারণ মানুষ এনক্রিপশন প্রযুক্তি অ্যাক্সেস করতে পারে যা সেই সময় পর্যন্ত, শুধুমাত্র এজেন্সিগুলি ব্যবহার করত। ১৯৯৩ সালে ওয়্যার্ডের একটি আর্টিকেল ১৯৭৯ সালে ইনম্যানের পাঠানো একটি ঠিকানা ফাঁস করে, সতর্ক করে যে "বেসরকারি ক্রিপ্টোলজিক একটিভিটি এবং প্রকাশনা [...] জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্ট ঝুঁকি তৈরি করে"। এনক্রিপশন অ্যালগরিদমগুলি ক্লাসিফাইড তথ্য হিসাবে বিবেচিত হয়েছিল এবং ফেডারেল রেগুলেশন এটার প্রটেক্ট করতো, যেমন ITAR (আর্মস রেগুলেশনে আন্তর্জাতিক ট্রাফিক, 22 CFR 121-128)। এগুলো রপ্তানি করলে ১০ বছরের জেল হতে পারে। প্রতিবাদ হিসাবে, জনসাধারণ টি-শার্টে আরএসএ কোডের কয়েকটি লাইন প্রিন্ট করেছিল এবং সংস্থাটি সতর্ক করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করার সময় এই ধরণের টি-শার্ট পরা বা রপ্তানি করার অর্থ "অপরাধীদের" জেল হবে। এ ধরনের টি-শার্টকে "যুদ্ধোপকরণ" হিসাবে বিবেচনা করা হত। আরএসএ অ্যালগরিদম সহ যারা ট্যাটু পরা তারাও অপরাধী হিসাবে বিবেচিত হয়েছিল। সম্ভবত এটিই প্রথম ছিল যখন সরকার ভয় পেয়েছিল যে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। এই ভয় দেখা যায় ইনমানের হস্যু করা ভাষণের নামে: "আকাশ ভেঙে পড়ছে"

জন গিলমোর, একজন সাহসী যুবক, এজেন্সির সামনে লম্বা হয়ে দাঁড়িয়েছিলেন। একই ওয়্যার্ড আর্টিকেলে তাকে জোর দিয়ে উদ্ধৃত করা হয়েছে: "আমাদের দেখান। জনসাধারণকে দেখান যে কোন নাগরিকের প্রাইভেসি নষ্ট করে আপনার ক্ষমতা কীভাবে একটি বড় বিপর্যয় রোধ করেছে। তারা সমস্ত নাগরিকের স্বাধীনতা এবং গোপনীয়তাকে সংকুচিত করছে-আমাদেরকে এমন একজন বোগিম্যানের বিরুদ্ধে রক্ষা করার জন্য যা তারা ব্যাখ্যা করবে না। আক্ষরিক অর্থে আমাদের প্রাইভেসি নষ্ট করার সিদ্ধান্তটি অবশ্যই পুরো সমাজকে নিতে হবে, সামরিক গুপ্তচর সংস্থা একতরফাভাবে নয়।"



সাইফারপাঙ্কস এবং ক্রিপ্টো-নৈরাজ্য: "একটি কারণ সহ বিদ্রোহ"

ওয়্যার্ড ম্যাগাজিনের সামনের কভার ("Rebels With a Cause"), মে/জুন ১৯৯৩ || ছবি সোর্স: Wired.com

"আমি টিম মে-এর ক্রিপ্টো-নৈরাজ্য তে মুগ্ধ। ঐতিহ্যগতভাবে "নৈরাজ্য" শব্দের সাথে যুক্ত কমিউনিটিগুলির বিপরীতে, একটি ক্রিপ্টো-অরাজকতা মধ্যে সরকার সাময়িকভাবে ধ্বংস হয় না তবে স্থায়ীভাবে ব্যান এবং স্থায়ীভাবে অপ্রয়োজনীয় হয়ে যায়। এটি এমন একটি কমিউনিটি যেখানে সহিংসতার হুমকি রয়েছে নপুংসক কারণ সহিংসতা অসম্ভব, এবং সহিংসতা অসম্ভব কারণ এর অংশগ্রহণকারীদের তাদের আসল নাম বা ফিজিক্যাল অবস্থানের সাথে লিঙ্ক করা যায় না।"
-- ওয়ে দাই

১৯৯২ এর দিকে দ্রুত এগিয়ে যাওয়া যাক। টিমোথি সি. মে, জন গিলমোর এবং এরিখ হিউজ কে নিয়ে গঠিত তিনজন কোড উদ্যমী ব্যাক্তি এবং ক্রিপ্টোগ্রাফারদের একটি দল আবিষ্কার করে যে তাদের সকলেরই সরকারী নজরদারি এবং সেন্সরশিপ সম্পর্কে একই দৃষ্টিভঙ্গি আছে। তাদের সকলেরই কম্পিউটার বিজ্ঞানে গভীর জ্ঞান ছিল। মে ইন্টেল কোম্পনীতে একজন প্রধান সাইনটিস্ট হিসাবে কাজ করতেন, গিলমোর তার নিজের কোম্পানি শুরু করার আগে সান মাইক্রোসিস্টেমে কয়েক বছর কাটিয়েছিলেন, যখন হিউজ ছিলেন একজন প্রোগ্রামার এবং একজন গণিতবিদ। তারা সান ফ্রান্সিসকো বে এলাকায় গিলমোরের অফিসে একে অপরকে দেখতে শুরু করে, ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে মানুষের প্রাইভেসি রক্ষা করার উপায় খুঁজে বের করার চেষ্টা করে। শীঘ্রই, অন্য একজন উদ্যমী ব্যাক্তি তাদের সাথে যোগ দেয়: হ্যাকার জুড মিলহন, তিনি সেন্ট জুড নামেও পরিচিত। তিনি এই কমিউনিটির জন্য একটি নামও খুঁজে পান: "সাইফার" (ক্রিপ্টোগ্রাফির সাথে সম্পর্কিত) এবং "সাইফারপাঙ্ক" (যা ডাইস্টোপিয়ান রিয়েলিটি এবং নৈরাজ্যের উপর ভিত্তি করে বিজ্ঞান কল্পকাহিনীর একটি অংশ) শব্দগুলিকে একত্রিত করে "সাইফারপাঙ্কস" নামটি আবিষ্কার করেন।

গ্রুপটি বিবর্তিত হয়েছে এবং আরও অনেকে যোগ দিয়েছে। যোগাযোগ রাখার জন্য তারা একটি মেইলিং তালিকা চালু করেছে; মেইল আরকাইভ Metzdowd.com এবং Cypherpunks.venona.com এ পাওয়া যাবে। সর্বোচ্চ, এটির প্রায় ২০০০ সাবস্ক্রাইবার ছিল।

সাইফারপাঙ্কের আদর্শ স্বাধীনতাবাদ এবং নৈরাজ্যবাদকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে গেছে: ক্রিপ্টো-নৈরাজ্য। ১৯৮৮ সালে টিম মে বলেন, "একটি স্পেকটার আধুনিক বিশ্বকে তাড়িত করছে, ক্রিপ্টো নৈরাজ্যের স্পেকটার", যা সাইফারপাঙ্কস সাহিত্যে একটি মাস্টারপিস হিসাবে পরিচিত হয়েছিল: "দ্য ক্রিপ্টো অ্যানার্কিস্ট ম্যানিফেস্টো"।

member
Activity: 168
Merit: 58
June 24, 2023, 12:02:29 PM
আমি একটা Bounty Campaign তৈরি করার পরে ঐ Campaign টা আমি কোথায় Post করব? Huh
সবাই আমাকে জানাবেন প্লিজ
আসলে ভাই আপনি কোথায় বাউন্টি প্রজেক্ট তৈরি করে পোস্ট করবেন সেটাই জানেন না। আপনি আবার বাউন্টি ম্যানেজার হবেন।
বাউন্টি পরিচালনা করতে হলে আপনাকে বেশ ভালো অভিজ্ঞ হতে হবে। বর্তমানে প্রায়ই বাউন্টি দেখা যায় স্কাম হয়, বাউন্টি হোন্টাররা শুধু গালাগালি শুরু করে। যদি বাউন্টি প্রজেক্ট পরিচালনা করতে চায় অবশ্যই আপনাকে বেশ ভালো অবিজ্ঞতা অর্জন করতে হবে।
newbie
Activity: 126
Merit: 0
June 24, 2023, 11:48:26 AM
আমি একটা Bounty Campaign তৈরি করার পরে ঐ Campaign টা আমি কোথায় Post করব? Huh
সবাই আমাকে জানাবেন প্লিজ
sr. member
Activity: 1008
Merit: 366
June 24, 2023, 10:31:26 AM
ওহ ভাই আরেকটি বিষয় বলতে ভুলে গেছি সেইটা হলো আমি পিকচার + লিংক এড করবো । কিভাবে তাহলে মানে আমি এই ছোট পিকচারে ক্লিক করলে একটা লিংক এ নিয়ে যাবে মানে আমি পিকচার এর সাথে একটা কিছুর লিংক এড করতে চাচ্ছি । কিভাবে করবো এইটা বলেন একটু ।
আমি এই পিক দিয়েই ডেমো দিলাম। নিচের ইমেজ এ ক্লিক করলে আপনাকে এখানে দেওয়া লিঙ্ক এ নিয়ে যাবে।



Code:
[url=https://www.youtube.com/watch?v=xvFZjo5PgG0][img width=100]https://i.postimg.cc/PJxspBpF/IMG-8931.jpg[/img][/url]

([url =) থেকে পরের লিঙ্ক এর জায়গায় আপনি যা ইচ্ছা লিঙ্ক দিতে পারবেন এবং কোড ক্লোজ করার জন্য শেষ এ (]) এটি দিতে হবে। কোড এ খেয়াল করলে বুঝতে পারবেন।
আর একটি সহজ উপায় হচ্ছে যা আপনি কোড এর মাঝে বসাতে চান তা সিলেক্ট করে ওই অপশন এ চাপ দিলেই পুরো টা কোড এর অন্তর্ভুক্ত হয়ে যাবে।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 24, 2023, 10:09:34 AM
ভাই আমি একটা বিষয় ভালো করে বুঝতে পারলাম না । আমাকে একটু বুযিয়ে বলেন আসলে আমি যখন একটা পিকচার ছোট করে পোস্ট করতে যায় তখন পিকচার টা আরো অনেক বড় হয় । কিভাবে পিকচার ছোট করব এই নিয়ম যুদি একটু আমাকে ভালো করে বুযিয়ে দিতেন তাহলে খুব উপর হতো ।
Code:
[img width=100 অথবা ২০০
আপনার নিজের ইচ্ছা মতো সাইজ কমিয়ে নিবেন ]এখানে ইমেজ লিংক দিবেন[/img]
আশা করছি বুঝতে পারছেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর করে বুযিয়ে দেওয়ার জন্য ।
এখন আমি ভালো করে বুযতে পেরেছি ।

@Bd officer ওহ ভাই আরেকটি বিষয় বলতে ভুলে গেছি সেইটা হলো আমি পিকচার + লিংক এড করবো । কিভাবে তাহলে মানে আমি এই ছোট পিকচারে ক্লিক করলে একটা লিংক এ নিয়ে যাবে মানে আমি পিকচার এর সাথে একটা কিছুর লিংক এড করতে চাচ্ছি । কিভাবে করবো এইটা বলেন একটু ।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 24, 2023, 10:06:29 AM
ভাই আমি একটা বিষয় ভালো করে বুঝতে পারলাম না । আমাকে একটু বুযিয়ে বলেন আসলে আমি যখন একটা পিকচার ছোট করে পোস্ট করতে যায় তখন পিকচার টা আরো অনেক বড় হয় । কিভাবে পিকচার ছোট করব এই নিয়ম যুদি একটু আমাকে ভালো করে বুযিয়ে দিতেন তাহলে খুব উপর হতো ।
Code:
[img width=100 অথবা ২০০
আপনার নিজের ইচ্ছা মতো সাইজ কমিয়ে নিবেন ]এখানে ইমেজ লিংক দিবেন[/img]
আশা করছি বুঝতে পারছেন।
full member
Activity: 367
Merit: 136
June 24, 2023, 09:52:51 AM
মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
Bounty campaign ছাড়া যায় বলতে আপনি কি বুঝিয়েছেন যে আপনি একটি প্রজেক্ট এর বাউন্টি ম্যানেজার হবেন?

মোবাইলের মাধ্যমে বাউন্টি ক্যাম্পেইন ম্যানেজমেন্ট করা যায়, তবে অনেক কিছু লক্ষ্য রাখতে হয়। তাছাড়া মোবাইলের মাধ্যমে বাউন্টি ক্যাম্পেইন ছাড়তে গেলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। বিশেষ করে স্প্রেডশিট আপডেট করা এবং আপনার এখানে যারা কাজ করতেছে তারা কোন ডুপ্লিকেট বা অন্যের কাজ কপি পেস্ট করতেছে কিনা তা বের করা একটু কষ্টকর হয়ে যায়। তবে কম্পিউটার বা ল্যাপটপ থাকলে এগুলা করা অনেক সহজ। কারণ আপনি কম্পিউটার দিয়ে যা করতে পারবেন মোবাইল দিয়ে তা করতে পারবেন না। অনেক বাউন্টি ক্যাম্পিং আছে আসার পর কয়েক সপ্তাহ কাজ করিয়ে তারপর স্ক্যাম করে। প্রজেক্ট টিম এর সাথে এইগুলা নিয়ে ভালোভাবে ডিল করতে হবে।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 24, 2023, 09:46:44 AM
~snip


কোনটা কি কাজ করে তা নিচে বুঝিয়ে দিচ্ছি।
বোল্ডঃ টেস্ট
ইটালিকঃ টেস্ট
আন্ডারলাইনঃ টেস্ট
স্ট্রাইকথ্রুঃ টেস্ট
বিটকয়েন লোগোঃ BTC
গ্লো/কালার এডঃ টেস্ট
Shadow : টেস্ট [আপাতত কাজ করে না!]

Code:
[b]টেস্ট[/b]
[i]টেস্ট[/i]
[u]টেস্ট[/u]
[s]টেস্ট[/s]
[btc]
[glow=yellow,2,300]টেস্ট[/glow]
[shadow=red,left]টেস্ট[/shadow]

ডিফল্ট লেখার স্টাইলঃ
এইটা ডিফল্ট স্টাইল

বাম থেকে ডানেঃ
 
এইটা একটি টেস্ট
মাঝখানেঃ
এইটা একটি টেস্ট
ডান থেকে বামেঃ
এইটা একটি টেস্ট
Code:
[pre]এইটা ডিফল্ট স্টাইল[/pre]
[left]এইটা একটি টেস্ট [/left]
[center]এইটা একটি টেস্ট[/center]
[right]এইটা একটি টেস্ট [/right]

পেজ ব্রেক/horizontal rule:
page1
page2
ফন্ট সাইজঃ টেস্ট
ফন্ট স্টাইলঃ This is a test This is a test
কালার চেঞ্জঃ লাল সবুজ কমলা
Code:
[hr]
[size=13pt]টেস্ট[/size]
[font=Jungle Kid]This is a test[/font] [font=arial]This is a test[/font]
[color=red]লাল[/color] [color=green]সবুজ[/color] [color=orange]কমলা[/color]

ফ্ল্যাশ লিংকঃ http://bitcointalk.org
ইমেজ এডঃ
লিংক এডঃ টেস্ট
ইমেইলঃ [email protected]
এফ টি পিঃ 0.0.0.0


Code:
[flash=200,200]bitcointalk.org[/flash]
[img]https://i.postimg.cc/PJxspBpF/IMG-8931.jpg[/img]
[url=bitcointalk.org]টেস্ট[/url]
[email][email protected][/email]
[ftp]0.0.0.0[/ftp]

টেবিলঃ
টেস্ট
Code:
[table]টেস্ট[/table]

সুপার স্ক্রিপ্টঃ এই লেখাটি সুপারস্ক্রিপ্ট
সাব স্ক্রিপ্টঃ এই লেখাটি সাবস্ক্রিপ্ট
টেলিটাইপঃ teletype
Code:
[sup]এই লেখাটি সুপারস্ক্রিপ্ট[/sup]
[sub]এই লেখাটি সাবস্ক্রিপ্ট[/sub]
[tt]teletype[/tt]

কোডঃ
Code:
কোড
Code:
[ code]কোড[/ code]  {স্পেস বাদ দিয়ে লিখতে হবে}

কোটঃ
Quote
এইটা একটি কোট
Code:
[quote]এইটা একটি কোট[/quote]

লিস্টঃ
  • লিস্ট ১
  • লিস্ট ২
  • লিস্ট ৩
Code:
[list]
[li] লিস্ট ১[/li]
[li] লিস্ট ২[/li]
[li] লিস্ট ৩[/li]
[/list]

উপরে কোড সহ সব বুঝিয়ে দেওয়ার চেস্টা করেছি। বাকি ইমোজি তে চাপ দিলেই ওগুলা এড হয়ে যায়  Grin না বুঝলে পুনরায় বলতে পারেন। আশা করি সাহায্য করতে পারব।


ভাই আমি একটা বিষয় ভালো করে বুঝতে পারলাম না । আমাকে একটু বুযিয়ে বলেন আসলে আমি যখন একটা পিকচার ছোট করে পোস্ট করতে যায় তখন পিকচার টা আরো অনেক বড় হয় । কিভাবে পিকচার ছোট করব এই নিয়ম যুদি একটু আমাকে ভালো করে বুযিয়ে দিতেন তাহলে খুব উপর হতো ।
Jump to: