Author

Topic: বাংলা (Bengali) - page 205. (Read 5314058 times)

newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 11:23:30 AM
ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা  আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি
staff
Activity: 2436
Merit: 2347
June 09, 2023, 11:07:05 AM
Xal0lex
 Moderator
 আমি এখনো কোনো পোস্টের রিপ্লে দিতে পারছিনা।
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

 [An Error Has Occurred!
 The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

 
 ত্রুটিপূর্ণ স্ক্রীনশট link:


 দয়া করে আমাকে সাহায্য করুন... 🙏🙏🙏

তুমি কি আমি যা বলেছিলাম সেই ফোরাম সেটিংস চেক করেছো?

https://bitcointalksearch.org/topic/m.62320725
newbie
Activity: 20
Merit: 0
June 09, 2023, 10:32:55 AM
 Update News:
Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে।

নতুন আদালতের ফাইলিং অনুসারে, Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে। অধিকন্তু, বিনিময়ের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) মামলার ক্ষেত্রে Binance-এর US বাহুর আর্থিক রেকর্ড প্রকাশ করা হয়েছিল।

বিনান্সের ইউনাইটেড স্টেটস আর্ম গত বছরের জন্য যে আর্থিক পরিস্থিতির মধ্যে ছিল তা আদালতের ফাইলিংগুলি ভিতরের দিকে নজর দেয়। পরবর্তীকালে, সেই রেকর্ডগুলি ইঙ্গিত করে যে মার্কিন বাহিনী তার অপারেশনের প্রথম বছরেই প্রায় $400,000 হারিয়েছে।

আদালত ফাইলিং Binance.US লোকসান প্রকাশ
ক্রিপ্টোকারেন্সি শিল্প কেঁপে উঠেছিল যখন SEC বিনান্সের বিরুদ্ধে অভিযোগ উন্মোচন করেছিল। প্রকৃতপক্ষে, গ্রহের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 13টি ভিন্ন US সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে। তদুপরি, তারা তৃতীয় পক্ষের ব্যবসার সাথে গ্রাহক তহবিল একত্রিত করার অভিযোগের মুখোমুখি হচ্ছে।

এখন, সেই প্রক্রিয়াটি কোম্পানির আমেরিকান বাহুর ক্রিয়াকলাপগুলির উপর একটি নজর প্রকাশ করেছে এবং ফলাফলগুলি দুর্দান্ত নয়। বিশেষ করে, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে। এই পরিসংখ্যানগুলি মুলতুবি মামলার সাথে সম্পর্কিত আদালতের ফাইলিং থেকে নেওয়া হয়েছে।

অধিকন্তু, রেকর্ডগুলি প্রকাশ করেছে যে কোম্পানির প্রথম পূর্ণ বছরে, 2022 সালে, এটি প্রায় $400,000 হারিয়েছে। পরবর্তীকালে, কোম্পানির আর্থিক অবস্থার বরং অপ্রত্যাশিত অবস্থার প্রথম হাতের নজর দেওয়া।

Binance যে 13টি অভিযোগের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে মিথ্যার অভিযোগ রয়েছে যা এটি বিনিয়োগকারীদের এবং নিয়ন্ত্রকদের বলেছিল। অধিকন্তু, এক্সচেঞ্জটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের তার প্ল্যাটফর্মে উপস্থিতি বজায় রাখার অনুমতি দিয়েছে বলে অভিযোগ। এর ইউএস বাহু থেকে লাভের অভাব সেই মামলাটিকে শক্তিশালী করতে পারে।

তবুও, বিনান্স এবং সিইও চ্যাংপেং ঝাও জোর দিয়ে বলেছেন যে তারা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে। বিশেষত, নিয়ন্ত্রকের অভিযোগে করা অনেক দাবি অস্বীকার করা। উপরন্তু, প্রতিশ্রুতি দিয়ে তারা "লড়াই করতে প্রস্তুত"। বিপরীতভাবে, কয়েনবেসকে একইভাবে এজেন্সি কর্তৃক গৃহীত আইনি পদক্ষেপে লক্ষ্যবস্তু করা হয়েছিল।


নিউজ লিংক: https://watcher.guru/news/binance-us-lost-181-million-in-2022?utm_source




newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 10:25:25 AM
বাংলাদেশ থেকে কি #BTC মাইনিং করা সম্ভব?

হাঁ , বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং করা সম্ভব . শুধু বাংলাদেশ নয় আপনি যে কোনো দেশ থেকে শুধু বিটকয়েন নয় যে কোনো ক্রিপ্টো কারেন্সী মাইনিং করতে পারবেন যদি আপনার কাছে মাইনিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকে . আপনি দুটি উপায় এ মাইনিং করতে পারবেন প্রথমটি হল একক ভাবে এবং দ্বিতীয় হল মাইনিং পুল ( mining pool) এ অংশগ্রহণ এর মাধ্যমে . কোনটি আপনার জন্য ভালো হবে এখানে তা জানতে পারবেন .


নিউজ লিংক
https://bn.quora.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-BTC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 09, 2023, 09:34:07 AM
বাংলাদেশ কেন ক্রিপ্টোকারেন্সি অবৈধ ?
আমি আসলে জানি না তাই বড়ো ভাই দের কাছ থেকে জানতে চাই একটু জানাবেন ভাই প্লিজ প্লিজ
বর্তমান আমাদের দেশের যে অবস্থা বিদ্যুৎ তো পাচ্ছিনা, শোনা যায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে। বিটকয়েন মাইনিং শিল্প গড়ার জন্য বিদ্যুতের প্রয়োজন হবে। এখন বাংলাদেশের যে পরিমান বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা আমাদের দেশেই প্রয়োজন মেটাতে পারছে না। মাইনিং শিল্প করতে বিদ্যুতের সংকট পড়বে এটি একটি কারণ। আর এখন জানেন তো আমাদের বাংলাদেশের কি অবস্থা চলছে। যে পরিমাণের টাকা আমাদের দেশ থেকে পাচার হচ্ছে, বিটকয়েন বৈধ করা হলে আরো বেশি পাচার হবে। এবং সন্ত্রাসী কার্যকলাপে লেনদেন, অবৈধ মাদক ব্যবসা, অস্ত্র ও গোলাবারুদ ক্রয়, সন্ত্রাসে অর্থাায়ন, বিদেশে টাকা পাচার, কালো টাকা বিনিয়োগ এই ভয়ে বিটকয়েন অবৈধ। আরো জানতে এখানে দেখতে পারেন।
নিউজ লিংক
newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 09:00:57 AM
বাংলাদেশ কেন ক্রিপ্টোকারেন্সি অবৈধ ?
আমি আসলে জানি না তাই বড়ো ভাই দের কাছ থেকে জানতে চাই একটু জানাবেন ভাই প্লিজ প্লিজ
full member
Activity: 742
Merit: 157
June 09, 2023, 07:03:00 AM
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 06:08:58 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 09, 2023, 05:55:47 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
আপনার জানার মধ্যে ভুল ছিল। আপনি যাই বলুন না কেন আপনার ধারণা ঠিক এইরকম। যত বলবেন তার এক কম। অর্থাৎ আপনার যদি 2 টি মেরিট থাকে তাহলে আপনি ১টি দিতে পারবেন।
যদি ৩ টি মেরিট থাকে তাহলে আপনি ২ টি দিতে পারবেন।
যদি ৪ টি মেরিট থাকে তাহলে আপনি ৩ টি দিতে পারবেন।
যদি ৫ টি মেরিট থাকে তাহলে আপনি ৪ টি দিতে পারবেন।
..........
..........
..........
যদি ১১ টি মেরিট থাকে তাহলে আপনি ১০ টি দিতে পারবেন।
যদি ১২ টি মেরিট থাকে তাহলে আপনি ১১ টি দিতে পারবেন।

না ভাই এরকম মেরিট সিস্টেম অতীতে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে থাকবে না। আপনার বোঝাতে ভুল ছিল। আশা করি উপরে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যথারীতি শিখে নিবেন।

@2Pizza410000BTC আপনাকে মেনশন করলাম বিষয়টির জন্য যে আসলে খেলাধুলা নিয়ে অন্য কিছু জায়গা আছে যেখানে আলোচনা করা হয়। ফুটবল ট্রান্সফার নিয়ে বেশ কয়েকটি থ্রেড খোলা হয়েছে সেখানে দেখেন শত শত আলোচনা আছে। আপনি মনের ভাব ব্যক্ত করেছেন এজন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনি লেখাটুকুই যদি ইংরেজিতে লিখে দিতেন তাহলে ভালো একটা পোস্ট হতো।
(+১) দিলাম শুধুমাত্র আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও ভক্তি থাকার কারণে। এরকম ধর্মের প্রতি আসক্তি বা শ্রদ্ধা সকলের মধ্যে দেখা যায় না বিশেষ করে এ যুগে ধর্মের প্রতি ভক্তিশীল মানুষের বড়ই অভাব।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 09, 2023, 05:53:05 AM
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ভাই প্রতি দুটি মেরিটে একটি S মেরিট হয়। এখন আপনি বিবেচনা করুন 11 মেরিট পেয়েছেন এখন কয়টি সেন্ড করতে পারবেন? অবশ্যই পাঁচটি যা আপনি ইতিমধ্যে সেন্ড করে দিয়েছেন। আপনি হয়তো ভুল শুনেছেন আগে থেকেই আমি যতদুর জানি ২ টা মেরিট পেলে একটা s মেরিট হয়।
আপনি এখান থেকে সকল প্রকার মেরিট সংক্রান্ত ধারণা পেয়ে যাবেন।  
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:39:17 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
member
Activity: 108
Merit: 46
June 09, 2023, 05:33:49 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর https://bpip.org/Profile?id=3544475  তে গিয়ে দেখলাম  সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:29:33 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 09, 2023, 05:19:27 AM
হুম ভিপিএন ইউজ করলে খুব শিগ্রই হয়ে যায় কিন্তু আবার কত সময় ভিপিএন ইউজ করেও কাজ হয় না । আর মোবাইল দিয়ে ইউজ করলে একটু সমস্যা হবেই আমি এইটা অনেক দিন ধরে ইউজ করি এখন আর আমার কোনো সমস্যা মনে হয় না
ভিপিএন  ইউজ করলে হতে পারে  তাড়াতাড়ি হচ্ছে ,  এটা অবশ্য কোন ভিপিএন ইউজ এটার উপরে ডিপেন্ড করে আপনার নেট স্পিড এর উপর ডিপেন্ড করে।  কিন্তু  ফ্রি ভিপিএন ইউজ করার থেকে  এই TOR  ব্রাউজার ইউজ  করলে আমি মনে করি বেশি  secure থাকা যাবে  তাছাড়া tor  ব্রাউজার ইউজ করার সময় আপনি একটা ভিপিএন ইউজ করতে পারেন  এখানে এক্সট্রা সিকিউরিটি পাবেন।
আর যেহেতু টোর ব্রাউজারে  লগইন  এবং পাসওয়ার্ড সেভ করার কোনো উপায় নাই  তাই আপনাকে bitcointalk  এ   প্রবেশ করার জন্য বার বার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে  ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া  তেমন সময়ের ব্যাপার হয় না কিন্তু যখন আপনি ক্যাপচাটি পূরণ করতে যাবেন তখন প্রবলেমে পড়বেন।  বারবার  ক্যাপচা পূরণের এই সমস্যাটি দূর করার জন্য হয়তো  theymos এই  ক্যাপচা বাইপাস  কোড এর ব্যবস্থা করেছে। theymos  এর সেই টপিকটি-Captcha bypass



হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে কিন্তু আমরা যুদি পিটুপি না করি তাহলে আমরা ডলার বিক্রি করবো কিভাবে । এখন আমরা সবাই কম বেশি ডলার সবসময় বিক্রি করে থাকি আমরা যুদি ডলার বিক্রি করতে না পারি তাহলে এখন কি করবো । এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা এখন কোথায় ডলার বিক্রি করতে পারি কোনো সমস্যা ছাড়া যুদি কারো কিছু জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন ।
ধন্যবাদ ।
এটা সঠিক উত্তর আসলে আমারও জানা নেই তবে আমি মনে করি  এর থেকে বাঁচার জন্য  আমাদের একটি স্ট্রং  কমিউনিটি গ্রো আপ করতে হবে যেখানে  নিজেদের মধ্যে নিজেরাই  ডলার  বা অন্যান্য কয়েন এক্সচেঞ্জ করতে পারব।  তবে আমার মনে হয় না আমাদের বাংলাদেশের অবস্থা এখনো সে পর্যায়ে গেছে ।  তবে হয়তো এখনো অনেকে  সিস্টেম টি ইউজ করে  থাকার জন্য।
আপনি চাইলে Little Mouse  ভাইয়ের নিকট ডলার সেল বা exchange করতে পারেন । আগে তার একটি কারেন্সি একচেঞ্জ  বোর্ড  একটি টপিকও ছিল  কিন্তু সেটি বাইনান্স এর P2P  সিস্টেম চালু হওয়ার কারণে  সেখানে তেমন সাড়া না পাওয়ায় টপিকটি এখন Lock  করে রেখেছেন।  তবে আপনি চাইলে তাকে নক দিয়ে  আপনার ডলার সেল  করতে পারেন
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:12:15 AM
TOR Browser এই ব্রাউজারটি আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু একটি বিষয়ের মোটেও ভালো লাগেনি যেটি হলো ক্যাপচা আমাদের বিটকয়েন্টের অনেক ধরনের ক্যাপচা পূরণ করতে হয় কিন্তু
 TOR Browser টিতে ক্যাপচা পূরণ করতে অনেক সময় লাগে
যেমন ক্যাপচা পুরান করার সময় বারে বারে স্কিপ্ট করতে হয়
আমার কাছে এ বিষয়টা মোটেও ভালো লাগেনি  
আর আপনাদের কাছে TOR Browser ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন।
তাছাড়া আমার কাছে TOR Browser এর সকল বিষয়েই ভালো লাগছে লাগছে
ক্যাপচা পূরণ করার প্রবলেমটি হয়তো  ইন্টারনেট স্পিড এর জন্য হচ্ছে ।  টোর ব্রাউজার অনেকটা  ভিপিএন এর মতন করে কাজ করে তো  দেখবেন যে ভিপিএন ইউজ করলে আপনার একচুয়াল যে স্পিড পাবেন তার থেকে কম পাবেন  আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এভাবে বললাম ।তবে সিকিউরিটির জন্য আপনি TOR  ব্রাউজার ইউজ  করতে পারেন।  যেমন সরকার যদি চায় আমাদের আইএসপি থেকে  আমাদের একটিভিটি  মনিটর করতে পারবে । TOR  ব্রাউজার ইউজ করলে সে পথ আর থাকবে না।
আর বারবার ক্যাপচা পূরণ করা নিয়ে যদি আপনার কোন প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি  ক্যাপচা বাইপাস কোড ইউজ করতে পারেন, অনেকদিন আগে থেমস একটি টপিক খুলে  ফোরামে এটি পরিচিতি করে দিয়েছিল।
এই লিংকটিতে ঢুকলে  আপনি আপনার ক্যাপচা বাইপাস code পেয়ে যাবেন লগইন করার জন্য- Captcha bypass code
হুম ভিপিএন ইউজ করলে খুব শিগ্রই হয়ে যায় কিন্তু আবার কত সময় ভিপিএন ইউজ করেও কাজ হয় না । আর মোবাইল দিয়ে ইউজ করলে একটু সমস্যা হবেই আমি এইটা অনেক দিন ধরে ইউজ করি এখন আর আমার কোনো সমস্যা মনে হয় না ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 09, 2023, 05:03:24 AM
TOR Browser এই ব্রাউজারটি আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু একটি বিষয়ের মোটেও ভালো লাগেনি যেটি হলো ক্যাপচা আমাদের বিটকয়েন্টের অনেক ধরনের ক্যাপচা পূরণ করতে হয় কিন্তু
 TOR Browser টিতে ক্যাপচা পূরণ করতে অনেক সময় লাগে
যেমন ক্যাপচা পুরান করার সময় বারে বারে স্কিপ্ট করতে হয়
আমার কাছে এ বিষয়টা মোটেও ভালো লাগেনি  
আর আপনাদের কাছে TOR Browser ভালো লাগে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন।
তাছাড়া আমার কাছে TOR Browser এর সকল বিষয়েই ভালো লাগছে লাগছে
ক্যাপচা পূরণ করার প্রবলেমটি হয়তো  ইন্টারনেট স্পিড এর জন্য হচ্ছে ।  টোর ব্রাউজার অনেকটা  ভিপিএন এর মতন করে কাজ করে তো  দেখবেন যে ভিপিএন ইউজ করলে আপনার একচুয়াল যে স্পিড পাবেন তার থেকে কম পাবেন  আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এভাবে বললাম ।তবে সিকিউরিটির জন্য আপনি TOR  ব্রাউজার ইউজ  করতে পারেন।  যেমন সরকার যদি চায় আমাদের আইএসপি থেকে  আমাদের একটিভিটি  মনিটর করতে পারবে । TOR  ব্রাউজার ইউজ করলে সে পথ আর থাকবে না।

আর বারবার ক্যাপচা পূরণ করা নিয়ে যদি আপনার কোন প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি  ক্যাপচা বাইপাস কোড ইউজ করতে পারেন, অনেকদিন আগে থেমস একটি টপিক খুলে  ফোরামে এটি পরিচিতি করে দিয়েছিল।
এই লিংকটিতে ঢুকলে  আপনি আপনার ক্যাপচা বাইপাস code পেয়ে যাবেন লগইন করার জন্য- Captcha bypass code
তবে মনে রাখবেন যেন আপনার এই ক্যাপচা বাইপাস Code বা লিংক যেন আর কেউ না পায়,  কেননা এটি প্রত্যেক একাউন্টের জন্য আলাদা আলাদা,  আর যদি কেউ আপনার এই কোডটি  কেউ পেয়ে যায় তাহলে আপনার  অ্যাকাউন্টটি হ্যাকাররা ব্রুটফোর্স হ্যাকিং এর মাধ্যমে  এক্সেস নিতে পারে ,  সে ক্ষেত্রে আপনি উপরের দেওয়া লিংকে  রিসেট বাটনে ক্লিক করে নতুন  কোড জেনারেট করতে পারেন।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:02:45 AM
newbie
Activity: 826
Merit: 0
June 09, 2023, 04:10:41 AM

https://talkimg.com/images/2023/06/09/AMLQw.jpeg
🥰আসসালামু আলাইকুম ❤️
সবাইকে জুম্মা মোবারক ❤️ আমাদের বাংলাদেশ মুসলমান রাষ্ট্র এখানে মেক্সিমাম মানুষী মুসলমান।  আমরা খুবই করব যে, আমরা মুসলমান রাষ্ট্রের সন্তান আজকে পবিত্র জুম্মার দিন ছয় দিন পরে আমরা জুম্মার দিন পেয়েছি  আলহামদুলিল্লাহ ।  এক একটি জুম্মা আমাদের এক একটি ঈদের সময় 😍 হে আল্লাহ আজকে জুম্মার দিনে উসিলায় আমাদের জীবনে সমস্ত  গুনাহখাতা  মাফ করে দিন আমিন। সকল রাষ্ট্রের মানুষকে হেফাজত থাকার ব্যবস্থা করে দিন। তাদের বালা মুসিবার দূর করে দিন আমিন। সকল ধর্মকে হেফাজত করুন.....

😍আমিন❤️
newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 03:39:52 AM
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 09, 2023, 03:17:21 AM
"আমি মুসলিম, এটি মুসলিম দেশ। আমি সবসময় এইরকম একটি দেশে থাকতে চেয়েছি"

দেখুন যদিও এখানে এটি আলোচ্য বিষয় না তবুও মনের ভাব নিজের মতো প্রকাশ করার জন্যই তো আমাদেরই কমিউনিটি।

উপরের বোল্ড করা কথাটি বলেছেন রিয়েল মাদ্রিদের মাঠ কাঁপানো সেরা স্ট্রাইকার করিম বেনজেমা। কথাটির ভিতরে অনেক বড় বিষয় লুকিয়ে আছে যা আমরা যারা মুসলিম সম্প্রদায় আছি তারা সকলেই অনুমান করতে পারব। শুধু মুসলিম সম্প্রদায় নয় নিজের ধর্মের প্রতি যাদের আত্মবিশ্বাস আছে তারা সবাই উপরের লাইনটি সারমর্ম উপলব্ধি করতে পারবে।
করিম বেনজেমা ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দিয়ে রিয়ালের মাঠ কাঁপিয়েছেন, তার হাত ধরে রিয়াল পেয়েছে অনেকগুলো শিরোপা ও একাধিক ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার গৌরব। প্রায় চৌদ্দ বছর রিয়ালের মাঠ কাঁপিয়ে 35 বছর বয়সী এই মুসলিম সেরা স্ট্রাইকার রিয়াল এর অধ্যায় শেষ করে পাড়ি জমিয়েছেন তার পছন্দের দেশ সৌদি আরবে। সৌদি আরবে কেন করিম বেনজেমা ট্রান্সফার হলেন এই প্রশ্নটা জানতে চাইলে তিনি সরাসরি উত্তর দিলেন সৌদি আরব মুসলিম দেশ, আমি মুসলমান, আমি অনেকদিন ধরে এরকম একটি দেশে থাকতে চেয়েছি।
তবে তাকে যে টাকার লোভে সৌদি আরবের ক্লাবে এসেছেন এ কথা বললে ভুল হবে কেননা করিম বেনজেমাকে বিশ্বের বড় বড় ফুটবল ক্লাব থেকে অফার করেছিল কিন্তু সে সবগুলো অফার ফিরিয়ে দিয়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে(Al Ittihad) যোগদান করেছে। অবশ্য বছরে তিনি ২০ কোটি ডলার করে পাবেন। তাকে টাকার বিষয়টিও জানালে সে একই কথা বলে সৌদি আরব মুসলিম দেশ এবং এরকম একটি মুসলিম দেশের হয়ে খেলতে পারাটা তার কাছে অনেকটা সৌভাগ্যের বিষয়।



এই পোস্ট লেখাটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিনিয়ত নিজের ধর্মের প্রতি গুরুত্ব হারিয়ে ফেলছি, আমরা যে যে ধর্মের হোক না কেন তাতে কোন আসে যায় না বরং প্রত্যেকে তাদের নিজ নিজ ধর্ম পালন করব এবং ধর্মের প্রতি সম্মান ও আত্ম বিশ্বাস রাখব। একমাত্র ধর্মের প্রতি আত্মবিশ্বাস ও সম্মান আপনাকে একটি মূল্যবান মানুষে পরিণত করে।

প্রথম আলোতে চোখ রাখুন: https://www.prothomalo.com/sports/football/k7g36z020f
Jump to: