Author

Topic: বাংলা (Bengali) - page 203. (Read 5313495 times)

newbie
Activity: 672
Merit: 0
June 11, 2023, 03:54:11 AM
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 11, 2023, 03:47:51 AM
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:

আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। ইদানিং আমরা সবাই লক্ষ্য করছি কিছু নতুন মেম্বার ফোরামে যুক্ত হয়েছে এবং বাংলাদেশ লোকাল বোর্ডে ফোরামের রুলস বিরোধী পোস্ট করছে। আবার অনেকে ভালো পোস্ট না করেও মেরিট এর পিছনে ছুটছেন। তাই তাদের জন্য দিক নির্দেশনা স্বরূপ কিছু বিষয় তুলে ধরছি।

১.ফোরামের ব্যাসিক রুলস গুলো জানুন : আমাদের মধ্যে যারা নতুন তাদের অনেকেরই ফোরামের রুলস সম্পর্কে ধারণা নেই। ফোরামের যেকোন বোর্ডে পোস্ট করার আগে উপরে পিন করা রুলস গুলো অবশ্যই পড়ে নেবেন। আর ফোরামের সাধারণ রুলস গুলো সম্পর্কে ধারণা নিতে এই পোস্টটি অবশ্যই পড়বেন বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন। এখানে বাংলায় গুরুত্বপূর্ণ সব নিয়মকানুন উল্লেখ করা আছে।

২.আগে নিজে জানুন অন্যকে সাহায্য করুন: ফোরামের সার্চ অপশন থেকে আপনি  ক্রিপ্টো রিলেটেড যেকোন বিষয়ে সার্চ করে জ্ঞান অর্জন করতে পারেন। যদি সেই বিষয়ে কোন সলিউশন দেয়া না থাকে তবে আপনি Beginners & Help  বোর্ডে ইংরেজিতে অথবা আমাদের লোকাল সেকশনে বাংলায় প্রশ্ন করতে পারেন। মেরিট পাওয়ার অথবা দ্রুত রেঙ্ক আপ করার একটি কার্যকরী পদ্ধতি হচ্ছে অন্য ফোরাম মেম্বারদের হেল্প করা অথবা রিসোর্স শেয়ার শেয়ার করা। এতে আপনার ফোরামে রেপুটেশন ও বাড়বে এবং ভালো পোস্ট দাতা হয়ে উঠবেন। অবশ্যই চেষ্টা করবেন ফোরামে অবদান রাখতে কারণ যত বেশি অবদান রাখবেন তত আপনার জন্য মেরিট পাওয়া সহজ হবে।

৩. কপি পোস্ট , শিট পোস্ট নয়: অনেকেই ফোরামে অন্যান্য রিসোর্স থেকে কপি করে ডিরেক্ট অথবা অনুবাদ করে পোস্ট করে দেন। এই ধরনের ভুল করলে আপনার ফোরাম একাউন্ট শিওর ব্যান হবে। গুরুত্বপূর্ণ কিছু অনুবাদ করে শেয়ার করতে পারেন তবে অবশ্যই মেইন রিসোর্স লিংক পোস্টের সাথে এড করে দিবেন।

৪.ধৈর্য ধরুন এবং লেগে থাকুন: ফোরামে আমাদের অনেকেরই আশা থাকে নিজেকে রেঙ্ক আপ করার। তবে সত্যি বলতে আপনার মধ্যে যদি ধৈর্য এবং ফোরামে নিয়োজিত থাকার আগ্রহ না থাকে তবে আপনার জন্য রেঙ্ক আপ করা খুবই কঠিন হয়ে যাবে। আমি ডিমোটিভেট করছি না আমি বলতে চাচ্ছি প্রতিদিন কিছুটা সময় ফোরামে ব্যয় করুন নিজে শিখুন অন্যকে সাহায্য করুন ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে।
sr. member
Activity: 490
Merit: 294
June 11, 2023, 03:39:56 AM
তবে মেরিট আদান-প্রদানের বিষয়ে যেহেতু বললেন, আপনি কখনোই মেরিট ট্রেডিং করবেন না কারণ এটা ফোরামের রুলস বিরোধী। মেরিট ট্রেডিং বলতে আপনি কারো সাথে চুক্তি করে তাকে মেরিট দিলেন আবার সে আপনাকে মেরিট দিল এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তবে আপনি কারো পোস্ট ভালো লাগলে যে কাউকেই মেরিট দিতে পারেন। ঠিক তেমনি ভাবে মেরিট বাই সেল করাও ফোরামের রুলস বিরোধী।

সম্প্রতি কিছু ইউজারদের দেখলাম বড় ইউজারদের টেলিগ্রাম একাউন্টে পার্সোনাল মেসেজ দিয়ে মেরিট চাওয়ার বিষয়ে কথা বলছে এবং সেখানে মেরিটের বিনিময়ে টাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে। ভাই আপনারা যারা এ ধরনের কাজ করেন তারা এসব কাজ থেকে বিরত থাকুন। অন্যের কাছে মেরিট না চেয়ে কি করলে মেরিট পাওয়া যাবে সেই কাজগুলো করার চেষ্টা করুন। অন্যরা পোস্ট করে মেরিট পাচ্ছে কিন্তু আপনাকে মেরিট এর জন্য অন্য কাউকে পার্সোনাল মেসেজ দেওয়া লাগছে এ বিষয়টা নিজের কাছেই খারাপ লাগার কথা। পোস্ট করলে যারা মেরিট পায় তাদের পোস্ট আপনি ফলো করতে পারেন। আর আপনারা যদি ভাল মানের পোস্ট করতে পারেন তাহলে কারো কাছে মেরিট চাইতে হবে না এমনিতেই মেরিট দিবে। মেরিট আদান-প্রদানের বিষয়টা মনে হয় না খুব একটা গ্রহণযোগ্য হবে কারো কাছে। কারণ কেউ কখনো চাইবে না নিজের আইডির বিপদ তৈরি করতে।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
June 11, 2023, 02:04:40 AM
Magazine by cointelegraph তাদের ওয়েবসাইটে এই সপ্তাহের শীর্ষ খবরের প্রতিবেদন করেছে।
 যা সংক্ষেপে বাংলায় কপিরাইট করে দেয়া হলো।

#Binance.US USD আমানত স্থগিত করেছে, ফিয়াট প্রত্যাহার বিরতির সতর্ক করেছেEmbarrassed
Binance.US মার্কিন ডলার জমা স্থগিত করেছে এবং 13 জুনের প্রথম দিকে ফিয়াট প্রত্যাহারের জন্য একটি আসন্ন বিরতি ঘোষণা করেছে। এক্সচেঞ্জ অনুসারে, আমেরিকান নিয়ন্ত্রকদের কাছ থেকে "অত্যন্ত আক্রমনাত্মক এবং ভীতিকর কৌশল" এর মধ্যে এটি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। ক্রিপ্টোতে ট্রেডিং, স্টেকিং, আমানত এবং উত্তোলন সম্পূর্ণরূপে চালু থাকে। Binance.US আটটি বিটকয়েন জোড়া এবং দুটি BUSD জোড়াকেও তালিকাভুক্ত করেছে এবং উল্লেখ করেছে যে OTC ট্রেডিং পোর্টাল পরিষেবাগুলি বিরাম দেওয়া হয়েছে৷

#Crypto.com মার্কিন প্রাতিষ্ঠানিক বিনিময় পরিষেবা স্থগিত করেছেEmbarrassed
জুন 2023 আমেরিকাতে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের জন্য একটি উত্তাল মাস হিসেবে প্রমাণিত হয়েছে। Crypto.com 21 জুন থেকে পরিষেবা স্থগিত করার ঘোষণা করার পর আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের পরিষেবা দেবে না। সিঙ্গাপুর-ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এই পদক্ষেপের প্রাথমিক কারণ হিসাবে প্রাতিষ্ঠানিক গ্রাহকদের সীমিত চাহিদা উদ্ধৃত করেছে, যা পরীক্ষার মাধ্যমে আরও বেড়েছে। বিরাজমান বাজারের অবস্থা। আমেরিকান খুচরা ব্যবহারকারীদের এখনও ক্রিপ্টোকারেন্সি ডেরিভেটিভস ট্রেডিং এবং আপডাউন বিকল্প অফারে অ্যাক্সেস রয়েছে।

বিস্তারিত পোস্ট লিংক: https://cointelegraph.com/magazine/binance-coinbase-head-to-court-and-the-sec-labels-67-crypto-securities-hodlers-digest-june-4-10/?fbclid=IwAR23QBTO8iK7aSl5F8UPhD-hbu_n4bMFhhOS96GOOTkdMGB0t7KLf4rl3p0
full member
Activity: 367
Merit: 136
June 11, 2023, 12:16:21 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
অনেক পুরনো মেম্বাররাও মেরিট পায়নি। আমার জানামতে আমি এমনও মেম্বার দেখেছি যারা ফুল মেম্বার রেংকিং হয়েও অটোমেটিক ১০০ মেরিট পাওয়ার পর আজ পর্যন্ত একটা মেরিট ও পায়নি। মেরিট পেতে হলে আপনাকে অবশ্যই হেল্পফুল পোস্ট করতে হবে। তাছাড়া আপনার পোষ্টের মাধ্যমে যদি অন্য কেউ হেল্প পায় তাহলে আপনাকে স্বইচ্ছায় মেরিট দিবে। আর ভুলেও টাকার বিনিময়ে মেরিট আদান-প্রদান করবেন না তাহলে আপনার আইডি যে কোন সময় রেড খেতে পারে। টাকার বিনিময়ে মেরিট দেওয়া ও নেওয়া দুজনেই সমান অপরাধী।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
June 10, 2023, 11:39:59 PM
কয়েকদিন যাবত আমি বাংলা লোকাল বোর্ডে দেখতে পাচ্ছি অনেকগুলো নতুন ইউজার আগমন করেছে তাদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমি কয়েকদিন যাবত আমার পারিবারিক সমস্যার কারণে একটু কাজের চাপে ছিলাম যার জন্য লোকাল বোর্ড আসার সময় পাইনি। এবং আমি কিছুটা মানুষিক চাপের মধ্যে ছিলাম যার জন্য এই সপ্তাহটি আমার জন্য খুবই খারাপ ভাবে কেটেছে তবে আমি বর্তমানে সব সমস্যা থেকে মুক্ত হয়েছি এখন থেকে আমি বাংলা লোকালে নিয়মিত একটিভ থাকব।
যাই হোক আমি বাংলা লোকাল বোর্ডে এসে দেখি অনেক নতুন মেম্বার এসেছেন এবং তাদের সকল পোস্টগুলো আমি পড়ে পর্যবেক্ষণ করলাম তারা সকলেই পোস্ট দেওয়ার আগে গুগল থেকে সরাসরি কপি পেস্ট করে পোস্ট করে দিয়েছে। তারা ফোরামের কোন রুলস না মেনেই না বুঝে চোখ দিয়ে না দেখে সরাসরি কপি পেস্ট করে। গুগল থেকে যেভাবে কপি পেস্ট করেন তাদের জন্য অবশ্যই ভবিষ্যতে অনেক খারাপ কিছু হতে পারে। পোস্ট AI জেনারেট ধরে তাদের একাউন্টগুলো ব্যান করে দিতে পারে এতে কোন সন্দেহ নেই। আমি কখনো AI জেনারেট করিনি তবুও আমি এইরকম একটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম তাই যারা বর্তমানে এরকম কপি পেস্ট করেন সেই সকল নতুন ভাইয়েরা আগে থেকে সতর্ক হয়ে যান তা না হলে আপনার একাউন্টের ক্ষতি হবে।
আমি দেখলাম বেশিরভাগ নতুন ইউজার এসেই কপি পেস্ট করে এবং তাদেরকে বারবার সতর্ক করে দিয়েছে আমাদের লোকাল বোর্ডের সিনিয়র ভাইয়েরা কিন্তু তাদের পোস্টগুলো তারা না পড়েই বারবার কপি পেস্ট করেই যায়। আমি আরো লক্ষ্য করেছি যে নতুন ইউজাররা যারা কপি পেস্ট করেছে তাদের জন্য আমাদের বাংলা লোকাল বোর্ডের সম্মানিত মডারেটর কয়েকবার নিষেধ করে দিয়েছে। কিন্তু নতুন ইউজাররা এই সকল পোস্টগুলো না দেখেই পূর্ণরায় আবারও কপি-পেস্ট করে যাচ্ছে আমি তাদেরকে বলতে চাই তারা পোস্ট কেন পড়েনা।
যেখানে মডারেটর বারবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে তবুও তারা এই ভুল থেকে বের হচ্ছে না তাই নতুন ইউজারদেরকে এই কপি পেস্ট থেকে বিরত থাকতে হবে এবং সবার পোস্ট পড়ে পরবর্তীতে বিবেচনা করে পোস্ট করুন। কয়েকজন নতুন সদস্যর পোস্টগুলো এমনভাবে কপি করে এনেছেন তারা মনে করে যে এগুলো হয়তো কেউ ধরতে পারবেনা কিন্তু আসলে তাদের এ বিষয়ে অনেকবার বলা হয়েছে তবুও তারা সেই সকল সতর্কমূলক পোস্টগুলো লক্ষ্য করছে না।
যে কয়েকজন নতুন সদস্য আছেন তারা দয়া করে সকলের পোস্ট পড়ে বিবেচনা করুন এবং পরবর্তীতে পোস্ট করুন কপি-পেস্ট থেকে বিরত থাকুন এতে আপনার মঙ্গল হবে।
sr. member
Activity: 546
Merit: 309
June 10, 2023, 11:01:28 PM

আলহামদুলিল্লাহ। sj13 ভাই আমি দেখছি আপনি তো Jr.Member হয়ে গেছেন। দোয়া করি অনেক দূর এগিয়ে যান। বাংলাদেশ লোকাল বোর্ডে সময় দেন, ভালো ভালো পোস্ট করুন  যার মাধ্যমে আরো বেশি মেরিট প্রাপ্ত হন এবং বড় মেম্বার হয়ে উঠুন।
আপনি ঠিকই বলেছেন অনেকেই এমনটা করে থাকে।অনেকেই এমন লজ্জা জনক কাজ করে তবে মেরিট অর্জন করতে হলে ভালো মানের পোস্ট করেত হবে।
সবাইকে নিয়মিত এক্টিভ থাকতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে তবেই একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে আমি দেখতে পারছি  যে আপনি এখনো  Newbie মেম্বার  আছেন। আপনি এখানে সুন্দর সুন্দর পোস্ট করে  এক্টিভিটি বাড়ান তাহলে আপনিও মেম্বারে অন্তর্ভুক্ত  হয়ে যাবেন  । আপনার কোন কিছু জানা বা শোনার ইচ্ছা থাকলে এখানে পোস্ট করতে পারেন।  আমি সকল বাংলা কমিউনিটি মেম্বারদেরকে বলছি এখানে এক্টিভ থেকে ভালো ভালো ধরনের পোস্ট শেয়ার করবেন। আমরা দিন দিন  বাংলা কমিউনিটি বোর্ডটি আরো দূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।
             ধন্যবাদ

তার যে মেরিট আছে তাতে তার এক্টিভিটি ৩০ টা পার হলে Jr Member হবে কিন্তু মেম্বার হতে হলে তাকে ১০ টা মেরিট পেতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে ৬০ টা এক্টিভিটি। Theymos এর র‍্যাংক বাড়ানোর জন্য মেরিট ও এক্টিভিটির ডিটেইলস দেখে নিন


RankRequired activityRequired merit
Brand new00
Newbie10
Jr Member301
Member6010
Full Member120100
Sr. Member240250
Hero Member480500
LegendaryRandom in the range 775-10301000

You get merit points when someone sends you some for one of your posts. Additionally, when someone sends you merit points, half of those points can be sent by you to other people.

If someone sends you 1 merit, the 0.5 sMerit is not wasted; it is just not shown until you get another merit point.

আমি এখানে Theymos এর পোস্টের গুরুত্বপূর্ণ অংশটুকু Quote করেছি। এখান থেকে মেরিট সিস্টেম ভালোভাবে বুঝতে পারবেন আর যদি ইংরেজি বুঝতে কিছুটা সমস্যা হয় তাহলে Google Translator সহ অন্যান্য যেকোনো ট্রান্সলেটর ব্যবহার করে বাংলায় কনভার্ট করে বুঝতে পারেন হে হে
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 10, 2023, 07:32:03 PM
বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।[১] ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি বা গোষ্ঠী এই মুদ্রাব্যবস্থার প্রচলন করে যা পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়।[২][৩]
আপনি গতকাল এই পোস্টটি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এডিট করে পোস্টটি চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু ওই পোস্টটি আপনি অন্য সোর্স থেকে ট্রান্সলেট করে পোস্ট করেছেন। মডারেটর স্যার আপনাকে নিয়া বলেছিলেন আপনি কি সেই পোষ্টটি দেখেছিলেন? আপনার অ্যাকাউন্ট মনে হয় আর টিকবে না,, আপনাকে মডারেটর স্যার হয়তো আরেকবার সুযোগ দিয়েছিলেন। কিন্তু আপনি কী করলেন আবার চুরি করে এনে পোস্ট করলেন। এটা বিটকয়েন ফরম এখানে চুরি করে পোস্ট করে আদৌ কেউ সফলতা অর্জন করতে পারেনি। আপনাকে আর সতর্ক করে লাভ হবে না মডারেটর স্যার হয়তো আপনার পোস্ট টি দেখে ফেলেছেন।
আপনার পোস্ট এর অরিজিনাল সোর্স লিংক.

sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 10, 2023, 05:49:18 PM
নিচের অলট কয়েনগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিরাপত্তার বিষয়ে বিতর্কিত করা হয়েছে।
কিন্তু একটি বিষয় খেয়াল করুন SEC এর মতো শত শত প্রতিষ্ঠান Cryptocurrency নিয়ে অনেক হামলা মামলা করলেও বিটকয়েন নিয়ে কেউ বিতর্কিত করেননি। বরং বিটকয়েন সকল ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থেকেছে। অনেকই একটি গুরুত্বপূর্ণ সমীকরণ ব্যবহার করে থাকেন তা হলো বিটকয়েন ও ক্রিপ্টো ইন্ড্রাস্টি এক নয়।

বিটকয়েন≠ ক্রিপ্টো

Full list of tokens the SEC currently contends are securities:

Ripple (XRP)
Filecoin (FIL)
Binance Coin (BNB)
Binance USD (BUSD)
Solana (SOL)
Cardano (ADA)
Polygon (MATIC)
Cosmos (ATOM)
Tron (TRX)
BitTorrent (BTT)
Terra USD (UST)
Luna (LUNA)
Internet Computer (ICP)
Near (NEAR)
Voyager Token (VGX)
Nexo (NEXO)
The Sandbox (SAND)
Decentraland (MANA)
Axie Infinity (AXS)
Telegram’s Gram (TON)
LBRY Credits (LBC)
OmiseGo (OMG)
DASH (DASH)
Algorand (ALGO)
Naga (NGC)
Monolith (TKN)
IHT Real Estate (IHT)
Power Ledger (POWR)
Kromatica (KROM)
DFX Finance (DFX)
Amp (AMP)
Rally (RLY)
Rari Governance Token (RGT)
DerivaDAO (DDX)
XYO Network (XYO)
Liechtenstein Cryptoasset Exchange (LCX)
Kin (KIN)
Salt Lending (SALT)
Beaxy Token (BXY)
DragonChain (DRGN)
Mirror Protocol (MIR)
Mango (MNGO)
Ducat (DUCAT)
Locke (LOCKE)
EthereumMax (EMAX)
Hydro (HYDRO)
BitConnect (BCC)
Meta 1 Coin (META1)
COTI (COTI)
Paragon (PRG)
AirToken (AIR)
Chiliz (CHZ)
Flow (FLOW)

টুইটার পোস্ট: লিংক



বিটকয়েন (₿) বিশ্বের সর্বপ্রথম মুক্ত-সোর্স ক্রিপ্টোকারেন্সি যেটিকে বিকেন্দ্রিক ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিতি দেয়া হয়। এখানে লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না এবং এটি কোন দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত মুদ্রা নয়।[১] ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে কোন এক ব্যক্তি বা গোষ্ঠী এই মুদ্রাব্যবস্থার প্রচলন করে যা পিয়ার-টু-পিয়ার মুদ্রা বলে অভিহিত হয়।[২][৩]
হ্যালো আপনাকে বলছি, একটু খানি চোখ রাখুন উপরের পোস্ট গুলোতে। আপনাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। আপনি সতর্ক না হয়ে বরং কপি পেস্ট করেই যাচ্ছেন। Plagiarism এর অপরাধে আপনাকে ব্যান করে দিবে। আপনি এখনও পর্যন্ত আপনার plagiarism পোস্ট থেকে বিরত হননি।
আপনি এই পোস্টটিও কপি করে এনেছেন। এজন্য আপনাকে মনে হয় শাস্তি থেকে রক্ষা করতে পারবে না।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 10, 2023, 04:55:56 PM
দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে।
I'm writing in English here. You are using automatic translator, so it can give you wrong message. That's why in English.

I have read his post and nothing was looking like written by AI. Maybe you have looked at the format of paragraph, yeah, it may look like written by AI. But in reality, I don't think it was.

Let me share my experience with openai. I asked to write a short article on Bitcoin in Bengali. You will be surprised to know that openai told me Vitalik Buterin is the creator of Bitcoin (notice that the question and answer was in Bengali). I don't know how much openai has developed in term of Bengali language as I haven't checked in the last few weeks but I'm sure they are still having hard time writing in Bengali..

Thank you for actively monitoring this thread. Appreciate the effort.

তোমার ভাইকে নিয়ে কি করব? আমি কি তাকে নিষেধ করব নাকি আরেকবার সুযোগ দেব?
Be strict of course when it comes to plagiarism.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 10, 2023, 03:17:49 PM
ভাল, প্রথমত, আমি কাউকে অভিযুক্ত করছি না। আপনি আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়েননি, বা আমি বাংলায় ভালো লিখিনি। আমি কেবল পরামর্শ দিয়েছি যে এই ব্যবহারকারীর লেখা পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল ছিল।
দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে।
তৃতীয়ত, এমন অনেক ভাষা আছে যেখানে এই লেখাটি লেখা হতে পারত। উদাহরণস্বরূপ, ফরাসি ভাষায় লেখা এই লেখাটিকে বাংলায় অনুবাদ করতে কে বাধা দেয়? এটা ঠিক, কেউ.

পি.এস. এই কেবলমাত্র আমার মতামত ব্যক্ত করা, যা অন্যের মতামতের সাথে মিলতে পারে না।
পি.পি.এস. কারোকে ক্ষতিগ্রস্থ করতে চাইনি।
হ্যা, এটা ঠিক যে আপনি তাকে সরাসরি অভিযুক্ত করেন নি। আমি আপনার অভিজ্ঞতা বিশ্বাস করি। হতে পারে তিনি এটা লেখেন নি। আবার হতে পারে উনি হয়তো লিখেছেন। যাই হোক। আপনাকে ধন্যবাদ সতর্ক করার জন্য।

ধন্যবাদ ভাই বিষয়টি বোঝার জন্য। আশা করি মডারেটর ভাই ও বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমার কাছে বিষয়টা একটু খারাপ লেগেছে।
ভাই মন খারাপ করার কিছু নেই। অনেক সময় ভালো গ্রেডের গুছিয়ে লেখলেও এ আই ডিটেক্টর গুলো লেখা এ আই জেনারেটেড হিসেবে ডিটেক্টড করে ফেলে। আমাদের আরেকজনের সাথে এমন হয়েছে। যদিও মডারেটর সাহেব আপনাকে সরাসরি অভিযুক্ত করেন নি। তিনি বলেছেন আপনার লেখার সাথে মিল আছে। যদি আপনি এ আই ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না।

তোমার ভাইকে নিয়ে কি করব? আমি কি তাকে নিষেধ করব নাকি আরেকবার সুযোগ দেব?
ফোরামে এস প্রথম পোষ্ট এই কপি পেষ্ট করে বসে আছে। এনারা ব্যান হওয়ার যোগ্য। তবে যেহেতু একবারেই নতুন, ওনাকে একটা সুযোগ দেয়ার জন্য অনুরোধ করবো।

Bitcointalk
কি ব্যাপার ভাইয়া? ফোরামে একাউন্ট খুলেই মারিং কাটিং শুরু করে দিছেন? আপনার কি মনে হয় ট্রান্সলেট করে কপি পেষ্ট করলে কেউ ধরতে পারবে না? ফোরামের নিয়ম গুলো মেনে চলুন। অন্যথায় আপনাকে ব্যান করে দেয়া হবে।
staff
Activity: 2436
Merit: 2347
June 10, 2023, 02:19:11 PM
তোমার ভাইকে নিয়ে কি করব? আমি কি তাকে নিষেধ করব নাকি আরেকবার সুযোগ দেব?

Copy
https://bitcointalksearch.org/topic/bengali-631891

Original
https://mpost.io/new-to-bitcoin-not-sure-where-to-start-discussing-it-check-out-our-beginners-guide-on-the-best-bitcoin-forums/
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 10, 2023, 01:31:42 PM
ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি।
ধন্যবাদ ভাই বিষয়টি বোঝার জন্য। আশা করি মডারেটর ভাই ও বিষয়টি বুঝতে পেরেছেন। তবে আমার কাছে বিষয়টা একটু খারাপ লেগেছে।

আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন

আমি এর আগেও অন্য এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছি যেভাবে খুব সহজে এবং কার্যকরী ভাবে মেরিট পাওয়া সম্ভব। আমি আমার ওই রিপ্লাইটি quote করে দিচ্ছি
Quote
ভাই প্রথমত বিটকয়েন ফোরামে আপনি তখনই মেরিট পাবেন যখন আপনার দেওয়া কোন ইনফরমেশন বা কোন উত্তর বা কোন অবদান দ্বারা ফোরামের অন্য কোন মেম্বার বা মেম্বারগণ উপকৃত হবে। আপনি এমন কোন আইডিয়া শেয়ার করলেন যা ইউনিক এবং হেল্পফুল অর্থাৎ আপনি ফোরামে যত বেশি অবদান রাখবেন আপনার মেরিট পাওয়ার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাই আমি বলব আপনি মেরিটের পিছনে না দৌড়িয়ে ফোরামে ভাল পোস্ট করা অব্যাহত রাখুন এবং অন্যকে হেল্প করুন। আর অবশ্যই চেষ্টা করবেন এমন পোস্ট করতে যা অর্থবহ। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু বাংলা লোকাল বোর্ডেই ফোকাস না করে ফোরামের বিভিন্ন ইংরেজি বোর্ড যেমন: Beginners & Help , Bitcoin Discussion সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে পোস্ট করা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। তবে অবশ্যই শিট পোস্ট, কপি পোস্ট এবং ইনডিরেক্টলি মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন। আশা রাখি খুব দ্রুতই আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা চলমান রাখবেন আশা রাখি সিনিয়র ভাইয়েরা আপনার অবদানকে মূল্যায়ন করবে।
তবে মেরিট আদান-প্রদানের বিষয়ে যেহেতু বললেন, আপনি কখনোই মেরিট ট্রেডিং করবেন না কারণ এটা ফোরামের রুলস বিরোধী। মেরিট ট্রেডিং বলতে আপনি কারো সাথে চুক্তি করে তাকে মেরিট দিলেন আবার সে আপনাকে মেরিট দিল এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। তবে আপনি কারো পোস্ট ভালো লাগলে যে কাউকেই মেরিট দিতে পারেন। ঠিক তেমনি ভাবে মেরিট বাই সেল করাও ফোরামের রুলস বিরোধী।
jr. member
Activity: 147
Merit: 3
"Success will come if you have patience"
June 10, 2023, 11:49:13 AM
staff
Activity: 2436
Merit: 2347
June 10, 2023, 11:46:14 AM
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।

ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalksearch.org/topic/i-require-community-feedback-thanks-5454810 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না।

ভাল, প্রথমত, আমি কাউকে অভিযুক্ত করছি না। আপনি আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়েননি, বা আমি বাংলায় ভালো লিখিনি। আমি কেবল পরামর্শ দিয়েছি যে এই ব্যবহারকারীর লেখা পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল ছিল।
দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে।
তৃতীয়ত, এমন অনেক ভাষা আছে যেখানে এই লেখাটি লেখা হতে পারত। উদাহরণস্বরূপ, ফরাসি ভাষায় লেখা এই লেখাটিকে বাংলায় অনুবাদ করতে কে বাধা দেয়? এটা ঠিক, কেউ.

পি.এস. এই কেবলমাত্র আমার মতামত ব্যক্ত করা, যা অন্যের মতামতের সাথে মিলতে পারে না।
পি.পি.এস. কারোকে ক্ষতিগ্রস্থ করতে চাইনি।
full member
Activity: 490
Merit: 119
June 10, 2023, 11:03:29 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন

ভাই আপনি যদি মেরিটের পিছনে দৌড়ান তাহলে মেরিট কখনোই পাবেন না। আপনি ভালো কোয়ালিটি ফুল পোস্ট করেন বা আপনি এমন কোন পোস্ট করেন যেটা থেকে একজন নতুন ইউজার বা পুরাতন ইউজারের সহযোগিতা হয়। ভাই, আপনার পোস্ট যদি ভাল হয় তাহলে আপনি মেরিট পাবেন, ইনশাআল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের এই বাংলা লোকাল বোর্ডে সিনিয়র ভাইয়েরা আছেন তারা সকলেই খুব হেল্পফুল মাইন্ডেড।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 10, 2023, 10:14:32 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়।
আপনাকে মেরিট পাওয়ার জন্য অবশ্যই সিনিয়র ভাইদের কে ফোলো করতে হবে। আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তারা কি ধরনের পোস্টে মেরিট সেন্ড করে থাকেন। আপনি সেরকম ভাবে পোস্ট করার চেষ্টা করুন। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। এভাবে আপনি চেষ্টা করুন অবশ্যই মেরিট অর্জন করতে পারবেন।
আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
হ্যাঁ অবশ্যই এখানে আপনি মেরিট আদান প্রদান করতে পারবেন। কিন্তু মেরিট সেন্ড করার জন্য আপনার কাছে s merit থাকতে হবে। আপনি যদি দুইটা মেরিট অর্জন করতে পারেন তাহলে একটি অন্যজনকে দিতে পারবেন।
আরো কোন বিষয়ে অজানা থাকলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন। কোন না কোন সিনিয়র ভাই সমাধান দেওয়া চেষ্টা করবে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 10, 2023, 10:00:48 AM
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।
আপনার প্রতি সম্মান রেখে জানাচ্ছি আমি কোন ধরনের AI ব্যবহার করিনি আর ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। এটাও হতে পারে আপনার ব্যবহৃত টুলটি ভালো না।
তবে সত্যিকার অর্থে কোন ধরনের AI ব্যবহার না করেও এই ধরনের মন্তব্য আমার খারাপ লেগেছে।
newbie
Activity: 826
Merit: 0
June 10, 2023, 09:45:14 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 10, 2023, 08:19:35 AM
প্রথমত কখনোই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করতে যাওয়ার মতো বোকামি করবেন না। কারন আমরা সবাই জানি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট খুবই Volatile এবং যেকোনো সময় কোন একটি খারাপ নিউজ বা কোন এক্সচেঞ্জ হ্যাক হলে বা কোন স্ক্যাম হলে  মার্কেট অনেকটা নিচে নেমে যেতে পারে। আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করতে যাবেন তখন যদি আপনার ভাগ্য সহায় না হয় তাহলে আপনাকে পথে বসতে হতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রেডার হতে হবে। চলুন জেনে নিন ভালো মানের ট্রেডার কে বা কারা ?
-snip-

আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।

ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalksearch.org/topic/i-require-community-feedback-thanks-5454810 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না।
Jump to:
© 2020, Bitcointalksearch.org