Author

Topic: বাংলা (Bengali) - page 203. (Read 5730685 times)

full member
Activity: 546
Merit: 164
June 24, 2023, 09:30:31 AM
মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ

আপনার প্রশ্ন উওর হচ্ছে হ্যাঁ আপনি মোবাইল দিয়ও Bounty Campaign ছাড়তে পারে।  কেননা  আগেকার থেকেও আমাদের বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। এখন মোবাইল দিয়ে অনেক ধরনের লোগো ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব। তবে হ্যাঁ আপনি যদি কম্পিউটার ল্যাপটপ  দিয়ে Bounty Campaign ছাড়তে পারেন তাহলে অনেক ভালো হয় । যেমন অনেক ধরনের কাজ করা সম্ভব হয় কম্পিউটার ল্যাপটপ দিয়ে  যে গুলো ফোন দিয়ে অতটা সম্ভব হয় না যতটা  কম্পিউটার ল্যাপটপ দিয়ে সম্ভব।

আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে চারিদিকে লক্ষ্য রাখতে হবে যে এমন ধরনের প্রজেক্ট ছাড়বেন না যে অল্প দিনে Unwatch বা Iscam  হয়ে যায়। সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে কেননা এ ধরনের প্রচার প্রচারণা ছাড়া খুবই দুঃখ জনক।
আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে Merit আওতা ভুক্ত হতে হবে। আপনাকে হয়তোবা একটু বুঝাতে পেরেছি

আমি আপনার সঙ্গে একমত মোবাইলের মাধ্যমে অবশ্যই আপনি Bounty Campaign ছাড়তে পারেন। তার কারণ এখন মোবাইলের মাধ্যমে আমরা অনলাইনে অনেক ধরনের কাজ করে থাকি। যখন আপনার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার যদি না থাকে  সে ক্ষেত্রে তখন আপনি মোবাইলের মাধ্যমে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। আপনি যখন Bounty Campaign ছাড়তে চাচ্ছেন তখন   আপনার অল্প হলে অভিজ্ঞতা আছে। Bounty Campaign যখন আপনি ছাড়বেন তখন অবশ্যই আপনাকে সততার মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে অনেক Bounty Campaign আছে যে অল্প দিন চালানোর পরে বন্ধ হয়ে যায় সে বিষয়ে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে ।
jr. member
Activity: 107
Merit: 2
June 24, 2023, 08:50:38 AM
মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ

আপনার প্রশ্ন উওর হচ্ছে হ্যাঁ আপনি মোবাইল দিয়ও Bounty Campaign ছাড়তে পারে।  কেননা  আগেকার থেকেও আমাদের বাংলাদেশ প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গিয়েছে। এখন মোবাইল দিয়ে অনেক ধরনের লোগো ওয়েবসাইট গ্রাফিক ডিজাইন বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব। তবে হ্যাঁ আপনি যদি কম্পিউটার ল্যাপটপ  দিয়ে Bounty Campaign ছাড়তে পারেন তাহলে অনেক ভালো হয় । যেমন অনেক ধরনের কাজ করা সম্ভব হয় কম্পিউটার ল্যাপটপ দিয়ে  যে গুলো ফোন দিয়ে অতটা সম্ভব হয় না যতটা  কম্পিউটার ল্যাপটপ দিয়ে সম্ভব।

আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে চারিদিকে লক্ষ্য রাখতে হবে যে এমন ধরনের প্রজেক্ট ছাড়বেন না যে অল্প দিনে Unwatch বা Iscam  হয়ে যায়। সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে কেননা এ ধরনের প্রচার প্রচারণা ছাড়া খুবই দুঃখ জনক।
আর আপনি যদি Bounty Campaign ছাড়েন তাহলে আপনাকে Merit আওতা ভুক্ত হতে হবে। আপনাকে হয়তোবা একটু বুঝাতে পেরেছি
newbie
Activity: 126
Merit: 0
June 24, 2023, 08:09:57 AM
ধন্যবাদ BD Crypto ভাইকে।
sr. member
Activity: 1008
Merit: 366
June 24, 2023, 08:06:50 AM
~snip


কোনটা কি কাজ করে তা নিচে বুঝিয়ে দিচ্ছি।
বোল্ডঃ টেস্ট
ইটালিকঃ টেস্ট
আন্ডারলাইনঃ টেস্ট
স্ট্রাইকথ্রুঃ টেস্ট
বিটকয়েন লোগোঃ BTC
গ্লো/কালার এডঃ টেস্ট
Shadow : টেস্ট [আপাতত কাজ করে না!]

Code:
[b]টেস্ট[/b]
[i]টেস্ট[/i]
[u]টেস্ট[/u]
[s]টেস্ট[/s]
[btc]
[glow=yellow,2,300]টেস্ট[/glow]
[shadow=red,left]টেস্ট[/shadow]

ডিফল্ট লেখার স্টাইলঃ
এইটা ডিফল্ট স্টাইল

বাম থেকে ডানেঃ
 
এইটা একটি টেস্ট
মাঝখানেঃ
এইটা একটি টেস্ট
ডান থেকে বামেঃ
এইটা একটি টেস্ট
Code:
[pre]এইটা ডিফল্ট স্টাইল[/pre]
[left]এইটা একটি টেস্ট [/left]
[center]এইটা একটি টেস্ট[/center]
[right]এইটা একটি টেস্ট [/right]

পেজ ব্রেক/horizontal rule:
page1
page2
ফন্ট সাইজঃ টেস্ট
ফন্ট স্টাইলঃ This is a test This is a test
কালার চেঞ্জঃ লাল সবুজ কমলা
Code:
[hr]
[size=13pt]টেস্ট[/size]
[font=Jungle Kid]This is a test[/font] [font=arial]This is a test[/font]
[color=red]লাল[/color] [color=green]সবুজ[/color] [color=orange]কমলা[/color]

ফ্ল্যাশ লিংকঃ http://bitcointalk.org
ইমেজ এডঃ
লিংক এডঃ টেস্ট
ইমেইলঃ [email protected]
এফ টি পিঃ 0.0.0.0


Code:
[flash=200,200]bitcointalk.org[/flash]
[img]https://i.postimg.cc/PJxspBpF/IMG-8931.jpg[/img]
[url=bitcointalk.org]টেস্ট[/url]
[email][email protected][/email]
[ftp]0.0.0.0[/ftp]

টেবিলঃ
টেস্ট
Code:
 [table]টেস্ট[/table]

সুপার স্ক্রিপ্টঃ এই লেখাটি সুপারস্ক্রিপ্ট
সাব স্ক্রিপ্টঃ এই লেখাটি সাবস্ক্রিপ্ট
টেলিটাইপঃ teletype
Code:
[sup]এই লেখাটি সুপারস্ক্রিপ্ট[/sup]
[sub]এই লেখাটি সাবস্ক্রিপ্ট[/sub]
[tt]teletype[/tt]

কোডঃ
Code:
কোড
Code:
[ code]কোড[/ code]  {স্পেস বাদ দিয়ে লিখতে হবে}

কোটঃ
Quote
এইটা একটি কোট
Code:
[quote]এইটা একটি কোট[/quote]

লিস্টঃ
  • লিস্ট ১
  • লিস্ট ২
  • লিস্ট ৩
Code:
[list]
[li] লিস্ট ১[/li]
[li] লিস্ট ২[/li]
[li] লিস্ট ৩[/li]
[/list]

উপরে কোড সহ সব বুঝিয়ে দেওয়ার চেস্টা করেছি। বাকি ইমোজি তে চাপ দিলেই ওগুলা এড হয়ে যায়  Grin না বুঝলে পুনরায় বলতে পারেন। আশা করি সাহায্য করতে পারব।

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 24, 2023, 06:23:15 AM
সবাই একটু কষ্ট করে এই link এ ঢুকবেন কারণ আমার কোনো Merit নেই তাই ছবি টা Show করবে না।
https://i.imgur.com/3QQOmOi.jpg
এই ছবিটাতে অনেকগুলো অপশন আছে কোনটা দিয়ে কি করা যায় সেটা দয়া করে আমাকে জানাবেন প্লিজ।
আমরা দেখতেই পাচ্ছি আপনার অ্যাকাউন্টটি Newbie আর আমরা জানি আপনার ছবি Show করবেনা। এই ধরনের বাক্য ইন্ডিরেক্টলি মেরিট চাওয়া কেও বোঝায়।

আপনি এই ছবিটি পোস্ট করেছেন আর এটি যাতে সবাই দেখতে পায় তাই আমি আবার এটাকে পোস্ট করলাম:

আপনি এই আইকন গুলোর ব্যবহার জানতে চেয়েছেন।
ভাই প্রথমত আপনাকে একটি কথা বলতে চাই উপরের মেসেজ আইকন গুলো ব্যবহার করা খুব কঠিন কিছু না। আপনি যদি এভাবে প্রত্যেকটা আইকনের ডিটেলস জানতে চান তাহলে কেউ আপনাকে সবগুলো বুঝাইতে সক্ষম হবে না। আর এটা এমন কোন কঠিন কিছু না যা আপনার বুঝতে সমস্যা হবে। তাই সব সময় চেষ্টা করুন নিজে কিছু শিখতে।
যেমন আপনি প্রথম আইকন ব্যবহার করলে আপনার লেখাটি বোল্ড বা বড় হবে, দ্বিতীয় আইকন এর মাধ্যমে আপনি অক্ষরগুলো একটু অ্যাঙ্গেল স্টাইলে লিখতে পারবেন, আন্ডারলাইনের জন্য তৃতীয় আইকনটি, কোন লেখা কেটে দেয়ার জন্য চতুর্থ আইকনটি ব্যবহার করতে হয়, আর নিচে কিছু ইমোজি দেয়া আছে যেগুলো সরাসরি ব্যবহৃত হয়। আপনি চাইলেই নিজে নিজে প্রতিটা আইকন ব্যবহার করে Preview তে ক্লিক দিয়ে দেখতে পারেন কোনটা কিভাবে ব্যবহৃত হয় এবং কোনটার কাজ কি।

সব সময় অন্যদের হেল্পের আশায় না থেকে নিজে চেষ্টা করা বা নিজে কিছু শেখা শতগুনে ভালো বিশেষ করে সেগুলো যদি হয় খুব কমন কিছু।
আশা করি বাকি গুলো নিজেই শিখতে পারবেন আর অবশ্যই পোস্ট করার আগে Preview অপশনে চেক দিয়ে আপনার পোস্টটি রিভিশন দিবেন ।

full member
Activity: 770
Merit: 184
June 24, 2023, 06:21:37 AM

মাঝে মাঝে বিকেল বেলায় শীতের মৌসুমে বাড়ির পাশে বর একটি স্কুল মাঠ ছিল সেই সময়ে গ্রামের মুরুব্বিরা আষারে গল্প বলতো অর্থাৎ কিছু গাঁজাখুরি গল্প বলে আমাদের আনন্দ দিত। যে যত বেশি গল্প বলে আমাদের হাসাতে পারতো সে ততো বেশি ভালো গল্পকার হতো।
আজকে ওই রকম একটি কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। বিটকয়েন আগামী মাসের শেষের দিকে ২ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেছেন Tron এর CEO Justin SUN । তার এই মন্তব্য আপনারাই বলুন সত্য হবে কিনা। এর আগে কে যেন বাজি ধরেছিল আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েনের ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। কই সেই প্রিডিকশন, তারা মূলত আষাড়ে গল্প করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমাদের আষাড়ে গল্প শোনান।আমরা সবাই সেই গল্প শুনে আনন্দ লাভ করি। তবে বিটকয়েন আগামী সময়ে অন্য পর্যায়ে চলে যাবে এটা সুনিশ্চিত কিন্তু সেই পর্যায় আগামী মাস থেকেই শুরু হবে এমনটি বিশ্বাস করাও মাঝে মাঝে বিকেল বেলায় মুরব্বিদের শোনানো আষাড়ে গল্পের মতো মনে হয়।
এর আগে বালাজী শ্রীনিবাসন বাজি লাগিয়েছিলেন জুন মাসে ১ বিটকয়েন নাকি ১ লক্ষ ডলার হবে। আর মাত্র কয়েকদিন আছে তাই তার বাজির মেয়াদকাল ফুরিয়ে যাবে।
এই ধরনের কাল্পনিক নিউজ যা শুধু কল্পনাই করা যায়, যা কোনদিন সত্যি সত্যি হবে না। এই ধরনের ভুয়া নিউজ দেখে বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়। বিটকয়েনের দাম বাড়বে না এমন নয়, বাড়বে অবশ্যই এত হবে না, আবার কমে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত ঝুকি নিয়ে বিনিয়োগ করতে হবে, দাম বাড়বে অথবা কমবে। নিউজ এর উপর ভিত্তি করে বিনিয়োগ করা উচিত নয়।

ভাই আমার মনে হয় এখানে ছোট একটি কারেকশন হবে। আপনি বলছেন জুনে 1 লক্ষ্ হবে যতদুর জানি সেখানে বলা হয়েছিল 1 মিলিয়ন বা 10 লাখ ডলার সমপমিান হবে। তবে সত্যিই এই ধরনের প্রাইস প্রেডিকশন স্বাভাবিকভাবে অসম্ভব ছিল। কিন্তু কিছু লোক যে সেটি বিশ্বাস করে নি তা নয়। এমন অনেক বিনিয়োগকারী ছিলেন যারা বালাজী শ্রীনিবাসনের কথায় বিশ্বাস করেছিলেন। তবে সেটি ‍যে অন্ধ বিশ্বাস ছিল তা নিয়ে কোন সন্দেহ নেই। বিটকয়েনকে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। বালাজী শ্রীনিবাসনের বাজির পরিমান যদি আরও বেশিও হত সেটিও কোন ব্যাপার ছিল না। বিটকয়েন তার নিজস্বগতিতে চলবে। তবে বালাজী শ্রীনিবাসনের বাজিতে হেরে যাওয়া এবং তার ভিত্তিহীন প্রেডিকশন যদিও সফল হয় নি তবে একজন বিটকয়েন বিনিয়োগকারী হিসেবে আমি মনে করি তাকে যারা ফলো করেছিল তারা আজকে কিছুটা্ হলেও প্রফিটেবল। বিটকযেনে বিনিয়োগ করে তা হোল্ড করা হলে বিটকয়েন অবশ্যই আপনাকে নিরাশ করবে না।
newbie
Activity: 126
Merit: 0
June 24, 2023, 04:55:54 AM
সবাই একটু কষ্ট করে এই link এ ঢুকবেন কারণ আমার কোনো Merit নেই তাই ছবি টা Show করবে না।
https://i.imgur.com/3QQOmOi.jpg
এই ছবিটাতে অনেকগুলো অপশন আছে কোনটা দিয়ে কি করা যায় সেটা দয়া করে আমাকে জানাবেন প্লিজ।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 24, 2023, 04:36:02 AM
কোনো Word এ যেকোনো link বসাতে হয় কীভাবে?
কেননা আমি এই থ্রেডে নতুন।

একে বলা হয় হাইপারলিংক ব্যবহার করা। হাইপার লিংক বসানোর জন্য পোস্ট লেখার সময় আপনি নিচের কোডটি ফলো করতে পারেন।

লিংক বসানোর জন্য:
Code:
[url=Your Link]Your Text[/url]

Example :
Here is Bitcointalk Forum Website Link.

মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
আপনার প্রশ্নের উত্তর হল হ্যাঁ আপনি মোবাইল দিয়েও বাউন্টি ক্যাম্পেইন ছাড়তে পারবেন। ফোরামে একটি ল্যাপটপ দিয়েও যা করা যায় একটি মোবাইল ফোন দিয়েও তা করা সম্ভব। তবে আপনি হয়তো বাউন্টি ক্যাম্পেইনের ছবি ইডিট কম্পিউটার দিয়ে করলে আরো ভালো রেজাল্ট পাবেন।

আপনার একাউন্টে ঘুরে দেখতে পাচ্ছি আপনি ফোরামে শুধু বাউন্টিতে পোস্ট করেছেন অর্থাৎ একজন রেগুলার বাউন্টি হান্টার। এখন আপনি কি কোন Bounty Campaign Launch করতে যাচ্ছেন? তবে ভাল কোয়ালিটির বাউন্টি লঞ্চ করতে হলে আপনাকে অবশ্যই কপার মেম্বারশিপ কিনতে অথবা জুনিয়র মেম্বার হতে হবে তাছাড়া আপনি কোন ছবি সরাসরি আপলোড করতে পারবেন না। আর অবশ্যই মাথায় রাখবেন আপনার লঞ্চ করা প্রোজেক্ট স্ক্যাম বা Plagiarized White paper না হয় ।



sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 24, 2023, 04:34:48 AM

মাঝে মাঝে বিকেল বেলায় শীতের মৌসুমে বাড়ির পাশে বর একটি স্কুল মাঠ ছিল সেই সময়ে গ্রামের মুরুব্বিরা আষারে গল্প বলতো অর্থাৎ কিছু গাঁজাখুরি গল্প বলে আমাদের আনন্দ দিত। যে যত বেশি গল্প বলে আমাদের হাসাতে পারতো সে ততো বেশি ভালো গল্পকার হতো।
আজকে ওই রকম একটি কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। বিটকয়েন আগামী মাসের শেষের দিকে ২ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেছেন Tron এর CEO Justin SUN । তার এই মন্তব্য আপনারাই বলুন সত্য হবে কিনা। এর আগে কে যেন বাজি ধরেছিল আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েনের ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। কই সেই প্রিডিকশন, তারা মূলত আষাড়ে গল্প করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমাদের আষাড়ে গল্প শোনান।আমরা সবাই সেই গল্প শুনে আনন্দ লাভ করি। তবে বিটকয়েন আগামী সময়ে অন্য পর্যায়ে চলে যাবে এটা সুনিশ্চিত কিন্তু সেই পর্যায় আগামী মাস থেকেই শুরু হবে এমনটি বিশ্বাস করাও মাঝে মাঝে বিকেল বেলায় মুরব্বিদের শোনানো আষাড়ে গল্পের মতো মনে হয়।
এর আগে বালাজী শ্রীনিবাসন বাজি লাগিয়েছিলেন জুন মাসে ১ বিটকয়েন নাকি ১০ লক্ষ ডলার হবে। আর মাত্র কয়েকদিন আছে তাই তার বাজির মেয়াদকাল ফুরিয়ে যাবে।
এই ধরনের কাল্পনিক নিউজ যা শুধু কল্পনাই করা যায়, যা কোনদিন সত্যি সত্যি হবে না। এই ধরনের ভুয়া নিউজ দেখে বিটকয়েনে বিনিয়োগ করা উচিত নয়। বিটকয়েনের দাম বাড়বে না এমন নয়, বাড়বে অবশ্যই এত হবে না, আবার কমে যেতে পারে। তাই আমাদের সকলের উচিত ঝুকি নিয়ে বিনিয়োগ করতে হবে, দাম বাড়বে অথবা কমবে। নিউজ এর উপর ভিত্তি করে বিনিয়োগ করা উচিত নয়।
[edit ]

কোনো Word এ যেকোনো link বসাতে হয় কীভাবে?
কেননা আমি এই থ্রেডে নতুন।


আপনি উপরের পিকচারটি ফলো করুন,তীর চিহ্ন দেওয়া আছে ওখানে চাপ দিবেন।

আপনি এখন দুইনাম্বার পিকচারটি ফলো করুন,

আপনাকে বোঝানোর সাপেক্ষে আমি একটি লিংক বসিয়ে দিয়েছিল এবং যে নামে লিংকটি পোস্টে দেখা যাবে আমি ''নিউজ'' নাম দিয়েছি এর মাঝে লিংক থাকবে। নিউজ লেখায় চাপ দিলে সেই লিংকে চলে যাবে।
আশা করছি বুঝতে পারছেন।
বিশেষ দ্রষ্টব্য ঃঃ পিকচার গুলি বিটকয়েন ফরম থেকে নেওয়া।

মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
ভাই আপনার প্রশ্নটি বুঝতে পারলাম না। আপনি কি বাউন্ডারি ক্যাম্পেইন করবেন না এখন? আপনি কি বাউন্টি পোস্ট বাদ দিয়ে অন্যান্য সেকশনে পোস্ট করতে চান?


jr. member
Activity: 714
Merit: 2
Tontogether | Save Smart & Win Big
June 24, 2023, 03:38:59 AM
মোবাইলের মাধ্যমে কি Bounty Campaign ছাড়া যায়?
সবাই আমাকে একটু জানাবেন প্লিজ
newbie
Activity: 126
Merit: 0
June 24, 2023, 02:49:34 AM
কোনো Word এ যেকোনো link বসাতে হয় কীভাবে?
কেননা আমি এই থ্রেডে নতুন।
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
June 24, 2023, 01:30:01 AM
Blackrock, Valkyrie, WisdomTree, Deutsche Bank, Fidelity, Schwab, Inversco, Citadel, all are joining the #Crypto markets.

Enjoy and have fun!

#Bitcoin



Source.


বর্তমানে বিটকয়েনে ইনভেস্ট করা কিছু কম্পানি ও তাদের ইনভেস্টের পরিমান, বিটকয়েন আরো এগিয়ে যাচ্ছে ।  

কি শেয়ার করতে গিয়ে কি তথ্য দিয়ে ফেললেন ভাই? কোনো পোষ্ট এর ওপর ভিত্তি করে না বুঝে আপনিও ভূল তথ্য ছড়িয়ে দিবেন না। আপনি হয়তো বুঝতে পারেন নি। এখানে কোম্পানি গুলোর ইনভেষ্টমেন্ট এর পরিমান বোঝানো হয়নি। এখানে কোম্পানিগুলোর নিজেদের ভ্যালু কতো আছে তা বোঝানো হয়েছে। এবং কোন কোন কেম্পানি ক্রিপ্টোতে ইনভেষ্ট করেছে সেটা বুঝানো হয়েছে। এখানে বিটকয়েনের লগো ব্যাবহার করেছে মানে এই নয় যে তারা শুধু বিটকয়েনে ইনভেষ্ট করেছে।

বিটকয়েনের টোটাল মারকেট ক্যাপ বর্তমানে $583.60 বিলিয়ন। ১ ট্রিলিয়ন হতেই আরো ৪১৭ বিলিয়ন। আর আপনার পোষ্ট এর দেয়া সব কোম্পানি গুলো অলরেডি ট্রিলিয়ন ডলার কোম্পানি (ছবি অনুযায়ী)। আমি জানি না তথ্যগুলো কতোটা সঠিক। শুধুমাত্র ব্ল্যাকরক এর মারকেট ক্যাপ দেখলাম ১০১ মিলিয়ন। আর এই ছবিতে দাবি করা হচ্ছে ৯ ট্রিলিয়ন  Huh

ধন্যবাদ @Learn Bitcoin সরি ভাই মার্কেট ভ্যালু এর কথা বলে যেয়ে ইনভেস্টমেন্ট এর কথা বলে ফেলেছি, আমিও আপনার মতো কনফিউজ তবে বিটকয়েন নিয়ে খুব একটা সঠিক তথ্য পাওয়া যায়না এটাই একটা সমস্যা।

পোস্টটি এডিট করেছি ভাই ধন্যবাদ ।

Edited.
newbie
Activity: 9
Merit: 3
June 24, 2023, 12:46:11 AM
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি বাংলা থ্রেড এ নতুন আর এটাই আমার প্রথম পোস্ট। আমি খুব খুশি বিটকয়েনটক ফোরামে বাংলা ভাষা ব্যবহার করতে পেরে। সিনিয়র ভাইদের কাছে একটা অনুরোধ কোনো সাহায্য চাইলে অবশ্যই করবেন। আমার অজানা অনেক কিছু আছে যা আমি শিখতে চাই।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 24, 2023, 12:29:26 AM
Blackrock, Valkyrie, WisdomTree, Deutsche Bank, Fidelity, Schwab, Inversco, Citadel, all are joining the #Crypto markets.

Enjoy and have fun!

#Bitcoin



Source.


বর্তমানে বিটকয়েনে ইনভেস্ট করা কিছু কম্পানি ও তাদের ইনভেস্টের পরিমান, বিটকয়েন আরো এগিয়ে যাচ্ছে ।  

কি শেয়ার করতে গিয়ে কি তথ্য দিয়ে ফেললেন ভাই? কোনো পোষ্ট এর ওপর ভিত্তি করে না বুঝে আপনিও ভূল তথ্য ছড়িয়ে দিবেন না। আপনি হয়তো বুঝতে পারেন নি। এখানে কোম্পানি গুলোর ইনভেষ্টমেন্ট এর পরিমান বোঝানো হয়নি। এখানে কোম্পানিগুলোর নিজেদের ভ্যালু কতো আছে তা বোঝানো হয়েছে। এবং কোন কোন কেম্পানি ক্রিপ্টোতে ইনভেষ্ট করেছে সেটা বুঝানো হয়েছে। এখানে বিটকয়েনের লগো ব্যাবহার করেছে মানে এই নয় যে তারা শুধু বিটকয়েনে ইনভেষ্ট করেছে।

বিটকয়েনের টোটাল মারকেট ক্যাপ বর্তমানে $583.60 বিলিয়ন। ১ ট্রিলিয়ন হতেই আরো ৪১৭ বিলিয়ন। আর আপনার পোষ্ট এর দেয়া সব কোম্পানি গুলো অলরেডি ট্রিলিয়ন ডলার কোম্পানি (ছবি অনুযায়ী)। আমি জানি না তথ্যগুলো কতোটা সঠিক। শুধুমাত্র ব্ল্যাকরক এর মারকেট ক্যাপ দেখলাম ১০১ মিলিয়ন। আর এই ছবিতে দাবি করা হচ্ছে ৯ ট্রিলিয়ন  Huh
member
Activity: 462
Merit: 13
★Bitvest.io★ Play Plinko or Invest!
June 23, 2023, 11:21:33 PM
Blackrock, Valkyrie, WisdomTree, Deutsche Bank, Fidelity, Schwab, Inversco, Citadel, all are joining the #Crypto markets.

Enjoy and have fun!

#Bitcoin



Source.


বর্তমানে বিটকয়েনে ইনভেস্ট করা কিছু কম্পানি ও তাদের মার্কেট ভ্যালুর পরিমান, বিটকয়েন আরো এগিয়ে যাচ্ছে ।  

Edited.
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
June 23, 2023, 10:00:11 PM



মাঝে মাঝে বিকেল বেলায় শীতের মৌসুমে বাড়ির পাশে বর একটি স্কুল মাঠ ছিল সেই সময়ে গ্রামের মুরুব্বিরা আষারে গল্প বলতো অর্থাৎ কিছু গাঁজাখুরি গল্প বলে আমাদের আনন্দ দিত। যে যত বেশি গল্প বলে আমাদের হাসাতে পারতো সে ততো বেশি ভালো গল্পকার হতো।
আজকে ওই রকম একটি কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম। বিটকয়েন আগামী মাসের শেষের দিকে ২ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে এমন মন্তব্য করেছেন Tron এর CEO Justin SUN । তার এই মন্তব্য আপনারাই বলুন সত্য হবে কিনা। এর আগে কে যেন বাজি ধরেছিল আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েনের ১ লক্ষ ডলার ছাড়িয়ে যাবে। কই সেই প্রিডিকশন, তারা মূলত আষাড়ে গল্প করতে ভালোবাসেন এবং মাঝে মাঝে আমাদের আষাড়ে গল্প শোনান।আমরা সবাই সেই গল্প শুনে আনন্দ লাভ করি। তবে বিটকয়েন আগামী সময়ে অন্য পর্যায়ে চলে যাবে এটা সুনিশ্চিত কিন্তু সেই পর্যায় আগামী মাস থেকেই শুরু হবে এমনটি বিশ্বাস করাও মাঝে মাঝে বিকেল বেলায় মুরব্বিদের শোনানো আষাড়ে গল্পের মতো মনে হয়।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 23, 2023, 08:43:21 PM

আপনি এই লিংকটি সুন্দরভাবে দেখে আসুন
https://bitcointalksearch.org/topic/m.58813365

ফোরামে Imgur বা আদার সে সকল সাইট গুলো আছে। সে সকল সাইট থেকে জদি আপনি ছবি আপলোড করে সেই লিঙ্গ এখানে দেন তাহলে আপনি ভুল করবে এখানে  https://talkimg.com সার্ভিস ব্যবহার করে লিঙ্গ দিতে হবে।
ভাই আপনি শুধু একটি ছবি আপলোড সাইটের এর কথা বললেন। তবে এই ফর্মে শুধুমাত্র Imgur দ্বারা যে সকল ফটো আপলোড করে পোস্ট করা হয় সেগুলো দেখা যায় না।
তাছাড়া আপনি আরো অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ছবি আপলোড করে পোস্ট করলে আপনার ছবিগুলো দেখা যাবে।
আপনি এখান থেকে চেষ্টা করে দেখেন সবগুলো থেকেই ছবি দেখা যাবে।
https://imgbb.com/
https://postimages.org/
আরো কয়েকটি ওয়েবসাইট আছে যেখান থেকে ফটো আপলোড করে পোস্ট করলে সেই ছবিগুলো দেখতে পারবেন।
https://talkimg.com বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। তবে একটি 2.5MB এর ওপরে যদি ছবির সাইজ থাকে তাহলে আপলোড হবে না।
সে ক্ষেত্রে আপনার ছবির যদি সাইজ বেশি হয় তাহলে এই ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন এগুলো থেকে খুব সহজেই লিংক নিতে পারবেন।

আর আপনি ছবি বসাতে চান?
আপনার ছবি এখানে আগে এলাও করা হবে না। আপনি যে পর্যন্ত না একটি ম্যারিড উপাদান  করতে পারবেন সে পর্যন্ত আপনার ছবি এখানে শো করবে না। এখানে ভালো পোস্ট করে আপনি মেরিড উপার্জন করুন
 তার পরে আপনার ছবি  এখানে শো করবে
মূলত তাকে আপনি ভালোভাবে বোঝাতে পারেননি, একজন ব্যক্তি যদি তার ছবি পোস্ট করে সেই ছবি দেখার জন্য তার সেই যোগ্যতার প্রয়োজন। তবে আপনি এখানে বলেছেন মেরিট হলেই ছবি দেখা যাবে কিন্তু বিষয়টা আসলে এরকম না আপনি লক্ষ্য করে দেখুন অনেক ইউজার আছে যাদের এক্টিভিটির কারণে জুনিয়র মেম্বার পর্যন্ত হতে পারছে না তাদের পোষ্টের তুলনায় মেরিট সংখ্যা বেশি তবুও কিন্তু তাদের ছবিগুলো দেখা যায় না। এর কারণ হলো এক্টিভিটি অ্যাক্টিভিটি না হলে কখনোই মেরিট দিয়ে রেঙ্ক আপ করা যায় না।
তবে যিনি এই পোস্টটি করেছে তিনি সব সময় বাঊন্টি সেকশনে পোস্ট করতো যার কারণে তিনি কোন যোগ্যতা অর্জন করতে পারেননি আর তার মধ্যে একটি মেরিট অর্জন করবে তার সেই দক্ষতা ও নেই। অবশ্য একজন ব্যক্তি যদি তার একাউন্টের বৃদ্ধি করতে চায় তাহলে অবশ্যই তাকে পর্যাপ্ত পরিমাণ ভালো পোস্ট করতে হবে অবশ্যই জ্ঞানমূলক তবে সে যোগ্যতা অর্জন করতে পারে।
sj13 ভাই আপনার অনেক বানান ভুল হয় দয়া করে বানানগুলো সঠিক করে দিবেন পোস্ট করার আগে অবশ্যই রিভিশন দিবেন।


১৮৭৪ পোস্ট কিন্তু কোন মেরিট নেই। অবাকই হলাম। সব পোট কি বাউন্টি সেকশনে?

তিনি সকল পোস্ট বাউন্ডারি সেকশনেই করেছেন। একটি মাত্র পোস্ট বাংলা লোকাল কমিউনিটিতে দিয়েছেন। আরেকটি পোস্ট Token altcoins সেকশনে দিয়েছেন।
তথ্যটি এখান থেকে নেওয়া।


তিনি শুধুমাত্র বাউনটি করে এতগুলো পোস্ট করেছে তার যথেষ্ট পরিমাণ এক্টিভিটি আছে কিন্তু কোন মেরিট সংগ্রহ করতে পারেনি। যোগ্যতা অর্জন করতে হলে অবশ্যই ভালো মানের পোস্ট করা প্রয়োজন যা সে কখনোই কল্পনা করেনি কোথায় গেলে একটি যোগ্যতা অর্জন করতে পারবে। যাইহোক তিনি যদি ভালো মানের পোস্ট দিতে পারে তাহলে অবশেষে যোগ্যতা অর্জন করতে পারবে। আর তিনি যেহেতু প্রচুর পরিমাণে বাউন্টি করেছে তাই আমি মনে করি তিনি এমন কোন জ্ঞানমূলক পোস্ট করবে না যে তিনি যোগ্যতা অর্জন করতে পারবেন।
যদি তিনি একজন দক্ষ ব্যক্তি হন তাহলে অবশ্যই যোগ্যতা অর্জন করতে সহজ হবে।

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 23, 2023, 03:31:01 PM
ফোরামে Imgur বা আদার সে সকল সাইট গুলো আছে। সে সকল সাইট থেকে জদি আপনি ছবি আপলোড করে সেই লিঙ্গ এখানে দেন তাহলে আপনি ভুল করবে এখানে  https://talkimg.com  সার্ভিস ব্যবহার করে লিঙ্গ দিতে হবে।
দয়া করে ভুল তথ্য দিবেন না। ফোরামে শুধুমাত্র Imgur এর লিংক কাজ করে না। বাকি সকল ইমেজ হোস্টিং সাইটের লিংক এখানে কাজ করে। দয়া করে পোস্ট করার সময় আপনার বানান গুলো খেয়াল করবেন। লিংক লিখতে গিয়ে আপনি এমন একটা কিছু লিখেছেন যেটা কেউ দেখলে হাসবে নাকি কাদবে কনফিউশান এ পরে যাবে। আর ম্যারিট আর্ন করা ছাড়া ছবি পোস্ট করা যায়। তবে তার জন্য কপার মেম্বার কিনতে হবে।
jr. member
Activity: 107
Merit: 2
June 23, 2023, 02:14:37 PM
আমি এই থ্রেডে যেকোনো ছবি কিভাবে পোস্ট করবো?
কেননা, আমি এই থ্রেডে নতুন এবং আমি এটা জানিনা যে কোনো ছবি বসাতে যেই অপশনে চাপ দিতে হয় সেই অপশন কোনটা সেটা আমি বুঝতে পারছি না।


আপনি এই লিংকটি সুন্দরভাবে দেখে আসুন
https://bitcointalksearch.org/topic/m.58813365

ফোরামে Imgur বা আদার সে সকল সাইট গুলো আছে। সে সকল সাইট থেকে জদি আপনি ছবি আপলোড করে সেই লিঙ্গ এখানে দেন তাহলে আপনি ভুল করবে এখানে  https://talkimg.com  সার্ভিস ব্যবহার করে লিঙ্গ দিতে হবে।

আর আপনি ছবি বসাতে চান?
আপনার ছবি এখানে আগে এলাও করা হবে না। আপনি যে পর্যন্ত না একটি ম্যারিড উপাদান  করতে পারবেন সে পর্যন্ত আপনার ছবি এখানে শো করবে না। এখানে ভালো পোস্ট করে আপনি মেরিড উপার্জন করুন
 তার পরে আপনার ছবি  এখানে শো করবে

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 23, 2023, 01:57:10 PM
আমি এই থ্রেডে যেকোনো ছবি কিভাবে পোস্ট করবো?
কেননা, আমি এই থ্রেডে নতুন এবং আমি এটা জানিনা যে কোনো ছবি বসাতে যেই অপশনে চাপ দিতে হয় সেই অপশন কোনটা সেটা আমি বুঝতে পারছি না।
প্রথমত আপনি যেহেতু এখনো Newbie র‍্যাংকে আছেন তাই আপনার পোস্ট করা কোন ছবি সরাসরি দেখা যাবে না। অর্থাৎ আপনি ছবি পোস্ট করলে তা লিংক আকারে থাকবে তখন অন্য কেউ quote করে দিলে তার রিপ্লাই এ আপনার ছবিটি দেখা যাবে।
এখন আপনি দুইটি উপায়ে সরাসরি ইমেজ পোস্ট করতে পারবেন।

১. Copper Membership কেনা: আপনি ফোরাম থেকে কপার মেম্বারশিপ কিনলে সরাসরি ছবি পোস্ট করতে পারবেন এবং পাশাপাশি মেম্বার র‍্যাংকের সিগনেচার কোড ব্যবহার করতে পারবেন। কপার মেম্বারশিপ কিনতে এই লিংকে ভিজিট করুন copper membership

২. জুনিয়র মেম্বার হওয়া: ফোরামে জুনিয়র মেম্বার রাঙ্ক অর্জন করার জন্য আপনার ১টি মেরিট প্রয়োজন ও ৩০ টি একটিভিটি প্রয়োজন। মেরিট সম্পর্কে আরো ধারণা পেতে এই পোস্টটি পড়তে পারেন মেরিট সংক্রান্ত ধারণা। নতুনদের জন্য কিছু ভালো নির্দেশনা পেতে এই পোস্টটি পড়তে পারেন নতুনদের জন্য কিছু দিক নির্দেশনা

Talkimg দিয়ে কিভাবে ফোরামের জন্য ছবি আপলোড করবেন :

১. প্রথমত এই লিংকে যাবেন: https://www.talkimg.com

২. তারপর START UPLOADING এ ক্লিক করে আপনার গ্যালারি থেকে কাঙ্খিত ছবিটি UPLOAD এ ক্লিক করে আপলোড করে নিবেন।



এখন BB Code এর লিংকটি কপি অপশন থেকে কপি করে ফোরামে পোস্ট করলেই আপনার ছবি সফল ভাবে পোস্ট করা হয়ে যাবে।



Jump to: