~snip
আমি তো ২০২১ থেকে স্ক্রিপ্ট এর সাহায্যে উইন্ডোজ একটিভ করি। প্রব্লেম এ পরছিলাম একবার, যেখানে আমার ই দোষ ছিলো। অনলাইন থেকে কিছু সফটওয়্যার ডাউনলোড করছিলাম। যেগুলোতে কিছু ভাইরাস ছিলো। যার কারনে পরে নতুন করে উইন্ডোজ দিতে হয়েছে। পরের বার এন্টিভাইরাস ইউজ করা শুরু করি। এখন পর্যন্ত কোনো সমস্যার শিকার হই নি। উইন্ডোজ ডিফেন্ডার ও ভালো কাজ করে, তবে তা সবসময় সঠিক সলুশন দিতে পারে না।
যেই OS ই ব্যাবহার করেন না কেনো, এন্টিভাইরাস রাখা টা জরুরি বলে আমি মনে করি। আমার যে প্রবলেম টা হয়েছিলো তা হচ্ছে আমি কপি করা এড্রেস পেস্ট করলে অন্য একটি এড্রেস পেস্ট হইত। কি লগার বা অন্য কোনো ভাইরাস এইটা। কেউ পিসি ইউজার হইলে অনেক ক্ষেত্রে এড্রেস পেস্ট করার সময় আমরা খেয়াল করি না। পরবর্তী তে ডাবল চেক করে নিয়েন। সমস্যা দেখা দিলে উইন্ডোজ দিতে হয় না। একটি এন্টিভাইরাস দিলেই ঠিক হয়ে যাবে। বেস্ট এন্টিভাইরাস যা রিকোমেন্ড করব তা হলঃ
Kaspersky, Malwarebytes, McAfee. অনেক ঘাটাঘাটি করে এই ৩টা খুজে পেয়েছি যা এই ভাইরাস এর জন্য বেস্ট।
এছারাও আরো অনেক সমস্যা দেখা দেয়, সবথেকে ভালো হয় পিসি বা ল্যাপ্টপে উইন্ডোজ দিতে পারে এমন কাউকে দিয়ে অফিসিয়াল ISO ফাইল ডাউনলোড করে সেটা ব্যাবহার করা, এবং অনলাইনে অনেকেই অফার দিয়ে "এ্যাক্টিভেটোর কেয়" বিক্রি করে থাকে তাদের কাছ থেকে নেয়া ভালো তাহলে উইওন্ডোজের অফিসিয়াল সাপোর্ট পাওয়া যায়। কিছু টাকা খরচ হলেও নিজের নিরাপত্তার জন্যে জেনুইন "কেয়" ব্যাবহার করাই ভালো।
আমি কম্পিউটারের দোকানে নিয়ে গেলে ইনস্টল করার জন্য 500 টাকা চার্য ধার্য করেছিলেন। তখন নতুন হিসেবে আমার কাছে সিস্টেম ইনস্টল করা বেশ কঠিন মনে হত। তাছাড়া আমার সেই বিষয় তেমন কোন ধারনাও ছিল না। আমি তখন তাদের কে যখন বললাম যে আমাকে এটা শিখিয়ে দেন তারা সেটি শেখাতে অস্বিকৃতি জানিয়েছিলেন। তারা বলেছিলেন এই ওপারেটিং সিস্টেম ক্রয় করতে হবে যার মুল্য অনেক বেশি সেটি শোনার পর আমি আর কখনই ওপারেটিং সিস্টেম ক্রয়ের কথা চিন্তা করিনি। সব সময়ই কপিরাইট করা ডিস্ক দিয়েই কাজ করতাম। সেই সময় আমাদের দেশে ইন্টারনেটের ব্যাপক ব্যাবহার ছিল না সেই সাথে হ্যাকারদের উৎপাত তেমন ছিল না এখন যতটা বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময় এবং নিরাপত্তার স্বার্থে অবশ্যই আমাদের ওরিজিন্যাল সিস্টেম ব্যবহার করা উচিত যা অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সাহযা করবে।
ঠিক বলেছেন, কিছু প্রতিষ্ঠান এখন স্কুল বা কলেজ এর নামে বাল্ক লাইসেন্স কিনে খুব কম দামে সেল করে থাকে, বছরের শেষদিকে এইসব অফার বেশি পাওয়া যায়। ব্ল্যাক ফ্রাইডেতে গতো বছর $10 ডলারেও পাওয়া গেছে।
Edited.