Author

Topic: বাংলা (Bengali) - page 206. (Read 5314099 times)

sr. member
Activity: 546
Merit: 309
June 09, 2023, 02:14:39 AM
যারা বিটকয়েনটকে লগ ইন করছেন তাদের প্রতি সতর্কবার্তা-
বর্তমানে টর (TOR) ব্রাউজার ব্যবহার করা খুবই সহজ। সেটা মোবাইল বলুন আর ল্যাপটপ বলুন। ফোরাম ব্যবহার করতে অবশ্যই টর ব্রাউজার ব্যবহার করবেন। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন মনিটরিং করে, মানুষের অনলাইন এক্টিভিটি মনিটরিং করে আগানো তাদের জন্য খুবই সহজ। টর ব্যবহার করে আপনি সে দিক থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারেন।

ভালো কথা বলেছেন TOR ব্রাউজার আমাদের অনেকটা নিরাপদে রাখতে পারে। তাই এটি কিভাবে আমাদের নিরাপদে রাখবে ও TOR ব্রাউজার মুলত কী যারা জানেন না তাদের জন্য এটি আরো কিছুটা সহজ করে দিচ্ছি।

TOR ব্রাউজার আমাদের নিয়মিত ব্যবহৃত Chrome, Kiwi ইত্যাদি ব্রাউজারের মতই তবে আমাদের নিয়মিত ব্রাউজারে আমরা যেসব বাউজ করি ও যে সব লিংকে ডুকি তার সকল ডেটা ব্রাউজার কোম্পানি বিক্রি করে থাকে এর জন্য লখ্য করবেন যে আপনি কোনো কিছু অনলাইনে সার্চ করলে এর পর আপনি অনলাইনে যেখানেই যান না কেনো সেই আইটেম গুলো আপনার সামনে দেখানো হবে। উদাহরণস্বরূপ আপনি গুগলে ক্রম ব্রাউজারে ঘড়ি লিখে সার্চ করুন দেখবেন এর পরে ফেসবুকে গেলেও আপনি ঘড়ি দেখতে পাবেন আপনার সামনে এগুলো দেখানো হবে। এবংকি সরকারের আপনার সকল তথ্য জানতে পারে আপনি সারাদিন আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে কি করছেন। তবে আপনি যখন TOR ব্রাউজার ব্যবহার করবেন তখন আপনার সকল ব্রাউজিং ডেটা সহ TOR ব্রাউজারে যা কিছু করবেন তা সকল কিছু এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করে আপনার ডেটার সিকিউরিটি দেওয়া দেওয়া হবে। এনক্রিপশন সিস্টেম কম বেশি সবাই হয়তোবা জানেন। এনক্রিপশন প্রোটোকল হলো যেভাবে ডাটাবেজে কোনো ইউজারের পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়। তাই TOR ব্রাউজার ব্যবহার করলে আপনার এক্টিভিটি কেউ দেখতে পাবে না। আশা করি সবাই TOR ব্রাউজার সম্পর্কে বুঝতে পেড়েছেন।

কম্পিউটার /ল্যাপটপের জন্য TOR ব্রাউজার ইনস্টল করার নিয়ম হলো :

- প্রথমে TOR ব্রাউজারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্রাউজার ডাউনলোড করুন। সাইটটি হলো - https://www.torproject.org/
- সেখানে সব অপারেটিং সিস্টেমের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে, আপনার অঅপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন যেমন - Windows, macOS, Linux ইত্যাদি
- যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করেন সেভাবেই ইনস্টল প্রকৃয়া সম্পন্ন করিন। আশা করি এটির বিবরণ দিতে হবে না। কারন যারা কম্পিউটার চালান তারা সবাই অন্তত সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় তা ভালোভাবেই জানেন
- ইন্সটল শেষ হলে অন্যান্য ব্রাউজারের মতন ব্যবহার করুন।


স্মার্টফোনের জন্য TOR ব্রাউজার ইনস্টল করার নিয়ম হলো :

- Playstore বা App store থেকে TOR Browser লিখে সার্চ করিন এবং অন্যান্য এপ্লিকেশনের মতো ডাউনলোড করে ব্যবহার শুরু করুন। সিম্প..
- TOR ব্রাউজারটি ইন্সটল হলে, আপনি এনক্রিপ্টেড কানেকশনের মাধ্যমে যেকোনো ওয়েবসাইট বা যেকোনো কিছু ব্রাউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার সকল এক্টিভিটি হাইড থাকবে।
full member
Activity: 532
Merit: 163
June 09, 2023, 01:49:38 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 09, 2023, 12:23:40 AM

~snip~
বিষয়টা আসলেও অনেক বেশি জনক,  কিন্তু আমাদের কাছে নতুন বিষয় না  এর আগেও আমরা এরকম শুনেছি  অনেক ধরপাকড় হয়েছে আশেপাশে এটা  দেখেছিও।  তবে আমার মনে হয় এবার আমাদের আরেকটু বেশি সচেতন হওয়া উচিত কারণ  যেহেতু বর্তমানে  বাংলাদেশের  রিজার্ভ খালি তাই সরকার চাচ্ছে  যে যেখান থেকে যেভাবে  পারোক  অর্থ আদায় করতে।  আর এর  জন্য  হয়তো আগের বারের থেকে এবার আরো কড়াকড়ি দেখা যেতে পারে।  আর এর জন্য  আমাদের  প্রতিটা P2P  লেনদেনের সময় সতর্ক থাকতে হবে।
এ নিয়ে  আমার লেখা পূর্বে কিছু  সর্তকতা সমূহ কোট করে দিলাম, পাশাপাশি আরও কিছু সংযোজন করার কিছু থাকলে আপনারা এর মধ্যে অ্যাড করে দিতে পারেন
আমি এখনো পর্যন্ত মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাইনান্স এর পিটুপি থেকে  লেনদেন করেছি।  আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার সাথে এরকম কিছু হয়নি।  হবে না যে এরকম ১০০%  গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমি যখন পিটুপিতে  লেনদেন করি নিজের কয়েকটি বিষয় মাথায় রেখে  করি। আশা করি আপনারাও করলে প্রতারণার শিকার হবেন না।
  • প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে  লোভে পড়বেন না।
  • তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন,  এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড  করেছে  এমন ট্রেডারদের  সিলেক্ট করতে পারেন,  এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে  এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
  • তারপর ঐ ট্রেডার এর  ট্রেডিং হিস্টোরি  এবং ফিডব্যাক গুলো  চেক করুন
  • অনেক সময় এভারেস্ট  রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
  • যতটা পারেন  মেসেজিং এ কম কথা বলবেন এবং  ক্রয় করার সময় ওই ট্রেডার যদি  ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
  • আর সর্বশেষ  এপস এবং মেসেজ এ  টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত  রিলিজ করবেন না।
full member
Activity: 742
Merit: 157
June 08, 2023, 11:22:04 PM
মিডিয়া আসলেই খুব কঠিন কিছু

আমাদের মিডিয়ার তথ্য সম্পর্কে ধারণা আছে সবারই,মিডিয়া যে কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পায় যে মিডিয়ার খপ্পরে পড়ে। মনে হয় সেই রকম একটি মিডিয়ার তথ্যের খপ্পরে পড়েছে বাইনান্সের মালিক CZ । সম্প্রতি SEC এর মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং তার আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সচেঞ্জ বাইনান্স ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলায় ১০০ টির ও বেশি ক্রিপ্টোকারেন্সি ইউএস থেকে নিষেধাজ্ঞা করে দেয়।
আজকে Securities Exchange Commission থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে বাইনান্সের মালিক CZ ইউএস জনগণের কাছ থেকে $১২ বিলিয়নের বেশি টাকা সরিয়ে ফেলেছেন বা আত্মসাৎ করেছেন।
তবে বাইনান্সের মালিক এই সমস্ত প্রকাশিত খবরকে ভিত্তিহীন বা মিথ্যে বলে অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বাইনান্স ইউএস এক্সচেঞ্জ সর্বসাকুল্যে $২ বিলিয়ন ডলারের মত সম্পদ হবে যা তিনি কোন কিছুই করেনি এবং ইউএস ইউজারদের যথারীতি উইথড্রো করার সুযোগ দেবেন।
নিচে মিডিয়ার তথ্য ও বাইনান্স মালিক CZ এর টুইট দেওয়া হল।

টুইট:: https://twitter.com/cz_binance/status/1666848861497831449?s=19
ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যাকে আমরা এসইসি বলে জানি। অনেক আগে থেকেই বিশ্বের বহৃত্তম ক্রিপ্টো একচেঞ্জ বাইন্যান্সের উপর এই সংস্থাটি কঠোর নজরদারিতে রেখেছে। এস ই সি ক্রিপ্টোকারন্সিতে তাদের নিয়ন্ত্রন নেওয়ার জন্য তারা নানাভাবে বড় বড় ক্রিপ্টোকারেন্সির উপর অভিযোগ তুলছে। বাইন্যান্সের বিরুদ্ধেও ‍তাদের অভিযোগ নতুন নয়। কিন্তু সাম্প্রতি বাইন্যান্স ইউ এস এর বিরুদ্ধে তারা নির্ভরযোগ্য তথ্য পাওয়ার দাবি করেছে।
এসইসি বলছে বাইন্যান্স এবং এর সিইও Changpeng Zhao একটি প্রতারনার ওয়েব সাইট পরিচালনা করছে। যেই সাইটটি পরিচালনার মাধ্যমে কৃত্রিমভাবে ট্রেডিং ভলিউম স্ফিত করা হচ্ছে পাশাপাশি সেখান থেকে ট্রেডারদের সম্পদ সরিয়ে ফেলা হচ্ছে।

বাইন্যান্স প্লাটফরম থেকে ইউ এস ব্যবহারকারীদের সরিয়ে রাখা, বাজারের নজরদারি সম্পর্কে যেন তারা বিভ্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখা এবং অনিবন্ধিত ক্রিপ্টো একচেঞ্জ পরিচালনা করা ইত্যাদি বিষয়গুলোর উপর নজর রেখেই মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন সংস্থা SEC বাইন্যান্স এবং এর সি ই ওর বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া তারা এই সংস্থাটি আরও অভিযোগ আনে যেখানে বলা হয় তারা গ্রাহকের অর্থ একত্রিত করে অন্য জায়গায় ডাইভার্ট করার পারমিশন দিয়েছে এবং এই পরিকল্পনাটি শুধুমাত্র মার্কিন যুক্তরাস্ট্রকে এড়ানোর জন্য পরিকল্পিতভাবে করা হয়েছিল।

তথ্য
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 08, 2023, 09:24:47 PM
দক্ষিণ আফ্রিকায় কোন ইন্টারনেট কানেকশন ছাড়াই বাটন ফোন দিয়ে বিটকয়েনের ওয়ালেট ব্যবহার করা হচ্ছে। ভিডিওতে একটি নোকিয়া Nokia N73 মডেলের ফোনে কোড টাইপ করে বিটকয়েন ওয়ালেটের একাউন্ট তৈরি করা হয়েছে। যাহোক ভবিষ্যতে এমন একটি পর্যায়ে আসতে পারে যখন সারা পৃথিবীতে বিটকয়েন মানুষ অফলাইনে ব্যবহার করবে অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়াও মানুষ বিটকয়েন ব্যবহার করতে পারবে। যেমন আমরা বিকাশ রকেট নগদ ইত্যাদি সেবার মাধ্যমে বাটন ফোনের সাহায্যে কোড টাইপ করে টাকা উত্তোলন করতে পারছি।
You can use #bitcoin on a $15 phone.

In South Africa with no internet connection, people found a way to send, receive, and bank with bitcoin using simple text messages.

https:/[Suspicious link removed]/Ih0jSjRzJA

ভিডিও: https://twitter.com/DocumentingBTC/status/1666987005836754945?t=B9a4LPreQVfJ0WkBxwtiNg&s=19

sr. member
Activity: 784
Merit: 372
June 08, 2023, 09:12:39 PM
sr. member
Activity: 490
Merit: 294
June 08, 2023, 01:34:03 PM
ধন্যবাদ এইটা শেয়ার দেয়ার জন্য। এইটা নিয়ে কি কোন মিডিয়া নিউজ করছে সম্প্রতি? কেউ জানেন এই বিষয়ে কিছু?
ভাই এটা নিয়ে সম্প্রতি কোন নিউজ আমার চোখে পড়েনি কিন্তু প্রায় ৭-৮ মাস আগে অর্থাৎ ২০২২ সালের শেষের দিকে আমি একটি নিউজ পেয়েছিলাম যেখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন কে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং শাস্তি হিসেবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দন্ডিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এই শাস্তির বিধানটি আমার জানামতে এখনো চলমান। যেহেতু বর্তমানে নগদ একটি সরকারি ডাক সেবা কর্তৃক পরিচালিত আর্থিক লেনদেন সেবা হিসেবে এটিকে প্রচার করছে তাই আমাদের আরো একটু সচেতন হওয়া উচিত। আসলে আমরা বাংলাদেশি, বাংলাদেশের আইন কে আমাদের সম্মান করতে হবে তবে আমি বিস্মিত যেখানে অন্যান্য দেশের কিপ্টো কারেন্সি কে বৈধতা দেয়ার চেষ্টা চলছে সেখানে বাংলাদেশে এ ধরনের নিউজ সত্যিই হতাশা জনক।
যেহেতু আমরা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত আছি তাই আইনের চোখে আমরা অপরাধী কারণ আমাদের দেশে এই ধরনের কাজের জন্য শাস্তির ব্যবস্থা করা আছে কারণ এই সম্পূর্ণ বিষয়গুলো আমাদের দেশে পুরোপুরি নিষিদ্ধ। আমাদের দেশে এই সব কিছু নিষিদ্ধ হওয়ার কারণে কেউ যদি এই কাজগুলো করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ফোরামের সকলে আমরা এই রিলেটেড কাজের সাথে জড়িত সেক্ষেত্রে আমরা সকলেই অপরাধী। ফোরামের কেউ যদি সিআইডি কর্তৃক বা পুলিশ এর কাছে আটক হয় তাহলে সে ব্যক্তি সাজার যোগ্য বলে গণ্য হবে। তাই আমাদের সর্বোচ্চ সতর্কতা নিয়ে আমাদের কাজগুলো পরিচালনা করতে হবে। আমরা যারা বিটকয়েনের সাথে জড়িত আছে তারা অন্যের সাথে এ বিষয়ে আলোচনা না করাই ভালো ওইসব ব্যক্তির সাথে আলোচনা করা উচিত যারা অলরেডি বিটকয়েনের সাথে জড়িত আছে। পাবলিক প্লেসে বা নতুন কোন ব্যক্তির সাথে যদি এই সম্পর্কে আলোচনা করা হয় তাহলে নতুন ব্যক্তির মাধ্যমে যে ব্যক্তি আলোচনা করবে সে ঝামেলা করতে পারে। আমাদের এই ঝামেলা এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে বিটকয়েন ব্যবহার করা উচিত। যাতে আমরা কখনো আইনের চোখে অপরাধী সাব্যস্ত না হই।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 08, 2023, 01:28:04 PM
মিডিয়া আসলেই খুব কঠিন কিছু

আমাদের মিডিয়ার তথ্য সম্পর্কে ধারণা আছে সবারই,মিডিয়া যে কি জিনিস সেটা হাড়ে হাড়ে টের পায় যে মিডিয়ার খপ্পরে পড়ে। মনে হয় সেই রকম একটি মিডিয়ার তথ্যের খপ্পরে পড়েছে বাইনান্সের মালিক CZ । সম্প্রতি SEC এর মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং তার আমেরিকা যুক্তরাষ্ট্র ভিত্তিক এক্সচেঞ্জ বাইনান্স ইউএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মামলায় ১০০ টির ও বেশি ক্রিপ্টোকারেন্সি ইউএস থেকে নিষেধাজ্ঞা করে দেয়।
আজকে Securities Exchange Commission থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে যে বাইনান্সের মালিক CZ ইউএস জনগণের কাছ থেকে $১২ বিলিয়নের বেশি টাকা সরিয়ে ফেলেছেন বা আত্মসাৎ করেছেন।
তবে বাইনান্সের মালিক এই সমস্ত প্রকাশিত খবরকে ভিত্তিহীন বা মিথ্যে বলে অভিযোগ করেছেন। তিনি বলছেন যে বাইনান্স ইউএস এক্সচেঞ্জ সর্বসাকুল্যে $২ বিলিয়ন ডলারের মত সম্পদ হবে যা তিনি কোন কিছুই করেনি এবং ইউএস ইউজারদের যথারীতি উইথড্রো করার সুযোগ দেবেন।
নিচে মিডিয়ার তথ্য ও বাইনান্স মালিক CZ এর টুইট দেওয়া হল।





টুইট:: https://twitter.com/cz_binance/status/1666848861497831449?s=19
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 08, 2023, 12:07:13 PM
ধন্যবাদ এইটা শেয়ার দেয়ার জন্য। এইটা নিয়ে কি কোন মিডিয়া নিউজ করছে সম্প্রতি? কেউ জানেন এই বিষয়ে কিছু?
ভাই এটা নিয়ে সম্প্রতি কোন নিউজ আমার চোখে পড়েনি কিন্তু প্রায় ৭-৮ মাস আগে অর্থাৎ ২০২২ সালের শেষের দিকে আমি একটি নিউজ পেয়েছিলাম যেখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন কে দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং শাস্তি হিসেবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দন্ডিত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এই শাস্তির বিধানটি আমার জানামতে এখনো চলমান। যেহেতু বর্তমানে নগদ একটি সরকারি ডাক সেবা কর্তৃক পরিচালিত আর্থিক লেনদেন সেবা হিসেবে এটিকে প্রচার করছে তাই আমাদের আরো একটু সচেতন হওয়া উচিত। আসলে আমরা বাংলাদেশি, বাংলাদেশের আইন কে আমাদের সম্মান করতে হবে তবে আমি বিস্মিত যেখানে অন্যান্য দেশের কিপ্টো কারেন্সি কে বৈধতা দেয়ার চেষ্টা চলছে সেখানে বাংলাদেশে এ ধরনের নিউজ সত্যিই হতাশা জনক।
newbie
Activity: 20
Merit: 0
June 08, 2023, 10:27:20 AM
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 08, 2023, 10:25:01 AM


সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD
ধন্যবাদ এইটা শেয়ার দেয়ার জন্য। এইটা নিয়ে কি কোন মিডিয়া নিউজ করছে সম্প্রতি? কেউ জানেন এই বিষয়ে কিছু?
যাই হোক, আমরা যারা বাইন্যান্সে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করতেছি তারা আসলেই খুব ঝুঁকির মধ্যেই লেনদেন করতেছি। এখন বাংলাদেশ ব্যাংক নোটিশ দিয়েছে তাই বলে না, এইটা আসলেই আগেও একই ধরনের ঝুঁকিপূর্ণ ছিল। যে কোন সময় কর্তৃপক্ষ চাইলেই আমাদের গ্রেফতার করতে পারে। যেহেতু, আগে কখনো ট্রেডিং এর কথা স্পষ্টাক্ষরে কোন নোটিশে উল্লেখ ছিল না কিংবা ফ্রিল্যান্সারদের কথাও নির্দিষ্টভাবে উল্লেখ ছিল তখন হয়ত অনেকেই বাংলাদেশ ব্যাংকের নোটিশকে ওইভাবে আমলে নেয় নি। কিন্তু এখন ট্রেডার কিংবা ফ্রিল্যান্সার দুইটা গ্রুপের কথাই নির্দিষ্টভাবে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক, মানে নিশ্চয়ই তারা বিভিন্ন এক্সচেঞ্জে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং বাংলাদেশ থেকে কি পরিমাণে হচ্ছে সে বিষয়ে অবগত আছেন এবং মনিটরিং করে আসছেন। তবে, এখন আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক এইটা নিয়ে ভালো তৎপর হয়ে উঠেছেন এবং মনিটরিং বৃদ্ধি করছেন। এইটা ভাবার বিষয়। সবার উচিত লেনদেনে সতর্ক হওয়া। ব্যক্তিগত বিকাশ/নগদ একাউন্টে খুব বেশি এমাউন্ট লেনদেন না করা।
আপনি যেটা বলেছেন সেটাও ঠিক। সরকার রাজস্ব আদায়ের প্রতি অতীতের যে কোন সময় থেকে বেশি মনোযোগ দিয়েছেন।

যারা বিটকয়েনটকে লগ ইন করছেন তাদের প্রতি সতর্কবার্তা-
বর্তমানে টর (TOR) ব্রাউজার ব্যবহার করা খুবই সহজ। সেটা মোবাইল বলুন আর ল্যাপটপ বলুন। ফোরাম ব্যবহার করতে অবশ্যই টর ব্রাউজার ব্যবহার করবেন। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন মনিটরিং করে, মানুষের অনলাইন এক্টিভিটি মনিটরিং করে আগানো তাদের জন্য খুবই সহজ। টর ব্যবহার করে আপনি সে দিক থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 08, 2023, 09:34:05 AM
আজকে একটা ব্যাপার নিয়ে আলোচনা করবো। সেটা হলো সাইফারপাঙ্কস (cypherpunks)। অনেকেই হয়তো সাইবারপাঙ্ক এর নাম শুনেছেন। কিন্তু সাইফারপাঙ্কস এর ব্যাপারে কয়জন জানেন? সাইফারপাঙ্কস মূলত একটা গ্রুপ যারা ক্রিপ্টোগ্রাফি, প্রাইভেসি টেকনোলজি নিয়ে কাজ করে থাকে। সাইবারপাঙ্ক এর উৎপত্তি হয় মূলত ১৯৮০ থেকে ১৯৯০ এর ভেতরে। সরকারী স্নুপিং, সেন্সরশিপ এবং বাকস্বাধীনতার সীমাবদ্ধতার প্রতিক্রিয়া হিসাবে, সাইফারপাঙ্ক আন্দোলনের জন্ম হয়েছিল। আজকের যুগের যে ক্রিপ্টোগ্রাফি, ভিপিএন ব্যাবহার হচ্ছে, সেটা সেই ১৯৯০ সাল থেকেই পরিকল্পনা করা হচ্ছিলো। ক্রিপ্টোকারেন্সি আর ক্রিপ্টোগ্রাফি কিন্তু এক নয়। তবে কিপ্টোগ্রাফির কনসেপ্ট থেকেই ক্রিপ্টোকারেন্সি এসেছে।

সাইফারপাঙ্কস কারা?
সাইফারপাঙ্ক হল এমন একটি গ্রুপ যারা গোপনীয়তা, ব্যক্তি স্বাধীনতা এবং ক্রিপ্টোগ্রাফিকে কে কেয়ার করে। তাদের সক্রিয়তা, রাজনীতি, আইন, কম্পিউটার বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে এক্সপার্ট। সাইফারপাঙ্ক আন্দোলনের সাথে যুক্ত কিছু সুপরিচিত ব্যক্তিত্বের মধ্যে রয়েছে: Timothy C. May, Julian Assange, Phil Zimmermann, Computer engineer Wei Dai, Nick Szabo.

উল্লেখ করা প্রয়োজন যে, সাতোশি নাকামতো কেও একজন সাইফারপাঙ্ক হিসেবে ধরা হয়ে থাকে। তথ্য গুলো একটা আর্টিকেল থেকে নেয়া। চাইলে এই আর্টিকেল টি পড়ে আসতে পারেন।

What is cypherpunk?
newbie
Activity: 20
Merit: 0
June 08, 2023, 07:30:57 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি

 ওয়ালাইকুম আসসালাম,
 আপনাকে বাংলাদেশ লোকাল বোর্ডে স্বাগতম,
 এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের  রিপ্লে দিতে দেরি হয়।কিন্তু তারা কখনোই জুনিয়র
 মেম্বারদের অবহেলা করেনা। আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে প্রশ্ন করুন বা ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যদি আপনার কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি
 সে অভিজ্ঞতা শেয়ার করুন। বাংলাদেশ লোকাল বোর্ডে সময় দিন, ধৈর্য ধরুন, দেখবেন আপনার পাশে সবাই আছে..

 ইনশাআল্লাহ...
newbie
Activity: 826
Merit: 0
June 08, 2023, 06:54:54 AM


হ্যালো বন্ধুরা আমি একজন Bitcointalk সদস্য।  আমি অনেকদিন যাবত কাজ করি কিন্তু আমি জানতাম না যে এখানে Other languages/ locations  গ্রুপ আছে।
অনেক খোঁজাখুঁজির পর আমি গ্রুপটি খুজে পেয়েছি। এখানে এসে দেখি অনেক বাঙালির সিনিয়র ভাইয়েরা আছে। আমি তাদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়লাম পরে বুঝতে পারলাম যে এখানে BTC বিষয়ে কথা লেনদেন করা হয়। এবং এখানে সকল কিপ্টো কারেন্সি বিষয়ে কথা আদান-প্রদান  সমস্যা সমাধান করা হয়। আরো দেখতে পেলাম যে এখানে কিছুদিন আগে বিটকয়েন পিজ্জা ডে চলছিল, আর এখানে অনেক সদস্য রায় পিজ্জা  তৈরি করে ভালো ধরনের  পোস্ট করেছে।

আমি এখানে বিটকয়েন কিছু নিউজ দেওয়ার জন্য এসেছি, আমি একটি টুইটার বাত্রায়  দেখতে পেলাম যে @bitcoinlfgo   নিউজ  দিয়েছে।
https://twitter.com/bitcoinlfgo/status/1666743231508541442?t=nEJMM8GC_5RY3h4f2soMVQ&s=19

https://twitter.com/bitcoinlfgo/status/1666522916664795137?t=kMlqJJQbSy3NW0PkaIhdbQ&s=19

https://twitter.com/bitcoinlfgo/status/1666728850636820480?t=uhtPKVIKNafw6BnltRmCJw&s=19
এই টুইটবাতরায় আপনার কি মনে হয়?

https://talkimg.com/images/2023/06/08/A2who.jpeg


এখানে দেখতে পেলাম অনেক  ইউজাররা
ছোট ছোট পোস্ট করে একদের  লাইনের।
তাদের বলছি ভাই একটু বড় ধরনের শিক্ষানীয় বাত্রা পোস্ট করবেন, আপনাদের পোস্টে অনেকের অনেক কিছু শেখার আছে।
এক সময় Bangla এই বোটটি অনেক দূর এগিয়ে যাবে আমরা ভালো ধরনের পোস্ট করলে।


জানি এখানে খেলার পোস্ট এলাও না। কিন্তু একটি বাত্রা পেস্ট করলাম লিও মেসি বিষয়ে।
https://talkimg.com/images/2023/06/08/A2AlT.jpeg


আমি এখন থেকে Other languages Bangla  কমিউনিটিতে একটিভ থাকার চেষ্টা করব......



jr. member
Activity: 48
Merit: 7
June 08, 2023, 05:42:54 AM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।

কিছু মেম্বার (বিশেষ করে নতুন) মনে করে মেরিট সবকিছু। কি লাভ হবে তাদের টাকা দিয়ে মেরিট নিয়ে সেটাও জানার চেষ্টা করেনা।
যারা মেরিট চেয়ে বেড়ান, বা টাকা দিয়ে মেরিট নেন কি হবে আপনার ঐ মেরিট দিয়ে। আপনি মেরিট নিলেন আপনার কোন যোগ্যতা নেই আপনি ফোরাম সম্পর্কে, কিপ্টোরেন্সি সম্পর্কে কোন কিছু জানলেন না তাহলে আপনার মেরিট আপনার কোন কাজেই আসবে না।
বিষয়টা এমন হয়ে গেল, ঘুষ দিয়ে সার্টিফিকেট নেয়ার মত, ঐ সার্টিফিকেট দিয়ে কি ভালো কোন জব পাওয়া যাবে? তেমনি আপনার আপনার একাউন্টে মেরিট থাকল কিন্তু সেটা কোন কাজেই আসবে না যদি আপনি এ বিষয়ে জ্ঞান না রাখেন।
আর @shasan ভাই আপনাকে টাকার বিনিময়ে মেরিট দিবে কেমনে ভাবেন?
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 08, 2023, 04:01:17 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
জি ভাই আমার ভুল হয়েছে আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি এখানে কিছু দিন ধৈর্য ধরে থাকেন সমস্ত কিছু জানতে এবং বুঝতে পারবেন । আপনি দেখেন বড় ভাই যারা আছে কিভাবে পোস্ট করে এবং কি পোস্ট করে সমস্ত কিছু আপনি জানতে পারবেন । আর অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে না হলে আপনি কখনো সফল হতে পারবেন না । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসেন ওইখানে সমস্ত বিষয় দেওয়া আছে । যেমন কিভাবে পোস্ট করতে হবে মেরিট সম্পর্কে জানতে পারবেন আরো অনেক কিছু এককথায় বলতে গেলে সমস্ত কিছুই জানতে পারবেন । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসুন ধন্যবাদ ।
newbie
Activity: 12
Merit: 0
June 08, 2023, 03:44:32 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
জি ভাই আমার ভুল হয়েছে আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 08, 2023, 02:56:49 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
newbie
Activity: 12
Merit: 0
June 08, 2023, 01:44:18 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
full member
Activity: 532
Merit: 163
June 08, 2023, 12:12:32 AM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ

বিষয়টা সত্যি হাস্যকর। যারা এমন কার্যকলাপ করেন তারা কখনো বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য প্রয়োজন নিজের প্রচেষ্টা। এরা নিজে চেষ্টা করেন না। নিজেদের উপর তাদের কোনো কনফিডেন্স নাই আর এ কারনেই ইনবক্স করে এরা মেরিট ভিক্ষা চায় আবার না দিতে চাইলে টাকার অফার করেন। এদের থেকে সাবধান, অনেকে আছেন কাউকে বিপদে ফেলার জন্য এমন কনভারসেশন তৈরি করে এবং সুযোগ পেলে এসব প্রমান সহ ফোরামে পোস্ট করে বিপদে ফেলার চেষ্টা করে। বাংগালী হয়ে বাংগালীর কথা না বললেই নয়। বাংগালী জাতি সবচাইতে খারাপ এরা নিজে বড় হতে পারবে না আবার কেউ ভালো পজিশনে থাকলে তাকে কেমনে টেনে নামাবে সেটা নিয়ে ব্যাস্ত থাকে। তাই এই আবর্জনা থেকে সর্বদা সাবধানে থাকবেন। আর এমন ম্যাসেজ পেলে তাৎক্ষণিক ব্লক করে দেন।

আমি যখন কাজ করব সে কাজটির উপর আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি যখন আমার কাজটি কি গুরুত্ব দিব তখন এই কাজের মাধ্যমে আমার জীবনে সফলতা বয়ে আনবে। আর এই সফলতার জন্য আমাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। আমাকে অবশ্য চেষ্টা করতে হবে ভালো মানের পোস্ট করা। আমার এই পোস্ট মাধ্যমে সিনিয়র ভাইদের কাছে যদি ভালো লাগে তাহলে তারা আমাকে মেরিট দিবে। তাদের কাছে আমাকে মেরিট চাইতে হবে না ।আমার যেটা করতে হবে সেটা হলো ভালো মানের পোস্ট  করতে হবে। টেলিগ্রামে পার্সোনাল মেসেজ দিয়ে মেরিট চাওয়া সম্পূর্ণ স্পামিং। যারা এ ধরনের কাজ করেন তারা পার্সোনাল মেসেজ দিয়ে মেরিট চাওয়া বন্ধ করুন আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন।
Jump to: