Author

Topic: বাংলা (Bengali) - page 213. (Read 5728960 times)

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 09, 2023, 10:43:17 PM
আমরা কোন স্বর্গে বসবাস করি যেখানে আমাদের Unemployment সমস্যা নেই। এখানে বেশ কয়েকটি দেশের বেকারত্ব দেওয়া আছে অথচ আমার দেশে লক্ষ লক্ষ বেকার ভাই বোন বেহাল অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের দেশে বেকারত্বের হার পৃথিবীর অনেক দেশের চাইতে বেশি অথচ এখানে তুলে ধরা হয়নি।

Unemployment rate:

🇳🇬 Nigeria: 33.3%
🇿🇦 South Africa: 32.9%
🇮🇶 Iraq: 15.55%
🇪🇸 Spain: 13.26%
🇹🇷 Turkey: 10%
🇮🇷 Iran: 9.7%
🇷🇸 Serbia: 9.2%
🇨🇱 Chile: 8.7%
🇧🇷 Brazil: 8.5%
🇫🇮 Finland: 7.9%
🇮🇹 Italy: 7.8%
🇮🇳 India: 7.8%
🇸🇪 Sweden: 7.5%
🇫🇷 France: 7.1%
🇪🇬 Egypt: 7.1%
🇵🇰 Pakistan: 6.5%
🇻🇪 Venezuela: 6.4%
🇦🇷 Argentina: 6.3%
🇦🇹 Austria: 5.9%
🇧🇪 Belgium: 5.6%
🇩🇪 Germany: 5.6%
🇮🇩 Indonesia: 5.45%
🇨🇳 China: 5.3%
🇨🇦 Canada: 5%
🇸🇦 Saudi: 4.8%
🇬🇧 UK: 3.9%
🇦🇺 Australia: 3.7%
🇺🇸 US: 3.7%
🇳🇴 Norway: 3.5%
🇷🇺 Russia: 3.3%
🇲🇽 Mexico: 2.8%
🇯🇵 Japan: 2.6%
🇰🇷 South Korea: 2.6%
🇩🇰 Denmark: 2.4%
🇨🇭 Switzerland: 1.9%
🇸🇬 Singapore: 1.8%
🇹🇭 Thailand: 1.05%
🇰🇭 Cambodia: 0.36%
🇶🇦 Qatar: 0.1%

টুইটার লিঃ: https://twitter.com/stats_feed/status/1667028417869410304?s=20

🇧🇩বাংলাদেশের বেকারত্বের হার ৬.৯%

বাংলাদেশে মোট বেকার ২৬ লক্ষ ৩০ হাজার
পুরুষ বেকার ১৬ লক্ষ ৯০ হাজার, নারী বেকার ৯ লক্ষ ৪০ হাজার (বিবিএস 2022)
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 09, 2023, 10:43:02 PM
জি ভাই আপনি ঠিকি বলেছেন। SEC বিনান্সের বিরুদ্ধে অভিযোগ এমনিতে করেনি $181 মিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। তবে আমার মনে হয় না  SEC বিনান্সের বিরুদ্ধে তেমন কিছু করতে পারে।আর এক্ষেত্রে আমরা যারা বিনান্সে মাইনিং করি তাদের অর্থের কোনো ক্ষতি হবে।কারন বিনান্স সারা বিশ্ব ব্যাপি ক্রিপ্টোকারেন্সি মার্কেট। যার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মাইনিং করে থাকে।
এইখানে মাইনিং বলতে কি বুঝিয়েছেন? বাইন্যান্সের আপনি কি মাইনিং করছেন? বাইন্যান্সের মাইনিং পুল আছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো সেখানে মাইনিং করে বলে মনে হয় না। আমার মনে হয় আপনি ট্রেডিং বুঝিয়েছেন।
যাই হোক, বাইন্যান্স খুব সাধু নয়। তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভিলেন বলতে পারেন, তবে খুব প্রভাবশালী ভিলেন। আপনি হয়ত তাদের অপকর্মগুলো সম্পর্কে খোঁজখবর রাখছেন না। কয়েনআলাপ বাইন্যান্সের অপকর্মের কিছু দিক নিয়ে অনেক আগে একটা আর্টিকেল প্রকাশ করেছিল। চাইলে সেটা পড়ে দেখতে পারেন, তাহলে তাদের সম্পর্কে খুব ভালো ধারনা পাবেন- বাইন্যান্স; ক্রিপ্টো এক্সচেঞ্জের নায়ক নাকি খলনায়ক?

আরেকটি উপায়ে আমি আজকে অনেক চিন্তা ভাবনা করে পেলাম, তা হল আপনার পরিচিত কেউ যদি দেশের বাইরে থাকে এবং সে দেশে বিটকয়েন লিগাল হয়ে থাকে, তাহলে আপনি তার ডিটেইলসগুলো নিয়ে (বিকাশ, রকেট, নগদ, ব্যাংকিং - এর বিকল্প যা ওই দেশে ব্যবহৃত হয়)  আপনি পিটুপি থেকে ডিরেক্ট তার একাউন্টে পাঠাতে পারবেন।  এবং সে আপনাকে বিদেশ থেকে যেভাবে টাকা পাঠায় সেভাবে পাঠিয়ে দিতে পারবে। এতে আপনি পুরোপুরি সেফ থাকবেন।
যেহেতু লেনদেনটি হবে বাইরের দেশের লোকের সাথে, সুতরাং বাংলাদেশের আইনের কেউ আপনাকে পিটুপি এর মাধ্যমে সনাক্ত করতে পারবে না। আমার মনে হয় এইটা বেস্ট উপায় হবে, কিন্তু আপনাকে ভ্যাট দিতে হবে। তবে টাকার চেয়ে জীবনের মূল্য বেশি।
এইটা নিয়ে আমিও গতকাল ভেবেছিলাম। প্রকৃতপক্ষে, এইটা দেখতে মনে হচ্ছে খুবই নিরাপদ। আমিও ভেবে দেখলাম ক্রিপ্টোকারেন্সিকে লিগ্যাল করার এর চেয়ে ভালো পথ হয় না। এতে অবশ্য রেমিট্যান্সও আসবে, দেশের জন্যই ভালো। কিন্তু যে পাঠাবে তার কি কোন ঝামেলা হবে না? আয়কর দেয়া, কিংবা সে যে বাড়তি টাকা পাঠাচ্ছে, এইসব টাকার সোর্স ইত্যাদি। এইগুলো কি সরকার জানতে চাইবে না? আমার আসলে খুব বেশি ধারণা নেই। তবে আমার মনে হয় না এই কাজটা এতটাও সহজ হবে। এইখানে টাকা লিগ্যাল করতে গিয়ে অন্য ঝামেলায় জড়ানোর সম্ভাবনা থাকছে কি না সে ব্যাপারে যদি কেউ আলোকপাত করেন তাহলে অবশ্যই ভালো হয়। আপনার যদি যথেষ্ট ভালো জ্ঞান থাকে, তাহলেই কেবল আলোচনা করতে পারেন, সবার জন্য বলা। কারণ অনুমান নির্ভর ভুল তথ্য দিলে মানুষের লাভের চেয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে  Grin

কিন্তু একটি বিষয় হল শুধু টাকা আসার মেসেজ বা নোটিফিকেশন দেখে রিলিজ দেয়াটা বিপদজনক। কেননা এরকম একটি ঘটনা আমার সাথে ঘটেছে। আমি মেসেজ দেখে রিলিজ দিতে যাব এমন সময় মনে হলো ব্যালেন্সটা একটু চেক দেই। তারপরে ব্যালেন্স চেক দিয়ে দেখি টাকা নাই অথচ মেসেজ আসছে। এটার পরে আমি ওই বায়ারের সাথে কথা না বলে সরাসরি Binance এ  রিপোর্ট দিয়ে দিয়েছিলাম। এজন্য আমার মনে হয় প্রতিটি পিটুপি ইউজার শুধু নোটিফিকেশন বা মেসেজ দেখে রিলিজ না দিয়ে ব্যালেন্সটা একটু চেক  করা উচিত। ধন্যবাদ সবাইকে
ব্যালেন্স চেক না করে রিলিজ করার মত বোকামি আর কিছুই হতে পারে না। আমি এইসব ব্যাপারে অনেক আগে থেকে সচেতন হওয়া সত্ত্বেও ২০১৯ সালে ৩০ হাজার টাকা ধরা খেয়েছিলাম। তখন পিটুপি ছিল না। এই ফোরামের এক ভাইয়ের ০.০৫ বিটিসি বিক্রয় করার জন্য নিয়েছিলাম। এক স্ক্যামারের খপ্পরে পরে আমাকে ০.০৫ বিটিসি বা ৩০ হাজার টাকা লস দিতে হয়(যদিও আমি লস দেই নি)। স্ক্যামার আমাকে একটা ফেইক মেসেজ দিয়েছিল। ফেইক মেসেজ দেয়া যায় সেটা জানতাম কিন্তু কেন যে আমি তাকে বিশ্বাস করছি ওইদিন! DBBL অফিসিয়াল মেসেজ যেমন হয়, হুবহু সেইরকম মেসেজ। ধরার কোন রাস্তা নাই যে এইটা ফেইক মেসেজ। আমি টাকা পেয়েছি ভেবে ওকে বিটিসি পাঠাই দেই। পরে দেখি ব্যাংকে কোন টাকাই আসে নি। যাই হোক, যার বিটিসি তাকে আমি ৩০ হাজার টাকা পাঠাই দিয়েছিলাম।
টাকা পাঠানোর পরে, এই ঘটনা বলার পর উনি আমাকে পুনরায় ০.০৫ বিটিসি পাঠিয়ে দিয়েছিলেন এবং সেটা ফেরত দিতেও নিষেধ করেছিলেন।
newbie
Activity: 45
Merit: 0
June 09, 2023, 07:28:07 PM
sr. member
Activity: 1008
Merit: 366
June 09, 2023, 02:12:16 PM
আমি এখনো পর্যন্ত মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাইনান্স এর পিটুপি থেকে  লেনদেন করেছি।  আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার সাথে এরকম কিছু হয়নি।  হবে না যে এরকম ১০০%  গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু আমি যখন পিটুপিতে  লেনদেন করি নিজের কয়েকটি বিষয় মাথায় রেখে  করি। আশা করি আপনারাও করলে প্রতারণার শিকার হবেন না।
  • প্রথমেই যেটি বলবো সেটি হল রেট বেশি দেখে  লোভে পড়বেন না।
  • তারপর ট্রেড সংখ্যা দেখে ট্রেড করবেন,  এক্ষেত্রে সর্বনিম্ন ৩০০ বা ৪০০ট্রেড  করেছে  এমন ট্রেডারদের  সিলেক্ট করতে পারেন,  এর উপর হলে সর্বোত্তম এবং নিচের গুলোকে  এভোয়েড করবেন। (আমি সব সময় হাজারের কাছে ট্রেড করেছে এমন ট্রেডার এর সাথে লেনদেন করি)
  • তারপর ঐ ট্রেডার এর  ট্রেডিং হিস্টোরি  এবং ফিডব্যাক গুলো  চেক করুন
  • অনেক সময় এভারেস্ট  রিলিজ টাইমও খেয়াল করা উচিত ফাস্ট ট্রানজেকশনের জন্য
  • যতটা পারেন  মেসেজিং এ কম কথা বলবেন এবং  ক্রয় করার সময় ওই ট্রেডার যদি  ডিসপ্লে কৃত নাম্বার ব্যতীত অন্য নাম্বারে টাকা পাঠাতে বলে তাহলে ওই ট্রেডটি এভয়েড করুন।
  • আর সর্বশেষ  এপস এবং মেসেজ এ  টাকা আসার নোটিফিকেশন না আসা পর্যন্ত  রিলিজ করবেন না।

আমি এইখানে আরেকটা জিনিস এড করতে চাই। বিষয়টা হচ্ছে যখনই আমরা p2p  লেনদেন করব তখন অবশ্যই একটি রাউন্ড ফিগার অথবা ক্যাশ আউট করতে যে পরিমাণ টাকা দরকার ওই পরিমাণ টাকা আমরা লেনদেন করব। যখন রেনডম কোন সংখ্যা লেনদেনের মধ্যে Include হবে তখন অবশ্যই ওইটা তাদের চোখে পড়বে এবং আপনাকে মার্ক করে রাখবে।  বিকাশ, রকেট, নগদ এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে তা ক্রমান্বয়ে ব্যবহার করুন| তাহলে আপনার সঠিক তথ্যটি ট্র্যাক করা একটু কঠিন হবে। একটি কাজ করতে পারেন যা হলো বেশি এমাউন্ট হলে কম কম করে আলাদা আলাদা ট্রেডের মাধ্যমে বিভিন্ন প্লাটফর্মে, যা মেনশন করা হয়েছে যেমন বিকাশ, রকেট, নগদ এগুলোতে নিতে পারেন।

আরেকটি উপায়ে আমি আজকে অনেক চিন্তা ভাবনা করে পেলাম, তা হল আপনার পরিচিত কেউ যদি দেশের বাইরে থাকে এবং সে দেশে বিটকয়েন লিগাল হয়ে থাকে, তাহলে আপনি তার ডিটেইলসগুলো নিয়ে (বিকাশ, রকেট, নগদ, ব্যাংকিং - এর বিকল্প যা ওই দেশে ব্যবহৃত হয়)  আপনি পিটুপি থেকে ডিরেক্ট তার একাউন্টে পাঠাতে পারবেন।  এবং সে আপনাকে বিদেশ থেকে যেভাবে টাকা পাঠায় সেভাবে পাঠিয়ে দিতে পারবে। এতে আপনি পুরোপুরি সেফ থাকবেন।
যেহেতু লেনদেনটি হবে বাইরের দেশের লোকের সাথে, সুতরাং বাংলাদেশের আইনের কেউ আপনাকে পিটুপি এর মাধ্যমে সনাক্ত করতে পারবে না। আমার মনে হয় এইটা বেস্ট উপায় হবে, কিন্তু আপনাকে ভ্যাট দিতে হবে। তবে টাকার চেয়ে জীবনের মূল্য বেশি।
jr. member
Activity: 107
Merit: 2
June 09, 2023, 01:57:30 PM
ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা  আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি

আমি আপনার কথা বেশি বুঝতে পারছি না। আপনার যে সমস্যাটি হচ্ছে সেটা  স্ক্রিনশট মেরে   https://talkimg.com এই ওয়েবসাইটে গিয়ে পোস্ট বা সাবমিট করুন । করে এখানে  বাংলা কমিউনিটিতে  পোস্ট করুন, তাহলে আপনার সমস্যা সমাধান   করার সুবিধা হবে।   শর্তাবলী   আপনার স্ক্রিনশট মারা  পোস্টটি কোন অ্যাপস বা আদার সাইটে  গিয়ে পোস্ট করলে সেই পোস্টের   লিঙ্ক এখানে দিবেন না । এখানে অন্য সাইটের লিঙ্ক এলাও করা হয় না  ধন্যবাদ।
staff
Activity: 2436
Merit: 2347
June 09, 2023, 01:38:16 PM
-snip-

একটানা কয়েকবার পোস্ট করার দরকার নেই, এটা নিয়ম লঙ্ঘন। ফোরাম নিয়ম পড়ুন.

https://bitcointalksearch.org/topic/m.55551271

এবং পোস্টের শেষে এত রকমের খালি জায়গা ছেড়ে দিন না।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 09, 2023, 11:44:18 AM
ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা  আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি

প্রথমে কোনো Clear-net Browser দিয়ে login করুন।

এর পর এই link এ যান - https://bitcointalk.org/captcha_code.php

এখান থেকে Captcha Bypass Code copy করুন ও notepad এ save করে রাখুন।

Tor Browser খুলে এই link টি copy-paste করে Enter মারুন ও আপনার ID-Password দিয়ে login করুন।
newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 11:23:30 AM
ভাই Tor Browser আমার bitcoin talk একাউন্ট লগিন এর সময় যে ক্যাপচা টা আসে সেটাতে সুদু ইস্কিপ আসে ভেরিফাই লেখা  আসে না
আমার এখন করনীয় কি আমি কি জানতে পারি
staff
Activity: 2436
Merit: 2347
June 09, 2023, 11:07:05 AM
Xal0lex
 Moderator
 আমি এখনো কোনো পোস্টের রিপ্লে দিতে পারছিনা।
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

 [An Error Has Occurred!
 The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

 
 ত্রুটিপূর্ণ স্ক্রীনশট link:


 দয়া করে আমাকে সাহায্য করুন... 🙏🙏🙏

তুমি কি আমি যা বলেছিলাম সেই ফোরাম সেটিংস চেক করেছো?

https://bitcointalksearch.org/topic/m.62320725
newbie
Activity: 20
Merit: 0
June 09, 2023, 10:32:55 AM
 Update News:
Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে।

নতুন আদালতের ফাইলিং অনুসারে, Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে। অধিকন্তু, বিনিময়ের বিরুদ্ধে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) মামলার ক্ষেত্রে Binance-এর US বাহুর আর্থিক রেকর্ড প্রকাশ করা হয়েছিল।

বিনান্সের ইউনাইটেড স্টেটস আর্ম গত বছরের জন্য যে আর্থিক পরিস্থিতির মধ্যে ছিল তা আদালতের ফাইলিংগুলি ভিতরের দিকে নজর দেয়। পরবর্তীকালে, সেই রেকর্ডগুলি ইঙ্গিত করে যে মার্কিন বাহিনী তার অপারেশনের প্রথম বছরেই প্রায় $400,000 হারিয়েছে।

আদালত ফাইলিং Binance.US লোকসান প্রকাশ
ক্রিপ্টোকারেন্সি শিল্প কেঁপে উঠেছিল যখন SEC বিনান্সের বিরুদ্ধে অভিযোগ উন্মোচন করেছিল। প্রকৃতপক্ষে, গ্রহের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ 13টি ভিন্ন US সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সম্মুখীন হচ্ছে। তদুপরি, তারা তৃতীয় পক্ষের ব্যবসার সাথে গ্রাহক তহবিল একত্রিত করার অভিযোগের মুখোমুখি হচ্ছে।

এখন, সেই প্রক্রিয়াটি কোম্পানির আমেরিকান বাহুর ক্রিয়াকলাপগুলির উপর একটি নজর প্রকাশ করেছে এবং ফলাফলগুলি দুর্দান্ত নয়। বিশেষ করে, ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে যে Binance.US 2022 সালে $181 মিলিয়ন হারিয়েছে। এই পরিসংখ্যানগুলি মুলতুবি মামলার সাথে সম্পর্কিত আদালতের ফাইলিং থেকে নেওয়া হয়েছে।

অধিকন্তু, রেকর্ডগুলি প্রকাশ করেছে যে কোম্পানির প্রথম পূর্ণ বছরে, 2022 সালে, এটি প্রায় $400,000 হারিয়েছে। পরবর্তীকালে, কোম্পানির আর্থিক অবস্থার বরং অপ্রত্যাশিত অবস্থার প্রথম হাতের নজর দেওয়া।

Binance যে 13টি অভিযোগের মুখোমুখি হচ্ছে, তার মধ্যে মিথ্যার অভিযোগ রয়েছে যা এটি বিনিয়োগকারীদের এবং নিয়ন্ত্রকদের বলেছিল। অধিকন্তু, এক্সচেঞ্জটি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের তার প্ল্যাটফর্মে উপস্থিতি বজায় রাখার অনুমতি দিয়েছে বলে অভিযোগ। এর ইউএস বাহু থেকে লাভের অভাব সেই মামলাটিকে শক্তিশালী করতে পারে।

তবুও, বিনান্স এবং সিইও চ্যাংপেং ঝাও জোর দিয়ে বলেছেন যে তারা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে। বিশেষত, নিয়ন্ত্রকের অভিযোগে করা অনেক দাবি অস্বীকার করা। উপরন্তু, প্রতিশ্রুতি দিয়ে তারা "লড়াই করতে প্রস্তুত"। বিপরীতভাবে, কয়েনবেসকে একইভাবে এজেন্সি কর্তৃক গৃহীত আইনি পদক্ষেপে লক্ষ্যবস্তু করা হয়েছিল।


নিউজ লিংক: https://watcher.guru/news/binance-us-lost-181-million-in-2022?utm_source




newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 10:25:25 AM
বাংলাদেশ থেকে কি #BTC মাইনিং করা সম্ভব?

হাঁ , বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং করা সম্ভব . শুধু বাংলাদেশ নয় আপনি যে কোনো দেশ থেকে শুধু বিটকয়েন নয় যে কোনো ক্রিপ্টো কারেন্সী মাইনিং করতে পারবেন যদি আপনার কাছে মাইনিং করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম থাকে . আপনি দুটি উপায় এ মাইনিং করতে পারবেন প্রথমটি হল একক ভাবে এবং দ্বিতীয় হল মাইনিং পুল ( mining pool) এ অংশগ্রহণ এর মাধ্যমে . কোনটি আপনার জন্য ভালো হবে এখানে তা জানতে পারবেন .


নিউজ লিংক
https://bn.quora.com/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-BTC-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 09, 2023, 09:34:07 AM
বাংলাদেশ কেন ক্রিপ্টোকারেন্সি অবৈধ ?
আমি আসলে জানি না তাই বড়ো ভাই দের কাছ থেকে জানতে চাই একটু জানাবেন ভাই প্লিজ প্লিজ
বর্তমান আমাদের দেশের যে অবস্থা বিদ্যুৎ তো পাচ্ছিনা, শোনা যায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে। বিটকয়েন মাইনিং শিল্প গড়ার জন্য বিদ্যুতের প্রয়োজন হবে। এখন বাংলাদেশের যে পরিমান বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তা আমাদের দেশেই প্রয়োজন মেটাতে পারছে না। মাইনিং শিল্প করতে বিদ্যুতের সংকট পড়বে এটি একটি কারণ। আর এখন জানেন তো আমাদের বাংলাদেশের কি অবস্থা চলছে। যে পরিমাণের টাকা আমাদের দেশ থেকে পাচার হচ্ছে, বিটকয়েন বৈধ করা হলে আরো বেশি পাচার হবে। এবং সন্ত্রাসী কার্যকলাপে লেনদেন, অবৈধ মাদক ব্যবসা, অস্ত্র ও গোলাবারুদ ক্রয়, সন্ত্রাসে অর্থাায়ন, বিদেশে টাকা পাচার, কালো টাকা বিনিয়োগ এই ভয়ে বিটকয়েন অবৈধ। আরো জানতে এখানে দেখতে পারেন।
নিউজ লিংক
newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 09:00:57 AM
বাংলাদেশ কেন ক্রিপ্টোকারেন্সি অবৈধ ?
আমি আসলে জানি না তাই বড়ো ভাই দের কাছ থেকে জানতে চাই একটু জানাবেন ভাই প্লিজ প্লিজ
full member
Activity: 770
Merit: 184
June 09, 2023, 07:03:00 AM
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 06:08:58 AM
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 09, 2023, 05:55:47 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
আপনার জানার মধ্যে ভুল ছিল। আপনি যাই বলুন না কেন আপনার ধারণা ঠিক এইরকম। যত বলবেন তার এক কম। অর্থাৎ আপনার যদি 2 টি মেরিট থাকে তাহলে আপনি ১টি দিতে পারবেন।
যদি ৩ টি মেরিট থাকে তাহলে আপনি ২ টি দিতে পারবেন।
যদি ৪ টি মেরিট থাকে তাহলে আপনি ৩ টি দিতে পারবেন।
যদি ৫ টি মেরিট থাকে তাহলে আপনি ৪ টি দিতে পারবেন।
..........
..........
..........
যদি ১১ টি মেরিট থাকে তাহলে আপনি ১০ টি দিতে পারবেন।
যদি ১২ টি মেরিট থাকে তাহলে আপনি ১১ টি দিতে পারবেন।

না ভাই এরকম মেরিট সিস্টেম অতীতে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতে থাকবে না। আপনার বোঝাতে ভুল ছিল। আশা করি উপরে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যথারীতি শিখে নিবেন।

@2Pizza410000BTC আপনাকে মেনশন করলাম বিষয়টির জন্য যে আসলে খেলাধুলা নিয়ে অন্য কিছু জায়গা আছে যেখানে আলোচনা করা হয়। ফুটবল ট্রান্সফার নিয়ে বেশ কয়েকটি থ্রেড খোলা হয়েছে সেখানে দেখেন শত শত আলোচনা আছে। আপনি মনের ভাব ব্যক্ত করেছেন এজন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আপনি লেখাটুকুই যদি ইংরেজিতে লিখে দিতেন তাহলে ভালো একটা পোস্ট হতো।
(+১) দিলাম শুধুমাত্র আপনার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও ভক্তি থাকার কারণে। এরকম ধর্মের প্রতি আসক্তি বা শ্রদ্ধা সকলের মধ্যে দেখা যায় না বিশেষ করে এ যুগে ধর্মের প্রতি ভক্তিশীল মানুষের বড়ই অভাব।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 09, 2023, 05:53:05 AM
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
ভাই প্রতি দুটি মেরিটে একটি S মেরিট হয়। এখন আপনি বিবেচনা করুন 11 মেরিট পেয়েছেন এখন কয়টি সেন্ড করতে পারবেন? অবশ্যই পাঁচটি যা আপনি ইতিমধ্যে সেন্ড করে দিয়েছেন। আপনি হয়তো ভুল শুনেছেন আগে থেকেই আমি যতদুর জানি ২ টা মেরিট পেলে একটা s মেরিট হয়।
আপনি এখান থেকে সকল প্রকার মেরিট সংক্রান্ত ধারণা পেয়ে যাবেন।  
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:39:17 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
কিন্তু আমি তো জানতাম যে 2 টি মেরিট থাকলে একটা দেওয়া যায় সেক্ষেত্রে 11 টি মেরিট থাকলে আমি 10 টি মেরিট দিতে পারবো । কিন্তু এখন কি রকম নিয়ম করেছে সেইটা আমি জানিনা এখন হইতো অন্য নিয়ম করেছে । তো যাইহোক আমি জানতাম না জানিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
member
Activity: 108
Merit: 46
June 09, 2023, 05:33:49 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
ভাই আপনার একটি ভুল হচ্ছে  আর সেটি হলো গিয়ে আপনার   আর্ন মেরিট  ১১ টি  আর প্রতি দুইটা আর্ন মেরিট  থেকে একটি করে  সেন্ডেবল মেরিট উৎপন্ন হয়।  সে ক্ষেত্রে আপনার 11 টি মেরিট থেকে মোট পাঁচটি মেরিট জেনারেট হয়েছিল আর https://bpip.org/Profile?id=3544475  তে গিয়ে দেখলাম  সেই পাঁচটি আপনি ব্যবহার করে ফেলেছেন।  আরেকটি মেরিট পেয়ে যদি আপনার মেরিট বারোটা হয় তাহলে আপনি  একটি সেন্ডেবল মেরিট পাবেন।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 09, 2023, 05:29:33 AM
আমি একটা জিনিস বুঝতে পারলাম না আমার মেরিট আছে কিন্তু আমি যুদি কাউকে মেরিট দিতে যাই তখন লেখা ওঠে আপনার যথেষ্ট মেরিট নেই । কিন্তু আমার মেরিট যথেষ্ট আছে আমার মেরিট আছে 11 টি আমি 5 টি দিয়েছি বাকি থাকে 6 টি আমি 6 টির মধ্যে থেকে একটি মেরিট দিতে যাই তখন You do not have enough sendable merit. এইটা দেখায় বলে আপনার যথেষ্ট মেরিট নেই কিন্তু আমার তো যথেষ্ট মেরিট আছে । এই সমস্যা কিসের জন্য কেউ একটু জানাবেন ।
Jump to: