Author

Topic: বাংলা (Bengali) - page 216. (Read 5728440 times)

member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 06, 2023, 08:32:42 PM
বিকাশ দিচ্ছে আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে গত ৮ মে ব্র্যান্ড পার্টনারশিপ ঘোষণা করেছিল বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের ব্র্যান্ড পার্টনার হওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান তারা।

বিকাশ তখনই ঘোষণা দিয়েছিল, আর্জেন্টাইন ফুটবল তারকাদের সঙ্গে বাংলাদেশের ভক্ত-অনুরাগীদের যোগাযোগ আরও বাড়াতে তারা উদ্যোগ নেবে। সেই উদ্যোগের অংশ হিসেবেই শুরু হচ্ছে বিকাশের নতুন প্রচারণা, যে প্রচারণার সময় বিকাশে কেনাকাটা করে মিলবে আর্জেন্টিনায় গিয়ে লিওনেল মেসি-এমিলিয়ানো মার্তিনেজ-হুলিয়ান আলভারেজদের খেলা দেখার সুযোগ।

বিকাশের একটি সূত্র জানিয়েছে, ৮ জুন থেকে শুরু হতে যাওয়া এই প্রচারণা চলবে ২৮ জুন পর্যন্ত। প্রতি সপ্তাহে বিকাশ ‘পেমেন্ট’ ব্যবহার করে সর্বোচ্চ কেনাকাটা করা ৭ জন করে তিন সপ্তাহে মোট ২১ জন পাবেন আর্জেন্টিনায় গিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের খেলা দেখার সুযোগ।

এই প্রচারণায় জয়ীদের বিমান টিকিট, হোটেলে থাকার খরচ দেবে বিকাশ। ফিফা আন্তর্জাতিক সূচি অনুযায়ী আর্জেন্টিনা দল যখন পরবর্তী সময়ে নিজেদের মাঠে খেলবে, সেই সময় এই সফরের ব্যবস্থা করা হবে। প্রচারণায় জয়ীদের সঙ্গে বিকাশের পক্ষ থেকে যোগাযোগ করে ম্যাচের তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত সফরসূচি জানিয়ে দেওয়া হবে।

গত বছর কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের তীব্র ভালোবাসা হয়ে উঠে বৈশ্বিক সংবাদমাধ্যমের খবর। লিওনেল মেসিদের নিয়ে এ দেশের মানুষের প্রবল আবেগ স্পর্শ করে আর্জেন্টিনার মানুষদেরও। এরই ধারাবাহিকতায় দুই দেশের কূটনীতিক সম্পর্ক পায় নতুন মাত্রা, তারপর গত মাসে বিকাশের সঙ্গে এএফএর ব্র্যান্ড পার্টনারশিপ হয়।

বিকাশ ও এএফএ তখনই আশা প্রকাশ করেছিল, এ অংশীদারত্বের ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা আর্জেন্টিনা দলে তাদের প্রিয় তারকাদের আরও কাছাকাছি যেতে পারবেন, ভালোবাসার আদান-প্রদান বাড়বে এবং দুই দেশের ফুটবল সম্পর্কও আরও শক্ত হবে। বিকাশের নতুন এই প্রচারণা সেই ধারাবাহিক উদ্যোগেরই প্রথম ধাপ।
সোর্স প্রথম আলো
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
June 06, 2023, 08:10:56 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে
কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে

কবিতাটি অনেকেই পড়েছে কিন্তু এর অর্থ হচ্ছে কান চিলে নিয়েছে কথাটা কতটুক যুক্তিসম্মত আগে ভেবে দেখতে হবে। চিলে কান নিয়েছে কিনা সেটা সুনিশ্চিত হতে হবে। ঠিক আছে বেশ কয়েকদিন ধরে বাইনান্স এক্সচেঞ্জ নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। তবে আপনারা বিষয়টি খেয়াল করুন এবং আপনি যে টুইট গুলি শেয়ার করেছেন তার নিচে কমেন্টগুলো ভালো পড়ুন ফলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে।
SEC বিষয়টি এক তরফা করেছে এবং তারা সব সময় ক্রিপ্টোকারেন্সির বিপরীতে কাজ করে। আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
sr. member
Activity: 798
Merit: 377
June 06, 2023, 06:49:50 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19

বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম।

সকল সদস্য কে বলা হচ্ছে?

Update News:
আমি কিছুটা সংবাদ সংগ্রহ করতে পেরেছি যে @Binance এর বিরুদ্ধে SEC অভিযোগ করেছে যে আদালতের নিয়ম মেনে চলতে ব্যর্থ হওয়ার কারণে চিহ্নিত করা হয়েছে।

https://twitter.com/MetaLawMan/status/1666125600195596293?t=3lXwPt12ovse2XkVCcf_nA&s=19

এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
sr. member
Activity: 1386
Merit: 451
June 06, 2023, 06:48:43 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
নিউজটা আমি সকালে ঘুম থেকে উঠে এক্সচেঞ্জ ওপেন করতেই দেখেছি। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না। কেননা আমার যে ফান্ড আছে সমস্ত ফান্ড বিনাঞ্চ এক্সচেঞ্জে রেখে দিয়েছি। এর পরে বাইনান্স কয়েন আমার কাছে প্রায় 14 টার বেশি রয়েছে। এখানে আমার অভিজ্ঞ ভাইদের অনুসরণ করছি এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারছি না আমার বাইনান্স এক্সচেঞ্জ থেকে সমস্ত ফান্ড সরিয়ে অন্য কোথাও নিয়ে যাব নাকি? দয়া করে আপনারা আমাকে এই ব্যাপারে সাহায্য করুন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 06, 2023, 04:59:56 PM
বাইনান্সের জন্য দুঃসংবাদ।
সবসময় চোখ রাখতে হবে বিভিন্ন নিউজ গুলোতে।

JUST IN - 🇺🇸 SEC files for restraining order to freeze #Binance US assets https:/[Suspicious link removed]/aF6C2xOmI2




SEC উঠে বসে লেগেছে। কিছু একটা করেই ছাড়বে।

নিউজটির লিঃ: https://twitter.com/BitcoinMagazine/status/1666179773301678084?t=wsCIx-xmlMCuAMAkeGpqxQ&s=19



সতর্কতা
সতর্কতা
সতর্কতা

🚨 WITHDRAW YOUR #BITCOIN FROM EXCHANGES 🚨

https://twitter.com/BitcoinMagazine/status/1666206476744941621?t=6cbcTiUHbCg-pUSMPPEvbA&s=19
sr. member
Activity: 1008
Merit: 366
June 06, 2023, 02:58:10 PM
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।

আপনার মেনশন দেওয়াটা ঠিক আছে কারন আপনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলছেন এবং যাদের যাদেরকে বলছেন তাদেরকে আলাদাভাবে মেনশন করেছেন.  এটি থেকে বোঝাচ্ছে যে আপনি স্পেসিফিক কোন এক ব্যক্তির কাছ থেকে কিছু জানতে আগ্রহী বা তাকে প্রশ্ন করেছেন। হুট করে কেউ যদি পোস্টটি দেখে, তাহলে ভাষা না জানলেও সে বিষয়টিকে খারাপ ভাবে নিবে না। আর যেহেতু এখন বাংলা কমিউনিটি প্রতিনিয়ত মডারেট করা হচ্ছে সুতরাং বাইরে থেকে অথবা অন্যান্য আলাদা বোর্ডের সিনিয়র মেম্বাররা অবশ্যই মাঝে মাঝে এখানে এসে আমাদের এক্টিভিটি গুলো দেখে যাবে। অনেকেই হয়তো অনুবাদ করে দেখবে না, তবে চোখের পলকে একটি পোষ্টের যেই মান, তা যেভাবে মেনশন করে পোস্ট করা হয়েছে তা ধরে রাখতে পারে নাই । সুতরাং আমি তাদেরকেই বলেছি । আপনি যেটা বললেন যে অনুপ্রেরণা, আসলে ভাই আমি ইন্ট্রোভার্ট টাইপের। সহজে কোন ডিসকাশনে জড়াই না। এ থেকে বুঝতেই পারছেন বিশেষ কোনো প্রয়োজন অথবা আপনাদের করা প্রশ্নের যেই উত্তরটা, আমি জানি সে বিষয়ে রিপ্লাই দিয়ে থাকি।  সুতরাং আগে যেভাবে বললাম, জিজ্ঞেস করলে অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন এবং যখন আমি যখন কোন পোস্ট করব, তখন যে পোস্টগুলো সুন্দর হবে, সবগুলো একসাথে কোট করে পোস্ট করব। শুধুমাত্র পোষ্টের বিষয়ে উৎসাহ দিয়ে আরেকটি পোস্ট করা হয়তো স্প্যাম হিসেবে কাউন্ট করা হবে। এইজন্যই আমি হয়তো সেভাবে আপনাদের অনুপ্রেরণা দিতে পারছিনা। তার জন্য আমি খুবই দুঃখিত।

Quote
যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।

নাম উল্লেখ করা বা মেনশন নিয়ে আমার কোন মাথা ব্যথা নাই। কারণ কোন স্পেসিফিক কাউকে আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন এবং তাদের কাছে প্রশ্নের উত্তর থাকলে আপনারও জানতে সুবিধা হবে। আর এই শেখার মাঝে আমরা অনেক কিছু শিখে নিবো।  তবে উপরে যেভাবে বললাম, সবাইকে একসাথে এইভাবে মেনশন দিয়ে যারা পোস্ট করেছেন তারা এটি থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে  মেনশন এর ব্যবহারের মাধ্যমে পোস্ট করুন। তাহলে আশা করি কেউ আপনাদের কে আর কিছু বলবে না।



লল ভাই পুরাই লল। এগুলা কামলা রা কই থিকা আসে। নিজের যোগ্যতা নাই, মেরিট চাইয়া লাভ আছে? এক্সপোজ কইরা ব্যান করায় দেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 06, 2023, 01:56:15 PM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 06, 2023, 01:36:04 PM
ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি  কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে
ভাই প্রথমত বিটকয়েন ফোরামে আপনি তখনই মেরিট পাবেন যখন আপনার দেওয়া কোন ইনফরমেশন বা কোন উত্তর বা কোন অবদান দ্বারা ফোরামের অন্য কোন মেম্বার বা মেম্বারগণ উপকৃত হবে। আপনি এমন কোন আইডিয়া শেয়ার করলেন যা ইউনিক এবং হেল্পফুল অর্থাৎ আপনি ফোরামে যত বেশি অবদান রাখবেন আপনার মেরিট পাওয়ার সম্ভাব্যতা তত বৃদ্ধি পাবে। তাই আমি বলব আপনি মেরিটের পিছনে না দৌড়িয়ে ফোরামে ভাল পোস্ট করা অব্যাহত রাখুন এবং অন্যকে হেল্প করুন। আর অবশ্যই চেষ্টা করবেন এমন পোস্ট করতে যা অর্থবহ। আরেকটি বিষয় সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে আপনি শুধু বাংলা লোকাল বোর্ডেই ফোকাস না করে ফোরামের বিভিন্ন ইংরেজি বোর্ড যেমন: Beginners & Help , Bitcoin Discussion সহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বোর্ডগুলোতে পোস্ট করা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ খুব দ্রুত আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। তবে অবশ্যই শিট পোস্ট, কপি পোস্ট এবং ইনডিরেক্টলি মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন। আশা রাখি খুব দ্রুতই আপনিও ফোরামে রেংক আপ করতে পারবেন। পাশাপাশি অবশ্যই বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা চলমান রাখবেন আশা রাখি সিনিয়র ভাইয়েরা আপনার অবদানকে মূল্যায়ন করবে।
newbie
Activity: 20
Merit: 0
June 06, 2023, 11:59:12 AM
আমরা বিটকয়েন ফোরামে এবং বাংলাদেশ লোকাল থ্রেড  এ পোস্ট করে আমরা সফলতার দিক দিয়ে এগিয়ে যেতে চাই এবং বাংলাদেশ লোকাল থ্রেড এ যত গণ্যমান্য বড় ভাই রয়েছে তাদের সহায়তা আমরা ছোটরা এগিয়ে যেতে চাই এমনকি আমরা জানি এই লোকাল থ্রেড এ অনেক সিনিয়র ভাই রয়েছে এবং তারা আমাদের সহায়তার জন্য তারা অনেক চেষ্টা করে থাকেন

ধন্যবাদ সবাইকে!!

আপনি হইতো বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন সদস্য তাই হইতোবা জানেন না। এখানে সকল সিনিয়র মেম্বাররা,জুনিয়র মেম্বারদের সকল বিষয়ে সহযোগিতা করে থাকেন। হইতোবা কোনো কারণে তাদের রিপ্লে দিতে দেরি হয়। কিন্তু তারা কখনোই জুনিয়র মেম্বারদের অবহেলা করেনা।
তবে এটাও সত্য যে, অনেক সিনিয়র মেম্বার বাংলাদেশ লোকাল বোর্ডে এখন এক্টিভ কম থাকেন।
আসলে বাস্তবতাটা এমন নয়।
আপনি বাংলাদেশ লোকাল বোর্ডে সময়দেন আপনার মতামত বা সমস্যা গুলো শেয়ার করুন দেখবেন আপনার পাশে সবাই আছে।

ইনশাআল্লাহ...



sr. member
Activity: 490
Merit: 294
June 06, 2023, 10:42:36 AM

আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।

বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
এজন্যই আপনাদের ইউজার নেম মেনশন করে দিছি কারণ আগে আপনারা রেগুলার একটিভ ছিলেন কিন্তু এখন আপনাদের উপস্থিতি খুবই কম মনে হয়। ছোট ইউজারদের প্রাপ্তির জায়গা হচ্ছে যখন কোন সিনিয়র সদস্য জুনিয়র কোন সদস্যের পোস্ট এর রিপ্লাই বলে ভাই আপনার পোস্ট সুন্দর হয়েছে আপনি এগিয়ে যান, এই একটি কথা ছোট ইউজারদের কতটা অনুপ্রেরণা জায়গায় তা শুধুমাত্র ছোট সদস্যরা জানে। আপনাদের কাছে মেরিট না থাকলে কোন সমস্যা নেই কিন্তু আপনারা আবারো একটিভ হয়ে তুলনামূলক ছোট ইউজারদের উৎসাহী করে তুলুন।
যেহেতু নাম মেনশন করা নিয়ে আপনি সতর্ক করেছেন তাই আশা করছি পরবর্তীতে যারা পোস্ট করবেন তারা নাম উল্লেখ করে পোস্ট করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ ভাই।
sr. member
Activity: 1008
Merit: 366
June 06, 2023, 09:53:38 AM
tjtonmoy, @Little Mouse ভাই এই দুইজন বেশ কিছুদিন যাবত বাংলায় একটিভ নেই। ভাই আপনারা যারা সিনিয়র আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আবারো বাংলায় একটিভ হন। আপনাদের ছাড়া আমাদের লোকাল বোর্ড অসম্পূর্ণ লাগে।
হারিয়ে যায় নাই ভাই, আপনাদের মাঝেই আছি। একটিভ থাকি ঠিকই এবং আপনাদের পোস্ট দেখি। তবে নিজে কোন বিষয়ে পোস্ট করব, তা নিয়ে চিন্তাভাবনা করতে করতেই পরে আর পোস্ট করা হয়ে ওঠে না. সব সময়ই চাই এমন কিছু পোস্ট করতে যা অন্যদের সাহায্য করবে. অফটপিক পোস্ট বা স্প্যাম পোস্ট চাইলে তো করাই যায়, কিন্তু তাতে কি কারো উপকার হবে? হয়তো খেয়াল করলে দেখবে্‌ যা কিছুই পোস্ট করি তা থেকে কেউ না কেউ একটু হলেও উপকৃত হবে। অফটপিক পোস্টও আছে কিন্তু তা খুবই কম। আর কোন বিষয়ে পোস্ট করব তা খুঁজে পাওয়া খুবই মুশকিল। আপনাদের জানার আগ্রহ টা বাড়ান, যেটা বুঝতে পারছেন না সেটা জিজ্ঞাস করুন। অবশ্যই আমাদের সবটুকু দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তবে নিজে থেকে কি পোস্ট করব তা খুঁজে পাই না।
এছাড়া মেরিট এর কথা যে বললেন, আসলে ভাই লোকাল কমিউনিটিতে অনেক ভালো ভালো পোস্ট আছে, তবে আমার দেওয়ার মত সেন্ডেবল মেরিট নেই.  থাকলে অনেক ভালো ভালো পোস্টে এ দিয়ে তা শেষ হয়ে গেছে।

Little Mouse ভাই হয়তো পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছে। যার কারণে তিনি আমাদের মাঝে একটিভ হতে পারছেন না।  অবশ্যই তিনি আবার আমাদের মাঝে ইনফরমেটিভ কোন একটি পোস্ট নিয়ে হাজির হবেন সে আশাতে আছি।
আপনারা আপনাদের মত পোস্ট করতে থাকেন, আমি এবং বাকি সবাই আছি এবং সবকিছুই দেখছি।

আর একটা বিষয়ে আমি বলতে চাই, ভাই এত মেনশন দিয়ে পোস্ট করার কোন মানে আমি বুঝিনা। কাউকে উদ্দেশ্য করে বলবো না, তবে কয়দিন ধরে পোস্টে শুধু মেনশন দেখছি। আমার মনে হয় না এভাবে পোস্ট করা দরকার ছিল । সবাইকে এইভাবে একসাথে মেনশন করে কি লাভ হচ্ছে আমি তো সেটাই বুঝিনা। এমন না যে আমরা পোস্ট গুলা দেখিনা! পোস্ট মানসম্মত হলে সেখানে অবশ্যই রিপ্লাই দেয়ার চেষ্টা করি, অথবা পছন্দ হইলে মেরিট থাকলে দিয়ে দিই। আশা করি এ বিষয়টা মাথায় রেখে এগুলো করা থেকে বিরত থাকবেন। আর যদি করার পরে আপনাদের কাজটি হয়ে যায়, তাহলে পোস্টটা নিজে থেকে ডিলিট করে দিবেন। কারণ পোস্টগুলো দেখতেও খারাপ লাগে।

বিষয়টা অন্যভাবে নিবেন না, কারণ আপনাদের ভালোর জন্যই বলছি।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 06, 2023, 09:48:56 AM
আমি জানতে চাই। ক্রিকেট, অথবা ফুটবল খেলা নিয়ে কি পোস্ট করা যায়..?
না ভাই ,এখানে আপনি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড টপিক নিয়ে আলোচনা করতে পারবেন। বাংলাদেশে ঘটে যাওয়া কিপ্টোকারেন্সি রিলেটেড বিভিন্ন ঘটনা, অনুমোদন, নিষেধাজ্ঞা, বৈশ্বিক আলোচনা, এবং বিটকয়েনের উপর চলমান ঘটনা প্রবাহ এখানে আলোচনা করতে পারবে।
ক্রিকেট, ফুটবল ও বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে গ্যাম্বলিং সেকশন রয়েছে সেখানে আপনি আলোচনা করতে পারবেন।
তবে বাংলাদেশ যদি স্বতন্ত্র লোকাল বোর্ড পেতো তাহলে এখানে আপনি বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন। এখানে বাংলাদেশ ক্রিকেট ফুটবল ও হাডুডু ভলিবল খেলা নিয়ে আলোচনা করতে পারবেন।
কিন্তু স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে আমাদের এখনো অনেক পথ চলা বাকি আছে। আমরা বাকি পথটুকু আপনাদের সাথে নিয়ে হাটতে চাই। আপনাদের সহযোগিতা থাকলে আমরা স্বতন্ত্র লোকাল বোর্ড পেতে অসুবিধায় পড়তে হবে না।

এখানে আপনি ক্রিকেট, ফুটবল নিয়ে আলোচনা করতে পারবেন:
Gambling discussion
newbie
Activity: 22
Merit: 0
June 06, 2023, 09:31:48 AM
আমি জানতে চাই। ক্রিকেট, অথবা ফুটবল খেলা নিয়ে কি পোস্ট করা যায়..?
member
Activity: 112
Merit: 34
June 06, 2023, 08:50:59 AM







আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন

আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে।
এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।


ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি  কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে


এতে মন খারাপের কিছু নাই ভাইয়া। ধৈর্য ধরুন আপনার জন্য সামনে হয়তো বড় কিছু অপেক্ষা করতেছে। এখনি হতাশ হওয়ার কিছু নেই ভাইয়া। আপনি সুন্দর ভালো মানের পোস্ট করার চেষ্টা  করুন। আর পোস্ট লেখার সবসময়  অবশ্যই আপনার দাড়ি কমা বানানে দিকে খেয়াল রাখতে হবে। আপনার এক্টিভিটি অনেক কিন্তু আপনার কোন মেরিট নেই। আশা করছি আপনি আমার কথা বুঝতে পেরেছেন,পরবর্তীতে উন্নত মানের পোস্ট করে মেরিট অর্জন করে নিন।
jr. member
Activity: 107
Merit: 2
June 06, 2023, 08:04:45 AM







আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন

আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে।
এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।


ভাই আপনি ঠিকই বলেছে কিন্তু আপনি এত দ্রুত কিভাবে মেরিট পেলেন আমি এতদিন যাবত ধরে এখানে পোস্ট করলাম কিন্তু আমি কোন মেরিড এখনো পেলাম না। খুবই দুঃখ জনক ভাই 😔আর আপনি খুব দ্রুতই মেরিট পেয়ে গেলেন আমি  কিছুই বুঝতে পারলাম না। ভাই আপনি খুব দ্রুত আরো দূর এগিয়ে যাবেন আশা করছি ভাইয়া শুভকামনা । আর আমার পোস্ট করার আগ্রহটিই কমে যাচ্ছে

sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 06, 2023, 07:36:19 AM
আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে।
এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।
অলরেডি আপনি মেম্বার হওয়ার মেরিট অর্জন করে ফেলেছেন। এক্টিভিটির কারণে আপনি জুনিয়র মেম্বার হতে পারছেন না। আর অল্প কয়েকদিনের ভিতরে আপনি জুনিয়া মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। অবশ্যই জুনিয়র মেম্বার হওয়ার পরে আপনার পোস্টে ছবি শো করবে। আপনি নিয়মিত একটিভ থাকবেন এবং নিয়মিত পোস্ট করার চেষ্টা করবেন ।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 06, 2023, 07:05:00 AM







আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন

আমার এবং আপনার অবস্থা একই। আমরা ছবি পোস্ট দিলে শুধু লিংক হয়ে থাকে। অবশ্য জুনিয়ার মেম্বার হওয়ার পর আমাদের হয়তো ছবি দেখা দিতে পারে।
এখন আমরা যাই পোস্ট করি না কেন পোস্ট ভালো লাগবে না। যখন ছবি পোষ্টের মধ্যে ভেসে উঠবে তখনই পোস্টটি দেখতে ভালো লাগে।
jr. member
Activity: 107
Merit: 2
June 06, 2023, 06:31:13 AM


আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন
এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়।


ধন্যবাদ ভাইয়া আপনাকে
 এ ধরনের  সমস্যা এখন অনেকে  সম্মুখীন হচ্ছে  আপনার কথায় বোঝা গেল যে একটি ID খোলার পূর্বে এই IP অ্যাড্রেস দিয়ে কেউ যদি আগে একাউন্ট করে থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট তৈরি করা যাবে না ওই IP দিয়ে । বা অ্যাকাউন্ট করতে গেলে সিনিয়র  ম্যারিড ভাইদেরকে একটু হেল্প প্রয়োজন হবে।
আমার কাছে যদি ম্যারিড থাকতো তাহলে কি আমি পারতাম সমস্যাটি সমাধান  করতে?

 
আরো অনেক অ্যাকাউন্টটি এ ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে
   



sr. member
Activity: 490
Merit: 294
June 06, 2023, 06:13:40 AM


আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন
এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়।
বিশেষ করে আমাদের বাংলাদেশে এ ধরনের সমস্যা হয়ে থাকে কারণ বাংলাদেশে বিটকয়েনটক ফোরামের নির্ধারিত কোন বৈধ আইপি নাই যার ফলে একাউন্ট সাইন আপ করার পর যখন লগইন করা হয় তখন এই ধরনের কিছু সিগন্যাল শো করে। আপনি যেমনটি বলেছেন ১০০০ সাতসি এর বিনিময়ে অ্যাকাউন্ট আনলক হবে কিন্তু আমি মনে করি নিউ বাই একাউন্টের জন্য ১০০০ সাতসি পেইড করার কোন প্রয়োজন নাই কারণ নতুন সদস্যরা কখনোই এই সিস্টেমগুলো ভালোভাবে বুঝবে না। তাই যারা এই সমস্যায় পড়ে তাদের উচিত ভালো মানের একটি ভিপিএন ব্যবহার করে বাংলাদেশের জন্য একটি বৈধ account প্রস্তুত করা। ‌
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 06, 2023, 05:52:19 AM


আমার বন্ধুকে একটি একাউন্ট খুলে দিলাম বাট খুলে দেওয়ার পরে রিপ্লে অপশন আসছে না এখন BTC আবদার করছে কেন। এগুলো তো আগে হয়নি এমনটা আমাকে সমাধান দিতে পারবেন
এটাকে বলা হয় আইপি ব্যান। এটা সাধারনত হয়ে থাকে এমন আইপি ব্যাবহার করলে, যে আইপি ব্যাবহার করে অন্য কেউ আগে ফোরাম ব্যাবহার করেছে এবং কোনো কারনে হয়তো ব্যান হয়ে গেছে। এটাতে আসলে আপনার বা আপনার বন্ধুর কোনো দোষ নেই। তবে যদি আপনার আগে একাউন্ট ব্যান হয়ে থাকে। তবে নতুন একাউন্ট না খোলার জন্য সাজেশন করবো। ফোরামে একবার ব্যান হয়ে গেলে নতুন একাউন্ট খোলার নিয়ম নেই। এখন আপনি চাইলে ওখানে দেয়া এড্রেস এ ১০০০ সাতসি পাঠিয়ে দিলে একাউন্টটি আনলক হয়ে যাবে। অথবা কপার মেম্বারশীপ নিলেও একাউন্টটি আনলক হয়ে যাবে। এছাড়াও ফোরামের কয়েকজন মেম্বার এভিল ফি ছাড়াও একাউন্ট হোয়াইটলিষ্ট করে দিতে পারে। তবে এর জন্য রেপুটেড কারো রেফারেন্স লাগবে। যেহেতু আপনার রেংক এখনো নিউবি, আপনার রেফারেন্স কাজ হবে না। তাই আপাতত এভিল ফিস প্রদান করাই একমাত্র উপায়।
Jump to: