Author

Topic: বাংলা (Bengali) - page 209. (Read 5969842 times)

full member
Activity: 448
Merit: 136
★Bitvest.io★ Play Plinko or Invest!
June 21, 2023, 10:40:50 AM
sr. member
Activity: 798
Merit: 377
June 21, 2023, 10:37:00 AM
বিটকয়েন গত সপ্তাহে ২৪ হাজার ডলারে পর্যন্ত স্পর্শ হয়েছিল। কিন্তু আমরা বর্তমান সময়ে বিটকয়েনের বাজার ২৯৭৮০ ডলার পর্যন্ত দেখতে পাচ্ছি তাহলে আমরা বিওয়ারিশ মার্কেট থেকে কিছুটা হলেও ষাঁড়ের বাজার এর দিকে অগ্রসর হচ্ছি।

আমি বিটকয়েন হালভিং ঘরি থেকে দেখতে পাচ্ছি চূড়ান্ত হালবিং পর্যন্ত ২৯৯ দিনের অপেক্ষামাত্র।



উৎস: https://buybitcoinworldwide.com/halving/

এবং আস্তে আস্তে সময় ফিরে আসছে বিটকয়েনের দাম উন্নতির দিকে যেতে শুরু করেছে। আমি আমার নিজে থেকে বলতে চাই এটাই হয়তো মার্কেট নিম্নগতি হওয়া (কারণবশত মার্কেট নিম্নগতি আবারো হতে পারে)শেষ ছিল।
তাই আমি বলতে চাই এটাই হয়তো আমাদের বিনিয়োগ করা শেষ সুযোগ। যদি কোন ভাই বিটকয়েন ে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই বিনিয়োগ করতে পারেন কারণ মে মাসে বিটকয়েনের দাম ৩১ হাজার ডলার পর্যন্ত হয়েছিল। তাই আপনি লক্ষ্য করে দেখেন এবার হয়তো ৩১ হাজার ডলার অতিক্রম করার সম্ভাবনা অনেক বেশি যা আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারতেছি।

হয়তো এই বিটকয়েনের বর্তমান সময়ের জন্য আপনারা অনেকেই আফসোস করতে থাকবেন কেন আপনারা বিনিয়োগ করেন না। কারণ দীর্ঘ মেয়াদী বিনিয়োগ এবং সত্যিকারের ট্রেড করতে চাইলে বিটকয়েন এর সাথে লেগে থাকুন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 21, 2023, 09:53:16 AM
উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।

আমিও এটাই জানতাম। তবে এই কি টা একটা ট্রাস্টেড সোর্স থেকে পেয়েছি। আর এটা কোনো ক্র্যাকিং সফটওয়্যার যেহেতু ব্যাবহার করা লাগে নাই, আশা করি কোনো সমস্যা হবে না। আমি এটা পিসি অনলাইনে রেখেই একটিভ করেছি। কোনো প্রকার সমস্যা ফেস করিনি। চলছে কয়েকদিন যাবৎ। আমিও কিউরিয়াস, একটা কি কিভাবে কয়েকটা ডিভাইসে একটিভ করা যায়।

ধন্যবাদ ভাই, আসলে আমি আগে লিংক এড করে পোস্ট করেছিলাম কিন্তু পরে কি মনে করে যেন এডিটিং করে আবার লিংক ডিলিট করে দিয়েছিলাম। এটাতে দেখতে পারেন ভাই https://ninjastic.space/post/62437159
দেখে আসছি ভাই। আশা করি কোনো সমস্যা হবে না। আমিও প্রথম পড়ার সময় মনে হয় আপনার সোর্স লিংক টা দেখেছিলাম। তবে সঠিক মনে করতে পারছি না।

full member
Activity: 367
Merit: 136
June 21, 2023, 09:19:48 AM
@wtsimis ভাই আপনি অতি দ্রুত আপনার পোস্টটি কোন উৎস থেকে অনুবাদ করেছেন সেটা উল্লেখ করেন।
এখানে আপনার পোস্টটি Plagiarism report করা হয়েছে।
https://bitcointalksearch.org/topic/m.62438082
আপনি অতি দ্রুত আপনার পোষ্টের নিচে উৎসের লিংক যোগ করে দিন।
ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
আপনি পোষ্ট করার আগেই সম্ভবত লিংক টা রিমুভ করে দিয়ে পোষ্ট করেছিলেন। এডিটিং হিষ্টোরি তে তাই শুধু নতুন পোষ্ট এ লিংক দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু কেস হ্যান্ডেল হওয়ার আগেই আপনি লিংক এড করে দিয়েছেন, আশা করি সমস্যা হবে না। এরকম আন ইন্টেশনাল ভুল অনেক সময় হয়ে যেতে পারে। তবে যখনই চোখে পড়বে, চেষ্টা করবেন ভূল শুধরে নিতে। ফোরামে আরো অনেকগুলো কেস আছে যেখানে পোষ্ট এডিট করে দেয়ার পর আর সেটা হ্যান্ডেল করা হয়নি। বা হ্যান্ডেল করলেও ব্যাড রিপোর্ট দেখিয়েছে।
ধন্যবাদ ভাই, আসলে আমি আগে লিংক এড করে পোস্ট করেছিলাম কিন্তু পরে কি মনে করে যেন এডিটিং করে আবার লিংক ডিলিট করে দিয়েছিলাম। এটাতে দেখতে পারেন ভাই https://ninjastic.space/post/62437159
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 21, 2023, 09:04:44 AM
কারো যদি ইউনিক ডিজাইন এর টি শার্ট ডিজাইন বা টি-শার্ট প্রয়োজন হয় বা কেউ যদি নিজের ব্রান্ড তৈরি করতে চান বা বানাতে চান আমাকে জানাতে পারেন।

বাংলাদেশ লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন। তাদের যদি মূল্যবান পরামর্শ থাকে আমাকে বলতে পারেন। আমি আশা করব তারা আমার পথপাথেয় হবেন।
~snip~

আরো হেল্পফুল মাইন্ডেড অনেকেই আছেন।

বিস্তারিত জানতে এই পোস্টটি ঘুরে আসতে পারেন।


আমার কাছে মনে হয় আপনাকে আরো একটু ডিজাইন নিয়ে রিচার্স করা উচিৎ, আপনাকে কমপক্ষে ১৫-২০টা ডিজাইন ভালো ভাবে করতে হবে এবং সেগুলা আপনার পোর্টফোলিও সাইটে রাখতে পারেন, "ড্রিবল,বিহ্যান্স,ইনস্টাগ্রাম" এগুলাতে ভালোভাবে প্রোফাইল সাজিয়ে নিতে পারেন, তারপরে আসবে কিউয়ার্ড রিচার্স, কিউয়ার্ড রিচার্স যদি খুব ভালো ভাবে করতে পারেন তাহলে আশা করি ভালো করতে পারবেন। শুভ কামনা রইলো।

আর যদি ডিজাইন কন্সেপ্ট ভালো না থাকে তাহলে "৯৯ডিজাইন, ফ্রিল্যান্সার.কম, লোগোগার্ড" এইসব সাইট থেকে আইডিয়া নিতে পারেন।


আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।

আমার প্রয়োজন ছিল, পাইলে খুব উপকৃত হইতাম।

উইনডোজ এর কোড যদি অফিসিয়াল না হয়ে থাকে তাহলে অনেক সফটয়্যার আছে যেগুলা ব্যাবহার করতে সমস্যা করে, তবে আপনি অরিজিনাল কোড পেয়ে থাকলে সেটা অবশ্যই ভালো, আমি যতোদুর জানি ডিজিটাল লাইসেন্স একটা "কেয়" মাত্র একটা পিসির সাথেই কানেক্ট করা যায়। সেটা মাদারবোর্ডের সাথে কানেক্ট থাকে সেই মাদারবোর্ড যতোদিন থাকবে ইন্টারনেট কানেকশন দিলেই এক্টিভ হয়ে যাবে ।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 21, 2023, 08:57:34 AM
@wtsimis ভাই আপনি অতি দ্রুত আপনার পোস্টটি কোন উৎস থেকে অনুবাদ করেছেন সেটা উল্লেখ করেন।
এখানে আপনার পোস্টটি Plagiarism report করা হয়েছে।
https://bitcointalksearch.org/topic/m.62438082
আপনি অতি দ্রুত আপনার পোষ্টের নিচে উৎসের লিংক যোগ করে দিন।
ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
আপনি পোষ্ট করার আগেই সম্ভবত লিংক টা রিমুভ করে দিয়ে পোষ্ট করেছিলেন। এডিটিং হিষ্টোরি তে তাই শুধু নতুন পোষ্ট এ লিংক দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু কেস হ্যান্ডেল হওয়ার আগেই আপনি লিংক এড করে দিয়েছেন, আশা করি সমস্যা হবে না। এরকম আন ইন্টেশনাল ভুল অনেক সময় হয়ে যেতে পারে। তবে যখনই চোখে পড়বে, চেষ্টা করবেন ভূল শুধরে নিতে। ফোরামে আরো অনেকগুলো কেস আছে যেখানে পোষ্ট এডিট করে দেয়ার পর আর সেটা হ্যান্ডেল করা হয়নি। বা হ্যান্ডেল করলেও ব্যাড রিপোর্ট দেখিয়েছে।

ক্রিপ্টো ওয়ালেট স্ক্যাম্ একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছ। Nami ওয়ালেট ব্যবহারকারীরাও তাদের ক্রিপ্টোসম্পদ ADA চুরি হওয়ার অভিযোগ করেছিলো।একটি ফিশিং App "Nami cardano wallet" নাম ব্যবহার করে গ্রাহকের সীড প্রেইস চুরি করেছে। আশ্চর্যের বিষয় এই এপ্লিকেশন Apple app store এ এভিয়্যালেভেল।অথচ Nami একটি ব্রাউজার ভিত্তিক ওয়ালেট এক্সটেনশন যা Cardano ব্লকচেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এবং এটি নন-কাস্টোডিয়াল।তাই কোন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত না জেনে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।অন্যথায় নিজের বিনিয়োগ ও অর্জিত ক্রিপ্টো সম্পদ হারাতে হবে।
কয়েকদিন আগে এটমিক ওয়ালেট নিয়ে একটা ঝামেলা হয়েছে। অনেক এটমিক ওয়ালেট ইউজারদের বিটকয়েন হ্যাক হয়ে গেছে। অনেকেই মনে করছেন এটা্র একটা ফিশিং এটাক হতে পারে। আবার অনেকে এটার জন্য এটমিক ওয়ালেট কেই দায়ী করছেন।
sr. member
Activity: 630
Merit: 388
Unlimited 50% Deposit Bonus at JokerBet.biz
June 21, 2023, 08:40:24 AM
ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
কপি পোস্ট করলে খুব সহজেই বোঝা যায় এটি কপি করে পোস্ট করা হয়েছে। আমি সকালে আপনার এই পোস্টটি দেখেছিলাম, তখনই বুঝেছিলাম আপনার পোস্টটি কোন এক উৎস হতে ট্রান্সলেট করা হয়েছে বা কপি করে পোস্ট করা হয়েছে। সকালে একটা বিষয় চিন্তা করলাম খুবই খারাপ লাগলো আপনার মত সিনিয়র ভাই যদি কপি করে পোস্ট করে তাহলে আমরা যারা নতুন আছি তারা কি করবো। এমনিতেই যারা নতুন আসে এসেই কপি পেস্ট শুরু করে দেয়। যাই হোক ভাই ভবিষ্যতে এ ধরনের কোন ভুল করবেন না, কেননা আপনার মত সিনিয়র ভাইদের ফলো করে আমরা নতুনরা অনেক কিছু শিখি। যদি আপনারাই এধরনের কপি-পেস্ট শুরু করেন তাহলে আমরা নতুনরা কি শিখবো?
 
যেহেতু লিংক এড করেছেন মনে হয় না সমস্যা হবে। আপনার পোস্ট নিয়ে Plagiarism report করেছিলেন @2Pizza410000BTC ভাই সেই লিংক দিয়েছেন আপনি সেখানে গিয়ে ক্ষমা চেয়ে নিবেন। আর এই বিষয়ে সিনিয়র ভায়েরা আছেন তারা এ বিষয়ে অনেক ভালো বোঝেন। আশা করছি তারা এ বিষয়ে মতামত প্রকাশ করবে।
full member
Activity: 367
Merit: 136
June 21, 2023, 08:20:08 AM
@wtsimis ভাই আপনি অতি দ্রুত আপনার পোস্টটি কোন উৎস থেকে অনুবাদ করেছেন সেটা উল্লেখ করেন।
এখানে আপনার পোস্টটি Plagiarism report করা হয়েছে।
https://bitcointalksearch.org/topic/m.62438082
আপনি অতি দ্রুত আপনার পোষ্টের নিচে উৎসের লিংক যোগ করে দিন।
ভাই আমি দুঃখিত, আমি প্রথমে এই লিংকটা এড করেছিলাম। কিন্তু কি মনে করে যেন আবার এডিটিং করে এই লিংকটা ডিলিট করে দিয়েছিলাম। এখন আবার লিংক এড করেছি। কোন সমস্যা হবে কি?
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 21, 2023, 05:10:09 AM
newbie
Activity: 22
Merit: 0
June 21, 2023, 04:34:57 AM
আসসালামু আলাইকুম

ইদানিং বাংলা লোকাল বোর্ডে পোস্ট করা সবাই কমিয়ে দিয়েছে। আমরা নতুন আমরা সিনিয়রদের পোস্ট দেখে । কোয়ালিটি ফুল পোস্ট করার চেষ্টা করব। কিন্তু কেউ বাংলাদেশ লোকাল বোর্ডে পোস্ট খুব একটা করে না। সবার কাছে অনুরোধ বাংলাদেশে  বোর্ডে একবার হলেও পোস্ট বা কমেন্ট প্রতিদিন করে যাবেন ।
member
Activity: 184
Merit: 65
June 21, 2023, 02:15:45 AM
ক্রিপ্টো ওয়ালেট স্ক্যাম্ একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছ। Nami ওয়ালেট ব্যবহারকারীরাও তাদের ক্রিপ্টোসম্পদ ADA চুরি হওয়ার অভিযোগ করেছিলো।একটি ফিশিং App "Nami cardano wallet" নাম ব্যবহার করে গ্রাহকের সীড প্রেইস চুরি করেছে। আশ্চর্যের বিষয় এই এপ্লিকেশন Apple app store এ এভিয়্যালেভেল।অথচ Nami একটি ব্রাউজার ভিত্তিক ওয়ালেট এক্সটেনশন যা Cardano ব্লকচেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এবং এটি নন-কাস্টোডিয়াল।তাই কোন ওয়ালেট সম্পর্কে বিস্তারিত না জেনে ডাউনলোড করা থেকে বিরত থাকতে হবে।অন্যথায় নিজের বিনিয়োগ ও অর্জিত ক্রিপ্টো সম্পদ হারাতে হবে।

sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 21, 2023, 12:00:35 AM
@2Pizza410000BTC ভাই,
আর এটা সত্যি কথা যে, নিজেকে নিজের মনের মতো করে গড়ে তুলুন। মন যেটা চায়, সেটাই করুন!
জি ভাই, কলেজে পড়ার পাশাপাশি বাবার ছোট্ট একটি খাবারের দোকান আছে সেখানে মাঝেমধ্যে একটু বসি। বাবা তো মাঝেমধ্যে আমাকে নিষেধ করে তবুও বাবার নিষেধ অমান্য করে একটু কাজে সাহায্য করি। তাছাড়া বাংলাদেশে আমার মত কত কলেজ পড়ুয়া ছাত্ররা বেকার অবস্থায় রয়েছে। যদি ভবিষ্যতে চাকরি বাকরি করতে না পারি তাহলে বাবার এই খাবারের দোকানটাই হয়তো একটু বড় করে দিতাম।
মানুষের জীবনে কোন হালাল কাজই ছোট না বরং গৌরবের ও আত্মসম্মানের।
full member
Activity: 490
Merit: 119
June 20, 2023, 11:55:41 PM
আপনার টি-শার্ট ডিজাইনের কথা জেনে একটা ব্যাপার জানার ইচ্ছে হলো। আপনি কি এম্যাজন কিন্ডেল নিয়ে কাজ করেন? যেটাকে কেডিপি বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার বুক ডিজাইন, কালারিং বুক, লগ বুক ইত্যাদি। কেডিপি মার্কেট এ বই পাবলিশ করার ইচ্ছে ছিলো। প্রপার গাইড না থাকার কারনে কাজ করা হয়ে উঠেনি। আরেকটা পপুলার ক্যাটাগরির কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা নিয়েও জানার ইচ্ছে ছিলো। তবে সবই যেহেতু গ্রাফিক্স রিলেটেড, তাই আপনার কাছে জানতে চাইলাম।

না ভাই আমার "অ্যামাজন কিন্ডল" নিয়ে বিস্তারিত জানা নাই। "প্রিন্ট অন ডিমান্ড" নিয়ে আমারও কাজ করার খুব ইচ্ছা আছে আমি লার্নিং-এ আছি। ভাই আমি মূলত অ্যামাজন এফিলিয়েট, এসইও, গ্রাফিক্স ডিজাইন, এগুলো নিয়ে কাজ করি। আর হ্যাঁ ভাই, আমার একটা টিমও আছে।

আপনাকে ইনবক্সে একটিভেশন কি দিয়েছি। একটিভ করে আমাকে জানাবেন কাজ হলো কি না। আমার জানামতে এই কি টা আরো অনেকবার ব্যাবহার করা যাবে।

আর হ্যাঁ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ "ইনবক্সে একটিভেশন কি" পাঠানোর জন্য। আমি বাসায় গিয়ে একটিভ করে, কি রেজাল্ট হয়। আমি সেটা আপনাকে জানাবো, ইনশাআল্লাহ।
full member
Activity: 367
Merit: 136
June 20, 2023, 11:48:55 PM
নিজের সম্পদ এর নিরাপত্তার জন্য বর্তমানে অনেক ধরনের হার্ডওয়ার ওয়ালেট বের হয়েছে। এর মধ্যে  এয়ার-গ্যাপড ওয়ালেট একটি। এয়ার-গ্যাপড ওয়ালেট কি এবং কিভাবে কাজ করে?

# একটি এয়ার-গ্যাপড ওয়ালেট কি?
একটি এয়ার-গ্যাপড ওয়ালেট হল এক ধরনের ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট যা ইন্টারনেট এবং যেকোনো ধরনের ওয়্যারলেস যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকার জন্য ডিজাইন করা হয়েছে। যে ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন থেকে এয়ার-গ্যাপড ওয়ালেট সংযোগ বিচ্ছিন্ন করা হয় তার মধ্যে রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি (নিয়ার-ফিল্ড কমিউনিকেশন), এবং কখনও কখনও এমনকি USB ড্রাইভও।
"এয়ার গ্যাপ" শব্দটি এসেছে ওয়ালেট ডিভাইস এবং যেকোনো অনলাইন নেটওয়ার্ক বা ওয়্যারলেস যোগাযোগের মধ্যে একটি শারীরিক "বাতাসের ফাঁক" থাকার ধারণা থেকে, যা হ্যাক এবং শোষণের বিরুদ্ধে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর প্রদান করে।

# একটি এয়ার-গ্যাপড ওয়ালেট কীভাবে কাজ করে?
ইন্টারনেট এবং ওয়্যারলেস যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকা অবস্থায় লেনদেনের সুবিধার্থে, এয়ার-গ্যাপড ওয়ালেটগুলি স্ক্যানযোগ্য QR কোড বা মাইক্রো-এসডি কার্ডের উপর নির্ভর করে, যা ছোট অপসারণযোগ্য মেমরি কার্ড যাতে লেনদেনের ডেটা সংরক্ষণ করা যায়। এয়ার-গ্যাপড ওয়ালেটগুলি সাধারণত কম্পিউটার-ভিত্তিক সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনগুলিকে নিয়োগ করে যা বিটকয়েনের জন্য আংশিকভাবে স্বাক্ষরিত বিটকয়েন লেনদেন (PSBTs) বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির জন্য অন্যান্য অনুরূপ আংশিকভাবে স্বাক্ষরিত লেনদেন সমর্থন করে।

# বিটকয়েন লেনদেন করার ক্ষেত্রে একটি এয়ার-গ্যাপড ওয়ালেট কীভাবে কাজ?
# ধাপ 1: একটি আংশিক স্বাক্ষরিত বিটকয়েন লেনদেন (PSBT) তৈরি করা
ব্যবহারকারীরা সাধারণত একটি বিটকয়েন ওয়ালেট দিয়ে একটি অনলাইন ডিভাইসে একটি লেনদেন সেট আপ করে, প্রাপকের বিটকয়েন ঠিকানা এবং পাঠানোর পরিমাণ উল্লেখ করে। যেহেতু এই অনলাইন ডিভাইসটিতে ব্যবহারকারীর ব্যক্তিগত কী নেই, তাই এটি সম্পূর্ণরূপে লেনদেনে স্বাক্ষর করতে পারে না। পরিবর্তে, ব্যবহারকারীর ব্যক্তিগত কী দ্বারা স্বাক্ষরিত ডিজিটাল স্বাক্ষর ছাড়া সমস্ত লেনদেনের বিবরণ দিয়ে একটি আংশিক স্বাক্ষরিত বিটকয়েন লেনদেন (PSBT) তৈরি করা হয়।

# • ধাপ 2: লেনদেন স্বাক্ষর করা
স্বাক্ষরবিহীন লেনদেনটি একটি QR কোড স্ক্যান করে ব্যবহারকারীর এয়ার-গ্যাপড ওয়ালেটে স্থানান্তরিত হয়। লেনদেনটি একটি ফাইল হিসাবে রেকর্ড এবং সংরক্ষণ করা যেতে পারে যা একটি মাইক্রো-এসডি কার্ড দ্বারা পড়া যায়। এয়ার-গ্যাপড ওয়ালেটে ব্যক্তিগত কী থাকে এবং অফলাইন পরিবেশে লেনদেনের স্বাক্ষর করে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এয়ার-গ্যাপড ওয়ালেটটি কখনই ইন্টারনেট বা বেতার যোগাযোগের সাথে সংযুক্ত থাকে না, যা তাত্ত্বিকভাবে, প্রাইভেট কী সুরক্ষিত রাখা উচিত।

# • ধাপ 3: লেনদেন সম্প্রচার করা
সম্পূর্ণ স্বাক্ষরিত লেনদেনটি আবার একটি QR কোড বা মাইক্রো-SD কার্ডের মাধ্যমে অনলাইন ডিভাইসে ফেরত স্থানান্তরিত হয়।

# এয়ার-গ্যাপড ওয়ালেটের প্রকার
এয়ার-গ্যাপড ওয়ালেটগুলি বিভিন্ন আকারে আসতে পারে তবে নিম্নলিখিতগুলি সবচেয়ে সাধারণ এয়ার-গ্যাপড ওয়ালেট।

# • এয়ার-গ্যাপড হার্ডওয়্যার ওয়ালেট  
এইগুলি বিশেষভাবে নির্মিত হার্ডওয়্যার ডিভাইসগুলি ব্যক্তিগত কী অফলাইনে সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে৷ এই মানিব্যাগগুলি সাধারণত কোনও অনলাইন পরিবেশ বা বেতার যোগাযোগে ব্যক্তিগত কীগুলি প্রকাশ না করেই লেনদেনের সুবিধা দেয়৷ এই ডিভাইসগুলিতে সাধারণত লেনদেনের তথ্য প্রদর্শনের জন্য একটি ডিজিটাল স্ক্রিন এবং ম্যানুয়ালি লেনদেন অনুমোদন করার জন্য শারীরিক বা স্পর্শ বোতাম থাকে।

# • এয়ার-গ্যাপড কম্পিউটার  
ব্যবহারকারীরা একটি সম্পূর্ণ কম্পিউটারকে একটি এয়ার-গ্যাপড ওয়ালেট হিসাবে পরিবেশন করতে উত্সর্গ করতে পারেন। এই কম্পিউটারটি সাধারণত কখনই ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে না এবং ব্যক্তিগত কী সংরক্ষণ এবং লেনদেন স্বাক্ষর করার জন্য একচেটিয়াভাবে ব্যবহৃত হয়। স্বাক্ষরবিহীন লেনদেনগুলি সাধারণত একটি USB স্টিকের মাধ্যমে এয়ার-গ্যাপড কম্পিউটারে পৌঁছে দেওয়া হয় এবং স্বাক্ষরিত লেনদেনগুলি একইভাবে স্থানান্তরিত হয়। এই পদ্ধতিটি আরও জটিল হতে পারে এবং উচ্চ স্তরের প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন।

# • এয়ার-গ্যাপড স্মার্টফোন  
এয়ার-গ্যাপড কম্পিউটারের মতো, একটি স্মার্টফোনও এয়ার-গ্যাপড ওয়ালেট হিসাবে ব্যবহার করা যেতে পারে। ফোন ফ্যাক্টরি রিসেট এবং ইন্টারনেট সংযোগ ছাড়াই সেট আপ করা যাবে. ওয়ালেট সফ্টওয়্যার একটি SD কার্ড বা অনুরূপ পদ্ধতির মাধ্যমে ইনস্টল করা হয়৷ এটি জটিলও হতে পারে এবং উন্নত প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন হবে।


বিঃ দ্রঃ এই আর্টিক্যালটি ট্রান্সলেট করা হয়েছে Binace Academy
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 20, 2023, 11:45:56 PM
কারো যদি ইউনিক ডিজাইন এর টি শার্ট ডিজাইন বা টি-শার্ট প্রয়োজন হয় বা কেউ যদি নিজের ব্রান্ড তৈরি করতে চান বা বানাতে চান আমাকে জানাতে পারেন।
আপনার টি-শার্ট ডিজাইনের কথা জেনে একটা ব্যাপার জানার ইচ্ছে হলো। আপনি কি এম্যাজন কিন্ডেল নিয়ে কাজ করেন? যেটাকে কেডিপি বলা হয়ে থাকে। বিভিন্ন প্রকার বুক ডিজাইন, কালারিং বুক, লগ বুক ইত্যাদি। কেডিপি মার্কেট এ বই পাবলিশ করার ইচ্ছে ছিলো। প্রপার গাইড না থাকার কারনে কাজ করা হয়ে উঠেনি। আরেকটা পপুলার ক্যাটাগরির কাজ হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। এটা নিয়েও জানার ইচ্ছে ছিলো। তবে সবই যেহেতু গ্রাফিক্স রিলেটেড, তাই আপনার কাছে জানতে চাইলাম। আপনি চাইলে ক্যাম্পেইন ম্যানেজারদের সাথে কাজ করতে পারেন। কিভাবে এনাউন্সমেন্ট থ্রেড তৈরী করে, তা থেকে আইডিয়া নিয়ে কিছু স্যাম্পল তৈরী করতে পারেন।

আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।

আমার প্রয়োজন ছিল, পাইলে খুব উপকৃত হইতাম।
আপনাকে ইনবক্সে একটিভেশন কি দিয়েছি। একটিভ করে আমাকে জানাবেন কাজ হলো কি না। আমার জানামতে এই কি টা আরো অনেকবার ব্যাবহার করা যাবে।
full member
Activity: 490
Merit: 119
June 20, 2023, 11:36:30 PM
কারো যদি ইউনিক ডিজাইন এর টি শার্ট ডিজাইন বা টি-শার্ট প্রয়োজন হয় বা কেউ যদি নিজের ব্রান্ড তৈরি করতে চান বা বানাতে চান আমাকে জানাতে পারেন।

বাংলাদেশ লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন। তাদের যদি মূল্যবান পরামর্শ থাকে আমাকে বলতে পারেন। আমি আশা করব তারা আমার পথপাথেয় হবেন।
@Little Mouse
@shasan
@Crypto Library
@LDL
@NicNacCoin
@tjtonmoy
@Learn Bitcoin
@Bitcoin_people
@Review Master
@Rana590
@Popkon6
@Negotiation
@Mr.corol
@Suzume
@Bd officer

আরো হেল্পফুল মাইন্ডেড অনেকেই আছেন।

বিস্তারিত জানতে এই পোস্টটি ঘুরে আসতে পারেন।

আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।

আমার প্রয়োজন ছিল, পাইলে খুব উপকৃত হইতাম।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 20, 2023, 11:30:07 PM
জি ভাই পৃথিবীর কোন কাজে ছোট না। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিদের ইতিহাস ঘাটলে দেখবেন তারা সবাই কোন না কোন সময়, খুব ছোট মনের কাজ করেছিলেন। হয়তো কেউ জুতা সেলাই করেছিলেন, হয়তো কেউ হোটেলে কাজ করেছিলেন, কিছু না কিছু ছোট কাজ করেছিলেন। তার মানে কি তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন না?

সবাইকেই একটা সময় অনেক ছোট থেকেই শুরু করতে হয়েছিলো। শুনেছি অ্যামাজন এর প্রথম অফিস ছিলো তাদের গ্যারেজ। চা-ওয়ালা হয়েছেন প্রধানমন্ত্রী, নির্মান শ্রমিক হয়েছেন নামকরা ফুটবলার। যে কাজটা প্যাশনের, সেটা তে লেগে থাকলে আস্তে আস্তে সুযোগ তৈরী হবেই। বর্তমান সময়ে মানুষ মানুষকে ভালোবাসে না। ভালোবাসে তার অবস্থান কে। এরকম একটা কথা কোথাও শুনেছিলাম। আর এটা আমার কাছে সত্যি মনে হয়েছে।

আমাদের থ্রেড এর কেউ কি ইনএকটিভ উইনডোজ ১০ বা ১১ ব্যাবহার করেন? অনলাইনে একটা একটিভেশন কি পেয়েছি যেটার মেয়াদ লাইফটাইম। কারো যদি লাগে আমাকে নক করতে পারেন। একদম ফ্রি। প্রথমে ভেবেছিলাম ফেক নাকি, তাই নিজেই ইউজ করে দেখলাম যে ঠিক আছে।
full member
Activity: 490
Merit: 119
June 20, 2023, 10:12:09 PM
কোনো কাজই ছোট না ভাই। আমি নিজে মাছ চাষ করি, চাল এর ব্যাবসা করি। আশে পাশের অনেকে অনেক কিছু ই বলে। তাদের কথা তে আমার দিন চলবে?

জি ভাই পৃথিবীর কোন কাজে ছোট না। পৃথিবীতে অনেক বড় বড় ব্যক্তিদের ইতিহাস ঘাটলে দেখবেন তারা সবাই কোন না কোন সময়, খুব ছোট মনের কাজ করেছিলেন। হয়তো কেউ জুতা সেলাই করেছিলেন, হয়তো কেউ হোটেলে কাজ করেছিলেন, কিছু না কিছু ছোট কাজ করেছিলেন। তার মানে কি তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন না?

@tjtonmoy ভাই, আমি আজ সত্যিই অনেক গর্বিত আপনার উপর। বাংলাদেশে মাছ চাষ কর,  গরুর খামার দেয়া, পোল্ট্রি ফার্ম দিয়া, এগুলা বর্তমান সময় খুব লাভজনক ব্যবসা। আমি যেটা মনে করি ভাই, আপনি কাজ করে খাচ্ছেন, আপনি চুরি করে তো খাচ্ছেন না? তাহলে মানুষ খারাপ বলবে কেন?

Quote
মা ও একসময় টাকা ইনকাম না করলে কথা শোনায়, সেখানে আশেপাশের মানুষ এর কথা কি জিনিশ? নিজেকে নিজের মত করে গড়ে তুলুন।

এটা সত্য কথা যে, মা বাবা একটা সময় সন্তানদের উপর বিরক্ত হয়ে যায়। যদি সেই সন্তান ইনকাম করতে না পারে। আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সুখী হওয়ার তৌফিক দান করুক। সব সন্তান যেন সব বাবা মাকে খুশি করতে পারে এই কামনা করি।

@2Pizza410000BTC ভাই,
আর এটা সত্যি কথা যে, নিজেকে নিজের মনের মতো করে গড়ে তুলুন। মন যেটা চায়, সেটাই করুন!
sr. member
Activity: 1008
Merit: 366
June 20, 2023, 12:52:27 PM
~Snip
কোনো কাজই ছোট না ভাই। যে কাজ থেকে আপনার জীবন চলবে, তা কি কখনো ছোট হবে? একটা কথা সবসময় মাথায় রাখবেন, অন্য কেউ আপনাকে এসে ২ টাকা দিয়ে ও সাহায্য করবে না, আপনার টা আপনাকে দেখতে হবে। অন্যরা পারলে আপনার কি আছে তা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। আমি নিজে অনার্স ৩য় বর্ষে পড়ি। খারাপ ছাত্র ও না, যা আমার এলাকার সবাই জানে। আমি নিজে মাছ চাষ করি, চাল এর ব্যাবসা করি। আশে পাশের অনেকে অনেক কিছু ই বলে। তাদের কথা তে আমার দিন চলবে? যত দিন পড়া শোনা করে ভালো কিছু না করতে পারছি তত দিন তো কিছু করতে হবে।
অন্যদের কথা শুনে নিজেকে এবং নিজের পোটেনশিয়াল কে নষ্ট কইরেন না। যেটাই করবেন, ভবিষ্যতে আপনার ই কাজে দিবে। বাবা মা ও একসময় টাকা ইনকাম না করলে কথা শোনায়, সেখানে আশেপাশের মানুষ এর কথা কি জিনিশ? নিজেকে নিজের মত করে গড়ে তুলুন।
full member
Activity: 490
Merit: 119
June 20, 2023, 11:56:31 AM
Quote
আমি কোন মেইল পাঠাইনি ভাই।

আচ্ছা সমস্যা নাই ভাই। হয়তো অন্য কেউ পাঠিয়েছে। আমি ভাবছিলাম আপনি পাঠিয়েছেন হয়তো। যাইহোক ভাই আপনি যে ধরনের ডিজাইন চান সেটা করে দিতে পারব, ইনশাল্লাহ।
Jump to: