যারা বিটকয়েনটকে লগ ইন করছেন তাদের প্রতি সতর্কবার্তা-
বর্তমানে টর (TOR) ব্রাউজার ব্যবহার করা খুবই সহজ। সেটা মোবাইল বলুন আর ল্যাপটপ বলুন। ফোরাম ব্যবহার করতে অবশ্যই টর ব্রাউজার ব্যবহার করবেন। সরকার যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন মনিটরিং করে, মানুষের অনলাইন এক্টিভিটি মনিটরিং করে আগানো তাদের জন্য খুবই সহজ। টর ব্যবহার করে আপনি সে দিক থেকে ঝুঁকিমুক্ত থাকতে পারেন।
ভালো কথা বলেছেন TOR ব্রাউজার আমাদের অনেকটা নিরাপদে রাখতে পারে। তাই এটি কিভাবে আমাদের নিরাপদে রাখবে ও TOR ব্রাউজার মুলত কী যারা জানেন না তাদের জন্য এটি আরো কিছুটা সহজ করে দিচ্ছি।
TOR ব্রাউজার আমাদের নিয়মিত ব্যবহৃত Chrome, Kiwi ইত্যাদি ব্রাউজারের মতই তবে আমাদের নিয়মিত ব্রাউজারে আমরা যেসব বাউজ করি ও যে সব লিংকে ডুকি তার সকল ডেটা ব্রাউজার কোম্পানি বিক্রি করে থাকে এর জন্য লখ্য করবেন যে আপনি কোনো কিছু অনলাইনে সার্চ করলে এর পর আপনি অনলাইনে যেখানেই যান না কেনো সেই আইটেম গুলো আপনার সামনে দেখানো হবে। উদাহরণস্বরূপ আপনি গুগলে ক্রম ব্রাউজারে ঘড়ি লিখে সার্চ করুন দেখবেন এর পরে ফেসবুকে গেলেও আপনি ঘড়ি দেখতে পাবেন আপনার সামনে এগুলো দেখানো হবে। এবংকি সরকারের আপনার সকল তথ্য জানতে পারে আপনি সারাদিন আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেটে কি করছেন। তবে আপনি যখন TOR ব্রাউজার ব্যবহার করবেন তখন আপনার সকল ব্রাউজিং ডেটা সহ TOR ব্রাউজারে যা কিছু করবেন তা সকল কিছু
এনক্রিপশন প্রোটোকল ব্যবহার করে আপনার ডেটার সিকিউরিটি দেওয়া দেওয়া হবে। এনক্রিপশন সিস্টেম কম বেশি সবাই হয়তোবা জানেন। এনক্রিপশন প্রোটোকল হলো যেভাবে ডাটাবেজে কোনো ইউজারের পাসওয়ার্ড সংরক্ষণ করা হয়। তাই TOR ব্রাউজার ব্যবহার করলে আপনার এক্টিভিটি কেউ দেখতে পাবে না। আশা করি সবাই TOR ব্রাউজার সম্পর্কে বুঝতে পেড়েছেন।
কম্পিউটার /ল্যাপটপের জন্য TOR ব্রাউজার ইনস্টল করার নিয়ম হলো : - প্রথমে TOR ব্রাউজারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্রাউজার ডাউনলোড করুন। সাইটটি হলো -
https://www.torproject.org/ - সেখানে সব অপারেটিং সিস্টেমের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে, আপনার অঅপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন যেমন -
Windows, macOS, Linux ইত্যাদি- যেভাবে অন্যান্য সফটওয়্যার ইনস্টল করেন সেভাবেই ইনস্টল প্রকৃয়া সম্পন্ন করিন। আশা করি এটির বিবরণ দিতে হবে না। কারন যারা কম্পিউটার চালান তারা সবাই অন্তত সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় তা ভালোভাবেই জানেন
- ইন্সটল শেষ হলে অন্যান্য ব্রাউজারের মতন ব্যবহার করুন।
স্মার্টফোনের জন্য TOR ব্রাউজার ইনস্টল করার নিয়ম হলো : - Playstore বা App store থেকে TOR Browser লিখে সার্চ করিন এবং অন্যান্য এপ্লিকেশনের মতো ডাউনলোড করে ব্যবহার শুরু করুন। সিম্প..
- TOR ব্রাউজারটি ইন্সটল হলে, আপনি এনক্রিপ্টেড কানেকশনের মাধ্যমে যেকোনো ওয়েবসাইট বা যেকোনো কিছু ব্রাউজ করতে পারবেন। এক্ষেত্রে আপনার সকল এক্টিভিটি হাইড থাকবে।