Author

Topic: বাংলা (Bengali) - page 214. (Read 5315032 times)

sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
May 30, 2023, 10:29:00 PM
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 30, 2023, 07:49:43 PM
আমরা কি পরিচয় হতে পারি? 
আপনাকে আমি প্রথমে বলি এখানে পরিচিত দেওয়া মানে খাল কেটে কুমির আনা। যাই হোক আপনি তো জানেন আমাদের দেশে বিটকয়েন এখনো অবৈধ। এখন এখানে যদি আমরা আমাদের পরিচয় দিয়ে ফেলি হয়তো কোন এক মাধ্যমে প্রশাসনের লোক যদি আমাদের চিহ্নিত হতে পারে, তাহলে তো জেলে গিয়ে রুটি খেতে হবে Grin। তাই আমি মনে করি পরিচয় না হওয়াই ভালো।
sr. member
Activity: 1008
Merit: 366
May 30, 2023, 03:25:04 PM
কি অবস্থা সবার? অনেক দিন হইল লোকাল থ্রেড এ আসা হয়না। কিছুদিন আগে ঝড় বৃষ্টি তে ভিজে স্বর্দি জ্বর এ ভুগতেছি। শুধু সিগ্নেচার ক্যামপেইং এর পোস্ট কমপ্লিট করে অফলাইন চলে যাই। তবে আজ একটু ভালো লাগছে বলে লোকাল থ্রেড টা ঘুরে দেখতে আসলাম। লেট এ জানাচ্ছি তবে @Crypto Library ভাই এর জন্য অনেক শুভ কামনা। হিরো মেম্বার এ চলে গেছেন দেখে অনেক খুশি লাগতেছে আবার জেলাস ফিল ও হচ্ছে। তবে জেলাস টা খারাপ ভাবে নিবেন না  Tongue। মানে, এই জেলাস থেকে নিজেকে পুশ করার জন্য মোটিভেশন পাচ্ছি। চিন্তা কইরেন না আশা করি খুব শিগ্রই আপনার আসে পাশে চলে আসব। আর আপনার জন্য দোয়া সবসময়। আরও এগিয়ে যান। আমরা আছি আপনার পাশে।  Grin

আশা করি পরবর্তী থেকে এইখানে এক্টিভ থাকব ইনশাআল্লাহ। দোয়া করবেন যেনো খুব দ্রুত সুস্থ হয়ে যাই।
member
Activity: 184
Merit: 65
May 30, 2023, 03:19:02 PM




আসসালামু আলাইকুম
আমাদের এই বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছে।
তাদের জন্য আজকের এই পরিচয় পর্ব

আমরা কি পরিচয় হতে পারি?  আমরা বাংলাদেশে  কে কোন বিভাগ ও জেলা থেকে বাংলা লোকাল কমিউনিটি  এর সদস্য হিসেবে আছি।  এবং আপনার জেলায় কোন বিষয়টি বিখ্যাত সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত   বিশ্লেষণ করবেন।

আমি রাজশাহী বিভাগ পাবনা জেলা থেকে বলছি, আমার জেলায়  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র জন্য বিখ্যাত এবং আমার জেলায়
ঐতিহাসিক  মানসিক হাসপাতাল। ঈশ্বরদী হারিয়ে ব্রিজ । ঈশ্বরদী বিমানবন্দর, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস
 অভিনেতা চঞ্চল চৌধুরী
ইত্যাদি আরো অনেক কিছু জন্য বিখ্যাত
ওয়ালাইকুম আসসালাম ভাই,ভাই আপনি ফোরামে নতুন তাই দয়া করে নিচের লিঙ্কে প্রবেশ ফোরামের সকল অজানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।ফোরামের নিয়ম-কানুন গুলোও পেয়ে যাবেন।

লিঙ্ক  https://bitcointalksearch.org/topic/m.7033740
এখান থেকে যদি সম্পূর্ণ তথ্য না পেয়ে থাকেন অথবা আপনার আরো জানার প্রশ্ন থাকে এখানে করবেন ফোরামের নিয়ম অনুযায়ী।অভিজ্ঞ সদস্যরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবেন।
newbie
Activity: 15
Merit: 0
May 30, 2023, 03:04:12 PM
bitcointalk ফোরাম এর নতুন সদস্য আমি।কিন্তু বিটকয়েনটক ফোরাম কিভাবে কাজ করে সেই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। অর্থাৎ কিভাবে শুরু করবো কিছুই বুঝতে পারছি না।bitcoin সম্পর্কে আমার যথেষ্ট ধারণা আছে । তাই কোনো সিনিয়র ভাই যদি আমাকে এই বিষয়ে সাহায্য করতেন তাহলে খুব উপকার হতো। আমি মেইনলি জানতে চাচ্ছি কিভাবে পোস্ট করতে হয় আর কোথায় করতে হয়।আর মেরিট কিভাবে পাওয়া যাবে?।
অগ্রিম ধন্যবাদ ।
jr. member
Activity: 107
Merit: 2
May 30, 2023, 01:10:06 PM




আসসালামু আলাইকুম
আমাদের এই বাংলা লোকাল বোর্ডে অনেক নতুন নতুন মেম্বার অ্যাড হয়েছে।
তাদের জন্য আজকের এই পরিচয় পর্ব

আমরা কি পরিচয় হতে পারি?  আমরা বাংলাদেশে  কে কোন বিভাগ ও জেলা থেকে বাংলা লোকাল কমিউনিটি  এর সদস্য হিসেবে আছি।  এবং আপনার জেলায় কোন বিষয়টি বিখ্যাত সেই বিষয়ে একটু সংক্ষিপ্ত   বিশ্লেষণ করবেন।

আমি রাজশাহী বিভাগ পাবনা জেলা থেকে বলছি, আমার জেলায়  রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র জন্য বিখ্যাত এবং আমার জেলায়
ঐতিহাসিক  মানসিক হাসপাতাল। ঈশ্বরদী হারিয়ে ব্রিজ । ঈশ্বরদী বিমানবন্দর, স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস
 অভিনেতা চঞ্চল চৌধুরী
ইত্যাদি আরো অনেক কিছু জন্য বিখ্যাত
sr. member
Activity: 490
Merit: 294
May 30, 2023, 11:48:41 AM
আমি আনন্দের সাথে একটা নিউজ শেয়ার করতে চাই যে এই বছর বিটকয়েন পিজ্জা কনটেস্টে বাংলা বোর্ড থেকে অনেক সদস্য পার্টিসিপেন্ট করেছে। যারা এই কনটেস্ট পার্টিসিপেন্ট করেছে তাদের মধ্যে অনেকের পিজ্জা অনেক সুন্দর হয়েছে। ঘরোয়া ভাবে তারা এত সুন্দর করে পিজ্জা তৈরি করেছে যেটা দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। কিন্তু আরও একটি দুঃখের বিষয় হলো বাংলা বোর্ডের অনেক পার্টিসিপেন্ট পিজ্জা কনটেস্টে তারা কি শেয়ার করেছে তা তারা নিজেরাও জানে না। একজনকে দেখলাম আলু ভর্তা করে উপরে একটা পিঁয়াজ কেটে দিয়ে সেটাকে পিজ্জা হিসাবে চালিয়ে দিয়েছে। কয়েকজন দোকান থেকে ব্রেড কিনে সেই ব্রেডের উপর টমেটো সস লাগিয়ে সেটাকে পিজ্জা হিসেবে চালিয়ে দিয়েছে। এবং আরেকজনকে দেখলাম আটা অথবা ময়দা পানির সাথে মিক্স করে রুটির মতো তৈরি করে তার উপর বিটকয়েনের লোগো দিয়ে সেটাকে পিজ্জা হিসাবে বিবেচনা করে কনটেস্টে পার্টিসিপেন্ট করেছে।
ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যারা কনটেস্টে পার্টিসিপেন্ট করেছি তাদের মধ্যে বেশিরভাগ ইউজারের প্রদান উদ্দেশ্য মেরিট অর্জন করা। মেরিট অর্জন করার উদ্দেশ্যে আমরা যদি  পিজ্জা কনটেস্টে আলু ভর্তা বা রুটি ব্যবহার করি তাহলে কিভাবে আমরা মেরিট অর্জন করব। বাসায় একটা পিজ্জা তৈরি করতে তেমন কষ্ট হয় না বা অনেক বেশি টাকা খরচ হয় না অল্প কিছু পরিমাণ উপাদান থাকলে সহজেই সুন্দর এবং সুস্বাদু একটি পিজ্জা তৈরি করা যায়। এবং যারা মনে করেন যে তাদের পিজ্জা তৈরিতে কোন অভিজ্ঞতা নেই তারা youtube এর সাহায্যে সহজেই পিজ্জা তৈরি শিখতে পারেন।

মূল কথা হচ্ছে আমরা যদি ভাল কোন কিছু তৈরি করতে পারি বা ভাল কোন কিছু দেখাতে পারি তাহলে তার প্রতিদান ভালো পাব।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 30, 2023, 09:45:01 AM
বাইন্যান্স পিটুপি অনুযায়ী আমাদের দেশে বর্তমানে ১ বিটকয়েনের দাম প্রায় ৩৩,৪৫০০০ টাকা কিন্তু আমরা যখন বিটকয়েনের দাম গুগলে দেখছি, তখন বিটকয়েনের দাম । প্রায় ২ লক্ষ টাকার ব্যবধান। এইটা তো আসল দাম না আসলে। সম্পূর্ন ভুল তথ্য দেয়া হচ্ছে। এটার কারণ ডলার রেট বনাম USDT রেটে হেরফের। সমস্যাটা কোথায় আশা করি বুঝতে পারছেন। এইটা শুধু সমস্যা বললে আমার হিসেবে আসলে ভুল হবে। বিটকয়েনের একচুয়াল দাম থেকে প্রায় ২ লক্ষ টাকা কম দেখানো মানে এইটা আসলে বিরাট সমস্যা।

আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বলেছিলাম যে কোনভাবে বাইন্যান্সের পিটুপি থেকে বিটকয়েনের দাম API এর মাধ্যমে কল করা যায় কি না। উনি অবশ্য আমাকে কিছু জানান নাই। মনে হয় না উনি পারলেও ব্যাপারটা নিয়ে কাজ করবেন। যাই হোক, আমাদের মাঝে কি কেউ আছেন যারা এইটা নিয়ে কাজ করতে পারবেন? বাইন্যান্সের পিটুপিতে বিটকয়েনের দাম যা আছে, তা কোন ওয়েবসাইটে দেখানো। ওয়েবসাইট বলতে আমি অবশ্যই কোন ব্যক্তিগত ওয়েবসাইট এর কথা বলছি না, বিটকয়েন নিয়ে একটা নন প্রফিট ওয়েবসাইট আমি বিল্ড করতে চাচ্ছি যেখানে থাকবে সব ধরনের প্রয়োজনীয় তথ্য, গাইডলাইন ইত্যাদি। আমার পরিচিত একজনের কাছে bitcoinbangladesh.org ডোমেইনটি কেনা আছে এবং এইরকম নন প্রফিট উদ্যোগের জন্য তিনি এই ওয়েবসাইট দিতে চাচ্ছেন।

সেখানে আমি একটা ফিচার রাখতে চাচ্ছি বিটকয়েনের দাম বাংলাদেশী টাকায় দেখানো তবে সেটা অবশ্যই বাইন্যান্স পিটুপি অনুযায়ী। কেউ যদি আমাকে সহযোগিতা করতে চান, আমার টেলিগ্রামে নক দিতে পারেন। আর এই কাজটা কেউ করে দিতে পারলে আমি এর জন্য তাকে সম্মানী দিতে রাজি আছি।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 30, 2023, 07:00:48 AM

আমাদের লোকাল বোর্ডে আরো কয়েকজন মেম্বার রয়েছে যারা Full member হওয়ার পথে @musafar37, @BD Crypto, @Bd officer, @Fuso.hp,‌ @Mr.corol, @Z_MBFM, @roksana.hee, @Suzume আরো অনেকে  আপনারা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে ইনফরমেটিভ পোস্ট করেন অবশ্যই অতি শীঘ্রই আপনারা নিজেদের রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন ও আমাদের লোকাল বোর্ডে সময় দিন তবে আপনারা এগিয়ে যেতে পারবেন।

এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা  লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি, @Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan  @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ।

তাই আমরা যারা বর্তমানে লোকাল বোর্ডে একটিভ আছি তারা যদি মানসম্মত পোস্ট করি অবশ্যই ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং আমাদের বাংলা লোকাল কে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো।
আজকে Meta একটা ট্রপিকে দেখতে পেলাম লোকাল বোর্ডের প্রতি মাসের চার্ট ও এক্টিবিটি নিয়ে থ্রেডটি তে দেখতে পেলাম। @Learn Bitcoin ভাই একটা প্রশ্ন করেছিলেন আমাদের লোকাল থ্রেড নিয়ে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন তুলে ধরে বলেছিলেন আমরা কি অতি শিগ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো। প্রশ্নের রিপ্লে করে @Rikafip স্যার বলেছিলেন। এই বিষয় নিয়ে @cyrus ও @thyemos ভালো জানেন কিন্তু তিনি অনুমান করেছিলেন খুব শিগ্রই হবে না, আগামী কয়েক মাসের মধ্যে হবে না। সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই বছরে লোকাল বোর্ড পাবো?

আমাদের এই লোকাল বোর্ডে আরো একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি যিনি বর্তমানে ফুল মেম্বার রেঙ্কে রয়েছে কিন্তু তার মেরিট হয়েছে প্রায় হিরো মেম্বার এর কাছাকাছি। শুধুমাত্র এক্টিভিটির কারনে তার রেঙ্ক পরিবর্তন হচ্ছে না তবে অতি শীঘ্রই তার রেঙ্ক পরিবর্তন হয়ে যাবে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করবে তিনি আমাদের লোকাল বোর্ডের পরিচিত একজন জ্ঞানী ব্যক্তি LDL। তার সুনাম না করলেই নয় তার অ্যাক্টিভিটির তুলনায় মেরিট সংখ্যা বেশি।
যেখানে আমরা মেরিট এর পিছনে দৌড়াই সেখানে মেরিট LDL এর পিছনে দৌড়ায় Grin

আসলে @LDL ভাই এর কথা কি বলবো তিনি প্রতিনিয়ত নতুনদের সাহায্য করে থাকেন। তিনিও Sr.Member রেংক অর্জনের লক্ষে প্রায় পৌছে গিয়েছেন। তার ২৩৮ অ্যাক্টিভিটি হয়েছে মাত্র ২ এ্যাকটিভিটির কারণে তিনি Sr. Member হতে পারছেন না। হয়তো ২-১ দিনের মধ্যেই আমরা দেখতে পাবো তিনি Sr. Member হয়ে  গিয়েছেন। একটা বিষয় আমি খেয়াল করলাম, কয়েকজন আমাদের লোকাল কমিউনিটির মেম্বারদের কে দেখলাম তাদের রেংক আপ করতে মেরিটের প্রয়োজন হয়েছে। কিন্তু @LDL ভাইএর ক্ষেত্রে উল্টো হয়েছে তিনি এ্যাকটিভিটির কারণে তার মূল লক্ষে পৌঁছাতে পারছেন না।
অগ্রিম শুভেচ্ছা ,,,
sr. member
Activity: 1386
Merit: 451
May 30, 2023, 02:53:42 AM
এমনিতেই আমাদের দেশে বিটকয়েন এর অনুমোদন নেই তারপরও যদি বিটকয়েন এর মাধ্যমে এধরনের অপকর্ম করা হয় তাহলে আমাদের দেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি? আরো একটি বিষয় হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো কখনোই বিটকয়েন সম্পর্কে পজেটিভ কোন নিউজ প্রচার করে না তারা সবসময় বিটকয়েন সম্পর্কে নেগেটিভ নিউজগুলোই সম্প্রচার করে থাকে। ডার্ক ওয়েব এর সাথে মাদক কারবারে যদি এইভাবে বিটকয়েন লেনদেন করা হয় তাহলে বিটকয়েন এর বিরুদ্ধে আরো কঠোর হবে বাংলাদেশ সরকার।
@learn Bitcoin ভাই দীর্ঘদিন আগে একটি ইংরেজি ভাষার পোস্ট বাংলাতে রূপান্তরিত করেছিল @GazetaBitcoin স্যারের একটি পোষ্ট সেখানে লেখা ছিল "Bitcoin A bloodless Revolution" "বিটকয়েন রক্তবিহীন বিপ্লব" ২০০৯ সালে সাতোশি নাকামোতো নামের একটি ছদ্মনামি ব্যক্তি অথবা প্রতিষ্ঠান অথবা একদল তরুণ এ আচার্য ভার্চুয়াল কারেন্সি বিটকয়েন তৈরি করে। তৈরি করার পর থেকে বর্তমান পর্যন্ত বিটকয়েনের জন্য রক্ত দিয়েছে অথবা জীবন দিয়েছে এরকম বিপ্লব বা ঘটনা আজ পর্যন্ত ঘটেনি।
বাংলাদেশের কথা আপাতত একটু পরে বলি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিটকয়েন কে পার্লামেন্টারি বৈধতা দিয়েছে অনেক আগেই। কিন্তু সেখানেও বিটকয়েনের মাধ্যমে কিডন্যাপ অথবা চোরাচালান এরকম ঘটনা ঘটে না। বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মধ্যে বিটকয়েনের বৈধতা পেয়েছে কিন্তু তাদের ক্ষেত্রেও অনৈতিক বা অপরাধমূলক কাজ দেখা যায় না। তাদের জীবন ব্যবস্থায় এরকম অপরাধমূলক কাজ করার প্রবণতায় নেই।
অথচ বাংলাদেশ বিটকয়েনের বৈধতা পায়নি অথচ এই বিটকয়েনের মাধ্যমে ইলিগালি শত শত অপরাধমূলক কর্মকাণ্ড করছে। আসলে ভাই এ ধরনের ঘটনা ঘটাতে গেলে কিছুটা হলেও মনুষত্ব থাকতে হয়। হয়তো যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে তাদের মনুষত্ব বলতে কোন শব্দ নেই। বেশ কয়েক মাস আগে বাংলাদেশ ে কোন এক শিশুকে কিডন্যাপ করে বিটকয়েনের মাধ্যমে মুক্তিপন চেয়েছিল। তাহলে দেখুন বাংলাদেশে বিটকয়েনের বৈধতা পেলে অপরাধমূলক কর্মকান্ড কতটা বৃদ্ধি পাবে একটু মিলিয়ে নিন। তাই আমাদের দেশে অহেতুক আশায় থেকে লাভ নেই, বাংলাদেশ আপাতত কয়েক বছরের মধ্যে বিটকয়েনের বৈধতা নিয়ে চিন্তাভাবনা করার প্ল্যানই করবে না।

ডার্ক ওয়েব অথবা বিভিন্ন ইলিগ্যাল ওয়েবসাইট সর্বদা পৃথিবীর বিভিন্ন দেশেই জড়িয়ে আছে। কিছু দেশের কর্মকাণ্ড কিছুটা প্রকাশ পায় এবং কিছু দেশের কর্মকাণ্ড কখনো প্রকাশ পায় না।
sr. member
Activity: 490
Merit: 294
May 30, 2023, 02:16:00 AM
আজকে একটা নিউজ দেখলাম যেখানে এক ব্যক্তি ডার্ক ওয়েব থেকে নেশা দ্রব্য ক্রয় করে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেছে। ডার্ক ওয়েব এমন একটি ওয়েবসাইট যেখানে সব ধরনের অপকর্ম হয়ে থাকে। শুধুমাত্র অনলাইনে এর মাধ্যমেই যেকোনো ধরনের অপরাধ কার্যক্রম পরিচালনা করা সম্ভব এই ওয়েবসাইটের মাধ্যমে। ডার্ক ওয়েব থেকে ভয়ংকর মাদকদ্রব্য ক্রয় করে দেশে নিয়ে আসার ঘটনা নতুন নয় কিন্তু সেই মাদক দ্রব্যের পেমেন্ট বিটকয়েনের মাধ্যমে করা এটা হয়তো নতুন। মাদক সংক্রান্ত এক তদন্ত করতে গিয়ে সিআইডি এমন তথ্য নিশ্চিত করেছেন। তাদের কথা অনুযায়ী মাদক সংক্রান্ত তদন্তে এক ব্যক্তির মুঠোফোন এবং ল্যাপটপ জব্দ করা হয় সেই মোবাইল ফোন এবং ল্যাপটপ ফরেনসিক ল্যাবে টেস্ট করানোর জন্য পাঠানো হলে সেখান থেকে বেরিয়ে আসে এই ধরনের তথ্য। এর আগেও বসুন্ধরা এলাকা থেকে নাজমুল ইসলাম নামক এক ব্যক্তিকে এলএসডি মাদক কারবারির জন্য গ্রেপ্তার করা হয়।

এমনিতেই আমাদের দেশে বিটকয়েন এর অনুমোদন নেই তারপরও যদি বিটকয়েন এর মাধ্যমে এধরনের অপকর্ম করা হয় তাহলে আমাদের দেশে বিটকয়েনের ভবিষ্যৎ কি? আরো একটি বিষয় হচ্ছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো কখনোই বিটকয়েন সম্পর্কে পজেটিভ কোন নিউজ প্রচার করে না তারা সবসময় বিটকয়েন সম্পর্কে নেগেটিভ নিউজগুলোই সম্প্রচার করে থাকে। ডার্ক ওয়েব এর সাথে মাদক কারবারে যদি এইভাবে বিটকয়েন লেনদেন করা হয় তাহলে বিটকয়েন এর বিরুদ্ধে আরো কঠোর হবে বাংলাদেশ সরকার।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 30, 2023, 02:09:08 AM
আমার কিছু প্রশ্ন  ছিল
আমি কি এখানে পার্সোনাল কোন পোস্ট করতে পারি বাংলাদেশের ঐতিহ্য বিষয়ে

ধরেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে, সেটা যে কোনো ব্যাপারে হোন না কেনো, আপনি এখনে পোষ্ট করে হেল্প চাইতে পারেন। তবে অতিরিক্ত অফ টপিক পোষ্ট করা উচিৎ নয়। যদিও আমরা একটা থ্রেড এর মধ্যে সীমাবদ্ধ এবং এখানে অফ টপিক রুলস কার্জকর হবে না। আপনার কোনো কিছু জানার থাকলে পোষ্ট করবেন। আমাদের থ্রেড এ আগের থেকে বেশি মেম্বার আছে। আশা করি কেউ না কেউ হেল্প করবে।

অনেকেই দেখছি পরামর্শ দিচ্ছেন অফ টপিক পোষ্ট না করার জন্য। দয়া করে এটা করবেন না। আমরা একটা থ্রেড এর মধ্যে সীমাবদ্ধ। আমাদের এটা যদি একটা লোকাল বোর্ড হতো, তবে এখানে অফ টপিকের ও একটা সেকশন থাকতো। যেহেতু বোর্ড নেই, সুতরাং আমাদের কে এই এক থ্রেড এই সব আলোচনা করতে হবে।

এখন আসি অভিনন্দন জানানোর ব্যাপারে। ভাই আপনারা দেখছি সবাইকে কংগ্রাচুলেট জানাতে অনেকে একই ইমেজ ব্যাবহার করছেন। শুধু মাত্র নাম টা পরিবর্তন করে একই ইমেজ পোষ্ট করছেন। যদিও এটা যার যার ব্যাক্তিগত ব্যাপার, তবুও ব্যাপার টা কেমন দেখায় না? ওপেন সোর্স এর জগতে ইমেজ এর তো অভাব নাই! একই পিকচার একাধিকবার ব্যাবহার কেমন যেনো দেখায় না? একটু ভেবে দেখবেন সবাই।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
May 30, 2023, 01:15:48 AM
আমাদের বাংলা লোকাল বোর্ডে বর্তমানে প্রচুর পরিমাণে সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অনেক লোক তাদের রেংক পরিবর্তন করতে সক্ষম হচ্ছে। বিশেষ করে আমি যখন প্রথম বাংলা লোকাল বোর্ডে এসেছিলাম তখন আমি নবাগত একজন ছিলাম তবে আমি এখানে প্রতিনিয়ত একটিভ থেকে সিনিয়র ভাইদের সাহায্য সহযোগিতায় পরবর্তীতে রেংক অর্জন করতে পেরেছি। সত্যিই কমিউনিটিতে থেকে অনেক এগিয়ে যাওয়া সম্ভব হয় বিশেষ করে আমাদের এই লোকাল বোর্ডের যে কয়েকজন লোক গত কয়েক মাসের মধ্যে তাদের র‍্যাঙ্ক পরিবর্তন করতে পেরেছে তারা আমাদের বাংলা লোকাল বোর্ডের ইউজার। এই কয়েক মাসের মধ্যে আমি সহ আরো কয়েকজন ভাই রেংক বৃদ্ধি করতে পেরেছেন @Popkon6, @Learn Bitcoin @Dimitri94 তারা এই বাংলা কমিটিতে থেকে রেংক বৃদ্ধি করতে পেরেছেন এটা আমাদের বাংলা লোকালের জন্য অনেক প্রশংসনীয়।
গতকালকে আমাদের একজন সিনিয়র ভাই Crypto Library তিনি পর্যাপ্ত পরিমাণ সময় ব্যয় করেছেন এবং অবশেষে সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বার র‍্যাঙ্ক অর্জন করেছেন এটি আমাদের জন্য সত্যিই অনেক আনন্দের। আমাদের বাংলা লোকাল পর থেকে প্রতিনিয়ত যেভাবে পোস্ট সংখ্যা এবং মেরিট সেন্ড সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো।
আমাদের লোকাল বোর্ডে আরো কয়েকজন মেম্বার রয়েছে যারা Full member হওয়ার পথে @musafar37, @BD Crypto, @Bd officer, @Fuso.hp,‌ @Mr.corol, @Z_MBFM, @roksana.hee, @Suzume আরো অনেকে  আপনারা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে ইনফরমেটিভ পোস্ট করেন অবশ্যই অতি শীঘ্রই আপনারা নিজেদের রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন ও আমাদের লোকাল বোর্ডে সময় দিন তবে আপনারা এগিয়ে যেতে পারবেন।


আমাদের বাংলা লোকালে আরো একজন সদস্য হিরো মেম্বার পদমর্যাদা অর্জন করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে NicNacCoin অতি শীঘ্রই তিনি সিনিয়র মেম্বার থেকে হিরো মেম্বারের স্থানান্তর করবে। আর যখন উনার রেংক পরিবর্তন হবে তখন আমাদের বাংলা লোকালের জন্য এটি আরো একটি প্রশংসনীয় হয়ে উঠবে। আর আমাদের বাংলা লোকাল বোর্ডে থেকে এভাবে ‌্যাক বৃদ্ধি পেতে থাকলে অবশ্যই আমরা ভবিষ্যতে এই বিটকয়েন ফোরামের মধ্যে আমাদের বাংলা লোকাল কে দাঁড় করাতে পারবো।


আমাদের এই লোকাল বোর্ডে আরো একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি যিনি বর্তমানে ফুল মেম্বার রেঙ্কে রয়েছে কিন্তু তার মেরিট হয়েছে প্রায় হিরো মেম্বার এর কাছাকাছি। শুধুমাত্র এক্টিভিটির কারনে তার রেঙ্ক পরিবর্তন হচ্ছে না তবে অতি শীঘ্রই তার রেঙ্ক পরিবর্তন হয়ে যাবে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করবে তিনি আমাদের লোকাল বোর্ডের পরিচিত একজন জ্ঞানী ব্যক্তি LDL। তার সুনাম না করলেই নয় তার অ্যাক্টিভিটির তুলনায় মেরিট সংখ্যা বেশি।
যেখানে আমরা মেরিট এর পিছনে দৌড়াই সেখানে মেরিট LDL এর পিছনে দৌড়ায় Grin



তাই আমরা যারা বর্তমানে লোকাল বোর্ডে একটিভ আছি তারা যদি মানসম্মত পোস্ট করি অবশ্যই ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং আমাদের বাংলা লোকাল কে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 29, 2023, 06:06:23 PM

আপনি এখনো নিউবি। তাই আপনার ইমেজটা শো করছেনা, এজন্য আমি আপনার ইমেজটা কোট করলাম। অভিনন্দন Crypto Library ভাই বাংলা থ্রেডে একটিভ থেকে একজন বাংলাদেশী হিসেবে হিরো মেম্বার র‍্যাঙ্ক অর্জন করার জন্য।

iwantmyhomepaidwithbtc2 একটি ফ্রি বিটকয়েন রেফেল নিয়ে এসেছেন নিয়মগুলো পড়ে আপনি ও এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারেন। লিংকঃ https://bitcointalksearch.org/topic/fun-fair-and-transparent-btc-giveaway-round-4-5454444
Here we go for another Fun, fair and transparent BTC giveaway !  Cool Cool Cool

To avoid abuses, here are some basic rules:

-I will use bitmover's tool for the draw like we did for the other rounds
-No account registered after the 1st of May 2023 will be added to the list
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 29, 2023, 01:31:02 PM
@Crypto Library অভিনন্দন এবং অন্যান্য যারা পদোন্নতি পেয়েছেন।  Cheesy

সকলে মেনশন মারেন আর আমি ফোরামে ঢু মাইরা যাই। যদিও সময় হয় নাহ তেমন। যাইহোক সবাই চালিয়ে যান, এবার বাংলাদেশের নিজস্ব বোর্ড তাহলে পাইতেছেন সবাই। অগ্রিম শুভেচ্ছা সবাইকে।  Cheesy

গুরুত্বপূর্ণ কিছু পোষ্টের লিংক দিলাম, যাদের সময় আছে তারা পইড়া নিয়েন।  Wink
https://twitter.com/officialbitbyte/status/1662452940114923521
https://twitter.com/officialbitbyte/status/1659224141939998722
https://twitter.com/officialbitbyte/status/1656037561280888834
https://twitter.com/officialbitbyte/status/1655216901134651400


মিলিয়ন কিংবা এর ১০ ভাগের ১ ভাগ ইনকাম করা শেষে ফোরামে আবার এক্টিভ হইয়া নিজের পদোন্নতিতে মনোনিবেশ করবো, যেন Legendary পদে যেতে পারি  Grin। ততোদিন দোয়া রাইখেন।
member
Activity: 184
Merit: 65
May 29, 2023, 01:19:58 PM
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 12:48:51 PM





একটু লেটে করে ফেললাম আবার
বিটকয়েন পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে। আপনি যেহেতু ইতোমধ্যেই পার্টিসিপেন্ট করেছেন তাই আমি মনে করি আপনার পার্টিসিপেন্ট করা দেরি হয়ে যায়নি।

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"


প্রথমত আপনি বিটকয়েন পিজ্জা কনটেস্ট এ পার্টিসিপেন্ড করেছেন খুবই ভালো কথা কিন্তু আপনি যে তিনটা ছবি শেয়ার করেছেন সেখানে প্রথমটা এবং তৃতীয় টার কি কাজ। প্রথম ছবি এবং তৃতীয় ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করে শেয়ার করেছেন। আপনার বিটকয়েন
পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য প্রথম এবং তৃতীয় ছবির কোন প্রয়োজনীয়তা নাই। এ ধরনের কনটেস্টে সাধারণত আমরা নিজে হাতে কিছু তৈরি করি এবং সেগুলোই সাবমিট করি কিন্তু এখানে ডাউনলোড করা কোন ছবির প্রয়োজন নেই। আপনি যদি কনটেস্টে দুইটা ছবি আপলোড করে থাকেন তাহলে রিমুভ করে দিন। আপনি হয়তো দুই নাম্বার ছবি দিয়ে পিজ্জা বোঝাতে চেয়েছেন। কিন্তু মোটেও এটা পিজ্জা মত লাগছে না। যেহেতু এখনো সময় আছে তাই আপনি নতুন করে পিজ্জা তৈরি করে কনটেস্টে পার্টিসিপেন্ট করুন। চেষ্টা করবেন সুন্দর একটি পিজ্জা তৈরি করার।

আপনার পিজ্জা দেখে মনে হচ্ছে একটা ব্রেড কিনে তার ওপর সস মাখিয়ে কিছু পরিমাণ তিল ছিটিয়ে উপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছেন।



ধন্যবাদ ভাইয়া আপনাকে অসংখ্য" আমার ভুলটি খুব দ্রুত ধরে দেওয়ার জন্য। আমি বুঝতে পারি নাই এখানে google থেকে ছবি ডাউনলোড দিয়ে  দেওয়া যাবে না। তাই আমি সেই ছবিগুলো এডিট করে নিজ হাতে তোলা  পারিবারিক  তৈরি করা পিজ্জা ছবিগুলো
এখানে দিয়ে  দিলাম।  আশা করছি ভালো লাগবে ছবিগুলো

আমি ছোট ইউজার আমার এখান থেকে অনেক কিছু শেখা বাকি  আশা করছি আমাকে শিখিয়ে দিবেন

 "ধন্যবাদ "

hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 29, 2023, 12:41:35 PM
যারা যারা  আমাকে  অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin  ব্রাদার  থ্যাংকস ফর দ্য মেনশন অন  দ্যাট টপিক। Wink

ধন্যবাদ ভাই। আপনাকে অনেক অনেক অভিনন্দন!
২৪ ঘন্টার কম সময়ে আপনি ৪৩ টি মেরিট আর্ন করেছেন। আমার মনে আছে আমি যখন পোস্ট করেছি গতকাল, তখন আপনার ২৯ টি মেরিট দরকার ছিলো। আর এখন আপনার মেরিট ৫১৩! হোয়াট এ পুশ! অবশ্যই আপনার পিজ্জা টা অনেক গুলো মেরিট ডিজার্ভ করে। তবে লোকাল কমিউনিটি থেকে যারা হেল্প করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ! আমরা সবাই মিলে সবাইকে নিয়ে এগিয়ে যাবো। এটাই হবে আমাদের টারগেট। কেউ একজন এগিয়ে গেলো, আমার মেরিট তার থেকে কম, তাকে মেরিট দিলে সে এগিয়ে যাবে, এরকম ধারনা কারো থাকলে দয়া করে এটা থেকে বেরিয়ে আসুন। অন্যান্য মেরিট সোর্স রা যেমন কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে মেরিট পুশ দিয়ে র‍্যাংক আপ করে দেয়, আমাদের কমিউনিটির কাউকে নেক্সট র‍্যাংক এর কাছে দেখলে সবাই এভাবেই এগিয়ে আসবেন আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ!


অনেকেই দেখছি ভুল বাল তথ্য দিয়ে পোস্ট করছেন। অনেকে আবার নেট থেকে ছবি নিয়ে পিজ্জা কন্টেস্ট এ দিচ্ছেন। অনেকে কপি পেস্ট করছেন। দয়া করে এসব বন্ধ করুন। কোয়ালিটি কন্টেন্ট বানান। মেরিট আপনার কাছে ছুটে আসবে। আমাদের কমিউনিটি অনেক বেশি হেল্পফুল!
member
Activity: 112
Merit: 34
May 29, 2023, 12:32:19 PM
@Crypto library অভিনন্দন ভাইয়া আপনাকে হিরো মেম্বারের মত পদ অর্জন করার জন্য। এটি খুব আনন্দের বিষয় বাংলা ফোরাম থেকে আপনি হিরো মেম্বার হয়েছেন।দোয়া করি ভাই আপনি যেন সামনে লিজেন্ডারি মেম্বার পদ অর্জন করতে পারেন।আমি এখানে নতুন আশা করছি আপনাদের মত বড় ভাইদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো। আপনি সবসময় একটিভ থেকে আমাদের অবশ্যই সাহায্য করবেন এই কামনা করি।আপনার জন্য দোয়া সবসময় থাকবে যেন আপনার ভবিষ্যৎ এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছেতে পারেন। শুভকামনা রইলো ভাইয়া। আবারও আপনাকে অভিনন্দন অভিনন্দন ভাইয়া।
sr. member
Activity: 490
Merit: 294
May 29, 2023, 12:14:03 PM





একটু লেটে করে ফেললাম আবার
বিটকয়েন পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য এখনো যথেষ্ট সময় রয়েছে। আপনি যেহেতু ইতোমধ্যেই পার্টিসিপেন্ট করেছেন তাই আমি মনে করি আপনার পার্টিসিপেন্ট করা দেরি হয়ে যায়নি।

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"


প্রথমত আপনি বিটকয়েন পিজ্জা কনটেস্ট এ পার্টিসিপেন্ড করেছেন খুবই ভালো কথা কিন্তু আপনি যে তিনটা ছবি শেয়ার করেছেন সেখানে প্রথমটা এবং তৃতীয় টার কি কাজ। প্রথম ছবি এবং তৃতীয় ছবি আপনি গুগল থেকে ডাউনলোড করে শেয়ার করেছেন। আপনার বিটকয়েন
পিজ্জা কনটেস্টে পার্টিসিপেন্ট করার জন্য প্রথম এবং তৃতীয় ছবির কোন প্রয়োজনীয়তা নাই। এ ধরনের কনটেস্টে সাধারণত আমরা নিজে হাতে কিছু তৈরি করি এবং সেগুলোই সাবমিট করি কিন্তু এখানে ডাউনলোড করা কোন ছবির প্রয়োজন নেই। আপনি যদি কনটেস্টে দুইটা ছবি আপলোড করে থাকেন তাহলে রিমুভ করে দিন। আপনি হয়তো দুই নাম্বার ছবি দিয়ে পিজ্জা বোঝাতে চেয়েছেন। কিন্তু মোটেও এটা পিজ্জা মত লাগছে না। যেহেতু এখনো সময় আছে তাই আপনি নতুন করে পিজ্জা তৈরি করে কনটেস্টে পার্টিসিপেন্ট করুন। চেষ্টা করবেন সুন্দর একটি পিজ্জা তৈরি করার।

আপনার পিজ্জা দেখে মনে হচ্ছে একটা ব্রেড কিনে তার ওপর সস মাখিয়ে কিছু পরিমাণ তিল ছিটিয়ে উপরে একটা পেঁয়াজ কেটে দিয়েছেন।
Jump to: