আমাদের লোকাল বোর্ডে আরো কয়েকজন মেম্বার রয়েছে যারা Full member হওয়ার পথে @musafar37, @BD Crypto, @Bd officer, @Fuso.hp, @Mr.corol, @Z_MBFM, @roksana.hee, @Suzume আরো অনেকে আপনারা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থেকে ইনফরমেটিভ পোস্ট করেন অবশ্যই অতি শীঘ্রই আপনারা নিজেদের রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন ও আমাদের লোকাল বোর্ডে সময় দিন তবে আপনারা এগিয়ে যেতে পারবেন।
এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি,
@Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ।
তাই আমরা যারা বর্তমানে লোকাল বোর্ডে একটিভ আছি তারা যদি মানসম্মত পোস্ট করি অবশ্যই ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো এবং আমাদের বাংলা লোকাল কে ভালো একটি অবস্থানে নিয়ে যেতে পারবো।
আজকে Meta একটা ট্রপিকে দেখতে পেলাম লোকাল বোর্ডের প্রতি মাসের চার্ট ও এক্টিবিটি নিয়ে
থ্রেডটি তে দেখতে পেলাম। @Learn Bitcoin ভাই একটা
প্রশ্ন করেছিলেন আমাদের লোকাল থ্রেড নিয়ে। তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি ইনফরমেশন তুলে ধরে বলেছিলেন আমরা কি অতি শিগ্রই লোকাল বোর্ডে পেয়ে যাবো। প্রশ্নের রিপ্লে করে @Rikafip স্যার
বলেছিলেন। এই বিষয় নিয়ে @cyrus ও @thyemos ভালো জানেন কিন্তু তিনি অনুমান করেছিলেন খুব শিগ্রই হবে না, আগামী কয়েক মাসের মধ্যে হবে না। সিনিয়র ভাইদের কাছে আমার প্রশ্ন আমরা কি এই বছরে লোকাল বোর্ড পাবো?
আমাদের এই লোকাল বোর্ডে আরো একজন ইন্টেলিজেন্ট ব্যাক্তি যিনি বর্তমানে ফুল মেম্বার রেঙ্কে রয়েছে কিন্তু তার মেরিট হয়েছে প্রায় হিরো মেম্বার এর কাছাকাছি। শুধুমাত্র এক্টিভিটির কারনে তার রেঙ্ক পরিবর্তন হচ্ছে না তবে অতি শীঘ্রই তার রেঙ্ক পরিবর্তন হয়ে যাবে ফুল মেম্বার থেকে সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করবে তিনি আমাদের লোকাল বোর্ডের পরিচিত একজন জ্ঞানী ব্যক্তি LDL। তার সুনাম না করলেই নয় তার অ্যাক্টিভিটির তুলনায় মেরিট সংখ্যা বেশি।
যেখানে আমরা মেরিট এর পিছনে দৌড়াই সেখানে মেরিট LDL এর পিছনে দৌড়ায়
।
আসলে @LDL ভাই এর কথা কি বলবো তিনি প্রতিনিয়ত নতুনদের সাহায্য করে থাকেন। তিনিও Sr.Member রেংক অর্জনের লক্ষে প্রায় পৌছে গিয়েছেন। তার ২৩৮ অ্যাক্টিভিটি হয়েছে মাত্র ২ এ্যাকটিভিটির কারণে তিনি Sr. Member হতে পারছেন না। হয়তো ২-১ দিনের মধ্যেই আমরা দেখতে পাবো তিনি Sr. Member হয়ে গিয়েছেন। একটা বিষয় আমি খেয়াল করলাম, কয়েকজন আমাদের লোকাল কমিউনিটির মেম্বারদের কে দেখলাম তাদের রেংক আপ করতে মেরিটের প্রয়োজন হয়েছে। কিন্তু @LDL ভাইএর ক্ষেত্রে উল্টো হয়েছে তিনি এ্যাকটিভিটির কারণে তার মূল লক্ষে পৌঁছাতে পারছেন না।
অগ্রিম শুভেচ্ছা ,,,