Author

Topic: বাংলা (Bengali) - page 210. (Read 5314603 times)

member
Activity: 112
Merit: 34
June 05, 2023, 05:20:29 AM
বর্তমানে আমরা যারা অনলাইনে কাজ করে আয় করছি তারা সবাই ইথেরিয়াম সম্পর্কে অবগত আছি। ইথেরিয়াম হল ওপেন সোর্স প্ল্যাটফর্ম। ইথেরিয়াম পাওয়ার জন্য সহজ উপায় হল কয়েকটি ইথেরিয়াম ক্র‍য় করা। অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে যেখান থেকে আপনি ইথেরিয়াম কিনতে পারবেন,তবে আপনি কোনটি ব্যবহার করবেন তা নির্ভর করে আপনি কোথায় থাকেন,কীভাবে আপনি অর্থ প্রদান করবেন তার উপর। ডেভেলপাররা নতুন ডিপিএস তৈরিতে এই ইথেরিয়াম প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকে। পুরো বিশ্বে যে কেউ ইথেরিয়াম নেটওয়ার্কে সংযোগ করতে সক্ষম। ইথেরিয়াম ব্লকচেইনের দেশীয় মুদ্রা ইথার ডিজিটাল অর্থে ব্যবহৃত হয়,সরাসরি তাৎক্ষণিকভাবে বিশ্বের যেকোনো লোকের কাছে পাঠানো যায়। ইথেরিয়াম ব্লকচেইনে আপনি মাইনিং করে সঞ্চয় করতে চাইলে কয়েনবেজে একাউন্ট করে সেখানে রাখতে পারেন।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 05, 2023, 04:57:16 AM
আমাদের এই লোকাল থ্রেডে অনেক নতুন মেম্বার এসেছেন, অনেক পোস্ট করা হচ্ছে দেখে অনেকটাই ভালো লাগছে। আজকে আমাদের থ্রেড নিয়ে একটা পোস্ট করি। এখন পর্যন্ত আমাদের এই লোকাল থ্রেডে মোট 9,912 টি পোস্ট করা হয়েছিল। অনেক পোস্ট ডিলিট করা হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ পোস্ট করেছেন যিনি তিনি হচ্ছেন আমাদের লোকাল কমিউনিটির একজন সুনামধন্য আমাদের বাংলা লোকাল কমিউনিটির গর্ব @Little Mouse ভাই। তিনি এখন পর্যন্ত মোট পোস্ট করেছেন ৪১৯টি। এবং দ্বিতীয় অবস্থানে রয়েছেন @Review Master তিনি মোট পোস্ট করেছেন ২৮৯ টি। এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আমাদের লোকাল কমিনিউটির আরেকজন সুনামধন্য সদস্য @Crypto Library তিনি এখন পর্যন্ত ১৯১ টি পোস্ট করেছেন। চতুর্থ অবস্থানে রয়েছেন @sammikhan বর্তমানে এক্টিভ নেই তার মোট পোস্ট ১৫৮ টি। এবং পঞ্চম অবস্থানে রয়েছেন আমাদের লোকাল কমিউনিটি আরেকজন সুনামধন্য সদস্য @LDL তিনি মোট পোস্ট করেছেন ১৪৫ টি, হয়তো কিছুদিনের মধ্যে চতুর্থ অবস্থানে উঠে যাবেন। আমি শীর্ষে 20 জন পোস্টদাতার নাম ও কয়টি পোস্ট করেছেন উল্লেখ করছি।
1. Little Mouse [419]
2. Review Master [289]
3. Crypto Library [191]
4. sammikhan [158]
5. LDL [145]
6. shasan [142]
7. Learn Bitcoin [115]
8. roksana.hee [115]
9. Mr.corol [96]
10. tjtonmoy [82]
11. naim027 [79]
12. Bitcoin_people [72]
13. Gripson [70]
14. BitCoinDream [65]
15. DTalk [65]
16. wtsimis [65]
17. Fatemablabla [64]
18. Ariyan420 [62]
19. Pffrt [62]
20. Shahjahan0099 [61]
এই তথ্যটি ভুল হতে পারে, তথ্যটি এখান থেকে নেয়া হয়েছে
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 05, 2023, 04:44:03 AM
@learn Bitcoin এর এ বিষয়ে পোস্ট হয়তো আমি দেখিনি দেখলে তাহলে হয়তো পোস্ট করা থেকে বিরত থাকতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।
আপনার সুবিধার জন্য আমোর আগের পোষ্ট টি কোট করে দিলাম।

প্রথমেই বলি আমার কাছে যা মেরিট ছিলো আমি তা শেয়ার করেছি। আপনার এই পোষ্ট নিয়ে একটু বলতে চাই। আমি জানি আপনার সিচুয়েশন টা কি। এখানে আমিও একসময় ছিলাম। একই কাজ আমরা অনেকেই হয়তো করেছি। কিন্তু আমার সাজেশন থাকবে পরবর্তীতে কেউ জেনো এরকম পোষ্ট না করে। আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনি হয়তো আমাকে দেখে করেছেন, আমি হয়তো আরেকজনকে দেখে করেছি। তবে এসব পোষ্ট কে গ্লোবাল মেম্বার রা মেরিট বেগিং বলে বিবেচনা করে থাকে। একই সাথে আপনাদের অন্য একটা কথা বলে রাখি, যখনই কেউ পরের রেংক এর কাছে চলে যাবেন, দয়া করে লিটল মাউস ভাইকে বা সাশান ভাই কে পি এম করবেন। আমরা সবাই মিলে চেষ্টা করবো। লিটল মাউস ভাই আপনাদের ভালো পোষ্ট গুলো মেরিট সোর্স এর কাছে সাবমিট করবেন। এটা নিয়ে ওনার সাথে একটু আলাপ হয়েছে। এসব ব্যাপার পাবলিকলি শেয়ার করা উচিৎ না। কিন্তু পোষ্ট করতে বাধ্য হলাম কারণ এরকম পোষ্ট আস্তে আস্তে একটা কালচারে পরিনত হয়ে যাবে। যেটা আমাদের জন্য ভালো হবে না।

আমি কিন্তু বলেছেলাম যে এটা দেখবেন আস্তে আস্তে একটা কালচারে পরিনত হবে। এবং এটাই হচ্ছে। যারা আমার পোষ্ট দেখেনি বা অন্যদের দেখেছে এভাবে পোষ্ট করে হেল্প চাচ্ছে, তারা এটাকে ভালো মনে করে এটাই ফলো করা শুরু করবে। এটা যে আমাদের জন্য কতো খারাপ একটা ব্যাপার হতে পারে, কেউ হয়তো বুঝতে পারছেন না। ফোরামে এমনিতেই বাংলাদেশী নাম শুনলেই মানুষ আমাদের সাথে অন্য রকম আচরন করে। যতো স্প্যাম হয়, যতো চিটিং হয়, সব আমাদের কাধে এসে পড়ে।

যাই হোক, আপনার এখনো ১২০ একটিভিটি হয়নি। একজন ফুল মেম্বারের জন্য ৩০ মেরিট অনেক কিছু। আপনার এক্টিভিটি হোক, এর মধ্যে আপনিও কিছু মেরিট আর্ন করতে পারবেন। আপনারা একটিভিটি হয়ে গেলে কাউকে পারসোনাল মেসেজ দিয়ে ডিসকাস করবেন। এভাবে পাবলিক পোষ্ট করে কেউ হেল্প চাইবেন না দয়া করে। আমাদের থ্রেড এখন মনিটরিং হচ্ছে। একজন মোডারেটর আমাদের সকল পোষ্ট ট্রান্সলেট করে পড়েন এবং উত্তর দেন। দয়া করে কেউ রুলস ভায়োলেট করবেন না।

আমাদের থ্রেড এর নতুন ট্রেন্ড হলো সিরিয়াল ধরে সবাইকে মেনশন করা  Undecided কেনো ভাই? সবাই তো থ্রেড এ আসে। সবাই আপনার পোষ্ট দেখবে। এভাবে সিরিয়াল ধরে সবাইকে মেনশন করাও উচিৎ নয়। দেখবেন এটাও একটা কালচার হয়ে যাবে এবং এটা সবাই গ্লোবাল বোর্ড এ গিয়েও করা শুরু করবে। Roksana.hee দেখলাম একটা ইংলিশ থ্রেড এ গিয়ে এভাবে সব গ্লোবাল ইউজারদের ঢালাও ভাবে মেনশন করে যাচ্ছে। এগুলো কে বলা হয় Merit Whoring / Merit Fishing.
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 04:28:00 AM
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।
হ্যাঁ আপনার সাথে একমত এই ধরনের পোস্ট আমি আগেও দেখেছি যেখানে মেরিটের জন্য সাহায্য চাওয়া হয়েছিল। কিন্তু সত্যি বলতে আমি ফোরাম রুলস সম্পর্কে যতটুকু জানি মেরিট চাওয়া Merit Begging এর পর্যায়ে পড়ে যা সম্পূর্ণ ফোরাম রুলস বিরোধী। হয়তো আমাদের লোকাল থ্রেডে সিনিয়র ভাইয়েরা বিষয়টিকে ততটা নেগেটিভলি না নিয়ে আরো উৎসাহিত করেছেন যেন সবাই ফোরামে পরবর্তী রাঙ্ক অর্জন করতে পারে। আমরা যত বেশি উচ্চ র‍্যাঙ্ক অর্জন করতে পারব ততই আমাদের জন্য ভালো। আমাদের সবাইকে সবার পাশে দাঁড়ানোর অনুরোধ রইল বিশেষ করে সিনিয়র ভাইদের কারণ তারা আমাদের অভিভাবক সমতুল্য।
sr. member
Activity: 490
Merit: 294
June 05, 2023, 04:20:05 AM
ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব।
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
@menstoined করে এভাবে এখানে মেরিট দিতে বলবেন না। এগুলা দৃষ্টিকটু দেখায়। গ্লোবাল থেকে দুই একজন উচ্চতার রেংক এর মেম্বাররা এখানে এসে এভাবে মেনশন করা দেখলে অনেক বেশি মাইন্ড করবে যা ইতোমধ্যেই @learn Bitcoin ভাইজান উল্লেখ করেছিলেন।
আপনার যদি একান্ত মেরিট প্রয়োজন হয় রেংক চেঞ্জ করার জন্য তাহলে ফোরামের দুজন বড় ভাই এখন তিনজন হয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু পার্সোনাল মেসেজ এর মাধ্যমে হলে ভালো হয়। দয়া করে পরবর্তীতে কেউ এরূপ নিচু মানের কাজ করবেন না এতে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম হবে সুনাম হবে না।
@Little Mouse
@Shasan
@Crypto Library
এই তিন ভাইকে আপনি পার্সোনাল মেসেজের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন। এরা আপনাকে রেফার করে @Ratimov স্যারের কাছে আপনার প্রোফাইল পাঠিয়ে দিতে পারে। ফলে আপনার অনেক বেশি উপকার হওয়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ পরবর্তীতে এরূপ ভুল আর করবেন না।
এরকম বিষয় নয় এর আগেও কয়েকজন সদস্য যারা ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করেছে তারা এভাবেই পোস্ট করেছিল এবং তারা সেম ভাবেই পোস্ট করে এই সেকশন থেকে ভালো সাহায্য পেয়েছিল। আমিও তাদের পথ অনুসরণ করার চেষ্টা করেছি। প্রথমে যারা এভাবে পোস্ট করে ফুল মেম্বারের রেংক অর্জনে সাহায্য পেয়েছিল তাদেরকে যদি এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো তাহলে হয়তো আমরা এই পথ অনুসরণ করতাম না।

@learn Bitcoin এর এ বিষয়ে পোস্ট হয়তো আমি দেখিনি দেখলে তাহলে হয়তো পোস্ট করা থেকে বিরত থাকতাম। যাইহোক ধন্যবাদ আপনাকে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 05, 2023, 04:10:13 AM

তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি মেরিটের কথা উল্লেখ করেছেন ৭৫ মেরিট হলে কাউন্টডাউন দেওয়া যায়।
Quote
আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার একাউন্টটি ভিজিট করার নিমন্ত্রণ রইল 🥰
দোয়া করি আপনিও খুব শীঘ্রই ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করবেন। আপনার ফুল মেম্বার হওয়ার আর মাত্র 31 টি মেরিটের প্রয়োজন। চেষ্টা করে যান ইনশাল্লাহ খুব শীঘ্রই সফলতা পেয়ে যাবেন। অগ্রিম শুভেচ্ছা,,,
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 05, 2023, 03:44:09 AM
এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার একটিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১০ অ্যাক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি থ্রেড শেয়ার করার জন্য কারণ এটা যাদের অল্প পরিমাণ মেরিটের প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে ওঠার জন্য তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তবে এখানে একটি সংশোধনের প্রয়োজন আছে সেটা হচ্ছে তিনি ১২০টি এক্টিভিটি হলেই মেরিটের জন্য ওই থ্রেড এ আবেদন করতে পারবেন না। কারণ রুলসের বিষয়ে উল্লেখ আছে যখন আপনার সর্বোচ্চ ২৫ টি মেরিট প্রয়োজন পরবর্তী র্যাঙ্কে যাওয়ার জন্য শুধুমাত্র তখনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে আমিও ভুলবশত রুলস না পড়েই আবেদন করে ফেলেছিলাম তখন কিছু সিনিয়র ভাইয়েরা আমার ভুলটি ধরিয়ে দিয়েছেন তাই আমিও চাই না আমার দেশি কোন ভাই রুলস না পড়ার কারণে নিউট্রাল ট্রাস্ট পাক। আমি নিজেও ফুল মেম্বার হওয়ার জন্য চেষ্টা করছি এবং আমার ও অল্প কিছু মেরিট এর প্রয়োজন তাও আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সফল হব। সবার কাছে দোয়া চাই। সবাইকে আমার একাউন্টটি ভিজিট করার নিমন্ত্রণ রইল 🥰
newbie
Activity: 20
Merit: 0
June 05, 2023, 03:19:37 AM
আসসালামুয়ালাইকুম
দেশের পায়রাবন্দর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানী শেষ তাই সারা বাংলাদেশ লোডশেডিং চলছে এমত অবস্থায় যেমন গরম তেমনই মানসিক পেরেশান। এরই মাঝে নতুন অর্থবছরের বাজেট মানুষকে করে তুলেছে আরো দ্বিধাহীন প্রায় সকল প্রকার জিনিসপত্রের দাম বৃদ্ধিসহ কর প্রদান করতে বাধ্য করা হয়েছে। এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বৈধতা সম্পর্কে এখনো তেমন কোনো ডিজিটাল সুরক্ষা নেওয়া হয়নি অথচ বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ দেখতে চায় মানুষ যেখানে ডিজিটাল নিরাপত্তার বিষয়টি এবারের অর্থবছরের বাজেটে তেমন কোনো সুযোগই পায়নি. জানিনা আমাদের ভবিষ্যৎ টা কোথায় গিয়ে ঠেকবে। তবে এটা জানি বাংলাদেশে একদিন ক্রিপ্টোকারেন্সির ব্যবহারে সফলতা পাবে। ঠিক এমন একটি বিষয়ে আমরা দেখতে পাই ফ্রিল্যান্সিং ব্যবহারকারীদের. যা বর্তমানে প্রতিযোগিতার দ্বারপ্রান্তে আছে। ঠিক তেমনি ভাবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর প্রতিযোগিতা চলবে এই বাংলার মাটিতে। তবে এক্ষেত্রে আমাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়টির ব্যাপক উন্নতি সাধন করতে হবে।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 05, 2023, 03:19:25 AM
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, আজকে আমি খুবই আনন্দিত কারণ অনেক কষ্টের পর আমি ফুল মেম্বার রেংক এর অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব। বাংলা বোর্ড থেকে নিজের রেঙ্ক বৃদ্ধি করা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আমাদের এই বাংলা সেকশনে সিনিয়র এবং জুনিয়র ভাই যারা আছেন বিশেষ করে,
@Bd officer
আপনারা যদি আমাকে অল্প একটু সাহায্য করেন তাহলে আমি আমার এই ফুল মেম্বারের র‍্যাঙ্ক খুব দ্রুতই অর্জন করতে পারব। আপনাদের সকলের প্রতি বিশ্বাস রেখেই আমি এই সাহায্য আপনাদের কাছে কামনা করছি আশা করছি আপনাদের সাহায্যের মাধ্যমে আমি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করতে পারব।
এটা আমাদের গর্বের বিষয় যে আরো একজন সদস্য রেংকআপ করে ফুল মেম্বার হবেন। যাই হোক আপনাকে আরো কয়দিন ধৈর্য ধরতে হবে, আপনার ফুল মেম্বার এক্টিভিটি পূরণ করতে আরেকটি পিরিয়ড পার করতে হবেই। আপনার ১১২ এক্টিভিটি আছে ফুল মেম্বার হতে হলে ১২০ অ্যাক্টিভিটি প্রয়োজন। LDL ভাই আপনাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আপনাকে আমি একটা পরামর্শ দিই, যখন আপনার ১২৬ এক্টিভিটি হবে তখন আপনি এই টপিকে [v2][Self Moderated] In Merits, Count Down To Your Next Rank কাউন্টডাউন দিবেন, এখানে কাউন্টডাউন দিলে উচ্চ রেংকের মেম্বার এসে মেরিট পূরণ করে দিয়ে যান।
আপনার জন্য দুয়া করি অতিশিগ্রই ফুল মেম্বার হয়ে যাবেন।

ফুটবলের মাঠে বিটকয়েন

বিষয়টি একটু বুঝিয়ে বলি, কালকে সুইজারল্যান্ডের একটি ক্লাব পর্যায়ে ফাইনাল খেলায় বিটকয়েনের লোগো সংকলিত জার্সি পড়ে ফুটবল খেলোয়াড়রা  ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বিষয়টি একটু অবাক করা লাগে কেননা এই সমস্ত ব্যাপার-স্যাপার বিটকয়েনের জনপ্রিয়তা বহু গুনে বাড়িয়ে দেয়।

#Bitcoin seen by millions at Swiss Cup football final 🇨🇭




টুইটারে দেখুন: https://twitter.com/BitcoinMagazine/status/1665357514731339776?t=QQ3HG5FOWF8BFFNPL8fAsQ&s=19
সত্যিই অবাক হয়ে গেলাম ফুটবল খেলায় জার্সিতে বিটকয়েনের লোগো লাগিয়ে খেলা হয়েছে। এই বিটকয়েনের লোগোটি হাজার হাজার দর্শক হয়তো দেখেছেন। হয়তো হাজার হাজার দর্শক এর মাঝে যারা বিটকয়েনের সাথে পরিচিত লাভ করে নি, তারাও হয়তো বিটকয়েন সম্পর্কে জানতে আগ্রহী হবেন। ধন্যবাদ জানাই সুইজারল্যান্ড এর ফুটবল ক্লাবকে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 05, 2023, 03:11:44 AM
ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব।
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
@menstoined করে এভাবে এখানে মেরিট দিতে বলবেন না। এগুলা দৃষ্টিকটু দেখায়। গ্লোবাল থেকে দুই একজন উচ্চতার রেংক এর মেম্বাররা এখানে এসে এভাবে মেনশন করা দেখলে অনেক বেশি মাইন্ড করবে যা ইতোমধ্যেই @learn Bitcoin ভাইজান উল্লেখ করেছিলেন।
আপনার যদি একান্ত মেরিট প্রয়োজন হয় রেংক চেঞ্জ করার জন্য তাহলে ফোরামের দুজন বড় ভাই এখন তিনজন হয়েছে তাদের শরণাপন্ন হতে পারেন। কিন্তু পার্সোনাল মেসেজ এর মাধ্যমে হলে ভালো হয়। দয়া করে পরবর্তীতে কেউ এরূপ নিচু মানের কাজ করবেন না এতে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডের দুর্নাম হবে সুনাম হবে না।
@Little Mouse
@Shasan
@Crypto Library
এই তিন ভাইকে আপনি পার্সোনাল মেসেজের মাধ্যমে বিস্তারিত জানাতে পারেন। এরা আপনাকে রেফার করে @Ratimov স্যারের কাছে আপনার প্রোফাইল পাঠিয়ে দিতে পারে। ফলে আপনার অনেক বেশি উপকার হওয়ার সম্ভাবনা থাকবে।
ধন্যবাদ পরবর্তীতে এরূপ ভুল আর করবেন না।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 05, 2023, 02:49:02 AM
ফুটবলের মাঠে বিটকয়েন

বিষয়টি একটু বুঝিয়ে বলি, কালকে সুইজারল্যান্ডের একটি ক্লাব পর্যায়ে ফাইনাল খেলায় বিটকয়েনের লোগো সংকলিত জার্সি পড়ে ফুটবল খেলোয়াড়রা  ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। বিষয়টি একটু অবাক করা লাগে কেননা এই সমস্ত ব্যাপার-স্যাপার বিটকয়েনের জনপ্রিয়তা বহু গুনে বাড়িয়ে দেয়।

#Bitcoin seen by millions at Swiss Cup football final 🇨🇭




টুইটারে দেখুন: https://twitter.com/BitcoinMagazine/status/1665357514731339776?t=QQ3HG5FOWF8BFFNPL8fAsQ&s=19
sr. member
Activity: 490
Merit: 294
June 05, 2023, 02:48:49 AM
আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলেই ভালো আছেন, আজকে আমি খুবই আনন্দিত কারণ অনেক কষ্টের পর আমি ফুল মেম্বার রেংক এর অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছি। ফুল মেম্বার হতে আমার আর মাত্র ৩০ টি মেরিট প্রয়োজন। আশা করছি আমি এই পোষ্ট করার পর দ্রুতই আমি ফুল মেম্বারের পদমর্যাদা গ্রহণ করতে পারব। বাংলা বোর্ড থেকে নিজের রেঙ্ক বৃদ্ধি করা আমার জন্য অনেক গর্বের একটি বিষয়। আমাদের এই বাংলা সেকশনে সিনিয়র এবং জুনিয়র ভাই যারা আছেন বিশেষ করে,
@Little Mouse,
@Shasan,
@BitcoinDream
@Malekbaba
@Review Master
@Crypto library
@tjtonmoy
@Rana590
@NicNacCoin
@LDL
@Learn bitcoin
@Bitcoin _People
@Popkon6
@BD Crypto
@Dimitri94
@Coin63$
@roksana.hee
@Suzume
@Bounty Inspectors
@Bd officer
আপনারা যদি আমাকে অল্প একটু সাহায্য করেন তাহলে আমি আমার এই ফুল মেম্বারের র‍্যাঙ্ক খুব দ্রুতই অর্জন করতে পারব। আপনাদের সকলের প্রতি বিশ্বাস রেখেই আমি এই সাহায্য আপনাদের কাছে কামনা করছি আশা করছি আপনাদের সাহায্যের মাধ্যমে আমি ফুল মেম্বারের র‍্যাঙ্ক অর্জন করতে পারব।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 05, 2023, 02:33:56 AM
এ কথা সত্য যে আমরা কিছু কতিপয় ছোট ইউজার যারা এখানে আসি শুধুমাত্র মেযরিট পয়েন্ট পাওয়ার জন্যই আসি। তবে এদিকে তো ভাবতে হবে তাদের কাছে মেরিট আছে কিনা। অবশ্যই তাদের কাছে মেরিট থাকলে তারা আমাদের সেগুলা দিয়ে দিবে। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যে সকল বড় ভাইদের কাছ থেকে মেরিট প্রত্যাশী তাদের তো মেরিট অর্জন করার সুযোগ দিতে হবে। আগে তারা মেরিট অর্জন করুক তারপর আমাদের দেওয়া হবে ‌
আমি একজন নবাগত সদস্য তবু আমার কথাই বলি, আমার যতগুলি s merit ছিল সবগুলোই বাংলা লোকাল কমিউনিটিতে দিয়েছি। যারা সিনিয়ার ভাই আছেন তাদের প্রোফাইলে দেখা যায় ৯০% -৯৫% s merit আমাদের লোকাল কমিউনিটিতে সেন্ট করে থাকেন।

আমার মত যারা নতুন ইউজার আছেন, আমি আপনাদেরকে বলি আপনারা নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। ভালো ভালো মানসম্মত পোস্ট করার চেষ্টা করবেন। আর কিছু কিছু ভাইদেরকে দেখা যায় দু'চারটা পোস্ট করেই হাল ছেড়ে দেয়। তাই আপনাদের কে আমি বলি কোন কিছুতে সফল হতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। ভেঙ্গে পড়লে চলবে না।

আমাদের লোকাল কমিউনিটিতে অনেক নতুন মেম্বার এসেছেন তাদেরকে জানাই স্বাগতম। আপনারা নিয়মিত ভালো ইনফরমেটিভ পোস্ট করবেন এতে আমাদের লোকাল কমিউনিটির উন্নত হবে।
ধন্যবাদ সকলকে,,
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 05, 2023, 02:10:45 AM
প্রিয় আমার বাংলা বোর্ডের ভাইয়েরা একটা কথা বলতেই হয়। @Worshভাই বলেছে তবুও আমি বলতে চাই
@Little mouse
@shasan
@Cripto Library
@Tjtonmoy
@LDL
@Nicnaccoin
@Learn Bitcoin
@Bitcoin people
@Bd officer
@Popkon6
@Fuso.hp
@roksana.hee
সহ আরো অনন্য যেগুলো একাউন্ট রয়েছে তাদের প্রোফাইলে গিয়ে তাকিয়ে দেখেন মেরিট রিসিভ অপশন (গ্লোবাল + বাংলা বোর্ড)
এবং মেরিট সেন্ড অপশন বাংলা বোর্ড
এজন্য এই কথাটি উল্লেখ করা যে আমাদের কোন মেরিট সোর্স না থাকার কারণে আমরা যা গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করে এনে বাংলায় সেন্ড করি। এবং এ পদ্ধতি ছাড়া আমাদের কোন উপায় নেই। তাই আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে অনন্য বোর্ডের সাথে তুলনা করলে কখনো হবে না।
অনন্য ভাই জানে গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করা কতটা কষ্ট তবে আমি এত দুঃখ প্রকাশ করতে চাই না এভাবেই আমাদের এগিয়ে চলতে হবে থেমে থাকলে চলবে না। তবে আমাদের এই বাংলা বোর্ড গ্লোবাল এ রূপান্তর হলে অবশ্যই আমরা মেরিট সোর্স পাব।

নোট: আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিটকয়েন সহ আরো অন্যান্য বিষয়ে মানসম্মত পোস্ট করবেন তাহলে আমরা গ্লোবাল দিকে দ্রুত প্রবেশ করতে পারব।
আমার যুদি সবাই একটু সময় দিয়ে পোস্ট করি প্রতিদিন নিয়মিত তাহলে দেখবেন আমাদের বাংলা বোর্ড কোন পজিশনে যাবে সেটা আমরা কখনো ভাবতেও পারবোনা | তো সবাই নিয়মিত পোস্ট করি ইনশাআল্লাহ একদিন সফল হবো | এবং আমাদের বাংলা বোর্ড ভালো একটা পজিশনেও নিতে পারবো | আমরা সবাই নিয়মিত পোস্ট করি এবং সফলতার দিকে এগিয়ে যাই সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো | Smiley
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 05, 2023, 01:55:12 AM
আমি  একজন নিউ ইউজার আমি আপনাদের সহযোগিতা  কামনা করি সিনিয়র যারা আছেন তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা এটাই আশা করি
আমরা নতুনেরা বাংলাদেশে আসলাম এবং সিনিয়ররা এখানে পোস্ট করা বাদ দিয়ে দিল। তাদের পোস্টগুলো পড়ে আমরা গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করতে পারতাম। কিন্তু সর্বদা এই থ্রেঢ টি চেক করে দেখি কোন বড় ভাইয়েরা পোস্ট করে কিনা। কিন্তু আজ পর্যন্ত কোন বড় ভাইয়েরা পোস্ট করছে না। তাদের পোষ্টের অপেক্ষায় রইলাম।

প্রিয় আমার বাংলা বোর্ডের ভাইয়েরা একটা কথা বলতেই হয়। @Worshভাই বলেছে তবুও আমি বলতে চাই
@Little mouse
@shasan
@Cripto Library
@Tjtonmoy
@LDL
@Nicnaccoin
@Learn Bitcoin
@Bitcoin people
@Bd officer
@Popkon6
@Fuso.hp
@roksana.hee
সহ আরো অনন্য যেগুলো একাউন্ট রয়েছে তাদের প্রোফাইলে গিয়ে তাকিয়ে দেখেন মেরিট রিসিভ অপশন (গ্লোবাল + বাংলা বোর্ড)
এবং মেরিট সেন্ড অপশন বাংলা বোর্ড
এজন্য এই কথাটি উল্লেখ করা যে আমাদের কোন মেরিট সোর্স না থাকার কারণে আমরা যা গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করে এনে বাংলায় সেন্ড করি। এবং এ পদ্ধতি ছাড়া আমাদের কোন উপায় নেই। তাই আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে অনন্য বোর্ডের সাথে তুলনা করলে কখনো হবে না।
অনন্য ভাই জানে গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করা কতটা কষ্ট তবে আমি এত দুঃখ প্রকাশ করতে চাই না এভাবেই আমাদের এগিয়ে চলতে হবে থেমে থাকলে চলবে না। তবে আমাদের এই বাংলা বোর্ড গ্লোবাল এ রূপান্তর হলে অবশ্যই আমরা মেরিট সোর্স পাব।

এ কথা সত্য যে আমরা কিছু কতিপয় ছোট ইউজার যারা এখানে আসি শুধুমাত্র মেযরিট পয়েন্ট পাওয়ার জন্যই আসি। তবে এদিকে তো ভাবতে হবে তাদের কাছে মেরিট আছে কিনা। অবশ্যই তাদের কাছে মেরিট থাকলে তারা আমাদের সেগুলা দিয়ে দিবে। আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আমরা যে সকল বড় ভাইদের কাছ থেকে মেরিট প্রত্যাশী তাদের তো মেরিট অর্জন করার সুযোগ দিতে হবে। আগে তারা মেরিট অর্জন করুক তারপর আমাদের দেওয়া হবে ‌
sr. member
Activity: 784
Merit: 372
June 05, 2023, 01:54:10 AM
প্রিয় আমার বাংলা বোর্ডের ভাইয়েরা একটা কথা বলতেই হয়। @Worshভাই বলেছে তবুও আমি বলতে চাই
@Little mouse
@shasan
@Cripto Library
@Tjtonmoy
@LDL
@Nicnaccoin
@Learn Bitcoin
@Bitcoin people
@Bd officer
@Popkon6
@Fuso.hp
@roksana.hee
সহ আরো অনন্য যেগুলো একাউন্ট রয়েছে তাদের প্রোফাইলে গিয়ে তাকিয়ে দেখেন মেরিট রিসিভ অপশন (গ্লোবাল + বাংলা বোর্ড)
এবং মেরিট সেন্ড অপশন বাংলা বোর্ড
এজন্য এই কথাটি উল্লেখ করা যে আমাদের কোন মেরিট সোর্স না থাকার কারণে আমরা যা গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করে এনে বাংলায় সেন্ড করি। এবং এ পদ্ধতি ছাড়া আমাদের কোন উপায় নেই। তাই আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে অনন্য বোর্ডের সাথে তুলনা করলে কখনো হবে না।
অনন্য ভাই জানে গ্লোবাল থেকে মেরিট সংগ্রহ করা কতটা কষ্ট তবে আমি এত দুঃখ প্রকাশ করতে চাই না এভাবেই আমাদের এগিয়ে চলতে হবে থেমে থাকলে চলবে না। তবে আমাদের এই বাংলা বোর্ড গ্লোবাল এ রূপান্তর হলে অবশ্যই আমরা মেরিট সোর্স পাব।

নোট: আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা বিটকয়েন সহ আরো অন্যান্য বিষয়ে মানসম্মত পোস্ট করবেন তাহলে আমরা গ্লোবাল দিকে দ্রুত প্রবেশ করতে পারব।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 05, 2023, 12:39:34 AM
বেশ কয়েকদিন ধরে আমি একটা জিনিস লক্ষ করছি যে আমাদের বাংলাদেশ বোর্ডে অনেক নতুন সদস্য এসেছে | কিন্তু তরা কিছু দিন পোস্ট করারা পর আবার চলে যায় কারণ তারা বিশ্বাস হারিয়ে ফেলে | তারা ভাবে যে এতো দিন ধরে পোস্ট করলাম এখনো মেরিট পেলাম না তো যারা এইরকম ভাবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি | ভাই আপনারা যুদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য্য ধরতে হবে ধৈর্য না ধরলে আপনি কখনো সফল হতে পারবেন না তো যারা নতুন আছেন সবাই ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকেন ইনশাআল্লাহ একদিন সফলতা আসবেই |
newbie
Activity: 17
Merit: 1
June 05, 2023, 12:05:49 AM
আসসালামু আলাইকুম

আমি ইদানিং দেখতে পারছি যে বাংলা কমিউনিটিতে অনেক আমার মত  নতুন মেম্বার এড হয়েছে। আমি সিনিয়র ভাইদেরকে বলছি আমার মতন নতুন ছোট ইউজার ভাইদের কে  সাপোর্ট  করে উপরে ওঠার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাদের কে একটু উৎসাহ দেন তাহলে আমরা আপনাদের পর্যায়ে যেতে পারবো নতুন নতুন কনটেন্ট দিয়ে

...ইনশাল্লাহ...

আমি এখন কয়েক মাস ধরে altcointalks এর সদস্য, এবং তাদের সিস্টেম বিটকয়েনটক থেকে আলাদা, যেমন মেরিট সিস্টেম।

আপনি যদি সত্যিই বৃদ্ধি পেতে চান (altcoinTalks এ আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে), আপনার শিটপোস্ট এবং বাউন্টি পোস্টগুলি এড়ানো উচিত কারণ তারা অন্যদের আপনাকে সহায়তা করতে নিরুৎসাহিত করে। আপনার ক্ষেত্রে, আপনি সক্রিয়ভাবে বাউন্টিতে অংশ নিচ্ছেন, তাই আপনার পরিবর্তন করা উচিত এবং অবদান রাখার জন্য আরও আকর্ষণীয় বিষয়গুলির সন্ধান করা উচিত।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 04, 2023, 07:49:36 PM
Ognasty ফোরামের জন্য একটি Idol

ফোরামে একজন লোক এক যুগেরও (১২বছর) বেশি সময় অতিবাহিত করেছে। সত্যি বিষয়টি ভাবলে অবাক লাগে। একজন মানুষ কতটা ধৈর্যশীল হলো ১২ বছরের বেশি সময় ফোরামে অতিবাহিত করা যায়। ফোরাম যখন চালানোর জন্য ডোনেশনের প্রয়োজন হয় ঠিক তখনই এই কিংবদন্তি মানুষটি ৫০ বিটিসি ডোনেশন করে ভিআইপি ডোনেশন পদমর্যাদা লাভ করে। এই লোকটার প্রোফাইল লক্ষ্য করলে আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন, ফোরামে এতদিন কাজ করার পরও এখন পর্যন্ত সে কিভাবে তার মনোযোগ ঠিক রেখেছে।

https://bpip.org/Profile?p=OgNasty

মোস্ট সক্রিয়(Most Active ) : ২য় স্থান
মোস্ট পোস্টদাতা(Most Post): ৩৫ তম
মোস্ট রিকগনিশন (Most Recognition): ২য় স্থান
মোস্ট মেরিট( Most Merits) : ৬৮ তম
মোস্ট অর্জন করা মেরিট (Most Earned Merits): ৮৫ তম


সে দীর্ঘদিন এভাবে কাজ করা সত্যি আমাদের জন্য একটি জ্বলন্ত অনুপ্রেরণামূলক উদাহরণ হিসেবে নেওয়া যায়। ফোরামে দীর্ঘদিন উনাদের মত ঠিকমতো সময় ব্যয় করতে পারলে অবশ্যই একটি ভালো অবস্থানে পৌঁছানো সম্ভব। এক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টি জরুরী হচ্ছে তা হচ্ছে নিজেকে সৎ ভাবে প্রতিষ্ঠিত করা। অতিরিক্ত লোভে পড়ে তাল বাহানার পথ বেছে নিলে অবশ্যই এর শাস্তি পেতেই হয়। তারা দেখেন কিভাবে ফোরামে প্রতিষ্ঠিত হয়ে আছে এবং নিজেদেরকে নিয়ে কখনো অহংকার করেননি। তাদের মূলত একটাই লক্ষ্য ফোরামের উন্নতি সাধন।
ঠিক তাদের মত আমাদেরও বাংলাদেশ লোকালে সক্রিয় থেকে আমাদের বাংলাদেশের উন্নতি সাধনে ভূমিকা রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে আমাদের বাংলাদেশ সক্রিয় থাকলে অবশ্যই আমরাও কোন না কোন একদিন ভালো অবস্থানে পৌঁছাতে পারবো।
jr. member
Activity: 107
Merit: 2
June 04, 2023, 01:56:03 PM



আসসালামু আলাইকুম

আমি ইদানিং দেখতে পারছি যে বাংলা কমিউনিটিতে অনেক আমার মত  নতুন মেম্বার এড হয়েছে। আমি সিনিয়র ভাইদেরকে বলছি আমার মতন নতুন ছোট ইউজার ভাইদের কে  সাপোর্ট  করে উপরে ওঠার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাদের কে একটু উৎসাহ দেন তাহলে আমরা আপনাদের পর্যায়ে যেতে পারবো নতুন নতুন কনটেন্ট দিয়ে

...ইনশাল্লাহ...

Jump to: