Author

Topic: বাংলা (Bengali) - page 210. (Read 5729137 times)

jr. member
Activity: 48
Merit: 7
June 12, 2023, 07:26:03 AM
(Binance)বাইনান্স এক্সচেঞ্জ থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) কেমনে করবেন?

(Binance) বাইনান্স থেকে মোবাইল রিচার্জ (Mobile Top-up) করার পদ্ধতি হয়তো অনেকেই জানে। যারা জানে না তারা হয়তো উপকৃত হবে তাই বিষয়টি শেয়ার করলাম।
কিছুদিন আগে বাইনান্স থেকে মোবাইল রিচার্জ করার পদ্ধতি নিয়ে একটি পোস্ট করেছিলাম। তখন newbie থাকার কারণে ছবি গুলো দৃশ্যমান হয়নি। ছবিগুলো imgur থেকে লিংক নিয়ে ব্যবহার করার কারণে এখনো সেগুলো দেখা যায় না তাই  আবার দিলাম :
Step: 1

Step: 2

Step: 3

newbie
Activity: 132
Merit: 0
June 12, 2023, 07:21:04 AM
আমার প্রোফাইল আরো গ্রো করতে পারি কিভাবে যদি কেউ পরামর্শ দিতেন?
member
Activity: 112
Merit: 34
June 12, 2023, 05:52:26 AM
ক্রিপ্টোকারেন্সি কি তা আমাদের সকলের জানা আছে। বিটকয়েন,ইথেরিয়াম,ট্রোন,পলিগন আরও অনেক কিছু আছে যা সবই ক্রিপ্টোকারেন্সির মধ্যেই পরে। এগুলোতে বিভিন্ন ভাবে ট্রেড করে বা ইনভেস্ট করে অর্থ উপার্জন করা যায়। অনেক ট্রেডাররা এগুলো হোল্ড করে রাখেন। যখন এগুলোর দাম বাড়ে তখন তারা এটি বিক্রি করে থাকেন। এগুলো হোল্ড,ইনভেস্ট এবং ট্রেড করার জন্য অবশ্যই আমাদের একটি ওয়ালেট দরকার হয়,কিন্তু আমাদের এইগুলো রাখার জন্য সব ওয়ালেট কি নিরাপদ? আমি অনেক জায়গায় দেখছি বা কিছু লোকের লেখা পরেছি তারা সেখানে বিভিন্ন ধরনের ওয়ালেটের কথা বলে থাকেন যেমন কয়েনবেজ,বাইন্যান্স,ট্রাস্ট ওয়ালেট। ক্রিপ্টোকারেন্সি এবং জুয়া এই দুইটি কি পরস্পর একই ধরনের? জুয়াতে টাকা বাজি ধরে  তারপর টাকা পাওয়া যায় কিন্তু অনেক সময় টাকা হারাতেও হয়,অনেকে আবার জুয়া মজার জন্য খেলে থাকেন, ক্রিপ্টোকারেন্সিতেও টাকা ইনভেস্ট করতে হয় সেক্ষেত্রে কি এই দুইটি একই ধরনের?
newbie
Activity: 22
Merit: 0
June 12, 2023, 04:46:43 AM
@BD Crypto  অভিনন্দন ভাই ফুল মেম্বার র‍্যাঙ্ক পাওয়ার জন্য। আপনাকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের বাংলাদেশ লোকাল বোর্ড থেকে। ইতিমধ্যে অনেকেরই র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে। তারমধ্যে সিনিয়র ভাইদের সহায়তা ধরতে গেলে অনেকটাই দামি।  কারণ তারা ছোটদেরকে  সহায়তা করে এভাবে র‍্যাঙ্ক উপহার দিচ্ছে । তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
full member
Activity: 490
Merit: 119
June 12, 2023, 04:42:13 AM
@BD Crypto ভাই আপনাকে আমার ও বিটকয়েনটক ফোরামের সকল ব্যবহারকারীদের পক্ষ থেকে অভিনন্দন ফুল মেম্বার হওয়ার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল। আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং আগামী দিনগুলোর সৎ, সুন্দর এবং সাফল্যমন্ডিত হোক।


sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 12, 2023, 03:28:42 AM
Z_MBFM ভাই এর meta বোর্ডে একটা ট্রপিক দেখলাম। তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

পাসওয়ার্ড খুব সহজ এমন পাসওয়ার্ড ইউজ না করা। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। শুধু নাম্বার বা লেটার বা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড না দেওয়া। লেটার, নাম্বার, সংখ্যা মিশ্রিত করে পাসওয়ার্ড সেট করা।
অপরিচিত কারো দেওয়া লিংকে ক্লিক না করা, অনেকে দেখা যায় ভুল জিমেইল দিয়ে একাউন্ট খুলেছে তাদের উচিত পাসওয়ার্ড ভুলে না যাওয়া। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু তাদের আর একাউন্ট ফিরে পওয়া যাবে না।

বিটকয়েন টক একাউন্টের ক্ষেত্রে জিমেইল কোন ব্যাপার না ,আপনি একাউন্ট করার সময় টেম্পোরারি জিমেইল অথবা অব্যাবহৃত যে কোন জিমেইল ব্যবহার করতে পারবে। যেহেতু জিমেইলে কোনো কোড বা সংকেত যায় না সেহেতু জিমেইলে কোনো প্রবলেম হয় না।
পাসওয়ার্ড নির্বাচনে এক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে হবে। পাসওয়ার্ড অনেক ধরনের  উপস্থাপনায় দিতে পারবেন। তবে অনেকেই নিজের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে।
নিচের ফোন নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করলে সিকিউরিটি সম্পন্ন হয় না। অনেকেই আবার নিজের নামটা ইংরেজি করে ব্যবহার করে এক্ষেত্রেও এক ধরনের হয়ে যায়। এরকম পাসওয়ার্ড ব্যবহার করলে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
পাসওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনাকে জগাখিচুড়িযুক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। জাগাখিচুড়ি বলতে বিভিন্ন প্রকার লেটার সংকেত নাম্বার ছোট হাতের ও বড় হাতের মিলে একটা সংমিশ্রণ তৈরি করতে হবে।
বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করার জন্য চেষ্টা করলাম।
লেটার(Upper+lower)+Number+ symbol
Ban+735498+¥€¢§π
Password হবে Ban735498¥€¢§π

আপনি যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তাহা অবশ্যই আপনি গোপন কোথাও লিখে রাখবেন।
অনেকেই আমরা এরকম পাসওয়ার্ড দিয়ে থাকি যাহা মোটেই সিকিউরিটি সম্পন্ন না।

01712345678
অথবা
1234567890
অথবা
0987654321
অথবা
Qwertyuiop
অথবা
poiuytrewq
প্রত্যেক ক্ষেত্রেই পাসওয়ার্ড কিন্তু একই শ্রেণীর হয়েছে অর্থাৎ শুধুমাত্র নাম্বার হয়েছে না হয় শুধুমাত্র লেটার হয়েছে। এই শ্রেণীর পাসওয়ার্ডগুলো অনেক দুর্বল হয় এবং হ্যাকাররা অতি সহজে হ্যাক করে নিতে পারে।
তাছাড়া আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি পাসওয়ার্ড ব্যবহার করলেন সে ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড এর ক্যারেক্টার সংখ্যা একটু বেশি করতে হবে। অল্প ক্যারেক্টার এর পাসওয়ার্ড গুলো দুর্বল হয় এবং সহজে হ্যাক করা যায় কিন্তু পাসওয়ার্ড যদি 12 ডিজিটের/ সংখ্যার উপরে চলে যায় সেক্ষেত্রে পাসওয়ার্ড শক্তিশালী হয় এবং হ্যাকার হ্যাক করতে পারে না। যদি আপনার পাসওয়ার্ড কেউ দেখে ফেলে অথবা জেনে যায় তাহলে সে ক্ষেত্রে ভিন্ন কথা।
sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
June 12, 2023, 03:27:46 AM
অভিনন্দন @BD Crypto


@BD Crypto আপনাকে অসংখ্য অভিনন্দন জানাই অনেক কষ্টের পর অনেক পরিশ্রম করার পরিবর্তে আপনি ফুল মেম্বার র‍্যাঙ্ক অর্জন করতে সক্ষম হয়েছে। আপনার এই ‍্যাঙ্ক পরিবর্তনটি আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য প্রশংসনীয় ও আনন্দের। বর্তমানে আমাদের লোকাল বোর্ডে যেভাবে rank পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা কয়েক দিন পর পর। অবশ্যই এইভাবে যদি প্রতিনিয়ত আমাদের বাংলা লোকাল বোর্ডে একটিভ মেম্বার এবং উচ্চপদমর্যাদা লাভ করতে থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। আরো কয়েকজন সদস্য রয়েছে যারা ফুল মেম্বার হওয়ার পথে এবং অনেকেই আছে সিনিয়র মেম্বার হওয়ার পথে তারা যদি আরো পরিশ্রম দেয় ফোরামের পিছনে অবশ্যই তারা সফল হতে পারবে। আর আমরা যদি এভাবে Rank অর্জন করতে থাকে তাহলে অবশ্যই ভবিষ্যতে এই বিটকয়েনটল্ক ফোরাম এর মধ্যে একটি স্থানীয় বোর্ড পেতে পারি।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 12, 2023, 02:53:07 AM
Z_MBFM ভাই এর meta বোর্ডে একটা ট্রপিক দেখলাম। তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
প্রায় সকল ক্ষেত্রে একাউন্ট খুললে জিমেইল বা ফোন নাম্বার দিয়া রেজিষ্ট্রেশন করলে কোট দিয়ে যাচাই করা হয়ে থাকে। কিন্তু আমাদের বিটকয়েনটক ফরমে একাউন্ট করতে গেলে জিমেইলে কোন ধরনের কোট দিয়ে যাচাই করা হয় না। আমাদের বিটকয়েনটক ফরমে খুব একটা সিক্রেট দেওয়া হয় নি। আমার মনে হয় না বিটকয়েন টক ফরমের নিয়ম চেঞ্জ করা হবে। অনেক একাউন্ট হ্যাক হওয়ার ইতিহাস রয়েছে।
 
যাইহোক নতুনে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে যা করা উচিত।
জিমেইল অনেকেই দেখা যায় ভুল জিমেইল দিয়ে একাউন্ট রেজিষ্ট্রেশন করে এটা করা প্রকৃতপক্ষে আমি মনে করি ভুল, অবশ্যই প্রথমে একটা জিমেইল খোলা, সেই জিমেইল দিয়ে বিটকয়েনটক ফরমে একাউন্ট রেজিষ্ট্রেশন করা।
পাসওয়ার্ড খুব সহজ এমন পাসওয়ার্ড ইউজ না করা। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। শুধু নাম্বার বা লেটার বা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড না দেওয়া। লেটার, নাম্বার, সংখ্যা মিশ্রিত করে পাসওয়ার্ড সেট করা।
অপরিচিত কারো দেওয়া লিংকে ক্লিক না করা, অনেকে দেখা যায় ভুল জিমেইল দিয়ে একাউন্ট খুলেছে তাদের উচিত পাসওয়ার্ড ভুলে না যাওয়া। পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু তাদের আর একাউন্ট ফিরে পওয়া যাবে না।
sr. member
Activity: 490
Merit: 294
June 12, 2023, 02:24:53 AM
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমি খুবই আনন্দিত।অবশেষে আমি আমার বহুপ্রতীক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ফোরামের দেশি ভাইয়েরা পাশে ছিলেন বিধায় আমার ফুল Full Member হওয়ার যাত্রাটা আরেকটু সহজ হয়ে গিয়েছিল। আশা রাখবো এভাবেই সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। সবাই ধৈর্য ধরে লেগে থাকুন এবং ফোরামে অবদান রাখুন ইনশাআল্লাহ আপনাদের ফোরামের জার্নি ও খুব সহজ হবে। একটা বিষয় না বললেই নয় আমাদের লোকাল সেকশনের বড় ভাইয়েরা যে এতটা হেল্পফুল তা লিখে বর্ণনা করা যাবেনা। বিশেষ করে যাদের না উল্লেখ করতেই হয় @Learn Bitcoin @Little Mouse @Crypto Library বিশেষ ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের ফোরামের আরো একজন মেম্বার ইনশাল্লাহ খুব দ্রুতই Full Member হয়ে যাবেন @Fuso.hp তার জন্য শুভকামনা। সবশেষে বলতে চাই , আমাদের ফোরামের নতুন ও পুরাতন অভিজ্ঞ ভাইয়েরা বড় বড় রাঙ্ক অর্জন করুক আর আমাদের দ্রুত একটি লোকাল বোর্ড হোক। সবার জন্য শুভকামনা রইল।
আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক বেশি শুভকামনা রইল, আমি বাংলা এই সেকশনে না আসলে বুঝতেই পারতাম না বাংলা সেকশনের ভাইয়েদের একে অপরকে সাহায্য করার প্রবণতা এতটা বেশি। অনেকের ধারণা বাংলা সেকশনে আসলে সে বাংলা সেকশন থেকে কোন সাহায্য পাবে না এবং বাংলা সেকশনের সদস্যরা তার ক্ষতি করার চেষ্টা করবে যাদের এ ধরনের ভাবনা আছে তারা চাইলে একবার বাংলা সেকশনে ঘুরে যেতে পারেন যারা একবার বাংলা সেকশনে আসবেন আশা করি তারা আর বাংলা সেকশন থেকে চলে যেতে পারবেন না কারণ সবাইকে সবার সাহায্য করার প্রবণতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে।
@BD Crypto আপনি ফুল মেম্বার হয়েছেন এবং আপনি চেষ্টা করবেন জুনিয়র সদস্যদের সাহায্য করতে এবং আপনার যতটুকু সম্ভব আমাদের এই বাংলা সেকশনে একটিভ থাকার চেষ্টা করবেন। পরস্পর পরস্পরকে সাহায্য করলেই আমাদের এই বাংলা সেকশনকে আমরা ভালো একটি পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 12, 2023, 02:10:08 AM
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আজকে আমি খুবই আনন্দিত।অবশেষে আমি আমার বহুপ্রতীক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ফোরামের দেশি ভাইয়েরা পাশে ছিলেন বিধায় আমার ফুল Full Member হওয়ার যাত্রাটা আরেকটু সহজ হয়ে গিয়েছিল। আশা রাখবো এভাবেই সবাই পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। সবাই ধৈর্য ধরে লেগে থাকুন এবং ফোরামে অবদান রাখুন ইনশাআল্লাহ আপনাদের ফোরামের জার্নি ও খুব সহজ হবে। একটা বিষয় না বললেই নয় আমাদের লোকাল সেকশনের বড় ভাইয়েরা যে এতটা হেল্পফুল তা লিখে বর্ণনা করা যাবেনা। বিশেষ করে যাদের না উল্লেখ করতেই হয় @Learn Bitcoin @Little Mouse @Crypto Library বিশেষ ধন্যবাদ তাদের সবাইকে। আমাদের ফোরামের আরো একজন মেম্বার ইনশাল্লাহ খুব দ্রুতই Full Member হয়ে যাবেন @Fuso.hp তার জন্য শুভকামনা। সবশেষে বলতে চাই , আমাদের ফোরামের নতুন ও পুরাতন অভিজ্ঞ ভাইয়েরা বড় বড় রাঙ্ক অর্জন করুক আর আমাদের দ্রুত একটি লোকাল বোর্ড হোক। সবার জন্য শুভকামনা রইল।
full member
Activity: 546
Merit: 164
June 12, 2023, 01:56:20 AM
@BD Crypto ভাই আপনাকে আমার পক্ষ হইতে অভিনন্দন ফুল মেম্বার হওয়ার জন্য। আমাদের নতুনদের জন্য দোয়া রাখবেন এবং সাহায্য করবেন যাতে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। আপনার জন্য অবশ্যই শুভকামনা রইল আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারেন।
sr. member
Activity: 490
Merit: 294
June 12, 2023, 01:19:37 AM
@BD Crypto ভাই অভিনন্দন আপনাকে দীর্ঘ একটা সময় ফোরামের সাথে অতিবাহিত করার পর অবশেষে আপনি ফুল মেম্বারের পদমর্যাদা লাভ করেছেন। আমাদের বাংলা সেকশন থেকে আরও একজন ফুল মেম্বার বৃদ্ধি পেল। আমি খুবই খুশি যে আপনি ফুল মেম্বারের পদমর্যাদা লাভ করেছেন। ফুল মেম্বার হয়েছেন দেখে বাংলায় একটিভ হয়েন না আগের মতোই বাংলায় একটিভ থেকে আশা করছি পোস্ট করবেন। আপনার জন্য শুভকামনা রইল।
member
Activity: 112
Merit: 34
June 11, 2023, 11:48:04 PM
বাংলাদেশি সকল মেম্বার দের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।
 আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি এই ফোরামে নতুন এসেছি।তবে আমি এই ফোরারে একটি একাউন্ট করার জন্য প্রায় বেশ কিছু দিন যাবত চেষ্টা করার পরে আজকে ফাইনালি একটি একাউন্ট করে ফেলেছি এবং আমার  প্রথম পোস্ট আমি বাংলাতে দিতে পেরে আমি অনেক খুশি।কারন আমি একজন বাংলাদেশী।
ওয়ালাইকুম আসসালাম। বাংলা লোকাল বোর্ড ফোরামে আপনাকে স্বাগতম। আশা করছি ভাই আপনি এই ফোরামের সব নিয়মকানুন মেনে চলবেন। আর ধৈর্য ধরে থাকবেন তাহলে সাফল্য অবশ্যই পাবেন। উপরে সিনিয়র ভাইয়ারা পোস্ট করেছে সেই পোস্ট গুলো দেখে আপনার উপকার হবে যে কীভাবে পোস্ট করতে হয়,কি ধরনের পোস্ট করতে হয় আশা করছি আপনি বুঝতে পেরেছেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
June 11, 2023, 11:42:23 PM
joeperry, Utopia এর হয়ে আবারো (১৬ তম) বারের মতো ফ্রি রেফেল নিয়ে এসেছেন। ফ্রি রেফেলে জয়েন হতে https://bitcointalksearch.org/topic/raffle-utopia-p2p-ecosystem-free-bitcoin-raffle-weekly-round-16-5456092 লিংকে ক্লিক করুন এবং নিয়মগুলো পড়ে ঝটপট জয়েন করে ফেলুন।
প্রথম পুরস্কারঃ ৬০$ বিটকয়েন
দ্বিতীয় পুরস্কারঃ ৪০$ বিটকয়েন
এবং তৃতীয় পুরস্কারঃ ২০$ বিটকয়েন।

newbie
Activity: 1
Merit: 0
June 11, 2023, 11:09:58 PM
বাংলাদেশি সকল মেম্বার দের আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।
 আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি এই ফোরামে নতুন এসেছি।তবে আমি এই ফোরারে একটি একাউন্ট করার জন্য প্রায় বেশ কিছু দিন যাবত চেষ্টা করার পরে আজকে ফাইনালি একটি একাউন্ট করে ফেলেছি এবং আমার  প্রথম পোস্ট আমি বাংলাতে দিতে পেরে আমি অনেক খুশি।কারন আমি একজন বাংলাদেশী।
member
Activity: 112
Merit: 34
June 11, 2023, 10:11:36 PM
@BD Crypto অভিনন্দন ভাইয়া আপনাকে। আপনি মেম্বার থেকে ফুল মেম্বার হয়ে গিয়েছেন। দোয়া করি ভাই আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাইতে পারেন এবং ভবিষ্যতে এর থেকে আরও বড় র‍্যাংক অর্জন করতে পারেন এই কামনা করছি। আবারও অভিনন্দন ভাইয়া আপনাকে।
full member
Activity: 367
Merit: 136
June 11, 2023, 09:57:46 PM
Lost Big Asset



মিমি টোকেন হচ্ছে একটি আশ্চর্য টোকেন। আমি গত 1 মাসে আমার সর্বোচ্চ সম্পদ হারিয়েছি মিমি টোকেন এর মাধ্যমে। ট্রেডিং এ আসার পর এটাই আমার সবচেয়ে বড় সম্পদ হারানো। এর আগে এত বড় সম্পদ একবারে হারাইনি।
মিমি টোকেন, এতে ইনভেস্ট করতে হবে এর জোয়ার এর সময়। নদীতে ভাটা লাগলে যেমন আপনি যতই বাহির থেকে পানি দেন না কেনো ,নদীর পানি বাড়বে না ঠিক মিমি টোকেন ডাউন এ যাওয়ার সময় আপনি যতই পুনরায় ইনভেস্ট করে বাই রেট এভারেজ করতে যাবেন আপনি পারবেন না। বরং যতবার কিনবেন ততবার আপনার সম্পদ আটকে যাবে। আমার সাথে নাটকীয় ভাবে যেটা হয়েছে।
তাই আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলতে চাই যারা মিমি টোকেন দিয়ে ট্রেড করবেন অবশ্যই এই ব্যাপার গুলো মাথায় রাখবেন তাহলে সম্পদ হারানোর ভয় থাকবে না।
ধন্যবাদ সবাইকে।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 11, 2023, 08:55:39 PM
BD Crypto
Congrats, ফুল মেম্বার হওয়ার গৌরব অর্জন করলেন। বাংলাদেশ লোকালদের মধ্যে থেকে আরেকটি প্রতিভাবান মেম্বার পদমর্যাদা অর্জন করতে পেরেছে এজন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। আপনি আপনার নিরলস পরিশ্রম চালিয়ে যান, আল্লাহ একদিন আপনাকে আরো বড় করবেন।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 11, 2023, 07:59:31 PM
""অভিনন্দন"" BD Crypto ভাইকে। আমাদের লোকাল লোকাল কমিনিউটির আরো এককজন সদস্য ফুল মেম্বার পদমর্যাদা অর্জন করলেন। অনেক পরিশ্রম ধৈর্য সহকারে আপনি এগিয়েছেন আপনার জন্য দোয়া করি আপনি আরো উচ্চ পদমর্যাদা অর্জন করেন।
full member
Activity: 546
Merit: 164
June 11, 2023, 04:04:21 PM
নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা যারা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না:
আমাদের মত নতুন নতুন মেম্বাররা ফোরামকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার একটাই কারণ সেটা হচ্ছে ধৈর্য। আমাদের কারোর তেমন ধৈর্য নেই, বিশেষ করে যারা ফোরামে নতুন আসে। অনেকে নিজ থেকে কিছু না জেনে অন্যদের থেকে জেনে ফোরামে আসে এবং আমাদের লোকাল বোর্ডে এসে মেরিটের জন্য এবং রেঙ্ক কাপ করার জন্য পাগল হয়ে যায়। অথচ তারা এটা বুঝে না এখানে মেরিটের জন্য না বলে, রেংক আপের জন্য চেষ্টা না করে বরং ধৈর্য সহকারে নিজের জ্ঞান ধারণাকে এখানে বিকশিত করতে হবে। তাহলেই কেবল মেরিট পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা ফোরামের নতুন আসবেন অবশ্যই আপনারা আপনাদের জ্ঞানকে সঠিক জায়গায় ব্যবহার করে রেংক আপের চিন্তা করুন।
ধন্যবাদ Cheesy
এই ভাই টি ঠিক কথায় বলেছেন আমরা যারা নতুন তারা সব সময় পরিশ্রম না করে সফলতা অর্জনের জন্য তাড়াহুড়া করে থাকে ।এবং আমাদের ধৈর্য অনেকটাই কম। তাই আমাদের সর্বপ্রথম আমাদের কাজকে ভালোবেসে ধৈর্যের সাহায্যে করতে হব। এই ফোরামে অনেক সিনিয়ার ভাইরা অনেক শিক্ষনীয় ও ভালো মানের পোস্ট করে থাকেন। সেগুলো যদি আমরা ভালোভাবে ফলো করি তাহলে আমাদের অনেক কাজে আসবে বলে আমি মনে করি। আর আমাদের পোস্টগুলো যদি একটু ভালো হয় তাহলে সিনিয়র ভাইদের কাছে মেরিটের ভিক্ষা চাইতে হবে না। আমাদের পোস্টগুলো যদি তাদের কাছে ভালো লাগে অথবা তাদের মনে হয় পোস্টগুলো একটু ভালো মানের হয়েছে তাহলে তারা আমাদেরকে ভালোবেসে মেরিটের দিবেন।আমাদের লোকাল বোর্ডে বড় ভাইদেরকে বলবো আমরা যারা নতুন আছি আমরা যদি কোন খারাপ মানের পোস্ট করে থাকি তাহলে সে ভুলগুলো আমাদেরকে অবশ্যই ধরিয়ে দিবেন।
Jump to: