Author

Topic: বাংলা (Bengali) - page 215. (Read 5728292 times)

newbie
Activity: 826
Merit: 0
June 08, 2023, 06:54:54 AM


হ্যালো বন্ধুরা আমি একজন Bitcointalk সদস্য।  আমি অনেকদিন যাবত কাজ করি কিন্তু আমি জানতাম না যে এখানে Other languages/ locations  গ্রুপ আছে।
অনেক খোঁজাখুঁজির পর আমি গ্রুপটি খুজে পেয়েছি। এখানে এসে দেখি অনেক বাঙালির সিনিয়র ভাইয়েরা আছে। আমি তাদের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়লাম পরে বুঝতে পারলাম যে এখানে BTC বিষয়ে কথা লেনদেন করা হয়। এবং এখানে সকল কিপ্টো কারেন্সি বিষয়ে কথা আদান-প্রদান  সমস্যা সমাধান করা হয়। আরো দেখতে পেলাম যে এখানে কিছুদিন আগে বিটকয়েন পিজ্জা ডে চলছিল, আর এখানে অনেক সদস্য রায় পিজ্জা  তৈরি করে ভালো ধরনের  পোস্ট করেছে।

আমি এখানে বিটকয়েন কিছু নিউজ দেওয়ার জন্য এসেছি, আমি একটি টুইটার বাত্রায়  দেখতে পেলাম যে @bitcoinlfgo   নিউজ  দিয়েছে।
https://twitter.com/bitcoinlfgo/status/1666743231508541442?t=nEJMM8GC_5RY3h4f2soMVQ&s=19

https://twitter.com/bitcoinlfgo/status/1666522916664795137?t=kMlqJJQbSy3NW0PkaIhdbQ&s=19

https://twitter.com/bitcoinlfgo/status/1666728850636820480?t=uhtPKVIKNafw6BnltRmCJw&s=19
এই টুইটবাতরায় আপনার কি মনে হয়?

https://talkimg.com/images/2023/06/08/A2who.jpeg


এখানে দেখতে পেলাম অনেক  ইউজাররা
ছোট ছোট পোস্ট করে একদের  লাইনের।
তাদের বলছি ভাই একটু বড় ধরনের শিক্ষানীয় বাত্রা পোস্ট করবেন, আপনাদের পোস্টে অনেকের অনেক কিছু শেখার আছে।
এক সময় Bangla এই বোটটি অনেক দূর এগিয়ে যাবে আমরা ভালো ধরনের পোস্ট করলে।


জানি এখানে খেলার পোস্ট এলাও না। কিন্তু একটি বাত্রা পেস্ট করলাম লিও মেসি বিষয়ে।
https://talkimg.com/images/2023/06/08/A2AlT.jpeg


আমি এখন থেকে Other languages Bangla  কমিউনিটিতে একটিভ থাকার চেষ্টা করব......



jr. member
Activity: 48
Merit: 7
June 08, 2023, 05:42:54 AM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।

কিছু মেম্বার (বিশেষ করে নতুন) মনে করে মেরিট সবকিছু। কি লাভ হবে তাদের টাকা দিয়ে মেরিট নিয়ে সেটাও জানার চেষ্টা করেনা।
যারা মেরিট চেয়ে বেড়ান, বা টাকা দিয়ে মেরিট নেন কি হবে আপনার ঐ মেরিট দিয়ে। আপনি মেরিট নিলেন আপনার কোন যোগ্যতা নেই আপনি ফোরাম সম্পর্কে, কিপ্টোরেন্সি সম্পর্কে কোন কিছু জানলেন না তাহলে আপনার মেরিট আপনার কোন কাজেই আসবে না।
বিষয়টা এমন হয়ে গেল, ঘুষ দিয়ে সার্টিফিকেট নেয়ার মত, ঐ সার্টিফিকেট দিয়ে কি ভালো কোন জব পাওয়া যাবে? তেমনি আপনার আপনার একাউন্টে মেরিট থাকল কিন্তু সেটা কোন কাজেই আসবে না যদি আপনি এ বিষয়ে জ্ঞান না রাখেন।
আর @shasan ভাই আপনাকে টাকার বিনিময়ে মেরিট দিবে কেমনে ভাবেন?
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 08, 2023, 04:01:17 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
জি ভাই আমার ভুল হয়েছে আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনি এখানে কিছু দিন ধৈর্য ধরে থাকেন সমস্ত কিছু জানতে এবং বুঝতে পারবেন । আপনি দেখেন বড় ভাই যারা আছে কিভাবে পোস্ট করে এবং কি পোস্ট করে সমস্ত কিছু আপনি জানতে পারবেন । আর অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে না হলে আপনি কখনো সফল হতে পারবেন না । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসেন ওইখানে সমস্ত বিষয় দেওয়া আছে । যেমন কিভাবে পোস্ট করতে হবে মেরিট সম্পর্কে জানতে পারবেন আরো অনেক কিছু এককথায় বলতে গেলে সমস্ত কিছুই জানতে পারবেন । আপনি প্রথম পেজটি থেকে ঘুরে আসুন ধন্যবাদ ।
newbie
Activity: 12
Merit: 0
June 08, 2023, 03:44:32 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
জি ভাই আমার ভুল হয়েছে আমার ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 08, 2023, 02:56:49 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
আপনি নতুন সেইটা বুঝতে পারলাম কিন্তু ভাই আপনি প্রথমেই যে পোস্ট করলেন সেখানেই কত ভুল হয়েছে সেইটা কি খেয়াল করেছেন । আমি জানি না যে আপনি শিক্ষিত কিনা তো যাইহোক কিছু মনে করিয়েন না । আমি সুধু আপনাকে বুজানোর জন্য বললাম ভাই আপনি আগে বাংলা ভালো করে শিখেন তার পর পোস্ট করেন । আর আপনি যে বললেন ম্যানেজার আসলে ম্যানেজার না ওইটা হবে বড় উজার । আর আপনি আগে কিছু বড় ভাইদের কাছে থেকে কিছু শিখেন তার পর পোস্ট করেন । আর আমার হইতো একটু ভুল হতে পারে কিছু মনে করবেন না ধন্যবাদ এবং শুভকামনা রইলো ।
newbie
Activity: 12
Merit: 0
June 08, 2023, 01:44:18 AM
আসসালামু আলাইকুম আমি এই গুরুপে নতুন আমাকে আপনারা সাহায্য করেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করবো এই গুরুপে অনেক বড়ো বড়ো ম্যানেজার আছে তারা অনেক কে সাহায্য করে থাকেন তাই বড়ো ভাই দের কাছ থেকে সাহায্য পাবো বলে আসা করছি
full member
Activity: 546
Merit: 164
June 08, 2023, 12:12:32 AM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ

বিষয়টা সত্যি হাস্যকর। যারা এমন কার্যকলাপ করেন তারা কখনো বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য প্রয়োজন নিজের প্রচেষ্টা। এরা নিজে চেষ্টা করেন না। নিজেদের উপর তাদের কোনো কনফিডেন্স নাই আর এ কারনেই ইনবক্স করে এরা মেরিট ভিক্ষা চায় আবার না দিতে চাইলে টাকার অফার করেন। এদের থেকে সাবধান, অনেকে আছেন কাউকে বিপদে ফেলার জন্য এমন কনভারসেশন তৈরি করে এবং সুযোগ পেলে এসব প্রমান সহ ফোরামে পোস্ট করে বিপদে ফেলার চেষ্টা করে। বাংগালী হয়ে বাংগালীর কথা না বললেই নয়। বাংগালী জাতি সবচাইতে খারাপ এরা নিজে বড় হতে পারবে না আবার কেউ ভালো পজিশনে থাকলে তাকে কেমনে টেনে নামাবে সেটা নিয়ে ব্যাস্ত থাকে। তাই এই আবর্জনা থেকে সর্বদা সাবধানে থাকবেন। আর এমন ম্যাসেজ পেলে তাৎক্ষণিক ব্লক করে দেন।

আমি যখন কাজ করব সে কাজটির উপর আমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আমি যখন আমার কাজটি কি গুরুত্ব দিব তখন এই কাজের মাধ্যমে আমার জীবনে সফলতা বয়ে আনবে। আর এই সফলতার জন্য আমাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে। আমাকে অবশ্য চেষ্টা করতে হবে ভালো মানের পোস্ট করা। আমার এই পোস্ট মাধ্যমে সিনিয়র ভাইদের কাছে যদি ভালো লাগে তাহলে তারা আমাকে মেরিট দিবে। তাদের কাছে আমাকে মেরিট চাইতে হবে না ।আমার যেটা করতে হবে সেটা হলো ভালো মানের পোস্ট  করতে হবে। টেলিগ্রামে পার্সোনাল মেসেজ দিয়ে মেরিট চাওয়া সম্পূর্ণ স্পামিং। যারা এ ধরনের কাজ করেন তারা পার্সোনাল মেসেজ দিয়ে মেরিট চাওয়া বন্ধ করুন আপনার যোগ্যতা থাকলে অবশ্যই আপনি মেরিট পাবেন।
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 07, 2023, 11:37:23 PM


Binance ১০০ টির উপরে ট্রেডিং পেয়ার ক্যানসেল করেছে  Securities Exchange Commission এর মামলায়।

JUST IN - #Binance US will delist around 100 trading pairs and has paused OTC trading

টুইট: https://twitter.com/BitcoinMagazine/status/1666486925794967553?s=19
sr. member
Activity: 616
Merit: 322
June 07, 2023, 09:27:54 PM
অনেকে টেলিগ্রামে নক দিয়ে ম্যারিড চান। যে বা যারা মেসেজ দিয়ে মেরিট চান তারা ম্যারিড তো পাবেনই না বরং ব্লক হয়ে যাবেন বা ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন। একান্তই যদি আপনার মেরিটের দরকার হয় তাহলে আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাইয়া সময় পেলে আমার পোস্টগুলো একটু দেখবেন। আমি কোয়ালিটি ফুল পোস্ট করতে পারতেছি কিনা বা আমার কি ধরনের পোস্ট করা উচিত। আর কারো যদি রেংক আপডেটের জন্য মেরিট দরকার হয় তাহলেও হয়তো বা মেরিট চাওয়া যেতে পারে তবে তা কোনভাবেই জুনিয়র মেম্বার বা মেম্বার হওয়ার জন্য চাওয়া উচিত হবে না।
উদাহরণঃ

বিষয়টা সত্যি হাস্যকর। যারা এমন কার্যকলাপ করেন তারা কখনো বড় হতে পারবে না। বড় হওয়ার জন্য প্রয়োজন নিজের প্রচেষ্টা। এরা নিজে চেষ্টা করেন না। নিজেদের উপর তাদের কোনো কনফিডেন্স নাই আর এ কারনেই ইনবক্স করে এরা মেরিট ভিক্ষা চায় আবার না দিতে চাইলে টাকার অফার করেন। এদের থেকে সাবধান, অনেকে আছেন কাউকে বিপদে ফেলার জন্য এমন কনভারসেশন তৈরি করে এবং সুযোগ পেলে এসব প্রমান সহ ফোরামে পোস্ট করে বিপদে ফেলার চেষ্টা করে। বাংগালী হয়ে বাংগালীর কথা না বললেই নয়। বাংগালী জাতি সবচাইতে খারাপ এরা নিজে বড় হতে পারবে না আবার কেউ ভালো পজিশনে থাকলে তাকে কেমনে টেনে নামাবে সেটা নিয়ে ব্যাস্ত থাকে। তাই এই আবর্জনা থেকে সর্বদা সাবধানে থাকবেন। আর এমন ম্যাসেজ পেলে তাৎক্ষণিক ব্লক করে দেন।





সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD
full member
Activity: 490
Merit: 119
June 07, 2023, 02:13:09 PM
বিটকয়েনটক ফোরামের - সাধারণ পরিসংখ্যান


-বিটকয়েনটক ফোরামের মোট সদস্য: 3543764
-বিটকয়েনটক ফোরামের মোট পোস্ট: 62328958
-বিটকয়েনটক ফোরামের মোট বিষয়: 1355627
-বিটকয়েনটক ফোরামের মোট বিভাগ: 6
-বিটকয়েনটক ফোরামের অনলাইন ব্যবহারকারী: 280
-বিটকয়েনটক ফোরামের সর্বাধিক অনলাইন: 7150 - এপ্রিল 10, 2013, 06:12:15 PM
-বিটকয়েনটক ফোরামের মোট পেজ ভিউ: 4795109378
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় নিবন্ধন: 288.59
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড়ে পোস্ট: 5297.9
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিনের গড় বিষয়: 213.36
-বিটকয়েনটক ফোরামের মোট বোর্ড: 262টি
-বিটকয়েনটক ফোরামের সর্বশেষ সদস্যঃ @ZeshanRandhawa
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় অনলাইন: 121.84
-বিটকয়েনটক ফোরামের পুরুষ থেকে মহিলা অনুপাত: 1:28436
-বিটকয়েনটক ফোরামের প্রতিদিন গড় পৃষ্ঠা ভিউ: 968513.31

full member
Activity: 770
Merit: 184
June 07, 2023, 12:14:02 PM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 07, 2023, 10:53:14 AM
newbie
Activity: 22
Merit: 0
June 07, 2023, 09:49:38 AM
যেহেতু আমি একজন নতুন বিটকয়েন ইউজার । তাই আমার পোস্টের কোয়ালিটি ভালো হয় না। তবে একটা আশ্বাস নিয়ে আমি বিটকয়েন ফোরামে থাকতে চাই । সেটা হলো এখানে অনেক সিনিয়র ভাইয়েরা রয়েছে । তাদের হাত ধরে এবং তাদের দেখানো রুলস অনুযায়ী পোস্ট করলে আমরা অনেক কিছু শিখতে পারবো । এবং ভবিষ্যতে বড় কিছু করতে পারবো । তাই অলসতা না করে আমি প্রতিদিন বাংলাদেশ লোকাল থ্রেড এ পোস্ট করে যাব । এবং অন্যদের কোয়ালিটি ফুল পোস্টগুলি দেখে শিখে নিব । কারণ কেউ কোনদিন এক ধাপেই বড় হয় না । ছোট থেকেই বড় হতে হয় । তাই সবার দয়া ও আশ্বাস নিয়ে আমি কিছু করে দেখাতে চাই।

সবাইকে ধন্যবাদ!!
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 07, 2023, 09:22:21 AM
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।


আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।


উৎস



2023 সালে ৬৫% পাম্প, 2024 সালে halving বছর অনেক পাম্প না করলেও 150% তো হবেই মিনিমাম। Halving এর পরের বছর বিটকয়েন প্রায় কয়েকগুণ বেড়ে যায়।





আজ থেকে 9 বছর আগে আফগানিস্তানের মহিলারা ফিনান্সিয়ালি স্বাধীন হতে চেয়েছিল। আফগানিস্তানের মহিলারা যখন বিটকয়েনের দাম $৬০০ তখন আফগানিস্তানের মহিলারা বিটকয়েন ব্যবহার করতে শুরু করেছিল।
আফগানিস্তানের মহিলারা মাসিক ৫০ মিলিয়ন সাতোশি অর্জন করতে সক্ষম হয়েছিল।

Afghan women using #Bitcoin    to achieve financial freedom at $600, 9 years ago

Earning 50,000,000 sats a month without permission, banks, or centralized control ✊

টুইটার টুইট: https://twitter.com/pete_rizzo_/status/1666412354458796032?s=19
staff
Activity: 2436
Merit: 2347
June 07, 2023, 09:05:40 AM
         আলহামদুলিল্লাহ
আজকে আমি অনেক হ্যাপি আপনাদের ভালোবাসায় আজকে আমি ম্যারিটে পরিণত হলাম। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করবেন। আমি আপনাদের কে নতুন নতুন অনেক ভালো পোস্ট উপহার দেওয়ার চেষ্টা করব।  সিনিয়র ভাইয়েরা আপনারা ছোট ইউজারদেরকে একটু  সাপোর্ট করবেন তাদেরকে  উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন। কেননা তারাও আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবে

ধন্যবাদ সবাইকে   

আপনার নতুন র্যাঙ্কের জন্য অভিনন্দন। কিন্তু আপনি যদি প্লাজিয়ারাইজিং করতে থাকেন, তবে আপনার অ্যাকাউন্ট ফোরামে দীর্ঘ সময় রাখা সম্ভব নয়।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 07, 2023, 07:06:04 AM
এই সূত্রে থেকে জানা যায় বিনান্স হুমকির মুখে রয়েছে তাই আমি বলতে চাচ্ছি যে অনেকের ই হয়তো সম্পদ বিনান্স করে রেখেছেন তাই আপাতত অর্ধেক সম্পদ আপনি অন্য প্ল্যাটফর্মে নিয়ে যান। তাহলে কিছুটা হুমকির মুখ থেকে রক্ষা পাওয়া যাবে।
আপনি সঠিক বলেছেন যারা বাইন্যান্সে কিপ্টো সম্পদ রেখেছেন তাদের অর্ধেক সম্পদ অন্য প্লাটফর্মে রাখা ভালো হবে। যাইহোক বাইন্যান্স হুমকির মুখে রয়েছে বলেই আজকে কিপ্টো সম্পদ অর্ধেক অন্য প্লাটফর্মে রাখলেই হবে না। কিপ্টো সম্পদ আমাদের শুধু একটি প্লাটফর্মে রাখলে হবে না, একটি প্লাটফর্মে রাখলে ঝুঁকিপূর্ণ হয়ে যায় তাই একাদিক প্লাটফর্মে রাখাই উত্তম। একটি প্ল্যাটফর্ম যদিও হ্যাক হয়ে যায় তবুও অন্য প্লাটফর্মে সম্পদ থাকবে।


আর্থিক সম্পদের মধ্যে গত এক দশক ধরে বিটকয়েন সবচেয়ে ভালো পারফর্ম করে যাচ্ছে। আশা করা যায় সামনে দিনগুলিতেও বিটকয়েন ভালো পারফর্ম করবে।


উৎস


full member
Activity: 770
Merit: 184
June 07, 2023, 06:52:16 AM
বাংলাদেশের/আন্তর্জাতিক কয়েকটি কড়া সংবাদ।।।

বিদেশে ঘুরতে গেলে এনবিআরে সম্পদের তথ্য জানাতে হবে
গত এক যুগে বাংলাদেশ থেকে হাজার হজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে। বিভিন্নভাবে এই টাকা পাচার করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে প্রত্যক্ষভাবে অর্থস্থানান্তরের ঘটনা ঘটে থাকে যেখানে সরকারেরও কিছু করার থাকে না।

দেশের টাকা যখন বিদেশে খরচ করা হয় তখন তা দেশের জন্য ক্ষতি। বর্তমানে সরকার দেখছে যে আমাদের দেশের মানুষের মধ্যে বিদেশ ভ্রমনের প্রতিযোগীতা শুরু হয়েছে। যা আমাদের দেশের অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে।

যে কোন সাধারন কারনেই মানুষ এখন বিদেশে যেতে ইচ্ছুক। মেডিক্যাল সার্ভিস এবং আমদানি নির্ভর ব্যবসায়, শপিং অথবা ভ্রমনের জন্য অনেকেই বিদেশে গমন করে থাকেন। বিশেষ করে বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ্য লক্ষ্য মানুষ ইন্ডিয়াতে ভিড় জমায়। কেউ চিকিৎসার জন্য কেউ বা ভ্রমনের জন্য আবার কেউ বা অন্যান্য কাজের জন্য। এইভাবে প্রচুর বৈদেশিক মুদ্রার খরচ করা হয়ে থাকে। এখানে কেউ কেউ অবৈধভাবে অর্থ পাচারও করে থাকে।  বিদেশে গমন করা নিয়ে সরকার কোনভাবে আটকাতে না পারলেও সাম্প্রতিক সময়ে নতুন একটি আইন তৈরী করার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের প্রত্যেকেরই এন বি আরে সব ধরনের তথ্য জানাতে হবে বিদেশ ভ্রমনের পরে। আমি মনে করি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখন অনেকেই চাইলেও বিদেশে গমন করা থেকে কিছুটা হলেও বিরত থাকার চেস্টা করবেন। বৈদেশিক মুদ্রার অপচয় থেকে কিছুটা হলেও বাংলাদেশ রক্ষা পাবে। 
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
June 07, 2023, 01:23:46 AM
ইডিট
ভাইয়ো লজ্জা দিয়েন না, বাংলাদেশের দুদুকের সাথে তুলনা করে তাদের মান-সম্মানে আঘাত দিয়েন না। সকালে ঘুম থেকে উঠে ধুপ করে এই নিউজটা দেখলাম তো তাই ভাবলাম মিথ্যা কিনা। পরে নিউজ ঘাটাঘাটি করে দেখলাম ঘটনা ১০০% সত্য। আমিও কিছু নিউজ এখানে শেয়ার করলাম।
Quote
SEC in their Binance lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, ATOM, SAND, MANA, ALGO, AXS, COTI, BUSD, & BNB are securities.

Binance Lawsuit notice: https://www.courtlistener.com/docket/67474542/v-securities-and-exchange-commission/

Quote
SEC in their Coinbase lawsuit seems to be claiming that SOL, ADA, MATIC, FIL, SAND, AXS, CHZ, FLOW, ICP, NEAR, VGX, DASH, and NEXO are securities


https://twitter.com/lopp/status/1665750550862786564?s=19
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 07, 2023, 01:08:44 AM
বিনান্স কে নিয়ে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। তবে আমার কাছে সামান্য পরিমাণ বিনান্স আছে সে ক্ষেত্রে আমি সিনিয়র ভাইদের পরামর্শ দাবি করছি যারা এই সম্পর্কে অভিজ্ঞ। এবং আমি নিজেও টেনশনের মধ্যে পড়ে গেলাম।

অভিযোগ আনা হয়েছে CZ, Binance এবং Binance US এর বিরুদ্দে যে তারা নিয়ম মেনে প্লাটফর্ম পরিচালনা করছে না। The United States Securities and Exchange Commission আট টি একশন সাজেশন করেছে। তবে সেগুলো কি কি, সেটা বিস্তারিত ভাবে জানতে পারিনি। তবে কয়েনটেলিগ্রাফের আর্টিকেল অনুযায়ী Binance US এর সকল কাজ এবং ইউজারদের ব্যালেন্স ফ্রিজ করে রাখার জন্য বলা হয়েছে। বলে রাখা ভালো, Binance এবং Binance US দুইটা আলাদা ভাবে পরিচালিত হয়ে থাকে। Binance যে ভাবে পরিচালিত হয়ে থাকে, সেটা US এর অনেক রুলস ভায়োলেট করে। সে কারনেই Binance মূলত Binance US খুলেছে শুধুমাত্র US গ্রাহকদের জন্য। সেটার নিয়ম কানুন আলাদা। যেখানে তারা নিয়ম মেনে চলার জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম চালাচ্ছে, সেখানে কি রুলস ভায়োলেট করেছে আমি জানি না। তবে সময় হলেই দেখা যাবে। আপাতত Binance US গ্রাহকদের ফান্ড সরিয়ে ফেলার পরামর্শ থাকবে।

এই নিল ওই নিল যাহ! কান নিয়েছে চিলে
কানের পিছে ছুটছি মরে, আমরা সবাই মিলে......

....আমি আপাতত এই সমস্ত গুজব তথ্যে বিশ্বাস করিনা। তাছাড়া মিডিয়ারা সব সময় ছোট্ট বিষয়টি বৃহৎ আকারে দেখতে পছন্দ করে। আমি মিডিয়ার তথ্য সম্পর্কে আমার দেশের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করবোনা তবে মিডিয়া একটু বেশি বেশি লেখে।
কান চিলে নিবে কেনো? আর এটাকে আপনার গুজব কেনো মনে হচ্ছে? The United States Securities and Exchange Commission কে আপনার বাংলাদেশের দুদক মনে হচ্ছে? তারা তাদের আওতাধিন সব কিছু মনিটরিং করে। তারা Binance এর কিছু করতে না পারলেও Binance US সবসময় শাট-ডাউন করে দেয়ার মতো ক্ষমতা হাতে রাখে। আপনি নিজেই তো কয়েনটেলিগ্রাফের নিউজ শেয়ার করলেন।
Jump to: