Author

Topic: বাংলা (Bengali) - page 215. (Read 5315053 times)

jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 11:41:36 AM









একটু লেটে করে ফেললাম আবার

🍕🎉 শুভ বিটকয়েন পিজা দিবস! 🎉🍕 এই দিনে, ২২ মে, আমরা ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করি যখন প্রথমবারের মত বিশ্বব্যাপী বিটকয়েন লেনদেনটি 2010 সালে দুটি পিজা ক্রয়ের জন্য অনুষ্ঠিত হয়েছিল। এটি একটি মাইলফলক ছিল যা একটি বিপ্লবী ডিজিটাল মুদ্রা এবং একটি বিশ্বব্যাপী ঘটনা শুরু করে। আসুন আমরা এই ইভেন্টটির তাত্পর্যের প্রশংসা করার জন্য একটি মুহূর্ত নিই এবং তখন থেকে আমরা কতদূর এসেছি। কি মাত্র কয়েকটি বিটকিনের মূল্যের সময় এখন ক্রিপ্টোকরেন্সের ইতিহাসে একটি বিশেষ স্থান ধারণ করে। আপনার প্রিয় বিটকয়েন বা ক্রিপ্টো গল্পটি নীচের মন্তব্যগুলিতে ভাগ করুন এবং একটি বন্ধুকে ট্যাগ করুন যা bitcoin.💫 এর জাদু সম্পর্কে জানতে হবে

 "ধন্যবাদ"

sr. member
Activity: 490
Merit: 294
May 29, 2023, 11:39:07 AM
@Crypto library
অভিনন্দন ভাই আপনাকে ফোরামের হিরো মেম্বারের পদমর্যাদার গুরুত্বপূর্ণ র‍্যাঙ্ক অর্জনের জন্য। আমাদের বাংলা কমিউনিটি থেকে হিরো মেম্বার এর রেংক অর্জন করা আমাদের জন্য অনেক গৌরবের একটি বিষয়। যদিও এই বিশাল জার্নি আপনার জন্য এত সহজ ছিল না। কিন্তু আপনি সবসময় নিরবস পরিশ্রম করেছেন এবং সব সময় চেষ্টা করে গেছেন যার ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আপনার সামনে এখন লক্ষ্য লিজেন্ডারি মেম্বারের রেঙ্ক অর্জন করা। আশা করছি আপনি এই র‍্যাংক অর্জনেও সফল হবেন। আপনার ভবিষ্যৎ সুন্দর হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ‌
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 29, 2023, 10:55:29 AM
আলহামদুলিল্লাহ অবশেষে  আরেকটি প্রতীক্ষার  অবসান ঘটলো।  প্রথমেই আমার লোকাল কমিউনিটি  এর সকল মেম্বারদের  অসংখ্য ধন্যবাদ জানাই,  লোকাল কমিউনিটি থেকে এত স্ট্রং সাপোর্ট পেয়েছি যে সেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি মনে করি এর ধারাবাহিকতা  সকলের  ক্ষেত্রেই বজায় থাকতে হবে ,  আমাদের এই ইউনিটি গুলোই  আমাদের লোকাল কমিউনিটি  কে আরো স্ট্রং করবে  আরো নতুন নতুন  ভালো মেম্বারদের মুখ আমরা দেখব।  
আমার মনে পড়ে যাচ্ছে সেই Newbie  অ্যাকাউন্ট নিয়ে ফোরামে ঢুকলাম  বাংলাদেশ থ্রেডে  আসলাম  প্রথমে তো  পোস্ট দিতেই পারতাম না কিভাবে পোস্ট দিতে  হয়।  তারপর একটু একটু করে শিখা Little Mouse  ভাই , naim027  ভাই,  Review Master ভাই  এনাদের পোস্টকে ফলো করা এনাদের কাছ থেকে  হেল্প নেওয়া  এবং আর এনাদেরই  ওই এক দুইটা মেরিট আমাকে  সামনে অগ্রসর হওয়ার জন্য  অ্যাপ্লিশিয়েশন করেছে।  তখন ভাবিনি আসলে এ পর্যন্ত আসতে পারবো  এটা আমার চিন্তার বাইরে ছিল।  কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা বুঝলাম  সময় দিলে বা একটা জিনিসের লেগে থাকলে  অবশ্যই একটা ভালো  আউটকাম আসবে।  আমার এই কথাগুলো  বলার মানে হল গিয়ে,  যারা নিউবি আমাদের থ্রেডে  ভিজিট করতে আসে তাদেরকে সাহায্য করা,  ভুলগুলো সুন্দর করে ধরিয়ে দেওয়া  আর একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া ,  তাহলে হয়ত নিউবি  এরকম আরো অনেক হিরো মেম্বার পাওয়া যাবে।
প্রায় দেড় বছর লাগলো অবশ্য মাঝখানো অনেক ফাঁকি ঝুঁকি দেওয়া হয়েছে।  আর এতদিনে আমি যা শিখলাম তা হলো গিয়ে এক্সপ্লোর করার থেকে বেটার কোন কিছু নেই,  যতই  এক্সপ্লোর করবেন  তত আপনার জন্য বেটার অপরচুনিটি এর রাস্তা খুলে যাবে ।
যদিও আমি এখন হিরো মেম্বার হয়েছি এখনো আমার অনেক কিছু জানার রয়েছে আমার মনে হয় না আমি ১০০% এর মধ্যে ১ পার্সেন্টো শিখতে পেরেছি । আবারও সেই একই কথা  এখনো অনেক পথ চলার রয়েছে  আর এই পথে আপনাদের সাপোর্ট আবারও কাম্য থাকবে।

যারা যারা  আমাকে  অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin  ব্রাদার  থ্যাংকস ফর দ্য মেনশন অন  দ্যাট টপিক। Wink

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
ব্রাদার  জুনিয়র মেম্বার না তাই আপনি ছবি এড করতে পারবেন না আপনার পোস্টে। আর হ্যাঁ ভাই মেরিট পাওয়ার জন্য পোস্টে ছবি ম্যান্ডেটরি  না,  ফোরাম এক্সপ্লোর করে নতুন কিছু জানুন এবং শিখুন আর যা কিছু আপনার ভেতরে রয়েছে তা শেয়ার করুন অবশ্যই এটি ভালো কোন কিছু যা অন্য একজন ইউজারের জন্য হেল্পফুল হবে।
তাছাড়া আপনার যদি একান্তই ছবি এড করার প্রয়োজন হয় তাহলে আপনি কপার মেম্বারশিপ কিনে নিতে পারেন।


sr. member
Activity: 546
Merit: 309
May 29, 2023, 10:31:15 AM
এক্ষেত্রে আপনি Little Mouse এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন।
ভাই এইরকম ভুলভাল তথ্য না শেয়ার করলেও পারেন। এইটা আমার সাইট না। joker_jossue এর সাইট এইটা।
ওহ দুঃখিত ভাই তারাতারি লিখতে যেয়ে ভূল করে ফেলছি। আমি পোস্ট ইডিট করে ঠিক করে দিয়েছি। দয়ে করে কিছু মনে করবেন না। ধন্যবাদ আপনার তাৎক্ষণিক রিপ্লাই দিয়ে ভূল ধরিয়ে দেয়ার জন্য।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 29, 2023, 09:50:40 AM
এক্ষেত্রে আপনি Little Mouse এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন।
ভাই এইরকম ভুলভাল তথ্য না শেয়ার করলেও পারেন। এইটা আমার সাইট না। joker_jossue এর সাইট এইটা।
sr. member
Activity: 546
Merit: 309
May 29, 2023, 09:47:32 AM
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
আপনি আপনার সব পোস্টের সাথে ছবি পোস্ট করতে না পারার একটি কারণে হতে পারে তাহলো মনে হচ্ছে আপনি Image পোস্ট করার জন্য imgur.com সাইটটি বেছে নিয়েছেন যা পূর্বে বহুলভাবে এই  ফোরামের জন্য ব্যবহার করা হতো। কিন্তু এদের কিছু আপডেটের কারণে imgur  হোস্টকৃত  সকল ইমেজ ফোরামে সাপর্ট করা ছেড়ে দেয়। পরবর্তীতে এটি ঠিক করা হলেও Theymos imgur কে এই ফোরামের জন্য ব্যান করেছেন। আর এর কারনে Imgur ওয়েবসাইটের কোনো লিংক আপনি এখানে পোস্ট করতে পারবেন না। পোস্ট করার সময় একটি ওয়ার্নিং দেখতে পাবেন। এক্ষেত্রে আপনি joker_jossue এর talkimg.com সাইটটি ব্যবহার করতে পারেন। তবে আপনার Rank মিনিমাম jr হওয়ার আগে আপনার ইমেজ এখানে শো হবে না।

Quote
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
একটি লো কোয়ালিটির পোস্টে মেরিট দিলে একে মেরিটের অপচয় হিসেবে গণ্য করা হয়। আপনার যদি একান্তই ছবি পোস্ট করা প্রয়োজন হয়ে থাকে সে ক্ষেত্রে আপনি copper Membership ক্রয় করতে পারেন  যার খরচ পড়বে 0.00108934 BTC যা ডলারে কনভার্ট করলে হয় বর্তমান বিটকয়েনের দাম অনুযায়ী $30.3  Copper Membership কিনলে আপনি একটি৷ মেম্বার র‍্যাংক যত ওয়ার্ডের সিগনেচার স্পেস পায় ততটুকু আপনিও পাবেন। এবংকি যেকোনো ইমেজও ডিস্প্লে হবে আপনার। আশা করি সব বুঝতে পারছেন। ধন্যবাদ
member
Activity: 182
Merit: 10
May 29, 2023, 09:34:08 AM
@Xal0lex
Moderator
@shasan
@Crypto Library

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
 
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
 

ফোরামে মেরিট চাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এবং পোষ্টের উপর নির্ভর করে মেরিট পেতে পারেন।
আপনি যদি তথ্যবহুল এবং শিক্ষনীয় পোস্ট করেন তাহলে মেরিট পেতে পারেন।
আর আপনি যখন জুনিয়র মেম্বার রেঙ্ক অর্জন করতে পারেন তাহলে আপনার ছবিগুলো সবার সামনে প্রদর্শিত হবে।
staff
Activity: 2436
Merit: 2347
May 29, 2023, 09:18:52 AM
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?

আপনার ছবিগুলি প্রদর্শিত করতে হলে, আপনাকে কমপক্ষে একজন Jr.Member সদস্য হতে হবে। এবং এই র্যাঙ্ক অর্জন করতে আপনাকে কমপক্ষে ১টি মেরিট পাওয়া উচিত।

পি.এস. এবং হ্যাঁ, merits প্রার্থনা করা বন্ধ করুন। ফোরামে এটি নিষিদ্ধ। আপনি আবার আপনার পোস্টগুলিতে merits জন্য প্রার্থনা করলে আমি সেগুলিকে মুছে দেবো।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 29, 2023, 08:43:07 AM
কাট~
ধুর ভাই আপনে বুঝেন না নাকি, আপনাকে Popkon6 ভাই অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমি আপনাকে কিছু কথা বলেছিলাম। তবু আপনি আবার বলছেন আপনার মেরিট নেই মেরিট চেয়ে বসছেন। আপনাকে বলি আবারো, মেরিট চাওয়ার দরকার নেই। আপনার যদি ভালো মানসম্মত পোস্ট হয় তাহলে আপনাকে সিনিয়র ভাইয়েরা আপনা আপনি মেরিট সেন্ড করে দেবে। আর আপনি কি এমন পোস্ট করেছেন যে আপনার ওই পোস্টটি মেরিট দিব। তাই ভাই আপনি বেশি উত্তেজিত হবেন না। মেরিট পাওয়ার জন্য উত্তেজিত হলে মেরিট কোনদিনও পাবেন না। তাই ভাই ফরমে পর্যাপ্ত পরিমাণ সময় দিন। দেখবেন একদিন আপনি সাকসেস হয়ে যাবেন।
আশা করি এ ধরনের আর মেরিট চাওয়ার পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন।

Quote
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
আপনি Newbie দেখে আপনার পিক দেখা যায় না। পিক শো করানোর জন্য মিনিমাম jr member লাগে।
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 08:08:22 AM
@Xal0lex
Moderator
@shasan
@Crypto Library

আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
 
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ  করছে না।
সেই জন্য আমি কোন  Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit  পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
 
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
May 29, 2023, 07:28:01 AM


অভিনন্দন

@Crypto Library ভাই আপনাকে অসংখ্য অভিনন্দিত।। আপনার এই উন্নতি তে আমরা অনেক আনন্দিত ।। আপনি আমাদের লোকাল বোর্ড এর সীর্ষ রানক ধরি ব্যাক্তিদের মধ্যে গন্নিত হয়েছেন ।। আপনার এই পদ উন্নতির জন্য আমরা সকলে অনেক অনেক অনেক আনন্দিত আসা করি আপনি ভবিষ্যতে আরো উন্নতি করবেন এবং আমাদের লোকাল বোর্ডকে একটি শীর্ষ স্থানে নিয়ে যেতে সাহায্য করবেন ।। আবার আপনাকে অসংখ্য অভিনন্দন ।।
staff
Activity: 2436
Merit: 2347
May 29, 2023, 06:54:11 AM
Xal0lex
Moderator
 আমি যখন কোনো পোস্ট এর  "Quote" বাটনটি ক্লিক করছি তখনই আমার ডেক্সটপ স্ক্রিনে এই লেখা টি দেখাচ্ছে।

[An Error Has Occurred!
The post you are trying to quote either does not exist, was deleted, or is no longer viewable by you]

এই লিংকে আপনার প্রোফাইলে যান https://bitcointalk.org/index.php?action=profile।

এই লিংকটি ফলো করুন।



দেখুন এই আইটেমটি হাইলাইট করা আছে কি না? যদি হাইলাইট করা থাকে, তবে এটি অচল করুন।



এবং পৃষ্ঠার নীচে "Change profile" ক্লিক করুন।
full member
Activity: 490
Merit: 119
May 29, 2023, 05:28:09 AM


@Crypto Library ভাই,
সফলতা প্রতিটা মানুষের জীবনের প্রশান্তির একটা জায়গা। আসলে ওই দিনটার জন্য আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিটকয়েনটক বাংলাদেশ থ্রিডে নতুন একজন হিরো মেম্বার পাওয়াতে আমরা সবাই আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আশা করি, ভবিষ্যতেও বাংলাদেশ লোকাল থ্রিডটাকে ভুলে যাবেন না এবং সব সময় মাথার উপর বটগাছ হিসেবে আপনাকে আমরা পাশে চাই। যাইহোক, @Crypto Library ভাই, আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং পরের সপ্তাহে আমাদের সবার প্রিয় @LDL ভাই, সিনিয়র মেম্বারে পদোন্নতি লাভ করবে।

সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল থ্রিডটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।

Admins need to fix the forum captcha because DdmrDdmr and LoyceV are somehow bypassing it.  Cheesy



Source

@fillippone ভাই-এর,
Original post link

বিটকয়েনটক ফোরাম লগইন করতে প্রতিনিয়ত আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে ক্যাপচা। এই ক্যাপচা সমস্যা সমাধান নিয়ে রেপুটেশন বোর্ডে একটা পোস্ট পেলাম। @Veleor ভাইয়ের, পোস্টটা দেখে ভালো লাগলো তাই বাংলাদেশ লোকাল থ্রেডে শেয়ার করলাম। আশা করি বিটকয়েনটক ফোরামের এডমিন বা বিজ্ঞ মডারেটর এই বিষয়টা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করবেন। বিটকয়েনটক ফোরাম কিভাবে আরও বেশি ব্যবহার উপযোগী করে তোলা যায় তার জন্য অনুরোধ রইল বিজ্ঞ মডারেটরদের কাছে।
এই বিষয়ে @Little Mouse ভাইয়ের পরামর্শ আশা করছি।

sr. member
Activity: 784
Merit: 372
May 29, 2023, 05:19:31 AM

Congratulations
আমাদের এই বাংলা বোর্ডে হিরো মেম্বার অতীতে আছে কিনা আমার জানা নেই কিন্তু আজ @Crypto Library উচ্চতর র‍্যাঙ্ক অর্জন করে একজন হিরো মেম্বার তালিকা এসেছেন। তাই দোয়া করি আপনি বর্তমানের মতোই একটিভ থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন।
এবং দোয়া করি পরবর্তী লিজেন্ডারি মেম্বার পদে অতি দ্রুতই যেন উচ্চপদ মর্যাদা গ্রহণ করতে পারেন। যদিও এটি দীর্ঘতম পথ তবুও আপনার কাছে অতি ক্ষুদ্র সময় বলে আমি মনে করি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 29, 2023, 05:11:20 AM
Quote
বাংলাদেশ থেকে যদি কেউ মাইনিং করতে চায় তাহলে অবশ্যই জিপিউ মাইনিং এর দিকে নজর দেয়া উচিত। বর্তমানে জিপিউ মাইনিং এর জন্য নিচের কয়েনগুলো মাইনিং করা যেতে পারে-
১। র‍্যাভেনকয়েন(RavenCoin)
২। লাইটকয়েন (LiteCoin)
৩। জেডক্যাশ (Zcash)

জিপিউ দিয়ে সাধারনত ইথেরিয়াম মাইনিং বা রেভেন কয়েন মাইনিং করা হয়ে থাকে। এর মাঝে ইথেরিয়াম মাইনিং সবচেয়ে বেশি জনপ্রিয়। এখন কথা হচ্ছে ইথারিয়াম মাইনিং করতে গেলে কিছু প্রয়োজনীয় সেটাপ প্রয়োজন। ইথেরিয়াম মাইনিং শুরু করতে আপনার যে জিনিস গুলো লাগবে।

- মাদারবোর্ড ।
- রাইজার কার্ড , প্রসেসর , র‍্যাম ,
- এসএসডি / পেনড্রাইভ ।
- জিপিউ ।
- পাওয়ার সাপ্লাই ।
- কুলিং সিস্টেম ।
- বিদ্যুৎ।
- ইন্টারনেট ।

আপনার দেয়া তথ্যগুলো সেপ্টেম্বর ১৫, ২০২২ অব্ধি সঠিক ছিলো। তবে আজকের বাজারে জিপিউ মাইনিং করা হলো মৃত হাতি পালন করার মতো। সেপ্টেম্বর ১৫, ২০২২ ইথেরিয়াম প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ ষ্টেক এ মুভ করে এবং এর নাম দেয়া হয় ইথেরিয়াম 2.0। একমাত্র ইথেরিয়াম মাইনিং এর কারনে কম্পিউটার পার্টসের বাজার গরম ছিলো। যেদিন ইথেরিয়াম প্রুফ অফ ষ্টেক এ মুভ করে, সেদিন থেকে মূলত ইথেরিয়াম মাইনিং বন্ধ হয়ে যায়। একমাত্র ইথেরিয়াম মাইনিং প্রফিটেবল ছিলো। তার পাশাপাশি রাভেন কয়েন মাইনিং করাও প্রফিটেবল ছিলো। বর্তমানে যে এলগোরিদম গুলো বা যে কয়েন গুলো মারকেট এ মাইনেবল আছে, তার সবই আন প্রফিটেবল।

মানে ধরেন আপনার একটা জিপিউ দিয়ে মাইনিং হচ্ছে ১ ডলার। আপনার বিদ্যুৎ বিল আসবে ১.২ ডলার। শুধুমত্র nVidia কিছু গ্রাফিক্স কার্ড আছে, যেমন TRX 4090, 4080, 4070ti, এগুলা দিয়ে কিছু কয়েন মাইনিং করা প্রফিটেবল আছে। এসব মডেলের একটা গ্রাফিক্স কার্ড লাখ টাকার ওপরে দাম। আর এগুলা দিয়ে ডেইলি প্রফিট আসবে 0.29 ডলার। বর্তমানে জিপিউ মাইনিং এ ১০ টাকা ইনভেষ্ট করা মানে লস।

সুতরাং যারা জিপিউ মাইনিং এর কথা ভাবছেন, ভুলে যান। অন্য কিছু চিন্তা করতে পারেন।

Quote
সিনিয়র ভাইদের কাছে প্রশ্ন থাকলো যে কেউ যদি বাংলাদেশ থেকে বিটকয়েন মাইনিং শুরু করতে চায় তাহলে তাদের মূল্যবান পরামর্শ দিবেন এবং এই সেটআপটা করতে কি পরিমান খরচ হতে পারে? এটা কি আদৌ লাভজনক?
বর্তমানে ASIC মাইনার ছাড়া বিটকয়েন মাইনিং করা যায় না। বাংলাদেশে ASIC মাইনার ইম্পোর্ট করা অনেক ঝামেলা। যদি করে ফেলতে পারেন, তাহলে বিটকয়েন মাইনিং শুরু করতে পারবেন। বিটকয়েন মাইনিং এখনো লাভজনক। তবে এটা ডিপেন্ড করে আপনি কোন মডেলের ASIC মাইনার কিনবেন। বর্তমানে খুব অল্প সংখ্যক এসিক মাইনার প্রফিটেবল। আপনি চাইলে এই ওয়েবসাইটে কোন কোন মাইনার মেশিন প্রফিটেবল আছে তা দেখে আসতে পারেন https://www.asicminervalue.com/

Crypto Library বেশি কি বলবো জানি না। তবে এখানেই শেষ নয়। এখান থেকে নতুন যাত্রা শুরু হলো।
কংগ্রাচুলেশন্স!
jr. member
Activity: 107
Merit: 2
May 29, 2023, 04:41:20 AM


আসসালামু আলাইকুম,, BTC  নিউজ

বিটকয়েন BTC মূল্যের খবর আজ - প্রযুক্তিগত বিশ্লেষণ  এবং মূল্য পূর্বাভাস! এই ছবি এবং পোস্ট য়ে  আমি বিটকয়েন BTC ক্রিপ্টোকারেন্সি মূল্য সম্পর্কে কথা বলবো  এবং একটি প্রযুক্তিগত বিশ্লেষণ করবো।  গণনা সম্পর্কেও কথা বলি এবং পরবর্তী মূল্য কোথায় যেতে পারে তা নিয়ে আলোচনা করবো এখানে ।

আমি গত কয়েক মাসে এবং বছরে   দেখলাম যে BTC অনেক মার্কেট আপডাউন করেছে।
যেমন
BTC লো মার্কেট ছিল 24-12-2022  তখন প্রাইস ছিল BTC $16548.3  

তবে কিছুদিন পর
 BTC মার্কেট আবার উপরের দিকে রান করে যেমন 14-04-2023
BTC $31020.0  প্রাইজ হয়

তবে বর্তমানে BTC  প্রাইজ আছে
$27851.5


আপনারা দেখতে পারছেন যে কিছুদিনের ব্যবধানে btc কোথায় গিয়ে দাঁড়িয়ে ছিলো।

BTC খুবই দ্রুত গতিতে আপডাউন করছে মার্কেট

তবে আমার জানামতে BTC মার্কেট আবার উপরের দিকে রান করতে পারে যেমন, BTC $31020.0 + উঠবে সম্ভাবনা।।

আমার মন্তব্যটি আজকে লোকাল বোর্ডে পোস্ট করলাম
আপনার মতামত টি জানাবেন

আমি উপরে একটি ছবি ও লিংক দিয়েছি  ক্রিপ্টো কারেন্টসি থেকে স্ক্রিনশট মেরে
আপনারা সেই ছবি টা দেখবেন।




আমার লেখা কোন প্রকার ভুল থাকলে ক্ষমা করবেন
    ” ধন্যবাদ "
sr. member
Activity: 546
Merit: 309
May 29, 2023, 04:38:35 AM
''Crypto Library আপনাকে অভিনন্দন''

২০১৮ সালের প্রথম থেকেই এয়াড্রপ সিস্টেমে মেরিট দেওয়া বন্ধ করে দেওয়া হয় ফোরাম থেকে। এরপর থেকে একজন ফোরাম সদস্য Member পদমর্যাদা অর্জন করতেও হিমশিম খেয়ে যায়। এখন বাংলাদেশ বোর্ডে অনেকে এক্টভ হওয়ায় এবং একে অপরের মাঝে মেরিট বিতরণ করায় Member, Full Member পর্যন্ত হওয়া অনেকটা সহজ হয়ে উঠেছে। কিন্তু Hero - Legendary হওয়া খুব সহজ কাজ নয়  কিন্তু আপনি এটি অর্জন করে দেখিয়েছেন। তাই এটি দেখে সকল বাংলাদেশী Bitcointalk কমিউনিটি মেম্বারদের মোটিভেশন পাওয়া উচিৎ যে চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। তাই সবার আরো এক্টিভ ও চতুর হওয়া উচিত ও Hero - Legendary র‍্যাংক অর্জন করে বাংলা বোর্ড আর শক্তিশালী করা উচিৎ।
Code:
Little Mouse
shasan
Crypto Library
এই ৩ জন বাংলাদেশ থেকে কোনো প্রকার মেরিট এয়ারড্রপ সুবিধা না পেয়ে নিজেদের প্রচেষ্টায় Hero - Legendary র‍্যাংক অর্জন করেছেন। এটা আমাদের বাংলাদেশ বোর্ডের গর্ব। পরবর্তী Hero Member হতে যাচ্ছে LDL. তিনিও অনেক এক্টিভ সদস্য বাংলা বোর্ডের।
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
May 29, 2023, 04:24:21 AM


""অভিনন্দন""
""অভিনন্দন""
""অভিনন্দন""
অভিনন্দন @Crypto Library ভাইকে। বর্তমান আমাদের লোকাল কমিনিউটিতে hero member একাউন্ট দেখতে পারছি না। আপনি  hero member পদমর্যাদা অর্জন করেছেন। আপনার জন্য দুয়া ও ভালোবাসা আপনি যেনো আরো সামনে আগাতে পারেন
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
May 29, 2023, 04:19:34 AM
Congratulations 🎉🎉
@Crypto Library ভাই আপনি দীর্ঘ সময় পর একটি উচ্চ রেংক অর্জন করতে সক্ষম হয়েছেন আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা।
sr. member
Activity: 546
Merit: 309
May 29, 2023, 04:18:11 AM

আসসালামু আলাইকুম Huh
আমি গতকাল একটি পোস্ট করেছিলাম ওখানে কিছু প্রশ্ন করেছিলাম তো আপনাদের ভালবাসায় আমাকে অনেক  প্রশ্নের উত্তর  দিয়েছেন। তো  এভাবে আমাকে সাপোর্ট করলে আমি খুব দ্রুত Merit  পেয়ে যাব
আপনার উদ্দেশ্য যদি থাকে মেরিট পাওয়ার তাহলে আপনি পজ্জা কন্টেষ্টে জয়েন করতে পারেন। যদিও কোনো Newbie একাউন্ট পুরস্কার বিজয়ের জন্য গ্রহণ করা হবে না। কিন্তু অন্তত কিছু মেরিট পেতে পারেন। তবে দয়া করে সেখানে কোনো স্পামিং করে পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।


 আশা করছি। আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট করেন নতুন নতুন সুন্দর  পোস্ট উপহার দেবো আপনাদের মাঝে ।
এখানে আমাদের সুন্দর পোস্ট উপহার দেওয়ার কিছু নেই। আপনি যদি ভালো পোস্ট করতে পারেন তাহলে এটি আপনার একাউন্টের রেপুটেশন বাড়াবে পাশাপাশি আপনি মেরিট পেয়ে আপনার একাউন্টের র‍্যাংক বাড়াতে পারবেন। এক্ষেত্রে এটি সম্পূর্ণই আপনার ব্যক্তিগত লাভ। কিন্তু আপনি ভালো পোস্ট করতে পারলে আপনি আমাদের বাংলাদেশী ভাই হিসেবে আমাদের লোকাল বোর্ডের হয়তোবা কিছুটা সুনাম হতে পারে। তবে শুধুমাত্র বাংলা বোর্ডেই সীমাবদ্ধ থাকলে হবে না। রেপুটেশন বাড়ানোর জন্য আপনাকে ফোরামের গুরুত্বপূর্ণ টপিক গুলোতে যেতে হবে। যেমন - Meta, Beginners & Help, Bitcoin Discussion, Mining, Development & Technical Discussion ইত্যাদি।


আমার কিছু প্রশ্ন  ছিল
আমি কি এখানে পার্সোনাল কোন পোস্ট করতে পারি বাংলাদেশের ঐতিহ্য বিষয়ে
আপনার প্রথমেই এটি মাথায় রাখতে হবে যে এটি একটি ফোরাম এবং এই ফোরামটি তৈরি করা হয়েছে বিটকয়েন ও ক্রিপ্টো রিলেটেড আলোচনা করার জন্য। এবং এখানে তাই করা হয়। তাই আপনি এখানে  বাংলাদেশী গান, বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের ঐতিহ্য ইত্যাদি কোন কিছু নিয়ে আলোচনা করতে পারেন না। তবে ফাইনান্সিয়াল কোন বিষয় নিয়ে অবশ্য আলোচনা করতে পারেন। ধন্যবাদ
Jump to: