আলহামদুলিল্লাহ অবশেষে আরেকটি প্রতীক্ষার অবসান ঘটলো। প্রথমেই আমার লোকাল কমিউনিটি এর সকল মেম্বারদের অসংখ্য ধন্যবাদ জানাই, লোকাল কমিউনিটি থেকে এত স্ট্রং সাপোর্ট পেয়েছি যে সেটা আমার চিন্তার বাইরে ছিল। আমি মনে করি এর ধারাবাহিকতা সকলের ক্ষেত্রেই বজায় থাকতে হবে , আমাদের এই ইউনিটি গুলোই আমাদের লোকাল কমিউনিটি কে আরো স্ট্রং করবে আরো নতুন নতুন ভালো মেম্বারদের মুখ আমরা দেখব।
আমার মনে পড়ে যাচ্ছে সেই Newbie অ্যাকাউন্ট নিয়ে ফোরামে ঢুকলাম বাংলাদেশ থ্রেডে আসলাম প্রথমে তো পোস্ট দিতেই পারতাম না কিভাবে পোস্ট দিতে হয়। তারপর একটু একটু করে শিখা Little Mouse ভাই , naim027 ভাই, Review Master ভাই এনাদের পোস্টকে ফলো করা এনাদের কাছ থেকে হেল্প নেওয়া এবং আর এনাদেরই ওই এক দুইটা মেরিট আমাকে সামনে অগ্রসর হওয়ার জন্য অ্যাপ্লিশিয়েশন করেছে। তখন ভাবিনি আসলে এ পর্যন্ত আসতে পারবো এটা আমার চিন্তার বাইরে ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যা বুঝলাম সময় দিলে বা একটা জিনিসের লেগে থাকলে অবশ্যই একটা ভালো আউটকাম আসবে। আমার এই কথাগুলো বলার মানে হল গিয়ে, যারা নিউবি আমাদের থ্রেডে ভিজিট করতে আসে তাদেরকে সাহায্য করা, ভুলগুলো সুন্দর করে ধরিয়ে দেওয়া আর একটু অ্যাপ্রিসিয়েশন দেওয়া , তাহলে হয়ত নিউবি এরকম আরো অনেক হিরো মেম্বার পাওয়া যাবে।
প্রায় দেড় বছর লাগলো অবশ্য মাঝখানো অনেক ফাঁকি ঝুঁকি দেওয়া হয়েছে। আর এতদিনে আমি যা শিখলাম তা হলো গিয়ে এক্সপ্লোর করার থেকে বেটার কোন কিছু নেই, যতই এক্সপ্লোর করবেন তত আপনার জন্য বেটার অপরচুনিটি এর রাস্তা খুলে যাবে ।
যদিও আমি এখন হিরো মেম্বার হয়েছি এখনো আমার অনেক কিছু জানার রয়েছে আমার মনে হয় না আমি ১০০% এর মধ্যে ১ পার্সেন্টো শিখতে পেরেছি । আবারও সেই একই কথা এখনো অনেক পথ চলার রয়েছে আর এই পথে আপনাদের সাপোর্ট আবারও কাম্য থাকবে।
যারা যারা আমাকে অভিনন্দন জানিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এন্ড @Learn Bitcoin ব্রাদার থ্যাংকস ফর দ্য মেনশন অন দ্যাট টপিক।
আমি কোন কিছু পোস্ট করতে গেলে পোস্টের উপরে কোন ছবি দিতে পারি না কেন?
ছবি না দেওয়ার কারণে আমার পোস্টটি ভালভাবে ফোকাচ করছে না।
সেই জন্য আমি কোন Merit পাচ্ছি না। এতে আমার অনেক মন খারাপ হচ্ছে, আমি যদি একটি Merit পেয়ে যায়। তাহলে আমার এখানে পোস্ট করার চাহিদা দ্বিগুণ বেড়ে জাবে ।
ব্রাদার জুনিয়র মেম্বার না তাই আপনি ছবি এড করতে পারবেন না আপনার পোস্টে। আর হ্যাঁ ভাই মেরিট পাওয়ার জন্য পোস্টে ছবি ম্যান্ডেটরি না, ফোরাম এক্সপ্লোর করে নতুন কিছু জানুন এবং শিখুন আর যা কিছু আপনার ভেতরে রয়েছে তা শেয়ার করুন অবশ্যই এটি ভালো কোন কিছু যা অন্য একজন ইউজারের জন্য হেল্পফুল হবে।
তাছাড়া আপনার যদি একান্তই ছবি এড করার প্রয়োজন হয় তাহলে আপনি
কপার মেম্বারশিপ কিনে নিতে পারেন।