Author

Topic: বাংলা (Bengali) - page 211. (Read 5314632 times)

sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 04, 2023, 11:36:53 AM
হঠাৎ করেই বাংলা লোকাল থ্রেড যেনো থমকে গেলো। বিভিন্ন দিক থেকে নানান ধরনের একুজেশন গুলো দেখে প্রচুর মন খারাপ হয়ে গেছে। কি পোষ্ট করবো কি লিখবো, কিছুই মাথায় কাজ করছে না। আমাদের লোকাল দের মান সম্মান আগে থেকেই নেই। আমাদের কে ফোরামে কেউ সম্মান দিতে চায় না। আবার আমাদের থ্রেড এ যারা কন্ট্রিবিউশন করে যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ফাদে পড়ে আটকে যাচ্ছে। আমাদের পেছনে কুত্তা লেগে গেছে। এজন্যই হয়তো বলা হয়, কখনো নিজের শত্রু তৈরী করতে নেই। হোক সেটা রিয়েল লাইফ বা ভারচুয়াল লাইফ। ফোরামে যতো নতুন নতুন কেস আসছে, সব বাংলাদেশ রিলেটেড!

সবাই সতর্ক থাকুন। কে কখন কাকে ফাদে ফেলে দিবে, কিছুই বলা যাচ্ছে না। আমরা এতা সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর কোথা থেকে কি হচ্ছে। দয়া করে কেউ আন এথিক্যাল কিছু করবেন না।
আমি কেবল একটা গ্লোবালে পোস্ট(BTC holders, do not reveal your identity online )দিলাম যে এই ফোরামে কখনো নিজের পরিচয় ফাঁস করবেন না। ফাঁস করলে আপনি তো মরলে মরলেন নিরীহ কিছু মানুষকে সাথে নিয়ে মরলেন। ফোরাম ে কিছু মানুষ আছে যারা সর্বদা মানুষের উপকারের জন্য নিয়োজিত থাকে আবার কিছু অমানুষ ও আছে ভালো কাজের জন্য বাধা হয়ে দাঁড়ায়। অনেক বাংলাদেশী আছে যারা এই বাংলা লোকালের উন্নতি চায় না। আবার অনেকে আছে এই বাংলা লোকাল এর উন্নতির জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। যা হোক ভালো খারাপ দুজন মিলে জগত সংসার। তবে নিজেরা ভালো হলে সব সময়ই পরিবেশটাও ভালো থাকে।
আমরা সর্বদা নিজেকে ভালো রেখে নিজের মন-মানসিকতাকে ভালো রেখে ফোরামের উন্নতি সাধনে কাজ করে যাব। এতে আমাদের বাংলাদেশ নামক লোকালটি কোন এক সময় বিটকয়েন ফোরামের বুকে লাল সূর্য উদিত হওয়ার মতো জেগে উঠবে। ওই দিনটি দেখার জন্য আমরা সব সময় একাগ্র চিত্রে কাজ করে যাব এবং আমরা নিজেরা পরিশুদ্ধ থেকে নিজেদের উন্নতি করে যাব এরপর তাই ব্যক্ত করছি।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 04, 2023, 11:11:01 AM
হঠাৎ করেই বাংলা লোকাল থ্রেড যেনো থমকে গেলো। বিভিন্ন দিক থেকে নানান ধরনের একুজেশন গুলো দেখে প্রচুর মন খারাপ হয়ে গেছে। কি পোষ্ট করবো কি লিখবো, কিছুই মাথায় কাজ করছে না। আমাদের লোকাল দের মান সম্মান আগে থেকেই নেই। আমাদের কে ফোরামে কেউ সম্মান দিতে চায় না। আবার আমাদের থ্রেড এ যারা কন্ট্রিবিউশন করে যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ফাদে পড়ে আটকে যাচ্ছে। আমাদের পেছনে কুত্তা লেগে গেছে। এজন্যই হয়তো বলা হয়, কখনো নিজের শত্রু তৈরী করতে নেই। হোক সেটা রিয়েল লাইফ বা ভারচুয়াল লাইফ। ফোরামে যতো নতুন নতুন কেস আসছে, সব বাংলাদেশ রিলেটেড!

সবাই সতর্ক থাকুন। কে কখন কাকে ফাদে ফেলে দিবে, কিছুই বলা যাচ্ছে না। আমরা এতা সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছিলাম। আর কোথা থেকে কি হচ্ছে। দয়া করে কেউ আন এথিক্যাল কিছু করবেন না।
sr. member
Activity: 364
Merit: 195
Buy on Amazon with Crypto
June 04, 2023, 10:12:23 AM
আসসালামু আলাইকুম
বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশকে বিটকয়েন ফোরামের সকল প্রকার ভাষাভাষী বর্ণ গোত্র ধর্ম সর্ব শ্রেণীর মাঝে পরিচিত করে দিতে বাংলাদেশ নামক এই কমিউনিটি থ্রেড খুবই গুরুত্বপূর্ণ। পিজ্জা ডে তে সবাই সেলিব্রেশন করেছে আমিও তাদের দেখাদেখি সেলিব্রেশন করেছি। মিথ্যা বলবো না দু-চারটি মেরিট পয়েন্টের জন্যই কাজ করেছি। আসলে ফোরাম সবাই কাজের জন্যই আসে আমিও সাধারণত সকলের দেখা দেখি কাজের আশায় এসেছি। আশা করি আপনাদের পাশাপাশি ও সাথে কাজ করে বাংলা কমিউনিটি তে একটিভ থেকে নিজেকে অন্য মেম্বারদের মতোই প্রতিষ্ঠিত করতে চাই।
কিন্তু প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই যে বিষয়টি দরকার পড়ে তা হচ্ছে ফোরামের বড় ভাইদের দৃষ্টি আকর্ষণ। দৃষ্টি আকর্ষণ বলতে ফোরামে এমন কিছু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে যাতে তারা আমাকে নজরে রাখে। এমন সকল বুদ্ধিমত্তা কিভাবে পাব সেই গাইডলাইন আমি বাংলাদেশের বড় ভাইদের কাছে দাবি করছি।

2Pizza410000BTC

2pizza for 10000BTC

আসলে আমার অ্যাকাউন্টটি পিজ্জা ডে উপলক্ষে তৈরি করা হয়েছে যার কারণে এমন নাম করণ করা হয়েছে।
full member
Activity: 532
Merit: 163
June 04, 2023, 06:57:30 AM
newbie
Activity: 15
Merit: 0
June 03, 2023, 05:32:34 PM
বিটকয়েন ফোরামে আমি নতুন সদস্য । বিটকয়েন সম্বন্ধে আমার স্বল্প জ্ঞান তোলে দরলাম।
বিটকয়েন হচ্ছে একটি ভার্চ্যুয়াল কারেন্সি যা প্রেরক ও প্রাপকের মধ্যে (কম্পিউটার) আদান-প্রদান হয়।  ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কোনো  ব্যক্তি প্রথম চালু করেন।এই কারেন্সি খুব সহজেই লেনদেন করা যায় বিদায় বিভিন্ন দেশ এখন বিটকয়েনের অনুমতি প্রদান করেছে।তাছাড়া এই কারেন্সি লেনদেনের ফলে প্রেরক এবং গ্রাহকের পরিচ্যের  গোপনীয়তা বজায় থাকে। এই কারেন্সি বর্তমানে পন্য, সেবা ও অন্যান্য আর্থিক লেনদেনে ব্যবহৃত হচ্ছে । যার ফলে আস্তে আস্তে পুরো বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে।এই কারেন্সি বিভিন্ন ভালো কাজের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহার হয়ে থাকে যেমন মাদক, চোরাচালান, কিডনাপিং সহ অনেক কাজ হিয়ে থাকে।তাই এখনো অনেক দেশ এর বৈধতা দান করে নি। তবে এই কারেন্সির বর্তমান ব্যবহার বলে দেই খুব তাড়াতাড়িই এর প্রসার ও জনপ্রিয়তা উভয়ই ঘটবে।
আমাদের দেশে যেহেতু বিটকয়েন অবৈধ তাই এর ব্যবহারে গোপনীয়তা বজায় রাখা এবং আশে-পাশের মানুষ জনদেরকে না জানানোই সর্বত্তোম বলে মনে করছি।
ধন্যবাদ সবাইকে। ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 03, 2023, 03:22:33 PM
বর্তমান সময়ের মানুষগুলোর মনমানসিকতা এমন, যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত আমরা পর  উপকার করতে চাই না।  এমন হওয়াটা মোটেও ঠিক নয়,  আমাদের মনে রাখতে হবে আমি আমার জীবনের সফলতা আনবো এবং অন্যদের কেউ উৎসাহিত করব আমরা নিজে উপরে ওঠার জন্য  উপরে অন্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব না আমরা সবাই একসাথে উপরে ওঠার চেষ্টা করব,  এরকম অনেক আছে যারা অনেক বড় বড় অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে এর জন্য তারা ছোটদেরকে কোন মূল্যই দেয় না এমনটা কেন হয় ভাই আসুন সবাই একসাথে কাজ করি, সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।
আপনার কথাটা যে পুরোপুরি মিথ্যা এটা বলবো না কিন্তু ,  আমাদের বাংলা কমিউনিটিতে  যাদেরকে আমরা  মোস্ট সিনিয়র জানি ,  তাদেরকে দেখেছি অনেক নতুন মেম্বারদের সহায়তা  করা।  আমার  এই যে  বর্তমান পজিশন  এটার পেছনেও কিন্তু তাদের অবদান রয়েছে আর এটা আমি কাজ করেও কিন্তু  হঠাৎ হয়ে যায়নি  শুরুতে আমিও  নিউবি ছিলাম  তখন কিন্তু তারাই আমাকে নানান তথ্য ইনফরমেশন দিয়ে সাহায্য করেছে।
আপনি খুব বেশি দিন হয়নি ফোরামে ঢুকেছেন,  তারপরও বলবো সবাইকে এতটা স্বার্থপর মনে করবেন না।  আর যে কোন সহযোগিতা প্রয়োজন হলে আমাকে কিংবা আমাদের  কমিউনিটি যারা লিড করে তাদেরকে জানাবেন  সহযোগিতা করার চেষ্টা করব।

এখন হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো গুগল কীবোর্ড এর সাহায্যেও এটি করতে পারি। তবে গুগলে শুধুমাত্র অটো কারেকশনে আপনার ভুল উচ্চারণ শুধরিয়ে দেওয়া হয়, কিন্তু গ্রামারটিকাল কোন ভুল ধরিয়ে দেওয়া হয় না। সুতরাং এটির ব্যবহার অনেক সুবিধা জনক। আমি আরো বেশ কিছু এক্সটেনশন নিয়ে ঘাটাঘাটি করেছি এবং এটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কারণ এখানে আপনার কোন একাউন্ট তৈরি করতে হয় না। শুধুমাত্র ব্রাউজারে এড করলেই আপনি এটি ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত process স্ক্রিনশটে দেওয়া আছে। আশা করি এটি কারো সাহায্যে আসবে।
গ্রামার চেক দেওয়ার জন্য আসলেই মাঝে মধ্যে এই সবগুলোর প্রয়োজন হয়।  গুগল কীবোর্ড এ তো শুধু  একটি মাত্র  ওয়ার্ড এর স্পেলিং চেক।  এইসব গ্রামার  রিলেটেড টুলস গুলো  গ্রামার কারেকশনে ভালো সহযোগিতা করে।  আমিও অনেকদিন ধরে Grammarly  ব্যবহার করে আসছি এটা নিয়েও আমি খুব স্যাটিসফাইট . ধন্যবাদ আপনাকে এই ধরনের বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আমাদের মধ্যে অনেক নতুন ইউজার আছে  আমি মনে করি তাদের জন্য এটি হেল্পফুল হবে ।
full member
Activity: 490
Merit: 119
June 03, 2023, 01:13:03 PM


Bitcoin Forum > Economy > Trading Discussion > Reputation (Moderator: Cyrus) > I require community feedback (Thanks)

@Reputation বোর্ডের একটা পোস্ট দেখে রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। পোষ্ট ছিল এরকম যে, @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার @Bitcoin_people ভাইয়ের কমেন্ট নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন যে, @Bitcoin_people ভাই ChatGPT বা AI জেনারেটেড কমেন্ট করেছিলেন। যদিও  @Bitcoin_people ভাই তার কমেন্টের পক্ষে যথাযথ যুক্তি প্রদর্শন করেছিলেন। কিন্তু @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার মূলত এখানে ইউজারদের একটা ফিডব্যাক চেয়েছিলেন যে, @Bitcoin_people ভাই তার কমেন্টকৃত টেক্সটি আসলেই কি ChatGPT বা AI জেনারেটেড কিনা? সেখানে অনেকেই অনেক কমেন্ট করেছেন, অনেকেই অনেক টুলস দিয়ে সেটাকে চেক করে দেখিয়েছেন যে, ম্যাক্সিমাম ইউজারদের রিপোর্টগুলা প্রকাশ করেছে যে, এটা হিউম্যান টেক্সট নট ChatGPT বা AI জেনারেটেড কমেন্ট এবং @Royse777 ক্যাম্পেইন ম্যানেজারের লাস্ট কমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে, এটা ChatGPT বা AI জেনারেটেড না।
@Royse777 ক্যাম্পেইন ম্যানেজার স্বীকার করে নিয়েছেন যে, @Bitcoin_people ভাই আসলে নির্দোষ ছিলেন। কেউ একজন তাকে ভুল বুঝিয়েছিলেন।

আসলে আমার মনে হয় এখানে যে, এই ChatGPT বা AI জেনারেটেড টুলস বা প্লাগারিজম চেকার টুলসগুলা সব সময় সঠিক রেজাল্ট দেয় না। যদি দিত তাহলে @Royse777 ক্যাম্পেইন ম্যানেজার ভাই তার একজন পার্টিসিপেন্ট-কে সে সন্দেহ করত না। আসলে এটা সত্য যে "সত্য কখনো চাপা থাকে না, সত্য হীরক খণ্ডের মতো তার নিজস্ব আলো ছড়াবেই।" এখানে @Bitcoin_people  ভাইকে একটা হিরো খন্ডের সাথে তুলনা করলাম। আল্লাহ @Bitcoin_people ভাইকে আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।

AI জেনারেটেড টুলস-এর কিছু ফলাফল নিচে দেয়া হল।
Quote
1. https://contentatscale.ai/ai-content-detector
"Highly likely to be Human!"

2. https://writer.com/ai-content-detector/
"5% Human-Generated content"

3. https://www.zerogpt.com/
"Your Text is human written"

4. https://copyleaks.com/ai-content-detector
"This is human text"

5. https://gptradar.com/
"Likely Human Generated"

4 out of 5 - Human
sr. member
Activity: 532
Merit: 345
Catalog Websites
June 03, 2023, 07:51:30 AM
প্রিয় Bitcointalk user বৃন্দ এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা  লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি, @Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan  @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ। আর প্রিয়  ভাইদের উজ্জল ভবিষ্যৎ কামনা করি।
আপনাকে বাংলা লোকাল কমিউনিটিতে স্বাগতম। একটা বিষয় খেয়াল করলাম আপনি আজকে আপনার অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছেন । কিন্তু আপনি হুবহু আমার একটি পোস্টে থেকে কপি করে পোস্ট করেছেন। আপনি শুধু পোস্ট এর প্রথমে কিছু শব্দ যুক্ত করে দিয়েছেন এবং পোস্টের লাস্টের দিকে কিছু শব্দ যুক্ত করে দিয়েছেন। আমি আমার পোস্টটি কোট করে দিলাম।

এই মাসে আমি বিটকয়েনটক ফরমে জয়েন হয়েছি। আমি আমার সর্বপ্রথম পোস্ট আমাদের লোকাল কমিউনিটিতে দিয়েছিলাম। আমাদের লোকাল কমিনিউটি থেকেই আমার অগ্রযাত্রা শুরু। আমি প্রতিনিয়ত আমাদের লোকাল কমিউনিটিতে একটিভ থাকি। সিনিয়র ভায়েরা যখন কোনো গুরুত্বপূর্ণ ইনফর্মেশন গুলি শেয়ার করেন, সেগুলি পড়ি এবং তা থেকে জ্ঞান অর্জন করতে পারি অনেক কিছুই শিখতে পারি। আমি আগে কিছুই জানতাম না বুঝতাম না। কিন্তু যখন বাংলা  লোকাল থ্রেডে আসি তখন থেকে আমি, @Little Mouse @LDL @crypto Library @NicNacCoin @Learn Bitcoin @Bitcoin_people @Review Master @shasan  @Dimitri94 @popkon6 এই ভাইদের পুরাতন পোস্ট গুলি আমি প্রতিনিয়ত পড়ি। আমি তাদের পোস্ট থেকে অনকে কিছু শিখেছি অনকে কিছু জানতে পেরেছি। তাদের কে আমি আমার অন্তর থেকে জানাই ধন্যবাদ।

এভাবে অন্যের পোস্ট কপি করে পোস্ট করা ফরম এর নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষেধ। এ রকম পোস্ট করলে আপনার একাউন্ট ব্যান করে দেওয়া হবে। তাই আগে থেকে সতর্ক হয়ে যান, এরকম কপি পোস্ট করা থেকে বিরত থাকুন। আপনি ওই পোস্টটি আপনার নিজের মত করে লিখতে পারতেন শুধু শুধু অন্যের পোস্ট কপি করে পোস্ট করলেন। আপনি নতুন আপনি বিটকয়েন ফরমের নিয়ম কারণ গুলি ভালোভাবে পড়ে নিবেন। @BitCoinDream  ভাই এই থ্রেডের প্রথম পেজে সকল নিয়ম কানুন দিয়ে রেখেছেন তবুও আপনাকে কোট করে দিলাম।

sr. member
Activity: 1008
Merit: 366
June 03, 2023, 07:06:17 AM
সম্প্রতি দেখলাম বাংলাদেশ লোকাল কমিউনিটি থেকে অনেকেই উচ্চপদে চলে গিয়েছেন। রেঙ্ক আপ হাওয়ার পরে আমাদের অনেকেরই চিন্তা থাকে কিভাবে এটার সুবিধা নেওয়া যায়। তো সর্বপ্রথম আমাদের মাথায় আসে সিগনেচার ক্যাম্পেইন করা। এক্ষেত্রে আমাদেরকে মোস্ট অফ দা টাইম ইংরেজিতে পোস্ট করতে হয়।
আজকে আপনাদের মাঝে একটি পোস্ট নিয়ে হাজির হইলাম যেখানে একটি ব্রাউজার এক্সটেনশন নিয়ে কথা বলব।  জানিনা এটি কার কতটা সাহায্য করবে, তবে এটি দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি।

  • তো মূলকথায় আসি। এটির ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

প্রথমত আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে আপনার প্রয়োজন হবে এমন একটি ব্রাউজার, যেটাতে আপনি পিসিতে ইউজ করা এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারবেন।  আমার রিকমেন্ডেড ব্রাউজার  হচ্ছে Kiwi browser।  এটি আপনি খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আপনাকে প্রথমত সেটিংস থেকে এক্সটেনশন সিলেক্ট করতে হবে এবং উপরে প্লাস আইকনে ফ্রম স্টোরে চাপ দিতে হবে এবং সার্চ করতে হবে ল্যাঙ্গুয়েজ টুল।(Language Tool)। এটি সম্পর্কে বিস্তারিত স্ক্রিনশটে দেওয়া আছে যা আপনি নিচে দেখে নিতে পারেন।








পিসি ইউজাররা কিভাবে এক্সটেনশন এড করতে হয় তা হয়তো জানেন। আপনাদেরও একইভাবে সার্চ করে  ল্যাঙ্গুয়েজ টুল  নামের এই এক্সটেনশন টি ক্রম অথবা আপনার প্রিয় ব্রাউজারে অ্যাড করে নিতে হবে।

  • তো এখন আসে এটি কিভাবে আপনাকে সাহায্য করবে।

ইংরেজিতে লেখার সময় বানান ভুল অথবা গ্রামারের কোন ভুল থাকলে তা হাইলাইট হয়ে শো করবে।  শব্দটির উপরে চাপ দিলে আপনাকে সঠিক বানান এবং গ্রামারের সঠিক ব্যবহার দেখিয়ে দিবে এবং চাপ দিলে তা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এমনকি, দাড়ি কমা এর সঠিক ব্যবহার ও এইটায় পেয়ে জাবেন। যেভাবে স্ক্রিন সট এ দেখানো হয়েছে।





এখন হয়তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা তো গুগল কীবোর্ড এর সাহায্যেও এটি করতে পারি। তবে গুগলে শুধুমাত্র অটো কারেকশনে আপনার ভুল উচ্চারণ শুধরিয়ে দেওয়া হয়, কিন্তু গ্রামারটিকাল কোন ভুল ধরিয়ে দেওয়া হয় না। সুতরাং এটির ব্যবহার অনেক সুবিধা জনক। আমি আরো বেশ কিছু এক্সটেনশন নিয়ে ঘাটাঘাটি করেছি এবং এটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। কারণ এখানে আপনার কোন একাউন্ট তৈরি করতে হয় না। শুধুমাত্র ব্রাউজারে এড করলেই আপনি এটি ব্যবহার করতে পারবেন।

বিস্তারিত process স্ক্রিনশটে দেওয়া আছে। আশা করি এটি কারো সাহায্যে আসবে।
jr. member
Activity: 33
Merit: 2
June 03, 2023, 05:12:26 AM
বর্তমান সময়ের মানুষগুলোর মনমানসিকতা এমন, যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত আমরা পর  উপকার করতে চাই না।  এমন হওয়াটা মোটেও ঠিক নয়,  আমাদের মনে রাখতে হবে আমি আমার জীবনের সফলতা আনবো এবং অন্যদের কেউ উৎসাহিত করব আমরা নিজে উপরে ওঠার জন্য  উপরে অন্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব না আমরা সবাই একসাথে উপরে ওঠার চেষ্টা করব,  এরকম অনেক আছে যারা অনেক বড় বড় অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে এর জন্য তারা ছোটদেরকে কোন মূল্যই দেয় না এমনটা কেন হয় ভাই আসুন সবাই একসাথে কাজ করি, সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।


বাংলাদেশ গ্রুপে সবাই সবার সাহায্য করে কাউকে কেউ নিচে নামাতে চায়না আপনি হয়তো এই গ্রুপে নতুন তাই বুঝতে পারতাছেন না আপনি এই গুরুপে থাকুন তাহলে দেখতে পারবেন সবাই সবাইকে অনেক সাহায্য করে
newbie
Activity: 106
Merit: 0
June 03, 2023, 04:41:08 AM
বর্তমান সময়ের মানুষগুলোর মনমানসিকতা এমন, যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত আমরা পর  উপকার করতে চাই না।  এমন হওয়াটা মোটেও ঠিক নয়,  আমাদের মনে রাখতে হবে আমি আমার জীবনের সফলতা আনবো এবং অন্যদের কেউ উৎসাহিত করব আমরা নিজে উপরে ওঠার জন্য  উপরে অন্যকে সিঁড়ি হিসেবে ব্যবহার করব না আমরা সবাই একসাথে উপরে ওঠার চেষ্টা করব,  এরকম অনেক আছে যারা অনেক বড় বড় অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছে এর জন্য তারা ছোটদেরকে কোন মূল্যই দেয় না এমনটা কেন হয় ভাই আসুন সবাই একসাথে কাজ করি, সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন।
member
Activity: 112
Merit: 34
June 03, 2023, 02:14:08 AM
বর্তমানে সবকিছু অনলাইন বা ইন্টারনেটে ব্যবহার করা হচ্ছে। এই ডিজিটাল বিশ্বে এই কারেন্সি অর্থাৎ মুদ্রাও ডিজিটাল হয়ে গেছে,এই ডিজিটাল কারেন্সিকে আমরা সাধারণত ক্রিপ্টোকারেন্সি বলে থাকি। ক্রিপ্টোকারেন্সি কাগজের টাকা বা কয়েন এর মত হয় না,এই কারেন্সি আমরা হাতে বা পকেটেও রাখতে পারবো না,কিন্ত খুব সহজে অনলাইনে একাউন্ট অথবা ডিজিটাল ওয়ালেটে সঞ্চয় রেখে দিতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি এটি অনলাইনের মাধ্যমে লেনদেন করতে পারবেন। বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন যেটার সম্পর্কে আমাদের সবারই ধারনা আছে। পুরো বিশ্বে অনেক কোম্পানি বিটকয়েনের মাধ্যমে লেনদেন করছে,যেমন ফেসবুক,আমাজান,পেপাল এর মত বড় কোম্পানি এর সাথে জড়িত আছে। বর্তমানে এর সংখ্যা আরও বাড়বে। আমেরিকা,চীন,জাপানের মত দেশগুলিতে ক্রিপ্টোকারেন্সির ব্যবহারকারী সবচেয়ে বেশি। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা এবং এতে ইনভেস্ট করা খুবই সহজ। বেশ কিছু ওয়েবসাইট এবং অ্যাপস  রয়েছে,যেখানে আপনি খুবই সহজেই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার ও খুব সহজেই ইনভেস্ট করতে পারবেন।
full member
Activity: 490
Merit: 119
June 03, 2023, 12:04:35 AM


ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করা যেমন গোপনীয়তা এবং সুরক্ষা সম্পর্কে সঠিকভাবে চিন্তা করা একটি গোপনীয় কাজ। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ এবং এর ব্যবহার নিষিদ্ধ। এটি অবৈধ সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তির উপর প্রভাব বিস্তার করতে পারে এবং সম্ভবত আপনাকে আইনের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক কিছুই করতে পারে। আমাদের অবশ্যই উচিত নয় আমাদের ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ সম্পর্কে মানুষকে কিছু বলা কিংবা কিভাবে আমরা ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ করি সে ব্যাপারেও একদম কাউকে কিছু শেয়ার না করা। ক্রিপ্টোকারেন্সির হোল্ডিং এর জন্য আপনার নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপযুক্ত এবং গোপনীয়তা নীতি অনুসরণ করা উচিত।

কয়েন আলাপের একটি পোস্ট দেখে সত্যিই ভয় পেয়ে গেছি। বিটকয়েন মিলিয়নিয়ার ড. জনের মৃত্যু সত্যিই একটা অস্বাভাবিক ঘটনা
sr. member
Activity: 490
Merit: 294
June 02, 2023, 11:26:30 PM
সম্প্রতি দেখা যাচ্ছে বাংলা বোর্ডে বেশ কিছু নতুন সদস্যের আগমন ঘটেছে আমি তাদেরকে বাংলা বোর্ডের সকলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি কিন্তু সমস্যা হচ্ছে নতুন যে সকল সদস্য বাংলা বোর্ডে সংযুক্ত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ সদস্য সরাসরি পোস্ট কপি করে থাকে আমি নাম উল্লেখ করে বলছি না কিন্তু যারা এই কাজগুলো করে থাকেন তারা নিশ্চয়ই আমার পোস্ট পড়ে বুঝতে পারছেন। কপি পেস্ট করলে আমার বা অন্য কারো ক্ষতি নয় সম্পূর্ণই আপনাদের নিজেদের ক্ষতি। এখন হয়তো আপনাদের আইডি ছোট কিন্তু যখন আপনি কষ্ট করে এই আইডি বড় বানাবেন তখন দেখবেন এই আইডি মুহূর্তের মধ্যে  সাসপেন্ড করে দেওয়া হয়েছে কি দরকার আছে পোস্ট কপি করার আপনারা ফোরামে নতুন আগে ফোরামে ভালো করে সময় দিন। ফোরামে আসছেন দুইদিনও হয় নাই এখনই যদি  মেরিট এর জন্য এতটা উতলা হন তাহলে কেমনে হবে।

নতুন অবস্থায় আপনাদের সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। এবং কপি পেস্ট না করে জানার চেষ্টা করতে হবে মানুষ চেষ্টা করলে সবই পারে আপনারা নতুন প্রথম দিকে আপনাদের জন্য এ বিষয়গুলো কঠিন লাগতে পারে কিন্তু যখনই আপনারা বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন তখন এ বিষয়গুলো আপনাদের কাছে আর কঠিন মনে হবে না। তাই ফোরামে সময় দিন যে বিষয়গুলা অজানা সে বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করুন এবং সম্পূর্ণরূপে কপি পেস্ট করা থেকে বিরত থাকুন নিজের জ্ঞান থেকে যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করুন দেখবেন পরবর্তীতে এ বিষয়টি নিয়ে আপনাদের আর আফসোস করতে হচ্ছে না।
full member
Activity: 490
Merit: 119
June 02, 2023, 01:53:10 PM
জানুয়ারি - মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩

২০২৩ জানুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে     = ১৩৭টি
                 এবং মেরিট ট্রানজেকশন হয়েছে    =   ৩০টি

প্রথম পাঁচজন পোস্তদাতা
1. Crypto Library [20]
2. tjtonmoy [17]
3. LDL [15]
4. Little Mouse [14]
5. shasan [13]

জানুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

ফেব্রুয়ারি মাসের  টোটাল পোস্ট হয়েছে       = ২২৬টি
             এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে  = ১৭০ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [27]
2. roksana.hee [25]
3. Crypto Library [22]
4. Mr.corol [22]
5. Little Mouse [19]
6. shasan [19]
7. tjtonmoy [15]
8. BountySujon [8]
9. Djvai77 [8]
10. Learn Bitcoin [5]

ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি ২০২৩

মার্চ মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪৬টি
এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ১৪১ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [36]
2. Mr.corol [34]
3. shasan [31]
4. Learn Bitcoin [30]
5. Crypto Networks [24]
6. Little Mouse [22]
7. roksana.hee [21]
8. Bitcoin_people [20]
9. Terrible99 [20]
10. Crypto Library [17]

মার্চ মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এপ্রিল মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪৪২ টি
   এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে            = ৩০২টি

প্রথম দশজন পোস্টদাতা
1. LDL [37]
2. Mr.corol [33]
3. Learn Bitcoin [32]
4. Suzume [31]
5. Bitcoin_people [29]
6. roksana.hee [29]
7. Little Mouse [20]
8. Bitcoin blockchain [15]
9. Bounty Inspectors [14]
10. Crypto Library [14]

এপ্রিল মাসের অ্যাক্টিভিটি ২০২৩

মে মাসের  টোটাল পোস্ট হয়েছে           = ৪০৫টি
এবং  মেরিট ট্রানজেকশন হয়েছে          = ১৬২ টি

প্রথম দশজন পোস্টদাতা
1. Bd officer [40]
2. Learn Bitcoin [37]
3. roksana.hee [37]
4. LDL [29]
5. Bitcoin_people [23]
6. Crypto Library [22]
7. Little Mouse [19]
    Xal0lex [19] (মডারেটর)
8. NicNacCoin [16]
9. tjtonmoy [15]
10. Dimitri94 [13]

মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩

এই সবগুলো পোস্টই করেছিলেন @Crypto Library ভাই, সত্যি @Crypto Library ভাইয়ের তুলনা হয় না। এই পাঁচ মাসে @Crypto Library ভাইয়ের বাংলা লোকাল থ্রেডে প্রাপ্ত মেরিটের পরিমাণ মাসিক এক্টিভিটি থেকে, নিচে দেয়া হল।

জানুয়ারি  - DdmrDdmr (4), Little Mouse (4) = 8 merits
ফেব্রুয়ারি - DdmrDdmr (4), Little Mouse (2), LDL (1) = 7 merits
মার্চ        - DdmrDdmr (1), Little Mouse (1), Mahdirakib (1), tjtonmoy (1), LDL (1), Bitcoin_people (1) = 6 merits
এপ্রিল     - DdmrDdmr (4), Little Mouse (1), Learn Bitcoin (1), roksana.hee (1) = 7 merits
মে         - DdmrDdmr (2), Little Mouse (1), NicNacCoin (1), Dimitri94 (1), Learn Bitcoin (1) = 6 merits

সবার অংশগ্রহণে বিটকয়েনটক লোকাল ফর্মটা যত দ্রুত সম্ভব একটা বোর্ডে পরিণত হোক এই কামনা করি। বিটকয়েনটক বাংলাদেশ লোকাল বোর্ডে পরিণত হোক, জয় হোক বাংলার মানুষের জয় হোক বিটকয়েনটক বাংলাদেশ বোর্ডের।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 02, 2023, 11:50:44 AM
কেন সবার সচেতন হওয়া জরুরী
আমরা অনেকেই বন্ধু বান্ধবের সাথে আমাদের ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং নিয়ে কথা বলে থাকি। অনেক সময় শেয়ার করে থাকি কিভাবে কি করছি। প্রথমত, ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ। এছাড়া, মানুষ লোভের বশবর্তী হয়ে অনেক কিছুই করতে পারে। আমাদের অবশ্যই উচিত নয় আমাদের ক্রিপ্টোকারেন্সি হোল্ডিং সম্পর্কে মানুষকে শেয়ার করা কিংবা কিভাবে আমরা হোল্ড করছি সে ব্যাপারেও একদম কাউকে কিছু শেয়ার না করা। মানুষকে বিশ্বাস করে এইসব কথা শেয়ার করলে আপনার কাছে থাকা ক্রিপ্টোকারেন্সির লোভে তারা আপনার অনেক ক্ষতিই করতে পারে]
ক্রিপ্টোকারেন্সি কে আমি যেভাবে নেই তা হল যে, ক্রিপ্টো শব্দটি বাংলায় ট্রান্সলেট করলে এটির অর্থ অনেকটা এমন হবে যে - অদৃশ্য, গুপ্ত ইত্যাদি। আর যেহেতু এটি একটি অদৃশ্য কারেন্সি। এই আমাদেরও উচিত সেই ভাবে ব্যবহার করা। এক্ষেত্রে আপনি যে ফোরামে রয়েছেন আপনার ফোরামের নামটাও যেন অন্য কেউ জানতে না পারে এভাবে চলা উচিত। এক্ষেত্রে শুধু লোভ না হিংসা থেকেও মানুষ অনেক কিছুই করতে পারে সে তো আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখা জরুরী। যেহেতু ক্রিপ্টো কারেন্সি আমাদের ডাটার সিকিউরিটি দেয় তাই আমাদের উচিত হবে না যে এর সাথে থেকে নিজেদের ডাটা নিজেরাই উন্মোচন করা।

মে মাসের অ্যাক্টিভিটি ২০২৩
2. Learn Bitcoin [37]
তারপর বলেন, আমার লোকাল থ্রেড এ প্রতিদিন অন্তত একটা করে পোষ্ট করার আইডিয়া টা কেমন কাজ করলো? অনেকের কাছেই হয়তো সম্ভব মনে হয় না। তবে গত মাসে আমি প্রতিদিন একটা করে পোষ্ট করার চেষ্টা করেছি। কোনোদিন ২ টাও করেছি যার কারনে মাস শেষে আমার পোষ্ট সংখ্যা ৩৭ টি হয়েছে। যেহেতু সিগনেচার ক্যাম্পেইনে আছি, তাই শুধুমাত্র লোকাল থ্রেড এ সীমাবদ্ধ থাকা যায় না। আর লোকালে সীমাবদ্ধ থাকাও উচিৎ নয়। সবাই গ্লোবাল বোর্ড এ পোষ্ট করেন। কিন্তু লোকালে চেষ্টা করবেন প্রতিদিন একটা পোষ্ট করার জন্য!

অসাধারণের উপর দিয়েছেন মে মাসে। প্রতিদিন একটা করে পোস্ট করার আইডিয়া নিঃসন্দেহে ভালো হয়। প্রতিদিন একটা নয় প্রতি মাসে যদি আমাদের বর্তমানে যে কয়েকজন মেম্বার রয়েছে তারা সবাই বিষটা করে পোস্ট করে তাহলেই অ্যাক্টিভিটি তে একটা স্থিরতা আসবে। আমিও চেষ্টা করব এখন থেকে প্রতিদিন একটা করে পোস্ট করার একটা করে না পারলেও সপ্তাহে অন্তত পাঁচটা তো করবোই।
newbie
Activity: 4
Merit: 0
June 02, 2023, 11:34:34 AM
বিটকয়েন হলো একটি বিকেন্দ্রীকৃত  ডিজিটাল মুদ্রা হিসেবে পরিচিত বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি পরিচিত বিটকয়েন। মধ্যস্থকারীদের ছাড়াই নিরাপদ। পিয়ার টু পিয়ার লেনদেনের অনুমতি দেয়। এটি একটি ব্লকচেইন নেটওয়ার্ক কাজ করে থাকে এবং প্রোগ্রামযোগ্য প্রকৃতি এটিকে মুদ্রার একটি অনন্য এবং কি  বৈপ্লবিক রুপ করে তোলে। বিটকয়েন তার ব্যবহারকারীদের জন্য পরিপূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে।
newbie
Activity: 4
Merit: 0
June 02, 2023, 10:20:12 AM
newbie
Activity: 23
Merit: 10
June 02, 2023, 10:15:25 AM
অভিনন্দন! @LED ভাইকে আপনি সঠিক পথে এগিয়ে এসেছেন এবং সফলতা অর্জন করেছেন। আপনার উদ্যম, পরিশ্রম এবং প্রয়াস আপনাকে এই সময়ে একটি অগ্রগতির উচ্চতায় আনেছে। আপনার নিখুঁত কাজের ফলে খুব অল্প সময় মধ্যে মাত্র ২২৫ দিন সিনিয়র মেম্বার হয়েছেন। আমি মনে করি আপনার  এই সফলতা আমাদের লোকাল বোর্ডর  সফলতা।  আপনার আগামীর পথে আরও অপারিবর্তিত সাফল্য অর্জন করুন। আপনাকে একটি সাফল্যময় ভবিষ্যতের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি!
এলইডি ভাই অ্যাকাউন্ট করে  ১৯ অক্টোবর  ২০২২;
সর্বমোট পোস্ট করেনঃ ১০৬৩
বাংলাদেশ বোর্ডে পোস্ট করেছেনঃ১৪৫ টি
মিরিটঃ৪৯১
BPIP-RANK:#1364
newbie
Activity: 4
Merit: 0
June 02, 2023, 10:11:57 AM
বিটকয়েন ব্লকচেইনে দৈনিক লেনদেন  সর্বোচ্চ রেকর্ড গড়েছে 682000। প্রাথমিকভাবে BRC -20 এর নির্মিত ব্লক চেইনে প্রথম টোকেন। এই বছরে 25000 টোকেন তৈরি হয়েছে। যদিও এই টোকেনের মূল্য এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েনের প্রতি শুধু অর্থ প্রদান বা মূল্য ভান্ডার পদ্ধতি হিসাব নয়। বরং নতুন কয়েন আপ্লিকেশন বিকাশের ভিত্তি হিসেবে। বিটকয়েনের ব্লগ চেইনে ইথিরিয়াম এবং সোলোনার চেয়ে টোকেন এবং আপ্লিকেশন তৈরির জন্য একটি নিরাপদ ভিত্তি হিসাবে দেখেন।
Jump to: