Author

Topic: বাংলা (Bengali) - page 212. (Read 5728960 times)

jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
June 10, 2023, 11:49:13 AM
staff
Activity: 2436
Merit: 2347
June 10, 2023, 11:46:14 AM
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।

ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalksearch.org/topic/i-require-community-feedback-thanks-5454810 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না।

ভাল, প্রথমত, আমি কাউকে অভিযুক্ত করছি না। আপনি আমার পোস্ট মনোযোগ দিয়ে পড়েননি, বা আমি বাংলায় ভালো লিখিনি। আমি কেবল পরামর্শ দিয়েছি যে এই ব্যবহারকারীর লেখা পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল ছিল।
দ্বিতীয়ত, আমার অভিজ্ঞতা বিশ্বাস করুন। আমি নিশ্চিত যে তিনি এটি লেখেননি। এই ধরনের পেশাদারভাবে লিখিত প্রযুক্তিগত পাঠ্য শুধুমাত্র একটি খুব জ্ঞানী পেশাদার বা AI দ্বারা লিখতে পারে।
তৃতীয়ত, এমন অনেক ভাষা আছে যেখানে এই লেখাটি লেখা হতে পারত। উদাহরণস্বরূপ, ফরাসি ভাষায় লেখা এই লেখাটিকে বাংলায় অনুবাদ করতে কে বাধা দেয়? এটা ঠিক, কেউ.

পি.এস. এই কেবলমাত্র আমার মতামত ব্যক্ত করা, যা অন্যের মতামতের সাথে মিলতে পারে না।
পি.পি.এস. কারোকে ক্ষতিগ্রস্থ করতে চাইনি।
full member
Activity: 490
Merit: 119
June 10, 2023, 11:03:29 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন

ভাই আপনি যদি মেরিটের পিছনে দৌড়ান তাহলে মেরিট কখনোই পাবেন না। আপনি ভালো কোয়ালিটি ফুল পোস্ট করেন বা আপনি এমন কোন পোস্ট করেন যেটা থেকে একজন নতুন ইউজার বা পুরাতন ইউজারের সহযোগিতা হয়। ভাই, আপনার পোস্ট যদি ভাল হয় তাহলে আপনি মেরিট পাবেন, ইনশাআল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের এই বাংলা লোকাল বোর্ডে সিনিয়র ভাইয়েরা আছেন তারা সকলেই খুব হেল্পফুল মাইন্ডেড।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 10, 2023, 10:14:32 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়।
আপনাকে মেরিট পাওয়ার জন্য অবশ্যই সিনিয়র ভাইদের কে ফোলো করতে হবে। আপনি তাদের প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তারা কি ধরনের পোস্টে মেরিট সেন্ড করে থাকেন। আপনি সেরকম ভাবে পোস্ট করার চেষ্টা করুন। আর আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো ইনফরমেটিভ পোস্ট করার চেষ্টা করুন। এভাবে আপনি চেষ্টা করুন অবশ্যই মেরিট অর্জন করতে পারবেন।
আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
হ্যাঁ অবশ্যই এখানে আপনি মেরিট আদান প্রদান করতে পারবেন। কিন্তু মেরিট সেন্ড করার জন্য আপনার কাছে s merit থাকতে হবে। আপনি যদি দুইটা মেরিট অর্জন করতে পারেন তাহলে একটি অন্যজনকে দিতে পারবেন।
আরো কোন বিষয়ে অজানা থাকলে আপনি এখানে প্রশ্ন করতে পারেন। কোন না কোন সিনিয়র ভাই সমাধান দেওয়া চেষ্টা করবে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 10, 2023, 10:00:48 AM
আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।
আপনার প্রতি সম্মান রেখে জানাচ্ছি আমি কোন ধরনের AI ব্যবহার করিনি আর ভবিষ্যতেও করবো না ইনশাল্লাহ। এটাও হতে পারে আপনার ব্যবহৃত টুলটি ভালো না।
তবে সত্যিকার অর্থে কোন ধরনের AI ব্যবহার না করেও এই ধরনের মন্তব্য আমার খারাপ লেগেছে।
newbie
Activity: 826
Merit: 0
June 10, 2023, 09:45:14 AM
আমি অনেক পুরনো মেম্বর কিন্তু আমি জানি না কেমনে কি ধরনের পোস্ট করলে মেরিড পাওয়া যায়। মেরিট সম্পর্কে যদি কেউ এখটু  বিস্তারিত বলতো তাহলে আমার অনেক উপকার হত ।

আবার শুনছি  মেরিট আদান-প্রদান করা যায় বলে।
আরো অনেক কিছু জানার বাকি আছে আমাকে কেউ বলবেন.... এই গ্রুপের রুলছ কেমন
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 10, 2023, 08:19:35 AM
প্রথমত কখনোই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করতে যাওয়ার মতো বোকামি করবেন না। কারন আমরা সবাই জানি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট খুবই Volatile এবং যেকোনো সময় কোন একটি খারাপ নিউজ বা কোন এক্সচেঞ্জ হ্যাক হলে বা কোন স্ক্যাম হলে  মার্কেট অনেকটা নিচে নেমে যেতে পারে। আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করতে যাবেন তখন যদি আপনার ভাগ্য সহায় না হয় তাহলে আপনাকে পথে বসতে হতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রেডার হতে হবে। চলুন জেনে নিন ভালো মানের ট্রেডার কে বা কারা ?
-snip-

আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।

ওনার পোষ্ট পড়ে আমার কাছে AI জেনারেটেড মনে হয়নি। তবে আমিও ওনাকে বলবো যদি AI ব্যাবহার করে থাকেন, দয়া করে আর করবেন না। কিন্তু আমি বিশ্বাস করি পোষ্ট টি AI জেনারেটেড না। আজকাল AI ডিটেক্টর গুলো সঠিক ভাবে কাজ করছে না। কোন AI ডিটেক্টর এর ওপর ভরসা করবো বুঝা মুশকিল। কয়েকদিন আগে আমাদের আরেকজন লোকাল মেম্বারকে AI ইউজ করে এরকম একিউজ করা হয়েছিলো। প্রকৃতপক্ষে উনি AI ব্যাবহার করেন নি। https://bitcointalksearch.org/topic/i-require-community-feedback-thanks-5454810 চাইলে এই থ্রেড টি দেখে আসতে পারেন। AI বাংলা ভাষায় এখনো দক্ষ হতে পারেনি। তাই যদি কেউ AI ব্যাবহার করে কিছু লেখালেখি করে, এটা খুব সহজেই ধরে ফেলা যায়। বাংলা ভাষায় AI অনেক ভূলভাল লিখে থাকে যা একজন ন্যাটিভ বাংলাদেশি বুঝতে পারবে না।
member
Activity: 392
Merit: 27
Be Happy ☺️
June 10, 2023, 07:01:36 AM
$7,000 Bitcoin?
 


Bloomberg intelligence সিনিয়র ম্যাক্রো স্ট্র্যাটেজিস্ট Mike McGlone  ভবিষ্যৎবাণী করছেন যে বিটকয়েন 2020 সালের পর  থেকে দেখা যায়নি জার দাম হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।।

McGlone তার টুইটারে একটি পোস্ট এর মধ্যে বলেছেন যে ফেডারেল রিজার্ভ যখন COVID বাজার পতনের সময় দ্রুত অর্থ সরবরাহ প্রসারিত করা শুরু করেছিল তখন থেকে বিটকয়েন এখনও প্রায় 4 গুণ বেশি।।  
একটি গড় সংস্করণ যেখানে এটির সমাবেশ বলা হয়েছিল প্রায় $7,000 থেকে শুরু হয়েছিল তা সম্ভাবনার বাইরে নয়।।

পোস্ট টি যখন লেখা হয় তখন BTC-এর বর্তমান মূল্য $26,889 থেকে প্রায় 75% হ্রাস পাওয়ার সম্ভবনা রয়েছে।।  

McGlone বলেছেন ,  
বিটকয়েনের স্থায়িত্বশীল অবস্থার দিকে লক্ষ করে দেখা যাচ্ছে যে বিটকয়েনের নির্দেশক পক্ষপাতকে 52 সপ্তাহের গড় এর উপর লক্ষ করে দেখা যাচ্ছে যে এর অবস্থান ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে ।। স্লম্পিং কপার এবং ক্রিপ্টোগুলি সতর্কতা এবং স্থিতিস্থাপক স্টক মার্কেটের বিপরীতে মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে।।



আবার একটি সাক্ষাতে McGlone একটি বিরূপ মত প্রকাশ করেছেন ।। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন যে বিটকয়েনের বর্তমান আর্থিক অবস্থা দেখে তিনি বলছেন bitcoin বর্তমান সময়ে এটি স্বর্ণ এর সাথে তুলনা করে বলছেন যে এটি ভবিষ্যৎ সুরক্ষিত একটি মুদ্রা এবং এটাই বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ।।

স্বর্ণ নিশ্চিত ভাবে একটি ঝুঁকিমুক্ত সম্পদ এখন বিটকয়েনের মুভমেন্ট এর ওপর এনালাইসিস করে দেখা যাচ্ছে যে বিটকয়েন ও স্বর্ণ মত একটি ভবিষ্যৎ রক্ষিত সম্পদ ।। আপনি দেখতে পেয়েছেন যে S&P 500 সত্যিই 20% হ্রাস পেয়েছে, হয়তো তামা এবং বিটকয়েনের মতো 3,000-এ নেমে যাবে যাতে নতুন কম না হয।।

তাহলে দেখা যাচ্ছে যে বিটকয়েনের তথ্যগুলো 2020 সালে বিশাল তারল্য পাম্পের ঠিক আগে, 2019 সালে বিটকয়েন, গড় মূল্য ছিল 7,000$।। ঠিক আছে, তাই এটি $60,000 এ ঠেকেছে এবং এখন আমরা $27,000।। এটি এখনও 4 গুণ দাম।। আমাদের এখনও কিছুটা গড় প্রত্যাবর্তনের ঝুঁকি রয়েছে এবং তাই আমি যেভাবে এটিকে দেখি, এটি এমন একটি বাজার যেখানে  আমাদের  কোনও সম্পদে ঝুঁকির দীর্ঘ থাকার কথা নয়।।

সোর্স
 
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 10, 2023, 06:56:20 AM

ধন্যবাদ ভাই আপনার কথাটি সম্পূর্ণ উপযুক্ত এবং আপনার কথার বাইরে আর কোন আলোচনা করা চলে না। তবুও কিছু কথা না লিখলেই নয়। ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েন এর উপর বিনিয়োগ করা এক দৃষ্টিতে ঝুঁকি মনে হলেও যদি সে ঠিকমতো বুলরানে(Bull Run) পড়ে যায় তাহলে তার ব্যাংকের ঋণ পরিশোধ করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না‌। তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে ব্যাংক থেকে টাকা লোন না করে যদি তার কোন ফিজিক্যাল এসেট থাকে তাহলে সেটা সে বিক্রি করে বিটকয়েনে বিনিয়োগ করতে পারবেন।
বর্তমানে মার্কেট একটু বেয়ারিশ পজিশনে চলে গিয়েছে এবং এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে কয়েক সপ্তাহের ভিতরে ভালো মানের একটি প্রফিট চলে আসবে। মার্কেট খারাপ পজিশনে চলে আসলে অধৈর্য হলে চলবে না বরং ধৈর্য ধারণ করে মার্কেট বুল রানের জন্য অপেক্ষা করতে হবে।
full member
Activity: 770
Merit: 184
June 10, 2023, 06:30:02 AM
অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
আমি যা মনে করি ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনের বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বিটকয়েন ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, বিটকয়েনের দাম ভবিষ্যতে বাড়তেও পারে এবং কমতেও পারে। ব্যাংক হতে টাকা লোন নিয়ে বিনিয়োগ করলে দেখা যাবে আপনি বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলেন, এখন ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন? তাই আমি মনে করি ব্যাংক হতে ঋণ নিয়ে বিনিয়োগ করা উচিত নয়। শুধু ব্যাংক নয় অন্য কোনো উৎস হতে ঋণ নিয়ে বিযনিয়োগ করা উচিত নয়।
আর যাদের সঞ্চয় করা টাকা আছে, টাকা দিয়ে কোন কাজ করছেন না। সেই টাকার কিছু অংশ বিনিয়োগ করাই উত্তম, কেননা এতে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলে খুব একটা প্রবলেম হবে না।
বিটকয়েনে বিনিয়োগে উচ্চ লাভের আশায় অনেকেই এমন সীধান্ত নিয়ে থাকেন যে তারা ব্যাংক লোন নিয়ে বিটকয়েনে বিনিয়োগ করবে। বিটকয়েন একটি ডিসেন্ট্রলাইজড ক্রিপ্টোকারেন্সি যেখানে সবারই আস্থা রয়েছে। অনেক ক্ষেত্রে মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করে একজন ট্রেডারের প্রফিট এবং লস নির্ভর করে। বিটকয়েনে বিনিয়োগ করে যদি একজন বিনিয়োগকারী বিটকয়েনের বুলিশ ট্রেন্ডের মধ্যে পরেন তাহলে তার ঋন পরিষোধ করা খুব সহজ হবে। কিন্তু যদি বুলিশ না হয়ে বেয়ারিশ হয় তাহলে ব্যাংক ঋন বিনিয়োগকারীরর আর্থিক পরিস্থিতিকে আরও নেতিবচাক পর্যায়ে নিয়ে আসবে। তবে ভাল এবং মন্দ বিচার করে আমি ব্যেক্তিগতভাবে কখনই ব্যাংক ঋন নিয়ে বিনিয়োগে উৎসাহিত হব না। আমি জানি ঝুকি নিতে পারলে সেখানে লাভের সম্ভাবনা বেশি। কিন্তু আমার যেহেতু উপার্জনের সোর্স লিমিটেড। তাই যদি মার্কেট উর্ধমুখি না হয় তাহলে আমাকে ঋনের মুল টাকার সাথে অতিরিক্ত ‍সুদ দিতে হবে যা আমার পক্ষ্যে বেয়ার করা সম্ভব নয়। অনেক বিটকয়েনে বিনিয়োগকারীরা আছেন যারা শুধুমাত্র বিটকয়েনের পজিটিভ দিক গুলো বিবেচনা করে অর্থ লাভের জন্য দ্রুত বিটকয়েনে বিনিয়োগ করে থাকেন তাদের উদ্যেশ্যে বলব যে এটি আর্থিকভাবে দ্রুত লাভবান হওয়ার জন্য কোন প্লাটফরম নয়। তবে এখানে যারা ধৈর্য্য ধারনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবে তাদের প্রত্যাশা অনুযায়ি প্রাপ্তি অনেক বেশি হবে।
full member
Activity: 490
Merit: 119
June 10, 2023, 06:14:17 AM
একটি শিশু, একজন শিক্ষক, একটি বই এবং একটি কলম পৃথিবীকে বদলে দিতে পারে। শুধু শিক্ষাই একমাত্র মাধ্যম।

একটি শিশু = আমি (ফোরামের ইউজারস)
একজন শিক্ষক = (@Little Mouse, @Shasan, @Crypto Library, @LDL, @Bitcoin_People, এবং ফোরামের-এর সকল সিনিয়র ভাইয়েরা)
একটি বই =  বিটকয়েনটক ফোরাম (ক্রিপ্টকারেন্সি রিলেটেড সমস্ত জ্ঞানের ভান্ডার)
একটি কলম = নিজের মেধা (আপনার মেধা আপনার লেখনীতে প্রকাশ পায়)

সফলতা আপনার পিছনে উকি দিচ্ছে। শুধু আপনারা আপনাদের  লক্ষ্য ঠিক রাখুন।  বিটকয়েনটক ফোরামের নিয়মকানুন অনুসরণ করুন। আর কারো পোস্ট কপি-পেস্ট করা থেকে বিরত থাকুন। আর একটা কথা "হ্যাঁ" (এ আই) টুলস ব্যবহার করবেন না। নিজের ভাষায় লিখুন।
staff
Activity: 2436
Merit: 2347
June 10, 2023, 05:48:57 AM
প্রথমত কখনোই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করতে যাওয়ার মতো বোকামি করবেন না। কারন আমরা সবাই জানি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট খুবই Volatile এবং যেকোনো সময় কোন একটি খারাপ নিউজ বা কোন এক্সচেঞ্জ হ্যাক হলে বা কোন স্ক্যাম হলে  মার্কেট অনেকটা নিচে নেমে যেতে পারে। আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করতে যাবেন তখন যদি আপনার ভাগ্য সহায় না হয় তাহলে আপনাকে পথে বসতে হতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রেডার হতে হবে। চলুন জেনে নিন ভালো মানের ট্রেডার কে বা কারা ?
-snip-

আপনার পাঠ্যটি এআই দ্বারা উত্পন্ন পাঠ্যের সাথে খুব মিল। আমি সুপারিশ করছি যে ভবিষ্যতে আপনি ফোরামে আপনার পোস্টগুলি লিখতে AI ব্যবহার করবেন না।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 10, 2023, 04:49:31 AM
ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অনেক ভালো মানের ট্রেডার হতে হবে।অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
প্রথমত কখনোই ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করতে যাওয়ার মতো বোকামি করবেন না। কারন আমরা সবাই জানি বিটকয়েন এবং ক্রিপ্টো মার্কেট খুবই Volatile এবং যেকোনো সময় কোন একটি খারাপ নিউজ বা কোন এক্সচেঞ্জ হ্যাক হলে বা কোন স্ক্যাম হলে  মার্কেট অনেকটা নিচে নেমে যেতে পারে। আপনি যখন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করতে যাবেন তখন যদি আপনার ভাগ্য সহায় না হয় তাহলে আপনাকে পথে বসতে হতে পারে। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের ট্রেডার হতে হবে। চলুন জেনে নিন ভালো মানের ট্রেডার কে বা কারা ?

১. ভালো মানের ট্রেডার হতে হলে আপনাকে অবশ্যই ট্রেডিং স্ট্রাটেজি থাকতে হবে এবং ক্রিপ্টো মার্কেটে নূন্যতম এক্সপেরিয়েন্স থাকতে হবে। সবচাইতে কমন ট্রেডিং স্ট্রাটেজি হলো Buy Low Sell High অর্থাৎ আপনাকে চার্ট এনালাইসিস জানতে হবে কয়েন এনালাইসিস জানতে হবে এবং কখন এন্ট্রি নিলে সর্বোচ্চ প্রফিট করতে পারবেন সেই সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং আপনার এক্সিট পয়েন্ট নির্দিষ্ট করতে হবে। এবং কোন প্রজেক্ট সম্পর্কে আইডিয়া তাছাড়া তাদের লেটেস্ট নিউজ সম্পর্কে ধারণা রাখতে পারলে ভালো।

২. কিভাবে ইনভেস্টমেন্ট এর সময় কিছু কমন ভুল এড়িয়ে চলতে হবে যেমন FOMO (Fear Of Missing Out) buying, FUD (Fear, Uncertainty and Doubt) এবং অবশ্যই ট্রেডিং বা ইনভেস্টমেন্ট থেকে ইমোশন দূরে রাখতে হবে। কেননা ইমোশনাল হয়ে ট্রেডাররা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে।

৩. Risk Management সম্পর্কে আইডিয়া থাকতে হবে এবং আপনার ফান্ডের সর্বোচ্চ ১০ বা ২০ পার্সেন্ট ইনভেস্ট করতে হবে। এছাড়া অবশ্যই Stop Loss ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। কেননা আপনি অল্প লস খুব সহজে রিকভার করতে পারবেন যদি আপনার স্ট্রাটেজি ভালো থাকে এবং রিস্ক ম্যানেজমেন্ট ভালো থাকে। কিন্তু যদি মার্কেট ক্র্যাশের কারণে খুব বেশি লসে চলে যান তাহলে হয়তো ইমোশনাল ট্রেডিং শুরু করে দিবেন।

 আশা করি এখন বুঝতে পেরেছেন কেন ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেড করা উচিত না এবং সম্পূর্ণ ফান্ড ইনভেস্ট করা উচিত না।
ধন্যবাদ সবাইকে।
jr. member
Activity: 32
Merit: 3
June 10, 2023, 02:28:33 AM
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 10, 2023, 01:36:20 AM
অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
আমি যা মনে করি ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনের বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বিটকয়েন ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, বিটকয়েনের দাম ভবিষ্যতে বাড়তেও পারে এবং কমতেও পারে। ব্যাংক হতে টাকা লোন নিয়ে বিনিয়োগ করলে দেখা যাবে আপনি বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলেন, এখন ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন? তাই আমি মনে করি ব্যাংক হতে ঋণ নিয়ে বিনিয়োগ করা উচিত নয়। শুধু ব্যাংক নয় অন্য কোনো উৎস হতে ঋণ নিয়ে বিযনিয়োগ করা উচিত নয়।
আর যাদের সঞ্চয় করা টাকা আছে, টাকা দিয়ে কোন কাজ করছেন না। সেই টাকার কিছু অংশ বিনিয়োগ করাই উত্তম, কেননা এতে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলে খুব একটা প্রবলেম হবে না।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আসলে ঋণ নিয়ে বিযনিয়োগ করা মানে গ্রামের বাসা বলি নিজের পায়ে নিজে কুড়াল মাড়া । তাই বলি কখনো ভুলেও ঋণ নিয়ে বিযনিয়োগ করবেন না এতে আপনার অনেক ক্ষতি হবে পারে । তাই খুব সাবধান আর আপনি পারলে নিজের জমানো টাকা দিয়ে বিনিয়োগ করেন এতে আপনার একটু ক্ষতি কম হবে । আর ঋণ নিয়ে করলে অনেক ক্ষতি হতে পারে আসা করি আপনি বুঝতে পারছেন ।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 10, 2023, 01:23:46 AM
অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
আমি যা মনে করি ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনের বিনিয়োগ করা খুবই ঝুঁকিপূর্ণ। কেননা বিটকয়েন ভবিষ্যতে কি হবে তা বলা যায় না, বিটকয়েনের দাম ভবিষ্যতে বাড়তেও পারে এবং কমতেও পারে। ব্যাংক হতে টাকা লোন নিয়ে বিনিয়োগ করলে দেখা যাবে আপনি বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলেন, এখন ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন? তাই আমি মনে করি ব্যাংক হতে ঋণ নিয়ে বিনিয়োগ করা উচিত নয়। শুধু ব্যাংক নয় অন্য কোনো উৎস হতে ঋণ নিয়ে বিযনিয়োগ করা উচিত নয়।
আর যাদের সঞ্চয় করা টাকা আছে, টাকা দিয়ে কোন কাজ করছেন না। সেই টাকার কিছু অংশ বিনিয়োগ করাই উত্তম, কেননা এতে বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হলে খুব একটা প্রবলেম হবে না।
member
Activity: 112
Merit: 34
June 10, 2023, 12:37:02 AM
বিটকয়েন এটি এখন বহুল প্রচলিত। এখনকার বাচ্চারাও জানে বিটকয়েন কি। অনেক অভিজ্ঞ ট্রেডার আছে যারা বিটকয়েন এ ইনভেস্ট করে অনেক অর্থ উপার্জন করছে এবং নতুন অনেক ট্রেডার আছে যারা বিটকয়েনে ইনভেস্ট করে অর্থ উপার্জন করতেছে। অনেক নতুন ট্রেডার যারা কীভাবে বিটকয়েনে ইনভেস্ট করতে হয় তারা সেটা বুঝে উঠে না এর জন্য তারা নানা উপায় অবলম্বন করে থাকে। বিটকয়েনে ইনভেস্ট করে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অনেক ভালো মানের ট্রেডার হতে হবে। অনেকে বলে থাকে ব্যাংক থেকে লোন নিয়ে বিটকয়েনে ইনভেস্ট করেন তাহলে লাভবান হতে পারবেন। ব্যাংক থেকে লোন নিয়ে কি আসলেই লাভবান হওয়া যায়?
member
Activity: 81
Merit: 12
Hey you! Need a Bounty Manager?
June 10, 2023, 12:16:59 AM
আরেকটি রহস্যময় স্বাক্ষরিত বার্তা 2009 বিটকয়েন ব্লক 1,018 এর সাথে যুক্ত দেখা যাচ্ছে

এই সপ্তাহে, অর্ডিনাল শিলালিপির সংখ্যা 11 মিলিয়ন ছাড়িয়ে গেছে, বিশেষ করে একটি শিলালিপির সংখ্যা 11,035,214, দাড়িয়েছে ।শিলালিপির একটা বার্তা বহন করে যা ব্লক 1,018 এর সাথে যুক্ত ব্যক্তিগত কী দিয়ে স্বাক্ষর করা হয়েছে, এবং চাবিটি বেশ পুরোনো হলেও, কম্পিউটার বিজ্ঞানী হ্যাল ফিনির সাথে লিস্ক করা হয়েছে, এটিই প্রথমবার নয় যে কেউ নির্দিষ্ট ব্যক্তিগত কেউ ব্যবহার করেছে । 2009 থেকে একটি বার্তা স্বাক্ষর করতে ।

হ্যাল ফিনির কি ধাঁধা ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের সাথে স্বাক্ষরিত রহস্যময় বার্তা

2022 সালের নভেম্বরে, bitcointalk.org - এ একটি পোস্ট ক্রিপ্টোকারেন্সি সম্প্রদায়ের অনেকের দৃষ্টি আকর্ষণ করেছিল । ব্যবহারকারী যিনি "Onesignature" নামে গিয়েছিলেন, তিনি একটা বার্তা প্রকাশ করেছিলেন যা 19 জানুয়ারী, 2009-এ তৈরি করা একটি নিদিষ্ট ঠিকানা দিয়ে স্বাক্ষরিত হয়েছিল । এই ঠিকানাটি "1NChf" নামে পরিচিত, 14 জুন পর্যন্ত  50 BTC - এর ব্লক পুরস্কার ছিল । 2011 এটা বিশ্বাস করা হয় যে কম্পিউটার বিজ্ঞানী হ্যাল ফিনিই ছিলেন যিনি ব্লক 1,018 খনন করেছিলেন এবং ভর্তুকি খরচ করেছিলেন, এটি তার "চলমান বিটকয়েন" দিনগুদিতে অর্জিত অন্যান্য ব্লক পুরস্কারের সাথে একত্রিত করেছিলেন ।
সোর্স
sr. member
Activity: 602
Merit: 317
WOLFBET.COM - Exclusive VIP Rewards
June 09, 2023, 11:26:39 PM
কীভাবে ক্রিপটোকারেন্সি-তে বিনিয়োগ করা শুরু করবো?

প্রথমদিকে কাজটি একটু জটিল। কিন্তু আপনি যখন অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং কিছু পুঁজি হয়ে যাবে তখন উক্ত পুঁজিকে পুন:বিনিয়োগের মাধ্যমে আপনাকে ব্যবসা শুরু করতে হবে।

নি:সন্দেহে আপনি ক্রিপ্টোকারেন্সী সম্পর্কে জানেন অথবা খোঁজ খবর রাখেন, অথবা আপনি কারো কাছ থেকে শুনেছেন। তা না হলে আপনার ক্রিপ্টেকারেন্সিতে বিনিয়োগ করার ইচ্ছা জাগতো না।

প্রথমেই বলে রাখি: বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সী‘র ব্যবসা করা/ক্রয় বিক্রয় সরকার কর্তৃক অবৈধ। তাই, বৈধভাবে বিপুল পরিমাণ ডলার (শেয়ার বাজারের ন্যায়) এখানে বিনিয়োগ সম্ভব নয় এবং আপনাকে ক্রিপো: ক্রয়ের জন্য ডলার পাঠাতে দিবে না।

কিন্তু, বাংলাদেশে ফ্রি-ল্যান্সিং- কাজ/ব্যবসাকে উতসাহিত করা হয়। যাঁরা ফ্রি-ল্যান্সি কাজ করেন, তাঁরা সবাই বা অনেকেই ক্রিপ্টো: ব্যবসা জানেন এবং এর মাধ্যমে আয় করে দেশে উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করছেন।


Xal0lex মোডারেটরের ওয়ারনিং না খেতে চাইলে আপনি আপনার পোস্টে এই লিংকটি যোগ করে দিন তাহলে আপনি জবাবদিহিতার হাত থেকে রক্ষা পাবেন। এই সমস্ত ছোট্ট খাটো বিষয় মোডারেটর বেশ কয়েকবার উল্লেখ করেছেন অথচ আমরা কেউ ই এই সতর্কতা আমলে নিচ্ছি না। এতে আমাদের পরবর্তী সুবিধা পেতে সমস্যা হতে পারে।
আপনি নিচের লিংকটি আপনার পোস্টে যোগ করতে ভুলবেন না: https://bn.quora.com/%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%87
newbie
Activity: 12
Merit: 0
June 09, 2023, 11:02:56 PM
কীভাবে ক্রিপটোকারেন্সি-তে বিনিয়োগ করা শুরু করবো?

প্রথমদিকে কাজটি একটু জটিল। কিন্তু আপনি যখন অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং কিছু পুঁজি হয়ে যাবে তখন উক্ত পুঁজিকে পুন:বিনিয়োগের মাধ্যমে আপনাকে ব্যবসা শুরু করতে হবে।

নি:সন্দেহে আপনি ক্রিপ্টোকারেন্সী সম্পর্কে জানেন অথবা খোঁজ খবর রাখেন, অথবা আপনি কারো কাছ থেকে শুনেছেন। তা না হলে আপনার ক্রিপ্টেকারেন্সিতে বিনিয়োগ করার ইচ্ছা জাগতো না।

প্রথমেই বলে রাখি: বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সী‘র ব্যবসা করা/ক্রয় বিক্রয় সরকার কর্তৃক অবৈধ। তাই, বৈধভাবে বিপুল পরিমাণ ডলার (শেয়ার বাজারের ন্যায়) এখানে বিনিয়োগ সম্ভব নয় এবং আপনাকে ক্রিপো: ক্রয়ের জন্য ডলার পাঠাতে দিবে না।

কিন্তু, বাংলাদেশে ফ্রি-ল্যান্সিং- কাজ/ব্যবসাকে উতসাহিত করা হয়। যাঁরা ফ্রি-ল্যান্সি কাজ করেন, তাঁরা সবাই বা অনেকেই ক্রিপ্টো: ব্যবসা জানেন এবং এর মাধ্যমে আয় করে দেশে উন্নয়ন সাধনে অগ্রণী ভূমিকা পালন করছেন।
নিউজ লিংক https://bn.quora.com/%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%87

Jump to: