Author

Topic: বাংলা (Bengali) - page 208. (Read 5729841 times)

full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
June 16, 2023, 02:33:35 PM
অগ্রিম অভিনন্দন আমাদের আরো একজন উজ্জ্বল সম্ভাবনাময় ভাইকে @Fuso.hp তার Full Member হওয়ার জন্য পর্যাপ্ত মেরিট হয়ে গেছে। এখন শুধু কয়েকটি এক্টিভিটির অপেক্ষা। আমাদের লোকাল বোর্ডের সকল ভাই ব্রাদারের পক্ষ থেকে আপনাকে জানাই অগ্রিম অভিনন্দন এবং শুভকামনা রইল আপনার পরবর্তী ফোরাম জার্নির জন্য। এবং অবশ্যই বাংলা লোকাল থ্রেডে একটিভ থাকার চেষ্টা করবেন।


আমার মতে আপনি নতুন মেম্বারদের জন্য অনুপ্রেরণা হতে পারেন কেননা আপনি খুব কম সময়েই আপনার কাঙ্খিত লক্ষ্যের প্রথম ধাপে পৌঁছে গেছেন। অনেক মেম্বার আছেন যারা মনে করেন ফোরামে গ্রো করতে গেলে হয়তো অনেক সময়ের প্রয়োজন। অবশ্যই ধৈর্য প্রয়োজন, সাথে প্রয়োজন আত্মবিশ্বাস ও নিজের প্রচেষ্টা। তাই অন্য ভাইদের বলবো আপনারাও চেষ্টা করুন, শিখতে থাকুন অন্যকে হেল্প করুন। হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনারাও সফল হবেন ইনশাল্লাহ।
sr. member
Activity: 630
Merit: 387
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 16, 2023, 12:46:10 PM
So many pizzas! It's finally time to reveal the winners. After some deliberation here is this year's prize structure:

1. Mendace: 0.003BTC
2. fillippone: 0.003BTC
3. Ale88: 0.003BTC
4. Petulino:  0.003BTC
5. Not your key not your btc: 0.003BTC

বিটকয়েন পিজ্জা ডে 2023 কনটেস্টে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে অনেকে পিজ্জা কনটেস্ট অংশগ্রহণ করেছিলো। আমাদের বাংলাদেশী কোন ভাই উইনার হতে পারে নি। যাইহোক আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলাম এইটাই অনেক কিছু বিজয়ী হতে হবে এমন না। আমাদের বাংলাদেশর অনেকেই হয়তো বিজয়ী কে হলো দেখতে আগ্রহী হয়ে আছেন, তাই আমি কোট করে দিলাম সকলে যাতে দেখতে পারেন।
full member
Activity: 546
Merit: 164
June 16, 2023, 10:29:59 AM
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।

আপনার কথার সাথে আমি একমত আছি

তার সাথে আমি কিছু কথা বলতে চাই!

আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়।  
তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয়
আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব!
আমি বুঝলাম না বাংলাদেশের মত দেশে আপনি বিটকয়েনের বৈধতা নিয়ে আন্দোলন করতে চাচ্ছেন । আমার মনে হয় না এই আন্দোলনের ফলাফল খুব একটা ভালো হবে। তবে এই আন্দোলন বা মানববন্ধন আপনি যেটাই করতে চান না কেন আমার মনে হয় এই আন্দোলন করে আপনি এক  ঘন্টা টিকতে পারবেন না। সঙ্গে সঙ্গে আপনাকে আইনে জটিলতার মধ্যে পড়তে হবে। এবং দেখা যাবে আপনাকে অবশেষে জেল হাজতে থাকতে হবে। বিটকয়েন বৈধতা নিয়ে আন্দোলন করে এর সঠিক কোন ফলাফল আসবেনা। যদি আমাদের দেশের সরকার না চায় তাহলে আমরা বিটকয়েনের বৈধতা নিয়ে আন্দোলন করে আমরা এর সমাধান পাব না। আমার যেটা মনে হয় ভবিষ্যতে আপনাকে এই সমস্ত চিন্তা ভাবনা থেকে নিজেকে বিরত থাকতে হবে। সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে।
full member
Activity: 770
Merit: 184
June 16, 2023, 06:50:40 AM
তবে, এইখানে আরো একটা ব্যাপার থেকে যায় যে SEC কিন্তু বিটকয়েন এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিংবা করবেও না। সম্প্রতি যা কিছুই হয়েছে সব কিন্তু এক্সচেঞ্জ + অল্টকয়েন নিয়েই হয়েছে। সেক অনেকগুলো ক্রিপ্টোকেই সিকিউরিটি বলছে।
একের পর এক ব্যাংক যখন দুর্বল হতে শুরু করেছিল তখন থেকেই আমেরিকার অর্থনৌতিক অবস্থার প্রতি মানুষের বিরুপ প্রভাব দেখা যায়। সেই সময়ে একটি রব উঠে যে ইউ এস ডলার তার অবস্থান ধরে রাখতে পারবে না। তখন সাধারন মানুষও চেস্টা করছিল তাদের সম্পদকে মুদ্রাস্ফিতি থেকে রক্ষার করার জন্য। যখন তারা দেখল যে ক্রিপ্টোকারেন্সিতে বড় ধরনের বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে ঠিক তখন থেকেই এস ই সি সংস্থাটির মাধ্যমে নানা ভাবে হয়রানি করার চেস্টা চলে। তার প্রতিফলন হিসেবে আমরা সাম্প্রতিক সময়ে বৃতত্তম একচেঞ্জার বাইন্যান্স এবং এর প্রধান কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে দেখি। তবে এই মামলা যে একটি পলিটিক্যাল ইস্যু তা নিয়ে প্রায় সবাই অবগত। বাইন্যান্সের এক মুখপ্রাত্র বলেন যে এস ই সি যদিও বিনিয়োগকারীদের স্বার্থ দেখিয়ে নানা পদক্ষেপ গ্রহন করার কথা বলে কিন্তু তারা মুলত বিনয়োগকারীদের কোন প্রায়রিটি দিচ্ছে না। আর এই কথার ভিত্তিতে একটি বিষয় পরিস্কার হওয়া যায় যে তারা উদ্যেশ্য প্রনোদিতভাবে এই ধরনের মামলা দিয়ে বাজারকে নিয়ন্ত্রন করতে চাইছে। আমি সম্পুর্নভাবে আপনার সাথে একমত যে বিটকয়েন কে এস ই সি নিয়ন্ত্রন করতে পারবে না। তারা সর্বোচ্চ অল্টকয়েন এবং সেন্ট্রালাইজড একচেজ্ঞগুলোর ক্ষতি করতে পারে। আমি মনে করি যারা নিজেদের ব্যেক্তিগত ওয়ালেটে বিটকয়েন স্থানান্তর করবেন তারা সম্পুর্ণভাবে নিরাপদ। সাময়িক সময় পরে বিটকয়েন আবারও বুলিশ হবে।
jr. member
Activity: 150
Merit: 3
"Success will come if you have patience"
June 16, 2023, 06:20:35 AM
আলহামদুলিল্লাহ,
 USA Today তাদের নিজস্ব ওয়েবসাইট পেজে Kairan Quazi, 14, is the newest team member of SpaceX: 'Nobody winced at my age' শিরোনামে একটি খবর উপস্থাপন করেছে. কারণ Kairan Quazi একজন বাঙালি.
নিউজটির কিছু অংশ বাংলায় কপিরাইট করে দেওয়া হল:

কাইরান কাজী প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়েছিলেন এবং ফরচুন 100 কোম্পানির একটি বৈশ্বিক গবেষণা সংস্থার সর্বকনিষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তার ফেলো ছিলেন।
14 বছর বয়সে, তিনি এই সপ্তাহে সান্তা ক্লারা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক হতে চলেছেন৷
শীঘ্রই তিনি স্পেসএক্সের নতুন দলের সদস্য হবেন।

"পরবর্তী স্টপ...স্পেসএক্স!!!," কাজী তাকে চাকরির প্রস্তাব দিয়ে মহাকাশযান প্রস্তুতকারক কোম্পানির একটি ইমেলের একটি উদ্ধৃতির পাশাপাশি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। "আমি গ্রহের সেরা কোম্পানিগুলির একটিতে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একটি অবস্থান গ্রহণ করেছি! আমার পাগল যাত্রা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ!

"তারা (স্পেসএক্স) সত্যিই আমার সময়সূচীর সাথে মানিয়ে নিয়েছে," কায়রান বলেছেন। "তারা কত দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি উচ্ছ্বসিত এবং বিস্মিত হয়েছি। স্পেসএক্সের সুযোগটি আরও বড় কিছুর অংশ হওয়ার আমার গভীর ইচ্ছার অনুরণন করে।"

মঙ্গলবার USA TODAY দ্বারা স্পেসএক্স অবিলম্বে পৌঁছাতে পারেনি, তবে কিশোর বলেছে যে সে নিয়োগের আগে এলন মাস্কের নেতৃত্বাধীন সংস্থার সাথে 10 রাউন্ড সাক্ষাত্কারের মধ্য দিয়ে গেছে।

বিস্তারিত জানার জন্য এই লিংকটি : https://www.usatoday.com/story/money/2023/06/13/kairan-quazi-teenage-space-x-engineer-elon-musk/70316906007/




LDL
hero member
Activity: 742
Merit: 671
June 16, 2023, 12:02:38 AM
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।

আপনার কথার সাথে আমি একমত আছি

তার সাথে আমি কিছু কথা বলতে চাই!

আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়।  
তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয়
আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব!
আপনি যদি বাংলাদেশে থেকে এরকম শিশুসুলভ কথা বলেন তাহলে আপনার কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলার নেই। বিটকয়েনের বৈধতা নিয়ে, ডলার কেনাবেচার সাইট নিয়ে যখন আপনি রাজপথে বের হবেন তখন আপনার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। বাংলাদেশে প্রতিবন্ধীদের কিছু দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলন করছে তার কোন মীমাংসা হচ্ছে না অথচ আপনি আসছেন ডলার কেনাবেচার বিষয় নিয়ে আন্দোলন করতে। দশ জন মানুষ একত্রিত হয়ে ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শুধু দুই ঘন্টার জন্য একটু মানববন্ধন করে দেখুন তারপর আপনার অবস্থান ১৪ শিখের ভিতরে হবে এটা শিউর। যাহোক একবার বলেছি যেভাবে আছি আমরা সেভাবেই থাকি, অতিরিক্ত কিছু পেতে গেলে অবশ্যই খেসারত দিতে হবে।


Fidelity হবে ভুলে Fiedilty হয়েছিল।
এই কারেকশনটা করার জন্য লিটল মাউস ভাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
sr. member
Activity: 1204
Merit: 270
Hire Bitcointalk Camp. Manager @ r7promotions.com
June 16, 2023, 12:01:08 AM
এবং সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি MSTR এ বিনিয়োগ তুলনামুলক অনেক বেশি করেছে। যেখানে SEC ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধই করতেছে, সেখানে এইরকম বড় বড় নামগুলোকে বিটকয়েনে বিনিয়োগ করা একটা প্রতিষ্ঠানের স্টক ক্রয় করতে দেখাটা আসলেই চিন্তার বিষয়।
তবে, এইখানে আরো একটা ব্যাপার থেকে যায় যে SEC কিন্তু বিটকয়েন এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিংবা করবেও না। সম্প্রতি যা কিছুই হয়েছে সব কিন্তু এক্সচেঞ্জ + অল্টকয়েন নিয়েই হয়েছে। সেক অনেকগুলো ক্রিপ্টোকেই সিকিউরিটি বলছে।

আমার মনে হয় অনেক প্রতিষ্ঠান আছে যারা কিনা ক্রিপ্টোকারেন্সিতে মানে বিটকয়েনে ইনভেস্ট করছে কিন্তু বেশিরভাগ মানুষ তা জানতে পারছেনা । এমনকি প্রতিষ্ঠান গুলাও প্রকাশ করছেনা। আমার মনে হয় যেসকল প্রতিষ্ঠান গুলো এখন ইনভেস্ট করছে তারা আরো কয়েক বছর পরে আত্তপ্রকাশ করবে, এটা করার মুল কারন হতে পারে তারা চাইছে যেনো আরো বেশি করে বিটকয়েন সংরক্ষণ করতে পারে ।
newbie
Activity: 75
Merit: 0
June 15, 2023, 11:37:36 PM
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।

আপনার কথার সাথে আমি একমত আছি

তার সাথে আমি কিছু কথা বলতে চাই!

আমাদের বাংলাদেশে ডলার কেনার জন্য লুকিয়ে লুকিয়ে ডলার কিনতে হয়।  
তাই আমদের সবারই উচিত আন্দলোন করা জাতে আমাদের সবার ডলার কেনার মসস্যা না হয়
আমার অনলিনে কাজ করতে গেলেই আমাদের ডলার এর প্রজন হয় তাহলে কেন আমারা লুকয়ে কাজ করব!
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 15, 2023, 11:03:47 PM
বিশেষ করে মাইক্রোস্টাডিজি প্রতিষ্টানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ১৪ই এপ্রিলে তারিখেও বিটকয়েন বিনিয়োগ করেছে। নিচের পিকচারগুলো দেখে আপনারা বিষয়টি নিশ্চিত হবেন ইনশাআল্লাহ।
বর্তমানে বিনিয়োগ করা আমেরিকান প্রতিষ্ঠানগুলো
BLACKROCK
BOA (Bank of America)
Fiedilty Fidelity
প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কথা আসলে প্রথমেই আসে মাইক্রোস্ট্র্যাটেজির কথা। মাইকেল সেইলর বিটকয়েনে বিনিয়োগ করছেন দীর্ঘ দিন ধরেই। বর্তমানে তারা প্রায় ১৪০০০০ বিটকয়েন হোল্ড করছে যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দিক থেকে সর্বোচ্চ। ব্যক্তিগতভাবে আমি এইটা পছন্দ করি না। একটা প্রতিষ্ঠানের হাতে যত বেশি কয়েন থাকবে, মার্কেটের ঝুঁকি তত বেশি। তারা চাইলেই ম্যানিপুলেট করতে পারবে।
যাই হোক, অন্যান্য প্রতিষ্ঠান যেগুলোর নাম বলছেন যেমন ব্ল্যাকরক, ফিডেলিটি, ব্যাংক অফ আমেরিকা ওরা আসলে বিটকয়েনে সরাসরি বিনিয়োগ করে নি। ওরা বিটকয়েন ক্রয় করে নি। ছবিতে যে তালিকা আছে ওরা সবাই মুলত মাইক্রোস্ট্র্যাটেজির স্টক MSTR এ বিনিয়োগকারী, টপ ১০ এর তালিকা। ওরা ঐ কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে। যাই হোক, দুইটাই আসলে একই কথা। যেহেতু তারা মাইক্রোস্ট্র্যাটেজির শেয়ার হোল্ড করছে পরোক্ষভাবে, তারা আসলে বিটকয়েনই হোল্ড করছে কারণ এই কোম্পানির ভবিষ্যত বিটকয়েনের দামের সাথেই সম্পৃক্ত।
এবং সবচেয়ে বেশি আশ্চর্যের ব্যাপার হচ্ছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সম্প্রতি MSTR এ বিনিয়োগ তুলনামুলক অনেক বেশি করেছে। যেখানে SEC ক্রিপ্টোকারেন্সির বিরুদ্ধে একপ্রকার যুদ্ধই করতেছে, সেখানে এইরকম বড় বড় নামগুলোকে বিটকয়েনে বিনিয়োগ করা একটা প্রতিষ্ঠানের স্টক ক্রয় করতে দেখাটা আসলেই চিন্তার বিষয়।
তবে, এইখানে আরো একটা ব্যাপার থেকে যায় যে SEC কিন্তু বিটকয়েন এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না কিংবা করবেও না। সম্প্রতি যা কিছুই হয়েছে সব কিন্তু এক্সচেঞ্জ + অল্টকয়েন নিয়েই হয়েছে। সেক অনেকগুলো ক্রিপ্টোকেই সিকিউরিটি বলছে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 15, 2023, 06:30:25 PM
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।
আমার ব্যক্তিগত অভিমত এখানে হয়তো কিছু সিনিয়র ভাইয়েরা আছে যারা অনেক আগে থেকে বিটকয়েনের সাথে সম্পৃক্ত তাদের কাছে হয়তো কোন বাইসেল গ্রুপ থাকতে পারে অথবা আছে। তবে অতীতে অনেকগুলো বাইসেল গ্রুপ ছিল বিশেষ করে ফেসবুকে ও হোয়াটসঅ্যাপে। কিন্তু বিভিন্ন আইনের ঝামেলায় জড়ানোর ভয়ে ওই সকল বাই সেল গ্রুপগুলো বর্তমানে ইনঅ্যাকটিভ রয়েছে।
তাছাড়া আমাদের বাংলা কমিউনিটির পক্ষ থেকে কোন বাইসেল গ্রুপ খোলা উচিত কিনা এ নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।বাইসেল গ্রুপ খুললে এখানে বাউন্টি হান্টাররা এসে ভিড় জমাবে ফলে একাউন্ট/ওয়ালেট কানেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এতে পরবর্তীতে বিভিন্ন ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকবে।
তাছাড়া বাইনান্স অথবা কুকয়েন এক্সচেঞ্জ যতদিন উড়াল না দেয় ততদিন ব্যবহার করলে সমস্যা কি। আপনি মনে রাখবেন এই সমস্ত বড় বড় এক্সচেঞ্জ দু-এক দিনের জন্য বিজনেস করতে আসে নাই। কেউ একজন এদের বিরুদ্ধে মামলা করলেই এরা উড়ে যাবে এমনটি ভাবা ঠিক নয়। হ্যাঁ তবে এফটিএক্স এক্সচেঞ্জের কথা বাদ দেই, বিশেষ রাজনৈতিক মাইরপ্যাচে FTX মালিক পড়ে গিয়েছিল যার কবল থেকে সে বের হয়ে আসতে পারে নি।
কয়েনবেস ও বাইনান্স এক্সচেঞ্জের মালিকদের বিরুদ্ধে বর্তমান চলমান যে সকল ঘটনা ঘটছে তাহা শুধুমাত্র মার্কিন ডলারকে বাঁচানোর জন্য SEC (Gary Gensler) ঢালাওভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। যাহোক centalize এক্সচেঞ্জ যদি এভাবেই ধ্বংস করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে বিকল্প হিসেবে কোন না কোন সিস্টেম আবিষ্কার হবে ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই।
আমার ও আপনার অভিমতে buysell গ্রুপ খুললে সেখানে আইনের লোকের কাছে ধরা খাওয়াটা দু এক মিনিটের কাজ হয়ে যাবে। বর্তমানে তাই অতীতের তৈরি করা বাই সেল গ্রুপগুলো বর্তমানে একটিভ নেই।



এই পরিস্থিতিতে ভয় পাবার কিছু নেই কেননা আমরা আপনারা যারা বাংলাদেশে বসবাস করি তারা আমেরিকার লুডুর ছক বুঝতে আরো ১০০ বছর লাগবে। এই ১০০ বছরে আমেরিকা আরো এগিয়ে যাবে ফলে আমরা বাংলাদেশিরা তাদের কোন মাইর পেচ বুঝতে পারবো না। কথাগুলো বললাম একটা বিশেষ প্রমাণ দেখাবো বলে।
আমরা যারা বাইনান্স ও  কয়েনবেসের নামে চলমান যে ঘটনা প্রবাহ ঘটছে তাহা কোন না কোন স্বার্থে ঘটানো হচ্ছে। একদিকে যেমন বাইনান্স ও কয়েনবেসের নামে মামলা চলছে এবং মার্কেট নিম্নমুখী হচ্ছে ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমেরিকান বড় বড় প্রতিষ্ঠান বিটকয়েন বিনিয়োগের কাজে লাগাচ্ছে। বিশ্বাস না হলে আপনারা আমার দেওয়া লিঙ্কগুলোতে প্রবেশ করে পুরো ঘটনা গুলো পড়ে আসবেন। বিশেষ করে মাইক্রোস্টাডিজি প্রতিষ্টানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ১৪ই এপ্রিলে তারিখেও বিটকয়েন বিনিয়োগ করেছে। নিচের পিকচারগুলো দেখে আপনারা বিষয়টি নিশ্চিত হবেন ইনশাআল্লাহ।
বর্তমানে বিনিয়োগ করা আমেরিকান প্রতিষ্ঠানগুলো
BLACKROCK
BOA (Bank of America)
Fidelity






ভয় পাবেন না, বিভিন্ন সময়ে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বিশ্বের বড় বড় বিটকয়েন বিনোয়োগকারী প্রতিষ্ঠানগুলো মার্কেটের নিম্নমুখী দর পতনের সময় বিটকয়েনের উপর বিনিয়োগ করে থাকে। এটা তাদের বিনিয়োগের একটা কৌশল বলা যেতে পারে।

বিস্তারিত পড়ার জন্য অনুরোধ রইল: পড়ুন
member
Activity: 184
Merit: 65
June 15, 2023, 12:49:06 PM
আমার জানার ইচ্ছে হলো আমাদের বাংলা কমিউনিটির কোন ডলার বাই -সেল গ্রুপ আছে নাকি?যদি থেকে থাকে তাহলে নাম কি?
আর যদি না থাকে তাহলে সিনিয়র মেম্বার দ্বারা খুললে মনে হয় ভালো হবে।যেহেতু বিভিন্ন সংবাদ প্রচার হচ্ছে সেহেতু মনে হয় প্রতিষ্ঠিত সদস্যরা উদ্যোগ গ্রহণ করলে সবারই উপকার হবে এমনকি নিরাপদ ও থাকা যাবে।বাইনান্স ও অন্যান্য একচেন্জের ঝুঁকি এড়ানো যাবে, বিশস্ত মডারেটর থাকলেই সহজভাবে করা যাবে।এতে করে কমিউনিটির সকলের ব্যক্তিগত প্রয়োজনে কাজে আসবে।আশা করছি সিনিয়র সদস্যরা মতামত দিবেন।
sr. member
Activity: 616
Merit: 322
June 14, 2023, 12:21:55 PM
এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।
কে ভাই আপনি? আমার মনের কথা গুলার সাথে আপনার কথার এতো মিল পাইলাম কেনো?এই কথা গুলো আমি অনেকদিন ধরে লিখবো ভাবতেছিলাম, কিন্তু সবাই তো নেগেটিভ ভাবে নিবে তাই লেখি নাই। তবে মাঝে মাঝে আমি কিছু কথা তুলে ধরি। থ্রেড এ কোন পোস্ট টা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, সেটাও পাবলিক বুঝে না। একজন র‍্যাংক আপ করলে দেখি ছবি এডিট করে সেটাতে নাম লিখে কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মজার ব্যাপার হলো, একই ছবি তে শুধু নাম আর রেংক চেঞ্জ করে সবাইকেই কংগ্রাচুলেশনস জানায়। আর এসব পোস্ট গুলাতেই মেরিট আসে। সিরিয়াল ধরে মেনশন করা হচ্ছে, পোস্ট ভালো হলে বলে ধন্যবাদ, এগিয়ে যান। পোস্ট দেখে মনে হয় সিনিয়র রা রাজনৈতিক লিডার, ওনাদের সাথে সহমত প্রকাশ করি। ভাই এগিয়ে যান, শুভ কামনা হেন তেন। যাই হোক, অনেকে আবার এসব পোস্ট করে মেরিট না পাওয়ার জন্য আপসেট। আমি বলবো আপসেট হওয়ার দরকার নেই। কোয়ালিটি পোস্ট করেন, মেরিট পাবেন।
আমি কে হয়তবা এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান হয়তবা আমার নাই আর ক্রিপ্টো আমাদের দেশে এখনো সম্পূর্ণভাবে বৈধ না। তাই এনোনিমাস হিসেবেই নিজেকে রাখতে হয় তাই নিজের ব্যাক্তিগত পরিচয়ও দেওয়া উচিৎ না। তবে একটা কথা বলতে পারি যে আমি চাই সবাই তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বড় হোক এটা তার প্রাপ্য।  কিন্তু যখন দেখি কেউ এমন কাজ করছে যে তার জন্য অন্য কারো ক্ষতি হচ্ছে বা পূরো লোকাল বোর্ড নিয়ে সমালোচনা হচ্ছে সেটার জন্য উচিত কথা বলতে আমি দ্বিধাবোধ করি না। বাংগালী হলো কাকের মতো খাইয়া সবসময় ঠোঁট মোছে তাই এদের নিয়ে ভালোকিছু করার চিন্তা করা বোকামি। কয়েকটা দেশ নতুন করে তাদের লোকাল বোর্ড পাইলো তাদের সবার প্রচেষ্টায় কারন তাদের মধ্যে আমাদের মতো স্বভাব ছিলো না। বাংলাদেশের জন্য হয়তোবা কোনোদিন লোকাল বোর্ড পাওয়া সম্ভব হবে না। আর এমন ভাবে চলতে থাকলে বোর্ডের জন্য আবেদনও করা যাবে না।
একজনের উদ্যোগে, একজনের চেষ্টায় ভালো কিছু করা সম্ভব না এখানে সবাই যদি একসাথে চেষ্টা না করে বা শুধুমাত্র নিজের স্বার্থ  নিয়ে পরে থাকে তাহলে যতদিন ফোরাম আছে এমনি থেকে যাবে এতে কোনো সন্দেহ নাই।
jr. member
Activity: 144
Merit: 1
June 14, 2023, 08:53:13 AM
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 14, 2023, 05:11:48 AM
এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।
কে ভাই আপনি? আমার মনের কথা গুলার সাথে আপনার কথার এতো মিল পাইলাম কেনো?এই কথা গুলো আমি অনেকদিন ধরে লিখবো ভাবতেছিলাম, কিন্তু সবাই তো নেগেটিভ ভাবে নিবে তাই লেখি নাই। তবে মাঝে মাঝে আমি কিছু কথা তুলে ধরি। থ্রেড এ কোন পোস্ট টা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, সেটাও পাবলিক বুঝে না। একজন র‍্যাংক আপ করলে দেখি ছবি এডিট করে সেটাতে নাম লিখে কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মজার ব্যাপার হলো, একই ছবি তে শুধু নাম আর রেংক চেঞ্জ করে সবাইকেই কংগ্রাচুলেশনস জানায়। আর এসব পোস্ট গুলাতেই মেরিট আসে। সিরিয়াল ধরে মেনশন করা হচ্ছে, পোস্ট ভালো হলে বলে ধন্যবাদ, এগিয়ে যান। পোস্ট দেখে মনে হয় সিনিয়র রা রাজনৈতিক লিডার, ওনাদের সাথে সহমত প্রকাশ করি। ভাই এগিয়ে যান, শুভ কামনা হেন তেন। যাই হোক, অনেকে আবার এসব পোস্ট করে মেরিট না পাওয়ার জন্য আপসেট। আমি বলবো আপসেট হওয়ার দরকার নেই। কোয়ালিটি পোস্ট করেন, মেরিট পাবেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 14, 2023, 01:52:49 AM
newbie
Activity: 9
Merit: 1
June 14, 2023, 01:43:45 AM
আসসালামু আলাইকুম সবাইকে। বাংলা কমিউনিটিতে এটা আমার প্রথম পোস্ট। অনেক কিছুই জানিনা অনেক কিছু জানতে হবে এর জন্যই মূলত বাংলা কমিটিতে যুক্ত তো হলাম কারণ নিজের মাতৃভাষাতে যেভাবে একটা জিনিস বুঝতে পারব সেটা অন্য কোন ভাষায় বুঝতে পারবো না।
আজকে যেটা জানার জন্য  এসেছি সেটা হলো গিয়ে আপনাদের কি কারো  গিফট কার্ড সম্পর্কে কোন ধারণা আছে  বা এমন কোন ব্যবস্থা যার মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ক্রিপ্টোকারেন্সি দিয়ে  দেওয়া যাবে?
আর সাহায্যের জন্য অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। Wink

sr. member
Activity: 616
Merit: 322
June 13, 2023, 11:14:08 PM
আমাদের লোকালদের যে কি পরিনাম সুনাম, তা গ্লোবালে এক্সপ্লোর করলেই বুঝা যায়। কখন কে কি করে কিছুই বুঝতেছি না। কে কোন আমলে কি করে গেছে, সেটার সাথে অন্য কারো মিল খুজে সেটার মাঝে অন্যদের ও মিল খোজা হয়। আর এটার মধ্যে আবার আমাদের দেশীরা ফুয়েল দেয়। সবাই লোকালে যা করেন, সেটার ইফেক্ট গ্লোবালেও পড়ে। অতিরিক্ত লোকালে পড়ে থাকলেও ঝামেলা। এগুলাও নাকি সন্দেহজনক। অনেকেরই হয়তো ২য় একাউন্ট আছে। আমারো খোলা দরকার মনে হচ্ছে। লোকাল যেমন অনেকের জন্য ভালো, তেমনি আবার অনেকের জন্য অভিশাপ হয়ে আসছে। এর দ্বায় আসলে কার? কে অপরাধ করে চুপ করে বসে থাকে, আর কে অপরাধ না করে বসে থাকে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো কোনো কনটেষ্ট এ অংশগ্রহন করি নাই। করার ইচ্ছে থাকার পরেও করি নাই। মেরিট ফিশিং পোষ্টও করি নাই। তারপরও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে আসলে হচ্ছে টা কি?
এর কারনেই বাংলাতে থাকতে ভয় লাগে। বাংগালীর স্বভাব এটাই যতই বলেননা কেনো বাংগালীর খাই খাই স্বভাব কোনোদিনও যাবে না। আমি এই কথা দুইদিন আগেও বলছে যে এখানে আল্ট ব্যবহার করে অনেকে নিজেই নিজের একাউন্টে মেরিট দিয়ে আখের গোছানোর চেষ্টায় আছে এরা ঝামেলায় পড়বে এবং এখন দেখতে তারা তো মরবেই সাথে নিস্পাপ কিছু একাউন্ট নিয়েও মরবে। বাংলাতে আমি প্রতিনিয়তই পোস্ট পড়ি এবং অনেক কিছুই দেখতে পাই অনেক ভালো পোস্ট পরে থাকে মেরিট পায় না কিন্তু (কংগ্রাচুলেশনস, ধন্যবাদ অমক তোমক লিখেই মেরিটের ছড়াছড়ি। দুইদিন পর পরই দেখা যায় কংগ্রাচুলেশনস এর বৃষ্টি হয়। আবার একজন যখন Full Member+ হয়ে যায় তার বাংলা ফোরামের সার্থ শেষ তখন একটা সিগনেচারে জয়েন হলেই দেখা যায় সে বাংলা থেকে ধীরে ধীরে হাওয়া হয়ে যাচ্ছে এবং পড়ে থাকে নতুন একাউন্টগুলো এরা তো আবার যা মন চায় তাই লিখে পোস্ট করে (কে কি খাইলো, আজকে নামাজ পড়ছো কে, সামনে ঈদ, অমক তোমক হাবি জাবি যা ক্রিপ্টো রিলেটেড কিছু না। এভাবে বাংলা বোর্ডে কোনোভাবেই ভালো করা সম্ভব না।




সবাই সাবধানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন করবেন। দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ এখন এবং ফরেন রিজার্ভও প্রায় খালি যার কারনে কয়লা আমদানিতে আটকে গিয়েছিলো বাংলাদেশ। এর জন্য পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটই বন্ধ রয়েছে যার ইফেক্ট আমাদের উপর পরছে। কারেন্ট থাকে না দিন রাতের অধিকাংশ সময়ে। আর সরকার এখন রাজস্ব আদায়ে অনেক মরিয়া হয়ে উঠেছে। যাদের ETIN  আছে তাদের এখন করযোগ্য আয় না হলেও দিতে হবে ২০০০ টাকা আয়কর রিটার্ন।
এদিকে হুন্ডি ব্যবসার দিকে কড়াভাবে নজর রাখা হচ্ছে এবং ক্রিপ্টোকারেন্সি ক্রয়/বিক্রয়ের উপরেউ রাখা হচ্ছে কড়া নজরদারি তাই যারা Binance P2P তে ডলার ক্রয়/বিক্রয় করেন তারা সাবধান হোন এবং এর সাথে অন্য কোথাও ক্রয়/বিক্রয় করাতেও সতর্কতা অবলম্বন করুন। তা না হলে যেকোনো সময় ঝামেলায় পরতে পারেন। বাংলাদেশ ব্যাংকের এই নোটিশ লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে এবং এর সাথে কাজ করছেন মোবাইল ব্যাংকিং কম্পানি NAGAD

Already everything bitcoin related is banned in our country still we are using bitcoin but recently government of our country may be more strict about using bitcoin. NAGAD, the popular mobile banking service of our country, is currently conducting a cautionary campaign in various ways to transact through Bitcoin in our country. They are using social media and leaflets as part of the campaign. Since we are involved with Bitcoin, these things seem scary to us. I already have some investment in Bitcoin and I am thinking of investing some more but at this time news like this is making me weak mentally.  
I don't know what we should do at this point.

এইটা কী @Fuso.hp ভাই ?  এটা আমাদের দেশের একটা ব্যাক্তিগত সমস্যা যা আমি এখানে শেয়ার করেছিলাম আপনি আবার সেই আমার কথাগুলোই নিজের মতো করে লিখে একটা টপিক খুলে ফেললেন। কি দরকার ছিলো এটার বলেন। তাও আবার অন্যের সোর্স কপি করে করার। একটা কথা এবার না বইলা পারতেছি না। এই বাংলাতে এইটা ঐটা পোস্ট করে লোকাল কমিউনিটির সিনিয়রদের সাহায্যে এবং পিজ্জা কন্টেন্টে জয়েন করে অনেক মেরিট পেয়েছেন তা না হলে মেম্বার ও হতে পারতেন কি না সন্দেহ। কথাটা তিতা শোনা গেলেও এটাই সত্য।  তবে একটা কথা মনে রাইখেন স্বাধীনতা অর্জনের  থেকে রক্ষা করা কঠিন। তাই কোনো পোস্ট করার আগে চিন্তা ভাবনা করে তারপর কইরেন। দয়া করে নিজের সাথে সাথে বাংলা বোর্ডেও মান মাইরেন না। আমি শুধু  @Fuso.hp ভাইকেই বলছি না এর সাথে সাথে আরো যারা এমন আছেন সবাইকে একই কথা বলছি। দয়া করে এমন কাজ করবে না জাতে আপনিও বিপদে পরের এর সাথে বাংলাদেশ লোকাল বোর্ডেরও মান যায়
full member
Activity: 490
Merit: 119
June 13, 2023, 10:29:57 PM
আসলে ভাই এখানে আপনাকে ব্যাবহার কিরে অন্যে উঠে যেতে চাচ্ছে যেমন আপনাকে উল্লেখ করে অন্যজন মেরিট পাচ্ছে।
আসলে কিছু কিছু লোকাল ছোট ইউজারদের Target এই থাকে বড় কোনো মেম্বার কে ফলো করে তাকে সিম্পাথি দিয়ে মেরিট হাতিয়ে নিচ্ছে।

ভাই আপনার কাছে কি মনে হয়, বাংলা লোকাল বোর্ডের যারা আছে তারা সকলে বোকা বা মূর্খ। আমিও তো অনেক সিনিয়র ভাইদেরকে ফলো করি, কই তাদের কাছ থেকে তো আমি তেমন কোন সাপোর্ট পাই না। @Learn Bitcoin ভাইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি যা আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। কই আমি তো @Learn Bitcoin ভাইয়ের থেকে আজ পর্যন্ত কোন মেরিট পাইনি।

@sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি।

একটা কথা মনে রাখবেন ভাই, যে যত নড়ে, সে তত গাঁড়ে। নিজেকে চালাক ভাবাটা এক ধরনের মূর্খতা। সে যদি নিজেকে চালাক মনে করে আর সবাইকে বোকা! তাহলে তার থেকে বড় মূর্খ আর হয় না।

~snip
ভাই নিজের জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনার কিছুই হবে না।  আপনার আইডির বয়সের ক্ষেত্রে আপনার মেরিট সংখ্যা অনেক বেশি। হয়ত আপনি নিজ দক্ষতাতে এটি পেয়েছেন, কিন্তু বছরের পর বছর যারা কষ্ট করে নিজেদের মেরিট করেছে তারা দেখলে অবশ্যই হিংসা করবে। আর আমাদের মত ছোটখাটো একাউন্টদেরকেই এইসব বিষয়ে বেশি টানা হয়।  পূর্বের ঘটে যাওয়া কিছু ঘটনা বর্তমান এবং ভবিষ্যৎ দুটিকেই পিছু ছাড়বে না। কথায় আছে নিজের ভালো পাগলও বোঝে। সুতরাং নিজের একাউন্টটি কিভাবে ঠিক রাখা যায় সেদিকে খেয়াল রাখুন এবং নিজের মতো করে পোস্ট করতে থাকুন। আর নিজে যদি কখনো ভুল করেও থাকেন তাহলে সেটিকে মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিন এবং পরবর্তীতে সেগুলো করা থেকে বিরত থাকুন।  কথাটা এই জন্য বললাম কারণ না জেনেও ভুল হয়ে যায়।  আমার নিজের প্রোফাইলেই দুইটা নিউট্রাল ট্যাগ আছে।  সুতরাং এখানে আমার আর বলার কিছুই নাই, নিজেকে সেফ রাখুন এবং বিপদের সময় যথেষ্ট এভিডেন্স রাখুন আপনাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য।

@tjtonmoy ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে, তিনি অনেক দামী একটা কথা বলেছেন। ভাই সবাই সময় থাকতে নিজের চরকায় তেল দেন, নিজের ভালো নিজেরা বোঝেন। নিজের ভালো যেহেতু পাগলেও বুঝে, তাহলে আপনারা সবাই নিজেদের ভালোটা বোঝার চেষ্টা করেন। তাতেই ভালো হবে।
sr. member
Activity: 1008
Merit: 366
June 13, 2023, 12:41:54 PM
এই ভাইটির পোস্টে আমার খুবই ভালো লেগেছে @sj13 ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমার মনে হয় @sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি।
আমি অনেক খোঁজাখুঁজি করলাম এবং তাদের মধ্যে কোন কানেকশন দেখার চেষ্টা করলাম, কিন্তু সঠিক তথ্য না পাওয়ার জন্য তাকে সম্পূর্ণ দোষী বলে ধরা যাচ্ছে না। ট্রানজেকশন এবং পোস্ট এর ধরণের মধ্যেও কোন প্রকার মিল পেলাম না। যেহেতু CryptoE@rn804 এনার আইডি থেকে মেরিট বিক্রি করার কথা এসেছে এবং তার প্রোফাইলে সেন্ডেবল কোন মেরিট নেই সুতরাং হতে পারে এটি কোন স্ক্যাম অথবা এনার কোন আলাদা অ্যাকাউন্ট আছে যেখান থেকে তিনি মেরিট বিক্রির জন্য বলেছেন। সঠিক ইনফরমেশন ছাড়া কাউকে এভাবে হ্যারাস করা ঠিক না। আপনারা যে তার পিছনে এভাবে উঠে পরে লেগেছেন তা কিন্তু সঠিক তথ্যের ভিত্তিতে না। আমার যতটুকু সম্ভব ততটুকু আমি ঘাটাঘাটি করেছি কিন্তু তাদের মধ্যে কোন প্রকার কানেকশন পাই নাই। সুতরাং এখানে আমি বলব না যে দোষটা আসলে sj13 ভাইয়ের।
মেরিট কেনা বেচার কথা উল্লেখ করেছে CryptoE@rn804। সুতরাং প্রথমত দোষটি তার। এখন সবার যৌথ প্রচেষ্টায় যদি আপনারা কোন প্রকার কানেকশন খুঁজে বের করতে পারেন তবে আমরা অবশ্যই তাকে শাস্তি দিব।
বিনা কারণে একজনকে দোষী সাব্যস্ত করা এবং তার ভিত্তিতে তাকে শাস্তি দেওয়াটা মোটেই ঠিক হবে না বলে আমি মনে করি। সুতরাং যতক্ষণ পর্যন্ত সঠিক এভিডেন্স না পাচ্ছি ততক্ষণ বিষয়টা একটি ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়াই ভালো।

~snip
ভাই নিজের জায়গা থেকে যদি আপনি ঠিক থাকেন তাহলে আপনার কিছুই হবে না।  আপনার আইডির বয়সের ক্ষেত্রে আপনার মেরিট সংখ্যা অনেক বেশি। হয়ত আপনি নিজ দক্ষতাতে এটি পেয়েছেন, কিন্তু বছরের পর বছর যারা কষ্ট করে নিজেদের মেরিট করেছে তারা দেখলে অবশ্যই হিংসা করবে। আর আমাদের মত ছোটখাটো একাউন্টদেরকেই এইসব বিষয়ে বেশি টানা হয়।  পূর্বের ঘটে যাওয়া কিছু ঘটনা বর্তমান এবং ভবিষ্যৎ দুটিকেই পিছু ছাড়বে না। কথায় আছে নিজের ভালো পাগলও বোঝে। সুতরাং নিজের একাউন্টটি কিভাবে ঠিক রাখা যায় সেদিকে খেয়াল রাখুন এবং নিজের মতো করে পোস্ট করতে থাকুন। আর নিজে যদি কখনো ভুল করেও থাকেন তাহলে সেটিকে মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিন এবং পরবর্তীতে সেগুলো করা থেকে বিরত থাকুন।  কথাটা এই জন্য বললাম কারণ না জেনেও ভুল হয়ে যায়।  আমার নিজের প্রোফাইলেই দুইটা নিউট্রাল ট্যাগ আছে।  সুতরাং এখানে আমার আর বলার কিছুই নাই, নিজেকে সেফ রাখুন এবং বিপদের সময় যথেষ্ট এভিডেন্স রাখুন আপনাকে নির্দোষ সাব্যস্ত করার জন্য।
full member
Activity: 546
Merit: 164
June 13, 2023, 10:14:25 AM
আমাদের লোকালদের যে কি পরিনাম সুনাম, তা গ্লোবালে এক্সপ্লোর করলেই বুঝা যায়। কখন কে কি করে কিছুই বুঝতেছি না। কে কোন আমলে কি করে গেছে, সেটার সাথে অন্য কারো মিল খুজে সেটার মাঝে অন্যদের ও মিল খোজা হয়। আর এটার মধ্যে আবার আমাদের দেশীরা ফুয়েল দেয়। সবাই লোকালে যা করেন, সেটার ইফেক্ট গ্লোবালেও পড়ে। অতিরিক্ত লোকালে পড়ে থাকলেও ঝামেলা। এগুলাও নাকি সন্দেহজনক। অনেকেরই হয়তো ২য় একাউন্ট আছে। আমারো খোলা দরকার মনে হচ্ছে। লোকাল যেমন অনেকের জন্য ভালো, তেমনি আবার অনেকের জন্য অভিশাপ হয়ে আসছে। এর দ্বায় আসলে কার? কে অপরাধ করে চুপ করে বসে থাকে, আর কে অপরাধ না করে বসে থাকে, কিছুই বোঝা যাচ্ছে না। আমি তো কোনো কনটেষ্ট এ অংশগ্রহন করি নাই। করার ইচ্ছে থাকার পরেও করি নাই। মেরিট ফিশিং পোষ্টও করি নাই। তারপরও আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এখানে আসলে হচ্ছে টা কি?
এই ভাইটির পোস্টে আমার খুবই ভালো লেগেছে @sj13 ভাই সম্পর্কে যে কথাগুলো বলেছেন একদম সঠিক কথা বলেছেন। আমার মনে হয় @sj13 সে নিজেকে খুব চালাক ভাবেন কিন্তু তার চালাকি গুলো বাংলা লোকাল বোর্ডের সকল সিনিয়র মেম্বার, জুনিয়র মেম্বার সবাই ধরে ফেলবে সেটা সে বুঝতে পারেনি। মজার বিষয় হল সে বলেছেন cryptoearn89  টাকার মাধ্যমে মেরিট বিক্রি করেন। কিন্তু তার প্রোফাইলে গেলে সবাই সহজে বুঝতে পারবে তার প্রোফাইলে তো শূন্য মেরেড সে কেমন করে ম্যারিড বিক্রি করবে। আমার মনে হয় এইরকম মিথ্যে পোস্ট করলে এটা ফোরামের জন্য খুবই অসম্মানজনক একটি কাজ হবে। @sj13 ভাই এই কথাটি মাথায় রাখা উচিত ছিল আর এই চালাকিটি সব সহজেই  বুঝতে পেরেছে। আশা করি সে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না।
Jump to: