আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ লোকাল ে পোস্ট করা হয় না বললেই চলে। তাছাড়া এখানে সিনিয়র ভাই সকল যারা প্রতিনিয়ত পোস্ট করতো তাদেরও পোস্ট সংখ্যা কমে যাচ্ছে। কমে যাবে না কেন গ্লোবাল সেকশন থেকে কেউ যদি এসে উপরের কোট করা পোস্ট যদি দেখতে পায় তাহলে তারা কি মনে করবে। কেউই এসে জীবনের প্রথম পোস্ট লিখে ফেলল কিভাবে আমি বিটকয়েনের একাউন্ট কিনতে পারবো। আমাকে কেউ একটু হেল্প করুন।
তার এই সমস্ত পোস্ট দেখলে জীবনেও আমাদের বাংলাদেশকে আলাদা বোর্ড দেবে না।
সিনিয়র ভাইদের পরামর্শ চাচ্ছি কিভাবে Rank বাড়াতে পারব
এইতো রুহুল কুদ্দুস ভাই আপনি বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজের গতি থামানোর ভাইরাস ছড়িয়ে দিচ্ছেন। এর আগে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ বোর্ড একটি স্বতন্ত্র বোর্ড হিসেবে এপ্লিকেশন করে কিন্তু তারা আপনার মতে এক লাইন পোস্টের জন্য আমাদের আবেদন বাতিল করে দেয়। এই সমস্ত বিষয় নিয়ে একাধিকবার আলোচনা করা হলেও কোন রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তাই আপাতত করজোড়ে নিবেদন করছি আপাতত এক লাইনে পোস্ট করবেন না।
ভাই আপনার মূল্যবান মতামত দেয়ার জন্য ধন্যবাদ।
এই যে দেখুন ভাই আপনি মাত্র সাতটি শব্দ ব্যবহার করেছেন যা একটি লাইনও হয়নি। একটি লাইনের চারভাগের একভাগের পোস্ট হয়েছে। এই সমস্ত কোয়ালিটিলেস পোস্ট যদি বিচারকদের চোখে পড়ে তাহলে কি তারা আমাদের অ্যাপ্লিকেশন গ্রাহ্য করবে?
ফোরামে সিনিয়র ভাইয়েরা এত চিল্লাচিল্লি করার পরও আপনারা কেন নিজেদেরকে সংশোধন করে নিচ্ছেন না।
বিটকয়েন আবিষ্কার
২০০৯ সালে, “Satoshi Nakamato” নামের একজন ব্যাক্তি বিটকয়েনের আবিষ্কার করেছিলেন।
তবে, সেই সময় বিটকয়েন এর জনপ্রিয়তা ও লোকপ্রিয়তা আজকের সময়ের মতো কখনোই ছিলোনা।
Wikipedia.org ওয়েবসাইটের মতে, যখন ২০০৯ সালে বিটকয়েন আবিষ্কার করা হয়েছিল, তখন ২০০৯ থেকে ২০১০ এর ভেতরে, ১ বিটকয়েন এর মান (value) প্রায় কিছুই ছিলোনা।
তবে, ২০১০ সালের মার্চ মাসে, ১ বিটকয়েন সমান $0.003 এবং জুলাই মাসে $0.008–$0.08 ভেতরে থাকে।
তারপর, ২০১২ সালের পর প্রায় ২০১৩ সালের থেকে, ১ বিটকয়েনের মান তীব্র গতিতে বৃদ্ধি পায়।
Visit link:
https://banglatech.info/what-is-bitcoin-in-bangla/ @Little Mouse ভাই আমার পোস্টের উপরে একটি পোস্ট লিখেছে যে নতুনভাবে যারা আগমন করছে তারা প্রথমে এসে মাইনিং নিয়ে অথবা বিটকয়েনের আগাগোড়া নিয়ে এমনভাবে পোস্ট মেরে দিচ্ছে যে হয়তো তার পোস্টটি ফোরামে এক্কেবারে নতুন। সে হয়তো মনে করে আমি যে পোস্ট করলাম হয়তো আমার এই পোস্ট এই ফোরামে কেউ হয়তো আগে দেয়নি। কিন্তু ভাই সকল আপনারা যে সকল পোস্ট করেন মাইনিং নিয়ে অথবা বিটকয়েনের আগাগোড়া তা এই ফোরামের বিরক্তিকরপোস্ট ছাড়া কিছুই না। দয়া করে শুরুতেই এসে এরকম পোস্ট করে আপাতত বাংলাদেশ লোকালের বারোটা বাজায়েন না।
পরিশেষে সবাইকে ধন্যবাদ