Author

Topic: বাংলা (Bengali) - page 252. (Read 5721306 times)

jr. member
Activity: 48
Merit: 7
April 10, 2023, 03:14:56 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইয়েরা, আমি একটা বিষয় জানতে চাই দয়া করে হেল্প করবেন। আমি সাধারণত বাউন্টি তে কাজ করি  আমার এই আইডির নাম টা একটু খারাপ লাগে আমার কাছে তাই আমি এই আইডি চেঞ্জ করে অন্য আইডি দিয়ে বাউন্টি করতে চাই। আমি আরেকটি আইডি খুলছি কিন্তু ঐটায় কিছু ফি চাইতেছে তাহলে রিপ্লাই চালু হবে। এখন আমি যদি কিছু বিটকয়েন ফি দিয়ে ওই আইডি চালু করে আমি ওই আইডিতে বাউন্টি জয়েন করি একই টেলিগ্রাম টুইটার ব্যবহার করে তাহলে কি একাধিক একাউন্ট ব্যবহারের জন্য আমার কোন সমস্যা হবে ?
ওয়ালাইকুমুস সালাম। আপনার আইডিতে ফি চাচ্ছে কারণ আপনার IP address আগেই ব্যবহার হয়েছিল। তার মানে বিটকয়েনটক ফোরামে মাল্টিপল আইডি ব্যবহার করে একই সেকশনে কাজ করার কোন নিয়ম নেই। তাই এক IP address এ একাধিক আইডি খুলতে ফি দিতে হয়।
এখন আসি মূল কথায় আপনি যদি ফি দিয়ে আইডি চালু করে ব্যবহার করেন । এবং আগের আইডির টুইটার,টেলিগ্রাম দিয়ে বাউন্টি করেন তাহলে আপনার আইডি মাল্টিপল হিসেবে নেগেটিভ ট্রাস্ট দিতে পারে। কিন্তু আপনার আগের আইডি যদি ডিএক্টিভ থাকে তাহলে কোন সমস্যা হবে না।

আপনি আরও নিরাপদে কাজ করার জন্য টুইটার,টেলিগ্রাম ইউজার নেম পরিবর্তন করতে পারেন।
newbie
Activity: 23
Merit: 0
April 10, 2023, 02:50:33 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইয়েরা, আমি একটা বিষয় জানতে চাই দয়া করে হেল্প করবেন। আমি সাধারণত বাউন্টি তে কাজ করি  আমার এই আইডির নাম টা একটু খারাপ লাগে আমার কাছে তাই আমি এই আইডি চেঞ্জ করে অন্য আইডি দিয়ে বাউন্টি করতে চাই। আমি আরেকটি আইডি খুলছি কিন্তু ঐটায় কিছু ফি চাইতেছে তাহলে রিপ্লাই চালু হবে। এখন আমি যদি কিছু বিটকয়েন ফি দিয়ে ওই আইডি চালু করে আমি ওই আইডিতে বাউন্টি জয়েন করি একই টেলিগ্রাম টুইটার ব্যবহার করে তাহলে কি একাধিক একাউন্ট ব্যবহারের জন্য আমার কোন সমস্যা হবে ?
jr. member
Activity: 122
Merit: 2
April 10, 2023, 02:03:32 AM
সতর্কতা মূলক পোস্ট

সকল Newbie এবং Jr. Member দের উদ্দেশ্য এই পোস্ট করা। আপনারা যারা Newbie/Jr. Member আছেন দয়া করে এই সকল ফাদে কখনই পা দিয়েন না। এর ফলে আপনার প্রিয় আইডিটায় সহজেই নেগেটিভ ফিডব্যাক আসবে। আর ফোরামে ম্যারিট বাই/সেল এর কোন নিয়ম  নেই।

গতকাল আমার ২টা টেলিগ্রাম এ এক বেক্তি ম্যারিট সেল দেওয়ার জন্য মেসেজ করে।  যিনি ম্যাসেজ দিছে তার সাথে কিছু কথা হইছে কথা হওয়ার শেষে যখন তিনি বুঝতে পারে আমি ম্যারিট নিব না তখন তার ম্যাসেজ গুলা রিমুভ করে দেয়।তাই সম্পূর্ণ proof দিতে পারলাম না।





পোলার btt আইডি    CoolBoybd

আমাদের বাংলাদেশ বোর্ড এর বড় ভাই যারা আছেন আইডিটা একটু দেখবেন। আশা করি যতটুকু ব্যাবস্থা নেওয়া যায় ততোটুকু ব্যাবস্থা নিবেন।
member
Activity: 168
Merit: 58
April 10, 2023, 01:22:42 AM
আমি একজন নতুন ইউজার আমার বিটকয়েন সম্পর্কে কোন  ধারণা নেই আমি সিনিয়ারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এ সম্পর্কে জানার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন তুমি অনেক কিছু জানতে চাই এবং করতে চাই

আপনি বাংলাদেশ লোকাল থ্রেডে নতুন আপনাকে স্বাগতম। আপনি আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?দেখতে পারেন। বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন পড়ে নিবেন। ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন! আপনি এই তিনটা পোস্ট ভালোভাবে দেখতে পারেন, আশা করি অনেককিছু বুঝতে পারবেন।
অনেক নতুন ভাইয়েরা আছেন তারা এই লোকাল থ্রেডে আসেন। প্রথম পেজ না পড়েই, এইখানে এসে প্রশ্ন করা শুরু করেন আমি নতুন আমার করনীয় কি। যারা নতুন আসেন তাদের উচিত প্রথম পেজে @BitCoinDream ভাই এর পোস্ট টা ভালোভাবে পড়ে বুঝেশুনে পোস্ট করা।
 
 
newbie
Activity: 120
Merit: 0
April 10, 2023, 01:09:27 AM
আমি একজন নতুন ইউজার আমার বিটকয়েন সম্পর্কে কোন  ধারণা নেই আমি সিনিয়ারদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি এ সম্পর্কে জানার জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে দয়া করে আমাকে সবাই মিলে সহযোগিতা করুন তুমি অনেক কিছু জানতে চাই এবং করতে চাই
jr. member
Activity: 48
Merit: 7
April 10, 2023, 01:07:10 AM
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়...কোনো বিধিনিষেধ আছে কি না ?
ভাই এখানে আপনি কথা বলতে পারবেন অনেক বিষয়ে । কিন্তু ঐসব বিষয় নিয়ে কথা বলার উচিত নয় যেটা কারো কোন উপকারে আসবে না , যেমন (Off Topics)।  যদি আপনার কোন বিষয়ে জানার থাকে আপনি এখানে জিজ্ঞাসা করবেন এখানে অনেক বড় ভাই আছে যারা প্রতিনিয়ত সবার উপকার করে যাচ্ছে । আপনি অজানা বিষয়ে জানতে পারবেন। সেই সাথে আপনি চেষ্টা করুন অন্য কারো উপকার করার।
আপনি কিপটোকারেন্সি নিয়ে নতুন কিছু জানতে পারলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আপনার যদি কিছু জানার থাকে বাংলা লোকাল বোর্ডে অনেক বিষয়েই পোস্ট করা হয়ে গেছে আপনি পূর্বের পোস্টগুলো পড়ুন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন।

বাংলা লোকাল বোর্ডের প্রতিষ্ঠাতা@BitCoinDream নতুনদের সকল (নতুনদের করণীয়, কিভাবে ভালো পোস্টদাতা হতে হয়, মেরিট সংক্রান্ত ধারনা, আরও অনেক) প্রশ্নের উত্তর নিয়ে অলরেডি প্রথম পেজে পোস্ট করেছে আপনি অবশ্যই পোস্টগুলো দেখবেন।
আপনার সুবিধার জন্য @BitCoinDream কিছু তথ্যের লিংক এখানে দিয়ে দিলাম।
আমি বিটকয়েন ফোরামের নতুন আমার করণীয় কি?
বিটকয়েনটক ফোরামের নতুন ব্যবহারকারীর প্রশ্ন-উত্তর পর্ব
ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন

@BitCoinDream এর করা পোস্ট গুলো মনোযোগ দিয়ে পড়ুন আপনি অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।
newbie
Activity: 252
Merit: 0
April 10, 2023, 12:31:11 AM
এখানে কি কি বিষয়ে কথা বলা য়ায়...কোনো বিধিনিষেধ আছে কি না ?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 09, 2023, 11:04:39 PM
বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।
ধন্যবাদ আপনার রিপ্লাই এর জন্য। আমি নিজে একটু কনফিউজড ছিলাম। কিন্তু আপনার এই পোস্টের পর একটু পড়াশোনা করলাম। আমার মনে হচ্ছে আপনি কিছু মিস করছেন। আমি নিচে এর বিস্তারিত দিলাম।
এইটার জন্য আগে আমাদের বুঝতে হবে মিমপুল কি, ক্যান্ডিডেট ব্লক কি এবং কিভাবে একটা ক্যান্ডিডেট ব্লক তৈরী হয়।

মিমপুল
আমরা জানি যে বিটকয়েন এর লেনদেনগুলো যখন আমরা পাঠিয়ে থাকি, মানে আপনি/আমি যখন কাউকে বিটকয়েন পাঠাই। সেটা কিন্তু সাথে সাথে কনফার্ম হয় না। যতক্ষণ ওই ট্রাঞ্জেকশন কোন ব্লকে এড হয় না, ততক্ষণ ওইটা যেখানে থাকে সেটাই মিমপুল। অর্থাৎ, কনফার্মেশন পেন্ডিং অবস্থায় যতগুলো ট্রাঞ্জেকশন আছে সেগুলো মিমপুল এ থাকে। সব নোডের মিমপুল আলাদা থাকে। তবে, যেহেতু নোড একটির সাথে অন্য নোড কম্যুনিকেশন করে, অর্থাৎ ট্রাঞ্জেকশন এর তথ্য আদানপ্রদান করে, তারা তাদের মিমপুল এর তথ্য অন্য নোডকে পাঠায়।
আশা করি বুঝতে পেরেছেন মিমপুল কি। এখন আসি ক্যান্ডিডেট ব্লক কি।

ক্যান্ডিডেট ব্লক
আমরা সবসময় শুনে এসেছি মাইনাররা ব্লক খুজে পায় এবং সে ব্লকে তারা যতগুলো সম্ভব ট্রাঞ্জেকশন যোগ করে। মুলত, ব্যাপারটা আসলে এইরকম না। ব্যাপারটা হচ্ছে, একজন মাইনার প্রথমে কোন লেনদেনগুলি ব্লকে যোগ করবে সেটা ঠিক করে। ধরুন, সর্বমোট ১০০ জন আলাদা মাইনার আছে। তাহলে, ১০০ জন মাইনার আলাদা আলাদা করে ঠিক করল তারা কোন লেনদেনগুলি ব্লকে যোগ করবে। এই যে ব্লক খুজে পাওয়ার আগেই তারা ব্লকে কোন লেনদেন যোগ করবে সেটা নির্ধারণ করেছে, এইটাই ক্যান্ডিডেট ব্লক। সব মাইনার তাদের ক্যান্ডিডেট ব্লক ঠিক করে ব্লক হ্যাশ ক্যালকুলেট করে ওই ব্লকটি মাইনিং করার করে।
এখন আমরা মুল আলোচনায় যাই।

একজন মাইনার কি চাইলে আমার ট্রাঞ্জেকশন কম ফি দেয়া সত্ত্বেও ব্লকে যোগ করতে পারবে?
হ্যা পারবে। আমরা উপরে পড়ে এসেছি যে আমাদের ট্রাঞ্জেকশনগুলো প্রথমে মিমপুল এ থাকে। পরবর্তীতে মাইনাররা যখন ক্যান্ডিডেট ব্লক তৈরী করে তখন মিমপুল থাকে যে কোন ট্রাঞ্জেকশন নিতে পারবে। সাধারনত, মাইনাররা যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলোই নিয়ে থাকে। আর এইটা অটোমেটিক প্রসেস। মানে ম্যানুয়ালি কিছুই করতে হয় না। কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।

আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি।
https://link.medium.com/iUWN1bbTRyb
Chapter 8. Mining and Consensus- https://www.oreilly.com/library/view/mastering-bitcoin/9781491902639/ch08.html

That mean if I am a miner can I add my transaction to candidate block?
Yes. If you are a miner, you can preferentially choose your own transactions to be added to your candidate block.

can they pick any valid transactions with significantly low fee?

Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop.


আশা করি কারো কোন কনফিউশন থাকলে সেটা আর থাকবে না।

এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink
এইখানেও আপনি ভুল বলছেন। ট্রাঞ্জেকশন এক্সিলারেশন খুব কম সাইট করে থাকে ফ্রি তে। উদাহরন হিসেবে আমি viabtc নিয়ে বলি। ওরা প্রতি ঘন্টায় একটা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেশন করে।

আচ্ছা, আপনি বলছেন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে নিলে তারা মোটামুটি মাইনিং ফি পায়। কিন্তু তারা কেন সেসব ট্রাঞ্জেকশন নিবে যেখানে মিমপুল থেকে ট্রাঞ্জেকশন নিলে তারা আরো বেশি ফি পাবে?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 09, 2023, 04:58:35 PM

বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।

এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink



কিভাবে BTC অন্যান্য ব্লকচেইনের সাথে সংযোগ স্থাপন করে?

এখন omnichain ট্রান্সজেক্টশন নামক পদ্ধতি চালু হয়েছে, যেখানে আপনি বিটকয়েন ব্লকচেইন থেকে অন্যান্য EVM Chain ব্লকচেইনে ক্রিপ্টো ব্রিজ কিংবা লেনদেন করতে পারবেন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 09, 2023, 03:47:33 PM
আমি দীর্ঘদিন ধরে কিছু বিটকয়েন মজুদ করে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সেই বিটকয়েন পরিবারের প্রয়োজনে বিক্রি করতে বাধ্য হলাম। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনভাবেই প্রয়োজনীয় টাকা ম্যানেজ করতে পারিনি।





আপনার জন্য একসাথে যেমন কষ্ট হচ্ছে তেমনি আপনার জন্য এক দিক থেকে খুব গর্ব হচ্ছে যে আপনি আপনার জমানো বিটকয়েন পরিবারের স্বার্থে বিক্রি করে দিয়েছেন। তবে বিক্রি করার আগে আপনার উচিত ছিল এখানে এনাউন্সমেন্ট করার। কেননা আমাদের বাংলা ফোরামের একটি স্বনামধন্য বড় ভাই @shasan ভাই lending thread একটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী লোন সিস্টেম চালু করেছে সেখানে আপনি একবার ট্রাই করে দেখতে পারতেন। যা হোক যেহেতু সেটা সম্ভব হয়নি তাই আপনি ভবিষ্যতে আরও বিটকয়েন সঞ্চয় করুন এবং বিপদের সময় আপনার পরিবারের পাশে দাঁড়ান।


এবং এই দার্শনিকের মতো লেখাটি সাতোশি এবং তার কাজের প্রতি উৎসর্গ করলাম!
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ লোকাল থেকে। আপনার অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় রূপান্তরিত করা হয়েছে। আজকের একটি লেখা @Learn Bitcoin ভাই আমাদের বাংলা ভাষায় রূপান্তরিত করে আমাদের জন্য অনেক সহজ ভাবে উপস্থাপন করেছে। আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ ও গর্বিত। ভবিষ্যতে বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে মাঝে মাঝে এক্টিভ হলে আমরা অনেক কিছু শিখতে পারবো।


বাইন্যান্স ক্রিপ্টো মার্কেটে অনেক বড় নাম। এক্সচেঞ্জ সেবায় তাদের চেয়ে উত্তম আর কোন এক্সচেঞ্জ নেই এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। কিংবা তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য যেসব ভালো কাজ করেছে, সেটার সাথেও কেউ দ্বিমত পোষণ করতে পারবে না।
তবে, এই সবকিছুর পিছনে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেটা অবশ্যই ভালো হয়। তারা যেভাবে মার্কেট নিয়ন্ত্রণ করতেছে কিংবা করতে চাচ্ছে সেটা অবশ্যই দীর্ঘ মেয়াদে ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো নয়। যারা এইসব নিয়ে খোঁজখবর রাখেন বা রাখতে চান, তাদের জন্য এই আর্টিকেলটি পড়া খুবই জরুরী। আশা করি খুব মজা পাবেন এটা পড়ে।
বাইনান্স সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের কয়েকদিন ধরে বেশ চরাউতরাও অবস্থার মধ্যে অতিক্রম করছে। বেশ কয়েকদিন আগে CFTC এর নিয়ম ভঙ্গ করার অভিযোগে বেশ খারাপ অবস্থার মধ্যে বাইনান্স পড়েছিল। এর জন্য বাইনান্সের কার্যক্রম বেশ কয়েক ঘন্টার জন্য স্থগিত করা হলে অনেকেই মনে করেছিল বাইনান্স হয়তো FTX মতো অবস্থার মধ্যে পড়তে পারে। আমিও মনে করেছিলাম এবং আমার কিছু সম্পদ ছিল যা আমি অন্যত্রে সরিয়ে ফেলতে বাধ্য হই। তবে বাইনান্সের জীবনে এরকম অবস্থা না করুক সেই প্রত্যাশাই রইল।

legendary
Activity: 1680
Merit: 6524
Fully-fledged Merit Cycler|Spambuster'23|Pie Baker
April 09, 2023, 02:19:59 PM
মেইন টপিক: Bitcoin - a bloodless revolution
Learn Bitcoin আপনাকে ধন্যবাদ আমার টপিক টি অনুবাদ করার জন্য! আমি অনেক সম্মানিত বোধ করছি এবং আপনার চেষ্টার প্রশংসা করছি!

এই টপিকটি অনেক স্পেশাল কারণ এটা দেখায় কিভাবে সাতশি পুরাতন আর্থিক ব্যাবস্থা কোনো সহিংসতা ছাড়াই পরিবর্তন করেছিলো। আমি জানি কিছু ইউজার প্রতিবাদ করেছেন যে এটি একটি বিপ্লব ছিল না বা এটি প্রথম রক্তহীন বিপ্লব ছিল না, কিন্তু চলুন এটা নিয়ে বিতর্ক না করা যাক। লেখকরা সাধারণত লেখার সময় রূপক বা বক্তিতার অন্যান্য পরিসংখ্যান ব্যবহার করেন। তাই এই আরটিকেলটি দার্শনিক লেখা হিসেবে নিন যদি আপনি সাধারণ ভাবে নেন।

এবং এই দার্শনিকের মতো লেখাটি সাতোশি এবং তার কাজের প্রতি উৎসর্গ করলাম!
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 09, 2023, 02:18:09 PM

ভাবতেছি এফ টি এক্স   এর ক্র্যাশের পরে যদি বাইনান্স কোন আইনে জটিলতার ভিতরে আটকে গিয়ে  এফ টি এক্স এর মতন কোন বিপদে পড়ে যায় তাহলে এর ভিতর বিনিয়োগকারী এত লোকজনদের কি হবে,  আর অন্যান্য   বড় তিমি গন একে কি উদ্ধার করতে আসবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য?

এফটিএক্স এর বিষয়টি অন্য ছিল এবং সেটি কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে নাহ। আর বাইন্যান্স যদি আইনি জটিলতায় পড়ে, তাহলে মার্কেটে ভুল তথ্যের (FUD) কারণে হয়তো মার্কেটে পতন শুরু হবে, আমার যতটুকু মনে হয়। আর বাইন্যান্সের আগেও ক্রিপ্টোমার্কেটে চলেছে এবং চলবে। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য মার্কেটে নিম্নগতি দেখা যাবে, যেমনটা এফটিএক্সের সময় দেখা গিয়েছে।  Grin



এখানে আমি প্রথমে 0.02 Btc ডিপোজিট করি। বাইনান্স p2p তবে বিটকয়েনের দাম usdt থেকে সামান্য একটু কম থাকা আমি বিটকয়েন কনভার্ট করে ইউএসডিটিতে রূপান্তর করে ইউএসডিটি বিক্রি করি। এখানে আমি আমার প্রয়োজনের জন্য 363.89 usdt বিক্রি করি।

ফোরামের সঙ্গে থাকুন, আরো ভালো কিছু করতে পারবেন। আর আপনি যেভাবে আপনার এক্সচেঞ্জের এড্রেসটি প্রকাশ করলেন, সেভাবে হয়তো প্রকাশ নাহ করাই ভালো। বাকিটা আপনার মর্জি।  Wink
sr. member
Activity: 1386
Merit: 451
April 09, 2023, 02:00:07 PM
আমি দীর্ঘদিন ধরে কিছু বিটকয়েন মজুদ করে রেখেছিলাম। কিন্তু আজকে আমার সেই বিটকয়েন পরিবারের প্রয়োজনে বিক্রি করতে বাধ্য হলাম। অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনভাবেই প্রয়োজনীয় টাকা ম্যানেজ করতে পারিনি। হয়তো ষাঁড়ের বাজারের কাছাকাছি এসে আমি আমার বিটকয়েন বিক্রি করে দিলাম। অনেক কষ্ট হচ্ছে আমার তিলে তিলে গড়ে তোলা এই বিটকয়েন বিক্রি করার ফলে। আমি এই বিটকয়েন ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আজকে যদি এই বিটকয়েন ফোরাম না থাকতো তাহলে হয়তো আমার এই প্রয়োজনে আমি কোন উপায় পেতাম না।

এখানে আমি প্রথমে 0.02 Btc ডিপোজিট করি। বাইনান্স p2p তে বিটকয়েনের দাম usdt থেকে সামান্য একটু কম থাকা আমি বিটকয়েন কনভার্ট করে ইউএসডিটিতে রূপান্তর করে ইউএসডিটি বিক্রি করি। এখানে আমি আমার প্রয়োজনের জন্য 363.89 usdt বিক্রি করি।



hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 09, 2023, 01:38:06 PM
বাইন্যান্স এক্সচেঞ্জ নিয়ে কয়েনআলাপ এর আজকের প্রতিবেদন- https://www.coinalap.com/binance-market-manipulator/
বাইন্যান্স ক্রিপ্টো মার্কেটে অনেক বড় নাম। এক্সচেঞ্জ সেবায় তাদের চেয়ে উত্তম আর কোন এক্সচেঞ্জ নেই এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। কিংবা তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য যেসব ভালো কাজ করেছে, সেটার সাথেও কেউ দ্বিমত পোষণ করতে পারবে না।
তবে, এই সবকিছুর পিছনে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেটা অবশ্যই ভালো হয়। তারা যেভাবে মার্কেট নিয়ন্ত্রণ করতেছে কিংবা করতে চাচ্ছে সেটা অবশ্যই দীর্ঘ মেয়াদে ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো নয়। যারা এইসব নিয়ে খোঁজখবর রাখেন বা রাখতে চান, তাদের জন্য এই আর্টিকেলটি পড়া খুবই জরুরী। আশা করি খুব মজা পাবেন এটা পড়ে।
অসাধারণ একটা আর্টিকেল ছিল এইমাত্র  পড়া শেষ করে থ্রেডে আসলাম আর দেখি  আপনি অলরেডি পোস্ট করেছেন।
বাইনান্স নিয়ে  অনেক FUD  ঘুরে বেড়াচ্ছিল ,  অনেক টপিকও দেখেছি  কিন্তু   অনেক বিষয় বোঝা ছিল না যাই হোক কয়েন আলাপের এই আর্টিকেলটি আমার খুব উপকার দিল।  সাথে সাথে একটু কষ্ট এবং একটু ভয়ও আসলে ঢুকিয়ে দিল মনের ভেতর  কেননা আমরা যতই বলি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার   থেকে দূরে যেতে কিন্তু বহু ক্ষেত্রে আমরা অনেক সময় এগুলোর উপরেই নির্ভরশীল হয়ে  পড়েছি।

যেমন কোন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইলে প্রথমে এদের উপরে নির্ভরশীল হতে হবে ,  যত ভালো  বা বড় এক্সচেঞ্জারে  প্রজেক্ট লিস্টিং হবে   ওই প্রজেক্ট  এর দাম কত ভালো হবে।
কোন এক্সচেঞ্জারের কথা বলব সকল এক্সচেঞ্জারেরই  তো একই উদ্দেশ্য হবে   আর এর জন্যই এদের নাম সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার।
ভাবতেছি এফ টি এক্স   এর ক্র্যাশের পরে যদি বাইনান্স কোন আইনে জটিলতার ভিতরে আটকে গিয়ে  এফ টি এক্স এর মতন কোন বিপদে পড়ে যায় তাহলে এর ভিতর বিনিয়োগকারী এত লোকজনদের কি হবে,  আর অন্যান্য   বড় তিমি গন একে কি উদ্ধার করতে আসবে নিজেদের স্বার্থ হাসিলের জন্য?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 09, 2023, 01:20:26 PM
লেখক: GazetaBitcoin
মেইন টপিক: Bitcoin - a bloodless revolution




সকল বিপ্লব রক্তপাতের মাধ্যমে হয়েছে। তাই বিপ্লবের পতাকা সবসময় লাল হয়ে থাকে।

স্পার্টাকাসের বিদ্রোহ (71 - 71 BC) থেকে আমেরিকান বিপ্লব (1765 - 1783); ফরাসি বিপ্লব (1789 - 1799) থেকে বুদাপেস্ট,  হাঙ্গেরিয়ান বিপ্লব (1956); প্রাগ (1968) থেকে পর্তুগাল, কার্নেশন বিপ্লব (1974); এমিলিয়ানো জাপাতা সালাজার (1910 - 1920) এর নেতৃত্বে মেক্সিকান বিপ্লব থেকে মাও সেতুং (1966), নিকারাগুয়ান বিপ্লব ('60 এবং '70) এবং 1989 থেকে রোমানিয়ান বিপ্লব থেকে শুরু করা মহান সর্বহারা সাংস্কৃতিক বিপ্লব পর্যন্ত। এবং তালিকাটি আরো বড় হতে পারে। সব বিপ্লবেই রক্তপাত হয়েছে। তাদের নেতারা তাদের উদ্দেশ্যের জন্য লড়াই করেছিল, কিন্তু কেউই কখনও রক্তপাতহীন বিপ্লব সফল করতে পারেনি,

সাতোশি নাকামোতো পর্যন্ত

সাতোশি কখনো বিপ্লবের নেতা হতে চাননি, তবুও তার সৃষ্টি -- বিটকয়েন -- সারা পৃথিবীতে বিপ্লব ঘটিয়েছে। অভিজাতদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সাধারণ মানুষের হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ তৃতীয় পক্ষের ওপর নির্ভর না হয়ে তাদের নিজস্ব টাকা  নিজেরা নিয়ন্ত্রণ করতে পারছে। বিটকয়েন মধ্যস্থতাকারীদের অনেকটা ইউজলেস বানিয়ে দিয়েছে এবং বিটকয়েন ব্যাবহারকারীরা সরকার এবং ব্যাংক ব্যাবস্থার ওপর থেকে আস্থা সরিয়ে নিয়েছে। এটি প্রথাগত অর্থব্যবস্থার টনক নড়িয়েছে এবং একটি নতুন দৃষ্টান্ত বাস্তবায়ন করেছে: "ইলেকট্রনিক ক্যাশের মাধ্যমে সম্পূর্ণ পিয়ার-টু-পিয়ার ব্যবস্থা যা অনলাইন পেমেন্টগুলিকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে না গিয়ে সরাসরি এক পক্ষ থেকে অন্য পক্ষের কাছে পাঠানোর সুযোগ করে দিয়েছে"। বিটকয়েন ইতিহাসের প্রথম রক্তহীন বিপ্লব।

এই বিপ্লবের জন্য কাউকে জীবন দিতে হয়নি। বিটকয়েন বিপ্লব কোন সহিংসতা, কোন গণহত্যা, বিপ্লবের সময় ভয়ঙ্কর কোন কিছয় হয়নি। এটি ক্ষুধার্ত এবং দরিদ্রদের বাঁচতে এবং তাদের জীবনের জন্য লড়াই করার সুযোগ পেতে সহায়তা করেছে। এটি সারা বিশ্ব থেকে মানুষকে এক হতে সাহায্য করেছে। আর কোনো রাজনৈতিক নেতা বিটকয়েন বন্ধ করতে পারবেন না। বিপ্লব এখন ১২ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। এবং, দিনে দিনে, এর গ্রহনযোগ্যতা বেড়ে চলেছে।

আমি নিজের কাছে অনেকবার প্রশ্ন করেছি যে কিভাবে বিটকয়েন এরকম এটা রক্তক্ষয়হীন বিপ্লব ঘটালো? এবং মাঝে মধ্যে আমার মনে হয়, কোনোভাবে কিটকয়েন বিপ্লব Saul Alinsky র রূলস ফলো করেছিলো। তিনি একজন আমেরিকান একটিভিস্ট ছিলেন এবং তিনি অন্যন্যদের মধ্যে সফল একটা বিপ্লবী নিয়ম লিখেছিলেন। তার লেখা কোনো বিপ্লবের নিয়মই সহিংসতাকে প্রমোট করে না।

নিয়ম ১: ক্ষমতা শুধুমাত্র আপনার যা আছে তা নয়, তবে প্রতিপক্ষ যা মনে করে তা আপনার কাছে আছে। যেদিন থেকে বিটকয়েন আসলো, সরকার, ব্যাংক এবং ধনীরা বয় পেয়েছিলো। তারা বুঝতে পেরেছিলো যে তারা তাদের অত্যাধিক ক্ষমতা হারাতে চলেছে এবং তারা বিটকয়েনকে অনেক বড় শত্রু হিসেবে দেখা শুরু করে। যদিও বিটকয়েন তখন তার প্রথম সময়ে ছিলো।

নিয়ম ২: যখনই সম্ভব, প্রতিপক্ষের অভিজ্ঞতার বাইরে থাকুন। এখানে অবশ্যই তাদের মধ্যে কনফিউশন, ভয় তৈরী করতে চাইবেন যাতে তারা বুঝতেই না পারে কিভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। অভিজাতরা কখনো সাধারণের ওপর থেকে ক্ষমতা হারানোর ভয় পায় নি। সর্বোপরি, ব্যাংক এবং সরকার তাদের হাজার বছর ধরে জিম্মি করে রেখেছিলো। যখনই বিটকয়েন চলে আসলো, তার পিয়ার-টু-পিয়ার নতুন সিস্টেম এর সাথে, সাথে কয়েন জয়েন, মিক্সার এর মাধ্যমে যেটার প্রাইভেসি আরো অনেক বেড়ে যায়। সকল নিপিড়ক তখন কনফিউজ্ড হয়ে যায়। তারপর তারা ভয় পেতে শুরু করে। তারা জানতো না কিভাবে বিটকয়েনের বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং আজকে এক যুগ ধরে তাদের সকল চেষ্টা ব্যার্থ হয়েছে।

নিয়ম ৩: প্রতিপক্ষকে তাদের নিয়মের মাঝেই থাকতে দিন। বিটকয়েন অভিজাতদের বিরুদ্ধে তাদের শক্তি ব্যবহার করেই লড়াই করেছে। অভিজাতরা যেমন মানুষকে তাদের আর্থিক নিয়ন্ত্রণ যুগ যুগ ধরে ছিনিয়ে নিয়েছিল, তেমনি বিটকয়েনও করেছে, যা মানুষকে তাদের নিজস্ব টাকার ক্ষমতা নিজের হাতে ফিরিয়ে দিয়েছে।

নিয়ম ৪: উপহাস মানুষের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। উপহাসের পাল্টা আক্রমণ করা কঠিন, এবং এটি প্রতিপক্ষকে বিরক্ত করে, যা আপনার জন্য সুবিধা। সরকার সর্বদা জানতে চাইতো যে প্রতিটি নাগরিকের কাছে কত টাকা আছে এবং নিয়মিত একজন ব্যক্তি কীভাবে অর্থ ব্যয় করে। সাতোশি এমন একটি ফ্যাশনে বিটকয়েন তৈরি করেছিলেন যা তার নাগরিক দ্বারা করা সমস্ত আর্থিক লেনদেন জানার জন্য রাজ্যের লোভকে উপহাস করে। সমস্ত বিটকয়েন লেনদেন ব্লকচেইনে দেখা যায়, যা সকলেই দেখতে পারবে। তবুও, প্রেরক এবং প্রাপকের ঠিকানাগুলি হল আলফানিউমেরিক অক্ষরের কিছু স্ট্রিং, যাতে কোনও নাম নেই, কোনও উপাধি নেই, কোনও ব্যক্তিগত তথ্য নেই (ধরে নেওয়া হয় যে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষকে দেননি, যেমন সেনট্রালাইজ্ড এক্সচেন্জ)। সাতোশির উদ্ভাবন সরকারকে কটূক্তি করেছে এবং মনে হচ্ছে এটি বলতে চাইছে যে: "আপনি কি জানতে চান আমার কত টাকা আছে? এখানে, আপনি এটি দেখতে পারেন। আপনি কি আমার সমস্ত লেনদেন দেখতে চান? আপনি এটিও দেখতে পারেন। আমি সেগুলি পাবলিক করেছি তোমার সামনে। কিন্তু তুমি জানো না আমি কে"

নিয়ম ৫: একটি কৌশল যা খুব বেশি সময় ধরে ব্যবহার হয়েছে, তা একাধিকবার হতে থাকলে মানুষ অন্য দিকে ঝুকতে পারে। তাই পরিবর্তন আনা প্রয়োজন, এমনকি সামান্য কিছু পরিবর্তন ও জরুরী। বিটকয়েন গত দশকে পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। SegWit থেকে bech32 এবং Taproot থেকে বিভিন্ন BIP পর্যন্ত, বিটকয়েন সময়ের সাথে পরিবর্তিত এবং বিবর্তিত হয়েছে।

নিয়ম ৬: চাপ বজায় রাখুন। বিভিন্ন কৌশল এবং কর্ম ব্যবহার করুন এবং আপনার প্রয়োজনের জন্য সঠিক সময়গুলো ব্যবহার করুন। "কৌশলের প্রধান ভিত্তি হল দিন দিন ব্যাবস্থার ডেভেলপ করা যা বিরোধীদের উপর ক্রমাগত চাপ বজায় রাখবে। এটিই বিরোধীদের আপনার সুবিধা অনুযায়ী কাজ করতে বাধ্য করবে। বিটকয়েন আসার পর থেকে ব্যাংক এবং সরকার চাপ অনুভব করা শুরু করে যা আস্তে আস্তে বাড়তে থাকে। অনেক আর্থিক সংকটের মাঝেও মানুষ বিটকয়েন ব্যাবহার করেছে। যতই আর্থিক অবস্থা খারাপ হচ্ছে, মানুষ ততই বেশি বিটকয়েনে ঝুকেছে। যেটা সরকারের ওপর আরো অত্যাথিক চাপ তৈরি করেছে। তারা বুঝতে শুরু করেছে যে তারা আস্তে আস্তে মানুষের টাকার ওপর ক্ষমতা হারিয়ে ফেলছে এবং মানুষ নিজেই তার টাকার ম্যানেজমেন্ট করতে পারে কোনো ব্যাংক, সরকার এবং ৩য় পক্ষ ছাড়াই।

নিয়ম ৭: টার্গেট বাছাই করুন, স্থিতিশীল করুন, নিজের মতো গুছিয়ে নিন এবং গুণসম্পন্ন করুন। বিটকয়েন তার সৃষ্টির আগেই টার্গেট তৈরি করেছে। বর্তমান অর্থ ব্যাবস্থা, মধ্যস্থতাকারী, সরকার এবং ব্যাংক। বিটকয়েনের উদ্দেশ্য সূক্ষ্ম উপায় দেখানো হয়েছিলো, এমনকি এর জেনেসিস ব্লক থেকে, যেটিতে নিম্নলিখিত বার্তা রয়েছে: "Chancellor on brink of second bailout for banks".

আমরা হয়তো আরো অনেক বছর বাচবো। আমাদের সন্তানরা বাচবে এবং নাতিরাও। জানিনা তবুও আমরা এরকম আরেকটা রক্তপাতহীন বিপ্লব ভবিষ্যতে দেখতে পারবো কি না...
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 09, 2023, 01:08:24 PM
বাইন্যান্স এক্সচেঞ্জ নিয়ে কয়েনআলাপ এর আজকের প্রতিবেদন- https://www.coinalap.com/binance-market-manipulator/

বাইন্যান্স ক্রিপ্টো মার্কেটে অনেক বড় নাম। এক্সচেঞ্জ সেবায় তাদের চেয়ে উত্তম আর কোন এক্সচেঞ্জ নেই এই কথা কেউ অস্বীকার করতে পারবে না। কিংবা তারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য যেসব ভালো কাজ করেছে, সেটার সাথেও কেউ দ্বিমত পোষণ করতে পারবে না।
তবে, এই সবকিছুর পিছনে তাদের যে উদ্দেশ্য রয়েছে সেটা অবশ্যই ভালো হয়। তারা যেভাবে মার্কেট নিয়ন্ত্রণ করতেছে কিংবা করতে চাচ্ছে সেটা অবশ্যই দীর্ঘ মেয়াদে ক্রিপ্টোকারেন্সির জন্য ভালো নয়। যারা এইসব নিয়ে খোঁজখবর রাখেন বা রাখতে চান, তাদের জন্য এই আর্টিকেলটি পড়া খুবই জরুরী। আশা করি খুব মজা পাবেন এটা পড়ে।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 09, 2023, 12:29:08 PM
minerjones একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন। এই রাফেলে অংশগ্রহণ করতে পারেন। এই রাফেলে  অংশগ্রহণ করার জন্য তেমন কোন নিয়ম কানুন দেখলাম না। আমার মনে হয় এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারেন। তবে খুব শীঘ্রই এখানে অংশগ্রহণ করার সুযোগ শেষ হয়ে যাবে। তাই দেরি না করে ঝটপট অংশগ্রহণ করে ফেলুন ধন্যবাদ সবাইকে। লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-happy-easter-5448152
jr. member
Activity: 76
Merit: 1
April 09, 2023, 09:47:05 AM
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি রাখার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন।
ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8

ধন্যবাদ, স্যার @LDL! আমি সমস্ত ভিডিও দেখেছি এবং এখন বুঝতে পারছি একটি ছবির আকার কিভাবে সংশোধন করতে হয় এবং এর সহজ বুঝতে কিভাবে। আবার ধন্যবাদ, @LDL, ভাই। আশা করি আপনি আগামীতেও আমাদের একই উপায়ে নির্দেশ করবেন।



Sushi DEX Approval Contract Exploited For $3.3M

শুক্রবারে ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স (DeFi) প্রোটোকল Sushi এক্সচেঞ্জ সেবা উদ্বেগ প্রদর্শন করে, ডেভেলপাররা টুইটে বলেছেন। এই উদ্বেগ বিশেষভাবে এর 'রাউটারপ্রসেসর 2' কনট্রাক্ট সম্পর্কিত যা সুশি স্যাপ এক্সচেঞ্জে ট্রেড রাউটিং করতে ব্যবহৃত হয়। বাংলাদেশের সকালে সিকিউরিটি ফার্ম পেকশিল্ড এর বিবেচনার উপর ভিত্তি করে বলা হয়েছে যে, একটি অনুমতি সম্পর্কিত বাগ রয়েছে যা বিনিয়োগের উদ্বেগ উত্পন্ন করে এবং বেশি করে $ 3.3 মিলিয়ন টাকার ক্ষতি হয়েছে। একই সময়ে একাধিক সিকিউরিটি ফার্ম থেকে বেশ কয়েকটি টুইট অনুসারে, $ 3.3 মিলিয়ন সম্ভবতঃ একটি একক ব্যবহারকারী, @0xsifu থেকে আসে, যিনি ক্রিপ্টো টুইটার ব্যাপারিক একজন জনপ্রিয় ট্রেডার। এর বিরুদ্ধে একটি সম্ভাব্য উদ্বে

Source: https://www.coindesk.com/tech/2023/04/09/sushi-dex-approval-contract-exploited-for-33m/
newbie
Activity: 187
Merit: 0
April 09, 2023, 09:18:56 AM
অনেক দিন যাবৎ এই ফোরাম এ আছি, তবে লোকাল কমিউনটিতে এই প্রথম আমার পোস্ট। এতদিন যাবৎ শুধু বাউন্টি নিয়ে কাজ করলাম। লোকাল কমিউনিটি তে এসে সকলের পোস্ট পড়ে এবং দেখে অনেক কিছু জানতে পারলাম। আশাকরি নতুন হিসেবে সকলের সাহায্য পাবো। আমি নতুন যার কারণে অনেক কিছু জানি না। তবে আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই অনেক কিছু জানতে পারব আশাকরি।
আজ থেকে আপনাদের সাথে আমার যাত্রা শুরু। দিনটি মনে থাকবে আজীবন।
https://i.postimg.cc/DZDFK3kp/Dark-Floral-Watercolour-Hexagon-Mother-s-Day-Event-A3-Poster.png
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
April 09, 2023, 07:09:09 AM
মেইন টপিক: Bitcoin - a bloodless revolution
লেখক: GazetaBitcoin

সকল বিপ্লব রক্তপাতের মাধ্যমে হয়েছে। তাই বিপ্লবের পতাকা সবসময় লাল হয়ে থাকে।

হ্যাঁ আমি এই টপিকটি কয়েক মাস আগে পড়েছিলাম এবং বিটকয়েন একটি রক্তবিহীন যুদ্ধ বা বিপ্লব এটার ভুল ধরিয়ে দিতে আমি নেটে অনেকগুলো ঘটনা সার্চ করেছিলাম কিন্তু তেমন কিছু রেজাল্ট পাইনি। বাংলাদেশের জন্য একটি ঘটনা পেয়েছিলাম যেখানে বিটকয়েনের জন্য মুক্তিপণ দাবি করে একটি ছোট বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল কিন্তু বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ না পাওয়ায় ছেলেটির কি হয়েছিল আমি সেটা জানি না। তবে ওই ঘটনায় যদি ছেলেটিকে হত্যা করে থাকে তাহলে ওই ঘটনাই হবে একমাত্র এই টপিক এর বিপরীত। তাছাড়া আমাদের বাংলাদেশে যে সকল ভাইয়েরা অনলাইনে বিটকয়েনের বিজনেস করে এবং বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং জেলে বন্দী করে রাখা হয় তাহলে এটাকেই বলা হবে একমাত্র কঠিন বিপ্লব যা বিটকয়েনের জন্য আমাদের দেশের তরুণ প্রজন্ম অতীত থেকে বর্তমান পর্যন্ত করে আসছে।
@Learn Bitcoin আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই রকম একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা রূপান্তরিত করে আমাদের জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করেছেন।

ভাই আপনাকে ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য। আপনি সবার আগেই পড়ে ফেলেছেন। আমি আপাতত পোষ্ট টি রিমুভ করতে বাধ্য গেলাম কারণ GazetaBitcoin আগে পোষ্ট প্রিভিউ দেখতে চেয়েছে। আমি আগে তার রিপ্লাই দেখলে হয়তো পরে পোষ্ট করতাম। যাই হোক, আশা করি GazetaBitcoin আমার পোষ্ট টা এপ্রুভ করবে এবং পুনরায় আমি এটা পোষ্ট করবো।

এখন আসা যাক দেশের কথায়। আমাদের দেশের সরকার এর ওপর লেভেলে যতোদিন ইয়াং জেনারেশন এর মন্ত্রী রা না আসবে, ততোদিন বিটকয়েন নিয়ে নেগেটিভ ধারণা থেকেই যাবে। জুনায়েদ পলক সাহেব একটু ঘাটাঘাটি করেও শেষমেশ আর কিছু করেন নি। তবে উনি একটা কথা বলেছিলেন, একটা মুদ্রা কে আপনারা কোনো ভাবেই খারাপ বলতে পারেন না। সেটা কি কাজে ব্যাবহার হচ্ছে সেটা নিয়ন্ত্রন করা জরুরী।
Jump to: