Author

Topic: বাংলা (Bengali) - page 253. (Read 5320828 times)

newbie
Activity: 23
Merit: 10
March 26, 2023, 07:14:43 AM
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏

আমি আপনাকে বলবো না যে আপনি বিটকয়েন আইডি কেনেন।  কেননা আপনি আইডি কিনে কিছু করতে পারবেন না।কারন আপনার পূর্বের কোন অভিজ্ঞতা নাই যদি থাকতো তাহলে আপনি নিজেই খুঁজে বের করতে পারতেন। যেহুত আপনার এই জায়গার আগে কোন অভিজ্ঞতা নাই। শুধু শুধু আপনার টাকা গুলো নষ্ট হবে। আমি আপনাকে বলবো আপনি যদি এইখানে নতুন হয়ে থাকেন।  তাহলে ধৈর্য ধরেন আপনি কিছু দিন গবেষণা করেন।  দেখবেন আপনি একদিন সফল হবেন। বিটকয়েন আইডি কেনা মানে বোকামি করা আমি মনে করি। ধরেন আপনি একটা অ্যাকাউন্ট কিনলেন কিছু দিন পর আপনার একাউন্ট টি ব্যান হয়ে যেতে পারেন। কারন আপনার এর আগে এর রুলস সম্পর্কে আপনার ধারনা নাই।  টাকা দিয়ে কিছু হয় না নিজের  অভিজ্ঞতাই সব।  তাই অভিজ্ঞতা অর্জন করেন।  সফলতা আপনা আপনি আসবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
March 26, 2023, 07:03:43 AM
বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মূহুর্ত টা অনেক ভালো লাগে 🥀


@Crypto Networks
ভাই আপনি এই সামান্য বিষয়টি অন্যের থেকে কপি করে এনে এখানে পোস্ট করে কি বোঝাতে চাচ্ছেন?
এই সামান্য বিষয় আপনি নিজেও ইউনিক করে পোস্ট করতে পারতেন কিন্তু দুঃখের বিষয় আপনি এই প্রকৃতির ছবিটি অন্যের পোস্ট থেকে কপি করে এনে এখানে দেওয়ার মানে হয় না।
আপনি বাংলাদেশী, পুরো বাংলাদেশটাই এক একটি ছবি। আপনি যেদিকে আপনার ক্যামেরা তাক করুন না কেন প্রত্যেক ক্লিকে ক্লিকে এক একটি প্রকৃতির ছবি তুলতে পারবেন। কিন্তু আপনি তা না করে অন্যের কাছ থেকে ছবি চুরি করে এনে এখানে প্রকাশ করেছেন এবং নিজের বলে চালিয়ে যাচ্ছেন।
এই সমস্ত কপি করা পোস্ট ও কপি করা ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন তা না হলে কোন একদিন আপনার একাউন্ট ব্যান হয়ে যেতে পারে।
ছবিটি নেওয়া হয়েছে: click
https://images.app.goo.gl/VKL6x1nXw6MrGTpY8


আপনি  Wall Observer WO টপিকে পোস্ট করা থেকে বিরত থাকুন। অতিরিক্ত স্পামিং এর কারণে আপনার একাউন্টের যথেষ্ট ক্ষতি হতে পারে।
newbie
Activity: 108
Merit: 0
March 26, 2023, 06:55:00 AM
আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন 💖
আমি একটা bitcointalk আইডি কিনতে চাই Sr member অথবা Full member আমি কোথায় থেকে এবং কিভাবে কিনতে পারি কেউ একটু আমাকে জানান পিলিজ 🙏
newbie
Activity: 23
Merit: 10
March 26, 2023, 04:24:31 AM
বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মূহুর্ত টা অনেক ভালো লাগে 🥀

https://i.postimg.cc/kgbLk257/1679811982882.jpg
ভাই এইগুলোও পোস্ট করার জন্য অনেক সোশ্যাল মিডিয়া আছে। সেখানে গিয়ে আপনি এইগুলা পোস্ট করতে পারেন। এখানে আপনার পোস্ট কারো কোন উপকারে আসবে না। আপনি এমন কিছু পোস্ট করেন।  যা আমাদের উপকারে আসবে। আপনার এই পোস্টর কোন মূল্য নাই।  আপনি উপরের পোস্ট গুলো খেয়াল করলে দেখতে পারবেন।  এই সব স্পাম পোস্ট গুলোর কারনে মেরিট সোর্স আবেদন করতে পারছে না। খুব তারাতারি স্প্যাম পোস্ট গুলো ডিলিট করা হবে। তাই আমাদের সবার উচিত এই সব পোস্ট ইগনোর করা। আমার কোন পোস্ট করার আগে চিন্তা করবো পোস্টটি কি ফোরামের কারো উপকারে আসবে কি না। ফোরামের কারো কোন উপকারে আসবে না এই  রকম পোস্ট আমরা করব না। তাহলে আমাদের এই বোর্ডটি স্প্যাম পোস্ট মুক্ত থাকবে।



 আমরা যদি কোন টপিক পোস্ট করি।  তখন টপিকের শিরোনাম নাম নিয়ে চিন্তা করি না। মাথায় যা আসে তাই দিয়ে দেই। কোন টপিক পোস্ট করার আগে অব্যশই টপিকের শিরোনামটি ভালোভাবে গুছিয়ে লিখতে হবে।

আমার  কোন টপিক পোস্ট করার সময় কিভাবে টপিকের শিরোনাম লিখব।
 নিচে তার উদাহরণ দেওয়া হল।

১. পোস্টের শিরোনাম সংক্ষিপ্ত এবং  ৪০ ক্যারেক্টার মধ্যে রাখা ভালো।

২. শিরোনাম যত ছোট করা যায় এবং শিরোনামে পোস্ট এর মূল বক্তব্য রাখতে হবে।

৩. শিরোনামটি অ্যাটাকটি করা। যাতে শিরোনাম নাম দেখে সবাই পোস্টটি
পড়তে আগ্রহ দেখায়।

৪. শিরোনামে এই শব্দ বর্জন করা উচিত। যেমন: "খুব, মূলত, তাই, ঠিক, সত্যিই,"

৫. কোন সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা উচিত নয়। কারন সংক্ষিপ্ত শব্দের সাথে সবাই পরিচিত নাও থাকতে পারে।

আমি আগে এইগুলা অনুসরণ করতাম না। এখন থেকে অনুসরণ করব।

বিশেষ দ্রষ্টব্য : বড় ভাইরা কেমনে একটা পোস্টের শিরোনাম নাম লেখেন তা আমাদের সাথে শেয়ার করবেন।
member
Activity: 168
Merit: 58
March 26, 2023, 02:27:21 AM
সিনিয়র ভাইদের পরামর্শ চাচ্ছি কিভাবে Rank বাড়াতে পারব
Rank বাড়াতে হলে আপনাকে মেরিট আর্ন করতে হবে। কেননা মেরিট ছাড়া কখনো Rank বাড়ে না। আর বিশেষ করে আপনাকে মেরিট পেতে হলে, নিয়মিত ফর্মে এক্টিভ থাকা লাগবে। ভালো ভালো মান-সম্মত পোস্ট করতে হবে। মেরিট সংক্রান্ত ধারণা আপনি এই পোস্টটি দেখতে পারেন। এই পোস্টে মেরিট সংক্রান্ত ধারণা ও, কত মেরিট এবং কত এক্টিভিটি হলে কোন পজিশনে উঠবেন। সে সকল ধারনা পেয়ে যাবেন।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 26, 2023, 01:40:39 AM
প্রাক্তন Coinbase CTO বিটকয়েনে কোটিপতি বাজি তৈরি করে

বিটকয়েন এর দাম ১ মিলিয়ন ডলার হবে বলে ভবিষ্যৎবাণী করেছেন কয়েনবেসের সাবেক চীফ টেকনোলজি অফিসার বালাজী শ্রীনিবাসন।
বালাজী শ্রীনিবাসন ভবিষ্যৎবাণী করেছেন যে আগামী ৯০ দিনের মধ্যে বিটকয়েন এর দাম ১ মিলিয়ন ডলার যাবে। শুধু তাই নয়, এই ভবিষ্যৎবাণীর উপর তিনি বাজি লাগিয়েছেন ১ মিলিয়ন ডলার। আমেরিকান ব্যাংকিং সেক্টরের কথা আমরা সবাই জানি। এর পাশাপাশি এইটাও জানি তারা সম্প্রতি তাদের অর্থনীতিতে ৩০০ বিলিয়ন ডলার সংযুক্ত করেছে। এই ঘটনার প্রেক্ষিতে, টুইটারে জেমস মেডলক নামের এক ব্যক্তি টুইট https://twitter.com/balajis/status/1636429773865095168?t=u2LnaoTtBt0Wcs2HCzzb9A&s=19 করে যে আমেরিকার অর্থনীতির বর্তমান অবস্থা যাই হোক না কেন, আমেরিকায় হাইপার-ইনফ্লেশন হবে না। যদি কোন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এক মাসে ৫০% বা তার বেশি হয়, সেটাকে হাইপার-ইনফ্লেশন বলে। উক্ত টুইটার ব্যবহারকারী জেমস মেডলক এইটা ছাড়াও বলেন যে তিনি তার ভবিষ্যৎবাণীর জন্য ১ মিলিয়ন ডলার বাজি ধরতে রাজি আছেন। বালাজী শ্রীনিবাসন এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করলেন যদিও জেমস মেডলকের ১ মিলিয়ন ডলার এর ঝুঁকি নেয়া লাগবে না।
বালাজী শ্রীনিবাসন তখন জেমস মেডলককে বলেন, “আপনি ১ বিটকয়েন ক্রয় করুন। আমি ১ মিলিয়ন ডলার পাঠাবো। আপনার জন্য ওড ৪০ঃ১ যেহেতু বর্তমানে ১ বিটকয়েন এর দাম ২৬০০০ ডলারের মত। বাজির সময়কাল ৯০ দিন।
বিস্তারিত
newbie
Activity: 1582
Merit: 0
March 26, 2023, 01:40:01 AM
সিনিয়র ভাইদের পরামর্শ চাচ্ছি কিভাবে Rank বাড়াতে পারব
jr. member
Activity: 47
Merit: 1
March 26, 2023, 01:29:17 AM
বৃষ্টির চেয়ে বৃষ্টি আসার আগ মূহুর্ত টা অনেক ভালো লাগে 🥀

newbie
Activity: 23
Merit: 10
March 25, 2023, 06:53:12 PM
@Popkon6 আপনাকে অভিনন্দন আমাদের বোর্ড  আরেকজন ফুল মেম্বার অ্যাড হলো। এতে করে আমাদের বোর্ড আরো এগিয়ে যাবে। এইভাবে একের পর এক সবাই এগিয়ে যাচ্ছে। আপনারা যত এগিয়ে যাবেন আমরা তত এগিয়ে যাব। সম্প্রীতি আমাদের বোর্ডে অনেক পোস্ট হচ্ছে।  যে যা জানতে পারছে সাথে সাথে আমাদের বোর্ডে পোস্ট করে সবাইকে সাহায্য করছে। এতে করে সাবাই নতুন কিছু  শিখাতে পারছে। বিশেষ করে আমাদের বোর্ডে নিয়োমিত সবাই কে সাহায্য করছে।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Popkon6
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin
আপনাদের কারনে এখন সবাই অনেক কিছু জানতে পারছে। কোন একটা জিনিস কেউ জানতে চাইলে আপনাদের মধ্যে  কেউ না কেউ খুব দ্রুত তা সুন্দর করে ডিটেইলস সহ বুঝিয়ে দিচ্ছে।  এতে করে সবাই উপকৃত হচ্ছে। তাই আপনাদের ধন্যবাদ জানাই এভাবেই অ্যাকটিভ থেকে আমাদের সাহায্য করার জন্য।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 25, 2023, 05:07:52 PM
krogothmanhattan, ৫০৭ তম ফ্রি রেফেল নিয়ে এসেছেন। অন্যসব বার কয়েন নিয়ে আসলেও এবার নিয়ে এসেছেন ফ্রি ক্রিপ্টো ডগি কার। যারা পহেলা মার্চের পূর্বে একাউন্ট করেছেন তারাই এই ফ্রি রেফেলে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে অংশগ্রহণ করুন। রেফেল লিঙ্কঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-507th-ecause-i-am-still-in-a-good-mood-free-crypto-doge-car-5446312

LDL
hero member
Activity: 742
Merit: 671
March 25, 2023, 02:20:01 PM
চুন খেয়ে মুখ পুড়েছে, দই দেখে ভয় করে

একটি গ্রাম্য প্রবাদ দিয়ে @Crypto library ভাইয়ের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বেশ কয়েকদিন আগে ইসলামী ব্যাংকের মতো একটি ব্যাংক যেখানে মানুষের আস্থার একসময় অভাব ছিল না কিন্তু সেই ব্যাংক দেউলিয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়ে এখন মানুষের মনে আস্তা নেই বললেই চলে। তাছাড়া বিশ্বের বড় বড় কয়েকটি ক্রিপটোব্যাংক সিলভার গেট ও সিলিকন ভ্যালি ওই ইসলামী ব্যাংকের মতো দেউলিয়া হয়ে গেছে। এই সমস্ত ব্যাংকে যাদের টাকা-পয়সা ক্রিপ্টোকারেন্সি জমা ছিল তারা এখন পথের ফকির।
মুদ্রাস্ফীতি ও টাকা পয়সা ব্যাংকে জমা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমিও @Crypto Library ভাইয়ের মত যা কিছু ছিল সবকিছু ফিয়াট করে ঢাকা ব্যাংকে জমা করে রেখেছি, আমি যে সময় ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দিয়ে ব্যাংকে টাকা জমা রেখেছিলাম সেই সময় ডলারের মান ছিল ৭৮/৮০/প্রতি ডলার। এবং সোনার দাম ছিল ৫৫ হাজার টাকা ভরি। আমি ওই সময় আমার ক্রিপ্টো কারেন্সি বিক্রি করে দিয়ে ১০ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুদ্রাস্ফিতির কারণে ১০ লক্ষ টাকা ২৭০টাকা কেজি পোল্টি মুরগি কেনার যুগে ৭ লক্ষ টাকায় পরিনত হয়েছে কিন্তু আমার ক্রিপ্টোকারেন্সি ও সোনার(Physical assets) দাম কিন্তু সবসময় বৃদ্ধি পেয়েই চলছে।
ভয়টা কোথায় এখন আমার একটা কথা হচ্ছে ব্যাংকে যে পরিমাণ টাকা রয়েছে  সেই টাকার গ্যারান্টি আমি দিতে পারি না কিন্তু যদি ওই টাকা দিয়ে ফিজিক্যাল অ্যাসেট কিনে রাখতাম তাহলে ওই সমস্ত সম্পদের গ্যারান্টি আমি দিতে পারতাম। বাংলাদেশের একাধিক ব্যাংকের কেলেঙ্কারির ঘটনা দেখে এখন আর ব্যাংকের টাকা নিজের টাকা বলে মনে হয় না।
তাই যারা ব্যাংকে টাকা রাখতে চান তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি সামর্থ্য থাকে তাহলে ব্যাংকের পরিবর্তে আপনি জমি জমা ও সোনার গহনা কিনে রাখতে পারেন।
অথবা আমার মত ক্রিপ্টোকারেন্সি বিক্রি করে দিয়ে বাংলা টাকা করে ব্যাংকে রাখার মত বোকামি আর কেউ করিয়েন না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 25, 2023, 01:28:53 PM
এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।
এটা আসলেই সত্যি যে যে হারে মুদ্রাস্ফীতি বাড়তেছে ব্যাংকে টাকা রাখা মানে টাকা বসিয়ে রেখে খরচ করা। এজন্য আমি অলরেডি একটা স্ট্রাটেজি নিয়েছি ব্যাংকে ডিপিএস না খুলে সপ্তাহে ১০ ডলার করে বিটকয়েন এই ইনভেস্ট করতেছি আশা করছি সর্বনিম্ন পাঁচ বছর পর্যন্ত এটি হোল্ড করার ধৈর্য ধারণ করতে পারব।
কিন্তু বড় ফান্ড নিয়ে ভেজালে কেননা আমি এটাও মানি যে যতটুকু হারানোর সামর্থ্যটা কি ততটুকুই ইনভেস্টমেন্ট করা যদিও বিটকয়েন সম্পূর্ণ সেফ কিন্তু এর ভোলাটিলিতিজ অনেক সময় বন্ধুত্ব স্বরূপ আচরণ করে না।

Quote
BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।
যেহেতু এটা সেলফ মডারেট থ্রেড তাই যদি BitcoinDream ভাই একটু একটিভ হন তাহলে স্প্যাম আর এক লাইনের পোস্টগুলো ডিলিট করা শুধু সময়ের ব্যাপার সেগুলো ডিলিট হয়ে গেলে আমাদের থ্রেডটা অনেকটা পরিষ্কার দেখাবে। যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশ থ্রেড মোটামুটি ভালো একটিভিটি বাড়াচ্ছে ছাড়া আমাদের যোগ্য মেম্বারগণও রয়েছে মেরিট সোর্স হওয়ার জন্য তাই আমি বলব এই বিষয়টি নিয়ে আবার ভাববার সময় এসে গিয়েছে।


আর সবার নিকট অনুরোধ এক লাইনের বা স্প্যাম পোস্ট দেখামাত্রই রিপোর্ট করবেন
newbie
Activity: 28
Merit: 0
March 25, 2023, 11:48:08 AM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin

আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075


অভিনন্দন Popkon6 ভাই ফুল মেম্বার হওয়ার জন্য আপনার জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল আরো অনেক দূর এগিয়ে যান। আমাদের মত নতুন নতুনদের পাশে থেকে আপনাদের মত সিনিয়র মেম্বাররা আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
March 25, 2023, 11:39:36 AM
আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।

BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।

জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিবেন। আমরা কন্সট্রাকটিভ আলোচনার চাইতে, ভাই কেমন আছেন?, আপনাকে ধন্যবাদ, আপনাকে অভিনন্দন, আপনাকে শুভেচ্ছা টাইপের পোষ্ট বেশি করে থাকি। এই দোষ আমরা কাউকে একা দিতে পারবো না। আমরা সবাই মিলে টেকনিক্যাল ডিসকাশন থেকে এসব নিয়েই বেশি পড়ে আছি। বলতে পারেন ভাই কি নিয়ে আলোচনা করবো? বেশি কিছু জানি না। সবাইকে বলবো ফোরাম এক্সপ্লোর করেন। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। বিটকয়েনের ব্যাপারে জানতে হলে Little Mouse এই ভাইরে ধরেন। আপনাকে কেউ নিজে থেকে শিখিয়ে দিবে না। কি জানতে চান প্রশ্ন করুন।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 25, 2023, 11:27:43 AM
Betnomi Cold Wallet নামক একটি ওয়ালেট ফ্রি পাওয়ার সুবর্ণ সুযোগ সুযোগ নিয়ে এসেছেন, icopress. যারা এই ফ্রি ওয়ালেট পেতে চান তারা অতিসত্বর এই ফ্রি রেফলে জয়েন করুন। রেফেলের জয়েন করার আগে অবশ্যই নিয়ম গুলো ভালো মতো করে নিবেন। ফ্রি রেফেলের লিংকঃ https://bitcointalksearch.org/topic/free-raffle-betnomi-cold-wallet-5446281
Quote
newbie
Activity: 28
Merit: 0
March 25, 2023, 11:10:51 AM
পবিত্র রমজান মাসে আমরা কেউই ইফতার ও সেহেরির খানার ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও এই ফোরামে শেয়ার করব না। কারন কিছু মানুষ আছে তাদের সাধ্য নেই ভালো ইফতার ও সেহেরির খানার ব্যবস্থা করতে। তারা এই খানা গুলো দেখে মনে মনে অনেক কষ্ট পাবে। এই কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন।
member
Activity: 378
Merit: 26
Be Happy ☺️
March 25, 2023, 10:18:07 AM
@Popkon6 ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনার জন্য অনেক শুভ কামনা রইলো ।। আশা করি আপনি খুব শীগ্রই আপনার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন ।। আপনার জন্য দুয়া রইলো ।। Full member rank এ পৌঁছে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন ।।
sr. member
Activity: 700
Merit: 380
🎗️🍁🎭
March 25, 2023, 08:43:14 AM
Rank: member
Merits needed for Full member: 09

আমি এই কমিউনিটির প্রত্যেকটা ব্যক্তির কাছে অনুরোধ জানাচ্ছি। আমার মাত্র কিছু মেরিটের জন্য আমি নতুন রাঙ্কে অবস্থান করতে পারছি না। আমার মনে এমন অবস্থা তৈরি হয়েছে এই অবস্থার কথা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। দয়া করে আমাকে যদি আপনারা একটু সহায়তা করেন তাহলে আমি উচ্চ রেঙ্কে চলে যাব।
@Little Mouse
@shasan
@Crypto Library
@tjtonmoy
@LDL
@Review Master
@Bitcoin_people
@Mr corol
@learn bitcoin

আপনারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি মুহূর্তের মধ্যে নতুন রেঙক দেখতে পাবেন যেটি দেখার জন্য আমার মন উতলা হয়ে আছে।
আপনারা আমার এই বিষয়টি মাইন্ডে নিয়েন না, যদি আমার এই পোস্টের মাধ্যমে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ফোরামের নিয়ম বহির্ভূত কোন কাজ হোক আমি সেটা চাই না। তবে আপনারা বিষয়টি অন্যভাবে নিয়েন না।

Count Down link: https://bitcointalksearch.org/topic/m.61958075

Congratulations, Popkon6
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের বাংলা ফরমের একজন ইউজার নতুন রেংক গ্রহণ করেছেন। আপনি হয়তো আপনার রেংক বৃদ্ধি করার জন্য অনেক চেষ্টা করেছেন পরবর্তীতে আপনি সফল হতে পেরেছেন। একটি আইডি এর পেছনে অনেক শ্রম দিতে হয় এবং পরবর্তীতে সফল হওয়া যায় আপনি আপনার অনেক পরিশ্রম করার পর Full member র‍্যাঙ্ক অর্জন করতে পেরেছেন। আপনার এখানেই থেমে থাকলে চলবে না আপনাকে আরো পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনি আরো মেধা অর্জন করুন এবং আমাদের ফোরামে সময় দিন। অবশ্যই আপনি এগিয়ে যেতে পারবেন এবং আমাদের বাংলা বোর্ডের সকলকে অবশ্যই সাপোর্ট দিবেন। ধন্যবাদ
legendary
Activity: 2254
Merit: 2305
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 25, 2023, 07:53:10 AM

আশঙ্কায় আছি আমাদের বাংলাদেশের ব্যাংক সমূহ নিয়ে সবগুলোর অবস্থায় তো নড়বড়ে রয়েছে যা কিছু সঞ্চয় আছে  তার সিংহভাগই এসব ব্যাংকে জমা রেখেছি।  ইউরোপ আমেরিকার হাল দেখে আমাদের অবস্থা যে কি হবে সেটা ভাবতেছি। সম্পূর্ণ ফান্ড বিটকয়েন এ ইনভেস্টমেন্ট করা থেকে বিরত রয়েছে কারণ এর হাই ভোলাটি এর কারণে দরকারের সময় প্রবলেম করতে হবে দেখে।  এখন মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট বানানোর ছাড়া আর কোন উপায় নাই, জায়গা জমি কেনা ইত্যাদি।
এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।

আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।

BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
March 25, 2023, 04:18:43 AM
ফোরামে মানসম্মত পোস্ট করার জন্য কিছু দরকারি রূলস যা নতুন ব্যবহারকারীদের উপকারে আসবে:

এই ফোরামে আমরা সবাই অবদান রাখতে চাই এবং ভাল মানের পোস্ট করতে চাই যাতে আমরা আমাদের র‍্যাঙ্ক পেতে পারি কিন্তু আমরা অনেকেই জানি না কীভাবে পোস্ট করতে হয় যা অর্থপূর্ণ এবং মানসম্মত। অন্যথায় আপনি শিটপোস্টার হিসাবে বিবেচিত হবেন।
ভালো পোস্ট করার জন্য প্রথমে আমাদের কিছু টিপস অনুসরণ করতে হবে:

1. এই ফোরামে সময় কাটান: আপনি যখন এই ফোরামে অনেক সময় ব্যয় করেন তখন আপনি অন্যান্য সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে সক্ষম হবেন। তারপর আপনি দেখতে পারেন কেউ সাহায্যের জন্য পোস্ট করছে  কিনা। আপনি যদি এটি সম্পর্কে বিশেষজ্ঞ হন তবে আপনার তাদের সাহায্য করা উচিত এতে আপনার পোষ্টটি উপকারী পোস্ট হিসেবে বিবেচিত হবে। আপনি এই ফোরামে যতটা সক্রিয় থাকবেন আপনি সঠিক তথ্য দিয়ে অন্যদের ততোটা সাহায্য করতে সক্ষম হবেন।

2. সিনিয়র ফোরাম সদস্যদের অনুসরণ করুন: কেউ কেউ ভাবতে পারে যে ব্যবহারকারীরা শুধুমাত্র হাইয়ার Ranker দেরি মেরিট দেয় তবে আসল কারণ তারা কোনো তথ্য পোস্ট করলে অনেক মানসম্মত হয়। কিন্তু আপনার মনে রাখা উচিত যে বেশিরভাগ ক্ষেত্রে তারা প্রথমে সঠিক তথ্য দিয়ে পোস্ট করে কারণ তারা এই ফোরামে সবচেয়ে বেশি সক্রিয়। আবার তারা ক্রিপ্টো রিসোর্স শেয়ার করে যা সবার জন্য খুবই সহায়ক। তাই উচ্চতর র‌্যাঙ্কারদের অনুসরণ করা এবং তাদের মতো নিজেকে গড়ে তোলা একটি খুবই সহায়ক কৌশল হতে পারে।

3. স্ক্যামার এবং বাউন্টি চিটার ধরার চেষ্টা করুন: আপনি যদি স্ক্যামার এবং বাউন্টি চিটারদের ধরার বিষয়ে নিজেকে দক্ষ করে তোলেন তবে আপনি উচ্চ র্যাঙ্কারদের কাছ থেকে মনোযোগ পেতে পারেন এবং এই ফোরামে খুব দ্রুত নিজেকে বড় করতে পারেন। এটি একটি খুব চতুর উপায় এবং এছাড়াও খুব অবদান রাখার মত কাজ এটি.

4. কম পোস্ট করুন কিন্তু শিটপোস্ট নয়: আপনি যদি এই ফোরামে খুব বেশি নতুন হন তবে আপনার শিটপোস্ট পোস্ট করার পরিবর্তে কম পোস্ট করা উচিত। এবং আপনাকে অবশ্যই এমন কিছু পোস্ট করতে হবে যা বিষয়গুলির সাথে সম্পর্কিত এবং অবশ্যই সংশ্লিষ্ট বোর্ডের হতে হবে। কপি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাই আপনি যদি মনে করেন যে আপনি কপি পেস্ট করে ফোরামের বাইরে থেকে বা ফোরামের বাইরে থেকে তথ্য কপি করে এখানে শেয়ার করবেন তবে এটি বোকামি হবে এবং নেগেটিভ ট্রাস্ট পাবেন, এটি করার চেষ্টা করবেন না।

আমি আমার মতামত শেয়ার করার চেষ্টা করেছি এবং আমি এই নিয়মগুলি অনুসরণ করার চেষ্টা করি এবং আশা করি যে এইগুলি সহায়ক হবে যারা এই ফোরামের বিষয়ে যথাযত এবং একটি সঠিক উপায়ে র‌্যাঙ্ক আপ করতে চান। সবার জন্য শুভকমনা রইল।
Jump to: