Author

Topic: বাংলা (Bengali) - page 253. (Read 5721306 times)

LDL
hero member
Activity: 742
Merit: 671
April 09, 2023, 07:01:06 AM
মেইন টপিক: Bitcoin - a bloodless revolution
লেখক: GazetaBitcoin

সকল বিপ্লব রক্তপাতের মাধ্যমে হয়েছে। তাই বিপ্লবের পতাকা সবসময় লাল হয়ে থাকে।

হ্যাঁ আমি এই টপিকটি কয়েক মাস আগে পড়েছিলাম এবং বিটকয়েন একটি রক্তবিহীন যুদ্ধ বা বিপ্লব এটার ভুল ধরিয়ে দিতে আমি নেটে অনেকগুলো ঘটনা সার্চ করেছিলাম কিন্তু তেমন কিছু রেজাল্ট পাইনি। বাংলাদেশের জন্য একটি ঘটনা পেয়েছিলাম যেখানে বিটকয়েনের জন্য মুক্তিপণ দাবি করে একটি ছোট বাচ্চাকে কিডন্যাপ করা হয়েছিল কিন্তু বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ না পাওয়ায় ছেলেটির কি হয়েছিল আমি সেটা জানি না। তবে ওই ঘটনায় যদি ছেলেটিকে হত্যা করে থাকে তাহলে ওই ঘটনাই হবে একমাত্র এই টপিক এর বিপরীত। তাছাড়া আমাদের বাংলাদেশে যে সকল ভাইয়েরা অনলাইনে বিটকয়েনের বিজনেস করে এবং বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং জেলে বন্দী করে রাখা হয় তাহলে এটাকেই বলা হবে একমাত্র কঠিন বিপ্লব যা বিটকয়েনের জন্য আমাদের দেশের তরুণ প্রজন্ম অতীত থেকে বর্তমান পর্যন্ত করে আসছে।
@Learn Bitcoin আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই রকম একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলা রূপান্তরিত করে আমাদের জন্য সহজবদ্ধভাবে উপস্থাপন করেছেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 09, 2023, 06:54:15 AM
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।

মার্কেটে বিভিন্ন ধরনের এয়ারড্রপ রয়েছে । এখন আপনাকে ভালো এয়ারড্রপগুলো খুজে বের করতে হবে। সবগুলোতে যোগদান করে কোনো লাভ নেই। কারণ আপনি কোন ধরনের এয়ারড্রপে যোগদান করতেছেন, সেটির উপর নির্ভর করে আপনি পেমেন্ট পাবেন কি নাহ।
টেলিগ্রাম বট: এমন এয়ারড্রপগুলো ৯৯% স্ক্যাম হয়ে থাকে। পেমেন্ট কখনোই পাবেন নাহ।
গুগল ফরম: এমন এয়ারড্রপগুলো যদি প্রজেক্ট থেকে পোষ্ট করা হয়, তাহলে পেমেন্টের সম্ভাবনা থাকে। তবুও ৮০% স্ক্যাম করে, হয়তো পেমেন্ট দেয় নাহ কিংবা প্রজেক্টে স্ক্যাম হয়ে থাকে।
Retroactive Airdrop এই ধরনের এয়ারড্রপগুলো ১০০% পেমেন্ট করে। শুধুমাত্র এখানে মূল বিষয় হলো, কোনো প্রজেক্ট অগ্রিম ঘোষণা দেয় নাহ যে, তারা এয়ারড্রপ দিবে। উদাহরণ হিসেবে, uniswap, 1inch, paraswap, optimism, arbitrum ইত্যাদি প্রজেক্টের এয়ারড্রপ। এই ধরনের এয়ারড্রপের কাজ খুবই সহজ, প্রজেক্ট চালু হওয়ার সাথেই সেই প্রজেক্টটি ব্যবহার করা। সহজ কথায়, প্রজেক্ট তার শুরুর দিকের সাপোটারদেরকে এয়ারড্রপ দেয়।
Testnet Airdrop এটিরও পেমেন্ট ১০০% পাবেন। সহজ উদাহরণ হলো APTOS এর এয়ারড্রপ। অনেক প্রজেক্ট আপনার ঘোষণা করে যে, তারা এয়ারড্রপ দিবে কি নাহ, আবার অনেক প্রজেক্ট ঘোষণা নাহ করলেও mainnet এ প্রজেক্ট চালু করার সাথে সাথে এয়ারড্রপ দিয়ে দেয়।

আমি টুইটারে এই পর্যন্ত ২০ টারও বেশি প্রজেক্টি নিয়ে পোষ্ট করেছি। যারা টুইটারে ফলো করে রেখেছেন, তারা সকল তথ্য সময় মতো পেয়েছে। আর এইসব টুইটার থ্রেড লেখতে সময় লাগে এবং সেটি আবার এখানে বাংলায় লেখতে আরো সময় লাগে । আমি একবার একটি প্রজেক্ট বাংলায় লেখেছিলাম, কিন্তু কেউ গুরুত্ব দেয় নাই। সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিল  Grin তাই ফোরামে লেখা বন্ধ করে দিয়েছিলাম। শুধুমাত্র যা পোষ্ট করলেই নয়, সেটি পোষ্ট করতেছি।  Wink



কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।

ভাই আমি যেগুলো লিংক দিয়েছি, সেগুলোই মূলত টিউটরিয়াল। পার্থক্য হইলো, আমি কোনো ভিডিও কিংবা অডিও এর মাধ্যমে তা প্রকাশ করি নাই। বরং আমি টুইটার ব্যবহার করে, সেগুলো প্রকাশ করেছি। আপনাকে শুধুমাত্র সেটি টুইটার থ্রেডটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।

যারা টুইটার থ্রেড কি জানেন নাহ, তাদের জন্য: টুইটার থ্রেড মূলত একটি টুইটের নিচে আরো অনেকগুলো টুইট একযোগে প্রকাশ করাকে বুঝায় । টুইটারে যেমন লেখার একটি সীমাবদ্ধতা রয়েছে, তাই যারা অনেক তথ্যযোগে প্রকাশ করতে চায়। তারা টুইটার থ্রেড ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে থাকে।  Wink



সময়কে কাজে লাগান

আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো


@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina - জলের আলো", তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।

ধন্যবাদ, এই তথ্যটি আমাদেরকে জানানোর জন্য। কিন্তু আমি বৈজ্ঞানিক আবিস্কারের বিষয়টি বলি নাই ভাই  Cheesy, যেহেতু ফোরামটি ক্রিপ্টোমার্কেট নিয়ে। তাই ক্রিপ্টোমার্কেটে নতুন কি কি বিষয় চলতেছে এবং নতুন কেমন ধরনের উদ্ভাবনী প্রজেক্ট আসতেছে। সেসব বিষয়টি আলোচনার কথা বলেছি। আশা করি, বিষয়টি এবার বুঝতে পেরেছেন। আর আপনি যেমন বৈজ্ঞানিক বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, সেটিও আমরা এখানে করতে পারি, কিন্তু বিষয়টি অফটপিক হয়ে যাবে আমি যতটুকু মনে করি।  Smiley
jr. member
Activity: 48
Merit: 7
April 09, 2023, 06:44:18 AM

এই কুই টা অনেকদিন আগেই দেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে অংশগ্রহণ করা হয় নাই। এখনও ব্যস্ত আছি তবুও অংশগ্রহণ করলাম এবং দেখলাম কুইজের মান মোটামুটি ভালো। যদিও আমি সবগুলো কুইজের উত্তর সঠিক করে দিতে পারি নাই, তবুও কুইজ অংশগ্রহণ করে ভালো লাগছে। কুইজের কিছু প্রশ্নের বানান বা এ জাতীয় কিছু ভুল আছে যা পরবর্তী কোনো পোস্টে লিখব।

কুইজে অংশগ্রহণ করার জন্যে ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ভাই সত্যিই কুইজে কিছু ভুল থাকতে পারে। আমি চেষ্টা করেছি নির্ভুল ভাবে উপস্থাপন করার জন্য তার মাঝেও ভুল হয়ে যায়। আমি খুব আনন্দিত কারণ বাংলা বোর্ডের সবাই আমাকে অনেক উৎসাহিত করেছে। ভাই আপনি সময় পেলে ভুলগুলো ধরিয়ে দিয়েন। আমি আপনার উপদেশ গুলো  অব্যশই পালন করবো।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 09, 2023, 02:32:36 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
এই কুই টা অনেকদিন আগেই দেখেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে অংশগ্রহণ করা হয় নাই। এখনও ব্যস্ত আছি তবুও অংশগ্রহণ করলাম এবং দেখলাম কুইজের মান মোটামুটি ভালো। যদিও আমি সবগুলো কুইজের উত্তর সঠিক করে দিতে পারি নাই, তবুও কুইজ অংশগ্রহণ করে ভালো লাগছে। কুইজের কিছু প্রশ্নের বানান বা এ জাতীয় কিছু ভুল আছে যা পরবর্তী কোনো পোস্টে লিখব।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
April 09, 2023, 12:39:29 AM
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।

১. ভাই আপনি হয়ত জানেন সব প্রজেক্ট পেমেন্ট করেনা। আর এমন অনেক প্রজেক্ট এ আপনি জয়েন করেছেন যারা এখনো তাদের Airdrop ডিস্ট্রিবিউশন সম্পর্কে কোন Announcement করেনি।
আরেকটা ব্যাপার হল আমরা অধিক সময় Potential Airdrop এ জয়েন করি মানে সম্ভাব্য Airdrop তাই এগুলে ভবিষ্যতে Airdrop দিতে পারে এই ধারণা থেকেই আমরা জয়েন করি। তাই আশা করি ভাল প্রজেক্ট গুলাতে জয়েন করতে থাকেন খুব শীঘ্রই আপনিও আলহামদুলিল্লাহ বলবেন।

২. ভাই Scam Airdrop সাইটে ওয়ালেট কানেক্ট করলে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি অলরেডি ZkSync, Arbitrum ও PawZone এর Scam সাইট সম্পর্কে পোস্ট করেছি । এগুলা থেকে সাবধান থাকতে হবে আর অবশ্যই অফিসিয়াল একাউন্টের Announcement ফলো করবেন। অনেক প্রজেক্ট এর ই Fake একাউন্ট থেকে Pishing Airdrop Site শেয়ার করে।
বিস্তারিত জানতে এই পোস্ট গুলা দেখতে পারেন:

1. [Warning] Don't Connect Your Wallet With This Scam ZkSync Airdrop Website
2. [SCAM ALERT] FAKE ARBITRUM PRESALE AND AIRDROP ONGOING (NEVER JOIN PRESALE)
3. [WARNING] Scam Airdrop Site For PAW Token (Don't Connect Your Wallet)

৩. আর আপনি Airdrop টিউটোরিয়াল এর জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন যেমন BestEarningTips, Airdrop Inside এছাড়া Review Master ভাইয়ের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা বাঙালি অনেক ভাই জয়েন আছি ও একসাথে কাজ করছি

টেলিগ্রাম গ্রুপ লিংক : https://t.me/bitbytecrypto

আশাকরি গ্রুপে সবার সাথে আলোচনা করে কাজ করতে পারবেন এবং গ্রুপে অনেক সাপোর্ট পাবেন।

full member
Activity: 490
Merit: 119
April 09, 2023, 12:20:31 AM
সময়কে কাজে লাগান

আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো


@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina - জলের আলো", তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।

দক্ষিণ আমেরিকার প্রকৌশলীরা একটি বাতি তৈরি করেছেন যা তেলের পরিবর্তে জল দিয়ে ব্যবহার করা যায়। যা মাত্র দুই কাপ লবণের জলে আলো এবং বিদ্যুৎ সরবরাহ করতে পারে। প্রযুক্তিটি কলম্বিয়ার রিনিউয়াবেল শক্তি স্টার্টআপ @E-Dina দ্বারা তৈরি করা হয়েছে।

এটা কিভাবে কাজ করে:-
1. নোনা জল ম্যাগনেসিয়াম এর সাথে মিশে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা বিদ্যুৎ উৎপাদন করে।
2. দুই কাপ নোনা জল দিয়ে বাতিটি প্রায় ৪৫ দিন পর্যন্ত জ্বালানো যায়।


@E-Dina মনে করে যে, এই বাতিগুলো কেরোসিন তেল বা তেলভিত্তিক যে বাতিগুলো আছে সেগুলোকে নতুন করে প্রতিস্থাপন করতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো এটি সমুদ্রের জল বা নোনা জলে চার্জ করা যায়।

তাছাড়া এই লাইটগুলো ফোন চার্জ করতেও সক্ষম।





সোর্স লিংক: https://www.linkedin.com/posts/amar-dalvi-876981ab_amazing-technology-engineers-from-south-activity-7043624551871569921-5c0L?utm_source=share&utm_medium=member_desktop
member
Activity: 168
Merit: 58
April 09, 2023, 12:10:35 AM
আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।


কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
April 09, 2023, 12:08:38 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

যদিও একটু লেট হয়ে গেল তবুও কুইজ টা জয়েন করা থেকে নিজেকে বিরত রাখতে পারলাম না। আসলে নিয়মিত কুইজ পাবলিশ করা হলে সবাই ফোরামের কিছু বিশেষ তথ্য সম্পর্কে নিজেকে ঝালিয়ে নিতে পারবে। আশাকরি সিনিয়র রা বিষয়টি বিবেচনা করবেন। এটি যেমন মজার তেমনি শিক্ষণীয়।
আমার কুইজের রেজাল্ট:


কুইজের প্রতিটা প্রশ্ন আমার কাছে ইনফরমেটিভ ছিল তবে একটি প্রশ্ন আমার মনে হয় কুইজে শিক্ষণীয় বা ইনফরমেটিভ ছিল না সেটা হচ্ছে বাংলা লোকাল বোর্ডের 6,000 তম পোষ্টটি কে করেছিলেন?
 এখানে অন্য কোন ইনফরমেটিভ কুইজ থাকলে আরো শিক্ষণীয় হতে পারত। আমি সিউর অনেকেই এটা পারেনি তবে আমি পেরেছি কারণ আমার Review Master ভাই এর উপর আলাদা একটা বিশ্বাস ছিল Cool বাংলা ফোরামে অবদান রাখা ব্যাক্তিদের মধ্যে অন্যতম তিনি।
sr. member
Activity: 798
Merit: 377
April 08, 2023, 10:31:49 PM
আমার মনে হয় বাংলাদেশ আবারো বিপদের সম্মুখীন হতে যাচ্ছে,
কারণ: বাংলাদেশের ছয়টি ব্যাংক ঋণ গ্রহণ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তহবিল থেকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তহবিল শূন্য হয়ে গেছে এখন রপ্তানি তোফিল থেকে ঋণ দেওয়া শুরু হচ্ছে ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান এর লিস্ট নিচে দেওয়া হল।
১. জনতা ব্যাংক লিমিটেড
২. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
৩. সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড
৪. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
৫. ইউনিয়ন ইসলামী ব্যাংক
৬. গ্লোবাল ইসলামী ব্যাংক

মাত্র ৪ শতাংশ সুদে টাকা নিয়ে পন্যের কাঁচামাল সংগ্রহ করতেছে। ২,৭০০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে এই ছয়টি ব্যাংক বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক রপ্তানি তহবিল থেকে।
বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক তহবিল ০ হয়ে যাওয়ার কারণে গঠনকৃত রপ্তানি তহবিল থেকে এখন ঋণ দেওয়া শুরু করেছে। তাই আমি মনে করি আমাদের বাংলাদেশে সবকিছুর দাম আবারও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ সংকটের ও দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে।
আরও বিস্তারিত পড়ুন
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
April 08, 2023, 05:52:54 PM
সময়কে কাজে লাগান


যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন।

আমি যদি নিজের কথাই বলি, গতমাসের শেষ সপ্তাহে হয়ে যাওয়ার Arbitrum কিংবা $ARB টোকেনের এয়ারড্রপ কিন্তু অনেকেই পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও সেটিতে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছি। অনেকে হয়তো পেয়েছেন কিংবা বেশির ভাগই পান নাই। এর কারণ একটাই সময় থাকতে নতুন কোনো একটি বিষয়কে হয়তো গুরুত্ব দিতেছেন নাহ।

ইতিমধ্যে কোনো ফি ছাড়াই কেমন করে Arbitrum One Chain এ সর্বনিম্ন $১ এর ETH নিতে পারবেন। সেটির উপায় বলে দিয়েছি: https://twitter.com/officialbitbyte/status/1612836291309371395

আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।

এখন অনেকের হয়তো প্রশ্ন যে, এই ভাই শুধু ইনকামের কথা বলতেছে, আমরা ইনকাম করতে পারবো। নতুন কিছু তো জানতে পারবো নাহ।

এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে বলবো, আপনিও অন্যান্য ফোরাম ব্যবহারকারীদের মতো এখন ক্রিপ্টোকারেন্সির আদিমযুগে বসবাস করতেছেন।  Grin আমি নিজেই একটি বিষয় লক্ষ্য করেছি যে, এই ফোরামের ব্যবহারকারীরা নিত্যনতুন ডেভেলপমেন্ট কিংবা আবিষ্কার সম্পর্কে খুব কমই জানেন । শুধু বিটকয়েন এবং পুরাতন সেরা অল্টকয়েন নিয়েই পইড়া আছে। কথাটা তেতো হইলেও সত্য  Cool

কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
EigenLayer: https://twitter.com/officialbitbyte/status/1644413930314530816
Base: https://twitter.com/officialbitbyte/status/1644120468952326144
Syncswap: https://twitter.com/officialbitbyte/status/1644021297373151237
KTX Finance: https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472
Scroll: https://twitter.com/officialbitbyte/status/1634896736132173825
Mantle: https://twitter.com/officialbitbyte/status/1613188103732355074
ZetaChain: https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752


প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Arbitrum: https://twitter.com/officialbitbyte/status/1639750888574312448
Level: https://twitter.com/officialbitbyte/status/1642664035136204800
Liondex: https://twitter.com/officialbitbyte/status/1641786140847120385
Deploying Smart Contract: https://twitter.com/officialbitbyte/status/1643749266459086848
sr. member
Activity: 1008
Merit: 366
April 08, 2023, 03:06:31 PM
সুন্দর আকাশ, সুন্দর দিন,,,,,,, ঈদের বাকি কয়েকদিন। ঝড় বৃষ্টি রোদের দিন, দাওয়াত দিলাম ঈদের দিন। নদীর ধারে সাদা বক তোমাদের সবাইকে জানায়”  অগ্রীম ঈদ মোবারক।।।

ভাই আপনার এই ঈদ এর শুভেচ্ছা পেয়ে ভালই লাগছে, তবে ভাই একটু বোঝার ট্রাই করেন। এইটা বিটকয়েন ফোরাম। আপনি চাইলে অফ টপিক পোস্ট করতে পারেন, এইটা আপনার স্বাধীনতা। তবে আপনার ভালোর জন্যই বলছি, এইসব পোস্ট এর জন্য পরবর্তীতে আপনাকেই ঝামেলা পোহাতে হবে। এক লাইন এর পোস্ট সবসময় স্প্যাম পোস্ট কাউন্ট করা হয়, যদি পোস্ট এ গুরুত্বপূর্ন ইনফরমেশন না থাকে। তার মধ্যে এতজন কে মেনশন করার কোনো মানে হয় না। আপনি যেহেতু নতুন, আপনি দয়া করে রুলস পরে নেন। নিয়ম মেনে চলেন, দেখবেন আপনার ID এমনিতেই গ্রো করবে। আকটিভিটি বা মেরিট এর আশায় এগুলা কইরা লাভ নাই। কথা গুলা খারাপ লাগতে পারে, তবে ভালোর জন্যই বলছি। আপনার সাথে আমার কোনো রাগ অভিমান নেই। এইটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য এগুলা বলছি।
পরবর্তীতে এই ভুল করবেন না বলে আশা করি।

sr. member
Activity: 742
Merit: 387
🎗️🍁🎭
April 08, 2023, 11:23:58 AM

~snip~~
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

~~~
ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো ।  আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম।
@Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য।

শুধুমাত্র কোট করার জন্য ।
"~~~snip
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি আঁকার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন।
ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8

অসংখ্য ধন্যবাদ @LDL আপনার এই ভিডিওটি সত্যিই অসাধারণ হয়েছে যারা ছবি আঁকার এবং লেখার সাইজ ছোট বড় করতে জানে না তাদের জন্য। আপনাদের মত এরকম সিনিয়র যদি আমাদের বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত থাকতো তাহলে আমরা এই ফোরামে অনেক এগিয়ে যেতে পারতাম। বিশেষ করে আপনার দেওয়া সকল ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে প্রতিনিয়তই আমাদের সকলকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকজন সিনিয়র রয়েছেন তারা বর্তমানে ফোরামের ভালো একটি পজিশনে অবস্থান করেছেন। আপনারা যদি আমাদের নিয়ে বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত একটিভ থাকেন তাহলে আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজে আরো অনেক লোক আছে যারা বর্তমানে কোন গ্লোবাল সেকশনে রয়েছে। তারাও আমাদের বাংলা ফোরামে অবস্থান নিবে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড অনেক শক্তিশালী হবে। কয়েকদিন যাবত আমরা দেখেছি আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা অবস্থান নিয়েছে এবং তারা প্রতিনিয়তই ইনফরমেশন যুক্ত পোস্ট শেয়ার করেছে আমাদের মাঝে। এবং আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে পোষ্টের সংখ্যাও বাড়তে শুরু করেছে আমার দীর্ঘ বিশ্বাস আমরা সকলেই যদি এখানে একটিভ থাকি তাহলে অল্প কিছুদিনের মধ্যে বাংলা লোকাল বোর্ড সবচেয়ে আগে অবস্থান নেবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের কমিউনিটি সুন্দরভাবে সাজিয়ে নেই। ধন্যবাদ সবাইকে  Smiley
jr. member
Activity: 48
Merit: 7
April 08, 2023, 11:06:19 AM

এইটা ভুল করছি- 9. বাংলা লোকাল বোর্ডে কোন বছর সবচেয়ে বেশি পোস্ট হয়েছিল?
আমার কাছে দেয়ার মত কোন মেরিট নাই ।
@Little Mouse ভাই আপনি কঠিন বিষয় গুলো সঠিকভাবে কমপ্লিট করেছেন । কিন্তু ,বাংলা লোকাল বোর্ডে কোন বছর সবচেয়ে বেশি পোস্ট হয়েছিল? এই  সাধারণ প্রশ্নটা আপনি ভুল করছেন।
আপনি চাইলেই মুহূর্তে বিষয়টি জেনে সঠিক উত্তর দিতে পারতেন। কিন্তু সেক্ষেত্রে কুইজের মজাটা আর থাকে না।
 
আমি খুব খুশি যে আপনি আমার  পোস্টে মেরিট  দেওয়ার কথা বলেছেন কিন্তু আপনার কাছে দেওয়ার মতো মেরিট ছিল না ।ভাই আপনি বলেছেন এতেই আমি মেরিট পেয়ে গেছি।ধন্যবাদ ভাই আপনাকে আমাকে উৎসাহিত করার জন্য ।
jr. member
Activity: 48
Merit: 7
April 08, 2023, 10:45:38 AM

আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে এরকম কুইজের আয়োজন প্রথম করা হলো। এরকম কুইজের আয়োজন করলে ভালোই হবে কেননা ফোরামে কিছু কমন সাধারণ বিষয় এ সকল কুইজের মাধ্যমে আমরা জানতে পারি। কুইজের প্রশ্নগুলো দেখে মোটামুটি ভালোই হয়েছে এবং কিছু কোশ্চেন আছে যেগুলো এর আগেও একটি কুইজে(@icopress/@GazetaBitcoin আয়োজিত) অন্তর্ভুক্ত ছিল। যাহোক বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে আজকের এই কুইজ আমাদেরকে বিস্মিত করেছে।
@Bounty Inspectors আপনাকে ধন্যবাদ এরকম একটি কুইজের আরেজমেন্ট করার জন্য।
কুইজে অংশগ্রহণ করেছিলাম এবং মোটামুটি ভালই স্কোর করেছিলাম কিন্তু তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারিনি।



@LDL ভাই আপনি ঠিকই বলেছেন কুইজের কিছু প্রশ্ন (@icopress/@GazetaBitcoin ) কুইজ থেকে নেয়া এবং কিছু তথ্য আপনাদের পোস্ট থেকেও নেয়া হয়েছে।

তবে আমার মূল উদ্দেশ্য ছিল ফোরামের মৌলিক বিষয়গুলো যেন আমরা সবাই জানতে পারি। কিছু কিছু জিনিস জানা থাকলেও কনফিউশন কাজ করে। আমি কুইজ গুলো সংগ্রহ করতে গিয়ে অনেক নতুন নতুন তথ্য জানতে পারছি।ধন্যবাদ সবাইকে যারা কুইজে অংশগ্রহন করেছেন।


আমি এই কুইজটি ইতিমধ্যেই খেলেছি। আমার কুইজ খেলতে অনেকটাই ভালো লাগে। আমি বিশটা প্রশ্নের মধ্যে ৭ সঠিক হয়েছে আর ১৩ টি ভুল হয়েছে। আমি এই ১৩ টা প্রশ্নের সঠিক উত্তর খুঁজলাম কুইজটির কোন জায়গায় পেলাম না। আমার এই ১৩ টা প্রশ্নর উত্তর অজানা রয়ে গেল। আমি জানতে পারলাম না আমি যে কয়টা ভুল উত্তর দিয়েছি সেগুলির সঠিক উত্তর কি হবে।যদি এই রকম ব্যাবস্থা থাকতো আমি যে প্রশ্ন ভুল উত্তর দিব কুইজ টি সম্পন্ন হওয়ার পরে সঠিক উত্তরগুলি দেওয়া থাকতো। তাহলে আমার মত আরো নতুনদের জন্য বেশ উপকারী হত।



@Mr.corol ভাই আপনি ভালোই নাম্বার পেয়েছেন। আসলে কুইজের ক্ষেত্রে অনেক বিষয় জানা থাকলেও দ্বিধাদ্বন্দ্বে পরে উত্তর ভুল হয়ে যায়। আমি নিজেই পরে কুইজ খেলে একটা ভুল করে ফেলেছি।
ভাই কুইজের উত্তর গুলো নিচে দেখা যায় কিন্তু সঠিক উত্তর গুলো সাথে সাথে দেখা গেলে  আরও ভালো হতো। ইনশাআল্লাহ পরে আরও ভালো মানের তথ্য বহুল কুইজ আনবো সেই সাথে কুইজ  গুলো আরও উন্নত কোন প্লাটফর্মে আয়োজন করবো।
jr. member
Activity: 122
Merit: 2
April 08, 2023, 06:53:34 AM
ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8
আমাদের LDL ভাই যেহেতু YouTube channel খুলে ফেলেছেন সেহেতু আমরা ফরাম সম্পর্কে ছোট বড় আরো অনেক কিছু শিখতে পারব আশা করি। বাংলাদেশে bitcointalk নিয়ে আলোচনা করার মতো ভালো কোন youtube channel পেলাম না।
যেহেতু আপনি সিনিয়র দের মধ্যে একজন তাই আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো Sad।  আপনি যদি সিগনেচার ক্যাম্পিং নিয়ে a-z আলোচনা করতেন তাহলে আমরা জুনিয়ররা খুবই উপকৃত হতাম। কোনদিন যদি আইডি বড় বানাতে পারি তখন যেন আপনার ভিডিওটা হেল্পফুল হয় Grin

আশা করি সময় পেলে এই ছোট ভাইয়ের আপদারটা রাখবেন Cheesy
LDL
hero member
Activity: 742
Merit: 671
April 08, 2023, 05:13:16 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো ।  আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম।
@Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য।

শুধুমাত্র কোট করার জন্য ।
"ধন্যবাদ @LDL স্যার, আমি এই থ্রেডে নতুন এবং এটি সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি যেমন উল্লেখ করেছেন, কারো মন্তব্য উদ্ধৃত করার সময় আমার ছবির আকার ছোট করা উচিত। কিন্তু আমি জানি না কিভাবে এটি করতে হয়। আপনি কি করতে পারেন? এটা কিভাবে করতে হয় আমাকে গাইড করুন?"
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি রাখার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন।
ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8
jr. member
Activity: 50
Merit: 1
April 08, 2023, 05:02:04 AM
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

আমি বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে ২০ টি  কুইজ তৈরি করেছি। যাতে করে আমরা বিটকয়েনটক ফোরাম এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছু জানতে পারি। অনেকেই হয়তো কুইজের সকল বিষয়ের সঠিক উত্তর জানেন। কিন্তু যারা নতুন, হয়তো তারা কিছু শিখতে পারবে।কুইজে ২০টি প্রশ্নের সঠিক উত্তর ভরাট করে Submit অপশনে ক্লিক করলে আপনার কুইজ রেজাল্ট দেখতে পারবেন।
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors  

[বিঃদ্রঃ: কুইজের অনেক তথ্য  আমাদের ফোরাম থেকে নেওয়া । আমার কোন ভুল হলে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের মতামত যত্নসহকারে গ্রহণ করবো]
ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো ।  আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম।
@Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য।
jr. member
Activity: 76
Merit: 1
April 08, 2023, 04:52:50 AM

আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
"ধন্যবাদ @LDL স্যার, আমি এই থ্রেডে নতুন এবং এটি সম্পর্কে অনেক কিছু জানি না। আপনি যেমন উল্লেখ করেছেন, কারো মন্তব্য উদ্ধৃত করার সময় আমার ছবির আকার ছোট করা উচিত। কিন্তু আমি জানি না কিভাবে এটি করতে হয়। আপনি কি করতে পারেন? এটা কিভাবে করতে হয় আমাকে গাইড করুন?"
jr. member
Activity: 49
Merit: 1
April 08, 2023, 01:53:59 AM
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4

আমার জানামতে কেউ মেরিট সেল করে না। আর এটা সেল করার জিনিস না। আপনার মেরিট প্রয়োজন হলে ভালো কোয়ালিটির পোষ্ট করেন। এমনিতেই মেরিট পেয়ে যাবেন। মেরিট বাই/সেল নিয়ে কোনো নিয়ম না থাকলেও ফোরামের সকলেই এটার বিরুদ্ধে। আপনি যদি মেরিট কিনেন, যে সেল করবে তাকেও নেগেটিভ ফিডব্যাক দেয়া হবে, আপনাকেও দেয়া হবে। ফোরামের নিয়ম মেনে চলুন।


আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, আমি জানতাম না কিছু,, আপনি আমাকে বলছেন,,, এখন আমি বুঝতে পারছি,, আপনি আমাকে বুজিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ
member
Activity: 168
Merit: 58
April 08, 2023, 12:41:32 AM
স্যার আমি নতুন আমাকে একটু সাহায্য করেন
জানিনা আপনি কি সমস্যায় পড়ছেন, কিসের জন্য সাহায্য চেয়েছেন। যদি কোন ধরনের সমস্যার মধ্যে পড়েন, যদি কোন কিছু না বুঝে থাকেন। কিভাবে আপনি সাহায্য চান পুরো details বলবেন। আমাদের বাংলা লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন, তারা প্রতিনিয়ত আমাদের মত নতুন ইউজারদেরকে সব সময় সাহায্য সহযোগিতা করে থাকেন।
Jump to: