আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারিনা কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।
মার্কেটে বিভিন্ন ধরনের এয়ারড্রপ রয়েছে । এখন আপনাকে ভালো এয়ারড্রপগুলো খুজে বের করতে হবে। সবগুলোতে যোগদান করে কোনো লাভ নেই। কারণ আপনি কোন ধরনের এয়ারড্রপে যোগদান করতেছেন, সেটির উপর নির্ভর করে আপনি পেমেন্ট পাবেন কি নাহ।
টেলিগ্রাম বট: এমন এয়ারড্রপগুলো ৯৯% স্ক্যাম হয়ে থাকে। পেমেন্ট কখনোই পাবেন নাহ।
গুগল ফরম: এমন এয়ারড্রপগুলো যদি প্রজেক্ট থেকে পোষ্ট করা হয়, তাহলে পেমেন্টের সম্ভাবনা থাকে। তবুও ৮০% স্ক্যাম করে, হয়তো পেমেন্ট দেয় নাহ কিংবা প্রজেক্টে স্ক্যাম হয়ে থাকে।
Retroactive Airdrop এই ধরনের এয়ারড্রপগুলো ১০০% পেমেন্ট করে। শুধুমাত্র এখানে মূল বিষয় হলো, কোনো প্রজেক্ট অগ্রিম ঘোষণা দেয় নাহ যে, তারা এয়ারড্রপ দিবে। উদাহরণ হিসেবে, uniswap, 1inch, paraswap, optimism, arbitrum ইত্যাদি প্রজেক্টের এয়ারড্রপ। এই ধরনের এয়ারড্রপের কাজ খুবই সহজ, প্রজেক্ট চালু হওয়ার সাথেই সেই প্রজেক্টটি ব্যবহার করা। সহজ কথায়, প্রজেক্ট তার শুরুর দিকের সাপোটারদেরকে এয়ারড্রপ দেয়।
Testnet Airdrop এটিরও পেমেন্ট ১০০% পাবেন। সহজ উদাহরণ হলো APTOS এর এয়ারড্রপ। অনেক প্রজেক্ট আপনার ঘোষণা করে যে, তারা এয়ারড্রপ দিবে কি নাহ, আবার অনেক প্রজেক্ট ঘোষণা নাহ করলেও mainnet এ প্রজেক্ট চালু করার সাথে সাথে এয়ারড্রপ দিয়ে দেয়।
আমি টুইটারে এই পর্যন্ত ২০ টারও বেশি প্রজেক্টি নিয়ে পোষ্ট করেছি। যারা টুইটারে ফলো করে রেখেছেন, তারা সকল তথ্য সময় মতো পেয়েছে। আর এইসব টুইটার থ্রেড লেখতে সময় লাগে এবং সেটি আবার এখানে বাংলায় লেখতে আরো সময় লাগে । আমি একবার একটি প্রজেক্ট বাংলায় লেখেছিলাম, কিন্তু কেউ গুরুত্ব দেয় নাই। সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত ছিল
তাই ফোরামে লেখা বন্ধ করে দিয়েছিলাম। শুধুমাত্র যা পোষ্ট করলেই নয়, সেটি পোষ্ট করতেছি।
কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।
ভাই আমি যেগুলো লিংক দিয়েছি, সেগুলোই মূলত টিউটরিয়াল। পার্থক্য হইলো, আমি কোনো ভিডিও কিংবা অডিও এর মাধ্যমে তা প্রকাশ করি নাই। বরং আমি টুইটার ব্যবহার করে, সেগুলো প্রকাশ করেছি। আপনাকে শুধুমাত্র সেটি টুইটার থ্রেডটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।
যারা টুইটার থ্রেড কি জানেন নাহ, তাদের জন্য: টুইটার থ্রেড মূলত একটি টুইটের নিচে আরো অনেকগুলো টুইট একযোগে প্রকাশ করাকে বুঝায় । টুইটারে যেমন লেখার একটি সীমাবদ্ধতা রয়েছে, তাই যারা অনেক তথ্যযোগে প্রকাশ করতে চায়। তারা টুইটার থ্রেড ব্যবহারের মাধ্যমে প্রকাশ করে থাকে।
সময়কে কাজে লাগান
আশ্চর্যজনক প্রযুক্তি- জলের আলো
@Review Master ভাই,আপনি ঠিকই বলেছেন বর্তমানসময়কে কাজে লাগিয়ে "দক্ষিণ আমেরিকার একটি সংস্থা @E-Dina -
জলের আলো", তেলবিহীন, পানি ব্যবহারযোগ্য একটি বাতি তৈরি করেছেন, যা দুই কাপ নোনা জলে ৪৫ দিন পর্যন্ত আলো দিয়ে যাবে।
ধন্যবাদ, এই তথ্যটি আমাদেরকে জানানোর জন্য। কিন্তু আমি বৈজ্ঞানিক আবিস্কারের বিষয়টি বলি নাই ভাই
, যেহেতু ফোরামটি ক্রিপ্টোমার্কেট নিয়ে। তাই ক্রিপ্টোমার্কেটে নতুন কি কি বিষয় চলতেছে এবং নতুন কেমন ধরনের উদ্ভাবনী প্রজেক্ট আসতেছে। সেসব বিষয়টি আলোচনার কথা বলেছি। আশা করি, বিষয়টি এবার বুঝতে পেরেছেন। আর আপনি যেমন বৈজ্ঞানিক বিষয়টি নিয়ে আলোচনা করতে চান, সেটিও আমরা এখানে করতে পারি, কিন্তু বিষয়টি অফটপিক হয়ে যাবে আমি যতটুকু মনে করি।