জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।
বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।
জি আপনি উইথড্র করতে পারবেন। তবে ডেইলি লিমিট আছে ০.০৬ বিটিসি।
আমার শুধু লেভেল ১ করা আছে তাও আমি উইথড্র করেছি।
প্রুফ দিয়ে দিলাম। তবে লিমিট এর বাইরে করতে পারবেন না।
স্বস্তি। আমি নিচের পোস্ট পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। কারন, ওইখানে আমার কিছু ফান্ড আছে। বুলরানের সময় কিছু শিটকয়েন ক্রয় করেছিলাম। সেগুলো আর উইথড্র দেয়া হয় নি। এখনো সেখানেই আছে।
বাঁশ খাওয়ার রাস্তা ভালোই বের করছেন। যখন কেউ আপনার কথা শুনে বিটকয়েন ইনভেস্ট করবে তখন সে যদি লুজার হয়; যেটা সম্ভবনা খুব বেশি। তাহলে, ওই বাসটা সে যতটুকু না খাবে; আপনাকে তার কয়েকগুণ দেবে। প্রথমত, সে শুধু আপনাকে দোষারোপ করতে পারে। দ্বিতীয়তঃ সে আপনার নামে বিচার ডাকতে পারে; যে আপনি তাকে বিনিয়োগ করতে উৎসাহিত করেছেন। তৃতীয়ত, সে আপনার নামে মামলা করতে পারে। আর যদি সে আপনার নামে মামলা করে; তাহলে, সে যতটুকু ধরা খাবে আপনি খাবেন তার থেকে বেশি। কারণ বিটকয়েনের লেনদেন বাংলাদেশের বৈধ নয়। আর আপনি অবৈধ জিনিস কিনতে উৎসাহিত করেছেন এবং তার ক্ষতি করেছ। যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমাতে দেন; এত হইহুল্লো করার কিছু নেই।
আমরা প্রাইভেসি নিয়ে একটুও সচেতন না। আমি নিজেও না আসলে ভাই। তবে এখন বুঝি এইটা খুবই প্রয়োজন। কারো সাথে এইসব নিয়ে আলোচনা করা উচিত না। উপকার করতে যাই নিজের বিপদ ডেকে আনা লাগবে, খাল কেটে কুমির ডাকার মত।
আপনার আমাকে ভালো উপদেশ দিয়েছেন। আমি কাউকে আর বিটকয়েন সম্পর্কে কোন ধরনের কোন জ্ঞান দিতে যাব না। আমি আমার মত গোপনীয়তা রক্ষা করে চলার চেষ্টা করব। আমাকে ভালো উপদেশ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।