Author

Topic: বাংলা (Bengali) - page 315. (Read 5696262 times)

jr. member
Activity: 266
Merit: 1
June 15, 2022, 09:08:42 PM
নিচে যে পিক দিলাম







কিভাবে লিংক এড করবো ওনার মতো যেমন ফেসবুক লেখা থাকবে কিন্তু লিংকে চাপ দিলে ফেসবুকে নিয়ে যাবে এটা কিভাবে করবো কেউ একটু দেখিয়ে দিলে ভালো হতো
member
Activity: 224
Merit: 26
June 15, 2022, 09:37:26 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে


আপনি সাধারণ ওয়েব সাইডটি ব্যবহার করে picture upload করতে পারবেন। আপনি প্রতিটি ধাপ অনুযায়ী কাজ করেন।

ওয়েব সাইড লিংক

এই ওয়েব সাইটে ঢুকার পর প্রথম এ  টুইটার/ফেসবুক/ইমেইল এর মাধ্যমে একটি একাউন্ট খুলে নিতে হবে।

তারপর~













আপনি এই রকম ভাবে কোড তৈরি করে picture দিয়ে পোস্ট করতে পারবেন।

Code:
[img width=300]https://i.ibb.co/ssKd0jY/IMG-20220615-194832.jpg[/img]

আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।


আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
এই পোস্ট থেকে সবাই অনেক উপকৃত হবে।

picture দিয়ে পোস্ট করার জন্য আরেক টা  ভালো সাইড হলো postimage।আর এর মাধ্যমে ও পোস্ট করা যায়।

লিংক~

Postimage
jr. member
Activity: 280
Merit: 1
June 15, 2022, 09:30:36 AM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
সবই ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন। এই খানে আমরা কি নিয়ে পোস্ট করি  আগে দেখেন পরে পোস্ট করবেন। 
ভাই আমার কথায় মনে কষ্ট নিয়েন না।
না ভাই
member
Activity: 223
Merit: 24
Honesty will go a long way!!
June 15, 2022, 09:20:35 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে


আপনি সাধারণ ওয়েব সাইডটি ব্যবহার করে picture upload করতে পারবেন। আপনি প্রতিটি ধাপ অনুযায়ী কাজ করেন।

ওয়েব সাইড লিংক

এই ওয়েব সাইটে ঢুকার পর প্রথম এ  টুইটার/ফেসবুক/ইমেইল এর মাধ্যমে একটি একাউন্ট খুলে নিতে হবে।

তারপর~













আপনি এই রকম ভাবে কোড তৈরি করে picture দিয়ে পোস্ট করতে পারবেন।

Code:
[img width=300]https://i.ibb.co/ssKd0jY/IMG-20220615-194832.jpg[/img]

আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।




সিগ ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কি রাজার মতো বাঁচতে পারেন এমন কোনো জায়গা কি পৃথিবীতে আছে?

আমি এই প্রশ্নটি গুরুত্ব সহকারে জিজ্ঞাসা করছি, যদিও আমি এই বলে যে আমি এইরকম কিছু করার পরিকল্পনা করছি না বলে যোগ্যতা অর্জন করতে যাচ্ছি। এটা আমার একটা ফ্যান্টাসি মাত্র, এবং প্রশ্নটি অর্থনীতির সাথে খুব বেশি সম্পর্কযুক্ত, অর্থাৎ, এটি মূলত বিশ্বের বিভিন্ন অংশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সম্পর্কিত। **সম্পাদনা করুন: এই থ্রেডটি বিটকয়েন আলোচনার জন্যও উপযুক্ত হবে, কিন্তু মোডস, দয়া করে এটিকে সেখানে সরিয়ে দেবেন না । এটি এমন একটি থ্রেড নয় যা মজার বলে বোঝানো হয়েছে, এবং আমি ভেবেচিন্তে উত্তর চাই-- যা পুরো ফোরামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি কী হওয়া উচিত সেই বর্জ্যভূমির মধ্যে থ্রেডটি পিকোসেকেন্ডে সমাহিত হলে আমি পাব না .**

ধরা যাক কিছু চিপমিক্সার জনতা তাদের দেশে বা দেশে যে অত্যাচারের অধীনে বাস করত তা থেকে বাঁচতে চেয়েছিল (আমি সেই প্রচারাভিযানটি বেছে নিয়েছি কারণ আমি মনে করি এটি সবচেয়ে বেশি অর্থ প্রদানকারী, তবে আমি ভুল হলে আমাকে সংশোধন করুন)। আমরা যুক্তির খাতিরে ধরে নেব যে প্রচারাভিযানটি অনির্দিষ্টকালের জন্য চলতে চলেছে এবং প্রতিটি সদস্য (আসুন মোট পাঁচটি বলা যাক) প্রতি সপ্তাহে সর্বাধিক সংখ্যক পোস্ট করে, প্রক্রিয়াটিতে $300 মূল্যের বিটকয়েন উপার্জন করে। আসুন আরও অনুমান করা যাক যে এই চিপমিক্সার স্নবগুলি কেবলমাত্র সর্বোত্তম-- হাভানা সিগার, একটি শালীন পরিমাণ জমি সহ একটি বড় আবাসস্থল এবং কোনও প্রতিবেশী নেই, একটি মদের সেলার (ভরাট করা হবে), এবং সমস্ত অবৈধ এবং আইনী পদার্থ তাদের ভাল- ধনী মহিলারা সংগ্রহ করতে পারেন। এবং রিটেনারের উপর একজন আইনজীবী।

আমার প্রশ্ন হল পৃথিবীতে এমন কোন জায়গা আছে কিনা যেখানে $1500/সপ্তাহ পাঁচজন রুমমেটকে খুব আরামদায়কভাবে বসবাস করার অনুমতি দিতে পারে--সম্ভবত আমি উপরে বর্ণিত হিসাবে বসের মতো নয়, তবে অন্তত বড় বাড়ি এবং সম্পত্তি। বছরের পর বছর ধরে আমি এমন গল্প শুনেছি যে ফিলিপিনো সদস্যরা শুধুমাত্র প্রচারাভিযানের উপার্জন থেকে খাবারের একটি ভাল সাপ্তাহিক বরাদ্দের জন্য অর্থ প্রদান করতে সক্ষম হয়েছিল এবং শেষবার যখন আমি সেই আলোচনাগুলির একটিতে অংশ নিয়েছিলাম তখন তাদের পরিমাণ অনেক কম ছিল। আমি ফিলিপাইন বাছাই করছি না; এটা এমন কিছু যা আমার মনে আছে এবং আমি জানি না এটা সত্যি কিনা। আমি যে বিষয়ে মোটামুটি নিশ্চিত তা হল একক পরিবারের মধ্যে সত্যিই অনুদানের খামার রয়েছে, যেখানে পরিবারের একাধিক সদস্য বিটকয়েন্টালকে স্প্যামিং করে এবং কতটা উপার্জন করছে কে জানে।

এটি আমাকে বলে যে এটিতে কিছু আছে, কারণ বাবা, ছেলে, মা এবং যা কিছু দাদা-দাদি এখনও জীবিত আছে তার কোনও উপায় নেই যদি এটি অন্তত কিছুটা লোভনীয় না হয় তবে অনুগ্রহ শিকার হবে। তাই আমি জানতে চাই যে কতদূর প্রচারাভিযানের আয় (আমার উদাহরণে 5 জনের জন্য প্রতি সপ্তাহে $1500) প্রসারিত হতে পারে। সেখানে কি আসলেই এমন কিছু জায়গা আছে যেখানে ফোরামে বিটকয়েন উপার্জন করে কেউ কেবল বেঁচে থাকতে পারে না কিন্তু উন্নতি করতে পারে?

<এবং কীভাবে একজন নাগরিকত্ব পাওয়ার বিষয়ে যেতে পারে?>

অন্য বোর্ড থেকে নেওয়া হয়েছে। যে পোস্টটি করেছেন।

The Pharmacist


jr. member
Activity: 266
Merit: 1
June 15, 2022, 08:34:32 AM
কেউ আমাকে হেল্প করেন আমি কিভাবে pic দিয়ে পোস্ট করবো এখানে
jr. member
Activity: 38
Merit: 2
June 15, 2022, 01:05:38 AM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
আপনার অংক টা বুঝতে পারলাম। এটা বাংলা বোড বাংলা তে একটু খুলে বললেই হয়।  দেখেন আমি নিজেই বাংলা পোস্ট করি। আশা করি বুঝতে পারছেন।

Bitcoin এর মুল্য ''double bottom'' হিট করার সম্ভবনা বেশি
jr. member
Activity: 266
Merit: 1
June 14, 2022, 12:30:39 PM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
আপনার অংক টা বুঝতে পারলাম। এটা বাংলা বোড বাংলা তে একটু খুলে বললেই হয়।  দেখেন আমি নিজেই বাংলা পোস্ট করি। আশা করি বুঝতে পারছেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 14, 2022, 12:22:49 PM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
সবই ঠিক আছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন। এই খানে আমরা কি নিয়ে পোস্ট করি  আগে দেখেন পরে পোস্ট করবেন। 
ভাই আমার কথায় মনে কষ্ট নিয়েন না।
jr. member
Activity: 280
Merit: 1
June 14, 2022, 11:14:40 AM
আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস।
 বাংলাদেশ
এর পক্ষ থেকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রতি ৪ মাস পর পর সেচ্ছায় রক্তদান করছেন।

নিজে রক্ত দিন এবং
অন্যদেরকে রক্তদানে উৎসাহী করুন।
রক্ত দিলে শরীর এর কোন ক্ষতি হয় না,
বরং চার মাস পর পর রক্ত দিলে শরীরে নতুনভাবে রক্ত তৈরী হয়।

আর নয় বলিদান
 রক্তদানে বাঁচবে প্রাণ।

রক্ত দিয়ে অর্জিত বাংলার মাটি, রক্ত দিয়ো করবো খাঁটি।
jr. member
Activity: 38
Merit: 2
June 14, 2022, 09:46:56 AM
Double bottom > 69000/2 = 34500/2 = $17250
jr. member
Activity: 266
Merit: 1
June 14, 2022, 07:04:38 AM
গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি মার্কেট এই বছরের সবচেয়ে খারাপ ক্র্যাশের শিকার হয়েছি মোট ক্রিপ্টোকারেন্সি মার্কেট ক্যাপ $1 ট্রিলিয়ন মার্কের নিচে নেমে গেছে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের BTC দামও কমে গেছে  একাধিক ভয়ের কারণে একটি বিশাল ক্র্যাশে $21,043-এর মতো নিচে নেমে গেছে.....
ক্রিপ্টো মার্কেট ক্যাপ গত বছরের নভেম্বরে প্রথমবারের মতো $3 ট্রিলিয়ন স্পর্শ করেছিল যা মূলত বিটকয়েনের নেতৃত্বে ছিল কারণ এটি  সর্বোচ্চ $69000 ছুঁয়েছিল....
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 13, 2022, 09:58:25 AM
যাদের একাউন্টে USDT আছে তারা সবাই BUSD করে রাখেন,,USDT ক্রাস করতে পারে

Sure না।
Cryptoworldman  তথ্যটি কোথা থেকে পেয়েছেন সোর্স উল্লেখ করে দিবেন.


আপনিসহ নতুন  যারা এ বিষয়ে জানেন না তাদের জন্য shasan  ভাইয়ের পোষ্টটি কুয়োট করলামঃ
আপনি বাংলাদেশ টপিকঃ অ্যাক্টিভ রয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ। তবে আমাদের কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। তা না হলে তা আমাদের এই টপিকের জন্য যেমন খারাপ বা বিরূপ প্রভাব ফেলবে, তেমনি ভাবে আমাদের অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। যেমন আপনি পরপর দুটি পোস্ট করতে পারবেন না। যদি আপনার কোনো তথ্য দেয়ার থাকে তাহলে পূর্ববর্তী পোষ্ট এডিট করে দিতে হবে। যদি আপনি কোন টপিক ওপেন করে থাকেন সে ক্ষেত্রে রিজার্ভ হিসেবে দু-একটা পোস্ট করতে পারবেন। অন্যথায় পরপর আপনি পোস্ট করেন, তাহলে আপনার পোস্ট ডিলিট হতে পারে। তেমনি ভাবে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।
jr. member
Activity: 83
Merit: 2
June 13, 2022, 08:48:44 AM
যাদের একাউন্টে USDT আছে তারা সবাই BUSD করে রাখেন,,USDT ক্রাস করতে পারে

Sure না।
jr. member
Activity: 83
Merit: 2
June 13, 2022, 07:38:53 AM
দুইটি জনপ্রিয় স্ট্যাবল কয়েন USDD/ USDN
তার স্থির মূল্য হারিয়েছে যেই টা মার্কেটে আরো বড় ধরনের ইফেক্ট পড়তে পারে
jr. member
Activity: 83
Merit: 2
June 13, 2022, 04:44:14 AM
কিভাবে  বিটকয়েন মাইনিং করে আয় করা যায়?
  
আসুন আমরা জানি।

বর্তমান বিশ্বে যারা প্রফেশনালভাবে বিটকয়েন লেনদেনকে নিজেদের পেশা হিসেবে নিয়েছে  তারা মূলত মাইনিং পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে বিটকয়েন উপার্জন করে থাকেন। আর এই বিটকয়েন মাইনিং পদ্ধতিটাকে বিটকয়েন উপার্জন না বলে বিটকয়েন উৎপাদন বলাই উচিত  কারন বিটকয়েন মাইনিং করার মাধ্যমে নতুন বিটকয়েন জন্ম হয়। আর এই বিশেষ প্রক্রিয়াটি মূলত কম্পিউটারের গ্রাফিক্সকে কাজে লাগিয়ে করা হয়।

যারা প্রফেশনালভাবে বিটকয়েন বিজনেস  করেন তারা সাধারণত বিটকয়েন মাইনার দিয়ে নতুন বিটকয়েন জন্ম দিয়ে থাকেন। আর তাদের উৎপাদিত বিটকয়েন অনলাইনে সেল করেন। যে কেউই বিটকয়েন মাইনিং করতে পারবেন। তবে দরকার উচ্চমাত্রার গ্রাফিক্স কার্ড। এই পদ্ধতিতে আনলিমিটেড বিটকয়েন তৈরি করা গেলেও রুম ভর্তি গ্রাফিক্স কার্ড কাজে লাগিয়ে সারাদিনে সর্বোচ্চ ১টি বিটকয়েন মাইনিং করা যাবে। আমরা সাধারণত যেসকল কম্পিউটার ব্যবহার করি সেগুলোর গ্রাফিক্স কার্ড দিয়ে ১টি বিটকয়েন উৎপাদন করতে কয়েক বছর লেগে যাইতে পারে
jr. member
Activity: 83
Merit: 2
June 13, 2022, 02:57:27 AM
BTC NEWS

BTC 27700 ব্রেকডাউন করলে আমরা AGAIN BTC 26K 25K 24.5K দেখতে পারবো,,আর যদি 24K BREKDOWN করে তাহলে 22K তে স্ট্রং সাপোর্ট রয়েছে,,আর আমি আশা করি এত বড় ডাম্প আসবে না BTC

ক্রিপ্টো মার্কেট আগের মত সাভাবিক ও বুলিশ হতে গেলে BTC কে অবশ্যই 32K এর উপরে স্ট্যাবল হতে হবে,,তাহলে BTC AGAIN 34K 36K 40K+ যাওয়ার সম্ভাবনা থাকবে
ভাই copy করেন কেনো?
jr. member
Activity: 224
Merit: 2
June 13, 2022, 01:55:40 AM
BTC NEWS

BTC 27700 ব্রেকডাউন করলে আমরা AGAIN BTC 26K 25K 24.5K দেখতে পারবো,,আর যদি 24K BREKDOWN করে তাহলে 22K তে স্ট্রং সাপোর্ট রয়েছে,,আর আমি আশা করি এত বড় ডাম্প আসবে না BTC

ক্রিপ্টো মার্কেট আগের মত সাভাবিক ও বুলিশ হতে গেলে BTC কে অবশ্যই 32K এর উপরে স্ট্যাবল হতে হবে,,তাহলে BTC AGAIN 34K 36K 40K+ যাওয়ার সম্ভাবনা থাকবে
full member
Activity: 367
Merit: 136
June 12, 2022, 05:30:37 AM
বাংলাদেশে আসতে যাচ্ছে নিজস্ব ডিজিটাল মুদ্রা অথবা ক্রিপ্টোকারেন্সি যা কেন্দীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে। বিষয়টা আপনারা কিভাবে দেখছেন?
image
আমি মনে করি এইট শুধু একটি উদ্দেগ ই থেকে থাকে। CBDC এর গঠন এবং এর পরিচালনা বেশ কঠিন বাংলাদেশের পরিক্ষিতে। আর এ বিষয়ে দক্ষ জনবল এর অভাব অনেক আগে থেকেই। আমার মনে হয় না, এই মুহুর্তে বাংলাদেশের কাছে যথেষ্ট পরিমানে জনবল বা রিসোর্স নেই যা দারা CBDC পরিচালনা করা সম্ভব হবে। এটি শুধু একটি ভবিষ্যৎ পরিকল্পানাই রয়ে যাবে।
jr. member
Activity: 83
Merit: 2
June 11, 2022, 12:15:57 PM
BTC 27700 ব্রেকডাউন করলে আমরা AGAIN BTC 26K 25K 24.5K দেখতে পারবো,,আর যদি 24K BREKDOWN করে তাহলে 22K তে স্ট্রং সাপোর্ট রয়েছে,,আর আমি আশা করি এত বড় ডাম্প আসবে না BTC

ক্রিপ্টো মার্কেট আগের মত সাভাবিক ও বুলিশ হতে গেলে BTC কে অবশ্যই 32K এর উপরে স্ট্যাবল হতে হবে,,তাহলে BTC AGAIN 34K 36K 40K+ যাওয়ার সম্ভাবনা থাকবে।
jr. member
Activity: 83
Merit: 2
June 11, 2022, 07:33:59 AM
 এয়ার্ড্রপ এ কাজ করার ধরন?

এয়ারড্রপে কাজ করার ধরনগুলোর মধ্যে অন্যতম হলো:-
টেলিগ্রাম গ্রুপে জয়েন করা  
টেলিগ্রাম চ্যানেল-এ জয়েন করা
টুইটারে ফলো করা ও পোস্টে লাইক করা  
ট্যাগ এবং রিটুইট করা  
ইনস্টাগ্রামে ফলো করা
মিডিয়ামে ফলো করা ইত্যাদি

এয়ারড্রপ অনুযায়ী তারা রিকোয়ারমেন্ট দিয়ে থাকে যে, এই টাস্কগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আপনি যখন এয়ারড্রপ নিয়ে কাজ করবেন তখন একটি এয়ারড্রপ অফারে জয়েন করার সময় কোন কোন সোশ্যাল মিডিয়াতে আপনাকে ফলো এবং লাইক বা কমেন্ট করতে হবে তা সুন্দরভাবে ইংরেজিতে উল্লেখ থাকবে। আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে।

 আশা করি বুঝতে পারছেন এয়ার্ড্রপ কিভাবে কাজ করতে হয়
Jump to: