Author

Topic: বাংলা (Bengali) - page 315. (Read 5318054 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 01, 2022, 10:54:09 AM
Chittagong e ke ke achen???
Usdt lagbe amar 100

isomoyes ভাই আশা করছি এই থ্রেডে পোস্ট করার আগে আপনি নিয়মকানুন গুলা ভালো করে দেখে পোস্ট করতেছেন । কিন্তু হয়তো ভুলে গেছেন এখানে বাংলায় পোস্ট করতে হয় ।
আর ১০০ USdT লাগবে এটি কি ঋণ হিসেবে নিতে চান ? ঋণ নিতে চাইলে আমার মনে হয় না আপনাকে কেউ দেবে কারণ আপনার রাঙ্ক কম ।
আর যদি ক্রয় করতে চান তাহলে আপনি চাইলে বিনান্স এক্সচেঞ্জার থেকে P2P করে সহজেই ১০০ USdt  ক্রয় করতে পারবেন এভাবে কারো কাছ থেকে ক্রয় করতে গিয়ে আপনি স্ক্যামের শিকার হতে পারেন
sr. member
Activity: 476
Merit: 523
May 01, 2022, 10:47:51 AM
হেলো ভাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, বোনেরা তোমার Tongue বোনেরাও নিশ্চই আমার। চলুন বিগত মাসের আমাদের লোকাল থ্রেড এর ওভারভিউটি দেখা যাক।

পোষ্ট কাউন্ট: মার্চ মাসে আমাদের থ্রেড এ ১২৬ টি পোষ্ট করা হয়েছিলো। যা এই মাসে অল্প কিছু বেড়ে ১৩৪ এ দাড়িয়েছে। সকলকে ধন্যবাদ ভালো পোষ্ট করার জন্য।

মেরিটঃ বিগত মাসে আমাদের মেরিট রেশিও ছিলো ০.৫৩ যেটা অনেক বেশি। মোট মেরিট শেয়ার হয়েছিলো ৬৭ টি। এই মাসে সেটা কমে হয়েছে ৪৩ টি।

মেরিট/পোষ্ট রেশিওঃ ওপরেই বলে ফেলেছি, যেহেতু মেরিট শেয়ার কমেছে, তাই মেরিট রেশিও কমে গেছে। ০.৫৩ থেকে এই মাসে ০.২৯ এ চলে এসছে। সাধারনত এটাও একবারেই খারাপ রেশিও নয়।

পোষ্টারঃ বিগত মাসে আমাদের থ্রেড এ ২৯ জন পোষ্ট করেছিলো। এই মাসে সেটা হয়েছে ৩৩ জন। ৪ জন নতুন ভাবে থ্রেড এ পোষ্ট করেছেন। আশা করি আপনারা কন্টিনিউ করবেন।



বিগত মাসের টপ ১০ জন পোষ্টারঃ
1. Crypto Library [19]
2. shasan [15]
3. Teletalk.org [12]
4. Little Mouse [10]
5. Blue King [9]
6. naim027 [8]
7. DVlog [7]
8. musafar37 [7]
9. wtsimis [7]
10. Sumonkhan14 [4]
newbie
Activity: 327
Merit: 0
May 01, 2022, 05:07:50 AM
Chittagong e ke ke achen???
Usdt lagbe amar 100
member
Activity: 84
Merit: 22
April 30, 2022, 12:15:54 PM
অন্য প্রতিটি মানুষের মতো প্রচেষ্টার জন্য পরামর্শ এবং নির্দেশনা প্রয়োজন তাই এই ফোরামটি আপনার বিটকয়েন জ্ঞানকে রূপ দেওয়ার জন্য। এবং এটি এই গ্রুপের (বিটকয়েন্টলক) সিনিয়র সদস্যদের কাছ থেকে শেখার মাধ্যমে অর্জন করা যেতে পারে যাদের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। একজন নবাগত হিসাবে একটি নতুন ফোরামে আসা কখনও কখনও চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যখন আপনি সঠিক প্রশ্নগুলি জিজ্ঞাসা করার বিষয়ে বিভ্রান্ত হন, তবে, এই ফোরামটি প্রশ্নবান্ধব এবং সহায়ক৷ আমি আমার সহকর্মী নতুনদের এই ফোরামের সিনিয়র সদস্যদের অতীত এবং বর্তমান পোস্টগুলি পড়ার পরামর্শ দিচ্ছি এবং উত্সাহিত করছি যাতে তারা শিখতে পারে এবং এমন ভুল করতে না পারে যা তাদের নিষিদ্ধ করা হতে পারে।

নতুনরা এটি জানেন
1) পাঠকরাই নেতা: আপনি না পড়লে আপনি বাড়তে পারবেন না।
2) অভিজ্ঞতা ভাল শেখায়: আপনার সিনিয়রদের অভিজ্ঞতা থেকে শিখুন।
3) তথ্য: আপনি যখন আপনার সিনিয়রদের কাছ থেকে শিখবেন তখন আপনি আপনার সামনের কাজ সম্পর্কে আরও তথ্য পাবেন।

সারাংশ: সাফল্য একা কঠোর পরিশ্রম থেকে আসে না, একজন নবাগত হিসাবে ভাল তথ্য ছাড়া, আপনি সবসময় ফোরাম কঠিন মনে হবে.
এটা একটি ইংরেজি পোস্ট বাংলা ট্রান্সলেশন করা হয়েছে। Link: https://bitcointalksearch.org/topic/m.59746918
jr. member
Activity: 43
Merit: 2
April 30, 2022, 08:46:58 AM
আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে যাই। যা সাহায্যকারী বিষয়ে??

ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা একটি দেখা বা স্পর্শ করা যায় না। মূল কথা হচ্ছে আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে ফোরামে রেগুলার একটিভ থাকতে হবে এবং সিনিয়র ভাইদের বেশি বেশি পোস্ট পড়তে হবে। এখানে কেউ আগে থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে শিখে আসে না সবাই সিনিয়রদের পোস্ট পড়ে পড়ে জানতে পারে। এবং আপনাকে রেগুলার একটিভ থাকতে হবে তা না হলে ভালোভাবে শিখতে পারবেন না। ধন্যবাদ,
member
Activity: 84
Merit: 22
April 30, 2022, 08:37:10 AM
আমি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে যাই। যা সাহায্যকারী বিষয়ে??
আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একদিনে জানতে পারবেন না। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে আপনাকে রেগুলার ফোরামে একটিভ থাকতে হবে এবং সিনিয়র মেম্বারদের পোস্ট পড়তে হবে। তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক জ্ঞান আছে এবং তারা বেশির ভাগ নতুনদের শেখোনি পোস্ট করে। তাই সিনিয়রদের পোস্ট পড়বেন বেশি বেশি।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 12:28:24 PM
পয়গাম্বর ইনকাম কেউ আর এর মান দিকে ঝুঁকছে না।  বিশ্ববাসী বাউন্টি নিয়ে ব্যাস্ত হওয়া।  কিন্তু তারা না শুধু এখানে বাউন্টি নয়।  অনেক ভালো গুণ কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো রিপোর্ট  খবর নেওয়া যায়।  আর অনুশীলন থেকে আরো বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শ।  আমি মনে করি এই ঘেঁটে এসেছিলাম আমি আমার খুজে খুজে পাই।  আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমিও বড় ভাইদের র‍্যাঙ্কের কাছা কাছি পৌছাবো।  ইনশাআল্লাহ।
বাংলাদেশের লোকাল থ্রেডে আপনাকে স্বাগতম । আশা করছি আপনি সকল নিয়মগুলো যথাযথ পালন করে পোস্ট করবেন ।  যদিও আপনার অনেক কথাগুলো আমার নিকট ছিল অস্পষ্ট । আমার মতে বাউন্টি করার পাশাপাশি অন্যান্য বোর্ড গুলো থেকে বাহিরের কিছু ইনফরমেশন জানার চেষ্টা করবেন তাহলে বেশি লাভ হবে।
আর আমার তরফ থেকে পরামর্শ  থাকবে যে নতুন কিছু জানা ট্রাই করুন আর যা জানেন তা শেয়ার করুন  আশা করি এর মাধ্যমে আপনার এবং আমাদের উভয়ের উপকার হবে । আর হ্যাঁ আপনি রাঙ্কও বাড়াতে পারবেন। Roll Eyes

আর এখান থেকে নিয়ম গুলো ভালো করে দেখে নিতে পারেনঃ- নিয়ম কানুন
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 11:14:51 AM
আমি এই ফোরামে নতুন। আমার অ্যাকাউন্ট এ একটি সমস্যা হয়েছে সেটা হলো হঠাৎ করে Bump আসে। এটা আসলে কি কোন সমস্যা হবে....?

না ভাই এটা একাউন্টের কোন সমস্যা না । আমার জানামতে  ম্যারিট পাওয়ার পরে পরে এই চিহ্নটা আসে , bump মনে হয় কোন টপিকে সবার উপরে তোলার জন্য ব্যবহার করা হয় । আমি এটা কখনো ব্যবহার করিনি , আশা করি naim027 ভাই বা অন্য কোনো সিনিয়র মেম্বাররা জেনে থাকলে বিষয়টি একটু ক্লিয়ার করবেন।

আর আপনার ইমেজ সাইজ টি আরো ছোট করতে পারতেন , সুবিধার্তে নিচের কোডটি কে ফলো করতে পারেন যদি সম্পর্কে না জেনে থাকেন ।
Code:
[center][img width=400 height=300]https://i.ibb.co/1fm0fDw/IMG-20220429-205105.jpg[/img][/center]
jr. member
Activity: 43
Merit: 2
April 29, 2022, 10:31:35 AM
আমি এই ফোরামে নতুন। আমার অ্যাকাউন্ট এ একটি সমস্যা হয়েছে সেটা হলো হঠাৎ করে Bump আসে। এটা আসলে কি কোন সমস্যা হবে....?
jr. member
Activity: 224
Merit: 2
April 29, 2022, 08:20:32 AM

আমি মনে করি এই থ্রেডটা একটা শিক্ষনীয় এবং মানসম্মত একটা থ্রেড। এটি বাংলাদেশের সব চাইতে বড় থ্রেড। আর তাই দয়া করে কেউ অফ টপিক কথাবার্তা না বললেই ভালো। কেননা এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর অবাঞ্চিত কিছু পোষ্ট এর জন্য আমরা ভালো ভালো পোষ্ট গুলা হারাচ্ছি। তাই ভাই কেউ দয়া করে শিক্ষনীয় পোষ্ট বাদে অন্য কিছু পোষ্ট করিয়েন না। যা দ্বারা কোনো উপকারই আসে না।

ধন্যবাদ। 🙏

Juwel580  ভাই আমি আপনার কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি ।   কিন্তু একটা কথা বলার ছিল আমি আপনার অ্যাকাউন্ট ঘেঁটে দেখলাম যে আপনি মাত্র চারটা পোস্ট করেছেন তম্মধ্যে দুইটা বাউন্টি আরেকটি পোস্টও ঠিক এমনই পোস্ট করেছেন । 
আশা করছি আপনার এই কথাগুলো আপনি আগে ফলো করবেন  আমরাও ফলো করব ইনশাআল্লাহ ।
ধন্যবাদ


ইনশাল্লাহ ভাইয়া আমি আমার সাধ্য অনুযায়ী সব মেনে সৎ ভাবে চলবো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 29, 2022, 08:17:57 AM
আমি মনে করি এই থ্রেডটা একটা শিক্ষনীয় এবং মানসম্মত একটা থ্রেড। এটি বাংলাদেশের সব চাইতে বড় থ্রেড। আর তাই দয়া করে কেউ অফ টপিক কথাবার্তা না বললেই ভালো। কেননা এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর অবাঞ্চিত কিছু পোষ্ট এর জন্য আমরা ভালো ভালো পোষ্ট গুলা হারাচ্ছি। তাই ভাই কেউ দয়া করে শিক্ষনীয় পোষ্ট বাদে অন্য কিছু পোষ্ট করিয়েন না। যা দ্বারা কোনো উপকারই আসে না।

ধন্যবাদ। 🙏

Juwel580  ভাই আমি আপনার কথাগুলোর সাথে সম্পূর্ণ একমত পোষণ করতেছি ।   কিন্তু একটা কথা বলার ছিল আমি আপনার অ্যাকাউন্ট ঘেঁটে দেখলাম যে আপনি মাত্র চারটা দশটা পোস্ট করেছেন তম্মধ্যে দুইটা বাউন্টি আরেকটি পোস্টও ঠিক এমনই পোস্ট করেছেন ।  
আশা করছি আপনার এই কথাগুলো আপনি আগে ফলো করবেন  আমরাও ফলো করব ইনশাআল্লাহ ।
ধন্যবাদ

jr. member
Activity: 787
Merit: 1
Bounty & Airdrops https://t.me/CryptoReview
April 29, 2022, 06:33:37 AM
দেড় বছর পর আবারও একটা পোস্ট করলাম , আসলে বাংলাদেশী এই গুরুপ থেকে bitcointalk সম্পর্কে অনেক কিছু জানলাম এবং আরো অনেক শিক্ষানিয় পোস্ট দেখলাম, আমি bitcointalk এ ২০১৮সাল থেকে কিনতু আমি এই গ্ৰুপ থেকে বুজলাম যে আমি bitcointalk সম্পর্কে হয়তো ২০% থেকে ৩০% জানি, আমি মেরিট পাবার জন্য এই গুরুপে এবং অন্যঅন্য গুরুপে  কোনো বিষয় পুরোপুরি না জেনে পোস্ট করতাম, আর তখনই এই গুরুপের একজন মডেওটার আমাকে সতর্ক করে দিলো, আর পরামর্শ দিয়েছিল এখন ভুজতেছি আমি সে পরার্মশ নাদিলে, আর আমি পরামর্শ না মেনে চোললে, হয়তো আমার একাউন্ট আজ পার্মানেন্ট ব্যান্ড হইতো, Grinদন্যবাদ সাপোর্ট দেবার জন্য Cheesy  আর এই পোস্টটা ২০২০ সালে করসিলাম :  https://bitcointalksearch.org/topic/m.55281464
full member
Activity: 504
Merit: 212
April 28, 2022, 09:01:13 AM
ক্রিপ্টো প্রোজেক্টে বিনিয়োগের ক্ষেত্রে আমি যে ভুল গুলো করেছি



ক্রিপ্টো সেক্টরে আমার ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ফরেক্স মার্কেট নিয়ে আমার কিছু অভিজ্ঞতা থাকলেও যখন আমি ক্রিপ্টো মার্কেটে আসি তখন প্রাইস অ্যাকশন চার্ট ছাড়া সবকিছুই আলাদা ছিল।  খুব শীঘ্রই আমি বুঝতে পেরেছিলাম যে ক্রিপ্টোতে বিনিয়োগ এবং আর্থিক লাভের জন্য ক্রিপ্টো স্পেস সম্পর্কে বিস্মৃত জ্ঞান এবং প্রতিটি ক্রিপ্টো প্রকল্পের বিস্তারিত খুঁটিনাটি তথ্য বের করার ক্ষমতা থাকা প্রয়োজন।

ব্যক্তিভেদে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে তবে আমি ক্রিপ্টোতে বিনিয়োগ করার সময় আমি যেসব ভুল করেছি তা আমার বিনিয়োগের চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করেছে। আমি সেইসব প্রকল্পগুলির নাম উল্লেখ করব না যাতে তাদের ক্ষতি না হয় কারণ এই ভুলগুলির জন্য আমি নিজেই দায়ী।


  • অপ্রস্তুত সেবা: একটি প্রকল্পের ব্যাপারে অনেক আশাবাদী থাকলেও তাদের পন্য তখনো প্রস্তুত ছিলোনা। এটি জানার পরও আমি সেই প্রকল্পে প্রচুর পরিমাণে বিনিয়োগ করি কিন্তু টোকেনের দাম কমতে থাকে এবং আমার পোর্টফোলিওর তার ৯০% মূল্য হারায়।

  • পরামর্শ: এমন টোকেনে বিনিয়োগ করবেন না যার কোনো ব্যাবহার নেই বা যার পণ্য প্রস্তুত নয়।


  • তাদের পণ্যটি প্রস্তুত ছিল কিন্তু টোকেনের কোনো ব্যাবহার ছিলোনা: টোকেনের ব্যাবহার না থাকা আরো একটি প্রকল্পে বিনিয়োগের পর আমি এখনও ৫০শতাংশ ক্ষতিতে আছি। এই প্রকল্পটি ইতিমধ্যেই তাদের সেবা শুরু করেছে এবং তাদের একটি বড় কমিউনিটি রয়েছে কিন্তু এই মুহূর্তে তাদের টোকেনের কোনো উপযুক্ত ব্যাবহার নেই তাই বিনিয়োগকারীরা তাদের আনলক হওয়া টোকেন বিক্রি করার ফলে টোকেনের দাম কমে গিয়েছে।

  • পরামর্শ: কোনও সঠিক ইউটিলিটি বাস্তবায়ন করার জন্য টিমের জন্য অপেক্ষা করুন যাতে বাজারে সেই টোকেনের চাহিদা থাকে।


  • এক্সচেঞ্জে তালিকাভুক্তের মিথ্যা প্রতিশ্রুতি: এই প্রকল্পটির সাথে আমার এক বন্ধু পরিচয় করে দেয়। তারা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে জাল এক্সেঞ্জ তালিকাভুক্তের প্রমাণ ব্যবহার করে। ফলে আমি আর আমার বন্ধু দুজনেই এই প্রকল্পটিতে প্রতারণার শিকার হই।

  • পরামর্শ: প্রকৃত প্রকল্পগুলি কখনোই তাদের এক্সচেঞ্জে তালিকাভুক্তের চুক্তি জনসম্মুখে প্রকাশ করে না। তাই যারা এসব করে তাদের বিশ্বাস করা উচিত না।


  • অবাস্তব মুনাফা আশা করা: অন্য একটি প্রকল্পে আমার প্রত্যাশিত মূল্য খুব বেশি ছিল।  হয়তো আমি আমার পূর্বের ক্ষতি পুনরুদ্ধার করতে আগ্রহী ছিলাম তাই আমি মূল্য সম্পর্কে ভুল ধারণা করেছি।

  • পরামর্শ: সব প্রকল্প শিবা ইনুর মতো হবে না। এজন্য সর্বদা একটি যুক্তিসঙ্গত মূল্য সম্পর্কে চিন্তা করুন।


  • মুনাফা সরিয়ে না নেওয়া: আমার বিনিয়োগের সময় সঠিক ছিলো।। আমি ৬০% এর উপরে লাভে ছিলাম কিন্তু অন্যদের মন্তব্য দেখে আমি লোভী হয়ে যাই। তাই আমি প্রফিট বুক করিনি এবং সেই টোকেন মূল্য আমার এন্ট্রি থেকে ১০০০% কমে যায়।

  • পরামর্শ: প্রজেক্ট যতই শক্তিশালী হোক না কেন সর্বদা লাভ বুক করুন।  একবার আপনার প্রাথমিক বিনিয়োগ সরিয়ে নেওয়া হয়ে গেলে আপনার লাভ নিয়ে খেলুন।


  • মিথ্যা তথ্য দ্বারা বিভ্রান্ত হওয়া: প্রকল্পটি ভালো ছিল এবং প্রত্যাশিত মূল্য সম্পর্কে আমার রায় যুক্তিসঙ্গত ছিল। দাম আমার প্রত্যাশিত স্তরের উপরে চলে গিয়েছিলো কিন্তু আমি ইতিমধ্যেই খুব অল্প লাভ নিয়ে প্রকল্প থেকে বের হয়ে যাই। মূলত আমি কিছু কমিউনিটি সদস্যদের নেতিবাচক প্রতিক্রিয়া দেখে ভয় পেয়ে যাই।

  • পরামর্শ: কমিউনিটি সদস্যদের নেতিবাচক প্রতিক্রিয়া দ্বারা প্রভাবিত হবেন না।  কখনও কখনও তারা বিনিয়োগকারীদের কাছ থেকে আরও টোকেন সংগ্রহ করার জন্য ভুয়া মন্তব্য করে।


  • টিম মেম্বারদের বিষয়ে গুরুত্ব না দেওয়া: টিমের সদস্যদের সম্পর্কে সঠিকভাবে না জেনেই একটি প্রকল্পে বিনিয়োগ করে ফেলি। পরে জানা যায় মালিক এবং দলের সদস্যদের সমস্ত অ্যাডমিন আইডি ভুয়া।

  • পরামর্শ: একটি প্রকল্পের সাফল্যের জন্য একটি শক্তিশালী দল খুবই গুরুত্বপূর্ণ। একটি প্রকল্পের দলের সদস্যদের সামগ্রিক অভিজ্ঞতা যাচাই করুন।


  • প্রকল্পের সদস্যদের উপর অত্যধিক আস্থা: আরেকটি প্রকল্প যা আমি এখনও একটি অনন্য প্রকল্প বলে মনে করি তা সঠিক টিমের অভাবে কার্যকর হতে ব্যর্থ হয়েছে। তাদের বেশিরভাগ ডেভেলপমেন্ট ডেটলাইন বিলম্বিত হয়েছে তাই দাম ওঠানামা করেছে।

  • পরামর্শ: যেকোন প্রকল্পের পিছনে থাকা দলকে বিশ্বাস করা উচিত তবে সবরকম খারাপের জন্যও প্রস্তুত থাকা ভালো।


  • ছোট কমিউনিটি: কখনও কখনও একটি প্রকল্প দুর্দান্ত হতে পারে কিন্তু কমিউনিটির সমর্থন ছাড়া এটি কখনো সাফল্য অর্জন করতে পারেনা।


এগুলি হলো আমার করা কিছু ভুলের তালিকা যা আমি এখন পর্যন্ত করেছি এবং মনে হচ্ছে আমি প্রতিটি ধরনের ভুল করেছি যা একজন বিনিয়োগকারী সম্ভবত করতে পারেন। কিন্তু আমি মনে করি প্রতিটি মহান সাফল্যের পেছনে ব্যর্থতার দীর্ঘ তালিকা থাকে। তাই আমি আশা করি নতুন সদস্যরা এই অভিজ্ঞতা থেকে উপকৃত হবেন।

এটি আমার ইংরেজিতে লেখা একটি পোস্টের অনুবাদ: https://bitcointalksearch.org/topic/m.59964118
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 28, 2022, 04:47:10 AM
এতবড় মাপের ছবি ব্যবহার না করে ছবিটা আকারে ছোট করে নিলে পোস্টটি সুন্দর লাগতো আরো। এত বড় ছবি দেখতে খুব দৃষ্টিকটু লাগতেছে। আশা করি বিষয়টা অনিচ্ছাকৃত এবং পোস্টকারী এ বিষয়ে নজর রাখবেন।
আমি আপনার সাথে একমত ছবি গুলো ছোট করে দিলে ভালো লাগতো বা পাশাপাশি করে দিলে  আরো ভালো লাগতো ।  কিন্তু ছবির সাইজ ছোট করে দিলে রেজুলেশন একদম কমে যায় তাই ছবিটা একটু বড় রেখেছি যেন লেখাগুলো বুঝা যায় ,  আরো অনেক চেষ্টা করলাম পাশাপাশি ছবি দুইটি রাখতে  কিন্তু করতে পারলাম না .আর এডিট করে দিলাম প্রিভিউ করলে পাশাপাশি আসে কিন্তু সেভ করার পর পাশাপাশি আসেনা ।  আর সাইজ বেশি ছোট করলে  আরো খারাপ দেখা যায় ।

Quote
এলন মাস্ক টুইটার কিনে নিচ্ছে। সে সাময়িকভাবে তার প্রথম স্থান যদি হারায়ও তারপরেও সে দ্রুতই তা পুনরুদ্ধার করতে সক্ষম বলেই আমি মনে করি।

হ্যাঁ টুইটার কিনে নেওয়ার পরেই তার সম্পত্তির পরিমাণ কমতে শুরু করেছে এখনো প্রায় 29 বিলিয়ন ডলার সম্পত্তি কমে আছে ।  হ্যাঁ এটার সাথেও  একমত  হতে পারে আবার পুনরুদ্ধার হতে পারে ।
jr. member
Activity: 224
Merit: 2
April 28, 2022, 02:28:07 AM
আমি মনে করি এই থ্রেডটা একটা শিক্ষনীয় এবং মানসম্মত একটা থ্রেড। এটি বাংলাদেশের সব চাইতে বড় থ্রেড। আর তাই দয়া করে কেউ অফ টপিক কথাবার্তা না বললেই ভালো। কেননা এখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি। আর অবাঞ্চিত কিছু পোষ্ট এর জন্য আমরা ভালো ভালো পোষ্ট গুলা হারাচ্ছি। তাই ভাই কেউ দয়া করে শিক্ষনীয় পোষ্ট বাদে অন্য কিছু পোষ্ট করিয়েন না। যা দ্বারা কোনো উপকারই আসে না।

ধন্যবাদ। 🙏
full member
Activity: 504
Merit: 212
April 27, 2022, 12:02:28 PM
বিশ্বের প্রথম ধনীর নাম  থেকে  ইলন মাস্ক  কি বাদ পড়তে যাচ্ছে ?

এতবড় মাপের ছবি ব্যবহার না করে ছবিটা আকারে ছোট করে নিলে পোস্টটি সুন্দর লাগতো আরো। এত বড় ছবি দেখতে খুব দৃষ্টিকটু লাগতেছে। আশা করি বিষয়টা অনিচ্ছাকৃত এবং পোস্টকারী এ বিষয়ে নজর রাখবেন।

এলন মাস্ক টুইটার কিনে নিচ্ছে। সে সাময়িকভাবে তার প্রথম স্থান যদি হারায়ও তারপরেও সে দ্রুতই তা পুনরুদ্ধার করতে সক্ষম বলেই আমি মনে করি।
member
Activity: 224
Merit: 26
April 26, 2022, 10:56:06 PM
ফেড কমেন্টের পর ক্রিপ্টো আউটলুক বিয়ারিশ



প্রযুক্তিগত বিশ্লেষণ
ইন্ট্রাডে ট্রেন্ড - বিয়ারিশ

দৈনিক চার্টে, এই জুটি টেনকেন-সেন ($40,763), কিজুন-সেন ($43,390), এবং ইচিমোকু কুমো ক্লাউড ($40,637) এর নিচে লেনদেন করছে । বিটকয়েন ইন্ট্রাডে সর্বোচ্চ $40,237 এ পৌঁছেছে এবং বর্তমানে প্রায় $40,483 ট্রেড করছে।

প্রধান সমর্থন $39,500 এ দেখা যায়। এই স্তরের নিচের যেকোনো লঙ্ঘন এই জুটিকে 18 এপ্রিলের সর্বনিম্ন $38,547 / $37,000 / $34,000-এ নিয়ে যেতে পারে।

এই জুটি $43,391 এ 38.2 % ফাইবের কাছে একটি বাধার সম্মুখীন হচ্ছে। অতীতের যেকোনো বৃদ্ধি লক্ষ্যমাত্রা $43,500 / $44,000 / $46,200।

RSI - দুর্বল

50,000 ডলারের TP- এর জন্য প্রায় $37,000 SL- এর সাথে $40,000-এর কাছাকাছি ডিপগুলিতে একটি সম্ভাব্য কৌশল কেনা যেতে পারে ।

ETH/USD দৈনিক আউটলুক মূল হাইলাইট

200-দিনের EMA- এর উপরে সামান্য লাফানোর পরে ইথেরিয়াম আবারও হ্রাস পেয়েছে । এটি $2,940-এর সর্বনিম্ন হিট এবং বর্তমানে $3,006.95 এর কাছাকাছি ট্রেড করছে।
4 ঘন্টার চার্টে, এই জুটি টেনকেন-সেন ($3,059), কিজুন-সেন ($3,029.87), এবং ইচিমোকু কুমো ক্লাউড ($3,046) এর নিচে ট্রেড করছে।
প্রধান সমর্থন $2,940 এ দেখা যায়, নীচের যেকোনো লঙ্ঘন এই জুটিকে $2,880 / $2,800 এ টেনে আনতে পারে। $2,800 এর নিচে একটি পতন একটি ছোটখাট বিয়ারিশ প্রবণতার সূচনা নিশ্চিত করে। $2,650 / $2,490 এ একটি ডোবা সম্ভব।

তাৎক্ষণিক প্রতিরোধ প্রায় $3,170-$3,180। উপরে একটি দৈনিক বন্ধ এই জুটিকে $3,270 / $3,310 / $3,400 এ নিয়ে যেতে পারে।

RSI - বুলিশ

$3,500 এর TP-এর জন্য প্রায় $2,865 SL এর সাথে $2,940 এর কাছাকাছি একটি সম্ভাব্য বিকল্প দীর্ঘ হতে পারে।



XRP/USD আউটলুক
ইন্ট্রাডে ট্রেন্ড - বিয়ারিশ

মূল সমর্থন - $0.70, $0.50

মূল প্রতিরোধ - $0.8000, $0.9150

টানা তৃতীয় দিনে XRP-এর মূল্য লেনদেন দুর্বল। $0.6800 এর নিচে যেকোনও লঙ্ঘন জোড়াটিকে $0.6000/$0.500 এ নিয়ে যেতে পারে, এটি বর্তমানে $0.72634 এর কাছাকাছি ট্রেড করছে। স্বল্পমেয়াদী ট্রেন্ড রিভার্সাল শুধুমাত্র যদি এটি $0.9200 লঙ্ঘন করে।

একটি সম্ভাব্য কৌশল $0.7600 এর কাছাকাছি SL এর সাথে $0.6000 এর TP এর জন্য $0.805 এর কাছাকাছি বিক্রি হতে পারে।

BNB/USD আউটলুক
ইন্ট্রাডে ট্রেন্ড- নিরপেক্ষ

মূল সমর্থন- $390, $360

মূল প্রতিরোধ- $432

বিএনবি/ইউএসডি গত দশ দিনের জন্য $391.40 এবং $431 এর মধ্যে একটি সংকীর্ণ পরিসরে একত্রিত হয়েছে। $432 এর উপরে যেকোনো দৈনিক বন্ধ একটি বুলিশ ধারাবাহিকতা নিশ্চিত করে। $460/$500 এ একটি লাফ সম্ভব, এটি বর্তমানে প্রায় $408.70 এ ট্রেড করছে। স্বল্পমেয়াদী ট্রেন্ড রিভার্সাল শুধুমাত্র যদি এটি $506 ভাঙ্গে।
$460/$500-এর TP-এর জন্য $370-এর সাথে SL-এর কাছাকাছি $400 ডিপ করলে একটি সম্ভাব্য বিকল্প দীর্ঘ হতে পারে।

বিটকয়েন সমর্থন / প্রতিরোধ
প্রতিরোধ

R1- $41,700
R2- $43,000
R3- $46,200

সমর্থন

S1- $37,000
S2- $34,000
S3- $30,000

ইথেরিয়াম সমর্থন / প্রতিরোধ
প্রতিরোধ

R1- $3,170
R2- $3,275
R3- $3,350

সমর্থন

S1- $2,940
S2- $2,880
S3- $2,800
sr. member
Activity: 476
Merit: 523
April 26, 2022, 09:23:24 PM

আমরা যারা সিগনেচার ক্যাম্পেইনে আছি, অনেকের লোকাল পোষ্ট কাউন্ট হয় না। সেজন্য লোকালে পোষ্ট করার ইচ্ছে অনেকের নেই বল্লেই চলে। যদি আসলেই সবার ইচ্ছা থাকে আপনার লোকাল থ্রেড কে এগিয়ে নেয়ার। প্রতি ২ দিন এ অন্তত ১ টি পোষ্ট করুন। সিগনেচার ক্যাম্পেইন এর জন্য প্রতিদিন ৩-৪ টি পোষ্ট করার পর আপনার লোকাল থ্রেড এর জন্য ২ দিনে ১ টি পোষ্ট করে কন্ট্রিবিউট করার চেষ্টা করুন।


ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যথেষ্ট ধারণা না থাকা এবং র্যাংক বাড়ানোকে খুব কঠিন মনে করার কারণে মূলত কোয়ালিটি পোস্ট কারা বিষয়ে আগ্রহ কম দেখা যায়। তবে আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি ছাড়াও অন্যান্য বিষয়ে এই বিষয়ে পোস্ট করার অনুমতি থাকলে অনেকেই তাদের জানাশোনা টপিকগুলোর উপর পোস্ট করতো। যেমন: অনেকে হয়ত ইকোনমিক, পলিটিক্স, টেকনোলজি( নন-ক্রিপ্টো), ইন্টারনেট ইত্যাদি। আমি জানিনা এইসব বিষয়ে এই থ্রেডে পোস্ট করা অনুমোদিত কিনা বা পোস্ট করলেও সেটা থ্রেডে থাকবে কিনানা। কারণ যতদূর মনে হচ্ছে থ্রেডটি সেল্ফ মোডারেট করা। এই বিষয়ে অভিজ্ঞদের মতামত চাচ্ছি।

এটি একটি লোকাল কমিউনিটি থ্রেড, যেহেতু আমারদের কোনো লোকাল বোর্ড নেই, আমরা পলিটিক্স, টেকনোলজি, মিট আপ, অন্যান্য অফ টপিক নিয়ে আলাদা ভাবে আলোচনা করার জন্য আর কোনো বোর্ড বা থ্রেড পাচ্ছি না। সুতরাং এই থ্রেড এ আপনি সকল বিষয় নিয়ে পোস্ট করতে পারবেন। এই থ্রেড এ কোনো কিছুই অফ টপিক নয়। তবে রাজনৈতিক এবং ধর্ম নিয়ে যুক্তিতর্ক আমি নিরুৎসাহিত করবো। কারণ এসব বিষয় নিয়ে কথা বলতে বলতে অনেক বড় আকার ধারণ করে যা অনেকের বিপক্ষে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যেকোনো বিষয় এখানে আলাপ করতে পারেন।


সবাই ইনকাম এর দিকে ঝুকে কেউ আর মান সম্মত পোষ্ট করে না। সবাই বাউন্টি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা জানে না শুধু এখানে বাউন্টিই নয়। অনেক ভালো মানের কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো পৃথিবীর  খবর নেওয়া যায়। আর এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শে।  আমি মনে করি এই থ্রেডটিতে এসে আমি আমার সাফল্য খুজে পেয়েছি।  আমি মনে প্রানে বিশ্বাসই যে আমিও একদিন বড় ভাইদের র‍্যাংক এর কাছা কাছি পৌছাবো। ইনশআল্লাহ।

আপনার একাউন্ট টি ব্রান্ড নিউ এবং এটাই আপনার প্রথম পোস্ট। আমি জানিনা আপনার আরো একাউন্ট রয়েছে কি-না। থ্রেড এ আসাকে আমি সাফল্য মনে করি না। বরং থ্রেড এ কিছু ইনফরমেশন শেয়ার করলে এবং তাতে কমিউনিটি উপক্রিত হলে সেটাতেই আসবে আসল সাফল্য। আশা করি থ্রেড এ কোয়ালিটিফুল পোস্ট করবেন এবং গঠনমূলক আলোচনা/সমালোচনা করবেন।



জনপ্রিয় যোগাযোগ মাধ্যম টুইটার তো সত্যিই বিক্রি হয়ে গেলো। ইলন মাস্ক চাচায় ৪৪ বিলিয়ন ডলার ক্যাশ পেমেন্ট করে টুইটার কিনে নিলো। এর আগে উনি টুইটারের প্রায় ১০% শেয়ার ক্রয় করেছিলো। মূলত তখনই টুইটার কেনার প্রস্তাব দেন ইলন মাস্ক। তবে টুইটার সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ২ দিন যাবত কথা হচ্ছিলো তারা টুইটার বিক্রি করে দিবেন। ইলন মাস্ক ২০১৭ সালে একবার বলেছিলেন আমি টুইটার ভালোবাসি, তখন একজন তাকে বলছিলো আপনি টুইটার কিনে নিন। তখন ইলন মাস্ক টুইটারের দাম জানতে চেয়েছিলেন। অবাক ব্যাপার হলো ২০১৭-২০২২, এই সময়ের ব্যাবধানে তিনি টুইটার কিনে নিলেন। আর আপনারা মেরিট পাওয়ার মতো পোস্ট করতে পারবেন না বলে পোস্ট করেন না।
jr. member
Activity: 224
Merit: 2
April 26, 2022, 09:04:12 PM
সবাই ইনকাম এর দিকে ঝুকে কেউ আর মান সম্মত পোষ্ট করে না। সবাই বাউন্টি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে। কিন্তু তারা জানে না শুধু এখানে বাউন্টিই নয়। অনেক ভালো মানের কন্টেন্ট, মেধা বিকাশ, এবং ক্রিপ্টো পৃথিবীর  খবর নেওয়া যায়। আর এখান থেকে আরো বেশি বেশি ইনকাম করার সোর্স পাওয়া যায় বিভিন্ন বড় ভাইদের পরামর্শে।  আমি মনে করি এই থ্রেডটিতে এসে আমি আমার সাফল্য খুজে পেয়েছি।  আমি মনে প্রানে বিশ্বাসই যে আমিও একদিন বড় ভাইদের র‍্যাংক এর কাছা কাছি পৌছাবো। ইনশআল্লাহ।
newbie
Activity: 137
Merit: 0
April 26, 2022, 07:04:24 PM
বিটকয়েনের সাফল্য

বিটকয়েন একধরনের ক্রিপ্টোকারেন্সি। একমাত্র ক্রিপ্টোকারেন্সি না। বিটকয়েনের সাফল্যের পর এমন এক হাজারের বেশি ভার্চ্যুয়াল মুদ্রা চালু করা হয়। সব অবশ্য বিটকয়েনের মতো সফল হয়নি। তবে বিটকয়েন থেকে ভার্চ্যুয়াল মুদ্রানির্ভর, ভবিষ্যৎতে আর্থিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়।
বিটকয়েন হলো এক ধরনের ভার্চুয়াল বিকেন্দ্রিক মুদ্রা। এই মুদ্রা অস্ট্রেলিয়ান নাগরিক সাতোশি নাকামোতো তৈরি করেছিল। এটি একটি ভার্চুয়াল মুদ্রা হয় বাস্তবে এর কোন প্রতিরূপ নেই শুধু অনলাইনে এর অস্তিত্ব অনুভব করা যায়। বিশ্বের অনেক দেশ আছে যেগুলোতে বিটকয়েন অনুমোদিত। যেসব দেশে বিটকয়েন বৈধ সেই দেশগুলোতে বিটকয়েন দিয়ে যেকোনো ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করা যায়। কোন দেশে যদি বিটকয়েন বৈধ করা হয় তাহলে সেই দেশের আর্থিক অবস্থা আরো অনেক উন্নতির দিকে ধাবিত হয়। বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে সেরা একটি কয়েন যার বাজার মূল্য সবচেয়ে বেশি।
Jump to: