Author

Topic: বাংলা (Bengali) - page 316. (Read 5694766 times)

newbie
Activity: 29
Merit: 0
June 10, 2022, 05:19:20 AM
-বাউন্টি ম্যানেজার হতে হলে কি কি যোগ্যতা লাগে এবং কোন কোন কাজের সম্পর্কে ধারণা থাকতে হয়? একটা বাউন্টি পরিচালনা করতে মোবাইল দিয়েই করা যাবে নাকি কম্পিউটারের প্রয়োজন রয়েছে? আর আমি যদি বাউন্টি পরিচালনা করতে চাই।তাহলে আমি কাদের কাছ থেকে বাউন্টি প্রজেক্টটা আনতে সক্ষম হবো।
jr. member
Activity: 83
Merit: 2
June 10, 2022, 03:50:38 AM
29K TO 31K পর্যন্ত বিটকয়েন ট্রেড করছে, এখানে একটা রেঞ্জের মধ্যেই আপ ডাউন করছে, প্রপার স্টপ লস ইউজ করে এই রেঞ্জে একটা ট্রেড নিতে পারেন।
full member
Activity: 367
Merit: 136
June 09, 2022, 05:01:33 PM
Presearch

অনেক দিন আগে Presearch এর সম্পর্কে একটি আর্টিক্যাল লেখেছিলাম। মোটামুটি একটা ধারনা পেয়ে যাবেন। Web3.0 এর একটি উপযুক্ত উদাহরন হচ্ছে Presearch, এর সার্চ ইঞ্জিন মডেলটি, প্রজেক্টটিকে ডিসেন্ট্রেলাইজড করে তোলে। ২০১৭ সালে শুরু করা এর যাত্রা, এখন পযর্ন্ত এদের ডেভেলপমেন্ট চোখে পড়ার মতই ছিলো। কিছুদিন আগে ম্যাইননেট লাঞ্জ করার পর, এর উইজার এক্সপ্রিনেন্স আরও ভালো হয়েছে।
Presearch হলো একটি ডিসেন্ট্রেলাইজড সার্ছ ইঞ্জিন, শুরুর পর থেকেই, নিদর্ষ্ট সময়ে তাদের প্রজেক্টের ডেভেলপ করে থাকে। আমার মতে, এই সার্চ ইর্ঞ্জিনটি ক্রিপ্টো ফ্রেন্ডলি একটা সার্চ নিঞ্জিন, আপনি কিছুদিন ব্যবহার করলেই বুঝতে পারবেন। PRE এর নেটিভ টোকেন,যা ইথার চেইন ডেভেলপ করা হয়েছে। ইউজার বেশ কিছুভাবে এই প্রজেক্ট থেকে লাভবান হতে পারবেন;

১। ডিসেন্ট্রেলাইজড সার্চ ইঞ্জিন।
২। প্রতিদিন নির্দিষ্ট সময় সার্চ ইঞ্জিনটি ব্যবহার করলে, কিছু পরিমান PRE টোকেন পাবেন।
৩। আপনি আপনার PRE টোকেন বিড করে, আপনার পছন্দীয় এড প্লেস করতে পারবেন।
৪। ইউজাররা মাস্টার নোড রান করতে পারবেন।

প্রতিদিনকর ব্যবহার এর জন্য এই সার্চ ইঞ্জিনটি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, গুগল সার্চ এর মত টপ নচ ইক্সপ্রিয়েন্স না পেলেও, কিছু ক্রিপ্টো ক্ষেত্রে ভালো ইক্সপ্রিয়েন্স পাবেন। সার্চ ইঞ্জিনটি বেশ কিছু ডেভেলপ এখনো বাকি, এই গুলো শেষ হলে হয়তো কোনো এক সময়ে আমাদের সবার ফোনে ডিফল্ড সার্চ ইঞ্জিন এর অপশন পাবো।
আপনারা চাইলে আমার আগের পোষ্টটি দেখতে পারেনঃ PreSearch search engine|| A crypto friendly browser
jr. member
Activity: 35
Merit: 2
June 09, 2022, 10:28:10 AM

কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে আপনার usdt
ফেরত দেওয়া হবে


যারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে টেলিগ্রাম দিয়ে দিলাম

Telegram
[/quote]


আপনাদের কি আর বলবো ভাই। কোথায় কোন ধরনের কথা বলতে হয় তাও জানেন না। এইটা আমাদের বাংলাদেশের থ্রেট। হ্যা তার জন্য আপনি এখানে যা ইচ্ছা বলতেই পারেন। কিন্তু আমাদের এই বিটকইনটাল্কে সমস্ত ধরনের থ্রেট আছে।  আর এক এক থ্রেটে এক এক কথা আলোচনা হয়। আপনি যদি এক থ্রেটের কথা অন্য থ্রেটে বলেন তাইলে তো লাভ হবে না। আর আমাদের এই থ্রেটের আলোচনা হয় আমরা বাংলাদেশি যারা আছি তাদের সব ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর এখানে যদি অন্য দেশের লোক পোষ্ট করে তাইলে কি কোনো হেল্প পাবে? ঠিক তেমনি আপনি মার্কেটপ্লেসের কথা  এখানে বলতেছেন আপনার কি কোনো লাভ হবে?  হয়তো কিছু মানুষ নিতে পারেন কিন্তু সবাই তো আর এতটা গুরুত্ব দিবে না। আর মার্কেটপ্লেসে আলোচনাই হয় এইসব নিয়ে। তাই আপনি যদি ওখানে পোষ্ট করেন তাইলে বেশি উপকার পাবেন। আর দয়া করে আমাকে ভুল বুজবেন না।
jr. member
Activity: 35
Merit: 2
June 09, 2022, 10:14:16 AM
আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।

আচ্ছা আমি কিছুদিন যাবত দেখতেছি অনেক নতুনরা আমাদের এই থ্রেটে যোগ দিয়েছেন। অনেক ভালো কথা আমাদের বাংলাদেশের থ্রেট যত বড় হবে তত ভালো। কিন্তু এখন কিছু লোক যুক্ত হইছে যারা কিছু না জেনেই অনেক বড় হতে চাচ্ছে। আমি বলতেছি না যে আমি সব পারি কিন্তু এখানে কিছু লোক নতুন এসেই অনেক বড় বড় চিন্তা করতেছে। তেমনি আপনিও তাদের মধ্যে একজন।  আপনি মাত্র এখানে আসলেন কিন্তু এসেই জানতে চাইতেছেন বাউন্টি কিভাবে আনতে হয়। আমি বলতেচহি ভাই যদি এতই সহজ হইত তাইলে কেএ কোনো কিছু না করে এখানেই পরে থাকতো। আপনি মাত্র শুরু করেছেন সব কিছু আগে বুজেন তারপর আপনি জানতে পারবেন আসলে  ক্রিপ্টো কারেন্সি কি। তাই এইসব ধান্দা বাদ দিয়া ক্রিপ্টো সম্পর্কে আরো বেশি  জ্ঞান অর্জন করেন। আমি বলতেছি না যে এইসব আপনি শিখবেন না, শিখবেন কিন্তু আস্তে আস্তে। সব কিছু একবারে  পারা যায় না তাই আগে সব কিছু বুজেন তারপর উপর দিকে যাওয়ার চিন্তা করেন
jr. member
Activity: 83
Merit: 2
June 09, 2022, 08:40:24 AM
Instagram I'd sell

Quote
1000 follower 5 usdt
2000 follower 10 usdt
5000 follower 25 usdt
10000 follower 40 usdt
20000 follower 60 usdt


কোন প্রকার সমস্যা হলে সাথে সাথে আপনার usdt
ফেরত দেওয়া হবে


যারা আমার সাথে যোগাযোগ করবেন নিচে টেলিগ্রাম দিয়ে দিলাম

Telegram
ভাই এটা তো কোন আইডি buy sell  গ্রুপ না। ভাই এটা একটা লোকাল বোট এখানে যত সমস্যার সমাধান দেওয়া হয় আর আপনি এখানে আইডি buy sell এর কথা বলাটা আপনার ঠিক হয় নাই। আপনি যদি বিজনেস করতে চান তাহলে মার্কেটপ্লেসে গিয়ে পোস্টটি করেন ।আশা করি আপনাকে বুঝাতে পারছি।
jr. member
Activity: 83
Merit: 2
June 09, 2022, 06:39:27 AM
আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।
ম্যানেজার হিসেবে কাজ করতে হলে আপনাকে প্রথমে যেটা থাকতে হবে সেটা হল আপনার আইডি রেঙ্ক । তারপর ম্যানেজাররা যেভাবে বাউন্টি ডিজাইন করে সেভাবে আপনাকে ডিজাইন শিখতে হবে কিংবা থার্ড পার্টি কাউকে দিয়ে করিয়ে নিতে হবে ।
এখন আসি প্রজেক্ট পাবেন কিভাবে ?
বিটকয়েন্টক এর মাধ্যমে প্রজেক্ট খুঁজে পাওয়া যায়।
আপনি কোথায় পোস্ট করলে প্রজেক্ট পাবেন সেটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিব ।
https://bitcointalk.org/index.php?board=52.0
এখানে আপনি আপনার একটি সুন্দর পোর্টফোলিও সাজাতে হবে যেটা দেখে বায়ার আপনাকে কাজ দিবে‌।
আপনি চাইলে আরো অন্য পদ্ধতিতেও কাজ পাইতে পারেন।‌ ফাইবার ফ্রিল্যান্সার ওখানে পোস্ট করে। আবার নতুন প্রজেক্ট যেগুলো আসতেছে এডমিনের সাথে টেলিগ্রাম টুইটার ইমেইল এর মাধ্যমে কন্টাক করে প্রজেক্ট পাইতে পারেন আপনি।
আশা করি আপনি বুঝতে পারছেন আমি যতটুকু জানি ততটুকু বলার চেষ্টা করছি ।

 
newbie
Activity: 70
Merit: 0
June 09, 2022, 04:05:06 AM
আমি বাউন্টি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু জানতে চাই।
আমি বাউন্টি থ্রেডে বাউন্টি লঞ্চ করতে চাচ্ছি। কিন্তু কিভাবে আমি প্রজেক্ট পাব সেই ব্যাপারে আমাকে কেউ সাহায্য করুন। কোন সাইটে গিয়ে প্রজেক্ট খুঁজতে হবে সেটা একটু ক্লিয়ার করে বলবেন যদি কেউ পারেন দয়া করে।
jr. member
Activity: 35
Merit: 2
June 09, 2022, 01:26:25 AM
সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে?  

আপনার যা যা লাগবে

১ঃ৷ সর্বপ্রথম যেটা লাগবে ওইটা হলো আপনার আইডির রাংক।
আপনার সর্বনিম্ন জুনিয়র মেম্বার আইডি লাগবে । কিন্তু অনেক সিগনেচারে জুনিয়র মেম্বার নেয় না।

২. সিগনেচারে জইন হয়ে আপনাকে কোয়ালিটি যুক্ত পোষ্ট করতে হবে।
কোথায় /কয়টা পোষ্ট করবেন সেটা সিগনেচার কাম্পাইনে দেওয়া থাকে।
আপনার পোষ্টগুলা অবশ্যই ভালো মানের হওয়া লাগবে। আর আপনি কোথায় পোষ্ট করলে কাউন্ট হবে না সেটাও ওখানে দেওয়া থাকে। আপনি চাইলে নিচে দেওয়া থ্রেটে পোষ্ট করতে পারেন এখানে সব সিগনাচার ক্যাম্পিং এর পোষ্ট করা যায়।

    
Bitcoin Discussion
Economics Beginners & Help

৩. অনেক নতুনদের মাথায় একটা প্রশ্ন থাকে "পোষ্ট গুলা,  যে সিগনেচার করবো তাদের নিয়া লিখতে হবে নাকি? "  
উঃ না। আপনি যেকোনো বিষয়ে পোষ্ট করলেই কাউন্ট হবে। কিন্তু এমন পোষ্ট করা লাগবে যা থেকে অন্যেরা কিছু জানতে বা শিখতে পারে মানে কোয়ালিটি যুক্ত পোষ্ট করতে হবে।

৪. অবশ্যই যার সিগনেচার করবেন তার সিগনেচার আপনার প্রোফাইলে এড করতে হবে। আর যতক্ষণ তারা ডিলেট দিতে না বলবে ততক্ষন রাখতেই হবে।

৫. অনেকে জানতে চায়,, একসাথে কয়টা সিগনেচারে জইন হতে পারবো?  
উঃ একসাথে সুধু একটাই সিগনেচারে জইন হতে পারবেন।

আসা করি আমি আপনাকে বুজাতে পেরেছি। আর কিছু জানতে চাইলে বলবেন। আমি বলার চেষ্টা করবো।
jr. member
Activity: 83
Merit: 2
June 08, 2022, 04:02:46 AM
W
এটা কি abcd লেখার জায়গা  Cry Kiss
jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 08:48:47 PM
ভাই আমি কিভাবে মেরিট পাবো হেল্প করবেন কেউ
মেরিট পেতে হলে আপনাকে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে। ইংলিশে বিভিন্ন সেকশনে গিয়ে ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে। আপনি যে বিষয়ে বেশি বোঝেন এবং বেশি পারেন। বেশি বেশি পোস্ট করবেন এবং অন্যকে হেল্প করবেন। আপনার পোষ্টে বা রিপ্লেতে যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে মেরিট  দিবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে মেরিট পাবেন
newbie
Activity: 546
Merit: 0
June 07, 2022, 02:48:04 PM
ভাই আমি কিভাবে মেরিট পাবো হেল্প করবেন কেউ
jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 10:25:50 AM
Ami ai group a notun.amk hlp korben
লোকাল বোর্ডে ইংলিশে কেন পোস্ট করতাছেন
যেখানে আমাকেও বাংলাতে পোস্ট করতে বলা হয়েছে।
আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন।
newbie
Activity: 44
Merit: 0
June 07, 2022, 06:49:49 AM
Ami ai group a notun.amk hlp korben
jr. member
Activity: 83
Merit: 2
June 07, 2022, 02:26:11 AM
সম্মানিত ভাইয়েরা,
বিটকয়েন সহ সকল ধরনের কয়েন ডাউন ট্রেন্ডে চলছে। আর উপরের পিক থেকে বোঝা যাচ্ছে যে আমরা ডাউন ট্রেন্ড শেষের দিকে চলছে। খুব শিঘ্রই বুলিশ ট্রেন্ড শুরু হবে। সুতরাং যারা ট্রেড করেন ধৈর্য ধরেন আর ইথিরিয়াম ট্রেড একটু সাবধানে করবেন ১৫০০$ বা ১০০০$ এ আসতে পারে।
jr. member
Activity: 83
Merit: 2
June 06, 2022, 08:36:50 PM
সোল এখন কারেন্ট প্রাইসে বাই করবেন না, ৩০ ডলারের আশেপাশে আসার চান্স বেশি আছে, তখন কিছু বাই করতে পারেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 06, 2022, 07:39:21 AM
সুজন আলীকে তো সবাই চিনেন তাই না । ওনার একটা ক্যাম্পেন ডিসট্রিবিউশন করতেছে OWL.game তো এখানে কিছু সংখ্যক লোক পেমেন্ট পেয়েছে যারা শুধু একটি ক্যাম্পেইনে কাজ করছিল আবার অনেকেই দুই-তিনটি ক্যাম্পেইনে কাজ করেও পেমেন্ট পেয়ে গেছে আবার যারা সবগুলা ক্যাম্পেইনে জয়েন হয়েছে তারা এখনও পেমেন্ট পাইনাই অল রেডি টেকেন আজকের লিস্টেড হবে । Mexc exchanger তাকে সবাই বলছে পেমেন্ট এর বিষয়ে সে কোন রেসপন্স দিচ্ছনা গ্রুপে নাই তো কি করা যাইতে পারে বলেন এভাবে ডিসট্রিবিউশন করলে কি হবে বলেন আমার মনে হয় যে নতুন ম্যানেজার বা যারা এরকম third-party ম্যানেজার আছে এদের কাজ না করাই ভালো ।
ভাই বিশ্বাস করবেন না এই পেমেন্ট পাওয়ার জন্য কত কিছু করতাছি বিটকয়েনে এসএমএস দিতে হবে তারপরও এখনো পেমেন্টের কোনো আপডেট নেই আর ওই দিক দিয়ে টোকেন আজকের লিস্টেড হবে আর আমরা যদি এক সপ্তাহ পর পেমেন্ট পায় দেখা যাচ্ছে তখন টোকেন টা ডাউন এ চলে যাবে তখন আমাদের কি লাভ।
উনার কিন্তু উচিত ছিল যারা পেমেন্ট পাইনাই তাদের পেমেন্ট গুলো আজকের ভিতর দিয়ে দেবার। কিন্তু সে তা করেনি।
jr. member
Activity: 35
Merit: 2
June 05, 2022, 10:46:19 AM
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 43 জন নিহত এবং 300 জনেরও বেশি আহত হয়েছে। সবাই আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সুস্থ হয়ে ফিরে আসে।
jr. member
Activity: 35
Merit: 2
June 04, 2022, 01:52:31 PM
আচ্ছা আমার একটা বিষয় জানার আছে লিটিল মাউস ভাই একটু আপনি বলবেন আপনি যে বাউন্টি পোস্ট করেন এটাকি কোন লিংক পোস্ট করেন নাকি পিকচার  পোস্ট করে।

সে দুইটাই ব্যবহার করে। আপনি যদি jr member /Coper memner হন তাহলেই শুধু তার মতো ছবি বা ছবির মধ্যে লিংক ব্যবহার করতে পারবেন।আপনি যদি এই গুলায় পারদর্শী।হতে চান  তার জন্য আপনাকে freelancing শিখে Web depolepment হতে হবে। আর লিটল মাউস ভাই যে বাউন্টি ছারে সেখানে সে শুধু লিংক বা শুধু পিক দেয় নাই। পিক এবং লিংক দুইটাই ব্যবহার করেছেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 04, 2022, 12:44:39 PM
আচ্ছা আমার একটা বিষয় জানার আছে লিটিল মাউস ভাই একটু আপনি বলবেন আপনি যে বাউন্টি পোস্ট করেন এটাকি কোন লিংক পোস্ট করেন নাকি পিকচার  পোস্ট করে।
Jump to: