প্রথমত আপনাকে PHP বা JSP'র মতো কোনো Web Programming language শিখতে/জানতে হবে যাতে আপনি কোনো Coin এর Node এর সাথে JSON-RPC তে তথ্যের আদানপ্রদান করতে পারেন। এরপর আপনাকে ঠিক করতে হবে কোন Coin এর Blockchain এর উপর আপনি কাজ করতে চান। আপনার পছন্দের Coin এর Website এ গিয়ে তাদের Developer Documentation দেখলে আপনি বুঝতে পারবেন কি Function Call করে আপনাকে কোন কাজ করতে হবে। Blockchain developer হতে Andreas Antonopoulos এর দুটি বই আপনার সহায়ক হতে পারে...
১. Mastering Bitcoin
২. Mastering Ethereum
কেনার দরকার নেই। Github এ নিখরচায় পড়তে পারেন। Link করে দিয়েছি। Bitcoin আর Ethereum Blockchain এ দক্ষতা থাকলে আপনার অন্যান্য Coin এ কাজ করাও সুবিধে হবে।