Author

Topic: বাংলা (Bengali) - page 317. (Read 5694891 times)

legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
June 03, 2022, 02:10:39 PM
আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?

প্রথমত আপনাকে PHP বা JSP'র মতো কোনো Web Programming language শিখতে/জানতে হবে যাতে আপনি কোনো Coin এর Node এর সাথে JSON-RPC তে তথ্যের আদানপ্রদান করতে পারেন। এরপর আপনাকে ঠিক করতে হবে কোন Coin এর Blockchain এর উপর আপনি কাজ করতে চান। আপনার পছন্দের Coin এর Website এ গিয়ে তাদের Developer Documentation দেখলে আপনি বুঝতে পারবেন কি Function Call করে আপনাকে কোন কাজ করতে হবে। Blockchain developer হতে Andreas Antonopoulos এর দুটি বই আপনার সহায়ক হতে পারে...

১. Mastering Bitcoin

২. Mastering Ethereum

কেনার দরকার নেই। Github এ নিখরচায় পড়তে পারেন। Link করে দিয়েছি। Bitcoin আর Ethereum Blockchain এ দক্ষতা থাকলে আপনার অন্যান্য Coin এ কাজ করাও সুবিধে হবে।
jr. member
Activity: 35
Merit: 2
June 03, 2022, 11:49:50 AM
ট্রেডিং নিয়ে কিছু কথা


এই বছর মাঝে মাঝে বিটকয়েন এর মধ্যে ঝড় ওঠে,,, তখন হয় অনেক দাম বাড়বে না হলে অনেক দাম কমে যাবে। আর এই ঝড়ের সময় যারা কঠিন ভাবে রিস্ক নিতে পারবেন তারা ভিষণ প্রফিট নিতে পারবেন বা বিষণ লচ খাবেন। এখন আপনার যদি এই রিস্ক নেওয়ার ক্ষমতা না থাকে তাহলে অপেক্ষা করবেন ঝড় থেমে সাভাবিক হলে তখন এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। কারণ মারকেট আপনাকে প্রতিদিন ইনকাম এর সুযোগ দিবে আপনাকে শুধু নিজের অবস্থা অনুযায়ী রিস্ক নিয়ে ট্রেডিং করবেন সঠিক নিয়মে।
jr. member
Activity: 83
Merit: 2
June 03, 2022, 11:29:26 AM
কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।
এই তথ্য আপনি কোথায় পেলেন? বাউন্টি শুরু থেকেই টোকেন/কয়েন দিত। এইরকম আলাদা করে কিছু নেই যে ২০১৮ সালের আগে বিটিসি পেমেন্ট দিত। তবে বাউন্টির জন্য বিটিসি রিওয়ার্ড অনেকেই দেয় বা দিতে পারে। বেশিরভাগ তাদের নিজস্ব টোকেন/কয়েন দিয়েই বাউন্টি রিওয়ার্ড দেয়।
আসলে আমার সঠিকটা জানা ছিল না ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ লিটিল মাউস
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 03, 2022, 10:08:20 AM
কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।
এই তথ্য আপনি কোথায় পেলেন? বাউন্টি শুরু থেকেই টোকেন/কয়েন দিত। এইরকম আলাদা করে কিছু নেই যে ২০১৮ সালের আগে বিটিসি পেমেন্ট দিত। তবে বাউন্টির জন্য বিটিসি রিওয়ার্ড অনেকেই দেয় বা দিতে পারে। বেশিরভাগ তাদের নিজস্ব টোকেন/কয়েন দিয়েই বাউন্টি রিওয়ার্ড দেয়।
jr. member
Activity: 83
Merit: 2
June 03, 2022, 01:19:37 AM
আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?
ব্লকচেইন ডেভেলপার হওয়ার জন্য, আপনাকে  ব্লকচেইন ডেভেলপমেন্টের দায়িত্বগুলি পরিচালনা  করার জন্য যথেষ্ট দক্ষ হতে হবে আপনার সেই প্রার্থীদের অবশ্যই কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি বা যেকোনো ইনস্টিটিউট থেকে তথ্য নিরাপত্তা ডিগ্রি থাকতে হবে।       
jr. member
Activity: 266
Merit: 1
June 03, 2022, 01:16:24 AM
 আমি ব্লকচেইন ডেভেলপার হতে চাই তাহলে আমার প্রথমে কী করা উচিত যারা সিনিয়র আছেন তারা একটু বলবেন ?
jr. member
Activity: 83
Merit: 2
June 02, 2022, 12:40:52 PM
আমি জানি অনেক এ এই সব কিছু যানে কিন্তু নতুন রা কিছু বুঝে না তাই কিছু ধারনা দিলাম

বাউন্টি কি?  
অনেকেরই মনে প্রশ্ন জাগে?
আসুন আমি যতটুকু জানি শেয়ার করি বাউন্টি কি?
বাউন্টি এমন একটা সেকশন যেখানে টোকেন বা কোন  প্রজেক্ট কে প্রমোট  করানো হয়। একটা বাউন্টিতে অনেকগুলো ক্যাম্পইন থাকে।  

বাউন্টি কাজ করতে কি কি লাগে?
টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডিন , ইউটিউব, টেলিগ্রাম, ডিস্কোর্ড

কি কি ক্যাম্পেইন থাকে?
টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডিন , আর্টিকেল, সিগনেচার, ইউটিউব, টেলিগ্রাম, ডিস্কোর্ড  আপনি চাইলে প্রত্যেকটি ক্যাম্পেইনে কাজ করতে পারবেন।  

কিভাবে পেমেন্ট দেই?
২০১৮ দিকে Btc পেমেন্ট দিতো কিন্তু এখন বেশিরভাগ টোকেন দেই।

 পেমেন্ট পাইছেন নাকি কিভাবে চেক করবেন?
আপনার  BSC  এডডেস যেটা  আছে ওইটা নিচের দেওয়া লিংক সার্চ দিবেন যদি পেমেন্ট পান তাইলে টোকেন সো করবে ।
https://bscscan.com/

কিভাবে টোকেন sell  দিয়ে টাকা হাতে নিবেন?
 
https://pancakeswap.finance/swap?outputCurrency=0x9085B4d52c3e0B8B6F9AF6213E85A433c7D76f19
বেশিরভাগ টোকেন এইখানে লিস্ট থাকে

যদি কিছু ভুল বলে থাকি ধরিয়ে দিবেন
যেকোনো দরকার হলে আমাকে SMS দিবেন
@crush250
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 02, 2022, 12:07:51 PM
আচ্ছা এখন আমার প্রশ্ন
১. তাদের প্রজেক্ট সম্পর্কে পোস্ট করতে হবে?
২. নাকি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেকোনো পোস্ট করতে হবে 
৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
৪.আচ্ছা আমি যে কাজ করব আমি যে পোস্ট করব এটা কি কোথাও জমা দিতে হবে
৪. আচ্ছা আমি একসাথে কয়টা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারব.?
১. না। আপনি ফোরামের আলোচনায় অংশগ্রহণ করবেন। যে প্রজেক্ট প্রমোট করবেন সেটা নিয়ে কোন কথা বলা লাগবে না। যেমন আমি বর্তমানে প্লেবেটার প্রমোট করতেছি কিন্তু ওদের নিয়ে কোথাও কিছু লিখি নাই। লিখতেও হবে না।
২. সাধারণ আলোচনা। এই যে আমি এইটা পোস্ট করতেছি, সিগ্নেচার ক্যাম্পেইন এ এইটাও গণনা করা হবে।
৩. হ্যা, তবে কিছু ক্যাম্পেইন এ আলাদা নিয়ম থাকে। গ্যাম্বলিং সাইটের ক্যাম্পেইন এ গ্যাম্বলিং বোর্ডে পোস্ট করা লাগে।
৪. না। ম্যানেজার আপনাকে মনিটরিং করবে।
৫. একটার বেশি করতে পারবেন না।
jr. member
Activity: 83
Merit: 2
June 02, 2022, 09:39:14 AM
সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে?  
১.আপনাকে কাজ করতে হলে সর্বপ্রথম যে আর মেম্বার আইডি লাগবে
২.ক্রিপ্টোকারেন্সি তে অনেক ভালো অভিজ্ঞতা থাকতে হবে আপনার
৩.ইংরেজিতে ভালো কোয়ালিটির পোস্ট করতে হবে
jr. member
Activity: 266
Merit: 1
June 02, 2022, 09:36:07 AM
 সিনিয়র ভাইরা বলবেন আমাকে যে সিগনেচার ক্যাম্পেইনে  কাজ করতে কি কি লাগে? 
jr. member
Activity: 83
Merit: 2
June 02, 2022, 09:14:33 AM
Dear dear  friend, How are you doing to day,I hope all are doing good
ভাই এটা লোকাল বাংলাদেশ বোর্ড যেখানে আমাকেও বলা হয়েছে বাংলাতে পোস্ট করতে । আপনিও চাইলে আমার মত চেষ্টা করে দেখতে পারেন ।  Cool যাইহোক ভাই ভাল আছি আর সবকিছুই গুড মানে ভাল ।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 02, 2022, 03:48:57 AM

৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
হ্যা
যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করলে হবে না । বেশিরভাগ সিগনেচার ক্যাম্পেইনে কিছু কিছু সেকশন বা বোর্ড উল্লেখ করা থাকে যেগুলোতে পোস্ট করলে পোষ্টগুলো কাউন্ট করা হবে না । এক্ষেত্রে আপনি যখন কোন সিগনেচার ক্যাম্পেইন করবেন তখন ওই ক্যাম্পেইনের রুলস গুলো ভালো করে দেখে নিবেন , সেখানে দেওয়া থাকে কোথায় কোথায় করলে কাউন্ট করা হবে না । যেমন:
• Posts in Off-Topic, Games and Rounds, any bounty/campaign threads as well as threads where your Signature isn't displayed will not count towards eligible posts.


আর Next-door ভাই আপনার quote নিম্নের কোড অনুযায়ী করলে সুন্দর দেখা যাবে এবং সঠিক হবে
Code:
[quote]
২. নাকি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেকোনো পোস্ট করতে হবে
[/quote]
হ্যা। আপনি যেকোনো থ্রেটে পোস্ট করলেই হবে। কিন্তু পোস্ট গুলা কোয়ালিটি হতে হবে। অফ টপিক পোস্ট করলে কাউন্ট হবে না।
 [quote]
৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
[/quote]
হ্যা
jr. member
Activity: 35
Merit: 2
June 02, 2022, 12:03:24 AM
আশা করি সবাই ভাল আছেন
 আমি যদি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করি
 পরে  তাদের  নিয়ম  অনুযায়ী সিগনেচার টা আমার প্রোফাইলে লাগাই তো হবে ।
 
আচ্ছা এখন আমার প্রশ্ন
১. তাদের প্রজেক্ট সম্পর্কে পোস্ট করতে হবে?
না



২. নাকি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেকোনো পোস্ট করতে হবে

[/quote]
হ্যা। আপনি যেকোনো থ্রেটে পোস্ট করলেই হবে। কিন্তু পোস্ট গুলা কোয়ালিটি হতে হবে। অফ টপিক পোস্ট করলে কাউন্ট হবে না।
 




৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
[/quote]
হ্যা


৪.আচ্ছা আমি যে কাজ করব আমি যে পোস্ট করব এটা কি কোথাও জমা দিতে হবে

[/quote]
না। আপনি শুধু রুলস অনুযায়ী  কাজ করবেন। পরে বাউন্টি মেনেজার চেক করে আপানকে স্টেক দিবে।

৪. আচ্ছা আমি একসাথে কয়টা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারব.?
[/quote]

একটাই। একটা শেষ হওয়ার পর অন্যটায় জইন হতে পারবেন


এই ছিল আমার প্রশ্ন আশাকরি সিনিয়র  ভাইরা আনসার দিবেন
[/quote]
আমি যেটুকু জানতাম সব বলে দিলাম। যদি ভুল হয় তাইলে সিনিয়র ভাইয়ারা বলবেন।
jr. member
Activity: 83
Merit: 2
June 01, 2022, 12:52:02 AM
 আশা করি সবাই ভাল আছেন
 আমি যদি সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করি
 পরে  তাদের  নিয়ম  অনুযায়ী সিগনেচার টা আমার প্রোফাইলে লাগাই তো হবে ।
 
আচ্ছা এখন আমার প্রশ্ন
১. তাদের প্রজেক্ট সম্পর্কে পোস্ট করতে হবে?
২. নাকি আমার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যেকোনো পোস্ট করতে হবে 
৩.  আর বিটকয়েন্টক যে কোন সেকশনে গিয়ে গুড কোয়ালিটি পোস্ট করতে হবে তাইতো?
৪.আচ্ছা আমি যে কাজ করব আমি যে পোস্ট করব এটা কি কোথাও জমা দিতে হবে
৪. আচ্ছা আমি একসাথে কয়টা সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারব.?

এই ছিল আমার প্রশ্ন আশাকরি সিনিয়র  ভাইরা আনসার দিবেন
full member
Activity: 367
Merit: 136
May 31, 2022, 11:33:23 AM
অনেকদিন পর, আজকে মেটা তে পোষ্ট দেখলাম, নাইম ভাইকে মনে হয় বেন করে দেওয়া হয়েছে। দেখে ব্যপার টা অনেক খারাপ লাগলো। উনি এক্টিভ ছিলেন ও সব সময় সবাইকে সাহায্য করার চেষ্ট করতেন। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কোনো ভাবেই প্লাগারিজম করা উচিত না, আর করলেও যেনো সোর্স এর লিংক শেয়ার করে দেই, যেনো পরে কোনো সম্যস্যা না হয়। আমি নিজেও অজান্তে কিছু প্লাগারিজম করে ফেলি, পরর্বতী তে ঠিক করা চেষ্টা করেছি। যাইহোক, সবাই যেনো এসব ব্যপার গুলো মাথায় রেখে পোষ্ট করেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 31, 2022, 10:18:01 AM
নতুন লুনা ভালই খেলা দেখাচ্ছে। সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করা গেল। এই গুলা সব বড় বড় তিমিদের কারসাজি হতে পরে। এতো বাশ খাবার পরেও প্রচুর রিটেইল ট্রেডার নতুন লুনা কিনতেছে! লোভ খুবই খারাপ জিনিস। এই লোভের কারনে আবারও বাস খাবে রিটেইল ট্রেডাররা।
ট্রেড করে কম সময়ে ভালো প্রফিটের জন্য বর্তমানে লুনার বিকল্প নেই   Grin এইটা সত্যি কথা। তবে এইটাও ঠিক যে লুনা এখন শিটকয়েন। যে কোন সময় আগের লুনার মত আবার ধ্বসে যেতে পারে। এইজন্য সবার উচিত এইটাতে ট্রেড করলেও খুব শর্ট ট্রেড করা। অন্যথায়, ভালো পরিমান ক্ষতির সম্মুখীন হতে পারেন যেটা কখনো রিকভার করা সম্ভব না।
jr. member
Activity: 35
Merit: 2
May 31, 2022, 09:50:27 AM
নতুন লুনা ভালই খেলা দেখাচ্ছে। সবাইকে সাবধান থাকার জন্য অনুরোধ করা গেল। এই গুলা সব বড় বড় তিমিদের কারসাজি হতে পরে। এতো বাশ খাবার পরেও প্রচুর রিটেইল ট্রেডার নতুন লুনা কিনতেছে! লোভ খুবই খারাপ জিনিস। এই লোভের কারনে আবারও বাস খাবে রিটেইল ট্রেডাররা।
jr. member
Activity: 896
Merit: 1
May 31, 2022, 03:28:43 AM
Asha korsi sobai vlo asen ami bitcointlk a new
Bounty kaj kortasi all redy
Amr akta posno
Bounty manager ra j Bunty post kore ai project ta tara kivabe pai ba ane
Ami jodi Bunty manager ar moto project chari taile kemne project anbo plz janaben
Asha kori amr posner ans diben

এটা বাংলা থ্রেড তাই এখানে বাংলা পোস্ট করলে সবার জন্য ভালো হয়। আর আপনি যদি বাউন্টি প্রজেক্ট আনতে চান তাহলে আপনাকে ক্রিপ্টোকারেন্সি তে অনেক সময় দিতে হবে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 30, 2022, 12:42:40 PM
আচ্ছা ভাই আমি বিটকয়েন্টক বাউন্টি  পোস্ট করব কিভাবে যেমন  বাউন্টি   ম্যানেজারের যেভাবে পোস্ট করে তাদের মতো পোস্ট করতে হলে আমাকে কি জানতে হবে কিংবা কিভাবে করবো একটু আইডিয়া দেবেন
প্রথমত, আপনাকে নুন্যতম জুনিয়র মেম্বার র‍্যাংক হতে হবে। তবে আপনি চাইলে Copper মেম্বারশিপ ক্রয় করেও সেটা করতে পারেন। এছাড়া বাকিটা নির্ভর করে আপনি কেমন ডিজাইন পারেন। যদি থার্ড পার্টি কাউকে দিয়ে ডিজাইন করেন তাহলে তারাই সব করে দিবে আপনার দেয়া তথ্য অনুযায়ী। আর নিজে করলে সব কিছু আপনাকে সাজাতে হবে। সমস্যা থাকলে আমাকে মেসেজ দিতে পারেন। আমি সর্বোচ্চ সহায়তা করবো৷ আমার টেলিগ্রাম- @LT_Mouse
jr. member
Activity: 83
Merit: 2
May 30, 2022, 07:06:52 AM
আচ্ছা ভাই আমি বিটকয়েন্টক বাউন্টি  পোস্ট করব কিভাবে যেমন  বাউন্টি   ম্যানেজারের যেভাবে পোস্ট করে তাদের মতো পোস্ট করতে হলে আমাকে কি জানতে হবে কিংবা কিভাবে করবো একটু আইডিয়া দেবেন
Jump to: