Author

Topic: বাংলা (Bengali) - page 317. (Read 5318054 times)

copper member
Activity: 182
Merit: 1
Trident Protocol | Simple «buy-hold-earn» system!
April 22, 2022, 09:55:28 AM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।

Airdrop এর জন্য অনেক টেলিগ্রাম চ্যানেল পবেন এছাড়া আপনি যদি বিভিন্ন Coin/Token এর Airdrop তারাতারি পেতে চান বা শিগ্রহি যে সকল Airdrop Event আসবে সে গুলি দেখতে এই ওয়েব সাইট দেখতে পারেন।>>> Airdrops এ ছাড়া বাউন্টি ক্যাম্পেইন এ ওয়েব সাইটের এই ফরমে পাবেন।>>> Bounties
member
Activity: 224
Merit: 26
April 22, 2022, 06:07:48 AM

হুম। আমিও আগের পেজগুলো দেখছি, মেরিট দেওয়ার মতো কোন পোষ্টই নাই।সবার কাছে আনুরোদ মেরিট সংক্যালন্ত পোষ্ট করেন।

হ্যালো ভাই আমাদের বাংলা থ্রেড এ মেরিট দেওয়ার মতো কোনো পোস্ট নেই তার কারণ হচ্ছে আমরা যারা বাঙালী যারা আছি তারা শুধু টাকার পেছনে দৌড়ায়। তারা চায় কিভাবে টাকা ইনকাম করা যায় কিন্তু তারা জ্ঞান অর্জনের লক্ষ্যে দৌড়ায় না সুতরাং তাই আমাদের বাংলা থ্রেড এ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তেমন কোন পোস্ট করা হয় না।

Quote
লিজেন্ড যারা আছে তারা মেরিট অবশ্যই শেয়ার করবে।

আমাদের বাংলা থ্রেড এ আমার দেখা কোন লেজেন্ডারি মেম্বার অ্যাক্টিভ নেই। যেমন এই থ্রেডটা যখন তৈরি করেন তখন @botany ভাই এর কিছু পোস্ট ছিল কিন্তু সে এখন ইন্যাক্টিভ। আর এই থ্রেড টা তৈরি করেছেন @BitCoinDream ভাইয়া সেও এখন একটিভ নেই। এখন আমাদের যে সিনিয়র ভাই রা যারা আছেন তারা যদি  ক্রিপ্টো রিলেটেড কোন পোস্ট না করে তাহলে আমরা কিভাবে শিখতে পারবো। আশাকরি এখন যারা সিনিয়র আছেন অবশ্যই তারা ক্রিপ্টো রিলেটেড পোস্ট করবেন। এবং সেই পোস্ট থেকে অনেক জ্ঞান অর্জন করতে এবং অনেক উৎসাহিত হব।
newbie
Activity: 462
Merit: 0
April 22, 2022, 01:33:18 AM
আমাদের লোকাল থ্রেডের উন্নতি হয়েছে অনেক এই কথা অনস্বীকার্য। তবে এখনো চোখে পড়ার মত কিছু না। এখনো বলার মত কোন আলোচনা এইখানে হয় না৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেসব আলোচনা হওয়া দরকার সেগুলোরও কোন লেশমাত্র দেখা যায় না।
হুম। আমিও আগের পেজগুলো দেখছি, মেরিট দেওয়ার মতো কোন পোষ্টই নাই।সবার কাছে আনুরোদ মেরিট সংক্যালন্ত পোষ্ট করেন।

লিজেন্ড যারা আছে তারা মেরিট অবশ্যই শেয়ার করবে।

ধন্যবাদ সবাইকে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 21, 2022, 01:22:04 PM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
Coincalendar দিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো। এইগুলোতে সব ধরনের ইভেন্ট খুজে পাবেন। তবে, এইগুলো অনুসরণ করে যদি ট্রেড করেন তাহলে খুবই রিস্কি বলব। এইগুলোতে যেমন লাভ করার সুযোগ থাকে, তার চেয়ে বেশি লস করার চান্স থাকে।
full member
Activity: 504
Merit: 212
April 21, 2022, 12:23:15 PM
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ তবে এই অর্থ কার পক্ষ থেকে দেওয়া হচ্ছে? কেউ এই অর্থ জমা রাখলে ভালো হয় যাকে সবাই ট্রাস্ট করে। বাংলা থ্রেডে এক্টিভ মেম্বার বেশি না হলে আমাদের মেরিট সোর্স পাওয়া কষ্ট। আবার মেরিট ছাড়া লোকাল থ্রেডে ইউজার আনাও সহজ না। কারণ ফোরামে সবাই তাদের কাজের জন্য কিছু একটা বিনিময় আশা করে। তবে এইটা অবশ্যই ভালো উদ্যোগ এবং যেসব বাংলাদেশি মেম্বার লোকাল থ্রেডে পোস্ট করেনা তাদের এইখানে আমন্ত্রণ জানালেও লোকাল বোর্ডের এক্টিভিটি বাড়তে পারে।
newbie
Activity: 4
Merit: 0
April 21, 2022, 12:02:07 PM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
কোন কয়েন ই আপনি আগে থেকে জানতে পারবেন না।তবে যদি মার্কেটে তা লিস্ট হয় আপনি কয়েন মার্কেট ও তাদের ওয়েব সাইড থেকে তথ্য পাবেন।
newbie
Activity: 12
Merit: 0
April 21, 2022, 09:13:13 AM
যে কোন ধরণের Coin/Token এর event কোথায় থেকে অগ্রিম জানা যায়।
full member
Activity: 367
Merit: 136
April 21, 2022, 01:58:00 AM
আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে

আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy
member
Activity: 224
Merit: 26
April 20, 2022, 10:02:48 PM
ট্রেডিং ছাড়াও আরো অনেক কিছু জানার আছে। আমরা কয়জন জানি কিভাবে একটি কয়েন ক্রিয়েট করতে হয় (না জানা ভালো, দেশে স্ক্যামার এর অভাব নেই)। আমরা কজন জানি ব্লক টাইম কি, ব্লক সাইজ কি, কয়েনবেজ কি, ব্লক টাইম এডজাস্ট কি? একদম সাধারণ প্রশ্ন, একেবারে ব্যাসিক লেভেলের। কিন্তু কজন জানি। জানি না। অনেকেই জানি না। জানার প্রয়োজনও মনে করি না। কারন আমরা সবাই এইখানে আয় করতেই এসেছি।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন যে এখানে শুধু টাকা আয় করার জন্য এসেছে। ধরা যাক একজন টাকায় করার জন্য এসেছে তার পাশাপাশি সবদিক দিয়ে জ্ঞান অর্জন করতে চায়। সে ক্ষেত্রে তার একার পক্ষে সম্ভব না কারণ যদি একটা কয়েন তৈরি করা হয় তার পিছনে অনেক টাকা লাগে তার পাশাপাশি অনেক জ্ঞান অর্জন করতে হয় সেগুলো করতে অনেক সময় লেগে যায় যেমন : কয়েন তৈরি করার পরে সেই কয়েন ভেরিফাইড করতে হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হয়, মাইক্রোসফট এক্সেল এর কাজ শিখতে হয়, প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে হয় আরো অনেক কিছু। তাই সবাই এর থেকে বিরত থাকে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 20, 2022, 05:25:49 PM
ভাই, আমাদের মধ্যে ৮০% লোকজন এসেছি শুধু টাকা ইনকাম করতে। অনেকে আবার বিটকয়েনের নামই শুনেছে ২-১ বছর হলো। এখানে যদি আপনি বিটকয়েন ফান্ডমেন্টাল বা টেকনিক্যাল এনালাইসিস পোষ্ট করেন, সেই পোষ্ট পড়ারও কেউ থাকবে না। সেটা রিপ্লাই করারও কেউ থাকবে না। সেটাতে ভূল থাকলেও কেউ ধরে দিবে না। উত্তর আসবে ভাই খুব ভালো লিখেছেন। এগিয়ে যান।
আমাদের মধ্যে বেশিরভাগ এইখানে টাকা আয় করতে এসেছি এইটা ঠিক। তবে এইটাও ঠিক যে ফোরামের বেশিরভাগ ব্যবহারকারী এই উদ্দেশ্যে এসেছে। আমি নিজেও কিছু কাজের জন্য লোক খুজতে এসে এই ফোরাম সম্পর্কে জানতে পারি।
ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং ছাড়াও আরো অনেক কিছু জানার আছে। আমরা কয়জন জানি কিভাবে একটি কয়েন ক্রিয়েট করতে হয় (না জানা ভালো, দেশে স্ক্যামার এর অভাব নেই)। আমরা কজন জানি ব্লক টাইম কি, ব্লক সাইজ কি, কয়েনবেজ কি, ব্লক টাইম এডজাস্ট কি? একদম সাধারণ প্রশ্ন, একেবারে ব্যাসিক লেভেলের। কিন্তু কজন জানি। জানি না। অনেকেই জানি না। জানার প্রয়োজনও মনে করি না। কারন আমরা সবাই এইখানে আয় করতেই এসেছি।
newbie
Activity: 182
Merit: 0
April 20, 2022, 03:20:29 PM
~
মাশাল্লাহ দারুন খবর.  এখন কথা হইলো বিটকয়েন কতদূর আগায়, অনেকে বলাবলি করতে ছিল 2022 এবং 2023 সালে মার্কেট বেয়ারিশ যাবে ----  বিটকয়েনের দাম বাড়লেও  যেরকম ধারণা করা হচ্ছিল মনে হয় না 2022 এ সে ধারণা বা  আশা পূর্ণ হবে .

বিটকয়েন বর্তমান 40 থেকে 45 হাজার এরমধ্যে ওঠানামা করছে অনেকদিন হলো আশা করা যাচ্ছে সামনে ভালো কোন নিউজ আসলে বিটকয়েন বেয়ারিশ যাবে ----
বর্তমানে বিটকয়েনে অনেক নতুন মানুষ বিনিয়োগ  করতেছে আশা করা যাচ্ছে বিটকয়েন এছরের  শেষের দিকে ১০০ হাজারের  কাছাকাছি যাবে, 2023 সালে ১০০ হাজার  ছাড়িয়ে যাবে
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 20, 2022, 10:33:25 AM
আমাদের লোকাল থ্রেডের উন্নতি হয়েছে অনেক এই কথা অনস্বীকার্য। তবে এখনো চোখে পড়ার মত কিছু না। এখনো বলার মত কোন আলোচনা এইখানে হয় না৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেসব আলোচনা হওয়া দরকার সেগুলোরও কোন লেশমাত্র দেখা যায় না।
হ্যাঁ আপনি ভুল কিছু বলেননি । কারণ অন্যান্য থ্রেডে আরো বিভিন্ন রিসোর্স এবং জ্ঞান বহুল আলাপ আলোচনা করা হয় সে দিক থেকে আমাদের লোকাল থ্রেডের পোষ্টের সংখ্যা বাড়লেও এগুলো তুলনামূলকভাবে তেমন বাড়েনি , এর জন্য আমাদের সিনিয়রদের এগিয়ে আসা উচিত উনারা উনাদের জ্ঞান থেকে রেসোর্স গুলো বেশি বেশি এখানে শেয়ার করলে আমার মনে হয় ভালো হবে, আমরা যুনিয়র রাও বাদ যাইনা আমাদেরও জ্ঞান অন্বেষণ করা জরুরি শুধু সিনিয়রদের ওপর চাপিয়ে দিলে হবে না ।
sr. member
Activity: 476
Merit: 523
April 19, 2022, 10:58:19 AM
আমাদের লোকাল গ্রুপ এ যারা রাঙ্ক মেম্বার আছেন তাদের উচিত অন্য সাব ফোরাম থেকে তারা যে মেরিট পায় সেগুলো লোকাল গ্রুপ এ বেশি শেয়ার করা যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড মেরিট সোর্স নেই। এছাড়া আমাদের অনেক লোকাল মেম্বার এগিয়ে যেতে পারবে না। Little Mouse, naim027, shasan, musafar37, wtsimis, Review Master ভাইয়েরা এ বিষয়ে একটু খেয়াল রাখবেন।


আমি সব সময় আমাদের থ্রেড এ খেয়াল রাখি। মেরিট শেয়ার করার মতো কন্সট্রাকটিভ পোষ্ট খুব কম হয় এখানে।



আপনাকেও নববর্ষের শুভেচ্ছা , শুনে ভালোই লাগে যে থ্রেডের একটু একটু অগ্রগতি হচ্ছে .আরো ভালো লাগতেছে যে এর মধ্যে সপ্তম নম্বরে আমার নামও আছে। আপনার ডেডিকেশন টাও ভালই লাগে সুন্দর করে এভাবে গ্রাফ চার্ট এর মাধ্যমে তুলে ধরেন , এর জন্য আপনাকে ধন্যবাদ দাদা। এ বিষয়ে কাজ করার ইচ্ছা আছে আপনি এসব ইনফর্মেশন ম্যানুয়ালি কালেক্ট করেন নাকি অন্য কোন ওয়েবসাইট এর সাহায্যে করে থাকেন ?

আমি সাধারণত এটার জন্য ২ টা ওয়েবসাইট ব্যাবহার করি। একটি হচ্ছে Ninjastic.Space বায় TryNinja এবং অন্যটি হচ্ছে Merit Dashboard বায় DdmrDdmr.



আমাদের লোকাল থ্রেডের উন্নতি হয়েছে অনেক এই কথা অনস্বীকার্য। তবে এখনো চোখে পড়ার মত কিছু না। এখনো বলার মত কোন আলোচনা এইখানে হয় না৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেসব আলোচনা হওয়া দরকার সেগুলোরও কোন লেশমাত্র দেখা যায় না।

ভাই, আমাদের মধ্যে ৮০% লোকজন এসেছি শুধু টাকা ইনকাম করতে। অনেকে আবার বিটকয়েনের নামই শুনেছে ২-১ বছর হলো। এখানে যদি আপনি বিটকয়েন ফান্ডমেন্টাল বা টেকনিক্যাল এনালাইসিস পোষ্ট করেন, সেই পোষ্ট পড়ারও কেউ থাকবে না। সেটা রিপ্লাই করারও কেউ থাকবে না। সেটাতে ভূল থাকলেও কেউ ধরে দিবে না। উত্তর আসবে ভাই খুব ভালো লিখেছেন। এগিয়ে যান।
sr. member
Activity: 1372
Merit: 322
April 19, 2022, 09:45:54 AM
আমাদের লোকাল থ্রেডের উন্নতি হয়েছে অনেক এই কথা অনস্বীকার্য। তবে এখনো চোখে পড়ার মত কিছু না। এখনো বলার মত কোন আলোচনা এইখানে হয় না৷ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যেসব আলোচনা হওয়া দরকার সেগুলোরও কোন লেশমাত্র দেখা যায় না।
member
Activity: 84
Merit: 22
April 18, 2022, 01:30:07 AM

~

আচ্ছা আপনি কি imgur  ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন ?.  এটা কি জন্য ব্যবহার করা হয় সেটা কি জানেন ?  এটা মূলত ছবি বা গিফ আপলোড শেয়ারিং করার জন্য ব্যবহার করা হয় ।  আর আমি আপনার এই  https://decrypt.co/ ওয়েবসাইটে ঢুকে দেখলাম এটা মূলত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন সংবাদ  জানান দেওয়ার ওয়েবসাইট ।  আপনি হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারেননি-


দুঃখিত। আসলে আমি ভালোভাবে বুঝতে পারছিলাম না। আপনি ছবি বা গিফ আপলোড শেয়ারিং করার জন্য Imgbb ব্যবহার করতে পারেন
sr. member
Activity: 1372
Merit: 322
April 17, 2022, 09:47:22 PM
আর এই ওয়েবসাইটের মত অল্টারনেটিভ  অন্য কোন  ভালো ওয়েবসাইট থাকলে আমাকে সাজেস্ট করেন - Smiley
ইমেজ হস্টিং সাইট লেখে গুগল করলে অনেক সাইট পাওয়া যাবে। যদিও imgur সবচেয়ে বেশি জনপ্রিয়, অনেকেই imgbb.com ব্যবহার করেন। আমিও এইটা ব্যবহার করেছি। মোটামুটি লাইট আছে ওয়েবসাইটটা। ইমজুর থেকে আমার কাছে বেটার মিনে হয় ইমেজ হস্টিং এর জন্য। ইমজুর এর ইমেজ অনেক সময় কাজ করে না কিন্তু imgbb এর কখনো ফেইল করতে দেখেছি বলে মনে হয় না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 17, 2022, 05:43:49 AM
~

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আচ্ছা আমি কয়েকদিন যাবত  Imgur এই ওয়েবসাইট টায়  ঢুকতে পারতেছি না  ঢুকতে হলেও ভিপিএন দিয়ে ঢুকতে হয় । বাংলাদেশে এই ওয়েবসাইট রেস্ট্রিক্টেড করা হয়েছে ?   
আর এই ওয়েবসাইটের মত অল্টারনেটিভ  অন্য কোন  ভালো ওয়েবসাইট থাকলে আমাকে সাজেস্ট করেন - Smiley



আপনি এই Decryptওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এটাই ঢুকতে ভিপিএন লাগবে না। আমার জানামতে এইটা অনেক ভালো ওয়েবসাইট। আপনি চাইলে ব্যবহার করতে পারেন।
আচ্ছা আপনি কি imgur  ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন ?.  এটা কি জন্য ব্যবহার করা হয় সেটা কি জানেন ?  এটা মূলত ছবি বা গিফ আপলোড শেয়ারিং করার জন্য ব্যবহার করা হয় ।  আর আমি আপনার এই  https://decrypt.co/ ওয়েবসাইটে ঢুকে দেখলাম এটা মূলত ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন সংবাদ  জানান দেওয়ার ওয়েবসাইট ।  আপনি হয়তো আমার প্রশ্নটা বুঝতে পারেননি-
member
Activity: 224
Merit: 26
April 17, 2022, 04:36:50 AM
হ্যালো ভাইয়া  আমি এখানে নতুন, আমি কিভাবে মেরিট পেতে পারি  এই সম্পর্কে আমাকে কি কেউ সাহায্য করবেন,আমি আপনাদের মত ভালো ভালো পোস্ট করতে চাই, কেউ যদি দয়া করে বলতেন আমি খুবই উপকৃত হতাম

আপনি যেহেতু নতুন সেহেতু আপনি কিভাবে মেরিট পেতে পারেন এদিকে লক্ষ্য না করে আপনি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং সুন্দরভাবে আপনার জ্ঞান সবার মাঝে বিলিয়ে দেন। যাতে সবাই পড়ে নতুন কিছু শিখতে পারে তাহলে আপনি তার বিনিময় এ মেরিট পাবেন। আর আপনি যদি কোন পোস্টে কমেন্ট করেন তাহলে সুন্দর ভাবে উপস্থাপন করবেন তাহলে আপনি  অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন
 ইনশাল্লাহ।

আপনি নিচের লিংকের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন এবং এ নিয়মগুলো মেনে চলেন তাহলে আপনার অনেক উপকৃত হবে আশা করা যায়।

https://bitcointalksearch.org/topic/m.59846419
newbie
Activity: 182
Merit: 0
April 17, 2022, 04:11:57 AM
হ্যালো ভাইয়া  আমি এখানে নতুন, আমি কিভাবে মেরিট পেতে পারি  এই সম্পর্কে আমাকে কি কেউ সাহায্য করবেন,আমি আপনাদের মত ভালো ভালো পোস্ট করতে চাই, কেউ যদি দয়া করে বলতেন আমি খুবই উপকৃত হতাম
member
Activity: 84
Merit: 22
April 16, 2022, 12:31:44 PM
~

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আচ্ছা আমি কয়েকদিন যাবত  Imgur এই ওয়েবসাইট টায়  ঢুকতে পারতেছি না  ঢুকতে হলেও ভিপিএন দিয়ে ঢুকতে হয় । বাংলাদেশে এই ওয়েবসাইট রেস্ট্রিক্টেড করা হয়েছে ?   
আর এই ওয়েবসাইটের মত অল্টারনেটিভ  অন্য কোন  ভালো ওয়েবসাইট থাকলে আমাকে সাজেস্ট করেন - Smiley



আপনি এই Decryptওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এটাই ঢুকতে ভিপিএন লাগবে না। আমার জানামতে এইটা অনেক ভালো ওয়েবসাইট। আপনি চাইলে ব্যবহার করতে পারেন।
Jump to: