Author

Topic: বাংলা (Bengali) - page 319. (Read 5694891 times)

newbie
Activity: 546
Merit: 0
May 21, 2022, 03:08:10 PM
আমি সবার কাছে হেল্প চাচ্ছি,
আমি কিভাবে মেরিট পেটে পারি,  আমি একজন নিউবিও মেমবার
আমার একটিভি অনেক আছে
কিন্তু আমি আরো উপর রেংকে যেতে চাই,  এতে আমার মেরিট লাগবে, আমি কিভাবে মেরিট পেতে পারি কেউ আমাকে সাহায্য করবেন
newbie
Activity: 700
Merit: 0
May 20, 2022, 12:09:23 PM
আমি বড় ভাইদের কাছ থেকে জানতে চাচ্ছি বর্তমান সময়ে কোন কয়েন টা নিয়ে ট্রেডিং করলে আমার জন্য ভাল হয় এবং লোকসান হওয়ার সম্ভাবনা খুব কম বর্তমান সময়ে কয়েন সম্পর্কে আমার ধারণা খুব কম আশা করছি সহযোগিতা পাব
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
May 19, 2022, 01:24:55 PM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব ডাউন এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সম্ভাবনাময় সময় কেমন লাগতে পারে ?

এই ঘড়িতে নজর রাখুন - www.bitcoinblockhalf.com
newbie
Activity: 57
Merit: 0
May 19, 2022, 02:05:03 AM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব ডাউন এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সম্ভাবনাময় সময় কেমন লাগতে পারে ?

এটা আসলে নির্দিষ্ট সময় নির্ধারণ করে বলা সম্ভব নয়. সারাবিশ্বে বর্তমানে অর্থনৈতিক মন্দা চলতেছে যা ক্রিপ্টোকারেন্সি উপর কিছুটা প্রভাব পড়েছে
newbie
Activity: 9
Merit: 0
May 19, 2022, 02:00:42 AM
বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুব ডাউন এটি স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে সম্ভাবনাময় সময় কেমন লাগতে পারে ?
newbie
Activity: 9
Merit: 0
May 19, 2022, 01:48:14 AM
newbie
Activity: 94
Merit: 0
May 18, 2022, 02:07:19 AM
বড় ভাইয়ের কাছে ট্রেডিং সম্পর্কে কিছু জানতে চাই কোন কয়েন নিয়ে ট্রেডিং করলে ভালো হয় এবং অথবা লাভবান সম্ভাবনা থাকে।
আপনি ট্রেডিং সম্পর্কে জানতে চেয়েছেন ঠিক আছে আপনি কি ট্রেডিং এর জগতে নতুন পা রাখতে চলেছেন নাকি আপনার পূর্বে কোন অভিজ্ঞতা রয়ে গেছে।
আপনি যদি ট্রেডিং নিয়ে নতুন হয়ে থাকেন পূর্বের কোন অভিজ্ঞতা না থাকে তাহলে আপনাকে সর্বপ্রথম  মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে বুঝতে এবং আপনার বুদ্ধিমত্তা কে কাজে লাগিয়ে বুঝতে হবে মার্কেট কোন দিকে মুভ করতে পারে।
আপনি মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া নেওয়ার জন্য সব সময় আপনি বিভিন্ন ধরনের নিউজ গুলো দেখবেন এবং নিজে উপলব্ধি করবেন এই ভাবে আপনার আইডিয়া গুলো কাজে লাগিয়ে আপনি নিজের বুদ্ধিমত্তা স্টাবল হয়ে নিয়ে তারপর ট্রেনিং শুরু করবেন।

আপনি যদি হুট করে ট্রেডিং করতে চান তাহলে আপনি লাভবান এর চেয়ে ক্ষতিগ্রস্ত টা বেশি হবে কারণ ট্রেনিং করতে এসে অনেকে এরকম হয়েছে যারা লাভবান হওয়ার জন্য এসেছিল তারা ক্ষতিগ্রস্ত থেকে চলে গেছে কিন্তু যদি আপনার সঠিক চিন্তা ভাবনা এবং মার্কেটের অবস্থা দেখে শুনে আপনি আপনার আইডয়া কে কাজে লাগিয়ে দিতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আশা করা যায়।

তবে আপনি বর্তমান সময়ে মার্কেটপ্লেসের অবস্থা দেখেন এবং শুনেন এখন মার্কেটপ্লেসের অবস্থা মোটেও ভালো না বিটিসি 30 হাজারের নিচে নেমে গেছে এবং অন্যান্য কয়েনগুলোর অবস্থা ভালো না। দেখেন ট্রেডিং করে আমরা নিজেরাও লুনা কয়েন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম কিন্তু ইউএসটি কয়েন দ্বারা কিছু রিকভারি হয়েছে কিন্তু আমাদের এখনো পুরোপুরি রিকভারি হয় নাই। পুরোপুরি এখনো আমাদের 500 ডলারের মতো ক্ষতির মুখে রয়ে গেছে জানিনা এখান থেকে আমরা রিকভারি করতে পারব কি না। তবে আশা করি আমরা মার্কেট স্ট্যাবল হলে করতে পারবো । বর্তমানে আমার দিক থেকে আমি যেটা বলব সেটা হচ্ছে আপনার যদি অ্যাবিলিটি থাকে কয়েন হোল্ড করার মতো তাহলে আপনি দেখে দেখে কিছু ভালো ভালো কয়েন কিনে রাখতে পারেন মার্কেটের অবস্থা অবশ্যই ভালো হবে। ইনশাআল্লাহ মার্কেটের অবস্থা ভালো হলে আপনি অবশ্যই লাভবান হবেন এটা নিঃসন্দেহে বলা যায়।

আপনি আগে মার্কেট এনালাইসিস করা শিখুন তাহলে আপনার জন্য বেস্ট হবে তারপর আপনি ট্রেনিং করা শুরু করে দিয়েন সেটাই ভালো হবে ধন্যবাদ
newbie
Activity: 9
Merit: 0
May 17, 2022, 08:23:41 PM
বড় ভাইয়ের কাছে ট্রেডিং সম্পর্কে কিছু জানতে চাই কোন কয়েন নিয়ে ট্রেডিং করলে ভালো হয় এবং অথবা লাভবান সম্ভাবনা থাকে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
May 17, 2022, 12:55:27 PM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।
সাইড চেইন ব্যাপারটা আপনাকে আগে বুঝতে হবে। সাইড চেইন আর অফ চেইন একই কথা। লাইটনিং নেটওয়ার্ক আসলে বিটকয়েন এর মুল চেইনের সাথে ডিরেক্টলি কোন ভাবেই সম্পৃক্ত নয়। এইটা সম্পুর্ণ ভিন্ন চেইন। এইখানে লেনদেনগুলো আপনি বিটকয়েন ব্লকচেইনে পাবেন না। এইটা শুধু লেনদেন সেটেল করার কাজে ব্যবহার করা হয়।
এই ধরনের সাইড চেইনের প্রয়োজন কি আসলে অন্যান্য ব্লকচেইনের জন্য দরকার? আমার মনে হয় না দরকার। বিটকয়েন এর লেনদেন অনেক বেশি হয় কিন্তু সে তুলনায় ব্লক সাইজ ছোট + ব্লক টাইম বেশি৷ এছাড়াও, বিটকয়েনে অতি ছোট লেনদেন করাও যায় না। সর্বনিম্ন অনচেইন লেনদেন করা যায় ৫৪৬ সাতশি। অদুর ভবিষ্যতে এইটা বড় সমস্যা করতে পারে যখন দাম বৃদ্ধি পাবে অনেক বেশি।
যাই হোক, আমার মনে হয় না এইগুলো অনেক বেশি গ্রহনযোগ্যতা পাবে। অনেকেই এইগুলোর বিরোধিতা করছেন।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 16, 2022, 12:26:20 PM
আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ নিজের দেশের কিছু খুঁজে পেলাম.  আসলে আমি আমার এক বন্ধু হতে বিটকয়েন টক এর খোঁজ পেলাম ও নাকি অনেক টাকা কামায়.আর  ও সঠিকভাবে বলতে চায়না মাইনিং করে নাকি করে নাকি অ্যাডভার্টাইজ করে .  সে জাস্ট আমাকে এই ওয়েবসাইটের লিঙ্ক টা দিলো অনেক বলার পর . আমি কিছু ভিডিও দেখলাম কিন্তু বাংলাতে তেমন ভালো কোন ভিডিও পেলাম না .
সেই হিসেবে কৌতূহলবশত আমিও একাউন্ট খুলে ফেললাম আসলে বিটকয়েন মাইনিং করতে কি কি লাগে ?
আর আমি কি 1050ti  দিয়ে মাইনিং করতে পারব ?
 
আপনাকে বিটকয়েনটক(ডট)অর্গ ফোরামের বাংলা লোকাল বোর্ডে স্বাগতম এবং বাংলাতে পোষ্টটি লেখায় সাধুবাদ জানাই। প্রথমত বিটকয়েন কিংবা ক্রিপ্টোকারেন্সির উপর বাংলাদেশে ব্যাংকিং ব্যান আছে, অনেকে বলে থাকে যে এটি অবৈধ। তাই যারা বাংলাদেশ থেকে মাইনিং করে, তারা কখনো অন্য কাউকে বলে নাহ। আপনি ইংরেজিতে যদি ইউটিউবে মাইনিং নিয়ে সার্চ করতেন, তাহলে হয়তো অনেক ভালো ভালো ভিডিও পেতেন। যাই হোক, নিচের দুইটি ওয়েবসাইট ব্যবহার করে, কোন জিপিউ দিয়ে কত মাইনিং করতে পারবেন সেটি জানা যাবে। আশা করি, নিচের ওয়েবসাইট দুইটি আপনার কাজে আসবে। Wink
https://whattomine.com/
https://www.cryptocompare.com/mining/calculator/
member
Activity: 108
Merit: 46
May 16, 2022, 10:38:38 AM
আসসালামু আলাইকুম যাক আলহামদুলিল্লাহ নিজের দেশের কিছু খুঁজে পেলাম.  আসলে আমি আমার এক বন্ধু হতে বিটকয়েন টক এর খোঁজ পেলাম ও নাকি অনেক টাকা কামায়.আর  ও সঠিকভাবে বলতে চায়না মাইনিং করে নাকি করে নাকি অ্যাডভার্টাইজ করে .  সে জাস্ট আমাকে এই ওয়েবসাইটের লিঙ্ক টা দিলো অনেক বলার পর . আমি কিছু ভিডিও দেখলাম কিন্তু বাংলাতে তেমন ভালো কোন ভিডিও পেলাম না .
সেই হিসেবে কৌতূহলবশত আমিও একাউন্ট খুলে ফেললাম আসলে বিটকয়েন মাইনিং করতে কি কি লাগে ?
আর আমি কি 1050ti  দিয়ে মাইনিং করতে পারব ?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 15, 2022, 07:27:01 AM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।

ইথিরিয়ামের সরাসরি সাইডচেইন বলা যাবে নাহ, কিন্তু বিএনবি, পলিগন, ফ্যানটম ইত্যাদি সকল প্রজেক্টই ইথিরিয়াম ভার্চুয়াল মেশিন কিংবা EVM (Ethereum Virtual Machine) ব্যবহার করার মাধ্যমে নিজেদের চেইন চালু করেছে। এইজন্যই তাদের চেইনগুলোতে ইথিরিয়ামের তুলনায় কম ট্রান্সজেকশন ফি পেয়ে থাকেন এবং EVM ব্যহবহার করে, তারা নিজেদের মনমতো চেইন তৈরি করতে পারে। যেমন: ইথিরিয়ামের গ্যাস ফি কিন্তু বৃদ্ধি কিংবা হ্রাস পাওয়ার মাধ্যমে ট্রান্সজেকশন ফি কমবেশি হয়, কিন্তু বিএনবি-তে তাদের গ্যাস ফি নির্দিষ্ট করে দেয়া আছে। যদিও আমরা চাইলে সেটি বৃদ্ধি করতে পারি, কিন্তু তাদের চেইনে সেটি বৃদ্ধি পাবে নাহ।  Wink

আজকে এইটুকু, অন্যদিন আরো বিস্তারিত কোনো পোষ্ট করবো।  Cheesy
full member
Activity: 367
Merit: 136
May 14, 2022, 04:29:47 PM
বিটকয়েন এর ট্রাঞ্জেকশন ফাস্ট আর লো ফিস এর মাধ্যেমে করার জন্য, বিভিন্ন ধরণের সাইডচেইন যেমন Liquid Network, Lightning Network রয়েছে। দিনে দিনে এদের ব্যবহার বেরেই চলেছে। কিন্ত এই রকম চেইন কি শুধু বিটকয়েন ব্লকচেইনেই করা সম্ভব? ইথারস্কেনে বা বিএনবি চেইনে আদো কি সম্বব? না হলে, কেনো সম্ভব নয়? এই রকম আল্টকয়েন চেইনে সাইড চেইন থাকলে,ক্রিপ্টো ইন্ডাজট্রিতে, ইউজার এক্সপ্রিয়েন্স অনেকটা বেড়ে যেতো।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2022, 12:58:05 PM
আমি এখানে নতুন বাউন্টিতে কাজ করতে চাই কিন্তু কোন বান্টি ভাল আর কোনটা খারাব কিভাবে বুঝবো?

বর্তমানে যে অবস্থা দেখতেছি , এর মধ্যে আসলে ভালো বাউন্টি পাওয়া আসলে খুবই মুশকিল।বেশির ভাগ ক্যাম্পেইন গুলোই এখন পেমেন্ট দাওয়া নিয়ে স্ক্যাম করে । কিন্তু  ভালো বাউন্টি এর জন্যে আপনি ভালো ভালো ক্যাম্পেইন ম্যানেজার দের বাউন্টি গুলো করতে পারেন । তারপর দেখবেন যেসব বাউন্টি তে রিওয়ার্ডস গুলো আগে থেকে এস্ক্রও করা আছে সেগুলো বেশির ভাগ করবেন। আর আমার মতে কখনই কোনো কাজে সহজে সফলতা পাওয়া যায়না , তাই বলবো শুরু করেন বেশি বেশি করতে থাকেন ইনশাআল্লাহ লেগে থাকলে পেমেন্ট পাবেন।
newbie
Activity: 462
Merit: 0
May 14, 2022, 11:26:04 AM
আমি এখানে নতুন বাউন্টিতে কাজ করতে চাই কিন্তু কোন বান্টি ভাল আর কোনটা খারাব কিভাবে বুঝবো?
আপনি / আমি বলতে পারবো না যে, কোন বাউন্টি ভালো হবে। তবে এইটুকু বলতে পারি। ভালো করে কাজ করলে কিছু,কিছু টাকা পাবেন ইনশাআল্লাহ।
member
Activity: 84
Merit: 22
May 14, 2022, 06:47:32 AM
Finally, Join My County Form  Grin

ভাই আসলে এটা বাংলা থ্রেড। এখানে সবাই বাংলায় কথা বলে। তাই দয়া করে বাংলায় পোস্ট করবেন কারণ বাংলায় পোস্ট করলে সবাই ভালোভাবে বুঝতে পারবে।
newbie
Activity: 473
Merit: 0
Welcome to My Profile 👋
May 14, 2022, 04:50:12 AM
Finally, Join My County Form  Grin
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 14, 2022, 02:58:19 AM
সবার কি অবস্থা ? লুনা নিয়ে ভালো কোন অথেন্টিক নিউজ আছে কি কারো কাছে ? একবার কারো কাছ থেকে শুনতেছি লুনা আবার রাইস করবে। আবার শুনতেছি নতুন টোকেন এনে ওটার সাথে মার্জ করবে । আবার গত 24 ঘন্টায় লুনার ভালই ইমপ্রুভমেন্ট দেখলাম যেসব এক্সচেন্জার থেকে আনলিস্টেড করেছিল আবার লিস্টেড করেছে। এই সুযোগে আমি 13 ডলার ইনভেস্ট করলাম , 13 ডলারের রিক্সটা একটা নিয়েই ফেললাম কি বলেন হয় জলে গেল নয় আমি কোটিপতি।  Kiss
full member
Activity: 504
Merit: 212
May 13, 2022, 10:53:41 PM
full member
Activity: 367
Merit: 136
May 13, 2022, 03:42:50 PM
একটি ওয়ালেটে কোনো ট্রানজেকশন হলে সরাসরি আপনার ইমেল ঠিকানায় নোটিফিকেশন পাবেন। যখনই ওয়ালেটটি কোনো লেনদেন করবে বা একাউন্ট রিলেটেড কোনো ট্রানজেকশন করবে, আপনি কিছু সময়ের মধ্যে আপনার ইমেলে মেইল পেয়ে যাবেন।

প্রথমত, আমাদের একটি ইথারস্ক্যান অ্যাকাউন্ট তৈরি করতে হবে। etherscan.io এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন।



এটা এখানে একটি অ্যাকাউন্ট ওভারভিউ. সমস্ত জিনিস সেট আপ করার আগে, আপনি দেখতে পারেন ইমেল নোটিফিকেশন সীমা দিনে 200 পযন্ত, এবং ওয়ালেট দেখার তালিকা 50 টি। এই নিয়মের কারণে, আপনি বড় স্মার্ট কন্ট্রাকগুলো ফলোআপ করতে পারবেন না। কিন্তু ছোট একাউন্টগুলির স্ট্র্যাটিজি গুলি ফলো করতে পারবেন।

ওয়াচলিস্টে যান; এখানে, মূলত, আপনি আপনার ঠিকানা যোগ করতে পারেন। শুধু অ্যাড বোতামে ক্লিক করুন। একটি পপ আপ আসবে



এখন আপনি আপনার সিলেক্ট করা ওয়ালেটটি দিবেন এবং একটি ইচ্ছেমত ডিসক্রিপশন যোগ করতে পারেন। আপনি নোটিফিকেশন পাওয়ার জন্য আপনার ইচ্ছেমত অপশন সিলেক্ট করতে পারেন। আপনি ইনকামিং এবং আউটগোয়িং উভয় লেনদেন অথবা শুধুমাত্র ইনকামিং বা আউটগোয়িং নোটিফিকেশন সিলেক্ট করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য তথ্য পেতে ERC20 টোকেন সিলেক্ট করতে পারেন।

এটি আপনাকে সাহায্য করতে পারে যদি আপনার ওয়ালেট হ্যাক হয়ে যায় এবং পরবর্তীতে যখনই হ্যাকার কোনো লেনদেন করবে তখন আপনি নোটিফিকেশন পেতে পারেন।  অথবা আপনি একটি ভাল পোর্টফোলিও তৈরি করতে অন্য কারও ইনভেস্ট কৌশল অনুসরণ করতে পারেন।

বিঃদ্রঃ নোটিফিকেশন আসতে কিছু সময় লাগে।

Jump to: