Author

Topic: বাংলা (Bengali) - page 318. (Read 5318054 times)

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 16, 2022, 11:48:49 AM
~
মাশাল্লাহ দারুন খবর.  এখন কথা হইলো বিটকয়েন কতদূর আগায়, অনেকে বলাবলি করতে ছিল 2022 এবং 2023 সালে মার্কেট বেয়ারিশ যাবে ----  বিটকয়েনের দাম বাড়লেও  যেরকম ধারণা করা হচ্ছিল মনে হয় না 2022 এ সে ধারণা বা  আশা পূর্ণ হবে .

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
আচ্ছা আমি কয়েকদিন যাবত  Imgur এই ওয়েবসাইট টায়  ঢুকতে পারতেছি না  ঢুকতে হলেও ভিপিএন দিয়ে ঢুকতে হয় । বাংলাদেশে এই ওয়েবসাইট রেস্ট্রিক্টেড করা হয়েছে ?   
আর এই ওয়েবসাইটের মত অল্টারনেটিভ  অন্য কোন  ভালো ওয়েবসাইট থাকলে আমাকে সাজেস্ট করেন - Smiley



member
Activity: 184
Merit: 65
April 16, 2022, 03:59:12 AM
টুইটারে লক্ষ্য করলাম রাশিয়া বিটকয়েন লিগাল করতে যাচ্ছে, লিগাল হলে নিশ্চয়ই ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো একটা পজেটিভ পরিবর্তন আসবে।আশা করছি নিকট ভবিষ্যতে ট্রেডাররা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

member
Activity: 84
Merit: 22
April 16, 2022, 01:22:42 AM
সবাইরে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে বিটকয়েনের মূল্য আবার নতুন শিখরে যাইবো, এই আশা রাখতাসি।

আসা করা যায় কারণ। রাশিয়া শেষ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি বৈধ করবে। এখন বলা যেতে পারে বিটকয়েনের দাম আগের স্থান এ যাবে।
member
Activity: 86
Merit: 27
April 15, 2022, 01:18:45 PM
সবাইরে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছরে বিটকয়েনের মূল্য আবার নতুন শিখরে যাইবো, এই আশা রাখতাসি।
member
Activity: 224
Merit: 26
April 15, 2022, 06:10:21 AM

@Teletalk.org, আপনি কিন্তু ফোরাম রুলস মানছেন না। একই সাথে একটির বেশি পোষ্ট করা যাবে না।

ইনশাল্লাহ পরবর্তী থেকে এরকম আর কোন পোস্ট হবে না সেদিকে অনেক সচেতন হব। আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
full member
Activity: 367
Merit: 136
April 15, 2022, 05:41:57 AM
আমার দেখা লোকাল বোর্ড হচ্ছে পাকিস্তান। তাদের ইউজার সবসময় একটিভ এবং তাদের লোকাল বোর্ডে জ্ঞান অর্জন করে থাকে। সেজন্য তারা অনেক এগিয়ে যেতে পারতেছে।
আসলে পাকিস্তানেরও কিন্তু লোকাল বোর্ড নেই। ওনাদের ওটাও একটা থ্রেড মাত্র। মজার ব্যাপার হচ্ছে ওনাদের ডেডিকেটেড মেরিট সোর্স আছে। ওখানে প্রচুর মেরিট শেয়ার হয়। এটাই তাদের এগিয়ে যাওয়ার সিক্রেট।
পাকিস্তানের লোকাল বোর্ডে অনেক মেরিট শেয়ার করা হয়। এমনও দেখা যায়, কয়েক ইউজারের রেঙ্ক আপ শুধু লোকাল বোর্ড এর মেরিট থেকেই হয়েছে। আমাদের বোর্ডেও এই রকম মেরিট শেয়ার করার মাইন্ডসেট করা উচিত। আর সব থেকে বড় কথা, মেরিট শেয়ার করার আগে, অব্যশই পোষ্ট মানানসই হওয়া উচিত। আশা করা যায় ভবিষ্যতে আরো ক্রিপ্টো রিলেটেড পোষ্ট দেখতে পারবো, যা অনেককে কিছু জানতে সাহায্য করবে।

আজকাল মিমস বানানোর একটা ট্রেন্ড পড়ে গেছে। তবে ফটো মিমস এর চাইতে ভিডিও গুলো সবচাইতে বেশী ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে বানাই।

মিমস হয়তো ক্রিপ্টো মার্কেটের একটা অংশ, মিমস মার্কেটিং এর একটি ভালো ইফেক্ট মার্কেটে দেখা যায়, আর প্রতিটা কমুনিটিতেই ইনগেজমেন্ট এর বাড়ানোর জন্য এই মার্কেটিং অনুসরন করা হয়। আমার চোখে মিমস শুধুই একটা হাসির খোরাক না, এটি একটা মাধ্যাম যার মাধ্যমে সহজেই কোনো মুহুর্হ ভিউয়ার এর সামনে হাস্যকরভাবে তুলে ধরা হয়। আশাকরি এই মার্কেটিং আরও এগিয়ে যাবে এবং অনেক বড় হবে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 15, 2022, 04:32:47 AM
Snip
আপনাকেও নববর্ষের শুভেচ্ছা , শুনে ভালোই লাগে যে থ্রেডের একটু একটু অগ্রগতি হচ্ছে .আরো ভালো লাগতেছে যে এর মধ্যে সপ্তম নম্বরে আমার নামও আছে। আপনার ডেডিকেশন টাও ভালই লাগে সুন্দর করে এভাবে গ্রাফ চার্ট এর মাধ্যমে তুলে ধরেন , এর জন্য আপনাকে ধন্যবাদ দাদা। এ বিষয়ে কাজ করার ইচ্ছা আছে আপনি এসব ইনফর্মেশন ম্যানুয়ালি কালেক্ট করেন নাকি অন্য কোন ওয়েবসাইট এর সাহায্যে করে থাকেন ?
full member
Activity: 504
Merit: 212
April 15, 2022, 02:11:34 AM
মজার ব্যাপার হচ্ছে ওনাদের ডেডিকেটেড মেরিট সোর্স আছে। ওখানে প্রচুর মেরিট শেয়ার হয়। এটাই তাদের এগিয়ে যাওয়ার সিক্রেট।

আমাদের লোকাল গ্রুপ এ যারা রাঙ্ক মেম্বার আছেন তাদের উচিত অন্য সাব ফোরাম থেকে তারা যে মেরিট পায় সেগুলো লোকাল গ্রুপ এ বেশি শেয়ার করা যেহেতু আমাদের কোনো ডেডিকেটেড মেরিট সোর্স নেই। এছাড়া আমাদের অনেক লোকাল মেম্বার এগিয়ে যেতে পারবে না। Little Mouse, naim027, shasan, musafar37, wtsimis, Review Master ভাইয়েরা এ বিষয়ে একটু খেয়াল রাখবেন।
 


sr. member
Activity: 476
Merit: 523
April 15, 2022, 12:50:18 AM
আমি একটা জিনিস লক্ষ্য করলাম অন্যসব লোকাল বোর্ডের তুলনায় আমাদের বাংলাদেশ এর লোকাল বোর্ড অনেক পিছিয়ে। তার কারণ সাধারণত আমাদের বাংলাদেশ অনেক ইউজার আছে যারা শুধু বাউন্টি নিয়ে ব্যস্ত অন্যথায় কোন জ্ঞান বৃদ্ধ হওয়ার পোস্ট পড়ে না। যদি তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে অবশ্যই এ পোস্টগুলো পড়তো এবং কিভাবে সুন্দরভাবে পোষ্ট করতে হয় সেটা জানত।

এখানে আপনি একটা জিনিস ভূল করেছেন। অনেক দেশের নিজেদের লোকাল বোর্ড থাকলেও, আমাদের কিন্তু বোর্ড নেই। আমরা মূলত একটা থ্রেড এর মধ্যে পড়ে আছি। আমাদের যেই একটিভিটি, খুব শীগ্রই কিছু  আশা করা যাচ্ছে না এই মুহুর্তে। আসলে অনেকেই এই ফোরামটাকে শুধু বাউন্টির জন্য ব্যাবহার করে। ইনকাম অনেক ভাবেই করা যায়। তবে সিগনেচার পেমেন্ট একেবারে খারাপ না। একজন হিরো মেম্বার মাসে ৪০০ ডলার+ ইনকাম করতে পারে শুধু সিগনেচার থেকে। তবে বাউন্টি হান্টাররা এসবে মন দেন না। ওনাদের বাউন্টি করাই ভালো লাগে।

আমার দেখা লোকাল বোর্ড হচ্ছে পাকিস্তান। তাদের ইউজার সবসময় একটিভ এবং তাদের লোকাল বোর্ডে জ্ঞান অর্জন করে থাকে। সেজন্য তারা অনেক এগিয়ে যেতে পারতেছে।

আসলে পাকিস্তানেরও কিন্তু লোকাল বোর্ড নেই। ওনাদের ওটাও একটা থ্রেড মাত্র। মজার ব্যাপার হচ্ছে ওনাদের ডেডিকেটেড মেরিট সোর্স আছে। ওখানে প্রচুর মেরিট শেয়ার হয়। এটাই তাদের এগিয়ে যাওয়ার সিক্রেট।



@Teletalk.org, আপনি কিন্তু ফোরাম রুলস মানছেন না। একই সাথে একটির বেশি পোষ্ট করা যাবে না। আপনি আগেও এটা করেছেন। আজকেও করেছেন। মোডারেটর অবশ্য মার্জ করে দিবে। তবে এই ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত
member
Activity: 84
Merit: 22
April 14, 2022, 10:54:21 PM
 নতুন আপডেট খবর। যারা ইংরেজিতে কম বুঝে তাদের জন্য বাংলা করা হয়েছে।

#Bitcoin - স্ট্রাইকের সিইও জ্যাক ম্যালারস -এর সাথে টুইটারে ইলনের "পেমেন্ট অভিজ্ঞতা তৈরি করার সুযোগ রয়েছে"
member
Activity: 224
Merit: 26
April 14, 2022, 10:07:27 PM
হেলো ভাই ব্রাদার্স!
সকলকে নববর্ষের শুভেচ্ছা।

এক মাস আমাদের থ্রেড এ এই স্টাট্স পোষ্ট করেছিলাম। তারপর আর পোষ্ট করা হয়নি। ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে আমাদের থ্রেড এর ভালো অগ্রগতি হয়েছে।

পোষ্ট কাউন্ট: ফেব্রুয়ারী মাসে আমাদের কি এমন হয়েছে যে মাত্র ৭৩ টি পোষ্ট করা হয়েছিলো। সেই তুলনায় মার্চ মাসে ভালোই পোষ্ট হয়েছে।

মেরিটঃ যেহেতু পোষ্ট কম হয়েছিলো, তাই মেরিট ও কম লেনদেন হয়েছে। ফেব্রুয়ারী মাসে মাত্র ১৫ টি মেরিট মেয়ার করা হয়েছিলো। কিনতু মার্চ মাসে সেটা বেড়ে ৬৭ টি তে দাড়িয়েছে।

মেরিট/পোষ্ট রেশিওঃ ফেব্রুয়ারী মাসে মেরিট রেশিও ছিলো ০.২২, যেটা মার্চ এ হয়েছে ০.৫৩। প্রতি ২ টি পোষ্ট এ ১ টি মেরিট মেয়ার হয়েছে।

পোষ্টারঃ ফেব্রুয়ারী মাসে আমাদের থ্রেড এ ২৮ জন পোষ্ট করেছিলো, মার্চ মাসে একজন বেড়েছে।


আপনাকে নববর্ষের শুভেচ্ছা, আশা করি আপনি অনেক ভালো আছেন। আপনার ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের চার্ট টা দেখে বুঝতে পারলাম যে ফেব্রুয়ারি মাসে মাত্র ৭৩ টি পোস্ট করা হয়েছে তার তুলনায় মার্চ মাসে বেশি হয়েছে।

কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম অন্যসব লোকাল বোর্ডের তুলনায় আমাদের বাংলাদেশ এর লোকাল বোর্ড অনেক পিছিয়ে। তার কারণ সাধারণত আমাদের বাংলাদেশ অনেক ইউজার আছে যারা শুধু বাউন্টি নিয়ে ব্যস্ত অন্যথায় কোন জ্ঞান বৃদ্ধ হওয়ার পোস্ট পড়ে না। যদি তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান থাকতো তাহলে অবশ্যই এ পোস্টগুলো পড়তো এবং কিভাবে সুন্দরভাবে পোষ্ট করতে হয় সেটা জানত।

আমার দেখা লোকাল বোর্ড হচ্ছে পাকিস্তান। তাদের ইউজার সবসময় একটিভ এবং তাদের লোকাল বোর্ডে জ্ঞান অর্জন করে থাকে। সেজন্য তারা অনেক এগিয়ে যেতে পারতেছে।

তাই আমাদের উচিত সবসময় একটিভ থাকা এবং লোকাল বোর্ডের মাধ্যমে সব ধরনের জ্ঞান অর্জন করা। সুন্দর সুন্দর পোস্ট করা এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করা।
member
Activity: 224
Merit: 26
April 14, 2022, 09:54:48 PM

অনুশীলন: আপনি টপিকের উপর অসংখ্য লেখা পড়তে পারেন। তবে আপনি যদি সেগুলোর বাস্তব প্রয়োগ না করেন তাহলে আপনার লেখার মান কোনদিনই উন্নত হবে না। তাই লেখার মান উন্নত করার জন্য আমাদের অবশ্যই নিয়মিত লিখতে হবে।

আপনি অনেক সুন্দর কথা বলেছেন। আমি খুব আনন্দিত তার কারণ হলো এর আগে আমি অনেক পোস্ট দেখেছি সেগুলো গুণগত পোস্ট করা হয় নাই কিন্তু অনেক সুন্দর ভাবে সাজিয়েছে এবং শুরু এবং শেষটা অনেক সুন্দর ভাবে করেছে। সেজন্য মোটামুটি ভাবে সবার কাছেই ভালো লাগে এবং সবাই করতে উৎসাহিত হয়। আবার দেখা গেছে সেই পোস্টে কিছু মেধা দেওয়া হয়।

যে কোন টপিক লেখার আগে বা কমেন্ট করার আগে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে তাহলে সে সম্পর্কে ব্যাখ্যা করা সম্ভব। অন্যথায় যে বিষয়ে ব্যাখ্যা করতে গিয়েছে সে বিষয়ে যদি কোন ধারণা থেকে আজেবাজে কমেন্ট করা যাবে না। আর যদি করে সাধারণত কমেন্ট লিস্ট ফুল করা ছাড়া আর কিছু না।

তাই যে বিষয়ে লিখি বা কমেন্ট করে সাধারণত সে সম্পর্কে অভিজ্ঞ ও জ্ঞান থাকতে হবে।
sr. member
Activity: 476
Merit: 523
April 14, 2022, 12:39:27 PM
হেলো ভাই ব্রাদার্স!
সকলকে নববর্ষের শুভেচ্ছা।

এক মাস আমাদের থ্রেড এ এই স্টাট্স পোষ্ট করেছিলাম। তারপর আর পোষ্ট করা হয়নি। ফেব্রুয়ারী মাসের তুলনায় মার্চ মাসে আমাদের থ্রেড এর ভালো অগ্রগতি হয়েছে।

পোষ্ট কাউন্ট: ফেব্রুয়ারী মাসে আমাদের কি এমন হয়েছে যে মাত্র ৭৩ টি পোষ্ট করা হয়েছিলো। সেই তুলনায় মার্চ মাসে ভালোই পোষ্ট হয়েছে।

মেরিটঃ যেহেতু পোষ্ট কম হয়েছিলো, তাই মেরিট ও কম লেনদেন হয়েছে। ফেব্রুয়ারী মাসে মাত্র ১৫ টি মেরিট মেয়ার করা হয়েছিলো। কিনতু মার্চ মাসে সেটা বেড়ে ৬৭ টি তে দাড়িয়েছে।

মেরিট/পোষ্ট রেশিওঃ ফেব্রুয়ারী মাসে মেরিট রেশিও ছিলো ০.২২, যেটা মার্চ এ হয়েছে ০.৫৩। প্রতি ২ টি পোষ্ট এ ১ টি মেরিট মেয়ার হয়েছে।

পোষ্টারঃ ফেব্রুয়ারী মাসে আমাদের থ্রেড এ ২৮ জন পোষ্ট করেছিলো, মার্চ মাসে একজন বেড়েছে।


বিগত মানের টপ ১০ জন কনন্ট্রিবিউটরঃ

1. Little Mouse [21]
2. shasan [21]
3. wtsimis [14]
4. naim027 [10]
5. Cleaner00 [9]
6. musafar37 [9]
7. Crypto Library [6]
8. Review Master [5]
9. Little Mouse10 [4]
10. cryptotalklab1 [4]
full member
Activity: 504
Merit: 212
April 14, 2022, 10:03:12 AM
সুন্দর বাক্য গঠন এবং সঠিক শব্দ চয়ন লেখার প্রতি অন্যদের মনোযোগ আকর্ষণ করার অন্যতম উপায়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক কিছু জানলেও তা সুন্দরভাবে উপস্থাপনের অভাবে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনা। আবার তথ্যবহুল না হওয়ার পরেও শুধুমাত্র সুন্দর লেখনশৈলীর কারণে অনেকের লেখা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।

যারা ফোরামে নিজেদের রেপুটেশন বাড়াতে চান তাদের উচিত নিজেদের লেখার মানকে উন্নত করার চেষ্টা করা। আমার নিজের গবেষণা এবং অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলোর প্রতি নতুনদের মনোযোগী হওয়া উচিত বলে মনে করি তা তুলে ধরছি। ইতিপূর্বে এই টপিকের সাথে সম্পর্কিত বা টপিকের ওপর লেখা কোন পোস্ট থাকলে সেগুলো আমি আমার পোষ্টের নিচে যুক্ত করে দেওয়ার চেষ্টা করব।

সরাসরি কথা বলুন: আমরা অনেক সময় একটি সাধারণ বিষয় কে ব্যাখ্যা করতে গিয়ে অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে এনে তাকে বড় করে ফেলি। কিছু লেখার সময় সরাসরি সেভাবেই লিখুন যেন আপনি কারো সামনে দাঁড়িয়ে কথা বলছেন।

বাক্য সংক্ষিপ্তকরণ: কোন বিষয়ের ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা বাক্যকে বড় করে ফেলে যা একেবারেই অনুচিত। বাক্যটি বড় হলে তার ছোট করে কয়েকটি বাক্য আকারে লিখুন। এতে পাঠক আপনার লেখাটি পড়ার সময় বিরক্ত বোধ করবে না।

সঠিক শব্দ চয়ন: বাক্য গঠনের ক্ষেত্রে মানুষ কথোপকথনের সচরাচর ব্যবহার করে এরকম শব্দ ব্যবহার করুন। আপনার শব্দভাণ্ডার ও অনেক শক্তিশালী হতে পারে কিন্তু সবাই আপনার মত নয়। তাই সবাই যাতে আপনার লেখা সহজে করতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।

লেখাকে বিশ্বাসযোগ্য করুন: আপনার লেখা তথ্যকে বিশ্বাসযোগ্য করার জন্য কিছু প্রমাণ যুক্ত করে দিন। হতে পারে সেটি কোন প্রবন্ধ বই ঊইকিপিডিয়া অথবা ভিডিও। এতে করে সকলের কাছে আপনার লেখার গ্রহণযোগ্যতা বাড়বে।

আকর্ষণীয় বাক্য দ্বারা শুরু ও শেষ করুন: লেখার শুরু এবং শেষ আকর্ষণীয় শব্দ ও বাক্য দ্বারা করুন। লেখার শুরুটা এমনভাবে করুন যাতে পাঠক কয়েকটি বাক্য করা মাত্রই লেখার বাকি অংশ করার জন্য আকর্ষণ অনুভব করেন।

ব্যাকরণগত শুদ্ধতা: ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যাকরণগত শুদ্ধতা যাচাই করতে হবে। এজন্য গ্রামারলি মত টুলস গুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লেখায় দাড়ি কমা ফলন কোটেশন ব্যবহার করলে লেখার সৌন্দর্য বাড়ে।

বিশেষণ কম ব্যাবহার করুন: লেখায় বিশেষণের ব্যবহার যত কমানো যায় ততই ভালো। লেখায় বিশেষণের অতিরিক্ত ব্যবহার লেখার সৌন্দর্যকে নষ্ট করে।

পরিমার্জন ও সম্পাদনা: লেখা পোস্ট করার পূর্বে তা একবার পরিমার্জন ও সম্পাদনা করা উচিত। এতে লেখার ভুল থাকলে অথবা কোনো তথ্য যুক্ত করার প্রয়োজন হলে তা করা যাবে।

অনুশীলন: আপনি টপিকের উপর অসংখ্য লেখা পড়তে পারেন। তবে আপনি যদি সেগুলোর বাস্তব প্রয়োগ না করেন তাহলে আপনার লেখার মান কোনদিনই উন্নত হবে না। তাই লেখার মান উন্নত করার জন্য আমাদের অবশ্যই নিয়মিত লিখতে হবে।

মুল পোস্টঃ Improve writing style for user attraction.

একই ধরনের পোস্টঃ ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!
member
Activity: 224
Merit: 26
April 13, 2022, 12:19:18 PM

আমি মনে করি ফোরামে রাঙ্ক আপ করার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করা, সেই জ্ঞানের মাধ্যমে দক্ষতা অর্জন করা এবং সেই দক্ষতা এবং জ্ঞানকে অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে সাহায্য করা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পোস্ট করার জন্য। আপনি যে পোস্টটি করেছেন এটা শুধু নতুনদের জন্যই নয় বরং এখনো অনেক ইউজার আছে যারা ফোরাম এর নিয়ম কানুন সম্পর্কে কোন ধারনা নেই। তারা শুধু বাউন্টি এবং এয়ার্ড্রপ করে থাকে। এবং বেশিরভাগ সময়ই তারা বাউন্টিতে মাল্টিপল একাউন্ট কাজ করে এবং অনেকে ধরা খেয়ে ফোরামের নিয়ম কানুন এর অবমাননা করে। যদি তাদের জ্ঞান ও দক্ষতা কে কাজে লাগায় তাহলে অবশ্যই ফোরাম কে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। এজন্য সবার প্রথম বিটকয়েন ফোরাম এর নিয়ম কানুন সম্পর্কে প্রতিটি ইউজার এর জানা আবশ্যক।

 
Quote
আমি আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করছি যে গুলো অনুসরণ করলে আমি আশা করি নতুন যারা আছেন তারা মানসম্পন্ন পোস্ট করতে পারবেন যা আপনাদেরকে রাঙ্ক আপ করতে সাহায্য করবে।

আপনার পরামর্শ গুলো পড়ে আমার ফোরাম সম্পর্কে যতটুকু জানা ছিল না সেগুলো জানতে পারলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন নতুন ইউজার। আমি ফেব্রুয়ারি মাসের অ্যাকাউন্ট তৈরি করেছি। আপনার এই পোস্টটা যদি কোন নতুন ইউজার ভালো ভাবে মনোযোগ সহকারে পরে তাহলে অবশ্যই তার জ্ঞান বৃদ্ধি হবে এবং সে ভালো কাজ করবে।
member
Activity: 224
Merit: 26
April 13, 2022, 11:54:23 AM
আজকাল মিমস বানানোর একটা ট্রেন্ড পড়ে গেছে। তবে ফটো মিমস এর চাইতে ভিডিও গুলো সবচাইতে বেশী ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে বানাই। ফোরামে যেহেতু ভিডিও পোষ্ট করা যায় না, তাই Gif বানানোর চেষ্টা করেছিলাম।

আপনি একদম ঠিক বলেছেন। আজকাল ছোট থেকে বড় সকল বয়সের লোকের কাছেই মিমস জনপ্রিয় হয়ে উঠেছে এবং সবাই পছন্দ করে বিশেষ করে ফানি গুলো সবচাইতে। তাছাড়া আমিও এগুলো সব চাইতে বেশি পছন্দ করি এবং মিমস গুলো বানানোর চেষ্টা করি। কিন্তু ভালো মতো তৈরি করতে পারি না। আপনার টা অনেক সুন্দর হয়েছে এবং আমার অনেক ভালো লেগেছে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 13, 2022, 04:03:11 AM
~Snip~

একদম ঠিক মিম  বানাইছেন । বহুত আশা ছিল এপ্রিল এ একটু লাভের মুখ দেখার কিন্তু সেটা হয় কি করে , এপ্রিল মাসে BTC ও এপ্রিল ফুল বানায় দিলো । উল্টো ইনভেস্ট করতে গিয়া 80$ লস খেয়ে বসে আছি(লস না যদি আবার পাম করে ফিরে আসবে এখন সে পর্যন্ত অপেক্ষা করতে হবে) ,  dip চিনতে ভুল করছি  Cry
full member
Activity: 504
Merit: 212
April 12, 2022, 11:31:30 PM
আমি ফোরামে আসার পর থেকে দেখেছি অনেক মেম্বার কিভাবে রেঙ্ক বাড়ানো যায়, কিভাবে মেরিট অর্জন করা যায় বা কিভাবে মানসম্পন্ন পোস্ট করা যায় তা নিয়ে কমেন্ট করছে। ফোরামে এই বিষয়ে ইংরেজিতে অনেকগুলো পোস্ট থাকলেও বাংলায় উল্লেখযোগ্য কোন গাইডলাইন নেই। ফোরামের অনেক নতুন মেম্বারি মনে করেন ফোরামে রাঙ্ক আপ করা অনেক কঠিন এবং সবাইকে ন্যায্য ভাবে মেরিট দেওয়া হয় না।  যারা এরকম মনে করেন আজকের এই পোস্টটি তাদের জন্য সহায়ক হবে বলে আমি মনে করি।

আমি মনে করি ফোরামে রাঙ্ক আপ করার একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করা, সেই জ্ঞানের মাধ্যমে দক্ষতা অর্জন করা এবং সেই দক্ষতা এবং জ্ঞানকে অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে সাহায্য করা।

আমি আপনাদের সাথে কিছু পরামর্শ শেয়ার করছি যে গুলো অনুসরণ করলে আমি আশা করি নতুন যারা আছেন তারা মানসম্পন্ন পোস্ট করতে পারবেন যা আপনাদেরকে রাঙ্ক আপ করতে সাহায্য করবে।

  • মেরিট কে জ্ঞান আদান-প্রদানের বিনিময়ের সাথে তুলনা করা যেতে পারে। আমরা যখন নতুন কিছু শিখি তার বিনিময়ে অন্যকে মেরিট দেই। আবার আমরা যখন কাউকে নতুন কিছু শেখায় তার বিনিময়ে মেরিট পাই। আমরা আমাদের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে আমরা অন্যদের প্রশ্নের জবাব দিতে পারব বা তাদের সমস্যা গুলোর সমাধান দিতে পারব। এছাড়াও আমাদের যদি দক্ষতা থাকে তাহলে আমরা ফোরামের নতুন তথ্য বা টুল যুক্ত করার মাধ্যমে ফোরামের উন্নয়নে ভূমিকা রাখতে পারি। আমাদেরকে শুধু আমাদের জন্য সহজ এবং সক্ষমতা অনুসারে সবচেয়ে ভালো পদ্ধতিটি বেছে নিতে হবে।

    সতর্কতাঃ আমাদের উচিত একটিমাত্র লাইনের মাধ্যমে পোস্ট না করা অথবা শুধুমাত্র একটি অথবা কয়েকটি শব্দের সমন্বয় বাক্য তৈরি করে উত্তর না দেওয়া।

  • আমাদের সকলেরই উচিত পোস্ট করার পূর্বে ফোরামের অফিসিয়াল এবং আনঅফিসিয়াল নিয়ম সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা। এ সম্পর্কে ফোরামে অনেকগুলো পোস্ট আছে। ফোরামের নিয়মগুলো মেনে পোস্ট না করলে অন্যদের থেকে ভালো ফিডব্যাক আশা করা কঠিন।

        বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন

  • লেখার ক্ষেত্রে অবশ্যই শুদ্ধভাবে লেখা এবং সুন্দরভাবে পোস্ট সম্পাদনা করা উচিত। টাইপিং এ ভুল, ব্যাকরণগত ভুল, অদ্ভুত বাক্য গঠন পোস্ট এর মান কে কমিয়ে দেয়। লেখা পোস্ট করার পূর্বে আমাদের উচিত আমাদের লেখাগুলোকে পুনরায় পড়া। এতে করে আমরা আমাদের লেখার ভুল গুলোকে ধরতে এবং অনেক সময় সেগুলো কে আরো তথ্যবহুল করে তুলতে পারবো।

    সতর্কতাঃ আমাদের উচিৎ সঠিকভাবে কোটেশনের মাধ্যমে আমাদের লেখাগুলোকে পোস্ট করা। কোন একটি পোষ্টের অনেকগুলো প্রশ্ন থেকে যদি আমরা একটি মাত্র প্রশ্নের উত্তর দিয়ে থাকি সে ক্ষেত্রে সেই প্রশ্নটি কোটেশন এর মধ্যে রেখে তার উত্তর দেওয়া উচিত। শুধুমাত্র একটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য পুরো মেসেজটি কোটেশন করা পাঠকদের বিরক্তির কারণ হতে পারে।

  • আমাদের শুধুমাত্র সেসব থ্রেডেই পোস্ট করা উচিত যেগুলোতে আমাদের লেখা সকলে পড়বে বলে আমরা মনে করি। পোস্টে মেরিট পাওয়ার জন্য সাধারণত দুই থেকে তিন পৃষ্ঠার পর পোস্ট করা উচিত নয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে পরের পোস্টগুলো মেরিট সোর্স এড়িয়ে যায়।

  • আমাদের উচিত অল্ট কয়েন সেকশনে পোস্ট করা থেকে এড়িয়ে চলা। এই সেশনের বেশিভাগ পোস্ট স্ক্যাম প্রজেক্ট এবং সিগনেচার ক্যাম্পেইনের জন্য করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেকশনের পোস্টগুলোকে এড়িয়ে চলা হয় এমনকি মেরিট সোর্স গুলো সেকশনের পোস্টগুলো পড়ে না। এই সেকশনে স্পাম পোস্ট এর পরিমান অত্যাধিক বেশি হওয়ায় মেরিট দেওয়ার মত মানসম্পন্ন পোস্ট খুঁজে পাওয়া খুবই সময়সাপেক্ষ ব্যাপার যে কারণে মেরিট সোর্স গুলো এই সেকশন কে সব সময় এড়িয়ে চলে।

  • আমাদের সকলেরই উচিত মেরিট সিস্টেম সম্পর্কে জানা এবং এটি কিভাবে কাজ করে সে বিষয়ে ধারণা রাখা। এছাড়াও আমাদের পোস্ট করার অভ্যাস কিভাবে আমাদের মেরিট এবং অ্যাক্টিভিটির উপর প্রভাব বিস্তার করে সে সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জন করা।
     
         মেরিট সংক্রান্ত ধারণা
         ট্রাস্ট সিস্টেমের সঠিক ব্যবহার

  • পোস্ট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের কমেন্টগুলো যাতে তথ্যবহুল হয় এবং তথ্যগুলোকে যাতে আমরা সুন্দর সহজ এবং সাবলীল ভাবে সকলের জন্য উপস্থাপন করতে পারি। একটি মাত্র শব্দ বা একটিমাত্র ব্যাংকের মাধ্যমে উত্তর দেওয়ার প্রবণতা দূর করতে হবে। আমাদের তখনই পোস্ট করা উচিত যখন আমাদের কাছে যুক্তিসম্পন্ন কোনো তথ্য বা ব্যাখ্যা থাকে। এর ফলে আমাদের নিজেদের পোষ্টের প্রতি অন্যদের একটি বাড়তি আগ্রহ তৈরি হবে কারণ তাদের মনে একটি ধারণা সৃষ্টি হবে যে আমার পোষ্ট পড়ার মাধ্যমে তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারবে।

  • আমাদের মেরিট জমা করে রাখা উচিত নয় আমরা নিজেদের প্রাপ্ত মেরিট গুলোকে ফোরামে মানসম্পন্ন পোস্টগুলোতে প্রদানের মাধ্যমে অন্যদেরকে পোস্ট করার ব্যাপারে উৎসাহিত করতে পারি। এছাড়াও নিয়মিত মেরিট শেয়ার করার মাধ্যমে অন্যদের সাথে আমাদের একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। ফলে পরবর্তীতে ও আমাদের কোনো মানসম্পন্ন পোস্ট দেখলে তারা মেরিট প্রদান করতে উৎসাহিত হবে।

  • আমাদের উচিত নিয়মিত ফোরামে পোস্ট করা। দীর্ঘদিন ফোরাম থেকে দূরে থাকলে সকলে আমাদের রেপুটেশন কে ভুলে যাবে। তাই ফোরামে সকলের নিকট একটি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয়ে ওঠার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিত পোস্ট করতে হবে।

  • আপনার যদি মনে হয় আপনি ভালো কিছু লিখেছেন তাহলে আপনি মেরিটের জন্য ফোরামে আবেদন করতে পারেন। যদিও দয়া হিসেবে মেরি চাওয়া ফোরামে অনুমোদিত নয় কিন্তু মানসম্পন্ন পোস্ট হলে তার বিনিময়ে মেরিটের আবেদন করা যেতে পারে। তবে সব পোষ্টের জন্য মেরিট ভিক্ষা করা ফোরামে কোনভাবেই অনুমোদিত নয়। তাই আমাদের এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে।

    সতর্কতাঃ এছাড়াও মেরিট চেয়ে পোস্ট করা বা কোনো মেম্বারকে সরাসরি মেসেজ করা মেরিট পাওয়ার জন্য অপছন্দনীয়। কারণ ওই মেম্বার টি যদি আপনার ম্যাসেজ এর কারণে বিরক্ত হয় তাহলে সে আপনাকে তার ইগনোর লিস্টে রাখতে পারে। কারও ইগনোর লিস্টে থাকার অর্থ হলো তার থেকে ভবিষ্যতে কোন মেরিট পাওয়া যাবে না কারণ সে আপনার কোন ভবিষ্যৎ পোস্ট দেখতে পারবেনা।

আপনি যদি আপনার প্রাপ্ত মেরিট লিস্ট অনুসন্ধান করতে চান তাহলে লিংক ব্যবহার করতে পারেন। আমার এই লেখাটি আরেকটি ইংরেজি লেখা হতে অনুবাদ করা। আমি মূল ইংরেজি লেখাটির লিংক যুক্ত করে দিচ্ছি। আপনারা চাইলে সেটাও দেখতে পারেন।


মানসম্মত পোস্ট করার ব্যাপারে পূর্বেও একটি লেখা হয়েছে আমি সেই লেখাটিও যুক্ত করে দিচ্ছি আপনারা চাইলে সেটিও দেখতে পারেন।

sr. member
Activity: 476
Merit: 523
April 12, 2022, 05:20:07 PM
আজকাল মিমস বানানোর একটা ট্রেন্ড পড়ে গেছে। তবে ফটো মিমস এর চাইতে ভিডিও গুলো সবচাইতে বেশী ভালো লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে বানাই। ফোরামে যেহেতু ভিডিও পোষ্ট করা যায় না, তাই Gif বানানোর চেষ্টা করেছিলাম। এখন দেখি ফোরামে সেটা মুভমেন্ট করে না। এরকম একটা মিমস শেয়ার করলাম। আপনারা চাইলে ভিডিও বানিয়ে ইউটিবে দিয়ে লিংক শেয়ার করবো।



মুভমেন্ট সহ দেখতে এখানে যান: https://i.imgur.com/3pyaRiN.gifv

Wall Observer Meme:


copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 12, 2022, 01:55:18 PM
নতুন যারা তাদের জন্য সিনিয়র মেম্বারদের কোনো মতামত আছে কি? যে মতামত নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে
মতামত বলতে একটা অনুরোধ আছে। সেটা হল স্পাম বা স্কাম করা থেকে বিরত থাকতে হবে। কোন কিছু চুরি করা যাবে না; সেটা টাকা হোক আর কোন লেখাই হোক। আর একটা বিষয় সেটা হল ধৈর্য সহকারে এবং নিয়মিতভাবে পোস্ট করতে হবে। আজকে আপনি কুড়িটা পোস্ট করলেন তারপর দুই সপতাহ কোন পোস্ট করলেন না। বিষয়টা যেন এমন না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়; সেটা হল অফটপিক কোন পোস্ট করা যাবে না। যেমন কেউ ডলার বিক্রির কথা বলছে ওইখানে আপনি ডলার কিভাবে ইনকাম করে সে সম্বন্ধে পোস্ট করবেন না।
Jump to: