সুন্দর বাক্য গঠন এবং সঠিক শব্দ চয়ন লেখার প্রতি অন্যদের মনোযোগ আকর্ষণ করার অন্যতম উপায়। আমাদের মধ্যে অনেকেই আছি যারা অনেক কিছু জানলেও তা সুন্দরভাবে উপস্থাপনের অভাবে অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনা। আবার তথ্যবহুল না হওয়ার পরেও শুধুমাত্র সুন্দর লেখনশৈলীর কারণে অনেকের লেখা মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে।
যারা ফোরামে নিজেদের রেপুটেশন বাড়াতে চান তাদের উচিত নিজেদের লেখার মানকে উন্নত করার চেষ্টা করা। আমার নিজের গবেষণা এবং অভিজ্ঞতা থেকে যে বিষয়গুলোর প্রতি নতুনদের মনোযোগী হওয়া উচিত বলে মনে করি তা তুলে ধরছি। ইতিপূর্বে এই টপিকের সাথে সম্পর্কিত বা টপিকের ওপর লেখা কোন পোস্ট থাকলে সেগুলো আমি আমার পোষ্টের নিচে যুক্ত করে দেওয়ার চেষ্টা করব।
সরাসরি কথা বলুন: আমরা অনেক সময় একটি সাধারণ বিষয় কে ব্যাখ্যা করতে গিয়ে অপ্রয়োজনীয় প্রসঙ্গ টেনে এনে তাকে বড় করে ফেলি। কিছু লেখার সময় সরাসরি সেভাবেই লিখুন যেন আপনি কারো সামনে দাঁড়িয়ে কথা বলছেন।
বাক্য সংক্ষিপ্তকরণ: কোন বিষয়ের ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা বাক্যকে বড় করে ফেলে যা একেবারেই অনুচিত। বাক্যটি বড় হলে তার ছোট করে কয়েকটি বাক্য আকারে লিখুন। এতে পাঠক আপনার লেখাটি পড়ার সময় বিরক্ত বোধ করবে না।
সঠিক শব্দ চয়ন: বাক্য গঠনের ক্ষেত্রে মানুষ কথোপকথনের সচরাচর ব্যবহার করে এরকম শব্দ ব্যবহার করুন। আপনার শব্দভাণ্ডার ও অনেক শক্তিশালী হতে পারে কিন্তু সবাই আপনার মত নয়। তাই সবাই যাতে আপনার লেখা সহজে করতে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
লেখাকে বিশ্বাসযোগ্য করুন: আপনার লেখা তথ্যকে বিশ্বাসযোগ্য করার জন্য কিছু প্রমাণ যুক্ত করে দিন। হতে পারে সেটি কোন প্রবন্ধ বই ঊইকিপিডিয়া অথবা ভিডিও। এতে করে সকলের কাছে আপনার লেখার গ্রহণযোগ্যতা বাড়বে।
আকর্ষণীয় বাক্য দ্বারা শুরু ও শেষ করুন: লেখার শুরু এবং শেষ আকর্ষণীয় শব্দ ও বাক্য দ্বারা করুন। লেখার শুরুটা এমনভাবে করুন যাতে পাঠক কয়েকটি বাক্য করা মাত্রই লেখার বাকি অংশ করার জন্য আকর্ষণ অনুভব করেন।
ব্যাকরণগত শুদ্ধতা: ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যাকরণগত শুদ্ধতা যাচাই করতে হবে। এজন্য গ্রামারলি মত টুলস গুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও লেখায় দাড়ি কমা ফলন কোটেশন ব্যবহার করলে লেখার সৌন্দর্য বাড়ে।
বিশেষণ কম ব্যাবহার করুন: লেখায় বিশেষণের ব্যবহার যত কমানো যায় ততই ভালো। লেখায় বিশেষণের অতিরিক্ত ব্যবহার লেখার সৌন্দর্যকে নষ্ট করে।
পরিমার্জন ও সম্পাদনা: লেখা পোস্ট করার পূর্বে তা একবার পরিমার্জন ও সম্পাদনা করা উচিত। এতে লেখার ভুল থাকলে অথবা কোনো তথ্য যুক্ত করার প্রয়োজন হলে তা করা যাবে।
অনুশীলন: আপনি টপিকের উপর অসংখ্য লেখা পড়তে পারেন। তবে আপনি যদি সেগুলোর বাস্তব প্রয়োগ না করেন তাহলে আপনার লেখার মান কোনদিনই উন্নত হবে না। তাই লেখার মান উন্নত করার জন্য আমাদের অবশ্যই নিয়মিত লিখতে হবে।
মুল পোস্টঃ
Improve writing style for user attraction.একই ধরনের পোস্টঃ
ভালো পোষ্টদ্বাতা হয়ে উঠুন!