আমি শুরু থেকেই এয়ারড্রপে কাজ করছি,এয়ারড্রপের অনেকগুলো অনেক ভালো হয়,আবার অনেকগুলো সফল হতে পারে না,আমার মতামত একটা সফল এয়ারড্রপ বুঝার জন্য নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
১.হোয়াইট পেপারঃ
যে কোন প্রজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই প্রজেক্টের হোয়াইট পেপার,যেখানে প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত লিখা থাকে।প্রজেক্টের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে যাচ্ছে বিশদভাবে উল্লেখ থাকে।মনে করেন আপনি x নামক একটি প্রজেক্টে কাজ করবেন,কাজের বিনিময়ে আপনি টোকেন পাবেন,এই টোকেন আপনি একাউন্টে হোল্ড করবেন,এই হোল্ডের বিপরীতে আপনার সুবিধাগুলো হোয়াইট পেপার এ উল্লেখ থাকে।ইনভেস্টররা কেন এই প্রজেক্টে যোগদান করবেন তাও বর্ণনা করা থাকে।তাই হোয়াইট পেপার বালো করে দেখে নিবেন।
২. টিম & রোডম্যাপঃরোডম্যাপ কে আপনি প্রজেক্টের প্রাথমিক ধাপ বলতে পারেন।রোডম্যাপে সাধারণত প্রজেক্টের প্রতিটি প্রদক্ষেপ লিখা থাকে।যেমনঃএয়ারড্রপের ডিস্ট্রিবিউশন তারিখ,কোন একচেন্জ এ প্রজেক্টটি যুক্ত হবে
৩. Erc-20 / trx/Bsc/polygon প্ল্যাটফর্মের হলে কন্ট্রাক্ট এড্রেস:
একটা এয়ারড্রপের জন্য এ বিষয় যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।আমি/আপনি যে এয়ারড্রপে জয়েন হচ্ছি আদৌও সেই নামে কোন টোকেন আছে কিনা যাচাই করা,তা জানার জন্য প্রজেক্টের কমিউনিটি থেকে তাদের টোকেন এর কন্ট্রাক্ট এড্রেস এড্রেস নিয়ে চেক করে দেখা।এটা যাচাই করার জন্য Etherscan,Bscscan,polygonscan এ গিয়ে যাচাই করে নিন।
৪. ওয়েবসাইট এ ইনফরমেশনঃ
প্রজেক্টের ওয়েবসাইটে আছে কিনা দেখুন,ওয়েবসাইটে অনেক তথ্য দেওয়া থাকে।
উপরের বিষয়গুলো দেখলে আশা করছি ভালো,খারাপ যাচাই করতে পারবেন।