ইনভেস্ট করা চিন্তা করেছিলাম ক্রাশ এর আগে, ভাগ্য ভালো কোনো হ্লোডিং ছিলো না। কালকে সুযোগ বুঝে কিছু ইনভেস্ট করেছিলাম ২$ এর আশে পাশে যখন ছিলো। বাউন্স ব্যাকে কিছু প্রফিট করেছি। অনেকে ফিউচার মার্কেট কে কাজে লাগিয়ে ভালোই প্রফিট লুফে নিয়েছে। কিন্ত এই ক্রাশ অনেক লস করে দিছে অনেক ইনভেস্টরদের। যাদের ভালো প্ল্যানিং ছিলো, তাদেরও গলা শুকানোর মত অবস্থা। ফেসবুকে অনেক পোষ্ট দেখলাম, লস আর লস। অনেকে লুনা লং র্টাম এর জন্য হ্লোড করেছিলো।
রিসেন্টলি, একটা এনাউন্সমেন্ট এসেছে যে, টেরা ফাউন্ডেশন ১.৪ বিলিয়ন UST বার্ণ করবে আর ২৪০ মিনিয়ন লুনা স্টেক করবে। এই আশায় ১০০৳ ইনভেস্ট করলাম। ৩/৪ মাসের জন্য হ্লোড করবো। গত কালকের মত একটা বাউন্স ব্যাক করলে, ভালোই প্রফিটবুক করতে পারবো।
USDT ও আজকে ১$ depeg করেছিলো, ০.৯৬ পযন্ত চলে গেয়েছিলো। এটি আসলেই ভয়ের একটি ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য।
আমি ভালো রকমের একটা লস খেয়েছি। অবস্থা এতটা খারাপ হবে ভাবিনাই। তবে একটু আগে একটা টুইট দেখলাম যেখানে বলেছে যে তারা একটা স্নাপশট নিবে। আমার মনে হয় যারা অ্যাটাক এর আগে লুনা হোল্ড করেছিলো তাদেরকে নতুন টোকেন দিবে। তারা নিজেদের পুরো সিস্টেমকে নতুন ভাবে সাজাবে। আমি জানিনা এর পরেও কেঊ লুনা টিমকে কেঊ আর ট্রাস্ট করবে কিনা তবে তারা যে আবার তাদের নেটওয়ার্ককে নতুন ভাবে সাজাবে সেটা নিশ্চিত।