Author

Topic: বাংলা (Bengali) - page 320. (Read 5694060 times)

full member
Activity: 504
Merit: 212
May 13, 2022, 09:21:01 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

ইনভেস্ট করা চিন্তা করেছিলাম ক্রাশ এর আগে, ভাগ্য ভালো কোনো হ্লোডিং ছিলো না। কালকে সুযোগ বুঝে কিছু ইনভেস্ট করেছিলাম ২$ এর আশে পাশে যখন ছিলো। বাউন্স ব্যাকে কিছু প্রফিট করেছি। অনেকে ফিউচার মার্কেট কে কাজে লাগিয়ে ভালোই প্রফিট লুফে নিয়েছে। কিন্ত এই ক্রাশ অনেক লস করে দিছে অনেক ইনভেস্টরদের। যাদের ভালো প্ল্যানিং ছিলো, তাদেরও গলা শুকানোর মত অবস্থা। ফেসবুকে অনেক পোষ্ট দেখলাম, লস আর লস। অনেকে লুনা লং র্টাম এর জন্য হ্লোড করেছিলো।
রিসেন্টলি, একটা এনাউন্সমেন্ট এসেছে যে, টেরা ফাউন্ডেশন ১.৪ বিলিয়ন UST বার্ণ করবে আর ২৪০ মিনিয়ন লুনা স্টেক করবে। এই আশায় ১০০৳ ইনভেস্ট করলাম। ৩/৪ মাসের জন্য হ্লোড করবো। গত কালকের মত একটা বাউন্স ব্যাক করলে, ভালোই প্রফিটবুক করতে পারবো।
USDT ও আজকে ১$ depeg করেছিলো, ০.৯৬ পযন্ত চলে গেয়েছিলো। এটি আসলেই ভয়ের একটি ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য।

আমি ভালো রকমের একটা লস খেয়েছি। অবস্থা এতটা খারাপ হবে ভাবিনাই। তবে একটু আগে একটা টুইট দেখলাম যেখানে বলেছে যে তারা একটা স্নাপশট নিবে। আমার মনে হয় যারা অ্যাটাক এর আগে লুনা হোল্ড করেছিলো তাদেরকে নতুন টোকেন দিবে। তারা নিজেদের পুরো সিস্টেমকে নতুন ভাবে সাজাবে। আমি জানিনা এর পরেও কেঊ লুনা টিমকে কেঊ আর ট্রাস্ট করবে কিনা তবে তারা যে আবার তাদের নেটওয়ার্ককে নতুন ভাবে সাজাবে সেটা নিশ্চিত।


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 13, 2022, 09:09:41 AM
~snip~

যাই হোক আমি ভাই জোর বাচা বাঁচাবাচ্ছি। আশেপাশের পোলাপান পাশাপাশি লুনার যে হাইপ দেখতেছিলাম আমিও চিন্তা করতেছিলাম যে ইনভেস্ট করব। কিন্তু চিন্তা করতে করতে দেরি হয়ে গেছে আর দেরি হয়ে ভালই হয়েছে আমার জন্য । লুনার যে অবস্থা দেখতেছি আপনাদের কি মনে হয় এটা কি 15 এর অবস্থান ধরতে পারবে ?   বিনান্স এর স্পট, ফিউচার , মার্জিন এগুলো থেকে আনলিস্তেড করা হয়েছে।
jr. member
Activity: 84
Merit: 3
May 13, 2022, 01:23:15 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 12, 2022, 09:44:54 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

আর বইলেন না ভাই , খুব ইনজয় করতেছি । মনে হইতেছে যে আত্মহ*ত্যা গাছের গুডা খাইয়া মইরা যাই । 6 দিন আগেও মনে করেছিলাম মার্কেট তো ভালোই ডাউন হয়েছে আর মনে হয় ডাউন হবো না। তারপর যেই কথা সেই কাজ হাতের কাছে যা ছিল সব বিএনবি তে ইনভেস্ট করলাম আর আজকে দেখতেছি যেখানে ইনভেস্ট করেছিলাম তার অর্ধেকেরও কমে চলে আসছে  Tongue । আফসোস একটাই রিজেন দেশটা যদি এখন করতে পারতাম প্রায় ডাবল প্রফিট করতে পারতাম দুঃখের সীমা নাই
newbie
Activity: 351
Merit: 0
May 12, 2022, 09:27:07 AM
আমি বিটকয়েন টোল এ নতুন আমি কিপটো কারেন্সি সম্পর্কে কিছু জানি না তাই সিনিয়র  ভাইদের সহযোগিতা কামনা করছি। এবং ভুল ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
full member
Activity: 367
Merit: 136
May 12, 2022, 08:58:31 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

ইনভেস্ট করা চিন্তা করেছিলাম ক্রাশ এর আগে, ভাগ্য ভালো কোনো হ্লোডিং ছিলো না। কালকে সুযোগ বুঝে কিছু ইনভেস্ট করেছিলাম ২$ এর আশে পাশে যখন ছিলো। বাউন্স ব্যাকে কিছু প্রফিট করেছি। অনেকে ফিউচার মার্কেট কে কাজে লাগিয়ে ভালোই প্রফিট লুফে নিয়েছে। কিন্ত এই ক্রাশ অনেক লস করে দিছে অনেক ইনভেস্টরদের। যাদের ভালো প্ল্যানিং ছিলো, তাদেরও গলা শুকানোর মত অবস্থা। ফেসবুকে অনেক পোষ্ট দেখলাম, লস আর লস। অনেকে লুনা লং র্টাম এর জন্য হ্লোড করেছিলো।
রিসেন্টলি, একটা এনাউন্সমেন্ট এসেছে যে, টেরা ফাউন্ডেশন ১.৪ বিলিয়ন UST বার্ণ করবে আর ২৪০ মিনিয়ন লুনা স্টেক করবে। এই আশায় ১০০৳ ইনভেস্ট করলাম। ৩/৪ মাসের জন্য হ্লোড করবো। গত কালকের মত একটা বাউন্স ব্যাক করলে, ভালোই প্রফিটবুক করতে পারবো।
USDT ও আজকে ১$ depeg করেছিলো, ০.৯৬ পযন্ত চলে গেয়েছিলো। এটি আসলেই ভয়ের একটি ব্যাপার ক্রিপ্টো মার্কেটের জন্য।
newbie
Activity: 284
Merit: 0
May 12, 2022, 04:12:19 AM
আমি বিটকয়েন টোল এ নতুন আমি কিপটো কারেন্সি সম্পর্কে কিছু জানি না তাই সিনিয়র  ভাইদের সহযোগিতা কামনা করছি
member
Activity: 123
Merit: 49
Sig/Bounty Campaign Manager 4 hire AskGamblers COO
May 12, 2022, 01:48:54 AM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

আমিও আপনার মত পাকনামো করে গতকাল কিছু লুনা 5 ডলার করে কিনে ফেললাম আমার অবশ্য লুনার তে জা লস হয়েছে তা আমি UST দিয়ে রিকভার করে ফেলছি, লুনা এখন Hold করে রেখে দিই বাকিটা দেখা যাক কি হয়.
jr. member
Activity: 31
Merit: 6
May 12, 2022, 01:28:18 AM
মার্কেট অগ্রসর হতে কতদিন সময় লাগতে পারে? এমন সময়ে দাঁড়িয়ে আপনাদের নিজেদের মতামত গুলো একটু বলবেন এতে এই খারাপ সময় আমরা একটু সাহস পাব বলে আশা রাখি।
2022 সাল থেকে আমরা দেখছি যে মার্কেট কিন্তু একটি স্ট্যাবল পর্যায়ে এসেছে কিন্তু সেটি 40000 এর নিচে। আমি মনে করি এই মার্কেট আপাতত আর মুভ করবে না। হয়তো এ বছরের শেষের দিকে ভাল একটি মুভমেন্ট দেখতে পারি। কিন্তু এই সময় মার্কেটপ্লেসের যে অবস্থা দেখতে পারছি এটা দেখে মনে হচ্ছে মার্কেটপ্লেস ভালো হতে বহু দিন সময় লাগবে মার্কেটে এতটাই ক্সাস করতেছে যেটা ভাবা চিন্তার বাহিরে। মার্কেট এতটাই খারাপ হয়ে গেছে 2022 সালের শুরুতে তবুও বিটকয়েনের দাম 40 হাজারের নিচে নেমে গিয়েছিল কিন্তু এখন 30k এর নিচে নেমে এসেছে মার্কেট কতটা খারাপ অবস্থায় আছে তাহলে। 2023 সালের আগে মার্কেটের ভালো কোন দিক আশা করা যায় না।
newbie
Activity: 94
Merit: 0
May 12, 2022, 01:18:35 AM
মার্কেট অগ্রসর হতে কতদিন সময় লাগতে পারে? এমন সময়ে দাঁড়িয়ে আপনাদের নিজেদের মতামত গুলো একটু বলবেন এতে এই খারাপ সময় আমরা একটু সাহস পাব বলে আশা রাখি।
newbie
Activity: 2
Merit: 0
May 12, 2022, 01:06:37 AM
আমি এখানে নতুন সব নিয়ম সঠিক ভাবে জানিনা কোন ভুল হলে মাফ করবেন
sr. member
Activity: 476
Merit: 523
May 11, 2022, 10:21:01 PM
তারপর? কি অবস্থা সবার? মারকেট কেমন এঞ্জয় করছেন সবাই? যারা কিছু হোল্ড করে রেখেছিলেন, সবার তো একই অবস্থা মনে হয়। কে কে লুনা হোল্ড করেছিলেন? গতকাল সকালে যখন প্রথম দেখলাম লুনা ১৫ ডলার, পাকনামো করে কিছু লুনা কিনে ফেললাম, মনে করেছি আবার বাড়বে, শেষ অবধি লুনা ১ ডলারের নিচে চলে গিয়েছিলো। যদিও এখনো ১ ডলারের আশেপাশেই অবস্থান করছে। আর UST এর কথা কি বলবো, ০.২৫ ডলারে বায় অরডার করে রেখেছিলাম, কিন্তু ০.২৬ থেকে আবার উঠে গেছে। এখন ০.৭৫ এ ঘুরাফেরা করছে। ফিলস লাইক লুনাটিক 🥴

Quote
মনে করেন Width ব্যাবহার করলেন, এতে করে ফোরাম নিজে থেকেই বাকিটা সাইজ করে নেবে।
 কথাটা বুঝলাম না একটু কোড করে  দেখিয়ে দিবেন ?

Code:
[img width=400]Image URL[/img]


hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 11, 2022, 12:20:59 PM

(এডিটেড)

ইমেজ পোষ্ট করার সময় যে কোনো একটা সাইজ ব্যাবহার করার চেষ্টা করবেন। এত করে ইমেজ সাইজ টা সুন্দর হবে। মনে করেন Width ব্যাবহার করলেন, এতে করে ফোরাম নিজে থেকেই বাকিটা সাইজ করে নেবে। নইলে ছবি গুলো দেখতে অন্য রকম লাগে।

আসলে বিষয়টা হয়েছে কি ভাই আসলে ,  আমি তখন খুবি তাড়াতাড়ির মধ্যে ছিলাম তাই  পোস্ট করার সময়  এখানে একটু ফাঁকি দিয়েছি  সঠিক সাইজ বসায় নি জাস্ট একটা মন মত দিয়ে দিয়েছি একটু ছোট করার জন্য .
গত কয়েক মাসে বিটকয়েন প্রায় 50% এর উপরে নেমে গিয়েছে । আল্লাহ জানে এটা আবার কবে উপরে উঠবে
শুধু কি ৫০%  সামনে দেখুন ভালো সাপোর্ট না পেলে ২৩০০০$  না নেমে গেলে হইছে ।   যাইতে দেন সময়  ২০২২  এবং ২০২৩  বসে থাকেন এবং ডিপ গুলোতে  ট্রেড নিতে থাকেন। মার্কেট ঠিক থাকলে ২০২৪ সালে  ইনশাআল্লাহ সবকিছু আবার  ষারের গতিতে  বাড়বে ।

jr. member
Activity: 84
Merit: 3
May 11, 2022, 11:28:17 AM
২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষ যে সব ক্রিপ্টোকারেন্সির দর কমেছে তার মধ্যে ইথেরিয়ামের (ইটিএইচ) কমেছে ৩.৪১ শতাংশ, বিন্যান্সের (বিএনবি) ৩.১৩ শতাংশ,এক্সআরপির (এক্সআরপি)০.৫৫ শতাংশ, সোলানার (এসওএল)১৩.৪১ শতাংশ,কার্ডানো (এডিএ)৪.২১ শতাংশ,টেরার (এলইউএনএ বা লুনা)৩.৬১ শতাংশ এবং জনপ্রিয় মিমিকয়েন ‘ডগিকয়েন’-এর ২.৭১ শতাংশ এবং শিবা ইনুর (এসএইচআইবি)৪.৯৭ শতাংশ।


গত কয়েক মাসে বিটকয়েন প্রায় 50% এর উপরে নেমে গিয়েছে । আল্লাহ জানে এটা আবার কবে উপরে উঠবে
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 11, 2022, 09:52:46 AM
আসসালামু আলাইকুম ,  আমি  এই থ্রেডে একদম নতুন। আমি আমার এক বন্ধু হতে বউন্টি কেম্পেইন সম্পর্কে জানতে পারলাম। আমি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছি। কারন আমি একদমি জানিনা এখানে কিভাবে কি কাজ করতে হয়। বাউন্টি ছারাও যদি আরও কোন ইনকাম এর উপায় থাকে দয়া করে জানাবেন। আমি একদমি নতুন ক্রিপটোর জগতে।  আশা করি সবাই আমাকে ভালো দিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ।

আমি এর আগেও আমার এই সাজেশনটা অন্য এক বোর্ডে আরেকজনকে দিয়েছিলাম সেটা হল,  আগে আপনি দেখুন আপনি আসলে কোন বিষয়টায় দক্ষ অর্থাৎ কোন বিষয়টা আপনি ভালো পারেন ,  যেমন আগে থেকে যদি আপনার কোন এমন স্কিল থাকে  যে ভালো ব্যানার বানানো  অর্থাৎ গ্রাফিক ডিজাইন , ওয়েব ডেভেলপমেন্ট ,  তাছাড়া মার্কেটিং ম্যানেজমেন্ট এরকম কোন স্কিল থাকলে আপনি আপনার একটা পোর্টফলিও বানিয়ে Service Announcements (Altcoins) এ দিতে পারেন  এখানে আপনি দেখতে পারবেন অনেকে তাদের কাজের অফার গুলো দিয়েছে আপনি সেগুলো অনুসরণ করে আপনি ও আপনার স্কিল অনুযায়ী  আপনার কাজের অফার গুলো দিতে পারেন ।
কিন্তু  এটা সত্য  যে এভাবে নতুন অবস্থায় কাজ পাওয়া খুবই কঠিন ।  আর যদি আপনি ঠিক করে রাখেন যে আপনি শুধু বাউন্টিতে কাজ করবেন তাহলে  বেসিক রুলস গুলো জেনে কাজ করতে পারবেন . 
যেহেতু আপনি নতুন  তাই দয়াকরে নিয়মগুলো ভালো করে দেখে নিবেন .
member
Activity: 84
Merit: 22
May 10, 2022, 11:22:13 PM
২৪ ঘন্টার ব্যবধানে শীর্ষ যে সব ক্রিপ্টোকারেন্সির দর কমেছে তার মধ্যে ইথেরিয়ামের (ইটিএইচ) কমেছে ৩.৪১ শতাংশ, বিন্যান্সের (বিএনবি) ৩.১৩ শতাংশ,এক্সআরপির (এক্সআরপি)০.৫৫ শতাংশ, সোলানার (এসওএল)১৩.৪১ শতাংশ,কার্ডানো (এডিএ)৪.২১ শতাংশ,টেরার (এলইউএনএ বা লুনা)৩.৬১ শতাংশ এবং জনপ্রিয় মিমিকয়েন ‘ডগিকয়েন’-এর ২.৭১ শতাংশ এবং শিবা ইনুর (এসএইচআইবি)৪.৯৭ শতাংশ।
newbie
Activity: 193
Merit: 0
May 10, 2022, 12:06:50 PM
আসসালামু আলাইকুম ,  আমি  এই থ্রেডে একদম নতুন। আমি আমার এক বন্ধু হতে বউন্টি কেম্পেইন সম্পর্কে জানতে পারলাম। আমি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছি। কারন আমি একদমি জানিনা এখানে কিভাবে কি কাজ করতে হয়। বাউন্টি ছারাও যদি আরও কোন ইনকাম এর উপায় থাকে দয়া করে জানাবেন। আমি একদমি নতুন ক্রিপটোর জগতে।  আশা করি সবাই আমাকে ভালো দিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ।


আপনি এখানে  নতুন আপনাকে বাংলাদেশ বিটকয়েন ফোরামে  অভিনন্দন

। আপনি যে কোন দরকারে এখনে সাহায্য নিতে পারেন। এছাড়া এই ফোরাম এর বিভিন্ন পোস্ট ভাল করে পড়লে অনেক কিছু জানতে পারবেন।

আপনার সুবিধার্থে এই ফোরামের BitCoinDream ভাইয়ের ১ নাম্বার পোস্ট খেয়াল করলে আপনার সব উত্তর পেয়ে যাবেন।
 নিচে দেওয়া লিংকে ক্লিক করুন
👇👇👇

https://bitcointalksearch.org/topic/bengali-631891

আপনার জন্য অনেক শুভকামনা রইল।
member
Activity: 84
Merit: 22
May 09, 2022, 11:04:38 PM
বাউন্টি ছারাও যদি আরও কোন ইনকাম এর উপায় থাকে দয়া করে জানাবেন।
বাউন্টি ছাড়া ইনকাম করতে চাইলে আপনাকে সিগনেচার করতে হবে। আর সিগনেচার করতে হলে আপনাকে সর্বনিম্ন জুনিয়র মেম্বার হতে হবে। আপনি যদি সিগনেচার করতে চান তাহলে আগে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালোভাবে জানুন। কারণ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার যখন জ্ঞান অর্জন হবে তখন আপনার একাউন্ট এর Rank বাড়বে এবং সিগনেচার করতে পারবেন।
newbie
Activity: 1
Merit: 0
May 09, 2022, 09:49:42 AM
আসসালামু আলাইকুম ,  আমি  এই থ্রেডে একদম নতুন। আমি আমার এক বন্ধু হতে বউন্টি কেম্পেইন সম্পর্কে জানতে পারলাম। আমি এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছি। কারন আমি একদমি জানিনা এখানে কিভাবে কি কাজ করতে হয়। বাউন্টি ছারাও যদি আরও কোন ইনকাম এর উপায় থাকে দয়া করে জানাবেন। আমি একদমি নতুন ক্রিপটোর জগতে।  আশা করি সবাই আমাকে ভালো দিক নির্দেশনা দিবেন। ধন্যবাদ।
sr. member
Activity: 476
Merit: 523
May 09, 2022, 01:06:49 AM
ফোরামে ক্রিপ্টো মার্কেটের কোনো সার্ভিস সম্পর্কে শেয়ার করলে কি তাতে রেফাল লিংক শেয়ার করার সুযোগ আছে কিনা? সত্যি বলতে আমি নিজেও রেফালেল লিংক শেয়ার করতে বেশি পছন্দ করি না, কিন্ত অনেক প্রজেক্টের সার্ভিসগুলো রেফারার এর সুবিধা থাকে। রেফাল লিংক শেয়ার করার সুযোগ থাকলে ভবিষ্যতে অনেক প্রজেক্টের সার্ভিসগুলো শেয়ার করতে চেষ্টা করবো।

ফোরামের ৪ নং রুলস অনুযায়ী রেফারেল লিংক শেয়ার করা নিষেধ। এটাকে ফোরাম স্প্যাম হিসেবে দেখে।
4. No referral code (ref link) spam. [1]

আমি অন্যান্য ফোরামের ব্যাপারে জানি না। তবে কিছু ব্লগ রিলেটেড সাইট গুলো আর্টিকেল রাইটারদের তাদের রেফার লিংক শেয়ার করতে দেয়। কিন্তু আপনি যদি আপনার সিগনেচার ক্যাম্পেইরে রেফার লিংক শেয়ার করতে চান,  সেই ক্ষেত্রে মনে হয় ফোরাম এটা এলাউ করে (আমি শতভাগ শিওর না)। আপনার সিগনেচার এ রেফার লিংক শেয়ার করার  ইচ্ছে থাকলে মেটা তে গিয়ে রুলস এর থ্রেড এ পোষ্ট করতে পারেন। এটাই একমাত্র যায়গা যেখানে আপনি রেফার লিংক শেয়ার করতে পারেন।
Jump to: