যারা ক্রিপ্টোতে কাজ করে হয়তো অনেকেরই শখের একটা ব্যপার থাকে যে নিজের একটা হ্যাডওয়ার ওয়ালেট থাকুক। আর সেটি আমর ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। ওই পরিপেক্ষিতেই একটা USB Pendrive কে হ্যাডওয়ার ওয়ালেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করলাম। হয়তো অনেকে জানেন এই ব্যপারে, কিন্ত যারা জানেন না, তারাও আমার মত শখের জায়গাটি পুরণ করতে পারেন।
আমি আজকে এই পেনড্রাইভটি ক্রয় করছি,(৬০০ রাখছে Transcend এর ৩২ জিবি)। বাসায় এসেই পাগ্ল-ইন করলাম।
টিউটেরিয়ালটি একদম সহজ, আপনি একটা ওয়ালেট পিসিতে ইন্সটল দিবে, আর সেটির স্টোরেজ পেনড্রাইভ তে সেভ করবেন। পরবর্তীতে সে পেনড্রাইভ থেকেই আপনি স্টোর করতে পারবেন।
আমি ওয়ালেট হিসেবে Coinomi ওয়ালেট ব্যবহার করেছি। ইউন্ডোজ ভার্সন ডাউনলোড করে ওপেন করলাম
এখন ব্রাউজের এ ক্লিক করে স্টোরেজ ফাইলগুলো আপনার পেনড্রাইভে সেভ করতে হবে,
তারপর সব ওকে দিয়ে রান করাবেন। প্রথমে দুইটি অপশন আসবে; Create a new wallet and Restore wallet। আমি নতুন করে তৈরি করার জন্য, Create a new wallet এ ক্লিক করলাম এবং সিড-ফেজ টি সেভ করে রাখলাম। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন, কোন কয়েন আপনি ওয়ালেটে রাখতে চান, পছন্দীয় কয়েনগুলিকে সিলেক্ট করে ওয়ালেট ওপেন করুন।
এখন আমর সামনে, ওয়ালেট ওপেন করা আছে, এখন টপ-আপ করার পালা।
(আপনি ওয়ালেটটি পেনড্রাইভে সেভ করলে, শুধু পেনড্রাইভ পাগ্ল-ইন করলেই ওয়ালেটটি ওপেন হবে)
এটি আহামোরি কোনো সিকুরিটি বা অনেকটা সেফটি থাকবে এমনটি কিন্ত না, এই ব্যপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। আর অনেকেই coinomi এর ওয়ালেট পছন্দ না, এক্ষেত্রে Atomic wallet ব্যবহার করতে পারেন। (Atomic wallet ব্যবহারের জন্য Ubuntu ইন্সটল করা লাগে)।
আপনার ইন্টারনেট কানেকশন চলে গেলে, ওয়ালেট অফলাইনে পোর্টফোলিও দেখাবে। আর ইন্টারনেট কানেকশন ফেরত আসলে, ওয়ালেট আপডেট হয়ে যাবে।
বিঃদ্রঃ এটি শুধুমাত্র শখের জন্য করতে পারেন, এর বেশি কোনোকিছু হ্লোডিং করবেন না, এতে হারানোর সম্ভবনা আছে।