Author

Topic: বাংলা (Bengali) - page 321. (Read 5317339 times)

member
Activity: 184
Merit: 65
April 03, 2022, 01:33:51 AM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?

BTCs টা মূলত কিছু ইউটিউবার রেফার বেশি পাওয়ার আশায় এর দাম আকাশে তুলেছে,যাতে লোভের বর্শবর্তী হয়ে একাউন্টের হিড়িক পরে যায়,একপক্ষে বলতে গেলে তারা সফলও হয়েছে আমিও একটা মাইনিং এপস এ ব্যবহার করে একাউন্টে জমা করছি,আপনার হিসেবে আমি কয়েকশত কোটি টাকার মালিক ভাবতেই কেমন জানি লাগছে।এর দাম এখনো কোথাও আমি পাই নি।আশা করছি আপনার কাছেও ভালো পরিমাণ BTCs আছে।
আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 02, 2022, 01:27:38 PM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?

এ ধরনের কোন নিউজ শুনি নাই| বেশি সম্ভবত এটা গুজব হতে পারে| আবার এপ্রিলফুল উপলক্ষে আমাদেরকে বোকা বানানোর জন্য করা হতে পারে| তবে, এটা যাই হোক আমার মনে হয় না যে, এ ধরনের কোনো প্রজেক্ট সাতোশি নাকামোতো নিয়ে আসবেন| আর যদি নিয়ে আসতেন ও তাহলে, অন্ততপক্ষে এই ফোরাম এবং অন্যান্য রেপুটেড এক্সেঞ্জার, নিউজ, ব্লগ, ফোরাম ইত্যাদিতে এর সম্পর্কে তুমুল আলোচনা করা হতো| কিন্তু এ ধরনের কোনো কিছুই হয় নাই| অর্থাৎ এ ধরনের কোনো প্রজেক্ট হয়তোবা চালু হয় নাই।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 02, 2022, 01:17:30 PM
আপনারা কেউ কি BTCs কয়েন সম্পর্কে কিছু জানেন ? আজ একটি ইউটিউব চ্যানেল থেকে এর সম্পর্কে প্রথম অবগত হলাম , সেখানে বলা হচ্ছে এই কয়েনটি BTC অর্থাৎ সাতসীর সেকেন্ড প্রজেক্ট, রুমোর আছে যে এই কয়েনটি ইথেরিয়ামের সমপরিমাণ মূল্য পারে , ৩১শে মার্চ রাতে টেস্টনেট লাইভ চালু করা হয়েছে । অনেকে বলতেছে এটি এপ্রিল ফুল । এ নিয়ে আমি বিটকয়েন ডিসকাশন বোর্ডে একটি টপিক তুলেছি কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ রিপ্লাই পাইনি।
আমাদের লোকাল থ্রেডের কেউ কি এ সম্পর্কে অবগত আছেন ?
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
April 01, 2022, 11:57:55 AM
িটল মাউস ভাই ঠিকই বলেছেন। কেননা আইকিউ এর সাথে ফোরামের কোন সম্পর্ক নেই এবং এ ধরনের কাজ প্রতিবছরই ফেমাস করে থাকে। এর আগে এক বছর ফেমাস মেরিট কিনেছিলেন তখন অনেকে বিক্রি করেছিলেন। পরবর্তীতে সকলের ম্যারিড রিফান্ড করে দিয়েছিলেন। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই ফোরামে আগে থেকে আলোচনা করবে হুটহাট কোনো সিদ্ধান্ত ফোরামের সদস্যদের উপর চাপিয়ে দেবে না।
@naim027 আর @Crypto Library ভাই এ ধরনের নিউজ দেখে হতাশ হওয়ার কিছু নাই। এই নিউজটা বা এই পোস্টটা আর শুয়া 7 ঘন্টার ভিতরে আউট হয়ে যাবে। অযথাই চিন্তা করে মাথার চুল গুলো ফেলে দিয়েন না। আপনারা দুজন যা ভাবছেন তা কখনো সম্ভব হবে না যদি হয় তাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ।
sr. member
Activity: 476
Merit: 523
April 01, 2022, 08:13:15 AM
থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।

আমিও ব্যাপারটা কে সকাল থেকে এপ্রিল ফুল মনে করলেও এখন বিষয়টা কিছুটা সিরিয়াস মনে হচ্ছে আমার কাছে। নিচের কোট টি খেয়াল করুন।

Anybody else been appointed as an IQ Source?


So, This is not April Fools anymore. Huh

DdmrDdmr কে আই কিউ সোর্স হিসেবে এপয়েন্টেড করা হয়েছে। ব্যাপারটা আমার কাছে এখন সিরিয়াস মনে হচ্ছে। যদিও এটা সময়ই বলে দেবে। দেখা যাক কি হয়।



আপডেট:

I know it's an April Fools, Still, Let's discuss it. That's a Stupid way/Reason to ban members. I don't have common sense and that's why I am here in Bitcointalk to learn more and build up my IQ. Isn't it enough reason to be here? I was curious about my country's job viva system. They ask stupid questions. Suppose my Job position is Marketing manager, They will ask me- Who won the first Noble? Fuck off. That's why I never looked for a job. If you really want to erase us from here. That's a nice addition.
I've always seen IQ as a relatively meaningless thing. Even  doing tests are somewhat inaccurate, since some people are just not great testers. Bitcointalk would never seriously implement something like this, but that's what April Fools is all about, this forum is usually rather serious so its nice to see forum users loosen up a little, and have a bit of fun. Even if its just for the one day.

That's why I never looked for a job. If you really want to erase us from here.
Nah, definitely meant as a tongue in cheek remark.

ওয়েল্স থেমোস কে এক্সপোস করে দিয়েছে। সে নিজেও জানে এটা এপ্রিল ফুল। আর আই কিউ সোর্স এড করেছে এটাকে আরো সিরিয়াস বানানোর জন্য  Grin Grin
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
April 01, 2022, 03:49:52 AM


বুঝতেছি না আসলে হতে যাচ্ছে টা কি ? আপনার পোস্ট থেকে ফার্স্টে ভাবলাম যে এপ্রিল ফুল  করতেছে । এখন আবার কিছু কিছু পোস্ট দেখে সিরিয়াসলি মনে হইতেছে , যদি আসলেও এমনটা হয় তাহলে সামনে  খারাপ দিন আসতেছে আমাদের জন্য । shasan আপনার কি মনে হচ্ছে আসলে কি এপ্রিল পলি করতেছে নাকি আসলেই সিস্টেম চালু হবে , যদিও আপনার লাস্টের কথাগুলোর দ্বারা এপ্রিল ফুল ই বোঝা যাচ্ছে


থিমস এতটাও স্টুপিড না যে এইটা ফোরামে ব্যবহার করবে। আপনার আই কিউ এর সাথে ফোরামে অংশগ্রহণ এর কোন সম্পর্ক নেই। গত কয়েক বছর ধরেই থিমস এপ্রিল ফুলের দিনে এইরকম কিছু আমাদের দিচ্ছে। গতবছর দিয়েছিল এনএফটি ট্রেড করার অপশন। অনেকেই কয়েকশ বিটিসি এর মালিক হয়েছিলেন ওইদিন যদিও ওইগুলো আসল বিটকয়েন ছিল না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
April 01, 2022, 01:02:39 AM
সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
এখানে লিজেন্ডারির কোন বেল নাই। যে কেউ ভুল উত্তর দিলে তার আইকিউ কমে যাবে। আবার কেউ সঠিক উত্তর দিলে তার আইকিউ বেড়ে যাবে। এবং আমি এই পর্যন্ত যা বুঝলাম আইকিউ কমে বাড়ে; আবার কম বেশি হারে। যদি দেরিতে পোস্ট করা যায়, তাহলে আইকিউ বেশি বাড়ে। যদি তাড়াতাড়ি পোস্ট করা হয়, তাহলে আইকিউ কম বাড়ে। আইকিউ সিস্টেম টা থাকলে পোস্ট করতে আমাদের খুব সমস্যা হবে তবে অনেক স্প্যাম পোস্ট কমে যাবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যারা লেজিট ইউজার তাদের সমস্যা বেশি হবে। কেননা, স্প্যামাররা আবোল তাবল যে কোন একটা মার্ক করেই পোস্ট করবে। কিন্তু যারা লেজিট ইউজার তারা তারা তো আবোল তাবোল মার্ক করতে পারবে না। যদিও এগুলো বলার কোন মানেই হয়না, কেননা এ পদ্ধতি থাকবে না এটা জাস্ট এপ্রিল ফুল এর জন্য।

বুঝতেছি না আসলে হতে যাচ্ছে টা কি ? আপনার পোস্ট থেকে ফার্স্টে ভাবলাম যে এপ্রিল ফুল  করতেছে । এখন আবার কিছু কিছু পোস্ট দেখে সিরিয়াসলি মনে হইতেছে , যদি আসলেও এমনটা হয় তাহলে সামনে  খারাপ দিন আসতেছে আমাদের জন্য । shasan আপনার কি মনে হচ্ছে আসলে কি এপ্রিল পলি করতেছে নাকি আসলেই সিস্টেম চালু হবে , যদিও আপনার লাস্টের কথাগুলোর দ্বারা এপ্রিল ফুল ই বোঝা যাচ্ছে

copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 31, 2022, 10:58:05 PM
সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
এখানে লিজেন্ডারির কোন বেল নাই। যে কেউ ভুল উত্তর দিলে তার আইকিউ কমে যাবে। আবার কেউ সঠিক উত্তর দিলে তার আইকিউ বেড়ে যাবে। এবং আমি এই পর্যন্ত যা বুঝলাম আইকিউ কমে বাড়ে; আবার কম বেশি হারে। যদি দেরিতে পোস্ট করা যায়, তাহলে আইকিউ বেশি বাড়ে। যদি তাড়াতাড়ি পোস্ট করা হয়, তাহলে আইকিউ কম বাড়ে। আইকিউ সিস্টেম টা থাকলে পোস্ট করতে আমাদের খুব সমস্যা হবে তবে অনেক স্প্যাম পোস্ট কমে যাবে। কিন্তু সর্বোপরি আমি মনে করি যারা লেজিট ইউজার তাদের সমস্যা বেশি হবে। কেননা, স্প্যামাররা আবোল তাবল যে কোন একটা মার্ক করেই পোস্ট করবে। কিন্তু যারা লেজিট ইউজার তারা তারা তো আবোল তাবোল মার্ক করতে পারবে না। যদিও এগুলো বলার কোন মানেই হয়না, কেননা এ পদ্ধতি থাকবে না এটা জাস্ট এপ্রিল ফুল এর জন্য।
full member
Activity: 367
Merit: 136
March 31, 2022, 10:46:11 PM
আজ সবার প্রোফাইলে আই কিউ 100 লেখা আছে। এবং পোস্ট করলে বা পোস্ট এডিট করলে 100 এর থেকে কমতেছে বা বাড়তেছে। থেমাস বলছে আজ থেকে আইকিউ চালু থাকবে। এবং যাদের আইকিউ 120 এর কম থাকবে তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে ব্যান করা হবে। এটা যদি সত্যি হয় তাহলে সেটা হবে খুবই উদ্বেগের যদিও আমি মনে করি এধরণের কোন ঘটনা ঘটবে না। থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন

সকাল সকাল এই রকম পোষ্ট দেখে চোখ কপালে উঠে গেছিলো, যদিও মনে হয় এমনটা হবে, IQ অনেকের কমতেছে আবার বাড়তেছে। অনেক ভালো লেজেন্ডারি আইডিও দেখেছি আইকিউ ১০০ এর নিচে নেমে গেছে। হয়তো হতেই পারে এপ্রিল ফুল উদ্দেশ্য তেই এই রকম পোষ্ট।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 31, 2022, 08:42:16 PM
আজ সবার প্রোফাইলে আই কিউ 100 লেখা আছে। এবং পোস্ট করলে বা পোস্ট এডিট করলে 100 এর থেকে কমতেছে বা বাড়তেছে। থেমাস বলছে আজ থেকে আইকিউ চালু থাকবে। এবং যাদের আইকিউ 120 এর কম থাকবে তারা ব্যান হয়ে যাবে বা তাদেরকে ব্যান করা হবে। এটা যদি সত্যি হয় তাহলে সেটা হবে খুবই উদ্বেগের যদিও আমি মনে করি এধরণের কোন ঘটনা ঘটবে না। থেমাস এটা করেছে কারণ আজ পহেলা এপ্রিল যেটাকে এপ্রিল ফুল বলা হয়। আমি মনে করি থেমাস আমাদেরকে জাস্ট ফুল বানিয়েছে। মূল পোস্টে আপনারা এখান থেকে দেখতে পারবেন
full member
Activity: 504
Merit: 212
March 31, 2022, 11:56:46 AM
এক সপ্তাহ ধরে দেখতেসি মার্কেটের অবস্থা ভালই যাচ্ছে , বিটকয়েন  প্রায় ১০%   পাম্প করেছিল ,  সাথে সাথে ইথারিয়াম ও ভালোই পাম্প করেছে ।  কিন্তু আজকে থেকে দেখতেছি বিটকয়েন আবার একটু ডাউন খেতেছে ,  সংবাদ শুনলাম যে "মালয়েশিয়ায়  ৬০০  এর কাছাকাছি  লোক অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে মাইনিং করার জন্য " আপনাদের কি মনে হয় এটার  জন্য কি মার্কেটের অবস্থা নিচে যাবে ?

আমার মনে হয়না মালয়েশিয়া এর এই নিউজ এর জন্যে মার্কেট ডাউন যাবে। মার্কেট প্রায় ১৫০ দিনের মত বেয়ারিশ ট্রেন্ডে ছিলো একটা রিলিফ বউন্স সবাই আশা করছিলো এবং সেটাই হয়েছে। এছাড়াও পূর্বের ডাটাগুলো দেখলে বুঝা যায় এপ্রিল মাস ক্রিপ্টোর জন্য সব সময়ই বুলিস ছিলো। এসবের সাথে টেরা এর সিইও বিটকয়েনের রিজার্ভ ব্যাক স্টেবল কয়েন আনার ঘোষনা এবং বিটকয়েন কেনা শুরুর পর মার্কেট বুলিস হয়ে গিয়েছে। এখন যে কারেকশন দেখা যাচ্ছে এটা স্বল্প মেয়াদি ট্রেডাররা প্রফিট বুক করার কারণে হচ্ছে। তবে যেহেতু টেরা ১০ বিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন কেনার পরিকল্পনার কথা বলেছে তাই আশা করা যায় মার্কেট আরো উপরের দিকে যাবে আস্তে আস্তে।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
March 31, 2022, 11:03:01 AM
এক সপ্তাহ ধরে দেখতেসি মার্কেটের অবস্থা ভালই যাচ্ছে , বিটকয়েন  প্রায় ১০%   পাম্প করেছিল ,  সাথে সাথে ইথারিয়াম ও ভালোই পাম্প করেছে ।  কিন্তু আজকে থেকে দেখতেছি বিটকয়েন আবার একটু ডাউন খেতেছে ,  সংবাদ শুনলাম যে "মালয়েশিয়ায়  ৬০০  এর কাছাকাছি  লোক অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে মাইনিং করার জন্য " আপনাদের কি মনে হয় এটার  জন্য কি মার্কেটের অবস্থা নিচে যাবে ?
full member
Activity: 367
Merit: 136
March 31, 2022, 03:35:21 AM
(Degen is short for degenerate), এই ক্রিপ্টো র্টামটি এমন ট্রেডারকে বোঝানো হয়েছে যিনি সত্যিকার অর্থে কোনো এনালাইসিস না করেই, যেকোনো ক্রিপ্টো প্রজেক্টগুলিকে চরম মাত্রায় আত্মবিশ্বাসে বিশ্বাস করে।



আরো ক্লিয়ার করে বললে, Degen ট্রেডিং বা Degen মোড হল যখন একজন ট্রেডার যথাযথ রির্সাচ কিংবা গবেষণা ছাড়াই ট্রেড, সিগন্যাল এবং FOMO তে পড়ে ট্রেড করে। একজন ডিজেন ট্রেডার FDV বা TVL-এর মতো মেট্রিক্স সম্পর্কে জানেন না বা কোনো তোয়াক্কা করেন না। আপনি সম্ভবত Degen মানসিকতা কখনই বুঝতে পারবেন না। তারা অত্যন্ত ঝুঁকি গ্রহণকারী যারা প্রযুক্তিগত বিশ্লেষণের পরিবর্তে তাদের বিশ্বাসের জন্য বিনিয়োগ করে। যেকোন সুন্দর লোগো, দুর্দান্ত স্লোগান, বা এমনকি চমৎকার ধারণাগুলি তাদের বিশ্বাস করার জন্য একক নির্ধারক ফ্যাক্টর হতে পারে।

কখনোই Degen ট্রেডার হবেন না, প্রতিটা ইনভেস্টমেন্ট ফান্ডামেন্ট্যাল এনালাইসিস করে তারপর ইনভেস্ট করুন।
সোর্সঃ What is Degen
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2022, 10:54:17 PM
এটি আহামোরি কোনো সিকুরিটি বা অনেকটা সেফটি থাকবে এমনটি কিন্ত না, এই ব্যপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত।
যেহেতু আপনি সবকিছুই আসলে অনলাইনে বা আপনার ডিভাইস অনলাইনে রেখে করা লাগব, এইটা কোনভাবেই সিকিউর হতে পারে না। আপনি যেটা করেছেন সেটা এমনে পিসিতে ওয়ালেট ফাইল ক্রিয়েট করার মতই। শুধু ওয়ালেট ফাইলটা আপনি পেনড্রাইভে রেখে দিচ্ছেন। তবে, কিছুটা সিকিউর করতে আপনি ওয়ালেট ফাইলকে এনক্রিপ্টেড করতে পারেন। কিন্তু যেহেতু এইখানে সিড কী আছে, ওয়ালেট ফাইলের আসলে দরকারও হয় না।
আশা করি আমার পয়েন্ট বুঝতে পেরেছেন।

তবে এখন প্রশ্ন হলো যে, কে পাবে সেই $৫? তাহলে আমি বলছি কে পাবে সেই ডলার। $৫ ডলার একইসাথে দুইজনকে পাঠাবে। আর তখন ব্লকচেইনে একটি পুল তৈরী হবে। তারপর দুই এড্রেসে $৫ নেওয়ার জন্য মাইনিংরা ব্লক তৈরী করবে। যে মাইনার আগে মাইনিং করতে পারবে সে $৫ পেয়ে যাবে, আর অন্য দোকানের ট্রানজেকশন তখন বাতিল হয়ে যাবে। কারন, ব্লকচেইন অবৈধ ট্রানজেকশন এর তথ্য মুছে ফেলে দেয়। তাই আমাদের ক্রিপটো মুদ্রা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।
এইখানে আপনার আসলে ভুল হয়েছে। ডাবল স্পেন্ডিং মানে আসলে একই ইনপুটকে দুইবার ব্যবহার করা বোঝায় সহজ ভাষায় বললে। এর জন্য আপনাকে জানতে হবে ইনপুট এবং আউটপুট কি। বিস্তারিত এইখানে দেখুন- https://bitcointalksearch.org/topic/m.51289995
একই ইনপুট ব্যবহার করে প্রথমে ধরে নিলাম কেউ আপনাকে ১ সাতশি পার বাইটে ট্রাঞ্জেকশন রিলিজ করলো। কিন্তু কারেন্ট নেটওয়ার্ক এ ফি বেশি হলে সেটা সাথে সাথে কনফার্ম হবে না কিংবা নতুন ব্লক না পাওয়া পর্যন্ত কনফার্ম হবে না। সেক্ষেত্রে, প্রেরক ওই একই ইনপুট ব্যবহার করে মনে করুন ১০ সাতশি পার বাইটে অন্য এড্রেসে পাঠালো। যখন লেনদেনটি ব্লকে এড করবে মাইনিং প্রসেস, তখন যেখানে ফি বেশি সেটাই গ্রহণযোগ্য হবে এবং পরের লেনদেন ইনভ্যালিড হয়ে যাবে। কারণ ওইখানে একই ইনপুট আর খুজে পাবে না মাইনার।
jr. member
Activity: 99
Merit: 4
March 30, 2022, 08:18:06 PM
ডাবল স্পেনডিং কি? 😇

ক্রিপটো মুদ্রা দিয়ে ডাবল স্পেনডিং করা সম্ভব। তাই আজ আমি আপনাদের মাঝে ডাবল স্পেনডিং নিয়ে আলোচনা করবো।

প্রকৃতপক্ষে, ডাবল স্পেনডিং হচ্ছে দুইবার খরচ করা বা ব্যয় করা। এর মানে হলো, আপনি $৫ ডলার একসাথে দুইবার খরচ করবেন। সহজ করে যদি বলি তাহলে হলো, আপনার কাছে $৫ আছে, কিন্তু আপনি দুইজনকেই $৫ করে প্রদান করবেন। কিন্তু, আপনার দুইজনকে $৫ করে পাঠাতে হলে আপনার মোট $১০ লাগবে। কিন্তু আপনার কাছে রয়েছে $৫। আর এই $৫ ডলার দুইজনকে একইসাথে প্রদান করার নামই হচ্ছে ডাবল স্পেনডিং।

ক্রিপটো বিশ্বে ডাবল স্পেনডিং করা সম্ভব, কিন্তু অফলাইনে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন না। কারন, আপনি যদি অফলাইনে কিছু ক্রয় করেন তাহলে আপনাকে সাথে সাথে টাকা প্রদান করতে হয়। অফলাইনে ডাবল স্পেনডিং করার কোনো সুযোগই থাকেনা। তবে ক্রিপটো মুদ্রা দিয়ে আপনি ডাবল স্পেনডিং করতে পারবেন সহজেই।

উদাহরণঃ ধরুন, আপনি একজন ক্রেতা। আর আপনি একটি কসমেটিকস এর শো রুমে গিয়েছেন। আর সেখানে যেয়ে আপনি বডি পারফিউম কিনবেন। আপনি একটি দোকানে গেলেন আর সেই দোকানের পারফিউম ভালো লেগেছে আপনার। কিন্তু আপনি আরেকটি দোকানে প্রবেশ করলেন আর আরেকটি পারফিউম আপনার ভালো লেগেছে। আর তখন আপনি দুই দোকানের দুটি পারফিউম কিনতে চাইলেন। ধরুন পারফিউম দুইটির দামই $৫ করে, আর দুটি পারফিউম কিনতে হলে আপনার লাগবে $১০। কিন্তু আপনার কাছে $৫। আর তখন আপনি দুটি পারফিউম কিনবেন, তখন আপনি দুই পারফিউম অর্ডার করলেন আর দুই দোকানের ক্রিপটো এড্রেসে একইসাথে $৫ ক্রিপটো মুদ্রা বা বিটকয়েন সেন্ড করলেন। আর তখন তাদের ওয়ালেটে নোটিফিকেশন চলে যাবে। আর এভাবেই আপনি একই অর্থ দুইবার ব্যবহার করতে পারবেন।

তবে এখন প্রশ্ন হলো যে, কে পাবে সেই $৫? তাহলে আমি বলছি কে পাবে সেই ডলার। $৫ ডলার একইসাথে দুইজনকে পাঠাবে। আর তখন ব্লকচেইনে একটি পুল তৈরী হবে। তারপর দুই এড্রেসে $৫ নেওয়ার জন্য মাইনিংরা ব্লক তৈরী করবে। যে মাইনার আগে মাইনিং করতে পারবে সে $৫ পেয়ে যাবে, আর অন্য দোকানের ট্রানজেকশন তখন বাতিল হয়ে যাবে। কারন, ব্লকচেইন অবৈধ ট্রানজেকশন এর তথ্য মুছে ফেলে দেয়। তাই আমাদের ক্রিপটো মুদ্রা ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত।

আমি আরেকটু উদাহরণ দেয়, যখন আমরা ডিপোজিট করি তখন দেখতে পায় যে কনফার্মেশন দেখায়। যদি কনফার্মেশন সম্পূর্ণ না হয়, তাহলে ট্রানজেকশন বাতিল হয়ে যাবে।

সুতরাং, ডাবল স্পেনডিং এর স্বীকার আমরাও হতে পারি। তাই আমরা কনফার্মেশন সম্পূর্ন না হওয়া পর্যন্ত কোনো কিছু প্রদান করবো না।
আমার অরজিনাল পোস্ট লিংকঃ https://read.cash/@Rashed8/dabl-spending-ki-c43023b0
তথ্যের সোর্সঃ khutinati.com
full member
Activity: 367
Merit: 136
March 30, 2022, 02:42:53 PM
যারা ক্রিপ্টোতে কাজ করে হয়তো অনেকেরই শখের একটা ব্যপার থাকে যে নিজের একটা হ্যাডওয়ার ওয়ালেট থাকুক। আর সেটি আমর ক্ষেত্রেও ব্যাতিক্রম নয়। ওই পরিপেক্ষিতেই একটা USB Pendrive কে হ্যাডওয়ার ওয়ালেট হিসেবে ব্যবহার করার চেষ্টা করলাম। হয়তো অনেকে জানেন এই ব্যপারে, কিন্ত যারা জানেন না, তারাও আমার মত শখের জায়গাটি পুরণ করতে পারেন।


আমি আজকে এই পেনড্রাইভটি ক্রয় করছি,(৬০০ রাখছে Transcend এর ৩২ জিবি)। বাসায় এসেই পাগ্ল-ইন করলাম।
টিউটেরিয়ালটি একদম সহজ, আপনি একটা ওয়ালেট পিসিতে ইন্সটল দিবে, আর সেটির স্টোরেজ পেনড্রাইভ তে সেভ করবেন। পরবর্তীতে সে পেনড্রাইভ থেকেই আপনি স্টোর করতে পারবেন।
আমি ওয়ালেট হিসেবে Coinomi ওয়ালেট ব্যবহার করেছি। ইউন্ডোজ ভার্সন ডাউনলোড করে ওপেন করলাম


এখন ব্রাউজের এ ক্লিক করে স্টোরেজ ফাইলগুলো আপনার পেনড্রাইভে সেভ করতে হবে,


তারপর সব ওকে দিয়ে রান করাবেন। প্রথমে দুইটি অপশন আসবে; Create a new wallet and Restore wallet। আমি নতুন করে তৈরি করার জন্য, Create a new wallet এ ক্লিক করলাম এবং সিড-ফেজ টি সেভ করে রাখলাম। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে কোন, কোন কয়েন আপনি ওয়ালেটে রাখতে চান, পছন্দীয় কয়েনগুলিকে সিলেক্ট করে ওয়ালেট ওপেন করুন।
এখন আমর সামনে, ওয়ালেট ওপেন করা আছে, এখন টপ-আপ করার পালা।
(আপনি ওয়ালেটটি পেনড্রাইভে সেভ করলে, শুধু পেনড্রাইভ পাগ্ল-ইন করলেই ওয়ালেটটি ওপেন হবে)


এটি আহামোরি কোনো সিকুরিটি বা অনেকটা সেফটি থাকবে এমনটি কিন্ত না, এই ব্যপারটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। আর অনেকেই coinomi এর ওয়ালেট পছন্দ না, এক্ষেত্রে Atomic wallet ব্যবহার করতে পারেন। (Atomic wallet ব্যবহারের জন্য Ubuntu ইন্সটল করা লাগে)।
আপনার ইন্টারনেট কানেকশন চলে গেলে, ওয়ালেট অফলাইনে পোর্টফোলিও দেখাবে। আর ইন্টারনেট কানেকশন ফেরত আসলে, ওয়ালেট আপডেট হয়ে যাবে।

বিঃদ্রঃ এটি শুধুমাত্র শখের জন্য করতে পারেন, এর বেশি কোনোকিছু হ্লোডিং করবেন না, এতে হারানোর সম্ভবনা আছে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 30, 2022, 09:12:47 AM
হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
হার্ডওয়্যার ওয়ালেট আনতে কোন ঝামেলা হয় না। আমি এখনো দেখিনি আসলে। সেইফপাল আমি নিজে আনিয়েছি। একবারে আমার পোস্ট অফিসে যাওয়ার আগে আমাকে কোন কিছুই করতে হয় নি। এছাড়া, এইখান থেকে একজন ট্রেজর এনেছেন। কাস্টমস থেকে ফি এর জন্য যোগাযোগ করা হয়। উনি ফি দিলে উনার ওয়ালেট পাঠিয়ে দেয়া হয়।
DIY কি? আমার মনে হয় dkbit এর একটা থ্রেডে দেখেছিলাম কিন্তু মনে পড়ে না।
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 30, 2022, 02:34:50 AM
হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
যে সময় আলোচনা হয়েছিল তখন শুনেছিলাম বাংলাদেশ হার্ডওয়ার ওয়ালেট আনলে তেমন কোনো সমস্যা হয় না। কাজেই আপনি যদি হার্ডওয়ার ওয়ালেট আনান বা আনতে চান, তাহলে হয়তো আপনারও তেমন কোনো সমস্যা হবে না। যাই হোক আপনি নিজে হার্ডওয়ার বানাতে পারলে আপনার জন্য সুবিধাই হবে। এবং সেটা বাংলাদেশী হিসেবে আমাদের জন্য গর্বের বিষয় পরিণত হবে। আশা করি আপনি সাফল্য অর্জন করবেন এবং বাংলাদেশীদের মুখ উজ্জল করবেন।
full member
Activity: 367
Merit: 136
March 30, 2022, 01:36:33 AM

মোবাইল ওয়ালেট কিংবা সফটওয়্যার ওয়ালেট হল হট ওয়ালেট যেগুলো অনলাইনের সাথে সম্পর্কযুক্ত। তাহলে কেন আমি রিস্ক নিতে যাবো? একটা হার্ডওয়্যার ওয়ালেট থাকা মানে অফলাইনে ট্রাঞ্জেকশন সাইন করা যায়।
আপনার টাকা আপনি ভালো বোঝেন, আপনার কাছে রিস্কি মনে না হলে তো কিছু করার নেই। আর ডেইলি লেনদেন মানে যে সবার কাছে $১০০-২০০ ডলার তাও না। দৈনন্দিন প্রয়োজনের ওয়ালেটেও অনেক বেশি ফান্ড থাকতে পারে। পক্ষান্তরে, একটা হার্ডওয়্যার ওয়ালেটের দাম আর শিপিং খরচ নিয়ে ১১৫-১২০ ডলারের বেশি লাগে না। তাহলে কেন আমি অযথা একটা হট ওয়ালেট ব্যবহার করতে যাবো যেটা যেকোন সময় হ্যাকিং এর শিকার হতে পারে।


হ্যাডওয়ার ওয়ালেট নিয়ে বেশি কিছু দিন আগে আলোচনা করা হয়েছিলো। যেহুতু বাংলাদেশে কোনো হ্যাডওয়ার ওয়ালেট আনার সুযোগ তেমন নেই। তাই ভাবতেছি কোনো DIY করে ঘরে বসেই একটা হ্যাডওয়ার ওয়ালেট বানালে কেমন হবে?
 
যদিও আসল কোনো হ্যাডওয়ার ওয়ালেটের মত কাজ না করলেও, শখের জায়গা হয়তো পুরন করতে পারবে।
jr. member
Activity: 99
Merit: 4
March 29, 2022, 10:42:34 AM
পোস্ট মূলত কয়েক মিনিট পর করেছি তবুও এড হয়ে গেছে একসাথে
আপনি যখনই পোস্ট করেন না কেন তা 2 মিনিট আগে হোক আর দুইদিন আগে হোক আপনার পোস্ট এর পর যদি অন্যকেউ পোস্ট না করে এবং আপনি আবার পোস্ট করেন তাহলে আপনার পোস্টটি পর পর দেখাবে। এরকম ক্ষেত্রে হয় তাহলে আপনার উচিত আগের পোস্ট এডিট করা অথবা অন্যকেউ পোস্ট করার পরে নিজের পোস্ট করা। আশা করি আমি কি বলেছি বা কি বলতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় আপনি যদি একাধিক ব্যক্তি পোস্টকোড করতে চান, তাহলে আপনি একই প্রশ্নের মাধ্যমে তা করবেন। অথবা অন্য কেউ পোস্ট করার পর করবেন।

আমিও সেটা অনুমান করেছিলাম।হাহা বিষয়টা মজার।ধন্যবাদ সেবা প্রদান করার জন্য।


আপনার পোষ্ট পরে আমি বলদ হয়ে গেছি। আপনি কি অনুমান করেছেন আপনিই ভালো জানেন। কোন বিষয়টা আপনার কাছে মজার মনে হয়েছে? আর কে আপনাকে কি সেবা প্রদান করেছে? আপনার পোষ্ট পড়ে হাসবো নাকি কাদবো সেটাই বুঝতে পারতেছি না  Cry। উনি বলেছেন, পর পর ১ টির বেশি পোষ্ট করবেন না। এটা ফোরামের নিয়মের বাইরে। আপনার পোষ্ট একজন মডারেটর অলরেডি মার্জ করে দিয়েছে। এই কাজটি ভাই আপনাকে না করার জন্য বলেছে। তবুও আপনি সেটাই করছেন  Huh, আবার বিষয়টা আপনার কাছে মজাও লেগেছে  Grin Grin

জি বুঝতে পেরেছি। আমার একের পর এক পোস্ট করা ভুল হয়েছে। আশা করছি আর হবেনা।
Jump to: