Author

Topic: বাংলা (Bengali) - page 321. (Read 5693653 times)

full member
Activity: 367
Merit: 136
May 08, 2022, 03:52:02 PM
~snip~

আর আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে আপনি টুইটার ফ্লিপিং করেন । আমি আসলে জানতে চাচ্ছি টুইটার ফ্লিপিং টা  আসলে কি? আশা করি এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো।   Cheesy

একাউন্ট ফিপিং অনেকটা একাউন্ট রিসেলের মত। অনেকের টুইটার একাউন্ট দরকার পরে, ক্রিপ্টো প্রজেক্ট এর মার্কেটীং এর জন্য। এসময়ে অনেক প্রজেক্ট এর টিম অনেক এসব একাউন্ট ব্যবহার করে থাকে। যারা বাউন্টির কাজ করে, তারা এ ব্যপারে ভালো মত বুঝতে পারবেন।


ফোরামে ক্রিপ্টো মার্কেটের কোনো সার্ভিস সম্পর্কে শেয়ার করলে কি তাতে রেফাল লিংক শেয়ার করার সুযোগ আছে কিনা? সত্যি বলতে আমি নিজেও রেফালেল লিংক শেয়ার করতে বেশি পছন্দ করি না, কিন্ত অনেক প্রজেক্টের সার্ভিসগুলো রেফারার এর সুবিধা থাকে। রেফাল লিংক শেয়ার করার সুযোগ থাকলে ভবিষ্যতে অনেক প্রজেক্টের সার্ভিসগুলো শেয়ার করতে চেষ্টা করবো।
sr. member
Activity: 476
Merit: 523
May 08, 2022, 01:41:19 PM
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?

গুড আফটারনুন, কেমন আছেন?

ব্রাদার, কুশল বিনিময়ের জন্য এই থ্রেড নয়, অথবা এটা চ্যাট করার মতো যায়গাও নয়। দয়া করে এক লাইনের ভেলু লেস পোষ্ট করবেন না। কুশল বিনিময় করার ইচ্ছে থাকলে দয়া করে ইনবক্সে নক করবেন।


(এডিটেড)

ইমেজ পোষ্ট করার সময় যে কোনো একটা সাইজ ব্যাবহার করার চেষ্টা করবেন। এত করে ইমেজ সাইজ টা সুন্দর হবে। মনে করেন Width ব্যাবহার করলেন, এতে করে ফোরাম নিজে থেকেই বাকিটা সাইজ করে নেবে। নইলে ছবি গুলো দেখতে অন্য রকম লাগে।


অনেক দিন ধরে ভাবতেছিলাম লেখতে বসবো, ঈদের জন্য সময় হয়ে উঠেনি, হয়তো এই লেখাটি অনেক আগেই লেখার দরকার ছিলো। গত ২৭ এপ্রিলে, আমি ফুল মেম্বার রেঙ্ক এ উঠতে পারি। বিশ্বাসই হচ্ছিলো না, অবশেষে আমি এই রেঙ্ক অর্জন করতে পেরেছি।

আপনাকে অভিনন্দন। ফোরামে কিন্তু অনেক নতুন মেম্বার আসে, আবার চলেও যায়। যারা রেঙ্ক আপ করেছে, আমি মনে করি সবাই নিজের যোগ্যতায় করেছে। আবারো অভিনন্দন।
newbie
Activity: 32
Merit: 0
May 08, 2022, 12:51:09 PM
I'm new to Bitcoin
I learned a lot from this post, thanks.
Hopefully Bitcoin will do better in the future.
And it is possible to set life from here only by working honestly and sincerely.
If you want to do something good in the forum, you must first know the rules well. And it is better to be active in regular forums. I understand that it takes a lot of patience and intelligence to trade.
jr. member
Activity: 196
Merit: 1
May 08, 2022, 10:37:32 AM
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
আপনার প্রথম করণীয় হল ফোরামে আপনি কি চান সেটা নির্দিষ্ট করা। আপনার যদি লক্ষ্য থাকে ফোরামে আপনি ক্রিপ্টো সম্পর্কে শিখবেন বা শেখাবেন তাহলে আপনাকে অভিনন্দন। এ জন্য আপনাকে ফোরামের রুলোস গুলো ভালভাবে পরে ফোরামে নিয়মিত একটিভ থাকলে ভাল হবে।
আর যদি আমার মত বাউন্টি করতে চান তাহলে আপনাকে বাউন্টি র রুলস গুলো মেনে চলতে হবে ।
Rules: https://bitcointalksearch.org/topic/unofficial-list-of-official-bitcointalkorg-rules-guidelines-faq-703657

আর বাউন্টি তে মাল্টি একাউন্ট করা থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 08, 2022, 09:59:30 AM
~snip~

প্রথমেই আপনাকে আপনার রেঙ্ক আপ হওয়ার জন্য অভিনন্দন জানাই ।  এভাবে আরো গুণগতমান সম্পন্ন রিসোর্স পোস্ট করতে থাকলে আমার বিশ্বাস আপনি একদম সর্বোচ্চ রেঙ্ক পর্যন্ত যেতে পারবেন ।
আর আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে আপনি টুইটার ফ্লিপিং করেন । আমি আসলে জানতে চাচ্ছি টুইটার ফ্লিপিং টা  আসলে কি? আশা করি এ সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারবো।   Cheesy
member
Activity: 84
Merit: 22
May 08, 2022, 07:16:52 AM
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?

প্রথমে আপনাকে এই ফোরামে স্বাগতম জানাই। আপনি এই ফোরামে নতুন তাই আগে আপনাকে এই ফোরামের নিয়মকানুনগুলো জানতে হবে। আপনি যদি ফোরামের নিয়মকানুনগুলো না জানেন তাহলে আপনার আইডি ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি আপনার একাউন্ট এর Rank বাড়াতে চান তাহলে আপনাকে আগে ফোরামের নিয়ম কানুন জানতে হবে। আপনি নিচের লিংক থেকে ফোরামের নিয়ম কানুন জানতে পারবেন।

Link: https://bitcointalk.org/index.php?topic=631891.3760#msg55551271
newbie
Activity: 5
Merit: 0
May 07, 2022, 11:05:44 PM
আমি বিটকয়েনটকে নতুন,আমার করনীয় কী?
full member
Activity: 367
Merit: 136
May 07, 2022, 02:22:18 PM
অনেক দিন ধরে ভাবতেছিলাম লেখতে বসবো, ঈদের জন্য সময় হয়ে উঠেনি, হয়তো এই লেখাটি অনেক আগেই লেখার দরকার ছিলো। গত ২৭ এপ্রিলে, আমি ফুল মেম্বার রেঙ্ক এ উঠতে পারি। বিশ্বাসই হচ্ছিলো না, অবশেষে আমি এই রেঙ্ক অর্জন করতে পেরেছি। মনে হচ্ছিলো নুন্যতম ফুল মেম্বার ছাড়া অস্তিত্ত সংকটে ভুগতেছি, যাইহোক এই পর্যায়ে, আসার জন্য লোকাল থ্রেডে কিছু ইউজার রে ধন্যবাদ না দিলে আমার ভুল হবে,

Little Mouse -  Little Mouse ভাইকে অসংখ্য ধন্যবাদ, সব সময় পাশে থেকে সব বিষয়ের প্রতি সাহায্য করার জন্য। এই ব্যক্তিকে বুঝে না বুঝে অনেক নক দিয়েছি, উনি সাধ্যমত সব সময় সাহায্য করার চেষ্টা করেছেন।

naim027- naim027 ভাই লোকাল থ্রেডে যথেষ্ট এক্টিভ মেম্বার। উনি সব সময় নতুনদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন। তার এই প্রচেষ্টা আশা করি সব সময় অব্যাহত থাকবে।

DTalk, Review Master, musafar37, DVlog আরও অনেক ইউজার এই যাত্রাতে সাহায্য করেছে। সর্বাপরি আমি লোকাল থ্রেডের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি কমুনিটি ধরে রাখার জন্য। আশা করি ভবিষ্যতেও এইভাবেই থ্রেড আরও বেড়ে উঠবে।



টুইটার থেকে বট/জম্বি একাউন্টগুলো সরানোর জন্য ইলন মাস্ক হয়তো ডজকয়েনকে ব্যবহার করবে এবং অনেকে অন্য ব্যবহারকারীর একাউন্টকে বট/জম্বি একাউন্ট হিসেবে রিপোর্ট করে থাকে, কিন্তু অনেক সময় সেগুলো আসল ব্যবহারকারীর একাউন্ট হয়ে থাকে। এমন রিপোর্ট প্রদানকারীদের শাস্তি হিসেবে ডজকয়েন কেটে নিবে। এমনটা প্রস্তাব করেছিলেন মার্ক কুবেন এবং ইলন মাস্ক সেটিতে সহমতও প্রদান করেছিলেন। তাই এমন কিছু হলে আমিও অবাক হব নাহ।

আমি টুইটার একাউন্ট ফ্লিপিং করি, আর এই রকম সিস্টেম এর মত কিছু করলে, আমাদের মত অন্যান্য মার্কেটাররা কঠিন জামেলায় পড়বে। আর কখনোই এত বড় সোসাল মিডিয়া কোনো একার ব্যাক্তির কাছে নিয়ন্ত্রন করা হলে, ফলসরুপ সবার জন্য আশানুরুপ হয় না। টুইটার যেমনি চলতেছে, কোনো মেজর চেঞ্জ না করে, ভবিষ্যতেও এভাবে চললে মনে হয়, পুরো ইউজার বেস এর জন্য ভালো হবে।




আসলে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাপক আলোচনা এই থ্রেডে তেমন একটা দেখা যায় না। খুব কম ইউজার এখানে এক্টিভ থাকে, কোনো টিউটোরিয়াল বা এনালাইসিস পোষ্ট কম হয়। এ চিন্তা থেকেই,  এই থ্রেডকে এগিয়ে নেওয়ার জন্য একটি কনটেস্ট আয়োজন করা হচ্ছে। কনটেস্ট এর বিষয় হচ্ছে "বাংলা থ্রেডকে ক্রিপ্টোকারেন্সি বিষয়ে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইডিয়া শেয়ার করা"। আইডিয়া যেকোনো রকম কিছু হতে পারে, কিন্ত আলচ্য বিষয় অব্যশই ক্রিপ্টো রিলেটেড বিষয়ে আমারে থ্রেডকে প্রাধান্য থাকবে হবে। এমন আইডিয়া সাজেস্ট করুন যাতে সর্বাপরি যেনো আমাদের থ্রেড সমৃদ্ধশীল হতে পারে।

কিছু নিয়ামুবলিঃ
১. আগামি ৩০ দিনের মধ্যে সাবমিট করবেন।
২. অব্যশই পোষ্ট এর সাথে #বাংলাথ্রেড ট্যাগটি ব্যবহার করবেন।
৩. পারসোনাল প্রোমট করার চেষ্টা করবেন না।

৩ জন বিজয়ি নির্বাচন করা হবে, যেখানে
  • প্রথম বিজয়ী ৫$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • দ্বিতীয় বিজয়ী ৩$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
  • তৃতীয় বিজয়ী ২$ সমমুল্যের বিটকয়েন দেওয়া হবে
আশা করি সবাই এব্যাপারে সহায়ক হবেন Cheesy

আমি যদি কারো সাজেশন ব্যক্তিগতভাবে পছন্দ করি, তাহলে আমি তাকে $১০ USDT পাঠাবো, যেমনটা বলেছি, সাজেশন অবশ্যই আমার পছন্দ হতে হবে।
ছোট্ট রিমাইন্ডারঃ আপনারা চাইলেই এই কনটেস্টে জয়েন হতে পারেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 07, 2022, 10:23:16 AM

অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারলেও ডজকয়েন সম্পর্কে বেশি জানতে পারবে, কারণ ইলন মাস্ক বেশিরভাগ সময়ই ডজকয়েন নিয়ে কথা বলে থাকে। আর এটির ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যেমন ভালো দিক হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবে, এতে অনেকেই এটি নিয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও বৃদ্ধি হবে। খারাপ দিক হলো, যারা সাধারণত শুধুমাত্র ইলন মাস্কের টুইটের ভিত্তিতে ফোমো করবে, তারা ক্রিপ্টোকারেন্সির আসল ব্যবহার/উপকারীতা সম্পর্কে জানতেই পারবে নাহ এবং তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি খারাপ মতামত/মনোভাব তৈরি হবে।  Wink

আমি আপনার সাথে একমত আছি যে ইলন মাস্ক শুধু Doge coin  কে প্রমোট করার চেষ্টা করবে .  আর এটা সবাই আগে থেকেই করে রেখেছিল . আর আপনি যে খারাপ দিকটার কথা বললেন এটা অলরেডি হয়ে আসছে অনেকেই এলন মাস্কের টুইট বার্তা অনুযায়ী ইনভেস্ট করে থাকে আমার চেনাজানা অনেকেই আছে যে ইলন মাস্ক কে তার ক্রিপ্টোকারেন্সি আইডল হিসেবে মানে .  আমি আসলে ইলন মাস্ক অতটা ভরসা করতে পারিনা  তার কথার কিছু ভরসা নেই  , এ আরো মার্কেটে এসে মার্কেট এব্রোছেব্রো করে দেয় ।
আমি সুফল বয়ে নিয়ে আসবে বলতে বুঝিয়েছি এটির আরো প্রসার ঘটবে ।  যেটা আপনি অলরেডি বলে দিয়েছেন ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
May 07, 2022, 01:22:13 AM
আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।

টুইটার থেকে বট/জম্বি একাউন্টগুলো সরানোর জন্য ইলন মাস্ক হয়তো ডজকয়েনকে ব্যবহার করবে এবং অনেকে অন্য ব্যবহারকারীর একাউন্টকে বট/জম্বি একাউন্ট হিসেবে রিপোর্ট করে থাকে, কিন্তু অনেক সময় সেগুলো আসল ব্যবহারকারীর একাউন্ট হয়ে থাকে। এমন রিপোর্ট প্রদানকারীদের শাস্তি হিসেবে ডজকয়েন কেটে নিবে। এমনটা প্রস্তাব করেছিলেন মার্ক কুবেন এবং ইলন মাস্ক সেটিতে সহমতও প্রদান করেছিলেন। তাই এমন কিছু হলে আমিও অবাক হব নাহ।  Grin


কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে। যাই হোক সময় বলে দিবে এই পাগলাটে ইলন মাস্ক কি করে 

অনেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারলেও ডজকয়েন সম্পর্কে বেশি জানতে পারবে, কারণ ইলন মাস্ক বেশিরভাগ সময়ই ডজকয়েন নিয়ে কথা বলে থাকে। আর এটির ভালো খারাপ দুটো দিকই রয়েছে। যেমন ভালো দিক হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে পারবে, এতে অনেকেই এটি নিয়ে আরো জানার আগ্রহ প্রকাশ করবে এবং ক্রিপ্টোকারেন্সির ব্যবহারও বৃদ্ধি হবে। খারাপ দিক হলো, যারা সাধারণত শুধুমাত্র ইলন মাস্কের টুইটের ভিত্তিতে ফোমো করবে, তারা ক্রিপ্টোকারেন্সির আসল ব্যবহার/উপকারীতা সম্পর্কে জানতেই পারবে নাহ এবং তাদের মধ্যে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি খারাপ মতামত/মনোভাব তৈরি হবে।  Wink
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 06, 2022, 12:46:16 PM

আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।

আমার মনে হয় না এতটাও কঠোর হবে । আর জনপ্রিয়তার কথা যদি বলেন আমার মনে হয়না এটাও কমবে বরং আরও বাড়তে পারে যে হাইপ উঠেছে এটা কে নিয়ে । কিন্তু বিষয়টা আরেকটু কমার্শিয়াল এর দিকে যাচ্ছে । কিন্তু আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এর জন্য এটি সুফল বয়ে নিয়ে আসবে। যাই হোক সময় বলে দিবে এই পাগলাটে ইলন মাস্ক কি করে 
full member
Activity: 504
Merit: 212
May 06, 2022, 11:09:41 AM
এবার থেকে টুইটার ব্যবহারের জন্য গুনতে হবে অর্থ, ঘোষণা ইলন মাস্কের।

Source: https://www.jamuna.tv/news/343782

ভাই টুইটারে ব্যবহারের জন্য অর্থ গুনতে হবে কিন্তু সেটি তাদের জন্য যারা টুইটার ব্যবহার করে ব্যবসায়িক বা কমার্শিয়াল  কোনো কাজ করবে বা সরকারি কোন কার্যক্রম এর সাথে জড়িত কিছু তে অর্থ গুনতে হবে এটি বুঝিয়েছে। এমনি সাধারণ ইউজারদের জন্য টুইটার আগে যেরকম ছিল সেরকম ই থাকবে টেনশনের কোন কারণ নেই । তারপরও নিচে আমি ইলন মাস্ক এর টুইটটির লিংক এবং ছবি দিয়ে দিলাম

আমারতো মনে হয় এতে করে টুইটারের জনপ্রিয়তা আরো কমে যাবে। অনেক সাধারণ ব্যবহারকারী রয়েছেন যারা টুইটারের মাধ্যমে মার্কেটিংয়ের কাজ করে থাকেন। তাদের জন্যও কি এই নিয়ম থাকবে নাকি? আমারতো মনে হচ্ছে ইলন ডজকয়েনকে প্রোমোট করার জন্য এই ব্যবস্থা করতেছে। কিছুদিন পরে যদি ইলন ঘোষনা করে যে ব্যবসায়িক উদ্দেশ্যে টুইটার ব্যবহার করলে ডজকয়েনের মাধ্যমে ফি প্রদান করতে হবে তাহলেও আমি অবাক হবো না।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 06, 2022, 10:28:31 AM
এবার থেকে টুইটার ব্যবহারের জন্য গুনতে হবে অর্থ, ঘোষণা ইলন মাস্কের।

Source: https://www.jamuna.tv/news/343782

ভাই টুইটারে ব্যবহারের জন্য অর্থ গুনতে হবে কিন্তু সেটি তাদের জন্য যারা টুইটার ব্যবহার করে ব্যবসায়িক বা কমার্শিয়াল  কোনো কাজ করবে বা সরকারি কোন কার্যক্রম এর সাথে জড়িত কিছু তে অর্থ গুনতে হবে এটি বুঝিয়েছে। এমনি সাধারণ ইউজারদের জন্য টুইটার আগে যেরকম ছিল সেরকম ই থাকবে টেনশনের কোন কারণ নেই । তারপরও নিচে আমি ইলন মাস্ক এর টুইটটির লিংক এবং ছবি দিয়ে দিলাম

member
Activity: 84
Merit: 22
May 05, 2022, 11:32:47 PM
এবার থেকে টুইটার ব্যবহারের জন্য গুনতে হবে অর্থ, ঘোষণা ইলন মাস্কের।

Source: https://www.jamuna.tv/news/343782
member
Activity: 84
Merit: 22
May 05, 2022, 02:02:33 PM
কেমন আছেন ভাইয়া

আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে এই ফোরামে স্বাগতম। আপনি এই ফোরামে নতুন তাই আপনি যদি এই ফোরামে ভালো কিছু করতে চান তাহলে আগে আপনাকে ফোরামের নিয়মগুলো ভালোভাবে জানতে হবে। আপনি হয়তো জানেন না প্রথমে আপনি একটি ফোরামের নিয়ম ভঙ্গ করেছেন। আপনি নিচের লিংক থেকে ফোরামের নিয়ম কানুন জানতে পারবেন।

Link: https://bitcointalk.org/index.php?topic=631891.3760#msg55551271
full member
Activity: 658
Merit: 158
BTC Rocks
May 05, 2022, 02:00:02 PM
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?
ওয়ালাইকুম আসসালাম। ফোরামে স্বাগতম জানাই আপনাকে। আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে আশাকরি ফোরামের রুলসগুলো আগে পরবেন এবং সে অনুযায়ী ফোরামে পোস্ট ও রিপ্লাই করবেন। আর ফোরামের রুলসগুলো প্রতিটা board এর উপরে দেওয়া থাকে।
sr. member
Activity: 476
Merit: 523
May 05, 2022, 02:34:13 AM
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 05, 2022, 01:29:29 AM
Binance এর থেকে বেশী রেটে USDT সেল দেওয়ার কি কোন উপায় আছে ?
কম রেটে দিলে জানাইয়েন  Cheesy
তবে বেশি রেট পাবেন না। খুব কম মানুষ বর্তমানে বাইন্যান্সের বাইরে লেনদেন করে। যারা করে তারা হয় বাইন্যান্স সম্পর্কে অবগত না অথবা তারা প্রাইভেসি সম্পর্কে খুবই সচেতন যার জন্য এক্সচেঞ্জ ব্যবহার করে না।

হ্যাঁ ভাই এ বিষয়ে যদি আরেকটু বিস্তারিত জানাতেন তাহলে অনেকের হয়তো উপকার হত । বাইনান্স এর বাহিরে  আর কি কি উপায় আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানার কোনো তথ্য বা সোর্স আপনার কাছে থাকলে দয়া করে একটু দিয়েন , আমি আসলে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাই  আর আরেকটা প্রশ্ন সেইসব কতটুকু সেফ বা বৈধ হবে ?
full member
Activity: 448
Merit: 100
CRYPTOCITIZEN $CCASH
May 04, 2022, 12:20:07 PM
এখানে কে কে আছেন যারা ইথেরিয়াম মাইনিং করতেছেন? যদি করেন তাহলে আপনার জিপিউ কয়টি এবং কত মেগাহারটজ পাচ্ছেন?
full member
Activity: 504
Merit: 212
May 04, 2022, 10:13:25 AM
অর্থ ব্যবস্থাপনার কৌশল




একটি সফল ট্রেড করতে কি কি বিষয়ের উপর অগ্রাধিকার দেওয়া উচিত তা নিয়ে অনেকেই তর্ক করবে। এর মধ্যে দুটি হলো

১. ট্রেডে ক্রয় বা বিক্রয়ের সেরা সময় জানতে ট্রেড চার্ট বোঝা
২. অর্থ ব্যবস্থাপনা

আপাতত আমরা কিছু সময়ের জন্য এই বিষয়ে আমাদের মতামতগুলো একপাশে রেখে আমাদের অর্থ ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং কৌশল সম্পর্কে কথা বলতে পারি। আমি মনে করি একটি ট্রেড থেকে সফলভাবে লাভ করতে এবং ক্ষতি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয়ের একটি হলো অর্থ ব্যবস্থাপনা। আমরা যতই অভিজ্ঞ হই না কোনো ট্রেড সম্পর্কেই ১০০ শতাংশ নির্ভুল হওয়া সম্ভব নয়। বাজার সম্পর্কে অভিজ্ঞতা এবং অর্থ ব্যবস্থাপনার দক্ষতার সাথে একটি সমন্বয় কৌশল আমাদের ক্ষতির মাএা ৯০ শতাংশ কমিয়ে আনতে পারে।

আমাদের মধ্যে অনেকেই সক্রিয়ভাবে ক্রিপ্টো মার্কেটে ট্রেড করি, তাই আমাদের সকলের একটি অর্থ ব্যবস্থাপনার কৌশল থাকা উচিত। আসুন আমরা আমাদের অর্থ ব্যবস্থাপনার কৌশলটি এখানে শেয়ার করি যাতে আমরা আমাদের ট্রেডিং আচরণ অনুযায়ী একটি নিখুঁত অর্থ ব্যবস্থাপনার কৌশল বিকাশ বা সমন্বয় করতে পারি। আমি এখন পর্যন্ত যে অর্থ ব্যবস্থাপনা কৌশলটি ব্যবহার করছি তা শেয়ার করতে যাচ্ছি।

 
বৈচিত্র্যময় পোর্টফোলিও: আমি জানি ক্রিপ্টোতে বিনিয়োগ করার সময় অনেকেই বিটকয়েনকে প্রথম অগ্রাধিকার দেন কিন্তু আমি বিটিসি মার্কেটে ট্রেড করি না। আমার বেশিরভাগ ট্রেডই অল্টকয়েন মার্কেটে হয় এবং এখানে আমি আমার পোর্টফোলিওকে নিম্ন ঝুঁকিপূর্ণ প্রকল্প থেকে উচ্চ-ঝুঁকির প্রকল্পগুলিতে ভাগ করে ট্রেড করি।
 
  • নিম্ন ঝুঁকি: এই তালিকায় থাকা কয়েনগুলো আমি সাধারণত দীর্ঘমেয়াদী ট্রেড করে থাকি। আমার মতে যেসব কয়েনের মার্কেট ক্যাপ ১ বিলিয়নের বেশি সেসব কয়েন দীর্ঘমেয়াদী ট্রেডের জন্য উত্তম। এসব প্রকল্পের জন্য আমি ৫০% পোর্টফলিও বরাদ্দ রাখি।

  • মধ্যম ঝুঁকি: ১ বিলিয়নের নিচে মার্কেট ক্যাপ সম্পূর্ণ কয়েনগুলোকে আমি এই তালিকায় রাখি। আমি এসব কয়েন কয়েক মাস থেকে এক বছর পর্যন্ত ট্রেড করি এবং পোর্টফলিওর ৩০% বরাদ্দ রাখি।

  • উচ্চ ঝুঁকি: এই তালিকায় থাকা সমস্ত প্রকল্পগুলো সবেমাত্র শুরু হয়েছে এবং এদের উন্নয়ন এখনও চলমান। এসব প্রকল্পের মার্কেট ক্যাপ খুবই কম। সাধারণত বিভিন্ন নিউজ এবং ইভেন্ট এর ভিত্তিতে এসব কয়েন ট্রেড করা হয়। এই তালিকাভুক্ত প্রকল্পের জন্য আমি ১০% পোর্টফলিও বরাদ্দ রাখি।

এবং আমি আমার বাকি ১০% পোর্টফলিও খারাপ পরিস্থিতির জন্য রিজার্ভ করে রাখি।


বিনিয়োগ কৌশল: বেশিরভাগ ক্ষেত্রেই নতুন ট্রেডাররা একসাথে সব পোর্টফলিও বিনিয়োগ করে যা একদমই করা উচিত নয়। আমাদের বুঝতে হবে যে ক্রিপ্টো বিনিয়োগ একটি লটারি নয় বরং একটি ব্যবসা যা সময়ের সাথে সাথে ওঠানামার সাথে বৃদ্ধি পায়।

  • নিস্ন ঝুঁকি প্রকল্প: এসব প্রকল্পে বিনিয়োগ করার ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিও থেকে ঝুঁকি এবং বরাদ্দের উপর ভিত্তি করে অর্থ রাখি। প্রথম এন্ট্রির জন্য নিম্ন ঝুঁকির প্রকল্পের জন্য ৫০% বরাদ্দ থেকে ১০% এবং প্রতিবার বাজার সংশোধনে সেই বরাদ্দ থেকে ৫% বিনিয়োগ বাড়িয়ে দেই। মুদ্রার দাম যাই হোক না কেন এটি প্রতিটি সংশোধনের জন্য চলমান থাকে।

  • মধ্যম ঝুঁকি প্রকল্প: এসব প্রকল্পে প্রথমে মোট বরাদ্দের ৪০ শতাংশ বিনিয়োগ করি। তারপর মার্কেট ২৫-৩০% সংশোধন করলে আরো ৩০ শতাংশ বিনিয়োগ করি।

  • উচ্চ ঝুঁকি প্রকল্প: প্রথমেই বরাদ্দের ৫০ শতাংশ বিনিয়োগ করি এবং পরবর্তীতে মার্কেট ৩০% এর বেশি সংশোধন করলে বাকি ৫০ শতাংশ বিনিয়োগ করি। সর্বদা অল্প লাভের সাথে প্রস্থান করি বা যখন ট্রেড ১০ শতাংশ লাভের উপর থাকে তখন থেকে মুনাফা বুকিং শুরু করি।


বেশিরভাগ ক্ষেত্রে, আমি স্টপ লস ব্যবহার করি না কারণ আমি মনে করি এটি অর্থ হারানোর একটি প্রমাণিত উপায়।  আমি একটি খারাপ ট্রেড থেকে প্রস্থান করার জন্য DCA ব্যবহার করি। আমি মনে করি ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগর ক্ষেত্রে সবসময় নিজের একটি অর্থ ব্যবস্থাপনার কৌশল থাকা জরুরি।
Jump to: