আবার কবে থেকে পাম্প করা শুরু করবে
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।
লিংক: https://youtu.be/m-ZqLCyywus
শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত। ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।
#HoDL
বিটকয়েনের দাম পরিসীমাতে বিটকয়েন ষাঁড় এবং ভালুকের মধ্যে বর্তমান যুদ্ধ সত্ত্বেও, বিশ্লেষক এবং ভাষ্যকারদের একটি ভেলা বিটকয়েনের দামের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের স্ফটিক বল পেয়েছে।
ব্লামবাগ ইন্টেলিজেন্সের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট মাইক ম্যাকগ্লোন historical ঐতিহাসিক তথ্যের দিকে ইঙ্গিত করেছেন যাতে পরামর্শ দেয় যে বিটকয়েন $ ১০০,০০০ ডলার যাবে এবং আরো বেশি ও হতে পারে।
ম্যাকগ্লোনের যুক্তি গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টে শেয়ারের ক্রমবর্ধমান ছাড়ের চারদিকে ঘোরে যা গত বছরের কালো সময় পতনের মতো একই স্তরে রয়েছে। ছাড়টি বোঝায় যখন গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টের শেয়ারগুলি অন্তর্নিহিত বিটকয়েনের মানের চেয়ে কম মূল্যে বাণিজ্য করে (সাধারণত তারা প্রিমিয়ামে বাণিজ্য করে)।
সুতরাং বিটকয়েন হলো মার্কেটপ্লেসে ইস্টাবল একটা কয়েন ২০২১ সালের দিকে ও খারাপ অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠে ভালো অবস্থানে গিয়েছিল। ২০২২ সালের এই খারাপ অবস্থা কাটিয়ে ২০২১ এর সর্বচ্চতম সীমা ছাড়িয়ে উধ্বে উঠে যাবে।