Author

Topic: বাংলা (Bengali) - page 333. (Read 5316288 times)

jr. member
Activity: 40
Merit: 4
January 10, 2022, 09:54:00 PM
কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটু ব্যাস্ত ছিলাম। তাই ফোরামে কোনো পোস্ট করতে পারিনি।  কিন্তু সকলের পোস্ট গুলো ফলো করছিলাম।

ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত।  ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।

#HoDL
ক্রিপ্টো অ্যাডভোকেটস থেকে প্রাক্তন সংশয়ীদের কাছে, পন্ডিতরা বিটকয়েনের জন্য আরও বেশি দামের পূর্বাভাস দেওয়ার জন্য নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।

বিটকয়েনের দাম পরিসীমাতে বিটকয়েন ষাঁড় এবং ভালুকের মধ্যে বর্তমান যুদ্ধ সত্ত্বেও, বিশ্লেষক এবং ভাষ্যকারদের একটি ভেলা বিটকয়েনের দামের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে তাদের স্ফটিক বল পেয়েছে।
ব্লামবাগ‌‌ ইন্টেলিজেন্সের সিনিয়র কমোডিটি স্ট্র্যাটেজিস্ট মাইক ম্যাকগ্লোন historical ঐতিহাসিক তথ্যের দিকে ইঙ্গিত করেছেন যাতে পরামর্শ দেয় যে বিটকয়েন $ ১০০,০০০ ডলার যাবে এবং আরো বেশি ও হতে পারে।

ম্যাকগ্লোনের যুক্তি গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টে শেয়ারের ক্রমবর্ধমান ছাড়ের চারদিকে ঘোরে যা গত বছরের কালো সময় পতনের মতো একই স্তরে রয়েছে। ছাড়টি বোঝায় যখন গ্রেস্কেল বিটকয়েন ট্রাস্টের শেয়ারগুলি অন্তর্নিহিত বিটকয়েনের মানের চেয়ে কম মূল্যে বাণিজ্য করে (সাধারণত তারা প্রিমিয়ামে বাণিজ্য করে)।
সুতরাং বিটকয়েন হলো মার্কেটপ্লেসে ইস্টাবল ‌একটা কয়েন ২০২১ সালের দিকে ও খারাপ অবস্থা ছিল সেটা কাটিয়ে উঠে ভালো অবস্থানে গিয়েছিল। ২০২২ সালের এই খারাপ অবস্থা কাটিয়ে ২০২১ এর সর্বচ্চতম সীমা ছাড়িয়ে উধ্বে উঠে যাবে।
sr. member
Activity: 476
Merit: 523
January 10, 2022, 09:02:01 AM
কেমন আছেন সবাই? কয়েকদিন ধরে একটু ব্যাস্ত ছিলাম। তাই ফোরামে কোনো পোস্ট করতে পারিনি।  কিন্তু সকলের পোস্ট গুলো ফলো করছিলাম।

ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

শুধু ২০০কে নয়। বিটকয়েন এক সময় ১ মিলিয়নে পৌছাবে এটা PlanB এর মতামত।  ক্রিপ্টোকারেন্সি তথা বিটকয়েনের ব্যাবহার কিন্তু বেড়েই চলেছে। আর বিটকয়েনের মোট সাপ্লাই এর ৯০% কিন্তু অলরেডি মাইন করা হয়ে গেছে। তো এর চাহিদা অনুযায়ী কিন্তু সাপ্লাই আর বাড়বে না। আর ক্রিপ্টোর দাম ওঠা নামা করে বাই-সেল প্রেশার এর ওপর। তো সবাই চায় নিজেরা কিছু বিটকয়েনের মালিক হতে। সময়ের সাথে সাথে মানুষ বাড়বে এবং বিটকয়েনের চাহিদাও বাড়বে। কিন্তু এর সাপ্লাই কিন্তু যা আছে তাই থাকবে। তার মানে দাড়াচ্ছে বিটকয়েনের দাম নিকট ভবিষ্যতে বাড়তেই থাকবে। বাড়বে কমবে এটাই সিস্টেম। তবে আল্টিমেটলি দাম কিন্তু বাড়বে। তো সেই হিসেবে ২০২২ শেষে বিটকয়েন ২০০কে হলে অবাক হওয়ার কিছুই নেই।

#HoDL
jr. member
Activity: 31
Merit: 6
January 08, 2022, 09:18:29 PM
আপনি ঠিক বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক বিনিয়োগ এর হাতিয়ার। এই সময় মার্কেট এর অবস্থা অনুযায়ী বলা যে, যারা উচ্চবিত্ত মানুষ তারা মার্কেট এর উপর নজর রাখে যখন দেখে যে  মার্কেট একটু ডাউনে আছে তখন তারা বিনিয়োগ করে তারা পরবর্তীতে লাভবান হয়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের দিকে আমরা এর প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে।
এমন ভাবে বিশ্বের বড় বড় কম্পানিতে বিনিয়োগ এর খাত বাড়িয়ে বিশ্ব সেরা হতে যাচ্ছে। মুদ্রা গুলো এভাবেই এগিয়ে যাচ্ছে।
দিন বদলের সাথে সাথে ক্রিপ্টোকারন্সিও থেমে নেই। প্রতিটি সেক্টরে এর প্রভাব এখন লক্ষনীয়। অদুর ভবিষ্যতে যা বলবৎ থাকবে।ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক সেক্টর । ইতিমধ্যে বিশ্বের অনেক জনপ্রিয় ও বড় বড় কোম্পানিগুলো তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন শুরু করছে।অনেক বড় বড় কোম্পানির তারা ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করতে অনেক আগ্রহ প্রকাশ করছে। অল্প খরচে এখানে লেনদেন করা যায় এবং প্রেরক এবং গ্রাহক এরমধ্যে যাবতীয় তথ্য গোপনীয় থাকে এবং  প্রেরক এবং গ্রাহক ছাড়া তাদের মধ্যেকার তথ্য অন্য কোন ব্যক্তি জানতে পারবে না যার কারণে এখন বিভিন্ন প্রতিষ্ঠান ক্রিপটোর সাথে যুক্ত হচ্ছে ।
jr. member
Activity: 40
Merit: 4
January 08, 2022, 08:37:21 PM
ক্রিপ্টোকারেন্সি হল সেই সমস্ত লোকদের জন্য একটি আর্থিক বিনিয়োগের হাতিয়ার যারা জানেন যে বাজারের যে কোনও মুদ্রা  বৃদ্ধির জন্য খুঁজছে। ক্রিপ্টোকার মুদ্রা নতুন দিগন্ত উন্মোচন করে এবং লোকেদের বিনিয়োগ জগতের সমস্ত আকর্ষণ আবিষ্কার করতে দেয়।
আপনি ঠিক বলেছেন যে ক্রিপ্টোকারেন্সি একটি আর্থিক বিনিয়োগ এর হাতিয়ার। এই সময় মার্কেট এর অবস্থা অনুযায়ী বলা যে, যারা উচ্চবিত্ত মানুষ তারা মার্কেট এর উপর নজর রাখে যখন দেখে যে  মার্কেট একটু ডাউনে আছে তখন তারা বিনিয়োগ করে তারা পরবর্তীতে লাভবান হয়।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি একটি অন্যন্য আর্থিক সেক্টর। যা সারাবিশ্বে এককভাবে রাজত্ব করছে।ইতমধ্যে আমরা অনেকেই জানি যে ”অ্যামাজান” পৃথিবীর বিখ্যাত কোম্পানির একটি। বর্তমানে এই  কোম্পানিটি ক্রিপ্টোকারেন্সিতে তাদের নিজস্ব ক্রিপ্টোকারেন্সি নিয়ে আসার পরিকল্পনা করছে। মাস্টারকার্ড এখন ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করার পরিকল্পনা করেছে হয়তো এবছরের দিকে আমরা এর প্রতিফলন দেখতে পাব। এছাড়াও শিগরই আমরা দেখতে যাচ্ছি যে এ্যাপেল ক্রিপ্টোকারেন্সিতে তাদের কেনা বেচা নিয়ে নতুন কোন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। তাই আমি মনে করি আগামিতে ক্রিপ্টোর কারেন্সির এক নতুন দুয়ার উন্মোচন হবে।
এমন ভাবে বিশ্বের বড় বড় কম্পানিতে বিনিয়োগ এর খাত বাড়িয়ে বিশ্ব সেরা হতে যাচ্ছে। মুদ্রা গুলো এভাবেই এগিয়ে যাচ্ছে।
jr. member
Activity: 336
Merit: 1
January 08, 2022, 02:19:54 PM
ক্রিপ্টোকারেন্সি হল সেই সমস্ত লোকদের জন্য একটি আর্থিক বিনিয়োগের হাতিয়ার যারা জানেন যে বাজারের যে কোনও মুদ্রা  বৃদ্ধির জন্য খুঁজছে। ক্রিপ্টোকার মুদ্রা নতুন দিগন্ত উন্মোচন করে এবং লোকেদের বিনিয়োগ জগতের সমস্ত আকর্ষণ আবিষ্কার করতে দেয়।
jr. member
Activity: 504
Merit: 1
January 08, 2022, 01:08:57 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus


ভাই,
আমিও আপনার সাথে এক মত এটি সামনে 100k ছাড়িয়ে যাবে বিটকোইন ডাম্পের কারণে এখন বড় বড় ইনভেস্টরা এখনে ইনভেস্ট করবে তাই আশা করা জায় তারাতারি আবার আগের জাগায় চলে যাবে
jr. member
Activity: 475
Merit: 4
January 07, 2022, 12:46:18 PM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কেউ সঠিকভাবে ভবিষ্যৎ বাণী করতে পারবে না।২০২২ সালের শুরুতে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা ভালো যাচ্ছে না।সব কয়েন এর দাম ডাম্পে রয়েছে।২০২২ শুরুটা খারাপ অবস্থায় থাকলেও ২০২২ সালে বিটকয়েন নতুন চমক দেখাতে পারে। অনেক বড় বড় ট্রেডার রা বলেছেন।২০২২ সালে বিটকয়েন 100k অথবা 200k ছাড়িয়ে যাবে।

লিংক: https://youtu.be/m-ZqLCyywus

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
January 07, 2022, 10:32:46 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad

আমি ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী, বিটকয়েন মোটামোটি ৩৮হাজার ডলারের নিচে আসতে পারে। এরপর হয়তো আবার বৃদ্ধি পাবে। এছাড়াও অনেকের বিশ্লেষণ অনুযায়ী এটি আবার ৩০ হাজারের নিচে চলে যেতে পারে। তাই সবচেয়ে ভালো হয়, যেকোনো ট্রেডিং এর জন্য স্টপ-লস ব্যবহার করা।

কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

এটি সত্য যে, বিটকয়েনকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে সময় লাগবে। আর সেটি কেউ সঠিকভাবে বলতে পারবে নাহ, তবে অবাক করার বিষয় যে সকল হোয়েলসরা বিকটয়েন ক্রয় করতেছে। আর আমাদের অনেকেই এতটুকু ডাম্পে কি করবো সেটি নিয়ে চিন্তিত হয়ে যাই। তবে আমি মনে করি, এইমাসে বিটকয়েন একটু হ্রাসের দিকেই থাকবে এবং পরবর্তী মাস থেকে আবার ভালো ধরনের বৃদ্ধি দেখা যাবে।
jr. member
Activity: 854
Merit: 6
January 06, 2022, 09:54:20 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad


ভাই,
কবে পাম্প করবে সেটা বলা যাচ্ছে না এখন ক্রমাগত হ্রাস পাচ্ছে বিটকোইন।
তার পরো আশা করি এটা আবার আগের জাগায় ফিরে যাবে।
একটু সময় লাগবে।

বিটকোইন নিয়ে আরো বিস্তারিত মতামত আশা করছি বড় ভাইদের কাছ থেকে।
ধন্যবাদ সবাই কে।।
newbie
Activity: 3
Merit: 0
January 06, 2022, 07:12:18 AM
ক্রিপ্টোকারেন্সি গুলোর বাজার এমন নিম্নগামী হওয়া শুরু করেছে কেন ?
আবার কবে থেকে পাম্প করা শুরু করবে Sad
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
January 06, 2022, 12:23:01 AM
কাজাখস্তান বিটকয়েন মাইনিং এ লিডিং একটা দেশ। সেখানে সরকার ইন্তারনেট বন্ধের ঘোষনা দেয়ায় এই অবস্থা।
বিস্তারিত পড়ুন- https://www.coinalap.com/বিটকয়েন-হ্যাশরেট-কমল-১৩
copper member
Activity: 2380
Merit: 1302
Playbet.io - Crypto Casino and Sportsbook
January 04, 2022, 10:26:23 PM
আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley
আপনাকে অভিনন্দন আপনি জুনিয়র মেম্বার হয়েচেন। আশা করি খুব শীঘ্রই মেম্বার হবেন সে জন্য অগ্রিম শুভকামনা রইল। নিচে আপনের প্রস্নগুলর উত্তর দেওয়া হল।

সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আপনাকে প্রথমে ক্যাম্পেইনে আবেদন করতে হবে যদি তারা আপনাকে নায় তাহলে তাদের সিগনেচার আপনি আপনের প্রোফাইল এ অ্যাড করবেন।

আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
আপনি এখন যেভাবে পোস্ট করতেচেন সেভাবেই পোস্ট করতে হবে। তবে বেশিরভাগ খেতেরে এই থ্রেড এ পোস্ট করলে হবে নাহ। ইংরেজি থ্রেড এ পোস্ট করতে হবে। কোথায় কোথায় পোস্ট করলে হবে নাহ সেটা ঐ ক্যাম্পেইনের নিওমে উল্লেখ থাকবে।

পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?
সাধারন্ত ওই প্রজেক্ট সম্পর্কে কোন পোস্ট করতে বলা হবে নাহ। যদি আপনের ভাও লাগে সেক্ষেত্রে তাদের থ্রেড এ পোস্ট করতে পারেন।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
January 04, 2022, 11:01:58 AM
@Crypto Library

Translation From : https://bitcointalksearch.org/topic/how-to-add-edit-bitcointalk-signature-4646378

বিটকয়েন টক ফোরামে পারসোনাল সিগনেচার কিভাবে যুক্ত করবেন বা এডিট করবেন তা আমরা অনেকেই জানি না। তাই আমি সিগনেচার নিয়ে পোস্ট তা করলাম কিভাবে সিগনেচার যুক্ত ও এডিট করবেন

সিগনেচার যুক্ত করার জন্য আপনার আইডি অবশ্যই মিনিমাম জুনিয়র মেম্বার হতে হবে।

ধাপ-১ ঃ আপনার প্রোফাইল ট্যাব এ যান
ধাপ-২ ঃ বাম পাশে দেখেন " ফোরাম প্রোফাইল ইনফরমেশন " নামে একটা মেনু আছে,  অই মেনুতে যান।
ধাপ-৩ ঃ ফোরাম প্রোফাইল ইনফরমেশন মেনুতে যাওয়ার পরে নিচের দিকে দেখেন সিগনেচার নামে একটা
বক্স আছে সেখানে সিগনেচার কোড অ্যাড করবেন।
ধাপ-৪ ঃ সব শেষে নিচে দেখেন চেনজ প্রোফাইল নামে অপশন আছে ওই খানে ক্লিক করেন।

আপনার সিগনেচার অ্যাড সম্পুর্ণ হয়েছে।  আশা করি সবাই বুঝতে পেরেছেন।

আপনি উপড়ের পদক্ষেপের মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইনে জয়েন হতে পারবেন।
পোষ্ট করার জন্য ক্যাম্পেইন এ নিয়ম দেয়া থাকে।বিশেষ কোন থ্রেড উল্ল্যেখ থাকতে পাড়ে,যদি না থাকে তাহলে আপনি যে কোন থ্রেডে পোষ্ট করতে পাড়েন।

পোষ্টগুলো ওই প্রোজেক্ট সম্পর্কে হওয়া লাগবে না।আপনি যেই থ্রেডে পোষ্ট করবেন সেই থ্রেড বা টপিক (অন টপিক)এর উপর আলোচনা হতে হবে।অবশ্যই তা কোয়ালিটি সম্পূর্ন থাকতে হবে।যেই টপিক রিপলে করবেন সেই টপিকের বিষয় নিয়ে আলোচনা  করবেন।

আসা করি বুঝতে পেরেছেন?
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 04, 2022, 10:11:12 AM
সিগনেচার ক্যাম্পেইনে কিভাবে কাজ করতে হয়?
আর পোস্টগুলো কি যেকোনো থ্রেডে দিলেই হবে?
পোস্ট গুলোর ধরন কি ওই প্রজেক্ট সম্পর্কে হওয়া লাগবে ?

আসলে সিগনেচার ক্যাম্পেইন দেখে এখানে আমার কাজ করার ইচ্ছা জেগেছে , হয়তো 30 অ্যাক্টিভিটি হওয়ার পরে আমার  র‍্যাংক  জুনিয়র মেম্বারের চলে যাবে এরপর থেকে আমি সিগনেচার ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারব এর জন্য আমার প্রশ্ন গুলো করা Smiley

member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
January 03, 2022, 02:46:38 PM
বিটকয়েনের রির্টান চার্ট দেখে নিন।কত সালে কত রির্টান করেছে ও শীর্ষ অবস্থান রয়েছে।



Ref: https://twitter.com/charliebilello/status/1477696743504596992?t=d8lF4JiM13xMwDLJdfXI-Q&s=19
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
January 02, 2022, 02:48:27 PM
<>
মূলত ফোরামের নিয়ম গুলো ফলো করা উচিত।এর ব্যাতিক্রম কিছু হলে ব্যান হতে পাড়ে।সবথেকে বড়ো কথা হলো কারো পোষ্ট কপি করে নিজের বললে তা প্লেগারাসিস বলা হয়, এটা করলে ব্যান নির্চিত।আবার যারা বাউন্টি করে তাদের ও কখনো কখনো ব্যান করা হয়।এটা করা হয় শেষ হয়ে যাওয়া বাউন্টি গুলোতে যদি পোষ্ট করা হয় তাকে ওফ টপিক হিসাবে ধরে নেওয়া হয়।কোন কারন ছাড়া অহেতুক পোষ্ট হলে তা অফ টপিক হিসাবে বিবেচিত হয় এটাতেও ব্যান হতে পাড়ে।মূলত সব নিয়ম গুলো রুলস এ দেওয়া আছে তা ফলো করুন। এর ব্যাতিক্রম কিছু করবেন না, ব্যান ও হবে না।

ব্যান যদি পারমাম্যান্ট হয় তাহলে কিছু করার নেই আইডি বাতিল।
 আর যদি নির্দিষ্ট কোন টাইম দিয়ে থাকে তাহলে টাইম শেষ হলে অটো বব্যান ছেড়ে যাবে।আসা করি বুঝতে পেড়েছেন।
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
January 02, 2022, 11:33:31 AM

প্রশ্ন,?

ভাই, বিটকোইনটেল্ক আইডি ব্যান কেন করা হয়।
ব্যান কে করতে পারে ব্যান করা আইডি কি কখনো ফিরে পাওয়া যায়।
বড় ভাইদের কাছে সঠিক উত্তর আশা করছি।
,,,, ধন্যবাদ,,,

নানান কারণে বিটকয়েনটক একাউন্ট রিপোর্ট এবং ব্যান  করা হয় ,
ফোরাম ঠিকভাবে চালানোর জন্য স্প্যাম , নানান ধরনের প্রতারণা   থেকে ফোরামকে মুক্ত রাখার জন্য কিছু নিয়ম বিধি করা হয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটলে আইডি ব্যান করা হয়।
আমার মনে হয় আপনার নিয়ম বিধিগুলো ভালোভাবে দেখা উচিত-
নিচের লিঙ্ক গুলো থেকে  রুলস গুলোসহ আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে  জানতে পারবেন-
লিঙ্ক-১
লিঙ্ক-২
jr. member
Activity: 854
Merit: 6
January 02, 2022, 10:44:37 AM

প্রশ্ন,?

ভাই, বিটকোইনটেল্ক আইডি ব্যান কেন করা হয়।
ব্যান কে করতে পারে ব্যান করা আইডি কি কখনো ফিরে পাওয়া যায়।
বড় ভাইদের কাছে সঠিক উত্তর আশা করছি।
,,,, ধন্যবাদ,,,
newbie
Activity: 19
Merit: 2
January 01, 2022, 11:35:46 AM
লোকাল থ্রেড এ এক্টিভিটি নাই তার কারণ আমরা শুধুমাত্র একটা থ্রেড এর মদ্ধেই সীমাবদ্ধ। আর আরেকটা কষ্টের ব্যাপার হলো আমাদের কোনো মেরিট সোর্স নেই।
মূলত আমাদের অনেক বড়ো বড়ো আইডি র্যাংক যারা আছেন তারা লোকাল থ্রেডে এ্যাকটিভ না।মেরিট সোর্য নেই তা ঠিক।কিন্তু বড়ো আইডি গুলো এখানে কম দেখা যায়।তারা যদি তাদের মেরিট গুলো সেয়ার করে তাহলে নতুনদের অনেক সাহায্য হয়।অনেকে মূল থ্রেড এ পোষ্ট করতে ভয় পায় বা ইংরেজিতে বোঝাতে পাড়ে না অনেক কিছু কিন্তু বাংলায় তা শেয়ার করে।সেই বিষয় গুলো যদি বড়ো আইডি গুলো খেয়াল করতো তাহলেও এ্যাকটিভিটি আরো বেড়ে যেতো।এমন অনেকে আছে যারা অনেক মেরিট থাকা সত্যেও একটা এস মেরিট ও কাওকে সেয়ার করে নাই।তাদের মেরিট হয়তো বৃদ্ধি পাবে সেই আসায় ই বসে রয়েছে কিনা কে জানে Huhকয়েকটা আইডি সুধু এ্যাকটিভ।বাকি সব গুলো একদিনের জন্যও লোকাল থ্রেড দেখে না।আপনি যদি লক্ষ করেন তাহলে প্রথম দিকের আইডি গুলো দেখেন অনেক আছে তাদের মেরিট সংখ্যাও বেশি কিন্তু তারা আর এখানে পোষ্ট বা কিছু শেয়ার করে না।যদি তারা মাঝে মাঝেও এখানে এ্যাকটিভ হতো আমার মনে হয় লোকাল থ্রেডটা আরো ভালো হতো।
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
January 01, 2022, 11:02:06 AM
Quote


We all want to move forward together without comparing what we have gained and what we have lost.At the same time, I wish to forget the previous days and move forward together with the help of everyone.Happy New Year
Jump to: