Author

Topic: বাংলা (Bengali) - page 334. (Read 5694034 times)

newbie
Activity: 250
Merit: 0
March 03, 2022, 09:40:13 PM
আমি বিটকয়েনটকে নতুন। এই ফোরামে পোস্ট করার নিয়ম জানি না। মানে আমি যদি কোন পোস্ট করতে চাই তাহলে ছবি কিভাবে আপলোড করব, লিংক কিভাবে শেয়ার করব এগুলা জানতে চাই। আমি জানি এটা নিয়ে আগে অনেক পোস্ট হয়েছে, কেউ সেই লিংক দিয়ে সাহায্য করলে খুব উপকার হত আর কি!
sr. member
Activity: 476
Merit: 523
March 03, 2022, 12:42:48 PM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556


এই মুহূর্তে আমার একটা মিমস মনে পড়েছে। ইন্ডিয়ার একজন পুলিশ বসে একটা গান গাচ্ছিলো, গানটা ছিরো এরকম,

একদি মার যায়েগা,
কুতেতকি মওত,
বাদ মে সাব কাহেঙ্গে,
মারগায়া মাদার***.....

লা লা, লা, লা, লা, লা।
https://www.youtube.com/watch?v=ZY-o8KpSnEs

আপনার জন্য এক বালতি সমবেদনা ভাই। ফোরাম একাউন্ট সেল করার জিনিস নয়। তারপরেও কেউ সেল করলে সেই সেলকৃত একাউন্ট গুলো দিয়ে যত আকাম কুকাম করা হয়। তো, ফোরামে এটা অনেকটা আন-এথিকাল এবং আইডি বাই সেল এর কারনে রেড ট্রাষ্ট খেতে হয়। যদিও আমি রেড ট্রাষ্ট দেই না কারণ আমি কোনো ডিটি মেম্বার নই কিন্তু আমাদের  লোকাল ডিটি মেম্বার রয়েছেন যারা এসব দেখলে ঔ গানের মতো হয়ে যাবে আপনার অবস্থা।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
March 03, 2022, 06:41:06 AM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556

আইডি সেল দেওয়া মোটেই উচিৎ নয় কারন আইডি সেল করলে যারা আইডি কিনে তারা ঐ আইডি দিয়া স্পাম করে, স্কাম করে থাকে। তাই আমাদের আইডি সেল করা বা কিনা লোকদের থেকে দুরুত্ত বজায় রাখা উচিৎ। দুরভাজ্ঞজনক হলেও আমি আপনাকে নেগেটিভ ট্রাস্ট দিতে বাধ্য হলাম। এই পোস্টটা যদি অন্য কোথাও করতেন তাহলে আমি স্কাম আকুজেসন এ পোস্ট করতাম।
newbie
Activity: 2
Merit: 0
March 03, 2022, 04:36:03 AM
ফোরামের একটা ফ্রেশ মেম্বার Rank এর আইডি সেল দিতে চাচ্ছি। কোন  বাউন্টি জয়েন করা হয়নি ঐটা দিয়ে।
৩০ টি মেরিট সহ ।
merit দেয়ার মতও আছে ।
Telegram: https://t.me/sazzad5556
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 08:17:40 PM
Hardware wallet কি ব্যক্তিগত স্তরে সত্যিই প্রয়োজন? Paper wallet কি cold storage এর জন্যে যথেষ্ট নয়?

আমি দীর্ঘদিনের paper wallet ব্যবহারকারী। কখনো কিন্তু Crypto খোয়া যায় নাই।

অপরদিকে, সময়ের সাথে সাথে hardware wallet এর একাধিক security risk কিন্তু আমাদের সামনে এসেছে। নিচের link এ এরকমই কিছু listed আছে। দেখতে পারেন।

https://en.bitcoin.it/wiki/Hardware_wallet#Security_risks


হার্ডওয়্যার ওয়ালেট ব্যক্তিগত কিংবা বানিজ্যিক দুই স্তরেই প্রয়োজন আমি মনে করি। আপনি পেপার ওয়ালেট থেকে তো আর প্রতিদিন লেনদেন করতে পারবেন না। এইটা দীর্ঘ সময় সংরক্ষণ এর জন্য ঠিক আছে। কিন্তু যারা প্রতিদিন লেনদেন করছে তাদের জন্য পেপার ওয়ালেট কোন কাজেরই না। হার্ডওয়্যার ওয়ালেটই সমাধান। আপনি যে তালিকা দিয়েছেন এইটা সম্ভাব্য ত্রুটির তালিকা।
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
March 02, 2022, 01:30:33 PM
ভাই আপনি কি এটা কিনেছেন? যদি এটা কিনে থাকেন, তাহলে কতদিন আগে কিনেছেন এবং আসতে কত দিন সময় লেগেছে? এটা কি কাস্টমে কোন ঝামেলা করেছে কিনা? এর আগে শুনলাম এ ধরনের ডিভাইস নাকি বাংলাদেশ আনলে অনেক ঝামেলা। দয়া করে জানাবেন, প্লিজ। যদি কোন ঝামেলা না হয় তাহলে আমি চেষ্টা করব একটা আনার জন্য। আর হ্যাঁ ভাই এটা সার্ভিস কেমন দিচ্ছে?
Hardware wallet কি ব্যক্তিগত স্তরে সত্যিই প্রয়োজন? Paper wallet কি cold storage এর জন্যে যথেষ্ট নয়?

আমি দীর্ঘদিনের paper wallet ব্যবহারকারী। কখনো কিন্তু Crypto খোয়া যায় নাই।

অপরদিকে, সময়ের সাথে সাথে hardware wallet এর একাধিক security risk কিন্তু আমাদের সামনে এসেছে। নিচের link এ এরকমই কিছু listed আছে। দেখতে পারেন।

https://en.bitcoin.it/wiki/Hardware_wallet#Security_risks

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 12:48:11 PM
সম্প্রতি ইউক্রেন ভাইস প্রেসিডেন্ট ঘোষনা দিয়েছেন এখন থেকে যারা তাদেরকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে সহায়তা করবে তারা চাইলে ডজকয়েন দিয়েও ডোনেশন করতে পারবে। এইটা নিঃসন্দেহে মিম কয়েন সাপোর্টারদের জন্য ভালো খবর।
বিস্তারিত- https://www.coinalap.com/ইউক্রেন-ডজকয়েন-৩৫/
sr. member
Activity: 476
Merit: 523
March 02, 2022, 11:54:28 AM

-বিটকয়েনের জন্য খুব ভাল জিনিস হল, এবং এক মুহুর্তের জন্য মনোনিবেশ করুন, কারণ এটি গুরুত্বপূর্ণ,… এটি বুল দৌড়ের সময় পিছিয়ে যায় যখন রাজনৈতিক বুলশিট এটিকে আরও নিচের দিকে নিয়ে যায়।

 মূলত বিক্রেতাদের বিক্রি করা হয় এবং এটি একত্রীকরণ সময়ের মধ্যে ছিল,... এটি নিজেকে আনপেগ করার সেরা সম্ভাব্য সুযোগ প্রদান করে।

এই ২ টি লাইনে আপনি কি বুঝাতে চেয়েছেন একটু বিস্তারিত বলবেন কি? আমার তো মনে হয় না আপনি অরিজিনাল লেখক। এমনকি আপনি অরিজিনাল ট্রান্সলেটর ও নন। আপনি গুগল থেকে ট্রান্সলেট করে একটা বুলশীট পোষ্ট করে দিয়েছেন কোনো প্রকার এডিট না করেই। পাঠক তো বুঝবেই না আপনি কি বলতে চেয়েছেন। আমার তো মনে হয় আপনি নিজেই জানেন না আপনি বুঝাতে চেয়েছেন। তবে পুরো লেখাটার সারমর্ম এটাই দারায় যে রাশিয়াকে যেহেতু ব্যাংক ব্যান করা হচ্ছে। তারা সম্ভবত বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো কারেন্সি তে ঝুকতে পারে। এবং এটাই রাশিয়ানদের জন্য এই মুহুর্তে সবচেয়ে ভালো উপায় হবে কারন ইউ এস ডলার এখন তাদের জন্য নিরাপদ নয়। সবশেষে আপনাকে বলতে চাই, এরকম বুলশীট পোষ্ট না করাই উত্তম। এটা এক প্রকার কপি পেষ্ট এর আওতায় পরে যা কিনা ফোরাম রূলসের বাইরে। আশা করি পোষ্ট করার ব্যাপারে আরো সতর্ক থাকবেন।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
March 02, 2022, 12:53:01 AM
ভাই আপনি কি এটা কিনেছেন? যদি এটা কিনে থাকেন, তাহলে কতদিন আগে কিনেছেন এবং আসতে কত দিন সময় লেগেছে? এটা কি কাস্টমে কোন ঝামেলা করেছে কিনা? এর আগে শুনলাম এ ধরনের ডিভাইস নাকি বাংলাদেশ আনলে অনেক ঝামেলা। দয়া করে জানাবেন, প্লিজ। যদি কোন ঝামেলা না হয় তাহলে আমি চেষ্টা করব একটা আনার জন্য। আর হ্যাঁ ভাই এটা সার্ভিস কেমন দিচ্ছে?
আমার মনে হয় না কোন ঝামেলা হবে বলে। কাস্টমস এ অনেকেই বলে ঝামেলা হতে তবে এখনো ওইভাবে দেখি নাই বা শুনি নাই। সময় ১-২ মাস লাগতে পারে। আমি বর্তমানে সেইফপাল এবং লেজার ন্যানো এস ব্যবহার করছি। সেইফপাল অর্ডার করে এনেছিলাম আর লেজার একজন ভাই আমাকে গিফট করেছে। আশা করি তেমন কোন ঝামেলায় পরবেন না। অর্ডার করতে পারেন। তবে শিউর হয়ে নেন যে, আপনি অথেনটিক সাইট থেকে অর্ডার করছেন। না হলে রিস্ক থেকে যায়।
member
Activity: 184
Merit: 65
March 01, 2022, 01:44:46 AM
আমি এই থ্রেড থেকে অনুবাদ করেছি
https://bitcointalksearch.org/topic/tutorial-how-to-create-lightning-network-channel-testnet-btc-5212243



লাইটনিং নেটওয়ার্ক চ্যানেল কিভাবে তৈরি করতে হয় তার উপর বিস্তারিত আলোচনা করছি;এই পর্যালোচনা থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। এই পোস্টের উদ্দেশ্য হলো সম্পুর্ণ পদ্ধতি সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা।

সূচিপত্রঃ

1. Eclair Mobile TestNet Wallet ডাউনলোড
করুন
2.ফোসেট থেকে TestNet BTCনিন
3.চ্যানেল তৈরি করুন
4. TestNet BTC দিয়ে অর্থপ্রদান করুন
5.লাইটনিং নেটওয়ার্কের মাধ্যমে অর্থপ্রদান
6. চ্যানেল বন্ধ করুন
7. বিবিধ

1.Eclair মোবাইল টেস্টনেট ওয়ালেট ডাউনলোড করুনঃ
আপনাকে অত্যাবশ্যকীয়ভাবে একটি ওয়ালেট ডাউনলোড করতে হবে,যা লাইটনিং নেটওয়ার্ক সমর্থন করে। আমি Eclair মোবাইল ওয়ালেট (অবশ্যই TestNet) ব্যবহার করেছি।চাইলে অন্য ওয়ালেট দিয়েও চেষ্টা করতে পারবেন।এটা খুবই ইউজার ফ্রেন্ডলি।বিটকয়েন অ্যান্ড্রয়েড ওয়ালেটের একটি ওভারভিউ পরীক্ষা করতে পারেন,পাশাপাশি আপনার পছন্দের একটি বেছে নিতে পারেন, যদিও তালিকাটি খুব বেশি বড় নয়।

ক.প্লেস্টোর থেকে ইক্লেয়ার টেস্ট নেট খোঁজে বের করুন।
খ. ওয়ালেটটি ডাউনলোড করুন এবং এটি ইনস্টল করুন।
গ. আপনার ওয়ালেট তৈরি করুন।

2. Testnet Btc faucet প্রক্রিয়াঃ
এটি চেষ্টা করার জন্য আপনার TestNet BTC প্রয়োজন৷
ক.https://testnet-faucet.mempool.co/ এ যান (যদি এটি কাজ না করে, সেখানে আরো টেস্টনেট বিটিসি ফোসেট আছে, গুগল "টেস্টনেট বিটিসি")
খ. একাউন্টের ঠিকানা পেস্ট করে আপনার  BTC পেয়ে যাবেন।

3. চ্যানেল তৈরি করুন

ক. চ্যানেলে ক্লিক করুন এবং + (সবুজ প্লাস বোতাম) এ ক্লিক করুন, আপনি নীচের ইন্টারফেসটি পাবেন।



খ.ACINQ NODE- এ ক্লিক করুন এবং ২য় বক্সে টিক দিন। আপনার ব্যালেন্স কম হলে, প্রথম বক্সেও টিক দিয়ে রাখুন । এবার OPEN এ ক্লিক করুন ।



আপনার ওয়ালেট থেকে একটি লেনদেন সম্পাদিত হওয়ার কারণে চ্যানেলটি তৈরি করতে কিছু সময় লাগবে,অপেক্ষা করুন নিশ্চিতকরণের জন্য।




৪.TestNet BTC দিয়ে জন্য অর্থপ্রদান করুন

এটি কত দ্রুত কাজ করে কিনা তা পরীক্ষা করে দেখা উচিত।

ক.https://starblocks.acinq.co/ গিয়ে
। যেকোনো আইটেম নির্বাচন করি এবং কার্টে যোগ করি;
খ.একাউন্টে  যথেষ্ট তহবিল আছে তা নিশ্চিত হতে হবে।
গ. আপনি যখন কার্টে একটি আইটেম যোগ করবেন, আপনি উপরের চেকআউট বিকল্পটি পাবেন।
ঘ. চেকআউট ক্লিক করুন; আপনার কাছে পরিসেবা মূল্য পাঠানোর জন্য 2টি বিকল্প থাকবে। QR কোড এবং পেমেন্ট আইডি।
ঙ. আপনার ওয়ালেটে যান এবং অর্থপ্রদানের বিকল্প নির্বাচন করুন; ইন্টারফেসের নীচে থেকে পাঠান আইকনটি নির্বাচন করুন



চ.পেমেন্ট আইডি পেস্ট করতে চাইলে; চেকআউট পৃষ্ঠা থেকে এটি অনুলিপি করুন- অথবা সহজভাবে আপনি QR কোড স্ক্যান করে অর্থ প্রদান করতে পারবেন।
আপনি কি পেমেন্ট দিয়েছেন?
এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আপনাকে অবশ্যই স্টারব্লকে পরিশোধের প্রমাণ দেখাবে।


5. লাইটনিং নেটওয়ার্কের মাধ্যমে অর্থপ্রদান ও গ্রহণ করুন,মনে রাখতে হবে যে,আপনি যা ব্যয় করেছেন তা কেবলমাত্র আপনি পেতে পারেন৷ আপনি যদি আপনার চ্যানেলে 0.01 BTC দিয়ে অর্থায়ন করে থাকেন এবং আপনি এখনও কিছু ব্যয় না করে থাকেন, তাহলে আপনি কোনো অর্থ গ্রহণ করতে পারবেন না। আপনি যদি 0.005 BTC খরচ করে থাকেন, তবেই আপনি পেতে পারেন।সর্বাধিক প্রাপ্তির পরিমাণ = আপনার ব্যয় করা পরিমাণ।এলএন দিয়ে রিসিভ করতে রিসিভ এ ক্লিক করুন এবং লাইটনিং নির্বাচন করুন । আপনাকে একটি পেমেন্ট রিকোয়েস্ট আইডি এবং QR কোড দেওয়া হবে। যে কোনো শেয়ার করুন. আপনি যদি পরীক্ষা করতে চান তবে আপনার অর্থপ্রদানের অনুরোধ QR কোড সহ এখানে পোস্ট করুন।

6. চ্যানেল বন্ধ করুনঃ
চ্যানেলে ক্লিক করুন এবং আপনি যে চ্যানেলটি বন্ধ করতে চান সেটি নির্বাচন করুন। আপনি সেখানে বন্ধ  চ্যানেল দেখতে পাবেন;উপরে ক্লিক করুন. ফোর্স বন্ধতে টিক দিবেন না,কারণ আপনাকে বেশী ফি দিতে হতে পারে। চ্যানেল বন্ধ করার পরে, আপনাকে আপনার মূল ওয়ালেটে তহবিল পাঠানো হবে।

7. বিবিধঃ
১. আপনি যদি মেইননেট ব্যবহার করেন তবে ব্যালেন্স স্ক্রিনশট শেয়ার করবেন না।
২. মেইননেট ব্যবহার করার আগে, নিশ্চিত করুন যে আপনি লাইটনিং নেটওয়ার্কের সাথে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
৩.টেস্টনেট কল বেশি অপব্যবহার করবেন না; যদি সম্ভব হয় টেস্টনেট বিটিসি যেকোন টেস্ট নেট ফ্যাসেটে ফেরত পাঠান যার ঠিকানা আছে।
৪.টেস্টনেট বিটিসি মূল্যহীন।
আমাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে-
1. BitCryptex
2. LoyceV আপনি বিটকয়েন লাইটনিং নেটওয়ার্কের জন্য একটি শিক্ষানবিস নির্দেশিকা
পড়তে পারেন
আপনি চেষ্টা করে থাকলে, আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না.নির্দ্বিধায় যে কোন প্রশ্ন জিজ্ঞাসা করবেন।





copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 28, 2022, 06:48:18 AM
ভাই আপনি কি এটা কিনেছেন? যদি এটা কিনে থাকেন, তাহলে কতদিন আগে কিনেছেন এবং আসতে কত দিন সময় লেগেছে? এটা কি কাস্টমে কোন ঝামেলা করেছে কিনা? এর আগে শুনলাম এ ধরনের ডিভাইস নাকি বাংলাদেশ আনলে অনেক ঝামেলা। দয়া করে জানাবেন, প্লিজ। যদি কোন ঝামেলা না হয় তাহলে আমি চেষ্টা করব একটা আনার জন্য। আর হ্যাঁ ভাই এটা সার্ভিস কেমন দিচ্ছে?
jr. member
Activity: 686
Merit: 1
hire me @mdmofizur
February 28, 2022, 05:26:22 AM
HELLO SIR KEMON ASEN

এটা একটা বাংলা থ্রেড তাই এখানে আপনি চাইলে বাংলায় লিখতে পারেন। এবং কোনো সমস্যা বা জানার ইচ্ছে থাকলে বলতে পারেন।
আসা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ
hero member
Activity: 2156
Merit: 711
Telegram @tokensfund
sr. member
Activity: 476
Merit: 523
February 27, 2022, 12:55:13 PM
NFT কেনার জন্য কোন সাইট টি ব্যবহার করা উত্তম হবে? Opensea এবং Binance NFT দেখলাম মোটামুটি জনপ্রিয় আছে। এছাড়া আর অন্য কোথাও NFT কেনা বেচা করা যায় কি? NFT কেন কিনব? আর কি বুঝেই বা আমরা কিনব যে এটার দাম বাড়োবে অথবা কমবে? অভিজ্ঞ ভাইয়েরা আছেন, আশাকরি আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।
OpenSea সর্বোত্তম তবে মাথায় রাখবেন যে সম্প্রতি Opensea নিয়ে হ্যাকিং এর একটি স্ক্যান্ডাল হয়েছে যদিও সেখানে Opensea এর দোষ খুবই কম ছিল। NFT ক্রয় কেন করবেন এইটা আসলে খুবই ট্রিকি প্রশ্ন। অনেকেই বর্তমানে অনেক টাকা দিয়ে এমন কিছু এনএফটি ক্রয় করছে যেটাতে আমার সন্দেহ হয় বাস্তবেই সেসব এনএফটি বিক্রয় হয়েছে কিনা নাকি শুধু শুধু মিথ্যা লেনদেন হয়েছে। জানি না৷ এনএফটি এর মুল ভ্যালু হচ্ছে উক্ত এনএফটিতে এমন কি আছে যেটার জন্য মানুষ ক্রয়ের চিন্তা করতে পারে। ভেবেচিন্তে এনএফটি ক্রয় করবেন। না হলে ক্ষতির সম্মুখীন হবেন।

আমি জানিনা আমার কেনো এমনটা মনে হয়, কিন্তু সত্তি বলতে NFT ক্রয় করা আমার কাছে বোকামী মনে হয়। যদিও বন্তমানে এটাই ট্রেন্ড এবং মানুষ দিন দিন NFT এর দিকে ঝুকছে। অনেকে তো কোটি কোটি টাকা দিয়ে কিছু NFT ক্রয় করছেন যেগুলো দেখার পর মাথা হ্যাং হয়ে যায়। মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, রিয়েল লাইফের চেয়ে মেটাভার্স বা ভার্চুয়াল জীবন কি বেশি গুরুত্বপূর্ন? এসব NFT শুধুমাত্র ভারচুয়াল ভাবেই ব্যাবহার করা যাবে। এর জন্য এরকম কোটি কোটি ডলার খরচ করার কারনটা আমার মাথায় ঢোকে না। আমার কাছে এগুলো বড় বড় মারকেট মেকারদের খেল মনে হয়। এরা কোটি ডলার দিয়ে একটা জিনিস কিনে মারকেটে সেটার ট্রেন্ড নিয়ে আসে। পরে তারা প্রফিট নিয়ে আস্তে করে কেটে পড়ে। শেষে যারা আসে, তারাই লস করে। অনেকটা পিরামিড স্কিম গুরোর মতো হয় এর পরিনতি। NFT এর বেলায় কি হবে জানিনা। তবে সবাই সতর্ক থাকবেন।
full member
Activity: 367
Merit: 136
February 27, 2022, 05:25:52 AM
ইদানিং মার্কেটে অনেক লাঞ্জপেড অফার দেখি, যেটা সাধারানত আমরা ICO নামে জানি। Binance, MEXC, Bybit অনেক সাইটে তাদের নিজস্ব কয়েন হোল্ড করার মাধ্যমে লাঞ্জপেডের টোকেনের কিছু অংশ পাওয়া যায়। অনেকে আছেন যারা এই ধরনের কাজ করে থাকেন, কেননা এধরনের কাজে অনেকে ভালো রির্টান পাওয়া যায়। যেকোনো টোকেন পেয়ে গেলে সেটি মিনিমাম ৫/১০* বেড়ে যায়। আরেকটি উদাহরন দেখলে যানা যাবে, কোনো বড় প্রজেক্ট তাদের অন্য প্রজেক্ট লঞ্জ করতে চায়, এসময়ে রুলস দিয়ে থাকে যে, তাদের নিজস্ব টোকেন কিছুদিন হ্লোড করে থাকলে তারা তাদের নিউ টোকেনের কিছু অংশ হ্লোডকারীদের মাঝে বিতরন করে দিবে। এ ধরনের কাজে ভালো রির্টান পাওয়া যায় কিন্ত সমস্যা হচ্ছে এই মার্কেট ক্রাশ। বিগত কয়েকমাসে যা বার বার দেখতে পেরেছি। মার্কেট আপে কিনে হ্লোড করলাম লাঞ্জপেডে, কিন্ত টাইম শেষ না হতেই দেখি মার্কেট ডাম্প হয়ে গেছে। এমন সময়ে, না চাওয়া সর্ত্তেও আমাদের লং র্টাম ওয়েট করতে হয়, এই লস রিকভার করার জন্য।
এমতাবস্থায়, আমরা crypto lending সুযোগের সুবিধা নিয়ে এধরনের সমস্যায় না পরে ভালো একটা রির্টান আয় করতে পারবো।
উদাহরন হিসেবে নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতেছিঃ
Iota প্লাটর্ফমের ২ টি নিউ প্রেজক্ট লঞ্জ করবে, Assembly আর Shimmer, রুলসগুলো এমনছিলো যে, ইউজারদের ৯০ দিনের সময়ের জন্য Iota কয়েনকে একটি ওয়ালেটে স্টেকিং করে রাখতে হবে, তাহলে ইউজাররা ওই ২ টি কয়েনে একটি অংশ পাবে। আমার কাছে অফারটি ভালো লেগেছিলো, যেহুতু Iota কোম্পানিটিও ফান্ডামেন্টালি ভালো ছিলো।তখন আমি কিছু Iota কিনি, তার রেট ছিলো ১.৩৩$ যা এখন দিনে রেট হচ্ছে ০.৮০$ এর মত। মাঝে আমার বেশ কিছু লসে আছি, স্ট্যাকিং প্রিরিয়ড শেষ হওয়া পরও আমি এইগুলো হয়তো Iota সেল দিয়ে মার্কেট আউট হতে পারবো না। আমাকে এখনলং টার্মে এল্টকয়েন সিজনের জন্য ওয়েট করতে হবে।
আমি এই লসটা ফেস করতে হতো না যদি আমি Iota টোকেন lending করে নিয়ে স্ট্যাকিং এ রাখতাম। আমাকে শুধু কিছু % ইন্টারেস্ট দিতে হতো, লেন্ডিং প্লাটর্ফমকে। যা আমাকে ভালো রির্টান দিতে পারতো, কোনো লস ফেস করা বাদেই।
হয়তো লেখাটি অনেকের কাছে একটু ঘোলাটে মনে হতে পারে কিন্ত এই পন্থায় ইনভেস্ট করলে অনেক প্রফিট করা যেতে পারে, কোনো রকম লস ফেস না করেই।
এই লেখাটি শুধু ধারনা দেওয়ার জন্য করা হলো, আসলে মার্কেট অনেক বড় এবং এই রকম ইনভেস্ট করার আগে অনেক রির্ছাচ দরকার। দেখেশুনে ইনভেস্ট করবেন, আপনার প্রফিটের ভাগিধার আমি হবো না, তাই আপনার লসেরও ভাগিধার আমি হবো না।
jr. member
Activity: 172
Merit: 1
February 25, 2022, 11:55:00 PM
NFT কেনার জন্য কোন সাইট টি ব্যবহার করা উত্তম হবে? Opensea এবং Binance NFT দেখলাম মোটামুটি জনপ্রিয় আছে। এছাড়া আর অন্য কোথাও NFT কেনা বেচা করা যায় কি? NFT কেন কিনব? আর কি বুঝেই বা আমরা কিনব যে এটার দাম বাড়োবে অথবা কমবে? অভিজ্ঞ ভাইয়েরা আছেন, আশাকরি আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।
OpenSea সর্বোত্তম তবে মাথায় রাখবেন যে সম্প্রতি Opensea নিয়ে হ্যাকিং এর একটি স্ক্যান্ডাল হয়েছে যদিও সেখানে Opensea এর দোষ খুবই কম ছিল। NFT ক্রয় কেন করবেন এইটা আসলে খুবই ট্রিকি প্রশ্ন। অনেকেই বর্তমানে অনেক টাকা দিয়ে এমন কিছু এনএফটি ক্রয় করছে যেটাতে আমার সন্দেহ হয় বাস্তবেই সেসব এনএফটি বিক্রয় হয়েছে কিনা নাকি শুধু শুধু মিথ্যা লেনদেন হয়েছে। জানি না৷ এনএফটি এর মুল ভ্যালু হচ্ছে উক্ত এনএফটিতে এমন কি আছে যেটার জন্য মানুষ ক্রয়ের চিন্তা করতে পারে। ভেবেচিন্তে এনএফটি ক্রয় করবেন। না হলে ক্ষতির সম্মুখীন হবেন।

অনেক ধন্যবাদ ভাই। আমিও NFT নিয়ে চিন্তিত, মানে এটার ব্যবহার কি আর এটা কেনার পর এটার ভবিষ্যতে দাম কেমন হবে অথবা জিরো হবে কিনা এটা আরো সংশয়ের। সাধারণ টোকেন কেনার জন্য অনেক কিছু দেখে কেনা যায় কিন্তু এনএফটি কি দেখে কেনা যায়, এটা আমার মাথায় কাজ করে না।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
February 23, 2022, 09:38:21 AM
NFT কেনার জন্য কোন সাইট টি ব্যবহার করা উত্তম হবে? Opensea এবং Binance NFT দেখলাম মোটামুটি জনপ্রিয় আছে। এছাড়া আর অন্য কোথাও NFT কেনা বেচা করা যায় কি? NFT কেন কিনব? আর কি বুঝেই বা আমরা কিনব যে এটার দাম বাড়োবে অথবা কমবে? অভিজ্ঞ ভাইয়েরা আছেন, আশাকরি আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।
OpenSea সর্বোত্তম তবে মাথায় রাখবেন যে সম্প্রতি Opensea নিয়ে হ্যাকিং এর একটি স্ক্যান্ডাল হয়েছে যদিও সেখানে Opensea এর দোষ খুবই কম ছিল। NFT ক্রয় কেন করবেন এইটা আসলে খুবই ট্রিকি প্রশ্ন। অনেকেই বর্তমানে অনেক টাকা দিয়ে এমন কিছু এনএফটি ক্রয় করছে যেটাতে আমার সন্দেহ হয় বাস্তবেই সেসব এনএফটি বিক্রয় হয়েছে কিনা নাকি শুধু শুধু মিথ্যা লেনদেন হয়েছে। জানি না৷ এনএফটি এর মুল ভ্যালু হচ্ছে উক্ত এনএফটিতে এমন কি আছে যেটার জন্য মানুষ ক্রয়ের চিন্তা করতে পারে। ভেবেচিন্তে এনএফটি ক্রয় করবেন। না হলে ক্ষতির সম্মুখীন হবেন।
jr. member
Activity: 172
Merit: 1
February 23, 2022, 04:08:09 AM
NFT কেনার জন্য কোন সাইট টি ব্যবহার করা উত্তম হবে? Opensea এবং Binance NFT দেখলাম মোটামুটি জনপ্রিয় আছে। এছাড়া আর অন্য কোথাও NFT কেনা বেচা করা যায় কি? NFT কেন কিনব? আর কি বুঝেই বা আমরা কিনব যে এটার দাম বাড়োবে অথবা কমবে? অভিজ্ঞ ভাইয়েরা আছেন, আশাকরি আপনাদের মূল্যবান বক্তব্য জানাবেন।
copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
February 22, 2022, 11:23:44 AM
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ,বিটকয়েন মাইনিং হল নতুন ব্লক আবিষ্কার করার প্রক্রিয়া, লেনদেন যাচাই করা এবং বিটকয়েন ব্লকচেইনে যুক্ত করা। এখানে এর অর্থ কী, এটি কীভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ।ঐতিহ্যগত অর্থে, বিটকয়েন মাইনিং সম্পদের সন্ধানে জড়িত একই পদক্ষেপগুলিকে অন্তর্ভুক্ত করে; অন্যদের আগে কিছু উন্মোচন করার জন্য বিপুল পরিমাণ শক্তি, সময় এবং অর্থের প্রয়োজন। যেখানে সোনার খনিরা সোনা খুঁজে পেতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে, সেখানে বিটকয়েন মাইনার বিটকয়েন ব্লকচেইনে যোগ করার জন্য নতুন ব্লক “আবিষ্কার” করতে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে।
আরো বিস্তারিত জানতে আপনি coinalap e visit করতে পারেন।
আপনার পোস্টটা খুব সুন্দর হয়েছে। কিন্তু, আমার মনে হয় আপনি এই পোস্টটা এর আগে করেছেন। এবং সেটা ডিলিট করে আবার নতুন করে পোস্ট করেছেন। যদি এটা সত্য হয়ে থাকে; এবং এভাবে আপনি কয়েকবার করেন; তাহলে, আপনার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যেতে পারে। সুতরাং, এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। তা না হলে যেকোনো সময় আপনি দেখতে পাবেন আপনার একাউন্ট ব্যান করা হয়েছে।
member
Activity: 184
Merit: 65
February 22, 2022, 11:19:12 AM
বিটকয়েন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত একটি ডিজিটাল মুদ্রা। বিটকয়েন নাকি মাইন করা যায়। কোন বাংলাদেশী ভাই কি বিটকয়েন মাইন করেন? জানলে কেউ জানাবেন কিভাবে বিটকয়েন মাইন করতে হয়।
আপনার আগ্রহের জন্য ধন্যবাদ,বিটকয়েন মাইনিং হল নতুন ব্লক আবিষ্কার করার প্রক্রিয়া, লেনদেন যাচাই করা এবং বিটকয়েন ব্লকচেইনে যুক্ত করা। এখানে এর অর্থ কী, এটি কীভাবে কাজ করে এবং কেন এটি গুরুত্বপূর্ণ।ঐতিহ্যগত অর্থে, বিটকয়েন মাইনিং সম্পদের সন্ধানে জড়িত একই পদক্ষেপগুলিকে অন্তর্ভুক্ত করে; অন্যদের আগে কিছু উন্মোচন করার জন্য বিপুল পরিমাণ শক্তি, সময় এবং অর্থের প্রয়োজন। যেখানে সোনার খনিরা সোনা খুঁজে পেতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে, সেখানে বিটকয়েন মাইনার বিটকয়েন ব্লকচেইনে যোগ করার জন্য নতুন ব্লক “আবিষ্কার” করতে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে।
আরো বিস্তারিত জানতে আপনি coinalap e visit করতে পারেন।
Jump to: