পরিচিত কয়েক জনকে দেখছি রোবট দিয়ে বিন্যান্সে ট্রেডিং করতেছে। রোবটটি কিনতে ১৫০ ডলার লাগে এবং কাউকে রেফার করলে ৪০ ডলার পাই। এই রোবট দিয়ে ট্রেডিং করা কতটা রিস্কমুক্ত বড় ভাইদের মতামত আসা করছি
আপনি চাইলে Bituniverse ব্যবহার করে Grid Trading করতে পারেন, যেটিতে কোনো ধরনের ব্যয় করতে লাগে নাহ। আর যদি আপনার পরিচিতজন আপনাকে বলে যে, সেই রোবট/বটটি আপনাকে প্রফিট নিয়ে এসে দিবে, আপনাকে কোনো ধরনের বিশ্লেষণ করতে লাগবে নাহ। তাহলে ওসব রোবট/বট শুরুতে কাজ করবে এবং যখন আপনি অনেক বড় অর্থ ট্রেডিং এর জন্য ডিপোজিট করবেন, তখন সবগুলো ক্ষতির দিকে নিয়ে যাবে। তাই নিজের বিশ্লেষণ করেন এবং Bituniverse ব্যবহার করে Grid Trading করতে পারেন।
কয়েকদিন আগে আমার এক বন্ধুর কাছে শুনি তাদের এলাকায় নাকি এক কোম্পানি এসেছে যেখানে তারা একবার ১০ হাজার টাকা ইনভেস্ট করলেই শুধুমাত্র মোবাইল এ এড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবে। প্রতিদিন সকালে ৮ মিনিট এর এড দেখেই নাকি প্রতিদিন ৫০০-৬০০ টাকার মতো ইনকাম হয়। এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?
ওইসব হলো MLM/Multi Level Marketing ওয়েবসাইট এবং সব সাইটে স্ক্যাম। আর নিজেই নিজেকে প্রশ্ন করেন, কোম্পানি এড দেখার জন্য যদি পেমেন্ট করে, তাহলে বিনিয়োগ আপনাকে কেন করতে লাগবে ? আশা করে উত্তর পেয়ে যাবেন এবং এড দেখে যদি এতই ইনকাম করা যাইতো, তাহলে সবাই বিল গেইটস হয়ে যেত।
জানি বিষয় টা বিটকয়েন এর সাথে রিলেটেড কিন্তু ওভারঅল প্রসেস টা কিভাবে হয় ?
বিষয়টি কখনোই বিটকয়েনে রিলেটেড নাহ। সেসব স্ক্যামাররা বিকটয়েনকে লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। কারণ যদি তারা বিকাশ/রকেট/নগদ/ব্যাংক লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করতো, তাহলে সরকারের নজরে আসতো এবং তাদের লেনদেনের একাউন্টগুলো বন্ধ করে দিত। কারণ আবাল বাঙালিরা ওইসব ফালতু ওয়েবসাইটে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে, অল্পতে বড়লোক হওয়ার ধান্দায়। তাই কোনোভাবেই সেটি বিটকয়েনের সাথে সম্পর্কিত নয়।
অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে। হয়তো হতে পারে এটাও কোন ধরনের ফ্রিল্যান্সিং।
ওটি কখনোই ফ্রিল্যান্সিং নয়, কারণ ততোক্ষণ পর্যন্ত কেউ নিজেকে ফ্রিল্যান্সার বলতে পারবে নাহ, যতক্ষণ পর্যন্ত নাহ সে দক্ষতাভিত্তিক কোনো কাজ করে ইনকাম করতেছে। তবে সেটি আউটসোর্সিং বলা যায় এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং এর মধ্যে আকাশ-পাতাল তফাত আছে। তাই অনেকেই বিষয়টি নাহ জেনে সকল প্রকার আউটসোর্সিংকে ফ্রিল্যান্সিং বলে থাকে। আর MLM এ কাজ করা ভন্ডামি ছাড়াই কিছু নাহ এবং এটি থেকে সকলকে দূরে থাকা উচিত।