Author

Topic: বাংলা (Bengali) - page 356. (Read 5701566 times)

sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 28, 2021, 01:17:07 PM
সকলকেই বিটকয়েনটকের বাংলা লোকাল বোর্ডে স্বাগতম জানাই এবং যারা নতুন যোগদান করেছেন, তারা প্রথম পোষ্টে পিন করে দেওয়া পোষ্ট থেকে অনেক বিষয় জানতে পারবেন। আর নতুনদের জন্য শুভকামনা রঈলো। আজকের পোষ্টে আপনাদেরকে কিছু সহজ উপায় বলবো, যেটির মাধ্যমে আপনারা স্পামিং থেকে মুক্ত থাকবেন এবং নিজেকে একজন দক্ষ-অভিজ্ঞ পোষ্টদাতা হিসেবে তৈরি করতে পারবেন।

প্রথম বিষয় হলো, অনেকেই নতুন যোগদানের পরই জিজ্ঞেস করেন যে কিভাবে ইনকাম করবো, খুবই অল্প ব্যবহারকারীরা নতুন কিছু শেখার চেষ্টা করে। তাই লোকাল বোর্ডের শুরুতেই গুরুত্বপূর্ণ পোষ্টের লিংকগুলোতে ক্লিক করে জানার চেষ্টা করুন। আর অনেকেই নতুন কিছু শেখার কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করার আগ্রহ দেখাচ্চেন। এই কথাটি বললাম, কারণ ক্রিপ্টো মার্কেটে নিত্যনতুন বিষয় হচ্ছে, আর আমরা সেগুলো নিয়ে নতুন পোষ্ট তৈরি নাহ করার ফলে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে নাহ। আর এর ফলস্বরূপ আমরা সেই বিষয়গুলো থেকে অনেকটা পিছিয়ে পড়ে যাচ্ছি । তাই সকলকে আহবান করতেছি যে, নিচের বিষয়গুলো জানুন এতে আপনারা ভালো পোষ্টদাতা হতে পারবেন এবং বাংলা লোকাল বোর্ডটি আরো তথ্যবহুল হবে।


কোনো বিষয় না বুঝলে জিজ্ঞেস করতে দ্বিধা বোধ করবেন না

অনেকেই আছেন যারা কোনো বিষয় না বুঝলে কখনোই জিজ্ঞেস করেন নাহ, কারণ অন্যজন হয়তো আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন মনমানসিকতা থাকলে আপনি নতুন বিষয় কখনোই জানতে পারবেন নাহ। তাই অন্যজন কি ভাবতেছে, সেটি নিয়ে চিন্তা না করে অবশ্যই জিজ্ঞেস করুন। কারণ যেকোনো একজন আপনাকে অবশ্যই সঠিক তথ্য প্রদান করবে।

সাধারণ বিষয়গুলো না জানা থাকলে গুগল কিংবা ইউটিউবে সার্চ করুন

শুরুতে অনেকেই অনেক কিছু জানেন নাহ, আর এটা স্বাভাবিক বিষয়। তাই বলে যে, খুবই সাধারণ বিষয়গুলো নিজে থেকে জানার চেষ্টা করবেন নাহ, এমন মনমানসিকতা থাকলে সবাই আপনাকে কখনোই সহযোগিতা করবে নাহ। সহজ কথায়, যদি কোনো বিষয় আপনি না জেনে থাকেন, প্রথমত সেই বিষয়টি নিয়ে গুগল কিংবা ইউটিউবে সার্চ করবেন। আর একবারে না বুঝতে পারলে যে হাল ছেড়ে দিবেন, এমন কাজ কখনোই করবেন নাহ। প্রথমবারে না বুঝলে বিষয়টি বার বার পড়বেন/দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন। আর এভাবে চেষ্টা করতে থাকলে একটা সময় চলে আসবে যে, আপনি সহজেই সব কিছু বুঝতে পারতেছেন।

ইংরেজি বাক্য না বুঝলে অবশ্যই গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন
আমাদের মধ্য অনেকেই আছেন, যারা হয়তে ইংরেজিতে একটু দুর্বল এবং সকল বিষয় প্রথমবারেই বুঝতে পারেন। এমনকি আমিও অনেকসময় বিভিন্ন ইংরেজি বাক্য অন্যজন কি বলতে চাচ্ছে, সেট বুঝতে পারি নাহ। বুঝতে পারিনি বলে যে হাল ছেড়ে দিবেন, এমনটা কখনোই করবেন নাহ। সবসময় গুগল এবং গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন ।
শব্দের অর্থ বের করার জন্য: আপনি যদি কোনো শব্দের মানে বুঝতে নাহ পারেন, তাহল "Define শব্দটি" লিখে গুগলে সার্চ করবেন, তাহলে শব্দটি নিয়ে বিস্তারিত জানতে পারবেন। উদাহরণ হিসেবে আমি Powercut শব্দটির মানে জানি নাহ, তাহল আমি গুগলের সার্চবারে "Define Powercut" লিখে সার্চ করবো।
বাক্যের অর্থ বের করার জন্য: আপনি কোনো একটি ইংরেজি পোষ্টের মানে পুরোপুরি বুঝতে পারতেছেন নাহ, কারণ ইংরেজিতে একজন একটি বিষয় বলে আর সেটির আবার অনেক ভাবার্থ থাকে। আপনি যদি কোনো পোষ্টের ভাবার্থ সঠিকভাবে বুঝতে না পারেন, তাহলে সেই বাক্যটি গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলায় অনুবাদ করে নিয়েন। গুগল শুদ্ধ অনুবাদ দিবেন না, কিন্তু আপনি বিষয়টি একটু হলেও ভালো করে বুঝতে পারবেন।

নতুন পোষ্টে মতামত প্রদানের চেষ্টা করুন এবং পুরাতন পোষ্টে মতামত প্রদান থেকে বিরত থাকুন

অনেক নতুন ব্যবহারকারী ২ বছর আগের পোষ্টে মতামত/রিপ্লাই প্রদান করে। আশা করি, তারা এই অভ্যাসটি পরিবর্তন করবে এবং নতুন পোষ্ট তৈরি কিংবা নতুন পোষ্টে মতামত প্রদানে আগ্রতী হবে। আমাদের মধ্য খুবই অল্প ব্যবহারকারী আছেন, যারা নতুন কোনো বিষয় নিয়ে পোষ্ট করেন কিংবা অন্যজন আলোচনা শুর করলেও সেটিতে যোগদান করেন নাহ। এতে অনেক বিষয় জানতে পারেন নাহ। তাই নতুন বিষয়গুলো নিয়ে পোষ্টের মাধ্যমে আলোচনা শুরু করেন এবং অনেক বিষয় জানতে কিংবা অন্যদের সাথে ভাগাভাগি করতে পারবেন। আর একটি বিষয় হলো, অনেক ব্যবহারকারী আছেন যে, অন্যের মতামতে শ্রদ্বাশীল নয়। তারা যেটি বিশ্বাস করে, সেটিই সত্য এবং অন্যজন বিপরীত মতামত প্রদান করলে, সেই ব্যবহারকারীকে হেয় করে ।তাই অন্যের মতামতে শ্রদ্বাশীল হোন, কারণ আপনি একটি কয়েন/টোকেনকে পছন্দ করতে পারেন এবং সেটি হয়তো অন্যজনের কাছে ভালো নাও লাগতে পারে। তাই বলে তাকে হেয় করার দরকার নেই, বন্ধুসুলভ হয়ে উঠেন।



বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

jr. member
Activity: 210
Merit: 6
October 28, 2021, 01:31:45 AM

কোথাই থেকে Bounty কাজ পাবেন?

Bounty কাজ পাবার জন্য আপনাকে বিটকয়েনটক ফোরামে যেতে হবে। সকল Bounty বিটকয়েনটক ফোরামেই পোষ্ট করা হয়।
Bitcoin Forum > Alternate cryptocurrencies > Marketplace (Altcoins) > Bounties (Altcoins)
বাউন্টি পেজের সরাসরি লিংকঃ- https://bitcointalk.org/index.php?board=238.0
এই সেকশনে যেসব পোষ্ট দেখতে পাবেন তার সবই Bounty কাজ।
sr. member
Activity: 476
Merit: 523
October 27, 2021, 11:12:09 PM
আজকের ডিপ কে কে বায় করেছেন। আমি কিছুদিন আগে বিটিসি নিয়েছি @৬৩০০০ ডলারে এবং আজকে অল্প কিছু বিটিসি ক্রয় করি। তবে অল্টকয়েনের ডিপ ঠিক মত ধরতে পারি নি। আমি একটু লেইট ছিলাম। ENJIN পেয়েছিলাম $১.৯৪ এ কিন্তু এইটা $১.৮০ নেমেছিল। অন্যদিকে, ADA ও একই অবস্থানে নেমেছিল আর আমি পেয়েছিলাম $১.৯০ এ। একদম ডিপে বায় করতে পারলে হিউজ প্রফিট ছিল।

বিটকয়েন কি কিছুদিনের মধ্যে আবার ডিপে যেতে পারে? যদি না যায় তাহলে অল্টকয়েন আশা করা যায় খুব ভালো সময় অতিক্রম করতে যাচ্ছে। সব অল্টকয়েনের নতুন অল টাইম হাই হতে পারে।

বিটকয়েন পাম্প করার সময় কিন্তু অল্টকয়েন তেমন সুবিধা করতে পারেনি।
বিটকয়েন আজকে ৫৮-৫৯ এ আছে। হতে পারে এটা ৫৫-৫৬ তে আসতে পারে। অল্টকয়েন গুলো ম্যাক্সিমাম ১০% ডাউনে আছে। আমি মনে করি এটাই বাই করার সময়। কারণ এই কারেকশনের পর অল্টকয়েন গুলো নতুন অলটাইম হাই বানাবে। আমি আপনার সাথে একমত।

ধন্যবাদ
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 27, 2021, 02:41:46 PM
অপর দিকে 1660 super জিপিউর সেকেন্ড হ্যান্ড দাম ৩৮-৪০ হাজার এবং হ্যাশরেট ৩১-৩৪ মেগাহ্যাশ।

1660 super জিপিউ এর দাম এত কম সেকেন্ডারি মার্কেটে! আমি যতটুকু জানি আরো ৫-৮ হাজার বেশি হওয়ার কথা। কারণ অনেকে চাহিদা অনেক বেশি এবং অধিকাংশ গেমাররা চাচ্ছে যে 1660 super জিপিউ বিক্রি করার পর আরো কিছু টাকা যোগ করার মাধ্যমে 3060 or 3070 ক্রয় করার।  Grin

সুতরাং, আমার মতে ২-৩ মেগাহ্যাশের জন্য ৮-১০ হাজার টাকা বেশী খরচ করার কোনো মানে হয় না।

আমিও সেই বিষয়টি বলেছি, কারণ যারা জিপিউ সম্পর্কে কম জানে, তারা যখন জিপিউ ক্রয় করতে যাবে, তখন বেশি পন্ডিতরা বলবে যে 1660 super জিপিউটি ক্রয় করতে । কারণ ক্রয়কারী তো তাদেরকে বলতে পারবে নাহ যে, মাইনিং এর জন্য নিতেছে। ভুলেও বলে ফেললে, গেমাররা গণধোলাই দিবে। Grin তাই তারা তখন হয়তো সেটি ক্রয় করতে পারে, তাই তারা যেন নিজেরা আগে সকল বিষয় বিশ্লেষণ করে।  Wink


বিটকয়েন কি কিছুদিনের মধ্যে আবার ডিপে যেতে পারে? যদি না যায় তাহলে অল্টকয়েন আশা করা যায় খুব ভালো সময় অতিক্রম করতে যাচ্ছে। সব অল্টকয়েনের নতুন অল টাইম হাই হতে পারে।

দেনিক ক্যান্ডেল যদি $৫৯ হাজারের কমে তৈরি হয়, তাহলে আমরা কিছুদিনের জন্য কারেকশন মার্কেট দেখতে পারবো। তাই কালকের নতুন ক্যান্ডেল কত মূল্য তৈরি হচ্ছে,সেটি এখন দেখার বাকি। এছাড়াও কিছুদিন পর সাপ্তাহিক ক্যান্ডেল তৈরি হবে, সেটির উপরও নজর দিতে লাগবে। আর অল্টকয়েনের ভালো সময় চলবে, যদি বিটকয়েন একটি নির্দিষ্ট মূল্যের মধ্য উঠানামা করে। তাই দেখা যাক বিটকয়েন কি করে!  Cheesy
full member
Activity: 1526
Merit: 110
October 27, 2021, 11:55:45 AM
Bounty করার জন্য যা প্রয়োজন
1. টুইটার (Twitter)
2.ফেসবুক (Facebook)
3.লিংকেডইন (LinkedIn)
4. রেডিট (Reddit)
5. স্টিমিট (Steemit)
6 ইনস্ট্রাগ্রাম (Instragram)
7.এবং একটি টেলিগ্রাম (Telegram)
বাউন্টি করার জন্য এগুলো ছাড়াও একটি ইমেল আইডি, ইউটিউব চ্যানেল এবং কিছু ওয়ালেট এড্রেস প্রয়োজন। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ালেটগুলো হচ্ছে বিএসসি, পলিগন এবং ইথারিয়াম। আপনি ট্রাস্ট ওয়ালেটে মাল্টিকয়েন ওয়ালেট খুললে সবগুলো ওয়ালেট একসাথে পাবেন। এছাড়া মিউ এনড্রয়েড অ্যাপ ব্যবহার করলেও সবগুলো ওয়ালেট একসাথে পাবেন। তবে মিউ এনড্রয়েড অ্যাপ ব্যবহার করার কিছু সুবিধা আছে যেমন আপনাকে টোকেন অ্যাড করতে হবে না এবং প্রতিটা টোকেন ইনকামিং হলেই নটিফিকেশন পাবেন।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 27, 2021, 08:45:06 AM
আজকের ডিপ কে কে বায় করেছেন। আমি কিছুদিন আগে বিটিসি নিয়েছি @৬৩০০০ ডলারে এবং আজকে অল্প কিছু বিটিসি ক্রয় করি। তবে অল্টকয়েনের ডিপ ঠিক মত ধরতে পারি নি। আমি একটু লেইট ছিলাম। ENJIN পেয়েছিলাম $১.৯৪ এ কিন্তু এইটা $১.৮০ নেমেছিল। অন্যদিকে, ADA ও একই অবস্থানে নেমেছিল আর আমি পেয়েছিলাম $১.৯০ এ। একদম ডিপে বায় করতে পারলে হিউজ প্রফিট ছিল।

বিটকয়েন কি কিছুদিনের মধ্যে আবার ডিপে যেতে পারে? যদি না যায় তাহলে অল্টকয়েন আশা করা যায় খুব ভালো সময় অতিক্রম করতে যাচ্ছে। সব অল্টকয়েনের নতুন অল টাইম হাই হতে পারে।
sr. member
Activity: 476
Merit: 523
October 27, 2021, 12:05:42 AM

এটি সত্য যে, বর্তমানে গ্রাফিক্স কার্ড মার্কেটে ক্রিপ্টোর মতো বুল মার্কেট চলতেছে ।  Grin আর এই কারণে ব্যবহার করা জিপিউ ক্রয় করতে গেলেও অনেক টাকা লাগবে, কারণ অনেক গেমাররাই ব্যবহার করা জিপিউ ক্রয় করতে পারতেছে নাহ। কারণ মার্কেটে অনেক চাহিদা, কিন্তু মূল্য ধরা ছোয়ার বাহিরে। আর আপনার যেহেতু 1660 super জিপিউটি আছে, তাই আপনি একটু হলেও বেশি হ্যাশরেট পাচ্ছেন। আর সেই তুলনায় কেউ যদি শুধুমাত্র Rx 570 কিংবা Rx 580 জিপিউগুলো দিয়ে মাইনিং করতে চায়, তাহলে তার হ্যাশরেট কমও হইতে পারে। তাই সকলের উচিত মূল বিনিয়োগ এবং মাস শেষে লাভের বিষয়টি whattomine থেকে বিশ্লেষণ শেষে মাইনিং রিগ তৈর করা।  Wink


ভাই আপনার মতামতের জন্য ধন্যবাদ।
আসলে দাম অনুযায়ী Rx 570- 580 জিপিইউ বেশী ভালো হবে। কারণ বর্তমান সেকেন্ড হ্যান্ড মার্কেটে Rx 570- 580 জিপিইউর দাম ৩০-৩২ হাজার যেগুলো সাধারনত ২৯ থেকে ৩১ মেগাহ্যাশ দেয়।
অপর দিকে 1660 super জিপিউর সেকেন্ড হ্যান্ড দাম ৩৮-৪০ হাজার এবং হ্যাশরেট ৩১-৩৪ মেগাহ্যাশ।

এবং এদের বিদ্যুৎ প্রায় এক সমান ব্যবহার হয়।

সুতরাং, আমার মতে ২-৩ মেগাহ্যাশের জন্য ৮-১০ হাজার টাকা বেশী খরচ করার কোনো মানে হয় না।

ধন্যবাদ।
jr. member
Activity: 210
Merit: 6
October 26, 2021, 07:57:31 PM
Bounty করার জন্য যা প্রয়োজন

আপনি যদি Bounty থেকে আয় করতে চান তবে এর জন্য কিছু ওয়েবসাইটে আপনার একাউন্ট থাকা দরকার হবে। যেই সব সাইটে একাউন্ট থাকা প্রয়োজন তা হচ্ছেঃ-

1. টুইটার (Twitter)
2.ফেসবুক (Facebook)
3.লিংকেডইন (LinkedIn)
4. রেডিট (Reddit)
5. স্টিমিট (Steemit)
6 ইনস্ট্রাগ্রাম (Instragram)
7.এবং একটি টেলিগ্রাম (Telegram)
উপরুক্ত সব গুলোই একটি একটি করে খুলে নিবেন। সবগুলো একসাথে প্রয়োজন না হলেও কোন না কোন সময় প্রয়োজন হবেই।

আমার পোষ্ট গুলো সব ফলো করবেন, সব কিছু লিখে বুঝানো কঠিন হলেউ ধারনা পাবেন কেমনে বাউন্টি করবেন।

ধন্যবাদ।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 26, 2021, 01:51:34 PM
বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম প্রায় আকাশ চুম্বি। তবে আপনি সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে পারেন।
আমার বর্তমান হ্যাশরেট ১১৭। এই মডেলের ৪ টি গ্রাফিক্স কার্ড হলেই আপনিও আমার মতো ১২-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিদ্যৎ বিল দেয়ার পরেও।

Rx 570 Or Rx 580 8gb মডেলের একটা জিপিওর সেকেন্ড হ্যান্ড দাম ৩০-৩২ হাজার টাকা। সব মিলিয়ে ১ লক্ষ ৫০-৬৫ হাজার টাকার মধ্যে এই রকম একটা সেটাপ তৈরী করতে পারবেন।

এটি সত্য যে, বর্তমানে গ্রাফিক্স কার্ড মার্কেটে ক্রিপ্টোর মতো বুল মার্কেট চলতেছে ।  Grin আর এই কারণে ব্যবহার করা জিপিউ ক্রয় করতে গেলেও অনেক টাকা লাগবে, কারণ অনেক গেমাররাই ব্যবহার করা জিপিউ ক্রয় করতে পারতেছে নাহ। কারণ মার্কেটে অনেক চাহিদা, কিন্তু মূল্য ধরা ছোয়ার বাহিরে। আর আপনার যেহেতু 1660 super জিপিউটি আছে, তাই আপনি একটু হলেও বেশি হ্যাশরেট পাচ্ছেন। আর সেই তুলনায় কেউ যদি শুধুমাত্র Rx 570 কিংবা Rx 580 জিপিউগুলো দিয়ে মাইনিং করতে চায়, তাহলে তার হ্যাশরেট কমও হইতে পারে। তাই সকলের উচিত মূল বিনিয়োগ এবং মাস শেষে লাভের বিষয়টি whattomine থেকে বিশ্লেষণ শেষে মাইনিং রিগ তৈর করা।  Wink


আমি বুঝতেছি না তাহলে মানুষ কেন ওইখানে ডায়মন্ড সংগ্রহ করার পেছনে আছে লল। আমি তো ভেবেছিলাম ডায়মন্ডগুলোর ভ্যালু আছে ভালোই  :ড

সবাই এই আশায় এইসব সংগ্রহ করতেছে যেন ভবিষ্যতের কোনো প্রতিযোগিতা থেকে কোনো এনএফটি কিংবা এয়ারড্রপ সংগ্রহ করতে পারে। কারণ কয়েনমার্কেটক্যাপ ইতিমধ্যে অনেক প্রজেক্টের এয়ারড্রপ নিয়ে এসেছে এবং হয়তো আরো প্রতিযোগিতার ব্যবস্থা করবে, যেখানে হয়তো কূপন কোড পাওয়া যাবে বিভিন্ন কোম্পানির সার্ভিসে ছাড় পাওয়ার জন্য। যেমন: কয়েনগিকো বিভিন্ন ভিপিএনের বাৎসরিক ক্রয়ের জন্য কূপন দেয়, যেগুলো ব্যবহার করার মাধ্যমে সর্বোচ্চ ৭০% এর ছাড় পাওয়া যায়। হয়তো এমন কিংবা অন্য ধরনের প্রতিযোগিতা অথবা পুরস্কারের ব্যবস্থা করবে।  Wink
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 26, 2021, 09:15:13 AM

যেগুলোর প্রথমে Avatar লেখা রয়েছে। সেগুলো আসলে আপনার কয়েনমার্কেটক্যাপ এর প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া ওখানে মাত্র ২ টি এনএফটি রয়েছে যার মধ্যে একটি স্পেশাল এনএফটি ২১০০০ ডায়মন্ড দিয়ে রিডিম করতে হবে। এবং এটার সাপ্লাই মাত্র ১ টি। আরেকটি এনএফটির সাপ্লাই ২৫০ টি এবং এটা রিডিম করতে ১২০০০ ডায়মন্ড লাগবে। এগুলো আপনি রিডিম করার পর এর মালিকানা আপনার কাছে হস্তান্তর করে দিবে। পরবর্তীতে আপনি চাইলে তা https://opensea.io/ এর মতো মার্কেট এ সেল করে রিয়েল মানিতে কনভার্ট করতে পারবেন।

ধন্যবাদ।
আনি তো ওইভাবে দেখিনি। একটু রিসার্চ করলেই পেয়ে যেতাম। ধন্যবাদ আপনাকে। আমি বুঝতেছি না তাহলে মানুষ কেন ওইখানে ডায়মন্ড সংগ্রহ করার পেছনে আছে লল। আমি তো ভেবেছিলাম ডায়মন্ডগুলোর ভ্যালু আছে ভালোই  :ড

নাইম ভাই, আপনি একসাথে দুইটা পোস্ট করেছেন যা সাধারণত ফোরামের নিয়ম বিরোধী। আপনি আগের পোস্ট ইডিট করেও রেস্পন্স করতে পারেন।

আমার কাছে এস মেরিট একটিও নেই। থাকলে আপনাকে দিতাম। অবশ্যই যখন হবে আমি আপনার পোস্টে মেরিট শেয়ার করব।
sr. member
Activity: 476
Merit: 523
October 26, 2021, 01:03:04 AM
Quote
ভাই মাইনিং করতে কি পরিমাণ বিদ্যুৎ খরচ আয় আপনার?
 
ধন্যবাদ,
এটা ডিপেন্ড করে আপনি কোন মডেলের গ্রাফিক্স কার্ড ব্যবহার করছেন এবং কয়টা ব্যবহার করছেন।

আমি ৪ টি গ্রাফিক্স কার্ড ব্যবহার করছি Rx 570 8gb ৩ টি এবং GTX 1660 Super 6gb ১ টি।
প্রতিটি গ্রাফিক্স কার্ডে গড়ে ৮০-১১০ ওয়াট ব্যবহার হয়।

আমার মাসিক বিদ্যুৎ বিল আসে ৩০০০-৩৬০০ টাকা।

Quote
আর শুরু করতে কম্পিউটার সহো আর কি কি লাগে।

শুরু করতে হলে একটি কম্পিউটার যেটাতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে পারবেন। ভালো একটি পাওয়ার সাপ্লাই ( মিনিমাম ৭০০ ওয়াট )। এবং গ্রাফিক্স কার্ড।

Quote
কি পরিমাণ একাউন্ট হলে আপনার মত ইনকাম করতে পারবো?

বর্তমানে গ্রাফিক্স কার্ডের দাম প্রায় আকাশ চুম্বি। তবে আপনি সেকেন্ড হ্যান্ড জিপিও কিনতে পারেন।
আমার বর্তমান হ্যাশরেট ১১৭। এই মডেলের ৪ টি গ্রাফিক্স কার্ড হলেই আপনিও আমার মতো ১২-১৫ হাজার টাকা ইনকাম করতে পারবেন। বিদ্যৎ বিল দেয়ার পরেও।

Rx 570 Or Rx 580 8gb মডেলের একটা জিপিওর সেকেন্ড হ্যান্ড দাম ৩০-৩২ হাজার টাকা।
সব মিলিয়ে ১ লক্ষ ৫০-৬৫ হাজার টাকার মধ্যে এই রকম একটা সেটাপ তৈরী করতে পারবেন।

ধন্যবাদ।

Quote
বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।

কয়েনমার্কেটক্যাপে আমার একাউন্ট ছিলো না। আপনার এই পোষ্ট দেখার পর আমি সেখানে একাউন্ট করি শুধু রিসার্চ পারপাসে এবং ডায়মন্ড ক্লেইম করা শুরু করি।

তো আজকে যা দেখলাম, এখানে বেশিরভাগ এনএফটি সল্ড আউট।

https://imgur.com/a/2KKygmB

যেগুলোর প্রথমে Avatar লেখা রয়েছে। সেগুলো আসলে আপনার কয়েনমার্কেটক্যাপ এর প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া ওখানে মাত্র ২ টি এনএফটি রয়েছে যার মধ্যে একটি স্পেশাল এনএফটি ২১০০০ ডায়মন্ড দিয়ে রিডিম করতে হবে। এবং এটার সাপ্লাই মাত্র ১ টি। আরেকটি এনএফটির সাপ্লাই ২৫০ টি এবং এটা রিডিম করতে ১২০০০ ডায়মন্ড লাগবে। এগুলো আপনি রিডিম করার পর এর মালিকানা আপনার কাছে হস্তান্তর করে দিবে। পরবর্তীতে আপনি চাইলে তা https://opensea.io/ এর মতো মার্কেট এ সেল করে রিয়েল মানিতে কনভার্ট করতে পারবেন।

ধন্যবাদ।
jr. member
Activity: 966
Merit: 1
October 25, 2021, 11:05:59 PM
jr. member
Activity: 210
Merit: 6
October 25, 2021, 10:29:56 PM
কিভাবে বাউন্টি বাছাই করবেন


যারা নতুন আছেন তারা অনেকেই জানেন না স্কাম এর শিকার হোন তাদের জন্য সামান্যতম ধারনা সবাই পড়ে দেখবেন।

-এখানে একটি কথা না বল্লেই নই। আপনি Bounty করবেন কিন্তু সব Bounty কাজেরই যে পেমেন্ট পাবেন তার কোন গ্যারান্টি নাই। বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে কোন Bounty কাজ করার জন্য সিলেক্ট করে কাজ শুরু করলেও তা ফেক বা ভুয়া প্রযেক্ট হতে পারে। তবে যাচাই বাছাই করে Bounty করলে ভুয়া Bounty হার কম হবার সম্ভাবনা থাকে।

যাইহোক, সব প্রযেক্টই তো আর ভুয়া হয় না। তবে কোন Bounty কাজ করার জন্য বাছাই করার পূর্বে সেই প্রযেক্ট গুগলে একটু সার্চ করে নিবেন। দেখবেন কতগুলো ICO রিভিউ সাইটে সেই প্রযেক্ট এ্যড রয়েছে। সেই প্রযেক্টের সোসাল সাইটগুলোতে একটিভিটি কেমন, প্রযেক্টের টিম মেমবার কারা ইত্যাদি বিষয়গুলো।

ধন্যবাদ।
sr. member
Activity: 476
Merit: 523
October 25, 2021, 02:28:56 AM
হেলো ভাই/বোন এবং বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি।

আমরা সকলেই জানি বর্তমান দূনিয়ায় ক্রিপ্টো কারেন্সি কতটা এগিয়ে গেছে। বিটকয়েন, ইথেরিয়াম সহ অন্যান্য প্রায় সকল কয়েনের দাম হূ হূ করে বেড়ে চলেছে।
যাদের কাছে এসব কয়েন আগে থেকেই কেনা ছিলো, তারা সবাই অনেক লাভবান হয়েছে। অনেকের মতে, ভবিষ্যতে এর দাম বাড়তেই থাকবে। যারা এই সুযোগ মিস করেছি, তারা চাচ্ছি কিছু কয়েন কিনে রাখতে ভবিষ্যতের জন্য। আবার অনেকে লস হবার ভয়ে কিনতে চাচ্ছে না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। অনেকেই আবার মাইনিং করছে। মাইনিং কি? আশা করি সকলেই জানেন।

যারা জানেন না তারা এই আর্টিকেল টি পড়ে আসতে পারেন https://www.coinalap.com/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82/


আজকে আমি শেয়ার করবো আমার মাইনিং এর এক্সপেরিয়েন্স।

আমার একজন রাশিয়ান বন্ধু, হঠাৎ একদিন বলছে, দেখা আজকে ৮ ডলার মাইনিং করলাম। কোনো কাজ করা ছাড়া ইনকাম করার মজাই আলাদা।
তো আমি তো অবাক, কিভাবে কি করছো? তখন ৩০ ম্যাগাহ্যাশ এ ৭-৮ ডলার মাইনিং হতো ২৪ ঘন্টায়।

সে আমাকে সব কিছু বুঝিয়ে বল্লো। যার সারমর্ম কিছটা এরকম >>

মাইনিং কয়েক ভাবে করা যায়, কিছু এলগোরিদম আছে গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা যায়। আবার কিছু এলগোরিদম এসিক মাইনার দিয়ে মাইনিং করতে হয়।
যেমন বিটকয়েন গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা যায় না। শুধু মাত্র এসিক মাইনার দিয়ে আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন।


এছাড়া প্রায় ৮০ শতাংশ এলগোরিদম গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা নির্ভর করে আপনি কোন মডেলের গ্রাফিক্সকার্ড ব্যবহার করছেন তার ওপরে। প্রত্যেকটা এলগোরিদমের একটি ড্যাগ ফাইল থাকে। যেটা আপনার গ্রাফিক্সকার্ডের ধারণ ক্ষমতার মধ্যে থাকতে হবে। এই ড্যাগ ফাইলের সাইজ কিছু দিন পরপর পরিবর্তন হয়।

যেহেতু বর্তমানে গ্রাফিক্সকার্ড মাইনিং এ সবচাইতে প্রফিট্যাবল কয়েন হচ্ছে ইথেরিয়াম। ধরে নিলাম আপনি ইথেরিয়াম মাইনিং করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড টি অবশ্যই মিনিমাম ৬ জিবি হতে হবে। কারণ বর্তমান ইথেরিয়ামের ড্যাগ ফাইলের সাইজ ৪.৫ জিবি ছাড়িয়ে গেছে। কিছুদিন আগেও ৪ জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ইথেরিয়াম মাইনিং করা যেতো। কিন্তু এখন তা সম্ভব নয়।

তো, আমিও তার পরামর্শে মাইনিং শুরু করি। মাইনিং সেটাপ তৈরী করার সময় কিছু কিছু জিনিস আপনাকে দেখে কিনতে হবে। ডিপেন্ড করে আপনি কতগুলো গ্রাফিক্স কার্ড ব্যবহার করবেন। আপনি ঠিক যতগুলো গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চান মাদারবোর্ড কেনার সময় তা অবশ্যই দেখে নিতে হবে যে সেই মাদারবোর্ডে কতগুলো গ্রাফিক্সকার্ড আপনি ব্যবহার করতে পারবেন। ধরুন আপনি চাচ্ছেন ৬ টি গ্রাফিক্স কার্ড দিয়ে মাইনিং শুরু করতে কিন্তু আপনি যে মাদারবোর্ডটি কিনেছেন তাতে ৪ টির বেশি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা যাবে না। সে ক্ষেত্রে  মাদারবোর্ড কেনার সময় আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে যে সেই মাদারবোর্ড এ কতগুলো গ্রাফিক্স কার্ড আপনি লাগাতে পারবেন।

তো আমি মূলত শুরু করি চারটি গ্রাফিক্স কার্ড দিয়ে তিনটি rx570 8gb মডেলের এবং একটি GTX1660 Super 6 gb মডেলের।

বর্তমানে আমার দৈনিক ৬-৮ ডলার মাইনিং হচ্ছে। মোটামোটি একটা পকেট মানি আমি প্রতি মাসেই পেয়ে যাচ্ছি।

কোন মডেলের গ্রাফিক্সকার্ড দিয়ে কতো ডলার মাইনিং করা যাবে তা ক্যলকুলেট করার সবচেয়ে পপুরার সাইট হচ্ছে https://whattomine.com

আমার বর্তমান হ্যাশরেট হচ্ছে ১১৭ মেগাহ্যাশ। এবং গড়ে মাসিক ইনকাম ২১০ ডলার। তো আপনার কম্পিউটারে যদি একটি ভালো গ্রাফিক্সকার্ড থাকে, তাহলে আপনিও হয়ে যেতে পারেন শখের মাইনার।

ভূলত্রুটি ক্ষমা করবেন। কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি জানানোর চেষ্টা করবো।

ধন্যবাদ।




We all know how advanced cryptocurrency is in today's world. Bitcoin, ETH, and almost all other coins are rising in price.
Those who had already bought these coins have all benefited a lot. According to many, its price will continue to rise in the future. Those who missed this opportunity want to buy some coins for the future. Again, many do not want to buy for fear of losing. It is not possible to say when it will happen. Many are mining again. What is mining? Hope everybody knows.

Today I will share my mining experience.

A Russian friend of mine, suddenly saying one day, saw today I mined 8 USD. The fun of earning income without doing any work is different. So I wonder, how are you doing this? At that time mining at 30 MHz was 6-7 dollars in 24 hours.

He explained everything to me. The essence of which is something like this >>
Mining can be done in a few ways, some algorithms can be done with a graphics card. Again some algorithms have to be mined with ASIC Miner.


For example, Bitcoin cannot be mined with a graphics card. Only with Asic Miner, you can do bitcoin mining.
In addition, about 70 percent of algorithms can be mined with graphics cards. However, in most cases, it depends on which model of graphics card you are using. Each algorithm has a dag file. Which must be within the capacity of your graphics card. The size of this dag file changes every few days.

Ethereum is currently the most profitable coin in graphics card mining. Suppose you want to do ETH mining. In that case, your graphics card must be at least 8 GB. Because, the current Ethereum Dag file size exceeds 4.5 GB. A few days ago, ETH mining could be done with a 4 GB graphics card. But now it is not possible.

So, I also started mining at his suggestion. Here are some things to look for when selecting a mining setup. Depending on how many graphics cards you use. When buying a motherboard, you must consider exactly how many graphics cards you can use on that motherboard.

Suppose you want to start mining with 6 graphics cards but no more than 4 graphics cards can be used in the motherboard you have bought. In that case, when buying a motherboard, you must see how many graphics cards you can put in that motherboard.

So I started with three graphics cards, three rx570 8GB models, and one GTX1660 Super 6 GB model.

Currently, I am mining 6-7 dollars daily. I get pocket money every month.

The most popular site to calculate how many dollars can be mined with a model graphics card, https://whattomine.com

My current hash rate is 116 MHz. And an average monthly income is $210. So if you have a good graphics card on your computer, then you too can become a hobby minor.

Forgive the mistake. If you have any information, please comment. I will try to inform you.

Thanks.

Hardly Translated From Bengali
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 24, 2021, 04:04:14 PM
কয়েন মার্কেটক্যাপ হ্যাক!

ওই বিষয়টিকে সম্পূর্ণরূপে হ্যাক বলা যাবে নাহ, বরং তথ্য চুরি বলা যায়। আর সকল ব্যবহারকারীদের উচিত বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করা। কারণ অনেক সময় এইরকমের তথ্যচুরির সময় হ্যাকাররা পাসওয়ার্ডও পেয়ে যায়। তাই সকলের সতর্ক থাকা ভালো।


বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।

আপনাকে শুধু কম্পিউটার ব্রাউজারে ওয়ালেট ব্যবহারের মাধ্যমে সেটি ক্লেইম করতে হবে। আর শুধুমাত্র কয়েনমার্কেটক্যাপ নয়, কয়েনগিকোও এমন রিওয়ার্ডের ব্যবহার অনেক আগে থেকেই করে আসতেছে।  Wink
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
October 24, 2021, 03:59:51 AM
 আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?   
মুল টপিকে সবগুলোর বিস্তারিত আর্টিকেল এর লিংক রয়েছে। ওই গাইডলাইন গুলো পড়লে নিশ্চয়ই আপনি যা যা খুজছেন পেয়ে যাবেন। এইখানে আপনি কি কোন সার্ভিস অফার করতে চাচ্ছেন? যদি তাই হয় তাহলে শেয়ার করতে পারেন কি সার্ভিস।

কয়েন মার্কেটক্যাপ হ্যাক!
যেমনটা বলা আছে ওইখানে- শুধুমাত্র আপনার ইমেইল লিক হয়েছে। সাধারণত তেমন কোন সমস্যা না এইটা। যাদের কয়েনমার্কেটক্যাপ এ একাউন্ট আছে তাদের ইমেইল এড্রেস পাবলিক হইছে।

বাই দ্য ওয়ে, কেউ কি কয়েনমার্কেটক্যাপ এ ডায়মন্ড কালেক্ট করছেন? সেটা দিয়ে দেখলাম কিছু এনএফটি ক্রয় করা যায়। সেগুলো কি আবার বিক্রি করা যায়? মানে এমন কোন ওয়ে আছে যে ডায়মন্ডগুলোকে রিয়েল মানিতে কনভার্ট করা যায়? আমি আসলে জানতামই না কয়েনমার্কেটক্যাপ এ এইরকম একটা অপশন আছে।
newbie
Activity: 19
Merit: 2
October 23, 2021, 01:35:12 PM
কয়েন মার্কেটক্যাপ হ্যাক!

বর্তমান সময়ে হ্যাকারদের প্রধান নজর হয়তো ক্রিপ্টকারেন্সিতে। একের পর একেক সাইড হ্যাকের ঘটনা নিউজ পাওয়া যাচ্ছে।এর প্রতিরোধ কি কখনো করা যাবেনা?কোন উপায় কি নেউ হ্যাকারদের থেকে রক্ষাপেতে?

https://cointelegraph.com/news/coinmarketcap-hack-reportedly-leaks-3-1-million-user-email-addresses

Just a heads-up for anyone with an account there. Apparently, only the email addresses were leaked, so your account and diamonds are safe but you should still be cautious, you might start getting some phishing attacks sent to your email.
sr. member
Activity: 476
Merit: 523
October 23, 2021, 07:38:50 AM
Quote

আমি এখানে  নতুন,  আমি সি পি এ মার্কেটিং এ কাজ করতাম। কিন্তু ডেটিং অফার ছাড়া অন্য কোনো অফার প্রমোট করা খুব কষ্টকর, মূলত ট্রাফিক কালেক্ট করা খুব সমস্যা এখন! আর আপনারা জানেন আমি একজন  মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষকে এই ডেটিং খারাপ অফারের লিংক প্রমোট করে ইনকামকরে দিনাতিপাত  করতে চাই নি এইটা  করা হারাম, আর যাদের কে এই অফার লিঙ্ক প্রমোট করতাম তারা সব বাহিরের দেশের USA, UK , CANADA , জার্মানি , আমি একজন মুসলিম হিসাবে একজন খ্রীষ্টান ইহুদীদেড়কে জেনা adult অফারের ফেতনার মধ্যে কি করে ছুড়ে ফেলি, তাই আমি হারাম কাজ ছেড়ে bitcoin.talk এই সাইটের সন্ধান পাই, আমি অনেক ইনকাম করেছি ৫০,০০০$ এর ও বেশি আমি ম্যানেজার ছিলাম আমাকে সবাই সাপোর্ট করবেন এখানে যেন হালাল ভাবে কাজ করতে পারি।   আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?  

প্রথমত, আপনাকে ধন্যবাদ।

আইডি সাসপেন্ড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ গূলো হচ্ছে,

* কারণে অকারণে স্পাম করা।
* মডারেটরদের নির্দেশ অমান্য করা।


আরো অনেক কারনেই একাউন্ট ব্যান হতে পারে। আমিও নতুন। আমি এখনো শতভাগ জানিনা। আশা করি সিনিয়র ভাইয়েরা আরো কিছু এড করবেন।

মেরিট আপনার একাউন্ট এর লেভেল বৃদ্ধিতে কাজ করে। আপনার যত বেশী মেরিট জমা হবে। আপনার একাউন্ট ততো বড় লেভেলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন।

মেরিট কিভাবে পাবেনঃ
আমি এই কিছু দিনে যা জানি তাই শেয়ার করছি। কখনোই মেরিট পাওয়ার আশায় কাজ করা যাবে না। আপনাকে শান্ত ভাবে কাজ করতে হবে। কারো কাছে মেরিট চাওয়া যাবে না। নিজে যা জানেন, তা সকলের সাথে শেয়ার করুন। সবাইকে সাহায্য করার চেষ্টা করুন। সর্বোপরি, নিজেকে অনেক হেল্পফুল হতে হবে। এভাবে আস্তে আসেত নিজেকে কমিউনিঠির একজন হিসেবে গড়ে তুলুন।
আপনার লেখা যখনই কারে ভারো লাগবে, তিনি আপনাকে মেরিট সেন্ড করবে।

ধন্যবাদ।
jr. member
Activity: 336
Merit: 3
October 23, 2021, 02:38:41 AM
তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley

যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

PlanB টুইটারে যা বলেছিল, সেটি দেখার পর অনেকেই আবারও খুবই উৎসাহী হয়ে উঠেছে। আবার তার উপর ETF এর অনুমোদন হয়ে গেলো, সেটি সবাইকে আরো উৎসাহী করতেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ বর্তমানে যদিও ক্রিপ্টো মার্কেট একটু কারেকশনের মধ্যে রয়েছে। তাই এখন একটু উর্ধ্বগতি এবং একটু কারেকশন মার্কেটে চলবে।  Smiley

আমি এখানে  নতুন,  আমি সি পি এ মার্কেটিং এ কাজ করতাম। কিন্তু ডেটিং অফার ছাড়া অন্য কোনো অফার প্রমোট করা খুব কষ্টকর, মূলত ট্রাফিক কালেক্ট করা খুব সমস্যা এখন! আর আপনারা জানেন আমি একজন  মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষকে এই ডেটিং খারাপ অফারের লিংক প্রমোট করে ইনকামকরে দিনাতিপাত  করতে চাই নি এইটা  করা হারাম, আর যাদের কে এই অফার লিঙ্ক প্রমোট করতাম তারা সব বাহিরের দেশের USA, UK , CANADA , জার্মানি , আমি একজন মুসলিম হিসাবে একজন খ্রীষ্টান ইহুদীদেড়কে জেনা adult অফারের ফেতনার মধ্যে কি করে ছুড়ে ফেলি, তাই আমি হারাম কাজ ছেড়ে bitcoin.talk এই সাইটের সন্ধান পাই, আমি অনেক ইনকাম করেছি ৫০,০০০$ এর ও বেশি আমি ম্যানেজার ছিলাম আমাকে সবাই সাপোর্ট করবেন এখানে যেন হালাল ভাবে কাজ করতে পারি।   আইডি কেন সাসপেন্ড হয় ?  মেরিট কি?  আমি কিভাবে মেরিট পাবো ?   
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 22, 2021, 02:13:04 PM
তাই এখন প্রশ্ন হলো, কবে নাগাত বিটকয়েন $১০০ হাজারে পৌছাবে নাকি বিটকয়েন এই মাইলফলকে পৌছা্বে নাহ? আশা করি, সকলে নিজেদের মতামত দিবেন।  Smiley

যদি ডিসেম্বর ২০১৭ রিপিট হয় তাহলে $১৫০কে+ এই বছর শেষে অবাক হওয়ার কিছু নেই। PlanB টুইটারে বলেছিল আমরা বুল রানের শুরুতে আছি।

PlanB টুইটারে যা বলেছিল, সেটি দেখার পর অনেকেই আবারও খুবই উৎসাহী হয়ে উঠেছে। আবার তার উপর ETF এর অনুমোদন হয়ে গেলো, সেটি সবাইকে আরো উৎসাহী করতেছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কারণ বর্তমানে যদিও ক্রিপ্টো মার্কেট একটু কারেকশনের মধ্যে রয়েছে। তাই এখন একটু উর্ধ্বগতি এবং একটু কারেকশন মার্কেটে চলবে।  Smiley
Jump to: