Author

Topic: বাংলা (Bengali) - page 355. (Read 5313495 times)

full member
Activity: 1526
Merit: 110
September 08, 2021, 07:55:35 PM
এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?
অনেক ধরনের ফ্রিল্যান্সিং আছে। হয়তো হতে পারে এটাও কোন ধরনের ফ্রিল্যান্সিং।আপনার বন্ধুর কাছ থেকে এই বিষয়ে আরো ডিটেইলস জানতে পারেন।

আমার মনে হয় এ ধরনের কোম্পানি মানুষের সাথে প্রতারনা করার জন্যই আসে।যেমন যারা প্রথমে ইনভেস্ট করেছিল তারা দু একজন হয়তো তাদের টাকা তুলতে পেরেছে। কিন্তু তাদের দেখে যারা পরে ইনভেস্ট করেছে তাদের টাকা নিয়ে পালিয়ে যাবাই হয়তো কোম্পানির উদ্দেশ্য। আর এটাই তাদের লাভ।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 08, 2021, 06:32:24 PM
বিষয়টা বিটকয়েন এর সাথে রিলেটেড
আপনার দেয়া তথ্য অনূসারে কখনই বিটকয়েন রিরেটেট না।শুধু ইনভেস্ট বলেই যে বিটকয়েন রিলেটেট সেটা আপনি বলতে পারেন না।বিটকয়েন হলো একটি ভার্চুয়াল কারেন্সি।যাকে ধরা যায় না কিন্তু উপভোগ করা যায়।বিটকয়েনে আপনি ইনভেস্ট করলে সেটা ধংশ হবেনা।বিটকয়েন ২০০৯ সালে থেকে চালু হয়।এমনকি কয়েক রাষ্টে এখন এটি প্রচলিত মুদ্রা।তাই আপনার বলা কম্পানির সাথে এটি একদমই তুছ্য।আগে বিটকয়েনকে জানুন প্রিয় ভাই
newbie
Activity: 16
Merit: 0
September 08, 2021, 06:00:25 PM
কয়েকদিন আগে আমার এক  বন্ধুর কাছে শুনি তাদের এলাকায় নাকি এক কোম্পানি এসেছে যেখানে তারা একবার ১০ হাজার টাকা ইনভেস্ট করলেই শুধুমাত্র মোবাইল এ এড দেখার মাধ্যমে ইনকাম করতে পারবে। প্রতিদিন সকালে ৮ মিনিট এর এড দেখেই নাকি প্রতিদিন ৫০০-৬০০ টাকার মতো ইনকাম হয়। ১.৫-২ মাস পরেই কোম্পানি গায়েব হয়ে যায়। যারা প্রথমদিকে ইনভেস্ট করে তাদের টাকা উঠে যাই কিন্তু যারা শেষের দিকে শুরু করে তারা ধরা খায়। জানি বিষয় টা বিটকয়েন এর সাথে রিলেটেড কিন্তু ওভারঅল প্রসেস টা কিভাবে হয় ? এড দেখার মাধ্যমে কি আসলেই ইনকাম করা যায় ? আর যারা কোম্পানি চালায় তারা কিভাবে লাভ করে ?
full member
Activity: 1526
Merit: 110
September 08, 2021, 11:10:21 AM
ফোরামে ইমেজ পোস্ট করার জন্য অন্তত জুনিয়র মেম্বার হতে হয়।
যদিও আপনি কি বুঝিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি, তবে এই কথাটা এইভাবে বলাটা ভুল। ইমেজ যে কেউ পোস্ট করতে পারে তবে সেটা প্রদর্শন হবে তখনই যখন আপনি জুনিয়র মেম্বার হবেন। এছাড়াও কেউ যদি ডিরেক্ট আপনার প্রোফাইলে গিয়ে চেক করে, ইমেজগুলো প্রদর্শিত হবে।
আপনি একদম ঠিক কথা বলেছেন। ফোরামে ইমেজ যে কেউ পোস্ট করতে পারবে। তবে সেটা প্রদর্শিত হবার জন্য জুনিয়র মেম্বার হতে হবে। এছাড়াও সহজ আরো একটা উপায় আছে আর তা হচ্ছে কপার মেম্বারশীপ কেনা। কেউ যদি কপার মেম্বারশীপ কিনে তবে সে ফোরামে ইমেজ পোস্ট করতে পারবে। কেউ যদি কপার মেম্বারশীপ কিনতে চান তবে নিচের টপিকে ভিজিট করে কিনতে পারবেন।
https://bitcointalk.org/index.php?action=credit;promote
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
September 08, 2021, 09:02:44 AM
লেখার ক্ষেত্রে যে সকল সরঞ্জাম ব্যাবহার করা হয়:


কিভাবে এই ছবির সরঞ্জাম ব্যাবহার করতে হয় তা দেখে নিন

1. BOLD : কোন লেখাকে আপনি মোটা আকারে প্রকাশ করতে উপরের ১ ব্যাবহার করতে পারেন।নাহলে নিচের কোড ব্যাবহার করুন
Code:
 [b] This text will be bold [/b]

উদাহরন : This is bold text

2. ITALIC : তির্যক ভাবে লিখতে ২ ব্যাবহার করুন না হলে কোড অনূসারে লিখুন
Code:
 [i]This is italic text[/i]

উদাহরন : See this is italic

3. UNDERLINE : কোন লেখার নিচে দাগ বা আন্ডার লাইন করতে ৩ ব্যাবহার করুন না হলে নিচের কোড ব্যাবহার করুর
Code:
[u]This text will be underlined[/u]

উদাহরন  : This is underlined

4. CROSS LINE : কোন লাইন অপ্রয়োজন হলে তা ডিলেট না করে এভাবে কেটে বা বাতিল বলে গন্য করতে পারেন ৪ ব্যাবহার করুন না হয় নিচের কোড ব্যাবহার করুন
Code:
 [s]This text will be crossed[/s] 

উদাহরন : I have checked it

5. BITCOIN SIGN : বিটকয়েন লগো প্রকাশ করতে ৫ ক্লিক করুন না হয় কোড ব্যাবহার করুন
Code:
 [btc] 

উদাহরন : BTC

6. GLOW PATTERN : গ্লো আকারে কিছু লিখতে ৬ ব্যাবহার করুন না হয় কোড ব্যাবহার করুন
Code:
 [glow=red,2,300][/glow]

উদাহরন : BITCOIN DISCUSSION

7. CENTER ALIGN : আপনি কোন লেখা বা কিছু পোষ্ট পাতার মাঝখানে প্রকাশ করতে ৭ ব্যাবহার কুন না হয় কোড ব্যাবহার করুন
Code:
 [center]Your text will be center aligned[/center]

উদাহরন :
Welcome to forum

8. RIGHT ALIGN :কোন লেখা বা কিছু ডান দিক থেকে প্রকাশ করতে ৮ ব্যাবহার করুন না হয় কোড
Code:
 [right]This will be on right side of page[/right]

উদাহরন :
Welcome to the forum

9. BREAK THE LINE : আপনি কিছু কথা একাদিক লাইনে বা একাদিক পাতা আকারে প্রকাশ করতে ৯ ব্যাবহার করুন না হয় কোড
Code:
 [hr]

10. SIZE OF TEXT : কোন কথা বা ওয়ার্ড ছোট কিংবা বড়ো করতে ১০ ব্যাবহার করুন না হলে কোড  
Code:
 [size=20pt] This can change text size[/size] 

উদাহরন : Size is changed now

11. COLOR CHANGE OF TEXT : কোন লেখার কালার পরিবর্তন করতে ১১ ব্যাবহার করুন না হয় কোড এর ন্যায় লিখুন
Code:
 [color=red]This is red color text[/color] 

উদাহরন : This is red color text

12. SUBSCRIPT : কোন কিছুর সুত্র লিখতে ১২ ব্যাহার করুন
Code:
 H[sub]2[/sub]O 

উদাহরন : H2O

13. SUPERSCRIPT : গানিতিক সুত্র অনূসারে প্রকাশ করতে এইভাবে ব্যাবহার করুন
Code:
 4[sup]3[/sup]

উদাহরন : 5n+1

14. HYPERLINK : কোন কিছু টপিক লিখে তার ভিতর যদি লিংক ব্যাবহার করতে চান তাহলে ১৪ বা নিচের কোড ফলো করুন
Code:
 [url=https://economictimes.indiatimes.com/markets/cryptocurrency/financial-watchdog-orders-crypto-exchange-binance-to-stop-regulated-activities-in-uk/articleshow/83893550.cms]UK bans Binance Exchange[/url]  

উদাহরন : UK Bans Binance Exchange


সবকিছু একত্রে ব্যাবহার করুন:

Code:
[b][u][center][size=20pt][color=green]BITCOIN DISCUSSION[/color][/size][/center][/u][/b] 

উদাহরন:
WELCOME

সম্পূর্ন অংশ করতে পারিনি সময়ের জন্য।কিছু অংশ বাকি রইল,পরবর্তিতে করবো।আশা করি এইটুকু অনেকের উপকার করবে।
আপনি চাইলে সম্পূর্ন অংশ দেখতে মূল পেজ যেতে পারেন
translation from: https://bitcointalksearch.org/topic/posting-techniques-for-newbies-on-the-forum-5346341
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
September 08, 2021, 09:01:45 AM
translation from: https://bitcointalksearch.org/topic/posting-techniques-for-newbies-on-the-forum-5346341


এই ফোরামে আমিও নতুন।তেমনি নতুন সদস্য অনেকে জানে না কিভাবে কি পোষ্ট করতে হয়।তাই আমি একজনের পোষ্ট করা একটি থ্রেথ বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করলাম।আসা করি অনেকের উপকার হবে।

কারো কথা নিজের টপিকে কিভাবে দিবেন :

কারো কথা যদি আপনি কোন টপিকে তূলে ধরতে চান তাহলে এইভাবে কোড আকারে দিতে পারেন।

Code:
[Quote] This is a sample post and write here what you want to write. [/Quote]

উদাহরন:
Quote
This is a sample post and write here what you want to write.

কিভাবে অন্যের পোষ্ট জবাব দিবেন:

আপনি যদি নির্দিষ্ট কারো কথার জবাব দিতে চান তাহলে ডান পাশে থাকা কুয়াইট টা ব্যাবহার করবেন।



এক পোষ্টে কিভাবে একাধিক ব্যাক্তির উত্তর দিবেন:

আপনি কিভাবে এক পোষ্টের মাধ্যমে একাধিক ব্যাক্তির উত্তর দিবেন?আপনি চাইলে কুয়াইট করে প্রোফাইল লিংক একাদিক ব্যাবহার করতে পারেন।আবার চাইলে ইনসারর্ট কুয়াইট ব্যাবহার করে যাদের কে রিপলে করতে চান করতে পারবেন এক পোষ্টেই।নিচেরর পিক থেকে দেখতে পারেন।





আপনি কিছু কোড আকারে লিখন:

আপনি যদি শুধু কোড আকারে কিছু লিখতে চান তাহলে এই পদ্ধতি ব্যাবহার করতে হবে
Code:
This message will be displayed in the code form 

কিভাবে ছবি পোষ্ট করবেন:


প্রথমেই বলি ছবি পোষ্ট করতে হলে আপনাকে কমপক্ষে জুনিয়র সদস্য হতে হবে।১টি মেরিট সহ ৩০ টি এ্যাকটিভিটি লাগবে।তাছাড়া ছবি পোষ্ট হবে না।অন্যথায় আপনি কপার মেম্বার ক্রয় করতে পারেন তাহলেও ছবি পোষ্ট করার অনূমতি পাবেন . Buy cooper membership here .

1: প্রথমে আপনাকে এই লিংক ব্যাবহার করতে হবে https://imgbb.com/

 2: কোন ছবি পোষ্ট করতে চান তা বাছাই করুন

 3: ছবিটি লিংকে আপলোড করুন

 4: আপলোড হওয়া লিংকটি কপি করুন

 5: নিচে কোডের ভিতরে থাকা সিস্টেম অনূসারে আপনার কপি করা লিংকটি ফোরামে পোষ্ট করুন

Code:
 [url=https://ibb.co/c3FbZB6][img]https://i.ibb.co/vqPsTF3/newbie-posting-1.jpg[/img][/url]

উদাহরন:



ছবিটির সাইজ পরিবর্তন:

আপনি যদি আপনার ছবিটির আকার পরিবর্তন করতে চান তাহলে ছবিটির আকৃতি এভাবে পোষ্ট করুন-

Code:
 [url=https://ibb.co/c3FbZB6][img width=400 height=300]https://i.ibb.co/vqPsTF3/newbie-posting-1.jpg[/img][/url]




legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 08, 2021, 06:51:41 AM
ফোরামে ইমেজ পোস্ট করার জন্য অন্তত জুনিয়র মেম্বার হতে হয়।
যদিও আপনি কি বুঝিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি, তবে এই কথাটা এইভাবে বলাটা ভুল। ইমেজ যে কেউ পোস্ট করতে পারে তবে সেটা প্রদর্শন হবে তখনই যখন আপনি জুনিয়র মেম্বার হবেন। এছাড়াও কেউ যদি ডিরেক্ট আপনার প্রোফাইলে গিয়ে চেক করে, ইমেজগুলো প্রদর্শিত হবে।

পরিচিত কয়েক জনকে দেখছি রোবট দিয়ে বিন্যান্সে ট্রেডিং করতেছে। রোবটটি কিনতে ১৫০ ডলার লাগে এবং কাউকে রেফার করলে ৪০ ডলার পাই। এই রোবট দিয়ে ট্রেডিং করা কতটা রিস্কমুক্ত বড় ভাইদের মতামত আসা করছি
বট দিয়ে ট্রেড করলেই প্রফিট পাবেন এইরকম কিছু না। আপনাকে স্ট্রাটেজি জানতে হবে। কিভাবে বট কাজে লাগাবেন জানতে হবে। টেকনিক্যাল এনালাইসিস জানতে হবে। অনেকগুলো ব্যাপার আছে। আপনি কি বাইন্যান্স এর বট কিনতে চাচ্ছেন (আমি শিউর না ওদের কোন বট আছে কিনা)? তবে এমনে অনেকগুলো বট আছে। আমি যতটুকু জানি Gunbot অনেক ভালো।
jr. member
Activity: 77
Merit: 3
September 06, 2021, 11:15:27 AM
ভাই আমি এই ফর্মে নতুন। আমি পিক দিয়ে পোস্ট করতে পারি না।আপনি যদি পিক দিয়ে পোস্ট করার নিয়ম দেখিয়ে দেন তাহলে অনেক ভালো হতো এবং কি আমার মত অনেক নতুন ইউজারদের উপকার হতো।
ফোরামে ইমেজ পোস্ট করার জন্য অন্তত জুনিয়র মেম্বার হতে হয়। আর জুনিয়র মেম্বার হবার জন্য ১ টি মেরিট এবং ৩০টি এক্টিভিটি থাকতে হয়। আপনার মেরিটতো আছে কিন্তু এক্টিভিটি এখনো ৩০ হয় নাই। আর এক্টিভিটি ৩০ হলেই আপনি জুনিয়র মেম্বার হবেন এবং ইমেজ পোস্ট করতে পারবেন। আমি আপনাকে ইমেজ পোস্ট করার নিয়ম শিখিয়ে দিচ্ছি।

১. প্রথমে আপনাকে যে ইমেজ পোস্ট করতে চান সেই ইমেেজর একটা Screenshot তুলতে হবে।
২. তারপর সেই Screenshot টা https://imgur.com এ আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনি একটা লিঙ্ক পাবেন।
৩. তারপর সেই লিঙ্কটা একটি কোড ব্যবহার করে ফোরামে পোস্ট করতে হবে। কোডটি হলো..

ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা জানানোর জন্য আমি এর আগে এটা জানতাম না কিন্তু আপনার পোস্ট পড়ার মাধ্যমে জানতে পারলাম এবং কি অনেক নতুন মেম্বাররা জানতে পারবো।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 06, 2021, 07:49:58 AM

হতে পাড়েআপনার টোকেনটি ফ্যাক টোকেনের একটা,না হলে সুয়াপ করার জন্য যে ফি কাটা হবে তা আপনার ওয়ালেটে নেই।আপনি আরো ভালো সমাধান পেতে টোকেনটির নাম ও সাথে একটি পিক দিতে পাড়েন।সুয়াপএর সময় কি লেখা আসে। নির্দিষ্ট সমাধান পেতে সম্পূর্ন তথ্য দিয়ে পোষ্ট করবেন।

ভাই আমি এই ফর্মে নতুন। আমি পিক দিয়ে পোস্ট করতে পারি না।আপনি যদি পিক দিয়ে পোস্ট করার নিয়ম দেখিয়ে দেন তাহলে অনেক ভালো হতো এবং কি আমার মত অনেক নতুন ইউজারদের উপকার হতো।
আসলে আপনাকে পিক দিতে হলে সর্বনিম্ন জুনিয়র সদস্য হতে হবে।আপনাকে আমি পিক দিতে বলেছি আপনি বুঝতে পারতেন সেটা সম্ভব নয়।কিন্তু পিকটার লিংক তো দিতে পারেন।লিংক দিলে কি পিক দেখা যাবে না।ভাই প্রথমে নিজেকে প্রশ্ন করুন পিক না দিলেও তো লিংক দিতে পারতেন, একটু বুঝতেও পারতেন।আপনি আপনার ছবিটি https://imgbb.com/ লিংক কে আপলোড করেনন।তার পড়ে ছবিটি পোষ্ট হলে লিংকটা এখানে সাবমিট করেন।যেমন
https://i.ibb.co/P6pp894/IMG-20210906-185154.jpg
newbie
Activity: 191
Merit: 0
September 06, 2021, 03:32:21 AM
পরিচিত কয়েক জনকে দেখছি রোবট দিয়ে বিন্যান্সে ট্রেডিং করতেছে। রোবটটি কিনতে ১৫০ ডলার লাগে এবং কাউকে রেফার করলে ৪০ ডলার পাই। এই রোবট দিয়ে ট্রেডিং করা কতটা রিস্কমুক্ত বড় ভাইদের মতামত আসা করছি
jr. member
Activity: 63
Merit: 3
September 06, 2021, 02:19:07 AM
ফোরামে আগে অনেক ক্যম্পেন বা প্রতিযোগিতা দেখতাম, যেখানে মেরিট পাওয়া যেতো। এখন কি ওই রকম আর ক্যম্পেন বা প্রতিযোগিতা হয় না?
full member
Activity: 1526
Merit: 110
September 05, 2021, 10:16:15 AM
ভাই আমি এই ফর্মে নতুন। আমি পিক দিয়ে পোস্ট করতে পারি না।আপনি যদি পিক দিয়ে পোস্ট করার নিয়ম দেখিয়ে দেন তাহলে অনেক ভালো হতো এবং কি আমার মত অনেক নতুন ইউজারদের উপকার হতো।
ফোরামে ইমেজ পোস্ট করার জন্য অন্তত জুনিয়র মেম্বার হতে হয়। আর জুনিয়র মেম্বার হবার জন্য ১ টি মেরিট এবং ৩০টি এক্টিভিটি থাকতে হয়। আপনার মেরিটতো আছে কিন্তু এক্টিভিটি এখনো ৩০ হয় নাই। আর এক্টিভিটি ৩০ হলেই আপনি জুনিয়র মেম্বার হবেন এবং ইমেজ পোস্ট করতে পারবেন। আমি আপনাকে ইমেজ পোস্ট করার নিয়ম শিখিয়ে দিচ্ছি।

১. প্রথমে আপনাকে যে ইমেজ পোস্ট করতে চান সেই ইমেেজর একটা Screenshot তুলতে হবে।
২. তারপর সেই Screenshot টা https://imgur.com এ আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনি একটা লিঙ্ক পাবেন।
৩. তারপর সেই লিঙ্কটা একটি কোড ব্যবহার করে ফোরামে পোস্ট করতে হবে। কোডটি হলো..
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 05, 2021, 04:54:54 AM
ইলেক্ট্রাম ওয়ালেট একটি সাধারণ, সহজেই ব্যবহারযোগ্য বিটকয়েন ওয়ালেট। এটি ২০১১ সালের নভেম্বরে প্রকাশ করা হয়েছিল। নতুন ওয়ালেট তৈরি করতে আপনার ওয়ালেট তৈরির সফটওয়্যার চালনা করতে হবে এবং যদি সেই ডিভাইসে কোনও পুরানো ওয়ালেট ফাইল না থাকে তবে একটি নতুন ওয়ালেট তৈরি করা হবে বা যদি ইতিমধ্যে কোনও পুরানো ওয়ালেট ফাইল থাকে তবে এটি পুরানোটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে।

আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে এইটা লিখেছেন। এতে কোন সন্দেহ নেই। আর আপনি ঠিক কি লিখেছেন সেটা কি আপনি বুঝিয়ে দিতে পারবেন? কিছু শিখতে হলে ডিরেক্ট আপনার প্রশ্ন পোস্ট করুন। অযথা গুগল ট্রান্সলেশন করে মেরিট পাওয়ার প্রচেষ্টা করে লাভ নেই। মেরিট পেতে হলে কিছু জানতে হবে। আগে জানুন।
jr. member
Activity: 77
Merit: 3
September 05, 2021, 01:18:46 AM

হতে পাড়েআপনার টোকেনটি ফ্যাক টোকেনের একটা,না হলে সুয়াপ করার জন্য যে ফি কাটা হবে তা আপনার ওয়ালেটে নেই।আপনি আরো ভালো সমাধান পেতে টোকেনটির নাম ও সাথে একটি পিক দিতে পাড়েন।সুয়াপএর সময় কি লেখা আসে। নির্দিষ্ট সমাধান পেতে সম্পূর্ন তথ্য দিয়ে পোষ্ট করবেন।

ভাই আমি এই ফর্মে নতুন। আমি পিক দিয়ে পোস্ট করতে পারি না।আপনি যদি পিক দিয়ে পোস্ট করার নিয়ম দেখিয়ে দেন তাহলে অনেক ভালো হতো এবং কি আমার মত অনেক নতুন ইউজারদের উপকার হতো।
member
Activity: 924
Merit: 18
https://imgur.com/yw8HFn9
September 03, 2021, 11:57:15 PM

হতে পাড়েআপনার টোকেনটি ফ্যাক টোকেনের একটা,না হলে সুয়াপ করার জন্য যে ফি কাটা হবে তা আপনার ওয়ালেটে নেই।আপনি আরো ভালো সমাধান পেতে টোকেনটির নাম ও সাথে একটি পিক দিতে পাড়েন।সুয়াপএর সময় কি লেখা আসে। নির্দিষ্ট সমাধান পেতে সম্পূর্ন তথ্য দিয়ে পোষ্ট করবেন।
jr. member
Activity: 77
Merit: 3
September 03, 2021, 07:52:55 PM
আসসালামুআলাইকুম সিনিয়র ভাই এরা আশা করি সবাই ভালো আছেন। আমার একটি সমস্যা হয়েছে আশাকরি আপনারাও সমস্যার সমাধান দিতে পারবে। সমস্যাটি হলো আমার কিছু টোকেন আছে সেই টোকেন এর নিচে ডলার শো করে কিন্তু আমি যখন সেই টোকেন swap করে ডলার এ রূপান্তর করতে চাই কিন্তু হয়না। আশা করি সমস্যার সমাধান টা আপনারা বলতে পারবেন।
jr. member
Activity: 124
Merit: 1
September 03, 2021, 02:56:49 PM
 কারো ক্রিপ্টো আলোচনার ডিসকোর্র্ড বা টেলিগ্রাম গ্রুপ / চেনেলে ১০০০০+ মেম্বার আছে কি ?

এ ধরনের কমিউনিটির একটা লিষ্ট যদি থাকে শেয়ার করতে পারেন ।
jr. member
Activity: 336
Merit: 1
September 03, 2021, 06:57:34 AM
ইলেক্ট্রাম ওয়ালেট একটি সাধারণ, সহজেই ব্যবহারযোগ্য বিটকয়েন ওয়ালেট। এটি ২০১১ সালের নভেম্বরে প্রকাশ করা হয়েছিল। নতুন ওয়ালেট তৈরি করতে আপনার ওয়ালেট তৈরির সফটওয়্যার চালনা করতে হবে এবং যদি সেই ডিভাইসে কোনও পুরানো ওয়ালেট ফাইল না থাকে তবে একটি নতুন ওয়ালেট তৈরি করা হবে বা যদি ইতিমধ্যে কোনও পুরানো ওয়ালেট ফাইল থাকে তবে এটি পুরানোটিকে পুনরুদ্ধার করার চেষ্টা করবে।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
September 03, 2021, 01:39:40 AM
আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড  ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে? Huh
আপনি ডেভেলপার হায়ার করেন আর নাই করেন API তো লাগবেই। প্রাইসগুলো তো ওইখান থেকেই আনবেন। আপনি নিজে যদি কোড লিখতে পারেন এবং মোটামুটি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার খুব একটা বেশি খরচও করা লাগবে না সম্ভবত। আপনি ব্লকচেইন ডেভেলপার হায়ার করতে গেলে কাজ অনুযায়ী খরচ।
তবে, এইখানে সম্ভবত অনেকেই প্রি-জেনারেটেড স্ক্রিপ্ট বিক্রি করেন।
এইরকম কোন প্রজেক্ট বিল্ড করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নিজেরও ইচ্ছে আছে। আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন- @LT_Mouse
jr. member
Activity: 63
Merit: 3
September 02, 2021, 01:48:19 AM
আচ্ছা ভাই, coingecko আর coimarket অথবা coinpaprika এর মত সাইট কিভাবে বানানো যায়? এর জন্য কি নতুন করে ব্লোক চেন ডেভেলপার হায়ার করতে হবে? নাকি API নিয়েই বানানো সম্ভব?
আইডিয়া আছে কিন্ত কিভাবে বানাবো বুঝতে পারছিনা, আপওয়ার্ক এ ত দেখলাম অনেক ডিমান্ড  ব্লোক চেন ডেভেলপার এর, আর খরচ ও অনেক বেশি।
কেউ কি ধারনা দিতে পারবেন এ বিষয়ে? Huh
Jump to: