Author

Topic: বাংলা (Bengali) - page 355. (Read 5701671 times)

newbie
Activity: 3
Merit: 0
November 06, 2021, 11:04:45 AM
বিটকয়েনের দাম কি সামনে খুবই কমতে যাচ্ছে নাকি। এটার উপরেই অন্যান্য কারেন্সি গুলার দাম নির্ভর করে। যেভাবে মার্কেট দাম্প করতেছে আমার তো ভয় করতেছে ।
newbie
Activity: 308
Merit: 0
November 06, 2021, 04:48:40 AM
আসসালামু   ওলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?

ওয়ালাইকুম আসসালাম,  আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 05, 2021, 04:23:47 AM
আর এই প্যাটার্ন অনুযায়ী বিএনবি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে , যদি বিএনবি $৫৫০ এর উপরে থাকে এবং $৬০৫ এর কিছু দৈনিক ক্যান্ডেল তৈরি করে। যেহেতু খুব শীঘ্রই হয়তো নতুন প্রজেক্ট বাইন্যান্স Launchpad এ আসবে।

যেমনটি এর আগে বলেছিলাম, বিটকয়েন বিএনবি অবশেষে $৬০৫ এর দিকে ধাবিত হচ্ছে এবং Launchpad এ নতুন প্রজেক্ট না আসলেও Launchpool এ নতুন প্রজেক্ট এসেছে। যেটিতে বিএনএবি স্টেকিং করে বেশি রিওয়ার্ড পাওয়া যায় এবং এটি আরো ২২ দিন চলবে। এছাড়াও সপ্তাহ শেষ হতে চলেছে এবং নতুন সাপ্তাহিক ক্যান্ডেল কেমন হবে, সেটি দেখার বাকি। যদি সাপ্তাহিক ক্যান্ডেল $৬০৫ এর উপরে তৈরি হয় এবং ট্রেডিং ভলিউম বেশি হয়, তাহলে খুবই কম সময়ে মধ্যে বিএনবির নতুন সর্বোচ্চ মূল্য তৈরি হবে। এখন শুধুমাত্র অপেক্ষার পালা।  Grin
newbie
Activity: 3
Merit: 0
November 04, 2021, 01:04:38 PM
আসসালামুয়ালাইকুম ।
আসলে আমি ক্রিপটো কারেন্সিতে নতুন।
আমি পলিগন/ম্যাটিক এর ভবিষ্যৎ কেমন হতে পারে সেটার সম্পর্কে কিছু তথ্য চাচ্ছিলাম।
ধন্যবাদ।
newbie
Activity: 1
Merit: 0
November 04, 2021, 03:27:56 AM
আসসালামু   ওলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 03, 2021, 04:13:39 PM
২০১৭ সালের Segwit আপগ্রেডের পর এই মাসের ১৬ তারিখে হতে যাচ্ছে বিটকয়েন পোর্টোকলের সবচেয়ে বড় আপগ্রড Taproot, যেটি প্রতিটি ট্রান্সজেকশনের গোপনীয়তা বৃদ্ধিতে খুবই কার্যকরী হবে। আর এটি সম্পন্ন হবে #৭০৯,৬৩২ ব্লক হাইটে এবং সেটি নভেম্বরের ১৬ তারিখ নাগাদ হবে। আর এইদিকে বিটকয়েন এখনো $৬৫ হাজার ডলারের কম মূল্যে উঠানামা করতেছে।
আপনাদের কি মনে হয়, Taproot আপগ্রড সম্পন্ন হলে বিটকয়েন ভালো ধরনের উর্ধ্বগতিতে নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে। আর এই বুলরান কত দিন চলতে পারে, কারণ ইতিমধ্যে বুলরানের ১ বছর হতে চলেছে। শুধু মাঝখানে একটু কারেকশনের সময় ছিল।  Cheesy
full member
Activity: 1526
Merit: 110
November 02, 2021, 01:06:36 PM
বর্তমান বাংলাদেশ থেকে অনেকে বাউন্টি প্রজেক্ট চালায় তারা যদি বলেন যে বাউন্টি প্রজেক্ট কোন জায়গা থেকে নিতে হয় ।আর যারা বাউন্টি প্রজেক্ট চালান তারা spreadsheet এর কাজ দিতে পারেন আমি spreadsheet এর সব কাজ পারি।
Telegram: @jontokhan
আপনি যদি বাউন্টি পেতে চান তবে সার্ভিস বোর্ডে একটি টপিক তৈরি করুন। সেখানে আপনি কি ধরনের কাজ করতে চান সেগুলো উল্লেখ করুন। নিচে সার্ভিস বোর্ডের লিঙ্কটা দিলাম।
https://bitcointalk.org/index.php?board=52.0
sr. member
Activity: 476
Merit: 523
November 02, 2021, 11:16:07 AM
jr. member
Activity: 77
Merit: 3
November 02, 2021, 10:12:16 AM
বর্তমান বাংলাদেশ থেকে অনেকে বাউন্টি প্রজেক্ট চালায় তারা যদি বলেন যে বাউন্টি প্রজেক্ট কোন জায়গা থেকে নিতে হয় ।আর যারা বাউন্টি প্রজেক্ট চালান তারা spreadsheet এর কাজ দিতে পারেন আমি spreadsheet এর সব কাজ পারি।
Telegram: @jontokhan
full member
Activity: 1526
Merit: 110
November 01, 2021, 02:42:02 PM
আমাদের দেশের বেশিরভাগ সদস্যই শুধু বাউন্টিতে অংশগ্রহন করেন। তারা ফোরামের অন্যান্য বোর্ডে তেমন ভিজিট করেন না বললেই চলে। ফলে আমাদের মধ্যে বিটকয়েন সম্পর্কে জ্ঞান খুব কম। আমার মনে হয় আমাদের মধ্যে অনেকেই আছে যে এখন পর্যন্ত বিটকয়েন হোয়াটপেপারও পড়েন নাই। আমি মনে করি আমাদের একবার হলেও এটি পড়া উচিত। এতে বিটকয়েন সম্পর্কে আমাদের জ্ঞান কিছুটা হলেও বাড়বে। আমি নিচে বিটকয়েন হোয়াটপেপারের লিঙ্কটি দিচ্ছি। আপনারা যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারেন।

https://bitcoin.org/bitcoin.pdf
jr. member
Activity: 210
Merit: 6
October 31, 2021, 02:10:58 AM
সিগনেচার ক্যাম্পেইন কী এবং কেমনে করতে হয়?
]

 সিগনেচার  প্রচারাভিযান হল যখন বিটকয়েন টক আপনার পোস্টগুলিতে একটি স্পনসরড স্বাক্ষর থাকে এবং আপনি সাধারণত ফোরামে করা প্রতিটি পোস্টের জন্য স্পনসর দ্বারা অর্থ প্রদান করেন।

সিগনেচার  প্রচারাভিযানের সেরা থ্রেড হল নিম্নলিখিত আপডেট করা থ্রেড, যা সমস্ত প্রচারাভিযান এবং যোগদানের জন্য তাদের মানদণ্ড তালিকাভুক্ত করে:

 https://bitcointalksearch.org/topic/overview-of-bitcointalk-signature-ad-campaigns-last-update-01-jan-23-615953

 আপনি সহজে ফোরাম পোস্টিং করে অল্প কয়েন তৈরি করতে পারেন - উদাহরণস্বরূপ একজন পূর্ণ সদস্য পোস্ট প্রতি 0.0003 btc উপার্জন করতে পারেন, যা একটি সুন্দর পকেট পরিবর্তন বিশেষ করে যদি আপনি যাইহোক পোস্ট করতে যাচ্ছেন।

 যাইহোক, আপনি দেখতে পাচ্ছেন, নতুন অ্যাকাউন্টগুলির জন্য খুব বেশি সুযোগ নেই - সবগুলি সবচেয়ে লাভজনক প্রচারাভিযানগুলি সিনিয়র অ্যাকাউন্টগুলির জন্য।  কিন্তু আপনি কিভাবে একজন সিনিয়র বা নায়ক সদস্য হতে পারেন?  এটি অনেক পোস্ট করার মতো সহজ নয় - bitcointalk-এর একটি জটিল কার্যকলাপ সূত্র রয়েছে যাতে লোকেরা তাদের র‌্যাঙ্কের উপরে স্প্যামিং করতে না পারে।

 Bitcointalk-এ ফোরাম র‍্যাঙ্কগুলি কীভাবে কাজ করে তা এখানে

 2013 সালে সদস্যরা কত দ্রুত র‍্যাঙ্কে অগ্রসর হয়েছে তার থ্রোটল নিম্নলিখিত থ্রেডে উপস্থাপন করা হয়েছিল:

 https://bitcointalksearch.org/topic/forum-rankspositionsbadges-what-do-those-shiny-coins-under-my-name-mean-178608

 প্রথমত, এখানে র‍্যাঙ্কগুলি রয়েছে:

 আপনি ক্রিয়াকলাপের উপর ভিত্তি করে র‌্যাঙ্কগুলিকে উপরে নিয়ে যান যা হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে

 "ক্রিয়াকলাপ = মিনিট (সময় * 14, পোস্ট)এবং "প্রতি 2 সপ্তাহে সর্বাধিক 14টি কার্যকলাপ.

 সময় হিসাবে সংজ্ঞায়িত সঙ্গে

 সময় = দুই-সপ্তাহের সময়ের সংখ্যা যেখানে আপনি আপনার নিবন্ধনের পর থেকে পোস্ট করেছেন.

 অন্য কথায় আপনার কার্যকলাপের মাত্রা প্রতি দুই সপ্তাহে 14 করে বৃদ্ধি পায়, যতক্ষণ না আপনি সেই দুই সপ্তাহের মধ্যে 14টি পোস্ট করেছেন।  আপনি যদি 14 টিরও কম পোস্ট করেন তবে এটি পোস্টের সংখ্যা দ্বারা বৃদ্ধি পাবে এবং আপনি যদি 14 টির বেশি পোস্ট করেন তবে এটি দুই সপ্তাহের মধ্যে মাত্র 14টি বৃদ্ধি পাবে।

 নবাগত থেকে জুনিয়র সদস্য হতে স্নাতক হতে চার সপ্তাহের বেশি সময় লাগবে, সদস্য হতে আরও চার সপ্তাহ এবং পূর্ণ সদস্য হতে আরও আট সপ্তাহ লাগবে।  আপনি দেখতে পাচ্ছেন এটি একটি ধীর প্রক্রিয়া।

আপনি একটি বিদ্যমান অ্যাকাউন্ট কেনার মাধ্যমে প্রক্রিয়াটিকে দ্রুততর করতে পারেন, এবং অবশ্যই এমন লোকদের একটি ছোট শিল্প রয়েছে যারা বিক্রি করার জন্য অ্যাকাউন্ট তৈরি এবং তৈরি করার ক্লান্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।


বিঃ দ্রঃ একসময় আমিও এসব বুঝতাম না, শেখার জন্য অনেক কষ্ট করেছি অনেক বড় ভাই এর পিছন পিছন ঘুরছি, তাদের সাথে থেকে তাদের পরামর্শ নিয়ে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। তবে আপনাদের কষ্ট করতে হবে না, আমি চাইনা আপনারা আমার মত কষ্ট করুন আমি চাই আপনারা ভালো কিছু করুন। আমার এই পোষ্টি আপনি ভালো ভাবে সম্পূর্ণ পড়ুন আশা করছি ৯০% বুঝে যাবেন।  এগুলা আমি আপনাদের জন্যই অনেক কষ্টে কালেক্ট করে এবং নিজের যা কিছু যানা শেখা শেখান থেকে লিখছি।  

ধন্যবাদ সবাইকে
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
October 30, 2021, 02:51:25 PM
ইতিমধ্যে ইথিরিয়াম নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করেছে এবং খুব শীঘ্রই হয়তো $৫০০০ অতিক্রম করবে। বর্তমানেও ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি অনেক বেশি রয়েছে এবং বেশিরভাগ প্রজেক্টই বাইন্যান্স স্মার্ট চেইনে চালু হচ্ছে। আর বিএনবি কিন্তু পূর্ববর্তী সর্বোচ্চ মূল্য এখনো অতিক্রম করতে পারেনি, তাই বিএনবি হয়তো খুবই তাড়াতাড়ি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করতে পারে। কারণ বিএনবি ইতিমধ্যে $৫০০ অতিক্রম করেছে এবং Rising Wage প্যাটার্ন তৈরি হয়েছে। আর এই প্যাটার্ন অনুযায়ী বিএনবি নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে , যদি বিএনবি $৫৫০ এর উপরে থাকে এবং $৬০৫ এর কিছু দৈনিক ক্যান্ডেল তৈরি করে। যেহেতু খুব শীঘ্রই হয়তো নতুন প্রজেক্ট বাইন্যান্স Launchpad এ আসবে।

আপনাদের কি মনে হয়, বিএনবি নভেম্বরের মধ্যে নতুন সর্বোচ্চ মূল্য তৈরি করবে নাকি আরো সময় লাগবে? সকলের মতামত আশা করতেছি।  Cheesy
FRJ
member
Activity: 280
Merit: 15
The Worlds Most Advanced Distributed Computer
October 30, 2021, 11:44:08 AM
সত্যি কথা বলতে কিভাবে মেরিট বৃদ্ধি করা যায় তা আমার জানা ছিলোনা,আপনার এই পোস্ট এর মাধ্যমে আমি অনেক কিছু জানতে পারলাম, আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্ট দেওয়ার জন্য, আমি আপনার কথায় অনুযায়ী কাজ করার চেষ্টা করব,
member
Activity: 122
Merit: 19
https://i.imgur.com/0cKROEC.png
October 30, 2021, 09:37:16 AM
Helpe me..
আপনি এখানে এতদূর এসেছেন নির্চয় প্রথম পাতা বাদ দিয়ে আসেন নি?প্রথম পাতায় অনেক সুন্দর করে ফোরামের নিয়ম আরো গুরুত্ত পূনর্ কথা গুলো বাংলায় বলা আছে একটু কষ্ট করে পড়ে নিন।এই পেজ ও @Review Master অনেক সুন্দর করে নতুনদের কিভাবে এখানে পোষ্ট করতে হবে তার নির্দেশনা দিয়েছেন।অবশ্যই তা পড়েছেন।আপনি একটি সাহায্য আসা করেছেন।কিন্তু কি বিষয় তা কি লিখেছেন?এখন বলেন আপনি কি সাহায্য পাবেন বা কেউ কোন বিষয়ে আপনাকে সাহায্য করবে?  সাহায্য পেতে বিষয় টি উল্লেখ করেন।

বিনিত নিবেদন নতুন অনেকেই জয়েন হয়েছেন। আপনারা কিছু কুয়াইট করলে ছোট করে দিবেন।কিছু না খুজে পেলে বা না বুঝতে পেলে জিগ্গাসা করুন।কিন্তু লো কলেটি পোষ্ট করে ও বাড়তি টপিক বা বড়ো কিছু কুয়াইট থেকে বিরত থাকুন।

থ্রেডটি সুন্দর রাখুন এটা আমাদেরই দায়িত্ব।
newbie
Activity: 756
Merit: 0
October 30, 2021, 07:52:22 AM
Helpe me..
jr. member
Activity: 336
Merit: 3
October 30, 2021, 07:32:26 AM
আমাকে সবাই মাফ করবেন !  আমি জানি এইটা ইসলাম প্রচার করার জায়গা না হয়ত বা! অনেকে অনেক কথা বলতে পারেন বা আমাকে ব্যান্ড ও করতে পারেন ! যাই হোক আমার তাতে কোনো যায় আসে না ! সেই আল্লাহ কথা বলতে বিশ্বাস করেন কলিজা অটোমেটিক বেড়ে যায় ! যেই আল্লাহ আমাদেরকে পাঠালেন, যে আল্লাহ রহমানুর রাহিম আমাকে এত্ত সুন্দর নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাকে অন্তঃকরণ দিলেন, সেই আল্লাহর কথা শুনতে কে চাননা ? আল্লাহ আমাদের সাময়িক সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, আমাদের যেতেই হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে Sad শেষ নিঃশ্বাসের পর এই দুনিয়াতে কোনো দিন আর কারো সাথে দেখা হবে না,, সুন্দর এই দেহ গোলে পচে যাবে Sad সবাই একদিন মোরে যাবো, এই দুনিয়াতে সবাইকে একদিন যেতেই হবে, জানিনা কবে যে আমার মৃত্যু লিখা আছে ! গাছের পাতা আজরাইল (আSmiley এর কাছে পড়া মাত্র রুহু শরীর ত্যাগ করবে! মহান  আল্লাহ তায়ালা কালেমার সাথে আমাদের মৃত্যু দিক  আমিন , সম্মানিত  ভাই ও বোনেরা আমরা কি সেই মহান আল্লাহর জন্য একটু সময় দিবো না ? আল্লাহ আমাদের থেকে কোনো টাকা পয়সা কিছু চাইনি, আমাদের কাছে শুধু এতটুকু চেয়েছেন তার ইবাদত বন্দেগী করা শুধু এতটুকুই, আমার কাজের ফাঁকে কি পারিনা ? নামায পড়তে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন, তা বুঝতে, যেই আল্লাহ নিজে কোরআনে নিজের কথা বলেছেন, প্রত্যেকটি আয়াত তার কথা, যেই আল্লাহ সৃষ্টি না করলে এইরকম bitcointalk এই ওয়েব সাইট এ আমরা কাজ করতে পারতাম ? আসলে আমাদের মতো গাফেল এই দুনিয়া ছেড়ে চোলে গেলে বা জাহান্নামে গেলে তার কোনো যায় আসে না ! বরং আল্লাহ তায়ালা চান তার সব বান্দা তার ইবাদত বন্দেগী করুক, সত্যের পথে থাকুক, হালাল রুজি আয় করুক, কারণ আল্লাহ চায় তার সব বান্দা জান্নাতে যাক, কারণ আল্লাহ আমাদের মা বাবা এর চাইতেও আমাদের বেশি ভালো বসেন, তাই আমরা কাজের ফাঁকে, ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ সালাত, কোরআন পড়া অন্যকে পড়ার জন্য রেফার করা আমাদের প্রত্যেক ভাই ও বোনদের করণীয় শুধু আল্লাহর জন্য, আল্লাহর কাছে চান আজকে থেকেই, তিনি পরম করুনাময় অতিশয় ক্ষমাশীল, যা আপনি জনেন  না, কবরের আজাব অনেক কষ্টকর ভাই, আমাদের এই দুনিয়া চিরস্থায়ি না, আমাদের বারযাখের জীবনে যেতে হবেই, আসুন আমরা যাদের সাথে খারাপ আচরণ করি বা করেছি তাদের কাছে মাফ চেয়ে নি, আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ, আসুন যাদের    ঋণ আছে তারা ঋণ পরিষদ করে দেই, যারা কষ্টে আছেন তাদের জন্য দোয়া ও তাদের পাশে গিয়ে আমরা সাহায্য করবো, গরিব মিসকিন দেখলে তাদের একবেলা খেতে দিবো, কারণ আল্লাহ প্রতিটা বিষয়ে বান্দাকে পরীক্ষা করেন হোক সেটা শান্তি বা কষ্টকর, পিত মাতার সাথে সৎ বেবহার, আর যাদের পিত মাতা মারা গেছেন ভাই - বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করি কবর জিয়ারত করে, তারা অনেক অসহায়! কারণ কবর বাঁশি আমাদের থেকে এতটুকু প্রাপ্য, সব অহংকার হিংসা খারাপ মানসিকতা পরিবর্তন করে আমরা সবাই এক হয়ে ইসলামের কাজ করি, নিজের মিজান কে নেক আমল দ্বারা পরিপূর্ণ করি, কারণ মৃত্যুর পরে আপনার কবরে আপনার আমল ছাড়া আর কিছুই যাবে না, আসুন আমরা নিজেকে চিনি, যারা জানেন তারা আমল করার চেষ্টা করবেন, ভুল হলে ক্ষমা করবেন, অপমান করবেন না !  
jr. member
Activity: 210
Merit: 6
October 30, 2021, 01:09:49 AM
 ইতি মধ্যে আমি আমার পূর্বের পোষ্ট এ বুঝিয়েছি বাউন্টি সম্পর্কে কি কি করনীয় এবং এটি কি।
এটি আমার শেষ পোষ্ট বাউন্টি সম্পর্কে, যারা যারা নতুন এবং বাউন্টি সম্পর্কে ধারনা নেই এই পোষ্ট গুলি শুধু তাদের জন্যই।

যারা আমার আগের পোষ্ট গুলি মিস করেছেন তাদের জন্য আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি, আপনারা যারা বুঝেন না বাউন্টি কি এবং কেমনে করা হয় শুধু তাদের জন্যই এটি।

1- Bounty করার জন্য যা প্রয়োজন:

https://bitcointalksearch.org/topic/m.58277232


2-কোথাই থেকে Bounty কাজ পাবেন?

https://bitcointalksearch.org/topic/m.58287084

3-কিভাবে বাউন্টি বাছাই করবেন:

https://bitcointalksearch.org/topic/m.58269971

4-Bounty -তে কি কাজ এবং কিভাবে করবেন?

https://bitcointalksearch.org/topic/m.58295730

5- Bounty থেকে কি পরিমান আয় করা যায়?

Bounty থেকে কি পরিমান আয় করতে পারবেন তা নির্দিষ্ট করে বলা সম্ভব নই। যার কারণে শুধু মাত্র দুই একটি প্রযেক্টের Bounty করেই বসে থাকবেন না। একসাথে যত বেশি সম্ভব Bounty করবেন। কোন প্রযেক্টের Bounty ৩ মাস করে ১০ ডলার পেতে পারেন। আবার কোন প্রযেক্টের Bounty ৩ সপ্তাহ কাজ করে ১০০ ডলার পেতে পারেন। তাই বলা মুসকিল যে, আপনি Bounty করে মাসে কত টাকা আয় করতে পারেন। তবে আপনি যদি কাজরে সাথে লেগে থাকেন তবে নিরাশ হবেন না। আমি Bounty করে যা পেয়েছি তা বল্লে বিশ্বাস করা কঠিন হবে। যাক সে সব কথা বাদ যাক। আপনার যদি কিছু ফ্রি সময় থাকে তবে সেই সময়টুকু Bounty করতে পারেন।

চেষ্টা করলাম অল্পের মধ্যে Bounty কাজ সম্পর্কে আলোচনা করার। যার ফলে অনেক কিছু বিষয় হয়তো ছাড়া পড়ে গেল। কারো কোন বিষয় জানার থাকলে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন।

বি:দ্রঃ- Bounty পেমেন্ট প্রতি মাসে মাসে পাবেন না। যে প্রযেক্টের Bounty করবেন তাদের ICO বা Token Sale শেষ হবার পর Bounty পেমেন্ট পাবেন। আর ICO বা Token Sale সেই সম্পর্কে সকল তথ্য যে প্রযেক্টের Bounty করবেন তাদের ওয়েবসাইটে পাবেন। অথবা Bounty পোষ্টেও ডিটেলস্‌ পেয়ে থাকবেন।


সবার জন্য রইলো শুভ কামনা,  Happy Journey
newbie
Activity: 75
Merit: 0
October 29, 2021, 10:55:41 AM
newbie
Activity: 1
Merit: 0
October 29, 2021, 03:11:40 AM
Bounty করার জন্য যা প্রয়োজন
1. টুইটার (Twitter)
2.ফেসবুক (Facebook)
3.লিংকেডইন (LinkedIn)
4. রেডিট (Reddit)
5. স্টিমিট (Steemit)
6 ইনস্ট্রাগ্রাম (Instragram)
7.এবং একটি টেলিগ্রাম (Telegram)
বাউন্টি করার জন্য এগুলো ছাড়াও একটি ইমেল আইডি, ইউটিউব চ্যানেল এবং কিছু ওয়ালেট এড্রেস প্রয়োজন। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়ালেটগুলো হচ্ছে বিএসসি, পলিগন এবং ইথারিয়াম। আপনি ট্রাস্ট ওয়ালেটে মাল্টিকয়েন ওয়ালেট খুললে সবগুলো ওয়ালেট একসাথে পাবেন। এছাড়া মিউ এনড্রয়েড অ্যাপ ব্যবহার করলেও সবগুলো ওয়ালেট একসাথে পাবেন। তবে মিউ এনড্রয়েড অ্যাপ ব্যবহার করার কিছু সুবিধা আছে যেমন আপনাকে টোকেন অ্যাড করতে হবে না এবং প্রতিটা টোকেন ইনকামিং হলেই নটিফিকেশন পাবেন।

এটা অনেক দরকারি একটি পোস্ট ছিল।  এই পোস্টটির দ্বারা  আমি বাউন্টি সম্পর্কে অনেক ভাল কিছু জানতে পারলাম
jr. member
Activity: 210
Merit: 6
October 29, 2021, 01:21:19 AM
Bounty -তে কি কাজ এবং কিভাবে করবেন?


Bounty তে কি কাজ এবং কিভাবে করবেন তা লিখার মাধ্যমে বলা একটু কষ্টসাধ্য, তবে তার একটু ধারনা দেয়া যেতে পারে। Bounty কাজ তেমন কোন জটিল কাজ নই বরং খুবি সহজ কাজ। তবে একটু বিষয়টি বুঝে নিতে হবে যে, আপনাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে। আপনি কোন প্রযেক্টের Bounty করার জন্য বাছাই করলে, সেই Bounty পোষ্টেই সব কিছুই পরিস্কার করে বলা থাকবে আপনাকে কি কি কাজ করতে হবে। Bounty -তে যেধরনের কাজ থাকে তা হচ্ছেঃ-
১। টুইটারে রিটুইট, সেই সাথে কোন কোন Bounty তে বলা হয় নিজের থেকে সেই প্রযেক্ট সমন্ধে টুইট করা। যেটাকে বলা হয় Own Tweet অথবা কমেন্ট।
২। ফেসবুকে শেয়ার এবং সেই সাথে টুইটারে মতো নিজস্ব পোষ্ট অথবা কমেন্ট।
৩। লিংকেডইনে শেয়ার এবং একই পদ্ধতিতে নিজস্ব পোষ্ট অথবা কমেন্ট।
৪। স্টিমিটে আপভোট এবং রিস্টিমিট।
৫। ইনস্ট্রাগ্রামে লাইক এবং কমেন্ট।
৬। রেডিটে কমেন্ট, আপভোট এবং শেয়ার।
৭। বিটকয়েনটক ফোরামে সিগনেচার (সিগনেচার করার জন্য ফোরাম র‌্যাঙ্ক মিনিমাম Jr. memeber হওয়া লাগে)।
৮। আর্টিকেল।
৯।ট্র্যান্সেলেট।

একেক প্রযেক্ট একেক ধরনের কাজ চাইবে। তবে উপরের কাজের বাইরে নই। যেমন ধরেন কোন প্রযেক্ট হয়তো চাইবে টুইটারে রিটুইট করা আবার কোন প্রযেক্ট হয়তো শুধু টুইট চাইবে। আবার কোন প্রযেক্ট হয়তো কিছু রিটুইট এবং কিছু টুইট চাইবে। আসলে কোন প্রযেক্ট কি চাই তাদের Bounty পোষ্টেই বলা থাকবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যে কাজ গুলো করবেন তা প্রতি সপ্তাহে জমা দিতে হবে। সেটা সেই Bounty পোষ্টে কমেন্ট করে অথবা গুগোলফর্মে (কিভাবে জমা দিতে হবে এবং সপ্তাহের কোন দিন জমা দিতে হবে তা Bounty পোষ্টেই উল্লেক্ষ করা থাকে)। মনে রাখবেন প্রতিটি প্রযেক্টের কাজের প্রূফ একই দিনে জমা হবে এমন কোন কথা নেই। যেমন কোন কোন প্রযেক্ট সপ্তাহের প্রতি রবিবার, কেউ বা মঙ্গলবার আবার কেউ বা সমবার আপনার সপ্তাহের কাজ গুলোর লিংক সাবমিট করার জন্য বলতে পারে।
Jump to: