আমাকে সবাই মাফ করবেন ! আমি জানি এইটা ইসলাম প্রচার করার জায়গা না হয়ত বা! অনেকে অনেক কথা বলতে পারেন বা আমাকে ব্যান্ড ও করতে পারেন ! যাই হোক আমার তাতে কোনো যায় আসে না ! সেই আল্লাহ কথা বলতে বিশ্বাস করেন কলিজা অটোমেটিক বেড়ে যায় ! যেই আল্লাহ আমাদেরকে পাঠালেন, যে আল্লাহ রহমানুর রাহিম আমাকে এত্ত সুন্দর নিয়ামত দিলেন, যে আল্লাহ আমাকে অন্তঃকরণ দিলেন, সেই আল্লাহর কথা শুনতে কে চাননা ? আল্লাহ আমাদের সাময়িক সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, আমাদের যেতেই হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে
শেষ নিঃশ্বাসের পর এই দুনিয়াতে কোনো দিন আর কারো সাথে দেখা হবে না,, সুন্দর এই দেহ গোলে পচে যাবে
সবাই একদিন মোরে যাবো, এই দুনিয়াতে সবাইকে একদিন যেতেই হবে, জানিনা কবে যে আমার মৃত্যু লিখা আছে ! গাছের পাতা আজরাইল (আ
এর কাছে পড়া মাত্র রুহু শরীর ত্যাগ করবে! মহান আল্লাহ তায়ালা কালেমার সাথে আমাদের মৃত্যু দিক আমিন , সম্মানিত ভাই ও বোনেরা আমরা কি সেই মহান আল্লাহর জন্য একটু সময় দিবো না ? আল্লাহ আমাদের থেকে কোনো টাকা পয়সা কিছু চাইনি, আমাদের কাছে শুধু এতটুকু চেয়েছেন তার ইবাদত বন্দেগী করা শুধু এতটুকুই, আমার কাজের ফাঁকে কি পারিনা ? নামায পড়তে, পবিত্র কোরআন শরীফে আল্লাহ কি বলেছেন, তা বুঝতে, যেই আল্লাহ নিজে কোরআনে নিজের কথা বলেছেন, প্রত্যেকটি আয়াত তার কথা, যেই আল্লাহ সৃষ্টি না করলে এইরকম bitcointalk এই ওয়েব সাইট এ আমরা কাজ করতে পারতাম ? আসলে আমাদের মতো গাফেল এই দুনিয়া ছেড়ে চোলে গেলে বা জাহান্নামে গেলে তার কোনো যায় আসে না ! বরং আল্লাহ তায়ালা চান তার সব বান্দা তার ইবাদত বন্দেগী করুক, সত্যের পথে থাকুক, হালাল রুজি আয় করুক, কারণ আল্লাহ চায় তার সব বান্দা জান্নাতে যাক, কারণ আল্লাহ আমাদের মা বাবা এর চাইতেও আমাদের বেশি ভালো বসেন, তাই আমরা কাজের ফাঁকে, ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ সালাত, কোরআন পড়া অন্যকে পড়ার জন্য রেফার করা আমাদের প্রত্যেক ভাই ও বোনদের করণীয় শুধু আল্লাহর জন্য, আল্লাহর কাছে চান আজকে থেকেই, তিনি পরম করুনাময় অতিশয় ক্ষমাশীল, যা আপনি জনেন না, কবরের আজাব অনেক কষ্টকর ভাই, আমাদের এই দুনিয়া চিরস্থায়ি না, আমাদের বারযাখের জীবনে যেতে হবেই, আসুন আমরা যাদের সাথে খারাপ আচরণ করি বা করেছি তাদের কাছে মাফ চেয়ে নি, আল্লাহ ক্ষমা করবেন, ইনশাআল্লাহ, আসুন যাদের ঋণ আছে তারা ঋণ পরিষদ করে দেই, যারা কষ্টে আছেন তাদের জন্য দোয়া ও তাদের পাশে গিয়ে আমরা সাহায্য করবো, গরিব মিসকিন দেখলে তাদের একবেলা খেতে দিবো, কারণ আল্লাহ প্রতিটা বিষয়ে বান্দাকে পরীক্ষা করেন হোক সেটা শান্তি বা কষ্টকর, পিত মাতার সাথে সৎ বেবহার, আর যাদের পিত মাতা মারা গেছেন ভাই - বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের জন্য দোয়া করি কবর জিয়ারত করে, তারা অনেক অসহায়! কারণ কবর বাঁশি আমাদের থেকে এতটুকু প্রাপ্য, সব অহংকার হিংসা খারাপ মানসিকতা পরিবর্তন করে আমরা সবাই এক হয়ে ইসলামের কাজ করি, নিজের মিজান কে নেক আমল দ্বারা পরিপূর্ণ করি, কারণ মৃত্যুর পরে আপনার কবরে আপনার আমল ছাড়া আর কিছুই যাবে না, আসুন আমরা নিজেকে চিনি, যারা জানেন তারা আমল করার চেষ্টা করবেন, ভুল হলে ক্ষমা করবেন, অপমান করবেন না !