Author

Topic: বাংলা (Bengali) - page 368. (Read 5739336 times)

sr. member
Activity: 1428
Merit: 250
August 03, 2021, 06:47:21 AM
ফোরামের আলোচনায় অংশগ্রহণ ও পর্যালোচনায় অংশগ্রহণ করতে আমি বাংলা ফোরাম নিয়মিত পরিদর্শন করি এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে তার উত্তরপ্রদানই মূলত আসল উদ্দেশ্য, কারো কোনো জিজ্ঞাসা বা মূল্যবান মতামত থাকলে তা এখানে লিখুন সেটা নিয়ে যথোপযুক্ত আলোচনা করে নিজেদের সমৃদ্ধ করি।
full member
Activity: 1099
Merit: 116
August 02, 2021, 03:25:54 AM

‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

source



এই নিউজটি যেদিন দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয় এবং ভার্চুয়াল জগতে সরগরম হয়ে যায় ঠিক তারপরের দিনে আবার জানিয়ে দিলো যে, ক্রিপ্টোকারেন্সি দেশে অনুমোদিত নয় বা বৈধ নয়।  তারা জানিয়ে দিয়েছে যে ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ এবং তা আইনত দন্ডনীয় অপরাধ। এছাড়া তাদের বক্তব্যের নাকি খন্ডিতাংশ জাতীয় দৈনিক গুলোতে প্রকাশিত হয়েছে। সঠিক তথ্য নাকি প্রকাশিত হয়নি। মূলত বাংলাদেশ ব্যাংক তাদের দূর্বলতা ঢাকার জন্য এমনটা করতেছে। বিস্তারিত
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
August 01, 2021, 11:17:32 AM

P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন




CryptoBlades সম্পর্কিত কিছু হালনাগাদ এবং কৌশল, যেগুলো আপনার প্যাসিভ ইনকাম বৃদ্ধি করবে।


প্রথম ভিডিওটিতে CryptoBlades নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল । কিন্তু অনেক হালনাগাদ এর মধ্যে চলে এসেছে এবং সেইসকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হয়েছে। নিচে কিছু বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো, আর বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে পারেন।
  • আমার এক সপ্তাহের ইনকাম এবং সেটির উইথড্র করে দেখিয়েছি
  • শুরুতে প্রত্যেকটি combat এর জন্য একটি করে ট্রান্সজেকশন করতে লাগতো, কিন্তু বর্তমানের হালনাগাদের পরে আমরা চাইলেই একটি মাত্র ট্রান্সজেকশন দিয়ে সকল ফাইট নিতে পারবো।
  • CryptoBlades  এর নিজস্ব টোকেনের মূল্য কমে গিয়েছে এবং এটির ভবিষ্যত কেমন ও বাইন্যান্সে আসতে পারে কিনা, সেটিও আলোচনা করেছি।

ভিডিওটি দেখুন: https://youtu.be/GEfTWIG5GOs



যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Youtube Channel: https://www.youtube.com/channel/UCeG5GNbVtqL0PY0o66OyFgg/

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
full member
Activity: 1099
Merit: 116
August 01, 2021, 08:53:41 AM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".

আগস্ট মাসের ৪ তারিখ বা তারপর পরেই হতে যাচ্ছে বহুল আলোচিত এই হার্ডফোর্ক । গ্যাস ফি গত কয়েকমাসে অনেকটা কম আছে এবং আশা করা যাচ্ছে এই হার্ডফোর্কের মাধ্যমেই আরো কমবে এবং আগে যে টিপিএস (ট্রানজেকশন পার সেকেন্ড) ছিলো হার্ডফোর্কের পরে তা কয়েকগুণ বাড়বে এবং ট্রানজেকশন দ্রুততর হবে আগের চেয়ে। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখে বিকনচেইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইথারিয়াম ২.০ এর যাত্রা শুরু হয়। বর্তমানে দ্বিতীয় ধাপ “শার্ডচেইন” চলতেছে। তাদের ৩ টি ধাপ সম্পন্ন করতে ধারণা করা হচ্ছিলো ২০২১ সালের ডিসেম্বর বা আগামী বছরের প্রথম কোর্য়াটার পর্যন্ত লাগতে পারে। তার আগ পর্যন্ত তাদের আগের ভার্সণের মাধ্যমেই ট্রানজেকশন সম্পন্ন হবে (বর্তমানে যা চলতেছে) এবং পুরাপুরি সম্পন্ন হলেই কেবল ভার্সন ২.০ ব্যবহারযোগ্য হবে এবং ট্রানজেকশন দ্রুততর হবে ও ট্রানজেকশন ফিও কমবে। তবে আমি এখনও আনুষ্ঠানিক কোন তথ্য পাইনি যে এই হার্ডফোর্কের মাধ্যমেই কি ভার্সন১.০ এর পরিবর্তে ২.০ এর যাত্রা শুরু হবে নাকি আরো সময় লাগবে। আর হা, যে কোন হার্ডফোর্কই সেই কয়েনের দামের উপর প্রভাব ফেলে যা গত কয়েকবছর ধরে দেখে আসতেছি। আমার মনে হয়না এ বছর বিটকয়েনের গতিবিধির উপর ইথারিয়ামের দাম নির্ভর করবে বরং ইথারিয়ামের আপন গতির উপর চলার সম্ভাবনাই বেশি। যদিও ইথারিয়াম নেটওয়ার্কের ব্যবহার আগের চেয়ে অনেক কমে গেছে এবং বাইনান্স স্মার্টচেইনের ব্যবহার সেই অংশটা নিয়ে নিয়েছে।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 31, 2021, 12:51:20 PM
বহু অপেক্ষার পর ইথিরিয়ামের এই বছরের সবচেয়ে আলোচিত হার্ডফোর্ক হতে যাচ্ছে আগষ্ট মাসের প্রথম সপ্তাহে। কারণ এই হার্ডফোর্ক সম্পন্ন হওয়ার পরই ইথিরিয়ামের পুরো ট্রান্সজেকশন সিস্টেমে অনেক পরিবর্তন আসবে, যেমন ব্লকের আকার বৃদ্ধি করা হবে, কয়েন বার্নিং সিস্টেম সংযুক্ত হবে এবং সবচেয়ে বড় কথা হলো ট্রান্সজেকশন ফি অনেকটা আগের মতো হয়ে যাবে। যদিও ইতিমধ্যে ইথিরিয়াম গ্যাস ফির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। এখন বিষয় হলো যে, ইথিরিয়ামের মূল্য কি বৃদ্ধি পাবে নাকি নিম্নগতির দিকে ধাবিত হবে? কারণ হার্ডফোর্ক হলো গুরুত্বপূর্ণ একটি ফান্ডমেন্টাল এনালাইসিসের অংশ এবং যেকোনো কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পায়, যখনই বড় মানের কোনো হার্ডফোর্ক হয়ে থাকে।

আপনাদের কী মনে হয়, ইথিরিয়াম আবার নতুন সর্বোচ্চ মূল্য তৈরির জন্য ধাবিত হবে এবং বিটকয়েনের গতিবিধির উপর নির্ভর না করে নাকি বিটকয়েনের গতিবিধির উপর নির্ভরশীল হয়েই থাকবে? সকলে মিলে আলোচনা করতে পারি এবং লোকাল সেকশনকে আরো তথ্যবহুল করি, যেন নতুনরা এই বিষয়গুলো জানতে পারে।

বি:দ্র: একই বিষয় অন্য ফোরামেও লেখা হয়েছে এবং লেখক আমি "Review Master".
sr. member
Activity: 1428
Merit: 250
July 29, 2021, 12:09:07 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে আমার একটি প্রশ্ন?..
আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?
সিনিয়র ভাইরা একটু জানাবেন।
আপনি আপকামিং আইসিও এবং আইওগুলোর বিষয়ে বিস্তারিত জানুন তাদের মার্কেট পলিসি এবং অবশ্যই অতীত ইতিহাস জানার চেষ্টা করবেন পূর্বে তাদের প্রজেক্ট কেমন কাজ করেছে জানতে চেষ্টা করুন এবং তাদের ডেডিকেশন ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে তাদের নিরীক্ষার প্রয়োজন রয়েছে,তাদের পূর্বের সফলতা ও বিশ্বাসযোগ্যতা অবশ্যই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, শুধুমাত্র বিজ্ঞাপনে অবশ্যই নিজেকে প্রলুব্ধ করবেননা কারন ফেইক আইসিও ও আইইওগুলোও অতি আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করতে থাকে।
sr. member
Activity: 1428
Merit: 250
July 28, 2021, 10:46:22 PM
jr. member
Activity: 154
Merit: 1
July 27, 2021, 09:26:16 PM
‘ক্রিপ্টোকারেন্সি’র লেনদেন অপরাধ নয়,
সিআইডিকে বাংলাদেশ ব্যাংকের চিঠি

‘ক্রিপ্টোকারেন্সি’র মালিকানা, সংরক্ষণ বা লেনদেন অপরাধ নয় বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ মতামত দিয়েছে।

ক্রিপ্টোকারেন্সি একধরনের ভার্চ্যুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হওয়া এ ধরনের মুদ্রার সংখ্যা এখন আট হাজারের বেশি। তবে এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বিটকয়েন। ২০০৮ সালের শেষভাগে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন।
কয়েন মার্কেট ক্যাপের তথ্য অনুযায়ী, ১ বিটকয়েনের বিনিময়মূল্য গত ২৪ জুলাই সন্ধ্যায় ছিল ৩৩ হাজার ৮০৫ দশমিক ৩১ ডলার। তবে বাংলাদেশে বিটকয়েন লেনদেন অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এ মুহূর্তে সিআইডি দুটি মামলার তদন্ত করছে। এমন একটি মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি মতামত চেয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে।

গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের সহকারী পরিচালক শফিউল আজম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ব্যাংকের অবস্থান জানান সিআইডিকে। তিনি লেখেন, ‘ক্রিপ্টোকারেন্সির মালিকানা, সংরক্ষণ বা লেনদেন স্বীকৃত না হলেও এটিকে অপরাধ বলার সুযোগ নেই মর্মে প্রতীয়মান হয়।’ ওই চিঠিতে তিনি আরও বলেন, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের ফলাফল হিসেবে দ্বিতীয় পর্যায়ে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭; সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর আওতায় অপরাধ হতে পারে। প্রযোজ্য ক্ষেত্রে সিআইডি এ নিয়ে অনুসন্ধান করে দেখতে পারে।

একই চিঠিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমান বিশ্বে ভার্চ্যুয়াল মুদ্রার বাজার দুই ট্রিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সি প্রচলনের প্রাথমিক পর্যায়ে বিশ্বের কোনো আইনগত কর্তৃপক্ষ এই মুদ্রাকে স্বীকৃতি দেয়নি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশের (যেমন: জাপান, সিঙ্গাপুর, আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র) কেন্দ্রীয় ব্যাংক/মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা ক্রিপ্টোকারেন্সির লেনদেনকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির মতো এ ধরনের প্রাইভেট কারেন্সিতে লেনদেন বা সংরক্ষণের অনুমোদন দেয়নি।বৈদেশিক মুদ্রানীতি বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ২০১৭ সালের ২৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কৃত্রিম মুদ্রায় (যেমন বিটকয়েন) লেনদেন থেকে বিরত থাকার বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। বিজ্ঞপ্তিতে ওই সময় বাংলাদেশ ব্যাংক বলে, ভার্চ্যুয়াল মুদ্রায় লেনদেনের মাধ্যমে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ–সম্পর্কিত আইনের লঙ্ঘন হতে পারে। ক্রিপ্টোকারেন্সির বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখনো কোনো নীতিমালা প্রণয়ন করেনি।

তবে এর মধ্যেই ক্রিপ্টোকারেন্সিকে একেবারে নাকচ করে না দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে সংস্থাগুলোর মধ্যে। যেমন, সরকারের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশন। ২০২০ সালের মার্চে এ বিভাগ ন্যাশনাল ব্লকচেইন স্ট্র্যাটেজি করে। ওই কৌশলপত্রে তারা বলেছে, ব্লকচেইন স্টার্টআপে ২০১৩ সাল থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়তে পারে। বাংলাদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর জন্য এটা একটা সুযোগ। কিন্তু ক্রিপ্টোকারেন্সির ব্যবহার নিষিদ্ধ থাকায় বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এ আকর্ষণীয় সুযোগের বাইরে থেকে যাচ্ছে। অবশ্য ওই কৌশলপত্রে এও বলা হয়েছে, উপযুক্ত প্রযুক্তি, আইন ও নীতি কাঠামোর অনুপস্থিতিতে এ ধরনের ডোমেইন দেশে সন্ত্রাসী কার্যক্রমের পথকে উন্মুক্ত করে দিতে পারে। তাই এই উভয়সংকট কীভাবে মোকাবিলা করা যায়, তা বিবেচনা করা উচিত।

ব্লকচেইন হলো তথ্য সংরক্ষণের পদ্ধতি। এ পদ্ধতিতে বিভিন্ন ব্লকে একটির পর একটি তথ্য চেইনের মতো করে সংরক্ষণ করা হয়। ক্রিপ্টোকারেন্সির লেনদেনের তথ্য ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে সুরক্ষিত থাকে। এমনিতে এই মুদ্রার লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের তদারকিতে থাকে না। ইন্টারনেট ব্যবহারকারী দুজন নিজেদের পরিচয় প্রকাশ না করে সরাসরি এই লেনদেন করে । ২৭ থেকে ৩৪ অক্ষরের একটি আইডি খুলে ইন্টারনেটে অ্যাকাউন্ট খুলে এই মুদ্রা লেনদেন করা যায়। ভার্চ্যুয়াল এই মুদ্রা জমা থাকে ডিজিটাল ওয়ালেটে। source
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 25, 2021, 11:50:49 AM

P2E (Play to Earn) ভিত্তিক প্রজেক্টের ট্রেন্ড এবং এটি থেকে লাভবান হোন


ক্রিপ্টোমার্কেটে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ট্রেন্ড চালু হয়ে থাকে। উদাহরণ হিসেবেই এই বছরের ট্রেন্ডগুলো দেখুন, বছরের শুরুতে আইডিও এর হাইপ/ট্রেন্ড, এরপর এনএফটির ট্রেন্ড, তারপর শুরু হয় মিমকয়েনের/শিটকয়েনের ট্রেন্ড। আর বর্তমানে ট্রেন্ড চালু হয়েছে P2E কিংবা Play to Earn অথবা এনএফটি ভিত্তিক গেম - যেগুলোতে বিজয়ী হলে পুরস্কার হিসেবে প্রজেক্টির টোকেন পাওয়া যায়। এই ট্রেন্ডটি চালু হওয়ার প্রায় একমাসের বেশি হয়ে যাচ্ছে এবং আশা করা যায় সামনের একমাস কিংবা এর অধিক সময়ের বেশি ট্রেন্ডটি চালু থাকবে। তাই এইসময়টিকে কাজে লাগিয়ে অনেকেই অধিক পরিমাণ ক্রিপ্টো ইনকাম করতেছে, যেমনটি অন্যান্য ট্রেন্ডের সময় অনেকে লাভবান হয়েছিল।

আজকের এই পোষ্টে আমি CryptoBlades প্রেজক্টটি নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। মূলত আপনাদেরকে এই প্রজেক্ট সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও সংযুক্ত করে দিলাম এবং বিস্তারিত জানার জন্য সেটি সকলেই দেখে নিতে পারেন । আমি সংক্ষিপ্তভাবে কিছু তথ্য তুলে ধরলাম:

CryptoBlades প্রজেক্টটি অন্যান্য P2E কিংবা Play to Earn প্রজেক্টের মতোই এবং এটিতে আমাদেরকে বিভিন্ন ক্যারেক্টার ও ওয়েপেন দিয়ে প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে হয় । আর যদি কেউ যুদ্ধটিতে বিজয়ী হয়, তাহলে আপনি CryptoBlades এর মূল টোকেন SKILL পাবেন। তাই প্রথমেই আপনাদেরকে SKILL টোকেন ক্রয় করতে হবে, যেন আমরা ক্যারেক্টার ও ওয়েপেন এর এনএফটি নিতে পারি। এরপর সেই এনএফটিগুলো ব্যবহার করে আমরা প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করবো। আমি CryptoBlades দুইদিন থেকে খেলতেছি এবং দুইদিনে ১ SKILL টোকেন ইনকাম করেছি, যার বর্তমান মূল্য প্রায় $১৩০ এর বেশি। আরো বিস্তারিত জানতে সংযুক্ত করা ভিডিওটি দেখতে পারেন।

ভিডিও লিংক: https://youtu.be/KKjfQf-AYis



যেকোনো সময় সরাসরি সহযোগিতা পাওয়ার জন্য, নিচের টেলিগ্রাম গ্রুপে যোগদান করুন:
Telegram Group: https://t.me/bitbytecrypto
Telegram Channel: https://t.me/official_BitByteCrypto
Youtube Channel: https://www.youtube.com/channel/UCeG5GNbVtqL0PY0o66OyFgg/
jr. member
Activity: 77
Merit: 3
July 23, 2021, 10:33:05 AM
সিনিয়র ভাইদের কাছে জানতে চাই।
আইসিও, আইডিওতে বিনিয়োগ কেমনে করে এবং আইসিও, আইডিও কী ?
স্টেকিং কী ?
full member
Activity: 1099
Merit: 116
July 22, 2021, 08:55:15 PM
অনেকেই আছে যারা অনেক সফল হয়েছে, সেই তুলনায় আমার সফলতা কম হলেও আমি একটি বিষয় আপনাকে উপদেশ দিতে পারি যে, বাউন্টি করার একটি সুবর্ণসময় হলো প্রতি বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবং এই সময়ের বাউন্টিগুলো খুবই সফল হয়ে থাকে। এটি আমি আমার বাউন্টির অভিঙ্গতা থেকে পেয়েছি।  Wink

আমিও আমার গত কয়েকবছরের বাউন্টি অভিজ্ঞতা থেকে দেখতেছি প্রতিবছর আগস্ট/সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী/মার্চ পর্যন্ত বাউন্টির জন্য ভালো সময় যায়। তার কারণও দেখেছি যে ওই সময়টা মার্কেট পরিস্থিতি সার্বিক দিক বিবেচনায় ভালোই থাকে এবং বাউন্টির জন্য যেটা অফ সিজন (মার্চ থেকে জুলাই/আগস্ট) থাকে মূলত মার্কেট কারেকশান মোডে থাকার কারণে।


বিঃদ্রঃ- যারা স্টেকিং করে আয় করতে চান তাদের জন্য Cake, Baby দুটি টোকেনই বর্তমানে ১০০%+ এপিআর। অর্থাৎ কেউ যদি ১০০ Cake স্টেকিং করে তাহলে বছরে ১০০ টা Cake পাবেন স্টেকিং পুরস্কার হিসেবে (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ মাসে ৮.৩৩ টা Cake যা ১০০ ডলার এর মত। চাইলে সেটা রিস্টেকিং এ দিয়ে আরো বেশি টোকেন পাবেন স্টেকিং থেকে। BabySwap এর Baby টোকেন স্টেকিং করলে ১৫০%+ এপিআর পাবেন (আজকের রেট অনুযায়ী)। অর্থাৎ কেউ ১০০০ Baby টোকেন স্টেকিং করলে বছরে ১৫০০ টোকেন পাবেন রিওয়ার্ড হিসেবে। এছাড়া আরো নিত্য নতুন টোকেন আসে স্টেকিং করার জন্য। Baby টোকেন স্টেকিং করে সেগুলোও আয় করতে পারেন যা ২০০%+ ও আছে বর্তমানে এপিআর। আমি নিজেই সেখানে স্টেকিং করতেছি। এপিআর এর ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে- যত বেশি টোকেন স্টেকিং এর জন্য দেওয়া হবে এপিআর তত কমতে থাকবে, পক্ষান্তরে যত বেশি লোক টোকেন সেখান থেকে উইথড্র করে নিবে  এপিআর তত বাড়বে। টোকেন বেশি মানে এপিআর কম, টোকেন যত কম মানে এপিআর বেশি।
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
July 22, 2021, 01:02:32 PM
এই বিটকয়েন ফর্ম এ  আমি নতুন।বর্তমান সময়ে এই বিটকয়েন ফর্ম এ বাউন্টি করে কে কে সফল হয়েছে?

অনেকেই আছে যারা অনেক সফল হয়েছে, সেই তুলনায় আমার সফলতা কম হলেও আমি একটি বিষয় আপনাকে উপদেশ দিতে পারি যে, বাউন্টি করার একটি সুবর্ণসময় হলো প্রতি বছরের সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত এবং এই সময়ের বাউন্টিগুলো খুবই সফল হয়ে থাকে। এটি আমি আমার বাউন্টির অভিঙ্গতা থেকে পেয়েছি।  Wink


আমি একজন ওয়েব ডিজাইনার।আমি এখানে সবাইকে এই বিষয়ে জানাতে চাই যে, কারো যদি কখনো কোন ডিজাইন করতে হয় আমার সাথে যোগাযোগ করবেন।আর আমার পেজ টা দেখে আসতে পারেন

আপনার জন্য কিছু বিষয় বলে দিতেছি, প্রথমত আপনার প্রজেক্টগুলোর একটি সম্ভবত "Programming Hero" এর প্রাক্টিস প্রজেক্ট এবং সেটির কোড সম্ভবত একটু পরিবর্তন করে পাবলিশ করেছেন, কিন্তু "Programming Hero" লেখাটি মুছে ফেলতে ভুলে গেছেন। এছাড়াও আপনি যদি ভালো মানের রিঅ্যাক্ট কিংবা ব্যাক-এন্ড ডেভেলপার হতে চান, তাহলে ফন্ট কালার/রং নির্ধারণ করায় মনযোগ দেন। এছাড়াও ওয়েবসাইট অপটিমিজম করা শেখতে পারেন, যেটি কাজে লাগবে। এছাড়াও ব্যক্তিগত তথ্য প্রোটফলিওতে না দেওয়া, যেহেতু আপনি ক্রিপ্টোতে কাজ করতেছেন। আশা করি, এই বিষয়গুলো আপনার কাজে আসবে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা রইলো।  Wink

বি:দ্র: আমিও ছোটোখাটো একজন ডিজাইনার এবং ডেভেলপার।


আমাদের দেশের শেয়ার বাজারে একটা কথা প্রচলিত আছে- ষাঁড়ের লড়াই ভাল্লুকের জ্বর।

বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে কিছুই বলবো নাহ, কিন্তু কথাটি সত্য।  Cheesy


আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?

যদিও আমি কোনো ধরনের টোকেনের নাম উল্লেখ করবো নাহ। কিন্তু আপনাকে একটি পরামর্শ দিতে পারবো যে, যেসকল প্রজেক্ট ভালো এবং পরবর্তী বছরে হয়তো তারা নিজেদের ব্লকচেইন চালু করবে। সহজ কথায় টোকেন থেকে কয়েনে রপান্তর হবে, সেই সকল প্রজেক্টের কয়েন হয়তো অল্প অল্প করে ক্রয় করে রাখতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে ভালো ধরনের বিশ্লেষণ করতে হবে এবং সময় দিতে হবে। কারণ স্কামাররা হাইপ তৈরি করে টোকেনের মূল্য বৃদ্ধি করে এবং পরবর্তীতে স্ক্যাম করে। তাই নিজে ব্যক্তিগত বিশ্লেষণ করুন এবং বেশি লোভে/হাইপের মধ্য থেকে কোথায়ও বিনিয়োগ করিয়েন নাহ।


যখন কোন টোকেন ico প্রাইজ সেট করে ও তা কেনার জন্য একটি সময় দেয়া হয় আমি এটি কিভাবে কিনতে পাড়ি। এটি কেমন হতে পাড়ে তা বোঝাতে আমি নিচে ছবি পোষ্ট করলাম।আসা করি আমি কিভাবে ico prise টোকেন কিনতে পারবো তার সঠিক উপায় জানতে চাই

@Malam90 ইতিমধ্যে অনেক বিষয় তুলে ধরেছে, তার নিজের অভিঙ্গতা থেকে। তাই ভালো হয়, যেসকল প্রজেক্টের ভালো ধরনের পার্টনারশিপ রয়েছে এবং সামনে গুরুত্বপূর্ণ আপডেট আসতেছে, সেই সকল প্রজেক্টের কয়েন/টোকেন এ ট্রেড করা। আর যদি আপনি বিনিয়োগ করতে চান, তাহলে যখন যেটির হাইপ চলবে, তখন সেই ক্যাটাগরি/বিভাগের প্রজেক্টগুলোতে বিনিয়োগ করতে পারেন। যেমন বর্তমানে "এনএইটি ভিত্তিক গেম " প্রজেক্টগুলোর হাইপ চলতেছে,তাই নতুন কোনো প্রজেক্ট চালু হলে বিচার-বিশ্লেষণ শেষে তাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারেন। কিংবা সেগুলোতে অংশগ্রহণ করে টোকেন অর্জন করতে পারেন।


আশা করতেছি, খুব শীঘ্রই একটি নতুন বিষয় নিয়ে পোষ্ট লেখবো। যদি কারো কোনো বিষয়ে জানার থাকে, আমাকে মেনশন করে প্রশ্ন করতে পারেন। তাহলে আমার টপিকের সাথে আপনাদের প্রশ্নেরও উত্তর দিয়ে দিবো, যতটুকু আমি জানি। Wink

full member
Activity: 1099
Merit: 116
July 22, 2021, 10:17:13 AM
যখন কোন টোকেন ico প্রাইজ সেট করে ও তা কেনার জন্য একটি সময় দেয়া হয় আমি এটি কিভাবে কিনতে পাড়ি। এটি কেমন হতে পাড়ে তা বোঝাতে আমি নিচে ছবি পোষ্ট করলাম।আসা করি আমি কিভাবে ico prise টোকেন কিনতে পারবো তার সঠিক উপায় জানতে চাই


ভাই, আমার পরামর্শ হচ্ছে- বাউন্টি করতেছেন সেটা চালিয়ে যান। বাউন্টি করে আয় করেন, ভালো এবং টপ কয়েন দেখে সময় সময় বিনিয়োগ করেন-সেটাই ভালো। আইসিও, আইডিওতে বিনিয়োগ অনেক ঝুঁকিপূর্ণ। অনেক প্রজেক্ট স্কাম করে চলে যায়। আমি গত ৩ মাসে ৫-৬ টা আইডিও করেছি তার মধ্যে USOGUI (USG), BISONPAD (BPAD) আমার ৫ বিএনবি স্কাম করেছে। সব ইনভেস্টরদের এমাউন্ট নিয়ে ভেগেছে আইডিও শেষে।সম্প্রতি POLKAWAR আইডিও করেছিলাম যেটা আইডিও প্রাইসের ৩ গুণ লস হয় যদিও হোল্ড করে পরে আসল+ এ বের হয়ে এসেছি। এখন আইডিওতে ইনভেস্ট করা বাদ দিছি। খুব ভালো প্রজেক্ট এবং যাদের ব্যাকআপ আছে (যদি স্কাম করে তাহলে ফান্ড ফেরত দেয়) এমন সাইট (পলকাব্রিজ) আইডিও করলে সেখানে সামান্য বিনিয়োগ করা যেতে পারে।


এরপরেও আপনি যদি রিক্স নিয়ে অংশগ্রহণ করতে চান তাহলে সেই প্রজেক্টের বিবরণ দেখে বুঝতে হবে। হয়ত তারা কোন আইডিও প্লাটফর্মে আইডিও করাবে সেখান থেকে অংশ গ্রহণ করতে পারেন। কিংবা তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আপনি আপনার ওয়ালেট কানেক্ট করে প্রয়োজনীয় এমাউন্ট টোকেন ক্রয় বা ক্রয়ের জন্য তথ্য ফিল আপ করতে পারেন। বিস্তারিত তথ্য সেই প্রজেক্টের টেলিগ্রাম ও ওয়েবসাইটে পাবেন কিভাবে কি কি করতে হবে। সবচেয়ে ভালো হয় আইডিও সাইট থেকে জয়েন করতে পারেন। তবে কথা  একটাইঃ ঝুঁকিপূর্ণ । তাই বিনিয়োগ করার আগে অবশ্যই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নিবেন।
A_L
jr. member
Activity: 55
Merit: 3
July 22, 2021, 07:28:58 AM
যখন কোন টোকেন ico প্রাইজ সেট করে ও তা কেনার জন্য একটি সময় দেয়া হয় আমি এটি কিভাবে কিনতে পাড়ি। এটি কেমন হতে পাড়ে তা বোঝাতে আমি নিচে ছবি পোষ্ট করলাম।আসা করি আমি কিভাবে ico prise টোকেন কিনতে পারবো তার সঠিক উপায় জানতে চাই
jr. member
Activity: 77
Merit: 3
July 22, 2021, 04:01:12 AM
আসসালামু আলাইকুম সিনিয়র ভাইদের কাছে আমার একটি প্রশ্ন?..
আমি কিছু টোকেন কিনে হোল্ড করতে চাই। কোন টোকেন কিনে রাখলে ভবিষ্যতে লাভবান হতে পারব ?
সিনিয়র ভাইরা একটু জানাবেন।
jr. member
Activity: 410
Merit: 1
July 20, 2021, 05:18:15 AM
ফাতেমা আপুর কথা কেউ জানেন?
উনার কোনো রেসপন্স নাই কেন জানি।

বাউন্টি স্প্রেডশিট আপডেট হয় নি।

উনি কোনো সমস্যায় আছে বা অন্য কিছু।  কি ঘটনা কেউ জানেন?    
উনি উনার নিজের ব্যবসা নিয়ে কাজ করছেন আর বেশিরভাগ বাউন্টি ক্যাম্পেইন এর প্রজেক্ট এর টিম মেম্বাররা তার সাথে তেমন যোগাযোগ করছে না। যার জন্য উনি নিজেও কোন আপডেট দিচ্ছেন না উনার বাউন্টি গ্রুপে। অন্য কোন সমস্যায় নেই। আমার সাথে সম্ভবত গত পরশু কথা হয়েছিল। উনি ২০ তারিখ উনার বাউন্টি গ্রুপে আপডেট জানাবেন বলছেন।

Bitrue exchange thake  whiddrow korte parci na.sudu faild load data lakha ase ki korbo?
শুধু ফেইলড লেখা আসছে নাকি সাথে অন্য কিছু। দয়া করে একটা স্ক্রিনশট এড করেন। তাহলে বুঝতে সুবিধা হত।

 অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।   
full member
Activity: 1099
Merit: 116
July 19, 2021, 08:55:53 AM
বুল রান কি জিনিস ভাইয়া?


“বুলরান” মূলত একটি অর্থনৈতিক শব্দ বা আর্থিক পরিভাষা। যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে ধাবিত হয় তখন সেটাকে বুলরান বলে।
ক্রিপ্টোতে তেমনি বুলরান হচ্ছে যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেট পরিস্থিতি ক্রমাগত ঊর্ধ্বগতির দিকে যায় তখন আমরা সেটাকে বুলরান বলি। বুল মানে ষাঁড়। যখন মার্কেট ষাঁড়ের মত শক্তিনিয়ে সামনে  এগিয়ে যায় তখন সেটা বুলরান। কোভিড-১৯ এর ছড়িয়ে পড়ার পরে ক্রিপ্টোমার্কেটে অনেক উত্থান হয়। মার্কেট ক্যাপ ৪০০ বিলিয়ন থেকে বাড়তে বাড়তে ২.২৫ ট্রিলিয়ন হয়ে যায়। এটাকে বুলরান বলে থাকি।

পক্ষান্তরে যখন কোন সম্পদ বা বাজার পরিস্থিতি নিচের দিকে বা খারাপ পরিস্থিতির দিকে ধাবিত হয় তখন তাকে “বিয়ারিশ ট্রেন্ড" বলি। বিয়ার মানে ভাল্লুক। ভাল্লুকের সাথে তুলনা করার কারণ হচ্ছে- ভাল্লুকের প্রায় সময় গায়ে জ্বর থাকে। যার কারণে সে শুয়ে থাকে, কাতরাতে থাকে জ্বরে। মার্কেট যখন নিচের দিকে নামতে থাকে তখন একটা প্যানিক বা আতঙ্ক কাজ করে সবার মধ্যে। সবাই সেল মারতে থাকে। মার্কেট ক্রমাগত নিচের দিকে নামতে থাকে বা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে। প্রচলিত কথায়- মার্কেট শুয়ে পড়েছে। যেটাকে ভাল্লুকের জ্বরের কারণে তার পরিস্থিতির সাথে মার্কেটের শুয়ে পড়া পরিস্থিতিকে তুলনা করতে বিয়ারিশ ট্রেন্ড বলে থাকে। মার্কেটক্যাপ ২.২৫ ট্রিলিয়ন থেকে ক্রমাগত কমতে কমতে বর্তমানে ১.২৪ ট্রিলিয়নে নেমে গেছে।

আমাদের দেশের শেয়ার বাজারে একটা কথা প্রচলিত আছে- ষাঁড়ের লড়াই ভাল্লুকের জ্বর।
jr. member
Activity: 966
Merit: 2
July 19, 2021, 01:08:44 AM
আপনি সঠিক কথা বলেছেন কারণ বর্তমান বাউন্টি ম্যানেজার পেমেন্ট দেওয়ার আগে স্কাম করে। আবার অনেক বাউন্টি ছাড়ার কয়েকদিন পর স্কাম করে। মূল কথা হলো বর্তমান অধিকাংশ বাউন্টি থেকে পেমেন্ট দেয় না দেখা যায় যে 100 বাউন্টি করলে তার মধ্যে চার পাঁচটা থেকে পেমেন্ট পাওয়া যায় তাও খুব কম টাকা। বর্তমান আমি দেখতে পাচ্ছি যে বাউন্টির টোকেনের দাম কম বলা যায় একেবারেই কম সেটা থেকে পেমেন্ট দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বর্তমান ভালো  বাউন্টি খুব কম আসে।
বুল রানের আগে যে কয়টা বাউন্টি ডিস্ট্রিবিউশন করছে ওইগুলো তো মোটামুটি ভালো দাম হইতে দেখা গেছে। আপনি মনে হয় করেন নাই ওইগুলা। আর বর্তমানে যেগুলো আসছে ওইগুলার দাম তেমন হবে না কিন্তু পরবর্তী বুল রানের সময় ঠিকই দাম বাড়বে। যারা বাউন্টি করেন তারা কয়েন সাথে সাথে না বিক্রি করে হোল্ড রাখতে পারেন যদি মনে হয় প্রজেক্ট ভালো।
আর বাউন্টি সবসময় স্বনামধন্য ক্যাম্পেইন ম্যানেজার এর গুলো করার চেষ্টা করবেন। তাহলেই কেবল রিওয়ার্ড পাওয়া নিশ্চিত থাকবে।

বুল রান কি জিনিস ভাইয়া?
newbie
Activity: 17
Merit: 0
July 17, 2021, 11:52:59 PM
হ্যালো ভাই,

আমি বিটকয়েনটক আসছি বেশি দিন হয়নি।
আমি একটা কাজে খুব চিন্তিত  আমি এখনো নিউবাই।
আমি কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি সে নিয়ে যদি আমাকে কিছু ধারণা দিতেন তাহলে এই গ্রুপে অনেকে আছে জারা এই রকম প্রশ্নের উত্তর খুচ্ছে কিন্তু পাচ্ছে না তাই ছিনিয়র ভাইদের কাছে আমার জানার ইচ্ছা কিভাবে বেশি বেশি মেরিট পেতে পারি।


প্লিজ সবাই একটু আমার এই ছোট লেখাটা পরেবেন আশা করি।
এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত ম এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয .
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
July 17, 2021, 11:52:20 AM
ফাতেমা আপুর কথা কেউ জানেন?
উনার কোনো রেসপন্স নাই কেন জানি।

বাউন্টি স্প্রেডশিট আপডেট হয় নি।

উনি কোনো সমস্যায় আছে বা অন্য কিছু।  কি ঘটনা কেউ জানেন?    
উনি উনার নিজের ব্যবসা নিয়ে কাজ করছেন আর বেশিরভাগ বাউন্টি ক্যাম্পেইন এর প্রজেক্ট এর টিম মেম্বাররা তার সাথে তেমন যোগাযোগ করছে না। যার জন্য উনি নিজেও কোন আপডেট দিচ্ছেন না উনার বাউন্টি গ্রুপে। অন্য কোন সমস্যায় নেই। আমার সাথে সম্ভবত গত পরশু কথা হয়েছিল। উনি ২০ তারিখ উনার বাউন্টি গ্রুপে আপডেট জানাবেন বলছেন।

Bitrue exchange thake  whiddrow korte parci na.sudu faild load data lakha ase ki korbo?
শুধু ফেইলড লেখা আসছে নাকি সাথে অন্য কিছু। দয়া করে একটা স্ক্রিনশট এড করেন। তাহলে বুঝতে সুবিধা হত।
Jump to: