Author

Topic: বাংলা (Bengali) - page 401. (Read 5716244 times)

copper member
Activity: 700
Merit: 120
Gamdom
November 30, 2020, 01:42:29 AM
দীর্ঘ দিন যাবত ক্রিপ্টোকারেন্সি থেকে দূরে ছিলাম। অল্প কিছু দিন হয় আবার একটিভ হয়েছি, এর মাঝে কিছু দিন হয় মেরিট সোর্স নিয়ে একটি এপ্লিকেশন আমার চোখে পড়ে।

আপনারা অনেকেই জানেন কুকয়েন নামক এক্সচেঞ্জ পিটুপি সিস্টেম চালু করেছে। আর রিসেন্টলি বাইনান্স ও লোকাল মার্চেন্ট খুঁজে একটি পোস্ট করেছে যেটি পিটুপি ট্রানজেকশন করার জন্য ব্যবহার করা হবে। সর্বোপরি আমি মনে এটি বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

এভাবেই বড় বড় এক্সচেঞ্জ গুলো এগিয়ে আসতে থাকলে একটা সময় সরকার ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝতে পারবে। আর এর পসিটিভ দিক বুঝতে পারবে।

এ সম্পর্কিত আমার ইকোনোমি সেকশন এ একটি পোস্ট আছে। পোস্ট এর লিঙ্ক এড করে দিচ্ছি- https://bitcointalksearch.org/topic/m.55715925

সাহায্য-সহযোগিতার মনোভাব নিয়ে ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
member
Activity: 86
Merit: 21
November 29, 2020, 10:44:36 AM
ইথারিয়াম ২.০  ethereum 2.0 কাউন ডাউব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন ইথারিয়ামের প্রাইস কোথায় গিয়ে ঠেকে দেখার বিষয় কারন ইথারিয়াম নতুন টেকনোলোজি ব্যাবহারের কারনে আমরা আশা করতেছি ইথারিয়াম অনেক বেশি মুল্য বৃদ্ধি হতে পারে হতোবা $২০০০ ডলারের আশেপাশে প্রাইস থাকতে পারে, এখন ইনভেস্টর দেখার বাকি যদি অনেক ইনভেস্টর বেশি হলে অর্থাৎ বেশি মানুষ ইনভেস্ট করলে দাম অনেক বাড়বে, খুব তারাতারি বিটকয়েন ও ইথারিয়াম তাদের সর্বোচ্চো প্রাইস অতিক্রম করবে। এছাড়া অন্য কোনো কারন কেউ জেনে থাকলে আলোচনা করতে পারেন।
newbie
Activity: 1050
Merit: 0
November 29, 2020, 08:22:01 AM
ভাই আমরা খুব আনন্দিত যে  bitcoin দাম দিন দিন বারছে
member
Activity: 86
Merit: 21
November 29, 2020, 07:10:06 AM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
আপনি ঠিক কি বলেছেন বুঝি নি। E-generation কোন প্রজেক্টের কাজ সম্পাদন করার জন্য হাতে নিয়েছে যেটা দুবাইয়ের? এইরকম কিছু? আমাদের দেশের নিজস্ব প্লাটফর্ম হলে সেটা হবে সেন্ট্রালাইজড যেটার কোন ভ্যালু থাকবে না। তাছাড়া ব্লকচেইন আর ক্রিপ্টো দুটোই ভিন্ন।

উনি ইন্ডিয়া নাকি বাংলাদেশ এর কথা বলেছেন আমি আসলে সঠিক বুঝে পারিনি এখনো, কারন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লিগাল কবে হবে আর আদিও কোনোদিন হবে কিনা সেটা বোঝা অনেক কঠিন, কারন এখন পর্যন্ত যারা নীতি নীর্ধারক রা আছেন তারা এখনো ক্রিপ্টকারেন্সি ও পেপাল নিয়ে উদাসীন এগুলা করতে গেলে দেশের টেকনোলোজি  আর উন্নোত করতে হবে কিন্ত বাংলাদেশে এখোনো এমন টা আশা করা যায়না, ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক দক্ষতা সম্পন্ন মানুষ বাংলাদেশে আছে কিন্ত তারা নিজেদেরকে প্রোকাশ করছেনা।
sr. member
Activity: 1372
Merit: 322
November 29, 2020, 06:48:31 AM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
আপনি ঠিক কি বলেছেন বুঝি নি। E-generation কোন প্রজেক্টের কাজ সম্পাদন করার জন্য হাতে নিয়েছে যেটা দুবাইয়ের? এইরকম কিছু? আমাদের দেশের নিজস্ব প্লাটফর্ম হলে সেটা হবে সেন্ট্রালাইজড যেটার কোন ভ্যালু থাকবে না। তাছাড়া ব্লকচেইন আর ক্রিপ্টো দুটোই ভিন্ন।
newbie
Activity: 434
Merit: 0
November 29, 2020, 02:17:56 AM
ডিসেন্ট্রালাইজড স্টেকিং পুল গুলো ব্যবহার করা বেশি নিরাপদ বলে মনে করি কারণ এতে user দের কন্ট্রোল বেশি থাকে।
ডিসেন্ট্রালাইজড পুলগুলো কি স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে হয়ে থাকে? দয়া করে জানাবেন একটু। এবং কয়েনবেজের পুল অপশন কোথায়? আমি দেখিনি এখনো। আমি খুব বেশি রিসার্চ করতে পারছি না কারন আমি বর্তমানে যেখানে আছি সেখানে নেটওয়ার্ক কোয়ালিটি খুবই খারাপ।
Decentralized পুল গুলো স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে হয়ে কারন এখানে আপনি যখন তখন আপনার ইউজার ইডিট রা কন্ট্রোল করতে পারবেন যদি ঔই পুল এ ইউজার এডিট অপশন থাকে তবে বেশিরভাগ decentralized পুল গুলো API base হয়ে থাকে | CoinBase এর পুল এখনো লঞ্চ করে নাই।  ভবিষ্যৎ এ করবে তাদের প্লান আসে।
newbie
Activity: 17
Merit: 0
November 28, 2020, 09:05:54 PM
ভাইয়া,
আপনাদের ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি BitcoinTalk এ নতুন, আমি সমস্থ নিয়ম কানুন জানি না। তাই পোস্ট গুলো করেছিলাম। আমি সমস্থ নিয়ম কানুন জানার চেষ্টা করছি। এবং পোস্ট গুলো ডিলিট করে দিয়েছি। আশা করি ভবিষ্যতে এমন ভুল হবে না। আপনাদের অসংখ্য দন্যবাদ আমার ভুল গুলো ধরিয়ে দেওয়ার জন্য।
member
Activity: 86
Merit: 21
November 28, 2020, 01:00:09 PM
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।

ভাই বাংলাদেশিদের এই অবস্থা দেখলে অনেক খারাপ লাগে মাঝে মাঝে সরাসরি কপি করার পরেও অশিকার করে ক্যামনে  Huh
পেজ টা আর্কাইভ করলাম : https://archive.fo/wRAra
newbie
Activity: 434
Merit: 0
November 28, 2020, 12:31:12 PM
আমি খুব আনন্দিত যে আমাদের বাংলাদেশের লোকাল ফোরাম চালু করেছে তবে i hope upcoming cryptocurrency legal in Bangladesh. Because already Indian central bank support BTC. আমাদের দেশের বড় একটি আইটি কম্পোনি E-Generation তারা দুবাই দেশের জন্য own blockchain এর order নিয়েছে। আমি আশা আমাদের দেশের নিজস্ব ব্লকচেইন প্লাটফর্ম আশবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 28, 2020, 11:39:19 AM
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
নো ওয়ে  Cheesy
http://loyce.club/archive/posts/
এইখানে গিয়ে সব ডিলিট করা পোস্ট কিংবা এডিট করা পোস্টের মুল কপি পাবেন। লয়চি অনেক আগে থেকেই পোস্ট আর্কাইভ করতেছে অটোমেটিক ওয়েতে।  তবে হ্যা, এইটা ঠিক যে অন্য রেপুটেড সাইটেও আর্কাইভ রাখা উচিত কারণ, লয়চি সাইট লয়চি যখন ইচ্ছে তখন বন্ধ করে দিতে পারে।
full member
Activity: 1526
Merit: 110
November 28, 2020, 11:01:02 AM
https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727
এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
আপনি যদি অনুবাদ করে থাকেন তবে আপনি মূল পোস্টের লিঙ্কটা দেন নাই কেন? কারন অনুবাদ করা মূল পোস্টটাতো আর আপনার নিজের না। আপনি আপনার পোস্টটি দিয়েছেন আজকে। এত কম সময়ে লিঙ্ক হারালেন কিভাবে? যাই হোক, এখন ব্যান খাওয়ার জন্য তৈরী হন।

সংযোজন- এনজয় দ্য ব্যান, ডিউড- https://bitcointalksearch.org/topic/m.55702282
আপনি আপনার রির্পোটে কপি করা পোস্টটি archive করেন নাই। এখন পোস্টটি যদি ডিলিট করা হয় তবে আর কোন প্রমান থাকবে না।
sr. member
Activity: 1372
Merit: 322
November 28, 2020, 10:48:11 AM

বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
বাকী আর দুইটা আপনি খুজে পাবেনও না। কারন ওইরকম কোন থ্রেড নেই, আমার চোখে পরে নাই ভাই। আপনি হুবহু অন্যজনের পোস্ট তুলে দিয়েছেন এইখানে। এইটার কোন মানে হয়না ভাই। নিজের বুদ্ধিমত্তা দিয়ে পোস্ট করুন। মেরিট এমনেই পাবেন।
member
Activity: 86
Merit: 21
November 28, 2020, 09:45:32 AM
এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ  join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।

https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।

@adorable80esan একজন আপনার ভুলগুলো দরিয়ে দিচ্ছে আর আপনি উলটা পালটা বলতেছেন? কপিপেস্ট এই ফোরামে একেবাইরেই ক্ষমার অযোগ্য আপনি কপিপেস্ট করে শুধু মাত্র একটা ভুল করেন নি আপনি অনেক বড় একটা অপরাধ করেছেন, একটু সময় নিয়ে তথ্যবহুল পোস্ট করেন এমনিতেই মেরিট পাবেন, আপনি ত দেখছি ফোরামের কোনো নিওমের তয়াক্কা না করেই পোস্ট করেই যাচ্ছেন, পোস্ট ছোটো করে করেন আর তথ্য বহুল করেন তাহলে কাজে দিবে।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:50:36 AM
এই ফোরাম টা আমার কাছে যদি বর মনে হত তাহলে এতদিনে আমার অ্যাকাউন্ট স্ট্যাটাস ভাল থাকতো । আমি কিন্ত আপনার id দেখেছি আপনি কিন্ত আমার পরে এই প্কলাটফর্রেম এ  join kore অনেক ভাল অ্যাকাউন্ট স্ট্যাটাস করছেন।

https://bitcointalksearch.org/topic/newbies-read-before-posting-1689727

এটা হচ্ছে প্রথম লিঙ্ক যেখান থেকে মোটামুটি অনেক কিছু নিয়েছি
বাকি আর দুইতা লিঙ্ক খুজে পাচ্ছি না পেলে আপনাকে দিয়ে দিব ।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:38:16 AM
আপনাকে আমার কিছু বলার নাই উনি যে ইংলিশ পোস্ট টা বঙ্ঘানুবাদ আমি সেই একি পোস্ট টা করছি হইত । যার কারনে মিলে গেছে । আর কোথাই মিলেছে দেখাবেন কি ।
এবং আমি আমার পুরো পোস্ট টি একটি ইংলিশ পোস্ট দেখে বঙ্ঘানুবাদ করেছি । 
ইংলিশ পোস্টের লিংকটা দিন।
এই ফোরাম আপনার কাছে অনেক বড় মনে হলেও এইটা আসলে খুবই ছোট একটা জায়গা যেখানে ঠিকমত ২/৩ দিন সময় দিলে আনাচে কানাচে সব জানা যায়। আপনি কোন ইংলিশ পোস্ট থেকে অনুবাদ করেছেন একটু শেয়ার করবেন।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:32:22 AM
আপনাকে আমার কিছু বলার নাই উনি যে ইংলিশ পোস্ট টা বঙ্ঘানুবাদ আমি সেই একি পোস্ট টা করছি হইত । যার কারনে মিলে গেছে । আর কোথাই মিলেছে দেখাবেন কি ।
এবং আমি আমার পুরো পোস্ট টি একটি ইংলিশ পোস্ট দেখে বঙ্ঘানুবাদ করেছি । 

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:26:50 AM
জি ভাই আপনি ঠিক বলছেন ওনার টা এবং আমার টা মিলে গেছে । ভাই এটা আসলেই কাকতালীও বেপার এটা ছাড়া আপনি আর কোথাই মিল পেয়েছেন দেখাবেন কি ।
একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলে যাবে কাকতালীয়ভাবে? প্রথমে যদি মিথ্যা না বলে সত্য বলতেন আমি রিপোর্ট পর্যন্ত যেতাম না। আপনাকে ফ্রেন্ডলি উপদেশ দিলাম, উলটো আপনি আপনার কপি করা পোস্টে ডিফেন্ড করতেছেন মিথ্যে দিয়ে।
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 08:20:54 AM
জি ভাই আপনি ঠিক বলছেন ওনার টা এবং আমার টা মিলে গেছে । ভাই এটা আসলেই কাকতালীও বেপার এটা ছাড়া আপনি আর কোথাই মিল পেয়েছেন দেখাবেন কি । আর ভাই আমি এখনো বলছি আমি যেটার জন্য আমাকে জিজ্ঞাসা করছেন সেটা আমি করি নাই , বাকিতা আপনার ইচ্ছা আমি কার ইচ্ছার বিরদ্ধে না । ভাল থাকবেন |
lol brother no matter what you done if you done wrong that back to you thanks for your guilty.
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 28, 2020, 08:12:36 AM
মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।


এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।


মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

জ্বি, আপনি কপি করেন নাই। কাকতালীয়ভাবে DTalk এর চিন্তা ভাবনা আপনার সাথে সম্পুর্ণ মিলে গেল। আশ্চর্য!  আপনি উনার অল্টা একাউন্ট নন তো? এইরকম একই লেখা DTalk আরো আগে লিখে গিয়েছেন। নাকি DTalk আপনাকে কপি করলো?


মেরিট কি?
মেরিট হল মুলত ভালো কোয়ালিটির পোস্টের নির্দেশক। মানে কোন থ্রেড বা পোস্টে যদি আপনি মেরিট দেখেন তাহলে বুঝে নিতে হবে ঐই পোস্ট কিংবা থ্রেড অবশ্যই ভালো মানের। যদিও অনেকেই ফানি পোস্টেও মেরিট দিয়ে থাকে।
যদি আপনি ভালো পোস্ট করেন তাহলে আপনি মেরিট পাবেন। ভালো পোস্ট বলতে যেসব পোস্ট ফোরাম মেম্বারদের জন্য সহায়ক, কিংবা যেসব পোস্ট বিটকয়েন ও আলটাকয়েনের বিভিন্ন ট্যাকনিক্যাল দিক তুলে ধরে সেসব পোস্টকে বোঝানো হয়েছে।

এস-মেরিট কি?
এস-মেরিট হল যে মেরিটগুলো আপনি অন্যকে দিতে পারবেন। আপনি যদি ১টি মেরিট পান, তাহলে আপনার এস-মেরিট হবে ০.৫ মানে আপনি যা মেরিট পাবেন তার অর্ধেক আপনার এস-মেরিটে যোগ হবে।
আপনি কাউকে মেরিট দিলে আপনার মুল মেরিট কম্বে না। উদাহরণস্বরুপ, আপনি ১০ মেরিট পেলে আপনার এস-মেরিট হবে ৫। আপনি যদি কাউকে ৫ মেরিট দেন, আপনার মুল মেরিট কিন্তু কমবে না, সেটা ১০ থেকে যাবে।

মেরিট সোর্স
ফোরামে যাতে পর্যাপ্ত মেরিটের সরবরাহ থাকে বা মেরিট দেয়ার লোক থাকে, সেজন্য এডমিন থিমস সাহেব ৯৮ জন মেরিট সোর্স হিসেবে নিয়েছেন। এই সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে।

প্রথমে ভেবেছিলাম আপনি না জেনে করেছেন। এখন দেখি মিথ্যাও বলতেছেন। রিপোর্ট তো করাই লাগে। নাকি?
সংযোজন- এনজয় দ্য ব্যান, ডিউড- https://bitcointalksearch.org/topic/m.55702282
newbie
Activity: 68
Merit: 0
November 28, 2020, 07:56:08 AM
ভাই অনেক দুঃখে সাথে বলতেছি আমি এই পোস্ট গুলো কপি  করি নাই । প্রায় ১ ঘণ্টার সময় নিয়ে এগুলা যাচাই করে নিজে এগুলা লিখেছি । আপনার যদি প্রমান লাগে তাহলে আমি দিতে পারব । আর ভাই আমি যে পোস্ট তা করছি তাতে আমি নিজেই লিখেছি কপি করা যাবে না । যাই হোক ভাই সবাই এক না । আপনার পরামর্শের জন্য ধন্যবাদ । যদি কিছু লাগে জানবেন । আমি সাহায্য করতে যথা সম্ভব চেষ্টা করবো । ভাল থাকবেন  
Jump to: