সর্তকতা পোস্ট।আপনেরা অনেকেই জানেন যে BCH এর আরেকটা HardFork হতে যাচ্ছে। BCH HardFork এর মাধ্যমে দুইটা কয়েন বের হবে।
Bitcoin Cash ABC ও
Bitcoin Cash Node। আমরা এর আগেও দেখেছি যে dev দের দন্দ এর জন্য আগেও একবার HardFork হয়েছে।
যারা জানেন না যে হার্ডফোরক এ কি হয় তাদের জন্যে বলসি হার্ডফোরক এ ব্লকচেইন দুই ভাগে বিভক্ত হয়ে যায় । এতে নিউ একটা ক্রিপ্টো coin তৈরী হয়। যারা পুরাতন coin ওয়ালেট এ নতুন coin পায়।
BCH এর dev দের একদল চাচ্ছে যে তারা miner দের টোটাল mining এর ৮% মানে প্রতি ১০০০ ব্লক এর ৮% dev BCH miner দের কাছে থেকে নিয়ে dev দের দেওয়া হবে। কিন্তু আরেক অংশ এর বিপক্ষে। তাই এই হার্ডফোরক টা হচ্ছে। Binance আগেই বলে দিয়েসে তারা হার্ডফোরক এর নিউ coin করবে। যারা আগের BCH হোল্ড করবেন তারা ১:১ অনুপাতে টোকেন পাবেন। এর আগের হার্ড ফর্ক এর মাধ্যমে BCH এবং BSV তে ভাগ হইসিলো। যারা হার্ডফোরক এ অংশ নিয়েসিলো তারা ভালো প্রফিট পেয়েসিলো। তাই অনেকে হয়তো মনে করসেন যে এইবার ও যদি BCH Hold করি তাহলে প্রফিট পাবো। কারণ BCH এর দাম এমনিতেই ২৫০$ এর কাছাকাছি তাই BCH Hold করে যে নিউ coin পাবো তা সেল দিয়ে ভালো প্রফিট পাবো। যারা এরকম মনে করসেন তারা বাকি পোস্ট তা পড়ুন।
যারা BCH miner আছেন তারা অবসসই যে দিকে তাদের বেশি প্রফিট হবে তারা সে দিকে সাপোর্ট দিবেন। আগের Bitcoin Cash ABC মাইনিং করলে ১০০০ ব্লক এর ৮% dev দের দিতে হবে। নতুন Bitcoin Cash Node মাইনিং করলে কিছু দিতে হবেনা। তাই miner যারা আসেন তারা Bitcoin Cash Node মাইনিং এর দিকেই যাবেন। হার্ডফোরক এর এনাউন্সমেন্ট এর পর হয়েছেও তাই। ৭৬.৩% মাইনার Bitcoin Cash Node এর দিকে গেছেন।
এখন এক্সচেঞ্জ গুলো বলেসেন যে নেটওয়ার্ক এর হ্যাশ পাওয়ার বেশি হবে তারা সেই নেটওয়ার্ক কেই সাপোর্ট দিবেন। এখন বুঝাই যাচ্ছে যে Bitcoin Cash Node বেশি পপুলারিটি পাবে।
coinbase ও এনাউন্সমেন্ট করছে তারা Bitcoin Cash Node সাপোর্ট দিবে কারণ তারা মনে করে এটা বেশি ডোমিনেন্স পাবে।
এখন আসল কথাই আসি। অনেকেই আগের বারের BCH হার্ডফোরক এ জয়েন হয়ে ভালো প্রফিট পেয়েসেন বলে এবার ও সেই কাজ করবেন বলে তাদের বলে রাখসি আগে ভালো করে বুঝেন। সব মাইনার Bitcoin Cash ABC থেকে Bitcoin Cash Node মাইনিং করা শুরু করেছে। এখন Bitcoin Cash ABC যদি কোনো মাইনা না পায় তাহলে সেই coin এর কোনো ভ্যালু থাকবে? আপ্নে দুইটা coin পাইলেও একটা coin এর প্রাইস ক্র্যাশ করার সম্বভনা আসে। আবার Bitcoin Cash ABC মানে বর্তমান BCH কিছুদিন পরে ডেড ও হয়ে যেতে পারে। সেইসাথে হার্ডফোরক এর পর BCH এর ভ্যালু দুইটা নিউ coin এর মধ্যে ভাগ হয়ে যাবে। তাই নতুন coin এর ও দাম কম সম্ভবনা আসে।
আমি এই হার্ডফোরক থেকে কোনো প্রফিট এর সম্ভবনা দেখসি না। তাই আমি মনে এখন BCH এ ইনভেস্ট না করাই ভালো।
আমি আপনাদের কোনো সাজেশন দিসি না। আপনাদের যা ভালো মনে হয় করবেন। আমি শুধু আপনাদের আমার রিসার্চ তা শেয়ার করলাম।