Author

Topic: বাংলা (Bengali) - page 399. (Read 5307839 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 19, 2020, 10:26:19 PM
আমরা সকলেই গুগল থেকেই রিসার্চ করি।  আপনার কাজে গুগল এর চাইতেও ভালো কোনো সার্চ ইঞ্জিন যদি থাকে যেখানে রিসার্চ করলে আরো ভালো ইনফরমেশন পাওয়া যাবে দয়া করে জানাবেন।ধন্যবাদ
গুগল মানেই যে তথ্য ১০০% সত্য তা কিন্তু না। কারণ তারা সঠিক তথ্য দেয় না বরং তাদের স্পাইডার যেটা সঠিক মনে করা  সেটাই দেয়। আমরা সকলেই হয়ত জানি মেসি বাংলাদেশের নারায়নগঞ্জের একটি স্কুলে পড়ালেখা করেছেন- https://tbsnews.net/offbeat/lionel-messi-studied-narayanganj-school-46215

একটা প্রজেক্টের সাথে আর একটা মিল থাকবে এইটা স্বাভাবিক। তবে কিছু নতুন সংযোজন থাকলেই হল। এভাবেই তো আগাতে হবে। ক্রিপ্টো ডেভেলপমেন্ট হতে হলে একটা প্রজেক্ট যতটুকু এগিয়ে এসেছে সেটাকে নতুন মাত্রা দিতে পারলেই ভালো।
hero member
Activity: 1498
Merit: 537
November 19, 2020, 10:12:42 PM
Grin Grin অবশ্যই আমাকে শুধুমাত্র গুগল থেকে সার্চ করে পার্থক্যগুলো না বের করে, ভালো করে রিসার্চ করা উচিত ছিল ।

আমরা সকলেই গুগল থেকেই রিসার্চ করি।  আপনার কাছে  গুগল এর চাইতেও ভালো কোনো সার্চ ইঞ্জিন যদি থাকে যেখানে রিসার্চ করলে আরো ভালো ইনফরমেশন পাওয়া যাবে দয়া করে জানাবেন।ধন্যবাদ

এখন আসি cross-chain নিয়ে, আগের পোষ্টটে বলেছি যে অনেক প্রতিযোগী আছে । মাফ করবেন কারণ আমি শুধুমাত্র ইথিরিয়াম লেখেছিলাম এবং ইথিরিয়াম ২.০ টি লেখতে ভুলে গিয়েছিলাম ( ইথিরিয়াম ২.০ মানেই যে cross-chain এটি বলি নাই, তাই নিজে থেকে এমন ভুল তথ্য মনে করা বাদ দিবেন সবাই) ।  Grin Grin  Polkadot এর মতো আরো ভালো cross-chain সার্ভিসের অনেক ব্লকচেইন আছে, যেমন cosmos ও avalanche তাদের একটি (এই সকল ব্লকচেইনের সবকিছু একই ধরনের হলে কপিক্যাট বলবে, তাই সকলেই কিছু না কিছু বিষয়ে অন্যভাবে ডেভেলপমেন্ট করেছে  Grin) । এখন যদি polkadot, cosmos ও avalanche এর তুলনায় আসি , তাহলে avalanche অন্য দুইটির চেয়ে কিছুটা হলেও এগিয় থাকবে( সবগুলো মূল্য কনসেপ্ট একই রকম, তবে সব ব্লকচেইন একই নয়। কারণ একটাই কপিক্যাট বলবে)।


নোট: এখন অনেকেই বলবে যে, আমি যেটাকে কপিক্যাট বলতেছি, সেটি ইন্সপারেশন। তাহলে আমার করা কিছু নাই কারণ আমার সাথে সকলের মতামত একই রকম নাও হইতে পারে। তবে এমনভাবে আলোচনা করাতে অনেক ভালো লাগলো।  Wink Cheesy




আমি ETH  এর সাথে compare করেছি ETH  ২.০ এর সাথে না। ETH ২.০ এর সাথে মিল থাকলেও আমি কপিক্যাট বলার কোনো কারণ দেখছি  না।  হয়তোবা তারা ETH ২.০ এর আইডিয়া নিয়েছে কিন্তু polkadot তাদের সার্ভিস আগে আনতে পেরেছে। আর শুধু ক্রস চেন ফিচারস compare না করে বাকি গুলাও করেন। একই ফিচারস অনেক blockchain  এ থাকতেই পারে এতে দোষের কিছু  নাই।সেগুলো নিয়ে পরে আবার কথা হবে ইং-শা-আল্লাহ। আর আমি আগেই বলেছি polkadot  এর dev ETH টীম এর সাথে কাজ করেছে আগে। তাই সে ETH এর সমস্যা গুলো জানে এবং polkadot তে সেই সমস্যা গুলো সমাধানের ওপর এ জোর দেওয়া হয়েছে। copycat সেটাকেই বলা যায় যে হুবুহু কপি করে। ETH  নেটওয়ার্ক এমনকি এত ২.০ নেটওয়ার্ক এর সাথেও polkadot এর অনেক পার্থক্য আছে।  আর polkadot কে ETH নেটওয়ার্ক এর এনহ্যান্সমেন্ট বলা যেতে পারে কিন্তু কপিক্যাট বলা মোটেই যুক্তিসঙ্গত বলে আমার কাছে মনে হয়না।  
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 19, 2020, 01:38:51 PM
  <-- snip -->

polkadot মোটেই এথেরিয়াম এর copycat  নয়। আপনার উচিত polkadot এর ফিচারস এবং সার্ভিস নিয়ে আরো ভালো ভাবে জানা।  

Grin Grin অবশ্যই আমাকে শুধুমাত্র গুগল থেকে সার্চ করে পার্থক্যগুলো না বের করে, ভালো করে রিসার্চ করা উচিত ছিল ।  জ্ঞানী ব্যক্তিকে একটি ঈঙ্গিত দিলেই হয়, আশা করি বুঝে নিবেন, পূর্বের বাক্যটির মানে। Grin Grin

এই আসি কপিক্যাট বলার কারণটি কী ছিল এবং পুরো যুক্তিকতা দিয়ে দিবো। বাকিটা যে যেমন ভাবেন , সেটি তার উপর কারণ আমার সকল মতামত যে আপনাদের সাথে মিলবে এমন কোনো গ্রন্থে লেখা নেই।

নিচে একটি Polkadot এর অফিসিয়াল ভিডিও এবং কিছু টাইমস্টাম্প দিলাম , ওই সময়ের বক্তব্যটি সকলে জেনে নিন।
ভিডিও লিংক: https://youtu.be/GcOKXAOh4Xw
সময়:
Quote
    00.19 - 00.27 : We were just kind of thinking how we could maybe create the next version of Ethereum
    01.53 - 02:11 : There was a general idea back in 2014 when we were starting Ethereum, that Ethereum 2.0 should be being under development by late 2016. ANd here we were sitting around in autumn of 2016 and there was absolutely no indication that there was going to be any development significant at least on Ethereum 2.0 for some time.

সকলে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে  বাংলা করে নিয়ে, যদি ইংরেজিগুলো না বুঝতে পারেন। এখন আসি মূল কথায়, উক্তিতে দেওয়া ২য় টাইমস্টাম্পের বক্তব্যগুলো যদি ভালো করে দেখি| তাহলে দেখা যায় যে, ইথিরিয়াম ২.০ তৈরির আলোচনা ২০১৬ তে শুরু হয় এবং এটি একাই Polkadot এর ফাউন্ডারের কখনোই আইডিয়া ছিল না , কারণ সকল ডেভেলপার আলোচনা করেই এটি সিদ্ধান্ত নিয়ে ছিল। কিন্তু ২০১৬ এর শেষে যখন Polkadot এর ফাউন্ডার দেখলো যে, ইথিরিয়াম ২.০ এর ডেভেলপমেন্ট তেমনভাবে এগোচ্ছে না। তখন নিজেই একটি টিম তৈরি করে, Polkadot এর মতো cross-chain ( polkadot এর cross-chain কে নতুন নাম দেয়া হয় parachain, যেমনটা Cosmos তাদের cross-chain কে cosmos-hub নাম দিয়েছে) প্রজেক্ট শুরু করে এবং ইথিরিয়াম ২.০ এর সকল আইডিয়া কপি করার পর, শুধুমাত্র cross-chain টি সংযুক্ত করে। আর প্রথম যে টাইমস্টাম্প দেয়া আছে, সেটি দেখে লাফালাফি করার কোনো মানে হয় না। কারণ তারা নিজেদের আইডিয়া সকলের সামনে তুলে ধরার জন্যই এমন একটি বক্তব্য ভিডিও এর শুরুতে রেখেছে। আশা করি, এবার কপিক্যাট বলার কারণটি খুজে পেয়েছেন সবাই। কপিক্যাট প্রমাণ দেয়ার দরকার ছিল, সেট দিলাম এবং পরবর্তী বিষয়গুলো আলোচনার কোনো মানেই আসে না কারণ সকলেই এক ব্লকচেইন থেকে আইডিয়া চুরি করে এবং নতুন কিছু ফাংশনালিটি দিয়ে নতুন প্রজেক্ট আনে, যেন অন্যরা কপিক্যাট না বলতে পারে।

এখন আসি cross-chain নিয়ে, আগের পোষ্টটে বলেছি যে অনেক প্রতিযোগী আছে । মাফ করবেন কারণ আমি শুধুমাত্র ইথিরিয়াম লেখেছিলাম এবং ইথিরিয়াম ২.০ টি লেখতে ভুলে গিয়েছিলাম ( ইথিরিয়াম ২.০ মানেই যে cross-chain এটি বলি নাই, তাই নিজে থেকে এমন ভুল তথ্য মনে করা বাদ দিবেন সবাই) ।  Grin Grin  Polkadot এর মতো আরো ভালো cross-chain সার্ভিসের অনেক ব্লকচেইন আছে, যেমন cosmos ও avalanche তাদের একটি (এই সকল ব্লকচেইনের সবকিছু একই ধরনের হলে কপিক্যাট বলবে, তাই সকলেই কিছু না কিছু বিষয়ে অন্যভাবে ডেভেলপমেন্ট করেছে  Grin) । এখন যদি polkadot, cosmos ও avalanche এর তুলনায় আসি , তাহলে avalanche অন্য দুইটির চেয়ে কিছুটা হলেও এগিয় থাকবে( সবগুলো মূল্য কনসেপ্ট একই রকম, তবে সব ব্লকচেইন একই নয়। কারণ একটাই কপিক্যাট বলবে)।


নোট: এখন অনেকেই বলবে যে, আমি যেটাকে কপিক্যাট বলতেছি, সেটি ইন্সপারেশন। তাহলে আমার করা কিছু নাই কারণ আমার সাথে সকলের মতামত একই রকম নাও হইতে পারে। তবে এমনভাবে আলোচনা করাতে অনেক ভালো লাগলো।  Wink Cheesy


member
Activity: 308
Merit: 22
November 19, 2020, 11:46:22 AM
Ami ki ekhon btc hold korbo naki sell kore dibo?
Amar buy kora chilo 14k te?
বর্তমানে বিটকয়েনের যে হাইপ টি শুরু হয়েছে তা ২০১৭ সালের মতো নয়, সবাই এটাই বলছে। বিটকয়েনের প্রাইস বৃদ্ধির জন্য কোনো ক্ষুদ্র ইনভেস্টর নেই বরং এর পেছনে বড় বড় প্রতিষ্ঠান কাজ করছে তাই আমি বলবো এখন হোল্ড করে শ্রেয়।
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 19, 2020, 08:36:29 AM
Ami ki ekhon btc hold korbo naki sell kore dibo?
Amar buy kora chilo 14k te
?

সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার ভাই। এইখানে কেউ ফিনান্সিয়্যাল এডভাইস দেয় বলে আমার জানা নেই। আপনার প্রফিট টার্গেট কত সেটা আপনি ঠিক করবেন। আমি পার্সোনালি হোল্ড করতেছি। আমার টার্গেট নিউ এটিএইচ। ২০০০০+ হলে কেবল তখনি সেল করব।
copper member
Activity: 232
Merit: 10
November 19, 2020, 08:20:14 AM
বিন্যান্সে আজ থেকে বাংলাদেশী টাকায় লেনদেন করা যাবে।

কুকয়েনের পরে দ্বিতীয় একচেঞ্জ হিসেবে ক্রিপ্টো বিশ্বের সবচেয়ে বড় এবং সিকিউরড একচেঞ্জ বিনান্সে আজ থেকে বাংলাদেশী টাকার সাপোর্ট এড করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশী ট্রেডাররা বিন্যান্সে টাকা ডিপোজিট করে পিটুপি পদ্ধতিতে BTC, USDT, ETH, BNB এবং BUSD এই পাঁচটি কয়েনের ট্রেড করতে পারবেন জিরো (০) ফিতে। অর্থাৎ টাকার মাধ্যমে আপনি উক্ত ৫ টি কয়েনের ট্রেড করতে পারবেন কোন ফি ছাড়াই। এখানে ট্রেড এর বিজ্ঞাপন বা পোস্ট কিংবা সরাসরি ট্রেড করতে পারবেন টাকার মাধ্যমে।
এটি বাংলাদেশীদের জন্য অনেক বড় একটি আনন্দের খবর বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত।

সূত্রঃhttps://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd


এটা আমাদের জন্য খুশির খবর কিন্তু কি কি পেমেন্ট মেথড এড হবে সেটা এখনও কিন্তু জানা যায়নি। আমি আপনার পোস্ট লিংক অনুযায়ী দেখলাম কিন্তু এখনও আপডেট হয়নি। মনে হয় পরে জানা যাবে বিকাশে নাকি অন্য কোন মেথড দিয়ে বায়নান্স থেকে বিটকয়েন, ইথার, ইউএসডি সহ ৫ টা কয়েন কেনা যাবে।


জি এখন থেকে আর ফেসবুকে সরাসরি ঝুঁকিপূর্ণভাবে পাবলিকলি পোস্ট দিয়ে লেনদেন করা লাগবেনা। কুকয়েনে এবং বিন্যান্সে সিকিউরড পদ্ধতিতে লেনদেন করা যাবে। এখানে প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভবপর হবে। আগে অনেকসময় সরাসরি লেনদেনে টাকা মারা যাওয়ার বা প্রতারিত হওয়ার সুযোগ ছিলো। কিন্তু একচেঞ্জে যখন সাপোর্ট দিচ্ছে তখন ডিপোজিট করে যারা কিনতে চাইবে তারা কিনতে পারবে পক্ষান্তরে যারা সেল করতে চাইবে তারাও পেমেন্টটার গ্যারান্টিও পাবে। সামনে আরো বিস্তারিত আসবে, সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।

ইতিমধ্যে পেপাল বিটকয়েনসহ মোট ৪টি কয়েনকে অনুমোদন দিয়েছে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী বছরের প্রথম কোয়ার্টার থেকে কিন্তু বাংলাদেশে পেপালের কার্যক্রম না থাকায় বাংলাদেশীরা এ থেকে আপাতত কোন সুবিধা পাচ্ছেনা তবে খুব দ্রুত পেওয়নিয়্যারও ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট চালু করার সম্ভাবনা আছে সেটা হলে তো আমরা সুবিধা পাব। তখন টাকায় লেনদেন না করে ডলার দেশের ব্যাংকে আনা যাবে বৈধভাবে।
আমি ভাবতেছি একদিক দিয়ে তো এটা আমাদের জন্য ভালো হলো কিন্তু বাংলাদেশ সরকার এর এই বিষয় গুলো নজরে আসলে তারা কোনো নেগেটিভ পদক্ষেপ নেয় কিনা। বাংলাদেশে তো ক্রিপ্টো কারেন্সী এমনিতেই লিগাল না এখন যদি তারা এর কারণে আরো কড়াকড়ি আরোপ করে তাহলে কি হবে? অবশ্য এর বিপরীত ও হতে পারে। তারা হয়তো এই সেক্টর এর সম্ভবনা বুঝতে পেরে লিগাল করার জন্য দরকারি পদক্ষেপ ও নিতে পারে।


আপনি ঠিক বলেছেন কারণ আমাদের দেশে ক্রিপ্টো বৈধ না। সরকারের নজরে নিশ্চই এটা আসবে সামনে তখন কি পদক্ষেপ নিবে সরকার সেটা আসলে ভাবার বিষয়। বাংলাদেশ সরকার ক্রিপ্টো নিয়ে এখনও নেতিবাচক ধারণা পোষণ করে। তারা যদি আরো বেশি বেশি নজরদারি চালায় তাহলে আমরা যারা কাজ করি তাদের জন্য সমস্যা হতে পারে কারণ লেনদেন করতে হয় বিকাশে। তবে আপনি ঠিকই বলেছেন এর বিপরীত বিষয়টাও হতে পারে যেহেতু চারিদিকে ক্রিপ্টোর বৈধতার বিষয়টি আসতেছে তখন সরকারও বিষয়টা নিয়ে ভাববে।
newbie
Activity: 1
Merit: 0
November 19, 2020, 08:19:02 AM
Ami ki ekhon btc hold korbo naki sell kore dibo?
Amar buy kora chilo 14k te
?
legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 19, 2020, 08:14:35 AM
আমি ভাবতেছি একদিক দিয়ে তো এটা আমাদের জন্য ভালো হলো কিন্তু বাংলাদেশ সরকার এর এই বিষয় গুলো নজরে আসলে তারা কোনো নেগেটিভ পদক্ষেপ নেয় কিনা। বাংলাদেশে তো ক্রিপ্টো কারেন্সী এমনিতেই লিগাল না এখন যদি তারা এর কারণে আরো কড়াকড়ি আরোপ করে তাহলে কি হবে? অবশ্য এর বিপরীত ও হতে পারে। তারা হয়তো এই সেক্টর এর সম্ভবনা বুঝতে পেরে লিগাল করার জন্য দরকারি পদক্ষেপ ও নিতে পারে।
মনে হয়না খুব বেশি কিছু হবে। বড়জোর তারা বাইন্যান্স কিংবা কুকয়েনকে বলতে পারে বাংলাদেশের জন্য পিটুপি ট্রাঞ্জেকশন বন্ধ করে দিতে। তবে এইটা ঠিক যে এইগুলো নজরে আসলে ভালো কিছু হওয়ার চান্স আছে অনেক যেটা আমরা চাচ্ছি। হয়ত সরকার লিগ্যাল ঘোষণা করতেও পারে।
hero member
Activity: 1498
Merit: 537
November 19, 2020, 06:49:33 AM

জি এখন থেকে আর ফেসবুকে সরাসরি ঝুঁকিপূর্ণভাবে পাবলিকলি পোস্ট দিয়ে লেনদেন করা লাগবেনা। কুকয়েনে এবং বিন্যান্সে সিকিউরড পদ্ধতিতে লেনদেন করা যাবে। এখানে প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভবপর হবে। আগে অনেকসময় সরাসরি লেনদেনে টাকা মারা যাওয়ার বা প্রতারিত হওয়ার সুযোগ ছিলো। কিন্তু একচেঞ্জে যখন সাপোর্ট দিচ্ছে তখন ডিপোজিট করে যারা কিনতে চাইবে তারা কিনতে পারবে পক্ষান্তরে যারা সেল করতে চাইবে তারাও পেমেন্টটার গ্যারান্টিও পাবে। সামনে আরো বিস্তারিত আসবে, সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।

ইতিমধ্যে পেপাল বিটকয়েনসহ মোট ৪টি কয়েনকে অনুমোদন দিয়েছে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী বছরের প্রথম কোয়ার্টার থেকে কিন্তু বাংলাদেশে পেপালের কার্যক্রম না থাকায় বাংলাদেশীরা এ থেকে আপাতত কোন সুবিধা পাচ্ছেনা তবে খুব দ্রুত পেওয়নিয়্যারও ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট চালু করার সম্ভাবনা আছে সেটা হলে তো আমরা সুবিধা পাব। তখন টাকায় লেনদেন না করে ডলার দেশের ব্যাংকে আনা যাবে বৈধভাবে।
আমি ভাবতেছি একদিক দিয়ে তো এটা আমাদের জন্য ভালো হলো কিন্তু বাংলাদেশ সরকার এর এই বিষয় গুলো নজরে আসলে তারা কোনো নেগেটিভ পদক্ষেপ নেয় কিনা। বাংলাদেশে তো ক্রিপ্টো কারেন্সী এমনিতেই লিগাল না এখন যদি তারা এর কারণে আরো কড়াকড়ি আরোপ করে তাহলে কি হবে? অবশ্য এর বিপরীত ও হতে পারে। তারা হয়তো এই সেক্টর এর সম্ভবনা বুঝতে পেরে লিগাল করার জন্য দরকারি পদক্ষেপ ও নিতে পারে।
full member
Activity: 1099
Merit: 116
November 19, 2020, 04:18:35 AM
বিন্যান্সে আজ থেকে বাংলাদেশী টাকায় লেনদেন করা যাবে।

কুকয়েনের পরে দ্বিতীয় একচেঞ্জ হিসেবে ক্রিপ্টো বিশ্বের সবচেয়ে বড় এবং সিকিউরড একচেঞ্জ বিনান্সে আজ থেকে বাংলাদেশী টাকার সাপোর্ট এড করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশী ট্রেডাররা বিন্যান্সে টাকা ডিপোজিট করে পিটুপি পদ্ধতিতে BTC, USDT, ETH, BNB এবং BUSD এই পাঁচটি কয়েনের ট্রেড করতে পারবেন জিরো (০) ফিতে। অর্থাৎ টাকার মাধ্যমে আপনি উক্ত ৫ টি কয়েনের ট্রেড করতে পারবেন কোন ফি ছাড়াই। এখানে ট্রেড এর বিজ্ঞাপন বা পোস্ট কিংবা সরাসরি ট্রেড করতে পারবেন টাকার মাধ্যমে।
এটি বাংলাদেশীদের জন্য অনেক বড় একটি আনন্দের খবর বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত।

সূত্রঃhttps://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বিষয়টি সত্যি প্রশংসার যোগ্য, সহজ কথায় আমাদের দেশে ফেসবুক গ্রূপের মাধ্যমে যে লেনদেনে হয় তারই ডিজিটাল ফর্ম, যেখানে ধোঁকা খাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বায়ার সেলার তৈরী হয়ে গেলেই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি সব কিছু ম্যানুয়ালি হবে, সেই অপেক্ষায় আছি।  Grin

জি এখন থেকে আর ফেসবুকে সরাসরি ঝুঁকিপূর্ণভাবে পাবলিকলি পোস্ট দিয়ে লেনদেন করা লাগবেনা। কুকয়েনে এবং বিন্যান্সে সিকিউরড পদ্ধতিতে লেনদেন করা যাবে। এখানে প্রতারণা থেকে মুক্ত থাকা সম্ভবপর হবে। আগে অনেকসময় সরাসরি লেনদেনে টাকা মারা যাওয়ার বা প্রতারিত হওয়ার সুযোগ ছিলো। কিন্তু একচেঞ্জে যখন সাপোর্ট দিচ্ছে তখন ডিপোজিট করে যারা কিনতে চাইবে তারা কিনতে পারবে পক্ষান্তরে যারা সেল করতে চাইবে তারাও পেমেন্টটার গ্যারান্টিও পাবে। সামনে আরো বিস্তারিত আসবে, সেজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।

ইতিমধ্যে পেপাল বিটকয়েনসহ মোট ৪টি কয়েনকে অনুমোদন দিয়েছে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী বছরের প্রথম কোয়ার্টার থেকে কিন্তু বাংলাদেশে পেপালের কার্যক্রম না থাকায় বাংলাদেশীরা এ থেকে আপাতত কোন সুবিধা পাচ্ছেনা তবে খুব দ্রুত পেওয়নিয়্যারও ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট চালু করার সম্ভাবনা আছে সেটা হলে তো আমরা সুবিধা পাব। তখন টাকায় লেনদেন না করে ডলার দেশের ব্যাংকে আনা যাবে বৈধভাবে।
hero member
Activity: 1498
Merit: 537
November 19, 2020, 04:15:59 AM
আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।

হয়তো বা আপনার কথা সঠিক হতে পারে। কিন্তু কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে বলে মনে হয় না। ইথিরিয়ামের অনেক প্রতিযোগী রয়েছে এবং Polkadot এর মধ্য একটি যে সফলতার সাথে অন্যান্যদের এগিয়ে আছে। তবে মনে হয় না, এসব কপিক্যাট ইথিরিয়ামকে লম্বা সময়ের জন্য টিকে থাকবে, কারণ যেমনটা শুরুতে বললাম , কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে না।  Grin

polkadot মোটেই এথেরিয়াম এর copycat  নয়। আপনার উচিত polkadot এর ফিচারস এবং সার্ভিস নিয়ে আরো ভালো ভাবে জানা।  polkadot এ এমন ফিচারস আনা হয়েছে যেগুলো ethereum নেটওয়ার্ক এ থাকলে ethereum নেটওয়ার্ক আরো ভালো ভাবে কাজ করতে পারতো। যেমন এথেরিয়াম নেটওয়ার্ক সিঙ্গেল চেইন নেটওয়ার্ক হওয়ায় যখন ট্রাফিক বেশি হয় তখন নেটওয়ার্ক স্লো হয়ে যায়।  কিন্তু polkadot crosschain ফিচারস ব্যবহার করে তাই নেটওয়ার্ক স্লো হওয়ার কোনো সুযোগ নাই।  আমি নিচে polkadot এবং এথেরিয়াম নেটওয়ার্ক এর মধ্যে তুলনা গুলো বলে দিচ্ছি যাতে বিষয় গুলো ক্লিয়ার হয়।


Ethereum network                                                                  polkadot network

১. সিঙ্গেল চেইন                                                                             ১. মাল্টি চেইন বা প্যারাচেইন
২. প্রুফ অফ ওয়ার্ক                                                                      ২. প্রুফ অফ স্টেক
৩. গভর্নেন্স(সেন্ট্রালাইজড)                                                               ৩. গভর্নেন্স(ডিসেন্ট্রালাইজড)
৪.  নেটওয়ার্ক আপগ্রেড এর জন্য হার্ডফোর্ক এর দরকার হতে পারে।            ৪. ফোর্কলেস নেটওয়ার্ক। আপগ্রেড করা জন্যে হার্ডফোর্ক  এর দরকার নাই।

এছাড়াও polkadot এর  Substrate framework এর কল্যানে যেকোনো সময় নতুন ব্লকচেইন তৈরী করা যায় বা যেকোনো ব্লকচেইনকে polkadot  এর সাথে কানেক্ট করা যায়। আশা করি পার্থক্যটা  বুঝতে পেরেছেন। polkadot নেটওয়ার্ক এর scalability এথেরিয়াম নেটওয়ার্ক এর চাইতে অনেক বেশি।
 

member
Activity: 308
Merit: 22
November 19, 2020, 03:55:55 AM
বিন্যান্সে আজ থেকে বাংলাদেশী টাকায় লেনদেন করা যাবে।

কুকয়েনের পরে দ্বিতীয় একচেঞ্জ হিসেবে ক্রিপ্টো বিশ্বের সবচেয়ে বড় এবং সিকিউরড একচেঞ্জ বিনান্সে আজ থেকে বাংলাদেশী টাকার সাপোর্ট এড করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশী ট্রেডাররা বিন্যান্সে টাকা ডিপোজিট করে পিটুপি পদ্ধতিতে BTC, USDT, ETH, BNB এবং BUSD এই পাঁচটি কয়েনের ট্রেড করতে পারবেন জিরো (০) ফিতে। অর্থাৎ টাকার মাধ্যমে আপনি উক্ত ৫ টি কয়েনের ট্রেড করতে পারবেন কোন ফি ছাড়াই। এখানে ট্রেড এর বিজ্ঞাপন বা পোস্ট কিংবা সরাসরি ট্রেড করতে পারবেন টাকার মাধ্যমে।
এটি বাংলাদেশীদের জন্য অনেক বড় একটি আনন্দের খবর বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত।

সূত্রঃhttps://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
বিষয়টি সত্যি প্রশংসার যোগ্য, সহজ কথায় আমাদের দেশে ফেসবুক গ্রূপের মাধ্যমে যে লেনদেনে হয় তারই ডিজিটাল ফর্ম, যেখানে ধোঁকা খাওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, বায়ার সেলার তৈরী হয়ে গেলেই বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। আশা করছি সব কিছু ম্যানুয়ালি হবে, সেই অপেক্ষায় আছি।  Grin
full member
Activity: 1099
Merit: 116
November 19, 2020, 03:33:01 AM
বিন্যান্সে আজ থেকে বাংলাদেশী টাকায় লেনদেন করা যাবে।

কুকয়েনের পরে দ্বিতীয় একচেঞ্জ হিসেবে ক্রিপ্টো বিশ্বের সবচেয়ে বড় এবং সিকিউরড একচেঞ্জ বিনান্সে আজ থেকে বাংলাদেশী টাকার সাপোর্ট এড করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে বাংলাদেশী ট্রেডাররা বিন্যান্সে টাকা ডিপোজিট করে পিটুপি পদ্ধতিতে BTC, USDT, ETH, BNB এবং BUSD এই পাঁচটি কয়েনের ট্রেড করতে পারবেন জিরো (০) ফিতে। অর্থাৎ টাকার মাধ্যমে আপনি উক্ত ৫ টি কয়েনের ট্রেড করতে পারবেন কোন ফি ছাড়াই। এখানে ট্রেড এর বিজ্ঞাপন বা পোস্ট কিংবা সরাসরি ট্রেড করতে পারবেন টাকার মাধ্যমে।
এটি বাংলাদেশীদের জন্য অনেক বড় একটি আনন্দের খবর বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত।

সূত্রঃhttps://www.binance.com/en/support/announcement/14cbf4930c544dac96161f166ac8eecd
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 19, 2020, 12:53:28 AM
আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।

হয়তো বা আপনার কথা সঠিক হতে পারে। কিন্তু কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে বলে মনে হয় না। ইথিরিয়ামের অনেক প্রতিযোগী রয়েছে এবং Polkadot এর মধ্য একটি যে সফলতার সাথে অন্যান্যদের এগিয়ে আছে। তবে মনে হয় না, এসব কপিক্যাট ইথিরিয়ামকে লম্বা সময়ের জন্য টিকে থাকবে, কারণ যেমনটা শুরুতে বললাম , কপিক্যাট কখনোই আসল কয়েনকে টক্কর দিতে পারবে না।  Grin
hero member
Activity: 1498
Merit: 537
November 18, 2020, 01:09:23 PM

ফিচারইথিরিয়ামইথিরিয়াম 2
কন্সেনসাস মেকানিজম  Proof of Work (POW)Proof of Stake(POS)
স্টেকিংকরা যায়নাকরা যাবে
স্কেলিবিলিটিপ্রতি সেকেন্ডে ১৫ টি ট্রান্সেকশন সাপোর্ট করেপ্রতি সেকেন্ডে ১০০০ টি ট্রান্সেকশন সাপোর্ট করবে
এনার্জি কনজাম্পশনপ্রুফ অব ওয়ার্ক হওয়ায় মাইনিং এ প্রচুর এনার্জি খরচ হয়।প্রুফ অব স্টেক এজন্য মাইনিং লাগবে না। ফলে এনার্জি খরচ হবেনা।
সিকিউরিটিকম্পেরিটিভ্লি কমকেউ নেটওয়ার্ক এর ক্ষতি করার চেষ্টা করলে পেনাল্টি দিতে হবে। তাই সিকিউরিটি বাড়বে আশা করা যায়।


সোর্স:
১। https://news.bitcoin.com/eth-2-0-scheduled-for-december-vitalik-deposits-1-4m-worth-of-ether-into-phase-0-contract/
২।https://ethereum.org/en/eth2/
৩।https://medium.com/coinmonks/what-is-ethereum-2-0-1c8ad1cface6


আমার মনে হচ্ছে polkadot এথেরিয়াম এর চাইতেও বেশি পপুলার হবে. এথেরিয়াম নেটওয়ার্ক যেসব সমস্যার এখনো দূর করতে পারেনাই তার সব ই polkadot দূর করেছে। আর এটি সম্ভব হয়েছে polkadot এর সিইও এর জন্যে। উনি আগে এথেরিয়াম নেটওয়ার্ক এ কাজ করেছে। তাই তিনি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতেন এবং তিনি সেই অনুযায়ী কাজ করে এমন একটা নেটওয়ার্ক বানাইছেন যা এথেরিয়াম এর চাইতেও ভালো।
jr. member
Activity: 215
Merit: 2
November 18, 2020, 02:31:51 AM
আমি bitcoin এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
প্রথম অবস্থায় আপনাকে বিটকয়েন সম্পকে জানতে ও সম্পৃন ভাবে
বুঝতে হবে। তারপর কাজ খুজতে হবে। প্রথমে আপনি টাকার জন্য দৌড়ালে
কিছুই বুঝতে পারবেন না। আর এখন আপনি বাউনটি এবং এয়ারড্রপ করতে পারেন।
newbie
Activity: 3
Merit: 0
November 18, 2020, 01:49:18 AM
আমি bitcoin এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 17, 2020, 04:56:30 AM
আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 যে সব সিগনেচার ক্যাম্পইন এ মেম্বার একাউন্টকে জয়েন করতে বলে সেই সব
       ক্যাম্পইন এ কি কপার মেম্বাররা জয়েন হতে পারবে না?
বেশিরভাগ সিগনেচার ক্যাম্পইনে লেখা থাকে Member/Copper Member. এধরনের সিগনেচার ক্যাম্পইনে Copper Member জয়েন হতে পারবে। আর যেসব সিগনেচার ক্যাম্পইনে Copper Member একাউন্ট নিবে না সেখানে সরাসরি লেখা থাকবে "Copper Member not accepted" যেমন YOUengine ক্যাম্পইন। আর যেসব সিগনেচার ক্যাম্পইনে শুধু Member লেখা থাকে সেখানেও Copper Member একাউন্ট জয়েন হতে পারবে যেমন JACS সিগনেচার ক্যাম্পইন। আপনি JACS সিগনেচার ক্যাম্পইনের spreedsheet no 94, 126 দেখতে পারেন।

আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 থেড এ কপার মেম্বার এর কথা উল্লেখ থাকলে তখন  কপার মেম্বাররা জয়েন
      করতে পারবে তাই তো?
হ্যা।

আচ্ছা বুঝতে পারলাম। আপনার লেখা পড়ে আরো কিছু প্রশ্ন চলে আসলো। আশা করি উত্তর দিবেন।

🔹 আর কয়েক জনের আইডিতে দেখলাম কপার মেম্বার এর সাথে নিউবি লেখা। তার
      মানে আমি কপার মেম্বার বাই করলে আমার সাথে নিউবি লেখাটা থাকবেই?
আপনি যদি "Copper membership" কিনে নেন তবুও আপনার প্রফাইলে Newbie লেখা থাকবেই। তবে আপনার প্রফাইলের Rank up হলে তখন আপনি যে Rank এ থাকবেন সেই Rank লেখা থাকবে প্লাস Copper Member ও লেখা থাকবে। কারন Copper Member হলো একটা Custom title। এটি কোন বিটকয়েনটক Rank নয়। Copper Member রা বিটকয়েনটক "Member" Rank এর সমমানের।

🔹 আবার কয়দিন পর আমার আইডি জে,আর, হলে সাথে কি অই কপার মেম্বার
      লেখাটা থাকবেই?
হ্যা। তবে আপনি চাইলে আপনার Custom title "Copper Member" লেখাটা বাদও দিতে পারেন। যারা Copper Member তাদের প্রফাইলে সেই অপশনটা আছে।
newbie
Activity: 9
Merit: 2
November 17, 2020, 02:16:02 AM
Bitcointalk ফোরামে আজ আমি আপনাদের একটি শুখবর দেই।
জারা juicyfields বাউন্টিতে জয়েন করেছিলে তাদের আজ প্রফিট নেয়ার সময় হয়েছে জয়েন profit, 500 —1000 $ 

bounty link juicyfields : https://bitcointalksearch.org/topic/bounty-juicyfields-profitable-cannabis-crowdgrowing-200000-5235174

সিট লিংক ঃ https://docs.google.com/spreadsheets/u/0/d/1D8OYo6Om2kLWwD-NdBfgZnj4XoEt3GpLNEKuqssIcMU/htmlview

website link : https://juicyfields.io/
আপনারা জাস্ট লগইন কিরবেন এবং আপনার ডলার তুলে নিবেন FTX exchange এর  ETH  address দিয়ে,,, আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ,

যারা juicyfields বাউন্টিতে প্রখমবার Payment পেয়েছেন, তারা আবার https://juicyfields.io/ লগইন করেন, দেখেন আবার ডলার দিয়েছে।
আমি প্রথমবার $1061 ডলার পাইছি
দ্বিতীয়বার $350 ডলার পাইছি
আমিও পাইছি,
ভবিষ্যতে কি আরও পাওয়া যাবে?
jr. member
Activity: 118
Merit: 1
November 17, 2020, 12:51:41 AM
Bitcointalk ফোরামে আজ আমি আপনাদের একটি শুখবর দেই।
জারা juicyfields বাউন্টিতে জয়েন করেছিলে তাদের আজ প্রফিট নেয়ার সময় হয়েছে জয়েন profit, 500 —1000 $ 

bounty link juicyfields : https://bitcointalksearch.org/topic/bounty-juicyfields-profitable-cannabis-crowdgrowing-200000-5235174

সিট লিংক ঃ https://docs.google.com/spreadsheets/u/0/d/1D8OYo6Om2kLWwD-NdBfgZnj4XoEt3GpLNEKuqssIcMU/htmlview

website link : https://juicyfields.io/
আপনারা জাস্ট লগইন কিরবেন এবং আপনার ডলার তুলে নিবেন FTX exchange এর  ETH  address দিয়ে,,, আশা করি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ,

যারা juicyfields বাউন্টিতে প্রখমবার Payment পেয়েছেন, তারা আবার https://juicyfields.io/ লগইন করেন, দেখেন আবার ডলার দিয়েছে।
আমি প্রথমবার $1061 ডলার পাইছি
দ্বিতীয়বার $350 ডলার পাইছি
Jump to: