ত্রুিপ্টোকারেন্সি কখনও কি টাকার জায়গায় স্থান নেবে?
মানুষ দিন দিন ডিজিটাল হচ্ছে। শিক্ষার প্রসার ঘটছে। সর্বোপরি আধুনিক জীবন যাপন করছে বা করার দিকে যাচ্ছে। উন্নত দেশের দিকে তাকালে আপনি ক্যাশলেস সোসাইটি দেখতে পারবেন, যেখানে অনলাইন ট্রানজেকশন বেশি ব্যবহৃত হয়।
এভাবেই একটি দেশের যখন অধিকাংশ মানুষ অনলাইন ট্রানজেকশন ব্যবহার করবে তখন ঐদেশে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধ থাকে এবং সপ যদি এপ্রুভ করে তাহলে ক্রিপ্টোকারেন্সির কদর এবং ব্যবহার দুটোই বৃদ্ধি পাবে। এভাবে মানুষ জানবে এবং এর ব্যবহার বৃদ্ধি পাবে।
এইবার আপনার প্রশ্নের উত্তরে আসি, আপনি যেখানে সুবিধা এবং নিরাপত্তা পাবেন, আপনি সেটি বেশি ব্যবহার করবেন, আর এটাই স্বাভাবিক। সেটা চিন্তা করলেই এখন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।
আমি ২০২১ সালের জন্য কিছু বিটকয়েন কিনে রাখতে চাই। কিন্ত ২০২১ সালে বিটকয়েনের দাম কতো হতে পারে। যদি কোন সিনিয়র ভাই এ ব্যাপারে আমাকে সাজেশন দিতেন। তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
প্রথমত বিটকয়েন এর ব্যাপারটা সব থেকে ভিন্ন, আর বিটকয়েন এর দাম কখন কমে আর কখন বাড়ে সেটি নরমালি বলা এতো সহজ নয়।
২০২১ এ কি ঘটবে সেটি বড়জোর আন্দাজ করতে পারেন, কাছাকাছি সময় হলে হয়তো এনালাইসিস করে কিছু বলা যায়। সূদূরপ্রসারী সময়ের জন্য এটি খুবই কঠিন কাজ।
দ্বিতীয়ত, আপনি অন্যের সাজেশন এর উপর নির্ভর না করে নিজে এনালাইসিস করুন। ইনভেস্টমেন্ট একটি রিস্কি জিনিস, তার উপর আনস্টেবল মার্কেট নিয়ে প্রেডিক্ট করা আরো রিস্কি।