Author

Topic: বাংলা (Bengali) - page 397. (Read 5307978 times)

legendary
Activity: 2156
Merit: 2100
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
November 23, 2020, 04:30:00 AM
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  
আমাদের লোকাল বোর্ডের জন্য BitcoinDream মেরিট সোর্সের জন্য এপ্লাই করেছেন কিন্তু আমি এখনো এডমিন থেকে কোন রেস্পন্স দেখিনি। এর কারন সম্ভবত এডমিন এই মুহুর্তে তেমন কোন মেরিট সোর্স এড করছেন না। পরবর্তীতে যখন এড করবেন তখন হয়ত তাকেও এড করা হবে।

Quote
আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।
আমাদের লোকাল থ্রেডে অন্য দেশের মানুষ মেরিট দেবে এইটা ভাবা ভুল কারন তারা আমাদের পোস্ট পড়তে পারেন না যার কারনে তারা কোয়ালিটি বুঝতেও পারছেন না।
অন্যদিকে, আপনি যে অন্য বোর্ডে মেরিট দিতে নিষেধ করছেন সেটাও ভুল। আপনি যখন ভালো পোস্ট দেখবেন তখন আপনার মেরিট থাকলে তা দেয়া উচিত। সেটা আমাদের লোকাল হোক কিংবা অন্য বোর্ডই হোক।
jr. member
Activity: 88
Merit: 2
November 23, 2020, 04:19:39 AM
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।

ভাই এটা কিন্তু মনের কথা বলছেন। আমাদের বাহির থেকে মেরিট আসে না বললেই চলে।হয়তো দু একজন পায় কিনা জানি না।একটা সময় ছিলো আমাদের পোস্ট গুলার তেমন কোয়ালিটি ছিলো না।কিন্তু এখন আমরা যে কোয়ালিটির পোস্ট করছি তাতে আমাদের মেরিট আসার কথা।  কিন্তু আমরা তেমন কিছুই পাই না।তাই আমিও বলবো আমাদের ফোরাম এর যারা মেরিট দিতে আগ্রহী তাদের প্রতি আমার অনুরোধ তারা আমাদের ফোরাম এর সদস্যদের দিয়েন।
ধন্যবাদ
member
Activity: 728
Merit: 19
KUWA.ai
November 22, 2020, 11:56:45 PM
বাংলাদেশী সাব ফোরামতে অনেক কোয়ালিটি পোস্ট হচ্ছে ইদানিং। কিন্তু সে তুলনায় মেরিট ডিস্ট্রিবিউশন হচ্ছেনা। আমাদের সাব ফোরাম এ কি কোনো মেরিট সোর্স আনা যায় না।  আমাদের লোকাল বোর্ড এর মেম্বার সারা বাইরের কেউ কখনো মেরিট দিতে দেখিনা। এই বিষয়ে ওপরের লেভেল এ যারা আছে তাদের কিছু একটা করা উচিত। আর বাংলাদেশী মেম্বারদের লোকাল বোর্ড সারা অন্য বোর্ড এ মেরিট না দিতে রিকোয়েস্ট করছি। আমাদের লোকাল বোর্ড এ কোনো মেরিট সোর্স নাই তাই নিজেদের মেরিট লোকাল বোর্ড মেম্বারদের মধ্যে contribute করলেই বেশি ভালো হবে বলে আমার মনে হয়।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 22, 2020, 01:32:37 PM
আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
আপনি একজন অল্টারনেটিভ একাউন্ট ব্যবহারকারী ব্যক্তি।  আপনি বলছেন যে আপনার একাউন্ট নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। আপনি আপনার নেগেটিভ  ট্রাস্ট পাওয়া সেই অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেননি।
ভাই আপনি উনাকে ভুল ভাবছেন। উনি নেগেটিভ ট্রাস্ট পাওয়া একাউন্ট থেকেই এই পোস্টটি করেছেন। আপনি একটু ভাল করে চেক করে দেখুন।
https://bitcointalk.org/index.php?action=trust;u=1892504

উনার নেগেটিভ ট্রাস্ট নিয়ে Reputation বোর্ডে অনেক আলোচনা হচ্ছে। নিচের টপিকে দেখতে পারেন।
https://bitcointalksearch.org/topic/misuse-of-feedback-system-5292128
member
Activity: 728
Merit: 11
November 22, 2020, 12:59:32 PM
আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
আপনি একজন অল্টারনেটিভ একাউন্ট ব্যবহারকারী ব্যক্তি।  আপনি বলছেন যে আপনার একাউন্ট নেগেটিভ ট্রাস্ট পেয়েছে। আপনি আপনার নেগেটিভ  ট্রাস্ট পাওয়া সেই অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করেননি। সূরা বুরুজ সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম। নেগেটিভ ট্রাস্ট একমাত্র সেই উঠাতে পারে যে নেগেটিভ ট্রাস্ট আপনাকে দিয়েছি। আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন। উপযুক্ত প্রমাণ বা যুক্তি উপস্থাপন সাপেক্ষে আপনি তাকে কনভিন্স করতে পারলে, আর আপনার যুক্তি এবং প্রমান যুক্তি যুক্ত হলে বা সঠিক প্রমাণিত হলে আপনার নেগেটিভ ট্রাস্ট উঠিয়ে দিতে পারে।
member
Activity: 728
Merit: 11
November 22, 2020, 12:04:28 PM
মেম্বার বা ফুল মেম্বারশিপ কিনে নেওয়া যায় কি?
আর কিনে নেওয়া কি ঝুকিপূর্ণ?
মেম্বার বা ফুল মেম্বারশিপ কিনে নেওয়া যায় না ‌। কিনে নেওয়া যায় শুধুমাত্র কপার মেম্বারশিপ ‌। বেবাফা ফুল মেম্বার হতে আপনার অ্যাক্টিভিটি এবং মেরিট লাগবে ‌। পোস্ট করার মাধ্যমে আপনি অ্যাক্টিভিটি পাবেন আর ভালো মানের পোস্ট বা গুরুত্বপূর্ণ পোস্ট করার মাধ্যমে আপনি আপনার পোস্টে মেরিট পেতে পারেন। মেরিট ক্রয় করার চিন্তাও করবেন না, কোন অসাধু লোক যদি আপনাকে এরকম কোনো অফার দেয় তবে তা প্রত্যাখ্যান করুন। আপনাকে আপনার যোগ্যতার মাধ্যমে মেম্বার বা ফুল মেম্বার হতে হবে। কারো কাছ থেকে কিনে নেয়ার মতো ভুল করবেন আশা করি।
member
Activity: 728
Merit: 11
November 22, 2020, 11:52:32 AM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
প্রথমত আপনাকে এই ফোরামের সমস্ত রুলস অর্থাৎ নিয়মকানুন সম্পর্কে অবগত হতে হবে। এই ফোরামের অনেক বিধি-নিষেধ রয়েছে তন্মধ্যে কয়েকটি হল: আপনি অল্টারনেটিভ একাউন্ট করতে পারবেন না, আপনি কারো পোস্ট বা কাজ কপি করতে পারবেন না, ভুল কোন তথ্য দিতে পারবেন না। ফোরাম এর রুলস এর বিপরীতে কোন কাজ করলে আপনার অ্যাকাউন্টটি ফোরাম কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। তাই প্রথমে আপনাকে ফোরাম রুলস সম্পর্কে অবগত হতে হবে। তারপর আপনি কাজ শুরু করেন। আপনি আল্টকয়েনটক সেকশনের বাউন্টি সেকশনে যাবেন। সেখান থেকে আপনি ভালো প্রজেক্ট এর বাউন্টি খুঁজে বের করে কাজ করা শুরু করুন।
member
Activity: 728
Merit: 11
November 22, 2020, 11:47:28 AM
কিছু কয়েন দেখলাম অনেক দাম কমে গেছে প্রায় 90-95% ইথারপুল এবং ইথারস্কান দেখলাম কয়েন গুলো কেই একজন 60-65% হোল্ড করে রাখছে এই জন্য কি দাম কমছে।
কয়েনের দাম কমে অনেক কারণে। তার মধ্যে অন্যতম কারণ হলো কোন কয়েন এর চাহিদা কমে যাওয়া। আমার মতে কেউ যদি কোন কয়েন হোল্ড করে রাখে তাহলে সেই কয়েনের দাম কমবে না বরং বেড়ে যাবে। কারণ হোল্ড করে রাখার জন্য অন্য ইনভেস্টর বা কয়েন যারা কেনে তারা সেই কয়েন কিনতে পারবে না,‌ তখন তারা একটু দাম বেশি দিয়ে হলেও সেই কয়েন কিনতে চাইবে। ফলে সেই কয়েনের দাম বেড়ে যাবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 22, 2020, 10:38:17 AM

আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
আপনাকে যিনি নেগেটিভ ট্রাস্ট দিয়েছেন তিনিই এটি রিমুভ করতে পারেন অন্য কেউ নয়। তাই উনার সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে সম্ভাবনা খুব কম।
উনার নেগেটিভ ফিডব্যাকটি নিয়ে আমি রেপুটেশনে একটি থ্রেড ক্রিয়েট করেছি যদিও এখনো খুব বেশি রেস্পন্স পাইনি। আমার হিসেবে এইটা ফিডব্যাক সিস্টেমের অপব্যবহার, দেখা যাক কি হয়। অন্যরা কি বলে দেখি। থ্রেড- https://bitcointalksearch.org/topic/misuse-of-feedback-system-5292128
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 22, 2020, 08:47:19 AM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
আপনি এই ফোরামে জয়েন হয়েছেন ২০১৮ সালে। তাহলে আপনি কিভাবে এই ফোরামে নতুন হলেন? আপনি ২০২০ সালের আগস্ট থেকে বাউন্টিতে কাজ করছেন এবং আপনার প্রথম পোস্টটিই বাউন্টি সেকসনে। কাজ শুরু করার পর আপনি জানতে চেয়েছেন যে কিভাবে আপনি কাজ করতে পারেন। কাজ শুরু করার পূর্বে আপনার এগুলো জেনে নেওয়া উচিত ছিল।

আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
আপনাকে যিনি নেগেটিভ ট্রাস্ট দিয়েছেন তিনিই এটি রিমুভ করতে পারেন অন্য কেউ নয়। তাই উনার সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে সম্ভাবনা খুব কম।

আমাদের এই লোকাল বোর্ডে এক্টিভ থাকুন, কোন কিছু জানার থাকলে প্রশ্ন করুন এবাবে আপনার জ্ঞান বৃদ্ধি করুন এবং আপনার একাউন্টকে সুরক্ষিত রাখুন।
sr. member
Activity: 1372
Merit: 322
November 22, 2020, 07:56:07 AM
যারা কোন ক্যাম্পেইনে এক্টিভ না কিংবা যাদের ক্যাম্পেইনে অভতার পরা লাগছে না তারা চাইলে "নট ইউর কি" মোটো টি প্রমোট করতে পারেন। আমাদের সবারই উচিত কাস্টোডিয়াল ওয়ালেট থেকে দূরে থাকা কারণ কাস্টোডিয়াল ওয়ালেট রিস্কি। নন কাস্টোডিয়াল ওয়ালেট বেস্ট। কারন, নন কাস্টোডিয়াল ওয়ালেট আপনার ওয়ালেটের সম্পুর্ন নিয়ন্ত্রন আপনার কাছেই থাকবে। যারা প্রমোট করতে চান- https://bitcointalksearch.org/topic/--5292109
sr. member
Activity: 1456
Merit: 280
BitByte Crypto: https://link3.to/bitbytecrypto
November 22, 2020, 05:06:57 AM
আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

যেমনটা @maruf01788 বলেছে, সেটি চেষ্টা করতে পারেন। আর এরপর থেকে সকল বাউন্টি শেষ হইছে কিনা সেটি প্রথমে জানার চেষ্টা করবেন। কারণ এভাবে চলতে থাকলে, আপনি বড় বিপদে পড়তে পারেন।

আপনাকে নেগেটিভ টাস্ট দিয়েছে কারণ উনি ভেবেছিল আপনি বট।
এখানে ভাবার কিছু নেই। কারণ @SPQRCoin একটি পোষ্টের মাধ্যমে বলেই দিয়েছেন যে, যারা ওনার পোষ্টটির পর পোষ্ট করবে, সবাইকে বট একাউন্ট হিসেবে নেগেটিভ ট্যাগ দিবে। এটি সত্যি লজ্জার বিষয় যে, অনেক বাউন্টি হান্টাররা কোনো প্রকার বিশ্লেষণ ছাড়াই বাউন্টিতে কাজ করে এবং বাউন্ট চলতেছে কিনা কিংবা বাউন্টির কী খবর সেটি জানারও চেষ্টা করে না।
member
Activity: 938
Merit: 11
November 22, 2020, 04:22:57 AM
আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।

আপনাকে নেগেটিভ টাস্ট দিয়েছে কারণ উনি ভেবেছিল আপনি বট। কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কখন কাজ শুরু হয়েছে এবং কখন শেষ হয়েছে। কাজ শেষ হওয়ার পর যদি কাজ করতে থাকেন তাহলে আপনাকে বট হিসেবে বিবেচনা করবে।
এখন যিনি আপনাকে নেগেটিভ টাস্ট দিয়েছে উনাকে মেসেজ করে আপনার ব্যপারটা বুঝিয়ে বলতে পারেন। যে আপনি বট না, আর যদি নিউবি হওয়ার জন্য উনাকে মেসেজ দিতে না পারেন তাহলে ওনার কোন একটি পোস্ট/মন্তবে রিপ্লে দিয়ে আপনার সমস্যা টা বলতে পারেন। ভালো ভাবে বুঝিয়ে বলতে পারলে আপনার নেগেটিভ টাস্ট উঠিয়ে নিতে পারে।
newbie
Activity: 308
Merit: 0
November 22, 2020, 01:54:23 AM
আমার account এ negative trust আসছে। এটা remove করবো কিভাবে। দয়া করে সাহায্যে করুন।
sr. member
Activity: 1372
Merit: 322
November 21, 2020, 10:15:52 PM
এছাড়াও grayscale ৪৪৯৫৯৬ টি  বিটকয়েন হোল্ড করছে।  এইটা অনেক বড়ো একটা নাম্বার।
গ্রে স্কেলের হিসেবটা এইভাবে করা বোকামি। প্রথমে আমাদের জানতে হবে গ্রে স্কেল একটি ইটিএফ। আমরা যারা শেয়ার মার্কেটের সাথে কম বেশি জড়িত আছি তাদের জন্য ইটিএফ একধরনের মিউচুয়াল ফান্ড বলতে পারেন৷ মিউচুয়াল ফান্ড ইস্যুকারী প্রতিষ্ঠান লাভ করলেও গ্রে স্কেল এইখানে কোন লাভ করেনা। তাদের মুল কাজই হল বিটকয়েন হোল্ড করা।
গ্রে স্কেল বিটকয়েনে ইনভেস্ট করে অন্য মানুষের টাকা দিয়ে। অন্য মানুষ বলতে আমরা শেয়ারহোল্ডার বলতে পারি। বর্তমানে গ্রে স্কেলের ৫৫০৯৩৫৮০০ টি শেয়ার রয়েছে এবং সর্বমোট ৫১৫০০০ বিটিসি রয়েছে।
jr. member
Activity: 400
Merit: 1
November 21, 2020, 09:50:48 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
প্রথমে নিওম গুলা মনোজোগ দিয়ে পরতে হবে


বিটকয়েনটক এ অনেক ভাবেই কাজ করতে পারে অনেকে অনেক ভাবে কাজ করে টাকা ইঙ্কাম কর‍তে সক্ষন হচ্ছে।
*বাউন্টিতে করে । Bounties (Altcoins)
*শিগনেসার করে। Signature Campaign Guidelines (read this before starting or joining a campaign)
*লোন দিয়ে। Lending
*বিভিন্ন সার্ভিস প্রোভাইড করে। Services

আরো অনেক ভাবে কাজ করা যায়।
jr. member
Activity: 458
Merit: 1
November 21, 2020, 08:41:41 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
বিটকয়েনটক ফোরামে আপনাকে ধন্যবাদ।  আপনাকে কোন কাজ করার হলে পূর্বে আপনার জানা উচিত বিটকয়েনটক ফোরাম সম্পর্কে ভালো করে দক্ষতার সাথে জানা শোনা,  নিয়ম- কানুন গুলো মেনে চলা। তাহলে আপনি জানবেন শুনবেন আর ধীরে ধীরে কাজ করতে পারবেন? আস্থে আাস্থে ধর্য করে যদি কাজে করে বা সাহায্য নিয়ে নিয়ে শিখেন তাহলে কাজ আপনি করতে পারবেন কোন সমস্যা হবে না।
jr. member
Activity: 458
Merit: 1
November 21, 2020, 08:32:53 PM
member
Activity: 938
Merit: 11
November 21, 2020, 02:46:10 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।

বিটকয়েনটক ফোরামে আপনাকে স্বাগতম।  কোন কাজ করার পূর্বে আপনার উচিত বিটকয়েনটক ফোরাম সম্পর্কে ভালো করে জানা,  নিয়ম- কানুন গুলো মেনে চলা। তাহলে আপনি ভবিষ্যতে তেমন কোন সমস্যার সম্মুখীন হবেন না।
বিটকয়েনটক ফোরামে র‍্যাং জিনিস টা খুবুই গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় পোস্ট এবং মন্তব্য লিখে আপনি আপনার র‍্যাংক বৃদ্ধি করতে পারেন।
newbie
Activity: 308
Merit: 0
November 21, 2020, 12:57:59 PM
আমি bitcointalk এ নতুন।  আমি কিভাবে কাজ করতে পারি।
Jump to: