Author

Topic: বাংলা (Bengali) - page 397. (Read 5718324 times)

jr. member
Activity: 616
Merit: 1
December 06, 2020, 07:32:31 AM
আমার কাছে কিছু ETH আছে। তাতে ভবিষ্যৎ তে ETH ১০০০ ডলার হওয়ার সম্ভনা আছে কি? এর দাম কবে বাড়বে?  ETH এর বিষয়ে কি কোন সিনিয়র বড় ভাই, যদি জেনে থাকেন তাহলে দয়া করে, আমাকে বলবেন?
আমার মনে হয় না যে এবার ETH ১০০০ ডলার ক্রস করবে। ETH এর দাম বাড়লে বড়জোর আর ১০০-১৫০ ডলার বাড়তে পারে। তবে কিপ্টোকারেন্সি নিয়ে একেকজনের ধারনা একেক রকম। ২০১৭ সালে ETH এর দাম ১৩০০ ডলার হলেও পরের বছর দাম কমে শুধু ৮০ ডলার হয়েছিল। প্রায় তিন বছর পর আবার ETH এর দাম ৬০০ ডলার ক্রস করেছে। তাই আমি মনে করি ETH বেশি দিন হোল্ড করা ঠিক হবে না।




আপনি চাইলে ইথেরিয়াম হোল্ড করতে পারেন । ইথেরিয়ামের দাম বারবে আর । কারন  ইথেরিয়া ২.০ স্টেকিং চালু হওয়ার পর থেকে ৬০৫ মিলিয়ন ডলারের বেশি ইথেরিয়া লক  আছে। স্টেকিং এর জন্য । খুব সহজ করে বুঝতে গেলে যত বেশি ইথেরিয়া স্টেকিং এর জন্য লক থাকবে ইথেরিয়ামের দাম বেড়ে যাওয়ায় সম্ভবনা ও বেশি হবে।
full member
Activity: 1526
Merit: 110
December 06, 2020, 06:44:25 AM
আমার কাছে কিছু ETH আছে। তাতে ভবিষ্যৎ তে ETH ১০০০ ডলার হওয়ার সম্ভনা আছে কি? এর দাম কবে বাড়বে?  ETH এর বিষয়ে কি কোন সিনিয়র বড় ভাই, যদি জেনে থাকেন তাহলে দয়া করে, আমাকে বলবেন?
আমার মনে হয় না যে এবার ETH ১০০০ ডলার ক্রস করবে। ETH এর দাম বাড়লে বড়জোর আর ১০০-১৫০ ডলার বাড়তে পারে। তবে কিপ্টোকারেন্সি নিয়ে একেকজনের ধারনা একেক রকম। ২০১৭ সালে ETH এর দাম ১৩০০ ডলার হলেও পরের বছর দাম কমে শুধু ৮০ ডলার হয়েছিল। প্রায় তিন বছর পর আবার ETH এর দাম ৬০০ ডলার ক্রস করেছে। তাই আমি মনে করি ETH বেশি দিন হোল্ড করা ঠিক হবে না।
jr. member
Activity: 644
Merit: 7
December 06, 2020, 06:29:30 AM
আমি ভালো বাউন্টি কিভাবে পাব? সিনিয়র ভাইদের সহযোগিতা কামনা করছি।
jr. member
Activity: 406
Merit: 1
December 06, 2020, 06:27:35 AM
আজকে আমি ২টি গুরুত্বপূর্ণ এয়ারড্রপ নিয়ে কিছু ইনফরমেশন দিবো আপনাদেরকে।

spark এয়ারড্রপ
coinbase তাদের টুইটার প্রোফাইলে পোস্ট করেছে যে তারা flare নেটওয়ার্ক স্পার্ক এয়ারড্রপ সাপোর্ট করবে। তাদের টুইটার পোস্ট: https://twitter.com/coinbase/status/1335383221211701255
যারা coinbase এ XRP হোল্ড করছেন তারা ১২ DEC এর পর spark টোকেন পাবেন কারণ ১২ DEC স্নাপ্শট্ নিবে। আপনাদের এক্সচেঞ্জ এ XRP থাকলে coinbase  এ নিয়ে রাখতে পারেন।

DIA এয়ারড্রপ
যারাই ২০ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মিনিমাম ১ DIA  টোকেন হোল্ড করবে তারাই ২১ জানুয়ারী ২০২১ সালে DIA এয়ারড্রপ এর জন্যে মনোনীত হবে। কেউ যদি একদিন DIA হোল্ড করে তাহলেও সে এয়ারড্রপ এর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অফিসিয়াল পোস্ট: https://medium.com/@diadata_org/dia-2020-airdrop-3f4753ca5cc6
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 06, 2020, 06:15:01 AM
আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত।
আমি শুধু আপনার গুরুত্বপূর্ন মতামত জানতে চেয়েছিলাম। এবং আজকে সেটা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি নতুন পিন পোস্টে আগের পোস্টের লিঙ্ক যোগ করে দিয়েছি। দয়া করে আমার উপর বিরক্ত হবেন না।
jr. member
Activity: 644
Merit: 7
December 06, 2020, 06:12:52 AM
আমার কাছে কিছু ETH আছে। তাতে ভবিষ্যৎ তে ETH ১০০০ ডলার হওয়ার সম্ভনা আছে কি? এর দাম কবে বাড়বে?  ETH এর বিষয়ে কি কোন সিনিয়র বড় ভাই, যদি জেনে থাকেন তাহলে দয়া করে, আমাকে বলবেন?
legendary
Activity: 2394
Merit: 1216
The revolution will be digital
December 06, 2020, 05:49:53 AM
আমাদের লোকাল বোর্ডে প্রতিদিনই নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছেন। এই নতুন মেম্বাররা কয়েক ক্যাটাগরির।
১. প্রকৃত নতুন মেম্বার।
২. কিছু মেম্বার আছেন যারা ফোরামে জয়েন হয়ে বাউন্টিতে কাজ করেন। এরপর কোন ভুল করে নেগেটিভ ট্রাস্ট পেয়ে লোকাল বোর্ডে আসেন নিয়ম কানুন জানার জন্য।
৩. কিছু আল্ট একাউন্ট।

এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরির মেম্বাররা আসলেই ফোরামের নিয়ম কানুন জানেন না। আমি ফোরামের নিয়মগুলোকে বাংলায় অনুবাদ করেছিলাম। নিচে তার লিঙ্ক দিলাম।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
আমি আপনার বিটকয়েনটক [গাইড] লেখাটির জায়গায় এটি যোগ করলাম। এমনিতে ঐটা ইংরেজি লেখার সংকলন ছিল যেটা মূল forum থেকে সবার পড়ার কথা। তবে আপনি চাইলে বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন লেখাটিতে আগের লেখাটির link যোগ করে রাখতে পারেন। OP তে already BitcoinTalk সংক্রান্ত প্রচুর post pin হয়ে গেছে।

আমি এই পোস্টটি পিন করার জন্য @BitCoinDream কে PM করেছিলাম কিন্তু অনেকদিন হয়ে গেল উনি কোন রিপ্লাই দেননি। হয়ত উনি PM চেক করেননি। আমি আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের কাছে পরামর্শ চাইছি এ ব্যাপারে যে এই পোস্টটি কি আসলেই পিন করা উচিত?
আপনার PM আমি দেখেছিলাম। কিন্তু উত্তর দেওয়া হয় নি, তাই দুঃখিত। আমি রোজ login করি না। কিন্তু এই thread এর প্রতিটা post প্রায় রোজ পড়ি। তাই আমায় PM না করে, যার যা লেখার এখানেই লিখলে ভাল।
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 06, 2020, 01:26:15 AM
ত্রুিপ্টোকারেন্সি  কখনও কি টাকার জায়গায় স্থান নেবে?
মানুষ দিন দিন ডিজিটাল হচ্ছে। শিক্ষার প্রসার ঘটছে। সর্বোপরি আধুনিক জীবন যাপন করছে বা করার দিকে যাচ্ছে। উন্নত দেশের দিকে তাকালে আপনি ক্যাশলেস সোসাইটি দেখতে পারবেন, যেখানে অনলাইন ট্রানজেকশন বেশি ব্যবহৃত হয়।
এভাবেই একটি দেশের যখন অধিকাংশ মানুষ অনলাইন ট্রানজেকশন ব্যবহার করবে তখন ঐদেশে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধ থাকে এবং সপ যদি এপ্রুভ করে তাহলে ক্রিপ্টোকারেন্সির কদর এবং ব্যবহার দুটোই বৃদ্ধি পাবে। এভাবে মানুষ জানবে এবং এর ব্যবহার বৃদ্ধি পাবে।
এইবার আপনার প্রশ্নের উত্তরে আসি, আপনি যেখানে সুবিধা এবং নিরাপত্তা পাবেন, আপনি সেটি বেশি ব্যবহার করবেন, আর এটাই স্বাভাবিক। সেটা চিন্তা করলেই এখন আপনি আপনার উত্তর পেয়ে যাবেন।

আমি ২০২১ সালের জন্য কিছু বিটকয়েন কিনে রাখতে চাই। কিন্ত ২০২১ সালে বিটকয়েনের দাম কতো হতে পারে। যদি কোন সিনিয়র ভাই এ ব্যাপারে আমাকে সাজেশন দিতেন। তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
প্রথমত বিটকয়েন এর ব্যাপারটা সব থেকে ভিন্ন, আর বিটকয়েন এর দাম কখন কমে আর কখন বাড়ে সেটি নরমালি বলা এতো সহজ নয়।
২০২১ এ কি ঘটবে সেটি বড়জোর আন্দাজ করতে পারেন, কাছাকাছি সময় হলে হয়তো এনালাইসিস করে কিছু বলা যায়। সূদূরপ্রসারী সময়ের জন্য এটি খুবই কঠিন কাজ।
দ্বিতীয়ত, আপনি অন্যের সাজেশন এর উপর নির্ভর না করে নিজে এনালাইসিস করুন। ইনভেস্টমেন্ট একটি রিস্কি জিনিস, তার উপর আনস্টেবল মার্কেট নিয়ে প্রেডিক্ট করা আরো রিস্কি।
jr. member
Activity: 644
Merit: 7
December 05, 2020, 10:53:15 PM
আমি ২০২১ সালের জন্য কিছু বিটকয়েন কিনে রাখতে চাই। কিন্ত ২০২১ সালে বিটকয়েনের দাম কতো হতে পারে। যদি কোন সিনিয়র ভাই এ ব্যাপারে আমাকে সাজেশন দিতেন। তাহলে নিজেকে ধন্য মনে করতাম।
newbie
Activity: 434
Merit: 0
December 05, 2020, 01:29:26 PM
Cryptocurrency তে একটি কয়েন জেনারেট হতে সর্বনিম্ন ও সব্বোর্চ কতদিনের সময় নেয়?
সিনিয়র বড় কোন ভাই এ বিষয়ে কিছু বললে
নতুন ইউজার হিসেবে অনেক উপকার হবে
ভাই এখানে অনেক নিয়ম কয়েন বা টোকেন জেনারেট করার তার মধ্যে এখন সব চাইতে বেশি হলো Ethereun এর ERC-20, ERC-721, ERC-223,  ERC-777, BSC(Binance Smart Chain) এর হলো Bep2, Bep20, Tron এর TRC-20, TRC-10, Waves এর token, আরও অন্যান্য প্লাটফর্ম টোকেন আছে। এর কয়েন হলো একটি প্রোজেক্ট এর নিজস্ব কয়েন তৈরী নামের ভিত্তি করে। আর এইগুলো বানাতে স্মার্ট কন্ট্রাক্ট এর স্ট্রাকচার জানতে তার মানে হলো আপনাকে Blockchain developers (React.js, Solidity, C++) এই গুলোর এক্সপার্ট হতে হবে। আর সময় লাগবে ভালোই কারন এটা খুব কঠিন কাজ block by block check করা লাগে developer দের।
newbie
Activity: 434
Merit: 0
December 05, 2020, 12:59:26 PM
Canadian country তে পরের সপ্তাহে Toronto stock exchange এ ইথিরিয়াম লিস্টেট হতে চলেছে। এটা নিশ্চিত করেছে Canadian ডিজিটাল বিনিয়োগের মহাপরিচাল ৩ আইকিউ টিচার। এবং তারাই প্রথম ইথিরিয়ামের IPO চালু করবে। Launch টির সর্বাধিক অফার হলো 100Million  ডলার বিনিয়োগ করা।

আমরা হয়তো অনেকেই জানি না যে ইথিরিয়াম কথায় launch হয়েছে?

উ: ২০১৩ সালে কানাডায় প্রথম ইথিরিয়াম বিকশিত হয় কিন্তু আমরা অনেকেই মনে করি ইথিরিয়াম রাশিয়া বা আমেরিকা তে প্রথম বিকশিত তা হলো ভুল।

এখন কিন্তু ব্যবসায়ীরা সাম্প্রতিক মাসগুলিতে বিশ্বজুড়ে নতুন তহবিলের অফারগুলি উপভোগ করেছে। তার মধ্যে cryptocurrency  তে বিনিয়োগ কে অধিকাংশ ব্যবসায়ীরা বেশী গুরুত্ত দিচ্ছে।

একমাত্র নভেম্বরে, সোনার জায়ান্ট ভ্যানেক জার্মানিতে একটি বিটকয়েন এক্সচেঞ্জ ট্রেড নোট পণ্য চালু করেছে, ভ্যানেক ভেক্টর বিটকয়েন ইটিএন এবং 3 আইকিউ কানাডায় বিটকয়েন তহবিল প্রবর্তন করেছে।
jr. member
Activity: 560
Merit: 2
December 05, 2020, 10:55:46 AM
নতুন ইউজার সেজন্য আমার অনেক কিছুই জানতে ইচ্ছা করে সিনিয়র ভাইদের কাছে।
 ত্রুিপ্টোকারেন্সি  কখনও কি টাকার জায়গায় স্থান নেবে?
member
Activity: 1106
Merit: 11
Crypto in my Blood
December 05, 2020, 09:37:03 AM
এখন পর্যন্ত 1,000,000 এর অধিক ইথেরিয়াম অর্থাৎ $610,000,000 USD ইথেরিয়াম ২.০ এর  ডিপোজিট কন্ট্রাক্ট এড্রেস এ লক আছে। বিস্তারিত

Eth 2.0 কি?
- ETH2.0 এটি ইথেরিয়ামের আপগ্রেড ভার্শন অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম এবং বর্তমান নেটওয়ার্ককে আরও সুরক্ষিত করার জন্য প্রুফ-অফ-স্টেক (PoS) ব্যবহার করবে। PoS এ স্টেকিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে ETH2.0 এর স্টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ম 32 ETH প্রয়োজন হবে।


আপনাকে ধন্যবাদ নিউজটি শেয়ার করার জন্য। আমি ১ তারিখ থেকেই এমন নিউজ খুজছিলাম। তবে স্টেকিং বিষয়ে আমার কৌতুহল রয়েয় গেল ইথার বিষয়ে। ইথার কি শুধু PoS এর উপর পুরো পুরি নির্ভর হয়ে যাবে নাকি! বিষয়টি আমি যেভাবে ভাবছি তা না হলে সমস্যা রয়েয় যাবে ডিসেন্ট্রালাইজের বিষয়ে। ২.০ এর পরিপূর্ন আপগ্রেড সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিষয়টি একটু আবছা আবছা।
দেখা যাক কি হয়! তবে আমি খুব উচ্চকাক্ষি ইথার নিয়ে।
full member
Activity: 1526
Merit: 110
December 05, 2020, 09:13:09 AM
Eth 2.0 কি?
- ETH2.0 এটি ইথেরিয়ামের আপগ্রেড ভার্শন অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম এবং বর্তমান নেটওয়ার্ককে আরও সুরক্ষিত করার জন্য প্রুফ-অফ-স্টেক (PoS) ব্যবহার করবে। PoS এ স্টেকিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে ETH2.0 এর স্টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ম 32 ETH প্রয়োজন হবে।
ETH 2.0 নিয়ে আমাদের আশা আকাঙ্খার শেষ ছিল না। আমরা ভেবেছিলাম ETH 2.0 আসলে ETH এর দাম বেড়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত সেরকম কোন লক্ষন দেখতে পাচ্ছি না বরং ETH এর দাম আগের চেয়ে কমে গেছে। সামনে ETH এর দাম বাড়ার সম্ভাবনা কতটুকু? ETH 2.0 এর স্টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় ৩২ ETH আমাদের বাংলাদেশীদের খুব কম জনেরই আছে। তবে যাদের আছে তারা স্টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন।
jr. member
Activity: 560
Merit: 2
December 05, 2020, 08:35:51 AM
Cryptocurrency তে একটি কয়েন জেনারেট হতে সর্বনিম্ন ও সব্বোর্চ কতদিনের সময় নেয়?
সিনিয়র বড় কোন ভাই এ বিষয়ে কিছু বললে
নতুন ইউজার হিসেবে অনেক উপকার হবে
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 05, 2020, 08:18:56 AM
পিন বলতে টপিকে এইটা অন্যান্য পোস্টের মত অবশ্যই লিংক করে দেয়া উচিত যাতে সবাই দেখতে পারে। আপনি উনাকে কবে মেসেজ দিয়েছেন। উনি নভেম্বর এর ২৪ তারিখ লাস্ট এক্টিভ ছিল। তারপর আর অনলাইনে আসেন নাই। আসলে হয়ত উনি আপনার পোস্টটি টপিকে লিংক করে দিত।
আপনার গুরুত্বপূর্ন পরামর্শের জন্য ধন্যবাদ। আমি উনাকে নভেম্বর মাসের ১২ তারিখে ম্যাসেজ দিয়েছিলাম। এরপর তিনি কয়েকদিন অনলাইনে ছিলেন না। এরপর আবার অনলাইনে আসছিলেন কিন্তু তিনি আমার ম্যাসেজের কোন রিপ্লাই দেন নি। হয়ত তিনি ম্যাসেজ দেখেন নি। সে যাই হোক আমি আবারও উনাকে ম্যাসেজ সেন্ট করে উনার মতামত জানার চেষ্টা করব।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 05, 2020, 07:29:40 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে [এই রকম থাকে সেখানে] ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
নিচের কোডটি দেখুন-
Code:
[url=https://en.m.wikipedia.org/wiki/Bitcoin]বিটকয়েন[/url]

এইখানে দেখুন, যে ওয়ার্ডের মধ্য আপনি লিংক করবেন সেটা ইউ আর এল ট্যাগ এর মধ্যে আছে। আর যে ইউ আর এল ব্যবহার করবেন সেটা ইউ আর এল = দিয়ে তার পরেই দেবেন। আশা করছি উপরের কোডটি থেকে সহজেই বুঝতে পারবেন।
jr. member
Activity: 560
Merit: 2
December 05, 2020, 07:00:19 AM
আসসালামু আলাইকুম। সকল সিনিয়র ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি অনেক সিনিয়র ভাইদের পোস্টে দেখেছি যে তারা তাদের পোস্টে লেখার ভিতরে [এই রকম থাকে সেখানে] ক্লিক করলে নির্দিষ্ট একটা লিঙ্কে এ চলে যায় । আমি ওই লেখার ভেতরে লিংক কিভাবে দিব । দয়া করে যদি এটি জানাতেন তাহলে আমার মতো আরও অনেক নতুন ইউজার অনেক উপকৃত হতো ।
member
Activity: 238
Merit: 28
December 05, 2020, 05:10:00 AM
এখন বাজারে সবচেয়ে ভালো কয়েন কোনটি? দয়া করেন আমাকে বলবেন?

আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, তবে আপনাকে নিজেকেই রিসার্চ করতে হবে, মানে DYOR করতে হবে। এটা অনেক ইম্পরটেন্ট। তবুও যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতেই চান, তবে Big Cap Coin গুলোতে ইনভেস্ট করুন। বিগ ক্যাপ কয়েন কোনগুলো - সেটা না হয় নিজেই খুঁজে বের করুন। আর শর্ট/মিড টার্মের জন্য ইনভেস্ট করতে চাইলে আপনাকে নিজেকেই রিসার্চ করতে হবে, কোনটাতে ইনভেস্ট করবেন। অন্য কারো কথা শুনতে গেলে, ধরা খাবার সম্ভাবনা প্রায় শতভাগ।
newbie
Activity: 757
Merit: 0
December 05, 2020, 02:01:45 AM
এখন বাজারে সবচেয়ে ভালো কয়েন কোনটি? দয়া করেন আমাকে বলবেন?
ভাই এখানে আমি নতুন, আমি অত কিছু জানিনা, তবুও আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানালাম।
প্রথমত আপনাকে ভাবতে হবে আপনি কত দিনের জন্য ট্রেড নিবেন। আপনি যদি লং টাইম এর জন্য ট্রেড নেন, তাহলে একরকম কয়েন্ট সাজেস্ট করা যায় । আর যদি শর্ট টাইম এর জন্য ট্রেড নেন, তাহলে এক রকম কয়েন্ট সাজেস্ট করা যায়। এখন লং টাইম এর জন্য যে যে কয়েন্ট হতে পারে, প্রথমত ETH, linkchain, sxp, dot. শর্ট টাইম এর জন্য crv, ocean, rune, utk, এই কয়েন গুলি। এগুলো সর্বোনিম্ন একমাস আপনাকে হোল্ড  করতে হবে।

Buy Sell আপনার নিজস্ব রিক্সে করবেন, আপনি আগে নিজেই যাচাই করুন, তারপর বাই সেল করবেন। আপনার লস আপনার লাভ আপনি বহন করবেন, এগুলো শুধু আমার মতামত জানালাম।
Jump to: