Author

Topic: বাংলা (Bengali) - page 398. (Read 5718324 times)

jr. member
Activity: 644
Merit: 7
December 05, 2020, 01:35:45 AM
ট্রেডিং করতে গেলে নিজস্ব একটি টার্গেট থাকতে হবে। এত দামে গেলে বিক্রি করে দিব। ট্রেডিং করতে গেলে বেশি লোভ করা যাবে না । টার্গেট দাম গেলে বিক্রি করে দিবেন । বিটকয়েন  নিদিষ্ট কোন দামে অবস্থান না করলে অন্য টোকেনের দাম তেমনটা বারে না। তাই আর কিছু দিন হোল্ড করে রাখলে আর দাম পাবেন ।
ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান জ্ঞান দেওয়া জন্য। আমি বেশি লোভ করি না। আমার মূলধন থেকে যদি কিছুটা লাভ হয়। আমি সেল করে দেই। তাই আমি আরো কিছু দিন অপেক্ষা করবো।
jr. member
Activity: 644
Merit: 7
December 04, 2020, 10:02:44 PM
এখন বাজারে সবচেয়ে ভালো কয়েন কোনটি? দয়া করেন আমাকে বলবেন?
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 04, 2020, 09:06:35 PM
আমি আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের কাছে পরামর্শ চাইছি এ ব্যাপারে যে এই পোস্টটি কি আসলেই পিন করা উচিত?
পিন বলতে টপিকে এইটা অন্যান্য পোস্টের মত অবশ্যই লিংক করে দেয়া উচিত যাতে সবাই দেখতে পারে। আপনি উনাকে কবে মেসেজ দিয়েছেন। উনি নভেম্বর এর ২৪ তারিখ লাস্ট এক্টিভ ছিল। তারপর আর অনলাইনে আসেন নাই। আসলে হয়ত উনি আপনার পোস্টটি টপিকে লিংক করে দিত।
jr. member
Activity: 616
Merit: 1
December 04, 2020, 02:04:52 PM
ইলেকট্রনিয়াম ওয়ালেট ক্রিয়েট করার সঠিক নিয়ম কি ?


ইলেকট্রনিয়াম ওয়ালেট ক্রিয়েট করা খুব সহজ । সাইন আপ অপশনে  জিমেল আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে । তার পর জিমেল একটি মেইল যাবে সেটা কনফার্ম করলেই আপনার ইলেকট্রনিয়াম ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে । ওয়ালেটের বাকঅ্যাপ কি গুলো সেভ করে রাখবেন ।
আপনি এই সাইটে গেলে আপনার ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন ।
 https://electroneum.com/
jr. member
Activity: 616
Merit: 1
December 04, 2020, 01:36:00 PM


দিন দিন ক্রিপ্টোকারেন্সী বিস্তার বৃদ্ধি পেতেছে। বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি বাজারটি গত সপ্তাহে প্রায় 100 বিলিয়ন ডলার বেড়েছে।

বিটকয়েন এখন মাস্টারকার্ড এবং পেপালের চেয়ে বিশ্বের 19 তম মূল্যবান সম্পদ হিসাবে স্থান পেয়েছে।

আগামী এক বছরের মধ্যে আর অনেক বড় বড়  প্রতিষ্ঠান ক্রিপ্টোকারেন্সীর সাথে জরিত হবে । অনেক প্রতিষ্ঠান বর্তমানে ঘোষণা দিয়েছে যে তার তাদের প্রতিষ্ঠানে বিটকয়েনর ও অন্যান্য  আল্ট কয়েন  ব্যবহার করবে। মাইক্রোসফ্ট প্রতিষ্ঠানে ২০২১ এর মধ্যে ক্রিপ্টোকারেন্সীর ব্যবহার শুরু করবে তাদের প্রতিষ্ঠানে । এর ফলে গ্রাহকরা বিটকয়েন ও অন্যান্য আল্ট কয়েন দারা মাইক্রোসফটের শামগ্রি কিনতে পরবে।

আগামী  ২০২১ জানুয়ারি  ফেসবুক তাদের নিজস্ব  কয়েন নিয়ে আসবে।  কয়েনটির নাম লিবরা ।  এর ফলে 2.45 বিলিয়ন ফেসবুক ব্যবহারকারি ক্রিপ্টোকারেন্সীর সাথে যুক্ত হয়ে যাবে । আর লিবরা কয়েনটি  (Stable coin) ষ্টেবেল কয়েন হবে।

sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 04, 2020, 01:01:10 PM
আমাদের লোকাল বোর্ডে প্রতিদিনই নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছেন। এই নতুন মেম্বাররা কয়েক ক্যাটাগরির।
১. প্রকৃত নতুন মেম্বার।
২. কিছু মেম্বার আছেন যারা ফোরামে জয়েন হয়ে বাউন্টিতে কাজ করেন। এরপর কোন ভুল করে নেগেটিভ ট্রাস্ট পেয়ে লোকাল বোর্ডে আসেন নিয়ম কানুন জানার জন্য।
৩. কিছু আল্ট একাউন্ট।

এদের মধ্যে প্রথম ও দ্বিতীয় ক্যাটাগরির মেম্বাররা আসলেই ফোরামের নিয়ম কানুন জানেন না। আমি ফোরামের নিয়মগুলোকে বাংলায় অনুবাদ করেছিলাম। নিচে তার লিঙ্ক দিলাম।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
আমি এই পোস্টটি পিন করার জন্য @BitCoinDream কে PM করেছিলাম কিন্তু অনেকদিন হয়ে গেল উনি কোন রিপ্লাই দেননি। হয়ত উনি PM চেক করেননি। আমি আমাদের লোকাল বোর্ডের এক্টিভ মেম্বারদের কাছে পরামর্শ চাইছি এ ব্যাপারে যে এই পোস্টটি কি আসলেই পিন করা উচিত?
jr. member
Activity: 616
Merit: 1
December 04, 2020, 12:54:24 PM
আমি অনেক দিন থেকে XRP হোল্ড করতেছি, ইতিমধ্যে আমার ফান্ড ডাবল হয়েছে এবং আমি অধের্ক সেল করেছি। আর বাকী অধের্ক আরও কতো দিন হোল্ড করবো? এ ব্যাপারে কেউ কি সহযোগিতা করতে পারবেন?
প্রথমত আপনার নিজের পরিকল্পনা দরকার। ট্রেডিং করার সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনি লোকসানের জন্য সবসময় প্রস্তুত আছেন। যেহেতু আপনি আপনার আসল মূলধন তুলে নিয়েছেন সুতরাং এখন রিস্ক নিয়ে কিছু সময় অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়তঃ এভাবে ফিনান্সিয়াল এডভাইস দেওয়া সত্যিই কঠিন, যাইহোক এখানকার বেশিরভাগ সদস্যই ফান্ড হোল্ড-এর চেষ্টা করছেন এবং ঠিক যতক্ষণ পর্যন্ত না কয়েনের দাম সর্বকালের উচ্চতা অর্জনের কাছাকাছি পৌঁছায়।  আপনার জন্য শুভেচ্ছা।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য। XRP আমি আরো কিছু দিন হোল্ড করবো। আরো চিনতা করছি ভালো কয়েন কিনে রাখবো। আপনি যদি বলতে কোন কয়েন কিনে রাখবো। তাহলে উপকৃত হতাম।

ট্রেডিং করতে গেলে নিজস্ব একটি টার্গেট থাকতে হবে। এত দামে গেলে বিক্রি করে দিব। ট্রেডিং করতে গেলে বেশি লোভ করা যাবে না । টার্গেট দাম গেলে বিক্রি করে দিবেন । বিটকয়েন  নিদিষ্ট কোন দামে অবস্থান না করলে অন্য টোকেনের দাম তেমনটা বারে না। তাই আর কিছু দিন হোল্ড করে রাখলে আর দাম পাবেন ।

sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 04, 2020, 11:08:10 AM
আমি এই Bitcoin Talk এ নতুন তাই, আমি Bitcointalk নিয়ম কানুন ভালো ভাবে যানি না,! তাই  বড় ভাইদের কাছে এই bitcointalk সর্ম্পকে জানতে চাই ।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুনগুলো জানতে হলে আপনাকে ফোরামে বেশি বেশি সময় দিতে হবে। আমাদের লোকাল বোর্ডে এক্টিভ থাকুন প্রতিদিন নতুন নতুন বিষয় জানতে পারবেন। আমি নিচে একটি লিঙ্ক শেয়ার করছি আশা করি এখান থেকে আপনি বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুনগুলো জানতে পারবেন।
বিটকয়েনটক ফোরামের নিয়ম কানুন।
jr. member
Activity: 644
Merit: 7
December 04, 2020, 10:42:52 AM
আমি অনেক দিন থেকে XRP হোল্ড করতেছি, ইতিমধ্যে আমার ফান্ড ডাবল হয়েছে এবং আমি অধের্ক সেল করেছি। আর বাকী অধের্ক আরও কতো দিন হোল্ড করবো? এ ব্যাপারে কেউ কি সহযোগিতা করতে পারবেন?
প্রথমত আপনার নিজের পরিকল্পনা দরকার। ট্রেডিং করার সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনি লোকসানের জন্য সবসময় প্রস্তুত আছেন। যেহেতু আপনি আপনার আসল মূলধন তুলে নিয়েছেন সুতরাং এখন রিস্ক নিয়ে কিছু সময় অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়তঃ এভাবে ফিনান্সিয়াল এডভাইস দেওয়া সত্যিই কঠিন, যাইহোক এখানকার বেশিরভাগ সদস্যই ফান্ড হোল্ড-এর চেষ্টা করছেন এবং ঠিক যতক্ষণ পর্যন্ত না কয়েনের দাম সর্বকালের উচ্চতা অর্জনের কাছাকাছি পৌঁছায়।  আপনার জন্য শুভেচ্ছা।
ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য। XRP আমি আরো কিছু দিন হোল্ড করবো। আরো চিনতা করছি ভালো কয়েন কিনে রাখবো। আপনি যদি বলতে কোন কয়েন কিনে রাখবো। তাহলে উপকৃত হতাম।
member
Activity: 308
Merit: 22
December 04, 2020, 10:32:25 AM
এখন পর্যন্ত 1,000,000 এর অধিক ইথেরিয়াম অর্থাৎ $610,000,000 USD ইথেরিয়াম ২.০ এর  ডিপোজিট কন্ট্রাক্ট এড্রেস এ লক আছে। বিস্তারিত

Eth 2.0 কি?
- ETH2.0 এটি ইথেরিয়ামের আপগ্রেড ভার্শন অর্থাৎ দ্বিতীয় প্রজন্ম এবং বর্তমান নেটওয়ার্ককে আরও সুরক্ষিত করার জন্য প্রুফ-অফ-স্টেক (PoS) ব্যবহার করবে। PoS এ স্টেকিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন তবে ETH2.0 এর স্টেকিং প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সর্বনিম্ম 32 ETH প্রয়োজন হবে।

legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 03, 2020, 09:00:34 PM
ইলেকট্রনিয়াম ওয়ালেট ক্রিয়েট করার সঠিক নিয়ম কি ?
ইলেকট্রাম এর সঠিক নিয়ম বলতে কি বোঝাতে চাচ্ছেন বিস্তারিত বললে ভালো হত। সাধারন ভাবে আপনি ইলেকট্রাম দিয়ে সিড কি জেনারেট করে সেটা অফলাইনে কোথাও লিখে রাখবেন। এইটুকু করলেই এনাফ। তবে ব্যবহারে অনেক কিছুই আছে যেগুলো প্রাইভেসি রক্ষার্থে মেনে চলা উচিত।
১. কয়েন কনট্রোল ব্যবহার করা। এতে আপনার ওয়ালেটের সবগুলো এড্রেস আলাদা থাকবে। ওয়ালেট এক্সপ্লোরার দিয়ে কেউ আপনার ওয়ালেটের সব এড্রেস জানতে পারবে না।
২. যদি সম্ভব হয় ফুল নোড ব্যবহার করে আপনার নিজস্ব ইলেকট্রাম সার্ভার ব্যবহার করা। অন্যদের সার্ভার ব্যবহার করা মানে আপনার অনেক তথ্য যার সার্ভার ব্যবহার করছেন তার কাছে পাবলিক, যদিও এতে বিটকয়েন হারানোর ভয় নেই।

আপনি কি টিউটোরিয়াল চাচ্ছেন? তাহলেও বলতে পারেন। বাংলায় সম্ভবত ইলেকট্রাম এর জন্য ইউটিউবে টিউটোরিয়াল আছে।
member
Activity: 308
Merit: 22
December 03, 2020, 12:05:22 PM
আমি অনেক দিন থেকে XRP হোল্ড করতেছি, ইতিমধ্যে আমার ফান্ড ডাবল হয়েছে এবং আমি অধের্ক সেল করেছি। আর বাকী অধের্ক আরও কতো দিন হোল্ড করবো? এ ব্যাপারে কেউ কি সহযোগিতা করতে পারবেন?
প্রথমত আপনার নিজের পরিকল্পনা দরকার। ট্রেডিং করার সর্বপ্রথম বিষয় হচ্ছে আপনি লোকসানের জন্য সবসময় প্রস্তুত আছেন। যেহেতু আপনি আপনার আসল মূলধন তুলে নিয়েছেন সুতরাং এখন রিস্ক নিয়ে কিছু সময় অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়তঃ এভাবে ফিনান্সিয়াল এডভাইস দেওয়া সত্যিই কঠিন, যাইহোক এখানকার বেশিরভাগ সদস্যই ফান্ড হোল্ড-এর চেষ্টা করছেন এবং ঠিক যতক্ষণ পর্যন্ত না কয়েনের দাম সর্বকালের উচ্চতা অর্জনের কাছাকাছি পৌঁছায়।  আপনার জন্য শুভেচ্ছা।
member
Activity: 238
Merit: 28
December 03, 2020, 10:11:52 AM
আমাদের মত নতুন যারা বিটকয়েনটলকে কাজ করে। তারা না জেনে হইতো যদি কোন প্রকার ভুল করে। অনেক বড় ভাই আছে। যারা বহুদিন যাবৎ বিটকয়েনটলকে কাজ করে। তারা শুধু খোজে কখন কারা ভুল করবে,আর তখন তাকে redtrust মারবো। আরে ভাই সে ভুল করছে, ভুল মানেই পাপ তাকে তৈয়্যিবা পরার সুযোগ টা দেন। আমি জানি আল্লাহর কাছে বান্দা যদি একবার তৈয়্যিবা পড়ে। তার তৈয়্যিবা কবুল করে। আর তৈয়্যিবা না পড়তেই আপনারা redtrust মারেন। আর account টা ধংস করে দেন। এটা  আপনাদের কেমন বিচার। আপনার মহৎ কাজ তখনি হবে। যখন তাকে ভুলটা ধরিয়ে দিবেন। তার পর সে সতর্ক হবে। সে আর কখনো ভুল করবে না। আমরা তা না করে, কার আগে কে redtrust মারতে পারি রেডি থাকি। এটা তো সিনিয়র ভাইদের কাজ না।
বিটকয়েনটকে রেড ট্রাস্ট দেয় প্রধানত স্প্যামিং এবং স্ক্যামিং এর জন্য। দুইটাই তো মারাত্নক ধরণের অপরাধ। স্ক্যাম করলে তো মাফ করার প্রশ্নই উঠে না। আবার যেকোনো প্রতিষ্ঠিত ফোরামেই স্পামিংকে গুরুত্বসহকারে নেয়। বিটকয়েনটকের বিভিন্ন থ্রেডে বারবার বলা হচ্ছে, স্প্যামিং না করতে। স্পেশালি বাউন্টি সেকশনে প্রচুর স্প্যামিং হয়। আপনি যে বাউন্টিতে জয়েন করুন না কেন, আপনার তো উচিত রুলস গুলো পড়ে নেয়া। সাবমিশন কখন বন্ধ হচ্ছে খেয়াল করা। আবার বেশিরভাগ ক্ষেত্রে বাউন্টি ম্যানেজার না করে দেয় সাবমিশন করতে কিন্তু মেম্বাররা সাবমিশন করতেই থাকে। তাদের পানিশ করা উচিত। আমারও মনে হয়, রেড ট্রাস্ট অনেক বেশি হয়। নিউট্রাল দেয়া উচিত।

আর আমাদের লোকাল কমিউনিটির সিনিয়র ভাইয়েরা অত সহজে রেড ট্রাস্ট দেয় না। আমি যখন ফোরামে নতুন, তখন মেরিট চেয়েছিলাম। তাঁরা চাইলে রেড ট্রাস্ট দিতে পারতেন। কিন্তু দেন নাই বরং সতর্ক করে দিয়েছেন। সুতরাং, তাঁদেরকে ব্লেইমিং করবেন না।
jr. member
Activity: 644
Merit: 7
December 03, 2020, 09:07:45 AM
বর্তমানে বিটকয়েনের দাম কমার পেছনে কারণ কি?
newbie
Activity: 757
Merit: 0
December 03, 2020, 08:58:01 AM
ইলেকট্রনিয়াম ওয়ালেট ক্রিয়েট করার সঠিক নিয়ম কি ?
jr. member
Activity: 644
Merit: 7
December 03, 2020, 08:54:33 AM
আপনাকে এই ফোরামে স্বাগতম। আপনি উপরের আলোচনা গুলো দেখলে এই ফোরামের কিছুটা নিয়ম কারণ জানতে পারবেন। আমি আপনার সুবিধার্থে একটি লিঙ্ক দিলাম।  এখানে আপনি বিটকয়েন টলকে নিয়ম কারণ দেখতে পারবেন।

https://bitcointalksearch.org/topic/bengali-631891

তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ! আমি লিংক থেকে দেখে আসলাম। আমি ততটা ভালো বুঝতে পারলাম না, আশা করি আমি অল্প সময়ে মাঝে জানার চেষ্টা করবো। এবং আমি এই ফোরামে নিয়ম কানুন জানার চেষ্টা করছি । ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য।
আপনি এই ফোরামে যত একটিভ থাকবেন। তত তথ্য ফোরাম সর্ম্পকে জানতে পারবেন।
newbie
Activity: 757
Merit: 0
December 03, 2020, 08:44:21 AM
আপনাকে এই ফোরামে স্বাগতম। আপনি উপরের আলোচনা গুলো দেখলে এই ফোরামের কিছুটা নিয়ম কারণ জানতে পারবেন। আমি আপনার সুবিধার্থে একটি লিঙ্ক দিলাম।  এখানে আপনি বিটকয়েন টলকে নিয়ম কারণ দেখতে পারবেন।

https://bitcointalksearch.org/topic/bengali-631891

তথ্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ! আমি লিংক থেকে দেখে আসলাম। আমি ততটা ভালো বুঝতে পারলাম না, আশা করি আমি অল্প সময়ে মাঝে জানার চেষ্টা করবো। এবং আমি এই ফোরামে নিয়ম কানুন জানার চেষ্টা করছি । ধন্যবাদ ভাই আমাকে সাহায্য করার জন্য।
jr. member
Activity: 644
Merit: 7
December 03, 2020, 08:34:19 AM
আমি এই Bitcoin Talk এ নতুন তাই, আমি  Bitcointalk নিয়ম কানুন ভালো ভাবে যানি না,! তাই  বড় ভাইদের কাছে এই bitcointalk সর্ম্পকে জানতে চাই । ধন্যবাদ
আপনাকে এই ফোরামে স্বাগতম। আপনি উপরের আলোচনা গুলো দেখলে এই ফোরামের কিছুটা নিয়ম কারণ জানতে পারবেন। আমি আপনার সুবিধার্থে একটি লিঙ্ক দিলাম।  এখানে আপনি বিটকয়েন টলকে নিয়ম কারণ দেখতে পারবেন।

https://bitcointalksearch.org/topic/bengali-631891
newbie
Activity: 757
Merit: 0
December 03, 2020, 08:02:20 AM
আমি এই Bitcoin Talk এ নতুন তাই, আমি  Bitcointalk নিয়ম কানুন ভালো ভাবে যানি না,! তাই  বড় ভাইদের কাছে এই bitcointalk সর্ম্পকে জানতে চাই । ধন্যবাদ
jr. member
Activity: 644
Merit: 7
December 03, 2020, 06:40:38 AM
আমাদের মত নতুন যারা বিটকয়েনটলকে কাজ করে। তারা না জেনে হইতো যদি কোন প্রকার ভুল করে। অনেক বড় ভাই আছে। যারা বহুদিন যাবৎ বিটকয়েনটলকে কাজ করে। তারা শুধু খোজে কখন কারা ভুল করবে,আর তখন তাকে redtrust মারবো। আরে ভাই সে ভুল করছে, ভুল মানেই পাপ তাকে তৈয়্যিবা পরার সুযোগ টা দেন। আমি জানি আল্লাহর কাছে বান্দা যদি একবার তৈয়্যিবা পড়ে। তার তৈয়্যিবা কবুল করে। আর তৈয়্যিবা না পড়তেই আপনারা redtrust মারেন। আর account টা ধংস করে দেন। এটা  আপনাদের কেমন বিচার। আপনার মহৎ কাজ তখনি হবে। যখন তাকে ভুলটা ধরিয়ে দিবেন। তার পর সে সতর্ক হবে। সে আর কখনো ভুল করবে না। আমরা তা না করে, কার আগে কে redtrust মারতে পারি রেডি থাকি। এটা তো সিনিয়র ভাইদের কাজ না।
Jump to: