Author

Topic: বাংলা (Bengali) - page 400. (Read 5718324 times)

jr. member
Activity: 2128
Merit: 2
December 02, 2020, 05:41:59 AM
# মেটামাস্ক সিকিউরিটি #
 হ্যাক থেকে মাই ইথারওয়ালেট সংরক্ষণ করা খুব গুরুত্বপূর্ণ। মেটামাস্ক ব্যবহার এটির একটি সমাধান। মেটামাস্ক ব্যবহারের পরেও মাইইথারওয়ালেট হ্যাক এর কিছুটা ঝুঁকি থাকে। হ্যাকের বিভিন্ন কারণ রয়েছে। হ্যাক প্রতিরোধ করতে কিছু নির্দেশ অবশ্যই অনুসরণীয় হতে পারেন। কিছু নিেদর্শনা৷

 1. সর্বদা মেটামাস্ক বা আপনার মাইইথারওয়ালেট ফাইল দিয়ে লগইন  করুন।
২. কোনও এক্সচেনজে মূল  মাইথারওয়ালেট প্রাইভেট ক্যে  এর মাধ্যমে লগইন  না করার চেষ্টা করুন
 ৩. ইমেলের মাধ্যমে সমস্ত লিঙ্ক খুলবেন না
৪. এক্সচেনজে টোকেন সেল করার পর দ্রুত সম্ভব লগআউট করুন
 ৫. আপনার পিসিতে বুকমার্ক মাইইথারওয়ালেট যুক্ত করুন। আপনি আপনার পিসিতে  কিছু ক্রিপ্টোনিয়র এক্সট্রেনশন যুক্ত করতে পারেন। ক্রোম এ কীভাবে যুক্ত করা যায় তা এখানে একটি লিঙ্ক আছে  , যা আপনাকে ভুল দিক ধরতে সাহায্য  করবে।
 ভিডিও 1 কীভাবে যোগ এবং ডিলেট  করতে হয় তা দেখায়।
 1. https://www.youtube.com/watch?v=RqqQXZ8KXtM শেষ মুহুর্তের এই লিঙ্কে  কীভাবে ক্রিপ্টোনিয়ার এক্সট্রাকশন যোগ করতে পারে তা দেখায় যা আপনাকে ফিশিং  দিক থেকে রক্ষা করে
 2. হিন্দি ... https: //www.youtube.com/watch? V = Vwd5jHpIxP4
 এই ভিডিওটি আপনাকেও সহায়তা করতে পারে
 3.https: //www.youtube.com/watch? V = RkV2NpWWd94
 যারা মাইইথারওয়ালেটের সুরক্ষার জন্য ক্রমে মেটামাস্ক যুক্ত করার নিয়ম জানেন  না তাদের জন্য  যান ...
 https: //www.youtube.com/watch? V = j51gLUgh7es
আশা করি এটি মাইইথারওয়ালেট সুরক্ষায় একজনকে সহায়তা করতে পারে
member
Activity: 728
Merit: 63
$CYBERCASH METAVERSE
December 02, 2020, 04:49:33 AM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
Coinbase wallet নিয়ে ইতোমধ্যে অনেক ভালো একটি ধারনা পেয়ে গেছেন। কারন @Little_Mouse ভাই খুব সুন্দর করে বর্ননা করেছেন। আর আমি রিপ্লাই করতেছি একটি ঘটনা বলবো বলে।

আমার খুব কাছের একজন ভাই ১৫০০ ডলার এর মতো হোল্ড করছিল এবং এগুলো Coinbase Wallet এ রেখেছিল। বাই-সেল করতো, সেজন্য প্রায়ই দিনেই অনেক বার ঢুকতে হতো ওয়ালেটে। হঠাৎ একদিন ঢুকতেছিল না, পরে অনেক ট্রাই করেও ঢুকতে পারে নাই। সাপোর্ট এ কন্টাক্ট করেও ফল পাওয়া যায় নি। তাদের কল সেন্টারে কথা বলে ৫০০০ টাকা গেছে কিন্তু আজো এর কোন সুরাহা হয় নি।

সেজন্য Coinbase Wallet ব্যবহার না করাই ভালো। আর ফান্ড হোল্ড করার জন্য তো অবশ্যই না।
jr. member
Activity: 644
Merit: 7
December 02, 2020, 12:45:04 AM
চারদিকে এখন শুধু ETHEREUM 2.0  নিয়ে নিউজ প্রচার হচ্ছে। এই  ETHEREUM 2.0 চালু হওয়ার মাধ্যমে আমরা কি ধরনের সুবিধা পাবো?  নাকি শুধুই Ethereum এর আপডেট ভার্সন?       

আমি টুইটারে দেখলাম ইথিরিয়াম 2.0 চালু হয়েছে কিন্তু আমাদের কি লাভ?  গতকাল আমি মেটামাস্ক থেকে একটি ট্রানজেকশন করেছি কিন্তু ফি হিসেবে আমাকে 2 ডলার এর মত দিতে হয়েছে।
শুনেছিলাম টু পয়েন্ট জিরো চালু হওয়ার পর আমাদের ট্রানজেকশন ফি কমবে কিন্তু তা কমেনি। হয়তো আমাদেরকে এখন ইথিরিয়াম এর বিকল্প কোন কিছু খুঁজতে হবে।
jr. member
Activity: 40
Merit: 2
December 01, 2020, 10:13:19 PM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।

 আপনার সাথে আমিও একমত। কয়েনবেজ থেকে অনেকের কয়েন গায়েব হয়ে যাওয়া শুনেছি।  সবথেকে নিরাপদ হার্ডওয়্যার ওয়ালেট।      
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
December 01, 2020, 09:29:08 PM
Coinbase কেমন ওয়ালেট?
ওখানে আমার ফান্ড রাখাটা কি নিরাপদ?
কয়েনবেজ হল কাস্টোডিয়াল অনলাইন ওয়ালেট। কাস্টোডিয়াল মানে হল আপনি আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক নন। কারন সেখানে আপনি প্রাইভেট কি পাবেন না। আর প্রাইভেট কি না থাকা মানে টেকনিক্যালি আপনি ওই বিটকয়েন এর মালিক না। কোন সমস্যা হলে কয়েনবেজ যে কোন সময় আপনার ফান্ড হোল্ড করতে পারে কিন্তু এটা শুধু কাস্টোডিয়াল ওয়ালেট বা সেন্ট্রালাইজ সার্ভিসই করতে পারে। নন কাস্টোডিয়াল ওয়ালেটের ক্ষেত্রে ফান্ড হোল্ড করা সম্ভব না কারন আপনার কাছে প্রাইভেট কি থাকে এবং আপনি সবসময় আপনার বিটকয়েন এর নিয়ন্ত্রক।
member
Activity: 99
Merit: 10
December 01, 2020, 08:31:17 PM
member
Activity: 308
Merit: 22
December 01, 2020, 12:13:25 PM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।

বিইটকয়েন এর দাম যেমনটা উপরের দিকে যাবে ঠিক তার  বিপরিতে ন্নিচের দিকে নামার সম্ভাবনা অ খুব একটা কম না কারন $11000 এর পরে বিটকয়েন এর প্রাইস স্পাইক করেছে বিটকয়েন আবার সেখানে একবার যেতে পারে, মুল কথা হচ্ছে বিটকয়েন $9K-$11K এর মধ্যে অসংক্ষবার হিট করেছে সেখানে সে আরো একবার যাবে তারপরে যদি ৩০-৪০-৫০ এভাবে বারতে পারে তবে সেটাও অসাভাবিক না। এই মুহুর্তে বাড়াটা এক্টূ অসাভাবিক।

অল্প কিছু ডলার আপনি USD করে রাখতে পারেন তাছারা রিস্কি হয়ে যাবে। কয়েকদিন এ আমি বেশ কিছু এ্যানালাইসিস  করেছি কিন্তু আসানরুপ ফল পাইনি কয়েন বা টোকেন কোনো নিওম মেনে চলছেনা।

অনেকেই চেষ্টা করবে BTC এর ATH লেভেল এ প্রফিট বুক করতে। তখন সাময়িক ভাবে BTC এর প্রাইস ডাউন মারলেও Bull রান কন্টিনিউ করার সম্ভবনা বেশি। ইনভেস্টর রা আগের চাইতে অনেক বেশি mature. তারা প্রফিট বুক করার চেষ্টা করলেও আবার কম দামে buy ব্যাক করার চেষ্টা করবে যাতে লং বুল রান মিস না হয়ে যায়।
খুব ভালো একটি পয়েন্ট বলেছেন। কিছু লোক আছে যারা সংখ্যাগরিষ্ঠ মানুষকে অনুসরণ করে। তারা মনে মনে ভেবে থাকে যে " বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ যা করে তা অবশ্যই সঠিক" এই ব্যাপারটা মজারই। আমার মূল মন্তব্য হচ্ছে, কারো দেখাদেখি ইনভেস্ট করতে যাবেন না। কিছু করার আগে অবশ্যই রিসার্চ করে নিবেন।

বর্তমানে অনেকেই বিটকয়েন শর্টিং করার মাধ্যমে প্রফিট তুলে নিচ্ছে। অনেকের কাছে বিটকয়েনের বর্তমান পসিশনটি খুব ঝুঁকিপূর্ণ।
jr. member
Activity: 40
Merit: 2
December 01, 2020, 12:11:19 PM
চারদিকে এখন শুধু ETHEREUM 2.0  নিয়ে নিউজ প্রচার হচ্ছে। এই  ETHEREUM 2.0 চালু হওয়ার মাধ্যমে আমরা কি ধরনের সুবিধা পাবো?  নাকি শুধুই Ethereum এর আপডেট ভার্সন?       
hero member
Activity: 1498
Merit: 537
December 01, 2020, 11:20:24 AM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।

বিইটকয়েন এর দাম যেমনটা উপরের দিকে যাবে ঠিক তার  বিপরিতে ন্নিচের দিকে নামার সম্ভাবনা অ খুব একটা কম না কারন $11000 এর পরে বিটকয়েন এর প্রাইস স্পাইক করেছে বিটকয়েন আবার সেখানে একবার যেতে পারে, মুল কথা হচ্ছে বিটকয়েন $9K-$11K এর মধ্যে অসংক্ষবার হিট করেছে সেখানে সে আরো একবার যাবে তারপরে যদি ৩০-৪০-৫০ এভাবে বারতে পারে তবে সেটাও অসাভাবিক না। এই মুহুর্তে বাড়াটা এক্টূ অসাভাবিক।

অল্প কিছু ডলার আপনি USD করে রাখতে পারেন তাছারা রিস্কি হয়ে যাবে। কয়েকদিন এ আমি বেশ কিছু এ্যানালাইসিস  করেছি কিন্তু আসানরুপ ফল পাইনি কয়েন বা টোকেন কোনো নিওম মেনে চলছেনা।

অনেকেই চেষ্টা করবে BTC এর ATH লেভেল এ প্রফিট বুক করতে। তখন সাময়িক ভাবে BTC এর প্রাইস ডাউন মারলেও Bull রান কন্টিনিউ করার সম্ভবনা বেশি। ইনভেস্টর রা আগের চাইতে অনেক বেশি mature. তারা প্রফিট বুক করার চেষ্টা করলেও আবার কম দামে buy ব্যাক করার চেষ্টা করবে যাতে লং বুল রান মিস না হয়ে যায়।
member
Activity: 86
Merit: 21
December 01, 2020, 07:12:11 AM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।

বিইটকয়েন এর দাম যেমনটা উপরের দিকে যাবে ঠিক তার  বিপরিতে ন্নিচের দিকে নামার সম্ভাবনা অ খুব একটা কম না কারন $11000 এর পরে বিটকয়েন এর প্রাইস স্পাইক করেছে বিটকয়েন আবার সেখানে একবার যেতে পারে, মুল কথা হচ্ছে বিটকয়েন $9K-$11K এর মধ্যে অসংক্ষবার হিট করেছে সেখানে সে আরো একবার যাবে তারপরে যদি ৩০-৪০-৫০ এভাবে বারতে পারে তবে সেটাও অসাভাবিক না। এই মুহুর্তে বাড়াটা এক্টূ অসাভাবিক।

অল্প কিছু ডলার আপনি USD করে রাখতে পারেন তাছারা রিস্কি হয়ে যাবে। কয়েকদিন এ আমি বেশ কিছু এ্যানালাইসিস  করেছি কিন্তু আসানরুপ ফল পাইনি কয়েন বা টোকেন কোনো নিওম মেনে চলছেনা।
newbie
Activity: 39
Merit: 0
December 01, 2020, 12:24:17 AM
দীর্ঘ দিন যাবত ক্রিপ্টোকারেন্সি থেকে দূরে ছিলাম। অল্প কিছু দিন হয় আবার একটিভ হয়েছি,
বিটকয়েনটক ফোরামে আপনাকে আরো একবার স্বাগতম। আপনি এই ফোরামের পুরাতন মেম্বার। আমরা আশা করবো আপনি আমাদের লোকাল বোর্ডে এক্টিভ থাকবেন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।

এভাবেই বড় বড় এক্সচেঞ্জ গুলো এগিয়ে আসতে থাকলে একটা সময় সরকার ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝতে পারবে। আর এর পসিটিভ দিক বুঝতে পারবে।
আসলে আমাদের সরকার ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝে না, না বুঝতে চায় না এটাই আমার প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ক্রিপ্টোকারেন্সি এখন বৈধ। শুধু তাই নয় ইন্ডিয়াতে ক্রিপ্টো ব্যাংক পর্যন্ত চালু হতে যাচ্ছে। নতুন নতুন ইন্ডিয়ান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ চালু হচ্ছে। অথচ আমাদের সরকারের গায়ে এখনো ক্রিপ্টোকারেন্সির হাওয়াই লাগে নাই। দেরীতে হলেও আমাদের সরকার একদিন অবশ্যই ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝতে পারবে। সমস্ত বিশ্ব যখন অনেক দূর এগিয়ে যাবে তখন হয়তো আমরা যাত্রা শুরু করবো।
কবে যে বাংলাদেশও ইন্ডিয়ার মতো ক্রপ্টো কে লিগাল করবে তারই অপেক্ষায় আছি
jr. member
Activity: 54
Merit: 3
November 30, 2020, 11:33:22 AM
ফিনানশিয়াল টাইমস সর্বশেষ ২/৩ দিন আগে লিব্রা নিয়ে রিপোর্ট করেছে। মূল রিপোর্ট পড়তে পারিনি, যেহেতু পেইড সাবস্ক্রিপশন লাগে। তবে cnet ফিনানশিয়াল টাইমসকে উদ্ধৃতি করে লিখেছে, লিব্রা আগামি জানুয়ারিতে রিলিজ পেতে পারে। লিব্রা ইউএস ডলার ব্যাকড স্টেবল কয়েন হবে। রিপোর্ট পড়তে গিয়ে একটা নতুন টার্ম সম্পর্কে জানলাম -  multiple single-currency stablecoins । বিষয়টি বুঝলাম না। একটা কয়েনকে কিভাবে বিভিন্ন কারন্সি দ্বারা মার্কেট ভ্যালু লিঙ্ক করবে? নাকি আমার বুঝার ভুল!

এটা মানে হচ্ছে লিব্রা এর বিভিন্ন স্ট্যাবল মানে ডলার, ইউরো, রুপি, জিডিপি, জেপিছি, এমন আরো অনেক কয়েন আছে জেগুলা এক প্রোকার স্ট্যাবল খুব বেশি উঠানামা করেনা এ ধরনের কয়েন গুলা ডলারের মত এইটা বোঝাতে চেয়েছে যে বিভিন্ন নাম থাকবে কিন্ত স্ট্যাবল হবে। কেউ কিনে রাখলে ডলার সমপরিমান থাকবে সবসময়, কিন্ত এগুলা ক্রিপ্টো কারেন্সিতে হবে।
member
Activity: 308
Merit: 22
November 30, 2020, 11:25:41 AM
^ লিব্রা এয়ারড্রপ নিয়ে এর আগেও কিছু পোস্ট দেখেছি কিন্তু সঠিকভাবে বলতে পারছি না তারা কোথায় থেকে লিব্রা এয়ারড্রপ এ অংশ নিয়েছিল। আমি খোঁজাখুঁজির পর এই লিংক টি পেলাম, এখানে লিব্রা টোকেন পাবার স্টেপ বাই স্টেপ গাইডলাইন আছে।  জানিনা সঠিক কিনা https://www.airdropbob.com/facebook-libra/airdrop-facebook-libra-by-huobi

লিব্রা এখনও চালু করা সম্ভব হয়নি তবে আগামী বছরের জানুয়ারীতে স্বল্প পরিসরে সীমিত বিক্রয় এর মাধ্যমে চালু হবে বলে আশা করা যাচ্ছে। যদি লিব্রা সফল হয়, এর মান স্থিতিশীল থাকবে।
sr. member
Activity: 1372
Merit: 322
November 30, 2020, 11:20:56 AM
বিটিসি নিউ এটিএইচ হিট করেছে। এইটা নিঃসন্দেহে আমাদের জন্য খুবই ভালো খবর। আপনাদের কি মনে হয়, নেক্সট টার্গেট কত হবে? কত ইউএসডিতে গিয়ে এইবার থামবে। এই মুহুর্তে বিটিসি সেল দেয়াটা অনেক কনফিউশান এর ব্যাপার। আপনারা কে কি করছেন? আমি কিছু পরিমাণ স্টাবলকয়েনে কনভার্ট করার প্ল্যান করতেছি। এইটা কি খুব ভালো ডিসিশন? নাকি আপাতত আরো ওয়েট করবো।
member
Activity: 238
Merit: 28
November 30, 2020, 10:54:54 AM
আমি অনেক দিক আগে লিভরার airdrop করে ছিলাম । আমাদের সবার কাছে এই airdrop টা ভালো মনে হয়েছিলো। আশা করেছিলাম এখান থেকে ভালো কিছু মুনাফা অর্জন হতে পারে।
প্রথমেই লিব্রা এয়ারড্রপ নিয়ে কথা বলি। এধরণের কোনো এয়ারড্রপ হয়েছিল, আমার জানা নেই। লিব্রা এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে। উইকিপিডিয়া বলছে, এই কয়েনের নেটওয়ার্ক এবং কারেন্সি এখনো প্রস্তুত করা হয় নি। ফেসবুক এতদিন আইনি জটিলতা মোকাবিলায় ব্যস্ত ছিল। এয়ারড্রপের প্রশ্ন উঠেনা। আর ভালো প্রজেক্ট গুলো কখনো এমন প্রজেক্ট দেয় না। কারণ এয়ারড্রপ হান্টাররা বেশিরভাগ সময় প্রজেক্ট ডাম্প করে দেয়। আপনি যে এয়ারড্রপে জয়েন করেছেন তা হয়তো স্ক্যাম ছিল। অনেক সময় ফেক আইসিও করে ইনভেস্টরদের টাকা চুরি করে কিছু মানুষ। এসব প্রজেক্ট আরো ইনভেস্টর টানতে এয়ারড্রপ হান্টারদের ব্যবহার করে।

ফেসবুকের লিভরা টোকের এর নতুন কিছু আপডেট আছে কি?


ফিনানশিয়াল টাইমস সর্বশেষ ২/৩ দিন আগে লিব্রা নিয়ে রিপোর্ট করেছে। মূল রিপোর্ট পড়তে পারিনি, যেহেতু পেইড সাবস্ক্রিপশন লাগে। তবে cnet ফিনানশিয়াল টাইমসকে উদ্ধৃতি করে লিখেছে, লিব্রা আগামি জানুয়ারিতে রিলিজ পেতে পারে। লিব্রা ইউএস ডলার ব্যাকড স্টেবল কয়েন হবে। রিপোর্ট পড়তে গিয়ে একটা নতুন টার্ম সম্পর্কে জানলাম -  multiple single-currency stablecoins । বিষয়টি বুঝলাম না। একটা কয়েনকে কিভাবে বিভিন্ন কারন্সি দ্বারা মার্কেট ভ্যালু লিঙ্ক করবে? নাকি আমার বুঝার ভুল!

সোর্স
Facebook's controversial Libra cryptocurrency could launch in January

Facebook’s Libra currency to launch next year in limited format
sr. member
Activity: 1372
Merit: 322
November 30, 2020, 09:48:48 AM
ফেসবুকের লিভরা টোকের এর নতুন কিছু আপডেট আছে কি? আমি অনেক দিক আগে লিভরার airdrop করে ছিলাম । আমাদের সবার কাছে এই airdrop টা ভালো মনে হয়েছিলো। আশা করেছিলাম এখান থেকে ভালো কিছু মুনাফা অর্জন হতে পারে। আশা করি যদি কেউ ফেসবুকের লিভরা টোকেনের আপডেট জানেন তাহলে দয়া করে জানাবেন।
লিভরার কোন এয়ারড্রপ হয়েছিল বলে আমার জানা নেই। আপনি সম্ভবত কোন ফেইক লিভরার এয়ারড্রপ করেছেন। ট্রেন্ডিং প্রজেক্ট নিয়ে এইরকম অনেকেই ফেইক এয়ারড্রপ ক্রিয়েট করে যাতে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার বাড়াতে পারে।
আপনি যে লিভরার এয়ারড্রপ করেছেন সেটার লিংক দিতে পারেন কি?
jr. member
Activity: 644
Merit: 7
November 30, 2020, 08:35:11 AM
ফেসবুকের লিভরা টোকের এর নতুন কিছু আপডেট আছে কি? আমি অনেক দিক আগে লিভরার airdrop করে ছিলাম । আমাদের সবার কাছে এই airdrop টা ভালো মনে হয়েছিলো। আশা করেছিলাম এখান থেকে ভালো কিছু মুনাফা অর্জন হতে পারে। আশা করি যদি কেউ ফেসবুকের লিভরা টোকেনের আপডেট জানেন তাহলে দয়া করে জানাবেন।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
November 30, 2020, 08:29:12 AM
দীর্ঘ দিন যাবত ক্রিপ্টোকারেন্সি থেকে দূরে ছিলাম। অল্প কিছু দিন হয় আবার একটিভ হয়েছি,
বিটকয়েনটক ফোরামে আপনাকে আরো একবার স্বাগতম। আপনি এই ফোরামের পুরাতন মেম্বার। আমরা আশা করবো আপনি আমাদের লোকাল বোর্ডে এক্টিভ থাকবেন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন।

এভাবেই বড় বড় এক্সচেঞ্জ গুলো এগিয়ে আসতে থাকলে একটা সময় সরকার ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝতে পারবে। আর এর পসিটিভ দিক বুঝতে পারবে।
আসলে আমাদের সরকার ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝে না, না বুঝতে চায় না এটাই আমার প্রশ্ন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও ক্রিপ্টোকারেন্সি এখন বৈধ। শুধু তাই নয় ইন্ডিয়াতে ক্রিপ্টো ব্যাংক পর্যন্ত চালু হতে যাচ্ছে। নতুন নতুন ইন্ডিয়ান ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ চালু হচ্ছে। অথচ আমাদের সরকারের গায়ে এখনো ক্রিপ্টোকারেন্সির হাওয়াই লাগে নাই। দেরীতে হলেও আমাদের সরকার একদিন অবশ্যই ক্রিপ্টোকারেন্সির কার্যকারিতা বুঝতে পারবে। সমস্ত বিশ্ব যখন অনেক দূর এগিয়ে যাবে তখন হয়তো আমরা যাত্রা শুরু করবো।
member
Activity: 86
Merit: 21
November 30, 2020, 08:03:28 AM
ইথারিয়াম ২.০  ethereum 2.0 কাউন ডাউব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন ইথারিয়ামের প্রাইস কোথায় গিয়ে ঠেকে দেখার বিষয় কারন ইথারিয়াম নতুন টেকনোলোজি ব্যাবহারের কারনে আমরা আশা করতেছি ইথারিয়াম অনেক বেশি মুল্য বৃদ্ধি হতে পারে হতোবা $২০০০ ডলারের আশেপাশে প্রাইস থাকতে পারে, এখন ইনভেস্টর দেখার বাকি যদি অনেক ইনভেস্টর বেশি হলে অর্থাৎ বেশি মানুষ ইনভেস্ট করলে দাম অনেক বাড়বে, খুব তারাতারি বিটকয়েন ও ইথারিয়াম তাদের সর্বোচ্চো প্রাইস অতিক্রম করবে। এছাড়া অন্য কোনো কারন কেউ জেনে থাকলে আলোচনা করতে পারেন।
আগামীকালকেই ইথারিয়াম ২.০ মার্কেটে আসবে। ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর ETH এর দাম কেমন হবে এ নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। আশা করছি এবার আমরা ETH এর সর্বোচ্চ দাম দেখতে পাব। আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে? বর্তমান ETH এবং ইথারিয়াম ২.০ দুইটাই কি মার্কেটে আলাদাভাবে থাকবে নাকি সব মিলেমিশে শুধু ইথারিয়াম ২.০ থাকবে?

আমাদের মনে রাখা দরকার যে ইথারিয়াম ২.০ শুধুমাত্র একটা টেকনোলোজি যা ইথারিয়াম ব্যাবহার ও লেনদেন আরাও সহজ এবং উন্নত করতে সক্ষম হবে।

আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে?

 ইথারিয়াম ২.০ আসলেও আমরা বর্তমানে যে  ইথারিয়াম ব্যাবহার করছি তা থেকে যাবে।

আসলে আমার একটা বিষয় জানার ছিল ইথারিয়াম ২.০ মার্কেটে আসার পর আমরা বর্তমানে যে ETH ব্যবহার করছি এটির কি হবে?

এখানে ইথারিয়াম ২.০ একটা টেকনোলোজি যেখানে তারা ইথারিয়াম ২.০ এনে আর উন্নত সেবা দেওয়ার জন্যে কাজ করে যাচ্ছে, ইথারিয়াম ২.০ এর মাধ্যমে তারা যে আসলে কি করতে যাচ্ছে এখোনো অনেককিছুই অস্পস্ট ইথহারিয়াম যাই করুক না কেনো সর্বোচ্চ শীমা ছারিয়ে যাবে এখন অপেক্ষা করতে হবে।
jr. member
Activity: 400
Merit: 1
November 30, 2020, 06:54:41 AM
ভাই আমরা খুব আনন্দিত যে  bitcoin দাম দিন দিন বারছে
বিটকয়েন এর দাম বাড়বে আবার কমবে এটাই সাভাবিক অবশ্য আনানদেরো বিষয় কিন্ত আপনি অনেক ছোটো পোস্ট করেছেন যেটা তেমন কোনো অর্থ প্রকাশ করেনা বিটকয়েন নিয়ে আগ্রহ থাকা ভালো যেহহেতু আমরা সবাই বিটকয়েন  নিয়ে কাজ করি তাই আমাদের আগ্রহ আর ভালোবেশে কাজ করে জেতে হবে তাছারা আমরা বেশিদুর এগোতে পারবোনা। একটু বুঝে  বিস্তারিত লিখলে সবাই উপক্রিত হবে ।
Jump to: