যারা প্রফেশনাল ট্রেডার তারা ট্রেডিংভিউ ফলো করেই ট্রেড নেয়। কারণ, টেকনিক্যাল এনালাইসিস করতে যেসব টুলস লাগে, তা সবই আপনি ট্রেডিং ভিউ তে পাবেন। আপনার প্রশ্ন শুনে মনে হল, আপনি এ বিষয়ে দক্ষ নন। তাই ট্রেড না নেয়াই ভাল। তবুও যদি নেন, মাসে ৫-১০% দূরে থাক, ১০০% ফান্ড হারাতে হবে। তারপরও ইউর মানি, ইউর রিস্ক। আমি শুধু এডভাইস দিলাম। আর বিনামূল্যে আরেকটা পরামর্শ দিতে পারি, টেকনিক্যাল এনালাইসিস শিখে নিন। যদি শিখতে চান, তবে নিচের বই অথবা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।
১। The Candlestick Trading Bible
২। Crypto Notes হিন্দি ভাষা
৩। No Nonsense Forex
৪। Rayner Teo