Author

Topic: বাংলা (Bengali) - page 396. (Read 5718426 times)

member
Activity: 238
Merit: 28
December 07, 2020, 04:12:41 AM
ট্রেড্রিংভিউ ফোলো করে বাই সেল করলে কতটা ফল পাওয়া যাবে?? যদি কেউ ট্রেড্রিং ভিউ ফোলো করে থাকেন এবং কতটা পজেটিভ হয় যদি কেউ শেয়ার করতেন খুব ভাল হতো আমি আনেক দিন স্টোক করে রাখতে চাই না ট্রেড করতে চাই জানি এখানে অনেক রিস্কি তারপরও মাসে ৫-১০ % আসলে সন্তুস্ট।

যারা প্রফেশনাল ট্রেডার তারা ট্রেডিংভিউ ফলো করেই ট্রেড নেয়। কারণ, টেকনিক্যাল এনালাইসিস করতে যেসব টুলস লাগে, তা সবই আপনি ট্রেডিং ভিউ তে পাবেন। আপনার প্রশ্ন শুনে মনে হল, আপনি এ বিষয়ে দক্ষ নন। তাই ট্রেড না নেয়াই ভাল। তবুও যদি নেন, মাসে ৫-১০% দূরে থাক, ১০০% ফান্ড হারাতে হবে। তারপরও ইউর মানি, ইউর রিস্ক। আমি শুধু এডভাইস দিলাম। আর বিনামূল্যে আরেকটা পরামর্শ দিতে পারি, টেকনিক্যাল এনালাইসিস শিখে নিন। যদি শিখতে চান, তবে নিচের বই অথবা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন।
১। The Candlestick Trading Bible
২। Crypto Notes হিন্দি ভাষা
৩। No Nonsense Forex
৪। Rayner Teo
member
Activity: 86
Merit: 21
December 07, 2020, 02:26:48 AM
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে
আসলে বাউন্টি রির্পোটগুলো স্প্যামপোস্ট হিনাবে গন্য হয়। আপনার উচিত মাঝেমাঝে অন্যান্য বোর্ডের আলোচনায়ও অংশগ্রহন করা। আপনি যেসকল বাউন্টির কথা বলেছেন আমিও সেসকল বাউন্টিতে কাজ করছি। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয় নাই। তবে আরো একটা কারনে এমন হতে পারে তাহলো আপনি যদি মাল্টিপল একাউন্ট দিয়ে একই বাউন্টিতে জয়েন হন এবং একই ফরমেটে রির্পোট পোস্ট করেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত না।

ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।
যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ সেখানে ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ হতে পারে। কিন্তু যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের পুলিশ খুঁজে বেড়ায় সেখানে ক্রিপ্টোকারেন্সিতে বিরিয়োগ আসলেই রিস্কি।

অনেক সময়ে দেখা যায় যে মোবাইল দিয়ে কাজ করতে লাগলে লিংক ঠিক ভাবে কপি হয়না কোটস করে নিউ পেজ নিয়ে করলে হয় মোবাইল দিয়ে কেউ একটু দেখায়ে না দিলে একা একা করতে পারা অনেক কঠিন হয়ে যায়।

বাউন্টির রিপোর্ট জমা দেয়া খেত্রে মোবাইল উজার রা অনেক কঠিন মনে করে কারণ মোবাইল ভার্সন দিমিত হওয়ার জন্যে অনেক কাজ করা যায়না মোবাইল দিয়ে আপনি ঠিক বলেছেন কেউ একটু সাহায্য করলে খুব সহজেই সবকিছু করা যায়।
jr. member
Activity: 54
Merit: 3
December 07, 2020, 02:05:18 AM
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে
আসলে বাউন্টি রির্পোটগুলো স্প্যামপোস্ট হিনাবে গন্য হয়। আপনার উচিত মাঝেমাঝে অন্যান্য বোর্ডের আলোচনায়ও অংশগ্রহন করা। আপনি যেসকল বাউন্টির কথা বলেছেন আমিও সেসকল বাউন্টিতে কাজ করছি। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয় নাই। তবে আরো একটা কারনে এমন হতে পারে তাহলো আপনি যদি মাল্টিপল একাউন্ট দিয়ে একই বাউন্টিতে জয়েন হন এবং একই ফরমেটে রির্পোট পোস্ট করেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত না।

ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।
যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ সেখানে ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ হতে পারে। কিন্তু যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের পুলিশ খুঁজে বেড়ায় সেখানে ক্রিপ্টোকারেন্সিতে বিরিয়োগ আসলেই রিস্কি।

অনেক সময়ে দেখা যায় যে মোবাইল দিয়ে কাজ করতে লাগলে লিংক ঠিক ভাবে কপি হয়না কোটস করে নিউ পেজ নিয়ে করলে হয় মোবাইল দিয়ে কেউ একটু দেখায়ে না দিলে একা একা করতে পারা অনেক কঠিন হয়ে যায়।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 06, 2020, 11:24:06 PM
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে
আসলে বাউন্টি রির্পোটগুলো স্প্যামপোস্ট হিনাবে গন্য হয়। আপনার উচিত মাঝেমাঝে অন্যান্য বোর্ডের আলোচনায়ও অংশগ্রহন করা। আপনি যেসকল বাউন্টির কথা বলেছেন আমিও সেসকল বাউন্টিতে কাজ করছি। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয় নাই। তবে আরো একটা কারনে এমন হতে পারে তাহলো আপনি যদি মাল্টিপল একাউন্ট দিয়ে একই বাউন্টিতে জয়েন হন এবং একই ফরমেটে রির্পোট পোস্ট করেন। তবে এ বিষয়ে আমি নিশ্চিত না।

ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।
যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি বৈধ সেখানে ক্রিপ্টোকারেন্সি একটি ভাল বিনিয়োগ হতে পারে। কিন্তু যেসকল দেশে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের পুলিশ খুঁজে বেড়ায় সেখানে ক্রিপ্টোকারেন্সিতে বিরিয়োগ আসলেই রিস্কি।
jr. member
Activity: 840
Merit: 1
December 06, 2020, 07:16:47 PM
@ristarakib
আমার প্রোফাইলে শো করে, আসলে আমি যথা সময়েই রিপোর্ট সাবমিট  করেছি, এর আগে এমনটা হয়নি, আর যে বাউন্টি গুলোতে সমস্যা হয়েছে সেগুলাতে স্বাপ্তাহিক রিপোর্ট থ্রেডেই পোষ্ট করতে বলা হয়েছে,
যেমন betfury bounty,  interfinex bounty, unicap bounty
আরো কাছে আমি বুৃঝতেছিনা এমনটা কেন হচ্ছে
jr. member
Activity: 560
Merit: 2
December 06, 2020, 06:48:35 PM
ক্রিপ্টোকারেন্সি আসলে কি একটি ভালো বিনিয়োগ? এ সম্পকে আমি তেমন কিছু জানিনা, কেউ জানলে, আমাকে একটু বললে উপকার হবে।
hero member
Activity: 823
Merit: 500
SquidCoin.cash
December 06, 2020, 02:12:48 PM
বাউন্টি থ্রেডে কিছু বাউন্টি ক্যাম্পেইন স্বাপ্তাহিক রিপোর্ট পোষ্ট করছি কিন্তু একদিন পর খেয়াল করলাম  কিছু  পোষ্ট ডিলিট হয়ে গেছে অটোমেটিক, সমস্যা টা কেন হয়েছে কেউ যদি বিষয়টা নিয়ে বলতেন উপকৃত হতাম

ধন্যবাদ

এরকম হবার কথা নাহ । আপনি যদি ঠিকমতো সঠিক দিনে বাউন্টি রিপোর্ট জমা দেন তাহলে সেটা ডিলিট হবার কথা না । হইত সেই বাউন্টি টা তে গুগল ফর্মে রিপোর্ট জমা দিতে হত আর আপনি থ্রেডে পোস্ট করেসেন অথবা ডেডলাইন শেষ হবার পর রিপোর্ট জমা দিসেন ।
কোন বাউন্টি ক্যাম্পেইন এর পোস্ট ডিলিট হয়েছে যদি বলতেন তবে হইত সঠিক কারণটা বলতে পারতাম ।
newbie
Activity: 191
Merit: 0
December 06, 2020, 01:30:27 PM
ট্রেড্রিংভিউ ফোলো করে বাই সেল করলে কতটা ফল পাওয়া যাবে?? যদি কেউ ট্রেড্রিং ভিউ ফোলো করে থাকেন এবং কতটা পজেটিভ হয় যদি কেউ শেয়ার করতেন খুব ভাল হতো আমি আনেক দিন স্টোক করে রাখতে চাই না ট্রেড করতে চাই জানি এখানে অনেক রিস্কি তারপরও মাসে ৫-১০ % আসলে সন্তুস্ট।
jr. member
Activity: 840
Merit: 1
December 06, 2020, 01:18:01 PM
বাউন্টি থ্রেডে কিছু বাউন্টি ক্যাম্পেইন স্বাপ্তাহিক রিপোর্ট পোষ্ট করছি কিন্তু একদিন পর খেয়াল করলাম  কিছু  পোষ্ট ডিলিট হয়ে গেছে অটোমেটিক, সমস্যা টা কেন হয়েছে কেউ যদি বিষয়টা নিয়ে বলতেন উপকৃত হতাম

ধন্যবাদ
jr. member
Activity: 644
Merit: 7
December 06, 2020, 10:59:46 AM
আমি ভালো বাউন্টি কিভাবে পাব? সিনিয়র ভাইদের সহযোগিতা কামনা করছি।
ভাই আপনার উচিত আমাদের লোকাল বোর্ডের পাশাপাশি Altcoin discussion বোর্ডেও মাঝেমাঝে ভিজিট করা। এতে আপনি বাউন্টি এবং অন্যান্য কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি আপনার জন্য নিচে কিছু লিঙ্ক দিচ্ছি এগুলো আপনার watchlist এ রাখবেন।
১. Overview List of Exchangeable Bounty Campaign
২. list of bounties good quality (new update 27_11_2020)
৩. Safe Campaigns in the Altcoin section to join. Dont waste your time with others
আপনি এই লিংক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছেন। তাই আমি সব লিংকে ক্লিক করে দেখলাম। মুটামুটি অনেক কিছু শিখার আছে। আপনি এত সুন্দর করে বুঝানোর জন্য ধন্যবাদ।
newbie
Activity: 757
Merit: 0
December 06, 2020, 10:37:20 AM
আমি কি কোনভাবে বিটকয়েন, ETH কিনতে পারব? যদি কোনো সিনিয়র ভাইয়ের কাছে এই নিয়ম জানা থাকে তাহলে আমাকে বলে সাহায্য করবেন ?
আপনি যে কোন ভালো একটা exchange থেকে কিনতে পারেন। আমি কিছুদিন আগে জেনেছিলাম যে kucoin- বাংলাদেশী টাকা (BDT) peer to peer চালু করেছে। আপনি আরো সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখতে পারেন।

#বিঃদ্রঃ আমি এখনো kucoin- এ BDT ক্রয় বিক্রয় করিনি। যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান তাহলে আপনার নিজের risk এ করবেন।
ভাই এগুলো তথ্য দেয়ার জন্য ধন্যবাদ । যদি এর লিংক টা দিতেন তাহলে একটু সুবিধা পেতাম।
jr. member
Activity: 163
Merit: 1
December 06, 2020, 10:16:44 AM
আমি কি কোনভাবে বিটকয়েন, ETH কিনতে পারব? যদি কোনো সিনিয়র ভাইয়ের কাছে এই নিয়ম জানা থাকে তাহলে আমাকে বলে সাহায্য করবেন ?
আপনি যে কোন ভালো একটা exchange থেকে কিনতে পারেন। আমি কিছুদিন আগে জেনেছিলাম যে kucoin- বাংলাদেশী টাকা (BDT) peer to peer চালু করেছে। আপনি আরো সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখতে পারেন।

#বিঃদ্রঃ আমি এখনো kucoin- এ BDT ক্রয় বিক্রয় করিনি। যদি আপনি ক্রয় বিক্রয় করতে চান তাহলে আপনার নিজের risk এ করবেন।
jr. member
Activity: 616
Merit: 1
December 06, 2020, 09:25:14 AM
আমি ২০২১ সালের জন্য কিছু বিটকয়েন কিনে রাখতে চাই। কিন্ত ২০২১ সালে বিটকয়েনের দাম কতো হতে পারে। যদি কোন সিনিয়র ভাই এ ব্যাপারে আমাকে সাজেশন দিতেন। তাহলে নিজেকে ধন্য মনে করতাম।


আপনি ডিসেম্বরের শেষের দিকে কিনতে পারেন। এটা আমার মতামত ।

কারন ?

উদাহরণ ...
ডিসেম্বরের শেষের দিকে বিটকেনের দাম অনেক কমে যাবার সম্ভাবনা রয়েছে  । কারন Mtgox নামে একটি এক্সচেঞ্জ হ্যাক হয় ২০১১ এবং ২০১৩ মোট ৮৫০,০০০ পরিমাণ বিটকয়েন চুরি হয়ে যায় সেই এক্সচেঞ্জ থেকে । এক্সচেঞ্জের ক্ষেত্রে সব থেকে বড়  হ্যাকিং এটা। Mtgox এক্সচেঞ্জের উপরে মামলা হয় বিটকয়েন চুরি হওয়ার জন্য  । Mtgox এক্সচেঞ্জেরপক্ষে থেকে কিছু কিছু বিটকয়েনতাদের গ্রাহকদের দিয়েছে।  ১৫০,০০০ পরিমাণের বিটকয়েন দিতে হবে  ।  আদালত থেকে রায় হয় যাদের বিটকয়েন চুরি হয়ে গেছে  তাদের ফিরিয়ে দিতে হবে  (১৫ অক্টোবরের ২০২০) । Mtgox এক্সচেঞ্জের পক্ষে থেকে আর কিছু দিন সময় চায় আদালত থেকে । পরে আদালত তাদের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে । ডিসেম্বরে Mtgox এক্সচেঞ্জ ১৫০,০০০ পরিমাণ বিটকয়েন দিয়ে দেই তা হলে স্বাভাবিক ভাবেই বিটকয়েনের দাম কমে যাবে ।
jr. member
Activity: 163
Merit: 1
December 06, 2020, 09:11:20 AM
আমার মনে হয় না যে এবার ETH ১০০০ ডলার ক্রস করবে। ETH এর দাম বাড়লে বড়জোর আর ১০০-১৫০ ডলার বাড়তে পারে। তবে কিপ্টোকারেন্সি নিয়ে একেকজনের ধারনা একেক রকম। ২০১৭ সালে ETH এর দাম ১৩০০ ডলার হলেও পরের বছর দাম কমে শুধু ৮০ ডলার হয়েছিল। প্রায় তিন বছর পর আবার ETH এর দাম ৬০০ ডলার ক্রস করেছে। তাই আমি মনে করি ETH বেশি দিন হোল্ড করা ঠিক হবে না।
প্রথমত বিটকয়েনের দাম যদি বাড়ে অবশ্যই ETH দাম বাড়বে। ডিসেম্বরের শেষ বিটকয়েনের দাম 25/30 হাজার ডলার হতে পারে। এরকম এনালাইজারদের মতামত রয়েছে। আরেকটি বিষয় বিটকয়েন এবং ইথিরিয়াম এর রেশিও সব সময় 32 ETH এর পার্থক্য থাকে। তাই আমার মনে হয়।  এটি হাজার ডলার পার হওয়ার সম্ভাবনা রয়েছে।
newbie
Activity: 434
Merit: 0
December 06, 2020, 09:04:29 AM
Cryptocurrency তে আমি কিছুদিন আগে জয়েন করছি। ত্রুিপ্টোকারেন্সি কেন এত জনপ্রিয়? কোন সিনিয়র ভাই আমাকে বুঝিয়ে দিলে এ সম্পকে আরো ভালোভাবে জানতে পারব।

২০০৮ সালে যখন সারা বিশ্বে banking খাতে ধস নেমেছিল ঠিক ওই সময় সাতোশি নাকামতো নামের একজন ব্যক্তি Bitcoin আবিষ্কার করেন এবং তিনিই সর্ব প্রথম ভারচুয়াল currency করেছে। আর অনেক ভারচুয়াল কয়েন বা টোকেন মার্রকেট ও আসে। এখন সারা বিশ্ব Banking system গুলো ভারচুয়াল দিকে যাচ্ছে। আগামী দিনে কোনো টাকা বা ডলার এর হবে না সব হবে ভার্চুয়াল কারেন্সি উপর নির্ভর করবে কিন্তু এখন অনেক দেশ ভারচুয়াল কারেন্সি কে মেনে যেমন: জাপান, আমেরিকা, কোরিয়া, চীন, ভারত, আরও অনেক আসে যারা পুরোপুরি Cryptocurrency এর উপর নির্ভর করে।
newbie
Activity: 757
Merit: 0
December 06, 2020, 09:03:55 AM
আমি কি কোনভাবে বিটকয়েন, ETH কিনতে পারব? যদি কোনো সিনিয়র ভাইয়ের কাছে এই নিয়ম জানা থাকে তাহলে আমাকে বলে সাহায্য করবেন ?
jr. member
Activity: 644
Merit: 7
December 06, 2020, 08:46:02 AM
আমার কাছে কিছু ETH আছে। তাতে ভবিষ্যৎ তে ETH ১০০০ ডলার হওয়ার সম্ভনা আছে কি? এর দাম কবে বাড়বে?  ETH এর বিষয়ে কি কোন সিনিয়র বড় ভাই, যদি জেনে থাকেন তাহলে দয়া করে, আমাকে বলবেন?
আমার মনে হয় না যে এবার ETH ১০০০ ডলার ক্রস করবে। ETH এর দাম বাড়লে বড়জোর আর ১০০-১৫০ ডলার বাড়তে পারে। তবে কিপ্টোকারেন্সি নিয়ে একেকজনের ধারনা একেক রকম। ২০১৭ সালে ETH এর দাম ১৩০০ ডলার হলেও পরের বছর দাম কমে শুধু ৮০ ডলার হয়েছিল। প্রায় তিন বছর পর আবার ETH এর দাম ৬০০ ডলার ক্রস করেছে। তাই আমি মনে করি ETH বেশি দিন হোল্ড করা ঠিক হবে না।
ভাই আপনার সাজেশন অনেক ভালো। তবে ইথেরিয়াম স্টেকিং এর জন্য মনে হয় অনেক ইথেরিয়াম লক থাকবে। তাই ইথেরিয়াম কিছুটা বাড়তে পারে, কিছু টা দাম বাড়লে আমি সেল করে দিব। ধন্যবাদ
newbie
Activity: 434
Merit: 0
December 06, 2020, 08:44:13 AM
যেকনো প্রজেক্ট properly identity করার নিয়ম:-

১. অবশ্যই আপনাকে ওই প্রজেক্ট এর website ভালোবাবে পড়তে হবে এবং বুঝতে  হবে যে তাদের প্রজেক্ট টা কিসের উপর ভিত্তি করে মার্কেট আসবে। website এর প্রায়োরিটি কতো তুকো সেটা বুঝতে এটা করার জন্য :- scamadviser এর হেল্প নিতে পারেন।

২. প্রজেক্ট whitepaper টা ভালোবাবে পড়তে  এবং পড়ার ওই whitepaper word গুলো plagrism চেক করতে হবে মানে whitepaper word গুলো কপি নাকি যদি কপি ধরা পরে তাহলে বুঝতে অন্য প্রজেক্ট এর পেপার কপি করা হয়েছে। plagrism check করার জন্য বেশ কিছু আসে যেমন:  ১. DupliChecker.
২. Copyscape.
৩. Plagscan.
৪. Plagiarismhunt
৫. Unicheck.
৬. Grammarly.
৭. Plagramme.
৮. Quetext.
৯. smallseotools.
১০. plagiarismdetector

৩. তারপর প্রজেক্ট এর টিম এর বাইও ডাটা মানে CEO, COO, CTO, Lead Blockchain developers, web developer, Marketing team, e.t.c তাদের Linkedin profile portfolio এবং অতীত এ তাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও জানতে হবে।

৪. তাদের প্লাটফর্ম সম্প্রর্কে জানতে যে তারা কি ধরনের প্লাটফর্ম তারা নিয়ে আসবে।

৫. তারপর তাদের Token বা Coin type দেখতে  হবে এবং কি ধরনের token বা coin তারা মার্কেট এ নিয়ে আসবে যেমন: Stablecoin, Deflationary, Exchangecoin, Defi(Now hot product cryoto market), e.t.c.

৬. তাদের token বা coin এর সেল কিভাবে করবে সেটা জানতে হবে যেমন: Pre-Sale, ICO, IEO.

৭. তাদের কমিউনিটি কেমন আসেsocial platform এ যেমন: Bitcoin ANN, Facebook, Twitter, Linkedin, Telegram, Reddite, Discord, VK, etc.

৮. তাদের প্রডাক্ট টা কবে মার্কেট নিয়ে আসবে এবং কোন এক্সচেঞ্জ লাঞ্ছ করবে যেমন: Direct Listing, IEO then listing.
jr. member
Activity: 560
Merit: 2
December 06, 2020, 08:34:03 AM
Cryptocurrency তে আমি কিছুদিন আগে জয়েন করছি। ত্রুিপ্টোকারেন্সি কেন এত জনপ্রিয়? কোন সিনিয়র ভাই আমাকে বুঝিয়ে দিলে এ সম্পকে আরো ভালোভাবে জানতে পারব।
sr. member
Activity: 1582
Merit: 264
Next Generation Web3 Casino
December 06, 2020, 08:21:43 AM
আমি ভালো বাউন্টি কিভাবে পাব? সিনিয়র ভাইদের সহযোগিতা কামনা করছি।
ভাই আপনার উচিত আমাদের লোকাল বোর্ডের পাশাপাশি Altcoin discussion বোর্ডেও মাঝেমাঝে ভিজিট করা। এতে আপনি বাউন্টি এবং অন্যান্য কয়েন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি আপনার জন্য নিচে কিছু লিঙ্ক দিচ্ছি এগুলো আপনার watchlist এ রাখবেন।
১. Overview List of Exchangeable Bounty Campaign
২. list of bounties good quality (new update 27_11_2020)
৩. Safe Campaigns in the Altcoin section to join. Dont waste your time with others
Jump to: