Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 53. (Read 5800830 times)

full member
Activity: 532
Merit: 229
June 10, 2024, 01:39:55 AM

ভাই, বর্তমানে বাউন্টি প্রজেক্ট একেবারে নাই বললেই চলে। আর দু একটা থাকলেও পেমেন্ট করে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া প্রচুর পরিমানে ভুয়া প্রজেক্ট আসে যার প্রমোশন করাও এক ধরনের স্ক্যাম এর শামিল।
আর টেলিগ্রাম বট এর মাধ্যমে মাইনিং প্রজেক্টগুলি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে নটকয়েন এর পেমেন্ট। Notcoin ভালো পেমেন্ট দিয়েছে, যার জন্য এখন প্রচুর পরিমাণে টেলিগ্রাম বটমাইনিং আসতেছে। তাছাড়া বর্তমানে বেশিরভাগ বাউন্টি হান্টাররা টেস্টনেট এবং অন্যান্য অল্প কিছু বিনিয়োগ করে কাজ করতে হয় এমন প্রজেক্টে মনোযোগ দিচ্ছে। তাই অদূর ভবিষ্যতে হয়তো বুলরান আসলে আবার আমরা প্রচুর পরিমাণে ভালো বাউন্টি দেখতে পাবো।
নট কয়েন পেমেন্ট করেছে এবং যারা পেমেন্ট পেয়েছে তারা মোটামুটি ভালোই অ্যামাউন্ট এর পেমেন্ট পেয়েছে। আরেকটি প্রজেক্ট প্রায় পেমেন্ট করার পথে এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকটি এক্সচেঞ্জের সাথে চুক্তি করে ফেলেছে। Hamster Kombat এই প্রজেক্টটি অনেক ভালো হবে এবং যারা প্রথম থেকে আজ অবধি একটিভ থেকেছে তারা মোটামুটি নট কয়েনের মতোই পেমেন্ট পেয়ে যাবে। তাছাড়া প্রজেক্ট এর মূল লক্ষ্য হচ্ছে কমিউনিটির জনপ্রিয়তা অর্জন করা এবং টেলিগ্রাম বটের মাধ্যমে প্রজেক্ট চালালে খুব অল্প সময়ের ভিতরে কমিউনিটি গ্রো করা সম্ভব হয় এজন্য বেশিরভাগ প্রজেক্টগুলো বর্তমানে টেলিগ্রাম বটের মাধ্যমে রান করা হচ্ছে। আর এর প্রভাব এসে পড়েছে আমাদের ফোরামের উপর কেননা এখন ফোরামে ভালো কোন প্রজেক্ট আসে না বললেই চলে। আগে প্রতিদিন নতুন নতুন সিগনেচার ক্যাম্পেইন আসতো কিন্তু বর্তমানে সিগনেচার ক্যাম্পেইন গুলো আসা বন্ধ করে দিয়েছেন এবং দু-চারটি যা আসে তা এক দুই সপ্তাহ রান করার পর বন্ধ করে দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফোরামের জনপ্রিয়তা দিন দিন কমে যাবে ।
বর্তমানে এই টেলিগ্রাম বটগুলো প্রচুর পরিমাণে অশৃঙ্খলা সৃষ্টি করেছে. অহর অহর টেলিগ্রাম বট রয়েছে যেগুলোর মাধ্যমে নতুন নতুন প্রজেক্ট মাইনিং করা হয়. এবং এই বটগুলোর কারণেই আমাদের ফোরাম এবং আমরা সরাসরি প্রভাবিত হচ্ছি. আমরা অনেক অনেক ক্যাম্পেইন থেকে বঞ্চিত হচ্ছি এই বট গুলোর কারণে. এভাবে চলতে থাকলে কেমনে হবে ভাই? বর্তমানে আমাদের এই ফোরামে কোন ক্যাম্পেইনই নেই. আমি প্রথম প্রথম যখন এই ফোরামে যোগদান করি, তখন প্রতিদিনই নতুন নতুন ক্যাম্পেইন আসতো, মোটকথা সব সময় ক্যাম্পেইন আসতে থাকতো এবং ক্যাম্পেইন এর কোন অভাব থাকতো না এই ফোরামে. এবং এখন আমরা ভাল কোন ক্যাম্পেইনই দেখতে পাই না. বুঝতে পারছিনা এই সমস্যাগুলোর সমাধান কি করে হবে.
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 10, 2024, 01:36:26 AM
হেলো বিটকয়েনটক!

আমি mdayonliner [Eng: Tutorial] PGP Signature - Encrypt/Decrypt message - Fingerprint এর এই থ্রেড টি রিপোষ্ট করেছি কারন থ্রেডটির ছবি গুলো নষ্ট হয়ে গেছে এবং লেখক আর ফোরামে একটিভ নেই। তাই Husna QA সাজেশনে, আমি সিদ্ধান্ত নিয়েছি লিনাক্স ইউজারদের জন্য টিউটোরিয়াল লিখবো।



➥ কি জেনারেট:
এই কমান্ড টি আপনার টার্মিনালে পেষ্ট করুন
Code:
gpg --full-generate-key
, এবং এটা আপনারে কাছে জানতে চাইবে আপনি কি ধরনের কি জেনারেট করতে চান RSA এবং RSA হচ্ছে ডিফল্ট, এবং আমি RSA and RSA কি জেনারেট করবো। RSA and RSA কি জেনারেট করতে 1 টাইপ করে এন্টার প্রেস করুন।

RSA কি 1024 বিট থেকে 4096 বিট অব্দি হতে পারে। ডিফল্ট ভাবে 3072 সিলেক্ট করা থাকে। কিন্তু আমি 4096 ক্রিয়েট করবো। তো 4096 লিখে এন্টার করুন। নিচের ছবি দেখুন।

Code:
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mDMEZMghNBYJKwYBBAHaRw8BAQdA+IDRMqmKdzj0eiBee8MjUJ71Sl11HJDEKwuv
eONy9We0ImJpdGNvaW5naXJsIGNsdWIgPGJnY0Bub2VtYWlsLmNvbT6IkwQTFgoA
OwIbAwULCQgHAgIiAgYVCgkICwIEFgIDAQIeBwIXgBYhBFDZejW2cobfuR3fPWOx
Ut7+xyg9BQJkyCG+AAoJEGOxUt7+xyg9E5MA+wS51d5leJ0noKkZlEfAjEqBt/ca
li0mfmKfw9U5LXLrAQC3ncYEyJHrzlNXAav1myyvKZEXQ1WAGafIHeRdcleJALg4
BGTIITQSCisGAQQBl1UBBQEBB0ChNUGhTHWOLKkMNBXFG6/Rl/wWrZ4ad3ppaKtA
Cs3BLwMBCAeIeAQYFgoAIAIbDBYhBFDZejW2cobfuR3fPWOxUt7+xyg9BQJkyCHK
AAoJEGOxUt7+xyg9l9YA/RKyt4OQVeDb1coppNdMVsptCnfB+66fShrn1ij7n9XA
AP4ntoJBo0w4PDIbuCEtOPRjUAk+pC3iaaC2Dq1hU4b+Bw==
=wFDZ
-----END PGP PUBLIC KEY BLOCK-----

আমি তার পাবলিক কি টি একটা টেক্সট ফাইলে সেভ করে নিয়ে সেটা ইম্পোর্ট করে নিয়েছি। নিচের ছবি দেখুন।

Quote

এবার Windows ট্যাব এ ক্লিক করে তারপর ক্লিপবোর্ড এ ক্লিক করুন।

Quote

আপনার মেসেজটি লিখুন, ফাইলে ক্লিক করুন, এবং এনক্রিপ্ট সিলেক্ট করুন (নিচের ছবি দেখুন):

Quote

এবার Bitcoingirl's এর পাবলিক কি তে ক্লিক করুন এবং সাইনে ক্লিক করুন। এটা আপনার পাসফ্রেস চাইবে; আপনার পাসফ্রেস দিয়ে দিন এবং বুম! আপনার এনক্রিপ্টেড মেসেজ আপনার আপনার ক্লিপবোর্ড এ চলে আসবে।

Quote



Code:
-----BEGIN PGP MESSAGE-----

hF4DHD+iqLgO/5wSAQdAYQqzh5+Bj9mNagMn0ZXEzOG6wNFCBiXxpMnSMPDCr00w
rvpcDpcGPifQOTSeW++yX+gEAUwh3Nuz2chHSe2m5mRIthHNbXZXVLqnqDGAp5G3
0ukBFTQutKV3HrFTnSBc9IauNim5EdqywFRRigNsxG5z6VWCR7ecQtqYmEnvHNFv
orgPj2KC90VJ0eA1IZ/OzNyW7VqXrcDaH+0iUAFrlkEN9jf+d+OzpBvVLf8H8WZc
lSi2zP+GdSgA0ITIM6gWhirA/wkeOBXPE9H4eiq+da36JYmUSRxGHR7AZlmt/v+W
OD8REjHxSISWvMbuN703QKV6KVZ0K4JOEQaIdeRu6zYDueMV+YNGMC8eH8doMFlT
yPpJbi8MM+qFTuno+iDCR/2HzdAUVGrExzIr4ZZoIkCaOlmL8ZIJBcnMVnjySVFJ
t+Wb3fspFERX8jnw8pyt4l2EUbpY1F+OQ4YOGhvkZd3rbPkt9qRE+JUvPUx+Carz
RX08qe5qHVvjajfppewoypDkXto5wfDILIVEyIuhqo1/aIFyEhXdRO6sWqt2EeGA
+XQpgfd6xWhEESk3lq+bTDHseqzI1Hs4Dng4Yjdx0L2Y91Ag9tj/cyyKyHi0nMam
/t1SBpMSotfV3CnCUdMh9gHdok43e9b5hObXVpd7jjU2PH443xvfrZtiKlvvGUdd
fUZuMFilx7Clfm4YukrzM6ntg2U+uINRKDLWaf1JA2zd4DET41gNdgkTNQxnT/It
02hrqyI+TfjzhdP6Kls4O2e4hhusIXqtKwut0W2zjfc7YqhA3SBHOJJjd2d4xoky
Kn7AK8xh+RcLWhDAVMV+/NJkJKjveLpgbrtw/0QU/WM1V8e5RGedtlJUHjwS6s34
QnHrgOFDmnSsachXKxv53kzwGNkmtzdoLFedQTLXWu16rlSlO7bbPTTP8YiXDxOJ
WkC7xNbERFdTC51pd2moWJfot4mp8kpKN22ItZZvRIYIkDX2a01xOP1aflDCszuB
+YRdjN991l81KiY=
=WwRm
-----END PGP MESSAGE-----

আমরা অলরেডি শেষ করেছি। আমি কোনো ভুল করে থাকলে আমাকে জানাতে পারেন কারন আমি মাত্র ১ মাস ধরে লিন্যাক্স ব্যাবহার করছি। যদি আপনি কোনো সমস্যায় পড়েন, এখানে পোষ্ট করুন, আমি সমাধান কারার চেষ্টা করবো। যদি আমি করতে না পারি, এখানে অনেকেই আছেন যারা এগিয়ে আসবে।
sr. member
Activity: 546
Merit: 268
June 09, 2024, 06:07:39 PM

ভাই, বর্তমানে বাউন্টি প্রজেক্ট একেবারে নাই বললেই চলে। আর দু একটা থাকলেও পেমেন্ট করে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া প্রচুর পরিমানে ভুয়া প্রজেক্ট আসে যার প্রমোশন করাও এক ধরনের স্ক্যাম এর শামিল।
আর টেলিগ্রাম বট এর মাধ্যমে মাইনিং প্রজেক্টগুলি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে নটকয়েন এর পেমেন্ট। Notcoin ভালো পেমেন্ট দিয়েছে, যার জন্য এখন প্রচুর পরিমাণে টেলিগ্রাম বটমাইনিং আসতেছে। তাছাড়া বর্তমানে বেশিরভাগ বাউন্টি হান্টাররা টেস্টনেট এবং অন্যান্য অল্প কিছু বিনিয়োগ করে কাজ করতে হয় এমন প্রজেক্টে মনোযোগ দিচ্ছে। তাই অদূর ভবিষ্যতে হয়তো বুলরান আসলে আবার আমরা প্রচুর পরিমাণে ভালো বাউন্টি দেখতে পাবো।
নট কয়েন পেমেন্ট করেছে এবং যারা পেমেন্ট পেয়েছে তারা মোটামুটি ভালোই অ্যামাউন্ট এর পেমেন্ট পেয়েছে। আরেকটি প্রজেক্ট প্রায় পেমেন্ট করার পথে এবং তারা ইতিমধ্যে বেশ কয়েকটি এক্সচেঞ্জের সাথে চুক্তি করে ফেলেছে। Hamster Kombat এই প্রজেক্টটি অনেক ভালো হবে এবং যারা প্রথম থেকে আজ অবধি একটিভ থেকেছে তারা মোটামুটি নট কয়েনের মতোই পেমেন্ট পেয়ে যাবে। তাছাড়া প্রজেক্ট এর মূল লক্ষ্য হচ্ছে কমিউনিটির জনপ্রিয়তা অর্জন করা এবং টেলিগ্রাম বটের মাধ্যমে প্রজেক্ট চালালে খুব অল্প সময়ের ভিতরে কমিউনিটি গ্রো করা সম্ভব হয় এজন্য বেশিরভাগ প্রজেক্টগুলো বর্তমানে টেলিগ্রাম বটের মাধ্যমে রান করা হচ্ছে। আর এর প্রভাব এসে পড়েছে আমাদের ফোরামের উপর কেননা এখন ফোরামে ভালো কোন প্রজেক্ট আসে না বললেই চলে। আগে প্রতিদিন নতুন নতুন সিগনেচার ক্যাম্পেইন আসতো কিন্তু বর্তমানে সিগনেচার ক্যাম্পেইন গুলো আসা বন্ধ করে দিয়েছেন এবং দু-চারটি যা আসে তা এক দুই সপ্তাহ রান করার পর বন্ধ করে দেয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ফোরামের জনপ্রিয়তা দিন দিন কমে যাবে ।
full member
Activity: 367
Merit: 136
June 09, 2024, 12:10:55 PM
আসসালামু আলাইকুম। বড় ভাইরা কেমন আছেন। অনেকদিন পর আমাদের লোকাল বোর্ডে আসলাম। আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আসলে আমাদের লোকাল বোর্ডে এসে আমি মাঝে মাঝে দেখে যাই। কিন্তু কিভাবে কি জাতীয় পোস্ট করব বা কি ধরনের হেল্প চাইবো নিজেই বুঝতে পারি না। মানে আমি টপিক পাইনা যে কি জাতীয় পোস্ট করব। তাছাড়া মনে হয়, কিনা কি বলে ফেলি, কি উল্টাপাল্টা কথা বলে আবার কি ঝামেলা করে ফেলি, মনের ভিতর শুধু সন্দেহ হয়। তাই একটু বলবেন আমাদের এই লোকাল বোর্ডে কি ধরনের কথাবার্তা বললে কোন সমস্যা হবে না।
আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা আশা করি ভালো আছেন । আমার একটু হেল্প দরকার কেউ জানলে দয়া করে বলবেন । আমি অনেকদিন ধরে বাউন্টি প্রজেক্ট খুজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় থেকে সহজে প্রজেক্ট হাতে নিতে পারব কেউ একটু বলবেন প্লিজ । আমি সব কিছু পরিচালনা করতে পারি কিন্তু কোথায় থেকে প্রজেক্ট আনবো সেটা বুঝতে পারতেছি না
যেভাবে গণহারে টেলিগ্রাম টাইপিং মাইনিং প্রজেক্টগুলো চলে আসছে তাতে করে বাউনটি প্রজেক্টের প্রমোশন করার কোন প্রয়োজন নেই। এজন্যই হয়তো আমাদের বিটকয়েন ফোরামে বাউনটি প্রজেক্টগুলো ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে উঠছে। আগে অনেক ভালো ভালো বাউনটি প্রজেক্ট থাকতো বর্তমানে ভালো বাউন্টি প্রজেক্ট নিয়ে বললেই চলে। ভবিষ্যতে বিটকয়েন ফোরামের কি অবস্থা হবে সেটাই ভাবছি। অনেক দামী দামী ইউজাররা বিটকয়েন ফ্রম থেকে প্রত্যাবর্তন করছে। হয়তো ভবিষ্যতে এখানকার আরো অনেক জনপ্রিয় ইউজাররা চলে যেতে পারে।
ভাই, বর্তমানে বাউন্টি প্রজেক্ট একেবারে নাই বললেই চলে। আর দু একটা থাকলেও পেমেন্ট করে কিনা তার কোন নিশ্চয়তা নেই। তাছাড়া প্রচুর পরিমানে ভুয়া প্রজেক্ট আসে যার প্রমোশন করাও এক ধরনের স্ক্যাম এর শামিল।
আর টেলিগ্রাম বট এর মাধ্যমে মাইনিং প্রজেক্টগুলি বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। তার কারণ হচ্ছে নটকয়েন এর পেমেন্ট। Notcoin ভালো পেমেন্ট দিয়েছে, যার জন্য এখন প্রচুর পরিমাণে টেলিগ্রাম বটমাইনিং আসতেছে। তাছাড়া বর্তমানে বেশিরভাগ বাউন্টি হান্টাররা টেস্টনেট এবং অন্যান্য অল্প কিছু বিনিয়োগ করে কাজ করতে হয় এমন প্রজেক্টে মনোযোগ দিচ্ছে। তাই অদূর ভবিষ্যতে হয়তো বুলরান আসলে আবার আমরা প্রচুর পরিমাণে ভালো বাউন্টি দেখতে পাবো।
full member
Activity: 238
Merit: 177
June 09, 2024, 10:51:33 AM
newbie
Activity: 2
Merit: 0
June 08, 2024, 07:02:22 PM
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.

https://www.talkimg.com/images/2024/06/08/cF87I.png

আপনার সফলতা দেখে খুব ভালো লাগছে। 🙂
আমি নতুন জয়েন করলাম ফোরামে, ঘুড়ে ঘুড়ে রুলস আর অন্যদের পোস্ট গুলো দেখতেছি আপাতত।

আপনাকে দেখে খুবই অনুপ্রেরিত হলাম, আশা করি আপনার মতো আমিও কন্সট্রাকটিভ ভাবে ফোরামে অবদান রাখতে পারবো আর ধিরে ধিরে নিজেকে বিল্ডআপ করতে পারবো।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
June 08, 2024, 05:52:55 PM
আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা আশা করি ভালো আছেন । আমার একটু হেল্প দরকার কেউ জানলে দয়া করে বলবেন । আমি অনেকদিন ধরে বাউন্টি প্রজেক্ট খুজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় থেকে সহজে প্রজেক্ট হাতে নিতে পারব কেউ একটু বলবেন প্লিজ । আমি সব কিছু পরিচালনা করতে পারি কিন্তু কোথায় থেকে প্রজেক্ট আনবো সেটা বুঝতে পারতেছি না
যেভাবে গণহারে টেলিগ্রাম টাইপিং মাইনিং প্রজেক্টগুলো চলে আসছে তাতে করে বাউনটি প্রজেক্টের প্রমোশন করার কোন প্রয়োজন নেই। এজন্যই হয়তো আমাদের বিটকয়েন ফোরামে বাউনটি প্রজেক্টগুলো ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে উঠছে। আগে অনেক ভালো ভালো বাউনটি প্রজেক্ট থাকতো বর্তমানে ভালো বাউন্টি প্রজেক্ট নিয়ে বললেই চলে। ভবিষ্যতে বিটকয়েন ফোরামের কি অবস্থা হবে সেটাই ভাবছি। অনেক দামী দামী ইউজাররা বিটকয়েন ফ্রম থেকে প্রত্যাবর্তন করছে। হয়তো ভবিষ্যতে এখানকার আরো অনেক জনপ্রিয় ইউজাররা চলে যেতে পারে।
full member
Activity: 238
Merit: 177
June 08, 2024, 11:56:42 AM
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

অভিনন্দন ভাই আপনাকে আপনি মেম্বার থেকে ফুল মেম্বারে এসেছেন। ভালো লাগলো আপনার এচিভমেন্ট দেখে দীর্ঘ সময় ধরে কাজ করার পরেই এচিভমেন্টটা অর্জন করতে পেরেছেন।তবে আশা থাকবে পাই ফোরামে সময় দিবেন। এই বাংলা থাইকটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য সহযোগিতা অবশ্যই প্রয়োজন। বাংলাদেশের সময় দিবেন ভাই এটা আশা থাকবে। আর আমাদেরও সাহায্য সহযোগিতা করবেন যেন আপনাদের আমরাও আপনাদের থেকে আসতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা পেলে আমাদের সামনে থেকে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে।
আবারো অভিনন্দন জানাই ভাই আপনার এচিভমেন্ট এর জন্য।
member
Activity: 94
Merit: 28
June 08, 2024, 10:36:18 AM
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.
কংগ্রাচুলেশন আপনাকে আপনি ফুল মেম্বার পদে পদোন্নতি হয়েছেন। আমি আপনার জন্য মন থেকে প্রার্থনা করি আপনি যেন আরো সামনে এগিয়ে যেতে পারেন। আপনি বলেছিলেন আপনার ১০৯ টি মেরিট। বর্তমানে আপনার ১১৯ টি মেরিট হয়েছে। আশা করি আপনি এই বাংলা থ্রেডে ভালো ভালো মূল্যবান পোস্ট করে আমাদের মত ছোট ইউজারদের উৎসাহী করবেন । আপনি শুধু এগিয়ে গেলে হবে না, আপনার লক্ষ্য থাকতে হবে এই বাংলা থ্রেডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাইহোক আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করি আবার আপনাকে অভিনন্দন।
LDL
hero member
Activity: 742
Merit: 671
June 08, 2024, 10:22:05 AM
ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হয়, রসকে তার যাবজ্জীবন এর সাজা থেকে অব্যাহতি দিবে- https://x.com/RealRossU/status/1794865086135521737?t=9sq-PBDCxQ87zzkhOgf2Pg&s=19

 রসকে অনেকে হয়ত চিনেন না। তবে বিটকয়েন ইকোনমিতে তার অনেক অবদান রয়েছে আমি মনে করি। রস সিল্ক রোডের প্রতিষ্ঠাতা। এই সিল্ক রোডের মাধ্যমেই বিটকয়েনের ব্যবহার বৃদ্ধি পেয়েছিল অনেকাংশে, বিশেষ করে বিটকয়েন দিয়ে কিছু ক্রয় করার ব্যবহার।

কি মনে হয়? ট্রাম্প কি আবার নির্বাচিত হবে? আমি মনে প্রাণে চাইব হোক। কারণ সে রসকে মুক্তি দিবে কিংবা তার সাজা কমাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই কারনে হলেও আবার সে নির্বাচিত হোক।
ভাই আমেরিকা ও ভারতে নির্বাচন আমাদের দেশের মতো নয় ওখানে নির্বাচন হয় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। এবারের নির্বাচনে প্রথমদিকে মনে হলো মোদি হয়তো পরাজিত হবে কিন্তু মোদি আঞ্চলিক জোট সরকার নিয়ে মোটামুটি দুর্বল একটি সরকার গঠন করতে যাচ্ছে তবুও কিন্তু মোদি সরকার গঠন করবেই। ঠিক তেমনি আমেরিকা নির্বাচনে নিম্নকক্ষ ও উচ্চকক্ষ দু ধরনের নির্বাচন পদ্ধতি রয়েছে এখানে আপাতত দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পকে ফেভারিট মনে হলেও নির্বাচনে দুই কক্ষে কেমন যেন সিস্টেম ে নির্বাচন হয় সেখানে যে এগিয়ে থাকবে সেই সরকার গঠন করবে যেমনটি ভারতে অলরেডি করার পথে।
তবে আমরাও চাই ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় আসুক এবং আমেরিকা টোটাল ইকোসিস্টেমকে পরিবর্তন করে ফেলুক। ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি ছাত্রদের আশ্বাস দিয়েছেন সে যদি নির্বাচিত হয় তাহলে যুদ্ধবন্দের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
Ross Ulbricht এই লোকটাকে অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না। এই লোকটা অতীতে একটা সাইট ওপেন করেছিল যার নাম ছিল Silk Road. এই সাইটটা হিউজ পরিমাণ বিটকয়েন জব্দ করাসহ বাজেয়াপ্ত করা হয়। এবং এই সাইডের প্রতিষ্ঠাতা হিসাবে Ross Ulbricht কে 2life+40 কারাদণ্ড দেওয়া হয়। মানে বুঝতেই পারছেন এই লোকটা যে বছর পর্যন্ত বাঁচবে তার চেয়ে আরো একজীবন ও আলাদা ৪০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। লোকটার বয়স কম ছিল এত কম বয়সে এভাবে লোকটাকে সাজা দেওয়া মোটেই উচিত হয়নি। লোকটাকে নিয়ে উইকিপিডিয়াতে যতটুকু পড়েছি তাতে আমার কোনভাবেই লোকটাকে খারাপ মনে হয় না বরং আমার কাছে একজন ভালো মানুষ হিসেবে মনে হচ্ছে। লোকটা জেলে বসেই তার পড়াশোনা কমপ্লিট করেছে এবং জেলে বন্দীদের মাঝে সে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এখানেই থেমে নেই তার পরিবার বিভিন্ন লোকজনকে সাহায্য সহযোগিতা করছে এই জন্য তার পরিবার একটি মানবতার সেবা দেওয়ার জন্য একটি Art4Giving নামে একটি Charity খুলেছে। যে লোকটা দোষী সাব্যস্ত হয়ে জেল হয়েছে সে খারাপ হলে এরকম ভালো মানুষের মত কাজ কখনো করতে পারবো না। আমরাও চাইছে জেল থেকে মুক্ত হয়ে আসুক।
jr. member
Activity: 212
Merit: 4
Contract Telegram: https://t.me/tanbirkhan
June 08, 2024, 09:42:12 AM
আসসালামু আলাইকুম বড় ভাইয়েরা আশা করি ভালো আছেন । আমার একটু হেল্প দরকার কেউ জানলে দয়া করে বলবেন । আমি অনেকদিন ধরে বাউন্টি প্রজেক্ট খুজতেছি কিন্তু পাচ্ছি না কোথায় থেকে সহজে প্রজেক্ট হাতে নিতে পারব কেউ একটু বলবেন প্লিজ । আমি সব কিছু পরিচালনা করতে পারি কিন্তু কোথায় থেকে প্রজেক্ট আনবো সেটা বুঝতে পারতেছি না
newbie
Activity: 18
Merit: 2
June 08, 2024, 09:41:17 AM
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.

https://www.talkimg.com/images/2024/06/08/cF87I.png
@Ricardo11 ভাই আপনাকে অভিনন্দন ফুল মেম্বার পদে রেঙ্ক আপ হওয়ার জন্য। নিশ্চয়ই সে সময়টা খুব আনন্দের ছিল যখন আপনি দেখতে পেলেন যে আপনি ফুল মেম্বার পদে উন্নতি হয়েছেন। আপনি আপনার যোগ্যতার দ্বারা কষ্ট করে এই লক্ষ্যে পৌঁছেছেন। আপনি অনেকদিন ধরে এই ফোরামে আছেন, আশা করছি সামনের দিনগুলোতে আপনি আরো এগিয়ে যাবেন। আপনি ফোরামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেই আপনি রেঙ্কে উন্নতি লাভ করেছেন। আশা করছি সামনের দিনগুলোতে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবো। আমি আশা করছি আপনি খুব দ্রুতই আপনার পরবর্তী রেঙ্ক আপে পৌঁছাতে পারবেন, আপনার জন্য আবারও শুভকামনা রইল।
full member
Activity: 532
Merit: 229
June 08, 2024, 09:14:06 AM
ভাই, একটু আগে আমি যখন আমার প্রোফাইল চেক করতে, যখন আমার প্রোফাইলে প্রবেশ করি তখন আমি পুরোই অবাক হয়ে যাই. আমি দেখতে পাই আমি পুরো 109 মেরিটের সাথে Full Member হয়ে গিয়েছি.

টানা প্রায় দেড় বছরের কাছাকাছি সময় কাজ করার পর অবশেষে আমার র‍্যাঙ্কটি Full Member পদে সম্পন্ন হয়েছে. আমি এটি দেখে সত্যিই অনেক খুশি হয়েছি. খুশিতে প্রায় আমার চোখ দিয়ে অশ্রু বের হয়েছিল. আমি সত্যিই ফোরামের সকল মেম্বারদের প্রতি কৃতজ্ঞ থাকব, আপনাদের জন্যই এবং আপনাদের সহযোগিতায় আমার Rank টি Full Member এ পরিনিত হয়েছে.

আমি সত্যিই ফোরামের সকল ইউজারদের মন থেকে শ্রদ্ধা জানাই. ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য. আপনারা দোয়া করবেন আমার জন্য,, আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এবং আমার পরবর্তী রেঙ্কটি খুব শীঘ্রই অর্জন করতে সক্ষম হতে পারি. ধন্যবাদ.

hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
June 08, 2024, 03:03:38 AM
ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হয়, রসকে তার যাবজ্জীবন এর সাজা থেকে অব্যাহতি দিবে- https://x.com/RealRossU/status/1794865086135521737?t=9sq-PBDCxQ87zzkhOgf2Pg&s=19

 রসকে অনেকে হয়ত চিনেন না। তবে বিটকয়েন ইকোনমিতে তার অনেক অবদান রয়েছে আমি মনে করি। রস সিল্ক রোডের প্রতিষ্ঠাতা। এই সিল্ক রোডের মাধ্যমেই বিটকয়েনের ব্যবহার বৃদ্ধি পেয়েছিল অনেকাংশে, বিশেষ করে বিটকয়েন দিয়ে কিছু ক্রয় করার ব্যবহার।

কি মনে হয়? ট্রাম্প কি আবার নির্বাচিত হবে? আমি মনে প্রাণে চাইব হোক। কারণ সে রসকে মুক্তি দিবে কিংবা তার সাজা কমাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই কারনে হলেও আবার সে নির্বাচিত হোক।
ইদানিং দেখতেছি ডোনাল্ডট্রাম্প  বিটকয়েন বা ক্রিপ্ত কারেন্সি নিয়ে ভালোই স্বরূপ হয়েছে যেখানে বাইডেন কে ঐরকম সাপোর্ট করে না।
রসকে নিয়ে লেখালেখি আমি OgNasty এর পোস্টে এর আগেও দেখেছিলাম এবং রেপুটেশন বোর্ডে তার এই ফোরামে  ১৩ বছর পূরণ হওয়া উপলক্ষে এখানেও সে রসকে মুক্তির বিষয়ে কিছু কথা লিখেছে।
তার সম্পর্কে যতটুকু জানি উনি ডার্ক নেটে সিল্ক রোড ওয়েবসাইট পরিচালনা করত আর যেটার মধ্যে ইল্লিগাল অনেক পণ্য ড্রাগ ইত্যাদি সেল করা হতো সে হিসেবে একটি নেগেটিভ দিক রয়েছে।আর যা দেখলাম আমেরিকা প্রায় এরাউন্ড ২ লাখের বেশি বিটকয়েন এই সিল্ক রোড থেকে  সিইজ করেছে। আর রসকে সাজা দেওয়া হয়েছে আজীবন কারাদণ্ড আর আমি মনে করি যত ক্রিপ্ট এনথুসিয়াটস পাবলিক রয়েছে তাদের বেশিরভাগই চায় যে তার এই শাস্তি কিছু কমানো হক। 
তবে আমেরিকায় কি এটা সম্ভব যে প্রেসিডেন্ট এর পাওয়ার রয়েছে সরাসরি বিচার বিভাগে হস্তক্ষেপ করার? ওদের সিস্টেম তো নিশ্চয়ই আমাদের বাংলাদেশের মতন না। আর ডোনাল্ড ট্রাম্প তো তার বেফাঁস মন্তব্যের জন্য জনপ্রিয়। হয়তোবা এটাও হতে পারে এই বক্তব্যের মাধ্যমে সে ক্রিপটো কারেন্সি এর জগতে লাইম লাইটে আসার চেষ্টা করতেছে।
legendary
Activity: 2268
Merit: 2327
Marketing Campaign Manager |Telegram ID- @LT_Mouse
June 08, 2024, 02:43:53 AM
ডোনাল্ড ট্রাম্প যদি পুনরায় নির্বাচিত হয়, রসকে তার যাবজ্জীবন এর সাজা থেকে অব্যাহতি দিবে- https://x.com/RealRossU/status/1794865086135521737?t=9sq-PBDCxQ87zzkhOgf2Pg&s=19

 রসকে অনেকে হয়ত চিনেন না। তবে বিটকয়েন ইকোনমিতে তার অনেক অবদান রয়েছে আমি মনে করি। রস সিল্ক রোডের প্রতিষ্ঠাতা। এই সিল্ক রোডের মাধ্যমেই বিটকয়েনের ব্যবহার বৃদ্ধি পেয়েছিল অনেকাংশে, বিশেষ করে বিটকয়েন দিয়ে কিছু ক্রয় করার ব্যবহার।

কি মনে হয়? ট্রাম্প কি আবার নির্বাচিত হবে? আমি মনে প্রাণে চাইব হোক। কারণ সে রসকে মুক্তি দিবে কিংবা তার সাজা কমাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এই কারনে হলেও আবার সে নির্বাচিত হোক।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 08, 2024, 01:43:47 AM
এই রকম ভবিষ্যৎবাণী করাটা একটা বোকামি ছাড়া কোন কিছুই না।কিরে কিভাবে এটা আমার মাথায় ধরে না। সর্বোচ্চ গেলেই এক মিলিয়ন ডলারে যেতে পারে তাই বলে তিন মিলিয়ন ক্লোজ করবে এটা কিভাবে সম্ভব। বিটকয়েন নিয়ে আমরাও তো রিচার্জ করি মাঝে মাঝে তাই বলে এরকম গাঁজাখোরি প্রেডিকশন নিয়ে কথা বলি না।

আপনি কি প্রতি লাখ কে ১ মিলিয়ন মনে করেন নাকি? পোষ্টে সুন্দর করে বলা আছে যে উনি প্রেডিক্ট করেছে প্রাইস হতে পারে ৩ লাখের মতো। আর আপনার যদি জানা না থাকে, তাহলে জেনে রাখেন যে প্রতি ১০ লাখে ১ মিলিয়ন হয়। আর আপনি রিচার্জ করে কি পেয়েছেন সেটাও জানালে আমরাও উপকৃত হতাম। আমি গতকাল রাতের পোষ্টে যেমনটা বল্লাম, এনারা নিজেরাও কিন্তু জানে যে ওনাদের এসব প্রেডিকশন মানুষ বিশ্বাস করবে না। ওনারা মূলত এগুলো এজন্য বলে যেনো মানুষ বুঝতে পারে যে ওনারা বিটকয়েনের ওপর কতোটা কনফিডেন্ট।

অফ টপিক!

মায়েরদোয়া ক্রিকেট টিমের খেলা দেখেছেন কেউ আজকে? আমি তো খেলা দেখার কোনো মানে পাই না। সকাল ৮ টায় ঘুম থেকে উঠে দেখি শ্রীলংকা কে একটা ভালো রানের ভেতর আটকে দিয়েছে। তবুও নির্ভার ছিলাম না যে তারা ম্যাচ জিতবে। শূন্য সরকার আবারো একটা শূন্য মেরেছে। হৃদয় ম্যাচটা একদম হাতের মুঠোয় নিয়ে এসেছিলো। সেখান থেকে তাসের ঘরের মতো উইকেট হারিয়ে শেষে ২ উইকেটের জয়।
full member
Activity: 238
Merit: 177
June 07, 2024, 08:55:21 PM
এই লোকেরা যথেষ্ট রকমের ভাইরাল এবং এরা যেটা ভবিষ্যৎবাণী করে তারা মূলত জনগণের ইমোশন নিয়ে খেলতে বেশি ভালোবাসে। Rich Dad, Poor Dad নামে পরিচিত এই লোকটা মাঝেমধ্যে এরকম গাঁজাখুরি প্রেডিকশন করে থাকে এবং জনগণের মধ্যে বিব্রত কর পরিস্থিতি তৈরি করে এবং মার্কেটে একপ্রকার হাইপ হয়। আচ্ছা ধরে নিলাম আগস্টের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ৫০ হাজার ডলার ছাড়িয়ে যাবে তাহলে এইটাই যদি সত্য হতো তাহলে যারা বিটকয়েনে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছে তারা মূলত নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে বিটকয়েন বিনিয়োগ করে ফেলতো কেননা মাত্র এক মাসের মধ্যে বিটকয়েন যদি ৭ গুন বেশি প্রফিট দেয় তাহলে কে না বিনিয়োগ করে ফেলবে। আমার যদি টাকা-পয়সা নাও থাকে তাও ধার দেনা করে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলতাম কেননা এক মাসের মধ্যে বিটকয়েন আমাকে সাতগুণ প্রফিট দেবে। এগুলো সবই ভিত্তিহীন মনগড়া বানানো সব ভবিষ্যৎবাণী এগুলোতে বিশ্বাস করে কেউ বিনিয়োগ করতে যাবেন না তাহলে আমের আমও যাবে বস্তার বস্তায় যাবে।
এই রকম ভবিষ্যৎবাণী করাটা একটা বোকামি ছাড়া কোন কিছুই না।কিরে কিভাবে এটা আমার মাথায় ধরে না। সর্বোচ্চ গেলেই এক মিলিয়ন ডলারে যেতে পারে তাই বলে তিন মিলিয়ন ক্লোজ করবে এটা কিভাবে সম্ভব। বিটকয়েন নিয়ে আমরাও তো রিচার্জ করি মাঝে মাঝে তাই বলে এরকম গাঁজাখোরি প্রেডিকশন নিয়ে কথা বলি না। এরকম নিউজ মাঝে মাঝে পাই কিন্তু এদের নিউজ থেকে মনে হয় ঘর বাড়ি যা আছে বেইচা দিয়া বিটকয়েনে বিনিয়োগ করি। ১মাস পরেই তো ৭গুন লাভ আসবে তখন দালান কোটা নির্মান করমু নি। ভবিষ্যৎবাণী দেখে কেউ বিশ্বাস করবেন না এদের নিউজ দেখে কেউ বিনিয়োগও করতে যাবেন না কারন বিনিয়োগ করে পরে পস্তাতে হবে।
sr. member
Activity: 546
Merit: 268
June 07, 2024, 05:57:58 PM

এই লোকেরা যথেষ্ট রকমের ভাইরাল এবং এরা যেটা ভবিষ্যৎবাণী করে তারা মূলত জনগণের ইমোশন নিয়ে খেলতে বেশি ভালোবাসে। Rich Dad, Poor Dad নামে পরিচিত এই লোকটা মাঝেমধ্যে এরকম গাঁজাখুরি প্রেডিকশন করে থাকে এবং জনগণের মধ্যে বিব্রত কর পরিস্থিতি তৈরি করে এবং মার্কেটে একপ্রকার হাইপ হয়। আচ্ছা ধরে নিলাম আগস্টের মধ্যে বিটকয়েন ৩ লক্ষ ৫০ হাজার ডলার ছাড়িয়ে যাবে তাহলে এইটাই যদি সত্য হতো তাহলে যারা বিটকয়েনে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছে তারা মূলত নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে বিটকয়েন বিনিয়োগ করে ফেলতো কেননা মাত্র এক মাসের মধ্যে বিটকয়েন যদি ৭ গুন বেশি প্রফিট দেয় তাহলে কে না বিনিয়োগ করে ফেলবে। আমার যদি টাকা-পয়সা নাও থাকে তাও ধার দেনা করে বিটকয়েনে বিনিয়োগ করে ফেলতাম কেননা এক মাসের মধ্যে বিটকয়েন আমাকে সাতগুণ প্রফিট দেবে। এগুলো সবই ভিত্তিহীন মনগড়া বানানো সব ভবিষ্যৎবাণী এগুলোতে বিশ্বাস করে কেউ বিনিয়োগ করতে যাবেন না তাহলে আমের আমও যাবে বস্তার বস্তায় যাবে।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
June 07, 2024, 12:17:07 PM
আপনারা যারা টুইটারের নিউজ গুলো ফলো করেন তারা হয়তো অনেকেই জেনেছেন আবার হয়তো অনেকেই জানেন না। Robert kiyosaki নামক একজন ভদ্রলোক টুইটারে একটা ভবিষ্যৎবাণী করেছেন আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ঐ লোকটি আরো বলেছেন ২০২৪ সালের কোন এক সময়ে বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। এ ধরনের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী আপনারা কে কে বিশ্বাস করেন? আগস্ট মাস আসতে আর কতদিনই বা বাকি রয়েছে? মাত্র ২-৩ মাস ব্যবধান এর মধ্যে কি আদৌ এই ভবিষ্যৎবাণী সম্ভব হবে? ওই ব্যক্তিটি যদি ১০০-১৫০k ভবিষ্যৎবাণী করতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে ভবিষ্যৎ বাণীটি সত্যি হতে পারে। কিন্তু এমন ভবিষ্যদ্বানী করেছে যা কেউ এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমার মতে আগস্ট মাসের আগে হয়তো বিটকয়েনের দাম ৭০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে। আপনারা এই ভবিষ্যৎবাণী কে কতটুকু বিশ্বাস করেন? মতামত জানান।

তারা কিন্তু আসলে জানে যে তাদের prediction কেউ বিশ্বাস করবে না। তবুও তারা সাধারণত এই ধরনের প্রেডিকশনগুলো পোস্ট করে এটা বুঝাতে যে বিটকয়েনের প্রতি তাদের কতটা আস্থা তৈরি হয়েছে। এর আগেও ভারতীয় এক ব্যক্তি পোস্ট করেছিল যে বিটকয়েন ১ লাখ ডলার পৌঁছে যাবে সেটা সম্ভবত ২০২১ সালে, এবং তিনি তার সকল সম্পত্তি বাজি ধরেছিলেন। এসব পোস্ট করে ওনারা মূলত মানুষকে এটা জানান দিতে চায় যে ওনারা বিটকয়েনের ওপরে বুলিশ। অনেকে আবার নেহাতই ভাইরাল হওয়ার জন্য এসব গারবেজ পোস্ট করতে পারে। তবে আমরা যেটা জানি, সেটা হলো বিটকয়েন আনপ্রেডিক্টেবল! বিটকয়েন মারকেট কখন কি হবে সেটা কেউ বলতে পারে না। গত বছর এই দিনে যখন বিটকয়েন ২০-৩০ হাজারে ওঠানামা করছিলো, অনেকে মানুষ ধরে নিয়েছিলো বিটকয়েন আর নতুন অলটাইমে যেতে পারবে না। অথচ হালভিং এর আগেই বিটকয়েন নতুন অলটাইম হাই বানিয়েছে। আগামী ৬ মাসে যদি বিটকয়েন ২ লাখ ডলার ক্রস করে ফেলে, আমাদের কিছুই বলার থাকবে না। ক্রিপ্টো মারকেট একদম আনপ্রেডিক্টেবল। আগস্ট মাসে যদি বিটকয়েন ১০০কে টাচ করে ফেলে, তাহলে আমি মোটেই অবাক হবো না।
full member
Activity: 238
Merit: 177
June 07, 2024, 01:16:52 AM

X. https://x.com/theRealKiyosaki/status/1798476195232973066?t=NJ7ckUYYvui4OiN1FSNH8w&s=19

আপনারা যারা টুইটারের নিউজ গুলো ফলো করেন তারা হয়তো অনেকেই জেনেছেন আবার হয়তো অনেকেই জানেন না। Robert kiyosaki নামক একজন ভদ্রলোক টুইটারে একটা ভবিষ্যৎবাণী করেছেন আগস্ট মাসের মধ্যেই বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। ঐ লোকটি আরো বলেছেন ২০২৪ সালের কোন এক সময়ে বিটকয়েন ৩ লাখ ৫০ হাজার ডলারে পৌঁছাবে। এ ধরনের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী আপনারা কে কে বিশ্বাস করেন? আগস্ট মাস আসতে আর কতদিনই বা বাকি রয়েছে? মাত্র ২-৩ মাস ব্যবধান এর মধ্যে কি আদৌ এই ভবিষ্যৎবাণী সম্ভব হবে? ওই ব্যক্তিটি যদি ১০০-১৫০k ভবিষ্যৎবাণী করতেন তাহলে হয়তো মেনে নেওয়া যেত যে ভবিষ্যৎ বাণীটি সত্যি হতে পারে। কিন্তু এমন ভবিষ্যদ্বানী করেছে যা কেউ এই ধরনের ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে না। আমার মতে আগস্ট মাসের আগে হয়তো বিটকয়েনের দাম ৭০ হাজার থেকে ৮০ হাজারের মধ্যে থাকতে পারে। আপনারা এই ভবিষ্যৎবাণী কে কতটুকু বিশ্বাস করেন? মতামত জানান।
নিউজটা দেখেছি কিন্তু এটা কিভাবে সে ভবিষ্যৎবাণী করেছে আমি জানিনা আমার মাথায় এটা কোন ভাবে ঢুকেনি। আমরা ভবিষ্যৎবাণী করি ঠিক আছে তবে এইভাবে ভবিষ্যৎবাণী করে তারাই যারা কিছু বুঝে না তারাই তাছাড়া কেউ এমনে ভবিষ্যৎবাণী করতে পারেনা। ভবিষ্যৎবাণী করার জন্য মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া এবং এনালাইসিস থাকা দরকার তারপর ভবিষ্যৎবাণী করা তারপরেও আমরা শিওর না সেটা হবে কিনা। আমার মনে হয় সর্বোচ্চ ৭০কে$-১০০কে$ এর মধ্যে থাকবে কারন এমন নয় যে বেশি বললাম আর হয়ে গেলো। মোটামুটি এটার কি ভাবা যায় এর ভিতরেই থাকবে।
Pages:
Jump to:
© 2020, Bitcointalksearch.org