Pages:
Author

Topic: বাংলা (Bengali) - page 54. (Read 5679656 times)

copper member
Activity: 2422
Merit: 1313
Playbet.io - Crypto Casino and Sportsbook
May 26, 2024, 11:47:11 AM
krogothmanhattan আবারো একটি ফ্রি রাফেল নিয়ে এসেছেন (৫৬৫ তম)। যারা পহেলা ফেব্রুয়ারি এর আগে একাউন্ট করেছেন তারা এই ফ্রি রেফেল এর জন্য আবেদন করতে পারবেন। তাই দেরি না করে ঝটপট আবেদন করে ফেলুন। https://bitcointalksearch.org/topic/free-raffle-565th-ecause-i-am-still-in-a-good-mood-cypher-hodl-loaded-allet-5497843


full member
Activity: 238
Merit: 177
Wheel of Whales 🐳
May 25, 2024, 09:06:34 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
বিটকয়েনের বৈধতা দেওয়া হয় নাই এমনিতেই যেভাবে মানুষ চোরা চালানি পাচার ও মানি লন্ডারিং করে যদি বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মাটি পর্যন্ত পাচার করে দেবে। সাম্প্রতিক ঝিনাইদহের এমপির ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট তো যে চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে খুন খারাপের সংখ্যা বেড়ে যাবে ফলে কোন অবস্থাতেই আমাদের দেশ কন্ট্রোলের মধ্যে থাকবে না। তাই বিটকয়েনের বৈধতা দেওয়ার পক্ষে সুশীল সমাজ কখনো অবস্থান নেবে না।
আমার মনে হয় বিটকয়েনের বৈধতা বাংলাদেশ দেবে না কারন বাংলাদেশের পেক্ষাপট এতটা ভালো না। বাংলাদেশের নিয়ম কানুন অনুযায়ী বিটকয়েন বৈধতা দেওয়ার কথা চিন্তাও করা যায় না৷ মাঝে মধ্যে দেখবেন এমনি বিটকয়েন বৈধতা নিয়ে কথা উঠবে কিন্তু কোন কাজ হবে না ঐ কথা পর্যন্তই। বিশ্বের উন্নত দেশগুলোও বিটকয়েনের বৈধতা নিয়ে হিমশিম খাচ্ছে এখনো এতোটা ভালোভাবে বৈধতা দেও নি কোন দেশ। তবে উন্নত দেশগুলো এটা নিয়ে কাজ করছে এটার ভালে কিছু হবে কিন্তু বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশের যারা এই ক্রিপ্টো নিয়ে কাজ করে তারাও নিরাপদে নেই কারন যদি জানাজানি হয় তাহলে তাদের ক্ষতি হবে বলে।
copper member
Activity: 42
Merit: 31
May 25, 2024, 03:57:59 PM
অভিনন্দন, ছোট মাউস! আপনি একবার আমাকে বলেছিলেন যে আপনি মানুষকে বিটসিওইন সম্পর্কে কিছুটা শেখানোর মাধ্যমে এবং একজন ব্যক্তি হিসাবে তাদের শিখতে এবং বেড়ে উঠতে দেখে আপনি অভ্যন্তরীণ শান্তি পান। আপনার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা রয়েছে এবং আমি যখন দূরে ছিলাম তখন আমার দরজায় কড়া নাড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমি কী রেখে যেতে পারতাম, এবং এর জন্য এই জায়গায় আপনার অবিরাম সমর্থন রয়েছে। চিরতরে.

ধন্যবাদ ভাই.

এখানে ৩,০০০ মেধা!

_____________________________________________________

Abhinandana, chōṭa mā'usa! Āpani ēkabāra āmākē balēchilēna yē āpani mānuṣakē biṭasi'ō'ina samparkē kichuṭā śēkhānōra mādhyamē ēbaṁ ēkajana byakti hisābē tādēra śikhatē ēbaṁ bēṛē uṭhatē dēkhē āpani abhyantarīṇa śānti pāna. Āpanāra kāchē āmāra aśēṣa kr̥tajñatā raẏēchē ēbaṁ āmi yakhana dūrē chilāma takhana āmāra darajāẏa kaṛā nāṛāra jan'ya āpanākē dhan'yabāda. Āpani āmākē manē kariẏē diẏēchilēna yē āmi kī rēkhē yētē pāratāma, ēbaṁ ēra jan'ya ē'i jāẏagāẏa āpanāra abirāma samarthana raẏēchē. Ciratarē.

Dhan'yabāda bhā'i.

Ēkhānē 3,000 mēdhā!
full member
Activity: 546
Merit: 164
May 25, 2024, 03:27:58 PM
অভিনন্দন Little Mouse ভাই
আমাদের লোকাল থ্রেডের সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ সদস্য @Little Mouse ভাইয়ের আজকে ২০০০ মেরিট সম্পুর্ন হয়েছে। আমাদের থ্রেডে LM ভাই সর্বোচ্চ বেশি যোগ্যতা অর্জন করেছেন, ২০০০ যা আমার দেখা মতো কাউকে দেখি নাই। আবারো LM ভাইকে অভিনন্দন জানাই।



যাইহোক, LM ভাইয়ের আরো একটা কথা মনে পড়ে গেলো, আচ্ছা ভাই আপনার ইনভেস্টমেন্ট এর খবর কী? আজকে মার্কেটে দেখলাম অনেক ডাউন হয়ে গেছে। আপনি কী সেল করেছিলেন, না এখনো হোল্ড করেছেন?

Little Mouse তার মতো একজন জ্ঞানী ব্যক্তিকে আমাদের বাংলা লোকাল বোর্ডে পেয়ে আমরা অনেক গর্বিত। তার মত একজন বিচক্ষণতা ব্যক্তি আমাদের বাংলা লোকাল বোর্ডের জন্য গর্ব তার প্রতি রইল অনেক অনেক শুভকামনা যাতে সে আরো জ্ঞানের অধিকারী হয়। বাংলা লোকাল বোর্ডে এই প্রথম ২০০০ মেরিট অধিকারী হলেনLittle Mouse ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 25, 2024, 01:54:52 PM
অভিনন্দন Little Mouse ভাই
আমাদের লোকাল থ্রেডের সবচেয়ে জ্ঞানী ও অভিজ্ঞ সদস্য @Little Mouse ভাইয়ের আজকে ২০০০ মেরিট সম্পুর্ন হয়েছে। আমাদের থ্রেডে LM ভাই সর্বোচ্চ বেশি যোগ্যতা অর্জন করেছেন, ২০০০ যা আমার দেখা মতো কাউকে দেখি নাই। আবারো LM ভাইকে অভিনন্দন জানাই।



যাইহোক, LM ভাইয়ের আরো একটা কথা মনে পড়ে গেলো, আচ্ছা ভাই আপনার ইনভেস্টমেন্ট এর খবর কী? আজকে মার্কেটে দেখলাম অনেক ডাউন হয়ে গেছে। আপনি কী সেল করেছিলেন, না এখনো হোল্ড করেছেন?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 25, 2024, 01:27:32 AM
এটায় কি একটু বেশি হাইপ নাকি? আমি সাইন আপ করতে গিয়েছিলাম কিন্তু  সাইন আপ এ ক্লিক করার পর যে সিকিউরিটি ভেরিফিকেশন আছে, সেটায় দেখাচ্ছে সামথিং অয়েন রং। এটা কি অতিরিক্ত ট্রাফিকের জন্যই হচ্ছে নাকি এটা বুঝলাম না
তবে ভাই একটা জিনিস বুঝলাম যে এবারের  ক্রিপ্টো মার্কেট অনেকটা এয়ার ড্রপ নিয়ে হাইপের উপরে থাকবে, যদিও আমরা বর্তমানে কিছু কিছু  লেজিট এয়ার ড্রপ পাচ্ছি, আমার আগের যে ধারণাটা ছিল সেটা এ বছর অনেকটা ভুল করতে যাচ্ছে এই এয়ার ড্রপ গুলো। তবে একই সাথে আমার ধারণা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে আবারো আগের মতন  স্ক্যামিং, তাই এখন যারা সঠিক এয়ার ড্রপ আইডেন্টিফাই করে  করতে পারতেছে, দিন শেষে তারাই দেখা যাচ্ছে হিউজ প্রফিট গেইন করতে পারতাছে, আর অবশ্যই যাদের একটা পার্সোনাল কমিউনিটি রয়েছে। যাই হোক আপনাকে ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য

হাইপ তো আছেই। তবে সে কারনে ওয়েবসাইটে প্রব্লেম হচ্ছে কি না জানি না। তাছাড়া ওয়েবসাইটটা একটু স্লো কাজ করছে আমার জন্যেও। আমি নিজেই বেশি সময় দিতে পারছি না শুধুমাত্র এয়ারড্রপের জন্য। যেসব এয়ারড্রপে অলরেডি জয়েন করেছি, সেগুলোর ডেইলি টাস্ক গুলো কমপ্লিট করার পর আর হাতে সময় থাকছে না নতুন প্রজেক্ট ঘাটাঘাটি করার। তবে এই সিজনে সবচাইতে বেশি হাইপ ক্রিয়েট করেছে বেইস এবং ব্লাস্ট চেইনের এয়ারড্রপ গুলো। ব্লাষ্ট জুন শেষে তাদের ন্যাটিভ টোকেন লিষ্ট করতে এবং এয়ারড্রপ করবে। ব্লাষ্ট ইকোসিষ্টে যতো গুলো ড্যাপ্স আছে, তার মধ্যে বেছে বেছে স্পট ডেক্স গুলোতে একটিভিটি করে রাখছি ব্লাষ্ট গোল্ড কালেক্ট করার জন্য। আশা করি প্রতিটা গোল্ড এর ভ্যালু ৫ ডলারের কম হবে না। আর বেস এর পেছনে তো কয়েনবেইজ আছেই! দেখা যাক কি হয়
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 25, 2024, 12:56:47 AM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
এটায় কি একটু বেশি হাইপ নাকি? আমি সাইন আপ করতে গিয়েছিলাম কিন্তু  সাইন আপ এ ক্লিক করার পর যে সিকিউরিটি ভেরিফিকেশন আছে, সেটায় দেখাচ্ছে সামথিং অয়েন রং। এটা কি অতিরিক্ত ট্রাফিকের জন্যই হচ্ছে নাকি এটা বুঝলাম না
তবে ভাই একটা জিনিস বুঝলাম যে এবারের  ক্রিপ্টো মার্কেট অনেকটা এয়ার ড্রপ নিয়ে হাইপের উপরে থাকবে, যদিও আমরা বর্তমানে কিছু কিছু  লেজিট এয়ার ড্রপ পাচ্ছি, আমার আগের যে ধারণাটা ছিল সেটা এ বছর অনেকটা ভুল করতে যাচ্ছে এই এয়ার ড্রপ গুলো। তবে একই সাথে আমার ধারণা হচ্ছে যে একটা পর্যায়ে দেখা যাবে আবারো আগের মতন  স্ক্যামিং, তাই এখন যারা সঠিক এয়ার ড্রপ আইডেন্টিফাই করে  করতে পারতেছে, দিন শেষে তারাই দেখা যাচ্ছে হিউজ প্রফিট গেইন করতে পারতাছে, আর অবশ্যই যাদের একটা পার্সোনাল কমিউনিটি রয়েছে। যাই হোক আপনাকে ধন্যবাদ লিংকটি শেয়ার করার জন্য
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 25, 2024, 12:12:18 AM
আপনারা সবাই কি নিয়ে কামড়া কামড়ি করতাছেন ভাই? এদিকে পোলাপাইন এয়ারড্রপ করে ডলার কোপাইতাছে। কালকে দেখলাম একটা টেলিগ্রাম চ্যানেলের মালিক এক এয়ারড্রপ থেকে ১৩০০০ ডলার কোপ দিলো। যাই হোক, নতুন একটা এয়ারড্রপের খোজ দেই। এই যে কয়েনমার্কেটক্যাপ বা অন্যান্য সােইটে দেখবেন কয়েনের ডিটেইলস পেইজে লেখা থাকে CERTIK AUDITED, এটা আমার সিগন্যাচারেও আছে। এই CERTIK যদিও একটা অডিট করার কোম্পানি, কিন্তু এবার এরাই নিজেদের টোকেন লঞ্চ করবে। এবং এয়ারড্রপ ঘোষনা করে দিয়েছে। এই এয়ারড্রপ যদি মিস করেন, তাইলে সেটা ভাই আপনার দোষ। বলবেন না যে ভাই বললেন না কেনো। এই এয়ারড্রপের বিস্তারিত অল্টকয়েনটকে পোষ্ট করেছি। চাইলে এখান থেকে দেখে আসতে পারেন
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 24, 2024, 10:30:48 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
বিটকয়েনের বৈধতা দেওয়া হয় নাই এমনিতেই যেভাবে মানুষ চোরা চালানি পাচার ও মানি লন্ডারিং করে যদি বৈধতা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মাটি পর্যন্ত পাচার করে দেবে। সাম্প্রতিক ঝিনাইদহের এমপির ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট তো যে চোরাচালানির টাকা ভাগাভাগি নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে। যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে খুন খারাপের সংখ্যা বেড়ে যাবে ফলে কোন অবস্থাতেই আমাদের দেশ কন্ট্রোলের মধ্যে থাকবে না। তাই বিটকয়েনের বৈধতা দেওয়ার পক্ষে সুশীল সমাজ কখনো অবস্থান নেবে না।
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 24, 2024, 05:49:53 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।

বিটকয়েন আমাদের দেশে যেমন আছে তেমনী থাকাই বেটার। এমন নয় বাংলাদেশে অবৈধ দেখে বিটকয়েন ব্যবহার করতে পারছি না। আর এই ফোরামে আমাদের সকলের নিজেদের পরিচয় গপন করা হয়েছে। আর কে বলবে বাংলাদেশে বিটকয়েন বৈধ করার কথা? যদি আজকে আমি প্রকাশ্যে স্লগান দিয়ে বলি বিটকয়েন বৈধ করা হোক তাহলে আমি নিজেই ফেসে যাবো, প্রশাসনের লোকেরা তখন বুঝতে পারবে যে আমি বিটকয়েনে বিনিয়োগ করেছি বা আমার কাছে বিটকয়েন আছে।

তাই যেমন আছে তেমনি থাকাই অনেক ভালো। বিটকয়েন বৈধ করা হলে আমাদের দেশে বড় বড় নেতারা দেখবেন বিদেশে টাকা পাচারের পাহাড় গড়ে তুলবে। এখন আমার তো কোনদিন কোন অসুবিধা হয় নাই, জানি না অনেকের কেনো বিটকয়েন বৈধ করার কথা চিন্তা ভাবনা করে? আমরা বাংলাদেশী টাকায় বিটকয়েন কিনতে পারছি আবার বিক্রি করতে পারছি। বিটকয়েন ব্যবহার করা যায় এমন ওয়ালেট এক্সচেঞ্জ ইত্যাদি সবই তো বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়। শুধু মেইন বিষয় হলো সকল কিছু গোপন রাখতে হবে।
LDL
hero member
Activity: 742
Merit: 671
May 24, 2024, 05:00:30 PM
Rest In Peace, Kabosu

ওরে শালার , টুইটারে এই সংবাদটা প্রত্যেক বড় বড় নিউজ চ্যানেলগুলো প্রচার করছে যে RIP Kabosu , মাত্র ১৮ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। আমি ভাবছি এটা হয়তো অল্প বয়সের কোন তরুণী হবে যে না মাত্র 18 বছর বয়সে মারা গেলেন কিন্তু ভালোভাবে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি এটি মূলত ডগি কয়েন ও শিবাইনু কয়েনের মধ্যে যে লোগো রয়েছে সেই লোগোর কুকুরের নাম । এই মহিলা কুকুরটি ১৮ বছর বয়সে লিউকেমিয়া আক্রান্ত ছিল এবং মারা গেছে। এই কুকুরের মারা যাওয়া নিয়ে এত বড় আয়োজন যা আমি আগে জানতাম না বরং আজকে জানলাম ডগি কয়েনের লোগোর কুকুরের নাম Kabosu

sr. member
Activity: 798
Merit: 377
May 24, 2024, 09:52:59 AM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

আপনি কিভাবে এই বাংলাদেশে বসবাস করে বিটকয়েন নিয়ে আইন পাস করবেন, আমরা তো সাধারণ জনতা কেউ আমাদের কথা শুনবে না। কারন উচ্চ পর্যায়ের নেতারা এই বিটকয়েন অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে আইন পাস করতে পারেনি।

বিটকয়েন যদি বাংলাদেশে বৈধতা পায় তাহলে আমাদের ট্যাক্স প্রদান করতে হবে, এখন আমরা বর্তমানে অবৈধ অবস্থায় ভালোভাবে ব্যবহার করতে পারছি কিন্তু গোপনে। তবে আমাদের এই দুর্নীতির বাংলাদেশ কখনো বিটকয়েন বৈধতা চাওয়া উচিত হবে না, বাংলাদেশ এগুলো সহ্য করতে পারবে না আমার মনে হয়।
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 24, 2024, 07:35:38 AM
হাহাহ, মন্ত্রী যেহেতু পারল না সেহেতু বিষয়টা অনেকটা উপরে একজন অলরেডি উল্লেখ করে দিয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাধার মতন, আর জনগণ যারা আন্দোলন করতে নামবে দেখা যাবে তাদেরকে উল্টো ঘাটাঘাটি শুরু হবে যে তাদের তাদের ক্রিপ্টোকারেন্সিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, পরে ওই চট্টগ্রামের ভাইটির মতন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আপনার অর্জিত সকল ফান্ড ডাকাতি করবে। জুনায়েদ ইসলাম পলক কে বছর কয়েক আগে এ বিষয় নিয়ে একটু একটু কথা বলতে দেখেছি কিন্তু বর্তমানে সে একদম নিশ্চুপ । জানিনা ফ্রিল্যান্সার বা যুবকদের সস্তা জনপ্রিয়তার জন্য এগুলো কথা বলেছে কিনা হয়তো এখন তার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে এখন আর এ ধরনের কোন কথা বলে না।

শুধুমাত্র জনপ্রিয়তা পাওয়ার জন্য বললে উসি সংবাদ সম্মেলনে সরাসরি বাংলাদেশ ব্যাংক এর কাউকে ইনভাইট করতো না ডিসকাশনের জন্য। জনপ্রিয়তা পাওয়ার জন্য হলে এমনিতে মিডিয়ায় দুই কথা বললেই শেষ হয়ে যেতো। কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তাদেরকে মিটিংয়ে বসার আবেদন করেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কোনো উত্তর পান নাই। কিটকয়েন কেনো ভালো, বা কেনো খারাপ, এসব নিয়ে প্রায় সব গনমাধ্যম ভুলভাল প্রচার করে। তখনই পলক সাহেব ওনাদেরকে ধরিয়ে দেন যে একটা কারেন্সি কে আপনারা খারাপ বলতে পারেন না। বা অবৈধ ঘোষনা করতে পারেন না। যারা এগুলো ব্যাবহার করে অপকর্ম করে তাদেরকে ধরেন পারলে। বিটকয়েন বাংলাদেশে অবৈধ, তাই বলে কি খুন খারাপি বন্ধ আছে? এই তো কয়দিন হলো একজন এম পি কে টকরো টুকরো করে কেটে ফেলে দিলো।
jr. member
Activity: 630
Merit: 1
May 23, 2024, 08:44:28 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি? আমার পিজ্জা টা ভালো করে মন মতো বানাতে পারি নাই। আমাদের দেশে যেহেতু সচারাচর কারো বাড়িতে পিজ্জা বানানো হয় না, তাই পিজ্জা বানাতে এতটা অভিজ্ঞ নই। আমি যতটা পারি ভালো করে পিজ্জা বানানোর চেষ্টা করেছি। আমি মাটির  তৈরি চুলায় সাধারণ ভাবে পিজ্জা মেকিং করেছি। এই কাজে আমাকে আমার স্ত্রী বেশ সহায়তা করেছে, এর জন্য আমার স্ত্রী কে অনেক ধন্যবাদ জানাবো। আমি আমার পিজ্জা কনটেস্টে জমা দিয়েছি।
পিজ্জা কনটেস্ট জমা দেওয়ার লিংক: https://bitcointalksearch.org/topic/m.64089204

এখানেও আমার পিজ্জার পিকচার শেয়ার করি।










ডিয়ার Bd Officer,
পিজ্জাটি দেখতে তো অনেক সুস্বাদু দেখাচ্ছে।🤤  যদি খাওয়ার সুযোগ হতো তাহলে বলতে পারতাম কেমন হয়েছে।
আমাদের জন্য পিজ্জা পাঠিয়ে দিয়েন পরবর্তী সময়....

আপনাকেও জানাই পিজ্জা ডে এর শুভেচ্ছা।
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 23, 2024, 06:14:35 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি?
ছোটবেলার কবিতা মনে পড়ে গেল,,,

বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই
কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়
পাকা হোক তবু ভাই পরেরও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা

নিজের হাতে যতটুকু করেছি ততটুকুই আলহামদুলিল্লাহ। অনেকেই হয়তো পিজ্জা বাজার থেকে কিনে এনে নিজের হাতে গড়া বলে চালিয়ে দেবে কিন্তু আপনি ও আমি নিজের হাতে বানানোর অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা হয়তো কিনে এনে প্রতিযোগিতা অংশগ্রহণ করলে সেই অভিজ্ঞতাটা অর্জন করা হতো না।


















প্রতিযোগিতার অংশগ্রহণ: লিংক
hero member
Activity: 1036
Merit: 933
Find your Digital Services at- cryptolibrary.pro
May 23, 2024, 02:56:37 PM
বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?
হাহাহ, মন্ত্রী যেহেতু পারল না সেহেতু বিষয়টা অনেকটা উপরে একজন অলরেডি উল্লেখ করে দিয়েছে বিড়ালের গলায় ঘন্টা বাধার মতন, আর জনগণ যারা আন্দোলন করতে নামবে দেখা যাবে তাদেরকে উল্টো ঘাটাঘাটি শুরু হবে যে তাদের তাদের ক্রিপ্টোকারেন্সিতে ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা, পরে ওই চট্টগ্রামের ভাইটির মতন ক্রসফায়ারের ভয় দেখিয়ে আপনার অর্জিত সকল ফান্ড ডাকাতি করবে। জুনায়েদ ইসলাম পলক কে বছর কয়েক আগে এ বিষয় নিয়ে একটু একটু কথা বলতে দেখেছি কিন্তু বর্তমানে সে একদম নিশ্চুপ । জানিনা ফ্রিল্যান্সার বা যুবকদের সস্তা জনপ্রিয়তার জন্য এগুলো কথা বলেছে কিনা হয়তো এখন তার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে এখন আর এ ধরনের কোন কথা বলে না।

না মোতে  ভারতে এমন ছিল তারা আইন অনুযায়ী এইটা সমাধান করার চেষ্টা করছে
ভারত পারলে আমার আইনে যেতে পারবো না কেন?
ভারতে অন্য যত দুর্নীতি চুরি বাটপারি হোক না কেন, তাদের আইন বিভাগ এখনো স্বাধীন রয়েছে, সো ভারত এজন্যই সেটা পেরেছে, আর বাংলাদেশ কেন পারবে না এটার জন্য আপনাকে আগে উত্তর দিতে হবে বাংলাদেশের আইন বিভাগ কে স্বাধীন রয়েছে?
এখন উত্তর আপনি হয়তো নিজেই পেয়ে গিয়েছেন-
sr. member
Activity: 602
Merit: 369
DGbet.fun - Crypto Sportsbook
May 23, 2024, 01:24:44 PM
পিজ্জা ডে কনটেস্টে কার কেমন প্রস্তুতি? আমার পিজ্জা টা ভালো করে মন মতো বানাতে পারি নাই। আমাদের দেশে যেহেতু সচারাচর কারো বাড়িতে পিজ্জা বানানো হয় না, তাই পিজ্জা বানাতে এতটা অভিজ্ঞ নই। আমি যতটা পারি ভালো করে পিজ্জা বানানোর চেষ্টা করেছি। আমি মাটির  তৈরি চুলায় সাধারণ ভাবে পিজ্জা মেকিং করেছি। এই কাজে আমাকে আমার স্ত্রী বেশ সহায়তা করেছে, এর জন্য আমার স্ত্রী কে অনেক ধন্যবাদ জানাবো। আমি আমার পিজ্জা কনটেস্টে জমা দিয়েছি।
পিজ্জা কনটেস্ট জমা দেওয়ার লিংক: https://bitcointalksearch.org/topic/m.64089204

এখানেও আমার পিজ্জার পিকচার শেয়ার করি।








jr. member
Activity: 119
Merit: 0
May 23, 2024, 12:36:46 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?

আমার জানা মোতে  ভারতে এমন ছিল তারা আইন অনুযায়ী এইটা সমাধান করার চেষ্টা করছে
ভারত পারলে আমার আইনে যেতে পারবো না কেন?
hero member
Activity: 462
Merit: 767
Instant cryptocurrency exchange with own reserves!
May 23, 2024, 01:21:49 AM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.

বিটকয়েন নিয়ে কথা বলতে গেলে আপনাকে সরকারের উচ্চ লেভেলের কেউ হতে হবে। আপনারা অনেকেই জানেন যে আমাদের আইসিটি মন্ত্রী এটা নিয়ে একবার কথা বলেছিলো। কিন্তু এরপর এর আর কোনো অগ্রগতী হয়নি। আসলে বাংলাদেশ ব্যাংক ওনার আবেদনে সাড়া দেয়নি। উনি সাংবাদিকদের সামনে বলেছেন যে ব্যাংক এর হাই লেভেল থেকে কেউ আমোদের সাথে বসেন, আমরা ক্রিপ্টো এক্সপার্ট রিসার্চার নিয়ে বসি এবং আলাপ আলোচনা হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে মুখ খুলেনি বরং ক্রিপ্টোকারেন্সি লেনদেন না করার জন্য একেরপর এক বিজ্ঞাপন দিয়েই চলেছে। যেখানে বাংলাদেশের একজন মন্ত্রী পারলো না বাংলাদেশ ব্যাংক কে রাজি করাতে, সেখানে সাধারন মানুষ কে যাবে সাহস করে এই ব্যাপারে কথা বলতে?
full member
Activity: 448
Merit: 136
Popkitty.io - Blockchain Social Media
May 22, 2024, 12:14:03 PM
বিটকয়েন নিয়ে বাংলাদেশে একটি আইন পাস্ করা দরকার।
বাংলালীরা যারা আছেন তারা সবাই মূলত এক হতে হবে.
কাম সারছে!!! ইঁদুরের গলায় ঘন্টা বাঁধবে কে? আপনি যে বিটকয়েন নিয়ে আইন পাস করতে একত্রিত হতে বলেন নেতৃত্ব দেওয়ার মতো লিডার দরকার সে লিডার কে হবে বলতে পারেন। এমনিতেই দেশে হক কথা বলা যায় না তার পরে আসছেন বিটকয়েন নিয়ে আইন পাস করতে। বিটকয়েন নিয়ে কথা বললে যে দেশে পুলিশে ধরে সে দেশে বিটকয়েনের উপর আইন পাস করা রীতিমতো অলীক বস্তু।
Pages:
Jump to: