মার্কেট সারাজীবন এইরকম থাকবে না ভাই। কোভিড এর সময় প্রাথমিক দিকে মার্কেট অনেক ডাউন গেলেও পরবর্তীতে আমরা কোভিড থাকাকালীন মার্কেটকে অনেক উপরে যেতে দেখেছি। এই যে যুদ্ধের কারনে মার্কেটে ধ্বস নামছে সেটা কি সবসময় থাকবে? না। যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠান মার্কেটে ঢুকছে, পাম্প করবেই। বর্তমানে মার্কেটে প্রতিদিন যা সাপ্লাই হচ্ছে, সেটা কয়েকদিন পর অর্ধেকে নামবে। মানে শীঘ্রই মার্কেটে কয়েনের ডিমান্ডের চেয়ে সাপ্লাই কমে যাবে।
এ জায়গায়ই তো গ্যাঞ্জাম ভাই যখন Greed লেভেল হাই থাকে তখন আমরা ভয় পাই না ইনভেস্ট করতে এবং আর যখন মার্কেট Frear লেভেল এ থাকে তখন আমরা ইনভেস্ট করতে ভয় পাই বা তখন মার্কেটে ইনভেস্ট কম করি। এটাও স্বাভাবিক যে যখন একটা জিনিসের দাম বাড়ে তখন সবার নজর সেখানে যায়।
তবে যারা এক বছর আগেও বিটকয়েন ইনভেস্টমেন্ট করেছে এবং ধৈর্য ধরে এ পর্যন্ত বসে ছিল তারাও আজকে দ্বিগুণ প্রফিট অর্জন করেছে। আমার নিজের ক্ষেত্রেই হয়েছে আমার ২০০ ডলারের অ্যামাউন্ট ৪০০ ডলারে পরিণত হয়েছে তাও যখন বিটকয়েন ৫৬ হাজারে ছিল।
আজকে একটি tranthidung টপিক ক্রিয়েট করেছে সেই টপিকের টাইটেল মনে পড়ে গেল বিটকয়েন এর ইনভেস্টমেন্টে প্রয়োজন সঠিক নলেজ, এর প্রতি বিশ্বাস গড়ে তোলা , তারপরে ইনভেস্টমেন্ট এর মাধ্যমে সাকসেস আসবে।
সৌদি আরব শুধুমাত্র রসূল (সা) দেশ বলে সম্মান করি। সৌদি আরব এখন শুধুমাত্র নামেই মুসলিম দেশ। এই দেশে পাচ ওয়াক্ত নামাজ আর হজ্জ ছাড়া আর ভালো কি হয়? আরবদের মোড়াল বলতে এখন আর কিছুই নেই। যদিও এগুলোই কিয়ামতের আলামত যা আমাদের নবীজি অনেক আগেই বলে গেছেন। সৌদি আরব কোটি কোটি ডলার ব্যয় করে রোনালদো, নেইমারের মতো প্লেয়ারকে তাদের দেশে লীগে খেলানোর জন্য ব্যাস্ত। তাদের সরকার স্পোর্টস এ হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করছে, তাদেরকে সেই দেশে যায়গা দেয়ার জন্য দেশের আইন পরিবর্তন করছে, অথচ তোমার স্বজাতি ভাই বোনেরা মারা যাচ্ছে, তুমি একটা শব্দ করছো না। কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম, এক ফিলিস্তিনি বাচ্চা চিৎকার করে করে বলছে, "আইনাল আরব" অর্থাৎ আরবরা কোথায়? হে আমার রসূল, আপনি দেখেন, আপনার উম্মাত আমাদেরকে ত্যাগ করেছে। এগুলো দেখার পর সৌদি আরব এর শাসকদের প্রতি কোনো সম্মান থাকার কথা না।
বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক এর কথা বললে আমি এই সৌদি আরবের শাসকদের কথা আমি বলব, একটু আগে খবর এর মাধ্যমে জানলাম যে ইরা*নের ইজরাইলের উপর হা*মলার পূর্ব প্ল্যানিং সম্পর্কে আমেরিকা এবং ইজরা*ইলকে সৌদি আরব এবং জর্ডান এরা গুপ্ত*চর ভিত্তি করেছে, তাছাড়া জর্ডান সরাসরি তাদের যুদ্ধবিমান গুলো দিয়ে সহায়তা করেছে ইসরা*ইলকে। সৌদি এর কোটি কোটি ডলার ব্যয় করে রোনাল তো নেইমার কে তাদের দেশের লিগে খেলানো এর বিষয়টা না হয় এক সাইডে রাখলাম কিন্তু এদের জন্য যে দেশের রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন চলতো সেখানে আইন শিথিল করা হয়েছে যেমনঃ মদ, তা ছাড়া বিবাহ বহির্ভূত নারী পুরুষ একত্রে থাকার আইন শিথিল করা হয়েছে। আইন আস্তে আস্তে সব জায়গায় শিথিল হচ্ছে।
ধন্যবাদ ভাই। আমি পড়েসি সবগুলো এ্যান্ড অনেক কিছু জানতে পেড়েছি। ফোরামের অনেক কিছু জানতাম না কিন্তু আখ্ন অনেক কিছু জানি এ্যান্ড বুজতে পার্সি ভাই।
সত্যি ভাই পড়েছেন তো? পড়ে এবং বুঝে থাকলে অভিনন্দন। কারণ DYING_S0UL যেসব লিংক দিয়েছে এইগুলো কিন্তু বিশাল, এগুলো কিছু কিছু ইউজার এর বুঝতে ১২ ঘন্টা কি ১২ মাসেরও বেশি সময় লাগে।
যাই হোক আপনাকে আমি জাস্ট একটা লিস্ট হাতে ধরিয়ে দিতে চাই, যেহেতু বলেছিলেন ফোরাম সম্পর্কে জানতে এবং শিখতে চান এই লিস্টটি যদি আপনি ভালোভাবে মনোযোগ সহকারে বুঝতে এবং শিখতে পারেন তাহলে আপনি অনেকটা মাস্টার লেভেলে চলে যাবেন। -
https://bitcointalksearch.org/topic/some-important-bitcointalk-guide-for-beginners-5275357আর অবশ্যই যখন আপনি প্রতিটা টপিক পড়তে যাবেন হয়তো অবশ্যই ভাষাগত দিক থেকে সমস্যা ফেস করতে পারেন এর জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করবেন তারপরও যেসব জিনিসে সমস্যা ফেস করবেন বা বুঝতে পারবেন না সেগুলো আমাদের লোকাল বোর্ডে এসে প্রশ্ন করবেন এবং লোকাল বোর্ডে উত্তর না পেলে সরাসরি Beginners and help বোর্ডে টপিক খুলবেন। আপনার জন্য শুভকামনা।